Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Lutera94 on September 05, 2020, 12:30:52 PM
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
-
আমার আত্মীয় স্বজনেরা বিটকয়েন কে বিশ্বাস করে না। কারণ তারা ভাবে যে আমি মানি লন্ডারিং করি। কিন্তু বিটকয়েন একটি স্বর্ণমুদ্রা সেটা কেউ বিশ্বাস করতে করতে চায় না। বিশেষ করে পাশের বাড়ির আন্টিরা বেশি আলোচনা করে। এই ধরনের আলোচনা বা মানিং লন্ডারিং এর অপবাদ থেকে মুক্তি পেতে তাদের সাথে মেলামেশা করি না। বিটকয়েন জনপ্রিয়তা সম্পর্কে কিছু বন্ধুদের বিশ্বাস করানো কঠিন। তারা ভুয়া মনে করে।
-
বিটকয়েন সম্পর্কে অনেকের ধারণা এটা একটা ভুয়া বা খারাপ মনে করে। আমাদের বাড়ির চারপাশে প্রতিবেশীরা আমরা যারা বিটকয়েন সাইট কাজ করি তাদের নিয়ে কানাকানি বা বলাবলি করে এটা কেমনে সম্ভব ওরা অন্য কোন কাজ করে। সব সময় ল্যাপটপ বা মোবাইল নিয়ে তারা কেন বসে।
-
আমার পরিচিত জনেরা কেউ জানেনা বিটকয়েন কি বা বিটকয়েন কি করে। শুধু আমি যাদের শিখিয়েছি তারা ছাড়া আর কারো সাথে ক্রিপ্টো নিয়ে কথা বলিনা এবং বলাও নিরাপদ মনে করিনা। যে কোন সময়ে যে কোন কিছু হতে পারে কারণ ক্রিপ্টো দেশে অবৈধ তাই এটা নিয়ে প্রচার করারও কিছু নেই।
-
আমার পরিচিতদের মধ্যে দু'একজন ছাড়া কেউ বিটকয়েন বিশ্বাস করে না। বিটকয়েন কি বিটকয়েন দিয়ে কি করা হয় এটাও তারা জানেনা। তাদের ধারণা ক্রিপ্টোকারেন্সিতে যারা কাজ করে তারা মানিলন্ডারিং বা অন্য কোনো অবৈধ লেনদেনের সাথে জড়িত। এ বিষয় নিয়ে কারো সাথে খোলামেলা আলোচনা করা যায় না। কেননা বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি লেনদেন অবৈধ। তাই বিটকয়েন কেউ বিশ্বাস করুক আর না করুক সতর্কতার সাথে গোপনে এ সাইটে কাজ চালিয়ে যেতে হবে।
-
আমার বাড়ির আসে পাশে অনেক লোকজন আছে তারা বিটকয়েন সম্পর্কে জানে না।আর বিটকয়েন থেকে যে টাকা ইনকাম করা যায় তারা জানে না।তারা বলে কি যে ব্যাংক থেকে টাকা চুরি করি।তাদের বুঝতে চায়লে বোঝে না এটা নিয়ে অনেক মুসকিলে পরেছি।
-
আমার পরিচিত জনেরা কেউ জানেনা বিটকয়েন কি বা বিটকয়েন কি করে। শুধু আমি যাদের শিখিয়েছি তারা ছাড়া আর কারো সাথে ক্রিপ্টো নিয়ে কথা বলিনা এবং বলাও নিরাপদ মনে করিনা। যে কোন সময়ে যে কোন কিছু হতে পারে কারণ ক্রিপ্টো দেশে অবৈধ তাই এটা নিয়ে প্রচার করারও কিছু নেই।
ভাই আপনি ঠিকই বলেছেন একমাত্র যারা ক্রিপ্টোকারেন্সিরতে কাজ করে তারাই শুধু বিটকয়েন সম্পর্কে জানে তাছাড়া কাওকে বললে বিশ্বাস করে না।যারা জানে না তারা যদি শোনে যে বিটকয়েন এ কাজ করে তারা শুনলেই বলে হয়তো এই ভাবে টাকা ইনকাম করা যায় নাকি হয়তো চুরি বা ব্যাংক থেকে টাকা চুরি করে।আসলে তাদের কিছু বলতে পারি না কারন আমাদের বাংলাদেশে এটি এখানো অবৈধ।
-
একচুয়ালি যারা বিটকয়েন নিয়ে কাজ করেছেন তারা সকলেই বিটকয়েন সম্পর্কে ভালো ধারণা আছে তারা বিটকয়েন এর গুরুত্ব বুঝতে পারবেন।আর যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান নেই তাদের কাছে বিটকয়েন কোন মূল্য নেই। তাদের কাছে বিটকয়েন অমূল্যহীন। আমি বিটকয়েন কে বিশ্বাস করি এবং বিটকয়েনের ওপর কাজ করে আমি 2017 সাল থেকে জীবিকা নির্বাহ করছি। তাই আমার কাছে বিটকয়েন সব।
-
আমার বাড়ির আসে পাশে অনেক লোকজন আছে তারা বিটকয়েন সম্পর্কে জানে না।আর বিটকয়েন থেকে যে টাকা ইনকাম করা যায় তারা জানে না।তারা বলে কি যে ব্যাংক থেকে টাকা চুরি করি।তাদের বুঝতে চায়লে বোঝে না এটা নিয়ে অনেক মুসকিলে পরেছি।
যারা বুঝেনা বা বুঝতে চায়না তাদেরকে আগ বাড়িয়ে বুঝাতে যাবেন না। পরবর্তীতে আপনি বিপদে পরে যেতে পারেন। কারণ বিটকয়েন নিয়ে কাজ করা আমাদের দেশে আইনত আপরাধ। তাই আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে বিটকয়েন ব্যাবহারের কারণে যাতে কোন ধরনের বিপদে না পড়েন। শুভকামনা রইলো।
-
যারা এই বিটকয়েন ফোরামে কাজ করে তারাই শুধু বিশ্বাস করে যে বিটকয়েন আসলে কতটা দামি এর গুরুত্ব কতটা। কিন্তু আশে পাশে যারা আছে অনেকের বিটকয়েন সম্পর্কে কোন ধারণা নেই তারা মনে করেন যে হয়তো আমরা বিকাশ অথবা ব্যাংকে থেকে টাকা চুরি করি। আসলে এটা কোনদিন কি সম্ভব।
-
আমার বাড়ির পাশে যারা পাড়া-প্রতিবেশী আছে তারা বিটকয়েন সম্বন্ধে এতটা দক্ষ নয়। এবং তারা বিশ্বাস করে না যে ল্যাপটপ অথবা মোবাইল থেকে টাকা ইনকাম করা যায়। হয়তো আমরা কিছু টাকা ইনকাম করি পাড়া-প্রতিবেশী তারা এটা বিশ্বাস করে না যে বলে তারা মানি লন্ডারিং করে তারা টাকা ইনকাম করেন।
-
আমাদের এলাকার আশেপাশে অনেক লোক ই আছে যদি কেউ শোনে যে ওই ছেলেটা বিটকয়েন এ কাজ করে টাকা ইনকাম করছে। তাহলে তারা সবাই বলে হয়তো বা বিকাশ থেকে টাকা চুরি করে অথবা ব্যাংকে থেকে টাকা চুরি করে ইনকাম করে। এটার মূল কারণ হচ্ছে সবাই মূর্খ যদি শিক্ষিত হতো তাহলে এই কথাগুলো বলত না। আমাদের সবার উচিত এ কথাগুলো গোপন রাখাই উচিত যেহেতু তারা কেউ বিশ্বাস করবে না।
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
আমার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন অনেকজনই বিটকয়েন সম্পর্কে জানে। বন্ধুবান্ধবরা বিটকয়েন সম্পর্কে জানতে অনেক আগ্রহী। কিন্তু আমার বাসার কেউ এটাকে বিশ্বাস করে না। এটা ভুয়া মনে করে।
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
আমার আশেপাশের এবংকি আমার ফ্যামিলির কোন লোকজনও বিটকয়েন কে বিশ্বাস করে না। ওরা ভাবে এটা ভুয়া।
-
আমার পরিচিত যত জন বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে অনেকেই বিটকয়েন সম্পর্কে জানে না। তাদের এই বিষয়ে জিজ্ঞাসা করলে তা কোন উত্তর দিতে পারে না। কয়েনজন আছে যারা এ সম্পর্কে কিছু আইডিয়া আছে। তবে আমি যেটি লক্ষ্য করলাম যে খুব দ্রুত এই প্রসার ঘটবে। আগের চেয়ে মানুষ এখন অনেক বেশি ইন্টার নেট ইউজ করে ফলে এখন সব কিছু অনেক সহজ হয়ে গেছে।
-
সত্যিকথা বলতে আমি নিজেও তেমন বিটকয়েন সম্পর্কে অবগত ছিলাম না কিন্তু কিছু দিন ধরে এই বিষয় নিয়ে একটু ভাবছি সেই সাথে শেখার চেষ্টা করছি। আমার পরিচিত জনদের মধ্যে কেউ এটি সম্পর্কে জানেনা।
-
সত্যিকথা বলতে আমি নিজেও তেমন বিটকয়েন সম্পর্কে অবগত ছিলাম না কিন্তু কিছু দিন ধরে এই বিষয় নিয়ে একটু ভাবছি সেই সাথে শেখার চেষ্টা করছি। আমার পরিচিত জনদের মধ্যে কেউ এটি সম্পর্কে জানেনা।
আর পরিচিতজনদের সাথেও এটা নিয়ে আলাপ করা ঠিক নয় যদি না তারা এ সম্পর্কে কিছু আগে থেকে না জানে। যেচে এ বিষয়ে আলাপ করতে গেলে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ক্রিপ্টো যেখানে আমাদের দেশে অবৈধ সেখানে নিজেই কাজ করতে হবে চুপি চুপি সেখানে আলাপের সুযোগ নেই। নিজে শিখুন, শেখার কোন বিকল্প নেই।+১ কারমা।
-
সত্যিকথা বলতে আমি নিজেও তেমন বিটকয়েন সম্পর্কে অবগত ছিলাম না কিন্তু কিছু দিন ধরে এই বিষয় নিয়ে একটু ভাবছি সেই সাথে শেখার চেষ্টা করছি। আমার পরিচিত জনদের মধ্যে কেউ এটি সম্পর্কে জানেনা।
আর পরিচিতজনদের সাথেও এটা নিয়ে আলাপ করা ঠিক নয় যদি না তারা এ সম্পর্কে কিছু আগে থেকে না জানে। যেচে এ বিষয়ে আলাপ করতে গেলে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ক্রিপ্টো যেখানে আমাদের দেশে অবৈধ সেখানে নিজেই কাজ করতে হবে চুপি চুপি সেখানে আলাপের সুযোগ নেই। নিজে শিখুন, শেখার কোন বিকল্প নেই।+১ কারমা।
বাংলাদেশের বিটকয়েন এর অনুমোদন নেই। সেটা হলো আমাদের দেশের সরকারের ব্যর্থতা বলে আমি মনে করি। তবে বিটকয়েন বাংলাদেশে যদি অনুমোদন থাকতো তাহলে আমরা শুধু ব্যাংকের সাথে লেনদেন করতে পারতাম। কিন্তু বর্তমান সেটা পারিনা, তবে এ বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে সেটা যে যাই করুক সবাইকে শিখাতে হবে। এ বিষয়ে আমাদের সবাইকে পরামর্শ দিতে হবে এবং বিটকয়েনের উন্নতির সম্পর্কে ধারণা দিতে হবে। কিন্তু আপনি যদি আসলেও গ্লোবাল বাজারে কিছু লক্ষ্য করে থাকেন, তাহলে দেখবেন যে আমাদের দেশের সরকারি অধিদপ্তরে অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী এবং সেনা কর্মকর্তাদের অনেকেই কিন্তু cryptocurrency এর সাথে জড়িত। সরকারি অধিদপ্তরের সবাই জানে যে বাংলাদেশে bitcoin/ cryptocurrency লেনদেন হয়। তাই আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি নিয়ে সরকার বর্তমান কোন মাথা ঘামাচ্ছে না। কারণ আমাদের দেশে কিছু বিশেষজ্ঞ বা বুদ্ধিজীবি আছে, যারা নেগেটিভ দিকে নিয়ে যাবে। এই সব বুদ্ধিজীবি সম্প্রদায় এর দেশকে উন্নত করার কোন মতামত তারা দেয় না। এ কারণেই মূলত এই অবস্থা।
-
আমার আত্মীয় স্বজনেরা বিটকয়েন কে বিশ্বাস করে না। কারণ তারা ভাবে যে আমি মানি লন্ডারিং করি। কিন্তু বিটকয়েন একটি স্বর্ণমুদ্রা সেটা কেউ বিশ্বাস করতে করতে চায় না। বিশেষ করে পাশের বাড়ির আন্টিরা বেশি আলোচনা করে। এই ধরনের আলোচনা বা মানিং লন্ডারিং এর অপবাদ থেকে মুক্তি পেতে তাদের সাথে মেলামেশা করি না। বিটকয়েন জনপ্রিয়তা সম্পর্কে কিছু বন্ধুদের বিশ্বাস করানো কঠিন। তারা ভুয়া মনে করে।
যে যাই বলুক সেটা ব্যাপার না। আপনি বিষয় টি বুঝেছেন তারা বুঝে নি। পার্থক্য এই টুকু আর কিছু না।
-
আমার পরিচিত জনদের মধ্যে অনেকেই বিটকয়েন সম্পর্কে জানে। আর এটি একটি বিশ্বব্যাপী কারেন্সি না জানার কিছু নেই। তাছাড়া এটি নিয়ে সমসময় টিভিতে নিউজ হয় । কাজেই আমি মনে করি এর ব্যাপক পরিচিতি আছে।
-
আমার আশেপাশের লোকজন কিছু দিন আগেও তেমন এগুলোর ব্যাপারে জানত না এখন তারা মোটামুটি অনেক কিছুই জানে।
-
আমার আত্মীয় স্বজনেরা বিটকয়েন কে বিশ্বাস করে না। কারণ তারা ভাবে যে আমি মানি লন্ডারিং করি। কিন্তু বিটকয়েন একটি স্বর্ণমুদ্রা সেটা কেউ বিশ্বাস করতে করতে চায় না। বিশেষ করে পাশের বাড়ির আন্টিরা বেশি আলোচনা করে। এই ধরনের আলোচনা বা মানিং লন্ডারিং এর অপবাদ থেকে মুক্তি পেতে তাদের সাথে মেলামেশা করি না। বিটকয়েন জনপ্রিয়তা সম্পর্কে কিছু বন্ধুদের বিশ্বাস করানো কঠিন। তারা ভুয়া মনে করে।
আপনার সাথে আর আমার সাথে একদম ঠিক ঘটনা ঘটেছে ভাই। আবার বন্ধুবান্ধব যারা আছে তারা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে। বলে যে বিটকয়েন কিছুই না। এগুলো থেকে কোন টাকা ইনকাম করা যায় না। বাসার আত্মীয়-স্বজনরা কেউ কিছুই বিশ্বাস করে না। তাই আমি তাদের কাছ থেকে দূরে থাকি। তবে ভাই আমার অনেক আশা আছে ভালো রকমের একটি প্রেমেন্ট পেয়ে দেখিয়ে দেবো যে বিটকয়েন কি। আমি এই বিটকয়েন সম্পর্কে জেনেছি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে। সে অনেক টাকা ইনকাম করেছে। আমার বিটকয়েন আসার মূল ব্যক্তি হল আমার সেই বড় ভাই।
-
আমার আত্মীয় স্বজনেরা বিটকয়েন কে বিশ্বাস করে না। কারণ তারা ভাবে যে আমি মানি লন্ডারিং করি। কিন্তু বিটকয়েন একটি স্বর্ণমুদ্রা সেটা কেউ বিশ্বাস করতে করতে চায় না। বিশেষ করে পাশের বাড়ির আন্টিরা বেশি আলোচনা করে। এই ধরনের আলোচনা বা মানিং লন্ডারিং এর অপবাদ থেকে মুক্তি পেতে তাদের সাথে মেলামেশা করি না। বিটকয়েন জনপ্রিয়তা সম্পর্কে কিছু বন্ধুদের বিশ্বাস করানো কঠিন। তারা ভুয়া মনে করে।
এখন আমার আশে পাশের অনেকেই বিশ্বাস করে যে না বিট কয়েন বলতে একধরনের ডিজিটাল কারেন্সি আছে যেখানে প্রতিদিন ট্রেড হয় এবং টেডিং এর মাধ্যমে আয় করা যায়। তবে তারা বেশির ভাগ বিটকয়েন কেই চেনে এছাড়া অন্য কোন কয়েন চেনেন না।
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
আমার আত্মীয় স্বজনের মধ্যে কতিপয় কিছু লোক ছাড়া আর কেউই বিটকয়েন সম্বন্ধে জানে না এবং বিটকয়েন তারা বিশ্বাস করে না। তাদেরকে বিটকয়েন সম্বন্ধে বুঝাইতে গেলেও বুঝেনা।
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন আমরা যারা ক্রিপ্টো জগত এর সাথে জড়িত আছি তারা সবাই নিঃসন্দেহে বিটকয়েন কে বিশ্বাস করি। কিন্তু পার্সোনালি আমার আশেপাশে পরিচিত জনেরা বিটকয়েন কে বিশ্বাস করে না, তাদের এটা নিয়ে কোনো আগ্রহ নেই এমনকি আমার ফ্যামিলির লোকেরাও এটা কে বিশ্বাস করে না।
-
আমার বাড়ির আশেপাশে যে সমস্ত লোক রয়েছে তারা বিটকয়েন থেকে একদম অবগত।তারা বুঝতে পারে না যে কিভাবে টাকা পয়সা ইনকাম করতে পারি তারা বলে যে জুয়া খেলে অনন্য কমেন্ট করে থাকে।
-
একচুয়ালি যারা বিটকয়েন নিয়ে কাজ করেছেন তারা সকলেই বিটকয়েন সম্পর্কে ভালো ধারণা আছে তারা বিটকয়েন এর গুরুত্ব বুঝতে পারবেন।আর যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান নেই তাদের কাছে বিটকয়েন কোন মূল্য নেই। তাদের কাছে বিটকয়েন অমূল্যহীন। আমি বিটকয়েন কে বিশ্বাস করি এবং বিটকয়েনের ওপর কাজ করে আমি 2017 সাল থেকে জীবিকা নির্বাহ করছি। তাই আমার কাছে বিটকয়েন সব।
এটাই স্বাভাবিক যে বা যারা বিটকয়েন সম্পর্কে জানে না তারা কিভাবে এর মূল্যায়ন করবে। তাদের কাছে কে যদি 10 টি বিটকয়েন দিয়ে যদি 10 টাকার একটি পন্য কিনতে বলে তারা তাই করবে।
-
আমাদের গ্রামের লোকেরা বিটকয়েন সম্পর্কে তেমন কোনো ধারনাই নেই। যদি শোনে আমি ফোন দিয়ে টাকা ইনকাম করি তাহলে তারা কি যেভাবে সেটা আল্লাহ তালায় জানে।হয়তো ভাবতে পারে কোথাও থেকে টাকা মেরে দিচ্ছি বা চুরি করে আনছি।
-
আমার বাড়ির আসে পাশে অনেক লোকজন আছে তারা বিটকয়েন সম্পর্কে জানে না।আর বিটকয়েন থেকে যে টাকা ইনকাম করা যায় তারা জানে না।তারা বলে কি যে ব্যাংক থেকে টাকা চুরি করি।তাদের বুঝতে চায়লে বোঝে না এটা নিয়ে অনেক মুসকিলে পরেছি।
ভাই আপনার মত সমস্যায় আমিও পড়েছি।কিছুতেই বুঝাতে পারিনা যে টাকা এরকম ভাবে ইনকাম করা যায়। অনেকেই আবার ভয় দেখায় যে পুলিশে কিন্তু ধরে নিয়ে যাবে। জন্য এখন থেকে আমি চুপেচাপে এ কাজটি করে যাচ্ছি কাউকে জানায় না।
-
আমাদের পাড়া-প্রতিবেশীরা বিটকয়েন সম্বন্ধে একদম অজ্ঞ। তাদের বিটকয়েন সম্বন্ধে কোনো ধারণা নেই ধারণা না থাকায় তারা আমাদেরকে সন্দেহের চোখে ফেলে যে আমরা কিভাবে টাকা ইনকাম করি অনেক প্রতিবেশী অনেক ধরনের কথা বলে যা শুনলে হাসি পায়।
-
আমার পাড়া প্রতিবেশীর বিটকয়েন সম্পর্কে কোনো ধারণা নেই।তারা একেক জন একেক রকমের কথা বলে এমনকি তারা বলে হয়তো কোথাও থেকে টাকা মেরে দেই। আরো বলে এগুলো নাকি ব্যাংকের টাকা এটা শুনে অনেক হাসি পায়।
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
আমার পরিচিতরা বিটকয়েন বোঝে না। এটির মূল্য বা দাম শুনে এটিও বিশ্বাস করতে চায় না।
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
আসলে আমার আত্মীয়-স্বজন বিশেষ করে এটি একদমই বিশ্বাস করে না। বলে এভাবে কি আসলে ইনকাম করা সম্ভব। তারা আরও নানান ধরনের কথা বলে থাকে আমাদের। অতএব যদি বাংলাদেশে বিটকয়েনের বৈধতা আমাদের সরকার দিয়ে দিত তাহলে কিন্তু এ ধরনের কথা বলত না। উল্টো আরো তারা আমাদের বলতো দয়া করে আমাদের ছেলে মেয়েকে একটু শিখাও।
-
একচুয়ালি যারা বিটকয়েন নিয়ে কাজ করেছেন তারা সকলেই বিটকয়েন সম্পর্কে ভালো ধারণা আছে তারা বিটকয়েন এর গুরুত্ব বুঝতে পারবেন।আর যাদের বিটকয়েন সম্পর্কে কোন জ্ঞান নেই তাদের কাছে বিটকয়েন কোন মূল্য নেই। তাদের কাছে বিটকয়েন অমূল্যহীন। আমি বিটকয়েন কে বিশ্বাস করি এবং বিটকয়েনের ওপর কাজ করে আমি 2017 সাল থেকে জীবিকা নির্বাহ করছি। তাই আমার কাছে বিটকয়েন সব।
আসলে ভাই আপনি একদমই ঠিক বলেছেন।আমরা যারা আসলেই বিটকয়েন ফোরামে কাজ করি তারাই শুধু এই সম্পর্কে ধারণা রাখি তাছাড়া আমি দেখি যে এই পুরান অন্য কারো ধারণা নেই বললেই চলে।
-
আমিয়ে বিটকয়েন এর সাথে পরিচিত বিগত এক বছর যাবত তবে বিটকয়েনের শুধু না আমি শুনেছি এ সম্পর্কে আমি ততটা অবগত না। কিন্তু অনেক পোস্ট পড়ে এ সম্পর্কে জানার চেষ্টা করছি।
-
বিটকয়েন একটি খুবই জনপ্রিয় মুদ্রা। আমাদের এই জেনারেশন এর সবাই বিটকয়েনকে চিনে বা বিটকয়েন সম্পর্কে জানে কিন্তু আমাদের আগের যারা আছে যেমন আমাদের মা বাবা আত্মীয়রা তারা বিটকয়পন সম্পর্কে ততোটা অবগত না, তারা জানে না বিটকয়েন কি এটা কিভাবে কাজ করে তারা এটা সম্পর্কে জানতে তেমন আগ্রহী না। তবে ছোট ছোট বাচ্ছাদের বললেও বলবে হ্যা আমি বিটকয়েনকে চিনি এটা সম্পর্কে কিছুটা জানি।
-
সারা বিশ্বের প্রায় সব মানুষ এখন বিটকয়েন সম্পর্কে অবগত কিন্তু আমার পরিচিত কিছু লোকে বিটকয়েন সম্পর্কে জানেনা। যেমন আমার ফ্যামিলি বিটকয়েন কে বিশ্বাস করতে চায় না। বিটকয়েন যে এক প্রকার মুদ্রা সেটা বিশ্বাস করতে চায় না।
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
ভাই এ কথা বলতে গেলে অনেক কথাই আসে। আসলে আমার মা বাবা আরও বড় যারা আছে তারা এটাকে বৈধতা মনে করে না। সবাই ভাবে এটা এক ধরনের অবৈধতা কাজ। তারা আমায় অনেক বার সাবধান করছে যে এগুলা করিস না পুলিশ ধরবে কিন্তু আমি আজ পর্যন্ত দেখলাম না কাওকে পুলিশে ধরলো। তাও আমি বলি এটা আরালে করাই ভালো
-
আমার পাড়া প্রতিবেশীর বিটকয়েন সম্পর্কে কোনো ধারণা নেই।তারা একেক জন একেক রকমের কথা বলে এমনকি তারা বলে হয়তো কোথাও থেকে টাকা মেরে দেই। আরো বলে এগুলো নাকি ব্যাংকের টাকা এটা শুনে অনেক হাসি পায়।
যদিও সারাবিশ্বের এখন কমবেশি সবাই এই বিটকয়েন এর সঙ্গে পরিচিত। কিন্তু আমার এখানে এখনো অনেকেই এই বিটকয়েন সম্পর্কে কিছুই জানে না তাদেরকে বলতে গেলেও তারা বিশ্বাস করতে চায় না। তারা বিভিন্ন ধরনের কথা বলে যেটা শুনে সত্যিই হাসি পায়। যেহেতু এটা আমাদের বাংলাদেশে অবৈধ সেহেতু আমাদের কারো সাথে শেয়ার না করাই ভালো যে আমরা বিটকয়েন নিয়ে কাজ করছি।
-
আমার পাড়া প্রতিবেশীর বিটকয়েন সম্পর্কে কোনো ধারণা নেই।তারা একেক জন একেক রকমের কথা বলে এমনকি তারা বলে হয়তো কোথাও থেকে টাকা মেরে দেই। আরো বলে এগুলো নাকি ব্যাংকের টাকা এটা শুনে অনেক হাসি পায়।
শুরুর দিকে এমন কাহিনী আমার সাথে অনেক হয়েছে । এমনকি যখন বন্ধুদেরকে বলতাম যে, বিটকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সি আছে এবং এটিকে ডিজিটাল গোল্ড বলা হয়। তখন তারা সহমত প্রকাশ করলেও পিঠপেছনে অনেকে কটাক্ষ করতো, কিন্তু ক্রিপ্টো থেকে ভালো কিছু করে সেটি প্রমাণ করতে পেরেছি, তখন থেকে তারা বলে যে, ভাই আমাকে একটু শিখাও। কিন্তু যখন আমি তাদেরকে এটির গুরুত্ব বলতাম, তখন তারা হাসিতামাশা করতো। তবে আমার মনে হয়, খুবই কম বাঙালি বিটকয়েন সম্পর্কে সঠিক তথ্য জানে। আমি চেষ্টায় আছি যে, সকলে এটির সঠিক তথ্য সরবরাহ করতে এবং একদিন এই উদ্দ্যোগে সফল হবো দৃঢ় বিশ্বাস আছে।
-
বিটকয়েন সম্পর্কে আসলে আমাদের এলাকাবাসীদের কোন ধারণা নেই বললেই চলে। আসলে আমাদের এলাকায় কেউ বিটকয়েন ফোরামে কাজ করে না। কিছু কিছু লোক কাজ করে একমাত্র তারাই বিজ্ঞান সম্পর্কে জানে।
-
আমার পাড়া প্রতিবেশীর বিটকয়েন সম্পর্কে কোনো ধারণা নেই।তারা একেক জন একেক রকমের কথা বলে এমনকি তারা বলে হয়তো কোথাও থেকে টাকা মেরে দেই। আরো বলে এগুলো নাকি ব্যাংকের টাকা এটা শুনে অনেক হাসি পায়।
শুরুর দিকে এমন কাহিনী আমার সাথে অনেক হয়েছে । এমনকি যখন বন্ধুদেরকে বলতাম যে, বিটকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সি আছে এবং এটিকে ডিজিটাল গোল্ড বলা হয়। তখন তারা সহমত প্রকাশ করলেও পিঠপেছনে অনেকে কটাক্ষ করতো, কিন্তু ক্রিপ্টো থেকে ভালো কিছু করে সেটি প্রমাণ করতে পেরেছি, তখন থেকে তারা বলে যে, ভাই আমাকে একটু শিখাও। কিন্তু যখন আমি তাদেরকে এটির গুরুত্ব বলতাম, তখন তারা হাসিতামাশা করতো। তবে আমার মনে হয়, খুবই কম বাঙালি বিটকয়েন সম্পর্কে সঠিক তথ্য জানে। আমি চেষ্টায় আছি যে, সকলে এটির সঠিক তথ্য সরবরাহ করতে এবং একদিন এই উদ্দ্যোগে সফল হবো দৃঢ় বিশ্বাস আছে।
একই ঘটনা কিন্তু আমার সাথেও হয়েছে। আমি যখন আমার খুব কাছের কয়জন বন্ধুকে বলেছিলাম আমি বিটকয়েনটকে জয়েন করে জেআর মেম্বার হয়ে সিগনেচার করে ১৭কে টাকা পাইছি মাত্র ১৫ দিনে। তারা তো আমাকে নিয়ে উপহাস করা শুরু করলো। তার কয়েকমাস পর থেকে তারাই আমাকে বলতে লাগলো শিখাও, আমারাও করবো, আসলে তুমি যা বলো তা ঠিক, তোমার সাথে কাজ করতে চাই ইত্যাদি। বাস, তারপর শেখাতে শুরু করলাম আর আজও চলছে সেই ধারা তবে এখন আগের মত শিখাইনা কারণ অধিকাংশই অকৃতজ্ঞ হয়ে যায় পরে কারণ বিনা পয়সায় শিখালে গুরুত্ব থাকেনা পরে তারা টাকা আয় করা শুরু করলে গুরুর কথা তাগো মনে থাকেনা। তবে যাই হোক আমি কিন্তু তৃপ্তি পাই যদি দেখি তারা কাজ করে দুপাইস কামাচ্ছে। তাদের পরিবারের কাজে লাগতেছে।
-
আমার পরিচিতরা বিটকয়েন নিয়ে জতটা জানে তার থেকে বেশি তারা পেনিক মোডে চলে, এটাই তাদের সমস্যা তারা শুধু চিন্তা করে কিভাবে বিটকয়েন থেকে লাভোমান হওয়া জায় কিভাবে বিটক্যেন পাওয়া জায়, কিন্টু তারা কখোনো চিনাতা করেনা বিটকয়েন সম্পর্কে আরো ভালোভাবে জেনে দক্ষতা অর্জন করলে এমনিতেই ইঙ্কাম করা সম্ভাব।
-
আমার পরিচিত জনেরা কেউ জানেনা বিটকয়েন কি বা বিটকয়েন কি করে। শুধু আমি যাদের শিখিয়েছি তারা ছাড়া আর কারো সাথে ক্রিপ্টো নিয়ে কথা বলিনা এবং বলাও নিরাপদ মনে করিনা। যে কোন সময়ে যে কোন কিছু হতে পারে কারণ ক্রিপ্টো দেশে অবৈধ তাই এটা নিয়ে প্রচার করারও কিছু নেই।
ধন্যবাদ ভাই আপনাকে এবং আপনার উপস্থিতি অনেক কিছু ধারণ করে নিতে পারো না ধন্যবাদ
-
আমি বিটকয়েনের সাথে যুক্ত আছি ২০১৭ সাল থেকে সেই সুবাদে বিটকয়েনের সাথে যুক্ত এমন অনেকের সাথে সম্পর্ক হয়েছ। অনেক বিটকয়েনের সাথ লেনদেন করছে। এবং তারা বিটকয়েন সম্পর্কে অবগত আছে। আমার নিজের একটা সার্কেল আছে যারা বিটকয়েন সম্পর্কে অবগত।
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
আমার বন্ধুবান্ধবঅথবা আত্মীয় স্বজন যারা আছে তারা কেউই এই কয়েন সম্পর্কে বিশ্বাস স্থাপন করে না। এ মনে করে বিটকয়েন নামে কোন কয়েন নাই। এটি সম্পূর্ণ ভুল একটি তথ্য। তাই তারা এ বিষয়ে জানার প্রতি কোন আগ্রহ প্রকাশ করে না।
-
আমার পরিচিতরা বিটকয়েন নিয়ে খুব বেশি অবগত না. অনেকে বিটকয়েন এর ব্যবহার সম্পর্কে কোনো কিছুই জানে না. কিন্তু এখন অনেকে এর ব্যবহার সম্পর্কে শিখছে এবং বিনিয়োগের জন্য চাহিদা বাড়াচ্ছে। তারা ধীরে ধীরে বিটকয়েন সম্পর্কে বিশ্বাস করতে যাচ্ছে।
-
আমার পরিচিত বন্ধুবান্ধব নিয়ে এতটা অবগত নয়। তারা বিটকয়েন সম্পর্কে কিছুই জানেনা।বিটকয়েন নিয়ে কিছু বললে তারা আরও আমাকে নিয়ে হাসি তামাশা করে। বলে পৃথিবীতে বিটকয়েন বলতে কিছু নেই। আমি তাদের সাথে এখন আর বেশি কথা বলি না।
-
আমার আত্মীয় স্বজনেরা বিটকয়েন কে বিশ্বাস করে না। কারণ তারা ভাবে যে আমি মানি লন্ডারিং করি। কিন্তু বিটকয়েন একটি স্বর্ণমুদ্রা সেটা কেউ বিশ্বাস করতে করতে চায় না। বিশেষ করে পাশের বাড়ির আন্টিরা বেশি আলোচনা করে। এই ধরনের আলোচনা বা মানিং লন্ডারিং এর অপবাদ থেকে মুক্তি পেতে তাদের সাথে মেলামেশা করি না। বিটকয়েন জনপ্রিয়তা সম্পর্কে কিছু বন্ধুদের বিশ্বাস করানো কঠিন। তারা ভুয়া মনে করে।
প্রিয় মোডারেটর ভাই আপনি ঠিক বলেছেন।আমার আশেপাশের আত্মীয়স্বজনেরা বিটকয়েন সর্ম্পকে কিছুই জানে না আর তাদের বললেও তারা এটা কে বিশ্বাস করে না।তারা এটা কে ভালো চোখে দেখে না।আর বাংলাদেশে যেহেতু বিটকয়েন অবৈধ। তাই আমার আশে পাশের কাও কে এখন এই সব নিয়ে কিছু বলি না।
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
আমার পরিচিত জনেরা কেউ বিটকয়েন কে বিশ্বাস করতে চায় না। বিশেষ করে বিটকয়েনের দাম শুনলে তারা আরো হাসাহাসি করে। আমার পরিবারের কেউই এটা মানতে চায় না। সবাই মনে করে এটা ভুয়া।
-
অনেক মানুষ আছে যারা বিটকয়েন কে বিশ্বাস করে না এরা আসলে জানেনা যে বিটকয়েন ইতিহাস সম্পর্কে যদি জানতো তাহলে অবশ্যই তারা তাদের মনোভাব দিয়ে বিশ্বাস করত। কিন্তু আমি বিটকয়েন কে অনেক বিশ্বাস করি এবং আমার বন্ধুবান্ধব ও এলাকার লোকজন আছে যারা এই বিটকয়েন কে বিশ্বাস করে তাই আমি বিটকয়েন কে অনেক মূল্য দেই কিছু কিছু মানুষ আছে যারা একে কোনো মূল্য দেয় না তারা ভাবে যে বিটকয়েন হল একটি ভুয়া জিনিস।
-
আসলে আমি নতুন এ বিট কয়েনে কাজ করি। আমার এলাকায় বাসীরা কেউ বিটকয়েন এ কাজ করে না।তাই তারা যদি শুনে যে আমি এভাবে টাকা ইনকাম করি তাহলে তারা বিশ্বাস করে না। তা বলে কিভাবে কোনদিন টাকা ইনকাম করা যায়। উল্টা সবাই মিলে আমাকে আরো নানান ধরনের ব্যঙ্গ করে থাকে। তারা বলে কিনা যে শিক্ষিত হয়েছে। তারা আসলে বুঝতে পারে না যে এভাবে টাকা ইনকাম করা যায়।
-
বিটকয়েন সম্পর্কে আমার বন্ধুদের বুদ্ধি কিছু বন্ধু পরিচিত। আর কিছু বন্ধু এমন আছে যারা বিটকয়েন কে বিশ্বাস করতে চায় না। এবং আমার ফ্যামিলির লোকেরাও বিটকয়েন কে বিশ্বাস করে না তারা মনে করে এগুলো কিছুই নয়। ক্রিপ্টোকারেন্সি জগত বলে কোন অস্তিত্ব আছে সেটাও বিশ্বাস করতে চায় না তারা।
-
পরিচিত জনরা তারা আসলেই অনেক বিভ্রান্তিতে আছে বিটকয়েন নিয়ে এটার ভবিষ্যতের কি যে হয় কিছুই বলা যাচ্ছেনা সঠিক ভাবে।
-
ইদানিং আমি লক্ষ করছি যে আমাদের চারপাশে অনেকেই আছে যারা বিটকয়েনে কে চেনে। যদিও কেউ আগে থেকে কিছু বলে না তবে অনেকেই ভিতরে ভিতরে এর খোজ জানে। তবে এটি ঠিক হয়ে যাবে যখন এগুলো ওপেন হবে যখন সরকার অনুমতি দেবে।
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
ভাই আমার আশেপাশের মানুষ গুলো বিটকয়েনকে বিশ্বাস করে না। কারণ তারা বিটকয়েন কি সেটাই জানেনা। ভার্চুয়াল এই মুদ্রা সম্পর্কে আমার আশেপাশের মানুষের কোন ধারণাই নেই।
তবে আমার কিছু বড় ভাই ও ফ্রেন্ডস আছে যারা বিটকয়েনকে বিশ্বাস করে এবং তারা এর সাথে জড়িতও আছে। মুলত তাদের দেখেই আমিও এই ক্রিপ্টোকারেন্সির জগতে প্রবেশ করার অনুপ্রেরণা পেয়েছি, চেষ্টা করতেছি কিছু শেখার।
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
আমার পরিচিত জনেরা কেউ বিটকয়েন কে বিশ্বাস করতে চায় না। ক্রিপ্টোকারেন্সি জগত বলতে যে একটা জগৎ রয়েছে তারা সেটা বিশ্বাস করতে চায় না। তারা মনে করে এগুলো সব ভুয়া। আমি কারো সাথে খুব একটা শেয়ারও করি না। কারণ এটা যেহেতু আমাদের বাংলাদেশে অবৈধ তাই আমাদেরও শেয়ার না করাটাই ভালো।
-
আমার আশে পাশে অনেকে জানে কিন্ত আসলে এটা কতটুকো যুক্তিযুক্ত এবং ইমপ্যাক্ট কত টুকু তা হয়তো অনেকে জানে | আমি এটা দেখেছি যে এক মাত্র আমার টেকনিকাল লাইন ছাড়া অন্য পেশার মানুষেরা এটা সম্পর্কে বিশ্বাস বা এই সম্পর্কে জানে না কিন্তু আমি এটা বিশ্বাস করি ববিশিষ্ট যাও আর প্রচার বাড়ার সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তা বাড়বে এবং মানুষের ভুল ধারণা গুলো ভাঙবে
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
আমি মনে করি যারা বিটকয়েন নিয়ে কাজ করে তারা মোটামুটি ভালই বোঝে আর যারা কাজ করে না তারা বোঝে না এবং তাদেরকে বোঝাতে গেলে তারা ভাবে এটা ফেক এটাকে মূল্যায়ন করেনা
-
আমার পরিচিত জনেরা কেউ বিটকয়েন কে বিশ্বাস করে না। তারা এটা জানে না বিটকয়েন দিয়ে কি করা হয় এবং বিটকয়েন কি ।সবাই ভাবে যারা এর সাথে জড়িত তারা সবাই অবৈধ কাজকর্ম করে ।তাদেরকে বিটকয়েন সম্পর্কে বোঝাতেও পারিনা কেননা বিটকয়েন লেনদেন বাংলাদেশে নিষিদ্ধ। তাই ভাবি যদি বোঝাতে যাই
হিতে বিপরীত হতে পারে তাই এ বিষয়ে কারো সাথে কথা বলা যায়না।
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
আমার আশেপাশে কেউ বিটকয়েন কে বিশ্বাস করে না। বিটকয়েনের কথা শুনলে সবাই বলে যে ছেলে পাগল হইছে। এখনো পর্যন্ত আমি আমার কোন আত্মীয় বা বন্ধুকে বিটকয়েনে কাজ করতে দেখিনি। তাদের কারও কাছে বিটকয়েনের কথাও শুনিনি।
-
সত্যি বলতে কি ভাই আমাদের জেনারেশন শুরু করে পরবর্তী যেসব জেনারেশন আসবে সবাই বিটকয়েন সম্পর্কে জানবে এবং বুঝবে এটা সম্পর্কে তবে আমি মনে করি আমাদের আগের যারা আছে তারা এই বিটকয়েন সম্পর্কে ততটা অবগত না তারা বুঝে না যে বিটকয়েন কি এবং এর কাজ কি এটা দিয়ে কি হয় এবং তারা বুঝতে চায় না
-
আমাদের এলাকার এমন কিছু লোক আছে যদি শোনে যে বিটকয়েন এ কাজ করে টাকা ইনকাম করছে। তারাই কখনোই বিশ্বাস করে না তারা বলে যে এভাবে টাকা ইনকাম করা গেলে তো আর মানুষ এত কষ্ট করে কি কাজ করতো। তারা এটুকু বুঝতে পারে না যেখানে কি কোন অশিক্ষিত লোক কাজ করতে পারবে। এখানে কাজ করতে হলে অবশ্যই নিজের যোগ্যতা কাজ করতে হবে। এবং নিজের মেধা ডাকে খাটিয়ে ইনকাম করা হয়ে থাকে।অতএব তারা যাই বলুক না কেন সেদিকে খেয়াল না করে আমাদের এগিয়ে যেতে হবে।যেন পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে শিখে এখানে কাজ করতে পারে এবং দেখা যাবে কোন একদিন বিটকয়েনের বৈধতাও হয়ে যাবে বাংলাদেশ।
-
আমাদের বাড়ির আশে পাশে যারা আছে তারা বিটকয়েন কে বিশ্বাস করে না এবং তারা বলে যে মোবাইলে জুয়া খেলে। এ ধরনের অনেক কিছু মন্তব্য করে এইজন্য বলা যায় যে আমাদের বাড়ির আশেপাশে লোকেরা বিটকয়েন কে অবজ্ঞা করে থাকে।
-
আমার পরিচিতরা বিটকয়েন নিয়ে কোনো অবগত নেই। সব সময় আমাদের সাথে যেসব বন্ধুগণ চলে তারা বিটকয়েন সম্পর্কে কিছু জানে না। বিটকয়েন সম্পর্কে কিছু বললে তারা বিশ্বাস করে না।তাই আমি তাদেরকে বিটকয়েন সম্পর্কে কোন কিছু বলি না। তাদেরকে যদি বলি একটি বিট কয়েনের দাম হাজার 19 লক্ষ টাকা তাহলে তারা হাসি-ঠাট্টা হিসেবে উড়িয়ে দেয়। আমার বাড়ির আশেপাশে যারা আছে তারা পিঠ কয়েন কে বিশ্বাস করে না।
-
আমার পরিচিত জনের মধ্যে বেশিরভাগই বিটকয়েন সম্পর্কে অবগত নয়। অনেকেই ভাবেনএখানে কাজ করে তারা অবৈধ লেনদেনের সাথে জড়িত তাদেরকে বিষয়ে বিস্তারিত বোঝানো যায় না কেননা এটি বাংলাদেশে বৈধ নয়। তাই বিটকয়েন সম্পর্কে কারো সাথে কোন আলোচনা থেকে বিরত থাকি।
-
ভাই আমার পরিচিত জনেরা কেউই এই বিটকয়েন সম্পর্কে অতটা অবগত নয়। কিন্তু আমার ফ্যামিলির লোক কেউ বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি কে বিশ্বাস করতে চায় না। আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে তারাও ক্রিপ্টো কারেন্সি কে বিশ্বাস করতে চায় না।
-
আমার পরিচিত জনেরা কেউ জানেনা বিটকয়েন কি বা বিটকয়েন কি করে। শুধু আমি যাদের শিখিয়েছি তারা ছাড়া আর কারো সাথে ক্রিপ্টো নিয়ে কথা বলিনা এবং বলাও নিরাপদ মনে করিনা। যে কোন সময়ে যে কোন কিছু হতে পারে কারণ ক্রিপ্টো দেশে অবৈধ তাই এটা নিয়ে প্রচার করারও কিছু নেই।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আসলে এ কথা নিয়ে কারও সাথে কথাবার্তা না করাটাই ভালো। আমার পরিচিত যারা আছে তারাও বিটকয়েন কে বিশ্বাস করতে পারেনা। আমিও প্রথম বিশ্বাস করতাম না কিন্তু বেশ কিছুদিন হল আমি এই সাইটে কাজ করতেছি আমি একজন নতুন ইউজার । এখন আমি বিটকয়েন কে বিশ্বাস করি কিন্তু আমার পরিচিত যারা আছে তারা বিশ্বাস করতে চায় না। তাই আমি তাদের সাথে এ নিয়ে কোনো কিছু শেয়ার করতেও চাইনা।
-
আমার পরিচিতরা বিটকয়েন নিয়ে অবগত নয় কারণ তারা বিটকয়েন কে বিশ্বাস করতে পারেনা বা করতে চায়না। আমিও নিজেও কিছুদিন আগে বিটকয়েন বিশ্বাস করতাম না কিন্তু বর্তমানে এই বিটকয়েন সংস্পর্শে এসে এই বিটকয়েন কে বিশ্বাস করতে বাধ্য হলাম। আমার পরিচিতরা এই বিটকয়েন বিশ্বাস করে নাও কারণ বিটকয়েন একটি ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন বাংলাদেশ ক্রয়-বিক্রয় অবৈধ হিসাবে ঘোষণা দিয়েছে এর কারণে তারা যাও বিশ্বাস করত সেটাও বিশ্বাস করতে চায় না।
-
হ্যাঁ বিটকয়েন নিয়ে আমার পরিচিত বন্ধুবান্ধব রা তারা বিটকয়েন কে বিশ্বাস করে এবং বিটকয়েন এর সাথে তারা মিশতে চায়। কারণ বিটকয়েন এখন বিশ্বে একটি প্রচলিত মুদ্রা।এই মুদ্রাটি সব দেশের মানুষের মুখে শোনা যায় বিটকয়েন নামটি।
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
আমি মনে করি বর্তমানে ক্রিপ্টোকারেন্সি অনেকটা প্রসারিত হয়েছে বা বিস্তার লাভ করেছে। বর্তমান সময়ের বিশেষ করে আমাদের জেনারেশন এর সবাই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন সম্পর্কে জানে। তারা জানে বিটকয়েন কিভাবে কাজ করে কিভাবে বিজ্ঞানের ব্যবহার করতে হবে সকল বিষয়ে অবগত আছে বলে আমি মনে করি।
-
সত্যি বলতে কি ভাই আমাদের জেনারেশন শুরু করে পরবর্তী যেসব জেনারেশন আসবে সবাই বিটকয়েন সম্পর্কে জানবে এবং বুঝবে এটা সম্পর্কে তবে আমি মনে করি আমাদের আগের যারা আছে তারা এই বিটকয়েন সম্পর্কে ততটা অবগত না তারা বুঝে না যে বিটকয়েন কি এবং এর কাজ কি এটা দিয়ে কি হয় এবং তারা বুঝতে চায় না
হ্যা দারুণ একটি পয়েন্ট নোট করেছেন। আগের প্রজন্মের মানুষেরা এই বিষয়টি নিয়ে অতটা অবগত না। কিন্তু আফসোস হলো দেশ চালানো থেকে পরিবার চালানোর ভার কিন্তু আগের প্রজন্মের হাতেই৷ তাই তারা যদি এটা নিয়ে না ভাবে তাহলে আমরা পিছিয়ে যাবো। তবে আমাদের পরের প্রজন্ম আমাদের থেকে অনেক এডভান্টেজ পাবে।
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
আমার আশেপাশের লোকজন রা বিটকয়েন কি এটা বোঝে না তবে হ্যাঁ আমার গ্রামের কিছু ফ্রেন্ড আছে তারা আমার সাথে এই লাইনে কাজ করতেছে তাদের সাথে এই ব্যাপারে সমালোচনা করি । তবে আমি মনে করি এই ব্যাপারে সবার সাথে শেয়ার করা উচিত নয় যেহেতু আমাদের বাংলাদেশে এটা বৈধ না । সকলের সাথে শেয়ার করলে অনেক সময় বিপদ হতে পারে প্রশাসনিক লোকের কানে গেলে অনেক বিপদ তাই আমি মনে করি সবার সাথে শেয়ার করা থেকে আমরা সবাই বিরত থাকবো এতে আমাদের লাভ। কিছুদিন আগে একটা নিউজ দেখলাম অষ্টম শ্রেণীতে পড়া এক লোক ক্রিপ্টোকারেন্সি করে দেড় কোটি টাকা দামের গাড়ি কিনেছিল যা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চালাইনি প্রশাসনিক
কর্মকর্তারা তাকে সরকারি জেলখানায় হেফাজতে রেখেছে বর্তমানে । তাছাড়া অল্প কিছুদিন আগে গাজীপুরের এক লোকও ক্রিপ্টোকারেন্সি করে ধরা খেয়েছে পুলিশের হাতে । তাই আমি আমার বাংলাদেশের সকল ক্রিপ্টোকারেন্সি ভাইদের কে বলবো আপনারা সতর্ক হয়ে যান সবার সাথে এই ব্যাপারে শেয়ার করবেন না দয়া করে ।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান পোষ্ট এর জন্য ।
-
আমার বন্ধুবান্ধব বা আমার সাথে যা যারা আছে তারা কেউই বিটকয়েন কে বিশ্বাস করে না।তারা সকলেই বলে বিটকয়েন নামে কোন বস্তু নেই। তারা এসকল বিষয় বিশ্বাস করে না। তবে আমি এর মধ্যেই তাদেরকে ক্রিপ্টোকারেন্সি তা নিয়ে আসার জন্য কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করছি তারা এ বিষয়ে জানতে পারবে।
-
আমার পরিচিতরা অনেকেই এটি সম্পর্কে ভাল আইডিয়া রাখে। যারা এটা নিয়ে বিভিন্ন সময় না না ধরনের আলোচনাও করে থাকে। তবে আমাদের দেশে যেহেতু এটি নিষিদ্ধ তাই কেউ খোলা মেলা আলোচনা করতে চায় না। কিছুদিনের মধ্যে আমার মনে হয় সবাই বিষয়টি জানবে।
-
আমাদের পরিচিত সিনিয়র ভাইরা বলেছে যে বিটকয়েনের দাম অনেকটাই বৃদ্ধি এবং এই বিটকয়েন এর দাম দিন দিন শুধু বৃদ্ধি পেতে থাকবে। আর এই বিটকয়েন নিয়ে মানুষ অনেকটাই কৌতুহল করছে। বিটকয়েন এর দাম যেরকম ভাবে বৃদ্ধি পেতে চলছে যদি এইভাবে চলতে থাকে তাহলে সোনার চেয়ে উপরে চলে যাবে এই বিটকয়েন।
-
আমরা যারা বিটকয়েন নিয়ে আছি তারা জানি বিটকয়েন কি বা তার ইতিহাস। কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আত্মীয়রা কতটা এই ব্যাপারে জানে বা জানার আগ্রহ আছে কিনা? কারণ আমি অনেকেই দেখিছি এই ব্যাপারে কারো আগ্রহ নেই, অনেকে আবার এটাকে ভুয়া মনে করে। আপনাদের অবস্থা কেমন বলতে পারেন।
আমার পরিচিত বন্ধুবান্ধব এ ব্যাপারে অনেক কিছু জানে। এমনকি বিটকয়েন সম্পর্কে তাদের আগ্রহ অনেক বেশি। আসলে আমরা সবাই ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িত হয়েছি এর জন্যই আমাদের মধ্যে বিটকয়েন সম্পর্কে সবসময়ই আলোচনা হয়। বর্তমানে বিটকয়েনের দাম অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এমনকি বিটকয়েন নিয়ে মানুষ অনেকটাই কৌতুহল হয়ে পড়েছে। বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে এভাবে বৃদ্ধি পেতে থাকলো নতুন রেকর্ড করবে এ ব্যাপারে কারো কোন সন্দেহ নেই।
-
আমার পরিচিত এর মধ্যে যারা আমাদের জেনারেশনের তাদের অধিকাংশ মানুষের সম্পর্কে জানে এবং বুঝে। কিন্তু যারা আমাদের জেনারেশন এর আগের তারা এ সম্পর্কে বুঝতে চায় না বা পারেনা। তাই আমি মনে করি আমার পরিচিতদের মধ্যে অধিকাংশ লোকই বিটকয়েন সম্পর্কে অবগত আছে।
-
বর্তমান সময়ের বিশেষ করে আমাদের জেনারেশন এর সবাই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন সম্পর্কে জানে।আমি নিজেও কিছুদিন আগে বিটকয়েন বিশ্বাস করতাম না কিন্তু বর্তমানে বিটকয়েন নিয়ে আলোচনা করার পর এই বিটকয়েন কে বিশ্বাস করতে বাধ্য হলাম।তাই আমি মনে করি আমার মত অনেকে বিটকয়েন নিয়ে অবগত।
-
যারা বিটকয়েন সম্পর্কে জানে না একমাত্র তারাই ভুয়া হিসেবে মনে করছে কিন্তু যারা এটা নিয়ে অবগত তারা এটাকে মনে প্রানে বিশ্বাস করছে। আমার পরিচিতরা বিটকয়েন সম্পর্কে জানে কিন্তু তারা এ বিষয়ে ততটা একটিভ না। যতটা হওয়া দরকার।
-
আমার পরিচিতরা যারা আছে তারা বিটকয়েন সম্পর্কে খুব একটা ভালো হবে অবগত না। তারা বিটকয়েন কে বিশ্বাস করতে চায় না। তারা ভাবে যে বিটকয়েন বলে কোন বস্তু নেই।
-
আমার পরিচিতরা বিটকয়েন নিয়ে তেমন কোন মন্ত্যব্য করেনা। তারা জানে এটি একটি অবৈধ জিনিস এটিতে থাকলে তাদের ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা আছে। তবে অনেকে আগে জানত না এখন জানে।
-
আমার পরিচিতরা বিটকয়েন সম্পর্কে কিছু জানে না। কারণ আমি তাদের সাথে এই সম্পর্কে এই টপিক নিয়ে কোনদিন আলোচনা করেনি। কারণ যে জিনিসটার বাংলাদেশে কোনো অনুমোদন নেই সেই বিষয় সম্পর্কে তাদের সাথে কি আলোচনা করব।