Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on August 28, 2020, 05:20:49 AM

Title: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Lutera94 on August 28, 2020, 05:20:49 AM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Dj01864 on August 28, 2020, 03:56:23 PM
অবশ্যই টাকা কারন বিটকয়েন তো আপডাউন করে একবার কমে আর একবার বাড়বে এটাই নিয়ম।
সেই জন্য আমার কাছে টাকা জমানো টাই ব্যাটার।
জানিনা আর সবাই কোনটা বলবে।
নতুন ইউজার তো সেই জন্য ভালো করে বলতে পারলাম নাহ।
আশা করি বুজতে পারছেন।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Malam90 on August 28, 2020, 06:59:00 PM
অবশ্যই এবং ১০০% সত্য কথা হচ্ছে টাকা। কারণ ভার্চুয়াল কারেন্সির কোন রিয়েল মূল্য নেই কারো কাছে। ২০১৭ সালে সেটা বুঝেছি। তখন হোল্ড না করে যদি ক্যাশ করতাম তাহলে আজকে আর ক্রিপ্টোতে কাজ করা লাগতোনা। ট্রেড করার জন্য বিটকয়েন থাকা ভালো তবে ক্যাশ টাকার বিকল্প কিছু নাই। যে কোন সময় ক্রিপ্টোতে যে কোন কিছু হতে পারে তাই ক্যাশ ইজ রিয়েল।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Nostoman on August 28, 2020, 07:34:59 PM
আমার কাছে বর্তমান বিটকয়েন এর মূল্য বেশি। কারণ এখন বিটকয়েন এর দাম কম। টাকা ক্যাশ করলে ফুরিয়ে যাবে। যাদের কাছে বিটকয়েন রয়েছে তারা সবাই হোল্ড করেছে। কিন্তু আমি যদি বিটকয়েন গুলো হোল্ড না করে ২০১৭ সালে ছেড়ে দিতাম তাহলে আমারও financial কোন ক্রাইসিস থাকতো না। আমি সেই সময়ে একটি ভুলের কারণে ১ বিটিসি হারিয়েছিলাম। অতীত চলে যায় কিন্তু কিছু ঘটনা মনে পড়ে। এই মুহুর্তে তাদের কাছে বিটিসি রয়েছে। তাদের হোল্ড করা উচিত। সবাই ২০১৭ সাল ফিরে পেতে চায়।               
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Triedboy on August 29, 2020, 02:23:25 AM
আমি মনে করি টাকার থেকে বিটকয়েন মূল্য সব থেকে বেশি।কিন্ত আমরা তো আবার বাংলাদেশি বাংলাদেশের অনেক মানুষই জনে না যে আসলে বিটকয়েন কি।আমরা যারা ক্রিপ্টোকারেন্সিরতে কাজ করি সবাই জানি আসলে বিটকয়েন মূল্য টা কতো।so আমি মনে করি যারা আসলে ক্রিপ্টোকারেন্সিরতে কাজ করে না তারা আসলে বিটকয়েন এর মূল্য বুঝতে পারবে না।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Malam90 on August 29, 2020, 06:16:15 AM
আমার কাছে বর্তমান বিটকয়েন এর মূল্য বেশি। কারণ এখন বিটকয়েন এর দাম কম। টাকা ক্যাশ করলে ফুরিয়ে যাবে। যাদের কাছে বিটকয়েন রয়েছে তারা সবাই হোল্ড করেছে। কিন্তু আমি যদি বিটকয়েন গুলো হোল্ড না করে ২০১৭ সালে ছেড়ে দিতাম তাহলে আমারও financial কোন ক্রাইসিস থাকতো না। আমি সেই সময়ে একটি ভুলের কারণে ১ বিটিসি হারিয়েছিলাম। অতীত চলে যায় কিন্তু কিছু ঘটনা মনে পড়ে। এই মুহুর্তে তাদের কাছে বিটিসি রয়েছে। তাদের হোল্ড করা উচিত। সবাই ২০১৭ সাল ফিরে পেতে চায়।               

বিটকয়েনের মূল্য কখনো টাকার চেয়ে বেশি নয়। এখানে আমি দ্বিমত। কারণ ক্যাশই আসল তাই আপনি যতই বিটকয়েন হোল্ড করেন, বা ট্রেড করেন লাভের আশায়। হা আপনি হোল্ড করতে পারেন, সেখানে লাভ লসের সম্ভাবনা আছে আবার অন্য পেয়ারে ট্রেডও করতে পারেন সেখানেও লাভ ও লস হতে পারে। সেটা ব্যাপার নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে-টাকা বা ক্যাশই হচ্ছে আসল। যখন দেখবেন প্রফিটে আছেন তখন কিছু কিছু ক্যাশ করবেন, টেনশন মুক্ত থাকবেন। নতুবা পরে দেখবেন ক্যাশ না করে কত বড় ভুল করেছেন আপনি। একটা উদাহরন দেই আমি- ২০১৭ সালে বাউন্টি ও ট্রেড করে ৭০কে কিক কয়েন হোল্ড করেছিলাম। তখন প্রতি কয়েনের মূল্য ছিলো ০.২২ সেন্ট যা প্রায় ১৫কে ডলার। সবাই বলতো আরো বাড়বে আরো বাড়বে। আমার পরিচিত একজন শুধু ক্যাশ করেছিলো জমি কেনার জন্য। বাকি কয়েকজন হোল্ড করে রেখেছিলাম। পরের টা ইতিহাস। এখন তো ৭০কে কিক কয়েনের দাম ১০ ডলার হবেনা। অবশ্য পরে ১২০০ ডলারে সেল করে ক্যাশ করেছিলাম। তাই অভিজ্ঞতা থেকেই বলছি-ক্যাশই আসল। কিন্তু সেই ক্যাশই হতে হবে সঠিক সময়ে।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Lutera94 on August 29, 2020, 07:04:54 AM
আমার কাছে বর্তমান বিটকয়েন এর মূল্য বেশি। কারণ এখন বিটকয়েন এর দাম কম। টাকা ক্যাশ করলে ফুরিয়ে যাবে। যাদের কাছে বিটকয়েন রয়েছে তারা সবাই হোল্ড করেছে। কিন্তু আমি যদি বিটকয়েন গুলো হোল্ড না করে ২০১৭ সালে ছেড়ে দিতাম তাহলে আমারও financial কোন ক্রাইসিস থাকতো না। আমি সেই সময়ে একটি ভুলের কারণে ১ বিটিসি হারিয়েছিলাম। অতীত চলে যায় কিন্তু কিছু ঘটনা মনে পড়ে। এই মুহুর্তে তাদের কাছে বিটিসি রয়েছে। তাদের হোল্ড করা উচিত। সবাই ২০১৭ সাল ফিরে পেতে চায়।               

বিটকয়েনের মূল্য কখনো টাকার চেয়ে বেশি নয়। এখানে আমি দ্বিমত। কারণ ক্যাশই আসল তাই আপনি যতই বিটকয়েন হোল্ড করেন, বা ট্রেড করেন লাভের আশায়। হা আপনি হোল্ড করতে পারেন, সেখানে লাভ লসের সম্ভাবনা আছে আবার অন্য পেয়ারে ট্রেডও করতে পারেন সেখানেও লাভ ও লস হতে পারে। সেটা ব্যাপার নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে-টাকা বা ক্যাশই হচ্ছে আসল। যখন দেখবেন প্রফিটে আছেন তখন কিছু কিছু ক্যাশ করবেন, টেনশন মুক্ত থাকবেন। নতুবা পরে দেখবেন ক্যাশ না করে কত বড় ভুল করেছেন আপনি। একটা উদাহরন দেই আমি- ২০১৭ সালে বাউন্টি ও ট্রেড করে ৭০কে কিক কয়েন হোল্ড করেছিলাম। তখন প্রতি কয়েনের মূল্য ছিলো ০.২২ সেন্ট যা প্রায় ১৫কে ডলার। সবাই বলতো আরো বাড়বে আরো বাড়বে। আমার পরিচিত একজন শুধু ক্যাশ করেছিলো জমি কেনার জন্য। বাকি কয়েকজন হোল্ড করে রেখেছিলাম। পরের টা ইতিহাস। এখন তো ৭০কে কিক কয়েনের দাম ১০ ডলার হবেনা। অবশ্য পরে ১২০০ ডলারে সেল করে ক্যাশ করেছিলাম। তাই অভিজ্ঞতা থেকেই বলছি-ক্যাশই আসল। কিন্তু সেই ক্যাশই হতে হবে সঠিক সময়ে।
হ্যা আপনার কথার যুক্তিকতা আছে।আসলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটায় বুদ্ধিমানের কাজ, এ ক্ষেত্রে কিছুটা ভাগ্যের ও হাত থাকা লাগে।  আপনি একটিবার লক্ষ করুন যখন আপনার ১৫কে ডলার সমপরিমান কিক কয়েন ছিলো তখন কিন্তু মার্কেটের অবস্থা উপরের দিকেই ছিলো। সবাই পজেটিভ মুডেই ছিলো। ঐ যায়গা থেকে 2x যাওয়াটা কিন্তু আশ্চর্যের ছিলো না। তাই আমার মতে কিছুটা ভাগ্য ও সঠিক সিদ্ধান্তটাই মেইন, এ ক্ষেত্রে টাকা বা বিটকয়েন দুটিই সমান্তরাল।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Rafiq on August 29, 2020, 09:09:26 AM
আমার কাছে টাকার মূল্যই বেশী। বিটকয়েনের মূল্য যখন বেড়ে যায় তখন টাকার হিসাব করি এত টাকা পাবো , আবার যখন কমে যায় ঐ একই পরিমান বিটকয়েনে টাকার পরিমান কমে যায়।অর্থাত রিয়াল মানি ছাড়া হিসেব করে কোন লাভ নেই।আসলে বাস্তব জীবনে টাকা/রিয়েল মানিই  আসল, ক্রিপ্টোকারেন্সির তেমন গুরুত্ব নেই। তবে ক্রিপ্টোতে বিনিয়োগের ক্ষেত্রে বিটকয়েনের ভূমিকা অপরিসীম, সেখানে আপনি হোল্ড করতে পারেন, ট্রেযড করতে পারেন।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Nostoman on August 29, 2020, 11:39:10 AM
আমার কাছে বর্তমান বিটকয়েন এর মূল্য বেশি। কারণ এখন বিটকয়েন এর দাম কম। টাকা ক্যাশ করলে ফুরিয়ে যাবে। যাদের কাছে বিটকয়েন রয়েছে তারা সবাই হোল্ড করেছে। কিন্তু আমি যদি বিটকয়েন গুলো হোল্ড না করে ২০১৭ সালে ছেড়ে দিতাম তাহলে আমারও financial কোন ক্রাইসিস থাকতো না। আমি সেই সময়ে একটি ভুলের কারণে ১ বিটিসি হারিয়েছিলাম। অতীত চলে যায় কিন্তু কিছু ঘটনা মনে পড়ে। এই মুহুর্তে তাদের কাছে বিটিসি রয়েছে। তাদের হোল্ড করা উচিত। সবাই ২০১৭ সাল ফিরে পেতে চায়।               

বিটকয়েনের মূল্য কখনো টাকার চেয়ে বেশি নয়। এখানে আমি দ্বিমত। কারণ ক্যাশই আসল তাই আপনি যতই বিটকয়েন হোল্ড করেন, বা ট্রেড করেন লাভের আশায়। হা আপনি হোল্ড করতে পারেন, সেখানে লাভ লসের সম্ভাবনা আছে আবার অন্য পেয়ারে ট্রেডও করতে পারেন সেখানেও লাভ ও লস হতে পারে। সেটা ব্যাপার নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে-টাকা বা ক্যাশই হচ্ছে আসল। যখন দেখবেন প্রফিটে আছেন তখন কিছু কিছু ক্যাশ করবেন, টেনশন মুক্ত থাকবেন। নতুবা পরে দেখবেন ক্যাশ না করে কত বড় ভুল করেছেন আপনি। একটা উদাহরন দেই আমি- ২০১৭ সালে বাউন্টি ও ট্রেড করে ৭০কে কিক কয়েন হোল্ড করেছিলাম। তখন প্রতি কয়েনের মূল্য ছিলো ০.২২ সেন্ট যা প্রায় ১৫কে ডলার। সবাই বলতো আরো বাড়বে আরো বাড়বে। আমার পরিচিত একজন শুধু ক্যাশ করেছিলো জমি কেনার জন্য। বাকি কয়েকজন হোল্ড করে রেখেছিলাম। পরের টা ইতিহাস। এখন তো ৭০কে কিক কয়েনের দাম ১০ ডলার হবেনা। অবশ্য পরে ১২০০ ডলারে সেল করে ক্যাশ করেছিলাম। তাই অভিজ্ঞতা থেকেই বলছি-ক্যাশই আসল। কিন্তু সেই ক্যাশই হতে হবে সঠিক সময়ে।
হ্যাঁ ক্যাশ করা ভালো। তবে আমার ক্ষেত্রে সেটা অন্য রকম। কারণ আমি যখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ঢুকে ছিলাম তখন আমার ক্যাশ টাকা গুলো দিয়ে আমি এই বিটকয়েন কিনে রেখেছিলাম। বিটকয়েন কিনে আমি অনেকদিন হোল্ড করে ছিলাম। একসময় অনেক দাম বৃদ্ধি পেয়েছিল। কিন্তু বিটকয়েন থেকে টাকা ক্যাশ করেনি। কারণ আমি বেশি লাভের আশায় ছিলাম।  পরে দাম কমতে শুরু করে। দাম কমতে কমতে একসময় অনেক লসে নেমে ছিল। তাই বর্তমান অবস্থায় আমি আগের সেই বাজার ঘুরে উঠতে পারি নাই। তাই অপেক্ষায় রয়েছি। এখনো কেনা দাম থেকে অনেক নিচে অবস্থান করছে।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Ricky on August 29, 2020, 02:56:07 PM
আমাদের কাছে বিটকয়েনের থেকে টাকার মূল্য বেশি কারণ বিটকয়েনের দাম কম বেশী হয়ে থাকে কিন্তু আমাদের জমানো টাকার দাম কখনো কম বেশি হয় না। তাই বিটকয়েন এর চেয়ে টাকার মূল্য বেশি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Btceth01 on August 29, 2020, 04:55:32 PM
একচুয়ালি বলতে দিলে আমি বলবো পৃথিবীতে টাকার কোনো বিকল্প নেই। কেননা টাকা থাকলে আপনি দুনিয়ার সবকিছুই করতে পারবেন। তাই টাকা ছাড়া লাইফ ইম্পসিবল। কিন্তু আপনি যদি বিটকয়েন করে রাখে সেখানে আপনার লস হতে পারে এবং অনেক প্রফিট আসতে পারে। সেখানে আপনার নিজের দায়িত্বে বিটকয়েন রাখতে হবে। বাইচান্স অন্য কোনো কারণে যদি কোন কিছু হয়ে যায় তাহলে আপনার সকল বিটকয়েন বরবাদ হয়ে যাবে। আবার যদি বিটকয়েনের দাম অনেকটাই বৃদ্ধি পায় তাহলে আপনি অনেক লাভবান হয়ে যাবেন। 2017 সাল থেকে আজ পর্যন্ত আমি অনেক লস খেয়েছি। যদি বিটকয়েন অথবা বিভিন্ন কয়েন বিক্রি করে টাকা করে রাখতাম তাহলে আর কোন লসের সম্মুখে পড়তাম না। তাই আমার কাছে মনে হয় বিটকয়েনের চেয়ে টাকা অনেক ভালো।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Triedboy on August 30, 2020, 02:38:08 AM
আমার কাছে টাকার মূল্যই বেশী। বিটকয়েনের মূল্য যখন বেড়ে যায় তখন টাকার হিসাব করি এত টাকা পাবো , আবার যখন কমে যায় ঐ একই পরিমান বিটকয়েনে টাকার পরিমান কমে যায়।অর্থাত রিয়াল মানি ছাড়া হিসেব করে কোন লাভ নেই।আসলে বাস্তব জীবনে টাকা/রিয়েল মানিই  আসল, ক্রিপ্টোকারেন্সির তেমন গুরুত্ব নেই। তবে ক্রিপ্টোতে বিনিয়োগের ক্ষেত্রে বিটকয়েনের ভূমিকা অপরিসীম, সেখানে আপনি হোল্ড করতে পারেন, ট্রেযড করতে পারেন।

ভাই আপনারা কথা টা একদম সত্যি।কারন যারা ক্রিপ্টোকারেন্সিরতে কাজ করে দেখা গেছে বাউন্টি করে মাঝেমধ্যে অনেক কয়েন পাওয়া যায় সেই কয়েন গুলোর price যদিও মোটামুটি ভালো থকে আরো দামের আশায় সেই কয়েন গুলো আমরা রোখে দেই কিন্তু দেখি লাভের থেকে ক্ষরি বেশি হয়েছে।প্রথমে যদি বিক্রি করে টাকা ক্যাস করতাম তা হলে ভালো হতো।এজন্য আমি মনে করি টাকার গুরুত্ব সব থেকে বেশি যেহেতু আমরা বাংলাদেশী।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Nostoman on August 30, 2020, 01:56:56 PM
আমার কাছে টাকার মূল্যই বেশী। বিটকয়েনের মূল্য যখন বেড়ে যায় তখন টাকার হিসাব করি এত টাকা পাবো , আবার যখন কমে যায় ঐ একই পরিমান বিটকয়েনে টাকার পরিমান কমে যায়।অর্থাত রিয়াল মানি ছাড়া হিসেব করে কোন লাভ নেই।আসলে বাস্তব জীবনে টাকা/রিয়েল মানিই  আসল, ক্রিপ্টোকারেন্সির তেমন গুরুত্ব নেই। তবে ক্রিপ্টোতে বিনিয়োগের ক্ষেত্রে বিটকয়েনের ভূমিকা অপরিসীম, সেখানে আপনি হোল্ড করতে পারেন, ট্রেযড করতে পারেন।

ভাই আপনারা কথা টা একদম সত্যি।কারন যারা ক্রিপ্টোকারেন্সিরতে কাজ করে দেখা গেছে বাউন্টি করে মাঝেমধ্যে অনেক কয়েন পাওয়া যায় সেই কয়েন গুলোর price যদিও মোটামুটি ভালো থকে আরো দামের আশায় সেই কয়েন গুলো আমরা রোখে দেই কিন্তু দেখি লাভের থেকে ক্ষরি বেশি হয়েছে।প্রথমে যদি বিক্রি করে টাকা ক্যাস করতাম তা হলে ভালো হতো।এজন্য আমি মনে করি টাকার গুরুত্ব সব থেকে বেশি যেহেতু আমরা বাংলাদেশী।
আপনার লেখাগুলোর মধ্যে সবচেয়ে ভুলের পরিমাণ বেশি। এবং টাইপ মিসটেক রয়েছে। তাই আমি মনে করি আপনার টাইপ গুলো ঠিক করা উচিত। আপনি অবশ্যই টাইপ গুলো ঠিক করবেন। তানাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Token@ on September 01, 2020, 06:25:06 PM
আমার কাছে টাকার মূল্যই বেশী। বিটকয়েনের মূল্য যখন বেড়ে যায় তখন টাকার হিসাব করি এত টাকা পাবো , আবার যখন কমে যায় ঐ একই পরিমান বিটকয়েনে টাকার পরিমান কমে যায়।অর্থাত রিয়াল মানি ছাড়া হিসেব করে কোন লাভ নেই।আসলে বাস্তব জীবনে টাকা/রিয়েল মানিই  আসল, ক্রিপ্টোকারেন্সির তেমন গুরুত্ব নেই। তবে ক্রিপ্টোতে বিনিয়োগের ক্ষেত্রে বিটকয়েনের ভূমিকা অপরিসীম, সেখানে আপনি হোল্ড করতে পারেন, ট্রেযড করতে পারেন।
আমার কাছে টাকার মূল্যই বেশী। বিটকয়েনের মূল্য যখন বেড়ে যায় তখন টাকার হিসাব করি এত টাকা পাবো , আবার যখন কমে যায় ঐ একই পরিমান বিটকয়েনে টাকার পরিমান কমে যায়।অর্থাত রিয়াল মানি ছাড়া হিসেব করে কোন লাভ নেই।আসলে বাস্তব জীবনে টাকা/রিয়েল মানিই  আসল, ক্রিপ্টোকারেন্সির তেমন গুরুত্ব নেই। তবে ক্রিপ্টোতে বিনিয়োগের ক্ষেত্রে বিটকয়েনের ভূমিকা অপরিসীম, সেখানে আপনি হোল্ড করতে পারেন, ট্রেযড করতে পারেন।

ভাই আপনারা কথা টা একদম সত্যি।কারন যারা ক্রিপ্টোকারেন্সিরতে কাজ করে দেখা গেছে বাউন্টি করে মাঝেমধ্যে অনেক কয়েন পাওয়া যায় সেই কয়েন গুলোর price যদিও মোটামুটি ভালো থকে আরো দামের আশায় সেই কয়েন গুলো আমরা রোখে দেই কিন্তু দেখি লাভের থেকে ক্ষরি বেশি হয়েছে।প্রথমে যদি বিক্রি করে টাকা ক্যাস করতাম তা হলে ভালো হতো।এজন্য আমি মনে করি টাকার গুরুত্ব সব থেকে বেশি যেহেতু আমরা বাংলাদেশী।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Rakin343 on September 02, 2020, 06:16:22 AM
আমরা বাংলাদেশী আমরা টাকাকে সবসময় মূল্যায়ন করি বেশি।আমরা বাংলা টাকায় বিশ্বাসী তাই আমাদের কাছে বিটকয়েনের টাকার গুরুত্ব অনেকটাই বেশি।হয়তো বিটকয়েন কিনে রাখলে ওয়ালেটে কমবে বাড়বে তাই ধর্ম কিন্তু যদি টাকা রাখা যায় তবে এটা নিশ্চিত টাকার লোকসান হবে না। বিটকয়েন কিনে রাখলে এটা সম্পূর্ণ রিক্সের মুখে থাকা হয় কিন্তু টাকায় কোন রিক্স নেই। তাই আমার কাছে টাকার গুরুত্বই বিটকয়েন এর চেয়ে বেশি
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Rain075 on September 02, 2020, 06:17:23 PM
বিটকয়েন এবং টাকা এর দুটি গুরুত্ব অপরিসীম।যারা ক্রিপ্টোকারেন্সি তে যারা কাজ করেন তারা সবসময় বিটকয়েনের গুরুত্ব বেশি দিয়ে থাকেন।বিটকয়েন কে যদি আমরা হোল্ড করে রেখে দেই তাহলে এর থেকে বড় ধরনের প্রফিট বের হয় যেটা টাকা থেকে আসে না। আবার এ বিট কয়েন হোল্ড করে রাখলেন বড় ধরনের লস হতে পারে কিন্তু টাকা থেকে কোন লস আসে না। আর সবচেয়ে বড় কথা হলো বিটকয়েনে রিক্স এর পরিমাণ অনেক বেশি।যে কোনো সময় যে কোনো অবস্থাতে আপনার এই বিটকয়েন ওয়ালেট হ্যাক হয়ে যেতে পারে। তাই আমার কাছে অনেক রিক্স মনে হয়। কিন্তু টাকা তে কোন রিক্স নেই। এতে আপনি কোন লসের মুখে পড়বেন না। তাই আমার কাছে টাকার গুরুত্বটা অনেক বেশি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: mahid on September 02, 2020, 06:41:12 PM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
ভাই খুবই সময় উপযোগী একটা প্রশ্নের উত্তর এর কথা বলা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ এখানে ইনভেস্ট করছে এটা ঠিক কিন্তু টাকার চেয়ে এটি বেশি লাভজনক এবং ঝুকিপূর্ণ     
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: mahid on September 03, 2020, 07:48:48 AM
আমরা যারা ক্রিপ্টো জগতে বসবাস করছি কম আর বেশি সবাই একই কথা বলবে যে বিটকয়েন মুল্য তার কাছে  বেশি। আমরা জানি বিটকয়েনর অবস্থা সর্ম্পকে জানি আমরা এর বভিষ্যত সম্পর্কে। তাই আমাদের কাছে বিটকয়েনের দাম সবচেয়ে বেশি। 
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Nostoman on September 03, 2020, 11:51:25 AM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
ভাই খুবই সময় উপযোগী একটা প্রশ্নের উত্তর এর কথা বলা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে অনেক মানুষ এখানে ইনভেস্ট করছে এটা ঠিক কিন্তু টাকার চেয়ে এটি বেশি লাভজনক এবং ঝুকিপূর্ণ     
বিটকয়েন রেখে দিলে অনেক সময় দাম বেড়ে যেতে পারে, আবার অনেক সময় দাম কমে যেতে পারে। তাই এখানে ঝুঁকিও রয়েছে, আবার সুবিধাও রয়েছে। দাম যদি বেড়ে যায় তাহলে বিটকয়েন ব্যবহারকারী অনেক লাভবান হয়। আবার দাম যদি কমে যায় তাহলে বিটকয়েন ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হয়। তাই আমি মনে করি, এখানে সুবিধা-অসুবিধা দুটো রয়েছে। কিন্তু টাকা ক্যাশ করলে শুধু সুবিধা রয়েছে। টাকা যদি ক্যাশ করে রাখা হয়। তাহলে টাকা কমবে না। এই দিক থেকে বিবেচনা করলে বিটকয়েন এ ঝুঁকি রয়েছে। কিন্তু টাকায় ঝুঁকি নেই।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Lutera94 on September 03, 2020, 09:26:01 PM
আমরা যারা ক্রিপ্টো জগতে বসবাস করছি কম আর বেশি সবাই একই কথা বলবে যে বিটকয়েন মুল্য তার কাছে  বেশি। আমরা জানি বিটকয়েনর অবস্থা সর্ম্পকে জানি আমরা এর বভিষ্যত সম্পর্কে। তাই আমাদের কাছে বিটকয়েনের দাম সবচেয়ে বেশি।
যারা বিটকয়েন নিয়ে আছে তাদের কাছে বিটকয়েন একটা ভালোবাসার যায়গা বা জীবনের পেশা ও কারো কারো কাছে। কিন্ত দিন শেষে আমাদের টাকার ব্যাবহার অপরিহার্য। এখন ও আমাদের দেশে অনলাইন কারেন্সি বিটকয়েন লেনদেন করা নিষেধ। তাই বিটকয়েনকে বেশী মুল্যায়ন করতে গিয়ে আবার বাস্তব জীবনে যাতে সমস্যায় না পরি সেদিকে খেয়াল রাখতে হবে।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Magepai on September 11, 2020, 08:22:38 AM
বিটকয়েন সারা পৃথিবীর মধ্যে সবথেকে জনপ্রিয় একটি মূল্যবান কয়েন। কিন্তু যেহেতু আমরা বাংলাদেশী এই বিটকয়েন দিয়ে আমরা কোন কিছু কেনাকাটা করতে পারিনা।কিন্তু টাকা দিয়ে আমরা সবকিছুই কেনাকাটি করতে পারি so আমি টাকাকে বেশি মূল্যায়ন করি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Fawpac2 on September 11, 2020, 08:23:58 AM
আমরা বাংলাদেশী আমরা সবসময় টাকাকে বেশি সম্মান করে থাকি। কেননা আমরা টাকা দিয়ে সমস্ত কিছু করে থাকি। ঘরে টাকা থাকলে কোন রিক্স থাকে না ‌ বিটকয়েন বাংলাদেশ বৈধতা নেই এজন্য বিটকয়েন যেকোনো সময় বাংলাদেশ থেকে কোন একটা কিছু হয়ে যেতে পারে। তাই আমার কাছে বিটকয়েন থেকে টাকার গুরুত্ব বেশি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Btceth01 on September 12, 2020, 09:10:38 AM
অবশ্যই এবং ১০০% সত্য কথা হচ্ছে টাকা। কারণ ভার্চুয়াল কারেন্সির কোন রিয়েল মূল্য নেই কারো কাছে। ২০১৭ সালে সেটা বুঝেছি। তখন হোল্ড না করে যদি ক্যাশ করতাম তাহলে আজকে আর ক্রিপ্টোতে কাজ করা লাগতোনা। ট্রেড করার জন্য বিটকয়েন থাকা ভালো তবে ক্যাশ টাকার বিকল্প কিছু নাই। যে কোন সময় ক্রিপ্টোতে যে কোন কিছু হতে পারে তাই ক্যাশ ইজ রিয়েল।

হ্যাঁ স্যার আপনার কথা সত্য ক্যাশ ইজ রিয়েল।কারণ হলো জমানো টাকা থেকে কোনদিনও এক টাকাও কমবে না কিন্তু ক্রিপ্টোকারেন্সি তে এরকম নিয়ম নাই যা জমা রাখলাম তাই থাকবে তা না সেখান থেকে কমতেও পারে বাড়তেও পারে। ক্রিপ্টোকারেন্সি জগতে হোল্ড করে রেখে আজ পর্যন্ত সুখী হতে পারলাম না কারণ যখনই হোল্ড করি তখনই কমতে থাকে একদম নিঃশেষ হয়ে যায়। তাই ক্যাশ ইজ রিয়েল।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Greatwall on September 13, 2020, 04:17:39 AM
আমরা বাংলাদেশী আমরা টাকাকে সবসময় মূল্যায়ন করি বেশি।আমরা বাংলা টাকায় বিশ্বাসী তাই আমাদের কাছে বিটকয়েনের টাকার গুরুত্ব অনেকটাই বেশি।হয়তো বিটকয়েন কিনে রাখলে ওয়ালেটে কমবে বাড়বে তাই ধর্ম কিন্তু যদি টাকা রাখা যায় তবে এটা নিশ্চিত টাকার লোকসান হবে না। বিটকয়েন কিনে রাখলে এটা সম্পূর্ণ রিক্সের মুখে থাকা হয় কিন্তু টাকায় কোন রিক্স নেই। তাই আমার কাছে টাকার গুরুত্বই বিটকয়েন এর চেয়ে বেশি

আপনি আসলেই সত্যি কথা বলেছেন ভাই কারন আমরা যারা বাংলাদেশি তারা সবাই তাকে বেশি গুরুত্ব দেই। যেকোনো কয়েন কিনে রাখলে লাভ হতে পারে আবার লস হতে পারে। কিন্তু টাকা যদি আমরা কোন ব্যাংকে জমা রাখি তাহলে অবশ্যই সেই টাকার আমরা বেনিফিট পাই। সেখানে কোন লস হওয়ার সম্ভাবনা থাকে না। তাই আমি টাকাকেই বেশি মূল্যায়ন করি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Triedboy on November 24, 2020, 12:16:35 AM
বিটকয়েন এবং টাকা এর দুটি গুরুত্ব অপরিসীম।যারা ক্রিপ্টোকারেন্সি তে যারা কাজ করেন তারা সবসময় বিটকয়েনের গুরুত্ব বেশি দিয়ে থাকেন।বিটকয়েন কে যদি আমরা হোল্ড করে রেখে দেই তাহলে এর থেকে বড় ধরনের প্রফিট বের হয় যেটা টাকা থেকে আসে না। আবার এ বিট কয়েন হোল্ড করে রাখলেন বড় ধরনের লস হতে পারে কিন্তু টাকা থেকে কোন লস আসে না। আর সবচেয়ে বড় কথা হলো বিটকয়েনে রিক্স এর পরিমাণ অনেক বেশি।যে কোনো সময় যে কোনো অবস্থাতে আপনার এই বিটকয়েন ওয়ালেট হ্যাক হয়ে যেতে পারে। তাই আমার কাছে অনেক রিক্স মনে হয়। কিন্তু টাকা তে কোন রিক্স নেই। এতে আপনি কোন লসের মুখে পড়বেন না। তাই আমার কাছে টাকার গুরুত্বটা অনেক বেশি।

হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন ব্রো।আমরা যেহেতু বাংলাদেশি অতএব আমাদের কাছে টাকার গুরুত্ব টা সবথেকে বেশি মনে হয়।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: AGM on November 24, 2020, 06:37:33 AM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
টাকা এক জিনিস আর বিটকয়েন আর এক জিনিস। বিটকয়েন এখন মানুষের চাহিদার তুঙ্গে। এটি বর্তমানে মানুষের সম্পদ হিসেবে রয়েছে। মানুষ গোল্ডের পরিবর্তে বিটকয়েন কিনে রাখছে। টাকা তো একটি দেশের স্থানিয় মুদ্রা যদি ধরি এর দাম কত হতে পারে খুবই সামান্য।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Sasa on November 24, 2020, 07:42:04 AM
বিটকয়েন হল ভার্চুয়াল মুদ্রা একটি সকল মুদ্রার রাজা এই মুদ্রা সবাই পছন্দ করে ভাই আপনি বলছেন বিটকয়েন নাকি টাকা কে আমি বেশি পছন্দ করি আমি বলবো আমি বিটকয়েন কে বেশি পছন্দ করি কেননা বিটকয়েন যদি আমি ভুল করে রেখে দেই কখনো ক্ষতি হবে না একসময় না একসময় এর দাম পাম্প করবেই পাম্প এবং দেখা যায় আমি এতে এর থেকে কিছু প্রফেট পাব অন্যদিকে আমি যদি টাকা জমিয়ে রাখে তাহলে এর থেকে আমার লাভ হবেনা ক্ষতি হবে না কিন্তু বিটকয়েন যদি আমি হোল করে রেখে দিতে পারি আমি একদিন পাম্প করবে এবং আমি এর থেকে প্রফিট পাবো সেই জন্য আমি বিটকয়েন জমাতে পছন্দ করি
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Halkpro on November 24, 2020, 08:15:57 AM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
আমার কাছে টাকার মুল্য বেশি কারন আমি সব কাজেই টাকা ব্যবহার করি  ভার্চুয়াল মুদ্রা না। আপনি যদি দেখেন তা হলে দেখবেন ভার্চুয়াল মুদ্রা আপনি ভাংগিয়ে সেটা কিন্তু টাকাতেই রুপান্তর করেন আর ভার্চুয়াল মুদ্রা দিয়ে কিন্তু আমাদের দেশে কোনো পন্য কিনতে পারবেন না তাই আমার কাছে টাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।             
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: JISAN on November 24, 2020, 11:10:35 AM
বিটকয়েনের অনেক ডিমান্ড তবে যতই ডিমান্ড হোক সবাই টাকাকেই বেশি প্রাধান্য দেয় কারন আমাদের দেশে বিটকয়েন দিয়ে কিছু কেনা যায় না। আর টাকার জন্যই সবাই এদিক ওদিক ছুটে বেড়ায়। বিটকয়েন নিয়ে সবাই মাতামাতি করে শুধু টাকার জন্য। তাই বর্তমানে টাকাই সবার কাছে বেশি মূল্যবান। কারো যদি ২০-৫০$ লস যায় তবুও এতো খারাপ লাগে না যেমন টা ১০০০ টাহা হারালে খারাপ লাগে।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Jaya60 on November 24, 2020, 11:14:37 AM
বিটকয়েন যদিও সারা বিশ্বের মধ্যে একটি জনপ্রিয় কয়েন। কিন্তু আমাদের বাংলাদেশ এর বৈধতা আজ পর্যন্ত দেয়া হয়নি। এত জনপ্রিয় থাকা সত্ত্বেও আমাদের কাছে তেমনটা মূল্য নেই। তার কারণ হচ্ছে আমরা টাকা দিয়ে যেখানে সেখান থেকে যেকোনো জিনিস ক্রয় করতে পারব কিন্তু বিটকয়েন দিয়ে আমরা পারিনা। আমি মনে করি যে টাকার গুরুত্বটাই সবথেকে বেশি আমাদের বাংলাদেশীদের জন্য।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Jaya60 on November 24, 2020, 11:17:32 AM
আমরা বাংলাদেশী আমরা টাকাকে সবসময় মূল্যায়ন করি বেশি।আমরা বাংলা টাকায় বিশ্বাসী তাই আমাদের কাছে বিটকয়েনের টাকার গুরুত্ব অনেকটাই বেশি।হয়তো বিটকয়েন কিনে রাখলে ওয়ালেটে কমবে বাড়বে তাই ধর্ম কিন্তু যদি টাকা রাখা যায় তবে এটা নিশ্চিত টাকার লোকসান হবে না। বিটকয়েন কিনে রাখলে এটা সম্পূর্ণ রিক্সের মুখে থাকা হয় কিন্তু টাকায় কোন রিক্স নেই। তাই আমার কাছে টাকার গুরুত্বই বিটকয়েন এর চেয়ে বেশি

হ্যাঁ ভাই আমি আপনার সাথে পুরোপুরি একমত যে আসলে আমরা টাকা কে বেশি গুরুত্ব দিয়ে থাকে।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Hasan986 on November 24, 2020, 11:23:57 AM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
আমার কাছে টাকার মূল্য টাই বেশি। তবে আমি প্রয়োজন অনুযায়ী বিটকয়েন সেল করি। টাকার দরকার হলে সেল করি। এছাড়া আমি বিটকয়েন সেল করি না। বিটকয়েন এর লিগ্যলিটি যেহেতু নেই। সে জন্য বিটকয়েন কোথাও ডাইরেক্ট ব্যাবহার করা যায় না। ওইজন্য আমার কাছে বাংলাদেশের জন্য টাকার মূল্য টাই বেশি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Hasan986 on November 24, 2020, 11:27:42 AM
অবশ্যই এবং ১০০% সত্য কথা হচ্ছে টাকা। কারণ ভার্চুয়াল কারেন্সির কোন রিয়েল মূল্য নেই কারো কাছে। ২০১৭ সালে সেটা বুঝেছি। তখন হোল্ড না করে যদি ক্যাশ করতাম তাহলে আজকে আর ক্রিপ্টোতে কাজ করা লাগতোনা। ট্রেড করার জন্য বিটকয়েন থাকা ভালো তবে ক্যাশ টাকার বিকল্প কিছু নাই। যে কোন সময় ক্রিপ্টোতে যে কোন কিছু হতে পারে তাই ক্যাশ ইজ রিয়েল।

হ্যাঁ স্যার আপনার কথা সত্য ক্যাশ ইজ রিয়েল।কারণ হলো জমানো টাকা থেকে কোনদিনও এক টাকাও কমবে না কিন্তু ক্রিপ্টোকারেন্সি তে এরকম নিয়ম নাই যা জমা রাখলাম তাই থাকবে তা না সেখান থেকে কমতেও পারে বাড়তেও পারে। ক্রিপ্টোকারেন্সি জগতে হোল্ড করে রেখে আজ পর্যন্ত সুখী হতে পারলাম না কারণ যখনই হোল্ড করি তখনই কমতে থাকে একদম নিঃশেষ হয়ে যায়। তাই ক্যাশ ইজ রিয়েল।
ক্যাশের উপর আর কিছু নাই।  ২০১৭ এর পরে বুঝেছি ক্যাশ না করে কত বড় ভুল করেছি। বিটিচি অথবা অন্য কয়েন সব সময় আপডাউনে থাকবে। কিন্তু টাকা করে নিলে তা রিয়েল লাইফে কাজে লাগে, লাগানো যায়।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Ak600 on November 30, 2020, 06:13:13 AM
আমি মনে করি টাকার থেকে বিটকয়েন মূল্য সব থেকে বেশি।কিন্ত আমরা তো আবার বাংলাদেশি বাংলাদেশের অনেক মানুষই জনে না যে আসলে বিটকয়েন কি।আমরা যারা ক্রিপ্টোকারেন্সিরতে কাজ করি সবাই জানি আসলে বিটকয়েন মূল্য টা কতো।so আমি মনে করি যারা আসলে ক্রিপ্টোকারেন্সিরতে কাজ করে না তারা আসলে বিটকয়েন এর মূল্য বুঝতে পারবে না।
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন টাকার চেয়ে বিট কয়েনের মূল্য সবচেয়ে বেশি আসলে সব মানুষই বোঝে না যে বিটকয়েন কি। আসলে বিট কয়েনের মূল্য টাকা দাও আমি আপনার সাথে একমত পোষণ করছি
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: warhero on December 01, 2020, 03:40:39 PM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
আমার কাছে মনে হয় যারা ডিজিটাল ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি প্রেমী । অবশ্যই তাদের কাছে বিটকয়েন বেশি পছন্দ করবে। অন্যথায় অন্যান্যের অবশ্যই টাকা প্রিয় কেননা তারা বিটকয়েন সম্বন্ধে তাদের কোন ধারনা নেই ।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Mrkadir85 on December 01, 2020, 04:39:17 PM
একচুয়ালি বলতে দিলে আমি বলবো পৃথিবীতে টাকার কোনো বিকল্প নেই। কেননা টাকা থাকলে আপনি দুনিয়ার সবকিছুই করতে পারবেন। তাই টাকা ছাড়া লাইফ ইম্পসিবল। কিন্তু আপনি যদি বিটকয়েন করে রাখে সেখানে আপনার লস হতে পারে এবং অনেক প্রফিট আসতে পারে। সেখানে আপনার নিজের দায়িত্বে বিটকয়েন রাখতে হবে। বাইচান্স অন্য কোনো কারণে যদি কোন কিছু হয়ে যায় তাহলে আপনার সকল বিটকয়েন বরবাদ হয়ে যাবে। আবার যদি বিটকয়েনের দাম অনেকটাই বৃদ্ধি পায় তাহলে আপনি অনেক লাভবান হয়ে যাবেন। 2017 সাল থেকে আজ পর্যন্ত আমি অনেক লস খেয়েছি। যদি বিটকয়েন অথবা বিভিন্ন কয়েন বিক্রি করে টাকা করে রাখতাম তাহলে আর কোন লসের সম্মুখে পড়তাম না। তাই আমার কাছে মনে হয় বিটকয়েনের চেয়ে টাকা অনেক ভালো।


ক্রিপ্টোকারেন্সি তে  ঠিক সময় ঠিক কাজটি করতে হবে তা না হলে পরে পস্তাতে হবে। কেননা কোন কোয়েন বা টোকেন এর দাম বৃদ্ধি পাওয়ায় সাথে সাথে তা বিক্রি করে দিতে হবে অধিক লাভের আশায় রেখে দিলে হিতে বিপরীত হতে পারে।ভবিষ্যতে অধিক লাভের আশায় হোল্ড করলে ক্ষতির সম্ভাবনাই বেশী থাকে ।দেখা যায় অনেক কয়েনের দাম আর কখনো ওঠে ওঠে না একেবারে তলানিতে গিয়ে পৌঁছে। তাই সঠিক সিদ্ধান্তটিই আপনাকে সঠিক সময় নিতে হবে।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Hasan986 on December 01, 2020, 05:43:50 PM
একচুয়ালি বলতে দিলে আমি বলবো পৃথিবীতে টাকার কোনো বিকল্প নেই। কেননা টাকা থাকলে আপনি দুনিয়ার সবকিছুই করতে পারবেন। তাই টাকা ছাড়া লাইফ ইম্পসিবল। কিন্তু আপনি যদি বিটকয়েন করে রাখে সেখানে আপনার লস হতে পারে এবং অনেক প্রফিট আসতে পারে। সেখানে আপনার নিজের দায়িত্বে বিটকয়েন রাখতে হবে। বাইচান্স অন্য কোনো কারণে যদি কোন কিছু হয়ে যায় তাহলে আপনার সকল বিটকয়েন বরবাদ হয়ে যাবে। আবার যদি বিটকয়েনের দাম অনেকটাই বৃদ্ধি পায় তাহলে আপনি অনেক লাভবান হয়ে যাবেন। 2017 সাল থেকে আজ পর্যন্ত আমি অনেক লস খেয়েছি। যদি বিটকয়েন অথবা বিভিন্ন কয়েন বিক্রি করে টাকা করে রাখতাম তাহলে আর কোন লসের সম্মুখে পড়তাম না। তাই আমার কাছে মনে হয় বিটকয়েনের চেয়ে টাকা অনেক ভালো।


ক্রিপ্টোকারেন্সি তে  ঠিক সময় ঠিক কাজটি করতে হবে তা না হলে পরে পস্তাতে হবে। কেননা কোন কোয়েন বা টোকেন এর দাম বৃদ্ধি পাওয়ায় সাথে সাথে তা বিক্রি করে দিতে হবে অধিক লাভের আশায় রেখে দিলে হিতে বিপরীত হতে পারে।ভবিষ্যতে অধিক লাভের আশায় হোল্ড করলে ক্ষতির সম্ভাবনাই বেশী থাকে ।দেখা যায় অনেক কয়েনের দাম আর কখনো ওঠে ওঠে না একেবারে তলানিতে গিয়ে পৌঁছে। তাই সঠিক সিদ্ধান্তটিই আপনাকে সঠিক সময় নিতে হবে।
অনেক সময় এমন তলানিতে পড়ে যে ঐ টোকেন মার্কেট আউট হয়ে যায়। এক্সাম্পল হিসেবে কিক- ৭০০০০ কিক ২০১৭ তে সেল করলে পাওয়া যেতো কয়েক হাজার ডলার। বর্তমানে ৪-৫$ মনে হয়। যা রিকবার করতে অনেক সময় লাগবে। Etn- 20000 Etn ২০১৭ তে ছিলো ২০০০$, বর্তমানে ১০০ এর আশে পাশে। এসব কয়েন/টোকেন আগের পর্যায় আদৌ যেতে পারবে কিনা সন্ধিহান। উপযুক্ত সময় সেল করে ছলে আসতে হবে। প্রয়োজনে পরবর্তিতে আবার কিনা যাবে।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Bony11 on December 01, 2020, 05:54:20 PM
সত্যি কথা বলতে আমরা সবাই যাই করি না কেন আমাদের সবার মেন উদ্দেশ্য টাকা,কেমনে কি করলে আমরা টাকা ক্যাশ করতে পাড়বো সেই উর্দেশ্যে থাকি।তাই আমার কাছে টাকার মূল্যটাই বেশি। আমরা যদি বিটকয়েন হোল্ড করি কমা বা বাড়াতেও আমরা বাংলা টাকা হিসাব করি। এই যে ক্রিপ্টোকারেন্সি জগতে যে কাজটাই করি না কে তার পিছনে একটাই কারণ কেমনে টাকা পাবো।তাই আমি বিটকয়েন এর থেকে টাকা ক্যাশ করতে ভালোবাসি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Monster5 on December 07, 2020, 01:23:38 PM
আপনি সুন্দর একটি পোস্ট করেছেন আমি মনে করি আমাকে যদি বলা হয় আপনার কাছে টাকার বেশি মূল্য নাকি বিটকয়েনের তাহলে অবশ্যই আমি বলবো আমার কাছে বিট কয়েনের মূল্য টা অনেক বেশি কেননা বিটকয়েনের মার্কেটে প্রতিনিয়তই দাম উঠানামা করে এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু টাকা কোন ভাবে বৃদ্ধি পায় না। আর বিটকয়েন হল একটি ভার্চুয়াল মুদ্রা যেটি নাকি প্রতিনিয়তই দাম বাড়ে সবাইকে যদি বলা হয় আপনি বিটকয়েন নিবেন নাকি টাকা নিবেন অবশ্যই সবাই বলবে বিটকয়েনের কথাই তাই আমি মনে করি বিটকয়েনের মূল্য টাই বেশি ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর পোস্ট করার জন্য।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Milon626 on December 07, 2020, 01:37:45 PM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
বিটকয়েন নয়, অবশ্যই টাকার গুরুত্ব আমার কাছে সর্বাধিক। কারণ    বিটকয়েন হলো এক ধরনের  ভার্চুয়াল মুদ্রা যা আমাদের রিয়েল লাইফে কোন অবদান রাখার কোন সামর্থ রাখে না ।  যে কোন সময় এই ভার্চুয়াল মুদ্রার মানের পরিবর্তন আসতে পারে, এর দাম এর ও উঠা নামা করতে পারে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।  আমাদের ব্যাক্তিগত জীবনে টাকার বিকল্প কোন মুদ্রা নেই। আমাদের দৈনন্দিন জীবনে টাকা ছাড়া কোন কাজই সুচারু ভাবে করা সম্ভব হবে না।                 
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: saidul2105 on December 07, 2020, 03:48:28 PM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
ভাই সব সময়ই আমার কাছে  বিটকয়েনের চেয়ে ক্যাশ টাকার গুরুত্ব অনেক বেশি।  কারন বিটকয়েন হলো একটা ভার্চুয়াল কয়েন যা বাস্তবে ভিত্তিহীন।
 বাস্তবে  বিটকয়েনের কোন অস্তিত্ব নেই যদি না এটা টাকায় রুপান্তরিত না করা হয়।  তাছাড়া যে কোন সময় বিটকয়েনের দাম কমতে পারে, আবার অনেক বাড়তেও পারে।  তাই এই কয়েনের উপর আমাদের বাস্তব জীবন নির্ভর করে চলতে পারে না।
অন্যদিকে টাকা টা হলো আমাদের জন্যে খুবই প্রয়োজনীয় একটা বস্তু যা আমাদের জীবন যাপনের জন্যে সব সময় দরকার।  টাকা ছাড়া আমরা কেউ কোন কাজ করতে পারিনা।  তাই আমার কাছে বিটকয়েনের থেকে ক্যাশ টাকার গুরুত্ব অনেক বেশি।  আমার কাছে ক্যাশ টাকার বিকল্প কিছু নেই।                                                 
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Ricky on December 07, 2020, 06:43:52 PM
আমার কাছে টাকার চেয়ে বিটকয়েন এর গুরুত্ব বেশি। শুধু একটাই সমস্যা বিটকয়েন এর কোন বাস্তবে কোন অস্তিত্ব নেই তাই আমরা যেখানে সেখানে এটি টাকার মত ব্যবহার করতে পারি না। এর লেনদেন শুধু ইন্টারনেট জগতে সম্ভব। সেজন্য টাকাকে গুরুত্বহীন বললে চলে না। বিটকয়েন কে যদি টাকার মতো যেখানে সেখানে ব্যবহার করা যেত তাহলে নির্দিধায় বলা যেত টাকার চেয়ে বিটকয়েনের গুরুত্ব বেশি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Ronald on December 07, 2020, 07:02:51 PM
বর্তমানে টাকা এবং বিটকয়েনের মুল্যের দিকে চিন্তা করলে তা অবশ্যই সবাই বলবে যে বিটকয়েনের মূল্য অনেক বেশি। কেন না 1 টাকা সমান কত ইউ এস ডি আর 1 বিটকয়েন সমান ইউ এস ডি। এর পার্থক্য নির্নয় করলেই বোঝা যাবে কি অবস্থা। তাই আমার কাছে এই মূহূর্তে অবশ্যই বিটকয়েনের মূল্যেই বেশি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: kulkhan on December 07, 2020, 08:44:01 PM
অবশ্যই বিটকয়েন জমাতে পছন্দ করি আমি। আমার কাছে বিটকয়েনের মূল্য অনেক বেশি। আমি টাকা যদি সঞ্চয় করি সেটা আমাকে ভবিষ্যতে খুব বেশি প্রফিট দিতে পারবে না। এটা যদি আমাদের কোন ব্যাংক হিসাবে জমা রাখি তাহলে একটি নির্দিষ্ট পরিমান টাকা আমি প্রফিট হিসাবে পাব কিন্তু আমি ঐ টাকা যদি বিটকয়েনে সঞ্চয় করি তাহলে সেটা আমাকে অনেক বড় প্রফিট দেবে বলে আমি বিশ্বাস করি। এ জন্য আমার কাছে বিটকয়েনের মূল্য অনেক বেশি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Markuri33 on December 08, 2020, 02:03:55 AM
বিটকয়েন হলো ডিজিটাল মুদ্রা যা কখনোই চোখে দেখা যায় না। তার পরেও এটি বিশ্বাস করতে হয়।কিন্তু টাকা আমরা ছুতে পারি এটি দিয়ে আমরা যে কোন কিছুই করতে পারি যে কোন জায়গায়।কিন্তু বিটকয়েন দিয়ে কিন্তু সব জায়গায় কেনাকাটা করা যায় না। যার ফলে আমার কাছে সব থেকে বেশি গুরুত্ব হচ্ছে টাকার।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Casual on December 11, 2020, 12:31:29 AM
আসলে 1 বিটকয়েনের প্রাইস কিন্তু প্রায় বাংলা টাকার 18 লক্ষ টাকা। তারপরেও যেহেতু আমরা বাংলাদেশী আমরা কিন্তু বিটকয়েন কে ততটা মূল্য দেই না।আমরা সবাই টাকাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে কারণ টাকা দিয়ে আমরা যেকোনো জিনিস ক্রয় করতে পারি। কিন্তু বিটকয়েন দিয়ে আমরা এগুলো কাজ করতে পারিনা। অতএব আমরা বাঙালিরা টাকায় বিশ্বাসী।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Jaya60 on December 17, 2020, 11:57:50 PM
আসলে 1 বিটকয়েনের প্রাইস কিন্তু প্রায় বাংলা টাকার 18 লক্ষ টাকা। তারপরেও যেহেতু আমরা বাংলাদেশী আমরা কিন্তু বিটকয়েন কে ততটা মূল্য দেই না।আমরা সবাই টাকাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকে কারণ টাকা দিয়ে আমরা যেকোনো জিনিস ক্রয় করতে পারি। কিন্তু বিটকয়েন দিয়ে আমরা এগুলো কাজ করতে পারিনা। অতএব আমরা বাঙালিরা টাকায় বিশ্বাসী।

আপনি যেদিন বর্তমানে বিটকয়েনের প্রাইস এর দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন বর্তমানে বিষপানে প্রাইস 23 হাজার ডলারের মত।তার পরেও দেখা যাচ্ছে যে সমস্ত দেশগুলিতে বিটকয়েনের বৈধতা নেই তাদের কাছে বিটকয়েন থেকে টাকার মূল্য বেশি।আসলে সবাই মনে করে টাকা দিয়ে যেকোনো জিনিস যখন তখন করতে পারতেছে তাই তারা টাকা কে বেশি গুরুত্ব দেয়।তার যে সমস্ত দেশগুলিতে বিটকয়েনের বৈধতা আছে সে সমস্ত দেশগুলোতে বিটকয়েনের মাধ্যমে যেকোনো জিনিস করা যায়। এজন্য আসলে বাঙালীদের কাছে টাকার মূল্য টাই সব থেকে বেশি আমি মনে করি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Perfect540 on December 18, 2020, 03:47:44 AM
সবার কাছে টাকা অনেক বেশি পছন্দ। তবে আমি মনে করি বিনিয়োগের জন্য বিটকয়েন হল সেরা পছন্দ। কারণ বিটকয়েনের বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব।তবে টাকাগুলি ক্যাশ করলে খরচ হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিটকয়েন এর উপর বিনিয়োগ করা উচিত।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Bony11 on December 18, 2020, 04:02:09 AM
আমার কাছে বর্তমান বিটকয়েন এর মূল্য বেশি। কারণ এখন বিটকয়েন এর দাম কম। টাকা ক্যাশ করলে ফুরিয়ে যাবে। যাদের কাছে বিটকয়েন রয়েছে তারা সবাই হোল্ড করেছে। কিন্তু আমি যদি বিটকয়েন গুলো হোল্ড না করে ২০১৭ সালে ছেড়ে দিতাম তাহলে আমারও financial কোন ক্রাইসিস থাকতো না। আমি সেই সময়ে একটি ভুলের কারণে ১ বিটিসি হারিয়েছিলাম। অতীত চলে যায় কিন্তু কিছু ঘটনা মনে পড়ে। এই মুহুর্তে তাদের কাছে বিটিসি রয়েছে। তাদের হোল্ড করা উচিত। সবাই ২০১৭ সাল ফিরে পেতে চায়।               

বিটকয়েনের মূল্য কখনো টাকার চেয়ে বেশি নয়। এখানে আমি দ্বিমত। কারণ ক্যাশই আসল তাই আপনি যতই বিটকয়েন হোল্ড করেন, বা ট্রেড করেন লাভের আশায়। হা আপনি হোল্ড করতে পারেন, সেখানে লাভ লসের সম্ভাবনা আছে আবার অন্য পেয়ারে ট্রেডও করতে পারেন সেখানেও লাভ ও লস হতে পারে। সেটা ব্যাপার নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে-টাকা বা ক্যাশই হচ্ছে আসল। যখন দেখবেন প্রফিটে আছেন তখন কিছু কিছু ক্যাশ করবেন, টেনশন মুক্ত থাকবেন। নতুবা পরে দেখবেন ক্যাশ না করে কত বড় ভুল করেছেন আপনি। একটা উদাহরন দেই আমি- ২০১৭ সালে বাউন্টি ও ট্রেড করে ৭০কে কিক কয়েন হোল্ড করেছিলাম। তখন প্রতি কয়েনের মূল্য ছিলো ০.২২ সেন্ট যা প্রায় ১৫কে ডলার। সবাই বলতো আরো বাড়বে আরো বাড়বে। আমার পরিচিত একজন শুধু ক্যাশ করেছিলো জমি কেনার জন্য। বাকি কয়েকজন হোল্ড করে রেখেছিলাম। পরের টা ইতিহাস। এখন তো ৭০কে কিক কয়েনের দাম ১০ ডলার হবেনা। অবশ্য পরে ১২০০ ডলারে সেল করে ক্যাশ করেছিলাম। তাই অভিজ্ঞতা থেকেই বলছি-ক্যাশই আসল। কিন্তু সেই ক্যাশই হতে হবে সঠিক সময়ে।
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত। আমি যেহেতু বাংলাদেশী তাই আমি বাংলাদেশী টাকা কে বেশি মূল্যবান ভাবি ।কারণ আমি যাই করি না কেন তাতে আমি টাকার হিসাব করে থাকি ।আমি যদি বিটকয়েন হোল্ড করে থাকি তাহলে সেটা কতটা লাভ বা ক্ষতি হলো তা আমি টাকার উপর হিসাব করে থাকি ।তাই বিটকয়েন একটি মূল্যবান সম্পদ সেটা আমি জানি কিন্তু সেই বিটকয়েন কে আমি সরাসরি ব্যবহার করতে পারছি না। যেহেতু বাংলাদেশে বিটকয়েন অবৈধ।  সেই বিটকয়েন গুলো সেল করে সেটা টাকায় রূপান্তর করা হচ্ছে  তা থেকে আমি কত টাকা প্রফিট বা কত টাকা ক্ষতি হবে সেটা আমি টাকা হিসাব করে থাকি তাই আমি টাকাকেই বেশি মূল্যবান সম্পদ মনে করি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Irfan12@ on December 18, 2020, 04:51:34 AM
ভাই আপনি অনেক সুন্দর একটা টপিক তৈরি করেছেন হ্যাঁ ভাই আমি সবথেকে বেশি বিটকয়েন কে প্রাধান্য দেই কেননা আমরা যারা এই ক্রিপ্টোকারেন্সি তে জড়িয়ে আছে তাদের কাছে সব থেকে মূল্যবান হচ্ছে বিটকয়েন বিটকয়েন দিয়ে সবকিছু করা সম্ভব এবং এটা যদি আমি ধরে রাখতে পারি তাহলে পরবর্তী সময়ে ভালো রকম প্রফিট পাব কিন্তু টাকা যদি আমি জমিয়ে রাখি এটা থেকে কোনরকম প্রফিট পাবো না তাই আমরা যারা এই ক্রিপ্টোকারেন্সি তে জড়িয়ে আছি আমার মনে হয় তাদের বিটকয়েন জমিয়ে রাখা সব থেকে ভালো হবে
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Tamsialu$$ on January 14, 2021, 01:08:12 AM
আমরা যারা বাংলাদেশে আসছি আমাদের সবার কাছে কিন্তু টাকার মান সব থেকে বেশি। যতই ব্লকচেইন প্রযুক্তি উন্নত হোক না কেন আমরা টাকাকে সবচেয়ে বিশ্বাস করি। যদি কখনো বিটকয়েনের বাংলাদেশ বৈধতা পেয়ে যায় তারপরও কিন্তু টাকার গুরুত্বটা থাকবেই। তাই আমিমনে করি আমাদের বাংলাদেশীদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Tamsialu$$ on January 14, 2021, 01:09:44 AM
সবার কাছে টাকা অনেক বেশি পছন্দ। তবে আমি মনে করি বিনিয়োগের জন্য বিটকয়েন হল সেরা পছন্দ। কারণ বিটকয়েনের বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব।তবে টাকাগুলি ক্যাশ করলে খরচ হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিটকয়েন এর উপর বিনিয়োগ করা উচিত।
হ্যা আমরা সবাই জানি যে বিটকয়েন এর মধ্যে বিনিয়োগ করলে লাভবান হওয়া সম্ভব। বিটকয়েনের প্রাইস যখন কমে যাবে তখন কিন্তু আবার অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে।কিন্তু আমরা বিটকয়েন কে সারা পৃথিবীর মধ্যে সকল কয়েনের রাজা হিসেবে বলি বিটকয়েন কে। কিন্তু আমাদের বাস্তব ক্ষেত্রে আমরা টাকা কে গুরুত্ব দিয়ে থাকি সবথেকে বেশি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Dark Knight on January 14, 2021, 03:34:08 AM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
আমার কাছে অবশ্যই টাকার মূল্য বেশি কারণ টাকা যে রকম আছে সে রকম ই থাকবে এর দাম কমবে না বাড়বে না। কিন্তু বিটকয়েন ভার্চুয়াল মুদ্রা এর দাম এক সময় কমে আবার বারে। আমরা যারা এই ক্রিপ্টোকারেন্সি জগতে জড়িয়ে আছি তারা সবাই বিটকয়েন কে প্রাধান্য দেয় বেশী। তবে আমি মনে করি বিনিয়োগের জন্য বিটকয়েন হল সেরা পছন্দ। বিটকয়েন বিনিয়োগ করে লাভবান হওয়া যায়। কিন্তু বাংলাদেশে বিটকয়েন অবৈধ তাই আমি বাংলাদেশী হওয়ায় আমার কাছে টাকার মূল্য বেশি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Mahindra on January 14, 2021, 03:48:04 AM
আমার কাছে টাকার চেয়ে বিট কয়েনের মূল্য বেশি। আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে জড়িত আছি তারা সকলেই বিটকয়েন কে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। কেননা বিটকয়েন হলো সকল মুদ্রার রাজা। তবে বাংলাদেশে বিটকয়েন অবৈধ থাকায় অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে বাংলাদেশের বিটকয়েন অবশ্যই বৈধ করা হবে এবং সকলেই টাকার কথা ভুলে গিয়ে বিটকয়েনের দিকে অগ্রসর হবে।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Mental on January 14, 2021, 08:12:13 AM
অবশ্যই আমাদের কাছে বাংলা টাকার মান বেশি। কারণ বিটকয়েন একসময় রকেটের গতিতে চলে আবার একদম নিচে চলে আসে। তাই আমি মনে করি ক্যাশ টাকা থাকা ভালো ধন্যবাদ।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Micky on January 14, 2021, 04:30:04 PM
আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান হলো বিটকয়েন। কারণ বর্তমানে বিটকয়েনের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে যেটা আকাশ ছোঁয়ার মতো। দিনের-পর-দিন বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে চলেছে। টাকা বর্তমানে সবার কাছেই থাকে। কিন্তু বিটকয়েন সবার কাছেই নেই। তাই আমি বিটকয়েন কে সবচেয়ে বেশি প্রাধান্য দেই।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: XM8 on January 14, 2021, 04:42:46 PM
এটা কোনদিনও সম্ভব নয় যে টাকার চেয়ে বিট কয়েনের মূল্য বেশি হবে এবং মানুষ বিটকয়েন কে টাকার তুলনায় প্রাধান্য বেশি দিবে কারন একটি বাস্তব এবং আরেকটি ভার্চুয়াল দুটি অনেক তফাৎ।টাকার মাধ্যমে আপনি যখন যেখানে আপনার ইচ্ছামত লেনদেন করতে পারেন কিন্তু বিটকয়েন এর পক্ষে সেটা সম্ভব নয়। তাই আমি মনে করি না যে বিটকয়েন কোনদিন টাকার স্থান দখল করতে পারবে।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: salukhe on January 16, 2021, 09:21:32 AM
আমার কাছে তো টাকার মূল্য বেশি। কেননা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েনের দাম সব সময় উঠা নামা করতাছে। কখন দাম কমে যায় কখন বেড়ে যায় তা বলা মুশকিল। আপনার টাকা দিয়ে যদি বিটকয়েনের কিছু টোকেন কিনে রাখেন তাহলে পরবর্তীতে যদি দেখতে পারেন যে বিটকয়েনের দাম কমে গেছে তাহলে আপনি ক্ষতিতে পড়বেন। আর আপনার কাছে যদি টাকা থাকে তাহলে সেই টাকা কখনোই ক্ষতি হবে না। আপনার ইচ্ছামত টাকা লেনদেন করতে পারবেন। বিটকয়েনের দাম সময়ের সাথে কমলে বা বৃদ্ধি পেতে পারে। কিন্তু আপনার যদি নিজের হাতে টাকা থাকে তাহলে আপনার কোন টেনশন থাকবে না। আপনার টাকার দাম কখনো কমবেনা।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: babu10 on January 18, 2021, 07:38:01 AM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।

এটারতো সহজ উত্তর, টাকা টাকা এবং টাকা :D :D। আপনি ভার্চুয়ালী কোন মুদ্রাকে বিশ্বাস করতে পারবেন না কারন এটা এখনো সর্বজন স্বীকৃত নয় অপরদিকে টাকা থাকলে আপনি এটাকে যেখানে সেখানে ইচ্ছামত ব্যবহার করতে পারবেন। তাই টাকাই সেরা বাকী সব মিথ্যা।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Tunir Baap on January 18, 2021, 08:57:03 AM
অবশ্যই টাকা কারন বিটকয়েন তো আপডাউন করে একবার কমে আর একবার বাড়বে এটাই নিয়ম।
সেই জন্য আমার কাছে টাকা জমানো টাই ব্যাটার।
জানিনা আর সবাই কোনটা বলবে।
নতুন ইউজার তো সেই জন্য ভালো করে বলতে পারলাম নাহ।
আশা করি বুজতে পারছেন।
জি ভাই আপনার সাথে আমি একমত কারণ এটা কোনদিনও সম্ভব হবে না যে বিটকয়েন কাগজের টাকার স্থান দখল করে নিতে পারবে।কারণ বিটকয়েন হচ্ছে একটি ডিজিটাল মুদ্রা এবং কাগজের টাকা হচ্ছে একটি বাস্তব অর্থ যার মাধ্যমে খুব সহজেই যেকোনো জায়গায় খুব সহজে এবং ভালোভাবে লেনদেন করা যায় যা আমি মনে করি বিটকয়েন এর পক্ষে সম্ভব নয়। তবে ভবিষ্যতে বিটকয়েন টাকার ব্যবহার অনেকটাই কমিয়ে আনবে।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Criminal on January 21, 2021, 10:21:40 PM
আমার কাছে অবশ্যই বিটকয়েন এর তুলনায় টাকার মূল্য বেশি। কারণ টাকা হল বাস্তব এবং বিটকয়েন হল ভার্চুয়াল। টাকা আপনি আপনার প্রয়োজন অনুসারে যেকোনো স্থানে খুব সহজেই ব্যবহার করতে পারেন। কিন্তু বিটকয়েন এর ক্ষেত্রে সেটা পসিবল নাও হতে পারে। বিটকয়েনের ব্যবহার আপনি সব জায়গায় সহজভাবে করতে পারবেন না। যতটা কাগজের টাকার করতে পারবেন। তাই অবশ্যই আমি বিটকয়েন এর তুলনায় কাগজের টাকা কে বেশি প্রাধান্য দিব।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Mahindra on January 22, 2021, 02:14:13 AM
আমার কাছে বর্তমান বিটকয়েন এর মূল্য বেশি। কারণ এখন বিটকয়েন এর দাম কম। টাকা ক্যাশ করলে ফুরিয়ে যাবে। যাদের কাছে বিটকয়েন রয়েছে তারা সবাই হোল্ড করেছে। কিন্তু আমি যদি বিটকয়েন গুলো হোল্ড না করে ২০১৭ সালে ছেড়ে দিতাম তাহলে আমারও financial কোন ক্রাইসিস থাকতো না। আমি সেই সময়ে একটি ভুলের কারণে ১ বিটিসি হারিয়েছিলাম। অতীত চলে যায় কিন্তু কিছু ঘটনা মনে পড়ে। এই মুহুর্তে তাদের কাছে বিটিসি রয়েছে। তাদের হোল্ড করা উচিত। সবাই ২০১৭ সাল ফিরে পেতে চায়।               
জ্বি ভাই একদম ঠিক কথা বলেছেন আমার কাছেও টাকার চেয়ে বিটকয়েনের সবচেয়ে মূল্য বেশি। বর্তমানে বিটকয়েনের দাম প্রচুর বৃদ্ধি পেয়েছে যখন বিটকয়েনের দাম কম ছিল তখন যদি বিটকয়েন কিনে হোল্ড করে রাখা যেত তাহলে বর্তমানে অনেকটা বেনিফিট পাওয়া সম্ভব হতো। অতীতের তুলনায় বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট শতগুণে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আরও ভালো হবে বলে সকলে আশা করছে।আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: ttcsalam on January 22, 2021, 07:22:46 AM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
আমারা অধিকাংশ বাংলাদেশী নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। কাজ করে যত সামান্য পেমেন্ট তো ক্যাশ করতেই মন চাই বিটকয়েন জমাতে মন চাই না। তবে এই সময়ে যারা বিটকয়েন জমিয়ে রেখেছিলেন তারা বড় ধরনের লাভবান হয়েছেন আমি মনে করি মার্কেটের ট্রেন্ড বুঝে যাদের সামথ্য আছে বিটকয়েন জমিয়ে রাখা উচিত কে জানে আবার কখন 13000 ডলার থেকে 30000ডলার হয়ে যায়।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Najmul on January 22, 2021, 08:08:19 AM
আমি মনে করি বিটকয়েন এর চেয়ে টাকার মূল্য অনেক বেশি কারণ বিটকয়েনের দাম শেয়ারবাজারে অনেক ওঠানামা করে আর আমাদের ক্যাশ টাকা যা রেখে দেই তাই থাকে তাই বলা যায় বিটকয়েনের চেয়ে টাকার মূল্য বেশি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Mj joy on January 22, 2021, 09:53:19 AM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
আমি একদমই নতুন ভাই। তবুও বলছি।আমরা বাঙালি বাংলাদেশের মুদ্রা হচ্ছে টাকা।আপনি বিটকয়েন জমান অথবা ইথেরিয়াম জমান অথবা যে মুদ্রাই জমান আপনাকে কিন্তু সেই মুদ্রাকে টাকায় রূপান্তরিত করতেই হবে। তাছাড়া আপনি সেটা ইউজ করতে পারবেন না আপনার যেকোন কাজে। তাই আমি মনে করি যেদেশেরই অনলাইন ইউজার হোক তার ওই দেশের মুদ্রা তার জন্য মূল্যবান।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Michael 173 on January 22, 2021, 09:56:57 AM
বাংলাদেশে বসবাস করে টাকার মূল্যই সবার কাছে বেশি।  কারন বিটকয়েনের দাম ওঠানামা করে৷ কিন্তুু টাকার মান সবসময় ঠিক থাকে। কিন্তুু একটি ক্ষেত্রে বিটকয়েনের মূল্য আমাদের কাছে বেশি হতে পারেন। যদি কমমূল্যে বিট কয়েন কিনে হেল্ড করে রাখলে যদি সেটা পাম্প করে সেক্ষেত্রে আমরা অনেক লাভবান হতে পারি
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Sonjoy on January 22, 2021, 11:18:35 AM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
হুম আমার কাছে টাকার মূল্যই বেশী। বিটকয়েনের মূল্য যখন বেড়ে যায় তখন টাকার হিসাব করি এত টাকা পাবো , আবার যখন কমে যায় ঐ একই পরিমান বিটকয়েনে টাকার পরিমান কমে যায়।অর্থাত রিয়াল মানি ছাড়া হিসেব করে কোন লাভ নেই।আসলে বাস্তব জীবনে টাকা/রিয়েল মানিই  আসল, ক্রিপ্টোকারেন্সির তেমন গুরুত্ব নেই। তবে ক্রিপ্টোতে বিনিয়োগের ক্ষেত্রে বিটকয়েনের ভূমিকা অপরিসীম, সেখানে আপনি হোল্ড করতে পারেন, ট্রেযড করতে পারেন। ধন্যবাদ
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Monster5 on January 22, 2021, 01:54:52 PM
আমি যতোটুকু জানি বর্তমানে লোকেরা টাকার চেয়ে সবচেয়ে বেশি বিটকয়েন এর জন্যই আগ্রহী। বিশেষ করে বর্তমানে বিটকয়েনের দাম অতিরিক্ত বৃদ্ধির কারণে সকলেই টাকার প্রতি খুব একটা ভালো আগ্রহ নয়। সকলেই বিটকয়েনের প্রতি অনেক আগ্রহ। সারা বিশ্বজুড়ে লোকেরা বিটকয়েনেই বেশি বিনিয়োগ করছে। এবং সকল কোম্পানির ক্ষেত্রে এবং কি ব্যবসা বাণিজ্য বিটকয়েন লেনদেন দিয়ে কাজ সম্পন্ন করেছে। তাই আমার কাছেও টাকার তুলনায় বিট কয়েনের মূল্য সবচেয়ে বেশি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Sasa on January 22, 2021, 03:53:02 PM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
প্রথমেই বলছি আমার কাছে টাকার থেকে বেশি মূল্যবান হচ্ছে বিটকয়েন। আমি আপনাকে বলব আপনার যদি সামর্থ্য থাকে তো আপনি অবশ্যই এখন বিটকয়েন কিনে হোল্ড করে রাখতে পারেন। একটা বিষয় মাথায় রাখতে হবে কখনোই ঝুঁকি ছাড়া লাভবান হওয়া সম্ভব নয়। বর্তমানে হোল্ড করে রাখা একটি ঝুঁকিপূর্ণ। নিজের কাছে টাকা রেখে দিলে কখনো এটা থেকে প্রফিট আসবেনা। তাই আমি টাকার থেকে বিটকয়েন কে বেশি মূল্যবান মনে করি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Magepai on January 22, 2021, 04:15:14 PM
আমরা যারা বাংলাদেশি আছি তারা সবসময়ই বিটকয়েনের থেকে টাকা কে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। কারণ আমাদের বাংলাদেশে বিটকয়েনের বৈধতা হয়নি যে কারণে আমরা বিটকয়েনের মাধ্যমে কোন কিছুই করতে পারিনা। যখন বিটকয়েনের বৈধতা হবে হয়তো তখন যেকোন কাজ করতে পারব বিটকয়েনের মাধ্যমে তারপরেও কিন্তু টাকার গুরুত্বটা থেকেই যাবে।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Rafiq on January 22, 2021, 04:53:51 PM
টাকা হলো রিয়াল মানি, আর বিটকয়েন হলো ভর্চুয়াল মানি যা বাংলাদেশে এখনও রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ । বাংলাদেশী হিসেবে তাই দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য আমি টাকা পছন্দ করি। তবে আমি ব্যক্তিগতভাবে ক্রিপ্টোজগতের সাথে জড়িত এবং বিটকয়েন কে ভলোবাসি। ঝুকি থাকা সত্ত্বেও টাকার চেয়ে বিটকয়েনে সম্পদ বৃদ্ধির সম্ভবনা বেশী থাকে। সেইদিক থেকে আমি বিটকয়েন কে খুব বেশী পছন্দ করি এবং আমার অর্জিত আয় থেকে দৈনন্দিন চহিদা মিটিয়ে বাকীটা বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকরেন্সিতে বিনিয়োগ করতে পছন্দ করি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: NANCY on January 23, 2021, 05:04:29 AM
বিটকয়েন হলো একটি ভার্চুয়াল মুদ্রা এটার দাম কমবে এবং বাড়বে এটা বিটকয়েনের নিয়ম। আর টাকা হল রিয়েল মানি তাই আমরা টাকার মান বেশি ভাবি । আমার মনে হয় টাকার মনটা মূল্য বেশি। আমরা যারা নতুন সদস্য রয়েছে তারা অনেকেই জানি না কোন টার মূল্য বেশি টাকা নাকি বিটকয়েন। আপনার এই পোস্টটি পড়ে আমি জানতে পারলাম কোন টার মূল্য কতটুকু।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Tubelight on March 22, 2021, 07:09:14 AM
আমার কাছে বিটকয়েন এর চেয়ে টাকার প্রাধান্য বেশি। কারণ আপনি হয়তো নিশ্চয়ই জানেন বাংলাদেশের বিটকয়েনের কোনো অনুমোদন নেই। তাই বিটকয়েনের মাধ্যমে কোন লেনদেন করা পসিবল না। সমস্ত লেনদেন টাকার মাধ্যমে করা হয় এজন্যই আমি টাকা কে বেশি প্রাধান্য দিব।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Fighter on March 22, 2021, 07:11:36 AM
আমরা বাংলাদেশে যারা আছি সবাই বাংলাদেশি মুদ্রা ব্যাবহার করি কোনকিছু লেনদেন করার জন্য কিন্তু আমরা যারা ক্রিপ্টো জগতের সাথে জড়িত আছি আমরা কিন্তু এটা ও জানি ক্রিপ্টো বস বিটকয়েন কতটা মুল্যবান। তাইতো বিটকয়েনকে ভালোবেসে ফোরামে কাজ করা। তাই আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনি টাকা জমাতে পছন্দ করেন নাকি বিটকয়েন?  অথবা কোনটার মুল্য আপনার কাছে বেশী।
আমার কাছে অবশ্যই টাকার মূল্য অনেক বেশি। ভার্চুয়াল মুদ্রার কোন সঠিক দাম নেই। ভার্চুয়াল মুদ্রা দামে একবার বাড়ে একবার কমে। বাংলাদেশের যেহেতু এখনও পর্যন্ত বিটকয়েন অনুমোদন প্রাপ্ত নয় সেহেতু আমার কাছে টাকার মূল্য বেশি।
Title: Re: আপনার কাছে কোনটার মুল্য বেশি, টাকা নাকি বিটকয়েন?
Post by: Acifix on March 22, 2021, 07:59:23 AM
বিটকয়েন এর চেয়ে টাকার মূল্য অনেক বেশি। কারণ বিটকয়েনের দাম মার্কেটে অনেক উঠানামা করছে। কিন্তু টাকা সেটা ক্যাশ রয়েছে। সেজন্যই আমি মনে করি বিটকয়েন এর চেয়ে টাকার মূল্য অনেক বেশি।