Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: mahid on September 16, 2020, 08:00:14 PM
-
বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে Defi প্রজেক্ট গুলোতে বিনিয়োগ অনেক বেশি হচ্ছে এর কারণ কি? অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
-
Defi প্রজেক্ট সম্পর্কে যদি কোন বিনিয়োগকারীর ভাল নাও জেনে থাকে তাও বিনিয়োগকারীর defi প্রজেক্টে ইনভেস্ট করতে আগ্রহী হয়।কেননা তারা অনেকদিন ধরেই মার্কেটে দেখছে যে defi coin গুলোর কেনাবেচা অনেকগুণ বেশি হচ্ছে। রাতারাতি লাভবান হওয়া সম্ভব হচ্ছে। তাই বিনিয়োগকারীরা defi তে বিনিয়োগ উপযুক্ত বলে মনে করছে।
-
Defi প্রজেক্ট সম্পর্কে যদি কোন বিনিয়োগকারীর ভাল নাও জেনে থাকে তাও বিনিয়োগকারীর defi প্রজেক্টে ইনভেস্ট করতে আগ্রহী হয়।কেননা তারা অনেকদিন ধরেই মার্কেটে দেখছে যে defi coin গুলোর কেনাবেচা অনেকগুণ বেশি হচ্ছে। রাতারাতি লাভবান হওয়া সম্ভব হচ্ছে। তাই বিনিয়োগকারীরা defi তে বিনিয়োগ উপযুক্ত বলে মনে করছে।
DeFi প্রজেক্ট সম্পর্কে আমার কোন ধারণা ছিল না কিন্তু আপনার এই পোস্টটি পড়ার পর বুঝতে পারলাম আসলেই DeFi প্রজেক্ট অনেক ভালো। কারণ হলো যে কয়েনটি যত বেশি বেচাকেনা হবে ততবেশি সেই কয়েনটি প্রাইস বাড়বে।
-
বর্তমানে DeFi এর প্রজেক্ট গুলিতে বেশিরভাগ জন অ্যাড হচ্ছে। তার কারণ হলো এই প্রজেক্ট গুলি অনেক ভালো এবং কি মার্কেট প্রাইস অনেক। যার ফলে বেশিরভাগ লোকজন DeFi এর দিকে ঝুঁকে পড়ছে।
-
বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে Defi প্রজেক্ট গুলোতে বিনিয়োগ অনেক বেশি হচ্ছে এর কারণ কি? অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
defi কয়েন গুলোর দিকে অনেক বড় বড় বিনিয়োগকারীরা চলে আসছে বিনিয়োগ করার জন্য। আমরা জানি একটা কয়েন যত বেশি বেচাকেনা হবে তত তার দাম বৃদ্ধি পাবে। বিনিয়োগকারীরাdefi কয়েনে বিনিয়োগ করে অনেক লাভবান হচ্ছে অনেক গুণ বেশি লাভ হচ্ছে। তাই সবাই এই কয়েন এর প্রতি আগ্রহ হচ্ছে। যদি কোন ভুল করে থাকি সিনিয়র ভাইরা একটু বলবেন প্লিজ
-
বর্তমানে Defi প্রজেক্টটি নতুনে মার্কেটে আসার পরে মানুষ এর প্রতি অনেকটাই ঝুঁকে পড়েছিল। যার ফলে এর দাম রাতারাতি বৃদ্ধি পেয়েছিল।
-
বর্তমান ডেফি প্রজেক্ট গুলো নতুন হাওয়ায় মার্কেটে এর চাহিদা অনেক বেশি ইনভেস্টর এর দিকে ঝুঁকছে বেশি এর দাম নিম্নগতিতে ঊর্ধ্বগতি বেশি নিম্নগতি হচ্ছে না যার কারণে ইনভেস্ট ইনভেস্ট করলে প্রচুর পরিমাণ বেনিফিট পাচ্ছে। যার কারণে ডেফি প্রজেক্ট এর দিকে মানুষ ঝুঁকছে বেশি।
-
DeFi প্রজেক্ট গুলিতে লোকজন বেশি অগ্রসর হচ্ছে। এই কয়েনটি যেহেতু নতুন এসেছে আর নতুন কোন কিছু আসলে তার দিকে লোকজন একটু বেশি ঝুঁকে পড়ে। যার ফলে এ দাম অনেক বৃদ্ধি পেয়েছে। আবার দেখা যাচ্ছে DeFi প্রজেক্ট গুলিতে লোকজন 20 ইনভেস্ট করছে। যা দাম বাড়ার মূল কারণ ।
-
বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে Defi প্রজেক্ট গুলোতে বিনিয়োগ অনেক বেশি হচ্ছে এর কারণ কি? অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
defi কয়েন গুলোর দিকে অনেক বড় বড় বিনিয়োগকারীরা চলে আসছে বিনিয়োগ করার জন্য। আমরা জানি একটা কয়েন যত বেশি বেচাকেনা হবে তত তার দাম বৃদ্ধি পাবে। বিনিয়োগকারীরাdefi কয়েনে বিনিয়োগ করে অনেক লাভবান হচ্ছে অনেক গুণ বেশি লাভ হচ্ছে। তাই সবাই এই কয়েন এর প্রতি আগ্রহ হচ্ছে। যদি কোন ভুল করে থাকি সিনিয়র ভাইরা একটু বলবেন প্লিজ
ধন্যবাদ ভাই আপনাকে কারণ আগে ডেফি সম্বন্ধে বেশে ধারণা ছিল না তাই আজকে আপনার এই পোস্ট থেকে অনেক কিছু বুঝতে পারল এমন অনেক দারুন লাগলো ধন্যবাদ আপনাকে
-
Defi প্রজেক্ট সম্পর্কে যদি কোন বিনিয়োগকারীর ভাল নাও জেনে থাকে তাও বিনিয়োগকারীর defi প্রজেক্টে ইনভেস্ট করতে আগ্রহী হয়।কেননা তারা অনেকদিন ধরেই মার্কেটে দেখছে যে defi coin গুলোর কেনাবেচা অনেকগুণ বেশি হচ্ছে। রাতারাতি লাভবান হওয়া সম্ভব হচ্ছে। তাই বিনিয়োগকারীরা defi তে বিনিয়োগ উপযুক্ত বলে মনে করছে।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আমি এরকম তা লক্ষ্য করেছি।ভাই আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে তারা যে না জেনে শুনে ইনভেস্ট করছে এটা থেকে কি লস হওয়ার কোন সম্ভাবনা আছে? থাকলে একটু দয়া করে জানাবেন প্লিজ।
-
কিছুদিন হলো ডেফি প্রজেক্টগুলোর চাহিদা অনেক বেড়ে গিয়েছিল। বর্তামানে কিছু টা কমেছে। আমার মতে অবারও সামনে চাহিদা বাড়তে পারে।
-
বেশ কিছুদিন আগে লক্ষ্য করলে দেখা যায় যে এই প্রোজেক্টের দিকে মানুষ একদমই ঝুঁকে পড়ে গিয়েছিল । বর্তমানে দেখতে পাচ্ছি এর দিকে একটু ঝোক টা একটু কম রয়েছে।
-
প্রথম দিকে ডেফি প্রজেক্ট গুলোর প্রতি মানুষের একটি হাইপ সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয়। কারন ডেফি প্রজেক্ট এসেই বাজারে এক অন্যরকম প্রভাব সৃস্টি করেছিল কিন্তু বর্তমানে তা অনেকাংশে কমে গেছে। ডেফি প্রজেক্টে গুলোর মধ্যে যে গুলো সাকসেস ফুল তাদের প্রাইস দেখলে বোঝা যায় কি অবস্থা।
-
বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে Defi প্রজেক্ট গুলোতে বিনিয়োগ অনেক বেশি হচ্ছে এর কারণ কি? অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
defi কয়েন গুলোর দিকে অনেক বড় বড় বিনিয়োগকারীরা চলে আসছে বিনিয়োগ করার জন্য। আমরা জানি একটা কয়েন যত বেশি বেচাকেনা হবে তত তার দাম বৃদ্ধি পাবে। বিনিয়োগকারীরাdefi কয়েনে বিনিয়োগ করে অনেক লাভবান হচ্ছে অনেক গুণ বেশি লাভ হচ্ছে। তাই সবাই এই কয়েন এর প্রতি আগ্রহ হচ্ছে। যদি কোন ভুল করে থাকি সিনিয়র ভাইরা একটু বলবেন প্লিজ
আপনি বোঝানোর মত একটি কথা বলেছেন আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো এবং বুঝতে পারলামDeFi coin এ কেন বিনিয়োগকারীরা এত বিনিয়োগ করছে আপনাকে অনেক ধন্যবাদ ভাই মূল্যবান পোষ্টটি করার জন্য।
-
বর্তমানে দেখা যাচ্ছে যে গেমিং সাইটের কিছু টোকেন রয়েছে সেগুলোর মধ্যে মানুষ সব থেকে বেশি ঝুঁকে পড়ছে। আবার আমি দেখেছি যে এই প্রজেক্ট এ অনেক রিস্ক আছে তাসত্ত্বেও মানুষ বেশি ঝুঁকে পড়ছে এই প্রজেক্ট টিতে। তার কারণ হচ্ছে আমার একটা বিষয় লক্ষ করেছি যে এদের মধ্যে অল্পদিনেই বেশি লাভবান হওয়া সম্ভব যে কারণে আমি মনে করি এই প্রোজেক্টের দিকে মানুষ সব থেকে বেশি ঝুঁকে পড়ছে।
-
বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে Defi প্রজেক্ট গুলোতে বিনিয়োগ অনেক বেশি হচ্ছে এর কারণ কি? অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
ভাই আমি নিজেও জানিনা কেন ইনভেস্টররা Defi project গুলোতে বিনিয়োগ করতে অনেক বেশি উৎসাহিত এবং সত্যি বলতে গিয়ে ক্রিপ্টো হান্টার রা প্রজেক্ট গুলোতে কাজ করতে বেশি উৎসাহিত হয় এবং সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি হওয়ায় বিনিয়োগকারীরা এই প্রজেক্ট গুলোতে বিনিয়োগ করতে অনেক বেশি আগ্রহী
-
বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে Defi প্রজেক্ট গুলোতে বিনিয়োগ অনেক বেশি হচ্ছে এর কারণ কি? অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
defi কয়েন গুলোর দিকে অনেক বড় বড় বিনিয়োগকারীরা চলে আসছে বিনিয়োগ করার জন্য। আমরা জানি একটা কয়েন যত বেশি বেচাকেনা হবে তত তার দাম বৃদ্ধি পাবে। বিনিয়োগকারীরাdefi কয়েনে বিনিয়োগ করে অনেক লাভবান হচ্ছে অনেক গুণ বেশি লাভ হচ্ছে। তাই সবাই এই কয়েন এর প্রতি আগ্রহ হচ্ছে। যদি কোন ভুল করে থাকি সিনিয়র ভাইরা একটু বলবেন প্লিজ
ভাই আপনার ধারণা ঠিক, একটা কয়েন যত বেশি কেনাবেচা হয় তার দামও তত বৃদ্ধি পায়। বর্তমান দেফি প্রজেক্টগুলোর ক্ষেত্রে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পছন্দ করছেন। তাই বেশি কয়েন বেশি কেনাবেচা হচ্ছে এবং মূল্যও বৃদ্ধি পাচ্ছে।
-
DeFi প্রজেক্ট গুলো বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে বিনিয়োগরা এর দিকে বেশিরভাগ কয়েন গুলো বেচাকেনা করতেছে আমার মনে হয় এখানে deficoin গুলো যত ভালো বেচাকেনা হবে ততই এর দাম বৃদ্ধি পেতে থাকবে তাই আমার মনে হয় Defi প্রজেক্ট এর দিকে মানুষ বেশি আগ্রহী ভবিষ্যতে এই প্রজেক্ট টি আরো ভালো হবে আশা করা যায় এখানে সব বিনিয়োগ রা বেশি বেশী কয়েনটি কে বিনিয়োগ করছে তাই আমার মনে হয় এটি অনেক ভালো একটি প্রজেক্ট তাই মানুষের দিকে বেশি আগ্রহী ।
-
বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে Defi প্রজেক্ট গুলোতে বিনিয়োগ অনেক বেশি হচ্ছে এর কারণ কি? অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
বর্তমানে বেশির ভাগ বিনিয়োগকারি DeFi প্রজেক্ট গুলোর দিকে একটু বেশি গুরুত্ব আরোপ করছে। অন্যান্য প্রজেক্ট গুলোর চেয়ে DeFi প্রজেক্টের কয়েনের মূল্য বেশি হওয়ায় বিনিয়োগকারিরা এই প্রজেক্ট কে বেশি আগ্রহ দেখাচ্ছে। তাছাড়া DeFi প্রজেক্টে বিনিয়োগ বেশি হওয়ার জন্যে এই প্রজেক্টের কয়েন গুলোরও প্রাইস বেশি হয়েছে ফলে সবাই এখানেই বিনিয়োগ করতেছে।
-
আপনি হয়তো ভালো করে লক্ষ্য করেনি DeFi project এর কিছুটা অবনতি হয়েছে। তার কয়েকটা কারণ কিন্তু আমরা পেয়েছি। এর মধ্যে আমরা দেখেছি অনেক স্কামিং হওয়ার কারণে অনেকেই বিনিয়োগ করছে না আর এই প্রজেক্ট এর মধ্যে। অনেকেই এখান থেকে অনেক লসে পড়েছে। তাই বর্তমানে অনেকটা কমে গিয়েছে DeFi প্রজেক্ট এর প্রতি চাহিদা।
-
বর্তমানে ফোরামের যে সমস্ত DeFi প্রজেক্ট গুলো আছে সেগুলোর প্রতি মানুষ কাজ করার জন্য অধিক আগ্রহী তারা মনে করে যে প্রজেক্টগুলো সাকসেস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই তারা এটা আশা করে DeFi প্রজেক্ট গুলোতে কাজ এবং তারা এর প্রতি বেশি আগ্রহী।
-
বর্তমানে নতুন প্রকল্পগুলোতে বিনিয়োগে চাহিদা বেশি। যেমন DeFi প্রকল্পগুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ চাহিদা রয়েছে। কারণ DeFi প্রকল্পগুলো সবচেয়ে বেশি সাকসেসফুল হচ্ছে। বর্তমানে DeFi প্রকল্প গুলোর অবস্থা অনেক ভালো। দীর্ঘসময় বাজারের অবস্থা খারাপ যাওয়ার পর, 2020 সালে DeFi প্রকল্পগুলোর দিয়ে বাজারের অবস্থা ভালো হয়েছে।
-
Defi প্রজেক্ট সম্পর্কে যদি কোন বিনিয়োগকারীর ভাল নাও জেনে থাকে তাও বিনিয়োগকারীর defi প্রজেক্টে ইনভেস্ট করতে আগ্রহী হয়।কেননা তারা অনেকদিন ধরেই মার্কেটে দেখছে যে defi coin গুলোর কেনাবেচা অনেকগুণ বেশি হচ্ছে। রাতারাতি লাভবান হওয়া সম্ভব হচ্ছে। তাই বিনিয়োগকারীরা defi তে বিনিয়োগ উপযুক্ত বলে মনে করছে।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন । আমি আপনার সাথে একমত। বর্তমানে প্রায় DEFI প্রজেক্টগুলো অনেক ভালো হয়ে থাকে। মার্কেটে DEFI coin গুলো কেনাবেচা অনেক বেশী হয়ে থাকে ।আর বিনিয়োগকারীরা সবসময় চায় যে কোন প্রজেক্টে বিনিয়োগ করলে তারা বেশি লাভবান হতে পারবে । তাই তারা বেশি লাভবান হওয়ার আশায় Defi coin গুলোতে বিনিয়োগ করে থাকে।
-
Defi প্রজেক্ট সম্পর্কে যদি কোন বিনিয়োগকারীর ভাল নাও জেনে থাকে তাও বিনিয়োগকারীর defi প্রজেক্টে ইনভেস্ট করতে আগ্রহী হয়।কেননা তারা অনেকদিন ধরেই মার্কেটে দেখছে যে defi coin গুলোর কেনাবেচা অনেকগুণ বেশি হচ্ছে। রাতারাতি লাভবান হওয়া সম্ভব হচ্ছে। তাই বিনিয়োগকারীরা defi তে বিনিয়োগ উপযুক্ত বলে মনে করছে।
স্যার, আমি আপনার সাথে একমত। বিনিয়োগকারীরা বেশি লাভবান হওয়ার জন্য তারা বিনিয়োগ করে থাকে । আর যেহেতু Defi প্রজেক্টগুলো বর্তমানে বেচাকেনা বেশি হয়ে থাকে। তাই তারা এই প্রজেক্ট গুলোতে বিনিয়োগ করে রাতারাতি লাভবান হওয়ার আশায়।
-
বর্তমানে অন্যান্য প্রজেক্টের তুলনায় Defi প্রজেক্টগুলো বেশিই ভালো হচ্ছে।Defi টোকেন গুলো প্রচুর পরিমাণে ক্রয়-বিক্রয় হয়ে থাকে। তাই টোকেনের দাম ভালো পাওয়া যায়। বিনিয়োগকারীদের কাছে Defi প্রজেক্টগুলো বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো একটি ক্ষেত্র। Defi প্রজেক্ট গুলোতে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা নির্দ্বিধায় লাভবান হতে পারে। তাই বিনিয়োগকারীরা দিনদিন বিনিয়োগের জন্য Defi প্রজেক্ট গুলোর দিকে ঝুঁকছে।
-
প্রথম দিকে ডেফি প্রজেক্ট গুলোর প্রতি মানুষের একটি হাইপ সৃষ্টি হয়েছে বলে আমার মনে হয়। কারন ডেফি প্রজেক্ট এসেই বাজারে এক অন্যরকম প্রভাব সৃস্টি করেছিল কিন্তু বর্তমানে তা অনেকাংশে কমে গেছে। ডেফি প্রজেক্টে গুলোর মধ্যে যে গুলো সাকসেস ফুল তাদের প্রাইস দেখলে বোঝা যায় কি অবস্থা।
।
প্রথমদিকে সবাই Defi প্রজেক্ট গুলোতে হুমরি খেয়ে পড়েছিল একারণে কয়েনের দাম অনেক বৃদ্ধি পেতে থাকে। কিন্তু ধীরে ধীরে এর দাম কমেছে এবং বিনিয়োগকারীরা প্রজেক্ট গুলোতে বর্তমানে খুব কম সংখ্যক বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করছে।
-
বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে Defi প্রজেক্ট গুলোতে বিনিয়োগ অনেক বেশি হচ্ছে এর কারণ কি? অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
বর্তমানে যে সকল প্রজেক্ট চলছে তার সবগুলো প্রজেক্ট Defi প্রজেক্ট যারা বিনিয়োগ সম্পর্কে ভাল জানেন না কিন্তু তাও এই Defi প্রজেক্টে বিনিয়োগ করছেন কেননা কিছু কিছু Defi কয়েন বিনিয়োগ করে অনেকেই অনেক বেশি লাভবান হয়েছেন অনেকেই মনে করেন যে এই কয়েন বিনিয়োগ করলে দ্রুত লাভবান হওয়া সম্ভব এজন্যই হয়তো মানুষ এই কয়েনের প্রতি এত আগ্রহি
-
আমার মনে হয়defi প্রজেক্ট গুলোর প্রতি মানুষের এত চাহিদা হওয়ার অন্যতম কারণ হচ্ছে দীর্ঘদিন যাবৎ বিনিয়োগ ও তা। এই কয়েনটি দীর্ঘদিন যাবৎ মার্কেটে বিনিয়োগ করে আসছে এবং এর দাম অনেক বৃদ্ধি পাচ্ছে। এই সাইটে সাধারণত বড় বড় বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকে এবং বিনিয়োগ করে লাভবান হয়ে থাকে তাই এই প্রজেক্ট গুলোর প্রতি মানুষের এত বেশি চাহিদা
-
বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে নতুন প্রজেক্ট এর মধ্যে কে বেশি আগ্রহী দেখা যাচ্ছে। ডিফি প্রজেক্টগুলোর প্রতিদিন মানুষের চাহিদা খুবই ভালো। এই প্রজেক্টগুলোর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ খুবই ভালো হবে বলে আশাবাদী।
-
অনেকদিন ধরেই মার্কেটে দেখছে যে defi coin গুলোর কেনাবেচা অনেকগুণ বেশি হচ্ছে।ডিফি প্রজেক্টগুলোর প্রতিদিন মানুষের চাহিদা খুবই ভালো। এই সাইটে সাধারণত বড় বড় বিনিয়োগকারীরা বিনিয়োগ করে থাকে এবং বিনিয়োগ করে লাভবান হয়ে থাকে.তাছাড়া DeFi প্রজেক্টে বিনিয়োগ বেশি হওয়ার জন্যে এই প্রজেক্টের কয়েন গুলোরও প্রাইস বেশি হয়েছে ফলে সবাই এখানেই বিনিয়োগ করতেছে।
-
বর্তমান সময়ে বেশিরভাগ দেখা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কাজ করবেন তারা সর্বদাই নতুন প্রজেক্ট এর প্রতি বেশি আগ্রহ দেখা যাচ্ছে। কারণ পুরাতন প্রজেক্টগুলো অনেক দিন কাজ করার পর বিশ্বাস অর্জন করে তারপর স্পাম করতে দেখা যায়। তাই সবাই নতুন প্রজেক্ট এর প্রতি বেশি আগ্রহ।
-
নতুন DeFi প্রজেক্টগুলো আগের তুলনায় বর্তমানে অনেক ভালো হয় এবং মানুষ যদি এ সম্পর্কে নাও জেনে থাকে তাও এর প্রতি অধিক আগ্রহী সকালে বিশ্বাস করা যায় বর্তমানে DeFi এর যে পজিশনে আছে ভবিষ্যতে এরচেয়ে ভালো পজিশনে যাবে তাই তারা সকলেই DeFi প্রজেক্ট গুলি প্রতি অধিক চাহিদা এবং আগ্রহবোধ করে।
-
নতুন Defi প্রজেক্ট গুলির প্রতি মানুষের এত চাহিদা বাড়ার কারণ হচ্ছে এগুলোর মান অনেক ভালো এবং অনেক প্রকল্প ডেফির নাম যুক্ত করে ভালো পারফরমেন্স দিচ্ছে। বিটকয়েন এর দাম বাড়ার কারণে এই প্রজেক্ট গুলো ভালো হতে পারে।
-
নতুন Defi প্রজেক্ট গুলির প্রতি মানুষের এত চাহিদা বাড়ার কারণ হচ্ছে এগুলোর মান অনেক ভালো এবং অনেক প্রকল্প ডেফির নাম যুক্ত করে ভালো পারফরমেন্স দিচ্ছে। বিটকয়েন এর দাম বাড়ার কারণে এই প্রজেক্ট গুলো ভালো হতে পারে। এগুলো আমার খুব ভালো।
-
বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে Defi প্রজেক্ট গুলোতে বিনিয়োগ অনেক বেশি হচ্ছে এর কারণ কি? অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
এ প্রযুক্তি বিনিয়োগকারীরা বিনিয়োগে বেশি করে এর কারণ হচ্ছে এরা অনেকদিন ধরে মার্কেটে আছে এরা ট্রান্সলেট লোক।আর এখানে বিনিয়োগ করে অনেক জন লাভবান হয়েছে এজন্য মানুষ এখানে বিনিয়োগ করতে আসে ধন্যবাদ।
-
প্রথম দিকে Defi প্রজেক্টগুলো অনেক ভালো ছিল মার্কেটে এর প্রচুর চাহিদা ছিল দামও ছিল অনেক কিন্তু দিরে দিরে দাম হ্রাস পেয়েছে। তবুও বিনিয়োগকারিরা এখানে আস্থা পেয়ে থাকে ।এপযেক্টগুলোর বর্তমান অবস্থা বেশ ভালো ভবিষ্যতে আরো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
-
আমি এরপর আমি নতুন জয়েন করেছি তাই Defi এর পূজা সম্পর্কে আমার কোন ধারনা নেই যদি কোন গ্রুপের সিনিয়র ভাই এ বিষয়ে আমাকে সাহায্য করবেন তাহলে অনেক উপকৃত হতাম।
-
ডিপিআই প্রজেক্ট সম্পর্কে আমার তেমন কোন ধারণা ছিল। কিন্তু আপনার টপিকে অনেক সিনিয়র ভাইরা আলোচনা করেছেন। সেখান থেকে আমার ডিপিআই সম্পর্কে ধারণা হলো।
-
Defi project গুলোতে ইনভেস্টর এর পরিমাণ বেশি কারণ তারা এই প্রজেক্টে বেশি ইনভেস্ট করতে ভালোবাসে। তারা লক্ষ্য রাখছে যে এই প্রোজেক্টের অনেকগুলো ভালো ভালো কয়েন রয়েছে যেগুলোর প্রাইস অনেক বৃদ্ধি পাচ্ছে এবং যদিও কিছুটা কমে যায় অন্য সকল কয়েন গুলোর মত এতটা কমে যায় না। যার কারণে এরমধ্যে ইনভেস্ট করে অনেকেই অল্পদিনের মধ্যেই অনেক লাভবান হতে পেরেছে।
-
হ্যাঁ আমি আপনার সাথে আমি একমত। আপনি যে কথাগুলো বলেছেন। তা ঠিক কথা বলেছেন। আপনার সাথে আমি দ্বিমত নয়। কারণ Defiএর প্রজেক্ট গুলো অনেক ভালো মানের দিকে যাচ্ছে। তাই আমরা আশা করব Defiএর প্রজেক্ট গুলো আরো ভালো হবে।
-
Defi প্রজেক্ট সম্পর্কে যদি কোন বিনিয়োগকারীর ভাল নাও জেনে থাকে তাও বিনিয়োগকারীর defi প্রজেক্টে ইনভেস্ট করতে আগ্রহী হয়।কেননা তারা অনেকদিন ধরেই মার্কেটে দেখছে যে defi coin গুলোর কেনাবেচা অনেকগুণ বেশি হচ্ছে। রাতারাতি লাভবান হওয়া সম্ভব হচ্ছে। তাই বিনিয়োগকারীরা defi তে বিনিয়োগ উপযুক্ত বলে মনে করছে।
সিনিয়র ভাই defi coin সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। কিন্তু আপনি বলার পর আমি খুবই তাড়াতাড়ি বুঝতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সামনে আরও ভাল ভাল পোস্ট করবেন।
-
বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে Defi প্রজেক্ট গুলোতে বিনিয়োগ অনেক বেশি হচ্ছে এর কারণ কি? অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
সবচেয়ে বড় কথা হল Defi বর্তমানে মার্কেটে খুব ভালো পরিচিতি লাভ করেছে আর এখানে মানুষ আস্থার সাথে বিনিয়োগ করতে পারছে । এখান থেকে অনেকে প্রচুর লাভবান হয়েছেDefi বিকাশ লক্ষণীয়, গত কয়েক বছরে ইন্ডাস্ট্রি দুর্দান্ত অগ্রগতি অর্জন করে।Defi দৃষ্টিতে অর্থের বিকেন্দ্রীকরণ মূল ধারণা ছিল এবং অনেক প্ল্যাটফর্মই সেই প্রতিশ্রুতি অনুসারে কাজ করে। তাই এর প্রতি মানুষ এত বিনিয়োগ করছে এবং আকৃষ্ট হচ্ছে ধন্যবাদ আপনাকে ।
-
আমি একজন নতুন সদস্য।defi কয়েন সম্পর্কে আমার কোন ধারণা নেই। তাই আমি এই কয়েন সম্পর্কে কোন কিছু বিস্তারিত বলতে পারবোনা। তবে সিনিয়র ভাইদের পোস্ট গুলো ফলো করার চেষ্টা করছি কোন কিছু শেখার জন্য। আশা করি পরবর্তী সময়ে থেকে অবশ্যই defi সম্পর্কে বলতে পারবে।
-
বর্তমান সময়েdefi প্রজেক্ট গুলো অনেক ভালো।defi।defi প্রজেক্ট গুলো থেকে অনেক লাভবান হওয়া যায়।। আমার মনে হয় এই প্রজেক্টটা অনেক ভালো।। এই কারণেইdefidefi প্রজেক্ট এর নিজেকে মানুষের এত চাহিদা রয়েছে।
-
কিছুদিন আগেও DeFi অধিকাংশ প্রজেক্ট গুলি স্কাম হত। কিন্তু বর্তমানে DeFi প্রজেক্ট এর প্রতি মানুষের অন্য রকম একটি চাহিদা সৃষ্টি হয়েছে। বর্তমানে মানুষ এই DeFi অধিকাংশ প্রজেক্ট গুলো তে জয়েন হচ্ছে। কারণ বর্তমানে দেফি অনেক উন্নত মানের ভালো ভালো প্রজেক্ট প্রতিনিয়ত বাজারে লঞ্চ করছে। আশা করছি ভবিষ্যতে এই প্রজেক্ট গুলো আরো উন্নত হবে।
-
DeFi প্রজেক্ট গুলা বর্তমানে অনেক ভালো। প্রত্যেকটা প্রজেক্ট সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে এজন্য দেখা যায় সবাই Defi প্রজেক্টে ইনভেস্ট করে। দেখা যায় এই প্রজেক্ট ইনভেস্ট করলে লাভবান হওয়া যায় যে কারণে এই প্রোজেক্টের দিকে ইনভেস্টরদের এতটা চাহিদা বেড়েছে।
-
DeFi প্রজেক্টের জনপ্রিয়তা বৃদ্ধির মূল কারণ হচ্ছেঃ-
DeFi প্রজেক্ট সাধারণত মানুষের চাহিদা পূরণের জন্য মার্কেটে আনা হয়েছে। non-DeFi প্রজেক্ট অর্থাৎ DeFi নয় এমন প্রজেক্ট যেগুলো আছে সেগুলোতে ট্র্যাড ছাড়া আর কোন সহজ ভাবে আয় করা যায়না। তাদের আরেকটি আয়ের সুযোগ হচ্ছে মাস্টারনোড (Master node) এর মাধ্যমে প্যাসিব ইনকামের সুযোগ। সেটি অনেকের নাগালের বাইরে। কারণ, এতে অনেক ডলার ইনভেস্ট করতে হয় এবং অনেক বছর তাদের ইনভেস্ট করা ডলার গুলো লক অবস্থায় থেকে যায়। কিন্তু DeFi প্রজেক্ট এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। DeFi প্রজেক্টের Yield farming মানে স্ট্যাক করে আয়ের ক্ষেত্রে কোন নির্দিষ্ট ডলারের এমাউন্ট নাই। যার যত ইচ্ছা স্ট্যাক করতে পারে। এবং যখন ইচ্ছা আনস্ট্যাক করা যায়। এজন্য ধনী থেকে গরিব সবাই DeFi থেকে ভাল পরিমান আয় করতে পারছে। তাই DeFi প্রজেক্টের প্রতি মানুষের চাহিদা বেশি।
-
DeFi প্রজেক্টের জনপ্রিয়তা বৃদ্ধির মূল কারণ হচ্ছেঃ-
DeFi প্রজেক্ট সাধারণত মানুষের চাহিদা পূরণের জন্য মার্কেটে আনা হয়েছে। non-DeFi প্রজেক্ট অর্থাৎ DeFi নয় এমন প্রজেক্ট যেগুলো আছে সেগুলোতে ট্র্যাড ছাড়া আর কোন সহজ ভাবে আয় করা যায়না। তাদের আরেকটি আয়ের সুযোগ হচ্ছে মাস্টারনোড (Master node) এর মাধ্যমে প্যাসিব ইনকামের সুযোগ। সেটি অনেকের নাগালের বাইরে। কারণ, এতে অনেক ডলার ইনভেস্ট করতে হয় এবং অনেক বছর তাদের ইনভেস্ট করা ডলার গুলো লক অবস্থায় থেকে যায়। কিন্তু DeFi প্রজেক্ট এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। DeFi প্রজেক্টের Yield farming মানে স্ট্যাক করে আয়ের ক্ষেত্রে কোন নির্দিষ্ট ডলারের এমাউন্ট নাই। যার যত ইচ্ছা স্ট্যাক করতে পারে। এবং যখন ইচ্ছা আনস্ট্যাক করা যায়। এজন্য ধনী থেকে গরিব সবাই DeFi থেকে ভাল পরিমান আয় করতে পারছে। তাই DeFi প্রজেক্টের প্রতি মানুষের চাহিদা বেশি।
আপনার রিপ্লাই পড়ে খুবই ভালো লাগলো এবং নতুন কিছু তথ্য জানতে পারলাম। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান রিপ্লাইয়ের জন্য আশা করি পরবর্তীতে আরো সুন্দর রিপ্লাই দিবেন। যে রিপ্লাই থেকে অন্যরা উপকৃত হতে পারবে
-
বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে Defi প্রজেক্ট গুলোতে বিনিয়োগ অনেক বেশি হচ্ছে এর কারণ কি? অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
কারণ বর্তমানে DeFi অধিকাংশ প্রজেক্ট গুলি বিনান্স এক্সচেঞ্জার লিস্ট
যে প্রজেক্টগুলো সবচেয়ে জনপ্রিয় তা হল
পলকা ডট
ওয়াই এফ আই
দিয়া
ইউ এন আই ইত্যাদি টোকেন।
-
বর্তমানে Defi প্রজেক্টটি নতুনে মার্কেটে আসার পরে মানুষ এর প্রতি অনেকটাই ঝুঁকে পড়েছিল। যার ফলে এর দাম রাতারাতি বৃদ্ধি পেয়েছিল।
হ্যাঁ আমিও তাই মনে করছি ডেফি প্রজেক্ট মার্কেটে নতুন আশার কারণে মানুষ এটার দিকে ঝুঁকে পড়েছিল যার ফলে এর দাম এত বৃদ্ধি পেয়েছিল
-
Defi প্রজেক্ট এ বিনিয়োগকারী ভাল না জেনেও ইনভেস্ট করতে আগ্রহী হয়।কেননা তারা অনেকদিন ধরেই মার্কেটে দেখছে যে defi coin গুলোর কেনাবেচা অনেকগুণ বেশি হচ্ছে। রাতারাতি লাভবান হওয়া সম্ভব হচ্ছে। আমার মনে হয় সেজন্য এই প্রজেক্ট এর প্রতি মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে।
-
Defi কয়েনের প্রতি অনেক বড় বড় বিনিয়োগকারীদের আগ্রহ দেখাচ্ছে। কারণ Defi প্রজেক্টে বিনিয়োগ করলে বেশি লাভবান হওয়া যায় তার জন্য মানুষ এখন এটির প্রতি ঝুঁকছে বেশি। তাছাড়া যে কয়েনের যত বেশি বেচাকেনা হবে সেই কয়েন তত বেশি জনপ্রিয় হয়ে উঠবে। ঠিক Defi কয়েন টি জনপ্রিয় হয়ে উঠেছে যার জন্য মানুষ এখনই এটি বেশি বিনিয়োগ করছে এবং আগ্রহ দেখাচ্ছে বা চাহিদা বেড়ে গেছে।
-
Defi প্রজেক্ট সম্পর্কে যদি কোন বিনিয়োগকারীর ভাল নাও জেনে থাকে তাও বিনিয়োগকারীর defi প্রজেক্টে ইনভেস্ট করতে আগ্রহী হয়।কেননা তারা অনেকদিন ধরেই মার্কেটে দেখছে যে defi coin গুলোর কেনাবেচা অনেকগুণ বেশি হচ্ছে। রাতারাতি লাভবান হওয়া সম্ভব হচ্ছে। তাই বিনিয়োগকারীরা defi তে বিনিয়োগ উপযুক্ত বলে মনে করছে।
আপনার পোস্টটা পড়ে অনেক আনন্দিত হলাম কেননা এটাও আমি লক্ষ্য করছি যে যারা বুঝে না তারা উল্লেখ করেন এর দিকে নজর দিচ্ছে এবং বিনিয়োগ করছে।
-
কারণ বর্তমানে DeFi প্রজেক্টগুলো জনপ্রিয়তার দিক দিয়ে সবার উপরে অবস্থান করছে।এবং মানুষ এই DeFi প্ল্যাটফর্মগুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ করছে এজন্য মানুষ এই প্রজেক্ট গুলোর প্রতি একটু বেশি আগ্রহী।
-
Defi প্রজেক্ট সম্পর্কে যদি কোন বিনিয়োগকারীর ভাল নাও জেনে থাকে তাও বিনিয়োগকারীর defi প্রজেক্টে ইনভেস্ট করতে আগ্রহী হয়।কেননা তারা অনেকদিন ধরেই মার্কেটে দেখছে যে defi coin গুলোর কেনাবেচা অনেকগুণ বেশি হচ্ছে। রাতারাতি লাভবান হওয়া সম্ভব হচ্ছে। তাই বিনিয়োগকারীরা defi তে বিনিয়োগ উপযুক্ত বলে মনে করছে।
DeFi প্রজেক্ট সম্পর্কে আমার কোন ধারণা ছিল না কিন্তু আপনার এই পোস্টটি পড়ার পর বুঝতে পারলাম আসলেই DeFi প্রজেক্ট অনেক ভালো। কারণ হলো যে কয়েনটি যত বেশি বেচাকেনা হবে ততবেশি সেই কয়েনটি প্রাইস বাড়বে।
অনেক ধন্যবাদ ভাইয়া। আমিফোরামে নতুন ইউজার তাই আপনাদের কাছ থেকে শিখতে চাচ্ছি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে। আসলে কোন প্রজেক্ট ভালো হবে সে বিষয়ে আমি পুরোপুরি অভিজ্ঞ নই। Defi প্রজেক্ট হয়তো ভালোভাবে। কেননা এখন ক্রিপ্টো মার্কেট ভালো একটি অবস্থানে অবস্থান করছে।
-
নতুন Defi এ প্রজেক্ট গুলোর প্রতি মানুষের চাহিদা অনেক ভালো। এ প্রজেক্ট গুলো অনেক ভাল অবস্থানে রয়েছেন। এ প্রজেক্ট গুলো মানুষ অনেক ভাবে বিনিয়োগ করছে।Defi প্রজেক্ট এটা আরো ভালো দিকে যাবে।