Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Dj01864 on August 26, 2020, 02:32:53 PM
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
-
আমি মনে করি বর্তমানে কেও যদি ইথারিয়াম কিনে হোল্ড করে রাখতে পারে তাহলে অবশ্যই ভালো ফল পাবে।কারন ইথারিয়ামের দাম যত দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে।আমার বিশ্বাস 2021 সালের প্রথম দিকে ইথারিয়ামের price 600$ হওয়ার সম্ভাবনা আছে।
-
আমি মনে করি বর্তমানে কেও যদি ইথারিয়াম কিনে হোল্ড করে রাখতে পারে তাহলে অবশ্যই ভালো ফল পাবে।কারন ইথারিয়ামের দাম যত দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে।আমার বিশ্বাস 2021 সালের প্রথম দিকে ইথারিয়ামের price 600$ হওয়ার সম্ভাবনা আছে।
আমার জানা ছিল না ধন্যবাদ জানানোর জন্য।
সিনিয়ার ভাই আর একটা কথা জানার ছিল।
আমি এই ফোরামে নতুন ইউজার তাই আমাকে যদি জানাইতেন, যে কি ভাবে ইনকাম করা যেতে পারে সে ব্যাপেরে যদি জানাইতে আমার জন্য ভালো হতো।
-
আমরা সবাই জানি যে বিটকয়েন পৃথিবীসেরা। সবারই প্রচুর আগ্রহ আছে এই কয়েনে। কিন্তু বর্তমান সময়ে লক্ষনীয় বিষয় হচ্ছে যে বিটকয়েনের দাম তেমন বাড়ছেনা। সবাই এখন আগ্রহ প্রকাশ করছে অল্টকয়েনে। বর্তমানে মার্কেটে বেশ কিছু কয়েনে আছে যা খুব ভাল অবস্থানে আছে।
-
আপনি এ্যালট কয়েন এবং বিটকয়েন এই দুটো কিনেই আপনি হোল্ড করতে পারেন। কেননা এই দুটোই অনেক ভালো প্ল্যাটফর্ম কয়েন। তবে আমার কাছে Altcoins এর গুরুত্ব একটু বেশি।
-
বিটকয়েন হলো সারা পৃথিবীর মধ্যে সবথেকে জনপ্রিয় কয়েন। বিটকয়েন এর পরের স্থান দখল করে আছে ইথেরিয়াম। Bitcointalk ফোরামে অনেক স্কামার আছে কিন্তু Altcointalk ফোরামে কোন স্কামার নাই।তাই আমি Altcointalk বেশি প্রাধান্য দেই।
-
বিটকয়েন হলো সারা পৃথিবীর মধ্যে সবথেকে জনপ্রিয় কয়েন। বিটকয়েন এর পরের স্থান দখল করে আছে ইথেরিয়াম। Bitcointalk ফোরামে অনেক স্কামার আছে কিন্তু Altcointalk ফোরামে কোন স্কামার নাই।তাই আমি Altcointalk বেশি প্রাধান্য দেই।
আপনি মনে হয় জানেন না যে bitcoin ও alcoins কি? আপনি আগে জানুন তারপর পোস্ট করুন। altcoinstalk একটি ফোরাম। তাই আপনি বিস্তারিত জানুন।
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
আপনি যে টোকেন গুলোর নাম উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে সবচেয়ে ভালো কয়েন হলো বিটকয়েন। এ বিটকয়েনের প্রচলন পৃথিবীর প্রায় সব দেশেই। তাই যদি কেউ বিনিয়োগ করতে চাই তাহলে বিটকয়েন অথবা এলটকয়েন বিনিয়োগ করতে পারেন।
-
Bitcoin সারা বিশ্বের মধ্যে সবথেকে জনপ্রিয় একটি কয়েন।বর্তমানে এর দাম অনেকটাই কম যদি এই সময়ে কেউ কিনে রাখে তাহলে অবশ্যই 2000 সালের শেষের দিকে ডাবল লাভ হওয়ার সম্ভাবনা আছে।
-
Bitcoin সারা বিশ্বের মধ্যে সবথেকে জনপ্রিয় একটি কয়েন।বর্তমানে এর দাম অনেকটাই কম যদি এই সময়ে কেউ কিনে রাখে তাহলে অবশ্যই 2000 সালের শেষের দিকে ডাবল লাভ হওয়ার সম্ভাবনা আছে।
আপনার পোস্টের ভিতরে ভুল আছে। আপনি ভুল সংশোধন করেন তা না হলে নেগেটিভ কারমা খেতে পারেন।''অবশ্যই 2000 সালের শেষের দিকে ডাবল লাভ হওয়ার সম্ভাবনা আছে''2000 লেখাটা আপনার মতামত অনুযায়ী পরিবর্তন করে নেন তা না হলে নেগেটিভ কারমা খেতে পারেন।
-
বিটকয়েন না অল্টকয়েন এই মুহূর্তে যদি বলি অল্টকয়েন কে প্রাধান্য দিতে হবে। বর্তমানে অল্ট কয়েন অনেক এগিয়ে আছে। দাম বাড়ছে অনেক যা কিনা বিটকয়েনের চেয়ে অনেক বেশি হারে। বিটকয়েনের বর্তমান মূল্য স্থিতিশীল অছে। কিন্তু অল্টকয়েন অনেক এগিয়ে গিয়েছে।
-
বিটকয়েন হলো ব্লকচেইন প্রযুক্তির সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ট আবিষ্কার । কিন্তু বিটকয়েন আমাদের সকল সমস্যার সমাধান দিতে না পারায়, পরবর্তীতে বিটকয়েনের যেসব ধারা-বাধা ছিল তা সমাধানের লক্ষ্যে অল্টকয়েনস এই মার্কেটে আসে। সহজভাবে বললে, বিটকয়েন ছাড়া ক্রিপ্টোমার্কেটে সকল কয়েনগুলো হলো অল্টকয়েনস এবং অল্টকয়েনস মূলত সেসব সমস্যা সমাধানের জন্য তৈরি হয়েছে।
-
বিটকয়েন হলো সারা পৃথিবীর মধ্যে সবথেকে জনপ্রিয় কয়েন। বিটকয়েন এর পরের স্থান দখল করে আছে ইথেরিয়াম। Bitcointalk ফোরামে অনেক স্কামার আছে কিন্তু Altcointalk ফোরামে কোন স্কামার নাই।তাই আমি Altcointalk বেশি প্রাধান্য দেই।
আপনি মনে হয় জানেন না যে bitcoin ও alcoins কি? আপনি আগে জানুন তারপর পোস্ট করুন। altcoinstalk একটি ফোরাম। তাই আপনি বিস্তারিত জানুন।
আপনি যদি সেই লিংকটা নিচে দিতেন তাহলে অনেক খুশি হতাম।
-
বিটকয়েন হলো সকল কয়েন এর রাজা। বিটকয়েন প্রায় সকল দেশে প্রচলিত। এর ব্যবহার সর্বাধিক মানুষ করে থাকে এবং এলোট কয়েন এর চেয়ে বিটকয়েনের দাম অনেক বেশি।
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
ভাই আমি বুঝলাম না। বিটকয়েন ও এ লোট এ দুটোর মধ্যে সম্পর্ক কি? আগে এ দুটোর সম্পর্কে জানুন তারপর বল।
-
সালমা বেগম আমার মনে হচ্ছে, আপনার অনেক জ্ঞানের ঘাটতি রয়েছে। তাই আপনি cryptocurrency সম্পর্কে জানুন। ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে জানুন। বিটকয়েন সম্পর্কে জানুন এবং বিভিন্ন altcoins সম্পর্কে জানুন. আপনার জানার অনেক প্রয়োজন. আবার আপনার অনেক বানান ভুল হচ্ছে। তাই আমি মনে করি আপনি সংশোধন হবেন। তা-নাহলে সিনিয়ররা আপনাকে নেগেটিভ কারমা দিবে। তাই আপনি এ বিষয়ে সতর্ক থাকুন।
-
আমি মনে করি বর্তমানে কেও যদি ইথারিয়াম কিনে হোল্ড করে রাখতে পারে তাহলে অবশ্যই ভালো ফল পাবে।কারন ইথারিয়ামের দাম যত দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে।আমার বিশ্বাস 2021 সালের প্রথম দিকে ইথারিয়ামের price 600$ হওয়ার সম্ভাবনা আছে।
আসলে বর্তমান সময়ে কোন কিছু কিনে ভুল করে রাখা অনেক বোকামি। 2017 সাল থেকে একই কথা শুনে আসছি।সবাই বলে দাম বাড়বে বাড়বে কিন্তু যে প্রফিট বিভিন্ন প্রজেক্ট থেকে পেয়েছি সেগুলো ছিল না করে হোল্ড করে রেখেছি কিন্তু বিভিন্ন প্রয়োজনে সেগুলো হোল্ড করতে পারিনি সব সেল করে দিয়েছি খুবই অল্প দামের।
-
এখন বিটকয়েন বা অল্টকয়েন কোন পার্থক্য দেখি না। কারন এতদিন বলে আসছি। যে বিটকয়েনের উপর কোন কয়েন নেই। কিন্তু এখন দেখি বিটকয়েনের উপর ও কয়েন আছে যেমন ওয়াই এফ আই। এর দাম বিটকয়েনের চেয়ে অনেক বেশি। তাই হোক বিটকয়েন বা অল্টকয়েন যে টাতে প্রফিট হবে সেটাই বেছা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
-
বিটকয়েন অনেকাংশেই পরিচিত পৃথিবীর প্রায় সব দেশেই বিটকয়েনের পরিচয় রয়েছে কিন্তু এলট কয়েন বিট কয়েনের মতো এত পরিচিত নয় যার কারণে বিটকয়েনের মান অনেকাংশে বেশি।
-
আমি মনে করি বর্তমানে কেও যদি ইথারিয়াম কিনে হোল্ড করে রাখতে পারে তাহলে অবশ্যই ভালো ফল পাবে।কারন ইথারিয়ামের দাম যত দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে।আমার বিশ্বাস 2021 সালের প্রথম দিকে ইথারিয়ামের price 600$ হওয়ার সম্ভাবনা আছে।
ভাই আমি ফোরামে নতুন তাই বলতে পারিনা কোন কয়েন গুলো ভালো হবে। কিন্তু আপনার কথা শুনে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে কিছুটা হলেও ইথেরিয়াম কিনে রাখবো।
-
সিনিয়র ভাইদের কাছে আমার একটি প্রশ্ন আছে যে বিটকয়েন ও এ লোট কয়েন এর মধ্যে পার্থক্য কি? যদি কোনো পার্থক্য থেকে থাকে তাহলে আমাকে একটু জানাবেন।
-
বিটকয়েন এবং অল্টকয়েন দুটোই ক্রিপ্টোদুনিয়াতে ব্যাপক সারা ফেলেছে। কেউ বিটকয়েন পছন্দ করে কেউ করে অল্টকয়েন আবার কেউ দুটোই করে। দুটোই আমার কাছে ভাল লাগে কিন্তু বিটকয়েন একটু বেশি। কারণ এর সাথে অন্য কোন কয়নের কোন তুলনা হয় না।
-
আমরা ইতিমধ্যে জানি যে বিটকয়েন পৃথিবীর সেরা। তার পাশাপাশি ইথারিয়াম ও পাল্লা দিচ্ছে। বিটকয়েন বা ইথারিয়াম এই দুইটার একটা বিনিয়োগ করে হোল্ড করে রাখতে পারলে ভবিষ্যতে অনেক লাভমান হবে বলে মনে করি। সব থেকে বড় কঘা হচ্ছে আল্টা কয়েনেও যিদি আমরা রেগুলার হই তাহলে আল্টাকয়েনও অনেক ভালো পর্যায়ে যাবে। ধন্যবাদ
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
আপনি ঠিকই বলেছেন। বিটকেয়ন ব্যতিত আরও অনেক কয়েন আছে। যেগুলোতে ইসভেস্ট করা নিরাপদ।
-
আপনার কথা ঠিক আছে বিটকয়েন থেকে যদি প্রফিট না হয় তাহলে আপনা কে অবশ্যই অল্টকয়েনে আসতে হবে। যদি আপনি প্রফিট করতে চান। বর্তমানে অল্টকয়েন এ অনেক ভাল ভাল প্রজেক্ট আছে যে গুলোতে আপনি ইনভেস্ট করে অনেক লাভবান হতে পারেন।
-
বিটকয়েন হলো সকল কয়েন এর রাজা। বিটকয়েন প্রায় সকল দেশে প্রচলিত। এর ব্যবহার সর্বাধিক মানুষ করে থাকে এবং এলোট কয়েন এর চেয়ে বিটকয়েনের দাম অনেক বেশি।
হ্যাঁ ভাই বিটকয়েন হলো সকল কয়েনের রাজা।এই কয়েনটি সারা বিশ্বের মানুষের কাছে একদম পরিচিত। কিন্তু এলার্ট এসেছে নতুন এ যার কারণে এর ঐ রকম পরিচিত লাভ করতে পারেনি। মনে করি এলার্টঃ কয়েন ফোরামটি একদিন বিট কয়েনের মতো পরিচিত লাভ করবে।
-
Bitcoin সারা বিশ্বের মধ্যে সবথেকে জনপ্রিয় একটি কয়েন।বর্তমানে এর দাম অনেকটাই কম যদি এই সময়ে কেউ কিনে রাখে তাহলে অবশ্যই 2000 সালের শেষের দিকে ডাবল লাভ হওয়ার সম্ভাবনা আছে।
হ্যাঁ ভাইয়া আপনি একদম ঠিক কথা বলেছেন বর্তমানে বিটকয়েন এর দাম খুবই কম যাচ্ছে কেউ যদি কোন কয়েন হোল্ড করে রাখতে চায় তাহলে আমার মনে হয় বিটকয়েন হোল্ড করে রাখলেই ভালো হবে ক্রিপ্টো জগতে যাকে বলা হয় কয়েন কিং আশা করা যাচ্ছে বিটকয়েন আবার তার আগের অবস্থানে পৌছাবেই।
-
আমি ৫০% ইউজ করবো বিটকয়েন কিনতে। বাকি ৫০% দিয়ে বিভিন্ন alt কয়েন কিনবো। তার মাঝে থাকবে সি এম সি এর টপ টেনের মাঝে কিছু কয়েন। এছাড়াও মোটামুটি রিসার্চ করে সম্ভাব্য যেসব কয়েন থেকে ভালো প্রফিট পাওয়া যেতে পারে সেগুলা কিছু কিনবো।
-
সত্যিকার অর্থে কোনটিকেই কেউ বাদ দিয়ে কোন কথা বলতে পারবে না। কারন দুটি এখন ব্যাপক ভাবে সম্মৃদ্ধ হয়েছে। বেশ কিছুদিন হলো বিটকয়েনের চেয়ে বেশি কদর গিয়েছে অল্টকয়েনে। আবার বর্তমানে বিটকয়েনেরও দাম বৃদ্ধি পাচ্ছে ভাল রকম। যার ফলে কোন টিাকেই বাদ দিয়ে কিছু করা যাবে না। আমার মতে দুটোই সমান।
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
ঠিক বলেছেন। বিনিয়োগ করতে হলে নির্ধিদায় বিটকয়েনে ইনবেস্ট করে লং টার্মের জন্য ফেলে রাখলে প্রফিট আসেবই। এটাড়াও Eth, BNB, LTC, TRON, MKR ইত্যাদি রিয়েল প্রজেক্ট গুলোতে ইনবেস্ট করেও ভালো ফলাফল পাওয়া সম্ভব।
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
ঠিক বলেছেন। বিনিয়োগ করতে হলে নির্ধিদায় বিটকয়েনে ইনবেস্ট করে লং টার্মের জন্য ফেলে রাখলে প্রফিট আসেবই। এটাড়াও Eth, BNB, LTC, TRON, MKR ইত্যাদি রিয়েল প্রজেক্ট গুলোতে ইনবেস্ট করেও ভালো ফলাফল পাওয়া সম্ভব।
কয়েন মার্কেট এর টপ 10 টি প্রজেক্টে ইনভেস্ট করে লং টাইম পিরিয়ড এর জন্য হোল্ড করলে অবশ্যই আপনি ভালো কিছু প্রফিট পাবেন।
-
আপনি যে কয়েন গুলো আলোচনা করেছেন তার মধ্যে সবচেয়ে মানসম্মত করেন কারণ বিটকয়েন হলো তার প্রেমের রাজা আমার জানা মতে যারা যারা বিনিয়োগ করবে তারা বিটকয়েন বিনিয়োগ করতে পারে এবং এলট কয়েন বিনিয়োগ করতে পারে এবং বিটকয়েন সারা বিশ্বে পরিচিত এবং এ লোট কয়েন নতুন এসেছে তাই বেশি পরিচিত নয় আমার মতে বিটকয়েন বিনিয়োগ করলে ভালো হবে ধন্যবাদ
-
আপনি যে কয়েন গুলো আলোচনা করেছেন তার মধ্যে সবচেয়ে মানসম্মত করেন কারণ বিটকয়েন হলো তার প্রেমের রাজা আমার জানা মতে যারা যারা বিনিয়োগ করবে তারা বিটকয়েন বিনিয়োগ করতে পারে এবং এলট কয়েন বিনিয়োগ করতে পারে এবং বিটকয়েন সারা বিশ্বে পরিচিত এবং এ লোট কয়েন নতুন এসেছে তাই বেশি পরিচিত নয় আমার মতে বিটকয়েন বিনিয়োগ করলে ভালো হবে ধন্যবাদ
আপনার টাইপ মিসটেক হয়েছে। বিটকয়েন অবশ্যই সকল কয়েনের রাজা। বিটকয়েনে ইনভেস্ট করে লং টাইম এর জন্য যারা রেখে দিয়েছিল আজ তারা লাখ লাখ টাকা প্রফিট পেয়েছে।
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
বিটকয়েন বা আল্টকয়েন টুটোই নিয়মিত কমে বাড়ে তবে যদি ট্রেড করতে চান তাহলে অবশ্যই আল্টকয়েন এ করতে হবে। আল্টকয়েন এ ট্রেড করে আপনাকে সাতসি আর্ন করতে হবে তাহলে বিটকয়েন বারলে আপনার লাভের উপর লাভ। আর কমলেও সমস্যা হবে না।
-
আপনি এ্যালট কয়েন এবং বিটকয়েন এই দুটো কিনেই আপনি হোল্ড করতে পারেন। কেননা এই দুটোই অনেক ভালো প্ল্যাটফর্ম কয়েন। তবে আমার কাছে Altcoins এর গুরুত্ব একটু বেশি।
ধন্যবাদ ভাই আপনাকে কারণ আপনার কাছ থেকে সুন্দর একটি অভিজ্ঞতা অর্জন করলাম কেননা আগে বিটকয়েন এবং অ্যালার্ট কয়েন কোনটা গুরুত্ব দেব আমি জানতাম না কিন্তু আপনার কাছ থেকে আজকে জানতে পারলাম ধন্যবাদ
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
বিটকয়েন বা আল্টকয়েন টুটোই নিয়মিত কমে বাড়ে তবে যদি ট্রেড করতে চান তাহলে অবশ্যই আল্টকয়েন এ করতে হবে। আল্টকয়েন এ ট্রেড করে আপনাকে সাতসি আর্ন করতে হবে তাহলে বিটকয়েন বারলে আপনার লাভের উপর লাভ। আর কমলেও সমস্যা হবে না।
আসলে ভাই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে বুঝিয়ে দেবার জন্য।
-
অবশ্যই বিটকয়েন পৃথিবীর সেরা কয়েন সবারই এটির প্রতি লোভ কাজ করে। তাই আমি বিটকয়েন কে সাপোর্ট করি।
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
আমি বিটকয়েন এর সাথে অল্টকয়েনকেও অনেক গুরুত্ব দিয়ে থাকি। কেন না অল্টকয়েন এখন আর পিছিয়ে নেই। তারাও এখন বিটকয়েনের চেয়েও বেশি দামি হতে পারে যা কিনা আমরা সকলেই দেখেছি ওয়াই এফ আই টোকেন এর ক্ষেত্রে।
-
আমি মনে করি বর্তমানে কেও যদি ইথারিয়াম কিনে হোল্ড করে রাখতে পারে তাহলে অবশ্যই ভালো ফল পাবে।কারন ইথারিয়ামের দাম যত দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে।আমার বিশ্বাস 2021 সালের প্রথম দিকে ইথারিয়ামের price 600$ হওয়ার সম্ভাবনা আছে।
ইতিমধ্যে ইথেরিয়াম 600 ডলার ক্রস করেছে।রান্না করা যাচ্ছে 2021 সালের প্রথমদিকে এটি 700 ডলার এর উপরে চলে যাবে। আর যদি এভাবে বাড়তে থাকে তাহলে অস্ত্রসহ ডলার হিট করবে।
-
আমি মনে করি বর্তমানে কেও যদি ইথারিয়াম কিনে হোল্ড করে রাখতে পারে তাহলে অবশ্যই ভালো ফল পাবে।কারন ইথারিয়ামের দাম যত দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে।আমার বিশ্বাস 2021 সালের প্রথম দিকে ইথারিয়ামের price 600$ হওয়ার সম্ভাবনা আছে।
আপনি ঠিক বলেছেন ইথিরিয়াম কে কিনে হোল্ড করলে অবশ্যই ভাল প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইথেরিয়াম জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। তাই এটি হলো করলে অবশ্যই প্রফেট পাওয়া যাবে
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
আজকে ইথেরিয়াম এর দাম 608 ডলার সেজন্য আমি এখন মনে করি যে ইথেরিয়াম কিনে বিনিয়োগ করলে কেমন প্রফিট পাওয়া যাবে সে বিষয়ে ভালো জানিনা কেন না বর্তমান সময়ে ইথেরিয়াম এর দাম অনেকটাই বেশি ভবিষ্যতে ইথেরিয়াম এর দাম কেমন হতে পারে সেটা বলা মুশকিল আর আমি বিনিয়োগ সম্পর্কে ভালো জানিনা
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
বর্তমানে বিটকয়েন অনেকটাই পাম্পের দিকে।আশা করা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই এটি অনেক নিচে নেমে পড়বে। ফলে এখন হোল্ড করলে ভালো রকমের প্রফেট পাওয়া যাবে না। ওল্ড করতে পারেন তবে দীর্ঘ মেয়াদী হোল্ড করতে হবে। আপনি চাইলে ইথিরিয়াম হোল্ড করে রাখতে পারেন। কারণ সামনে 2.0 লঞ্চ হতে চলেছে।যখন টু পয়েন্ট জিরো লাঞ্চ হবে তখন ইথেরিয়াম-এর দাম অসম্ভব বাড়ার বাড়বে।
-
বিটকয়েন এখন সবচেয়ে শক্তিশালী কয়েন। একে বিট করার মত কোন কয়েন এখনো তৈরী হয়নি। এর চেয়ে দাম বেশি হলেও এর চাহিদা পৃথিবীব্যাপী সর্বোচ্চ পর্যায়ে আছে।
-
bitcoin and aitcoins মধ্যে বিটকয়েন কে বেশি প্রাধান্য দিব। কারণ কিপ্টোকারেন্সি মার্কেটে শীর্ষস্থান ধরে রেখেছে বিট কয়েন।বিট কয়েনের মূল্য বেশি । এর জন্য কয়েনের রাজা বলা হয় বিটকয়েন।এর জন্য আমি বিট কয়েনকে বেঁচে নিবো।
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
বিটকয়েন বা আল্টকয়েন টুটোই নিয়মিত কমে বাড়ে তবে যদি ট্রেড করতে চান তাহলে অবশ্যই আল্টকয়েন এ করতে হবে। আল্টকয়েন এ ট্রেড করে আপনাকে সাতসি আর্ন করতে হবে তাহলে বিটকয়েন বারলে আপনার লাভের উপর লাভ। আর কমলেও সমস্যা হবে না।
আসলে ভাই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর ভাবে বুঝিয়ে দেবার জন্য।
ধন্যবাদ ভাইয়া এমন একটি মূল্যবান পোষ্ট করার জন্য আশা করি ভবিষ্যতে এমন মূল্যবান পোস্ট আপনার কাছে থেকে। আপনার এই পোস্ট থেকে বিটকয়েন সম্পকে অনেক অজানা তথ্য জানতে পেরেছি।
-
আসলে এই ফোরামে যত দিন যাবত এসেছে এই কয়দিনে যা জানতে পেরেছি যে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি অনেক জনপ্রিয় একটি কয়েন। বিটকয়েন কে সাধারণত ক্রিপ্টোকারেন্সি রাজা বলা হয়।অর্থাৎ বিটকয়েন দাম বৃদ্ধি পাওয়া উপর নির্ভর করে অন্যান্য কয়েন এর দাম কমা বা বৃদ্ধি পাওয়া। তাই আমার কাছে মনে হয় বিটকয়েন নিয়ে সেরা।
-
আমরা সবাই জানি যে বিটকয়েন পৃথিবীসেরা। সবারই প্রচুর আগ্রহ আছে এই কয়েনে। কিন্তু বর্তমান সময়ে লক্ষনীয় বিষয় হচ্ছে যে বিটকয়েনের দাম তেমন বাড়ছেনা। সবাই এখন আগ্রহ প্রকাশ করছে অল্টকয়েনে। বর্তমানে মার্কেটে বেশ কিছু কয়েনে আছে যা খুব ভাল অবস্থানে আছে।
আপনি ঠিক বলছেন ভাই আমরা সবাই জানি বিটকয়েন বিশ্বের সেরা করেন এবং সবাই বিটকয়েনের প্রতি প্রচুর পরিমাণে আগ্রহ করে বর্তমানে কিন্তু বিটকয়েনের দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং বর্তমানে মার্কেটগুলো অনেক এগিয়ে যাচ্ছে
-
আমি Bitcoin থেকে Altcoin কে বেশি প্রাধান্য দিয়ে থাকি। তবে আমি বিটকয়েনকেও প্রাধান্য দেই কেননা বিটকয়েন কে ক্রিপ্টোকারেন্সি রাজা বলা হয়ে থাকে।বর্তমানে Altcoin এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই আপনি হোল্ড করতে চাইলে এ দুটি কয়েন হোল্ড করতে পারেন। এতে ভাল প্রফিট এর সম্ভাবনা আছে।
-
বিটকয়েন কে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের রাজা বলা হয়ে থাকে। বিটকয়েনর জনপ্রিয়তা সবচেয়ে বেশি ।তবে দিনদিন অ্যালার্ট কয়েনের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। খুব একটা বেশি দিন নেই অ্যালার্টকয়েন বিটকয়েনকে পেছনে ফেলবে। আপনি যদি হোল্ড করতে চান এ দুটি কয়েনই হোল্ড করতে পারেন। পাশাপাশি ইথারিয়াম কয়েনও ও
হোল্ড করতে পারেন ।কেননা ইথারিয়াম ও অনেক ভালো একটি কয়েন এর জনপ্রিয়তা প্রচুর।
-
আমি এই ফোরামের নতুন সদস্য। ফোরাম সম্পর্কে আমার কোন ধারণা নেই যদি কোনো মন্তব্য ভুল হয়ে যায় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী সময়ে সঠিক মন্তব্য দেওয়ার চেষ্টা করব। আমি বিটকয়েন কে বেছে নিব। বর্তমান সময়ে কয়েনের শীর্ষে রয়েছে বিটকয়েন। বিটকয়েনের দাম 23 হাজার ডলার যা এ লোট কয়েনের দাম অনেক কম। দিন যাওয়ার সাথে সাথে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে। এই ফোরামের অধিকাংশ সদস্য বিটকয়েন বেছে নেবে।
-
আমি মনে করি এলোট কয়েনে ইনভেস্ট করাটাই সবচেয়ে ভালো।মনে হয় এটি বিটকয়েনের জায়গা দখল করে নেবে। আর একটা পর্দা আসবে এটা বিটকয়েন কে ছাড়িয়ে যাবে। কারণে অ্যাড করেন খুব কম সময়ে ব্যাপক হারে পরিচিতি লাভ করেছে যেটা বিটকয়েন করতে পারেনি এই কারণে আমি মনে করি এলোটকরেন ইনভেস্ট করাটাই সবচেয়ে ভালো।
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
হ্যাঁ ভাই আপনি অনেকগুলো বিনিয়োগের উপযুক্ত মুদ্রার নাম বলেছেন তবে আমি বিনিয়োগের জন্য সবথেকে প্রথম যে মুদ্রাটি বেছে নিব এবং সেটি হচ্ছে বিটকয়েন কেননা বিনিয়োগের জন্য সবথেকে উপযুক্ত মুদ্রা হচ্ছে বিটকয়েন আপনি যদি দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাহলে আমি বলব অবশ্যই বিটকয়েনে বিনিয়োগ করুন অবশ্যই লাভবান হবেন
-
ভাই বিটকয়েন হলো সকল কয়েনের রাজা। বিটকয়েন সকল দেশে প্রচলিত এবং এর দাম অনেক বেশি। কিন্তু এলার্ট কয়েনের সেরকম দাম বৃদ্ধি হয়নি।
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
তোর কথার সাথে আমি একমত হতে পারলাম না কারণ এখানে স্ক্রিল ছাড়া কেউএখানে বিনিয়োগ করতে আসে তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এবং কেউ ক্ষতিগ্রস্ত হোক সেটা আমি চাইনা আমি বলব যে টিকিট রেট করতে চান তাহলে আপনাকে অবশ্যই অনেক মেধা অর্জন করতে হবে তারপরে আপনি ডিলিট করতে চাবেন অথবা আপনি ভালভাবে বড় ভাইদের সাথে জেনে বুঝে তারপরে আপনি ট্রেড করতে যাবেন ধন্যবাদ
-
যদিও আমি আপনার পোস্ট পড়ে আপনার পোস্টের টপিক সম্পূর্ণভাবে বুঝতে পারলাম না তবু যতোটুকু বুঝতে পেরেছি ততটুকু থেকে আমি আপনাকে বলব আপনি যদি কয়েন হোল্ড করার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই আপনি বিটকয়েন অথবা ইথেরিয়াম কিনে হোল্ড করে রাখতে পারেন।কারণ দুটি কয়েন এর বর্তমান মার্কেট অবস্থা অনেক ভালো এবং দুটি কয়েনের মূল্য অনেক বৃদ্ধি পাচ্ছে।তাই আপনি যদি দুটি কয়েন এর মধ্যে যেকোনো একটি কয়েন কিনে হোল্ড করে রাখতে পারেন তাহলে আশা করি ভবিষ্যতে আপনি ভাল প্রফিট পেতে পারেন।
-
বর্তমান সময়ের সবচেয়ে দ্রুতগতিতে যদি কেউ বেশি প্রফিট করতে চাই তাহলে বিটকয়েনের কোন বিকল্প নেই। প্রতিদিন বিটকয়েনের দাম ব্যাপক হারে বাড়ছে। আমরা কেউ জানি না যে এ কোন জায়গায় গিয়ে দাড়াবে। তবে যেহেতু এখন বুল মার্কেট এর মধ্যে আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আর একটু সময় নিয়ে ভাল তে হবে। বর্তমানে দুটিই ভাল আমার কাছে।
-
বর্তমানে সবথেকে বেশি বৃদ্ধি পাচ্ছে যে কয়েকটি সেটি হচ্ছে বিটকয়েন প্রাইস।বর্তমানে যদি কেউ ইনভেস্ট করতে চান তাহলে নির্দ্বিধায় বিটকয়েন এর উপর ইনভেস্ট করতে পারেন। বিটকয়েনের প্রাইস প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তাই বিটকয়েন এর মধ্যে ইনভেস্ট করে অল্প কিছুদিনের মধ্যেই অনেক প্রফিট পাবেন। তাই যদি কেউ ইনভেস্ট করতে চান বিটকয়েনের উপরে ইনভেস্ট করুন।
-
বর্তমান সময়ের সবচেয়ে দ্রুতগতিতে যদি কেউ বেশি প্রফিট করতে চাই তাহলে বিটকয়েনের কোন বিকল্প নেই। প্রতিদিন বিটকয়েনের দাম ব্যাপক হারে বাড়ছে। আমরা কেউ জানি না যে এ কোন জায়গায় গিয়ে দাড়াবে। তবে যেহেতু এখন বুল মার্কেট এর মধ্যে আছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আর একটু সময় নিয়ে ভাল তে হবে। বর্তমানে দুটিই ভাল আমার কাছে।
আপনার সাথে আমি একমত ব্রো।বর্তমানে যেভাবে বিটকয়েন ও ইথেরিয়াম প্রাইস বৃদ্ধি পাচ্ছে যদি কেউ এর মধ্যে ইনভেস্ট করতে পারেন তাহলে অবশ্যই অল্পদিনে অধিক প্রফেট পাবেন।এই দুটি কয়েন আমার কাছে অনেক ভালো মনে হয় এবং অল্প দিনেই অধিক লাভবান এর ক্ষেত্রে বর্তমান সময়ে দুটি কয়েন কে সবাই সাপোর্ট করছে।
-
আমরা সবাই জানি যে বিটকয়েন পৃথিবীসেরা। সবারই প্রচুর আগ্রহ আছে এই কয়েনে। কিন্তু বর্তমান সময়ে লক্ষনীয় বিষয় হচ্ছে যে বিটকয়েনের দাম তেমন বাড়ছেনা। সবাই এখন আগ্রহ প্রকাশ করছে অল্টকয়েনে। বর্তমানে মার্কেটে বেশ কিছু কয়েনে আছে যা খুব ভাল অবস্থানে আছে।
ভাই আপনার কথাগুলো ঠিক আছে আমরা সবাই জানি বিটকয়েন পৃথিবীর সেরা একটি কয়েন সবাই এর প্রতি প্রচুর পরিমাণে আগ্রহ কিন্তু আপনি বিটকয়েনের দাম কুমার কথা বলছেন এটা সঠিক হয়নি আপনি হয়তো মার্কেটে খেয়াল করে দেখলে দেখতে পাবেন বিটকয়েনের দাম কতটা বুদ্ধি পেয়েছে তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন বিটকয়েনের দাম বেড়েছে না কমেছে ধন্যবাদ ভাই।
-
বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় কয়েনটি হল বিটকয়েন। বিটকয়েনের পড়ে স্থানে হল এলার্ট কয়েন।
-
আমার জানা ছিল না জানানোর জন্য অনেক ধন্যবাদ। আশা করি সামনে আরও কিছু ভালো পোস্ট করে জানাবেন।
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
আমরা সবাই জানি যে বর্তমানে বিটকয়েন সবচেয়ে জনপ্রিয়। আমি ফোর আমি নতুন ইউজার তাই আমার জানা ছিল না জানানোর জন্য অনেক ধন্যবাদ। আশাকরি আপনার দেওয়া পোস্ট করে ভবিষ্যতে আরো কিছু শিখতে পারবো।
-
অনেক শিক্ষনীয় একটি পোস্ট করেছেন আপনি আমরা জানি পৃথিবীতে সবচেয়ে বড় জনপ্রিয় এই বিটকয়েন । আরে আর পরের স্থানটা টা হল অ্যালার্ট কয়েন। এই দুটি কয়নি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকেই জানিনা এলাট কয়েনের দাম বেশি নাকি বিটকয়েনের দাম বেশি তাই আপনার পোষ্টটি পড়ে আমরা নতুন সদস্যরা অনেকটাই ধারণা পেয়েছি।
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
বিটকয়েনের দাম যখন তখন কমছে বাড়ছে। যার ফলে বলা যেতে পারে বিটকয়েনের চেয়ে ইথারিয়াম বা অন্য কয়েনে বিনিয়োগ করা ভালো এখানের জন্য। পরবর্তীতে যখন মার্কেট ডাউন হবে তখন বিট কয়েন বিনিয়োগ করা উওম বলে আমি মনে করি
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
ভাই সিনিয়র ভাইদের পোস্ট ফলো করেন অনেকেই বলছে 2021 সালের মাঝের দিকে বিটকয়েনের দাম আরো বাড়বে। যেহেতু তারা আমাদের চাইতে অনেক বেশী জানেন তাই তাদেরকে ফলো করা আমাদের কর্তব্য। তবে কেউ কেউ বলছে ইথেরিয়াম হোল্ড করলে সামনে ইনকাম করার সুযোগ আছে।
-
আমার মনে হয় আপনি হয়তো কোন কয়েন হোল্ড করলে ভালো হবে সেই কয়েনের কথা বলেছেন। আপনি চাইলে বর্তমানে বিটকয়েন কিনে হোল্ড করে রাখতে পারেন। কারণ বিট কয়েনের মূল্য বর্তমান অনেকটাই ভালো অবস্থানে আছে।তাই আপনি যদি এখন বিটকয়েন কিনে হোল্ড করেন আশা করি ভবিষ্যতে আপনি ভালো ধরনের প্রফিট পাবেন।
-
আপনার যদি ডিজিটাল অর্থের জন্য বিনিয়োগের উদ্দেশ্য থাকে তবে আপনার বিটকয়েনে বিনিয়োগ করা উচিত বা আপনি altcoins এ বিনিয়োগ করতে পারেন।
আমি দেখি বিটকয়েন এখন লড়াই করছে।
এখানে অনেকগুলি সম্ভাব্য ওয়েটকয়েন রয়েছে, যেমন ইথেরিয়াম, রিপল, ইওএস ইত্যাদি
আপনি যদি পর্যাপ্ত পরিমাণ অর্থের মালিক হয়ে থাকেন তাহলে আপনি দুটি bitcoin and altcoin কিনে হোল্ড করতে পারেন। এই কয়েন গুলোর দাম বৃদ্ধি পেয়ে চলেছে। তাই যদি হোল্ড করতে পারেন তাহলে বেশি মুনাফা অর্জন করতে পারবেন।