Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Magepai on September 23, 2020, 03:25:31 AM

Title: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Magepai on September 23, 2020, 03:25:31 AM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Triedboy on September 24, 2020, 04:55:40 AM
Cryptocurrency e market এর ধর্ম কি হলো ওঠানামা করা। কিন্তু এই কয়েনগুলি যত বেশি কেনাবেচা হবে তত দাম বাড়তে থাকবে। এটা সম্পূর্ণ নির্ভর করে ট্রেডারদের উপর।এখন যদিও ইথার এর দাম একটু কমেছে কিন্তু কিছুদিনের মধ্যেই ইথার এর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আমার বিশ্বাস।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Malam90 on September 24, 2020, 05:09:59 AM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
কথাটা পুরাপুরি ঠিক নয়। বিটকয়েনের দাম বাড়লে যদি সেই কয়েনের বিটিসি পেয়ারে রেট ঠিক থাকে তাহলে ডলার হিসেবে দাম বাড়ে আর যদি বিটিসির দাম বাড়ার কারণে কয়েন বা টোকেনের দাম বিটিসি পেয়ারে কমে ডলারের সাথে ঠিক থাকে তাহলে সেটা শুধু বিটিসি পেয়ারে কম কিন্তু পোর্টফোলিওতে ডলার কমেনা। এছাড়া বিটিসির দাম বাড়লে যদি বিটিসি ও অন্যান্য পেয়ারেও কমে তাহলে পোর্টফোলিওতে দেখবেন ব্যালাঞ্চ কমে গেছে।
গত কয়েকমাস যাবৎ ইথারের দাম সেই ১৬০ ডলার থেকে ৪৮০ ডলারে উঠেছিলো। সেখান থেকে কারেকশান হতে হতে এখন ৩২৫ এ নামছে। আসলে এটাকে আমি কারেকশান বলতে চাইনা কারণ প্রায় ৫০% কমে যাওয়া এটা ডাম্পই বলবো। এর একটা কারণ তো আগে বল্লাম যে-আগে বেড়েছে সেটার ফল স্বরুপ সেল প্রেসার বেড়ে গিয়ে দাম কমতেছে। আরেকটা কারণ হচ্ছে-ইদানিং মানুষ ইথারিয়াম নেটওয়ার্ক এড়িয়ে ট্রোন বা অন্য নেটওয়ার্ক ব্যবহার করতেছে গ্যাস ফির জন্য। ইথারের গ্যাস ফি এখন অনেক বেশি যা আমার মত ইথার ভক্তকেও হতাশ করেছে। আমিও এড়িয়ে চলছি ইথার। এটার একটা নেগেটিভ প্রভাব পড়েছে প্রাইসের উপর।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Nusrat on September 24, 2020, 03:38:35 PM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
বিটকয়েনের দাম বাড়লে ইথেরিয়াম এর দাম কমবে এটা সঠিক কথা না।কারণ বিটকয়েনের দাম যখন বৃদ্ধি পায় তখন ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পায় এবং দুটো একসাথে ওঠানামা করে এটা হল ইনভেস্ট ইনভেস্ট এর কারণে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Em00n01 on September 24, 2020, 05:14:55 PM
এটা স্বাভাবিক। হঠাৎ করে মার্কেট ডাউন হয়ে যাওয়াতে সব কয়েনের দাম কমে গেছে। চিন্তার কিছু নেই মার্কেট রিকভার হলে ইথার আবার আগের প্রয়াসে চলে আসবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: LifeOK on September 24, 2020, 06:15:26 PM
বিটকয়েন এবং ইথার হল আমার পছন্দের দুটি ক্রিপ্টোকারেরেন্সি, বর্তমানে সর্বাধিক ব্যবহুত। আমার অবশ্যই বলতে হবে, এটি কেনার সেরা সময় এখন কেননা আমরা জানি মার্কেটে দাম উঠানামা সাধারণ ব্যাপার। আর কিছু নেগেটিভ দিক আছে যেমন ডিফাই প্রজেক্টের কারণে এথেরিয়াম নেটওয়ার্ক এ অস্বাভাবিক ভিড়, তথাপি নেটওয়ার্ক ফি বর্ধিত হউয়ার দরুন ব্যাবহারকারির অনাগ্রহ। 
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Nusrat on September 24, 2020, 08:53:59 PM
ইথারের দাম কমে যাচ্ছে কারণ বর্তমানে বিটকয়েনের প্রাইস বাড়ছে। বিটকয়েনের দাম উঠানামা করলে তার সাথে ইথারের দাম ওঠানামা করে। এতে চিন্তা করার কোনো কারণ নেই। মার্কেট রিকবার হলে ইথার আবার আগের অবস্থায় পরিণত হবে
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Magepai on September 29, 2020, 07:31:26 PM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
কথাটা পুরাপুরি ঠিক নয়। বিটকয়েনের দাম বাড়লে যদি সেই কয়েনের বিটিসি পেয়ারে রেট ঠিক থাকে তাহলে ডলার হিসেবে দাম বাড়ে আর যদি বিটিসির দাম বাড়ার কারণে কয়েন বা টোকেনের দাম বিটিসি পেয়ারে কমে ডলারের সাথে ঠিক থাকে তাহলে সেটা শুধু বিটিসি পেয়ারে কম কিন্তু পোর্টফোলিওতে ডলার কমেনা। এছাড়া বিটিসির দাম বাড়লে যদি বিটিসি ও অন্যান্য পেয়ারেও কমে তাহলে পোর্টফোলিওতে দেখবেন ব্যালাঞ্চ কমে গেছে।
গত কয়েকমাস যাবৎ ইথারের দাম সেই ১৬০ ডলার থেকে ৪৮০ ডলারে উঠেছিলো। সেখান থেকে কারেকশান হতে হতে এখন ৩২৫ এ নামছে। আসলে এটাকে আমি কারেকশান বলতে চাইনা কারণ প্রায় ৫০% কমে যাওয়া এটা ডাম্পই বলবো। এর একটা কারণ তো আগে বল্লাম যে-আগে বেড়েছে সেটার ফল স্বরুপ সেল প্রেসার বেড়ে গিয়ে দাম কমতেছে। আরেকটা কারণ হচ্ছে-ইদানিং মানুষ ইথারিয়াম নেটওয়ার্ক এড়িয়ে ট্রোন বা অন্য নেটওয়ার্ক ব্যবহার করতেছে গ্যাস ফির জন্য। ইথারের গ্যাস ফি এখন অনেক বেশি যা আমার মত ইথার ভক্তকেও হতাশ করেছে। আমিও এড়িয়ে চলছি ইথার। এটার একটা নেগেটিভ প্রভাব পড়েছে প্রাইসের উপর।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন। আসলে কিসের কারণে দাম উঠানামা করে সুন্দরভাবে বুঝতে পারলাম আপনার পোষ্টটি পড়ে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Magepai on September 29, 2020, 07:36:05 PM
ইথারের দাম কমে যাচ্ছে কারণ বর্তমানে বিটকয়েনের প্রাইস বাড়ছে। বিটকয়েনের দাম উঠানামা করলে তার সাথে ইথারের দাম ওঠানামা করে। এতে চিন্তা করার কোনো কারণ নেই। মার্কেট রিকবার হলে ইথার আবার আগের অবস্থায় পরিণত হবে

আসলে কি বিটকয়েনের দাম বাড়লে ইথার এর দাম কমে যায়। কিন্তু কিছুদিন আগে তো দেখেছি বিটকয়েনের দাম ও বেড়েছে আবার ইথার এর দামও বেড়েছে। কিন্তু আমিতো শুনেছিলাম বিটকয়েনের দাম বাড়লে সব কয়েনের দাম বাড়ে। তাহলে কেন বিটকয়েনের দাম বাড়লে ইথার এর দাম কমে যাবে। দয়া করে একটু বলবেন।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Greatwall on October 13, 2020, 08:38:52 PM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।

এই ফোরামের কয়েক দিনের অভিজ্ঞতা বলতে চাই । আমার মনে হয় যে কয়েন এর উপর যত ইনভেষ্ট করা হবে সেই কয়েনের মূল্য তত তাড়াতাড়ি বৃদ্ধি পাবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Rakin343 on October 15, 2020, 07:33:19 AM
আসলে বিভিন্ন কারণে ইথেরিয়াম এর দাম হঠাৎ করে কমে যায়। যেমন কোন দেশ যদি একটা খারাপ নিউজ দেয় মার্কেট সম্পর্কে তাহলে তাহলে মার্কেট অনেকটাই কমে যায়। আবার বিভিন্ন ইনভেস্টর এর কারণে মার্কেট অনেক সময় কমে যায় কারণ তারা কম দামে buy-sell করলে মার্কেট এমনিতেও কমে যায়। এছাড়াও আরো ভিন্ন ভিন্ন কারণ রয়েছে যেগুলো মার্কেট করার জন্য দায়ী কিন্তু সেগুলো আমরা জানি না।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Psycho on October 15, 2020, 07:36:59 AM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
ভাই আমার জানা মতে ইথার এর দাম কমার কারণ অনেক বড় বড় বিনিয়োগকারীরা মার্কেট ছেড়ে চলে যাচ্ছে তাই তার দাম কমে যাচ্ছে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Greatwall on October 15, 2020, 12:47:21 PM
আসলে বিভিন্ন কারণে ইথেরিয়াম এর দাম হঠাৎ করে কমে যায়। যেমন কোন দেশ যদি একটা খারাপ নিউজ দেয় মার্কেট সম্পর্কে তাহলে তাহলে মার্কেট অনেকটাই কমে যায়। আবার বিভিন্ন ইনভেস্টর এর কারণে মার্কেট অনেক সময় কমে যায় কারণ তারা কম দামে buy-sell করলে মার্কেট এমনিতেও কমে যায়। এছাড়াও আরো ভিন্ন ভিন্ন কারণ রয়েছে যেগুলো মার্কেট করার জন্য দায়ী কিন্তু সেগুলো আমরা জানি না।

আপনার মূল্যবান পোষ্টটি পড়ে পুরোপুরি বুঝতে পেরেছি যে মার্কেট উঠানামা করে কিসের কারণে। অসংখ্য ধন্যবাদ আপনাকে কারণ আপনার পোষ্টটি পড়ে পুরোপুরি বুঝতে পেরেছি কিভাবে আসলে দাম উঠানামা করে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Power420 on October 15, 2020, 02:05:39 PM
হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারণ হলো ডেফি প্রজেক্ট করার এর দাম কমে যাচ্ছে। ভবিষ্যতে ইথেরিয়াম এর দাম রাতারাতি বৃদ্ধি পাবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: saidul2105 on October 15, 2020, 03:35:31 PM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
   বিটকয়েনের দাম বাড়ার পরেও ইথারের দাম দিন দিন কমতেছে। আমার মনে হচ্ছে ডেফি প্রোজেক্টের কারণে এ রকম হতে পারে।  আবার বড় বড় বিনিয়োগকারিরা মারকেট ছেড়ে চলে     যাওয়ার জন্য এ রকম হতে পারে বলেআমার মনে হচ্ছে।  তবে আমি আশাবাদী    যে খুব শিগ্রই  আবার  ইথারের দাম বাড়বে।                         
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Malam90 on October 15, 2020, 05:50:35 PM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
   বিটকয়েনের দাম বাড়ার পরেও ইথারের দাম দিন দিন কমতেছে। আমার মনে হচ্ছে ডেফি প্রোজেক্টের কারণে এ রকম হতে পারে।  আবার বড় বড় বিনিয়োগকারিরা মারকেট ছেড়ে চলে     যাওয়ার জন্য এ রকম হতে পারে বলেআমার মনে হচ্ছে।  তবে আমি আশাবাদী    যে খুব শিগ্রই  আবার  ইথারের দাম বাড়বে।                       

দাম কমা বাড়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। ইথারের দাম এখন ৩৭৩ ডলার যেটা গত মাসের তুলনায় কিছুটা কম তবুও খারাপ বলবোনা। ইথারিয়াম ২.০ সামনে লঞ্চ ঠিকমত হলে ট্রানজেকশন ফিও যেমন কমে আসবে আবার ইথারের দামও বাড়বে। তবে ইথারের দাম নিয়ে হতাশ হওয়ার কারণ নেই। সামনে বাড়তে পারার সম্ভাবনাও আছে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: JISAN on October 15, 2020, 06:18:10 PM
ইথার আপডেট হওয়াতে ইথারের যে পরিমান ট্রানজেকশন ফি বাড়ছে তাতে অনেকেই ইথার ব্যবহার করা ছেড়ে দিয়েছে। আর ইথার নেটওয়ার্কেও টোকেন কম লন্স হচ্ছে। তাই ইথারে একটু ইফেক্ট পরেছে।   
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Chita76 on October 16, 2020, 02:48:16 AM
হঠাৎ করে ইথেরিয়াম এর দাম কমে যাওয়ার কারণ হলো DEFI । DEFI প্রজেক্ট আষায় ইনভেস্ট রা এইদিকে সাপোর্ট বেশি করছে এবং ইনভেস্ট করছে যার কারণে ইথেরিয়াম এর দাম কমে যাচ্ছে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Chita76 on October 17, 2020, 02:21:28 AM
কিছুদিন আগে ইথেরিয়াম এর দাম অনেকটাই কম ছিল কিন্তু সেখান থেকে আস্তে আস্তে বেড়েছিল কম অবস্থায় দাম ছিল 83$। এখান থেকে আস্তে আস্তে দাম 390$ বেড়ে উঠেছিল। এটার দাম বাড়ার পেছনে একমাত্র কারণ হল 2.0 এটি কাজ করেছিল যার কারণে ইথিরিয়াম এর দাম বৃদ্ধি পেয়েছিল। আবার পুনরায় ডেফি আশায় ইথার এর দাম আবার কমে যায়।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Apower$ on October 19, 2020, 08:08:11 AM
এই ফোরামে আমি একদমই নতুন দয়া করে সবাই সাহায্য করবেন। যদি কোন ভুল হয়।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Nostoman on October 19, 2020, 08:16:52 AM
এই ফোরামে আমি একদমই নতুন দয়া করে সবাই সাহায্য করবেন। যদি কোন ভুল হয়।
আপনি এখানে নতুন। আপনাকে সিনিয়ররা অবশ্যই সাহায্য করবে। কিন্তু আপনাকে অবশ্যই সিনিয়রদের পোস্ট গুলো পড়তে হবে। এরকম পোস্ট করলে আপনি কিন্তু নেগেটিভ কারমা পাবেন। সিনিয়ররা যদি দেখে তাহলে অবশ্যই নেগেটিভ কারমা দিবে। তাই আপনি পোস্ট গুলো ভালভাবে পড়ুন এবং টপিকের উপর আলোচনা করুন অযথা মন্তব্য করবেন না।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: ranaprime on October 19, 2020, 11:48:56 AM
ডেফি  প্রজেক্ট গুলোতে ইনভেস্ট বেশি হওয়ার কারণে আমি মনে করি ইথারের দাম কিছুটা কমেছে আশা করি আমার আগামীতে এটি ঠিক হয়ে যাবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: ttcsalam on October 19, 2020, 11:55:22 AM
আমি মনে করি মার্কেট উঠা নামা করবে এটাই ধর্ম । তবে অনেক সময় আপডেট নিউজ এর উপর উঠা নামা করে। সে হিসাবে কোন নিউজ আছে কিনা আগে দেখা দরকার । তবে বর্তমান সময়ে ইথিরিয়াম এর গ্যাস ফি বেড়ে যাওয়ার কারনে কিছুটা হলেও জনপ্রিয়তা কমেছে বলে আমি মনে করি । যে কোন ট্রানজেকশন এ 4/5 ডলার পর্যন্ত ফি কাটছে যেটা খুবই দুঃখজনক হান্টার দের জন্য।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Coin63@ on October 19, 2020, 02:52:36 PM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
খুব ভালো মানের একটা কোশ্চেন করেছেন, ইথার এর দাম বাড়বে কিনা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। নভেম্বর এর দিকে ইথেরিয়াম 2.0 লাঞ্চ করলে ইথেরিয়াম এর দাম বাড়তেও পারে আবার কমতেও পারে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Herry on October 19, 2020, 05:19:06 PM
হ্যা ভাই আপনি বলছেন যে বিটকয়েনের দাম বৃদ্ধিপেলে  সব কয়েনের দামি বৃদ্ধি পেতে থাকে। বিটকয়েনকে বলা হয়ে থাকে সকল কয়েনের রাজা,, আর রাজা কয়েনের দাম বৃদ্ধিপেলে তো সব কয়েনের দাম বাড়াটা স্বাভাবিক,,, অন্যদিকে ইথিরিয়াম হলো ২নং পজিশনের একটা খুবই জনপ্রিয় কয়েন।  সব  সময় দেখা যায় বিটকয়েনের দাম বৃদ্ধির সাথে সাথে ইথিরিয়াম এর দামও বৃদ্ধি পায় তবে হঠাৎ করে ইথিরিয়ামের দাম কমার মূল কারন কি আমি সেটা সঠিক জানি না তবে এই ফরমের সিনিয়র ভাইয়া রা মনে হয় জানতে পারেন,,, যদি কোনো ভাই জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন,,     
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: sky20 on October 19, 2020, 06:41:29 PM
আমার মনে হয় টিভি প্রজেক্টগুলো যদি বিনিয়োগকারীদেরউৎসাহিত না করতো তাহলে ইথার এর দাম কমত না কারণ বর্তমানে ডেফি প্রজেক্টগুলোর প্রতি বিনিয়োগকারীদের এতটা আগ্রহ যে তারা ইথার থেকে টাকা সংগ্রহ করে সেটা আবার ডেফিতে বিনিয়োগ করছে আমার মনে হয় সেজন্যই ইথারের দাম বাড়ছে না।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Coin63@ on October 19, 2020, 06:47:07 PM
হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারণ হলো ডেফি প্রজেক্ট করার এর দাম কমে যাচ্ছে। ভবিষ্যতে ইথেরিয়াম এর দাম রাতারাতি বৃদ্ধি পাবে।
ইথেরিয়াম এর দাম কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হলো ইথেরিয়াম ভিত্তিক সম্পদ গুলো ট্রানস্ফার করতে অতিরিক্ত গ্যাস দিতে হয়। কিছুদিন আগে একটি টোকেন পাঁচ ডলারের সমমূল্যের ট্রানস্ফার করতে 10 ডলার ফ্রী দিতে হবে । এজন্যই ইনভেস্টর ও ট্রেডার্স কিছুটা সাময়িক বিরতি নিয়েছে। যাহোক ইথেরিয়াম এর দাম নতুন বছরে আবার বৃদ্ধি পাবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: sky20 on October 21, 2020, 12:26:47 PM
Cryptocurrency e market এর ধর্ম কি হলো ওঠানামা করা। কিন্তু এই কয়েনগুলি যত বেশি কেনাবেচা হবে তত দাম বাড়তে থাকবে। এটা সম্পূর্ণ নির্ভর করে ট্রেডারদের উপর।এখন যদিও ইথার এর দাম একটু কমেছে কিন্তু কিছুদিনের মধ্যেই ইথার এর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আমার বিশ্বাস।
আমি আপনার সাথে সম্পূর্ন একমত দিচ্ছি। এর বাইরে আর কিছু বলার নেই এই বিষয়ের উপর।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Fawpac2 on October 21, 2020, 12:40:40 PM
বর্তমানে মার্কেটে কোন অ্যাপ ডাউন এর উপরে চলেছে। কোন সময় কি হয় এটা বোঝা যাচ্ছে না। একটু বাড়লে আবার কমে। আবার এটাই হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ধর্ম।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Goblin on October 22, 2020, 01:00:01 PM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
আর কোনদিন ইথার এর দাম বাড়বে না এটা একদমই ভুল কথা ভাই। ইথার এর দাম বাড়বে কিছুদিন সময় লাগবে। মার্কেট সব সময় আপডাউন করে। সেই জন্য ইথার এর দাম কমে গেছে। আপডাউন করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ধর্ম।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Jaya60 on November 14, 2020, 01:14:32 AM
আমরা সব সময় লক্ষ্য করি ক্রিপ্টোকারেন্সি মার্কেট এ দেখা যায় এইসময় হঠাত করেই কোন কয়েন পাম্প করছে আবার হঠাৎ করেই কোন কয়েন অনেক নিচের দিকে নেমে যাচ্ছে। কিন্তু ইথেরিয়াম এর দাম কিন্তু মোটামুটি ভালই আছে কিন্তু2020 সালের শেষের দিকে ইট্রিয়াম এর দাম 500 থেকে 700 ডলার মধ্যে অবস্থান করবে এটা আমার দীর্ঘ বিশ্বাস।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Jaya60 on November 14, 2020, 01:19:22 AM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
   বিটকয়েনের দাম বাড়ার পরেও ইথারের দাম দিন দিন কমতেছে। আমার মনে হচ্ছে ডেফি প্রোজেক্টের কারণে এ রকম হতে পারে।  আবার বড় বড় বিনিয়োগকারিরা মারকেট ছেড়ে চলে     যাওয়ার জন্য এ রকম হতে পারে বলেআমার মনে হচ্ছে।  তবে আমি আশাবাদী    যে খুব শিগ্রই  আবার  ইথারের দাম বাড়বে।                       

আপনি যে কথাটি বলেছেন DeFi project এর কারণে হয়তোবা ইথেরিয়াম এর দাম কমেছে।আমারও তাই মনে হয় যে আজকাল সবথেকে বেশি মানুষ এই প্রজেক্ট এর দিকে চলে যাচ্ছে। তার কারণে ব্যাহত হতে পারে। কিন্তু আবার অন্য কারণ থাকতে পারে। সেটা আমার সঠিক ধারণা নেই।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: sky20 on November 14, 2020, 04:47:26 AM
আজ কে ইথারের দাম বেড়ে গেছে। আজ ইথারের দাম হয়েছে 518 ডলার যা আগের দিনের চেয়ে শতকরা 2 শতাংশ বৃদ্ধি পেয়েছে। 500 উপরে উঠছে মানে এখন এটি বাড়বে আমার মনে হয়।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Pitter on November 16, 2020, 04:17:09 AM
আজকের দাম অনুযাযী ইথার প্রাইস হল 507 ডলার যা আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। সো ইথারের দাম কমেনি বরং বেড়েছে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: sky20 on November 16, 2020, 05:17:17 AM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
বেশকিছু দিন আগে ইথারের দাম কম থাকলেও বর্তমানে কিন্তু ইথারের দাম খুব ভাল পর্যায়ে আছে। আজকে ইথারের দাম রয়েছে 503 ডলার।  এটি অবশ্যেই একটি ভাল দাম এবং ভিবিষ্যতেও এটি আরও ভাল পর্যায়ে যাবে আমি মনে করি।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Kangaro45 on November 16, 2020, 06:16:19 AM
ক্রিপ্টোকারেন্সিতে যেকোনো কয়েনের দাম যেকোনো সময় কমতে ও বাড়তে পারে কিপটে মার্কেট কখনো স্থির থাকেনা। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ধর্মই এটা।তাই ইথারের দাম ওঠানামা করে ।কিছুদিন আগেই ইথারের দাম কম থাকলেও বর্তমানে দাম অনেকটা বেড়েছে এখন ইথার এর  দাম 450 ডলার।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Lutera94 on November 16, 2020, 07:21:09 AM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
এটা ভাই সভাবিক প্রক্রিয়া, ক্রিপ্টো মানেই আপ্স এন্ড ডাউন। তবে বিটকয়েন বাড়লেও ইথার বাড়েনি এটা সত্য হলেও ইথার কিন্তু ধীরে ধীরে ঠিক ই বাড়ছে। সামনে আপডেট হলে ইথার অনেক বাড়িবে তখন হয়তো বিটকয়েন ইথারের মত না ও বাড়তে পারে। এটাই ক্রিপ্টো ভাই
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: kulkhan on November 16, 2020, 02:30:59 PM
আমি মনে করি ইথারের দাম কমার বিশেষ কোন কারণ নেই। দাম বাড়বে দাম কমবে এটাই ক্রিপ্টোকারেন্সির ধর্ম। আর এটা সাময়িক আশাকরি এটা দ্রুত ইউটারন করবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: mahid on November 16, 2020, 05:16:44 PM
বর্তমানে ইথার একটি স্ট্যাবল পর্যায়ে আছে। আমি মনে করি এটি খুব দ্রুত আগাবে তবে অবশ্যই ইথার 2.0 চালু হওয়ার পর। এর আগে কোন ভাবেই সম্ভব না। যতদুর জানি আগামি ডিসেম্বর এর 1 তারিখ ইথার 2.0 চালু হতে পারে। তারপর আশা করা যাচ্ছে যে ইথারের দাম বৃদ্ধি পাবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Pitter on November 17, 2020, 03:44:18 AM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
এখন ইথারের দাম কমছে না বরং বাড়ছে। আজ কে পর্যন্ত ইথারের দাম 500 ডলারের মত হয়েছে। ভবিষ্যতেও এটি আরও বাড়বে বলে আমি মনে করি।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Primo1760 on November 17, 2020, 04:43:25 PM
কিছুদিন আগে ইথিরিয়াম দোকানের দাম কম ছিল কিন্তু তা আবার বাড়তে শুরু করে ছে । এই ইথেরিয়াম টোকেন এর দাম বর্তমানে বৃদ্ধি পেয়ে চলেছে আমার আশা করি ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Markuri33 on November 17, 2020, 05:02:45 PM
এক সময় দেখা গিয়েছিল ইথার এর দাম হঠাৎ করে বাড়িতে গিয়ে আবার কমে গিয়েছিল। ক্রিপ্টোকারেন্সি তে এরকম ঘটনা অহরহ ঘটে থাকে হঠাৎ করে দেখা যাচ্ছে একটা টিনের দাম বেড়ে যাচ্ছে আবার কিছুদিন পরে আবার কমে যাচ্ছে। তো আমরা সবাই জানি বিটকয়েন হচ্ছে সকল কয়েনের রাজা এবং তার পরের স্থানটি ইথেরিয়াম।তাই আমি মনে করি বিটকয়েন যে হারে বৃদ্ধি পাচ্ছে ইথিরিয়াম এর দাম খুবই তাড়াতাড়ি অনেক বৃদ্ধি পাবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: salukhe on November 18, 2020, 01:29:04 PM
সকল কয়েনের দাম ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উঠানামা করে। কোন কয়েনের দাম স্থির নয়। সকল কয়েনের দামি উঠানামা করে। এখন না এই তারের দাম কমছে আবার হুট করে বাড়তেও পারে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Ak600 on November 18, 2020, 06:05:56 PM
ইথারের দাম কমে যাচ্ছে কারণ বর্তমানে বিটকয়েনের প্রাইস বাড়ছে। বিটকয়েনের দাম উঠানামা করলে তার সাথে ইথারের দাম ওঠানামা করে। এতে চিন্তা করার কোনো কারণ নেই। মার্কেট রিকবার হলে ইথার আবার আগের অবস্থায় পরিণত হবে
জি ভাই আপনার কথাগুলো রাইট কারণ বর্তমান বিটকয়েনের প্রাইস বাড়ছে অথবা ওঠানামা করছে তাই তেলের দাম একটু নিচে নেমেছে
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Jackson on November 18, 2020, 06:20:11 PM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
কথাটা পুরাপুরি ঠিক নয়। বিটকয়েনের দাম বাড়লে যদি সেই কয়েনের বিটিসি পেয়ারে রেট ঠিক থাকে তাহলে ডলার হিসেবে দাম বাড়ে আর যদি বিটিসির দাম বাড়ার কারণে কয়েন বা টোকেনের দাম বিটিসি পেয়ারে কমে ডলারের সাথে ঠিক থাকে তাহলে সেটা শুধু বিটিসি পেয়ারে কম কিন্তু পোর্টফোলিওতে ডলার কমেনা। এছাড়া বিটিসির দাম বাড়লে যদি বিটিসি ও অন্যান্য পেয়ারেও কমে তাহলে পোর্টফোলিওতে দেখবেন ব্যালাঞ্চ কমে গেছে।
গত কয়েকমাস যাবৎ ইথারের দাম সেই ১৬০ ডলার থেকে ৪৮০ ডলারে উঠেছিলো। সেখান থেকে কারেকশান হতে হতে এখন ৩২৫ এ নামছে। আসলে এটাকে আমি কারেকশান বলতে চাইনা কারণ প্রায় ৫০% কমে যাওয়া এটা ডাম্পই বলবো। এর একটা কারণ তো আগে বল্লাম যে-আগে বেড়েছে সেটার ফল স্বরুপ সেল প্রেসার বেড়ে গিয়ে দাম কমতেছে। আরেকটা কারণ হচ্ছে-ইদানিং মানুষ ইথারিয়াম নেটওয়ার্ক এড়িয়ে ট্রোন বা অন্য নেটওয়ার্ক ব্যবহার করতেছে গ্যাস ফির জন্য। ইথারের গ্যাস ফি এখন অনেক বেশি যা আমার মত ইথার ভক্তকেও হতাশ করেছে। আমিও এড়িয়ে চলছি ইথার। এটার একটা নেগেটিভ প্রভাব পড়েছে প্রাইসের উপর।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ,আমার জানা ছিল না কি কারণে ইথার এর দাম কমে বা বারে | আপনি বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Triedboy on November 25, 2020, 06:12:24 AM
যদিও কিছুদিন আগেই ইথারিয়াম এর দাম কিছুটা কমে ছিল। বর্তমান নেন কিন্তু আবারও থোরিয়ামের প্রাইস অনেক বৃদ্ধি পেয়েছে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Cristiano on November 25, 2020, 06:15:30 AM
বর্তমানে ইথেরিয়াম ভালো পজিশনে আছে। ইতিমধ্যে 600 ডলার পার করে ফেলেছে আশা করা যাচ্ছে সামনে আরো বৃদ্ধি পাবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Ak600 on November 28, 2020, 04:42:15 AM
Cryptocurrency e market এর ধর্ম কি হলো ওঠানামা করা। কিন্তু এই কয়েনগুলি যত বেশি কেনাবেচা হবে তত দাম বাড়তে থাকবে। এটা সম্পূর্ণ নির্ভর করে ট্রেডারদের উপর।এখন যদিও ইথার এর দাম একটু কমেছে কিন্তু কিছুদিনের মধ্যেই ইথার এর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য আপনার জন্য দোয়া রইল এরকম আরো ভালো ভালো পোস্ট করবেন যাতে আমাদের উপকার হয় ধন্যবাদ
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Crypto_Somrat on November 28, 2020, 05:09:12 AM
আজ coinmarketcap.com ভিজিট করে জানতে পারলাম ইথেরিয়াম 510 ডলারের উপরে অবস্থান করছে। ইথেরিয়াম এখনো ঊর্ধ্বমুখী কিন্তু খুব ধীরগতির। আমার মনে হয় বিটকয়েন এর দাম ওঠানামার সাথে ইথেরিয়াম এর সম্পর্ক রয়েছে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে অনেক ভালো পজিশনে যাবে ইথিরিয়াম।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Mrkadir85 on November 28, 2020, 05:36:32 AM
ক্রিপ্টোকারেন্সি তে কোন কয়েনের দাম বৃদ্ধি বা হ্রাস হবে এটা অস্বাভাবিক কিছু নয় স্বাভাবিক ঘটনা। কারণ ক্রিপ্টোকারেন্সির ধর্মই এটা। ইথেরিয়াম এর দাম কিছুটা কমলেও কিছুদিনের মধ্যেই মার্কেট আবার রিকভার করবে এবং ইথার এর দাম আবার পাম্প করবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Bony11 on November 28, 2020, 07:24:53 AM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
কথাটা পুরাপুরি ঠিক নয়। বিটকয়েনের দাম বাড়লে যদি সেই কয়েনের বিটিসি পেয়ারে রেট ঠিক থাকে তাহলে ডলার হিসেবে দাম বাড়ে আর যদি বিটিসির দাম বাড়ার কারণে কয়েন বা টোকেনের দাম বিটিসি পেয়ারে কমে ডলারের সাথে ঠিক থাকে তাহলে সেটা শুধু বিটিসি পেয়ারে কম কিন্তু পোর্টফোলিওতে ডলার কমেনা। এছাড়া বিটিসির দাম বাড়লে যদি বিটিসি ও অন্যান্য পেয়ারেও কমে তাহলে পোর্টফোলিওতে দেখবেন ব্যালাঞ্চ কমে গেছে।
গত কয়েকমাস যাবৎ ইথারের দাম সেই ১৬০ ডলার থেকে ৪৮০ ডলারে উঠেছিলো। সেখান থেকে কারেকশান হতে হতে এখন ৩২৫ এ নামছে। আসলে এটাকে আমি কারেকশান বলতে চাইনা কারণ প্রায় ৫০% কমে যাওয়া এটা ডাম্পই বলবো। এর একটা কারণ তো আগে বল্লাম যে-আগে বেড়েছে সেটার ফল স্বরুপ সেল প্রেসার বেড়ে গিয়ে দাম কমতেছে। আরেকটা কারণ হচ্ছে-ইদানিং মানুষ ইথারিয়াম নেটওয়ার্ক এড়িয়ে ট্রোন বা অন্য নেটওয়ার্ক ব্যবহার করতেছে গ্যাস ফির জন্য। ইথারের গ্যাস ফি এখন অনেক বেশি যা আমার মত ইথার ভক্তকেও হতাশ করেছে। আমিও এড়িয়ে চলছি ইথার। এটার একটা নেগেটিভ প্রভাব পড়েছে প্রাইসের উপর।
Malam90 ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোষ্টটা পড়ে অনেক ভালো লাগলো।আপনার পোষ্টটা পড়ে আমি বিটকয়েন ও ইথার মার্কেট সর্ম্পকে জানতে পাড়লাম।আমরা যারা নতুনরা আছি পোষ্টটা পড়ে অনেক উপকৃত হলাম।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: mahid on November 28, 2020, 07:32:22 AM
আমি এই বিষয়ে তেমন বলতে পাড়ছি না কেন দাম কমছে। ইখার বেশ কয়েকদিন ভাল রান করেছিল। যারা ইথারের ইনভেষ্টার আছে তারা ধারনা করে রেখেছিল যে এর দাম একটানা বাড়বে এবং 1000 ডলার অবশ্যই ক্রস করবে বিটিসি যেভাবে বাড়ছে ঠিক সেই ভাবে এটিও বাড়ছে। তবে হঠাৎ করে দাম কমে গেল কি জন্যে তা বুঝতে পারছিনা কেউ বর্তমানে কেন দাম কমল তার কারন সম্পর্কে জানেন তাহলে শেয়ার করুন।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: XM8 on November 28, 2020, 02:59:00 PM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।
এই ফোরামে আমি অনেকটাই নতুন তারপরে যতটুকু জানি কয়েন তত কেনা বেচা হবে কয়েন এর চাহিদা ততই বৃদ্ধি পাবে এবং কয়েনের দাম বাড়বে। তাই আমার এ ক্ষুদ্র জ্ঞানী মনে হয়  ইথারিয়াম এর দাম আবারও বাড়তে পারে এ বিষয়ে সিনিয়রভাইদের মতামত কি।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Ak600 on November 28, 2020, 03:33:42 PM
বিটকয়েন এবং ইথার হল আমার পছন্দের দুটি ক্রিপ্টোকারেরেন্সি, বর্তমানে সর্বাধিক ব্যবহুত। আমার অবশ্যই বলতে হবে, এটি কেনার সেরা সময় এখন কেননা আমরা জানি মার্কেটে দাম উঠানামা সাধারণ ব্যাপার। আর কিছু নেগেটিভ দিক আছে যেমন ডিফাই প্রজেক্টের কারণে এথেরিয়াম নেটওয়ার্ক এ অস্বাভাবিক ভিড়, তথাপি নেটওয়ার্ক ফি বর্ধিত হউয়ার দরুন ব্যাবহারকারির অনাগ্রহ।
ধন্যবাদ ভাই আপনার কাছ থেকে অনেক কিছু শেখা হল। কারণ এ সম্পর্কে আপনি সুন্দর একটি গাইডলাইন দিয়েছে
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: warhero on November 29, 2020, 01:56:10 AM
আসলে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে গিয়েছে এটা সঠিক ভাবে বলার কোনো উপায় নেই।তবে ধারণা করা যাচ্ছে বিটকয়েনের দাম কমে যাওয়াতেই তারের দাম কমে যাচ্ছে।আবার যখন বিটকয়েনের দাম বাড়তে শুরু করবে তখন ইথার সহ সকল টোকেনের দামি কমবেশি বাড়তে শুরু করবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Linda78 on November 29, 2020, 04:59:03 AM
ক্রিপ্টোকারেন্সির ধর্মই হলো ওঠানামা করা। কোয়েন যত কেনাবেচা হবে তার ওপর ভিত্তি করে ক্রিপ্টোকারেন্সি দাম বাড়বে। ইথার এর মূল্য বর্তমানে 510 ইথারের ইনভেস্টর আছে তারা ধারণা করছে যে একসময় ইথার এর মূল্য 1000 পার করবে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে ইথার এর মূল্য অনেক বৃদ্ধি পাবে। আমরা সবাই জানি বিটকয়েনের দাম শীর্ষে এবং দ্বিতীয় অবস্থানে আছে ইথার। আমরা আরো আশা করতে পারি যে 2021 সালের ভিতর ইথার এর মূল্য 1000 পার করবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Salauddin on November 29, 2020, 05:13:17 AM
হঠাত করে ইথারিয়াম এর দাআম কমে গেছে কারন কিছু নেগেটিভ নিউজ হইছে আর মার্কেট কিছুটা কারেকশন ও করছে আমার মনে হয় এই কারনেই দাম কিছুটা কমে যাচ্ছে, চিন্তার কোনো কারন নাই কিছুদিনের মধ্যেই আবার আগের জায়গাতে চলে যাবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: kulkhan on November 29, 2020, 09:22:47 AM
আমি মনে করি না যে ইথারিয়াম এর মূল্য হটাৎ করে কমেছে। ক্রিপ্টোকারেন্সির মূল আপ ডাউন করবে এটাই স্বাভাবিক। কিছু দিন ধরে লক্ষ করছি ইথারের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এখন কিছুটা কমেছে। এটা আবার খুব দ্রুত ব্যাক করবে বলে আমি মনেকরি। আর একটা জিনিস আমরা দেখতে পাই সেটা হল, বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেলে সব কয়েনের মূল্য বৃদ্ধি পায় আবার বিটকয়েনের মূল্য কমে গেলে সব কয়েনের মূল্য কমে যায়। এখন যেহেতু বিটকয়েনের দাম কম তাই ইথারের দাম ও কমতে পারে এটাই স্বাভাবিক বলে আমি মনেকরি।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Cz Rock on December 18, 2020, 12:38:12 PM
আমি যতদূর জানি ইথারিয়াম এর মূল্য মোটামুটি ভালো। কিছুদিন আগে ইথারিয়াম এর মূল্য হঠাৎ করে কমে গিয়েছিল। ইথারিয়াম হল ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি বাজারের মূল্য আপডাউন করবে এটাই স্বাভাবিক।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Crypto_Somrat on December 18, 2020, 12:47:48 PM
অনেকেরই ধারণা ছিল 2020 সালের শেষের দিকে ইথেরিয়াম 600 থেকে 700 ডলার এ হিট করতে পারে। এখন সেটাই দেখা যাচ্ছে Coinmarketcap.com ভিজিট করে জানতে পারলাম আজ ইথেরিয়াম এর অবস্থান 650 ডলার। বলাই যায় মোটামুটি ভালো পজিশনে রয়েছে ইথেরিয়াম। এভাবে চলতে থাকলে 2020 সাল থাকতে ইথেরিয়াম 700 ডলার এ হিট করতে পারে। ইথেরিয়াম এর মুভমেন্ট বর্তমানে খুব ভালো লক্ষ করা যাচ্ছে। আশা করা যাচ্ছে 2021 সালের শুরু থেকেই ইথেরিয়াম 1000 ডলারের উপরে অবস্থান করবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Perfect540 on December 18, 2020, 12:51:32 PM
প্রতিনিয়ত ইথার এর দাম বৃদ্ধি পাচ্ছে। সেইসাথে বিক্রি করছে জনপ্রিয়তা। আরো 2021 সালে অনেক বেশি বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Princeraju on December 18, 2020, 01:04:49 PM
এবছর মার্কেটের অবস্থা অনেকটাই ভালো হয়েছে। 2019 সালে ক্রিপ্টোকারেন্সি খুব একটা ভালো ছিল না। কিন্তু বর্তমানে অনেক বেশি উন্নতি লাভ করেছে। ভবিষ্যতে আরো ভালো হবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Tamsialu$$ on December 19, 2020, 03:36:47 PM
ইথারিয়াম এর প্রাইস হয়তো অনেকটা কমে গিয়েছিল কিন্তু এখন কিন্তু আবারও দাম বৃদ্ধি পেয়েছে। ইতি নামের প্রাইস 660 ডলারের উপর রাখলাম আস্তে আস্তে ধীরে আমের প্রাইস আরো বৃদ্ধি পাবে। আমার বিশ্বাস ইথেরিয়াম এর প্রাইস আর কমবে না।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Tunir Baap on December 19, 2020, 03:49:55 PM
এ বিষয়টা আমার খুব একটা ভাল ধারণা নেই আমি কয়েকদিন সিনিয়র ভাইয়ের পোস্টগুলো ভাল হয়ে পড়েছিলাম সেখানে আমি জানতে চেয়েছিলাম যে বিটকয়েনের দাম বৃদ্ধি বা কমা এর প্রভাব অন্যান্য কয়েন মার্কেটে পরে অর্থাৎ বিটকয়েনের দাম বৃদ্ধি পায় তাহলে অন্য সকল কয়েনের দাম বৃদ্ধি পায় আবার যদি বিটকয়েনের দাম কমে যায় তাহলে অন্য সকল কয়েনের দাম কমে যায় কিন্তু আপনি এখানে বলেছেন যে বিটকয়েনের দাম বৃদ্ধির সাথে সাথে এর দাম কমে যাচ্ছে এ বিষয়টি আমি আপনাকে কিছু সাহায্য করতে পারব না । আশাকরি ফোরামের সিনিয়র ভাইরা এ ব্যাপারে আপনাকে সাহায্য করবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Jaya60 on December 26, 2020, 12:59:53 AM
দুশ্চিন্তা করার কোন কারণ নেই ইতি নামের প্রাইস যদিও অল্প কিছুটা কমে গিয়েছিল আবারো দেখলাম প্রাইস বৃদ্ধি পাচ্ছে। অনেকের ধারণা করেছিল ক্রিসমাস ডে এর জন্য কিছুটা প্রাইস কমতে পারে আবার ক্রিসমাস ডে শেষ হয়ে গেলে পুনরায় প্রাইস বৃদ্ধি পাবে। ক্রিসমাস ডে শেষ হতে না হতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেটের ভালো প্রভাব পড়েছে বিটকয়েনের দাম অনেক বৃদ্ধি পেয়েছে সে সাথে সাথে ফ্রী আমের প্রাইস বৃদ্ধি পেতে চলছে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Mayajal on December 26, 2020, 02:55:12 AM
যদিও এটা অনেকদিন আগের পোস্ট তখন ইথিরিয়াম এর দাম অনেকটাই কম ছিল কিন্তু বর্তমানে ইথেরিয়াম কয়েনের দাম 672 ডলারের উপরে। সামনে ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Kangaro45 on December 26, 2020, 06:41:25 AM
বিটকয়েন হচ্ছে পৃথিবীর প্রথম ও সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক মুদ্রা। বিটকয়েনের দাম কয়েকদিন কিছুটা কমলেও আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। মার্কেটের অবস্থা মনে হচ্ছে দাম 30 হাজার ডলার স্পর্শ করবেন বর্তমানে বিটকয়েনের দাম প্রায় 25 হাজার ডলার।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Mahindra on December 26, 2020, 07:24:19 AM
আমি এই সম্পর্কে খুব একটা অভিজ্ঞ নই আমি যেটা ভাবি সেটা হল ক্রিপ্টোকারেন্সি জগতে মার্কেটগুলোর কয়েনের দাম সব সময় বৃদ্ধি পায় এবং হ্রাস পায় কিছুদিন আগে ইথারিয়াম এর দাম অনেক বৃদ্ধি পেয়েছিল কিন্তু এখন হঠাৎ করে কমে গিয়েছে আমার মনে হয় পিছনে কোন কারণ নেই হয়তো আবার বৃদ্ধি পেতে পারে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Najmul on January 25, 2021, 05:49:16 AM
ক্রিপ্টোকারেন্সি এর ধর্ম হল ওঠানামা করা। এর নাম কোন সময়ে স্থির অবস্থায় থাকেনা। তবে এই ইথারের দাম কমার পেছনে আমার মনে হয় ট্রেডারদের হাত আছে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Damrai5$ on January 28, 2021, 04:50:59 AM
বর্তমানে শুধু ইতি নামের প্রাইস ই নয় বিটকয়েন প্রাইস সবথেকে বেশি উঠানামা করছে। যে কারণে সবাই বিটকয়েন এবং ইথিরিয়াম এর মধ্যে ইনভেস্ট করতে অনেক সংকুচিত বোধ করছে। যদি এতটা আপডাউন করে তাহলে কখন বোধ হয় অনেক ক্ষতিতে পড়ে যাব এরকম সবাই ভাবছে যে কারণে ততটা আর ইনভেস্ট করা হচ্ছেনা বিটকয়েন এবং ইথিরিয়াম এর মধ্যে। ক্রিপ্টোকারেন্সি ঈদ মার্কেট সবসময় উঠানামা করে কিন্তু বর্তমান সময়ের সবথেকে বেশি করছে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: JISAN on January 28, 2021, 04:55:01 AM
মার্কেট কারেকশন হচ্ছে। কারেকশন হয়ে দাম স্টাবল হবো তারপর আবার বাড়তে শুরু করবো ইথার ৪০০০ ডলারে হিট করার পসিবিলিটি আছে। তাই দাম কিছু কমলেও চিন্তার কিছু নাই
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Acifix on January 30, 2021, 12:41:57 PM
আমার এই সম্পর্কে অর্থ বেশি ধারণা নেই। কিছুদিন আগেও ইথারের দাম  অনেক বৃদ্ধি পেয়েছিল। কিন্তু হঠাৎ করে এই ইথার এর দাম কমে গেছে। কিন্তু চিন্তার কোন বিষয় নেই ইথার এর দাম আবার বাড়বে। আমার বলে মনে হয়।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: SobujAkash#8 on January 30, 2021, 01:27:26 PM
আমরা জানি যে ইথিরিয়ামের দাম ভালোই। কিন্তু কিছু দিন আগেই ইথিরিয়ামের দাম হঠাৎ করেই কমে যায়। ইথিরিয়াম হলো ক্রিপ্টোকারেন্সি।আমি মনে করি যে 2021 সালে ইথেরিয়ামের দাম হবে 1000 ব্লগারের উপরে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Herry on January 31, 2021, 03:44:44 AM
আমরা জানি যে ইথিরিয়ামের দাম ভালোই। কিন্তু কিছু দিন আগেই ইথিরিয়ামের দাম হঠাৎ করেই কমে যায়। ইথিরিয়াম হলো ক্রিপ্টোকারেন্সি।আমি মনে করি যে 2021 সালে ইথেরিয়ামের দাম হবে 1000 ব্লগারের উপরে।
ভাই আপনি একজন ফোরামের নতুন ইউজার সেজন্য আপনার ছোটখাটো ভুল হওয়া স্বাভাবিক। তবে আমি আপনাকে সাজেস্ট করব কোন বিষয়ে রিপ্লাই দেওয়ার আগে সে বিষয়টি নিয়ে আগে ভালোভাবে এনালাইসিস করবেন।যদি পারেন সিনিয়র ভাইদের দেওয়ার রিপ্লাই গুলো খুবই মনোযোগ সহকারে পড়বেন সেখান থেকে বোঝার চেষ্টা করবেন। কেননা ভাই আপনি বলেছেন 2021 সালে ইথেরিয়াম এর দাম 1000 ডলারের ওপরে যাবে ।কিন্তু ভাই আপনি যদি এখন কয়েন মার্কেটে গিয়ে সার্চ করেন। তাহলে দেখতে পারবেন যে বর্তমানে ইথেরিয়াম এর দাম হচ্ছে 1362$ ডলার।তাহলে ভাই আপনি বললেন যে 2021 সালের মধ্যে ইথেরিয়াম এর দাম হবে 1000 ডলার এর উপরে। তার মানে আপনি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে তেমন জানেন না।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Acifix on February 06, 2021, 02:57:37 PM
 আমরা জানি যে ইথারিয়াম এর দাম ভালো যাচ্ছিলো। যািলো। কিন্তু কিছুদিন ধরেই ইথারিয়াম এর দাম কমে  যাচ্ছে।। আমার মনে হয় কিছুদিন পর আবার ইথারিয়াম এর দাম  বৃদ্ধি পাবে।। বলে আশা করা যায়।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Password on February 07, 2021, 04:34:59 AM
আমরা জানি যে ইথিরিয়ামের দাম ভালোই। কিন্তু কিছু দিন আগেই ইথিরিয়ামের দাম হঠাৎ করেই কমে যায়। ইথিরিয়াম হলো ক্রিপ্টোকারেন্সি।আমি মনে করি যে 2021 সালে ইথেরিয়ামের দাম হবে 1000 ব্লগারের উপরে।
ভাই আপনি একজন ফোরামের নতুন ইউজার সেজন্য আপনার ছোটখাটো ভুল হওয়া স্বাভাবিক। তবে আমি আপনাকে সাজেস্ট করব কোন বিষয়ে রিপ্লাই দেওয়ার আগে সে বিষয়টি নিয়ে আগে ভালোভাবে এনালাইসিস করবেন।যদি পারেন সিনিয়র ভাইদের দেওয়ার রিপ্লাই গুলো খুবই মনোযোগ সহকারে পড়বেন সেখান থেকে বোঝার চেষ্টা করবেন। কেননা ভাই আপনি বলেছেন 2021 সালে ইথেরিয়াম এর দাম 1000 ডলারের ওপরে যাবে ।কিন্তু ভাই আপনি যদি এখন কয়েন মার্কেটে গিয়ে সার্চ করেন। তাহলে দেখতে পারবেন যে বর্তমানে ইথেরিয়াম এর দাম হচ্ছে 1362$ ডলার।তাহলে ভাই আপনি বললেন যে 2021 সালের মধ্যে ইথেরিয়াম এর দাম হবে 1000 ডলার এর উপরে। তার মানে আপনি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে তেমন জানেন না।
অনেক ধন্যবাদ আপনাকে আপনি একটি সুন্দর পোস্ট এখানে তুলে ধরেছেন। আবি ফোরামে একজন নতুন ইউজার ইথার মার্কেট সম্পর্কে আমি তেমন কিছু জানি না। কিন্তু অন্যান্য সিনিয়র ভাইদের পোস্ট লক্ষ্য করে দেখলাম যে ইথার এর দাম কমে যাচ্ছে। কিন্তু আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে ইথার মার্কেট এখনো অনেক বুদ্ধির মধ্যে রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এভাবে আমাদের সাহায্য করার জন্য।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: babu10 on February 07, 2021, 06:57:27 AM
বিটকয়েনের প্রাইস বাড়ছে হঠাৎ করে ইথার এর দাম কেন কমে যাচ্ছে।আগে শুনেছিলাম তো বিটকয়েনের প্রাইস বাড়লে নাকি সাথে সাথে সব কয়েন গুলোর প্রাইস বৃদ্ধি পায়। তাহলে ইথারের প্রাইস বৃদ্ধি পেতে নিয়ে কেন আবারো এর প্রাইস কমে যাচ্ছে।নাকি আর কোন দিন ইথার এর দাম বাড়বে না এই ফোরামের সিনিয়র ভাইয়েরা আপনাদের মতামত জানতে চাই। কারণ আপনারা কিছুটা হলেও জানেন দাম বাড়বে না কমবে দয়া করে সবার মতামত জানাবেন।

ভাই ইথারের প্রাইস কমলো কই? এটাতো মার্কেটের্ একটা অংশ বলা যায়। মার্কেটে আপ ডাউন তো থাকবেই তাহলে টেনশনের কিছুই নেই। মার্কেট হঠাৎ করে অনেক বেড়ে গেলে কারেকশান হয় যার অংশ হিসেবে দাম হয়তো কিছু দিন কমে আবার বাড়ে। তবে যেহেতু সবদিকে ভালো খবর আছে এবং বিটিসির দামও বাড়তেছে  তাহলে ইথারের দাম নিয়ে টেনশনের কোন কারন আছে বলে আমি মনে করিনা।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Sagor Sarkar on February 07, 2021, 08:34:33 AM
বিটকয়েনের দাম হঠাৎ করেই বাড়ছে । কিন্তু ইথারের দাম বাড়ছে না কেন এটা নিয়ে সকলেরই প্রশ্ন। আসলে মার্কেটে দাম ওঠানামা করবে এটাই স্বাভাবিক ।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Blue_sea on February 07, 2021, 09:40:45 AM
হয়তো খনিকের জন্য দাম কিছুটা নামতে পারে। তবে এতে বিচলিত হওয়ার কিছু নেই। কারন যেহেুতু মার্কেট ভোলাটাইল তাই হতেই পারে কিন্তু যদি এটি একেবারে ডাউন হতো তাহলে ভাবার বিষয় ছিল। কিন্তু তা হয়নি। আর বর্তমানে ইথার দাম অনেক বেশি। যা পূর্বৈর প্রা্ইস থেকে অনেক বেশি।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: AlviNess on February 07, 2021, 04:33:52 PM
বর্তমানে বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেরকমই ইথারিয়াম এর দামও বৃদ্ধি পাচ্ছে।আমরা সাধারণত জানি বিটকয়েন এর উপর অন্যান্য কয়েন নির্ভর করে কখন বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে তখন ইথারিয়াম এর দাম বৃদ্ধি পাবে। কয়েকদিন যাবত আমি বিটকয়েন এবং ইথিরিয়াম এর মার্কেট নিয়মিত পর্যবেক্ষণ করছি। দুটি কয়েনের দাম আলাদা আলাদা ভাবে বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Angel jara on February 07, 2021, 04:42:04 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থা প্রতি নিহত আপডেট করতে দেখা যায় এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য সাধারণ একটা বিষয়। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দাম নির্ধারিত হয় বই কোয়েলের কয় বিক্রয় এর উপর ভিত্তি করে। হঠাৎ করে ইথার এর দাম কমতে দেখা গিয়েছে কারণ বর্তমান ওই সময়ে ইথার এর কয় বিক্রয় অনেকটাই কমে গিয়েছিল। নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অনেকটাই পরিবর্তন দেখা গিয়েছিল যেখানে সকল কয়েনের দাম গুলো প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। সেই সময় ইথারের দাম বাড়তে দেখা গিয়েছিল।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Azharul on March 14, 2021, 05:49:27 PM
আমরা জানি ক্রিপ্টো মার্কেট সব সময় ওঠা নামা করে থাকে।হটাৎ করে ইথার এর দাম কমে যাওয়া খুব স্বাভাবিক বলে আমি মনে করি।আমরা দেখেছি বিটকয়েনের দাম যখন বেড়ে যায় তখনই আবার ইথার এর দাম বেড়ে যায়।তাই আমি বলবো ক্রিপ্টো মার্কেট হল ওঠা নামার মার্কেট।তাই আমরা বিশ্বাস করি যে বর্তমান সময়ে ইথার দাম কম থাকলেও আবার এর দাম অবশ্যই বৃদ্ধি পাবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Sumaiya2 on March 14, 2021, 06:57:05 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বাজার একটু স্বাভাবিক ওঠানামা করে কারন ক্রিপ্টোকারেন্সি বাজার ওঠানামা না করলে তাহলে কোন ইনভেস্ট ইনভেস্ট করার সুযোগ পাবে না। তাই এটা স্বাভাবিক ওঠানামা করলে ক্রিপ্টো কারেন্সি তে ইনভেস্টর এর সংখ্যা বৃদ্ধি পাবে কারণ এখান থেকে সবাই বেনিফিট অর্জন করতে পারবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Rothi roy on March 15, 2021, 01:36:05 AM
বাজারের উত্থান-পতন ক্রিপ্টোকারেন্সির একটি স্বাভাবিক ঘটনা। কিন্তু আমি যতদূর জানি বিটকয়েনের দাম বাড়ার সাথে সাথে ইথেরিয়াম এর মূল্য অনেক বেড়ে গেছে। 2020 সালের শেষের দিক থেকে বিটকয়েন ও ইথেরিয়াম এর মূল্য বেড়ে গেছে। বর্তমানের প্রতিটি ইথেরিয়াম এর মূল্য 1.8k ডলারের উপরে আছে। ক্রিপ্টো মার্কেটে ইথেরিয়াম দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। আশাকরি ইথেরিয়াম এর মূল্য আরো বৃদ্ধি পাবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: ExtraPoint on March 15, 2021, 07:41:45 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ধর্মই হলো ওঠানামা করা। বর্তমানে বিটকয়েন সহ অন্যান্য কয়েনের দাম বৃদ্ধি পেয়েছে। সেইসাথে ইথেরিয়াম এর দামও বৃদ্ধি পেয়েছে। ইথেরিয়াম এর দাম হয়তো কিছুটা কমে গেলেও এখন আবার তা বৃদ্ধি পেতে শুরু করেছে। এখন ইথেরিয়াম এর দাম 1800 ডলারের উপরে।এখন মার্কেটের যে অবস্থা যদি এই অবস্থা অব্যাহত থাকে তাহলে ইথেরিয়াম এর দাম আরো বৃদ্ধি পেতে পারে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Ricky on March 15, 2021, 02:41:20 PM
আপনি ঠিক বলেছেন বিটকয়েনের দাম যে পরিমাণ বেড়েছে সে তুলনায় ইথিরিয়াম এর দাম খুব একটা বাড়েনি। বিটকয়েনের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেরকমই ইথারিয়াম এর দামও বৃদ্ধি পাচ্ছে না। ক্রিপ্টোমার্কেটে উত্থান পতন থাকবেই এটাই স্বাভাবিক। তবে ইথেরিয়াম এর দাম একেবারে যে বাড়েনি তা নয়। 2021 সালের পর থেকে ইথেরিয়াম এর ভালো উন্নতি হয়েছ। আশা করছি ইথেরিয়াম এর দাম ধীরে ধীরে আরো বাড়তে থাকবে। 
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Newron on March 15, 2021, 06:04:54 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কারেন্সির দাম উঠানামা করে এটা স্বাভাবিক। কিন্তু হঠাৎ করেই ইথার এর দাম অনেকটাই কমে গিয়েছিল এর সঠিক কারণ কেউ জানতে পারেনি। কিপ্টো কারেন্সি মার্কেটে কারেন্সিজ দাম নির্ধারিত হয় কারেন্সি ক্রয় বিক্রয়ের উপর ভিত্তি করে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Afnan on March 16, 2021, 06:20:40 AM
আমরা জানি যে ইথিরিয়ামের দাম ভালোই। কিন্তু কিছু দিন আগেই ইথিরিয়ামের দাম হঠাৎ করেই কমে যায়। ইথিরিয়াম হলো ক্রিপ্টোকারেন্সি।আমি মনে করি যে 2021 সালে ইথেরিয়ামের দাম হবে 1000 ব্লগারের উপরে।
ভাই আপনি একজন ফোরামের নতুন ইউজার সেজন্য আপনার ছোটখাটো ভুল হওয়া স্বাভাবিক। তবে আমি আপনাকে সাজেস্ট করব কোন বিষয়ে রিপ্লাই দেওয়ার আগে সে বিষয়টি নিয়ে আগে ভালোভাবে এনালাইসিস করবেন।যদি পারেন সিনিয়র ভাইদের দেওয়ার রিপ্লাই গুলো খুবই মনোযোগ সহকারে পড়বেন সেখান থেকে বোঝার চেষ্টা করবেন। কেননা ভাই আপনি বলেছেন 2021 সালে ইথেরিয়াম এর দাম 1000 ডলারের ওপরে যাবে ।কিন্তু ভাই আপনি যদি এখন কয়েন মার্কেটে গিয়ে সার্চ করেন। তাহলে দেখতে পারবেন যে বর্তমানে ইথেরিয়াম এর দাম হচ্ছে 1362$ ডলার।তাহলে ভাই আপনি বললেন যে 2021 সালের মধ্যে ইথেরিয়াম এর দাম হবে 1000 ডলার এর উপরে। তার মানে আপনি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে তেমন জানেন না।
অনেক ধন্যবাদ আপনাকে আপনি একটি সুন্দর পোস্ট এখানে তুলে ধরেছেন। আবি ফোরামে একজন নতুন ইউজার ইথার মার্কেট সম্পর্কে আমি তেমন কিছু জানি না। কিন্তু অন্যান্য সিনিয়র ভাইদের পোস্ট লক্ষ্য করে দেখলাম যে ইথার এর দাম কমে যাচ্ছে। কিন্তু আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে ইথার মার্কেট এখনো অনেক বুদ্ধির মধ্যে রয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এভাবে আমাদের সাহায্য করার জন্য।
ক্রিপ্টো মার্কেটে ইথেরিয়ামের দাম কমে যাওয়াটা কোন হতাশার বিষয় নয় এটাকে স্বাভাবিক ভাবেই মেনে নিতে হবে। ক্রিপ্টো মার্কেটের কয়েনের দাম উঠানামা করে ক্রয়-বিক্রয় উপর। হয়তো বর্তমানে ইথেরিয়ামে ইনভেস্টররা ইনভেস্ট কম করার কারণে ইথারের দাম কিছুটা কমতে পারে। তাছাড়া ক্রিপ্টো মার্কেট অনেক ভালো অবস্থায় রয়েছে কিছু দিনের মধ্যেই দাম আবারও বৃদ্ধি পেতে শুরু করবে।   
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Sonjoy on March 16, 2021, 06:50:33 AM
এটা নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যাবে না কারণ বিটকয়েন এবং ইথিরিয়াম এর দাম সব সময় কিন্তু ওঠানামার ওপর এই থাকে কখন দাম কমবে কখন বাড়বে এটা সঠিক ভাবে কেউ বলতে পারবেনা ধন্যবাদ
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Milon626 on March 17, 2021, 06:28:41 AM
ক্রিপ্টো  মার্কেট সদা পরিবর্তনশীল।  এখানে সব সময় কয়েনের দাম উঠা নামা করে থাকে।  বিটকয়েনের দামের সাথে ইথেরিয়ামের দাম উঠা নামা করার সরাসরি কোন সম্পর্ক নেই, তবে কিছুটা প্রভাবিত করে।  অল্প কিছু সময়ের জন্য ইথেরিয়ামের দাম কমলেও এখন আবারও তা আগের অবস্থানে ফিরে এসেছে।  তাই কোন কয়েনের দাম কমা নিয়ে চিন্তা করবেন না, অটোমেটিকলি দাম আবার পাম্প হবে।                                       
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Nylon301 on March 17, 2021, 07:12:05 AM
তবে আমার মনে হয় ইথার দাম আবার বাড়বে । কিন্তু যেকোনো কয়েন হোক ওঠা নামা করবে এটাই স্বাভাবিক। যেকোনো জিনিস যদি দাম কমে  যায়। তাহলে ওই জিনিসটি আগের চেয়ে দাম অনেক বেশি হয়
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Dark Knight on March 17, 2021, 08:51:18 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট একবার বাড়ে তো আর একবার কমে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। দেখা যাবে আজকে তো কোন কয়েনের দাম কমেছে কিন্তু কালকে দেখা যাবে আবার অনেক বৃদ্ধি পেয়েছে। ইথেরিয়াম এর দাম কিছুদিন যাবত বৃদ্ধি পাচ্ছিল । বৃদ্ধি পেয়ে 2000 ডলার স্পর্শ করেছিল। ইথেরিয়াম 2000 ডলার স্পর্শ করার পর আবারো তার দাম কমতে শুরু করে। এখন ইথেরিয়াম এর দাম আছে 1787 ডলার। যেহেতু এই কয়েনে এখন অনেক বিনিয়োগ হচ্ছে তাই আমি মনে করি ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পাবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: alpian on March 17, 2021, 10:36:27 AM
আসলে ভাই ইথিরিয়াম এর দাম বিটকয়েন দম কমা ও বাড়ার ওপর নির্ভর করেনা। তাই বিটকয়েন এর দাম বাড়লেও ইথিরিয়াম এর দাম বারে না।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Herry on March 18, 2021, 04:40:12 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি সকল মুদ্রার দাম ডাম্পিং করেছে। ক্রিপ্টোকারেন্সি রাজা মুদ্রা বিটকয়েনের দাম কমে গেছে। আমরা জানি যে বিটকয়েন হল ক্রিপ্টো মার্কেট এর সকল মুদ্রার দাম নিয়ন্ত্রণকারী। বর্তমানের সেই মুদ্রার দাম কম।তবে ইথেরিয়াম এর দাম কমে যাওয়ার পেছনের মূল কারণ কি সেটা আমি বলতে পারি না।আশা করি খুব দ্রুতই সকল মুদ্রার দাম বৃদ্ধি পাবে এবং ক্রিপ্টো মার্কেট পাম্পিং করবে
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Fighter on March 19, 2021, 05:13:42 AM
ইথেরিয়াম একটি জনপ্রিয় করেন। ইথেরিয়াম এর দাম কমলেও আবার বৃদ্ধি পেতে শুরু করেছে।অল্প কিছুদিনের মধ্যেই হয়তো ইথেরিয়াম 2000 ডলার স্পর্শ করবে।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Rockalo on March 19, 2021, 06:51:40 AM
ক্রিপ্টোকারেন্সি বাজারে দ্বিতীয় অবস্থান ও গুরুত্বপূর্ণ ক্রিপ্টোকারেন্সি হিসেবে অবস্থান করে। সুতরাং ইথেরিয়াম এর দাম ওঠানামার কারণ হলো বিনিয়োগকারীদের ট্রাফিকের জন্য।
Title: Re: হঠাৎ করে ইথার এর দাম কমে যাওয়ার কারন কি??
Post by: Tubelight on March 19, 2021, 05:07:55 PM
এটা কোন বিষয় নয় ক্রিপ্টোকারেন্সি তে বিভিন্ন কয়েনের দাম হঠাৎ করেই বৃদ্ধি পাবে এবং হঠাৎ করেই কমে যাবে এটা খুবই স্বাভাবিক একটি বিষয়।হয়তো বর্তমানে ইথারিয়াম প্ল্যাটফর্মটিতে মানুষ ইনভেস্টমেন্টের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছে এজন্যই হয়তো ইথারিয়াম এর মূল্য হঠাৎ করেই কমে গিয়েছে‌।