Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Triedboy on September 09, 2020, 03:29:20 AM

Title: signature করতে একটা আইডি দিয়ে কি একাধিক ক্যাম্পিয়ানে অ্যাড হওয়া যাবে???
Post by: Triedboy on September 09, 2020, 03:29:20 AM
signature করতে একটা আইডি দিয়ে কি একাধিক ক্যাম্পিয়ানে অ্যাড হওয়া যাবে???
এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন please আমরা যারা নতুন ইউজার সবাই যেন ভালো ভাবে বুঝতে পারি।দয়া করে একটু বলবেন।
Title: Re: signature করতে একটা আইডি দিয়ে কি একাধিক ক্যাম্পিয়ানে অ্যাড হওয়া যাবে???
Post by: Fawpac2 on September 09, 2020, 06:01:08 AM
একটা আইডি দিয়ে একটা সিগনেচার ক্যাম্পেইন করা যাবে। আপনি একটা আইডি দিয়ে কখনই একাধিক সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন না। কেননা সিগনেচার ক্যাম্পেইন করতে হলে আপনাকে তাদের দেওয়া সিগনেচার কোড আপনার প্রোফাইলে স্থাপন করতে হবে। তারপর তাদের লগো আপনার প্রোফাইলে স্থাপন করতে হবে। এবং পার্সোনাল টেক্সট বসাতে হবে। তাই আপনি একাধিক ক্যাম্পেইনের সিগনেচার কোড এবং পার্সোনাল টেক্সট ইউজ করতে পারবেন না। তাই একটা আইডি দিয়ে একটাই সিগনেচার ক্যাম্পেইন করা যায়।
Title: Re: signature করতে একটা আইডি দিয়ে কি একাধিক ক্যাম্পিয়ানে অ্যাড হওয়া যাবে???
Post by: Btceth01 on September 09, 2020, 09:18:05 AM
signature করতে একটা আইডি দিয়ে কি একাধিক ক্যাম্পিয়ানে অ্যাড হওয়া যাবে???
এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন please আমরা যারা নতুন ইউজার সবাই যেন ভালো ভাবে বুঝতে পারি।দয়া করে একটু বলবেন।

আপনার আইডি দিয়ে একটি ক্যাম্পেইনে সিগনেচার করতে পারবেন একাধিক সিগনেচার করা যাবে না। কারণ আপনার আইডি তে আ্যভাটার সেভ করতে হয় এবং সিগনেচার কোড নিতে হয় এজন্য আপনি এক আইডি দিয়ে একাধিক সিগনেচার করা যাবে না।
Title: Re: signature করতে একটা আইডি দিয়ে কি একাধিক ক্যাম্পিয়ানে অ্যাড হওয়া যাবে???
Post by: Malam90 on September 09, 2020, 10:18:57 AM
signature করতে একটা আইডি দিয়ে কি একাধিক ক্যাম্পিয়ানে অ্যাড হওয়া যাবে???
এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন please আমরা যারা নতুন ইউজার সবাই যেন ভালো ভাবে বুঝতে পারি।দয়া করে একটু বলবেন।

একটা আইডি দিয়ে একসাথে শুধুমাত্র আপনি একটি সিগনেচার করতে পারবেন। এক সাথে একাধিক সিগনেচার করার কোন সুযোগ নেই।
signature করতে একটা আইডি দিয়ে কি একাধিক ক্যাম্পিয়ানে অ্যাড হওয়া যাবে???
এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন please আমরা যারা নতুন ইউজার সবাই যেন ভালো ভাবে বুঝতে পারি।দয়া করে একটু বলবেন।

আপনার আইডি দিয়ে একটি ক্যাম্পেইনে সিগনেচার করতে পারবেন একাধিক সিগনেচার করা যাবে না। কারণ আপনার আইডি তে আ্যভাটার সেভ করতে হয় এবং সিগনেচার কোড নিতে হয় এজন্য আপনি এক আইডি দিয়ে একাধিক সিগনেচার করা যাবে না।

হা, ঠিকই বলেছেন। যেহেতু একটি আইডিতে একই সাথে শুধু মাত্র ১ টা সিগনেচার কোড এবং একটা এভাটর সেভ করা যায় তাই একাধিক সিগনেচার করা সম্ভব না।
Title: Re: signature করতে একটা আইডি দিয়ে কি একাধিক ক্যাম্পিয়ানে অ্যাড হওয়া যাবে???
Post by: Lutera94 on September 09, 2020, 12:19:59 PM
signature করতে একটা আইডি দিয়ে কি একাধিক ক্যাম্পিয়ানে অ্যাড হওয়া যাবে???
এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন please আমরা যারা নতুন ইউজার সবাই যেন ভালো ভাবে বুঝতে পারি।দয়া করে একটু বলবেন।
আপনি একটা আইডি দিয়ে একটি সিগনেচার বসাতে পারবেন কিন্তু আপনি চাইলে একাদিক সোস্যাল ক্যাম্প্যাইন বা ব্লগ/ভিডিউ ক্যাম্পেইন করতে পারবেন। তাতে করে আপনার সমস্যা হবে না, শুধু সিগনেচার করতে গেলে একটাই করতে হবে।
Title: Re: signature করতে একটা আইডি দিয়ে কি একাধিক ক্যাম্পিয়ানে অ্যাড হওয়া যাবে???
Post by: Mrkadir85 on September 09, 2020, 02:12:40 PM
একটি আইডি দিয়ে একাধিক সিগনেচার ক্যাম্পেইনে কেউ কখনোই এড হতে পারবে না। কারন একটি আইডিতে আপনার পার্সোনাল টেক্সট এবং একাধিক সিগনেচার ক্যাম্পেইনের সিগনেচার কোড ব্যবহার করা যায়না। তাই একটি আইডি দিয়ে আপনি একাধিক সিগনেচার ক্যাম্পেইনে কাজ করতে পারবেন না। অতএব একটি আইডি দিয়ে একটি সিগনেচার ক্যাম্পেইনে কাজ করা যায়।
Title: Re: signature করতে একটা আইডি দিয়ে কি একাধিক ক্যাম্পিয়ানে অ্যাড হওয়া যাবে???
Post by: Triedboy on September 09, 2020, 06:42:36 PM
একটা আইডি দিয়ে একটা সিগনেচার ক্যাম্পেইন করা যাবে। আপনি একটা আইডি দিয়ে কখনই একাধিক সিগনেচার ক্যাম্পেইন করতে পারবেন না। কেননা সিগনেচার ক্যাম্পেইন করতে হলে আপনাকে তাদের দেওয়া সিগনেচার কোড আপনার প্রোফাইলে স্থাপন করতে হবে। তারপর তাদের লগো আপনার প্রোফাইলে স্থাপন করতে হবে। এবং পার্সোনাল টেক্সট বসাতে হবে। তাই আপনি একাধিক ক্যাম্পেইনের সিগনেচার কোড এবং পার্সোনাল টেক্সট ইউজ করতে পারবেন না। তাই একটা আইডি দিয়ে একটাই সিগনেচার ক্যাম্পেইন করা যায়।

আপনাকে অনেক ধন্যবাদ ভাই সুন্দর ভাবে বুঝানোর জন্য।
Title: Re: signature করতে একটা আইডি দিয়ে কি একাধিক ক্যাম্পিয়ানে অ্যাড হওয়া যাবে???
Post by: Nostoman on September 09, 2020, 09:17:20 PM
এই topic এ যথেষ্ট ভালো তথ্য সিনিয়রা দিয়েছে। তাই এই পোস্ট এ আর কেউই কমেন্ট করবেন না। আর Triedboy আপনার পোস্টটি লক করা হলো। কারণ যারা এখানে নতুন আসবে, তারা উপরের দেওয়া তথ্য গুলো থেকে জানতে পারবে। এর পর এখানে ভিত্তিহীন পোস্ট হবে বলে আমি মনে করি। ধন্যবাদ।