Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Dj01864 on August 31, 2020, 03:54:29 AM
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
-
বাউন্টি সেকশন চলে যান। যেকোনো রানিং বাউন্টি পেজে গিয়ে দেখুন সব নিয়মকানুন দেওয়া আছে। সেখান থেকে জয়েন করুন।
বাউন্টি সেকশন লিংক: https://www.altcoinstalks.com/index.php?board=22.0
দীর্ঘদিন কাজ করার পরে আপনাকে টোকেন দেওয়া হবে। আপনার নিজস্ব ওয়ালেট টোকেন পেয়ে যাবেন। সেই টোকেন যদি এক্সচেঞ্জ লিস্ট হয় তাহলে সেই টোকেন আপনি সেল দিতে পারবেন। টোকেন এক্সচেঞ্জ করে BTC, ETH অর others ক্রিপ্টোকারেন্সি তে নিতে হবে। তারপর সেগুলো আমাদের দেশে buy sell করতে হবে। যেহেতু আমাদের দেশে অনুমোদন নেই। তাই বায়ার এর কাছে সেল দিতে হবে।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
আপনাকে সিগনেচার করতে হলে কম পক্ষে জে আর মেম্বার হওয়া লাগবে অনেক ক্ষেত্রে তার ও বেশী র্যাংক চায়। তাই বাউন্টি রুলসগুলো ফলো করবেন সবার আগে। ওখানে সিগনেচার এর জন্য র্যাং অনুযায়ী বিভিন্ন কোড দেওয়া থাকবে। ঐ কোড আপনার প্রোফাইলে বসিয়ে ওদের দেওয়া কন্ডিশন অনুযায়ী পোষ্ট করবেন।
আর আপনি কয়েন তখন ই পাবেন যখন প্রজেক্ট সফল হয় অথবা স্ক্যাম না করে। তারপর বিভিন্ন এক্সচেঞ্জে বিক্রি করে আপনি টাকাতে কনভার্ট করতে পারবেন।
-
এই ফোরামে বিভিন্ন ভাবে ইনকাম করা যায়।আপনি যদি এই ফোরামে একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনি at first বাউন্টি করতে পারেন।কিন্ত বাউন্টি করতে হলে আপনার Facebook,linkdilin,twitter এবং আরো যে সকল ওয়েবসাইট আছে সে গুলো আপনার থাকতে হবে।এবং কি সেই বাউন্টি গুলো করে আপনি টকা ইনকাম করতে পারেন।
-
Altcoinstalks থেকে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন। যদি আপনি ধৈর্য সহকারে কাজ করেন তবে আপনি ইনকাম করতে পারবেন। আর করে ইনকাম করার জন্যআপনাকে বিভিন্ন প্রজেক্টে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করতে হবে এবং সিগনেচার ক্যাম্পেইন করতে হবে। এ সমস্ত কাজ করলে আপনি Altcoinstalks ইনকাম করতে পারবেন।
-
প্রথমে আপনাকে অবশ্যই ধৈার্য ধারণ করতে হবে। কারন আপনি এখানে জয়েন করেই ইনকাম করতে পারবেন না। এখানে কিছু নিয়মকানুন আছে যেগুলো ফলোকরার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এখানে ইনকাম করতে হলে আপনা কে যে কোন ক্যাম্পেইন এ জয়েন করতে হবে যে গুলো রানিং আছে এবং সেখানে সোসাল মিডিয়া শেয়ারিং এবং সিগনেচার করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন।
-
বাউন্টি করতে হলে প্রথমত আপনার কিছু সোশ্যাল মিডিয়ার কিছু আইডি থাকতে হবে যেমন ফেসবুক, টুইটার, লিংকডিলিং, ইত্যাদি থাকতে হবে। এরপর প্রথমে ফোরাম এর ভিতরে কোন কোন সোশ্যাল মিডিয়ার আইডি এড হয়ে যাবে সেখানে প্রথমে ফরম পূরণ করতে হবে। তারপর সেই বাউন্টিতে যে কয় সপ্তাহ কাজ করতে বলা হয় আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। তারপর তার বিনিময়ে আপনাকে কিছু কয়েন দেওয়া হবে। সে কয়েনের যদি এক্সচেঞ্জ আসে তাহলে আপনি বিক্রি করতে পারেন।
-
আপনি ফোরাম থেকে অনেক ভাবে ইনকাম করতে পারবেন যেমন আসছে । যথা:
এয়ার্ড্রপ
বাউন্টি
এখানে বাউন্টি এরমধ্যে কোয়ালিটি আছে সেটা হল
প্লীজ ক্লিক করেন https://www.altcoinstalks.com/index.php?board=22.0
এই লিংকে ক্লিক করেন করলে বাউন্টি সেকশনে চলে যান। গিয়ে দেখেন অনেকগুলা বাউন্টি রয়েছে এগুলো থেকে কাজ করবেন যেমন আছে ।
Twitter, Facebook, linkedin, blog, article, signature, Instagram, telegram ইত্যাদি রয়েছে এগুলা লিংকে কাজ করতে পারবেন। এখান থেকে কাজ করে অনেক বেনিফিট পেতে পারেন।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
যদি আপনি ব্যালেন্স দেখতে চান তাহলে আপনার নিজস্ব ইথেরিয়াম ওয়ালেট লাগবে এবং কয়েনবেস লাগবে। আপনি টোকেন দেখতে পাবেন ইথেরিয়াম ওয়ালেট সেখানে আপনার টোকেন গুলো জমা থাকবে সেখান থেকে টোকেনের এক্সচেঞ্জ লিস্ট হলে ইথেরিয়াম ওয়ালেট থেকে টোকেন নিয়ে এক্সচেঞ্জে নিতে পারবেন। সেখানে টোকন সেল দিতে হবে দিয়ে ঢলার আপনি ইথেরিয়াম ও বিটিসি এবং অনন্য মুদ্রা উইথড্রো দিতে পারবেন।
-
এই ফোরামে বিভিন্নভাবে ইনকাম করা যায় যেমনবাউন্টি সেকশনে গিয়ে বাউন্টি করে টাকা ইনকাম করতে পারেন এবং কি সিগনেচার করে টাকা ইনকাম করতে পারেন। কিন্তু সিগনেচার করতে হলে আপনাকে অবশ্যই কমপক্ষে মেম্বার হতে হবে।
-
আপনি কিভাবে এলোট কয়েন ইনকাম করবেন তা আমরা বলতে পারব কিন্তু কেমন ইনকাম করতে পারবেন সেটা বলতে পারবোনা কারণ ইনকাম যার যার কাজের উপর নির্ভর করে।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
আমার মতে আপনাকে প্রথমত। বাউন্টি করতে হলে আপনাকে আগে টুইটার ফেসবুক লিংক দিন এসব করতে হবে। এগুলা করে আগে ধারণা নেন তারপর সিগনেচার করতে পারেন।
-
এলার্টঃ কয়েন এ ইনকাম করাটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর। আপনার কাজের ভিত্তিতেই এবং কাজের ধারা অনুযায়ী আপনি ইনকাম করতে পারেন। সোশ্যাল মিডিয়ায় যেমন টুইটার ফেসবুক ইত্যাদিতে আপনার যত ফ্রেন্ড অথবা ফলোয়ার থাকবে তার উপর ভিত্তি করে আপনি ইনকাম করতে পারেন।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
আপনাকে সিগনেচার করতে হলে কম পক্ষে জে আর মেম্বার হওয়া লাগবে অনেক ক্ষেত্রে তার ও বেশী র্যাংক চায়। তাই বাউন্টি রুলসগুলো ফলো করবেন সবার আগে। ওখানে সিগনেচার এর জন্য র্যাং অনুযায়ী বিভিন্ন কোড দেওয়া থাকবে। ঐ কোড আপনার প্রোফাইলে বসিয়ে ওদের দেওয়া কন্ডিশন অনুযায়ী পোষ্ট করবেন।
আর আপনি কয়েন তখন ই পাবেন যখন প্রজেক্ট সফল হয় অথবা স্ক্যাম না করে। তারপর বিভিন্ন এক্সচেঞ্জে বিক্রি করে আপনি টাকাতে কনভার্ট করতে পারবেন।
ভাই আপনি খুব সুন্দর করে সাবলীল ভাষায় পুরো বিষয়টা সবার সামনে তুলে ধরেছেন যা নতুন মেম্বারদের জন্য খুবই প্রয়োজন ছিলো। আমার মনে হয়, আপনার এই পোস্টটি পড়ে যাদের এই বিষয়ে সমস্যা ছিলো তাদের সমস্যার সমাধান অবশ্যই হবে।
-
ভাই আপ্নে যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে এবং ফরাম বা ক্রিপ্টো কারেঞ্চি নিয়ে কোনো ধারনা না থাকে তাহলে আপনি প্রথম থেকে সব টপিকের পিনপোস্ট গুলা ভালো ভাবে পরতে পারেন তাহলে আপনি মোটামুতি ভালো বুঝতে পারবেন, সময় নস্ট হলেও এখানে কে ভালো কিছু শিখতে পারবেন।
-
Altcointalkফোরামে কাজ করতে হলে আপনাকে অবশ্যই সর্বনিম্ন Jr মেম্বার হতে হবে। তবে অনেক সময় প্রজেক্ট এর চাহিদা অনুযায়ী রেঙ্ক লাগে। প্রজেক্টে রুলস অনুযায়ী আপনার প্রোফাইলে তাদের লোগো সেট করবেনএবং তাদের নিয়ম অনুযায়ী কাজ করতে থাকেন। প্রজেক্ট যদি স্প্যাম না হয় তবে পেমেন্ট পেতে পারেন।
-
আপনি কিভাবে এলোট কয়েন ইনকাম করবেন তা আমরা বলতে পারব কিন্তু কেমন ইনকাম করতে পারবেন সেটা বলতে পারবোনা কারণ ইনকাম যার যার কাজের উপর নির্ভর করে।
আপনি ঠিক বলেছেন ইনকাম কতটা হবে সেটা নির্ভর করে যার যার কাজের উপর ভিত্তি করে। যে যতটা ধৈর্য ধরে কাজ করে যেতে পারবে তার ততটা ইনকাম হবে। আর ইনকাম করতে হলে অনেক অভিজ্ঞ হতে হবে এই জগত সম্পর্কে। যে যত বেশি এই ফোরামে সময় দিতে পারবে সে তত বেশি শিখতে পারবে এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
-
আপনি ফোরাম থেকে অনেক ভাবে ইনকাম করতে পারবেন যেমন আসছে । যথা:
এয়ার্ড্রপ
বাউন্টি
এখানে বাউন্টি এরমধ্যে কোয়ালিটি আছে সেটা হল
প্লীজ ক্লিক করেন https://www.altcoinstalks.com/index.php?board=22.0
এই লিংকে ক্লিক করেন করলে বাউন্টি সেকশনে চলে যান। গিয়ে দেখেন অনেকগুলা বাউন্টি রয়েছে এগুলো থেকে কাজ করবেন যেমন আছে ।
Twitter, Facebook, linkedin, blog, article, signature, Instagram, telegram ইত্যাদি রয়েছে এগুলা লিংকে কাজ করতে পারবেন। এখান থেকে কাজ করে অনেক বেনিফিট পেতে পারেন।
ধন্যবাদ ভাই আপনাকে তো সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য
আপনি সুন্দর একটি গাইডলাইন দিছেন যে কিভাবে বাউন্টি করতে হয় এগুলো আমার খুবই দরকার তাই আমি মনে করি বাউন্টিতে কাজ করতে হলে এসব বিষয় এই সব বিষয়ে জ্ঞান থাকতে হবে ধন্যবাদ
-
বাউন্টি সেকশন চলে যান। যেকোনো রানিং বাউন্টি পেজে গিয়ে দেখুন সব নিয়মকানুন দেওয়া আছে। সেখান থেকে জয়েন করুন।
বাউন্টি সেকশন লিংক: https://www.altcoinstalks.com/index.php?board=22.0
দীর্ঘদিন কাজ করার পরে আপনাকে টোকেন দেওয়া হবে। আপনার নিজস্ব ওয়ালেট টোকেন পেয়ে যাবেন। সেই টোকেন যদি এক্সচেঞ্জ লিস্ট হয় তাহলে সেই টোকেন আপনি সেল দিতে পারবেন। টোকেন এক্সচেঞ্জ করে BTC, ETH অর others ক্রিপ্টোকারেন্সি তে নিতে হবে। তারপর সেগুলো আমাদের দেশে buy sell করতে হবে। যেহেতু আমাদের দেশে অনুমোদন নেই। তাই বায়ার এর কাছে সেল দিতে হবে।
আপনার কমেন্ট টি পড়ে আমি বাউন্টি করার নিয়মকানুন সম্পর্কে ধারণা নিতে পারলাম। আমি এই ফোরামে নতুন জয়েন করার জন্যে বাউন্টি সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। আপনার লেখাটি পড়ে আমার এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা হলো। কিভাবে টোকেন পাবো, কিভাবে তা এক্সচেঞ্জ করবো সে সম্পর্কেও কিছুটা ধারণা পেলাম।
-
ভাই আমি যতটুকু জানি যে সিগনেচার করতে হলে আপনাকে মিনিমাম মেম্বার হতে হবে এবং ভালো মানের পোস্ট করতে হবে আপনার যদি প্রোফাইলে নেগেটিভ কারমা থাকে তাহলে আপনি কোন সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে ভালো মানের পোস্ট করতে হবে যাতে আপনার প্রোফাইলে কোন নেগেটিভ কারমা না থাকে
-
এলার্টকয়েন ফোরামে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি প্রথমেই সরাসরি সিগ্নেচার করতে পারবেন না। এই ফোরামে সিগ্নেচার করতে হলে আপনাকে সর্বনিম্ন মেম্বার অথবা ফুল মেম্বার হতে হবে। তাহলে আপনি ফোরামের সিগনেচার ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন। এছাড়াও আপনি এই ফোরামে বাউন্টি তে এড হয়ে ইনকাম করতে পারেন। বাউন্টি করতে আপনার সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ,টুইটার, লিংকডিন, টেলিগ্রাম ইত্যাদি লাগবে। এগুলোতে কাজ করে আপনি টোকেন পাবেন। সেই টোকেন এক্সচেঞ্জ হলে বাই সেল এর মাধ্যমে আপনি সেটা থেকে টাকা পাবেন।
-
আপনি যদি ফোরাম থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত ফোরাম একটিভ থাকতে হবে। তারপর এই ফোরামে দেখেন বাউন্টি সেকশন রয়েছে সেখানে আপনি বিভিন্ন ধরনের বাউন্টি করতে পারেন। তারপর আমি বলবো যে আপনি আস্তে আস্তে পোস্ট করি এগিয়ে যান এখান থেকে আপনি সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন।
-
আমি মনে করি আপনাকে আগেই সিগনেচারে যাওয়ার দরকার নেই। আপনি আগে বাউন্টি সম্পর্কে জানাও তারপর সিগনেচারে জান। টাইম আপনি টুইটার ফেসবুক লিংক দিন কন্টেন টেলিগ্রাম মিডিয়াম রেডিট ইত্যাদি এগুলো করুন। এগুলো করে আগে আপনি ধারণা নিন।আপনি যদি ফোরামে টিকে থাকতে চান তাহলে সিনিয়র ভাইদের পোস্ট গুলো ফলো করুন।
-
আপনি এই ফোরাম থেকে প্রথমত বাউন্টি করতে পারেন। এবং সেই সাথে সাথে কিছু airdrop করবেন। চার-পাঁচ মাস করার পরে দেখবেন আপনি মোটামুটি ভালই পেমেন্ট পাবেন। তারপর আস্তে আস্তে পোস্ট করে আইডির রেঙ্ক বাড়ান তারপরে অবশ্যই আপনি এখানে সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন।
-
ফোরাম থেকে ইনকাম করতে হলে আপনাকে ফোরামে নিয়মিত একটিভ থাকতে হবে ।ফোরামে বেশ কিছু কাজ করে ইনকাম করা যায়। বাউন্টি সিগনেচার এয়ার্ড্রপ ইত্যাদি কাজ করে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন।
-
Altcoinstalks ফোরামে আপনাকে ইনকাম করার জন্য ভালো ভালো বাউন্টি ক্যাম্পেইনে কাজ করতে হবে ।সোসিয়াল মিডিয়া এবং সিগনেচার ক্যাম্পেইন ইত্যাদিতে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন। তা ছাড়াও বিভিন্ন এয়ার্ড্রপ ক্যাম্পেইন রয়েছে সেখানে জয়েন করে আপনি ইনকাম করতে পারবেন।
-
আপনি যদি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাউন্টি করতে হবে বা সিগনেচার করতে হবে।তো সর্বপ্রথম আপনার বান্টি করার জন্য বা সিগনেচার করার জন্য মেম্বার এবং ফুল মেম্বার সর্বনিম্ন রেঙ্ক থাকতে হবে।তারপর আপনি বাউন্টি সেকশনে গিয়ে বাউন্টিতে জয়েন করতে পারবেন সেখানে সব ধরনের রুলস দেওয়া আছে। আশা করি আপনি সবকিছু বুঝতে পেরেছেন।
-
বাউন্টি সেকশন চলে যান। যেকোনো রানিং বাউন্টি পেজে গিয়ে দেখুন সব নিয়মকানুন দেওয়া আছে। সেখান থেকে জয়েন করুন।
বাউন্টি সেকশন লিংক: https://www.altcoinstalks.com/index.php?board=22.0
দীর্ঘদিন কাজ করার পরে আপনাকে টোকেন দেওয়া হবে। আপনার নিজস্ব ওয়ালেট টোকেন পেয়ে যাবেন। সেই টোকেন যদি এক্সচেঞ্জ লিস্ট হয় তাহলে সেই টোকেন আপনি সেল দিতে পারবেন। টোকেন এক্সচেঞ্জ করে BTC, ETH অর others ক্রিপ্টোকারেন্সি তে নিতে হবে। তারপর সেগুলো আমাদের দেশে buy sell করতে হবে। যেহেতু আমাদের দেশে অনুমোদন নেই। তাই বায়ার এর কাছে সেল দিতে হবে।
ধন্যবাদ সিনিয়র ভাই আমিও এ সম্পর্কে ভালো হবে জানতাম না। আপনি বলার পর অনেক ভালো হবে বুঝতে পারলাম।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
প্রথমত আপনাকে এখানে কাজ করতে হলে কিছু সোশ্যাল মিডিয়ার আইডি লাগবে যেমন ফেসবুক টুইটার লিঙ্কডইন টেলিগ্রাম ইউটিউব চ্যানেল ইত্যাদি । আপনি যদি বাউন্টি করতে চান তাহলে প্রথমে বাউন্টি সেকশন এ ঢুকবেন যে বাউন্ডি নতুন রানিং হবে সেখানে সব দেওয়া থাকে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে কি করতে হবে কতটা আইডি নেবে কত পেমেন্ট হবে । তাদের ফর্মুলা অনুযায়ী কাজ করবেন । নির্দিষ্ট সময়ে কাজ শেষ হলে আপনি পেমেন্ট পাবেন আপনি পেমেন্ট পাওয়ার পর সেগুলোকে বিটকয়েন ইথেরিয়াম অথবা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি নিতে হবে । তারপর সেগুলো কে আপনি বায়ারের কাছে সেল করে টাকায় রূপান্তরিত করবেন ।
ধন্যবাদ ।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
এ বিষয় নিয়ে সিনিয়র ভাইরা ভালো মতামত দিতে পারবে। অনেক সুন্দর ভাবে বিস্তারিত আলোচনা করতে পারবে বিষয় নিয়ে। আমরা অনেকেই এ বিষয়ে সম্পর্কে জানি না।সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষন করব তাড়াতাড়ি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
আপনার সিগনেচার ক্যাম্পেইন করতে হলে সর্বনিম্ন জুনিয়র মেম্বার হতে হবে তাহলে আপনি সিগনেচার কামিনে জয়েন হতে পারবেন। সিগনেচার ক্যাম্পিংয়ে জয়েন হওয়ার পর আপনি যে রাঙ্ক এ আছেন সেই রাংক এর কোড কপি করে নিয়ে আপনার প্রোফাইলে সেভ করতে হবে, তারপর আপনার একসেপ্ট হলে আপনাকে প্রত্যেক সপ্তাহে 15 টি করে পোস্ট করতে হবে। যেমনঃ বাংলা ফোরামে পাঁচটি পোষ্ট, বিটকয়েন, ইথেরিয়াম, ডেফি ইত্যাদি ফোরামে দশটি পোস্ট করতে হবে তাহলে ইদে আপনাকে রেওয়ার্ড দিবে। আশা করি বুঝতে পারছেন।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
আপনি যদি কোন বাউন্টির সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হতে চান তাহলে আপনাকে অবশ্যই মেম্বার রেঙ্ক অর্জন করতে হবে। সিগনেচার ক্যাম্পেইনে যুক্ত হওয়ার পর আপনি যে রেঙ্ক এ যুক্ত হয়েছেন সেই কোড কপি করে আপনার প্রোফাইলে সেভ করতে হবে। এমনকি সেই সিগনেচার ক্যাম্পেইনের একটি ছবি থাকে সেই ছবি আপনার প্রোফাইলে আপলোড করতে হবে। আপনি যদি সিগনেচার ক্যাম্পেইনে এক্সেপ্ট হন তাহলে আপনাকে সপ্তাহে 15 টি পোস্ট করতে হবে।
-
আমি এ বিষয়ে সিনিয়র ভাইদের কাছে গুরুত্বপূর্ণ মতামত আশা করছি। কারণ আমি এ বিষয়ে একদম নতুন । এবং সিনিয়র ভাইদেড় ভালো পোস্ট দেখে আমিও কিছু শিখলাম ।
-
এই ফোরামে বিভিন্নভাবে ইনকাম করা যায়। তবে আপনি যদি একদম নতুন থাকেন তাহলে আপনি বাউন্টি সেকশনে চলে যান। সেখানে অনেক ভালো ভালো বাউন্টি আছে। সেগুলো আপনি রুলস অনুযায়ী কাজ করে এই ফরম থেকে ইনকাম করতে পারেন।
-
ভাই আপনি আমাদের জুনিয়ারদের জন্য অনেক সুন্দর একটি টপিকঃ তৈরি করেছেন। এ বিষয়ে আমাদের সিনিয়র ভাইরা বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবেন। আমরা ফোরামে নতুন এসেছি যার কারণে এসকল বিষয়বস্তুর উপর কোন রকম ধারনা নেই। তাই আমাদেরকে এ বিষয়ে ধারণা দিবেন।
-
অ্যালটস কয়েনে আপনি বিভিন্নভাবে জয়েন হতে পারবেন।। কিন্তু আপনি সরাসরি সিগনেচার করতে পারবেন না।। এছাড়া আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনাকে বাউন্টিতে এড হতে হবে।। তাহলে সে আপনি ইনকাম করতে পারবেন।। আপনি যদি সিগনেচার করতে চান তাহলে আপনাকে পোস্ট করে ফুল মেম্বার হতে হবে।। তবে আপনি সিলছার করতে পারবেন।
-
Altcoinstalks এ আইডি দিয়ে বিভিন্ন রকমের বাউন্টি সেকশনে জয়েন করা যায়। আপনি যদি Altcoinstalks দিয়ে ইনকাম করতে চান তাহলে আপনাকে বাউন্টি সেকশনে জয়েন করতে হবে। যা করে আপনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।Altcoinstalks এ আইডি দিয়ে যদি বাউন্টি সেকশনে জান হতে চান তাহলে ফোরামের সিনিয়র ভাইদের সাথে যোগাযোগ করুন যে আপনি কিভাবে Altcoinstalks আইডি দিয়ে বাউন্টি সেকশন করবেন।
-
অ্যালটমেন্ট ফোরামে ইনকাম করা টাই নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর।কারণ আপনি ফোরামে কিভাবে সময় দিচ্ছেন এবং আপনি ফোরাম থেকে কতটুকু শিখতে পারছেন সে অনুযায়ী নির্ভর করে আপনি কত ইনকাম করতে পারবেন।ফোরাম থেকে ইনকাম করতে হলে ফোরামের সবগুলো বাউন্টি ক্যাম্পাসগুলোতে প্রতিনিয়ত অ্যাড হয়ে আপনাকে তাদের রুলস অনুযায়ী কাজ করতে হবে তাহলে আপনি ফোরাম থেকে ইনকাম করতে পারেন।
-
বাউন্টি সেকশন চলে যান। যেকোনো রানিং বাউন্টি পেজে গিয়ে দেখুন সব নিয়মকানুন দেওয়া আছে। সেখান থেকে জয়েন করুন।
বাউন্টি সেকশন লিংক: https://www.altcoinstalks.com/index.php?board=22.0
দীর্ঘদিন কাজ করার পরে আপনাকে টোকেন দেওয়া হবে। আপনার নিজস্ব ওয়ালেট টোকেন পেয়ে যাবেন। সেই টোকেন যদি এক্সচেঞ্জ লিস্ট হয় তাহলে সেই টোকেন আপনি সেল দিতে পারবেন। টোকেন এক্সচেঞ্জ করে BTC, ETH অর others ক্রিপ্টোকারেন্সি তে নিতে হবে। তারপর সেগুলো আমাদের দেশে buy sell করতে হবে। যেহেতু আমাদের দেশে অনুমোদন নেই। তাই বায়ার এর কাছে সেল দিতে হবে।
রাজু আহমেদ আপনার মাধ্যমে altcoin ফোরামে কিভাবে কাজ করা যায় সে সম্পর্কে বেশ কিছু তথ্য সম্পর্কে অবগত হলাম।সুন্দরতা তোমার পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।
-
কিভাবে এই Altcoinstalks এ ইনকাম করতে পারব। তবে আমি একটু ধারনা পেয়েছি সিনিয়র ভাইদের পোস্টগুলো পড়ে তবে সিনিয়র ভাইরা যদি আরেকটু ভালো করে আলোচনা করতেন তাহলে পুরোপুরি বুঝতে পারতাম।
-
আমরা এই সেকশনে সাধারণত এসেছি ইনকাম করার জন্য। এখান থেকে বিভিন্ন ভাবে ইনকাম করা যায়।ফোরামের বাউন্টি থ্রেডে গেলে অনেক বাউন্টি ক্যাম্পেইন আছে সেখান থেকে ইচ্ছামতো বাউন্টি ক্যাম্পেইন গ্রুপে এড হয়ে ইনকাম করা সম্ভব। তবে অবশ্যই আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে কারণ ক্রিপ্টোকারেন্সি ধৈর্য না ধরলে সফলতা অর্জন করা সম্ভব নয়।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই বাউন্টি করতে হবে। বাউন্টি করতে অনেক সোশ্যাল মিডিয়া আছে আপনি সেগুলো করতে পারেন। আপনি যদি সিগনেচারে এড হতে চান তাহলে আপনার আইডি অবশ্যই কমপক্ষে ফুল মেম্বার থাকতে হবে। এ বাউন্টি যতদিন চলবে বাউন্টি চলার শেষে আপনার নিজস্ব ওয়ালেটে টোকেন ডলার দেয়া হবে। আমি তখন সেগুলো বিক্রি করে টাকা পাবেন।
-
বাউন্টি প্রচারণায় অংশ গ্রহণ করে এই ফোরাম থেকে ইনকাম করা সম্ভব। এখানে যারা লিজেন্ডারি মেম্বার রয়েছেন তারা অনেক ইনকাম করতে পারেন। সবাই এখানে ইনকাম করার জন্য আসে। এখানে যারা কাজ করেন আমি মনে করি সবাই মধ্যবিত্ত পরিবার থেকে আসেন।সম্প্রদায়ের জন্য বাউন্টি প্রচারণামূলক গুরুত্বপূর্ণ।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
এই ফোরামে বিভিন্ন ক্যাম্পেইন রয়েছে। আপনি যদি বাউন্টি ক্যাম্পেইন করতে চান তাহলে আপনাকে বাউন্টি সেকশনে যেতে হবে। আপনি খেয়াল করে দেখবেন আপনি যে বাউন্টি ক্যাম্পেইনে কাজ করবেন সেখানে রুলস ভালোভাবে দেয়া রয়েছে। ক্যাম্পেইন এর রুলস ভালোভাবে পড়বেন তাহলে সবকিছু বুঝতে পারবেন। ব্যালেন্স বলতে আপনি যখন আপনার ওয়ালেট এ টোকেন রিসিভ করবেন তখন আপনি ব্যালেন্স দেখতে পারবেন। এছাড়া রানিং ক্যাম্পেইনে স্প্রেডশিট রয়েছে। আপনি সেখান থেকে সাপ্তাহিক পেমেন্ট হিসাব করে দেখতে পারেন।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
ব্রাদার আপনি এই ফোরাম থেকে কতটা ইনকাম করতে পারবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। আশা করছি আমার কথা বুঝতে পারছেন। একটা বিষয় মনে রাখবেন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যে যত বেশি অভিজ্ঞতাসম্পন্ন তার প্রফেট অর্জন করার ক্ষমতা তত বেশি। আপনি ধৈর্য ধরে ফোরামের সময় দিয়ে যান আপনিও একদিন অভিজ্ঞ হয়ে যাবেন। আপনি ধৈর্য ধরে ফোরামের পোস্ট গুলো পড়ার চেষ্টা করুন। নিজেই একদিন সবকিছু শিখে যাবেন।
-
ভাই ইনকাম করাটা অনেকটা নির্ভর করে আপনার নিজের দক্ষতার উপর।আপনি যদি দক্ষতার সাথে কোন ক্যাম্পেইনে কাজ করতে পারেন এবং সেই ক্যাম্পেইনটি সাকসেসফুল হয় তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন। তাই বেশি বেশি ইনকাম করতে আগে নিজের দক্ষতা বাড়ান।
-
বাউন্টি প্রচারণায় অংশগ্রহণ করে ফোরাম থেকে ইনকাম করতে পারেন। আবার বিভিন্ন ক্যাম্পেইনে সিগনেচার ডিজাইন করে ইনকাম করতে পারেন। আবার মার্কেটপ্লেস এ আপনার protfoli তৈরি করে আপনার কোন সার্ভিস থাকলে সেগুলোর মাধ্যমে ইনকাম করতে পারেন।
-
Altcoinstalks থেকে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন। যদি আপনি ধৈর্য সহকারে কাজ করেন তবে আপনি ইনকাম করতে পারবেন। আর করে ইনকাম করার জন্যআপনাকে বিভিন্ন প্রজেক্টে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাজ করতে হবে এবং সিগনেচার ক্যাম্পেইন করতে হবে। এ সমস্ত কাজ করলে আপনি Altcoinstalks ইনকাম করতে পারবেন।
এই ফোরামে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন।বাউটি এবং ওয়ার্ড অফ করার মাধ্যমে ইনকাম করতে পারবেন গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ইনকাম করতে পারবেন এখানে ম্যানেজমেন্ট করে কিন্তু এখান থেকে নিতে পারবেন এজন্য আপনাকে সব কিছুই
-
ইথেরিয়াম ওয়ালেটে ব্যালেন্স দেখা যায়। বাউন্টি প্রচারণায় অংশগ্রহণ করার পরে যদি পেমেন্ট দেয় সেগুলো বিক্রি করে নিজের পকেটে টাকা নেওয়া।
-
বাউন্টি সেকশন চলে যান। যেকোনো রানিং বাউন্টি পেজে গিয়ে দেখুন সব নিয়মকানুন দেওয়া আছে। সেখান থেকে জয়েন করুন।
বাউন্টি সেকশন লিংক: https://www.altcoinstalks.com/index.php?board=22.0
দীর্ঘদিন কাজ করার পরে আপনাকে টোকেন দেওয়া হবে। আপনার নিজস্ব ওয়ালেট টোকেন পেয়ে যাবেন। সেই টোকেন যদি এক্সচেঞ্জ লিস্ট হয় তাহলে সেই টোকেন আপনি সেল দিতে পারবেন। টোকেন এক্সচেঞ্জ করে BTC, ETH অর others ক্রিপ্টোকারেন্সি তে নিতে হবে। তারপর সেগুলো আমাদের দেশে buy sell করতে হবে। যেহেতু আমাদের দেশে অনুমোদন নেই। তাই বায়ার এর কাছে সেল দিতে হবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ নষ্ট ম্যান ভাই পোষ্টের রিপ্লাই সুন্দরভাবে দিয়েছেন তার জন্য । আমার এ বিষয়ে অল্পকিছু দ্বিধা ছিল দ্বিধাটা কেটে গেছে আপনার পোস্টটি পড়ার পরে। মাঝে মাঝে এরকম সহযোগিতামূলক পোস্ট করলে আমাদের মত নতুনরা অনেক উপকৃত হবে ।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
ভাই আমি নতুন ইউজার এই সম্পর্কে আমি অভিজ্ঞ নই। আপনি যে বাউন্টি করবেন সেই বাউন্টি প্রোজেক্টের নিজস্ব কিছু রুলস দেওয়া থাকে আপনি সেগুলো পড়লে ভালোভাবে বুঝতে পারবে যে কি করতে হবে আর কিভাবে করতে হবে।সিনিয়র ভাইদের পোস্ট পড়ে আরো বিস্তারিত ভাবে জানার চেষ্টা করুন।
-
সিনিয়র ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি কেমনে ইনকাম করতে পারব Altcoinstalks তা আমি জানিনা। এ ফার্মের আমি নতুন দয়া করে প্লিজ বলবেন।
-
সিনিয়র ভাইদের কাছে জানতে পারলাম altcoinstalks এ কিভাবে আয় করতে পারবো।তবে আমরা জানি altcoinstalks এ কাজ করার মাধ্যমে আমরা টোকেন পেতে পারি।আর এসব টোকেন গুলো আমরা আমাদের নিজের ওয়ালেট এ দেখতে পারবো।আমরা যারা নতুন তাদের জন্য altcoinstalks থেকে সহজে এভাবে আয় করতে পারবো।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
আপনাকে সিগনেচার করতে হলে কমপক্ষে জুনিয়ার মেম্বার হতে হবে তারপরে আপনি চলে যাবেন বাউন্টিতে বাড়িতে যাওয়ার পর নিচের দিকে গিয়ে দেখবেন যে সিগনেচার নামের যে লেখাটা রয়েছে সেখানে ক্লিক করে তাদের যে এভাটার গুলো দেওয়া থাকবে সেটা আপনি আপনার প্রোফাইলে এড করে দিবেন অ্যাড করে দেওয়ার পরে রোলস পড়বেন তারা কি বলেছে প্রতি সপ্তাহে কয়টা করে পোস্ট দিতে হবে এবং কি আরও অন্যান্য যে নিয়ম গুলো আছে সেগুলো পড়ে নেবেন আর আপনি টেকেন কেমনে এক্সচেঞ্জ করবেন সেটা হল আপনি বাউন্টি করার পরে যে টোকেন টা পাবেন সেটা যদি এক্সচেঞ্জ যারে থাকে তাহলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে ইথার বিটকয়েন লাইট কয়েন ডগি এবং আরো আনন্দ কয়েন নিতে পারেন
-
বাউন্টি সেকশন চলে যান। যেকোনো রানিং বাউন্টি পেজে গিয়ে দেখুন সব নিয়মকানুন দেওয়া আছে। সেখান থেকে জয়েন করুন।
বাউন্টি সেকশন লিংক: https://www.altcoinstalks.com/index.php?board=22.0
দীর্ঘদিন কাজ করার পরে আপনাকে টোকেন দেওয়া হবে। আপনার নিজস্ব ওয়ালেট টোকেন পেয়ে যাবেন। সেই টোকেন যদি এক্সচেঞ্জ লিস্ট হয় তাহলে সেই টোকেন আপনি সেল দিতে পারবেন। টোকেন এক্সচেঞ্জ করে BTC, ETH অর others ক্রিপ্টোকারেন্সি তে নিতে হবে। তারপর সেগুলো আমাদের দেশে buy sell করতে হবে। যেহেতু আমাদের দেশে অনুমোদন নেই। তাই বায়ার এর কাছে সেল দিতে হবে।
ধন্যবাদ আপনাকে আপনার পোস্টটি পড়ার জন্য। এখানে আপনি Altcointalks এ কিভাবে টোকেন পাব। সে বিষয়ে আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এখানে আপনি কিভাবে টোকেন গুলো সেল করতে হয় সে বিষয়ে খুব ভালো ভাবে উপস্থাপন করেছেন। আপনার পোস্টটি পড়ে অনেক উপকৃত হয়েছি। এজন্য আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য টি প্রকাশ করার জন্য।
-
সিনিয়র ভাইদের কাছে জানতে পারলাম altcoinstalks এ কিভাবে আয় করতে পারবো।তবে আমরা জানি altcoinstalks এ কাজ করার মাধ্যমে আমরা টোকেন পেতে পারিআমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
ভাই আপনি আসলে যে ভাবে ভেবে নিয়েছেন জিনিসটা ওরকম নয়। আপনি আগে ধৈর্য ধরে ফোরামে সময় দিন। এটা শুধু ইনকাম করার জায়গা নয় এটা ক্রিপ্টো সম্পর্কে জানার একটা মহাসমুদ্র বলতে পারেন। তাই বলছি ফোরামে ধৈর্য ধরে সময় দিন সিনিয়র ভাইদের পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়ুন। আপনি নিজেই সবকিছু শিখে নিতে পারবেন।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
ভাই আপনি আসলে যে ভাবে ভেবে নিয়েছেন জিনিসটা ওরকম নয়। আপনি আগে ধৈর্য ধরে ফোরামে সময় দিন। এটা শুধু ইনকাম করার জায়গা নয় এটা ক্রিপ্টো সম্পর্কে জানার একটা মহাসমুদ্র বলতে পারেন। তাই বলছি ফোরামে ধৈর্য ধরে সময় দিন সিনিয়র ভাইদের পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়ুন। আপনি নিজেই সবকিছু শিখে নিতে পারবেন।
আপনি ঠিক বলেছেন ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে হলে অনেক ধৈর্যের প্রয়োজন হবে। এখানে যারা ধৈর্য সহকারে কাজ করবে তারাই সাফল্য অর্জন করতে পারবে। সিনিয়র ভাই যেভাবে জানতে চেয়েছে তার প্রথমত ফোরামে ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং সিনিয়র ভাইদের পোস্টগুলো ভাল ভাবে ফলো করতে হবে। তাহলে বুঝতে পারবে যে এখানে কেমন ইনকাম করা যায়। তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কিভাবে সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে হয় ধন্যবাদ।
-
আপনি ফোরামে বিভিন্ন কাজ করে ইনকাম করতে পারবেন। তারমধ্যে বাউন্টি ও এয়ারড্রপ করতে আপনার কোন প্রকার বিনিয়োগ করতে হবে না। এখানে আপনি বিভিন্ন সোস্যাল মিডিয়াতে কাজ করে ইনকাম করতে পারবেন। তাছাড়া আপনি ট্রেডিংং করেও ইনকাম করতে পারবেন, তবে এক্ষেত্রে একটু ঝুঁকি রয়েছে।
-
কেউ যদি জানেন যে কিভাবে সিগনেচার করতে হয় দয়া করে একটু জানাবেন আমি পারিনা যে কি করে ইনকাম করতে হয় তাই কেউ যদি হেল্প করতেন উপকৃত হত। কিভাবে ব্যালেন্স দেখতে পারবো কিভাবে কয়েন দেখতে পারবো কিভাবে কয়েন গুলো এক্সচেঞ্জ করে টাকা পাবো সিনিয়র ভাইদের বলছি একটু বলে দিন সবাইকে আমার মত যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
-
ক্রিপ্টোকারেন্সি হলো আনলিমিটেড ইনকামের সাইট। এখানে ইনকামের কোন হিসেব নেই। আমি বাউন্টি ও এয়ারড্রপ থেকে কোন প্রকার বিনিয়োগ ছাড়াই ইনকাম করতে পারবেন। আবার আপনি চাইলে কোন কয়েন বা টোকেন এর উপর বিনিয়োগ করেও ইনকাম করতে পারবেন।
-
আমি ফোরামে একদম নতুন ইউজার Altcoinstalks কিভাবে পাব আমি সঠিক জানিনা। কিন্তু সিনিয়র ভাইয়ের পোস্টে লক্ষ্য করে কিছুটা জানতে পেরেছি। Altcoinstalks টোকন পেতে হলে আমাকে ফোরামে নিয়মিত একটিভ থাকতে হবে এবং বিভিন্ন বাউন্টিতে জয়েন হতে হবে। অনেক ধন্যবাদ সিনিয়র ভাই আপনাকে এসব বুঝি আলোচনা করার জন্য।
-
আমি ফোরামে নতুন ইউজার। Altcoinstalks কিভাবে পাব আমি সঠিক জানিনা। কিন্তু সিনিয়রভাইদের পোস্টগুলো লক্ষ্য করে কিছুটা বুঝতে পারলাম কিভাবে ইনকাম করতে হয়।altcoinstalk পেতে হলে সিগনেচার ক্যাম্পে কাজ করতে হবে। সিগনেচার ক্যাম্পে কিভাবে কাজ করতে হয় আমি সঠিক জানিনা। সিনিয়র ভাই যারা আছেন আমাদের যদি বলতেন কিভাবে সিগনেচার ক্যাম্পে কাজ করতে হবে । তাহলে খুব ভালো হতো।
-
এই বিষয়ে যদি আপনি পরিপূর্ণ ধারণা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আমি সাজেস্ট করবো যে মালামবা এর অনেকগুলো পিন পোস্ট করা হয়েছে সেগুলো যদি আপনি ভালোভাবে পড়েন এবং ভালোভাবে বুঝেন তাহলে কিন্তু আপনার এই বিষয়টাকে আপনি মাস্টার হতে পারবেন এ বিষয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং জ্ঞান অর্জন করতে পারবেন কিভাবে আপনি ফোরামে কাজ করবেন কিভাবে আপনি ইনকাম করবেন সেটা সম্পূর্ণ ডিটেইলস কিন্তু দেওয়া রয়েছে সেটা আপনি দেখে নিতে পারবেন একটু কষ্ট করে করে সেক্ষেত্রে আপনাকে ধৈর্য সহকারে সবার পোস্ট কিছুদিন পড়তে হবে তাহলে আপনি অটোমেটিকলি বুঝে যাবেন কীভাবে কী করতে হবে ধন্যবাদ সকলকে ভাল থাকবেন ফোরামের উন্নতির জন্য কাজ করবেন এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট করবেন যাতে করে সবার উপকারে আসে আপনার পোস্ট
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
ভাই দয়া করে ধৈর্য হারা না হয়ে ফোরামে বেশি বেশি সময় দিন ক্রিপ্টোকারেন্সি কি ক্রিপ্টোকারেন্সি থেকে মানুষ কিভাবে ইনকাম করছে সেটা বোঝার চেষ্টা করুন আপনি নিজেই সব কিছু বুঝতে পারবেন শুধু ধৈর্য ধরে ফোরামের সময় দিন। এখানে আপনি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন গুলোতে অনায়াসে সামান্য কিছু কাজ করেই ইনকাম করতে পারবেন।
-
ফোরামে ইনকাম করতে চাইলে আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। কারন প্রথমে আপনি কোন ইনকাম করতে পারবেন না। আপনি যদি ধৈর্যশীল হয়ে থাকেন। তাহলে আপনি অ্যালটকয়েন থেকে ভালো ইনকাম করতে পারবেন।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
আপনি আগে ধৈর্য ধরে ফোরামে সময় দিন। আমি বলি, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানার সব থেকে ভালো স্থান হচ্ছে এই ফোরাম। তাই বলছি, আগে ধৈর্য ধরে ফোরামে সময় দিন। তাহলে ধীরে ধীরে নিজেই সবকিছু শিখে নিতে পারবেন। আপনি যে ভাবে ভেবেছেন আসুলে জিনিসটা সেরকম নয়। এখানে আপনাকে কিছু ক্যাম্পেইনে জয়েন করে একটা নির্দিষ্ট সময় যাবৎ কাজ করতে হবে, সোস্যাল মিডিয়া ব্যাবহার করে। তবেই নিজের ওয়ালেটে টোকেন পাবেন এবং পরবর্তীতে টোকেন এক্সচেঞ্জ করে টাকা পাবেন। ফোরামে সময় দিন, ধীরে ধীরে সব কিছুই বুঝতে পারবেন যদি আপনার ট্যালেন্ট থাকে।
-
ফোরামে ইনকাম করতে চাইলে আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। কারন প্রথমে আপনি কোন ইনকাম করতে পারবেন না। আপনি যদি ধৈর্যশীল হয়ে থাকেন। তাহলে আপনি অ্যালটকয়েন থেকে ভালো ইনকাম করতে পারবেন।
হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ধৈর্যশীল মানুষ জীবনে উন্নতি করতে পারে। তবে ধৈর্যের সাথে সাথে অধ্যাবসায় হতে হবে কোন একটি কাজ একবার করেই থেমে থাকলে হবে না। যদি কেউ আমাদের এই এলোকোয়েন্ট ফোরামে ধৈর্যশীল এবং অধ্যাবসায় হয়ে নিয়মিত কাজ করে অবশ্যই ইনকাম করতে পারবে। ইনকামের পাশাপাশি এই ফোরাম থেকে জ্ঞান অর্জন করতে পারবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে।
-
আপনি অনেক ভালো একটা টপিক তুলে ধরেছেন। তা না হলে সিনিয়র ভাইদের এমন কমেন্টগুলো পেতাম না। আপনার পোস্টটির উত্তরে অনেক ভাই অনেকভাবে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এতে আমারও অনেকটা ধারণা লাভ হল। এই বিষয়ে অনেক কিছু জানতে পারলাম। আপনি আরো এমন পোস্ট করবেন যাতে আমরা নতুনরা অনেক কিছু শিখতে পারি সিনিয়র ভাইদের প্রতিউত্তরে।
-
আপনি একটি সুন্দর একটা টপিক তৈরি করেছেন। সেজন্য আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।আপনি যদি এই টপিক না তৈরি করেতেন তাহলে আমরা বুঝতে পারতাম না।এখানে সিনিয়র ভাইরা অনেক সুন্দর সুন্দর পোস্ট করেছেন সেখান থেকে কিছুটা এখন বুঝতে পারছি।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
আমি যেটুকু জানি আপনি যদি ফোরামের ভালোভাবে ইনকাম করতে চান। তাহলে আপনাকে ফোরাম সম্পর্কে অনেক ধারণা থাকতে হবে। আপনার ফোরামের অনেক নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনি যদি তাদের নিয়মকানুনগুলো ভালোভাবে মেনে চলেন। এবং আপনি যদি ফোরামে ধৈর্য ধরে কাজ করেন। তাহলে অবশ্যই আপনি ফোরামে ভালো মানের ইনকাম করতে পারবেন।
-
Altcointalks এ আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন। আপনি সিগনেচার ক্যাম্পেইন করতে হলে আপনাকে অবশ্যই মিনিমাম ফুলমেম্বর হতে হবে। আপনি যত পোস্ট করে আপনার র্যাংক বাড়াবেন সিগনেচার ক্যাম্পেইন করে ততবেশি ইনকাম করতে পারবেন। যাদের র্যাংক যতবেশি তাদের ইনকাম ততবেশি। সিগনেচার একটি ভাল ইনকামের অপশন। এরপর আপনি বাউন্টি সেকশনে বাউন্টি আসলে জয়েন করে সেখান থেকে ফেসবুক, টুইটার, লিংকডিন, রেডিট, টিকটক, ভিডিও তৈরি, আর্টিকেল লেখা ইত্যাদির মাধ্যমে ইনকাম করতে পারবেন।আগে ইনকাম করুন পেমেন্ট পাইলে অবশ্যই সেটা সম্পর্কে জেনে যাবেন আস্তে আস্তে।
-
শুধু altcoinstalk forum নয় যেকোনো ফোরামে বিভিন্ন বিষয় সম্পর্কে আগে ধারণা বা জ্ঞান লাভ করতে হবে। যেকোনো ফোরামের নিজস্ব কিছু নিয়মকানুন রয়েছে এসব বিষয়ে ভালো ধারণা অর্জন করতে হবে। ফোরামে থেকে শুধু ইনকাম করতে হবে এটা ভুল ধারণা এটি জ্ঞান অর্জনের জায়গা।
-
ইনকাম করতে পারবো Altcoinstalks থেকে ভালো পরিমাণ কারন আমি বিশ্বাস করি যদি সত্য ভাবে যদি আপনে এখানে কাজ করেন তাহলে আপনে খুব তাড়াতাড়ি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন । আমি মত দুর জানি এখানে কাজ করে অনেকেই নিজের জিবিকা নির্বাহ করছে।।
-
আপনি যদি Altcoinstalks এ ইনকাম করতে চান তাহলে আপনাকে প্রথমেই বাউন্টি সেকশন এ গিয়ে সব নিয়মকানুন গুলো জানতে হবে। এরপর আপনি যেখানে কাজ করবেন সেখান থেকে আপনাকে টোকেন দেওয় হবে। এবং সেই টোকেন আপনার নিজস্ব ওয়ালেটে দেওয়া হবে। কিন্তু আপনি যদি এখান থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে অনেক ধৈর্য ধরে কাজ করতে হবে।
-
এই ফোরাম থেকে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারবেন। প্রথমে আপনাকে বাউন্টি সেকশন এ গিয়ে নিয়মাবলী ভালোভাবে জানতে হবে। তারপর আপনি কাজ করবেন সেখানে আপনাকে টোকেন দেওয়া হবে। সেই টোকেন আপনার নিজস্ব ওয়ালেটে রাখতে হবে। তারপর আপনি ধৈর্য সহকারে কাজ করলে ভালো পেমেন্ট পেতে পারেন।
-
আমি যদি ভালো মানের ইনকাম করতে চান। তাহলে ফোরামে নিয়মিত উপস্থিত থাকতে হবে। আর ফোরামের রুলস গুলো সুন্দর ভাবে পড়তে হবে। সে অনুযায়ী ফোরামে কাজ করতে হবে। সিগনেচার ফোরামে সবচেয়ে বেশি ইনকাম করা যায়। কিন্তু আপনাকে অতিরিক্ত পরিশ্রম ও ধৈর্য ধারণ করতে হবে। তাহলেই ভালো মানের ইনকাম করতে পারবেন।
-
আমি ফর্মে নতুন তবে আমার জানা মতে বাউন্টি সেকশন চলে যান। যেকোনো রানিং বাউন্টি পেজে গিয়ে দেখুন সব নিয়মকানুন দেওয়া আছে। সেখান থেকে জয়েন করুন। কাজ করুন এবং নিজস্ব ওয়াললেট টোকেন নিবে
-
আপনি চাইলে বাউন্টি বা এয়ারড্রপ থেকে সহজেই ইনকাম করতে পারবেন কোন ইনভেস্টমেন্ট ছাড়া। আপনি চাইলে আরও অল্টকয়েন্স থেকে সিগনেচার কেম্পেইন এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।
-
আপনাকে ইনকাম করতে চাইলে ধৈর্য জিনিসটা রাখতেই হবে। আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আপনি নিজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এবং তারপর আপনি এই ফোরাম থেকে ইনকাম করতে পারবেন।
-
আপনাকে ইনকাম করতে চাইলে ধৈর্য জিনিসটা রাখতে হবে। ফোরামে টপিক গুলো ভালোভাবে পড়ে দারণা নিতে হবে।তার পড়ে আপনি Altconstalksএ ইনকাম করতে পারবেন।
-
কেউ যদি জানেন যে কি ভাবে সিগ্নেচার করতে হয় প্লিজ একটু জানাবেন। আমি পারি না কি ভাবে ইনকাম করতে হয় তাই যদি কেউ হেল্প করতেন উপকৃত হত।
১. কি ভাবে ব্যালেন্স দেখবো?
২. কি ভাবে কয়েন দেখতে পারবো?
৩. কি ভাবে কয়েন এক্সচেঞ্জ করে টাকা পাবো?
আপদত এতো টুকু জানলেই হবে।
সিনিয়ার ভাইদের বলছি একটু বলে দেন সবাই উপকৃত হবে আমার মতো যারা এই ফোরামে নতুন তাদেরও উপকার হবে।
একটু ভালো করে বলে দিলে ভালো হতো।
আমরা সবাই জেনো বুজতে পারি ধন্যবাদ।
আপনি যে টপিক শেয়ার করেছেন, সেটা থেকে বোঝা যাচ্ছে আপনি ফোরামের রুলস ভালোভাবে না দেখে এবং রুলস গুলো ভালোভাবে ফলো করেননি। কারণ প্রিন্ট মেসেজ দেওয়া রয়েছে সেগুলো যদি আপনি ফলো করতেন ।তাহলে আপনার এরকম টপিক পোস্ট করতেন না। কারণ ফোরামে সুন্দর করে প্রিন্ট করে দেওয়া রয়েছে। আশা করবো আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।
-
আপনি যে টপিক শেয়ার করেছেন, সেটা থেকে বোঝা যাচ্ছে আপনি ফোরামের রুলস ভালোভাবে না দেখে এবং রুলস গুলো ভালোভাবে ফলো করেননি। কারণ প্রিন্ট মেসেজ দেওয়া রয়েছে সেগুলো যদি আপনি ফলো করতেন ।তাহলে আপনার এরকম টপিক পোস্ট করতেন না। কারণ ফোরামে সুন্দর করে প্রিন্ট করে দেওয়া রয়েছে। আশা করবো আপনি বিষয়টি বুঝতে পেরেছেন।
ℹ️ আপনি সাধারণত এমন বিষয়গুলিতে শুরুর পোস্টের উত্তর দেন যেখানে আলোচনা বেশ কয়েক পৃষ্ঠা জুড়ে বিস্তৃত। এটি অন্যান্য আলোচনা অংশগ্রহণকারীদের প্রতি অসম্মানজনক হতে পারে। অনুগ্রহ করে প্রকৃত আলোচনা অনুসরণ করুন, কেবল বহু বছর আগে ফোরাম ছেড়ে যাওয়া ব্যক্তিদের উত্তর দেবেন না।
ℹ️ You tend to reply to the starting post in topics where discussion has spanned several pages. This may be disrespectful to other discussion participants. Please follow actual discussion, not just reply to people who left the forum years ago.