Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Papusha20 on October 02, 2020, 12:04:38 PM
-
আজকে DIA বাউন্টি হান্টারদের টোকেন ডিসট্রিবিউশন করে দেওয়ার কথা সবাইকে টোকেন ওয়ালেটে পৌঁছেছে কি। প্লিজ একটু মতামত জানাবেন।
-
DIA টোকেন হোল্ডারদের জন্য সুখবর। 5 তারিখ প্রথম ড্রিষ্টিবিউশন হবে। আশা করি সবাই এখন টোকেন পাবে। যারা কাজ করেছে এই প্রকেক্টে তারা এবার হাসি মুখে পেমেন্ট নিবে। তাদের জন্য এটি অত্যন্ত খুশির খবর।
-
DIA টোকেন হোল্ডারদের জন্য সুখবর। 5 তারিখ প্রথম ড্রিষ্টিবিউশন হবে। আশা করি সবাই এখন টোকেন পাবে। যারা কাজ করেছে এই প্রকেক্টে তারা এবার হাসি মুখে পেমেন্ট নিবে। তাদের জন্য এটি অত্যন্ত খুশির খবর।
এর জন্য DIA টোকেন হোল্ডারদের ক্লেইম ফরম পূরণ করতে হবে আগামী ৫ অক্টোবরের মধ্যে; তারা প্রথম ডিসট্রিবিউশন থেকে টোকেন পবেন। যদি কেই মিস করে তাদের আগামী ৯ অক্টোবরের মধ্যে ক্লেইম ফরম পূরণ করতে হবে; তারা ২০ অক্টোবর ২০২০ এ সেকেন্ড ডিসট্রিবিউশন থেকে টোকেন পবেন। এর পরও যদি কেউ বাকী থাকেন তারা আর কোন টোকেন পাবেন না।
-
সবার জন্য খুশির খবর DIA টোকেন 5 তারিখে ডিসট্রিবিউশন করে দিবে যারা এই প্রজেক্টে কাজ করেছে তারাগা পেমেন্ট পেয়ে যাবে। বড় ধরনের বেনিফিট তরাই প্রজেক্ট থেকে পাবে।
-
পেমেন্ট 5 তারিখ দিবে আশা করা যায়। একটা ফরম পুরন করতে হবে। এখনও পর্যন্ত যতবার তারিখ পরিবর্তন হয়েছে তাতে করে মনে হয় না পওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
-
তারা একটা ফর্ম দিয়েছে সেটা ফিল আপ করতে হবে। আপনি সেটা যদি ফিল আপ করেন তাহলে ৬ তারিখের পরে পেমেন্ট পাবেন তাদের সর্বশেষ ঘোষণা অনুযায়ী।
-
তারা একটা ফর্ম দিয়েছে সেটা ফিল আপ করতে হবে। আপনি সেটা যদি ফিল আপ করেন তাহলে ৬ তারিখের পরে পেমেন্ট পাবেন তাদের সর্বশেষ ঘোষণা অনুযায়ী।
হ্যাঁ ভাই সত্যি তারা ফ্রম দিয়েছে এবং নানান তালবাহানা শুরু করছে তাদের সাথে কথায় বলা যায়।
-
যারা DIA project এ কাজ করেছেন অবশ্যই চাই তার একটা ভালো মানের প্রেমেন্ট পাক। আমি চাই এরকম আরো ভালো ভালো প্রজেক্ট আসুক আর সবাই ভালো ভালো প্রেমেন্ট পাক। তাহলে সবার এই ফোরামে বা বাউন্টি ফোরামে কাজ করার মন-মানসিকতা আরো বাড়বে।
-
যারা DIA project এ কাজ করেছেন অবশ্যই চাই তার একটা ভালো মানের প্রেমেন্ট পাক। আমি চাই এরকম আরো ভালো ভালো প্রজেক্ট আসুক আর সবাই ভালো ভালো প্রেমেন্ট পাক। তাহলে সবার এই ফোরামে বা বাউন্টি ফোরামে কাজ করার মন-মানসিকতা আরো বাড়বে।
সত্যিই ভাই আপনার কথা ঠিক আছে মাঝে মাঝে যদি প্রেমেন্ট না পায় তাহলে বাউন্টিতে কাজ করতে মন চাইবে না জার কারণ মাঝে মাঝে পেমেন্ট এর দরকার। যেমন দিয়া টোকেন পেয়েছে তারা সবাই মোটামুটি খুশি।
-
আমি DIA বাউন্টি করেছিলাম বাট এখনও কোন টোকেন পাইনি। তবে আমাকে কি টোকন দেওয়া হবে না। আর আপনারা কি সবাই টোকেন পেয়েছেন?
-
দেখলাম যারা DIA করেছে তারা অনেক ভালো একটা প্রেমেন্ট পেয়েছে। এরকম যদি ভালোভালো প্রজেক্ট আসে তাহলে আমার বিশ্বাস এই ফোরামে সবাই সময় দিবে।
-
যারা DIA project এ কাজ করেছেন অবশ্যই চাই তার একটা ভালো মানের প্রেমেন্ট পাক। আমি চাই এরকম আরো ভালো ভালো প্রজেক্ট আসুক আর সবাই ভালো ভালো প্রেমেন্ট পাক। তাহলে সবার এই ফোরামে বা বাউন্টি ফোরামে কাজ করার মন-মানসিকতা আরো বাড়বে।
DIA প্রজেক্ট থেকে ভালো রকমের একটা পেমেন্ট পাইসে সবাই। যারা কাজ করছে। আমি ভালো রকম একটা পেমেন্ট পাইছি।
-
DIA থেকে সবাই অনেক বড় ধরনের প্রফিট পেয়েছে। কাজ করেছিলেন বাট পেমেন্ট পাইনি। ফর্ম দেওয়া হয়েছিল সেটা পূরণ করেছিলাম কিন্তু গুগোল থেকে একসেপ্ট করিনি। যার কারণে আমাকে টেকেন দেওয়া হয়নি।
-
আসলে এই প্রজেক্টটি আমি প্রথমে পেয়েছিলাম।কিন্তু আমি মিস করেছিলাম তার মূল কারণ হচ্ছে আমি তখন একদম নতুনের ফোরামে ঢুকে ছিলাম যে কারণে বুঝতে পারিনি। অতএব এখনো ভালো কোন পেমেন্ট পাইনি ভালো প্রেমের আসা পর্যন্ত কাজ করে যাচ্ছি।
-
DIA অনেক ভালো একটি প্রজেক্ট ছিল যারা এই প্রজেক্টে কাজ করেছে তারা সবাই ভালো পেমেন্ট পাবেন। DIA টোকেন ডিস্ট্রিবিউশন শেষ হয়েছে সবাই নিজ নিজ ওয়ালেট চেক করেন।
-
দিয়া টোকেন দুই রাউন্ড ডিসট্রিবিউশন করেছে কিন্তু তৃতীয় রাউন্ড কত তারিখে দিস্ট্রিবিউশন করবে প্লিজ একটু জানাবেন।
-
আজকে DIA বাউন্টি হান্টারদের টোকেন ডিসট্রিবিউশন করে দেওয়ার কথা সবাইকে টোকেন ওয়ালেটে পৌঁছেছে কি। প্লিজ একটু মতামত জানাবেন।
আমি জানি যে বেশির ভাগ ডায়া বাউন্টি ইউজাররাই তাদের পেমেন্ট পেয়েছে। কেউ যদি না পেয়ে থাকে তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে।
-
টপিকটি যেহেতু টোকেন বিতরণ নিয়ে। গতকালকে বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। তাই আমি মনে করি এই টপিকটি তে আলোচনার প্রয়োজন নেই। তাই আমি টপিকটি লক করে দিলাম। ধন্যবাদ