Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on August 28, 2020, 02:35:30 PM
-
আমি BC Game নামে একটি প্লাটফর্ম থেকে অনেক লস খেয়েছি। বর্তমানে আমি এই BC গেম প্ল্যাটফর্ম এ 50,000 Tron ডিপোজিট করেছিলাম। কিছু ক্ষেত্রে লস আমি খেয়েছি। তাই আমি মনে করি এই গেমটির platfrom ভালো না। তাই যারা betting এর সাথে যুক্ত রয়েছেন তারা সাবধান। বাজি ধরে বা জুয়া খেলে cryptocurrency এর নামে অপবাদ দিবেন না। cryptocurrency ভালো কাজে ব্যবহার করুন। আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করুন। তাই যারা বাজি সাইট গুলোর সাথে যুক্ত তারা বাদ দিন।
-
বেটিং সাইট, গেম্বিলিং সাইট, ইনভেস্টমেন্ট সাইটে ঢুকে নিজের সময় নষ্ট করবেন না সাথে সাথে নিজের ব্যালাঞ্চ নষ্ট করবেন না। এছাড়া বেটিং কিন্তু নিষিদ্ধ একটি কাজ আমাদের দেশের আইনেও। এখানে গিয়ে সব হারাতে হয়। তাই এসব সাইটে সময় না দিয়ে ট্রেডে সময় দিন, রিসার্স করুন, ভালো কয়েনে বিনিয়োগ করুন। সেখান থেকে লাভ করার সম্ভাবনা থাকবে।
-
বেটিং সাইট, গেম্বিলিং সাইট, ইনভেস্টমেন্ট সাইটে ঢুকে নিজের সময় নষ্ট করবেন না সাথে সাথে নিজের ব্যালাঞ্চ নষ্ট করবেন না। এছাড়া বেটিং কিন্তু নিষিদ্ধ একটি কাজ আমাদের দেশের আইনেও। এখানে গিয়ে সব হারাতে হয়। তাই এসব সাইটে সময় না দিয়ে ট্রেডে সময় দিন, রিসার্স করুন, ভালো কয়েনে বিনিয়োগ করুন। সেখান থেকে লাভ করার সম্ভাবনা থাকবে।
ইয়েস, সেজন্য তো পোস্টটা করলাম। আমাদের দেশে বেটিং ও গেম্বিলিং সাইট গুলো অবশ্যই নিষিদ্ধ রয়েছে। তাই আমি মনে করি, সবাইকে সতর্ক হতে হবে। সবাই এই সাইটগুলো থেকে বিরত থাকুন। আমিও এই সাইট গুলো থেকে অবশ্যই বিরত রয়েছি।এবং আপনার ট্রেডিং করতে থাকুন, দেখতে থাকুন। ফোরামের ও মার্কেট এর সাথেই থাকুন। কিন্তু কখনোই বাজি ধরার কাজে যাবেন না।
-
বেটিং সাইট, গেম্বিলিং সাইট, ইনভেস্টমেন্ট সাইটে ঢুকে নিজের সময় নষ্ট করবেন না সাথে সাথে নিজের ব্যালাঞ্চ নষ্ট করবেন না। এছাড়া বেটিং কিন্তু নিষিদ্ধ একটি কাজ আমাদের দেশের আইনেও। এখানে গিয়ে সব হারাতে হয়। তাই এসব সাইটে সময় না দিয়ে ট্রেডে সময় দিন, রিসার্স করুন, ভালো কয়েনে বিনিয়োগ করুন। সেখান থেকে লাভ করার সম্ভাবনা থাকবে।
ইয়েস, সেজন্য তো পোস্টটা করলাম। আমাদের দেশে বেটিং ও গেম্বিলিং সাইট গুলো অবশ্যই নিষিদ্ধ রয়েছে। তাই আমি মনে করি, সবাইকে সতর্ক হতে হবে। সবাই এই সাইটগুলো থেকে বিরত থাকুন। আমিও এই সাইট গুলো থেকে অবশ্যই বিরত রয়েছি।এবং আপনার ট্রেডিং করতে থাকুন, দেখতে থাকুন। ফোরামের ও মার্কেট এর সাথেই থাকুন। কিন্তু কখনোই বাজি ধরার কাজে যাবেন না।
বাজি ধরে কেউ বড়লোক হয়েছে এমন দৃষ্টান্ত নেই বললেই চলে কিন্তু তারপর ও অনেকে এই পেশায় জড়িয়ে পড়ে যা থেকে অনেকেই বের হতে পারে না। সর্বশেষে সব শেষ করে মাথায় হাত বুলায়।আর জুয়া আমাদের ইসলামের দৃষ্টিতেও গ্রহণযোগ্য নয়। তাই আমাদের সবার উচিৎ ক্রিপ্টোকারেন্সির সঠিক ব্যাবহার করা।
-
বেটিং সাইট, গেম্বিলিং সাইট, ইনভেস্টমেন্ট সাইটে ঢুকে নিজের সময় নষ্ট করবেন না সাথে সাথে নিজের ব্যালাঞ্চ নষ্ট করবেন না। এছাড়া বেটিং কিন্তু নিষিদ্ধ একটি কাজ আমাদের দেশের আইনেও। এখানে গিয়ে সব হারাতে হয়। তাই এসব সাইটে সময় না দিয়ে ট্রেডে সময় দিন, রিসার্স করুন, ভালো কয়েনে বিনিয়োগ করুন। সেখান থেকে লাভ করার সম্ভাবনা থাকবে।
ইয়েস, সেজন্য তো পোস্টটা করলাম। আমাদের দেশে বেটিং ও গেম্বিলিং সাইট গুলো অবশ্যই নিষিদ্ধ রয়েছে। তাই আমি মনে করি, সবাইকে সতর্ক হতে হবে। সবাই এই সাইটগুলো থেকে বিরত থাকুন। আমিও এই সাইট গুলো থেকে অবশ্যই বিরত রয়েছি।এবং আপনার ট্রেডিং করতে থাকুন, দেখতে থাকুন। ফোরামের ও মার্কেট এর সাথেই থাকুন। কিন্তু কখনোই বাজি ধরার কাজে যাবেন না।
জনসচেতনামূলক পোস্টের জন্য (+1) কর্মা দাবিদার। আশা করি এই পোস্টটি পড়ার পরে কেউ আর বেটিং সাইটে, হাইপ সাইটে গিয়ে নিজের অর্জিত কারেন্সি নষ্ট করবে না। বিনিয়োগই একমাত্র উপায় যেখান থেকে মেধা খাটিয়ে আয় করা যায়। সেটা নিয়ে সবাইকে ভাবতে হবে আর সেটাই হবে বুদ্ধিমানের কাজ।
-
মূলত বাজি ধরে কেও কোন দিন বড়লোক হতে পারে না।যদিও এক সময় দেখা গেছে বাজি ধরে অনেক লাভ হয়েছে আবার কিছু দিন পরে দেখা লাভের টাকা তো চলেই যায় সাথে সাথে পকেটের টাকা ও ফুরিয়ে যায়।আমি মনে করি কষ্ট ক্রিপ্টোকারেন্সিরতে কাজ করে টাকা ইনকাম করে বাজি না ধরে সেই টোকেন বা ডলার গুলো হোল্ড করে রাখলে মনে হয় বেশি লাভবান হওয়া সম্ভব।
-
এখন ক্রিপ্টোকারেন্সি তে কাজ করা বা ইনভেস্ট করার সময় এসে গেছে কেননা মার্কেট অনেকটাই ভালো হয়েছে। এখন সবগুলা প্রজেক্টে অনেক ভালো।তাই বসে না থেকে আপনারা ক্রিপ্টোকারেন্সি দেখুন এবং ভালো ভালো কয়েন দেখে এগুলো কিনে ইনভেস্ট করে রাখুন ভবিষ্যতে আপনাকে অনেক প্রফিট দিবে।
-
আমি আপনার সাথে একমত পোষন করছি। আমরা জানি ক্রিপ্টোকারেন্সি অনেক ঝুকিপূর্ণ একটি প্লাটফর্ম কিন্তু এটি আপনাকে একবারে পথে বসিয়ে দিবে না। আপনি লসে থাকলে তা আবার রিকভার করার সম্ভাবনা আছে এবং সেটি হয়ে থাকে। কিন্তু যদি আপনি জুয়ো খেলেন বা বাজি ধরেন তাহলে হারলে আপনি একবারে পথে বসে যাবেন। তাই আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি ই পারফেক্ট বিনিয়োগের জন্য।
-
ক্রিপ্টোকারেন্সি তে ইনভেস্ট করুন এটা অনেক ভালো।তবে যে কয়েন গুলা আপনি ইনভেস্ট করবেন সেই কয়েন ভ্যালু দেখে তারপরে ইনভেস্ট করবেন।আপনি যেসব কয়েনগুলো ইনভেস্ট করতে চান সে সমস্ত কয়েন যেন ভালো এক্সচেঞ্জের লিস্ট থাকে।তো ঐ সমস্ত কয়েন দেখে আপনারা ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করবেন তা না হলে আপনারা বড় ধরনের লসের মুখে পড়ে যাবেন। আর বিশেষ করে আপনারা ক্যাসিনো নিয়ে কোন টোকেন ইনভেস্ট করবেন না কেননা ক্যাসিনো নিয়ে যে কোন টোকেন কোনদিনও মাথা উঠাতে পারে না। যদি ক্যাসিনো নিয়ে কোন কয়েন ইনভেস্ট করেন তাহলে আপনারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।
-
আপনি যদি একজন নিয়মিত ইনভেস্টর হন তাহলে আপনি ভালো ।আর আপনি যদি নতুন ইনভেস্টর হন তাহলে যে কয়েনগুলো ইনভেস্ট করবেন সেই কয়েন গুলো ভালো করে দেখে নিবেন। ওই কয়েন গুলো আর ভবিষ্যৎ কেমন কোন এক্সচেঞ্জে লিস্ট হতে চলেছে এর ভ্যালু কতটা। এই সমস্ত কয়েন দেখে আপনি ইনভেস্ট করবেন অন্যথায় বিশাল লসের মধ্যে পড়ে যাবেন। আর আপনাদের কাছে অনুরোধ আপনারা বিশেষ করে ক্যাসিনো নিয়ে কোনো কয়েন ইনভেস্ট করবেন না। কারণ ক্যাসিনো নিয়ে যেকোন কয়েন অনেক ধোঁকাবাজি হয়।
-
আমি BC Game নামে একটি প্লাটফর্ম থেকে অনেক লস খেয়েছি। বর্তমানে আমি এই BC গেম প্ল্যাটফর্ম এ 50,000 Tron ডিপোজিট করেছিলাম। কিছু ক্ষেত্রে লস আমি খেয়েছি। তাই আমি মনে করি এই গেমটির platfrom ভালো না। তাই যারা betting এর সাথে যুক্ত রয়েছেন তারা সাবধান। বাজি ধরে বা জুয়া খেলে cryptocurrency এর নামে অপবাদ দিবেন না। cryptocurrency ভালো কাজে ব্যবহার করুন। আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করুন। তাই যারা বাজি সাইট গুলোর সাথে যুক্ত তারা বাদ দিন।
যদি কেউ না বুঝে মুদীদোকানেও ব্যবসা করতে যায় তবুও সে লস করতে পারে তাই যে যেই ব্যবসাই করুক না কেন তাকে আগে বুঝতে হবে ঐ বিষয়টি সম্পর্কে। যদি বুঝেশুনে কাজ করার পরও লস খায় তাও সম্ভব তাই লাভ ক্ষতি এগুলো ব্যবসার একটি অংশ আর একটি কথা যে ব্যবসার ঝুঁকি যত বেশি সে ব্যবসার লাভ ততো বেশি। তাই আমি বলতে পারি আমার কাছে যেটা আমি ভালো বুঝি সেটাই করা উচিত।
-
আমি BC Game নামে একটি প্লাটফর্ম থেকে অনেক লস খেয়েছি। বর্তমানে আমি এই BC গেম প্ল্যাটফর্ম এ 50,000 Tron ডিপোজিট করেছিলাম। কিছু ক্ষেত্রে লস আমি খেয়েছি। তাই আমি মনে করি এই গেমটির platfrom ভালো না। তাই যারা betting এর সাথে যুক্ত রয়েছেন তারা সাবধান। বাজি ধরে বা জুয়া খেলে cryptocurrency এর নামে অপবাদ দিবেন না। cryptocurrency ভালো কাজে ব্যবহার করুন। আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করুন। তাই যারা বাজি সাইট গুলোর সাথে যুক্ত তারা বাদ দিন।
যদি কেউ না বুঝে মুদীদোকানেও ব্যবসা করতে যায় তবুও সে লস করতে পারে তাই যে যেই ব্যবসাই করুক না কেন তাকে আগে বুঝতে হবে ঐ বিষয়টি সম্পর্কে। যদি বুঝেশুনে কাজ করার পরও লস খায় তাও সম্ভব তাই লাভ ক্ষতি এগুলো ব্যবসার একটি অংশ আর একটি কথা যে ব্যবসার ঝুঁকি যত বেশি সে ব্যবসার লাভ ততো বেশি। তাই আমি বলতে পারি আমার কাছে যেটা আমি ভালো বুঝি সেটাই করা উচিত।
আমি BC Game নামে একটি প্লাটফর্ম থেকে অনেক লস খেয়েছি। বর্তমানে আমি এই BC গেম প্ল্যাটফর্ম এ 50,000 Tron ডিপোজিট করেছিলাম। কিছু ক্ষেত্রে লস আমি খেয়েছি। তাই আমি মনে করি এই গেমটির platfrom ভালো না। তাই যারা betting এর সাথে যুক্ত রয়েছেন তারা সাবধান। বাজি ধরে বা জুয়া খেলে cryptocurrency এর নামে অপবাদ দিবেন না। cryptocurrency ভালো কাজে ব্যবহার করুন। আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করুন। তাই যারা বাজি সাইট গুলোর সাথে যুক্ত তারা বাদ দিন।
-
আমরা এই ফোরামে অল্প সময় ধরে এসেছি তাই কোন প্রজেক্টে ইনভেস্ট করিনি। কিন্তু আপনি ইনভেস্ট করে লস খেয়েছেন তাই আমরা কিভাবে ইনভেস্ট করলে ক্ষতির সম্মুখীন হব না। কোন প্রজেক্ট যদি ইনভেস্ট করি তাহলে কিভাবে সেখান থেকে সফলতা অর্জন করব এ পরামর্শ আপনাদের কাছ থেকে আশা করছি।
-
আসলে বাজি ধরা আমাদের ইসলামের দৃষ্টিতে অনেক পাপ কাজ। তাই আমি মনে করি বাজি না ধরে ক্রিপ্টোকারেন্সি ইনভেস্ট করাই বুদ্ধিমানের কাজ।
-
এই গেমসগুলো আসলে প্রথমত সবাইকে লোভ দেখায়। প্রথমে দু-একবার কিছু পাওয়া যায় তারপরে আস্তে আস্তে যা লাভ করা যায় সেটাও চলে যায় এবং কি নিজের কাছে যেগুলো থাকে সেগুলো চলে যায়। আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি তে কষ্ট করে কাজ করে সেগুলো দিয়ে গেম না খেলে সেগুলো ভালো কাজে ব্যবহার করাটাই উত্তম।
-
আপনি যদি একজন নিয়মিত ইনভেস্টর হন তাহলে আপনি ভালো ।আর আপনি যদি নতুন ইনভেস্টর হন তাহলে যে কয়েনগুলো ইনভেস্ট করবেন সেই কয়েন গুলো ভালো করে দেখে নিবেন। ওই কয়েন গুলো আর ভবিষ্যৎ কেমন কোন এক্সচেঞ্জে লিস্ট হতে চলেছে এর ভ্যালু কতটা। এই সমস্ত কয়েন দেখে আপনি ইনভেস্ট করবেন অন্যথায় বিশাল লসের মধ্যে পড়ে যাবেন। আর আপনাদের কাছে অনুরোধ আপনারা বিশেষ করে ক্যাসিনো নিয়ে কোনো কয়েন ইনভেস্ট করবেন না। কারণ ক্যাসিনো নিয়ে যেকোন কয়েন অনেক ধোঁকাবাজি হয়।
আপনি একদম ঠিক বলেছেন যারা নতুন ইনভেস্টর তারা সহজে বুঝতে পারে না কোন কয়েন গুলোর মধ্য ইনভেস্ট করলে লাভ করা যাবে। দেখতে হবে সে কয়েন গুলো কোন এক্সচেঞ্জে লিস্ট করা হয়েছে। যদি ভালো এক্সচেঞ্জ গুলোতে লিস্ট করা হয় সেই কয়েন গুলো মধ্য ইনভেস্ট করলে হান্ডেট পার্সেন্ট লাভ হওয়ার সম্ভাবনা আছে।
-
জুয়া কোন দিন ভাল কিছু বয়ে নিয়ে আসতে পারে না। আপনি হতে পারেন অনেক টাকাওয়ালা হতে পারেন প্রচুর ধন সম্পদের মালিক। যদি একবার আপনি জুয়াতে পড়েছেন তা হলে আপনার সবকিছু যেতে সময় লাগবেনা। তাই সময় থাকতে এই হারাম পথ বর্জন করুন।
-
যদ আপনি মনে করেন যে আপনার কাছে কিছু টাকা আছে আপনি কি করবেন। তাহলে আমি বলব যে ক্রিপ্টেকারেন্সি তে ইনভেস্ট করে রাখুন দেখবেন কাজে দিবে। যেটা অন্য কোথা থেকে পাওয়া সম্ভব না। তবে দেখে দেখে ভার কয়েন গুলোতে ইনভেস্ট করতে হবে।
-
যে কোন বিজনেস করতে হলে আগে ওই বিজনেস সম্পর্কে ভালোভাবে জানতে হয় যদি আপনি ভালভাবে জেনে এবং বুঝে ইনভেস্ট করেন তাহলে আশা করা যায় আপনি লাভবান হবেন অন্যথায় আপনি এখান থেকে শূন্য হাতে ফিরে যেতে হবে ।ভালভাবে বুঝে তারপর ইনভেস্ট করেন এবং লাভবান হন
-
আমি BC Game নামে একটি প্লাটফর্ম থেকে অনেক লস খেয়েছি। বর্তমানে আমি এই BC গেম প্ল্যাটফর্ম এ 50,000 Tron ডিপোজিট করেছিলাম। কিছু ক্ষেত্রে লস আমি খেয়েছি। তাই আমি মনে করি এই গেমটির platfrom ভালো না। তাই যারা betting এর সাথে যুক্ত রয়েছেন তারা সাবধান। বাজি ধরে বা জুয়া খেলে cryptocurrency এর নামে অপবাদ দিবেন না। cryptocurrency ভালো কাজে ব্যবহার করুন। আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করুন। তাই যারা বাজি সাইট গুলোর সাথে যুক্ত তারা বাদ দিন।
বেটিং ও গেমিং সাইডে ইনভেস্ট করার আগে আপনাকে অবশ্যই ভালোভাবে সাইট ও প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা নিতে হবে। আপনি হয়তো ভালো কিছু পাবার আশা এতগুলো টাকা ইনভেস্ট করেছিলেন যা সবগুলোই লস এর মধ্যে পড়ে গেছে।
-
বিভিন্ন এলোমেলো জায়গায আপনার সম্পদ বিনিয়োগ না করে ক্রিপ্টো কারেন্সিতে দেখে শুনে বিনিয়োগ করুন। দেখবেন আপনা বিনিয়োাগ মূল্যায়িত হবে।
-
আমি BC Game নামে একটি প্লাটফর্ম থেকে অনেক লস খেয়েছি। বর্তমানে আমি এই BC গেম প্ল্যাটফর্ম এ 50,000 Tron ডিপোজিট করেছিলাম। কিছু ক্ষেত্রে লস আমি খেয়েছি। তাই আমি মনে করি এই গেমটির platfrom ভালো না। তাই যারা betting এর সাথে যুক্ত রয়েছেন তারা সাবধান। বাজি ধরে বা জুয়া খেলে cryptocurrency এর নামে অপবাদ দিবেন না। cryptocurrency ভালো কাজে ব্যবহার করুন। আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করুন। তাই যারা বাজি সাইট গুলোর সাথে যুক্ত তারা বাদ দিন।
বেটিং ও গেমিং সাইডে ইনভেস্ট করার আগে আপনাকে অবশ্যই ভালোভাবে সাইট ও প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা নিতে হবে। আপনি হয়তো ভালো কিছু পাবার আশা এতগুলো টাকা ইনভেস্ট করেছিলেন যা সবগুলোই লস এর মধ্যে পড়ে গেছে।
বিটকয়েনটক ফোরামের লিংক পাওয়ার আগে আমি কত সাইটে যে ইনভেস্ট করেছি তা আমার নিজেরও মনে নেই। দুএকটা সাইট ব্যতিত বাকি সবগুলোতে আমার ইনভেস্ট লস হয়েছে নতুবা তারা সটকে পড়েছে কিছুদিন পর। এভাবে ঠকতে ঠকতে ফোরামে কাজ শুরু করি। আর কখনো লস খাইনি এসব চিটিং সাইটে।
-
বর্তমানে ট্রেডিং জগতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ক্রিপ্টোকারেন্সি এই প্লাটফরমে কাজ করে অনক বেশি লাভবান হওয়ার পশিব্লিটি থাকে। যা অন্য কোন প্লাটফরমে সম্ভব না। কাজেই আমি মনে করি যদি আপনি ইনভেস্ট করতে চান ক্রিপ্টো হতে পারে আপনার একমাত্র প্লাটফরম।
-
আমি BC Game নামে একটি প্লাটফর্ম থেকে অনেক লস খেয়েছি। বর্তমানে আমি এই BC গেম প্ল্যাটফর্ম এ 50,000 Tron ডিপোজিট করেছিলাম। কিছু ক্ষেত্রে লস আমি খেয়েছি। তাই আমি মনে করি এই গেমটির platfrom ভালো না। তাই যারা betting এর সাথে যুক্ত রয়েছেন তারা সাবধান। বাজি ধরে বা জুয়া খেলে cryptocurrency এর নামে অপবাদ দিবেন না। cryptocurrency ভালো কাজে ব্যবহার করুন। আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করুন। তাই যারা বাজি সাইট গুলোর সাথে যুক্ত তারা বাদ দিন।
গেমিং সাইট হল জুয়া খেলার সাইট। আর ক্রিপ্টোকারেন্সি হল একধরনের বিজনেস সাইট। যেখানে আপনি আপনার ক্যারিয়াার গড়তে পারেন। সেই দিক থেকে চিন্তা করতে গেলে অবশ্যই আমি বলব যে ক্রিপ্টোতে ইনভেস্ট করুন। অন্য যে কোন প্লাটফরম থেকে ভাল কিছু পাবেন।
-
আমি প্রথমত কথাটি বলতে চাই যে আসলে যারা বাজি ধরে এটা একদমই ঠিক না বিশেষ করে আমাদের ইসলামের দৃষ্টিতে।আসুন যে টাকা দিয়ে আমরা বাজি ধরি সেই টাকা দিয়ে এই ফোরামের যদি আমরা ইনভেস্ট করি তাহলে কিন্তু আমাদের এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট টা অনেক উন্নত হবে।
-
আপনার কথাগুলো একদম ঠিক। আমাদের কষ্টে উপার্জিত ব্যালেন্স কেন আমরা গেমিং সাইটে নষ্ট করব । আসলে আমরা অনলাইনে টাকা ইনকাম করতে আসি কিন্তু কেউ কেউ আবার কোনো এক চক্রে পড়ে গিয়ে টাকা গুলো সব নষ্ট করে ফেলে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন এই বেটিং সাইট থেকে আসলে কি কোনদিন টাকা নিয়ে আসতে পারেনি।
-
ক্রিপ্টোকারেন্সি তে আমরা অনেকেই কাজ করে ভালো পথে দিচ্ছি আবার কেউ সেগুলো খারাপ পথে উড়িয়ে দিচ্ছি।তাই আমরা সবাই এত কষ্ট করে এখানে ইনভেস্ট করে আমরা কেউ এই টাকা দিয়ে জুয়া খেলব না। আমরা সবাই চেষ্টা করবো কিছু কিছু ইনভেস্ট করা তাহলে হয়তো ভবিষ্যতে অনেক কাজে লাগবে।
-
ক্রিপ্টোকারেন্সি রে আমি ঢুকিয়েছি ইনকাম করার জন্য। এবং আমরা সবাই যারা কাজ করছি সবাই কিন্তু ইনকাম করার জন্য এই ফোরামে এসেছি। আমরা তো সবাই জানি ইনকাম করাটা এতটা কিন্তু সহজ নয়। আমরা অনেক কষ্ট করে কিছু টোকেন পেয়ে থাকি সেগুলো সেল দিয়ে বেশ কিছু টাকা পেয়ে থাকে সেগুলো অবশ্যই আমরা ভাল কাজে ব্যয় করব কখনোই জুয়া এ ধরনের কিছু খেলব না। যারা এই টাকাগুলো দিয়ে জুয়া খেলেছে তারা কখনোই কিন্তু লাভ করতে পারে নাই বরঞ্চ তাদের গাইডে থেকে অনেক টাকা চলে গেছে।
-
আমি যখন ক্রিপ্টোকারেন্সি তে আসি নাই তার আগে কিছু বেড ধরতাম বন্ধু বান্ধবরা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতো তাদের কাছ থেকে কিছু কিছু গেমিং সাইটের টোকেন কিনে বেড ধরতাম। প্রথম অবস্থায় আমি কিছুটা লাভ করেছিলাম কিন্তু তার ঠিক পরের মুহূর্তেই লাভ যেটি করেছিলাম সেটাই তো চলেই গেল এবং কি আমার কাছে যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেল। আসলে তারা প্রথমত একটু লাভ দেখায় পরবর্তীতে সবকিছু নিয়ে যায়। তাই আমি সবাইকে বলব কেউ যেন এভাবে লস না দেন ক্রিপ্টোকারেন্সি দে কাজ করে অর্থ উপার্জন করে সে টাকা দিয়ে ভালো কিছু করার চেষ্টা করুন।
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সবাই আছে টাকা ইনকাম করার জন্য। টাকা বেশি ইনকাম করার জন্য ইনভেস্ট করতে হবে। cryptocurrency তে ইনভেস্ট করলে আপনার টাকা ও সুরক্ষিত থাকবে এবং ভালো ধরনের প্রফেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেখানে ইনভেস্ট করবেন তার সম্পর্কে ভালোভাবে যে নেই ইনভেস্ট করা দরকার।
-
আমি BC Game নামে একটি প্লাটফর্ম থেকে অনেক লস খেয়েছি। বর্তমানে আমি এই BC গেম প্ল্যাটফর্ম এ 50,000 Tron ডিপোজিট করেছিলাম। কিছু ক্ষেত্রে লস আমি খেয়েছি। তাই আমি মনে করি এই গেমটির platfrom ভালো না। তাই যারা betting এর সাথে যুক্ত রয়েছেন তারা সাবধান। বাজি ধরে বা জুয়া খেলে cryptocurrency এর নামে অপবাদ দিবেন না। cryptocurrency ভালো কাজে ব্যবহার করুন। আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করুন। তাই যারা বাজি সাইট গুলোর সাথে যুক্ত তারা বাদ দিন।
গেমিং সাইট হল জুয়া খেলার সাইট। আর ক্রিপ্টোকারেন্সি হল একধরনের বিজনেস সাইট। যেখানে আপনি আপনার ক্যারিয়াার গড়তে পারেন। সেই দিক থেকে চিন্তা করতে গেলে অবশ্যই আমি বলব যে ক্রিপ্টোতে ইনভেস্ট করুন। অন্য যে কোন প্লাটফরম থেকে ভাল কিছু পাবেন।
ভাইয়া গেমিং সাইট ও বিজনেস সাইটের সাথে তুলনা করবেন না। গেম সাইকেল এক কথায় বলা যায় জুয়া খেলার সাইট cryptocurrency হল বিজনেস সাইট। বিজনেস সাইডে ইনভেস্ট করলে সফলতা বেশি পাওয়া যায়। আর গেমিং সাইট হল একজন হারবে অপরজন জিতবে। অনেকেই তো বিজনেস সাইরি ইনভেস্ট করে ক্যারিয়ার গড়ে তুলছে।
-
অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা সাজেস্ট করার জন্য হ্যাঁ আমরা অনেকেই রয়েছে যারা বেটিং সাইট নিয়ে কাজ করি আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি ভালো কাজের জন্য ব্যবহার করা উচিত এরকম বেটিং সাইট এ কাজ করে কোন লাভ নেই দেখা যায় যে সব ক্ষেত্রেই শুধু লস আর লস তাই আমি মনে করি যে বেটিং সাইট নিয়ে কাজ না করাই ভালো
-
আমি BC Game নামে একটি প্লাটফর্ম থেকে অনেক লস খেয়েছি। বর্তমানে আমি এই BC গেম প্ল্যাটফর্ম এ 50,000 Tron ডিপোজিট করেছিলাম। কিছু ক্ষেত্রে লস আমি খেয়েছি। তাই আমি মনে করি এই গেমটির platfrom ভালো না। তাই যারা betting এর সাথে যুক্ত রয়েছেন তারা সাবধান। বাজি ধরে বা জুয়া খেলে cryptocurrency এর নামে অপবাদ দিবেন না। cryptocurrency ভালো কাজে ব্যবহার করুন। আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করুন। তাই যারা বাজি সাইট গুলোর সাথে যুক্ত তারা বাদ দিন।
ভাই গেমিং সাইট বা বেটিং সাইট যেটাই বলুন না কেনো, দুটোই খুব রিস্কি। গেমিং সাইট থেকে খুব কম মানুষই লাভবান হতে পেরেছে। বেশিরভাগ ক্ষেত্রেই সবাই ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। বাজি ধরে জিততে পারলে ভালো, আর না পারলে সব শেষ। তাই আমি মনে করি, ক্রিপ্টোকারেন্সিতে বাজি না ধরে, বিজনেস সাইটে কাজ করা হাজার গুন ভালো।
-
আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট করে আমাদের সাবধান করে দেওয়ার জন্য তা না হলে আমরা হয়তো আপনার মত কিছু একটা লস খাইতাম আসলে গেম সাইট থেকে খুব কম মানুষই লাভবান হয় বেশিরভাগ মানুষই লস খায় কিন্তু আপনার এই পোস্টটি পড়ে ভালো কিছু বুঝতে পারলাম তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের কে এত বড় একটা বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তা না হলে আমরা হয়তো একদিন এরকম গেম থেকে আপনার মত ও লস খেতাম।
-
সত্যি কথা বলতে কি এসব গেম খেলে আসলে অনেকে লস খেয়েছে এবং অনেক কম লোকে জিততে পারে।
-
অনেকেই আছে ক্রিপ্টোকারেন্সি তে ইনকাম করে সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের গেমস বা জুয়া খেলে লস দিচ্ছে। আপনারা এই সমস্ত কাজ থেকে বেরিয়ে আসুন আপনারা সেই ডলারগুলো যদি বা টোকেন যেটাই হোক না কেন আপনি যদি সেগুলো ইনভেস্ট করেন তাহলে সেগুলো থেকে অবশ্যই ভালো প্রফিট পাবেন।তারপরেও এখন ইনভেস্ট করার শ্রেষ্ঠ সময় বর্তমানে মার্কেটের প্রজেকশন অনেক ভালো যে কারণে আপনি ইনভেস্ট করলে প্রফিট পাওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি।
-
আমি BC Game নামে একটি প্লাটফর্ম থেকে অনেক লস খেয়েছি। বর্তমানে আমি এই BC গেম প্ল্যাটফর্ম এ 50,000 Tron ডিপোজিট করেছিলাম। কিছু ক্ষেত্রে লস আমি খেয়েছি। তাই আমি মনে করি এই গেমটির platfrom ভালো না। তাই যারা betting এর সাথে যুক্ত রয়েছেন তারা সাবধান। বাজি ধরে বা জুয়া খেলে cryptocurrency এর নামে অপবাদ দিবেন না। cryptocurrency ভালো কাজে ব্যবহার করুন। আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করুন। তাই যারা বাজি সাইট গুলোর সাথে যুক্ত তারা বাদ দিন।
ধন্যবাদ ভাইয়া আপনি আমাদের এই বিষয়ে সাবধান সচেতনা করে দেওয়ার জন্য। আপনার এই মূল্যবান পোষ্টটি দেখে যারা betting এর সাথে যুক্ত তারা অনেক সচেতন হয়ে যেতে পারবে এবং কি তারা betting ছেড়েযদি ট্রেডে জয়েন করতে তাহলে তাদের পক্ষে বেটার হতো।
-
গেমিং সাইট হল জুয়া খেলার সাইট। আর ক্রিপ্টোকারেন্সি হল একধরনের বিজনেস সাইট। গেমিং সাইট বা বেটিং সাইট যেটাই বলুন না কেনো, দুটোই খুব রিস্কি।তাই আমি মনে করি, ক্রিপ্টোকারেন্সিতে বাজি না ধরে, বিজনেস সাইটে কাজ করা হাজার গুন ভালো। কেননা cryptocurrency এ বিনিয়োগ এর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবো।
-
বেটিং সাইট, গেম্বিলিং সাইট, ইনভেস্টমেন্ট সাইটে ঢুকে নিজের সময় নষ্ট করবেন না সাথে সাথে নিজের ব্যালাঞ্চ নষ্ট করবেন না। এছাড়া বেটিং কিন্তু নিষিদ্ধ একটি কাজ আমাদের দেশের আইনেও। এখানে গিয়ে সব হারাতে হয়। তাই এসব সাইটে সময় না দিয়ে ট্রেডে সময় দিন, রিসার্স করুন, ভালো কয়েনে বিনিয়োগ করুন। সেখান থেকে লাভ করার সম্ভাবনা থাকবে।
আপনার সাথে আমি একমত বর্তমানে সবার মধ্যে একটা বিষয় দেখা যাচ্ছে যে সকলেই বেটিং সাইট অথবা গেমিং সাইটগুলোতে ইনভেস্টমেন্ট করার জন্য বেশি আগ্রহী। কারণেই সাইটগুলোতে ইনভেস্টমেন্ট করলে প্রফিট এর পরিমাণ বেশি থাকে। কিন্তু এ ধরনের প্রজেক্ট ইনভেস্টমেন্ট করলে অর্থ হারানোর ঝুঁকি বেশি থাকে। এবং এই ধরনের সাইট গুলো বাংলাদেশের সম্পূর্ণ অবৈধ। তাই আমাদের এ সকল সাইট পরিহার করে ভালো কোন সাইটে ইনভেস্টমেন্ট করাই ভালো।
-
আপনার সাথে আমি একমত বর্তমানে সবার মধ্যে একটা বিষয় দেখা যাচ্ছে যে সকলেই বেটিং সাইট অথবা গেমিং সাইটগুলোতে ইনভেস্টমেন্ট করার জন্য বেশি আগ্রহী। কারণেই সাইটগুলোতে ইনভেস্টমেন্ট করলে প্রফিট এর পরিমাণ বেশি থাকে। কিন্তু এ ধরনের প্রজেক্ট ইনভেস্টমেন্ট করলে অর্থ হারানোর ঝুঁকি বেশি থাকে। এবং এই ধরনের সাইট গুলো বাংলাদেশের সম্পূর্ণ অবৈধ। তাই আমাদের এ সকল সাইট পরিহার করে ভালো কোন সাইটে ইনভেস্টমেন্ট করাই ভালো।
-
কেউ খারাপ কাজে নিয়োজিত হতে চাইলে সে যেকোন উপায়ে ই খারাপ কাজ করতে পারে। তবে সবাই মনে করে যে বিটকয়েন খারাপ কাজেই ব্যাবহার হয় কিন্তু তা যে মিথ্যা অপবাদ তা ঘোচাতে হলে আমরা ভালো ভালো কাজ করতে হবে।
-
হাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি এখানে নতুন তাই সবাই আমাকে সাহায্য করবেন। এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।ধন্যবাদ
-
আমি BC Game নামে একটি প্লাটফর্ম থেকে অনেক লস খেয়েছি। বর্তমানে আমি এই BC গেম প্ল্যাটফর্ম এ 50,000 Tron ডিপোজিট করেছিলাম। কিছু ক্ষেত্রে লস আমি খেয়েছি। তাই আমি মনে করি এই গেমটির platfrom ভালো না। তাই যারা betting এর সাথে যুক্ত রয়েছেন তারা সাবধান। বাজি ধরে বা জুয়া খেলে cryptocurrency এর নামে অপবাদ দিবেন না। cryptocurrency ভালো কাজে ব্যবহার করুন। আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করুন। তাই যারা বাজি সাইট গুলোর সাথে যুক্ত তারা বাদ দিন।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান তথ্য আমাদের মাঝে শেয়ার করার কারণে। কারন এই পোস্ট থেকে কিছু হলেই শেখার আছে। ধন্যবাদ
-
অনেক সময় দেখা যায় ক্রিপ্টোকারেন্সি তে ইনভেস্ট করে এবং সেখান থেকে যে প্রফিট আসে সেগুলো দিয়ে জুয়া খেলে পুড়িয়ে ফেলে। তাই আমি বলব যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করছেন বা ইনভেস্ট করছেন তারা সবাই ভাল কাজে ব্যবহার করবেন ডলারগুলো। অনেকবিটকয়েন ইউজারদের দেখেছি তারা কষ্ট করে বাউন্টি বা সিগনেচার ক্যাম্পেইন করে বেশ কিছু ডলার পায় কিন্তু সেগুলো দিয়ে জুয়া খেলে পুড়ে ফেলছে।তাই আমি মনে করি সেগুলো থেকে সবার বেরিয়ে আসতে হবে এবং ক্রিপ্টোকারেন্সি থেকে যে টাকা আসবে সে টাকা দিয়ে অবশ্যই আমরা ভালো কাজ করার চেষ্টা করব।
-
আমি বর্তমানে AION token কিনে অনেক লস এ আমি। এটাই হয়তো আমার বড় লস এর মধ্যে এটি একটা।
-
অন্যান্য সাইট গুলোর তুলনায় ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট করলে বেশি লাভবান হওয়া যায়। তাই যে বাজে কাজে অর্থ সম্পদ ব্যয় করছেন তারা যদি ক্রিপ্টোকারেন্সিতাদের অর্থ গুলো ব্যয় করে তাহলে তারা ভবিষ্যতে সাকসেসফুল হতে পারে। কারণ ক্রিপ্টোকারেন্সি তে ইনভেস্টমেন্ট করলে অনেক লাভবান হওয়া যায়।
-
ক্রিপ্টোকারেন্সি তে ইনভেস্ট করার সময় এসে গেছে। কেননা এখন মার্কেট খুব ভালো একটি অবস্থায় আছে। আপনি যদি কোন কয়েন কিনে হোল্ড করে রাখেন তাহলে আপনি অবশ্যই লাভবান হবেন। অনেক দেখা গেছে যে ক্রিপ্টোকারেন্সি তে ইনভেস্ট করে অনেক টাকা ইনকাম করেছিল কিন্তু তারা বাজি বা জুয়া খেলে সে টাকা কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে ফেলে। তাই আমি বলবো আপনি কষ্ট করে টাকা ইনকাম করুন আর সেই টাকা খারাপ রাস্তায় ব্যয় করেন এটা ঠিক না। আপনি যেহেতু কষ্ট করে টাকা ইনকাম করেন সেহেতু আপনি সেই কষ্টটা ভালো কাজে লাগান।
-
গেমিং সাইট গুলোতে বেটিং করতে গিয়ে অনেক সময় প্রচুর পরিমাণ লসের সম্মুখীন হতে হয়। এই সাইট ক্রিপ্টোকারেন্সিতে সব থেকে ঝুকিপূর্ণ সাইট। তাই টাকা উপার্জনের জন্য বেটিং এ না গিয়ে ক্রিপ্টোকারেন্সিতে অন্যান্য কাজ যেমন বাউন্টি, এয়ারড্রপ করা অনেক ভালো।
-
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি পরামর্শ দিয়ে আমাদের সবাইকে সাহায্য করার জন্য। অবশ্যই চেষ্টা করব ফোরামে ভালো ভালো প্ল্যাটফর্মগুলোতে ইনভেস্টমেন্ট করে প্রফিট অর্জন করা। কখনই গেমিং বা বেটিং সাইট গুলোতে আমাদের টাকা বিনিয়োগ করবো না।