Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: mahid on September 16, 2020, 07:47:40 PM

Title: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: mahid on September 16, 2020, 07:47:40 PM
YFI এত দ্রুত মার্কেটে টপ পজিশন করে নিল এর কারণ কি ছিল কারও কি এসম্পর্কে কোন ধারণা আছে ? যদি থাকে তাহলে আপনার মতামত শেয়ার করার জন্য অনুরোধ জানানো হল।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Msweet on September 17, 2020, 07:56:44 AM
আমি মনে করি না YFI শীর্ষ অবস্থানটি ছিনিয়ে নিতে পারে।  আমি বিশ্বাস করি এটি এখনও BTC  হবে যা ক্রিপ্টো বিশ্বের শাসন করবে।  ওয়াইএফআই সরবরাহ কেবল খুব কম এবং তিমিগুলির দ্বারা চালিত হওয়ার ঝুঁকিপূর্ণ।  YFI হাইপস ব্যবসায়ীদের আকর্ষণ করছে এবং কেন দামটি এখনও কমছে না তার কারণ উল্লেখ করে।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: superstarsp on September 17, 2020, 08:57:38 AM
ইয়ার্নের জন্য প্রশাসনের টোকেন। জুলাইয়ের মাঝামাঝি থেকে ফিনান্স (ওয়াইএফআই) প্রায় 32,000% এরও বেশি বৃদ্ধি পেয়েছে কারণ বিনিয়োগকারীরা এর প্রোটোকলে কয়েকশো মিলিয়ন pouredেলে দিয়েছে, যা হোয়াইট-হট বিকেন্দ্রীভূত ফিনান্স (ডিএফআই) স্থানের কয়েকটি সেরা সুযোগ চিহ্নিত করে এবং তাদের কাজে লাগায়


ইয়ার.ফাইন্যান্সের স্থানীয় প্রশাসনের টোকেন ওয়াইএফআই বিটকয়েন (বিটিসি) দাম বেড়েছে ২০ আগস্ট, এটি সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় স্থান পেয়েছে বিনেন্সে এবং বিকেন্দ্রীভূত ফিনান্স (ডিএফআই) পণ্যগুলির ক্রমবর্ধমান চাহিদা দ্বারা উত্সাহিত হয়েছিল এবং সেক্টরের সাথে সম্পর্কিত টোকেনগুলি।

এটি লক্ষণীয় যে এখানে কয়েকটি ক্রিপ্টোকারেন্সি রয়েছে যা বর্তমানে ওয়াইএফআইয়ের তুলনায় ইউনিট হিসাবে আরও বেশি দামযুক্ত, তবে তাদের মধ্যে অনেকেরই তুচ্ছ ব্যবসায়ের পরিমাণ রয়েছে।

এদিকে, বাইনান্স সম্পর্কিত ওয়াইএফআই অর্ডার বইয়ের এক ঝলক নজরে উল্লেখযোগ্য ট্রেডিং পরিমাণ এবং টোকেনের চাহিদা দেখায়।

আগস্টের শুরু থেকে YFI এর উল্লম্ব সমাবেশের চারপাশের সংবেদন মিশ্রিত রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে ওয়াইএফআই একটি পুলব্যাকের জন্য তৈরি। অন্যরা দীর্ঘমেয়াদে আরও বৃদ্ধির সম্ভাবনা প্রত্যাশা করে।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: JISAN on September 18, 2020, 04:42:58 AM
YFI এত দ্রুত মার্কেটে টপ পজিশন করে নিল এর কারণ কি ছিল কারও কি এসম্পর্কে কোন ধারণা আছে ? যদি থাকে তাহলে আপনার মতামত শেয়ার করার জন্য অনুরোধ জানানো হল।
YFI এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু এখনো কয়েনমার্কেট ক্যাপে টপ ১০০ এর মধ্যে আসতে পারেনি। কারন এটা বেশি ট্রেড হয় না। আমার মনে হয় এটির দাম বাড়ানোর পেছনে টিম কাজ করতেছে৷ টোকেনটি ফ্রিতে বাহিরে কাওকে দেওয়া হয়নি। তাই টিম নিজেরা বেশি বেশি কেনা বেজা করতেছে যাকে বলে মার্কেট মেকিং এভাবে দাম বাড়াইতেছে। 
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Greatwall on October 14, 2020, 04:15:36 PM
YFI এত দ্রুত মার্কেটে টপ পজিশন করে নিল এর কারণ কি ছিল কারও কি এসম্পর্কে কোন ধারণা আছে ? যদি থাকে তাহলে আপনার মতামত শেয়ার করার জন্য অনুরোধ জানানো হল।
YFI এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু এখনো কয়েনমার্কেট ক্যাপে টপ ১০০ এর মধ্যে আসতে পারেনি। কারন এটা বেশি ট্রেড হয় না। আমার মনে হয় এটির দাম বাড়ানোর পেছনে টিম কাজ করতেছে৷ টোকেনটি ফ্রিতে বাহিরে কাওকে দেওয়া হয়নি। তাই টিম নিজেরা বেশি বেশি কেনা বেজা করতেছে যাকে বলে মার্কেট মেকিং এভাবে দাম বাড়াইতেছে।

আমার মনে প্রশ্ন জেগেছিল যে YFI কয়েন হঠাৎ করে এত বৃদ্ধি পাওয়ার কারণ কি।কিন্তু আপনার কথা শুনে বুঝতে পারলাম কিভাবে আসলে এটির দাম পাম্প হয়েছে।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Rakin343 on October 14, 2020, 04:18:42 PM
YFI এত দ্রুত মার্কেটে টপ পজিশন করে নিল এর কারণ কি ছিল কারও কি এসম্পর্কে কোন ধারণা আছে ? যদি থাকে তাহলে আপনার মতামত শেয়ার করার জন্য অনুরোধ জানানো হল।
একচুয়ালি YFI এর দাম বাড়ার কারণ আমি সঠিক বলতে পারবোনা। কেননা এ সম্পর্কে আমার ততটা ধারণা নেই। আমি বিভিন্ন সিনিয়র ব্যক্তিদের কাছে এই সম্পর্কে কিছু দারুন আশা করতেছি।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Triedboy on October 14, 2020, 08:23:11 PM
YFI দাম বাড়ার মূল কারণ হচ্ছে এর উপর লোকজন উপচে পড়েছে এবং কি এর ওপর লোকজন প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে। আর আমরা সকলেই জানি কোন টোকেন এর উপর যত বেশি ইনভেস্ট করা হবে তার প্রাইস টা ততই বৃদ্ধি পাবে।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Power420 on October 15, 2020, 03:58:24 AM
YFI এত দ্রুত মার্কেটে টপ পজিশন করে নিল এর কারণ কি ছিল কারও কি এসম্পর্কে কোন ধারণা আছে ? যদি থাকে তাহলে আপনার মতামত শেয়ার করার জন্য অনুরোধ জানানো হল।
YFI এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু এখনো কয়েনমার্কেট ক্যাপে টপ ১০০ এর মধ্যে আসতে পারেনি। কারন এটা বেশি ট্রেড হয় না। আমার মনে হয় এটির দাম বাড়ানোর পেছনে টিম কাজ করতেছে৷ টোকেনটি ফ্রিতে বাহিরে কাওকে দেওয়া হয়নি। তাই টিম নিজেরা বেশি বেশি কেনা বেজা করতেছে যাকে বলে মার্কেট মেকিং এভাবে দাম বাড়াইতেছে।
হ্যাঁ ভাই সত্যি টিমের পিছে কাজ করছে যার কারণে ওয়াই এফ আই এর দাম বৃদ্ধি পাচ্ছে নিজেরা নিজেদের মধ্যেই মধ্যে কেনাবেচা করে। যার কারণে টোকেন এর দাম ডাম্পিং না হয়ে পাম্প হচ্ছে।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Psycho on October 16, 2020, 12:30:34 PM
YFI এত দ্রুত মার্কেটে টপ পজিশন করে নিল এর কারণ কি ছিল কারও কি এসম্পর্কে কোন ধারণা আছে ? যদি থাকে তাহলে আপনার মতামত শেয়ার করার জন্য অনুরোধ জানানো হল।
YFI টোকেন এর প্রাইস বাড়ছে কিন্তু কয়েন কয়েন  মার্কেট ক্যাপ টপ 100 মধ্যে আসতে পারেনি। আমার মনে হয় টিমের পিছনে কাজ করছে যার কারণে এর দাম বৃদ্ধি পেয়েছে। তারা নিজেরাই নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় করছে।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Casual on October 16, 2020, 01:31:28 PM
আমি মনে করি না YFI শীর্ষ অবস্থানটি ছিনিয়ে নিতে পারে।  আমি বিশ্বাস করি এটি এখনও BTC  হবে যা ক্রিপ্টো বিশ্বের শাসন করবে।  ওয়াইএফআই সরবরাহ কেবল খুব কম এবং তিমিগুলির দ্বারা চালিত হওয়ার ঝুঁকিপূর্ণ।  YFI হাইপস ব্যবসায়ীদের আকর্ষণ করছে এবং কেন দামটি এখনও কমছে না তার কারণ উল্লেখ করে।

এই পয়েন্ট এর ব্যাপারে আমার ধারণা ছিল না। আপনার কথা শুনে বুঝতে পারলাম।কিন্তু ভাই আমি তো শুনেছিলাম বিটকয়েন হলো সকল কয়েনের রাজা তাহলে কেমন করে এর থেকে দাম বেশি হল।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Magepai on December 14, 2020, 12:17:03 AM
YFI ই-টোকেন গুলোর সাপ্লাই অনেক কম ছিল যেকারনে হুট করেই এর প্রাইস এতটা বৃদ্ধি পেয়েছিল। মূলত আসলে কারণ এটাই এবং আবার দেখা যাচ্ছে এই কয়েনটি দাম কমে যাচ্ছে।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Magepai on December 14, 2020, 12:19:14 AM
আমি মনে করি না YFI শীর্ষ অবস্থানটি ছিনিয়ে নিতে পারে।  আমি বিশ্বাস করি এটি এখনও BTC  হবে যা ক্রিপ্টো বিশ্বের শাসন করবে।  ওয়াইএফআই সরবরাহ কেবল খুব কম এবং তিমিগুলির দ্বারা চালিত হওয়ার ঝুঁকিপূর্ণ।  YFI হাইপস ব্যবসায়ীদের আকর্ষণ করছে এবং কেন দামটি এখনও কমছে না তার কারণ উল্লেখ করে।

এই পয়েন্ট এর ব্যাপারে আমার ধারণা ছিল না। আপনার কথা শুনে বুঝতে পারলাম।কিন্তু ভাই আমি তো শুনেছিলাম বিটকয়েন হলো সকল কয়েনের রাজা তাহলে কেমন করে এর থেকে দাম বেশি হল।

আপনি যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যখন তখন দাম কমে যেতে পারে আবার বৃদ্ধি পেতে পারে। এই YFIএডুকেটেড সাপ্লাই এর পরিমাণ অনেক কম ছিল যে কারণে আমরা দেখেছি হুট করেই প্রাইস এতটা পাম্প হয়েছিল।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Laxmi Sharma on December 14, 2020, 07:36:12 PM
YFI এত দ্রুত মার্কেটে টপ পজিশন করে নিল এর কারণ কি ছিল কারও কি এসম্পর্কে কোন ধারণা আছে ? যদি থাকে তাহলে আপনার মতামত শেয়ার করার জন্য অনুরোধ জানানো হল।
ভাই আমার জানামতে একটা কয়েন যখন মাত্রাতিরিক্ত পরিমাণে buy-sell হয় তখন মার্কেটে এর খুব চাহিদা থাকে তাই দাম বৃদ্ধি পায়। আর কোন কয়েন যখন সেরা এক্সচেঞ্জার গুলোতে লিস্টেড হয় বা হওয়ার কথা থাকে তখন ওই কয়েনটা আরো অত্যাধিক পরিমাণে বাই সেল হয় চাহিদা ও  অনেক বৃদ্ধি পায় আর অধিক পরিমাণে দামটাও বেড়ে যায়।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Tamsialu$$ on December 14, 2020, 11:18:56 PM
YFI এর যে বর্তমান প্রাইস রয়েছে এখনো কিন্তু বিটকয়েন এর থেকে বেশি রয়েছে এর প্রাইস। আগে এর প্রায় ছিল প্রায় 2 বিটকয়েনের সমান একটি ওয়াইফাই এর দাম। এখন কিন্তু দেখতে পাচ্ছি আস্তে আস্তে কমে আসতেছে YFI এর দাম। খুব তাড়াতাড়ি বিটকয়েন এর উপর দিয়ে উঠবে আমি বিশ্বাস করি।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Tamsialu$$ on December 14, 2020, 11:20:20 PM
YFI ই-টোকেন গুলোর সাপ্লাই অনেক কম ছিল যেকারনে হুট করেই এর প্রাইস এতটা বৃদ্ধি পেয়েছিল। মূলত আসলে কারণ এটাই এবং আবার দেখা যাচ্ছে এই কয়েনটি দাম কমে যাচ্ছে।

আপনার এই পোস্টটি পড়ার পর আসলেই বুঝতে পারলাম যে হয়তো এ কারণেই YFI এর প্রাইস এতটা বৃদ্ধি পেয়েছে।কোন কয়েনের যদি টোটাল সাপ্লাই কম থাকে তাহলে কিন্তু আমরা দেখে অবশ্যই সেই কয়েকটি অনেক দাম বৃদ্ধি পায়।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Jaya60 on December 15, 2020, 02:24:13 AM
YFI এত দ্রুত মার্কেটে টপ পজিশন করে নিল এর কারণ কি ছিল কারও কি এসম্পর্কে কোন ধারণা আছে ? যদি থাকে তাহলে আপনার মতামত শেয়ার করার জন্য অনুরোধ জানানো হল।
YFI টোকেন এর প্রাইস বাড়ছে কিন্তু কয়েন কয়েন  মার্কেট ক্যাপ টপ 100 মধ্যে আসতে পারেনি। আমার মনে হয় টিমের পিছনে কাজ করছে যার কারণে এর দাম বৃদ্ধি পেয়েছে। তারা নিজেরাই নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় করছে।

আপনি যে কথাটি বলেছেন আসলে আমার এ কথাটা আগে ভেবেছিলাম। যেহেতু কয়েন মারকেট ক্যাপএর সিরিয়াল অনেক দূরে তাহলে কেমন করে এর প্রাইস এতটা বৃদ্ধি পেল।অবশ্যই তারা নিজেদের মধ্যে নিজেরা এটি সেল দিয়েছে যে কারণে price ওটা বৃদ্ধি পেয়েছে।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Clearman on December 15, 2020, 02:29:52 AM
আসলে ক্রিপ্টোকারেন্সি জগতে কোন টোকেন কখন দাম বাড়ে তা সঠিক করে বলা যায় না কারণ ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ জানা অসম্ভব। ওয়াই এফ আই টোকেন এর ভবিষ্যৎ অনেকটাই ভালো কারণ এখানে 100% বেচাকেনা সফল হয়েছে। এবং টোকেনের ভবিষ্যতে অনেকটা ভালো এখানে ইনভেস্ট আরো অনেক অনেক ইনভেস্ট করেছেন যার কারণে দিনের ভবিষ্যৎ ভালো থাকায় এর দাম বৃদ্ধি পাচ্ছে এ কারণ বলে আমার মনে হয়।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Token@ on December 15, 2020, 05:49:35 AM
এ বিষয়ে সম্পর্কে আমার কিছু জানা নেই তাই আমি এ বিষয়ে সম্পর্কে কোন কিছু বলতে পারব না।তবে আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সব কিছুই সম্ভব। কারণ এটি চলে বিনিয়োগকারীদের উপর নির্ভর করে। বিনিয়োগকারীরা চাইলে যেকোন কয়েন কে টপে তুলে দিতে পারবে। যেমন ওয়াই এফ আই টোকন এ বিপুল পরিমাণ বিনিয়োগ করার জন্য এটি বিটকয়েন এর উপরে চলে যায়। আবার অন্য কোন কয়েন এ যদি বিপুল পরিমাণ বিনিয়োগ বা বাই সেল করা হয় তাহলে সেই কয়েনটি মার্কেটের টপ পজিসন ধরে রাখবে। তবে আমি মনে করি বিটকয়েন কে ছাড়িয়ে কোন কয়েন স্থির অবস্থায় থাকতে পারবে না।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: bmw1 on December 15, 2020, 06:20:45 AM
YFI এত তাড়াতাড়ি ভালো একটা পজিশনে চলে গেছে এর কারণ আমার তেমন এ সম্বন্ধে ধারণা ভালো নেই তাই কেউ জানাবেন ধন্যবাদ ভাই।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Kangaro45 on December 15, 2020, 06:41:56 AM
YFI টোকেন খুব একটা ট্রেড হয় না তাই এ টোকেন এর টোকেন এর দাম অনেক বৃদ্ধি পেলেও কয়েন মার্কেটক্যাপে সেরা একাদশে জায়গা করে নিতে পারেনি। তবে এ টোকেন এর দাম কেন এত বৃদ্ধি পেল এ বিষয়ে আমার তেমন ধারনা নেই।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Damrai5$ on December 15, 2020, 07:35:21 AM
YFI এত দ্রুত মার্কেটে টপ পজিশন করে নিল এর কারণ কি ছিল কারও কি এসম্পর্কে কোন ধারণা আছে ? যদি থাকে তাহলে আপনার মতামত শেয়ার করার জন্য অনুরোধ জানানো হল।
YFI টোকেন এর প্রাইস বাড়ছে কিন্তু কয়েন কয়েন  মার্কেট ক্যাপ টপ 100 মধ্যে আসতে পারেনি। আমার মনে হয় টিমের পিছনে কাজ করছে যার কারণে এর দাম বৃদ্ধি পেয়েছে। তারা নিজেরাই নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় করছে।

আপনি অনেক সুন্দর একটি ধারণা দিয়েছেন। আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আসলে এ কারণেই হয়তো বিটকয়েনের থেকে অল্প দিনেই এর প্রাইস এতটা বৃদ্ধি পেয়েছে জাদুই বিটকয়েনের সমান হয়েছিল একটি YFI এর প্রাইস। আবার কিন্তু প্রাইস কমে গিয়েছে কিছুটা।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Trumpet on December 15, 2020, 09:03:50 AM
আমি ফোরামের অনেকটাই নিউ বয় সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই।আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি আপনাকে কোন সাহায্য করতে পারলাম না আশা করি ফোরামের সিনিয়র ভাইরা আপনাকে সাহায্য করবো এবং আমিও এ বিষয়ে জানতে পারবো
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Mahindra on December 15, 2020, 09:04:06 AM
আমি মনে করি না YFI শীর্ষ অবস্থানটি ছিনিয়ে নিতে পারে।  আমি বিশ্বাস করি এটি এখনও BTC  হবে যা ক্রিপ্টো বিশ্বের শাসন করবে।  ওয়াইএফআই সরবরাহ কেবল খুব কম এবং তিমিগুলির দ্বারা চালিত হওয়ার ঝুঁকিপূর্ণ।  YFI হাইপস ব্যবসায়ীদের আকর্ষণ করছে এবং কেন দামটি এখনও কমছে না তার কারণ উল্লেখ করে।
আপনার কথাটি ঠিক আছে ভাই আপনার কথায় আমি একমত প্রকাশ করতেছি কেননা YFI হাইপস ব্যবসায়ীদের আকর্ষণ করে আমিও বিশ্বাস করি বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি বিশ্ব শাসন করবে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন ভাই আপনাকে ধন্যবাদ।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Ricky on December 15, 2020, 09:09:25 AM
YFI দাম বাড়ার মূল কারণ হচ্ছে এর উপর লোকজন উপচে পড়েছে এবং কি এর ওপর লোকজন প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে। আর আমরা সকলেই জানি কোন টোকেন এর উপর যত বেশি ইনভেস্ট করা হবে তার প্রাইস টা ততই বৃদ্ধি পাবে।
আপনি ঠিক বলেছেন কোন টোকেন এর ওপর যতটা পরিমাণ ইনভেস্ট হবে ততটাই দাম বৃদ্ধি পেতে থাকবে ওই টোকেনের। আরজে টোকেন যত বেশি বাই সেল হবে তার দাম তত বেশি বৃদ্ধি পাবে। হঠাৎ YFI টোকেন এর ওপর বিনিয়োগকারীরা ঝুঁকে পড়েছিল তাই এভাবে দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছিল বলে আমার ধারণা।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Sasa on December 15, 2020, 09:14:28 AM
ভাই আমি এই ক্রিপ্টোকারেন্সি এর জগতে নতুন একজন ইউজার হওয়ায় এ সম্পর্কে আমার তেমন ধারণা নেই তবে আপনার এই মূল্যবান টপিক থেকে জানতে পারলাম অনেক সিনিয়র ভাই অনেক রকম মতামত জানিয়েছেন তাদের টপিক গুলো পড়ে আমি বুঝতে পারলাম যে এই মুদ্রার দাম কেন এত বৃদ্ধি পেয়েছিল ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান পোষ্টটি করার জন্য আশা করি ভাই আপনিও তাদের টপিক গুলো ভালোভাবে পড়বেন এবং বুঝতে পারবেন
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Cz Rock on December 18, 2020, 01:21:45 PM
আমি এই ফোরামের নতুন ইউজার। পুরাতন ইউজারাই ঠিকমতো ক্রিপ্টোকারেন্সি নিয়ে ঠিকমতো ধারণা করতে পারে না। আর আমি তো নতুন ইউজার। ক্রিপ্টোকারেন্সি জগৎটাই একদম ভিন্ন কোন কয়েন কোথা থেকে উঠে আসে আবার কোন কয়েন কোথায় নেমে যায় কেউ ঠিকমত এটা বলতেই পারেনা। YFI এর দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। আমি যতদূর জানিYFI বর্তমানে টপ পজিশনে আছে। এর দাম হঠাৎ বৃদ্ধির হওয়ার কারণ কি সেটা আমার জানা নেই।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Princeraju on December 18, 2020, 01:59:58 PM
YFI এর জনপ্রিয়তা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সারা পৃথিবীতে অনেক বেশি জনপ্রিয়তা বেড়েছে। কয়েকদিনের ব্যবধানে দাম 40 হাজার ডলারে পৌঁছেছিল।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Mahindra on December 18, 2020, 02:44:23 PM
আমার মনে হয় yfi টোকেন টির দাম ঠিক হই তাড়াতাড়ি বৃদ্ধি পায় কিন্তু এটি বেশিরভাগ মানুষই এটিকে ট্রেড করে না যার কারণে এটি এখনো পিছিয়ে আছে কিন্তু এর দাম মাঝে মাঝে অনেক বৃদ্ধি পেয়ে যায়।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Markuri33 on January 02, 2021, 12:45:56 AM
YFI এর প্রাইস হঠাৎ করেই এতটা বৃদ্ধি পাওয়ায় সবাই অবাক হয়ে গিয়েছিল।তারাটি বিটকয়েনের প্রাইজের থেকে প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছিল। 40 হাজার ডলারের উপরে উঠেছিল এর প্রাইস। কিন্তু হঠাৎ করে এতটাই বৃদ্ধি পাওয়ায় সম্পর্কে আমার সঠিক ধারণা নেই যে কী কারণে হঠাৎ করে এতটা বৃদ্ধি পেল। এখন যদিও বিটকয়েনের প্রাইজের থেকে নিচে রয়েছে।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Markuri33 on January 02, 2021, 12:49:01 AM
YFI এত দ্রুত মার্কেটে টপ পজিশন করে নিল এর কারণ কি ছিল কারও কি এসম্পর্কে কোন ধারণা আছে ? যদি থাকে তাহলে আপনার মতামত শেয়ার করার জন্য অনুরোধ জানানো হল।
YFI এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু এখনো কয়েনমার্কেট ক্যাপে টপ ১০০ এর মধ্যে আসতে পারেনি। কারন এটা বেশি ট্রেড হয় না। আমার মনে হয় এটির দাম বাড়ানোর পেছনে টিম কাজ করতেছে৷ টোকেনটি ফ্রিতে বাহিরে কাওকে দেওয়া হয়নি। তাই টিম নিজেরা বেশি বেশি কেনা বেজা করতেছে যাকে বলে মার্কেট মেকিং এভাবে দাম বাড়াইতেছে।
আসলে ভাই এরকম হতে পারে যে কারণে এই টোকেন এর প্রাইস এতটা বৃদ্ধি পেয়েছে।যদি আটকের নিয়ে কোনো বাউন্টি বা এয়ার্ড্রপ ছাড়া হতো তাহলে এর জনপ্রিয়তা কিন্তু আরো বৃদ্ধি পেত। এবং সেইসাথে এর প্রাইস অনেক বৃদ্ধি পেত কিন্তু এটি শেয়ার না করায় কয়েন মার্কেট ক্যাপে সেরা 100 পজিশনে আসতে পারিনি।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Cristiano on January 02, 2021, 07:19:38 AM
কিছুদিন আগে ওয়াই এফ আই টোকন সবার মনে কৌতুহলী জাগিয়ে তুলেছিল।এটি যখন মার্কেটে আসে তখন এর দাম ছিল 31 ডলার সেখান থেকেই এটি চলে গিয়েছিল 43 হাজার ডলারে। সবাই অবাক হয়ে গিয়েছিল। হঠাৎ করে মার্কেটে এসে বিটকয়েন এর উপরে চলে গিয়েছিল। আমি মনে করি এটি কখনোই স্থিতিশীল নয়।কোনদিন যদি কোন টোকেন বিটকয়েনের উপর যেতে পারে যদি যায় তাহলে সেটাই স্থিতিশীল নয় অস্থিতিশীল। তবে ওয়াই এফ আই টোকন এর দাম বৃদ্ধি পাওয়ার পিছনে কি কারণ রয়েছে সেটা বলতে পারবো না।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: XM8 on January 02, 2021, 05:30:45 PM
আমি মনে করি না YFI শীর্ষ অবস্থানটি ছিনিয়ে নিতে পারে।  আমি বিশ্বাস করি এটি এখনও BTC  হবে যা ক্রিপ্টো বিশ্বের শাসন করবে।  ওয়াইএফআই সরবরাহ কেবল খুব কম এবং তিমিগুলির দ্বারা চালিত হওয়ার ঝুঁকিপূর্ণ।  YFI হাইপস ব্যবসায়ীদের আকর্ষণ করছে এবং কেন দামটি এখনও কমছে না তার কারণ উল্লেখ করে।
আপনার সাথে আমি একমত আমারও মনে হয় না যে ওয়াই এফ আই টোকন টি কোনদিন শীর্ষ স্থান নিতে পারবে। বর্তমানে এই প্রক্রিয়াটি ক্রিপ্ত মার্কেটে তৃতীয় অবস্থানে আছে। প্রথম অবস্থানে বিটকয়েন এবং দ্বিতীয় অবস্থানে ইথেরিয়াম আছে।যদিও এই প্রকৃতির নিজস্ব ব্লকচেইন আছে কিন্তু এর নিজস্ব কোন ওয়ালেট নেই তাই আমার মনে হয় না যে এই টোকেনটি কোনদিন শীর্ষস্থান নিতে পারবে।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: sky20 on January 02, 2021, 06:19:10 PM
অল্টকয়েন হিসেবে ওয়াই এফ আই এর যে দাম উঠেছিল তা অবিশ্যাস্ব। তবে এখন এর দাম কিছু হলেও কমে এসেছে। মূলত স্বাপলাই কম থাকার কারনে এর দাম এত বেশি হয়েছে আমার মনে হয়।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Mahindra on January 03, 2021, 03:34:58 AM
এটা অবশ্যই বলা যাবে না যে ক্রিপ্টোকারেন্সি কয়েনের দাম কখন বৃদ্ধি পায় আবার কখন কমে যায় বা কি কারণে কমে যায় এটা বলা আমাদের পক্ষে সম্ভব নয় আসলে Yfi টোকেন আমরা খেয়াল করে দেখলে দেখতে পারব অনেকদিন আগে এর দাম অনেক বৃদ্ধি পেয়েছিল আবার হঠাৎ করেই অনেক কমে গিয়েছিল এটা কিসের কারণে হয়েছিল এটা আমরা সহজে বলতে পারবো না কেননা এটি ক্রিপ্টো মার্কেট এখানে সব কয়েনের দাম বৃদ্ধি পায় এবং কমে এটা পেছনে কারণ কি আমি বলতে পারব না।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Markuri33 on January 08, 2021, 01:04:29 AM
আমার যেটা বিশ্বাস হয় সেটা হচ্ছে‌ YFI এই লোকের যারা বানিয়েছিল বা যারা ম্যানেজমেন্ট করেছিল তাদের মধ্যে এটি বেচা কেনা হয়েছে। বা এটি নির্দিষ্ট পরিমাণে বানানো হয়েছে এ কারণে হয়তো এর প্রাইস হঠাৎ করেই এতটা বৃদ্ধি পেয়েছিল।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Markuri33 on January 08, 2021, 01:06:36 AM
অল্টকয়েন হিসেবে ওয়াই এফ আই এর যে দাম উঠেছিল তা অবিশ্যাস্ব। তবে এখন এর দাম কিছু হলেও কমে এসেছে। মূলত স্বাপলাই কম থাকার কারনে এর দাম এত বেশি হয়েছে আমার মনে হয়।
হ্যাঁ ভাই আপনার ধারণার সাথে আমার ধারণাটা ঠিক আছে। মূলত এটাই কারণ হতে পারে যে এর সাপ্লাই কোন ছিল। এ কারণেই হয়তো হঠাৎ করেই এতটা বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে আবার দেখা যায় এর প্রাইস কিছুটা কমে গিয়েছে।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Tubelight on March 22, 2021, 09:55:47 AM
YFI কয়েনটি হলো একটি দীর্ঘমেয়াদী এবং মার্কেটে স্টাবল কয়েন তাই এই কয়েন এর মূল্য বৃদ্ধি পাওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়।তবে এই কয়েনের মূল্য হঠাৎ করে একটু বেশি বৃদ্ধি পেয়েছে সে জন্যই মানুষ একটু বেশি আগ্রহ হচ্ছে কেন এই কয়েনের মূল্য হঠাৎ করে এত বৃদ্ধি পেল এর কারণ জানার জন্য।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Angel jara on March 22, 2021, 02:17:28 PM
YFI কয়েনটি হলো একটি দীর্ঘমেয়াদী এবং মার্কেটে স্টাবল কয়েন তাই এই কয়েন এর মূল্য বৃদ্ধি পাওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়।তবে এই কয়েনের মূল্য হঠাৎ করে একটু বেশি বৃদ্ধি পেয়েছে সে জন্যই মানুষ একটু বেশি আগ্রহ হচ্ছে কেন এই কয়েনের মূল্য হঠাৎ করে এত বৃদ্ধি পেল এর কারণ জানার জন্য।
এ বিষয়ে আমার কোন গভীর জ্ঞান নেই আপনার এই মূল্যবান পোষ্ট পড়ার পর এই সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। ওয়াইফাই এর দাম বৃদ্ধি পাওয়ার পিছনের কারন কি তা সঠিকভাবে জানা যায়নি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কমেন্ট গুলোর দাম সর্বদায় আপডাউন করে এটা কি প্রকার জন্য স্বাভাবিক কিন্তু এর কারণ কী তা জানাতে অস্বাভাবিক।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Fighter on March 22, 2021, 04:09:16 PM
YFI এত দ্রুত মার্কেটে টপ পজিশন করে নিল এর কারণ কি ছিল কারও কি এসম্পর্কে কোন ধারণা আছে ? যদি থাকে তাহলে আপনার মতামত শেয়ার করার জন্য অনুরোধ জানানো হল।
ক্রিপ্টোকারেন্সিতে কখন কোন কয়েনের দাম বৃদ্ধি পায় সেটা কেউ সঠিকভাবে বলতে পারবে না। হয়তো এই কয়েনটি নিয়ে বিনিয়োগ হয়েছে বেশি তার জন্য হয়তো দামটা বৃদ্ধি পেয়েছে। কয়েনের দাম বৃদ্ধি পাওয়া এটা ক্রিপ্টোকারেন্সি ইউজারদের জন্য অনেক ভালো খবর। যাদের কাছে টোকেন আছে তারা বিক্রি করে তাদের জীবনধারণের টাকা ইনকাম করতে পারবে।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Sonjoy on March 24, 2021, 11:44:34 AM
এ কয়েনের মূল্য এত তাড়াতাড়ি এত বৃদ্ধি পাবে তা কেউ কল্পনাও করতে পারেনি এত বৃদ্ধি হওয়ার পেছনের কারন যদি কেউ জেনে থাকেন তাহলে দয়া করে জানিয়ে যাবেন এতে করে সবার উপকার হবে বলে আমি মনে করি সবাই হোল্ড করতে পারবে তার বিস্তারিত জানলে
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Centus on March 25, 2021, 06:04:59 AM
ক্রিপ্টোকারেন্সি বাজারে বিকেন্দ্রীভূত টোকেন গুলোর মধ্যে সর্বোচ্চ দাম বৃদ্ধি পেয়েছে YFI এর। এর ভবিষ্যৎ অনেক সুদীর্ঘ। কারণ খুব কম সময়ে দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Dark Knight on March 27, 2021, 03:20:39 PM
YFI এত দ্রুত মার্কেটে টপ পজিশন করে নিল এর কারণ কি ছিল কারও কি এসম্পর্কে কোন ধারণা আছে ? যদি থাকে তাহলে আপনার মতামত শেয়ার করার জন্য অনুরোধ জানানো হল।
মার্কেটের কিন্তু উত্থান পতন হবেই। ক্রিপ্টো মার্কেট ক্রমাগত আপ ডাউন করতে থাকে। তবে যতই YFI দাম দ্রুত বেড়ে টপ পজিশনে যাক না কেন বিটকয়েন কে পেছনে ফেলতে পারবে না। কারণ বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সিতে সর্বশ্রেষ্ঠ কয়েন।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: ExtraPoint on March 29, 2021, 08:15:47 AM
কিছুদিন আগে ওয়াই এফ আই টোকন সবার মনে কৌতুহলী জাগিয়ে তুলেছিল।এটি যখন মার্কেটে আসে তখন এর দাম ছিল 31 ডলার সেখান থেকেই এটি চলে গিয়েছিল 43 হাজার ডলারে। সবাই অবাক হয়ে গিয়েছিল। হঠাৎ করে মার্কেটে এসে বিটকয়েন এর উপরে চলে গিয়েছিল। আমি মনে করি এটি কখনোই স্থিতিশীল নয়।কোনদিন যদি কোন টোকেন বিটকয়েনের উপর যেতে পারে যদি যায় তাহলে সেটাই স্থিতিশীল নয় অস্থিতিশীল। তবে ওয়াই এফ আই টোকন এর দাম বৃদ্ধি পাওয়ার পিছনে কি কারণ রয়েছে সেটা বলতে পারবো না।
YFI টোকেন টি এখন সবার নজরে পড়েছে। ই-টোকেন টির দাম এখন 32 হাজার এর মত আছে।কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে ক্রিপ্ত তে বিটকয়েন হলো নাম্বার ওয়ান কয়েন। এই কয়েনটির দাম কম সময়ে সবচেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এত পরিমাণে বৃদ্ধি পাবে তা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Goldlife on March 29, 2021, 12:10:32 PM
YFI এত দ্রুত মার্কেটে টপ পজিশন করে নিল এর কারণ কি ছিল কারও কি এসম্পর্কে কোন ধারণা আছে ? যদি থাকে তাহলে আপনার মতামত শেয়ার করার জন্য অনুরোধ জানানো হল।
YFI এর দাম অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু এখনো কয়েনমার্কেট ক্যাপে টপ ১০০ এর মধ্যে আসতে পারেনি। কারন এটা বেশি ট্রেড হয় না। আমার মনে হয় এটির দাম বাড়ানোর পেছনে টিম কাজ করতেছে৷ টোকেনটি ফ্রিতে বাহিরে কাওকে দেওয়া হয়নি। তাই টিম নিজেরা বেশি বেশি কেনা বেজা করতেছে যাকে বলে মার্কেট মেকিং এভাবে দাম বাড়াইতেছে।
হ্যাঁ ভাই সত্যি টিমের পিছে কাজ করছে যার কারণে ওয়াই এফ আই এর দাম বৃদ্ধি পাচ্ছে নিজেরা নিজেদের মধ্যেই মধ্যে কেনাবেচা করে। যার কারণে টোকেন এর দাম ডাম্পিং না হয়ে পাম্প হচ্ছে।
আপনি একদম সত্য কথা বলেছেন এটা ইনভেস্টরদের কিন্তু একটি চাল ধরতে গেলে যারা এটাকে এন্ট্রি বানিয়েছে তারা কিন্তু নিজস্ব টক এ মার্কেটে হাই করার জন্য তারা কিন্তু এই সব ব্যবস্থা গ্রহণ করে তা না হলে কিন্তু এই দোকানটি তারা সেল করতে পারবে না এজন্য আমাদেরকে বোকা বানানোর জন্যই কিন্তু তারাও কিন্তু উঠেপড়ে লাগে এ থেকে আপনারা সাবধান হবেন এবং গুরুত্ব সহকারে কিন্তু আপনারা এগুলো মেইনটেন করবেন তা না হলে কিন্তু আপনি অবশ্য অবশ্যই বিপদে পড়তে পারেন ধন্যবাদ
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Irfan12@ on April 04, 2021, 08:02:41 AM
YFI এত দ্রুত মার্কেটে টপ পজিশন করে নিল এর কারণ কি ছিল কারও কি এসম্পর্কে কোন ধারণা আছে ? যদি থাকে তাহলে আপনার মতামত শেয়ার করার জন্য অনুরোধ জানানো হল।
YFI মুদ্রার দাম এত দ্রুত কি জন্য বৃদ্ধি পেয়েছিল সে সম্পর্কে আমার কোন ধারণা নাই এবং আমার কাছে কোনো তথ্য জানা নাই। তবে আমরা জানি যে কোন মুদ্রার দাম বৃদ্ধির পেছনে মূল কারণ হচ্ছে মার্কেটের সেই মুদ্রার চাহিদা কত বৃদ্ধি পাওয়া। যে মুদ্রার দাম যত বেশি মার্কেটে চাহিদা থাকবে সেই মুদ্রার দাম তত বেশি পাম্পিং করবে। আর এই মুদ্রার দাম সেই জন্যই বৃদ্ধি পায় হয়তো।
Title: Re: YFI এর দাম এত বৃদ্ধি পেল কি কারণে?
Post by: Tepona on April 05, 2021, 07:14:29 AM
YFI এর দাম ক্রিপ্টোকারেন্সি বাজারে সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। বিটকয়েনের দাম এর চেয়ে অনেকগুণ বেশি হয়েছিল। তবে বর্তমানে দাম অনেক বেশি তবে বিটকয়েন এর চেয়ে বেশি নয়।