Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on August 31, 2020, 04:15:36 PM
-
আমরা ২০১৭ সালে ইথিরিয়ামের একটি BULL RUN দেখেছিলাম যা খুব তারাতারি ই ১৫০০ ডলার পর্যন্ত ওঠেছিলো। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। যদি মার্কেটের এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুতই ১ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে ইথিরিয়াম। এ ব্যাপারে আপনাদের প্রেডিকশন কি?
-
আসলে ক্রিপ্টো মার্কেট কোন সমায় কোন দিকে যাবে কেও বলতে পাড়বে না।আমার মনে হয় মার্কেট যতোই ভালো হোক ইথারিয়াম 600$ এর উপরে যাবে না কোন দিন।কিন্ত যদি যায় যারা ক্রিপ্টোকারেন্সিরতে কাজ করে সবার জন্য ভালো হয়।
-
একচুয়ালি ইথেরিয়ামের অবস্থা একটু ভালোর দিকে দেখা যাচ্ছে কেননা ইথেরিয়ামের দাম 400 থেকে 450$ পর্যন্ত আপডাউন করতেছে। আজকে ইথেরিয়ামের দাম 433 ডলারে দেখতে পেলাম। যে হার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে 500 ডলার হতে বেশি সময় লাগবে না। তবে 2020 সালের মধ্যেই ইথেরিয়াম এর দাম 1000 ডলার হবে বলে আশা করা যাচ্ছে।
-
একচুয়ালি ইথেরিয়ামের অবস্থা একটু ভালোর দিকে দেখা যাচ্ছে কেননা ইথেরিয়ামের দাম 400 থেকে 450$ পর্যন্ত আপডাউন করতেছে। আজকে ইথেরিয়ামের দাম 433 ডলারে দেখতে পেলাম। যে হার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে 500 ডলার হতে বেশি সময় লাগবে না। তবে 2020 সালের মধ্যেই ইথেরিয়াম এর দাম 1000 ডলার হবে বলে আশা করা যাচ্ছে।
বর্তমানে ৪৭০ ডলারে চলে গেছে যা গতকালের চেয়ে প্রায় ৪০ ডলার বেশী। তাই আমার কাছে মনে হচ্ছে ইথিরিয়াম এখনো নাগালের ভিতরে কিন্তু খুব বেশী সময় লাগবে না বুম হতে। আমি কিছু কিনে রাখলাম দেখি কি হয়।
-
ইথেরিয়াম এর দাম এত দ্রুত হারে বাড়িতেছে যে হয়তো আজকের মধ্যেই 800 ডলারে টাচ করতে পারে। 2020 সালের মধ্যেই 1000 হবে বলে আশা করা যাচ্ছে।
-
আমি আপনার সাথে একমত পোষণ করছি। ইথার যে ভাবে এগোচ্ছে তাতে 1000 এ উন্নিত হওয়া একেবারে সহজ মনে হচ্ছে। তাছাড়া ইথার এর এ ধরনের অভিজ্ঞতা আছে। 2017 সালে 1500 তে উন্নিত হয়েছিল। কাজেই বলা যায় খুব দ্রুতই ইথার 1000 স্পর্শ করতে যাচ্ছে।
-
ইথেরিয়াম এর দাম যেভাবে বৃদ্ধি পেতে শুরু করেছিল। তাতে এই সপ্তাহের মধ্যে 500 ডলারের টাচ করতো। কিন্তু তৃতীয় ধাপে এসে ইথেরিয়াম 500 ডলারের টাচ করতে পারেনি। তবে ইথেরিয়াম এর দাম এই 2020 সালের মধ্যে 1000 ডলারের টাচ করবে বলে আশা করা যাচ্ছে।
-
ইথেরিয়াম এর দাম যেভাবে বৃদ্ধি পেতে শুরু করেছিল। তাতে এই সপ্তাহের মধ্যে 500 ডলারের টাচ করতো। কিন্তু তৃতীয় ধাপে এসে ইথেরিয়াম 500 ডলারের টাচ করতে পারেনি। তবে ইথেরিয়াম এর দাম এই 2020 সালের মধ্যে 1000 ডলারের টাচ করবে বলে আশা করা যাচ্ছে।
হ্যা আজ দেখলাম ইথার আবার ডাউন খেয়ে গেছে, তাই মনে হচ্ছে একটু টাইম লাগবে। তবে এখন মনে হয় কিছু কিনে রাখার সময়। যাদের কাছে এক্সট্রা টাকা আছে তারা এখন ইথার কিনে রাখলে পরবর্তীতে ভালো প্রফিট পাবে বলে মনে করি।
-
ইথেরিয়াম এর দাম বর্তমান ৩৯৪ ডলার রয়েছে। তবে ইথারের দাম গতকাল এবং তার আগেরদিন অনেক ভাল ছিল। গত কালকে এর দাম ৪৩৩ ডলার অবস্থান করছিল। তার আগেরদিন আরেকটু বেশি ছিল। কিন্তু আজকে দাম কমেছে। সবাই দাম বৃদ্ধির আশা করে। দাম বৃদ্ধি পাবে। এই বছরের মধ্যে ৫০০$ বা ৬০০$ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইথেরিয়াম ২.০ বলে কথা।
-
ইথেরিয়াম একটি জনপ্রিয় কয়েন এটি পৃথিবীর প্রায় দেশেই প্রচলিত। ইথেরিয়াম এর দাম খুবই ওঠানামা করে তাই সঠিকভাবে বলা যায় না যে এর দাম কত। ইথেরিয়াম এর বর্তমান দাম 390 ডলার। গত কয়েকদিন আগে এর দাম 405 ডলারে ছিল। ইথেরিয়াম এর দাম কমে বাড়ার জন্য তবুও যতই কম হোক না কেন তবু ইথেরিয়াম এর দাম ঊর্ধ্বমুখীতাই বলা যায় যে এটি খুব শীঘ্রই দাম বৃদ্ধি পাবে তাই বলা যায় যে 1000 ডলারের উপরে চলে যাবে।
-
ইথারিয়াম এর দাম 1000 ডলার 2020 সালে পৌঁছাবে কিনা তা নির্দিষ্ট করে বলা মুশকিল। কারণ ক্রিপ্টো মার্কেটে কয়েনের দাম সব সময় ওঠানামা করে। বর্তমানে ইথারিয়ামের দাম প্রায় 470 ডলার যা গত কয়েকদিনের চেয়ে প্রায় 40 ডলার বেশি। 2017 সালে ইথারিয়ামের দাম 1500 ডলারে পৌঁছে ছিল। তাই বলতে পারি 2020 সালের মধ্যেই ইথারিয়ামের দাম 1000 ডলার ছাড়িয়ে যাবে।
-
ইথারিয়াম গত কয়েকদিনে প্রায় ১০০ ডলারের চেয়ে বেশি দাম হারিয়েছে। আপাতত ৫০০ ডলার এর বেশিতে স্টাবল হলে ভালো হতো। ১০০০ ডলার যেতে হলে বিটকয়েনের দাম বাড়তে হবে এবং সাথে সাথে ইথারের নিজস্ব দাম বাড়তে হবে।
-
ইথেরিয়াম এর প্রাইস যেভাবে বাড়িতে যাচ্ছিল আমার বিশ্বাস হয়েছিল যে খুব তাড়াতাড়ি 1000 ডলার হবে।কিন্তু এখন আবারও ইথিরিয়াম এর দাম কমে যাচ্ছে এমত অবস্থায় আমি মনে করি হয়তো কখনও এর প্রাইস 1000 ডলার হওয়ার সম্ভাবনা নেই। যদি হয় তাহলে ভালো
-
ইথার এর দাম কিছুদিন আগে অনেক দাম বেড়েছিল কিন্তু তা বেশি দিন থাকি নি আবার কমে গিয়েছে। 2020 সালের শেষে এটি কোন দিকে যায় সেটা সময়ই বলে দেবে।
-
আমরা ২০১৭ সালে ইথিরিয়ামের একটি BULL RUN দেখেছিলাম যা খুব তারাতারি ই ১৫০০ ডলার পর্যন্ত ওঠেছিলো। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। যদি মার্কেটের এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুতই ১ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে ইথিরিয়াম। এ ব্যাপারে আপনাদের প্রেডিকশন কি?
হ্যাঁ ভাই আপনি ঠিক কথা বলছেন একদম 2017 সালে ইথেরিয়াম খুব তাড়াতাড়ি পনেরশো ডলার পর্যন্ত উঠেছিল। কিন্তু বর্তমানে এসারের অবস্থা একদমই খারাপ। আশা করি 2021 সালে ইথেরিয়াম 1000 ডলার ছাড়িয়ে যাবে।
-
খুব শীঘ্রই ইথার এর দাম এক হাজার ডলারে উন্নীত হবে সেটা বলা যাচ্ছে না কারণ বর্তমান পরিস্থিতিতে ইথারের দাম বেশ কিছুদিন হল স্থির আছে এর পরবর্তী মুভমেন্ট এখনও বোঝা যাচ্ছে না বলেই 1000 ডলার হবে কি হবে না তা বলা কঠিন।
-
ইথেরিয়াম খুব শীঘ্রই 2021 সালের শুরুতেই এক হাজার থেকে বারোশো ডলার স্পর্শ করবে। ইথেরিয়াম এর দাম কিছুদিন পর থেকে বাড়তে শুরু করবে।
-
বর্তমানে এটি খুব একটা সহজ কাজ না। যেখানে বিটকয়েন এর দাম পড়ে গেছে এল্টা কয়েনের দাম বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে বলতেই পারি এটি একটি কঠিন ব্যাপার। মার্কেট আগের অবস্থানে নেই। তাই কবে 1000 ডলার দাম হবে ইথারের বলা মুশকিল।
-
আমার মনে হয় ইথিরিয়াম বুল রান শুরু করেছে। গতকার ইথার প্রাইস দেখেছি 380 ডলার আর আজ কে দেখছি 412 ডলার মনে হচ্ছে এখন বুল রান শুরু হয়ে গেল।
-
যে কয়েন 1500 ডলারে ওঠার ক্ষমতা রাখে তাকে 1000 এ উঠার কথা বললে তো আমি মনে করি তার জন্য খুব সামান্য ব্যাপার। দেখেন যদি বিটকয়ন কে তাহলে বুঝতে পারবেন যে বিটকযেন সর্বোচ্চ উঠেছিল 20000 হাজারে কিন্তু এখন তার চেয়ে কম আছে কিন্তু এখন এর প্রাইস প্রিডিকশনের কথা বললে বেশির ভাগ মানুষ ই বলে এটি 30000-50000 এর মধ্যে বা এর উর্ধ্বে চলে যেতে পারে। সে ক্ষেত্রে ইথিরীয়ামের 1000 খুবই নগন্য একটি বিষয় আমি মনে করি।
-
আমরা সবাই দেখেছি ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রতিনিয়ত উঠানামা করে। কিন্তু ইথেরিয়াম প্রিয় প্ল্যাটফর্ম এটিকে বিটকয়েন এর পরের স্থান রয়েছে। বর্তমানের প্রাইস 400 ডলারের উপরে দেখলাম। আমার মনে হয় বিটকয়েনের প্রায় 20,000 ডলার হয় তাহলে ইথারিয়াম এর প্রাইস 1000 ডলার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
-
একচুয়ালি ইথেরিয়ামের অবস্থা একটু ভালোর দিকে দেখা যাচ্ছে কেননা ইথেরিয়ামের দাম 400 থেকে 450$ পর্যন্ত আপডাউন করতেছে। আজকে ইথেরিয়ামের দাম 433 ডলারে দেখতে পেলাম। যে হার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে 500 ডলার হতে বেশি সময় লাগবে না। তবে 2020 সালের মধ্যেই ইথেরিয়াম এর দাম 1000 ডলার হবে বলে আশা করা যাচ্ছে।
ইয়েস ব্রো আমারও তাই মনে হয় 2020 সালের শেষের দিকে ইথেরিয়াম এর প্রাইস 1000 ডলার হবে।
-
বর্তমান সময়ে ethereum এর প্রাইস অনেক বেড়েই চলছে। Ethereum এর price যেভাবে বৃদ্ধি পাচ্ছে খুব তাড়াতাড়ি 1000 ডলার হওয়ার সম্ভাবনা আছে।
-
বর্তমান সময়ে ethereum এর প্রাইস অনেক বেড়েই চলছে। Ethereum এর price যেভাবে বৃদ্ধি পাচ্ছে খুব তাড়াতাড়ি 1000 ডলার হওয়ার সম্ভাবনা আছে।
আপনার কথা ঠিক আছে আমি আপনার কথার সাথে একমত জানাচ্ছি। ইথারের দাম খুব তাড়াতাড়ি 1000 ডলার ছাড়াবে আশা করছি।
-
বর্তমান সময়ে ethereum এর প্রাইস অনেক বেড়েই চলছে। Ethereum এর price যেভাবে বৃদ্ধি পাচ্ছে খুব তাড়াতাড়ি 1000 ডলার হওয়ার সম্ভাবনা আছে।
আপনার কথা ঠিক আছে আমি আপনার কথার সাথে একমত জানাচ্ছি। ইথারের দাম খুব তাড়াতাড়ি 1000 ডলার ছাড়াবে আশা করছি।
খুব তাড়াতাড়ি বললে ভুল হবে। 2021 সালের মধ্যে 1000 ডলার হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তার পরেও সঠিকভাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কথা কেউ বলতে পারবে না। কবে থেকে দাম বৃদ্ধি পাবে বা বাড়বে।
-
আসলে ক্রিপ্টো মার্কেট কোন সমায় কোন দিকে যাবে কেও বলতে পাড়বে না।আমার মনে হয় মার্কেট যতোই ভালো হোক ইথারিয়াম 600$ এর উপরে যাবে না কোন দিন।কিন্ত যদি যায় যারা ক্রিপ্টোকারেন্সিরতে কাজ করে সবার জন্য ভালো হয়।
আপনার কথার সাাথে একমত হতে পারলাম না। কারণ ইথিরিয়াম প্রাইস কিন্তু পুর্বে অনেকদুর গিয়েছিল সেই হিসেবে বর্তমান দাম খুবই কম। আশা করি এটি অচিরেই বাড়বে।
-
যতদুর জানি ইথিরিয়াম 2.0 এবছর ই লঞ্চ করবে। আর যদি এটি সফলভাবে কাজ করতে পারে। তাহলে আগামি তে ইথারের দাম অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে ইথার প্রাইস খুব সহজেই 1000 ডলারে উন্নিত হতে পারে।
-
আসলে ক্রিপ্টো মার্কেট কোন সমায় কোন দিকে যাবে কেও বলতে পাড়বে না।আমার মনে হয় মার্কেট যতোই ভালো হোক ইথারিয়াম 600$ এর উপরে যাবে না কোন দিন।কিন্ত যদি যায় যারা ক্রিপ্টোকারেন্সিরতে কাজ করে সবার জন্য ভালো হয়।
ইথার প্রাইস তো একই জায়গায় রয়েছে। এ বছরের বেশির ভাগ সময় আমি দেখলাম এর বড় কোন মুভমেন্ট হয়নি। একটি অবস্থানে রয়েছে। তবে আমি বিশ্বাস করি এটি আবার আপ করবে খুব স্বল্প সময়ের মধ্যে।
-
বর্তমানে ইথারিয়াম দাম 400 ডলারের উপরে আছে। 2021 সালের পরে আমার মনে হয় 1000 ডলার হতে পারে।
-
বর্তমানে ইথারিয়াম দাম 400 ডলারের উপরে আছে। 2021 সালের পরে আমার মনে হয় 1000 ডলার হতে পারে।
2021 সালের পর তো সেটা অনেক সময়। আমার মনে হয় 2021 সালের মধ্যে ইথারিয়াম 1000 ডলার হবে। বর্তমান পজিশন দেখে বলা যায় 2021 সালের পরে ইথেরিয়াম এর দাম 1000 ডলার ছাড়িয়ে যাবে।
-
বর্তমান অবস্থা বিবেচনা করে বলা যাচ্ছে যে ইথেরিয়াম খুব সহজেই 1000 ডলার স্পর্শ করতে পারবে না। অন্ততপক্ষে 2020 সালে তো সম্ভব নয় 2021 সালে এটি হতে পারে।
-
বর্তমান অবস্থা বিবেচনা করে বলা যাচ্ছে যে ইথেরিয়াম খুব সহজেই 1000 ডলার স্পর্শ করতে পারবে না। অন্ততপক্ষে 2020 সালে তো সম্ভব নয় 2021 সালে এটি হতে পারে।
হ্যা ঠিক ধরেছেন, তখন মনে হয়েছিলো খুব দ্রুতই ১ হাজার ডলার যাবে কিন্তু মাঝখানে ডাউন হওয়ার কারনে তা সম্ভব হয়নি। তবে ইথিরিয়াম ২ আসলে একটা পাম্প আসা করা যায়। সেক্ষেত্রে ২০২১ এর শুরুর দিকে আশা করছি ১ হাজার ডলারের কাছে যেতে পারবে।
-
বর্তমানে ইথার এর দাম $460 থেকে $475 এর ভিতরে ওঠানামা করতেছে । আগামী বছরে ইথার এর দাম 1000 ডলারে স্পর্শ করবে কিন্তু এই বছরে ইথার এর দাম 1000 ডলার স্পর্শ নাও করতে পারে ।
-
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই ভালোর দিকে প্রায় সকল কয়েনের দাম পাম হচ্ছে। ইথেরিয়ামের দাম বেশ কিছুদিন ধরেই 450 থেকে 480 পর্যন্ত উঠানামা করছে। তবে 2017 সালের মতো হতেও পারে ।কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখন কোন দিকে মোড় নেয় তা আগাম বলা মুশকিল।
-
হাঠাৎ বিটকয়েনের যে দাম বাড়া শুরু হয়েছিল তা আবার একটু থমকে গিয়েছে গত দিনের চেয়ে কিছুটা কমে গিয়েছে। তবে ইথার কিন্তু বিটকয়েন যখন বেড়েছিল তখন কিন্তু বাড়েনি। ইথার অন্যকোন কারনে থমকে আছে। তবে সব কয়েনই যেহেুতু মুভমেন্ট করেছে সেহেতু ইথারও করবে। এই বছরের শেষে এটি ভাল একটি অবস্থানে যাবে আমার বিশ্বাস।
-
হাঠাৎ বিটকয়েনের যে দাম বাড়া শুরু হয়েছিল তা আবার একটু থমকে গিয়েছে গত দিনের চেয়ে কিছুটা কমে গিয়েছে। তবে ইথার কিন্তু বিটকয়েন যখন বেড়েছিল তখন কিন্তু বাড়েনি। ইথার অন্যকোন কারনে থমকে আছে। তবে সব কয়েনই যেহেুতু মুভমেন্ট করেছে সেহেতু ইথারও করবে। এই বছরের শেষে এটি ভাল একটি অবস্থানে যাবে আমার বিশ্বাস।
ইথার এর এত ব্যবহার সেই অনুযায়ী দাম বাড়ছেনা কিন্তু, তবে যেহেতু মার্কেটে বিটকয়েনের পরেই ইথারের অবস্থান সেহেতু যেকোন সময় ব্লাস্ট হবে, সেটা ইথিরিয়াম ২ আসার পরেও হতে পারে। আমার মনে হয় এখনো ইথার আমাদের সামর্থের ভিতরে আছে, আশা করছি একদিন তার দাম আকাশছোয়া হবে।
-
আমরা ২০১৭ সালে ইথিরিয়ামের একটি BULL RUN দেখেছিলাম যা খুব তারাতারি ই ১৫০০ ডলার পর্যন্ত ওঠেছিলো। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। যদি মার্কেটের এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুতই ১ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে ইথিরিয়াম। এ ব্যাপারে আপনাদের প্রেডিকশন কি?
আগামি 1 তারিখ বোঝা যাব্যে। যে ইথার কবে 1000 ডলার স্পর্শ করবে। তার আগে বলা খুবই অসম্ভব।
-
ইথারিয়াম এর যে অবস্থা আমার মনে হয়না 2020 সালে 1000 ডলার্স স্পর্শ করবে। আমরা 2021 সালে ইথারিয়াম এর একটি ভালো অবস্থা দেখতে পারবো। কেননা ইথারিয়াম আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠতেছে।
-
বর্তমানে ইথিরিয়াম এর দাম খুব দ্রুত বৃদ্ধি পেতে চলেছে বর্তমানে ইথেরিয়াম এর দাম 500 ডলারের কাছাকাছি। 2020 সালে ইথেরিয়াম এর দাম 1000 ডলার স্পর্শ করতে পারে।
-
মার্কেটের যে অবস্থা বর্তমানে সেটা বিবেচনা করে দেখা যায় বিটকয়েনের প্রাইস যদি 25 হাজার ডলার হয় তাহলে ইথেরিয়াম এর প্রাইস পনেরশো ডলার উপরে যাবে।
-
আসলে ক্রিপ্টো মার্কেট কোন সমায় কোন দিকে যাবে কেও বলতে পাড়বে না।আমার মনে হয় মার্কেট যতোই ভালো হোক ইথারিয়াম 600$ এর উপরে যাবে না কোন দিন।কিন্ত যদি যায় যারা ক্রিপ্টোকারেন্সিরতে কাজ করে সবার জন্য ভালো হয়।
হ্যাঁ ভাই ঠিক বলেছেন। আমারও মনে হয় না যে ইথারিয়াম এর দাম 600 ডলারের উপরে যাবে। আর যদি 600 ডলারের উপরে যায় তাহলে যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করেন তাদের সবার জন্য ভালো হবে। আর যদি ইথারিয়াম এর দাম বাড়ে তাহলে বাড়ুক আমাদের জন্য ভালো হবে।
-
ইথেরিয়াম টোকেনের দাম মাঝখানে কমে গেলেও এর দাম আবার বৃদ্ধি পেতে শুরু করেছে তাহলে বলা যায় যে না এর দাম বৃদ্ধি পেয়ে 1000 টাচ করবে।
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সদা পরিবর্তনশীল কারণ ক্রিপ্টোকারেন্সি ধর্ম কোন কয়েনের দাম সব সময় ওঠানামা করা বা ক্রিপ্টো মার্কেট স্থির নয়। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সকল কয়েনের দাম বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। ইথার এর দামও অনেক বেড়েছে প্রায় 500 ডলার। এভাবে চলতে থাকলে 2021 সালের মাঝামাঝি ইথার এর দাম 1000 ডলার হতে পারে।
-
আসলে ক্রিপ্টো মার্কেট কোন সমায় কোন দিকে যাবে কেও বলতে পাড়বে না।আমার মনে হয় মার্কেট যতোই ভালো হোক ইথারিয়াম 600$ এর উপরে যাবে না কোন দিন।কিন্ত যদি যায় যারা ক্রিপ্টোকারেন্সিরতে কাজ করে সবার জন্য ভালো হয়।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন কারণ আমার মনের কথাটাই বলেছেন বার্কের যতই ভালো হোক ইথেরিয়াম 600 ডলার এর উপরে যাবে না আর যদি এর উপরে যায় তাহলে সবার জন্যই ভালো হবে
-
ইথেরিয়াম এর প্রাইস যেভাবে বাড়িতে যাচ্ছিল আমার বিশ্বাস হয়েছিল যে খুব তাড়াতাড়ি 1000 ডলার হবে।কিন্তু এখন আবারও ইথিরিয়াম এর দাম কমে যাচ্ছে এমত অবস্থায় আমি মনে করি হয়তো কখনও এর প্রাইস 1000 ডলার হওয়ার সম্ভাবনা নেই। যদি হয় তাহলে ভালো
ধন্যবাদ ভাই আপনার মতামত আর আমার মতবাদ একদম একি
-
বিটকয়েনের প্রাইস যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হিসেবে কিন্তু ইথেরিয়াম এর দাম ততটা বৃদ্ধি পাচ্ছে না। তবুও বিটকয়েনের যখন 20,000 ডলার ছাড়িয়ে যাবে তখন ইথিরিয়াম এর দাম 1000 ডলার এর কাছাকাছি থাকবে।
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে কোন কিছুই সঠিকভাবে বলা যায়না। কেননা ক্রিপ্ত বাজার সবসময় আপডাউন করে। আমার মনে হয় ইথেরিয়াম বৃদ্ধিতে বিটকয়েন ভূমিকা রাখে কিনা বিটকয়েনের দাম বৃদ্ধি পায় তাহলে ইথেরিয়াম এর দামও বৃদ্ধি পায়। কিন্তু বর্তমানের ধারা যদি অব্যাহত রাখে তাহলে আমার মনে হয় ইথেরিয়াম ওয়ান কে স্পর্শ করবে
-
আমরা ২০১৭ সালে ইথিরিয়ামের একটি BULL RUN দেখেছিলাম যা খুব তারাতারি ই ১৫০০ ডলার পর্যন্ত ওঠেছিলো। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। যদি মার্কেটের এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুতই ১ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে ইথিরিয়াম। এ ব্যাপারে আপনাদের প্রেডিকশন কি?
আপনার ধারণা ঠিক হতে পারে বর্তমানে ইট্রিয়াম এর মুভমেন্ট খুব ভালো লক্ষ করা যাচ্ছে আজ দেখছি ইত্রিয়াম 580 ডলারের উপরে অবস্থান করছে। তবে ইথেরিয়াম যেভাবে পাম্প করছে তাতে ধারণা করা যাচ্ছে খুব দ্রুত ইথিরিয়াম 1000 ডলার হিট করতে যাচ্ছে। আমার মনে হয় 2021 সালের প্রথম দিকেই ইথেরিয়াম 1000 ডলারের মাইলফলক স্পর্শ করবে।
-
আমার দেখে ছিলাম ইথেরিয়াম যেভাবে পাম্প করতে শুরু করেছিল তাতে মনে হয়েছিল যে অল্প কিছুদিনের মধ্যেই ইথেরিয়াম এর দাম 1000 ডলারের মধ্যে অবস্থান করতে পারে। কিন্তু সেটা আর হলো না। 650 ডলারের মধ্যে অবস্থান করে তারপরে আবার নিচের দিকে নামতে শুরু করলো। এখন বর্তমানে ইথেরিয়াম এর দাম 577 ডলারের মধ্যে অবস্থান করছে।
-
একচুয়ালি ইথেরিয়ামের অবস্থা একটু ভালোর দিকে দেখা যাচ্ছে কেননা ইথেরিয়ামের দাম 400 থেকে 450$ পর্যন্ত আপডাউন করতেছে। আজকে ইথেরিয়ামের দাম 433 ডলারে দেখতে পেলাম। যে হার দাম বৃদ্ধি পাচ্ছে তাতে 500 ডলার হতে বেশি সময় লাগবে না। তবে 2020 সালের মধ্যেই ইথেরিয়াম এর দাম 1000 ডলার হবে বলে আশা করা যাচ্ছে।
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে বলার জন্য সুন্দরভাবে গাইডলাইন দেওয়ার জন্য। আমারও মনে হচ্ছে 2020 সালের মধ্যে 1000 টাকা হবে আশা করা যাচ্ছে
-
আমরা ২০১৭ সালে ইথিরিয়ামের একটি BULL RUN দেখেছিলাম যা খুব তারাতারি ই ১৫০০ ডলার পর্যন্ত ওঠেছিলো। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। যদি মার্কেটের এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুতই ১ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে ইথিরিয়াম। এ ব্যাপারে আপনাদের প্রেডিকশন কি?
ভাই ২০১৭ সাল ছিলো ইথেরিয়ামের জন্যে স্বর্ণযুগ। ২০১৭ সালে ইথেরিয়াম যে রেকর্ড তৈরী করে রেখেছে তা এতো সহজে ভাঙ্গা যাবে বলে আমার মনে হয় না। তাছাড়া ২০২০ সাল তো প্রায় শেষের দিকে। ২০২০ সালের যে অল্প কিছু দিন বাকি আছে তার মধ্যে ইথেরিয়ামের দাম ১০০০ ডলার হওয়াটা প্রায় অসম্ভব। কিন্তু ক্রিপ্টোকারেন্সির মার্কেটে অসম্ভব বলে কিছু নেই, তাই যে কোন সময় ইথেরিয়াম ১০০০ ডলার হিট করতেও পারে। তবে ২০২০ সালে যদি ১০০০ ডলার হিট নাও করতে পারে, ২০২১ সালের প্রথম দিকে অবশ্যই ১০০০ ডলার হবে বলে আমি আশাবাদী।
-
বিটকয়েনের প্রাইস যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হিসেবে কিন্তু ইথেরিয়াম এর দাম ততটা বৃদ্ধি পাচ্ছে না। তবুও বিটকয়েনের যখন 20,000 ডলার ছাড়িয়ে যাবে তখন ইথিরিয়াম এর দাম 1000 ডলার এর কাছাকাছি থাকবে।
বিটকয়েন ও ইথেরিয়াম বাজার আবারো নিম্নগামী যাত্রা শুরু করেছে। বলা যাচ্ছে না মার্কেট কোন দিকে যাবে। তবে সামনে ক্রিসমাস শিরোমণি আছে যাতে বিটকয়েন ইথেরিয়াম কিছুটা বৃদ্ধি পেতে পারে।
-
আজকে ক্রিপ্টো মার্কেটের যে অবস্থা তাতে বোঝা যায় যে সকল মুদ্রার দামি ভবিষ্যতে বাড়বে কিনা সেটা কেউ বলতে পারবে না কেননা আজকে ক্রিপ্টো মার্কেট অনেকটা নিম্নমুখী সকল মুদ্রার দাম দেখলাম আজকে কমে গেছে সেই জন্য আমি বলতে পারছি না যে ইথেরিয়াম এর দাম 1000 হাজার ডলারে পৌঁছাতে পারবে কিনা
-
ইথেরিয়াম এর প্রাইস 600 ডলারের উপরে ছিল কিছুদিন। তারপরে আবার হঠাৎ করে দিলাম এর প্রাইস আরও কমে গিয়েছে।ইথেরিয়াম টু পয়েন্ট জিরো ভার্শন চালু হওয়ায় আমি ভেবেছিলাম কৃত্রিম খুব তাড়াতাড়ি এক হাজার ডলারে পা রাখবে। কিন্তু এতটা বৃদ্ধি না পেয়ে আবারো প্রাইস কমেছে।
-
আমরা ২০১৭ সালে ইথিরিয়ামের একটি BULL RUN দেখেছিলাম যা খুব তারাতারি ই ১৫০০ ডলার পর্যন্ত ওঠেছিলো। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। যদি মার্কেটের এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুতই ১ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে ইথিরিয়াম। এ ব্যাপারে আপনাদের প্রেডিকশন কি?
আমরা সবাই আশা করচি ২০২১ সালে মার্কেট আরো অনেক ভালো হবে আর অনেক ক্যাম্পেইন আসবে জেগুলা সাকসেস হবে সবকিছু চিন্তা করলে দেখা যায় যে সামনে বীতকেয়েন আর ইথারিয়াম আর অনেক বাড়তে যাচ্ছে আমাদের এখন সম্ভব হলে অপেক্ষা করতে হবে তাহলেই আমরা ভালো কিছু করতে পারবো।
-
ইথেরিয়াম খুব দ্রুতই 1000 ডলার স্পর্শ করবে এ বিষয়ে নির্দিষ্ট করে বলা যাবেনা।ক্রিপ্টোকারেন্সি মার্কেট কখন কোন দিকে মোড় নেয় তা আগাম বোঝা যায় না। তবে আমার ধারণা অতি শীঘ্রই ইথেরিয়াম এক হাজার ডলারে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম।
-
বর্তমানে ইথার এর অবস্থা অনেক ভালো দাম অনেক বৃদ্ধি পাচ্ছে ।কয়েকদিন আগে ইথারিয়াম এর দাম 600 ডলার পার করেছিল ।বর্তমানে দাম কিছুটা কমলেও দাম আবার পাম্প করার সম্ভাবনা আছে ।তবে আমার ধারণা ইথার এর দাম 1000 ডলার পর্যন্ত নাও পৌঁছাতে পারে আমি মনে করি ইথার এর দাম 700 থেকে 800 ডলার হতে পারে।
-
2020 সাল প্রায় শেষের দিকে এসেছে। বর্তমান সময়ে কিন্তু ইথারিয়াম এর প্রাইস 600 ডলারের মত। এই বছরে হয়তো যদিও ইথারিয়াম এর প্রাইস বিডি প্রায় 650 হতে পারে। 2021 সালে যে এ ধরনের প্রাইস 1000 ডলার হবে এটা আমি সমস্ত সিনিয়র ভাইদের কাছেই শুনেছি। এবং এই বিশ্লেষণ প্রত্যেকটা সিনিয়র ভাই করেছেন। এজন্য আমার মনে হচ্ছে ইথারিয়াম এর প্রাইস অবশ্যই 2021 সালে 1000 ডলার এর ওপরে যাবে।
-
ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আসলে কেউ নির্দিষ্টভাবে কিছু বলতে পারবে না কারণ এর মার্কেট সব সময় ওঠানামা করে। তবে ইথেরিয়াম এর এক হাজার ডলার স্পর্শকরার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে বিটকয়েনের দিকে কেননা ক্রিপ্টো মার্কেট এর সমস্ত কয়েন নির্ভর করে বিটকয়েন এর উপর।
-
কয়েক মাস ধরেই ইথারের দাম বৃদ্ধি পাচ্ছে। ইথারের দাম বৃদ্ধি পেয়ে 600 ডলারের উপরে ফোন করেছিলে। ইথার এর দাম কিছুটা কমে বর্তমানে 587 ডলার থেকে 550 ডলারের মধ্যে উঠানামা করছে। অনেকেই বলাবলি করছে দাম আরো বৃদ্ধি পাবে। এবং 700 ডলার থেকে 50 পর্যন্ত হতে পারে।
-
আমরা ২০১৭ সালে ইথিরিয়ামের একটি BULL RUN দেখেছিলাম যা খুব তারাতারি ই ১৫০০ ডলার পর্যন্ত ওঠেছিলো। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। যদি মার্কেটের এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুতই ১ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে ইথিরিয়াম। এ ব্যাপারে আপনাদের প্রেডিকশন কি?
ভাই আজকের মার্কেট অনুযায়ী ইথেরিয়াম 580 ডলারের উপরে অবস্থান করছে। বলাই যায় মোটামুটি ভালো পজিশনে রয়েছে এই ইথেরিয়াম। এভাবে চলতে থাকলে আশা করা যায় 2020 সাল থাকতে ইথেরিয়াম সর্বোচ্চ 600 থেকে 700 ডলার হিট করতে পারে। কিন্তু 2021 সালের শুরুতেই 1000 ডলারের মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি।
-
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন ইতি নামের দাম খুব দ্রুতই 1000 ডলার হয়ে যাবে তবে আজকে ইথেরিয়াম এর দাম কিছুটা কম তবে এ নিয়ে কোনো চিন্তাভাবনার কারণেই ক্রিপ্টো মার্কেটের সকল মুদ্রার দাম বৃদ্ধি পায় আবার হঠাৎ করেই দাম কমে যায় সেই জন্য এখনও বলা যাচ্ছে না যে ক্রিপ্টো মার্কেট এর অবস্থা কেমন হতে পারে তবে আশা করা যায় যে এর সকল মুদ্রার দাম খুব দ্রুতই বৃদ্ধি পাবে এবং ইথিরিয়াম এর দাম 2021 সালের শুরুতেই 1000 ডলার হয়ে যাবে
-
হ্যাঁ ভাই আপনি ঠিক কথা বলেছেন 2017 সালে 1500 ডোলারে উঠেছিল ইথারিয়াম কিন্তু হয় 2020 সালে 600 ডলার থেকে 650 ডলার করতে পারে এবং 2021 সালে এটি 2017 সাল কে আঘাত করে এটি সর্বোচ্চ রেকর্ড ভাঙবে আমি মনে করি।
-
ইথেরিয়াম 1000 ডলার খুব দ্রুত স্পর্শ করতে যাচ্ছে কারণ অনেক মেম্বার অ্যাড হচ্ছে আর ইথেরিয়াম এর ব্যবহার অনেক বেশি এজন্য ইথেরিয়াম 1000 ডলার খুব দ্রুত স্পর্শ করতে যাচ্ছে।
-
ইথেরিয়াম খুব দ্রুতই 1000 ডলার পৌঁছাবে। বর্তমানে ইথেরিয়াম এর দাম 600 থেকে 700 এর মধ্যে অবস্থান করছে কিন্তু ইথেরিয়াম দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই ইথেরিয়াম এর দাম 1000 ডলার স্পর্শ করবে আশা করি।
-
বর্তমানে ইথেরিয়াম অনেক বেশি উত্তেজিত অবস্থায় দাম বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ইথেরিয়াম এর দাম 1000 ডলারের পৌঁছাতে খুব একটা সময় লাগবে না। খুব তাড়াতাড়ি 1000 ডলার ছাড়িয়ে যাবে।
-
হ্যাঁ ভাই আমার মনে হচ্ছে যে ইথিরিয়াম দ্রুতই 1000 ডলার স্পর্শ করবে কেননা কিছুদিন ধরে ইথিরিয়াম এর খুবই বৃদ্ধি পাচ্ছে কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম যে বিটকয়েনের দাম বাড়লে নাকি সকল মুদ্রার দামি হু হু করে বাড়তে থাকে কিন্তু বিটকয়েনের দাম খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে সেই হারে কোন মুদ্রার দাম বৃদ্ধি পাচ্ছে না এমনকি ইথেরিয়াম এর দামও বৃদ্ধি পায়নি সেজন্য এখনো আমি শিওর দিয়ে বলতে পারছিনা যে ইথেরিয়াম এক হাজার ডলারে পৌঁছাতে পারবে কিনা
-
হুম, আমি মনে করি ইথিরিয়াম 1000 ডলার দ্রুতই স্পর্শ করতে পারবে। মার্কেটের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইথিরিয়াম। ইথেরিয়াম এর দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এই ধারাটা ঠিক রাখলেন কিছুদিনের মধ্যেই ইথেরিয়াম 1000 ডলার স্পর্শ করতে পারবে।
-
কয়েকদিন আগেও ইথেরিয়াম এর অবস্থান ছিল 580 ডলারের কাছাকাছি কিন্তু আজ আবার coinmarketcap.com ভিজিট করে জানতে পারলাম ইথেরিয়াম এর অবস্থান 650 ডলারের ওপরে। বলা যায় মোটামুটি ভালো পজিশনেই রয়েছে এই ইথেরিয়াম। আপনার ধারণা ঠিক হতে পারে, বর্তমানে ইথেরিয়াম এর মুভমেন্ট খুব ভালো লক্ষ করা যাচ্ছে। এভাবে চলতে থাকলে হয়তো ইথিরিয়াম 2021 সালের শুরুতেই 1000 ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে। এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত অভিমত। জানিনা ঠিক হবে কিনা কারণ যেহেতু ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে অগ্রিম ভবিষ্যদ্বাণী করা একেবারেই অসম্ভব।
-
আমি মনে করি বর্তমানে ইথারিয়াম এর দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে 2020 সাল শেষ হবার আগেই মনে হয় ইথারে আমের দাম 1000 ডলার ছাড়িয়ে যাবে।
-
আমি বর্তমানে ইথারিয়াম এর প্রাইস দেখে বলতে পারি যে 2021 সালে ইথেরিয়াম এর দাম 2017 সালের রেকর্ড ভেঙ্গে ফেলবে 1500$ডলার ক্রস করে 2000 ডলার এ পৌঁছাবে এটাই আমরা আশা করতে পারি 2021 সালে
-
আমি বর্তমানে ইথারিয়াম এর প্রাইস দেখে বলতে পারি যে 2021 সালে ইথেরিয়াম এর দাম 2017 সালের রেকর্ড ভেঙ্গে ফেলবে 1500$ডলার ক্রস করে 2000 ডলার এ পৌঁছাবে এটাই আমরা আশা করতে পারি 2021 সালে
বর্তমানে দেখা যায় 2017 সালে বিটকয়েনের প্রাইস যেটা ছিল সেটা বর্তমানে তার থেকে বেশি হয়েছে বিটকয়েনের প্রাইস।কিন্তু ইথিরিয়াম এর প্রাইস 2017 সালে পনেরশো ডলারের উপরে ছিল কিন্তু বর্তমানে দেখা যায় হাইয়েস্ট উঠেছিল 700 ডলার এর মত। তাই বলা যায় না 2021 সালে পৃথিবীর প্রাইস 2000 ডলার হবে।
-
ইথেরিয়াম 1000 ডলার খুব দ্রুত স্পর্শ করতে যাচ্ছে কারণ অনেক মেম্বার অ্যাড হচ্ছে আর ইথেরিয়াম এর ব্যবহার অনেক বেশি এজন্য ইথেরিয়াম 1000 ডলার খুব দ্রুত স্পর্শ করতে যাচ্ছে।
ভাই আমি আপনার কথার কিছুই বুঝতে পারলাম না আপনি বলেছেন যে অনেক মেম্বার অ্যাড হচ্ছে সেইজন্য ইথেরিয়াম এর ব্যবহার অনেক বেশি আর সেই ক্ষেত্রে ইথেরিয়াম এর দাম বৃদ্ধির কারণ কি সেটা আমি বুঝতে পারলাম না ভাই এ বিষয়ে যদি আপনি একটু বিস্তারিত বলতেন তাহলে সবার জন্য অনেক সুবিধা হত
-
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন ইথেরিয়াম এর দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে সেজন্য আমরা বলতে পারি যে আমরা আবারও ইথেরিয়াম এর একটি বুল রান দেখতে পারব আমার মনে হয় যে ইথেরিয়াম আবারো 2021 সালের শুরুতে 1000 ডলার এ পৌঁছে যাবে ইথেরিয়াম এর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সেজন্য আমরা বলতে পারি যে ইথেরিয়াম এর দাম 2021 সালের শুরুতেই 1000 ডলার হয়ে যাবে
-
যেভাবেইথেরিয়াম এর প্রাইস বিডি পাচ্ছে 2020 সালে যদি দেখা যায় এক হাজার ডলারে পাওয়া গিয়েছে তবুও 2021 সালে যে 1000 ডলার হবে এটা মাস্ট।2021 সালের মধ্যে কিন্তু ইথিরিয়াম এর প্রাইস অনেক পাপ হতে পারে এখন কত হবে অনুমান করে বললেই হবে না সময়ই বলে দেবে।
-
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই ইথেরিয়াম এর দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আমরা দেখতে পারছি যে 2020 সালের শেষের দিকে ইথারিয়াম 600 ডলার ক্রস করেছে আমার মনে হয় 2021 সালে ইথারের দাম 2017 সালের রেকর্ড ভেঙ্গে দেবে 2017 সালে ইথারিয়াম এর দাম 1500 ডলার এ পৌঁছেছিল তাই আমরা 2021 সালে আশা করি যে 2017 সালে ইথারিয়াম এর দাম যতটুকু বৃদ্ধি পেয়েছিল তা ক্রস করে ফেলবে।
-
আপনার সাথে আমি একমত। কারণ বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই ভালো।ইথারিয়াম এর দাম অনেকটাই ভালো পজিশনে আছে। এটা আমরা যতটুকু জানি যে ক্রিপ্টোকারেন্সি অন্যান্য মার্কেট সাধারণভাবে বিটকয়েন এর উপর নির্ভর করে থাকে। তাই বিটকয়েনের দাম কমা বা বৃদ্ধি পাওয়ার প্রভাবটা সাধারণভাবে অন্যান্য কয়েন এর উপর পড়ে থাকে। আমরা কিছুদিন যাবৎ দেখতে পারছি যে বিটকয়েনের দাম মোটামুটি ভালই পাম্প হচ্ছিল।কিন্তু কিছুদিন যাবত দেখা যাচ্ছে যে বিটকয়েনের দাম কমে যাচ্ছে এবং বিটকয়েনের দাম কমার সাথে সাথে ইথেরিয়াম এর দামও কমে যাচ্ছে তাই আমার মনে হয় ইথেরিয়াম যদি 1000 ডলার স্পর্শ করতে চায় তাহলে অবশ্যই আমাদের বিটকয়েন এর মার্কেটের দিকে লক্ষ্য রাখতে হবে
-
আমরা ২০১৭ সালে ইথিরিয়ামের একটি BULL RUN দেখেছিলাম যা খুব তারাতারি ই ১৫০০ ডলার পর্যন্ত ওঠেছিলো। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। যদি মার্কেটের এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুতই ১ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে ইথিরিয়াম। এ ব্যাপারে আপনাদের প্রেডিকশন কি?
বর্তমানে মার্কেটে ইথেরিয়ামের এর মূল্য 600 ডলার অতিক্রম করেছে । ইথেরিয়ামের মূল্য আগের থেকে অনেক ভালো অবস্থানে অনেক আছে । আশাকরি 2021 সালে ইথেরিয়াম মূল্য খুব দ্রুতই 1000 ডলার স্পর্শ করবে।
-
আপনার সাথে আমি একমত। কারণ বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই ভালো।ইথারিয়াম এর দাম অনেকটাই ভালো পজিশনে আছে। এটা আমরা যতটুকু জানি যে ক্রিপ্টোকারেন্সি অন্যান্য মার্কেট সাধারণভাবে বিটকয়েন এর উপর নির্ভর করে থাকে। তাই বিটকয়েনের দাম কমা বা বৃদ্ধি পাওয়ার প্রভাবটা সাধারণভাবে অন্যান্য কয়েন এর উপর পড়ে থাকে। আমরা কিছুদিন যাবৎ দেখতে পারছি যে বিটকয়েনের দাম মোটামুটি ভালই পাম্প হচ্ছিল।কিন্তু কিছুদিন যাবত দেখা যাচ্ছে যে বিটকয়েনের দাম কমে যাচ্ছে এবং বিটকয়েনের দাম কমার সাথে সাথে ইথেরিয়াম এর দামও কমে যাচ্ছে তাই আমার মনে হয় ইথেরিয়াম যদি 1000 ডলার স্পর্শ করতে চায় তাহলে অবশ্যই আমাদের বিটকয়েন এর মার্কেটের দিকে লক্ষ্য রাখতে হবে
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমরা জানি যে বিটকয়েনের দাম বৃদ্ধি পেলে সকল মুদ্রার দাম বৃদ্ধি পায় কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েনের দাম বৃদ্ধি পেলেও অন্য সকল মুদ্রার দাম তেমন বৃদ্ধি পায় না তবে কিছুদিন ধরে বিটকয়েনের দাম কিছুটা নিম্নমুখী সেই সাথে সাথে অন্য সকল মুদ্রার দাম কমে যাচ্ছে তাই আমি এব্যাপারে শিওর না যে ইথেরিয়াম 1000 ডলার পৌঁছাতে পারবে কিনা
-
বিটিচি যদি তার জায়গা ঠিক মতো ধরে রাখে। ইথার ১৩০০-১৫০০ তে যাওয়ার কথা। বিটিচি স্টেবাল থাকলেও চলবে। ইথার আপ হবেই। Eth2.0 অনেক পজিটিব এফেক্ট পড়েছে Eth এর উপর।
-
ইথেরিয়াম 1000 ডলার খুব দ্রুত স্পর্শ করতে যাচ্ছে। ক্রিপ্টো কারেন্সি তে ইথেরিয়াম খুব একটা ভালো পজিশনে আছে নির্জনা বলা যেতে ইথেরিয়াম 1000 ডলার ছাড়িয়ে যেতে পারবে কিন্তু ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এর উপর নির্ভর করে প্রায় সব ধরনের টোকেন এর দাম বৃদ্ধি পাবে কিনা যদি বিটকয়েনের দাম বৃদ্ধি পায় তাহলে বাকি সব টোকেন এর দাম বৃদ্ধি পাবে এই কারণে বলা যেতে পারে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি হলে ইথেরিয়াম 1000 ডলার ছাড়িয়ে যেতে পারে।
-
জি ভাই ইথারিয়াম খুবই দ্রুত 1000 ডলার স্পর্শ করবে ক্রিপ্টোকারেন্সি জগতে ইথারিয়াম এর স্থান দ্বিতীয় তম 2020 সালে ইথারিয়াম এর দাম আমার মনে হয় 1000 ডলার স্পর্শ করবে 2017 সালে ইথারিয়াম এর দাম 1500 ডলার স্পর্শ করেছিল তারপর এটি এত দাম বৃদ্ধি পায়নি কিন্তু 2020 সালে খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে আমার মনে হয় 2021 সালে ইথারিয়াম এর দাম 1500 ডলার ক্রস করে যাবে।
-
এখন ইথার এর দাম খুব একটা বাড়ছে না 560 থেকে 640 ডলারের মধ্যে ওঠানামা করছে। আমার ধারণা ইথার 700 ডলার হতে পারে।
-
অনেকদিন থেকে ইথারিয়াম এর দাম বাড়তেছে বিশেষকারে করোনাকালীন সময়ে তাই যেই কোন সময় মার্কেট ১হাজার ডলার এ স্পর্শ করতে পারে এতে কোন সন্দহ নাই কারো। তাছাড়া সামনে ইথারিয়াম 2.0 আরো আপডেটেড ভার্সন নিয়ে আসতেছে এবং ইথারিয়াম টিম টোকেন বার্ন করার ঘোষনা দিয়েছে তাই চাহিদার তুলনার টোকেন কম হলে অবশ্যই মার্কেট আপ হবার সম্ভাবনা আছে।
ধন্যবাদ।
-
জি ইথারিয়াম খুব তারাতারি ১০০ ডলার স্পর্স করতে চলেছে, আগামি কালকে থেকে কিছুটা দাম কিছুটা কম হবে এগুলা আবার রিকোভারিও করবে পরবর্তি ১-২ সপতাহের মধ্যে।
-
আমরা ২০১৭ সালে ইথিরিয়ামের একটি BULL RUN দেখেছিলাম যা খুব তারাতারি ই ১৫০০ ডলার পর্যন্ত ওঠেছিলো। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। যদি মার্কেটের এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুতই ১ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে ইথিরিয়াম। এ ব্যাপারে আপনাদের প্রেডিকশন কি?
এটা বলা একেবারে অসম্ভব কারণ ইথেরিয়াম এর দাম কখন কোন পর্যায়ে চলে যাবে তা কেউ বলতে পারবে না এখন ইথেরিয়াম দাম একটু উপরে আবার দাম কমতেও পারে।
-
মার্কেট কোন দিকে ট্রান করবে কিছুই বোঝা যাচ্ছে না। আর এখানেই ক্রিপ্টোর আসল খেলা। আমরা বেশির ভাগই চিন্তা করছি যে ইথার আবার আগের অবস্থানে চলে যাবে কিন্তু মার্কেটের অবস্থা দেখে তা মনে হয় না। মনে হচ্ছে এটি আবার ডাউন ট্রেন্ডে যাবে। তবে আমরা মনে হয় আগামি নতুন বছর এ পা না দেওয়া পর্যন্ত এর অবস্থান নির্ণয় করা টা অনেক কঠিন হবে।
-
অনেক বিশেষজ্ঞরা ধারণা করছে অতি শীঘ্রই ইথেরিয়াম টোকেন 1000 ডোলারে পা রাখবে। কেননা বর্তমানে ইথেরিয়াম টোকেন এর দাম বৃদ্ধি পেতে শুরু করেছে যা খুব শীঘ্রই তার লক্ষ্য অর্জনে উচ্চ শিখরে পৌঁছে যাবে।
-
বর্তমানে ইথারিয়াম এর দাম 600 ডলার ক্রস করেছে। 2020 সাল শেষ হবার আগে আমার মনে হয় ইথারিয়াম এর দাম 700 ডলারে পৌঁছাতে পারি এবং আমি মনে করি 2021 সালে ইথারিয়াম এর দাম 2017 সালের চেয়ে অধিক হবে। 2021 সালে ইথারিয়াম এর দাম 2000 ডলার ক্রস করতে পারি এটা আমরা আশা করতে পারি।
-
আমরা ২০১৭ সালে ইথিরিয়ামের একটি BULL RUN দেখেছিলাম যা খুব তারাতারি ই ১৫০০ ডলার পর্যন্ত ওঠেছিলো। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। যদি মার্কেটের এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুতই ১ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে ইথিরিয়াম। এ ব্যাপারে আপনাদের প্রেডিকশন কি?
আমিও মনে করি যে খুব দ্রুতই ইথেরিয়াম এর দাম 1000 ডলার স্পর্শ করবে কিছুদিন আগে ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাচ্ছিল না শুধু আপডাউন করেছিল কিন্তু আজকে দেখতে পারলাম যে ইথেরিয়াম এর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে তো এইভাবে যদি ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে খুব দ্রুতই 1000 ডলার স্পর্শ করবে
-
বর্তমানে ইথারিয়াম এর দাম 600 ডলার ক্রস করেছে। 2020 সাল শেষ হবার আগে আমার মনে হয় ইথারিয়াম এর দাম 700 ডলারে পৌঁছাতে পারি এবং আমি মনে করি 2021 সালে ইথারিয়াম এর দাম 2017 সালের চেয়ে অধিক হবে। 2021 সালে ইথারিয়াম এর দাম 2000 ডলার ক্রস করতে পারি এটা আমরা আশা করতে পারি।
2021 সালে পড়ার প্রথমে কিন্তু ইথেরিয়াম এর প্রাইস চৌদ্দশ ডলারে উঠেছিল। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইথিরিয়াম এর প্রাইস অনেক আপ-ডাউন করছে তারপরে আমার বিশ্বাস অবশ্যই 2021 সালের মধ্যে ইথিরিয়াম এর প্রাইস 2000 ডলার হবে। এবং পরবর্তীতে ইথিরিয়াম এর প্রাইস আরো বৃদ্ধি পাবে
-
ইথেরিয়াম 2021 সালে বৃদ্ধি পেয়ে 1300 ডলার পৌঁছে গিয়েছিল কিন্তু বর্তমানে এখন মার্কেট একটু ডাউন করেছে। এখন ইথেরিয়াম এর দাম 1000 ডলার হয়েছে আমরা আশা করেছিলাম যে ইথেরিয়াম এর দাম 2000 ডলারে পৌঁছাবে কিন্তু এখন মার্কেটডাম্প করেছে আমরা বিশ্বাস রাখতে পারি 2020 সালে ইথেরিয়াম এর দাম 2000 ডলার ক্রস করে ফেলবে।
-
ইথেরিয়াম এর দাম এত দ্রুত হারে বাড়িতেছে যে হয়তো আজকের মধ্যেই 800 ডলারে টাচ করতে পারে। 2020 সালের মধ্যেই 1000 হবে বলে আশা করা যাচ্ছে।
আপনার ধারণাটা একদম সঠিক হয়েছে 2020 সাল শেষ হওয়ার আগেই ইথেরিয়াম 1000 ডলার স্পর্শ করেছিল। বর্তমানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইত্রিয়াম অনেক ভালো অবস্থানে আছে। 2021 সালের প্রথমদিকে ইথারিয়াম1.4k ডলার অতিক্রম করেছিল।বর্তমানে ইথারিয়াম এর চাহিদা যেভাবে বৃদ্ধি পাচ্ছে আশা করছি খুব তাড়াতাড়ি ইথেরিয়াম 2000 ডলার স্পর্শ করবে।
-
আসলে ইথেরিয়াম এর মার্কেট কোন সময় কোন দিকে যাচ্ছে কেউ বলতে পারবে না। কিন্তু আমার মনে হয় ইথিরিয়াম এর দাম কয়েকদিন পর অনেক বেশি হবে।
-
এই সম্পর্কে আমার কোন ধারণা ছিল না কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি অনেকটাই ধারণা পেয়েছি। ইথেরিয়াম ১০০০ ডলার খুব দ্রুত স্পর্শ করবে। 2017 সালে এটির দাম ছিল ১৫০০ ডলার কিন্তু সেটা দেখেছিলাম ভুল। আর এখন ইথিরিয়াম এর দাম অনেকটাই বৃদ্ধি পেয়ে চলেছে।
-
আমরা ২০১৭ সালে ইথিরিয়ামের একটি BULL RUN দেখেছিলাম যা খুব তারাতারি ই ১৫০০ ডলার পর্যন্ত ওঠেছিলো। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। যদি মার্কেটের এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুতই ১ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে ইথিরিয়াম। এ ব্যাপারে আপনাদের প্রেডিকশন কি?
ক্রিপ্টোতে যদিও কিছু অনুমানে বলা যায় না তবে আমরা সমীকরণ লক্ষ করলে একটা জিনিস বুঝতে পারি সেটা হল বিট কয়েনের মূল্য যদি বাড়ে তাহলে ইথেরিয়াম এর মূল্য বাড়ে যেহেতু বিটকয়েনের বাজার বর্তমানে আপ ডাউন এর মধ্যে আছে সেহেতু আমার মনে হয় ইথেরিয়াম এর বাজার এ রকমই থাকবে। তবে সিনিয়র ভাইয়েরা বলছেন যে 2021 সালের মাঝের দিকে নাকি বিটকয়েন এবং ইথিরিয়াম এর বাজার টা আরো এগিয়ে যাবে।
-
2021 সালে পড়ার প্রথমে কিন্তু ইথেরিয়াম এর প্রাইস চৌদ্দশ ডলারে উঠেছিল। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইথিরিয়াম এর প্রাইস অনেক আপ-ডাউন করছে তারপরে আমার বিশ্বাস অবশ্যই ।এর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে তো এইভাবে যদি ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে খুব দ্রুতই 1000 ডলার স্পর্শ করবে।
-
2021 সালে পড়ার প্রথমে কিন্তু ইথেরিয়াম এর প্রাইস চৌদ্দশ ডলারে উঠেছিল। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইথিরিয়াম এর প্রাইস অনেক আপ-ডাউন করছে তারপরে আমার বিশ্বাস অবশ্যই ।এর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে তো এইভাবে যদি ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পেতে থাকে তাহলে খুব দ্রুতই 1000 ডলার স্পর্শ করবে।
ভাই আপনি হয়তো ক্রিপ্টো মার্কেট এনালাইসিস করেন না। ইথেরিয়ামের দাম অনেক আগেই ১০০০$ ডলার ছাড়িয়েছে। ভাই আপনি বলছেন খুব দ্রুতই ইথেরিয়ামের দাম ১০০০$ ডলার হবে। ইথেরিয়ামের বর্তমান দাম ১৩২০$ ডলার। আশা করি এই সপ্তাহের মধ্যে ইথেরিয়ামের দাম ১৫০০$ হয়ে যাবে।
-
ইথেরিয়াম এর বাজারমূল্য পর্যবেক্ষণ করে যেটা বুঝতে পারলাম যে এর মার্কেট প্রাইস কখনোই বিট কয়েনের মতো অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় না। ইথারিয়াম এর দাম বৃদ্ধি পায় কিন্তু সেটা কচ্ছপের গতিতে।কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম ইথারিয়াম এর মূল্য 1.5 হাজার ডলার ছাড়িয়ে গিয়েছিল কিন্তু বর্তমানে ইতালির মূল্য 1.2 হাজার থেকে 1.3 হাজার ডলারের মধ্যে ওঠানামা করছে।
-
বর্তমান বাজার এর মূল্য বিবেচনা করে বোঝা যায় যে ইথিরিয়াম বিটকয়েনের তুলনাই অনেক পিছে আছে।তবে অগ্রগতির দিক বিবেচনা করে ইথিরিয়াম আস্তে আস্তে অগ্রসর হচ্ছে।এভাবে ইথারিয়াম এর দাম যদি বৃদ্ধি পায় তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি ইথিরিয়াম অনেক ভালো পর্যয় অর্জন করবে বলে আমরা মনে করি।
-
আমরা ২০১৭ সালে ইথিরিয়ামের একটি BULL RUN দেখেছিলাম যা খুব তারাতারি ই ১৫০০ ডলার পর্যন্ত ওঠেছিলো। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। যদি মার্কেটের এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুতই ১ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে ইথিরিয়াম। এ ব্যাপারে আপনাদের প্রেডিকশন কি?
ভাই বিটকয়েনের পাশাপাশি ইথেরিয়াম অনেক পাম্প করছে । 1,349.75 বর্তমান রেট আমি মনে করছি 2021 সালের মাঝের দিকে ইথেরিয়াম পনেরশো কে ছাড়িয়ে যেতে পারে । তাছাড়া বিটকয়েনের বিনিয়োগ বর্তমান বিশ্বে অনেক প্রচলিত হচ্ছে তার রেশ ধরে ইথেরিয়াম ও চলছে তাইতো ইথেরিয়াম দুই নম্বর পজিশনে আছে ক্রিপ্টোকারেন্সি জগতে । তবে আমার মনে হয় ইথেরিয়াম কয়েন যদি কিনে এখন হোল্ড করা যায় তাহলে 2021 সালের শেষের দিকে বিশাল আকারের একটা প্রফিট আসতে পারে । বর্তমান যারা ট্রেডিং করছে তারা ইথেরিয়াম কে অনেক মূল্য দিচ্ছে ।
ধন্যবাদ আপনাকে ।
-
2021সালে ইথেরিয়ামের দাম 1400 ডলারে উঠে ছিল। কিন্তু এখন বর্তমানে ইথারিয়াম এর দাম কমবে না বাড়বে তার কিছুই বোঝা যাচ্ছে না। অগ্রগতির দিক থেকে বিবেচনা করে দেখলে ইথারিয়াম এর দাম বিডি পেতে পারে। বলে আশা করতে পারি।
-
আমরা ২০১৭ সালে ইথিরিয়ামের একটি BULL RUN দেখেছিলাম যা খুব তারাতারি ই ১৫০০ ডলার পর্যন্ত ওঠেছিলো। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। যদি মার্কেটের এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুতই ১ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে ইথিরিয়াম। এ ব্যাপারে আপনাদের প্রেডিকশন কি?
বর্তমানে মার্কেট বিশ্লেষণ করে দেখা যায় তাহলে দেখতে পারবেন ইথেরিয়াম এর দাম অনেকটাই ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে। বর্তমানে ইথেরিয়াম এর দাম 13 00 ডলার ছাড়িয়ে গিয়েছে। ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে।
-
আমি এই ফোরামে নতুন তাই আমার এই প্রশ্ন সম্পর্কে ধারণা নেই। তবুও আমার মনে হয় ইথেরিয়াম 1000 ডলার স্পন্স করবে। কিন্তু বর্তমানে ইভিএম এর দাম 1400 ডলারে উঠেছিল। তাই আমার মনে হয় ভবিষ্যতে আরও বাড়বে।
-
আমরা ২০১৭ সালে ইথিরিয়ামের একটি BULL RUN দেখেছিলাম যা খুব তারাতারি ই ১৫০০ ডলার পর্যন্ত ওঠেছিলো। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। যদি মার্কেটের এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুতই ১ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে ইথিরিয়াম। এ ব্যাপারে আপনাদের প্রেডিকশন কি?
ক্রিপ্টো কারেন্সি জগতের বিটকয়েনের পরপরই ইথেরিয়াম কয়েনের জনপ্রিয়তা। বর্তমানে বিটকয়েনের দাম বেড়ে চলেছে। বিটকয়েনের দাম বাড়লে তার প্রভাব অন্যান্য কয়েন এর উপর পড়ে। ইত্রিয়াম কিন্তু ইতিমধ্যেই 1000 ডলারের মাইলফলক স্পর্শ করেছে। এর দাম বর্তমানে 1.2 k এরমধ্যে ঘোরাঘুরি করছে।
-
ইথেরিয়াম 1000 ডলার খুবই দ্রুত স্পর্শ করতে যাচ্ছে, ইথেরিয়াম একটি জনপ্রিয় টোকেন যা এই টোকেন এর ব্যবহার অনেক বেশি, এখন দেখা যাচ্ছে ইথিরিয়াম 1000 ডলার ছাড়িয়ে গেছে।
-
ইথেরিয়াম 1000 ডলার খুবই দ্রুত স্পর্শ করতে যাচ্ছে, ইথেরিয়াম একটি জনপ্রিয় টোকেন যা এই টোকেন এর ব্যবহার অনেক বেশি, এখন দেখা যাচ্ছে ইথিরিয়াম 1000 ডলার ছাড়িয়ে গেছে।
ভাই ইথার হলো একটি জনপ্রিয় কয়েন, যেমনটা বিটকয়েন। তবে ইথার বর্তমানে ইথিরিয়ামের দাম ১৫০০ ডলার ছাড়িয়ে গেছে। দিন দিন ইথিরিয়াম তার নতুন রেকর্ড করছে। তাই আশায় আছি ২০০০ ডলার খুব শীগ্রই টাচ করবে।
-
বর্তমানে ইথেরিয়াম এর পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি করেছে 2021 সালে এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইথেরিয়াম এর দাম 1600 ডলার ছাড়িয়ে গিয়েছে অবশ্যই এটি অল্প কিছুদিনের মধ্যে 2000 ডলার অতিবাহিত হবে। আর এটি হবে ইথেরিয়াম এর নতুন রেকর্ড।
-
বর্তমানে ইথেরিয়াম এর পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড তৈরি করেছে 2021 সালে এখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ইথেরিয়াম এর দাম 1600 ডলার ছাড়িয়ে গিয়েছে অবশ্যই এটি অল্প কিছুদিনের মধ্যে 2000 ডলার অতিবাহিত হবে। আর এটি হবে ইথেরিয়াম এর নতুন রেকর্ড।
হ্যা, একটু আগে আমি পরিলক্ষিত করেছি যে ইথার ১৬ হাজার ক্রস করেছে ও এর দাম খুব দ্রুতই বাড়বে বলে মনে হচ্ছে। তবে ইথিরিয়ামের ট্রান্সজেকশন ফি নিয়ে আছি মহা ঝামেলায়। আর দাম যত বাড়ছে ফি ও তত বাড়ছে।
-
আমার কোন ধারণা ছিল না। আপনার এই পোস্টটি পড়ে কিছুটা ধারনা পেয়েছি। আমার মনে হয় কিছুদিনের মধ্যে ইথারিয়াম 1000 ডলার স্পর্শ করতে পারবে। তবে সিনিয়র ভাইরা বলেছেন 2021 সালের মাঝামাঝি বিটকয়েন ইথারিয়াম এর দাম মার্কেটে আরো বাড়বে।
-
ইথেরিয়াম এক হাজার ডলার খুব দ্রুত স্পর্শ করছে, ইথেরিয়াম এর বাজার অনেক বেশি আর তাই ইথেরিয়াম ব্যবহার অনেক বেশি, কারণ যে কোন কাজ করতে গেলে ইথেরিয়াম ব্যবহার করতে হয় তাই ইথেরিয়াম ব্যবহার অনেক বেশি হয়। তাই বলা যেতে পারে ইথেরিয়াম এক হাজার ডলার খুব দ্রুত স্পর্শ করতে যাচ্ছে।
-
অলরেডি ইথারিয়াম এর মূল্য 1000 ডলার অতিক্রম করেছে। বর্তমানে ইথারিয়াম এর মূল্য অনেকটাই স্ট্রং পজিশনে আছে। প্রতিনিয়তঃ ইথারিয়াম এর মূল্য বৃদ্ধি পাচ্ছে।ইথেরিয়াম এর মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে সে অনুযায়ী মনে হচ্ছে খুব শীঘ্রই ইথারিয়াম এর মূল্য 2000 ডলার স্পর্শ করবে।
-
ট্রপিক টা ঠিক আছে তবেে এখন সামান্য চেঞ্জ হবে এক এর জায়গায শুধু দুই। কারন ইথার এখন এত উপরে উঠেছে যে দুই হাজার ডলার ছুই ছুই। ক্রিপ্টোতে নতুন রেভুলেশন সৃষ্টি হয়ে গেছে। জানি না এর শেষ কোথায়।
-
ট্রপিক টা ঠিক আছে তবেে এখন সামান্য চেঞ্জ হবে এক এর জায়গায শুধু দুই। কারন ইথার এখন এত উপরে উঠেছে যে দুই হাজার ডলার ছুই ছুই। ক্রিপ্টোতে নতুন রেভুলেশন সৃষ্টি হয়ে গেছে। জানি না এর শেষ কোথায়।
আসলে ভাই টপিকটা অনেক আগের যে কারণে এরকমটাই রয়ে গেছে। বর্তমানে পৃথিবী আমের প্রাইস 2000 ডলার এর কাছে রয়েছে। চরবিশ্বাস অতি তাড়াতাড়ি ইতি নামের প্রাইস 2000 ডলার অতিক্রম করে ফেলবে।
-
বর্তমানে ইথেরিয়াম 1000 ডলারের উপরে রয়েছে এবং আশা করা যাচ্ছে যে আর কিছুদিন পরেই 2000 ডলার এগিয়ে স্পর্শ করবে। এই ইথেরিয়াম এর দাম যেরকম ভাবে বৃদ্ধি পেতে চলেছে এটি অনেকটাই হাস্যকর বলে মনে হয়।
-
আমরা ২০১৭ সালে ইথিরিয়ামের একটি BULL RUN দেখেছিলাম যা খুব তারাতারি ই ১৫০০ ডলার পর্যন্ত ওঠেছিলো। বর্তমান অবস্থা এখনো পর্যন্ত সেই দিকেই যাচ্ছে। যদি মার্কেটের এই ধারা অব্যাহত থাকে তাহলে হয়তো খুব দ্রুতই ১ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করতে পারে ইথিরিয়াম। এ ব্যাপারে আপনাদের প্রেডিকশন কি?
এখন বলা যায় যে ইথেরিয়াম এর দাম 2000 ডলারে হিট করবে কিনা। বর্তমানে ইথেরিয়াম এর দাম অনেকটা আকাশছোঁয়া হয়ে গেছে।ইথেরিয়াম এর দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে আমি মনে করি খুব শীঘ্রই 2000 ডলার হিট করবে।
-
এটা অনেক আগের পোস্ট ছিল তখন ইথার 1000 ডলারে পৌছায়নি। তবে এখন ইথার যে শুধু এক হাজার নয় যে কোন সময় দু্ই হাজার ক্রস করতে পারে। কারন এখন সব কয়েনই কিন্তু অনেক পরিমান বেড়ে গেছে।
-
ইথারিয়াম সেই কবেই ১০০০ ডলার অতিক্রম করেছে। এখন ২০০০ ডলার অতিক্রম করার চেষ্টা করতেছে। সবাই নতুন টপিকে আলোচনা করুন।