Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Papusha20 on October 06, 2020, 02:28:06 PM

Title: ইথেরিয়াম ওয়ালেট এ DIA টোকেন দিয়েছে
Post by: Papusha20 on October 06, 2020, 02:28:06 PM
সবাই ইথেরিয়াম ওয়ালেট চেক করেন DIA টোকেন ওয়ালেটে দিয়েছে। যদি পেয়ে থাকেন তাহলে প্লিজ পোস্ট দিয়ে জানাবেন।
Title: Re: ইথেরিয়াম ওয়ালেট এ DIA টোকেন দিয়েছে
Post by: Rain075 on October 06, 2020, 03:32:18 PM
কবে ডিসট্রিবিউশন করেছে। আমারটায় এখনো আসেনি। আমাকে কেউ একটু হেল্প করবেন।
Title: Re: ইথেরিয়াম ওয়ালেট এ DIA টোকেন দিয়েছে
Post by: Papusha20 on October 06, 2020, 04:11:32 PM
কবে ডিসট্রিবিউশন করেছে। আমারটায় এখনো আসেনি। আমাকে কেউ একটু হেল্প করবেন।

প্লিজ আপনি টিমের সাথে কথা বলুন যে আমি DIA টোকেন এখনো পাইনি এবং আমার ওয়ালেটে আসেনি। আমরা এক ঘণ্টা আগে DIA টোকেন নেটে দেখতে পেয়েছি প্লিজ আপনি ওয়ালেট চেক করেন এবং টিমের সাথে কথা।
Title: Re: ইথেরিয়াম ওয়ালেট এ DIA টোকেন দিয়েছে
Post by: Malam90 on October 06, 2020, 06:01:51 PM
কয়টা টোকেন পেয়েছেন? ৫ ডলারের টোকেন দাম কমতে কমতে এখন ১ ডলারে নেমেছে। আমি এখনো সেল দেইনি। ৩৯ টা পাইছি। আরো কিছুদিন হোল্ড করার ইচ্ছা আছে।
Title: Re: ইথেরিয়াম ওয়ালেট এ DIA টোকেন দিয়েছে
Post by: ttcsalam on October 07, 2020, 12:49:12 PM
কয়টা টোকেন পেয়েছেন? ৫ ডলারের টোকেন দাম কমতে কমতে এখন ১ ডলারে নেমেছে। আমি এখনো সেল দেইনি। ৩৯ টা পাইছি। আরো কিছুদিন হোল্ড করার ইচ্ছা আছে।
15 টি পেয়েছি তবে ট্রানসফার ফি অনেক বেশি একবার ট্রানসফার করতে যেয়ে 1.5 ডলার ফি নষ্ট করছি। এখন আর ট্রান্সফার করার ইচ্ছা নাই দাম না বাড়লে।
Title: Re: ইথেরিয়াম ওয়ালেট এ DIA টোকেন দিয়েছে
Post by: ranaprime on October 07, 2020, 06:28:02 PM
অনেক সাধনার পরে টোকেন পাওয়া গেছে। অনেকেই না না ধরনের প্রশ্ন করেছে যে টোকেন কি দেবে না দেবে না কল্পনা জল্পনা শেষ করে এবার টোকেন দেওয়া শুরু হয়েছে। যারা পাননি একটু ওয়েট করেন পেয়ে যাবেন।
Title: Re: ইথেরিয়াম ওয়ালেট এ DIA টোকেন দিয়েছে
Post by: Nostoman on October 09, 2020, 06:18:28 PM
এছাড়া বাউন্টিতে কাজ করেছে, তারা সবাই পেমেন্ট পেয়েছ। তবে আরও ২টি কিস্তি পেমেন্ট বাকি আছে। সেটাও যারা বাউন্টি করেছে, তারা পাবে। সেহেতু এই পোস্টটি লক করা হলো।