Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Triedboy on September 09, 2020, 06:55:49 PM
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
-
বিটকয়েনের dominance বর্তমানে কম। কারণ Defi project গুলোতে বেশি বিনিয়োগ হচ্ছে। ফলে বিনিয়োগকারীদের সম্পদ গুলো defi তে ঢুকছে। তাই বাজার স্থিতিশীল অবস্থানে যাবে না। দাম কমে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
-
ক্রিপ্টো মার্কেট কখনোই স্থিতিশীল থাকে না। এ মার্কেটে সব সময় কয়েন গুলোর দাম ওঠানামা করে। বিট কয়েনের দাম বর্তমানে অনেকটাই কম। কারণ বিনিয়োগকারীরা defi প্রজেক্টে বেশি বিনিয়োগ করছে।তাই বিটকয়েনের দাম অতি শীঘ্রই আগের অবস্থানে যাওয়ার সম্ভাবনা কিছুটা কম। যেহেতু মার্কেট স্থিতিশীল নয় তাই বলা যায় বিটকয়েনের দাম অবশ্যই উপরের দিকে যাবে ।
-
বর্তমান নতুন একটা নিয়ম এসেছে যা Defi নির্ভর প্রজেক্ট। আগের সব টোকেন গুলো Defi এর মধ্যে অবস্থান করছে যে কারণে সব ইনভেস্টর Defi দিকে আসছে। এ কারণে মার্কেটের অবস্থা একটু খারাপ পরবর্তী ভবিষ্যৎকালে বর্তমানে যে দাম আছে তার তিনগুণ দাম বৃদ্ধি পাবে।
-
বর্তমান নতুন একটা নিয়ম এসেছে যা Defi নির্ভর প্রজেক্ট। আগের সব টোকেন গুলো Defi এর মধ্যে অবস্থান করছে যে কারণে সব ইনভেস্টর Defi দিকে আসছে। এ কারণে মার্কেটের অবস্থা একটু খারাপ পরবর্তী ভবিষ্যৎকালে বর্তমানে যে দাম আছে তার তিনগুণ দাম বৃদ্ধি পাবে।
ভাই আপনার কথা যেনো সত্যি হয়।যদি এরকম হয় তাহলে এই ফোরাম পুনরায় সবাই ফিরে আসবে।তাহলে প্রায় বাউন্টি সাকসেস হবে।
-
বর্তমানে ডেফি ট্রেন্ডের কারণে বিটকয়েন সহ অন্যান্য কয়েনগুলোর সম্পদ ডেফিতে ঢুকতেছে যার কারণে বিটকয়েন ও অন্যান্য কয়েনগুলোর মার্কেটক্যাপ কমে যাচ্ছে যেটা ডমিনেন্সে নেগেটিভ প্রভাব ফেলতেছে। সমস্যা নেই, সামান্য কমতেই পারে তবে গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হয়ে ট্রেড করলে মার্কেট তেমন প্রভাব ফেলবে না। আবারও পজিটিভ ট্রেন্ডে আসবে আশা করছি আগামী সপ্তাহ থেকে।
-
বর্তমানে ডেফি ট্রেন্ডের কারণে বিটকয়েন সহ অন্যান্য কয়েনগুলোর সম্পদ ডেফিতে ঢুকতেছে যার কারণে বিটকয়েন ও অন্যান্য কয়েনগুলোর মার্কেটক্যাপ কমে যাচ্ছে যেটা ডমিনেন্সে নেগেটিভ প্রভাব ফেলতেছে। সমস্যা নেই, সামান্য কমতেই পারে তবে গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হয়ে ট্রেড করলে মার্কেট তেমন প্রভাব ফেলবে না। আবারও পজিটিভ ট্রেন্ডে আসবে আশা করছি আগামী সপ্তাহ থেকে।
আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম কেন আসলে বিটকয়েনের দাম কমে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমি এই ফরমের একদমই নতুন বিটকয়েনের দাম কমাতে আমি অনেক নার্ভাস হয়ে পড়েছিলাম। কিন্তু আপনার কথা শুনে আমার আবারো কাজ করতে ভালো লাগছে।
-
বর্তমানে ডেফি ট্রেন্ডের কারণে বিটকয়েন সহ অন্যান্য কয়েনগুলোর সম্পদ ডেফিতে ঢুকতেছে যার কারণে বিটকয়েন ও অন্যান্য কয়েনগুলোর মার্কেটক্যাপ কমে যাচ্ছে যেটা ডমিনেন্সে নেগেটিভ প্রভাব ফেলতেছে। সমস্যা নেই, সামান্য কমতেই পারে তবে গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হয়ে ট্রেড করলে মার্কেট তেমন প্রভাব ফেলবে না। আবারও পজিটিভ ট্রেন্ডে আসবে আশা করছি আগামী সপ্তাহ থেকে।
আপনার ধারণা ঠিক আছে।
+১
-
এখন একটি ভালো DeFi Hype চলছে , বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেরেন্সির ডোমিনেন্স কমলেও আসার কথা হচ্ছে মার্কেটে মানি ট্রানসাকশান বাড়ছে । পরিস্হিতি যেমনই হোক না কেন, বিটকয়েন ছাড়া আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না। আমরা আশা করতে পারি এই বছরেই বিটকয়েন সহ অন্যান্য ক্রিপ্টোকারেরেন্সির ভালো বিস্ফোরণ দেখতে পাবো । সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন ।
-
বিটকয়েন হয়তো কিছু সময়ের জন্য কমে গেছে। কিন্তু খুব শিগগিরই বিটকয়েন মার্কেট রিকভারি ফিরে পাবে। নতুনে দেফি প্রজেক্ট চালু হতে মানুষ প্ল্যাটফর্মের দিক একটু বেশি ছুটে চলেছে তাই বিটকয়েনের দাম সাময়িকভাবে একটু কমেছে।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
বিটকয়েনের দাম কমবে বাড়বে এটাই নিয়ম কারণ যে বিটকয়েনের দাম আপডাউন করছে ইনভেস্টর করার কারণে। ইনভেস্টর বেনিফিট ভাল পায় তবে আরো বেশি করে ইনভেস্ট করে যে কারণে বিটকয়েনের দাম বৃদ্ধি পায়।
-
বিটকয়েন হয়তো কিছু সময়ের জন্য কমে গেছে। কিন্তু খুব শিগগিরই বিটকয়েন মার্কেট রিকভারি ফিরে পাবে। নতুনে দেফি প্রজেক্ট চালু হতে মানুষ প্ল্যাটফর্মের দিক একটু বেশি ছুটে চলেছে তাই বিটকয়েনের দাম সাময়িকভাবে একটু কমেছে।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বর্তমানে DeFi Hype এর কারণে বিনিয়োগকারীরা তাদের মূলধন সেখানে বিনিয়োগ করায় বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেরেন্সির দম কিছুটা কমেছে। তবে এটা বেশীদিন স্থায়ী হবে না, শীঘ্যই ক্রিপ্টো মার্কেট আবার পজিটিভ ট্রেন্ডে চলে আসবে বলে আমার বিশ্বাস।
-
এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া বিশেষ করে কিপ্টো কারেন্সি মার্কেটের জন্য। দাম কমবে এবং বাড়বে এর মধ্যে কেউ সফল হবে আবার কেউ বিফল হবে খুবেই স্বাভাবিক ব্যপার আমি মনে করি। যার কারনে আমি মনে করি বিট কয়েনের দাম কমছে আবার বাড়বে।
-
বিটকয়েনের দাম কমে যাচ্ছে কেননা বর্তমানে যে করোনা পরিস্থিতি এই পরিস্থিতিতে সকল কিছুর দাম কমে যাচ্ছে। করোনা পরিস্থিতি ঠিক হওয়ার পর আবার পুনরায় বিটকয়েনের দাম আবার বেড়ে যাবে। তাই সকলের দর্দ সৌরভ সহকারে অপেক্ষা করুন ভবিষ্যতে বিটকয়েনের দাম অবশ্যই বাড়বে ধন্যবাদ।
-
বর্তমানে ডেফি ট্রেন্ডের কারণে বিটকয়েন সহ অন্যান্য কয়েনগুলোর সম্পদ ডেফিতে ঢুকতেছে যার কারণে বিটকয়েন ও অন্যান্য কয়েনগুলোর মার্কেটক্যাপ কমে যাচ্ছে যেটা ডমিনেন্সে নেগেটিভ প্রভাব ফেলতেছে। সমস্যা নেই, সামান্য কমতেই পারে তবে গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হয়ে ট্রেড করলে মার্কেট তেমন প্রভাব ফেলবে না। আবারও পজিটিভ ট্রেন্ডে আসবে আশা করছি আগামী সপ্তাহ থেকে।
আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম কেন আসলে বিটকয়েনের দাম কমে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমি এই ফরমের একদমই নতুন বিটকয়েনের দাম কমাতে আমি অনেক নার্ভাস হয়ে পড়েছিলাম। কিন্তু আপনার কথা শুনে আমার আবারো কাজ করতে ভালো লাগছে।
ট্রেড করতে হলে বুকের ভিতর সাহস লাগবে। যদি আপনার নার্ভ শক্তিশালি না হয়, সামান্যতে আপনি ভেঙ্গে পড়েন তাহলে আপনি হার্টফেল করতে পারেন। আমার গত ২ বছরের ধসে হিউজ লস হয়েছে, কোন কোন কয়েন তো মার্কেট আউট। সেটা আমি স্বাভাবিকভাবেই নিয়েছি। ট্রেড করতে হলে লাভ লস দুটোই হবে। কখনো দাম বাড়বে, কখনো দাম কমবে-এটাই স্বাভাবিক। তবে আপনাকে বিটকয়েন ও ইথারের দাম কমাতে হতাশ হলে চলবেনা। দাম কমে গেলে প্রয়োজনে আরো কিনে এভারেজ করবেন-তাহলে দেখবেন একসময় আপনি ঠিকই অনেক প্রফিট করছেন। গত ২ বছরে বিটকয়েন কয়েকবার উঠানামা করেছে। যারা ট্রেড করছে তারা প্রফিট করেছেন।
-
বর্তমানে ডেফি ট্রেন্ডের কারণে বিটকয়েন সহ অন্যান্য কয়েনগুলোর সম্পদ ডেফিতে ঢুকতেছে যার কারণে বিটকয়েন ও অন্যান্য কয়েনগুলোর মার্কেটক্যাপ কমে যাচ্ছে যেটা ডমিনেন্সে নেগেটিভ প্রভাব ফেলতেছে। সমস্যা নেই, সামান্য কমতেই পারে তবে গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হয়ে ট্রেড করলে মার্কেট তেমন প্রভাব ফেলবে না। আবারও পজিটিভ ট্রেন্ডে আসবে আশা করছি আগামী সপ্তাহ থেকে।
আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম কেন আসলে বিটকয়েনের দাম কমে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আমি এই ফরমের একদমই নতুন বিটকয়েনের দাম কমাতে আমি অনেক নার্ভাস হয়ে পড়েছিলাম। কিন্তু আপনার কথা শুনে আমার আবারো কাজ করতে ভালো লাগছে।
ট্রেড করতে হলে বুকের ভিতর সাহস লাগবে। যদি আপনার নার্ভ শক্তিশালি না হয়, সামান্যতে আপনি ভেঙ্ পড়েন তাহলে আপনি হার্টফেল করতে পারেন। আমার গত ২ বছরের ধসে হিউজ লস হয়েছে, কোন কোন কয়েন তো মার্কেট আউট। সেটা আমি স্বাভাবিকভাবেই নিয়েছি। ট্রেড করতে হলে লাভ লস দুটোই হবে। কখনো দাম বাড়বে, কখনো দাম কমবে-এটাই স্বাভাবিক। তবে আপনাকে বিটকয়েন ও ইথারের দাম কমাতে হতাশ হলে চলবেনা। দাম কমে গেলে প্রয়োজনে আরো কিনে এভারেজ করবেন-তাহলে দেখবেন একসময় আপনি ঠিকই অনেক প্রফিট করছেন। গত ২ বছরে বিটকয়েন কয়েকবার উঠানামা করেছে। যারা ট্রেড করছে তারা প্রফিট করেছেন।
malam আপনি ঠিক বলেছেন।
-
বিটকয়েনের দাম কমবে এবং বাড়বে এটাই হল মুল লক্ষ। ইনভেস্ট আমরা যত ইনভেষ্ট করবে বিটকয়েনের দাম তত বৃদ্ধি পাবে তাই বিটকয়েনের দাম ওঠানামা করে একমাত্র ইনভেস্টর এর ওপর।
-
বিটকয়েন মার্কেট আগের চেয়ে এখন অননেকটাই দাম বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে মার্কেট এর অবস্থা অনেকটা খারাপ ছিল। কিন্তুু এখন ভালো যাচ্ছে ভবিষ্যতে আরো ভালো হবে আশা করা যা।
-
বিটকয়েন মার্কেট গুলো অনেক সময় অনেকটা বৃদ্ধি পায় আবার অনেকটা কমে যায়। বিটকয়েন মার্কেট গুলো সব সময়ই ওঠানামা করতে থাকে। আর এখনকার পরিস্থিতিটা ভালোই যাচ্ছে।
-
বিটকয়েনের প্রাইস ক্রমে ক্রমে আবার কমে যাচ্ছে। আবার এটি প্রাইস কোন সময় বাড়বে সেটা মার্কেটের পজিশন দেখে বলা যাবে। যদি ইনভেস্টর এর ওপর পুনরায় অনেক ইনভেস্ট করতে শুরু করে তাহলে হয়তো বাড়ার সম্ভাবনা আছে।
-
বর্তমানে ডেফি ট্রেন্ডের কারণে বিটকয়েন সহ অন্যান্য কয়েনগুলোর সম্পদ ডেফিতে ঢুকতেছে যার কারণে বিটকয়েন ও অন্যান্য কয়েনগুলোর মার্কেটক্যাপ কমে যাচ্ছে যেটা ডমিনেন্সে নেগেটিভ প্রভাব ফেলতেছে। সমস্যা নেই, সামান্য কমতেই পারে তবে গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হয়ে ট্রেড করলে মার্কেট তেমন প্রভাব ফেলবে না। আবারও পজিটিভ ট্রেন্ডে আসবে আশা করছি আগামী সপ্তাহ থেকে।
ভাই বর্তমানে দেখা যায় DeFi এর দিকে মানুষ বেশি ঝুঁকে পড়ছে যার ফলে দেফি প্রজেক্টগুলো অনেক ভালো হচ্ছে। ভাই আমার মনে হয় DeFi এর কারণে বিটকয়েনের দাম কমেছে।
-
বিটকয়েনের দাম কমবে এবং বাড়বে এটাই ধর্ম।যখন দেখবেন বিটকয়েনের দাম কমার নিউজ আসে তখন দেখবেন অল্প কিছুদিনের মধ্যে বিটকয়েনের দাম বেড়ে যায়। যখন শুনবেন বাড়ার সম্ভাবনা আছে তখন বিটকয়েনের দাম আপনি কমে যায়। এটা মার্কেট কেউ আবার আর একটা সিক্রেট বিষয়।
-
বিটকয়েনের দাম কমবে বাড়বে এটাই স্বাভাবিক কারণ যে বিটকয়েনের বাজার সবসময় ওঠানামা করে। যদি না কমে ইনভেস্টর রা টোকন কিনতে পারবে না এবং যদি না বাড়ে বিক্রি করতে পারবে না। তাই বিটকয়েনের বাজার যদি আপ ডাউন না করে তাহলে কোন ইনভেস্ট ওরা বেনেফিট পাবে না।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টিনের দাম সেকেন্ডে সেকেন্ডে কমে বাড়ে। দেখতে পারবেন কয়েন গুলো দাও কিছু দিন কমছে কিছু দিন বাড়ছে।আর বিটকয়েনের বাজার আপডাউন না হলে কোন ইনভেস্ট বেনিফিট পাবেন।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। আর টেডিং মার্কেটে এটি না হলে তো আর টেড হবে না। কাজেই যার যে ধর্ম সে তো তাই করবে।
-
বিটকয়েনের দাম কমছে বাড়ার জন্য। বিটকয়েনের দাম যদি না কমে তাহলে কেউ কোন টোকেন বা বিটকয়েন কিনতে পারবে না এবং যদি দাম না বাড়ে সে যে টোকেন কিনেছি তা বিক্রি করতে পারবে না।দাম না বাড়ালে সেখান থেকে বেনিফিট পাবে না যার কারণে দাম কমা ভাড়া এটি একটি নৈতিক কারণ।
-
বিটকয়েনের dominance বর্তমানে কম। কারণ Defi project গুলোতে বেশি বিনিয়োগ হচ্ছে। ফলে বিনিয়োগকারীদের সম্পদ গুলো defi তে ঢুকছে। তাই বাজার স্থিতিশীল অবস্থানে যাবে না। দাম কমে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
আপনার কথা ঠিক আছে। মার্কেটের টাকা অন্য জায়গায় স্থানান্তরিত হওয়ার এর কিছু টা প্রভাব পরিলিক্ষিত হচ্ছে।
-
বিটকয়েনের দাম বাড়বে কমবে এটাই স্বাভাবিক বিটকয়েনের দাম যদি ওঠা নামা না করে তাহলে যারা বিটকয়েনের ইনভেস্টর তারা কখনও বিটকয়েনে ইনভেস্ট করবে না। আর যারা বিটকয়েনে ইনভেস্ট করবে তারা কখনো লাভ ছাড়া বিক্রি করবে না অতএব বিটকয়েনের দাম ওঠানামা করবে এটাই স্বাভাবিক।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
ভাই একটা কয়েন এর দাম বাড়বে কমবে এটাই স্বাভাবিক। একটা কয়েন যদি বারা কোমা না করে তাহলে সেই কয়েন এর কোন মূল্য থাকে না।বিটকয়েনের দাম বাড়ার না করলে কোন ইনভেস্টমেন্টরা ইনভেস্ট করবে না। যারা বিটকয়েনে ইনভেস্ট করে তারা কখনও তাদের লাভ ছাড়া প্রফিট ছাড়া বিক্রি করবে না। তবে আমি আশা করি বিটকয়েনের দাম সামনে অনেক বৃদ্ধি পাবে।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
বিটকেয়েনের প্রাইস কিছুটা কমে গিয়েছিল। তা এখন নতুন করে বাড়া শুরু করেছে। আমি মনে করি খুব স্বল্প সমযের মধ্যে সবার ধারনা পাল্টে দিবে।
-
যদিও বিটকয়েনের দাম কিছু দিন সময় এর মধ্যে কোন ছিল। কিন্তু আবারো কিন্তু বিটকয়েনের দাম 13 হাজার ডলারের কাছাকাছি অবস্থান করেছে।
-
বিটকয়েনের প্রাইস আস্তে আস্তে আবার বেড়ে চলছে। এই পরিস্থিতি বিবেচনা করে দেখা যায় যে বিটকয়েনের প্রাইস 2021 সালের প্রথমদিকে অনেকটাই বেড়ে যাবে।
-
বিটকয়েনের প্রাইস আস্তে আস্তে আবার বেড়ে চলছে। এই পরিস্থিতি বিবেচনা করে দেখা যায় যে বিটকয়েনের প্রাইস 2021 সালের প্রথমদিকে অনেকটাই বেড়ে যাবে।
আমারও একই ধারণা হচ্ছ্যে। আগামি 2021 সালের দিকে অনেকটাই রেড়ে যাবে।
-
এমনটাই হওয়াটা স্বাভাবিক বলে আমি মনে করি। বাড়বে আবার কমবে এটাই ঠিক আছে।
-
বিটকয়েন প্রাইস আস্তে আস্তে দেখা যাচ্ছে আগের চেয়ে কমছে কিন্তু আমার মতে 2021 সালে বিটকয়েনের দাম পুনরায় আগের মত বৃদ্ধি পাবে আশা করছি।
-
বিটকয়েন প্রাইস আস্তে আস্তে দেখা যাচ্ছে আগের চেয়ে কমছে কিন্তু আমার মতে 2021 সালে বিটকয়েনের দাম পুনরায় আগের মত বৃদ্ধি পাবে আশা করছি।
আপনি আগে coinmarketcap ভালো করে দেখেন। বিটকয়েনের প্রাইস আগের থেকে এখন বর্তমানে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এবং কি 2021 সালের মধ্যে 20 হাজার ডলার ফিরে যাওয়ার সম্ভাবনা আছে।
-
হ্যাঁ অবশ্যই বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে কারণ নতুন একটা প্রজেক্ট আসার কারণে সবকিছু এলোমেলো হয়ে গেছে যার কারণে বিটকয়েনের দাম টা কমতেছে এবং সম্পূর্ণভাবে ঠিক হলে বিটকয়েনের দাম অবশ্যই বাড়তে থাকবে।
-
এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া মার্কেটের। প্যানিক হওয়ার কিছু নেই। আপনার কিনার ইচ্ছা থাকলে কিনে হোল্ড করতে পারেন। অচিরেই দাম বাড়বে।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
এটি বেশ কিছুদিন আগের পোস্ট ছিল এখন তা আবার বেড়েছে। বর্তমানে বিটকয়েনের দাম 13000 ডলারে আছে যা আগামিতে আরও আপ করবে।
-
ক্রিপ্টো মার্কেট কখনোই স্থিতিশীল থাকে না। এ মার্কেটে সব সময় কয়েন গুলোর দাম ওঠানামা করে। বিট কয়েনের দাম বর্তমানে অনেকটাই কম। কারণ বিনিয়োগকারীরা defi প্রজেক্টে বেশি বিনিয়োগ করছে।তাই বিটকয়েনের দাম অতি শীঘ্রই আগের অবস্থানে যাওয়ার সম্ভাবনা কিছুটা কম। যেহেতু মার্কেট স্থিতিশীল নয় তাই বলা যায় বিটকয়েনের দাম অবশ্যই উপরের দিকে যাবে ।
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন বর্তমান ক্রিপ্টোকারেন্সি মার্কেট একটু কম এবং সব সময় মার্কেট ওঠানামা করে তবে বিটকয়েনের দাম অতি শীঘ্রই বেড়ে যাবে আমার মনে হয় বিটকয়েনের দাম অবশ্যই উপরের দিকে যাবে ইনশাল্লাহ
-
বিটকয়েনের প্রাইস দেখি প্রতিনিয়ত বেড়েই চলছে আবার কমে যাচ্ছে।আমি ফোরামে কাজ করছি বেশ কিছুদিন হয়েছে এরমধ্যে আমি আজ পর্যন্ত দেখিনি যে বিটকয়েনের প্রাইস স্থির অবস্থায় আছে। এক সময় অনেক বেড়ে যাচ্ছে হঠাৎ করে আবার একসময় দেখা যাচ্ছে অনেক কমে গিয়েছে। আমার মনে হয় সঠিক করে বলা সম্ভব নয় যে বিটকয়েনের দাম বাড়বে না কমবে।
-
অবশ্যই আছে কেন না বিটকয়েন কয়েনদিন অনেক বেড়েছে যার কারনে এখন একটু কমতে পারে। কিন্তু আবার এটি বুল রান করবে।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
ক্রিপ্টোমার্কেটের একটি সাধারন বৈশিষ্ঠ হল যে এটির দাম সব সময় ওঠা নামার মধ্যে বিরাজ করবে। কেন না এটি তার একটি ধর্ম বলতে গেলে। তাই এ বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
-
বর্তমান নতুন একটা নিয়ম এসেছে যা Defi নির্ভর প্রজেক্ট। আগের সব টোকেন গুলো Defi এর মধ্যে অবস্থান করছে যে কারণে সব ইনভেস্টর Defi দিকে আসছে। এ কারণে মার্কেটের অবস্থা একটু খারাপ পরবর্তী ভবিষ্যৎকালে বর্তমানে যে দাম আছে তার তিনগুণ দাম বৃদ্ধি পাবে।
তথ্যটি দিয়ে অবগত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি এরকমই হয় তাহলে তো আমরা যেকোনো টোকেন হোল্ড করে লাভবান হতে পারব। এখান থেকে আমরা কি টকের হোল্ড করে রাখবো এতে কি আমাদের কোনো লস কিভাবে লাভের সম্মুখীন হবে। সিনিয়র ভাইদের পরামর্শ প্রদানের অনুরোধ জানাচ্ছি।
-
বেশ কয়েকদিন আগে বিটকয়েন $19000 গিয়ে আবার তা ফিরে এসেছে $16000 এ। এটা কোন মেজর ইস্যু না। বিটকয়েন ক্রিপ্টোমার্কেটে লেদদেন সবচেয়ে বেশি লেনদেন করে। যার ফলে একদিন বাই ওয়াডার কম থাকলেও পরদিন তা আবার বেশি হয়। সেক্ষেত্রে প্রাইসের একটু তারতম্য হতে পারে। এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। বর্তমানে বিটকয়েন প্রাইস কিন্তু আবার $19000 এর বেশি হযেছে। যা অতীতের সব ইতিহাস ছাড়িয়ে যেতে সক্ষম হবে।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
ভাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট সব সময় ওঠানামা করবে এটাই স্বাভাবিক এটাই তার ধর্ম। এখানে উত্থান-পতন থাকবেই। আমার মনে হয় কয়েন গুলোর এই উত্থানপতন শুধু বিনিয়োগকারীদের উপর এবং বাই সেল এর উপর নির্ভর করে।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মূল ধর্মই হচ্ছে আপ ডাউন করা। আপডাউন না করলে কোন মার্কেট চলতে পারবে না। কোন বিনিয়োগকারী বিনিয়োগ করবে না। আর বিনিয়োগকারীরা যদি বিনিয়োগ না করে তাহলে কোন মার্কেট চালানো সম্ভব না।আজকে দাম বাড়লে আগামীকাল কমবে অথবা আগামী কাল দাম বাড়বে। এটাই ক্রিপ্টোকারেন্সি ধর্ম।
-
ক্রিপ্টোমার্কেট ভোলাটাইল এটি আপ এবং ডাউন হবে এটাই স্বাভাবিক। বিটকয়েন এখন শীর্ষ পর্যায়ে আছে। আশা করি ভবিষ্যতে এটি এর অবস্থান একই রাখবে। বিটকয়েনের প্রাইস বর্তমানে অনেক আপ হয়েছে আশা করি এবছরের মধ্যে এটি $20000 উপরে উঠে যাবে।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
ক্রিপ্টোকারেন্সি ধর্মই হলো একসময় ভালো রকম পাম্প করবে আবার একসময় ডাম্প করবে কেউ কখনো বলতে পারবেনা ক্রিপ্টোকারেন্সি যে কখন কোন দিকে যাবে তবে আশা করা যায় 2021 সালে আমরা এক অন্যরকম ফ্রান্সের সকল মুদ্রা কে দেখব
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
ক্রিপ্টোকারেন্সি সবসময় আপডাউন হবে এটা এর স্বাভাবিক প্রক্রিয়া। শুধুমাত্র স্টাবল কয়েন গুলো প্রাইস আপডাউন করেনা। আপনি চাইলে স্টাবল কয়েনে আপনার সম্পদ গুলো সংরক্ষন করতে পারেন।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
আসলে ক্রিপ্টো মানেই ত এ রকম। কখনো দাম অনেক উপরে যাবে আবার নিচে নামবে। এখন আপনি যদি মনে করেন দাম শুধুই বাড়বে তাহলে এটা ভুল ধারণা। ভিবিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এর দাম বাড়ে বা কমে।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
আসলে ক্রিপ্টো মানেই ত এ রকম। কখনো দাম অনেক উপরে যাবে আবার নিচে নামবে। এখন আপনি যদি মনে করেন দাম শুধুই বাড়বে তাহলে এটা ভুল ধারণা। ভিবিন্ন বিষয়ের উপর ভিত্তি করে এর দাম বাড়ে বা কমে।
একদম সত্য কথা। শুধু দাম বাড়বে এটা কোন বিজনেস এর মূলমন্ত্র হতে পারে না। যদি সবসময় দাম বৃদ্ধি পেত তাহলে মানুষ রাতারাতি কোটিপতি হয়ে যেত।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
ভাই আমার জানা মতে ক্রিপ্টো মার্কেট কখনো স্থিতিশীল থাকেনা। এটা সব সময় পরিবর্তনশীল। ক্রিপ্টোকারেন্সি তে উত্থান-পতন থাকবেই। এটা সব সময় ওঠানামা করবে এটাই স্বাভাবিক। আপনি বর্তমান লক্ষ করলে দেখবেন বিটকয়েন আবার অনেকটা পাম্প করেছে। পুনরায় আবার আগের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
ভাই আমার জানা মতে ক্রিপ্টো মার্কেট কখনো স্থিতিশীল থাকেনা। এটা সব সময় পরিবর্তনশীল। ক্রিপ্টোকারেন্সি তে উত্থান-পতন থাকবেই। এটা সব সময় ওঠানামা করবে এটাই স্বাভাবিক। আপনি বর্তমান লক্ষ করলে দেখবেন বিটকয়েন আবার অনেকটা পাম্প করেছে। পুনরায় আবার আগের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
সামনের ক্রিসমাস দিন উপলক্ষে বিটকয়েন হয়তোবা সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আমার ধারণা। ডিসেম্বর থার্টিফার্স্ট নাইট উপলক্ষে বিটকয়েন বাড়তে পারে যা হোক এটা আমার ব্যক্তিগত ধারণা। বাড়তেও পারে কমতে পারে। তবে মুসলিম কোন উৎসবের আগে বিটকয়েনের দাম কমে এবং ক্রিসমাস দিনের আগে বিটকয়েনের দাম কিছুটা বাড়ে।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর মূল উদ্দেশ্য হলো আপ ডাউন করা। কারন একটি কয়েন এর মার্কেট যদি আপ ডাউন না করে তাহলে মার্কেটটি চলবে না। বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না। আর বিনিয়োগকারীরা বিনিয়োগ না করলে মার্কেট অচল হয়ে পড়বে। ক্রিপ্টোকারেন্সি মূল ধর্ম হল মার্কেট আপ ডাউন করা। আজকের দাম বাড়লে আগামীকাল কমবে অথবা বাড়বে এটাই তাদের নিয়ম।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর মূল উদ্দেশ্য হলো আপ ডাউন করা। কারন একটি কয়েন এর মার্কেট যদি আপ ডাউন না করে তাহলে মার্কেটটি চলবে না। বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে না। আর বিনিয়োগকারীরা বিনিয়োগ না করলে মার্কেট অচল হয়ে পড়বে। ক্রিপ্টোকারেন্সি মূল ধর্ম হল মার্কেট আপ ডাউন করা। আজকের দাম বাড়লে আগামীকাল কমবে অথবা বাড়বে এটাই তাদের নিয়ম।
এক্কেবারে হাছা কথা।ক্রিপ্টোকারেন্সি তে ইনভেস্টর ও হোল্ডার না থাকলে মার্কেট অনেক আগেই ভ্যানিশ হয়ে যেত।কেউ অল্প দামে টোকেন দিবে আবার সেই টোকেন কেউ কিনে নিয়ে বেশি দামে সেল দিবে এটাই মার্কেটের স্বাভাবিক মূল দ্বারা।
-
ক্রিপ্টোকারেন্সি প্রথম শর্তই হলো বাজার আপ ডাউন করা। কারণ এটি যদি আপডাউন না করে তাহলে মার্কেট অচল হয়ে পড়বে। যদি সব সময় রেড বাড়তে থাকে তাহলে মানুষ রাতারাতি কোটিপতি হয়ে যাবে। ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোন কিছু চিন্তা ভাবনা করা যায় না কারণ এর অবস্থান কোথায় গিয়ে পৌঁছবে কেউ বলতে পারে না। তবে মুসলিমদের কোন অনুষ্ঠান হওয়ার সময় এর দাম কমে। আবার অমুসলিমদের কোন অনুষ্ঠান হলে দাম বাড়ে। তবে ভবিষ্যতে এর অবস্থান অনেক ভালো হবে।
-
অবশ্যই কারণ বিটকয়েন এর মূল্য সব সময় বৃদ্ধি বা কমা এর মধ্যে থাকে।আপনি নিশ্চিত থাকুন ভবিষ্যতে বিট কয়েনের মূল্য আরো কমে যাবে তাতে কোন সন্দেহ নেই।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
ভাই ক্রিপ্টো মার্কেট যে আপডাউন করে এটা সবারই জানার কথা। এখন হয়তো বিটকয়েন নিয়ে বিনিয়োগ হচ্ছে কম যার জন্য বিটকয়েনের দাম কমে গেছে। আবার যখন বিটকয়েন নিয়ে বিনিয়োগ বেশি হবে তখন আবারো বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে পারে।
-
ক্রিপ্টো মার্কেট সব সময় বাড়া কমার মধ্যেই থাকে। এটি কখনো এক জায়গায় থেমে থাকে না। তাই বিটকয়েনের দাম কমা নিয়ে চিন্তা করবেন না। আপনি যখন পোস্টটি করেছিলেন তখন বিটকয়েনের দাম কমলেও তার পরপরই আবার দাম অনেক বেড়েছে।
-
ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন প্রথম অবস্থানে আছে। বাজারের দরদাম ওঠানামা করবে এটা স্বাভাবিক বিষয়। আমরা ক্রিপ্টো মার্কেট এর দিকে তাকালে বুঝতে পারব বিটকয়েনের দাম কতটা বেড়ে গেছে। আসলে 2020 সালের শেষের দিক থেকে বিটকয়েনের দাম বাড়তে শুরু করে এবং 55 হাজার ডলার ছাড়িয়ে যায়। আর এর পর থেকে বিটকয়েনের দাম উঠানামার মধ্যে আছে। তবে আমার মনে হয়, ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো বাড়বে।
-
ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন প্রথম অবস্থানে আছে। বাজারের দরদাম ওঠানামা করবে এটা স্বাভাবিক বিষয়। আমরা ক্রিপ্টো মার্কেট এর দিকে তাকালে বুঝতে পারব বিটকয়েনের দাম কতটা বেড়ে গেছে। আসলে 2020 সালের শেষের দিক থেকে বিটকয়েনের দাম বাড়তে শুরু করে এবং 55 হাজার ডলার ছাড়িয়ে যায়। আর এর পর থেকে বিটকয়েনের দাম উঠানামার মধ্যে আছে। তবে আমার মনে হয়, ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো বাড়বে।
আপনি হয়তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ভাল করে দেখেন নি কারণ বিটকয়েন প্রাইস সর্বোচ্চ এই বছর 61 হাজার ডলার হয়েছিল। কিন্তু এখন বিটকয়েন প্রাইস কমেছে হয়তো ভবিষ্যতে বিটকয়েন প্রাইস61 হাজার ডলার ছাড়িয়ে যাবে কিন্তু আমি মনে করি এটা খুবই তাড়াতাড়ি হবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখা যায় সব সময় কিছুটা হলেও উঠানামা করছে কিন্তু ভবিষ্যতে অবশ্যই বিটকয়েন প্রাইস বৃদ্ধি পাবে।
-
কিছু দিন পর পর ক্রিপ্টো মার্কেট কেন এরকম হয় এই ফোরামে সিনিয়ার ভাইয়েরা একটু বলবেন দয়া করে।
ক্রিপ্টোকারেন্সি জগতের যতগুলো গান আছে সব গুলো কয়েনের প্রাইস কিন্তু সব সময় ওঠানামার ওপরে থাকে সেখানে হতাশ হওয়ার কিছু নেই বিটকয়েন এর দাম সবসময় একরকম থাকে না এটি ওঠানামার উপরে থাকে এতে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই এটি আবার দাম উঠতে পারে আবার কমতেও পারে অনেক ধন্যবাদ
-
প্রতিদিনই বিটকয়েন প্রাইস মুভমেন্ট করে কয়েকদিন বাড়লে তা পরে আবার কারেকশন করে। তাই এখানে ভয়ের কিছু নেই। যে কোন সময় এর দাম বাড়বে এবং যে কোন সময়ই কমতে পারে। ইনভেস্টরদের ধের্য সহকারে ইনভেস্ট করতে হবে কোন প্রকার বিচলিত হওয়া যাবে না। আমি মনে করি সফলতা আসবে।