Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on September 18, 2020, 05:15:38 AM

Title: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: JISAN on September 18, 2020, 05:15:38 AM
সম্পুর্ন পোস্ট ভালোভাবে পড়ুন তারপর মন্তব্য করুন   

আমরা আমাদের জন্য একটি  বাংলা লোকাল বোর্ড পেয়েছি এবং বাংলাদেশী মোডারেটরও পেয়েছি। যা আমরা বিটকয়েনটকে পেয়েছিলাম না। বিটকয়েনটকে বাংলাদেশি লোকাল বোর্ড না থাকায় সেখানে সিগনেচার ক্যম্পেনেে জন্য বাংলা পোস্ট কাউন্ট করে না। বাংলা ভাষা দিয়ে ট্রান্সলেশন  ক্যম্পেনে জয়েন হওয়া যায় না। কিন্তু এখানে আমাদের জন্য সব ধরনের ফ্যসালেটিস আছে৷ আমাদের জন্য এটি একটি + পয়েন্ট। কিন্তু আমরা  বাংলা বোর্ডকে সঠিক ভাবে ব্যবহার করছি না।  সবাই উল্টো পাল্টা পোস্ট করে বাংলা বোর্ড ভাসাইয়া ফেলতেছি।  সবাই   যার যার মতো নতুন নতুন  টপিক খুলে বাংলা বোর্ডের পরিবেশ ও সুন্দর্য দুটই নষ্ট করতেছি। এখানে খোলা ৯০% টপিক / থ্রেড আজাইরা কোনো যুক্তি নেই এগুলা করার। কেও একটা জিনিষ জানার জন্য ১ লাইনের একটা পোস্ট লিখে একটা করে টপিক খুলতেছে৷ এটা কি ভাই। হেল্প নেওয়ার জন্য আগে থেকেই টপিক খোলা আছে সেখানে জেয়ে জিজ্ঞেস করুন আপনি কি জানতে চান৷ এভাবে পোস্ট বাড়ানোর লক্ষ্যে / হেল্প পাওয়ার লক্ষ্যে  নতুন নতুন টপিক খুলেই যাচ্ছেন। সব টপিক একি রকম। এটি বন্ধ করুন

এখন থেকে এরকম চলবে না     

   কোনোরকম হেল্পফুল আথবা নতুন কোনো বিষয়, নিয়াম, নতুন কোনো খবর নিয়ে টপিক খোলা ছাড়া কেও নতুন টপিক খুললেই -কারমা পাবেন।

    টপিক খুললে। সেখানে যে বিষয় নিয়ে পোস্ট করবেন সেই বিষয়টা A 2 z বুঝিয়ে পোস্ট করতে হবে। পোস্ট মিনিমাম ৫-৬ লাইন হতে হবে     

   টপিক খোলার আগে ভালোভাবে যেনে নিবেন যে সেই সম্পর্কে আগে থেকে কোনো টপিক ওথবা পোস্ট আছে কি না। তার পর করবেন।

ধন্যবাদ   
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Nostoman on September 18, 2020, 07:13:59 AM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: JISAN on September 18, 2020, 12:31:16 PM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।
আপনি তো মোডারেটর। আপনাকে একটু শক্ত হতে হবে। যেসব টপিকগুলো অহেতুক খোলা হইছে। অথবা অযৌক্তিক সেগুলা লক করে দিন। তাহলেই সবাই সতর্ক হবে।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Magepai on September 21, 2020, 05:11:15 AM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।

আপনি আমাকে একটু দয়া করে বলবেন কীভাবে পোস্ট করলে পজিটিভ কারমা পাওয়া যাবে।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Nostoman on September 21, 2020, 05:23:25 AM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।
আপনি তো মোডারেটর। আপনাকে একটু শক্ত হতে হবে। যেসব টপিকগুলো অহেতুক খোলা হইছে। অথবা অযৌক্তিক সেগুলা লক করে দিন। তাহলেই সবাই সতর্ক হবে।
হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমি মনে করি এই মুহূর্তে ইউজারদের সাথে এরকম করা হলে ইউজাররা রাগ করে এখান থেকে চলে যাবে। এখানে ফিরে আসবে না। তাই আমি মনে করি ফোরামের উন্নতির লক্ষ্যে কিছুটা ছাড় দেওয়া উচিত।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Nostoman on September 21, 2020, 05:27:32 AM
@megepai আপনি ভালো মানের পোস্ট করতে থাকুন। বিস্তারিত জানতে আপনি নিচের লিংকে ভিজিট করুন। তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন। আর আপনি ফোরামের পোস্ট গুলো ভালভাবে পড়তে থাকুন।

https://www.altcoinstalks.com/index.php?topic=170128.msg929615#msg929615
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Crypto_Somrat on September 21, 2020, 03:26:06 PM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।
ভাইয়া আমিও একমত অনেকেই আছে যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা অথচ নিয়মিত পোস্ট করেই যাচ্ছে আমাদের মত জুনিয়রদের উচিত সিনিয়র ভাইদের কাছ থেকে সাজেশন নিয়ে বা কিছু শিখে তারপর পোস্ট করা
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Nusrat on September 23, 2020, 03:44:46 PM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।

হ্যাঁ স্যার আপনার সাথে আমি একমত মানসম্মত ও ভালো পোস্ট না হলে নেগেটিভ কারমা অবশ্যই পাবে শুধু অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য পোস্ট দিলে হবে না সেখানে কিছু শিক্ষনীয় বিষয় থাকতে হবে যা থেকে আমরা নতুন ইউজার রা কিছু শিখতে পারি।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Triedboy on September 23, 2020, 06:27:00 PM
যে বিষয়ের উপর প্রশ্ন করা হবে সেই বিষয় সম্পর্কে যদি আপনি লিখতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে সে বিষয়ের ওপর ধারণা থাকতে হবে। যদি ধারনা না থাকে তাহলে দেখবেন নিচে ফোরামের সিনিয়ারা অনেক সুন্দর করে সেই বিষয়ের উপর আলোচনা করেছে সেগুলো আপনি সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়বেন তারপর সেই প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবেন। কোন কিছু না বুঝে আবোল তাবোল কিছু লেখা দরকার নেই আপনি যদি সত্যিই কিছু না বোঝেন তাহলে সিনিয়রভাইদের প্রশ্ন করুন আশা করি সবাই সাহায্য করবে।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: ttcsalam on September 26, 2020, 01:36:58 PM
অনেক সুন্দর কথা বলেছেন । আমি মনে করছি আমাদের মত যারা নতুন আছেন তাদের জন্য এটা অনেক বেশি সহায়ক হবে।এবং যারা ফোরামে নতুন নতুন পোষ্ট করবেন আপনার  পরামর্শ টা তাদের অনেক বেশি কাজে আসবে বলে আমার বিশ্বাস।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Malam90 on September 27, 2020, 01:51:08 PM
অনেক সুন্দর কথা বলেছেন । আমি মনে করছি আমাদের মত যারা নতুন আছেন তাদের জন্য এটা অনেক বেশি সহায়ক হবে।এবং যারা ফোরামে নতুন নতুন পোষ্ট করবেন আপনার  পরামর্শ টা তাদের অনেক বেশি কাজে আসবে বলে আমার বিশ্বাস।
ভাই, আমার জানামতে আপনার এই ফোরামের বয়স দুবছর হয়ে গেছে যা প্রায় আমার সমান অথচ এখনও যদি বলেন আমি নতুন তাহলে কথাটা শুনতে ভালো দেখায় না। তাই এই রকম কমেন্ট সামনে আর আশা করিনা আপনার কাছ থেকে। যেহেতু বাউন্টি, ট্রেড ও ক্রিপ্টো নিয়ে কাজ করেন তাই কমেন্ট করার আগে একটু মাথা ঘামাবেন কি লিখবেন তার জন্য তাহলে আপনার মস্তিষ্ক থেকে সুন্দর সুন্দর কমেন্ট বের হয়ে আসবে যা বর্তমান এবং আগামীতে যারা নতুন আসবে তাদেরও উপকার হবে।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Papusha20 on September 30, 2020, 02:15:36 AM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।

হ্যাঁ স্যার আপনি অনেক ভাল যে কারনে আপনি মডারেটর হতে পেরেছেন আপনি মানুষ না সুখ-দুঃখ বুঝেন যে কারণে আপনি জুনিয়রদের সুযোগ দিয়েছেন Jr member পর্যন্ত। কারণ Jr member  হলে সবাই কিছু না কিছু ভালো-মন্দ বুঝতে পারবে ফোরাম সম্বন্ধে। এজন্য আপনাকে ধন্যবাদ।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Greatwall on October 14, 2020, 03:40:33 PM
সম্পুর্ন পোস্ট ভালোভাবে পড়ুন তারপর মন্তব্য করুন   

আমরা আমাদের জন্য একটি  বাংলা লোকাল বোর্ড পেয়েছি এবং বাংলাদেশী মোডারেটরও পেয়েছি। যা আমরা বিটকয়েনটকে পেয়েছিলাম না। বিটকয়েনটকে বাংলাদেশি লোকাল বোর্ড না থাকায় সেখানে সিগনেচার ক্যম্পেনেে জন্য বাংলা পোস্ট কাউন্ট করে না। বাংলা ভাষা দিয়ে ট্রান্সলেশন  ক্যম্পেনে জয়েন হওয়া যায় না। কিন্তু এখানে আমাদের জন্য সব ধরনের ফ্যসালেটিস আছে৷ আমাদের জন্য এটি একটি + পয়েন্ট। কিন্তু আমরা  বাংলা বোর্ডকে সঠিক ভাবে ব্যবহার করছি না।  সবাই উল্টো পাল্টা পোস্ট করে বাংলা বোর্ড ভাসাইয়া ফেলতেছি।  সবাই   যার যার মতো নতুন নতুন  টপিক খুলে বাংলা বোর্ডের পরিবেশ ও সুন্দর্য দুটই নষ্ট করতেছি। এখানে খোলা ৯০% টপিক / থ্রেড আজাইরা কোনো যুক্তি নেই এগুলা করার। কেও একটা জিনিষ জানার জন্য ১ লাইনের একটা পোস্ট লিখে একটা করে টপিক খুলতেছে৷ এটা কি ভাই। হেল্প নেওয়ার জন্য আগে থেকেই টপিক খোলা আছে সেখানে জেয়ে জিজ্ঞেস করুন আপনি কি জানতে চান৷ এভাবে পোস্ট বাড়ানোর লক্ষ্যে / হেল্প পাওয়ার লক্ষ্যে  নতুন নতুন টপিক খুলেই যাচ্ছেন। সব টপিক একি রকম। এটি বন্ধ করুন

এখন থেকে এরকম চলবে না     

   কোনোরকম হেল্পফুল আথবা নতুন কোনো বিষয়, নিয়াম, নতুন কোনো খবর নিয়ে টপিক খোলা ছাড়া কেও নতুন টপিক খুললেই -কারমা পাবেন।

    টপিক খুললে। সেখানে যে বিষয় নিয়ে পোস্ট করবেন সেই বিষয়টা A 2 z বুঝিয়ে পোস্ট করতে হবে। পোস্ট মিনিমাম ৫-৬ লাইন হতে হবে     

   টপিক খোলার আগে ভালোভাবে যেনে নিবেন যে সেই সম্পর্কে আগে থেকে কোনো টপিক ওথবা পোস্ট আছে কি না। তার পর করবেন।

ধন্যবাদ

আপনি এই পোস্টে অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন। আসলে যদি কোন প্রশ্ন আগে থেকে থাকে তাহলে সেই প্রশ্ন আবার রিপিট না করাটাই বেটার। নতুন করে পোস্ট করলে ভালো হয়।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Rakin343 on October 14, 2020, 04:34:21 PM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।
আপনি তো মোডারেটর। আপনাকে একটু শক্ত হতে হবে। যেসব টপিকগুলো অহেতুক খোলা হইছে। অথবা অযৌক্তিক সেগুলা লক করে দিন। তাহলেই সবাই সতর্ক হবে।
আপনার মতামতের সাথে আমি একমত। কিছুআজেবাজে যে টপিকগুলো সেই টপিকগুলো আপনি ব্লক করে দিলে সেগুলাই মানুষ আলাপ আলোচনা করতে পারবে না। উল্টাপাল্টা পোস্ট করবে না। আর যারা উল্টাপাল্টা পোস্ট করে তাদেরকে একটু ভালো করে বোঝানো উচিত।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Psycho on October 16, 2020, 03:19:10 PM
সম্পুর্ন পোস্ট ভালোভাবে পড়ুন তারপর মন্তব্য করুন   

আমরা আমাদের জন্য একটি  বাংলা লোকাল বোর্ড পেয়েছি এবং বাংলাদেশী মোডারেটরও পেয়েছি। যা আমরা বিটকয়েনটকে পেয়েছিলাম না। বিটকয়েনটকে বাংলাদেশি লোকাল বোর্ড না থাকায় সেখানে সিগনেচার ক্যম্পেনেে জন্য বাংলা পোস্ট কাউন্ট করে না। বাংলা ভাষা দিয়ে ট্রান্সলেশন  ক্যম্পেনে জয়েন হওয়া যায় না। কিন্তু এখানে আমাদের জন্য সব ধরনের ফ্যসালেটিস আছে৷ আমাদের জন্য এটি একটি + পয়েন্ট। কিন্তু আমরা  বাংলা বোর্ডকে সঠিক ভাবে ব্যবহার করছি না।  সবাই উল্টো পাল্টা পোস্ট করে বাংলা বোর্ড ভাসাইয়া ফেলতেছি।  সবাই   যার যার মতো নতুন নতুন  টপিক খুলে বাংলা বোর্ডের পরিবেশ ও সুন্দর্য দুটই নষ্ট করতেছি। এখানে খোলা ৯০% টপিক / থ্রেড আজাইরা কোনো যুক্তি নেই এগুলা করার। কেও একটা জিনিষ জানার জন্য ১ লাইনের একটা পোস্ট লিখে একটা করে টপিক খুলতেছে৷ এটা কি ভাই। হেল্প নেওয়ার জন্য আগে থেকেই টপিক খোলা আছে সেখানে জেয়ে জিজ্ঞেস করুন আপনি কি জানতে চান৷ এভাবে পোস্ট বাড়ানোর লক্ষ্যে / হেল্প পাওয়ার লক্ষ্যে  নতুন নতুন টপিক খুলেই যাচ্ছেন। সব টপিক একি রকম। এটি বন্ধ করুন

এখন থেকে এরকম চলবে না     

   কোনোরকম হেল্পফুল আথবা নতুন কোনো বিষয়, নিয়াম, নতুন কোনো খবর নিয়ে টপিক খোলা ছাড়া কেও নতুন টপিক খুললেই -কারমা পাবেন।

    টপিক খুললে। সেখানে যে বিষয় নিয়ে পোস্ট করবেন সেই বিষয়টা A 2 z বুঝিয়ে পোস্ট করতে হবে। পোস্ট মিনিমাম ৫-৬ লাইন হতে হবে     

   টপিক খোলার আগে ভালোভাবে যেনে নিবেন যে সেই সম্পর্কে আগে থেকে কোনো টপিক ওথবা পোস্ট আছে কি না। তার পর করবেন।

ধন্যবাদ
আমি আপনার সাথে একমত। বিটকয়েন টল্ক এ বাংলা কোন সেকশন ছিল না। সেখানে রেংক বাড়ানোর জন্য বাংলা পোস্ট করলে কাজ হতো না। কিছু শেখার জন্য বাংলা পোস্ট করলেও কেউ শিখতে পারতো না। কিন্তু এ লোট কয়েন টল্ক এ বাংলা সেকশন আছে। সেখান থেকে নতুন নতুন ইউজার রা অনেক কিছু শিখতে পারে। আমরাও চাই বাংলা সেকশনে ভালো মানের পোস্ট করা হোক যাতে করে আমরা নতুন কোন কিছু শিখতে পারি জানতে পারি।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: sky20 on October 21, 2020, 12:37:23 PM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।
আপনার নির্দেশনা আমাদের কে অনুপ্রানিত করে। আমরা যথাযথ চেস্টা করব আপনার নির্দেশেনা মেনে চলার।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Goblin on October 22, 2020, 01:04:26 PM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।

আপনি আমাকে একটু দয়া করে বলবেন কীভাবে পোস্ট করলে পজিটিভ কারমা পাওয়া যাবে।
পজেটিভ কারমা পেতে হলে আপনাকে ভালো মানের পোস্ট করতে হবে। সব সময় ক্রিপ্ত রিলেটেড নিয়ে আলোচনা করবেন। তাহলে আপনাকে সিনিয়র ভাইরা পজেটিভ কারমা দিবে। ক্রিপ্টো রিলেটেড আলোচনা না করলে আপনাকে মাইনাস কারমা দিবে। আশা করি আপনি মানসম্মত পোস্ট করবেন।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Rubel007 on October 22, 2020, 01:30:24 PM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।
আপনার সাথে একমত পোষন করছি।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Fawpac2 on October 22, 2020, 07:48:37 PM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।

আপনি আমাকে একটু দয়া করে বলবেন কীভাবে পোস্ট করলে পজিটিভ কারমা পাওয়া যাবে।
আপনি যদি মানসম্মত এবং ভালো কনস্ট্রাক্টিভ পোস্ট করতে পারেন তাহলে আপনি কারমা পাবেন। তবে পোষ্টের মান কিন্তু ভালো হতে হবে।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Altcoin1998$ on October 22, 2020, 08:42:23 PM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।

আপনি আমাকে একটু দয়া করে বলবেন কীভাবে পোস্ট করলে পজিটিভ কারমা পাওয়া যাবে।
আপনি যদি মানসম্মত এবং ভালো কনস্ট্রাক্টিভ পোস্ট করতে পারেন তাহলে আপনি কারমা পাবেন। তবে পোষ্টের মান কিন্তু ভালো হতে হবে।
নতুন ইউজার রা কনস্ট্রাকটিব পোস্ট করতে পারে না। তাই কারমা দেয়ার ব্যাপারে সতর্ক হবেন। অহেতুক কারমার অপব্যাবহার করে লাভ নেই।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Rubel007 on October 23, 2020, 01:16:30 AM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।
আপনি তো মোডারেটর। আপনাকে একটু শক্ত হতে হবে। যেসব টপিকগুলো অহেতুক খোলা হইছে। অথবা অযৌক্তিক সেগুলা লক করে দিন। তাহলেই সবাই সতর্ক হবে।
হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমি মনে করি এই মুহূর্তে ইউজারদের সাথে এরকম করা হলে ইউজাররা রাগ করে এখান থেকে চলে যাবে। এখানে ফিরে আসবে না। তাই আমি মনে করি ফোরামের উন্নতির লক্ষ্যে কিছুটা ছাড় দেওয়া উচিত।
আমিও ঠিক তাই মনে করি। ইউজাররা রেগে গেলে হইতো এই ফোরামে কাজ করা বন্ধ করে দিবে। তাই তাদের সাথে সহানুভূতিশীল আচারণ করতে হবে।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Jaya60 on October 23, 2020, 03:37:56 AM
সম্পুর্ন পোস্ট ভালোভাবে পড়ুন তারপর মন্তব্য করুন   

আমরা আমাদের জন্য একটি  বাংলা লোকাল বোর্ড পেয়েছি এবং বাংলাদেশী মোডারেটরও পেয়েছি। যা আমরা বিটকয়েনটকে পেয়েছিলাম না। বিটকয়েনটকে বাংলাদেশি লোকাল বোর্ড না থাকায় সেখানে সিগনেচার ক্যম্পেনেে জন্য বাংলা পোস্ট কাউন্ট করে না। বাংলা ভাষা দিয়ে ট্রান্সলেশন  ক্যম্পেনে জয়েন হওয়া যায় না। কিন্তু এখানে আমাদের জন্য সব ধরনের ফ্যসালেটিস আছে৷ আমাদের জন্য এটি একটি + পয়েন্ট। কিন্তু আমরা  বাংলা বোর্ডকে সঠিক ভাবে ব্যবহার করছি না।  সবাই উল্টো পাল্টা পোস্ট করে বাংলা বোর্ড ভাসাইয়া ফেলতেছি।  সবাই   যার যার মতো নতুন নতুন  টপিক খুলে বাংলা বোর্ডের পরিবেশ ও সুন্দর্য দুটই নষ্ট করতেছি। এখানে খোলা ৯০% টপিক / থ্রেড আজাইরা কোনো যুক্তি নেই এগুলা করার। কেও একটা জিনিষ জানার জন্য ১ লাইনের একটা পোস্ট লিখে একটা করে টপিক খুলতেছে৷ এটা কি ভাই। হেল্প নেওয়ার জন্য আগে থেকেই টপিক খোলা আছে সেখানে জেয়ে জিজ্ঞেস করুন আপনি কি জানতে চান৷ এভাবে পোস্ট বাড়ানোর লক্ষ্যে / হেল্প পাওয়ার লক্ষ্যে  নতুন নতুন টপিক খুলেই যাচ্ছেন। সব টপিক একি রকম। এটি বন্ধ করুন

এখন থেকে এরকম চলবে না     

   কোনোরকম হেল্পফুল আথবা নতুন কোনো বিষয়, নিয়াম, নতুন কোনো খবর নিয়ে টপিক খোলা ছাড়া কেও নতুন টপিক খুললেই -কারমা পাবেন।

    টপিক খুললে। সেখানে যে বিষয় নিয়ে পোস্ট করবেন সেই বিষয়টা A 2 z বুঝিয়ে পোস্ট করতে হবে। পোস্ট মিনিমাম ৫-৬ লাইন হতে হবে     

   টপিক খোলার আগে ভালোভাবে যেনে নিবেন যে সেই সম্পর্কে আগে থেকে কোনো টপিক ওথবা পোস্ট আছে কি না। তার পর করবেন।

ধন্যবাদ

আপনাকে এই উপদেশ মূলক কথা গুলো বলার জন্য অনেক ধন্যবাদ। আপনার এই পোস্টটি পড়ে অবশ্যই আমাদের মত নতুন ইউজারদের মঙ্গল হবে।কেননা আমরা আসলে বুঝতে পারি না কিভাবে কারমা পাব কিন্তু আপনার এই পোস্টটি পড়ে ধারণা অর্জন করতে পারলাম যে কারমা পেতে হলে অবশ্যই কিসের প্রয়োজন।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Casual on October 26, 2020, 04:45:28 AM
সবার উচিত এই ফোরামে মিলে মিশে কাজ করা। এবং আমি বিশেষ করে দেখেছি এই ফোরামের সিনিয়র ভাইরা অনেক ভালো। আমাদের সবার উচিত সিনিয়র ভাইদের কথা মত চলা এবং যারা যে উপদেশ দিবে সেটা মানা। অনেক জায়গায় লক্ষ্য করেছি যে অনেক ইউজারদের সিনিয়র ভাইরা অনেক উপদেশ দেওয়ার সত্বেও সেগুলো মানছে না। আসুন আমরা সবাই সিনিয়র ভাইদের কথামতো চলি। সমস্যা হলে অবশ্যই আমাদের তারা সাহায্য করবে এটা আমার দীর্ঘ বিশ্বাস। তা না করে কেউ অযথা পোস্ট করবেন না।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Ak600 on October 26, 2020, 04:06:42 PM
গরুত্বপূন্য কথা গুলা বলার জন্য ধন্যবাদ আপনাকে
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: saidul2105 on October 26, 2020, 04:44:13 PM
সম্পুর্ন পোস্ট ভালোভাবে পড়ুন তারপর মন্তব্য করুন   

আমরা আমাদের জন্য একটি  বাংলা লোকাল বোর্ড পেয়েছি এবং বাংলাদেশী মোডারেটরও পেয়েছি। যা আমরা বিটকয়েনটকে পেয়েছিলাম না। বিটকয়েনটকে বাংলাদেশি লোকাল বোর্ড না থাকায় সেখানে সিগনেচার ক্যম্পেনেে জন্য বাংলা পোস্ট কাউন্ট করে না। বাংলা ভাষা দিয়ে ট্রান্সলেশন  ক্যম্পেনে জয়েন হওয়া যায় না। কিন্তু এখানে আমাদের জন্য সব ধরনের ফ্যসালেটিস আছে৷ আমাদের জন্য এটি একটি + পয়েন্ট। কিন্তু আমরা  বাংলা বোর্ডকে সঠিক ভাবে ব্যবহার করছি না।  সবাই উল্টো পাল্টা পোস্ট করে বাংলা বোর্ড ভাসাইয়া ফেলতেছি।  সবাই   যার যার মতো নতুন নতুন  টপিক খুলে বাংলা বোর্ডের পরিবেশ ও সুন্দর্য দুটই নষ্ট করতেছি। এখানে খোলা ৯০% টপিক / থ্রেড আজাইরা কোনো যুক্তি নেই এগুলা করার। কেও একটা জিনিষ জানার জন্য ১ লাইনের একটা পোস্ট লিখে একটা করে টপিক খুলতেছে৷ এটা কি ভাই। হেল্প নেওয়ার জন্য আগে থেকেই টপিক খোলা আছে সেখানে জেয়ে জিজ্ঞেস করুন আপনি কি জানতে চান৷ এভাবে পোস্ট বাড়ানোর লক্ষ্যে / হেল্প পাওয়ার লক্ষ্যে  নতুন নতুন টপিক খুলেই যাচ্ছেন। সব টপিক একি রকম। এটি বন্ধ করুন

এখন থেকে এরকম চলবে না     

   কোনোরকম হেল্পফুল আথবা নতুন কোনো বিষয়, নিয়াম, নতুন কোনো খবর নিয়ে টপিক খোলা ছাড়া কেও নতুন টপিক খুললেই -কারমা পাবেন।

    টপিক খুললে। সেখানে যে বিষয় নিয়ে পোস্ট করবেন সেই বিষয়টা A 2 z বুঝিয়ে পোস্ট করতে হবে। পোস্ট মিনিমাম ৫-৬ লাইন হতে হবে     

   টপিক খোলার আগে ভালোভাবে যেনে নিবেন যে সেই সম্পর্কে আগে থেকে কোনো টপিক ওথবা পোস্ট আছে কি না। তার পর করবেন।

ধন্যবাদ
প্রথমেই আমাদের বাংলা বোর্ডের  মডারেটর ভাইদের ধন্যবাদ  জানাইতেছি এই বিষয়ে কড়া নজর দেওয়ার জন্য।

আমাদের  জন্য এই বাংলা বোর্ডটা একটা আশির্বাদ স্বরূপ। এলোটকয়েনে  আমরা বাংলা বোর্ড পাওয়াতে আমাদের বাংলাদেশের সকল ফ্রিল্যান্সারদের  জন্য যে কতটা ভালো হইছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না।  তাই আমাদের সকলেরই উচিৎ ফোরামে নতুন কোন বিষয় নিয়ে ভালো মানের পোস্ট করা, যা আমাদের ফোরামকে এগিয়ে নিয়ে যেতে ভুমিকা রাখবে। 

আমাদের বাংলা বোর্ডের উন্নতির লক্ষে, আমাদের মেধাকে কাজে লাগিয়ে ফোরাম রিলেটেড কোন বিষয় নিয়ে নতুন করে ভালো মানের পোস্ট করলে আমাদের সকলেরই খুব উপকার হবে এবং আমরা যারা নতুন আছি তারাও অনেক কিছু শিখতে পারবো।

তাই সকলের কাছে থেকেই ভাল মানের এবং নতুন কোন বিষয় নিয়ে   পোস্ট আশা করছি।   

ধন্যবাদ।                                                                                       
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: ranaprime on October 27, 2020, 03:43:03 AM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।
আপনি যথার্ত বলেছেন। না বুঝে পোস্ট করলে পোস্টের মান ভাল হয় না। আর যারা নতুন তারা যদি একটু পড়াশুনা করে পোস্ট করে তাহলে আরও ভাল হয়।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Ak600 on November 27, 2020, 04:14:30 PM
যে বিষয়ের উপর প্রশ্ন করা হবে সেই বিষয় সম্পর্কে যদি আপনি লিখতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে সে বিষয়ের ওপর ধারণা থাকতে হবে। যদি ধারনা না থাকে তাহলে দেখবেন নিচে ফোরামের সিনিয়ারা অনেক সুন্দর করে সেই বিষয়ের উপর আলোচনা করেছে সেগুলো আপনি সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়বেন তারপর সেই প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবেন। কোন কিছু না বুঝে আবোল তাবোল কিছু লেখা দরকার নেই আপনি যদি সত্যিই কিছু না বোঝেন তাহলে সিনিয়রভাইদের প্রশ্ন করুন আশা করি সবাই সাহায্য করবে।
জ্বি ভাই আপনি ঠিক কথা বলেছেন যে বিষয়ের উপর লেখা হয় সেই বিষয়ের উপর আগে জানতে হবে তারপর টপিক তৈরি করতে হয় তাহলে টপিক ভালো হবে এবং সে অনুযায়ী সবাই অ্যান্সার দিন ধন্যবাদ
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Ak600 on November 27, 2020, 04:16:48 PM
সবার উচিত এই ফোরামে মিলে মিশে কাজ করা। এবং আমি বিশেষ করে দেখেছি এই ফোরামের সিনিয়র ভাইরা অনেক ভালো। আমাদের সবার উচিত সিনিয়র ভাইদের কথা মত চলা এবং যারা যে উপদেশ দিবে সেটা মানা। অনেক জায়গায় লক্ষ্য করেছি যে অনেক ইউজারদের সিনিয়র ভাইরা অনেক উপদেশ দেওয়ার সত্বেও সেগুলো মানছে না। আসুন আমরা সবাই সিনিয়র ভাইদের কথামতো চলি। সমস্যা হলে অবশ্যই আমাদের তারা সাহায্য করবে এটা আমার দীর্ঘ বিশ্বাস। তা না করে কেউ অযথা পোস্ট করবেন না।
জি ভাই আপনি ঠিক বলেছেন জেএফরামে সবাই মিলে মিশে কাজ করবো এবং বড়দের আদেশ মানবো।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: JISAN on November 27, 2020, 04:19:16 PM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।
আপনি যথার্ত বলেছেন। না বুঝে পোস্ট করলে পোস্টের মান ভাল হয় না। আর যারা নতুন তারা যদি একটু পড়াশুনা করে পোস্ট করে তাহলে আরও ভাল হয়।
না বুঝে বিষয় বস্তু না দেখেই কমেন্ট করলে যে সেইটা স্পামিং হয় সেইটা সবাই জানে। কিন্তু র‍্যাংক বাড়ানোর তারাহুরোয় কেও এটি চিন্তা করে না শুধু পোস্ট করেই যায় এইটাই আমাদের বাংগালীদের সমস্যা।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Sasa on November 27, 2020, 04:33:03 PM
সম্পুর্ন পোস্ট ভালোভাবে পড়ুন তারপর মন্তব্য করুন   

আমরা আমাদের জন্য একটি  বাংলা লোকাল বোর্ড পেয়েছি এবং বাংলাদেশী মোডারেটরও পেয়েছি। যা আমরা বিটকয়েনটকে পেয়েছিলাম না। বিটকয়েনটকে বাংলাদেশি লোকাল বোর্ড না থাকায় সেখানে সিগনেচার ক্যম্পেনেে জন্য বাংলা পোস্ট কাউন্ট করে না। বাংলা ভাষা দিয়ে ট্রান্সলেশন  ক্যম্পেনে জয়েন হওয়া যায় না। কিন্তু এখানে আমাদের জন্য সব ধরনের ফ্যসালেটিস আছে৷ আমাদের জন্য এটি একটি + পয়েন্ট। কিন্তু আমরা  বাংলা বোর্ডকে সঠিক ভাবে ব্যবহার করছি না।  সবাই উল্টো পাল্টা পোস্ট করে বাংলা বোর্ড ভাসাইয়া ফেলতেছি।  সবাই   যার যার মতো নতুন নতুন  টপিক খুলে বাংলা বোর্ডের পরিবেশ ও সুন্দর্য দুটই নষ্ট করতেছি। এখানে খোলা ৯০% টপিক / থ্রেড আজাইরা কোনো যুক্তি নেই এগুলা করার। কেও একটা জিনিষ জানার জন্য ১ লাইনের একটা পোস্ট লিখে একটা করে টপিক খুলতেছে৷ এটা কি ভাই। হেল্প নেওয়ার জন্য আগে থেকেই টপিক খোলা আছে সেখানে জেয়ে জিজ্ঞেস করুন আপনি কি জানতে চান৷ এভাবে পোস্ট বাড়ানোর লক্ষ্যে / হেল্প পাওয়ার লক্ষ্যে  নতুন নতুন টপিক খুলেই যাচ্ছেন। সব টপিক একি রকম। এটি বন্ধ করুন

এখন থেকে এরকম চলবে না     

   কোনোরকম হেল্পফুল আথবা নতুন কোনো বিষয়, নিয়াম, নতুন কোনো খবর নিয়ে টপিক খোলা ছাড়া কেও নতুন টপিক খুললেই -কারমা পাবেন।

    টপিক খুললে। সেখানে যে বিষয় নিয়ে পোস্ট করবেন সেই বিষয়টা A 2 z বুঝিয়ে পোস্ট করতে হবে। পোস্ট মিনিমাম ৫-৬ লাইন হতে হবে     

   টপিক খোলার আগে ভালোভাবে যেনে নিবেন যে সেই সম্পর্কে আগে থেকে কোনো টপিক ওথবা পোস্ট আছে কি না। তার পর করবেন।

ধন্যবাদ
হ্যা ভাই আপনি অনেক সুন্দর একটা কথা বলেছেন কিন্তু আমি একটা জিনি লক্ষ্য করলাম আপনি আপনার টপিকে বলেছেন যে ৫ থেকে ৬ লাইনের পোস্ট করতে হবে কিন্তু এক সিনিয়র ভাই তো দেড় লাইনের পোস্ট করেছে তাও সে সিনিয়র মেম্বার। আবার সে নাকি এখনো জানে না কি রকম পোস্ট করলে +১ কারমা পাবে। বিষয়টা খুবই দুংখজনক  সে সিনিয়র মেম্বার হওয়া সত্যেও এখনো জানে না কি রকম পোস্ট করলে +১ কারমা পাবে।         
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: sky20 on November 27, 2020, 04:38:35 PM
বাংলা বোর্ড পেয়েছি এখানে আমাদের উচিত সবাই কে সুন্দর ভাবে গুছিয়ে কাজ করা। আমরা যদি তা না করে আবোল তাবোল করি তাহলে কখনও কিন্তু ভাল কিছু করতে পারব না। তাছাড়া এই ফোরাম একা কখন ই ভাল রাখা যাবে না। আমাদের সবার উচিত এখানে নিয়মিত কাজ করে এবং ভাল করে গঠন মুলক পোস্ট দেওয়া। যদি সময় বেশি লাগে লাগুক তবুও পোস্ট কোয়ালিটি ভাল করতে হবে।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Rubel007 on November 27, 2020, 06:45:56 PM
কোন কিছুকে ভাল করতে হলে অবশ্যই শ্রম দিতে হবে শ্রম ছাড়া কোন ভাল কিছু আশা করা যায় না। এই ফোরামে যারা আমরা কাজ করি অনেকেই শুধু পোস্ট বাড়ানোর তালে পোস্ট করে থাকি। কিছুিই শিখি না। সেক্ষেত্রে অবশ্যই এই অভ্যাসটি পরিহার করতে হবে। ফোরামের জন্য কিছু করা চেস্টা বা ফোরাম কে কিছু দিতে হবে।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Crypto_Somrat on November 27, 2020, 08:06:48 PM
সম্পুর্ন পোস্ট ভালোভাবে পড়ুন তারপর মন্তব্য করুন   

আমরা আমাদের জন্য একটি  বাংলা লোকাল বোর্ড পেয়েছি এবং বাংলাদেশী মোডারেটরও পেয়েছি। যা আমরা বিটকয়েনটকে পেয়েছিলাম না। বিটকয়েনটকে বাংলাদেশি লোকাল বোর্ড না থাকায় সেখানে সিগনেচার ক্যম্পেনেে জন্য বাংলা পোস্ট কাউন্ট করে না। বাংলা ভাষা দিয়ে ট্রান্সলেশন  ক্যম্পেনে জয়েন হওয়া যায় না। কিন্তু এখানে আমাদের জন্য সব ধরনের ফ্যসালেটিস আছে৷ আমাদের জন্য এটি একটি + পয়েন্ট। কিন্তু আমরা  বাংলা বোর্ডকে সঠিক ভাবে ব্যবহার করছি না।  সবাই উল্টো পাল্টা পোস্ট করে বাংলা বোর্ড ভাসাইয়া ফেলতেছি।  সবাই   যার যার মতো নতুন নতুন  টপিক খুলে বাংলা বোর্ডের পরিবেশ ও সুন্দর্য দুটই নষ্ট করতেছি। এখানে খোলা ৯০% টপিক / থ্রেড আজাইরা কোনো যুক্তি নেই এগুলা করার। কেও একটা জিনিষ জানার জন্য ১ লাইনের একটা পোস্ট লিখে একটা করে টপিক খুলতেছে৷ এটা কি ভাই। হেল্প নেওয়ার জন্য আগে থেকেই টপিক খোলা আছে সেখানে জেয়ে জিজ্ঞেস করুন আপনি কি জানতে চান৷ এভাবে পোস্ট বাড়ানোর লক্ষ্যে / হেল্প পাওয়ার লক্ষ্যে  নতুন নতুন টপিক খুলেই যাচ্ছেন। সব টপিক একি রকম। এটি বন্ধ করুন

এখন থেকে এরকম চলবে না     

   কোনোরকম হেল্পফুল আথবা নতুন কোনো বিষয়, নিয়াম, নতুন কোনো খবর নিয়ে টপিক খোলা ছাড়া কেও নতুন টপিক খুললেই -কারমা পাবেন।

    টপিক খুললে। সেখানে যে বিষয় নিয়ে পোস্ট করবেন সেই বিষয়টা A 2 z বুঝিয়ে পোস্ট করতে হবে। পোস্ট মিনিমাম ৫-৬ লাইন হতে হবে     

   টপিক খোলার আগে ভালোভাবে যেনে নিবেন যে সেই সম্পর্কে আগে থেকে কোনো টপিক ওথবা পোস্ট আছে কি না। তার পর করবেন।

ধন্যবাদ
Alex Farid ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ এবং যথাযথ যুক্তি সংগত কথা বলেছেন। আমরা একটা বাংলা বোর্ড পেয়েছি, আমাদের বাংলাদেশী একজন মডারেটর পেয়েছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আপনি ঠিক বলেছেন এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট যেটা আমরা বিটকয়েন্টক থেকে পাইনা। এই ফোরাম আমাদের তাই আমাদের উচিত এই ফোরামে উল্টাপাল্টা লো কোয়ালিটি পোস্ট না করে ফোরামের মান নষ্ট না করা। ভালো মানসম্মত পোস্ট করা উচিত যাতে একদিকে আমাদের ফোরামে এগিয়ে যাবে ফোরামের জনপ্রিয়তাও অন্যদের তুলনায় বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ আমার মনে হয় মোডারেটর ভাইয়ের কঠিন হওয়া উচিত কিন্তু এতটা নয় যাতে জুনিয়ররা দিশেহারা হয়ে পড়ে, জুনিয়ররা ভেঙে না পড়ে। জুনিয়রদের জন্য একটু ছাড় অবশ্যই দিতে হবে।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Rain075 on November 28, 2020, 02:01:53 AM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।

আপনি আমাকে একটু দয়া করে বলবেন কীভাবে পোস্ট করলে পজিটিভ কারমা পাওয়া যাবে।
আপনি বলেন পজিটিভ কারমা পাওয়ার জন্য কি ধরনের পোস্ট করতে হবে। তো পজেটিভ কারমা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো মানের পোস্ট করতে হবে। পোস্টে কিছু জানার থাকতে হবে।আপনার পোস্ট পড়ে যেন অনেকেই অনেক কিছু শিখতে পারে এবং সকলের কাছে ভালো লাগলে আপনি অবশ্যই পজেটিভ কারমা পাবেন।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: XM8 on November 29, 2020, 09:31:11 AM
বাংলা বোর্ড পেয়েছি এখানে আমাদের উচিত সবাই কে সুন্দর ভাবে গুছিয়ে কাজ করা। আমরা যদি তা না করে আবোল তাবোল করি তাহলে কখনও কিন্তু ভাল কিছু করতে পারব না। তাছাড়া এই ফোরাম একা কখন ই ভাল রাখা যাবে না। আমাদের সবার উচিত এখানে নিয়মিত কাজ করে এবং ভাল করে গঠন মুলক পোস্ট দেওয়া। যদি সময় বেশি লাগে লাগুক তবুও পোস্ট কোয়ালিটি ভাল করতে হবে।
আপনার সাথে আমি সহমত কারণ আমাদের এই বাংলা ফোরামকে গ্লোবাল পর্যায়ে নিয়ে যেতে হলে সবাই মিলে একত্রে কাজ করতে হবে। সবার নিয়মিত এই ফোরামে একটিভ থাকতে হবে এবং নতুন ট্রফিক তৈরি করতে হবে। সবাই সবাইকে সাহায্য করতে হবে।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Cristiano on November 29, 2020, 10:33:39 AM
সম্পুর্ন পোস্ট ভালোভাবে পড়ুন তারপর মন্তব্য করুন   

আমরা আমাদের জন্য একটি  বাংলা লোকাল বোর্ড পেয়েছি এবং বাংলাদেশী মোডারেটরও পেয়েছি। যা আমরা বিটকয়েনটকে পেয়েছিলাম না। বিটকয়েনটকে বাংলাদেশি লোকাল বোর্ড না থাকায় সেখানে সিগনেচার ক্যম্পেনেে জন্য বাংলা পোস্ট কাউন্ট করে না। বাংলা ভাষা দিয়ে ট্রান্সলেশন  ক্যম্পেনে জয়েন হওয়া যায় না। কিন্তু এখানে আমাদের জন্য সব ধরনের ফ্যসালেটিস আছে৷ আমাদের জন্য এটি একটি + পয়েন্ট। কিন্তু আমরা  বাংলা বোর্ডকে সঠিক ভাবে ব্যবহার করছি না।  সবাই উল্টো পাল্টা পোস্ট করে বাংলা বোর্ড ভাসাইয়া ফেলতেছি।  সবাই   যার যার মতো নতুন নতুন  টপিক খুলে বাংলা বোর্ডের পরিবেশ ও সুন্দর্য দুটই নষ্ট করতেছি। এখানে খোলা ৯০% টপিক / থ্রেড আজাইরা কোনো যুক্তি নেই এগুলা করার। কেও একটা জিনিষ জানার জন্য ১ লাইনের একটা পোস্ট লিখে একটা করে টপিক খুলতেছে৷ এটা কি ভাই। হেল্প নেওয়ার জন্য আগে থেকেই টপিক খোলা আছে সেখানে জেয়ে জিজ্ঞেস করুন আপনি কি জানতে চান৷ এভাবে পোস্ট বাড়ানোর লক্ষ্যে / হেল্প পাওয়ার লক্ষ্যে  নতুন নতুন টপিক খুলেই যাচ্ছেন। সব টপিক একি রকম। এটি বন্ধ করুন

এখন থেকে এরকম চলবে না     

   কোনোরকম হেল্পফুল আথবা নতুন কোনো বিষয়, নিয়াম, নতুন কোনো খবর নিয়ে টপিক খোলা ছাড়া কেও নতুন টপিক খুললেই -কারমা পাবেন।

    টপিক খুললে। সেখানে যে বিষয় নিয়ে পোস্ট করবেন সেই বিষয়টা A 2 z বুঝিয়ে পোস্ট করতে হবে। পোস্ট মিনিমাম ৫-৬ লাইন হতে হবে     

   টপিক খোলার আগে ভালোভাবে যেনে নিবেন যে সেই সম্পর্কে আগে থেকে কোনো টপিক ওথবা পোস্ট আছে কি না। তার পর করবেন।

ধন্যবাদ
আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন।জুনিয়র মেম্বার গুলা যখন টপিক তৈরি করবে তাদেরকে নেগেটিভ কার দেওয়ার আগে একবার সতর্ক করে দেয়া উচিত। সবাইকেই নেগেটিভ কারমা দেওয়ার আগে সতর্ক করে দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ একজনের টপিক একটু খারাপ হতে পারে হয়তো তার এই সম্পর্কে কোন জ্ঞান নেই। তাই বলে তাকে নেগেটিভ কারমা দেওয়া যাবে না আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। টপিকঃ তৈরি করার আগে টপিক সম্পর্কে ভালোভাবে জানতে হবে এই বিষয়ে মন্তব্য করবেন পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়ে টপিক তৈরি করতে হবে।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: babu10 on November 29, 2020, 11:55:53 AM
আসলে এখানে নতুন অনেকে মনে করে আসলাম আর একটা কিছু লিখে চলে গেলাম। ফোরামটা আসলে তা নয় এখানে জানার অনেক বিষয় আছে আবার অন্যকে জানানোরও অনেক বিষয় আছে এককথায় তথ্যের আদান প্রদান। তাই এখানে যারা নতুন আসবেন বা সিনিয়র মেম্বার হয়েছেন তাদের অবশ্যই একটা দায়িত্ব আছে এই বোর্ডটাকে আরো উন্নত করার যার ফলে আমরাও অন্যদের সাথে সমান তালে  টেক্কা দিতে পারব।

ধন্যবাদ।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Magepai on December 15, 2020, 02:33:24 PM
আসলে এখানে নতুন অনেকে মনে করে আসলাম আর একটা কিছু লিখে চলে গেলাম। ফোরামটা আসলে তা নয় এখানে জানার অনেক বিষয় আছে আবার অন্যকে জানানোরও অনেক বিষয় আছে এককথায় তথ্যের আদান প্রদান। তাই এখানে যারা নতুন আসবেন বা সিনিয়র মেম্বার হয়েছেন তাদের অবশ্যই একটা দায়িত্ব আছে এই বোর্ডটাকে আরো উন্নত করার যার ফলে আমরাও অন্যদের সাথে সমান তালে  টেক্কা দিতে পারব।

ধন্যবাদ।

হ্যাঁ আপনি ঠিক বলেছেন আসলেই ফোরাম কে এগিয়ে নিয়ে যেতে হলে সিনিয়র মেম্বার যারা আছে এবং জুনিয়র মেম্বার এবং একদমই নিউ ভাই যারা আছে সকলের হেল্প লাগবে। একে অপরের সহযোগিতা থাকলে অবশ্যই সম্ভব এই ফোরামকে বিটকয়েন ফোরামের থেকে মত জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Tamsialu$$ on December 17, 2020, 01:20:11 AM
আমাদের এই ফোরামে যে ভাইটি মডারেটরের দায়িত্ব পালন করছে আসলে তার মত মোডারেটর খুঁজে পাওয়াটা দুষ্কার্য। তিনি সব সময় লক্ষ্য রাখছেন কে কিভাবে পোস্ট করে এবং পোষ্টের মান একটু খারাপ হলে তাকে সাথে সাথে বলে দেয় আপনি এভাবে পোস্ট করবেন না। কিন্তু বিটকয়েনে আসলে এরকম মন মানসিকতা নেই কারো। তাই মোডারেটর ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Expert on December 17, 2020, 01:30:55 AM
ভালো মানের পোস্ট, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের বাঙালি সম্প্রদায়কে বিশ্বের উন্নত স্থানে জায়গা দিতে পারে। আমাদের বাংলাভাষীদের জন্য সুন্দর একটি সেকশন রয়েছে। তাই আমাদের গুরুত্ব টা বোঝা উচিত। আমি মনে করি সার্বিক দিক বিবেচনা করে সিনিয়রদের সাজেশন গুলো মেনে চলা উচিত।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Cz Rock on December 17, 2020, 03:02:56 AM
আমি এই ফোরামের নতুন সদস্য হওয়ার কারণে সঠিকভাবে সঠিক মন্তব্য দিন সমস্যা হয়। এর জন্য কোন ভুল মন্তব্য হলে আমাকে ক্ষমা করবেন। ক্রিপ্টোকারেন্সি জগতটা একদম ভিন্নজগৎ, কখন কি হয়ে যায় কেউ সঠিকভাবে বলা তো দূরের কথা চিন্তা করতে হবে পারেনা। কখন কোন ক্রিপ্টোকারেন্সি কোথা থেকে কোথায় পৌঁছায় এটা বলা একদম দুষ্কর।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Bad leyar on December 17, 2020, 03:09:30 AM
ভাই আমি এখানকার নতুন একজন সদস্য তাই আপনার পোস্টটি আমি মনোযোগ সহকারে পড়েছি পরে জানতে পেরেছি এবং শিখতে পেরেছি ক্রিপ্টোকারেন্সি জগত সম্পর্কে আমার তেমন ধারনা ছিলো না আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি অনেকটা ধারণা পেয়েছি তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আমরা জুনিয়ার তাই আমরা চেষ্টা করব সিনিয়রদের কথা মেনে চলার।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Irfan12@ on December 17, 2020, 03:57:33 AM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।

আপনি আমাকে একটু দয়া করে বলবেন কীভাবে পোস্ট করলে পজিটিভ কারমা পাওয়া যাবে।
ভাই আমি একজন ছোট সিজার সেইজন্যে এ সম্পর্কে ভালো জানিনা এবং বুঝিনা তবে আমি যতোটুকু জানি আমার মনে হয় ভালো মানের ক্রিপ্টো রিলেটেড পোস্ট করলেই + কারমা পাওয়া যাবে।আশা করি বুজতে পারছেন। 
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Damrai5$ on December 17, 2020, 06:04:39 AM
অবশ্য আমরা জানি ফোরামের রুলস গুলি মেনে না চললে এবং পোস্ট এর মান ভালো না হলে তাহলে অবশ্যই নেগেটিভ কারমা পাবে।আর সব দিকে লক্ষ করে যদি কেউ পোস্ট করে তাহলে দেখা যাবে সে কখনো নেগেটিভ কারমা পাবেনা। কারমা পেতে হলে অবশ্যই ভাল পোস্ট করতে হবে।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Damrai5$ on December 17, 2020, 06:06:41 AM
আমাদের এই ফোরামে যে ভাইটি মডারেটরের দায়িত্ব পালন করছে আসলে তার মত মোডারেটর খুঁজে পাওয়াটা দুষ্কার্য। তিনি সব সময় লক্ষ্য রাখছেন কে কিভাবে পোস্ট করে এবং পোষ্টের মান একটু খারাপ হলে তাকে সাথে সাথে বলে দেয় আপনি এভাবে পোস্ট করবেন না। কিন্তু বিটকয়েনে আসলে এরকম মন মানসিকতা নেই কারো। তাই মোডারেটর ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল।

হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন আসলে আমাদের এই ফোরামের মডারেটর ভাই তিনি অনেক ভালো। জুনিয়র মেম্বাররা কিভাবে সাহায্য সহযোগিতা পাবে সে সবসময়ই সেই কথা চিন্তা ভাবনা করছে। এবং অনেক জুনিয়ার মেম্বার রয়েছে যারা এক্সচেঞ্জ করতে পারে না সে কিন্তু তাদের এক্সচেঞ্জ করে দেবে।সবদিকে বিবেচনা করলে আমরা বলতে পারি আমাদের বাংলা ফোরামের মডারেটর দিনে একজন ফুলফিল পূর্ণ মানুষ।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Rony on December 17, 2020, 01:15:52 PM
অনেক ফোরাম আছে যেগুলো বেশিরভাগ সময় স্পাম করে থাকে। এই স্পাম কিসের জন্য হয়ে থাকে। স্পাম থেকে মুক্তি পাওয়ার কোন উপায় আছে কি। কোন সিনিয়র ভাই যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু দয়া করে বলবেন।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Apower$ on December 17, 2020, 01:46:02 PM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।
আপনি তো মোডারেটর। আপনাকে একটু শক্ত হতে হবে। যেসব টপিকগুলো অহেতুক খোলা হইছে। অথবা অযৌক্তিক সেগুলা লক করে দিন। তাহলেই সবাই সতর্ক হবে।

হ্যাঁ JISAN ভাই আপনি একদম ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত। কারণ যেসব টপিকগুলো অহেতুক খোলা হয়েছে অথবা আযৌক্তিক সেগুলো লক করে দেওয়াই ভালো। তাহলে এই সবাই সতর্ক হবে। এ বিষয়ে আমাদের মডারেটর ভাইয়ের লক্ষ্য রাখতে হবে।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Angel jara on December 17, 2020, 02:06:18 PM
নিম্নমানের পোস্ট থেকে আমরা বিরত থাকি। মান-সম্পন্ন মানের পোস্ট দেওয়ার চেষ্টা করি যা থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারি। তা না হলে সিনিয়র ভাইদের পোস্ট পড়ে সেখান থেকে কিছু জ্ঞান ধারণ করে মানসম্মত পোস্ট করার চেষ্টা করব।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Niloy on December 17, 2020, 02:35:37 PM
সম্পুর্ন পোস্ট ভালোভাবে পড়ুন তারপর মন্তব্য করুন   

আমরা আমাদের জন্য একটি  বাংলা লোকাল বোর্ড পেয়েছি এবং বাংলাদেশী মোডারেটরও পেয়েছি। যা আমরা বিটকয়েনটকে পেয়েছিলাম না। বিটকয়েনটকে বাংলাদেশি লোকাল বোর্ড না থাকায় সেখানে সিগনেচার ক্যম্পেনেে জন্য বাংলা পোস্ট কাউন্ট করে না। বাংলা ভাষা দিয়ে ট্রান্সলেশন  ক্যম্পেনে জয়েন হওয়া যায় না। কিন্তু এখানে আমাদের জন্য সব ধরনের ফ্যসালেটিস আছে৷ আমাদের জন্য এটি একটি + পয়েন্ট। কিন্তু আমরা  বাংলা বোর্ডকে সঠিক ভাবে ব্যবহার করছি না।  সবাই উল্টো পাল্টা পোস্ট করে বাংলা বোর্ড ভাসাইয়া ফেলতেছি।  সবাই   যার যার মতো নতুন নতুন  টপিক খুলে বাংলা বোর্ডের পরিবেশ ও সুন্দর্য দুটই নষ্ট করতেছি। এখানে খোলা ৯০% টপিক / থ্রেড আজাইরা কোনো যুক্তি নেই এগুলা করার। কেও একটা জিনিষ জানার জন্য ১ লাইনের একটা পোস্ট লিখে একটা করে টপিক খুলতেছে৷ এটা কি ভাই। হেল্প নেওয়ার জন্য আগে থেকেই টপিক খোলা আছে সেখানে জেয়ে জিজ্ঞেস করুন আপনি কি জানতে চান৷ এভাবে পোস্ট বাড়ানোর লক্ষ্যে / হেল্প পাওয়ার লক্ষ্যে  নতুন নতুন টপিক খুলেই যাচ্ছেন। সব টপিক একি রকম। এটি বন্ধ করুন

এখন থেকে এরকম চলবে না     

   কোনোরকম হেল্পফুল আথবা নতুন কোনো বিষয়, নিয়াম, নতুন কোনো খবর নিয়ে টপিক খোলা ছাড়া কেও নতুন টপিক খুললেই -কারমা পাবেন।

    টপিক খুললে। সেখানে যে বিষয় নিয়ে পোস্ট করবেন সেই বিষয়টা A 2 z বুঝিয়ে পোস্ট করতে হবে। পোস্ট মিনিমাম ৫-৬ লাইন হতে হবে     

   টপিক খোলার আগে ভালোভাবে যেনে নিবেন যে সেই সম্পর্কে আগে থেকে কোনো টপিক ওথবা পোস্ট আছে কি না। তার পর করবেন।

ধন্যবাদ
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত ।সত্যিই এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার যে আমরা এখানে বাংলা বোর্ড পেয়েছি বাংলা আমাদের মাতৃভাষা সেই মাতৃভাষার উপর আমরা বাংলা বোর্ড পেয়েছি। এই সুযোগটা বিটকয়েন টরকে নাই। তাই আমাদের সবার উচিত ভালো মানসম্মত টপিক তৈরি করে পোস্ট করব যেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Niloy on December 17, 2020, 02:41:21 PM
মানসম্মত পোস্ট ও টপিক ভালো না হলে অবশ্যই সিনিয়ররা নেগেটিভ কারমা দিবেন। কিন্তু আমাদের এই সেকশনে অনেক লোক আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেট অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কিছুই জানেনা কিন্তু তারা যথা পোষ্ট করেই যাচ্ছেন। তাই আমি মনে করি তাদের শুধরানো  উচিত। জুনিয়রদের সুযোগ দেওয়া হবে। কিন্তু সেটা jr. member rank পর্যন্ত। সবাই রুলস গুলো মেনে চলবেন।
অবশ্যই স্যার, আমরা আপনাদের কথাগুলো মেনে চলবো।অযথা রাংক  বাড়ানোর জন্য কোন পোস্ট করব না। শিক্ষামূলক পোষ্ট এবং সেটা অবশ্যই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড হয় সেই ধরনের পোস্ট করব যা থেকে জুনিয়রা অনেক কিছু শিখতে পারে । আপনাকে অনেক ধন্যবাদ স্যার।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Mahindra on December 17, 2020, 03:06:57 PM
সুন্দর একটি পোস্ট করেছেন ভাই আসলে এই ফর্মে আমরা অনেক ভাল ভাল পোস্ট করব এবং সুন্দর সুন্দর টপিক তৈরি করব অবশ্যই সিনিয়র ভাইদের আদেশ নির্দেশ মেনে কাজ করব তাহলে আমরা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো জানতে পারবো।
Title: Re: গুরুত্বপূর্ণ কিছু কথা [ সবার জন্য]
Post by: Jaya60 on December 18, 2020, 11:24:18 PM
আমাদের এই ফোরামে যে ভাইটি মডারেটরের দায়িত্ব পালন করছে আসলে তার মত মোডারেটর খুঁজে পাওয়াটা দুষ্কার্য। তিনি সব সময় লক্ষ্য রাখছেন কে কিভাবে পোস্ট করে এবং পোষ্টের মান একটু খারাপ হলে তাকে সাথে সাথে বলে দেয় আপনি এভাবে পোস্ট করবেন না। কিন্তু বিটকয়েনে আসলে এরকম মন মানসিকতা নেই কারো। তাই মোডারেটর ভাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল।
হ্যাঁ ঠিক বলেছেন আসলে আমাদের এই ফোরামের মডারেটর যিনি রয়েছে তিনি অনেক দায়িত্বশীল একজন মানুষ। তার কারণেই হয়তো আমাদের এই বাংলা সেকশন এতটা এগিয়ে যেতে সম্ভব হয়েছে।তিনি সব সময় সবাইকে সব বুদ্ধি দিয়ে থাকে কিভাবে কি করলে ভালো হবে সে সম্পর্কে তিনি সবসময়ই ফোরামে বলে যাচ্ছে।