Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on August 29, 2020, 04:00:52 PM

Title: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Nostoman on August 29, 2020, 04:00:52 PM
দুঃখের বিষয় হলো @The crypto আমাদের বাংলাদেশে ম্যানেজার. এই ফোরামে scam প্রচারণা চালিয়েছে। এতদিন ফোরাম ভাল ছিল কিন্তু ২০২০ সালে আবার scam এর সূচনা করলো। সে আমাদের বাংলাদেশের ম্যানেজার। কিছু ম্যানেজার টাকার পিছনে ছুটে চলে। reputation নিয়ে চিন্তা করে না।
বাংলা সেকশনে পোস্ট লিংক:
https://www.altcoinstalks.com/index.php?topic=146623.msg865984#msg865984
https://www.altcoinstalks.com/index.php?topic=144976.msg865970#msg865970
https://www.altcoinstalks.com/index.php?topic=138464.msg865968#msg865968

Bounty link:
1.https://www.altcoinstalks.com/index.php?topic=156957.msg865985#msg865985
2.https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg874708#msg874708

bounty সেকশনে স্কাম বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg916677#msg916677

আমাদের সাথে এরকম জালিয়াতি? মেনে নেওয়া যায় না। আপনি এই বিষয়ে কি মনে করেন?
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Lutera94 on August 29, 2020, 05:49:29 PM
ব্যাপারটা অত্যান্ত কষ্টের কিন্তু অনেক ভালো ম্যানেজারের ক্যাম্পেইন ও স্ক্যাম হয়। এখানে আসলে প্রজেক্টের মালিকের উপর মুল দোষ বর্তায়।প্রজেক্ট যদি স্ক্যাম করে তাহলে ম্যানেজারের কিছু করার থাকেনা। তবে ওনি কতটুকু জড়িত বা ওনি নির্দোষ / দোষি আমি কিছুই জানি না। আমার সাধারণ জ্ঞানে যা মনে হয়েছে তাই বলেছি। ভুলত্রুটি হলে মাপ করবেন।  ধন্যবাদ।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Triedboy on August 30, 2020, 07:41:24 AM
বাংলাদেশের ম্যানেজররা যে স্ক্যাম প্রোজেক্ট চালায় এর মধ্যে কি ম্যানেজার এর কোন benefit আছে??আর ভাই আমি মনে করি ওই সকল ম্যানেজার দের ফোরাম থেকে বাদ দেওয়া হোক।কারন bitcointalk কিছু কিছু বাংলাদেশের স্ক্যামার ম্যানেজারের কারনে bitcointalk ফোরাম এখন ধংসের দিকে।যার কারনে অনেকেই এখন বাউন্টি করে না।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Rafiq on August 30, 2020, 05:13:46 PM
ব্যাপারটা অত্যন্ত দু:খজনক। ২০১৭ সালে যখন আমি ফোরামে আসি তখন বাংলাদেশী ম্যানেজার দেখতাম না। পরে আস্তে আস্তে বাংলাদেশী ম্যানেজার ফোরামে দেখতে পাই; এদের দেখে খুব খুশি হয়েছিলাম যে এরা ক্রিপ্টো জগতে বাংলাদেশীদের একটা ভালো ভাবমূর্তি দাড়া করাবে। কিন্তু বাস্তবে সবাই না, কিছু কিছু বাংলাদেশী ম্যানেজার এর কুকৃর্তির কারণে আমরা ফোরামে অবহেলিত হচ্ছি, সমালোচিত হচ্ছি। আমরা যারা বাউন্টি হান্টার আছি তারাও অনেক বাংলাদেশী ম্যানেজার এর কাছ থেকে ভাল সহযোগিতা পাইনা বরংচ বিদেশীদের কাছ থেকে ভালো সহযোগিতা পাই। আশাকরি বাংলাদেশী ম্যানেজার ভাই যারা আছেন তারা সবাই বাংলাদেশের সুনামের দিকে খেয়াল রাখবেন এবং আমদের প্রতি সুদৃষ্টি দিবেন। ধন্যবাদ
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Malam90 on August 30, 2020, 05:43:10 PM
সে বাংলাদেশী হয়েও আমি তাকে আমার স্টেকস আপডেট করার জন্য বহু ম্যাসেজ দিছি, টেলিগ্রাম গ্রুপেও ম্যাসেজ দিছি গত এক মাস ধরে কিন্তু কোন রেসপন্স নেই। আজো আমার স্টেকস আপডেট করেনি। তার এই ফোরামের পরিবেশ টা নষ্ট করা ঠিক হয়নি। সে যে অযোগ্য সেটা সে প্রমাণ করেছে। ইতিমধ্যেই নেগেটিভ কারমা খেয়েছে দেখলাম।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Sharpmax on August 31, 2020, 03:30:54 AM
ভালো বাউন্টি ম্যানেজার দেখে বাউন্টি আনা উচিত কারণ সবাই স্পামিং করেন। এ জন্য সঠিক এবং ভালো সাপোর্ট দেখে বাউন্টি ফোরামে নিয়ে আসা উচিত।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Malam90 on August 31, 2020, 08:17:22 AM
ভালো বাউন্টি ম্যানেজার দেখে বাউন্টি আনা উচিত কারণ সবাই স্পামিং করেন। এ জন্য সঠিক এবং ভালো সাপোর্ট দেখে বাউন্টি ফোরামে নিয়ে আসা উচিত।

এখন বাউন্টি ডিটেকটিভ ছাড়া আমি ভালো বাউন্টি ম্যানেজার দেখিনা। ইয়াহু তো সব সময় বাউন্টি আনেনা আবার দুএকটা আনলেও সবাই করতে পারেনা। তাই বাউন্টি ডিটেকটিভের বাউন্টি করতে এখন ভালো লাগে। এছাড়া তার বাউন্টিগুলোর অধিকাংশই পেমেন্ট পাওয়া যায়। আরেকজন আছে bubbalex নামে তার অধিকাংশ বাউন্টিই ভালো। সুতারং এ দুইজনের বাউন্টি এখন চোখ বন্ধ করে করতে পারেন। এছাড়া ভুংচাং বাংলাদেশী দেখলেই না করা ভালো।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Nostoman on August 31, 2020, 12:06:24 PM
ভালো বাউন্টি ম্যানেজার দেখে বাউন্টি আনা উচিত কারণ সবাই স্পামিং করেন। এ জন্য সঠিক এবং ভালো সাপোর্ট দেখে বাউন্টি ফোরামে নিয়ে আসা উচিত।
এখন বাউন্টি ডিটেকটিভ ছাড়া আমি ভালো বাউন্টি ম্যানেজার দেখিনা। ইয়াহু তো সব সময় বাউন্টি আনেনা আবার দুএকটা আনলেও সবাই করতে পারেনা। তাই বাউন্টি ডিটেকটিভের বাউন্টি করতে এখন ভালো লাগে। এছাড়া তার বাউন্টিগুলোর অধিকাংশই পেমেন্ট পাওয়া যায়। আরেকজন আছে bubbalex নামে তার অধিকাংশ বাউন্টিই ভালো। সুতারং এ দুইজনের বাউন্টি এখন চোখ বন্ধ করে করতে পারেন। এছাড়া ভুংচাং বাংলাদেশী দেখলেই না করা ভালো।
হ্যাঁ বর্তমানে আমাদের ফোরামে বাউন্টি detective এবং Bubbalex  ম্যানেজার অনেক ভালো ম্যানেজার। এই দুইজন ম্যানেজারের কারণে ফোরামে activity এর সংখ্যা অনেক বেশি। এই ফোরামে অনেক নতুন নতুন লোক বর্তমানে জয়েন করছে। কারণ এই ফোরামে দুজন ম্যানেজার আছে বলেই হান্টাররা এখানে আসে। আর আমরা কয়েকজন বাংলাদেশের মানুষ এই ফোরামে অনেক সময় দিয়েছি। কিছুদিন আগে দুই একজন ছাড়া কেউ-ই active ছিল না। আমাদের দেশের দুই চারজন একটিভ ছিল।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Token@ on September 01, 2020, 06:27:41 PM
ভালো বাউন্টি ম্যানেজার দেখে বাউন্টি আনা উচিত কারণ সবাই স্পামিং করেন। এ জন্য সঠিক এবং ভালো সাপোর্ট দেখে বাউন্টি ফোরামে নিয়ে আসা উচিত।
এখন বাউন্টি ডিটেকটিভ ছাড়া আমি ভালো বাউন্টি ম্যানেজার দেখিনা। ইয়াহু তো সব সময় বাউন্টি আনেনা আবার দুএকটা আনলেও সবাই করতে পারেনা। তাই বাউন্টি ডিটেকটিভের বাউন্টি করতে এখন ভালো লাগে। এছাড়া তার বাউন্টিগুলোর অধিকাংশই পেমেন্ট পাওয়া যায়। আরেকজন আছে bubbalex নামে তার অধিকাংশ বাউন্টিই ভালো। সুতারং এ দুইজনের বাউন্টি এখন চোখ বন্ধ করে করতে পারেন। এছাড়া ভুংচাং বাংলাদেশী দেখলেই না করা ভালো।
হ্যাঁ বর্তমানে আমাদের ফোরামে বাউন্টি detective এবং Bubbalex  ম্যানেজার অনেক ভালো ম্যানেজার। এই দুইজন ম্যানেজারের কারণে ফোরামে activity এর সংখ্যা অনেক বেশি। এই ফোরামে অনেক নতুন নতুন লোক বর্তমানে জয়েন করছে। কারণ এই ফোরামে দুজন ম্যানেজার আছে বলেই হান্টাররা এখানে আসে। আর আমরা কয়েকজন বাংলাদেশের মানুষ এই ফোরামে অনেক সময় দিয়েছি। কিছুদিন আগে দুই একজন ছাড়া কেউ-ই active ছিল না। আমাদের দেশের দুই চারজন একটিভ ছিল।
ভালো বাউন্টি ম্যানেজার দেখে বাউন্টি আনা উচিত কারণ সবাই স্পামিং করেন। এ জন্য সঠিক এবং ভালো সাপোর্ট দেখে বাউন্টি ফোরামে নিয়ে আসা উচিত।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Rakin343 on September 02, 2020, 06:11:52 AM
একচুয়ালি আমাদের বাংলাদেশের অনেক বাউন্টি ম্যানেজার রয়েছে। এরমধ্যে সবাই কিন্তু খারাপ না। অনেকে ভালো আছে তাদের মন-মানসিকতা অনেকটাই ভালো।আমার এর মধ্যে কিছু বাউন্টি ম্যানেজার রয়েছে যাদের মন-মানসিকতা অনেকটাই খারাপ তারা হয়তো কিছু প্রজেক্ট এর পেমেন্ট দেয় না এজন্য আমাদের বাংলাদেশের ম্যানেজারদের কেউ বিশ্বাস করে না। ফোরাম বেশি লোকের জন্য নষ্ট হয় নাই কিছু খারাপ লোকের জন্য ফরম নষ্ট হয়।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Token@ on September 03, 2020, 06:40:46 AM
ভালো বাউন্টি ম্যানেজার দেখে বাউন্টি আনা উচিত কারণ সবাই স্পামিং করেন। এ জন্য সঠিক এবং ভালো সাপোর্ট দেখে বাউন্টি ফোরামে নিয়ে আসা উচিত।
এখন বাউন্টি ডিটেকটিভ ছাড়া আমি ভালো বাউন্টি ম্যানেজার দেখিনা। ইয়াহু তো সব সময় বাউন্টি আনেনা আবার দুএকটা আনলেও সবাই করতে পারেনা। তাই বাউন্টি ডিটেকটিভের বাউন্টি করতে এখন ভালো লাগে। এছাড়া তার বাউন্টিগুলোর অধিকাংশই পেমেন্ট পাওয়া যায়। আরেকজন আছে bubbalex নামে তার অধিকাংশ বাউন্টিই ভালো। সুতারং এ দুইজনের বাউন্টি এখন চোখ বন্ধ করে করতে পারেন। এছাড়া ভুংচাং বাংলাদেশী দেখলেই না করা ভালো।
হ্যাঁ বর্তমানে আমাদের ফোরামে বাউন্টি detective এবং Bubbalex  ম্যানেজার অনেক ভালো ম্যানেজার। এই দুইজন ম্যানেজারের কারণে ফোরামে activity এর সংখ্যা অনেক বেশি। এই ফোরামে অনেক নতুন নতুন লোক বর্তমানে জয়েন করছে। কারণ এই ফোরামে দুজন ম্যানেজার আছে বলেই হান্টাররা এখানে আসে। আর আমরা কয়েকজন বাংলাদেশের মানুষ এই ফোরামে অনেক সময় দিয়েছি। কিছুদিন আগে দুই একজন ছাড়া কেউ-ই active ছিল না। আমাদের দেশের দুই চারজন একটিভ ছিল।
ভালো বাউন্টি ম্যানেজার দেখে বাউন্টি আনা উচিত কারণ সবাই স্পামিং করেন। এ জন্য সঠিক এবং ভালো সাপোর্ট দেখে বাউন্টি ফোরামে নিয়ে আসা উচিত।
হ্যাঁ বর্তমানে আমাদের ফোরামে বাউন্টি detective এবং Bubbalex  ম্যানেজার অনেক ভালো ম্যানেজার। এই দুইজন ম্যানেজারের কারণে ফোরামে activity এর সংখ্যা অনেক বেশি। এই ফোরামে অনেক নতুন নতুন লোক বর্তমানে জয়েন করছে। কারণ এই ফোরামে দুজন ম্যানেজার আছে বলেই হান্টাররা এখানে আসে। আর আমরা কয়েকজন বাংলাদেশের মানুষ এই ফোরামে অনেক সময় দিয়েছি। কিছুদিন আগে দুই একজন ছাড়া কেউ-ই active ছিল না। আমাদের দেশের দুই চারজন একটিভ ছিল।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: mahid on September 03, 2020, 07:15:38 AM
স্কাম করে সাময়িকের জন্য লাভবান হলেও ভবিষ্যতের জন্য অনেক ক্ষতি হবে। সুনাম একধরনের সম্পদ। তাই যদি কেউ সেটা নস্ট করে ফেলে এর জন্য সে নিজেই দায়ি থাকবে। একবার সুনাম নষ্ট হলে তা আর কোন দিন ফিরে পাওয়া সম্ভব না। কাজেই স্কামিং থেকে বিরত থাকুন।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: JISAN on September 03, 2020, 07:24:16 AM
এটি পোস্ট করে ভালো করেছেন। আল্টকয়েন এ কিছুতেই কোনো প্রকার স্কাম বাউন্টি আনতে দেওয়া যাবে না। এখন বিটকয়েনটকেও সব বাউন্টি চেক করে ডুকানো হচ্ছে। এখানেও নজরদারি করা উচিৎ     
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Nostoman on September 03, 2020, 11:42:04 AM
এটি পোস্ট করে ভালো করেছেন। আল্টকয়েন এ কিছুতেই কোনো প্রকার স্কাম বাউন্টি আনতে দেওয়া যাবে না। এখন বিটকয়েনটকেও সব বাউন্টি চেক করে ডুকানো হচ্ছে। এখানেও নজরদারি করা উচিৎ   
অবশ্যই এখানে স্কাম বাউন্টি আনতে দেওয়া হবে না। কারণ আমাদের এই ফোরাম বর্তমান সময়ে স্কাম প্রজেক্ট মুক্ত রয়েছে। এই ফোরামে কোন জালিয়াতি দলের সদস্য অর্থাৎ বাউন্টি ম্যানেজার জালিয়াতি করবে সেরকম কোন ম্যানেজার বর্তমানে নেই। কিন্তু হঠাৎ করে দুই একজন ঢুকে পড়ছে। এগুলা নজরদারি অবশ্যই করা হবে। ফোরামের উন্নতির লক্ষ্যে স্কাম ম্যানেজারদের এখানে প্রশ্রয় দেওয়া হবেনা।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Magepai on September 11, 2020, 03:47:04 AM
ভালো বাউন্টি ম্যানেজার দেখে বাউন্টি আনা উচিত কারণ সবাই স্পামিং করেন। এ জন্য সঠিক এবং ভালো সাপোর্ট দেখে বাউন্টি ফোরামে নিয়ে আসা উচিত।

এখন বাউন্টি ডিটেকটিভ ছাড়া আমি ভালো বাউন্টি ম্যানেজার দেখিনা। ইয়াহু তো সব সময় বাউন্টি আনেনা আবার দুএকটা আনলেও সবাই করতে পারেনা। তাই বাউন্টি ডিটেকটিভের বাউন্টি করতে এখন ভালো লাগে। এছাড়া তার বাউন্টিগুলোর অধিকাংশই পেমেন্ট পাওয়া যায়। আরেকজন আছে bubbalex নামে তার অধিকাংশ বাউন্টিই ভালো। সুতারং এ দুইজনের বাউন্টি এখন চোখ বন্ধ করে করতে পারেন। এছাড়া ভুংচাং বাংলাদেশী দেখলেই না করা ভালো।

ভাই আমি শুধু bubbalex আর bounty deactive ছাড়া অন্য কোন বাউন্টিতে এড হই না।ভাই আমি আগে অনেকগুলো বাউন্টি করেছিলাম যার কোনটাই সাকসেস হয় নাই। ভাই আসলে বিশেষ করে বাংলাদেশি ম্যানেজাররা অনেকেই স্কামার। এজন্য বাংলাদেশি ম্যানেজারদের আর কোন বাউন্টিতে এড হবো না।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Lutera94 on September 11, 2020, 06:26:50 AM
ভালো বাউন্টি ম্যানেজার দেখে বাউন্টি আনা উচিত কারণ সবাই স্পামিং করেন। এ জন্য সঠিক এবং ভালো সাপোর্ট দেখে বাউন্টি ফোরামে নিয়ে আসা উচিত।

এখন বাউন্টি ডিটেকটিভ ছাড়া আমি ভালো বাউন্টি ম্যানেজার দেখিনা। ইয়াহু তো সব সময় বাউন্টি আনেনা আবার দুএকটা আনলেও সবাই করতে পারেনা। তাই বাউন্টি ডিটেকটিভের বাউন্টি করতে এখন ভালো লাগে। এছাড়া তার বাউন্টিগুলোর অধিকাংশই পেমেন্ট পাওয়া যায়। আরেকজন আছে bubbalex নামে তার অধিকাংশ বাউন্টিই ভালো। সুতারং এ দুইজনের বাউন্টি এখন চোখ বন্ধ করে করতে পারেন। এছাড়া ভুংচাং বাংলাদেশী দেখলেই না করা ভালো।

ভাই আমি শুধু bubbalex আর bounty deactive ছাড়া অন্য কোন বাউন্টিতে এড হই না।ভাই আমি আগে অনেকগুলো বাউন্টি করেছিলাম যার কোনটাই সাকসেস হয় নাই। ভাই আসলে বিশেষ করে বাংলাদেশি ম্যানেজাররা অনেকেই স্কামার। এজন্য বাংলাদেশি ম্যানেজারদের আর কোন বাউন্টিতে এড হবো না।
বাউন্টি ডিটেকটিভ  এর কিছু বাউন্টি স্ক্যাম দেখলাম তার মধ্যে কিং ক্যাসিনো অন্যতম। এখন ক্লিপেক্স বাউন্টি ও ঝামেলা করতেছে। তারা এক সাথে অনেক বাউন্টি চালায় এটা একটা বড় ফ্যাক্টর তবে ম্যানাজার হিসেবে অনেক ভালো। তবে যারা বাংলাদেশী ভাইয়েরা আছেন তাদের কাছে রিকুয়েষ্ট আপনারা বদনামের কারণ হবেন না। আপনাদের কারণে ভালো যারা আছে তারা দাম পায় না।।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Btceth01 on September 11, 2020, 06:20:41 PM
আমাদের বাংলাদেশী যেসকল ভাইয়েরা আছেন তাদের কাছে অনুরোধ লটকন ফোরামে আপনারা বাউন্টি নিয়ে আসেন এলট কয়েন ফোরাম এখন খুব দ্রুত এগিয়ে চলছে। আমরা সকলে মিলে প্রজেক্টে কাজ করব আপনারা বাউন্টি নিয়ে আসেন।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Nostoman on September 11, 2020, 09:33:01 PM
আমাদের বাংলাদেশী যেসকল ভাইয়েরা আছেন তাদের কাছে অনুরোধ লটকন ফোরামে আপনারা বাউন্টি নিয়ে আসেন এলট কয়েন ফোরাম এখন খুব দ্রুত এগিয়ে চলছে। আমরা সকলে মিলে প্রজেক্টে কাজ করব আপনারা বাউন্টি নিয়ে আসেন।
আপনার পোস্টগুলোতে অনেক বানান ভুল রয়েছে। তাই আপনি বানানগুলো ঠিক করুন। এগিয়ে যান, আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Greatwall on September 13, 2020, 04:27:51 AM
আমাদের বাংলাদেশে অনেক ম্যানেজার আছে যারা কোন প্রজেক্ট চালিয়ে তার কোন প্রেমেন্ট দেয় না। আসলে সবাই একই রকম না দু একজনের জন্য ফোরামের অনেক বদনাম হয়।শুধু নিজের স্বার্থের কথা ভাবে এজন্য আমি বাংলাদেশের ম্যানেজারদের বাউন্টি তে এড হই না।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Fawpac2 on September 13, 2020, 08:49:20 AM
হ্যাঁ বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার রয়েছে এদের মধ্যে কিছু ভালো এবং কিছু খারাপ। হয়তো কিছু খারাপের জন্য সমস্ত বাঙ্গালির উপর খারাপের আবরণ পড়ে। তাই আমরা যারা বাঙালি আমরা যারা ম্যানেজার পোস্টে কাজ করি তারা সবসময় ফোরামের সৎ থাকা চিন্তাভাবনা করব। সবার পাওনা সঠিক ভাবে বুঝিয়ে দিব।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Btceth01 on September 13, 2020, 06:56:19 PM
বিটকয়েন সাইটে অনেক বাংলাদেশী ম্যানেজার রয়েছে। কিছু ম্যানেজার আছেযারা পেমেন্ট করে না তারা প্রজেক্ট মেরে দেয় আবার অনেক আছে ভালো তারা প্রেমেন্ট করে। অল্পকিছু ম্যানেজার এর জন্য বাংলাদেশি ম্যানেজারের দুর্নাম হয়। আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশি ম্যানেজারের কাছে অনুরোধ রইল যে আপনারা পেমেন্ট করবেন অল্প কিছু লোকের জন্য সবার দুর্নাম হয়।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Btceth01 on September 15, 2020, 04:54:54 AM
ব্যাপারটা অত্যন্ত দু:খজনক। ২০১৭ সালে যখন আমি ফোরামে আসি তখন বাংলাদেশী ম্যানেজার দেখতাম না। পরে আস্তে আস্তে বাংলাদেশী ম্যানেজার ফোরামে দেখতে পাই; এদের দেখে খুব খুশি হয়েছিলাম যে এরা ক্রিপ্টো জগতে বাংলাদেশীদের একটা ভালো ভাবমূর্তি দাড়া করাবে। কিন্তু বাস্তবে সবাই না, কিছু কিছু বাংলাদেশী ম্যানেজার এর কুকৃর্তির কারণে আমরা ফোরামে অবহেলিত হচ্ছি, সমালোচিত হচ্ছি। আমরা যারা বাউন্টি হান্টার আছি তারাও অনেক বাংলাদেশী ম্যানেজার এর কাছ থেকে ভাল সহযোগিতা পাইনা বরংচ বিদেশীদের কাছ থেকে ভালো সহযোগিতা পাই। আশাকরি বাংলাদেশী ম্যানেজার ভাই যারা আছেন তারা সবাই বাংলাদেশের সুনামের দিকে খেয়াল রাখবেন এবং আমদের প্রতি সুদৃষ্টি দিবেন। ধন্যবাদ

হ্যাঁ ভাই আপনার সাথে আমি একমত কারণ বাঙালিরা শুধু নিজের স্বার্থ বোঝে কিছু কিছু বাঙালি আছে। এবং তাদের জন্য অন্য ম্যানেজারের দুর্নাম হয়।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Bony11 on September 15, 2020, 11:30:01 AM
আমাদের বাংলাদেশের সব বাউন্টি ম্যানেজার যে খারাপ আসলে তা নয়।কিছু অসাধু বাংলাদেশী বাউন্টি ম্যানেজার আছে। যাদের অসৎ কাজের জন্য আজ ফোরামে এই অবস্থা। তাদের এই অসৎ কার্যর্কমে  জন্য আজ আমাদের বাংলাদেশী ম্যানেজাদের প্রতি কেও বিশ্বাস পায় না।তবে এখন বাংলাদেশে ডিটেকটিভ ও bubblex  দু-টা বাউন্টি ম্যানেজার ভালো আছে।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Monstar Shawon on September 15, 2020, 05:55:07 PM
হ্যা ভাই আমাদের বাংলাদেশ এর   মানুষ ও অনেক বাউন্টি ম্যানেজার আছে যারা টাকা টাকেই বড় করে দেখেন। কিছু কিছু বাংলাদেশী ম্যানেজার এর কুকৃর্তির কারণে আমরা ফোরামে অবহেলিত হচ্ছি, সমালোচিত হচ্ছি। আমরা যারা বাউন্টি হান্টার আছি তারাও অনেক বাংলাদেশী ম্যানেজার এর কাছ থেকে ভাল সহযোগিতা পাইনা। এই সব বাউন্টি ম্যানেজারদের ব্যান করে দেওয়া উচিত ফরম থেকে 
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Papusha20 on October 02, 2020, 04:18:39 PM
আমাদের বাংলাদেশ অনেক ম্যানেজার রয়েছে তারা শুধু নিজের স্বার্থ বোঝে তারা পেমেন্ট দেয় না প্রজেক্ট মেরে দেন অথবা ঘোষণা করে বাদ দিয়ে দেয় এ ধরনের কাজ করে থাকে যার ফলে প্রজেক্ট সাকসেস হয় ঠিকই কিন্তু পেমেন্ট পাই না।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Rubel007 on October 23, 2020, 07:23:28 AM
এই সব ম্যানেজারের প্রয়োজন নেই। যারা কিনা অন্যের টাকা মেরে নিজের লাভ খোজে। আর যেহেতু তিনি একজন স্ক্যামার তার এই ফোরাম কেন কোন ফোরামে থাকার তার কোন অধিকার নেই।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: mahid on October 23, 2020, 06:57:27 PM
 বাংলাদেশী ম্যানেজার থাকলে কি হবে। তারা তো আগে বাংলাদেশিদের টাকা আগে মেরে খাবে। এই সব লোকের কারনে আজ কে ফোরামের এই অবস্থা। তথা বিশ্বব্যাপি একটি নেগেটিভ ইমপ্যাক্ট তৈরী করেছে।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Blue_sea on October 23, 2020, 08:55:32 PM
বাংলাদেশী ম্যানেজার থাকলে কি হবে। তারা তো আগে বাংলাদেশিদের টাকা আগে মেরে খাবে। এই সব লোকের কারনে আজ কে ফোরামের এই অবস্থা। তথা বিশ্বব্যাপি একটি নেগেটিভ ইমপ্যাক্ট তৈরী করেছে।
ভাই আমি আপনার কথার সাথে একমত জানাচ্ছি।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Ak600 on October 24, 2020, 04:23:45 PM
বাংলাদেশের ম্যানেজররা যে স্ক্যাম প্রোজেক্ট চালায় এর মধ্যে কি ম্যানেজার এর কোন benefit আছে??আর ভাই আমি মনে করি ওই সকল ম্যানেজার দের ফোরাম থেকে বাদ দেওয়া হোক।কারন bitcointalk কিছু কিছু বাংলাদেশের স্ক্যামার ম্যানেজারের কারনে bitcointalk ফোরাম এখন ধংসের দিকে।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Casual on October 25, 2020, 02:45:18 AM
বাংলাদেশ ইতিমধ্যে অনেক ম্যানেজার রয়েছে। সব মেরাজের দেরি মন-মানসিকতা এক না। কিছু ম্যানেজার আছে যারা স্ক্যাম প্রজেক্ট চালায়। এবং সেই প্রজেক্ট গুলি সাকসেস হয় না। আমাদের বাংলাদেশি হয়েও যে এরকম করে সেটা সত্যিই অনেক কষ্টের। এই বেশ কিছু স্ক্যাম ম্যানেজারদের কারণে বাউন্টি আজ এই অবস্থা।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Casual on October 25, 2020, 02:47:25 AM
একচুয়ালি আমাদের বাংলাদেশের অনেক বাউন্টি ম্যানেজার রয়েছে। এরমধ্যে সবাই কিন্তু খারাপ না। অনেকে ভালো আছে তাদের মন-মানসিকতা অনেকটাই ভালো।আমার এর মধ্যে কিছু বাউন্টি ম্যানেজার রয়েছে যাদের মন-মানসিকতা অনেকটাই খারাপ তারা হয়তো কিছু প্রজেক্ট এর পেমেন্ট দেয় না এজন্য আমাদের বাংলাদেশের ম্যানেজারদের কেউ বিশ্বাস করে না। ফোরাম বেশি লোকের জন্য নষ্ট হয় নাই কিছু খারাপ লোকের জন্য ফরম নষ্ট হয়।

ভাই আপনার সাথে আমি একমত। সকল ম্যানেজারি কিন্তু আসলে খারাপ নয়।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: mahid on October 25, 2020, 03:32:18 AM
এদের নিয়ে আর বলেতে ভাল লাগেনা এরা ফোরাম নস্ট কারী এবং এর সব সময় নিজ স্বার্থ কে দেখে সেটা অন্যের ক্ষতি সাধন করে হলেও তাই করে। কাজেই আমি মনে করি। এই লোক গুলো কে চিহ্নিত করে এদের ফোরাম থেকে বাদ দিয়ে দিতে হবে।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Zero0 on October 25, 2020, 01:30:22 PM
দুঃখের বিষয় হলো @The crypto আমাদের বাংলাদেশে ম্যানেজার. এই ফোরামে scam প্রচারণা চালিয়েছে। এতদিন ফোরাম ভাল ছিল কিন্তু ২০২০ সালে আবার scam এর সূচনা করলো। সে আমাদের বাংলাদেশের ম্যানেজার। কিছু ম্যানেজার টাকার পিছনে ছুটে চলে। reputation নিয়ে চিন্তা করে না।
বাংলা সেকশনে পোস্ট লিংক:
https://www.altcoinstalks.com/index.php?topic=146623.msg865984#msg865984
https://www.altcoinstalks.com/index.php?topic=144976.msg865970#msg865970
https://www.altcoinstalks.com/index.php?topic=138464.msg865968#msg865968

Bounty link:
1.https://www.altcoinstalks.com/index.php?topic=156957.msg865985#msg865985
2.https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg874708#msg874708

bounty সেকশনে স্কাম বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg916677#msg916677

আমাদের সাথে এরকম জালিয়াতি? মেনে নেওয়া যায় না। আপনি এই বিষয়ে কি মনে করেন?
এটা শুনে খুব কষ্ট পেলাম আমাদের বাংলাদেশি ম্যানেজার আমাদের সাথে এভাবে জালিয়াতি করবে এটা মেনে নেয়া যায়না এভাবে চলতে থাকলে এলাট কয়েন এ বাউন্টির উপর আমাদের আস্তা হারিয়ে যাবে। এর যদি কোনো পদক্ষেপ থাকে তাহলে আমাদের সিনিয়র ভাইদের সেটা করা উচিত। 
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Rubel007 on October 25, 2020, 01:50:53 PM
আমাদের বাংলাদেশ অনেক বাউন্টি ম্যানেজার আছে এদের ভিতর সবার মন মানসিকতার কথা বলতে পারছিনা তবে বাউন্টি ডিটেকটিভ সহ আরো বেশ কয়েক জন ভালো মানুষ অল্টাকয়েন ফোরামে কাজ করছে । তাদের জন্য শুভকামনা রইল
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Triedboy on November 19, 2020, 04:09:18 AM
আমাদের বাংলাদেশ অনেক বাউন্টি ম্যানেজার আছে এদের ভিতর সবার মন মানসিকতার কথা বলতে পারছিনা তবে বাউন্টি ডিটেকটিভ সহ আরো বেশ কয়েক জন ভালো মানুষ অল্টাকয়েন ফোরামে কাজ করছে । তাদের জন্য শুভকামনা রইল

হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন বাউন্টি ডিএক্টিভ এর ম্যানেজার অনেক সৎ এবং নিষ্ঠাবান। তার প্রায় সব ক্যাম্পেইনে সাকসেস হচ্ছে। আমরা চাই তিনি আরো ভালো ভালো প্রজেক্ট এবং আমাদের এই ফোরামটা এগিয়ে যাক।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Heron on November 19, 2020, 04:23:57 AM
বাংলাদেশের ম্যানেজররা যে স্ক্যাম প্রোজেক্ট চালায় এর মধ্যে কি ম্যানেজার এর কোন benefit আছে??আর ভাই আমি মনে করি ওই সকল ম্যানেজার দের ফোরাম থেকে বাদ দেওয়া হোক।কারন bitcointalk কিছু কিছু বাংলাদেশের স্ক্যামার ম্যানেজারের কারনে bitcointalk ফোরাম এখন ধংসের দিকে।যার কারনে অনেকেই এখন বাউন্টি করে না।
ভাই আমি আপনার সাথে একমত। আপনি ঠিক বলেছেন যে সকল বাংলাদেশী ম্যানেজাররা স্ক্যাম প্রজেক্ট চালায় তাদেরকে ফোরাম থেকে বাদ দেয়া দেয়া হোক। তাদের জন্য ফোরামের জনপ্রিয়তা নষ্ট করা ঠিক হবে না।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Mrkadir85 on November 19, 2020, 04:31:26 AM
আমি মনে করি কিছু টাকার লোভে নিজের সম্মান বিসর্জন দিয়ে ইসলাম প্রজেক্ট না চালানো ভালো দুঃখের বিষয় আমাদের বাংলাদেশের কিছু ম্যানেজার রয়েছে যারা স্কামের  সাথে জড়িত। তবে এ বিষয়ে ম্যানেজারদের ঢালাও ভাবে দোষারোপ করা যাবে না কারণ এর সাথে প্রজেক্ট এর মালিক ও পুরোপুরি ভাবে জড়িত।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: saidul2105 on November 19, 2020, 01:55:43 PM
দুঃখের বিষয় হলো @The crypto আমাদের বাংলাদেশে ম্যানেজার. এই ফোরামে scam প্রচারণা চালিয়েছে। এতদিন ফোরাম ভাল ছিল কিন্তু ২০২০ সালে আবার scam এর সূচনা করলো। সে আমাদের বাংলাদেশের ম্যানেজার। কিছু ম্যানেজার টাকার পিছনে ছুটে চলে। reputation নিয়ে চিন্তা করে না।
বাংলা সেকশনে পোস্ট লিংক:
https://www.altcoinstalks.com/index.php?topic=146623.msg865984#msg865984
https://www.altcoinstalks.com/index.php?topic=144976.msg865970#msg865970
https://www.altcoinstalks.com/index.php?topic=138464.msg865968#msg865968

Bounty link:
1.https://www.altcoinstalks.com/index.php?topic=156957.msg865985#msg865985
2.https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg874708#msg874708

bounty সেকশনে স্কাম বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg916677#msg916677

আমাদের সাথে এরকম জালিয়াতি? মেনে নেওয়া যায় না। আপনি এই বিষয়ে কি মনে করেন?
ভাই অল্প কিছু বাজে ম্যানেজারের জন্যে আমাদের বাংলাদেশের সকল ম্যানেজারের-ই রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে।  তাদের কুকর্মের   জন্যে সকল কে  অসুবিধায় পরতে হয়। 
ভাই আমাদের এলোটকয়েন ফোরামে এখনো কোন  স্ক্যামার  সেরকম ভাবে স্থান দখল করে নিতে পারেনি।
ভবিষ্যতেও যেনো  কোন স্ক্যামার অনুপ্রবেশ করতে না পারে সে দিকেও নজরদারি অব্যাহত রাখা টা অবশ্যই খুব-ই   জরুরী।                           
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: warhero on November 19, 2020, 04:22:04 PM
আমাদের মতন যারা নতুন তাদের সাথে যদি এরকম জালিয়াতি করে তাহলে তো আমাদের মন নষ্ট হয়ে যাবেl আমরা কিভাবে কাজ করব l
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Kangaro45 on November 19, 2020, 04:24:38 PM
চুরি বা কারো টাকা মেরে দেওয়া খুবই লজ্জাজনক কাজ। তবুও অনেকে এসব কাজের সাথে জড়িয়ে পড়ে।আমাদের বাংলাদেশের অনেক ম্যানেজার অনেক ক্যাম্পেইন চালিয়ে থাকে ।তার বেশিরভাগ প্রজেক্ট স্কামিং করে তবে এর সাথে প্রজেক্ট এর মালিক সম অপরাধী । কারণ কোন ম্যানেজারের পারেনা মালিকের সমর্থন ছাড়া অপরাধ সংগঠিত করতে।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Chita76 on November 19, 2020, 05:37:53 PM
বাংলাদেশে যে সকল বাউন্টি ম্যানেজার আছে তারা বাউন্টি চালিয়ে যায় কিন্তু স্পাম বেশি হয় আবার যদিও সাকসেস হয় পেমেন্ট করে না যার কারণে বাংলাদেশি ম্যানেজার আমরা বিশ্বাস একটু কমই করে থাকি।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Cz Rock on December 20, 2020, 07:39:11 AM
দুঃখের বিষয় হলো @The crypto আমাদের বাংলাদেশে ম্যানেজার. এই ফোরামে scam প্রচারণা চালিয়েছে। এতদিন ফোরাম ভাল ছিল কিন্তু ২০২০ সালে আবার scam এর সূচনা করলো। সে আমাদের বাংলাদেশের ম্যানেজার। কিছু ম্যানেজার টাকার পিছনে ছুটে চলে। reputation নিয়ে চিন্তা করে না।
বাংলা সেকশনে পোস্ট লিংক:
https://www.altcoinstalks.com/index.php?topic=146623.msg865984#msg865984
https://www.altcoinstalks.com/index.php?topic=144976.msg865970#msg865970
https://www.altcoinstalks.com/index.php?topic=138464.msg865968#msg865968

Bounty link:
1.https://www.altcoinstalks.com/index.php?topic=156957.msg865985#msg865985
2.https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg874708#msg874708

bounty সেকশনে স্কাম বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg916677#msg916677

আমাদের সাথে এরকম জালিয়াতি? মেনে নেওয়া যায় না। আপনি এই বিষয়ে কি মনে করেন?
ভাই অল্প কিছু বাজে ম্যানেজারের জন্যে আমাদের বাংলাদেশের সকল ম্যানেজারের-ই রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে।  তাদের কুকর্মের   জন্যে সকল কে  অসুবিধায় পরতে হয়। 
ভাই আমাদের এলোটকয়েন ফোরামে এখনো কোন  স্ক্যামার  সেরকম ভাবে স্থান দখল করে নিতে পারেনি।
ভবিষ্যতেও যেনো  কোন স্ক্যামার অনুপ্রবেশ করতে না পারে সে দিকেও নজরদারি অব্যাহত রাখা টা অবশ্যই খুব-ই   জরুরী।                           
বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে। বাউন্টি একটি দীর্ঘসময়ের প্রজেক্ট হলেও এর সফলতা অনেক বেশি। আপনার পোস্ট থেকে অনেক বাউন্টি ম্যানেজারের লিংক পাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Irfan12@ on December 20, 2020, 09:37:25 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমাদের বাংলাদেশ অনেক ভাই বাউন্টি ম্যানেজার আছেন কিন্তু তারা টাকার জন্য অনেক প্রতারণা করে থাকেন যেমন আপনি বলেছেন @The crypto তিনি একজন বাংলাদেশ বাউন্টি ম্যানেজার হয়েও আমাদের এই ফোরামে স্ক্যাম বাউন্টি চালিয়েছেন শুধু টাকার জন্য সত্যি বলতে কি এই রকম বিষয় মেনে নেওয়া যায় না এরকম বাউন্টি ম্যানেজাররা রেপুটেশন নিয়ে ভাবেন না যদি ভাবতেন তাহলে অবশ্যই এ রকম প্রতারণা করতেন না
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: bmw1 on December 20, 2020, 09:43:36 AM
আমাদের বাংলাদেশ অনেক বান্টি ম্যানেজার আছে কিন্তু সেবাটি ম্যানেজাররা টাকার জন্য অনেক প্রতারণা করে।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Bony11 on December 20, 2020, 10:01:46 AM
সত্যি ভাই এটা অনেক দুঃখজনক একটি ঘটনা ।যারা শুধুমাত্র তাদের নিজের স্বার্থের জন্য কাজ করে অন্যকে নিয়ে কোনো চিন্তা করে না ।এইসব ম্যানেজারের কারণে আজ বাউন্টি সেকশনের এই অবস্থা। তারা শুধু নিজেরা লাভবান হতে চায় অন্যের জন্য তাদের বিন্দুমাত্র কোন চিন্তা নেই ।তারা নিজের স্বার্থের জন্য ফোরামে স্কাম বাউন্টি চালায়। এইসব ম্যানেজারদের ফোরামে থেকে বাদ দেওয়া উচিত।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Bony11 on December 20, 2020, 10:29:21 AM
এটি পোস্ট করে ভালো করেছেন। আল্টকয়েন এ কিছুতেই কোনো প্রকার স্কাম বাউন্টি আনতে দেওয়া যাবে না। এখন বিটকয়েনটকেও সব বাউন্টি চেক করে ডুকানো হচ্ছে। এখানেও নজরদারি করা উচিৎ   
অবশ্যই এখানে স্কাম বাউন্টি আনতে দেওয়া হবে না। কারণ আমাদের এই ফোরাম বর্তমান সময়ে স্কাম প্রজেক্ট মুক্ত রয়েছে। এই ফোরামে কোন জালিয়াতি দলের সদস্য অর্থাৎ বাউন্টি ম্যানেজার জালিয়াতি করবে সেরকম কোন ম্যানেজার বর্তমানে নেই। কিন্তু হঠাৎ করে দুই একজন ঢুকে পড়ছে। এগুলা নজরদারি অবশ্যই করা হবে। ফোরামের উন্নতির লক্ষ্যে স্কাম ম্যানেজারদের এখানে প্রশ্রয় দেওয়া হবেনা।
হ্যাঁ ভাই এ ধরনের নজরদারি থাকলে ফোরামের সকল সদস্যদের জন্য ভালো হবে ।এতে করে ফোরামে স্কাম ম্যানেজারদের জায়গা পাবেনা । আমি মডারেটর ভাইয়ের কাছে বলব এধরনের ম্যানেজার যেন ফোরামে না ঢুকতে পারে  এর জন্য আপনার সুদৃষ্টি আশা করি।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Niloy on December 20, 2020, 12:57:19 PM
দুঃখের বিষয় হলো @The crypto আমাদের বাংলাদেশে ম্যানেজার. এই ফোরামে scam প্রচারণা চালিয়েছে। এতদিন ফোরাম ভাল ছিল কিন্তু ২০২০ সালে আবার scam এর সূচনা করলো। সে আমাদের বাংলাদেশের ম্যানেজার। কিছু ম্যানেজার টাকার পিছনে ছুটে চলে। reputation নিয়ে চিন্তা করে না।
বাংলা সেকশনে পোস্ট লিংক:
https://www.altcoinstalks.com/index.php?topic=146623.msg865984#msg865984
https://www.altcoinstalks.com/index.php?topic=144976.msg865970#msg865970
https://www.altcoinstalks.com/index.php?topic=138464.msg865968#msg865968

Bounty link:
1.https://www.altcoinstalks.com/index.php?topic=156957.msg865985#msg865985
2.https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg874708#msg874708

bounty সেকশনে স্কাম বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg916677#msg916677

আমাদের সাথে এরকম জালিয়াতি? মেনে নেওয়া যায় না। আপনি এই বিষয়ে কি মনে করেন?
সত্যি ভাই এ ধরনের বাংলাদেশি ম্যানেজারদের কারনে আমাদের বাংলাদেশীদের এই অবস্থা ।এ ধরনের ম্যানেজাররা তারা শুধু তাদের নিজের স্বার্থকে বড় করে দেখে  তারা স্কাম বাউন্টি চালায় এতে শুধু তারা নিজেরা লাভবান হয় । এথেকে অন্যরা কোন প্রফিট পায়না।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Damrai5$ on December 20, 2020, 09:45:20 PM
এটি পোস্ট করে ভালো করেছেন। আল্টকয়েন এ কিছুতেই কোনো প্রকার স্কাম বাউন্টি আনতে দেওয়া যাবে না। এখন বিটকয়েনটকেও সব বাউন্টি চেক করে ডুকানো হচ্ছে। এখানেও নজরদারি করা উচিৎ   
অবশ্যই এখানে স্কাম বাউন্টি আনতে দেওয়া হবে না। কারণ আমাদের এই ফোরাম বর্তমান সময়ে স্কাম প্রজেক্ট মুক্ত রয়েছে। এই ফোরামে কোন জালিয়াতি দলের সদস্য অর্থাৎ বাউন্টি ম্যানেজার জালিয়াতি করবে সেরকম কোন ম্যানেজার বর্তমানে নেই। কিন্তু হঠাৎ করে দুই একজন ঢুকে পড়ছে। এগুলা নজরদারি অবশ্যই করা হবে। ফোরামের উন্নতির লক্ষ্যে স্কাম ম্যানেজারদের এখানে প্রশ্রয় দেওয়া হবেনা।
হ্যাঁ ভাই এ ধরনের নজরদারি থাকলে ফোরামের সকল সদস্যদের জন্য ভালো হবে ।এতে করে ফোরামে স্কাম ম্যানেজারদের জায়গা পাবেনা । আমি মডারেটর ভাইয়ের কাছে বলব এধরনের ম্যানেজার যেন ফোরামে না ঢুকতে পারে  এর জন্য আপনার সুদৃষ্টি আশা করি।
আপনি আসলে ভালো করে লক্ষ্য করে দেখেননি আমাদের বাংলাদেশে যারা ম্যানেজার রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেক ভালো ম্যানেজার রয়েছে। কিন্তু আসলে আমরা জানি না যে এই ম্যানেজার বাংলাদেশি জানলে আর এরকমটা বলা হতো না।তাদের কিন্তু অনেক সুনাম রয়েছে যারা বাংলাদেশি ম্যানেজার রয়েছে তাদের প্রায় প্রজেক্টগুলো সাকসেস হচ্ছে।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Markuri33 on December 20, 2020, 11:21:38 PM
যখন মার্কেটের প্রজেকশন খারাপ থাকে তখন দেখা যায় প্রায় প্রজেক্টগুলো স্কাম থাকে। আসলে সব বাউন্টি ম্যানেজার চায় তার রেপুটেশন ভালো রাখার কিন্তু প্রজেক্ট এর ক্রিম যদি বেইমানি না করে তাহলে কিন্তু অবশ্যই সেই প্রজেক্টর সাকসেস হয়। তাই আসলে মূলত শব্দটি ম্যানেজারকে দিলে চলে না।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Markuri33 on December 20, 2020, 11:24:20 PM
এটি পোস্ট করে ভালো করেছেন। আল্টকয়েন এ কিছুতেই কোনো প্রকার স্কাম বাউন্টি আনতে দেওয়া যাবে না। এখন বিটকয়েনটকেও সব বাউন্টি চেক করে ডুকানো হচ্ছে। এখানেও নজরদারি করা উচিৎ   
অবশ্যই এখানে স্কাম বাউন্টি আনতে দেওয়া হবে না। কারণ আমাদের এই ফোরাম বর্তমান সময়ে স্কাম প্রজেক্ট মুক্ত রয়েছে। এই ফোরামে কোন জালিয়াতি দলের সদস্য অর্থাৎ বাউন্টি ম্যানেজার জালিয়াতি করবে সেরকম কোন ম্যানেজার বর্তমানে নেই। কিন্তু হঠাৎ করে দুই একজন ঢুকে পড়ছে। এগুলা নজরদারি অবশ্যই করা হবে। ফোরামের উন্নতির লক্ষ্যে স্কাম ম্যানেজারদের এখানে প্রশ্রয় দেওয়া হবেনা।
হ্যাঁ ভাই এ ধরনের নজরদারি থাকলে ফোরামের সকল সদস্যদের জন্য ভালো হবে ।এতে করে ফোরামে স্কাম ম্যানেজারদের জায়গা পাবেনা । আমি মডারেটর ভাইয়ের কাছে বলব এধরনের ম্যানেজার যেন ফোরামে না ঢুকতে পারে  এর জন্য আপনার সুদৃষ্টি আশা করি।
আসলে আপনি ভালভাবে দেখুন যারা প্রজেক্ট চালায় আর যারা বাউন্টি ম্যানেজার তাদের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। কোন প্রজেক্ট এর ক্রিম যেকোনো একটা ম্যানেজার এর উপর দায়িত্ব দিয়ে দেয়।প্রত্যেকটা ম্যানাজার আসলে চায় তার মান সম্মান বজায় রাখতে কিন্তু সেই প্রজেক্ট চলার পর যদি স্কাম হয় তাহলে তার কিন্তু রেপুটেশন নষ্ট হয়।পরবর্তীতে তাকে আর কেউ বিশ্বাস করে না কিন্তু এটা যে সম্পূর্ণ  টিমের সেটা কিন্তু কেউ জানেনা।তারপরে আসলে একটু বাউন্টি ম্যানেজারদের সতর্ক হওয়া প্রয়োজন যে আমি যে প্রজেক্ট আনছি সেগুলো যদি সাকসেস না হয় তাহলে তো পরবর্তীতে আমাকে আর কেউ বিশ্বাস করবে না। কিছুটা দোষ বাউন্টি ম্যানেজারদের রয়েছে।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Jaya60 on December 21, 2020, 01:15:29 AM
আমাদের বাংলা দেশে অনেক বাউন্টি ম্যানেজার রয়েছে। তাদের মধ্যে অনেকেই ভালোবাউন্টি ক্যাম্পিয়ান নিয়ে আসতেছে সেগুলো থেকে যে কিছু পাওয়া যাবে সেটা ধারণা করা যায়।আমার জানামতে এদের মধ্যে কিছু ম্যানেজার রয়েছে যারা নিজের স্বার্থের কথা সবসময় চিন্তা করে অনেক সময় বুঝতে পারে এগুলো স্কাম বাউন্টি তার পরেও দেখা যায় বাউন্টি চালিয়ে যাচ্ছে। তারা ভাবে নিজের লাভ হলে তাই হলো অন্যের লাভের কথা তারা কখনোই চিন্তা করে না। এরকম ম্যানেজারও কিন্তু দু-একটা রয়েছে বাংলাদেশের।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Jaya60 on December 21, 2020, 01:18:10 AM
ভালো বাউন্টি ম্যানেজার দেখে বাউন্টি আনা উচিত কারণ সবাই স্পামিং করেন। এ জন্য সঠিক এবং ভালো সাপোর্ট দেখে বাউন্টি ফোরামে নিয়ে আসা উচিত।

এখন বাউন্টি ডিটেকটিভ ছাড়া আমি ভালো বাউন্টি ম্যানেজার দেখিনা। ইয়াহু তো সব সময় বাউন্টি আনেনা আবার দুএকটা আনলেও সবাই করতে পারেনা। তাই বাউন্টি ডিটেকটিভের বাউন্টি করতে এখন ভালো লাগে। এছাড়া তার বাউন্টিগুলোর অধিকাংশই পেমেন্ট পাওয়া যায়। আরেকজন আছে bubbalex নামে তার অধিকাংশ বাউন্টিই ভালো। সুতারং এ দুইজনের বাউন্টি এখন চোখ বন্ধ করে করতে পারেন। এছাড়া ভুংচাং বাংলাদেশী দেখলেই না করা ভালো।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আসলে আমরা সবাই বাউন্টি ডিএক্টিভ এর ম্যানেজারের বাউন্টি দেখলে সাথে সাথে এড হয়ে যায়। ভাউল্টি আসার সাথে সাথে দেখা যায় পার্টিসিপেট অতি তাড়াতাড়ি জয়েন করে ফেলে। ভাই বর্তমানে কিন্তু bubbalex বাউন্টি নিয়ে এসেছে আসার সাথে সাথে এরকম ভাবে পার্টিসিপেট অংশগ্রহণ করতে শুরু করেছে দেখা গিয়েছে অনেকেই অংশগ্রহণ করতে পারে নাই। বর্তমান সময়ে যেহেতু এরকম ভালো ম্যানেজার আসতে শুরু করেছে অবশ্যই সামনে আরো আসবে।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Cz Rock on December 21, 2020, 02:10:29 AM
এটি পোস্ট করে ভালো করেছেন। আল্টকয়েন এ কিছুতেই কোনো প্রকার স্কাম বাউন্টি আনতে দেওয়া যাবে না। এখন বিটকয়েনটকেও সব বাউন্টি চেক করে ডুকানো হচ্ছে। এখানেও নজরদারি করা উচিৎ   
অবশ্যই এখানে স্কাম বাউন্টি আনতে দেওয়া হবে না। কারণ আমাদের এই ফোরাম বর্তমান সময়ে স্কাম প্রজেক্ট মুক্ত রয়েছে। এই ফোরামে কোন জালিয়াতি দলের সদস্য অর্থাৎ বাউন্টি ম্যানেজার জালিয়াতি করবে সেরকম কোন ম্যানেজার বর্তমানে নেই। কিন্তু হঠাৎ করে দুই একজন ঢুকে পড়ছে। এগুলা নজরদারি অবশ্যই করা হবে। ফোরামের উন্নতির লক্ষ্যে স্কাম ম্যানেজারদের এখানে প্রশ্রয় দেওয়া হবেনা।
হ্যাঁ ভাই এ ধরনের নজরদারি থাকলে ফোরামের সকল সদস্যদের জন্য ভালো হবে ।এতে করে ফোরামে স্কাম ম্যানেজারদের জায়গা পাবেনা । আমি মডারেটর ভাইয়ের কাছে বলব এধরনের ম্যানেজার যেন ফোরামে না ঢুকতে পারে  এর জন্য আপনার সুদৃষ্টি আশা করি।
আপনি আসলে ভালো করে লক্ষ্য করে দেখেননি আমাদের বাংলাদেশে যারা ম্যানেজার রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেক ভালো ম্যানেজার রয়েছে। কিন্তু আসলে আমরা জানি না যে এই ম্যানেজার বাংলাদেশি জানলে আর এরকমটা বলা হতো না।তাদের কিন্তু অনেক সুনাম রয়েছে যারা বাংলাদেশি ম্যানেজার রয়েছে তাদের প্রায় প্রজেক্টগুলো সাকসেস হচ্ছে।
ধন্যবাদ ভাইয়া এই বলে যে সুন্দর পোষ্ট করার জন্য এইসব পোস্ট দেখে আমরা অনুপ্রাণিত হই কাজ করার জন্য। বাংলাদেশের অনেক বাউন্টি ম্যানেজার আছে সেই সব ম্যানেজার বাংলাদেশি প্রজেক্ট গুলো দেখাশোনা করে। বাংলাদেশ থেকে যেসব বাউন্টিতে কাজ করা হবে সেই সব প্রজেক্টগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Tamsialu$$ on January 14, 2021, 12:37:47 AM
ভাই বর্তমানে কি আর বলব আমাদের বাংলাদেশের বেশকিছু ম্যানেজার রয়েছে যারা কিছুদিন বাউন্টি ক্যাম্পিয়ান নিয়ে আসে এবং কিছুদিন চলার পরে শুনি সেগুলো স্কাম হচ্ছে। তাই আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা কিছু ভালো বাউন্টি ক্যাম্পিয়ান আনার চেষ্টা করুন যাতে করে আপনাদের রিপোর্টে শোনাও ভালো থাকে এবং সেই সাথে সাথে সবাই কিছু কিছু প্রেমেন্ট পেতে পারে।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Tamsialu$$ on January 14, 2021, 12:39:59 AM
বাংলাদেশে যে সকল বাউন্টি ম্যানেজার আছে তারা বাউন্টি চালিয়ে যায় কিন্তু স্পাম বেশি হয় আবার যদিও সাকসেস হয় পেমেন্ট করে না যার কারণে বাংলাদেশি ম্যানেজার আমরা বিশ্বাস একটু কমই করে থাকি।
আসলে ভাই আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব আমাদের বাংলাদেশ বেশিরভাগ বাউন্টি ম্যানেজার প্রজেক্ট স্কাম করে।কিন্তু সকল ম্যানেজার এরকম নয় বেশ কিছু ম্যানেজার রয়েছে তারা কিন্তু আবার অনেক ভালো ভালো বান্টি ক্যাম্পে নিয়ে আসে।আবার আমি একটা বিষয় বিশ্লেষণ করে পেয়েছি বাউন্টি ইনকাম করার পেছনে বাউন্টি ম্যানেজারের কোন হাত থাকে না এটা সম্পূর্ণ হাত থাকে যে প্রজেক্ট আনবে সেই টিমের।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Mahindra on January 14, 2021, 09:21:32 AM
বাংলাদেশের ম্যানেজররা যে স্ক্যাম প্রোজেক্ট চালায় এর মধ্যে কি ম্যানেজার এর কোন benefit আছে??আর ভাই আমি মনে করি ওই সকল ম্যানেজার দের ফোরাম থেকে বাদ দেওয়া হোক।কারন bitcointalk কিছু কিছু বাংলাদেশের স্ক্যামার ম্যানেজারের কারনে bitcointalk ফোরাম এখন ধংসের দিকে।যার কারনে অনেকেই এখন বাউন্টি করে না।
আপনি সঠিক কথা বলেছেন ভাই বাংলাদেশের ম্যানেজাররা সকলেই স্কামিং প্রজেক্টগুলো চালায় তারা শুধু এই ফর্মে নয় bitcointalk ফ্রম এগিয়েও এরকম স্কাম বাউন্টি চালায় যার কারণে এখন কোন ইউজার বাউন্টি করতে ইচ্ছুক হচ্ছে না তাই আমিও মনে করি এসমস্ত ম্যানেজারদের কে ফ্রম থেকে বাহির করে দেওয়া উচিত।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Trumpet on January 14, 2021, 10:31:31 AM
দুঃখের বিষয় হলো @The crypto আমাদের বাংলাদেশে ম্যানেজার. এই ফোরামে scam প্রচারণা চালিয়েছে। এতদিন ফোরাম ভাল ছিল কিন্তু ২০২০ সালে আবার scam এর সূচনা করলো। সে আমাদের বাংলাদেশের ম্যানেজার। কিছু ম্যানেজার টাকার পিছনে ছুটে চলে। reputation নিয়ে চিন্তা করে না।
বাংলা সেকশনে পোস্ট লিংক:
https://www.altcoinstalks.com/index.php?topic=146623.msg865984#msg865984
https://www.altcoinstalks.com/index.php?topic=144976.msg865970#msg865970
https://www.altcoinstalks.com/index.php?topic=138464.msg865968#msg865968

Bounty link:
1.https://www.altcoinstalks.com/index.php?topic=156957.msg865985#msg865985
2.https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg874708#msg874708

bounty সেকশনে স্কাম বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg916677#msg916677

আমাদের সাথে এরকম জালিয়াতি? মেনে নেওয়া যায় না। আপনি এই বিষয়ে কি মনে করেন?
খুব দুঃখ লাগে যখন দীর্ঘসময় বাউন্টি করে সেই বাউন্টি প্রজেক্টটি স্কাম হয়। অনেক বাউন্টি ম্যানেজার আছে যারা শুধু টাকার পিছনে ছুটে চলে তারা বিভিন্ন ফোরামে সাকসেসফুল প্রজেক্ট এবং স্কাম প্রজেক্ট নিয়ে আসে যা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। তারপর আপনি এখানে বলেছেন বাংলাদেশি বাউন্টি ম্যানেজার।বিশেষ করে বাংলাদেশি বাউন্টি ম্যানেজাররা যদি বাউন্টি প্রজেক্ট কাম করে সেটা আরো বেশি দুঃখের ব্যাপার।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Crypto Banglu on January 14, 2021, 12:44:21 PM
আমি বলব যে কোনোভাবে উনাকে ফোরাম থেকে বিতাড়িত করা হোক। তাকে বাংলা ফোরামে নিষিদ্ধ করা হোক। সে আমাদের বাংলাদেশী হয়ে এরকম স্ক্যাম প্রজেক্ট চালাচ্ছে আমাদের দিয়ে এটা সত্যিই খুব দুঃখের বিষয়। তাই আমি বলবো উনাকে ফোরাম থেকে বিতাড়িত করে কঠোর শাস্তি দেয়া হোক।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: Micky on January 14, 2021, 04:10:14 PM
দুঃখের বিষয় হলো @The crypto আমাদের বাংলাদেশে ম্যানেজার. এই ফোরামে scam প্রচারণা চালিয়েছে। এতদিন ফোরাম ভাল ছিল কিন্তু ২০২০ সালে আবার scam এর সূচনা করলো। সে আমাদের বাংলাদেশের ম্যানেজার। কিছু ম্যানেজার টাকার পিছনে ছুটে চলে। reputation নিয়ে চিন্তা করে না।
বাংলা সেকশনে পোস্ট লিংক:
https://www.altcoinstalks.com/index.php?topic=146623.msg865984#msg865984
https://www.altcoinstalks.com/index.php?topic=144976.msg865970#msg865970
https://www.altcoinstalks.com/index.php?topic=138464.msg865968#msg865968

Bounty link:
1.https://www.altcoinstalks.com/index.php?topic=156957.msg865985#msg865985
2.https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg874708#msg874708

bounty সেকশনে স্কাম বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg916677#msg916677

আমাদের সাথে এরকম জালিয়াতি? মেনে নেওয়া যায় না। আপনি এই বিষয়ে কি মনে করেন?
আমি এ বিষয়ে মনে করি তাকে এই ফোরাম থেকে বিতাড়িত করা হোক। কারণ সে স্কাম করেছে। তাকে কখনোই সবাই মেনে নিতে পারবে না। তাকে বাংলা সেকশনে নিষিদ্ধ করা হোক। সে আমাদের বাংলাদেশে মানুষ হয়ে আমাদের বিরুদ্ধে গিয়েছে। আমাদেরকে কাজ করিয়ে কোন অর্থ দেয়নি সে। তাকে আমরা সবাই চাই এই ফোরাম থেকে বিতাড়িত করা হোক।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: XM8 on January 14, 2021, 04:14:39 PM
ব্যাপারটা অত্যান্ত কষ্টের কিন্তু অনেক ভালো ম্যানেজারের ক্যাম্পেইন ও স্ক্যাম হয়। এখানে আসলে প্রজেক্টের মালিকের উপর মুল দোষ বর্তায়।প্রজেক্ট যদি স্ক্যাম করে তাহলে ম্যানেজারের কিছু করার থাকেনা। তবে ওনি কতটুকু জড়িত বা ওনি নির্দোষ / দোষি আমি কিছুই জানি না। আমার সাধারণ জ্ঞানে যা মনে হয়েছে তাই বলেছি। ভুলত্রুটি হলে মাপ করবেন।  ধন্যবাদ।
বাউন্টি ম্যানেজারদের যে একেবারেই দোষ নেই সেটা বললে ভুল হবে। কারণ অনেক সময় অনেক বাউন্টি ম্যানেজার আছে যারা অর্থের লোভে নিজেরনামডাক কে বিসর্জন দিয়ে বিভিন্ন প্রতারণা মূলক কাজ করে থাকে। অর্থাৎ সে বিভিন্ন বাউন্টি প্রজেক্ট স্কাম করে থাকে যা খুবই কষ্টকর এবং খারাপ একটি বিষয়।কারণ আমরা অনেক কষ্ট করে বাউন্টি ক্যাম্পেইন গুলো করি কিন্তু সেগুলো স্কাম হয় তাহলে ব্যাপারটা সকলেরই খারাপ লাগবে।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: NANCY on January 23, 2021, 07:38:44 PM
ধন্যবাদ ভাই আপনাকে আপনার এই মূল্যবান পোষ্টটি করার জন্য আমি অনেকটাই উপকৃত হয়েছি কারণ আমি জানতাম না তোমাদের বাংলাদেশের অনেক বাউন্টি ম্যানেজার আছে কিন্তু আপনাদের মূল্যবান পোষ্টটি পড়ে আমি অনেক কিছু ধারনা পেয়েছি।
Title: Re: আমাদের বাংলাদেশে অনেক বাউন্টি ম্যানেজার আছে
Post by: AlviNess on February 24, 2021, 11:12:55 AM
দুঃখের বিষয় হলো @The crypto আমাদের বাংলাদেশে ম্যানেজার. এই ফোরামে scam প্রচারণা চালিয়েছে। এতদিন ফোরাম ভাল ছিল কিন্তু ২০২০ সালে আবার scam এর সূচনা করলো। সে আমাদের বাংলাদেশের ম্যানেজার। কিছু ম্যানেজার টাকার পিছনে ছুটে চলে। reputation নিয়ে চিন্তা করে না।
বাংলা সেকশনে পোস্ট লিংক:
https://www.altcoinstalks.com/index.php?topic=146623.msg865984#msg865984
https://www.altcoinstalks.com/index.php?topic=144976.msg865970#msg865970
https://www.altcoinstalks.com/index.php?topic=138464.msg865968#msg865968

Bounty link:
1.https://www.altcoinstalks.com/index.php?topic=156957.msg865985#msg865985
2.https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg874708#msg874708

bounty সেকশনে স্কাম বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=158939.msg916677#msg916677

আমাদের সাথে এরকম জালিয়াতি? মেনে নেওয়া যায় না। আপনি এই বিষয়ে কি মনে করেন?
বাংলাদেশি যারা আছে তারাই হয়তো দুর্নীতি বেশি করে। কারণ পৃথিবীর অন্য সকল দেশগুলোর মানুষ এত দুর্নীতি বোঝেনা যতটা দুর্নীতি বা করে বাংলাদেশিরা। আমাদের এই দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে জীবনে কোনদিনই উন্নতি সম্ভব হবে না।