Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on September 17, 2020, 03:27:21 PM

Title: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Nostoman on September 17, 2020, 03:27:21 PM
এই মুহুর্তে মনে হচ্ছে clipX bounty hunter দের সাথে প্রতারণা করলো। 72M token already sold. কিন্তু team এর কোন খবর নাই।
https://t.me/communicationagency11/114
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: mahid on September 18, 2020, 04:20:54 AM
তারা মূলত kyc নিয়ে একটি নাটক করল। আসলে তারা চাইতেছিল যে কোন একটি বিষয় নিয়ে গোলমাল করে একটি অজুহাত দিয়ে চলে যাবে। আর এদের কারণে বাউন্টির এই অবস্থা নতুন কয়েনের প্রতি মানুষের আস্থা নেই। তাই আমি মনে করি যে যদি একটি কমিশন গঠন করা যেত যে সব নতুন প্রজেক্ট আসবে তাদের কিছু রুলস এন্ড রেগুলেশনস মেনে আই সি ও তে আসতে হবে। এটা হলে খুব ভাল হত আমি মনে করি।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: JISAN on September 18, 2020, 04:39:48 AM
এভাবেই বাউন্টির দিন শেষ হচ্ছে। আগে সব প্রজেক্ট সাকসেস হতো আর সব প্রজেক্ট থেকেই প্যমেন্ট দিতো। বাউন্টিতে জয়েন হলেই ১০০-২০০$ মিস হতো না। আর এখন সব স্কামিং শুরু হইছে। প্রজেক্টের স্কাম হয় আর না হলে প্যমেন্ট দেয় না।       
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Malam90 on September 18, 2020, 04:55:10 AM
তারা পুরা প্রজেক্টটাই স্টপ করে দিয়েছে। ইদানিং কিছু চিটারদের কারণে বাউন্টি করতে মন উঠে যাচ্ছে। বাউন্টি করে যদি পেমেন্ট না দেয় তখন আর করতে মন চায়না। এজন্য আমি এখন বাউন্টির চেয়ে ট্রেডে মনযোগ দিয়েছি বেশি।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: ttcsalam on September 18, 2020, 05:38:14 AM
বর্তমান বিশ্ব টাই চিটার বটপার এ ভরে গেছে। বর্তমানে 20 টা বাউন্টি করলে একটার ও পেমেন্ট হবে কিনা কোন নিশ্চয়তা নাই সত্যি এটা খুবই দুঃখ জনক এবং একই সাথে উৎবেগের কারনও বটে।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Em00n01 on September 18, 2020, 10:13:14 PM
আমার একাউন্ট ডাটা ডিলেট করে দিয়েছে। মনে হচ্ছে তারা স্ক্যাম করবে। সবাই সাবধান থাকবেন। এই প্রজেক্টের সাথে কোনো লেনদেন না করাই ভালো।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: JISAN on September 19, 2020, 05:49:38 AM
আমার একাউন্ট ডাটা ডিলেট করে দিয়েছে। মনে হচ্ছে তারা স্ক্যাম করবে। সবাই সাবধান থাকবেন। এই প্রজেক্টের সাথে কোনো লেনদেন না করাই ভালো।
ওই ম্যনেজার বিটকয়েনটকে ডিটি ট্রাস্ট খাইছে। এখন বলা যায় প্রজেক্ট পুরোপুরি স্কাম। এই ম্যনেজার অনেক ক্যম্পেন আনে তবে অধিকাংশ প্রজেক্ট থেকে টোকেন পাওয়া যায় না। পাইলেও বিক্রি করা যায় না। আমি এই ম্যনেজারের বাউন্টি থেকে প্যমেন্ট পাইতে দেখছি এবং নিজেও পাইছি HEX. থেকে।             
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: LifeOK on September 19, 2020, 08:37:33 AM
এটা খুবই দুঃখজনক যে বর্তমানে প্রচুর পরিমানে স্ক্যাম প্রজেক্ট এর কারণে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্চি।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Sharpmax on September 19, 2020, 08:41:05 AM
তারা মূলত kyc নিয়ে একটি নাটক করল। আসলে তারা চাইতেছিল যে কোন একটি বিষয় নিয়ে গোলমাল করে একটি অজুহাত দিয়ে চলে যাবে। আর এদের কারণে বাউন্টির এই অবস্থা নতুন কয়েনের প্রতি মানুষের আস্থা নেই। তাই আমি মনে করি যে যদি একটি কমিশন গঠন করা যেত যে সব নতুন প্রজেক্ট আসবে তাদের কিছু রুলস এন্ড রেগুলেশনস মেনে আই সি ও তে আসতে হবে। এটা হলে খুব ভাল হত আমি মনে করি।

কিছু কিছু বাঙালি ম্যানেজারের কারণে প্রজেক্ট এর এই অবস্থা। তারা শুধু নিজের স্বার্থ বোঝে এত কষ্ট করে যে কাজ করে তার কোন দাম নেই। 4 সপ্তাহ বাউন্টি অথবা প্রজেক্টস এই মুহূর্তে স্প্যাম ঘোষণা করে দেয় তাদের সাথে যোগাযোগের কোন লিংক রাখে নাই। এই অবস্থা করলে বিটকয়েন সাইট ও এলোট কয়েন সাইট ধ্বংস হয়ে যাবে কেউ কাজ করতে চাইবে না।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Power420 on September 19, 2020, 12:00:01 PM
আমরা নতুন ইউজার আর কি বলব Clipx project বেইমানি করল কারণ এরকম যদি শুরু করে তাহলে ফোরাম টিকবে না অল্প দিনে ধ্বংস হয়ে যাবে তখন কোন মানুষের কাজের প্রতি চাহিদা থাকবে না।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Nusrat on September 19, 2020, 05:26:43 PM
হ্যাঁ ভাই clipx project বাউন্টি চালিয়ে তারা লাস্ট মুহূর্তে বন্ধ করে দিল এবং সবাইরে ঠকিয়েছে। তাদের প্রজেক্টে কাজ করে আমরা বিনিময়ে কিছুই পেলাম না। তারা আমাদের সাথে সম্পূর্ণ বেইমানি করল এবং বাঙালি ম্যানেজারদের কারণে ফোরামের অনেক ক্ষতি হয়েছে এরকম যদি চলতে থাকে তাহলে ফোরাম কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Mrkadir85 on September 19, 2020, 06:01:16 PM
কিছুদিন আগেও দেখা যেত দু-একটা বাউন্টি স্কাম হত এবং বেশিরভাগ বাউন্টি সাকসেস হতো এবং পেমেন্টও কেউ মিস করত না। কিন্তু বর্তমানে দুই একটা ছাড়া বেশির ভাগ বউন্টি সাকসেস হয় না। কিছু বউন্টি হিউজ সাকসেস হলেও পেমেন্ট না দিয়ে চলে যায়। Clipix project সেরকম একটি স্কাম প্রজেক্ট । Clipix project ম্যানেজাররা bounty চালিয়ে শেষ মুহূর্তে এসে সবার সাথে চিটিং করেছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। এসব  স্কামারদের জন্যই বাউন্টির প্রতি বাউন্টি হান্টাররা আস্থা হারিয়ে ফেলছে।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Rafiq on September 19, 2020, 07:21:28 PM
আমার একাউন্ট ডাটা ডিলেট করে দিয়েছে। মনে হচ্ছে তারা স্ক্যাম করবে। সবাই সাবধান থাকবেন। এই প্রজেক্টের সাথে কোনো লেনদেন না করাই ভালো।
ওই ম্যনেজার বিটকয়েনটকে ডিটি ট্রাস্ট খাইছে। এখন বলা যায় প্রজেক্ট পুরোপুরি স্কাম। এই ম্যনেজার অনেক ক্যম্পেন আনে তবে অধিকাংশ প্রজেক্ট থেকে টোকেন পাওয়া যায় না। পাইলেও বিক্রি করা যায় না। আমি এই ম্যনেজারের বাউন্টি থেকে প্যমেন্ট পাইতে দেখছি এবং নিজেও পাইছি HEX. থেকে।             
  আমি সরাসরি ম্যানেজারকে দোষ দিতে চাইনা, এই ম্যানেজারের বেশকিছু প্রেজক্ট এখনও রানিং আছে, অতীতে আনেক প্রজেক্ট সাকসেস হয়েছে। আমি মনেকরি এটা মূলত প্রজেক্ট টিম দায়ী, তারা বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করেছে এবং অনুগ্রহ শিকারীদের ঠকিয়েছে।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Rafiq on September 19, 2020, 07:31:21 PM
বর্তমান বিশ্ব টাই চিটার বটপার এ ভরে গেছে। বর্তমানে 20 টা বাউন্টি করলে একটার ও পেমেন্ট হবে কিনা কোন নিশ্চয়তা নাই সত্যি এটা খুবই দুঃখ জনক এবং একই সাথে উৎবেগের কারনও বটে।
সত্যি উদ্বেগের বিষয়; কিছু দুর্নীতি পরায়ণ প্রজেক্ট টিম ও ম্যানেজারদের কারণে এখন অনেক প্রজেক্টই সাকসেস হচ্ছে না, স্ক্যাম হচ্ছে। এতে ক্রিপ্টোকারেন্সির প্রতি মানুষের আস্থা নষ্ট হচ্ছে, বিনিয়োগকরীরা সরে যাচ্ছে। আস্থাহীনতার কারণে এক সময় পুরো ক্রিপ্টো বিশ্ব হুমকির মুখে পড়তে পারে।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Magepai on September 21, 2020, 05:17:48 AM
সবাই বিশ্বাস করে বাউন্টি করে কিন্তু এভাবে যদি প্রজেক্টগুলো স্কাম হয় তাহলে কেউই বাউন্টি করতে চাইবে না। কিন্তু এই প্রোজেক্টের ম্যানেজার অনেক বাউন্টি রয়েছে সেগুলো নিয়ে আমার চিন্তা হচ্ছে ভালোই হবে নাকি স্কাম হবে।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Malam90 on September 21, 2020, 07:09:14 AM
আমার একাউন্ট ডাটা ডিলেট করে দিয়েছে। মনে হচ্ছে তারা স্ক্যাম করবে। সবাই সাবধান থাকবেন। এই প্রজেক্টের সাথে কোনো লেনদেন না করাই ভালো।
ওই ম্যনেজার বিটকয়েনটকে ডিটি ট্রাস্ট খাইছে। এখন বলা যায় প্রজেক্ট পুরোপুরি স্কাম। এই ম্যনেজার অনেক ক্যম্পেন আনে তবে অধিকাংশ প্রজেক্ট থেকে টোকেন পাওয়া যায় না। পাইলেও বিক্রি করা যায় না। আমি এই ম্যনেজারের বাউন্টি থেকে প্যমেন্ট পাইতে দেখছি এবং নিজেও পাইছি HEX. থেকে।             

একানে বাউন্টি ডিটেকটিভের কোন দোষ নেই। তারা প্রজেক্ট দেখেছিলো ভালো চলছিলোও ভালো। তবে বাউন্টি শেষ হলে তখন টিম চিটিং শুরু করে দেয় এবং কেওয়াইসি করানোর ব্যাপারে বাউন্টি ম্যানেজারকে বলে। বাউন্টি ম্যানেজার এ বিষয়ে একমত না হওয়ায় প্রজেক্ট থেকে লিভ নেয় স্প্রেডশিট আপডেট করে দিয়েই। এর পর টিম কেওয়াসি করিয়ে আবার সব ডাটা বলে ডিলিট করে দিয়েছে। সবারে ইমেইলও দিছে দেখলাম।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Triedboy on September 23, 2020, 06:45:31 PM
ClipX team  এরকম করবে আসলে কখনোই বিশ্বাস করছিলাম না। এরকমভাবে যদি বাউন্টি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই বাউন্টি দিন শেষ হতে যাচ্ছে। পাঁচ ছয় সপ্তাহ এভাবে কষ্ট করে যদি প্রেমেন্ট ই না পাওয়া যায় তাহলে বাউন্টি করে লাভ কি। যদি এরকমই করবে তাহলে kyc করার প্রয়োজন কি ছিল। আসলেই এই টিমের এরকম চিটিং করা সত্যি ঠিক করেনি।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Fawpac2 on September 23, 2020, 09:05:46 PM
ClipX team অনেক বেইমানি করেছে মানুষের সাথে। তারা 72 মিলিয়ন টোকেন সেল করেছিল। তারা এই সময়ে সর্বোচ্চ টোকেন সেল করে তারা বেইমানি করে চলে গেছে। এই সমস্ত কাজ করা তাদের মোটেও ঠিক হয়নি। কেননা তাদের এ সমস্ত কাজের জন্য এই ফোরামের সততা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে বিভিন্ন ইনভেস্টর রা এখন ইনভেস্ট করতে অনেক হিমশিম খাবে। এই টিম দের আমার পক্ষ থেকে অনেক অনেক ঘৃণা প্রকাশ করতেছি।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Malam90 on September 24, 2020, 09:30:01 AM
ClipX team অনেক বেইমানি করেছে মানুষের সাথে। তারা 72 মিলিয়ন টোকেন সেল করেছিল। তারা এই সময়ে সর্বোচ্চ টোকেন সেল করে তারা বেইমানি করে চলে গেছে। এই সমস্ত কাজ করা তাদের মোটেও ঠিক হয়নি। কেননা তাদের এ সমস্ত কাজের জন্য এই ফোরামের সততা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে বিভিন্ন ইনভেস্টর রা এখন ইনভেস্ট করতে অনেক হিমশিম খাবে। এই টিম দের আমার পক্ষ থেকে অনেক অনেক ঘৃণা প্রকাশ করতেছি।

ভাই কোন প্রজেক্ট যদি টোকেন সেল করার পরে স্কাম করে তবে ফোরামের কোন ক্ষতি বা সততা নষ্ট হয়না কারণ কোন প্রজেক্টের সাথে ফোরাম জড়িত নয়। স্কাম করলে ইনভেস্টররা এবং বাউন্টি হান্টাররা ক্ষতিগ্রস্থ হয়। আর হা, তারা যেটা করেছে সেটা অমানবিক কাজ। পৃথিবীতে কোন চিটার কখনও ভালো থাকতে পারেনা চিটিং করে। এর ফল তারা পাবেই।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Papusha20 on September 25, 2020, 02:44:17 AM
Clipx team এটা কাজ ভালো করলো না টিমের ম্যানেজার রা বাউন্ট স্পাম করল। অনেক টোকেন বিক্রি হয়েছিল তারা মিথ্যা একটা স্বপ্ন দেখিয়েছে।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Rafiq on September 25, 2020, 06:27:00 PM
ClipX team  এরকম করবে আসলে কখনোই বিশ্বাস করছিলাম না। এরকমভাবে যদি বাউন্টি চলতে থাকে তাহলে খুব শীঘ্রই বাউন্টি দিন শেষ হতে যাচ্ছে। পাঁচ ছয় সপ্তাহ এভাবে কষ্ট করে যদি প্রেমেন্ট ই না পাওয়া যায় তাহলে বাউন্টি করে লাভ কি। যদি এরকমই করবে তাহলে kyc করার প্রয়োজন কি ছিল। আসলেই এই টিমের এরকম চিটিং করা সত্যি ঠিক করেনি।
ClipX  এর মতো সাকসেস একটা প্রজেক্ট নিয়ে  টীম যদি  এইভাবে বিনিয়োগকারী ও  বাউন্টি হান্টারদের সাথে চিটারী করে তাহলে বাউন্টিতে আর কেউ বিনিয়োগ করবে না, হান্টাররাও আর প্রমোশনের কাজ করবে না; এক কথায় ক্রিপ্টো জগত শেষ হয়ে যাবে।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Papusha20 on September 30, 2020, 03:20:42 AM
এভাবে যদি বেইমানি করতে থাকে তাহলে ফোরাম বেশি দিন টিকবে না। ফলে আমরা কাজ করি বিনিময়ে কোন কিছুই পাবো না তাই এভাবে বেইমানি করা ঠিক না এত কষ্ট করে কাজ করে এবং অনেক খরচ হয় তা আমরা এটা থেকে নির্ভর হয়ে থাকি।এ ছাড়া আমাদের অন্য কোন উপায় নেই। তাই তাদের বাউন্টি হান্টার দের সাথে বেইমানি করা ঠিক হয়নি।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Power420 on October 12, 2020, 08:05:07 PM
Clipx প্রোজেক্টের আসলে আমাদের সাথে বেইমানি করল এত কষ্ট করে কাজ করার পর তারা লাস্টের দিকে পেমেন্ট দিলানা। তারা কেওয়াইসি ফর্ম জামা নিয়ে গ্যাঞ্জাম তৈরি করে তারা চলে গেলে।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Power420 on October 12, 2020, 08:29:40 PM
সবাই বিশ্বাস করে বাউন্টি করে কিন্তু এভাবে যদি প্রজেক্টগুলো স্কাম হয় তাহলে কেউই বাউন্টি করতে চাইবে না। কিন্তু এই প্রোজেক্টের ম্যানেজার অনেক বাউন্টি রয়েছে সেগুলো নিয়ে আমার চিন্তা হচ্ছে ভালোই হবে নাকি স্কাম হবে।

এভাবে প্রজেক্ট স্কাম হয় আপনাকে কে বলেছে। এরা পেমেন্ট দেবেনা এখন কোন দেশে পালিয়ে যাবে কোন দোষ খুঁজে পাচ্ছে না যার কারণে তারা একটা তাল বাহানা খুজতে ছিল কেওয়াইসি ফরম জমা নিয়ে তালবাহানা শুরু করে তারা চলে যা এখন তাদের সাথে যোগাযোগ করার মত কোন লিংক নেই।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Power420 on October 12, 2020, 08:32:16 PM
ClipX team অনেক বেইমানি করেছে মানুষের সাথে। তারা 72 মিলিয়ন টোকেন সেল করেছিল। তারা এই সময়ে সর্বোচ্চ টোকেন সেল করে তারা বেইমানি করে চলে গেছে। এই সমস্ত কাজ করা তাদের মোটেও ঠিক হয়নি। কেননা তাদের এ সমস্ত কাজের জন্য এই ফোরামের সততা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে বিভিন্ন ইনভেস্টর রা এখন ইনভেস্ট করতে অনেক হিমশিম খাবে। এই টিম দের আমার পক্ষ থেকে অনেক অনেক ঘৃণা প্রকাশ করতেছি।

আসলে কি ভাই বেইমানির একটা সিস্টেম থাকা আছে কিছুটা মানুষ মানুষকে পেমেন্ট করা তারা খুশি থাকবে কিন্তু তালবাহানা করে তারা চলে গেছে পঁচাত্তর বিলিয়ন বিক্রি করেছিল । তারা সবচেয়ে বেশি টোকেন বিক্রি করেছিল এই করোনা অভাবের সময় তাদের একাজটা করা ঠিক হয়নি এটা এক ধরনের প্রতারণা।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Psycho on October 13, 2020, 12:20:20 PM
এই মুহুর্তে মনে হচ্ছে clipX bounty hunter দের সাথে প্রতারণা করলো। 72M token already sold. কিন্তু team এর কোন খবর নাই।
https://t.me/communicationagency11/114
কেন এরকম করলো ভাই। আরে বুঝতে পারি নাই। যদি কোনো সিনিয়র ভাই জেনে থাকেন তাহলে জানাবেন
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Cz Rock on December 20, 2020, 11:02:01 AM
ClpX team অনেকের সাথে বেইমানি করেছ। তারা অনেক মানুষের কাছে থেকে টোকন সেল করেছিলো । এই সময় 72 মিলিয়ন টোকেন সেল করা হয়েছিল , এতো টোকেনের লোভ সামলাতে পারেন নাই। এইসময় সর্বোচ্চ টোকেন সেল করা হয়েছিল আর তারা সবার সাথে প্রতারণা করেছে। এই টিমের এখন পর্যন্ত কোনো খবর নেই।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: bmw1 on December 20, 2020, 11:07:08 AM
clipx team আসলেই বেইমানি করল তারা অনেক মানুষের কাছে তো ক্যান্সেল করল কিন্তু এখন পর্যন্ত এটিমের কোন খবর নেই।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Cz Rock on December 20, 2020, 11:19:16 AM
ClipX team অনেক বেইমানি করেছে মানুষের সাথে। তারা 72 মিলিয়ন টোকেন সেল করেছিল। তারা এই সময়ে সর্বোচ্চ টোকেন সেল করে তারা বেইমানি করে চলে গেছে। এই সমস্ত কাজ করা তাদের মোটেও ঠিক হয়নি। কেননা তাদের এ সমস্ত কাজের জন্য এই ফোরামের সততা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে বিভিন্ন ইনভেস্টর রা এখন ইনভেস্ট করতে অনেক হিমশিম খাবে। এই টিম দের আমার পক্ষ থেকে অনেক অনেক ঘৃণা প্রকাশ করতেছি।

আসলে কি ভাই বেইমানির একটা সিস্টেম থাকা আছে কিছুটা মানুষ মানুষকে পেমেন্ট করা তারা খুশি থাকবে কিন্তু তালবাহানা করে তারা চলে গেছে পঁচাত্তর বিলিয়ন বিক্রি করেছিল । তারা সবচেয়ে বেশি টোকেন বিক্রি করেছিল এই করোনা অভাবের সময় তাদের একাজটা করা ঠিক হয়নি এটা এক ধরনের প্রতারণা।
Clipx team হাজার হাজার মানুষের সাথে বেইমানি করেছে।ClipX team  এরকম করবে আসলে কখনোই বিশ্বাস করছিলাম না। তারা ঐ সময় 72 মিলিয়ন টোকেন আত্মসাৎ করেছে। এখন পর্যন্ত এই টিমের কোন খবর পাওয়া যায়নি।
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Irfan12@ on December 20, 2020, 12:49:25 PM
এই মুহুর্তে মনে হচ্ছে clipX bounty hunter দের সাথে প্রতারণা করলো। 72M token already sold. কিন্তু team এর কোন খবর নাই।
https://t.me/communicationagency11/114
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমিও এই বাহনটির করেছিলাম কিন্তু কোন পেমেন্ট পাইনি খুব খারাপ লাগছিল যখন শুনলাম যে এই বাউন্টি প্রেমেন্ট দেওয়া হবে না এই বাউন্টি এর টিম রা স্ক্যান করে চলে গেছে সত্যি বলতে কি ভাই এইরকম বাউন্টি থেকে প্রেমেন্ট না পেলে অনেক খারাপ লাগে
Title: Re: ClipX team মনে হয় বেইমানি করলো
Post by: Niloy on December 20, 2020, 01:01:13 PM
এই মুহুর্তে মনে হচ্ছে clipX bounty hunter দের সাথে প্রতারণা করলো। 72M token already sold. কিন্তু team এর কোন খবর নাই।
https://t.me/communicationagency11/114
ভাই আমি এই ফোরামে একজন নতুন ইউজার। আমি এই   প্রজেক্টটি তবে  কাজ করি নাই। তাই বুঝি সম্পর্কে আমার কোন ধারণা নাই।তবে কোন প্রজেক্টে কাজ করে যদি কোন টোকেন বা পেমেন্ট না পাওয়া যায় তাহলে সত্যিই এটা অনেক দুঃখজনক।