Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: azmirihaque on October 13, 2020, 05:00:18 PM
-
কিকের দাম কমতে কমতে এখন সর্ব নিম্ন পর্যায়ে নেমে এসেছে। কিকে বিনিয়োগ করা অনেক লাভ জনক বলে অনেকেই মনে করছে। তাই কিকে বিনিয়োগটা আরো বৃদ্ধি করতে আগ্রহী। এমতাবস্তায় আমি কিছুটা দ্বিধান্বিত যে এখনই কিক কেনা উচিৎ নাকি আরো দাম কমার জন্য অপেক্ষা করা উচিৎ। আপনাদের পরামর্শ কামনা করছি।
-
কিকের দাম কমতে কমতে এখন সর্ব নিম্ন পর্যায়ে নেমে এসেছে। কিকে বিনিয়োগ করা অনেক লাভ জনক বলে অনেকেই মনে করছে। তাই কিকে বিনিয়োগটা আরো বৃদ্ধি করতে আগ্রহী। এমতাবস্তায় আমি কিছুটা দ্বিধান্বিত যে এখনই কিক কেনা উচিৎ নাকি আরো দাম কমার জন্য অপেক্ষা করা উচিৎ। আপনাদের পরামর্শ কামনা করছি।
কিক কেনার শ্রেষ্ঠ সময় এখন। কারণ এখন এটির দাম অনেক কম। আমি প্রায় এক কোটি কিক টোকন হোল্ড করে রেখেছি। সামনে ভালো রকমের প্রফিট পাওয়ার আশা করছি।
-
কিক কেনার এটাই সবচেয়ে ভালো সময়। এখন কি কিনে রাখলে পরবর্তীতে কিছু টাকা প্রফিট পাওয়া যাবে। তাই আমরা যারা পারি কিছু কিনে ইনভেস্ট করে রাখি একটু বাড়লে আমার সাথে সাথে সেল করে দেবো সেখান থেকে আমাদের কিছু প্রফিট রয়ে যাবে
-
আমার মনে হয় এখনই কিক কেনার উপযুক্ত সময় কারণ বর্তমানে দাম অনেকটাই নিচে নেমে গেছে এখন যদি আরো ওয়েট করা হয় তাহলে এর দাম আমার বেড়ে যেতে পারে কাজেই রিক্স না নিয়ে এটিকে এখন বাই মুডে রাখাই ভালো।
-
বর্তমান বিটকয়েনের দাম কম থাকায় অনেক কয়েনের দাম কমে গেছে এখন যদি আপনি কোন টোকেন কিনে রাখেন তাহলে অবশ্যই সে টোকেন থেকে মোটা অংকের বেনিফিট পাবেন।
-
আমাদের মাই ইথেরিয়াম ওয়ালেট একটি কিক টোকেন দেওয়া হয়েছে এটাই কি সেই টোকেন। আমি এ সম্পর্কে আপনাদের কাছে জানতে চাই।
https://etherscan.io/token/0xc12d1c73ee7dc3615ba4e37e4abfdbddfa38907e?a=0x63e7f6d11DdECec44419f00e5AB9B55A38A6D5a5
-
আমার মনে হয় এটি শ্রেষ্ঠ সময় কি কিনে রাখার। আমার কাছে অনেকগুলো কিক কয়েন রয়েছে জামি হোল্ড করে রেখে দিয়েছি প্রফেট পাওয়ার আশা। তো মানে যেহেতু কিছুটা এর দাম কম রয়েছে তাই যে যতটুকু পারেন কিনে হোল্ড করে রাখুন। তাহলে ভবিষ্যতে কিছুটা দাম বাড়লে সাথে সাথে যদি আমরা সেল করে দেই তাহলে অবশ্যই ভালো একটা প্রফিট পাব।
-
আমি মনে করি এই কয়েনটি তেমন ভাল না। আমরা যদি এই কয়েনের বর্তমান দাম দেখি তাতে এর মূল্য খুবই নিচে ফলে এই কয়েন আমার মনে হয় টিকে থাকবে না। দাম কম আছে কেউ ইচ্ছা করলে কিনতে পারেন।
-
আমার কাছে মনে হয় এটা কিক কেনার শ্রেষ্ঠ সময় কেননা বর্তমানে কিকের যে দাম তা অনেকটাই কম। আপনি যে সময়ে কিছু কিনে হোল্ড করে রাখতে পারেন তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এ থেকে আপনি ভাল প্রফিট পাবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু কিক কিনে হোল্ড করে রেখেছি ভবিষ্যতের অপেক্ষায়।
-
কিকের দাম কমতে কমতে এখন সর্ব নিম্ন পর্যায়ে নেমে এসেছে। কিকে বিনিয়োগ করা অনেক লাভ জনক বলে অনেকেই মনে করছে। তাই কিকে বিনিয়োগটা আরো বৃদ্ধি করতে আগ্রহী। এমতাবস্তায় আমি কিছুটা দ্বিধান্বিত যে এখনই কিক কেনা উচিৎ নাকি আরো দাম কমার জন্য অপেক্ষা করা উচিৎ। আপনাদের পরামর্শ কামনা করছি।
ভাই আমি বিনিয়োগ সম্পর্কে ভাল বুঝি না এবং জানিনা তবে এখন যদি কিকের দাম কমতে কমতে নিম্ন পর্যায়ে এসে থাকে তাহলে আমিও মনে করি যে এখনও কিক টোকন কিনে রাখা ভাল কেননা এখন যদি একেবারে নিম্ন দামের চলে আসে তাহলে একসময় এই টোকেন এর দাম বাড়বে তখন ভালরকম প্রফিট পাওয়া যাবে তো আমি মনে করি এখন ঐ কিক টোকেন কিনা রাখার ভালো সময়
-
আমার মনে হয় এটাই কিক কেনার সঠিক সময়। তার কারণ হচ্ছে বর্তমান সময়ে কিক দাম কিছুটা কম রয়েছে। তাই এখন যদি কিনে হোল্ড করে রাখা যায় তাহলে যখন এর প্রাইস বাড়বে তার সাথে সাথে যদি আমরা সেল দিয়ে দেই অবশ্যই সেখান থেকে ভাল প্রফিট আসবে।
-
আমার মনে হয় কিক টোকেন কখনো উঠে যেতে পারবেনা। কিক টোকেন এর দাম ভবিষ্যতে বাড়বে বলে আশা করা যায় না। এটি বিনিয়োগ করা এবং হোল্ড করা সবচেয়ে বোকামি বলে আমি মনে করি। বর্তমানে বিশ্বের অনেকের কাছেই কিক টোকেন রয়েছে।
-
আমার কাছে বর্তমানে অনেক কিক কয়েন রয়েছে। আমি বর্তমানে এর কোন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। যতই সময় যাচ্ছে দেখি এর প্রাইস কমে যাচ্ছে। আমার বিশ্বাসে টকির দাম হয়তোবা আর কোনদিন বারবেনা।তাই আমার কাছে যেগুলো টকেন রয়েছে কিছুটা যদি দাম বাড়ে তাহলে সাথে সাথে আমি সেল দিয়ে দেবো।
-
Kick কয়নের বর্তমান মার্কেটে দাম অনেক কম। আপনি যদি এ কয়েন হোল্ড করতে চান তাহলে এখনই উপযুক্ত সময়। তবে এ কয়েন দীর্ঘমেয়াদি হোল্ডের জন্য সবচাইতে উত্তম। স্বল্পমেয়াদে ভালো প্রফিটের সম্ভাবনা কম।
-
আমার কাছে কিছু কিক কয়েন আছে। সেগুলো বেশি দামের আশায় আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম।কিন্তু আস্তে আস্তে এর দাম অনেক কমে গিয়েছে। আমি মনে করি যে এই কয়েনটি কিনে রাখলে ভবিষ্যতে আর কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তারপরেও এই ফোরামের সিনিয়র ভাইরা আছে তারা যে পরামর্শ দেবে অবশ্যই ভালো কিছু বলবে।
-
শুধু কিক নয় যে কোন কয়েন যখন তলানিতে থাকে তখন সেটি কে হোল্ড বা কিনে রাখলে তা প্রফিট দিবেই। তবে হা সেই কয়েন ই কেনা যাবে যে মার্কেটে ভাল অবস্থান করেছে বা যাদের টিম মেম্বারা খুবই একটিভ সেই সব টোকেন হোল্ড করা সবচেয়ে ভাল।
-
কিক কয়েনের দাম অন্য যে কোনো সময়ের চেয়ে বর্তমানে অনেক কম।আপনি যদি ট্রেড করতে চান বা কোন কয়েন হোল্ড করতে চান তাহলে কিক কয়েন আপনি কিনে হোল্ড করতে পারেন। এ কয়েন দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য সর্বোত্তম ।তাই আর দেরি না করে এখনই উপযুক্ত সময় কিনে হোল্ড করার।
-
Kick কিনে বর্তমান সময়ে লাভবান হওয়া সম্ভব নয়। Kick টোকেন এর দাম একসময় 0.89$ হয়েছিল। কিন্তু বর্তমানে যে দাম দেখাচ্ছে। টোকেন এর ভবিষ্যৎ মূল্যহীন বলে আমি মনে করি। তাই আমি মনে করি যারা টোকেন কিনে রাখবে, তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে।
-
শুধু কিক নয় যে কোন কয়েন যখন তলানিতে থাকে তখন সেটি কে হোল্ড বা কিনে রাখলে তা প্রফিট দিবেই। তবে হা সেই কয়েন ই কেনা যাবে যে মার্কেটে ভাল অবস্থান করেছে বা যাদের টিম মেম্বারা খুবই একটিভ সেই সব টোকেন হোল্ড করা সবচেয়ে ভাল।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আসলে এসমস্ত টোকেন যদি কিনে হোল্ড করে রাখা যায় দীর্ঘদিন ।তাহলে সেই টোকেন থেকে অনেক লাভবান হওয়া যায়।
-
হুম, এই সময়টা কিক কেনার শ্রেষ্ঠ সময়। কারণ কিক এর দাম সর্বনিম্ন অবস্থায় এসে পৌঁছেছে। এখন কিক কিনলে আগামীতে লাভবান হওয়ার সম্ভাবনা চাই বেশি।
-
কিকের দাম কমতে কমতে এখন সর্ব নিম্ন পর্যায়ে নেমে এসেছে। কিকে বিনিয়োগ করা অনেক লাভ জনক বলে অনেকেই মনে করছে। তাই কিকে বিনিয়োগটা আরো বৃদ্ধি করতে আগ্রহী। এমতাবস্তায় আমি কিছুটা দ্বিধান্বিত যে এখনই কিক কেনা উচিৎ নাকি আরো দাম কমার জন্য অপেক্ষা করা উচিৎ। আপনাদের পরামর্শ কামনা করছি।
ভাই কিক কয়েন এর দাম যেহেতু এখন অনেক কম তাই আমি মনে করি এখন ঐ এই কয়েন কেনার শ্রেষ্ঠ সময় হতে পারে। আশা করা যায় এই কয়েন এর ভবিষ্যত উজ্জ্বল। এখন যদি কিছু কয়েন কিনে হোল্ড করে রাখা যায় তাহলে ভবিষ্যতে অবশ্যই ভাল প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে।
-
কিকর দাম কমতে কমতে একদম তলানিতে এসে পৌঁছেছে। এর চাইতে কমের অপেক্ষা জন্য বসে থাকাটা বোকামি বললে চলে। কিক কিনে রাখার এটাই সবচাইতে উত্তম সময়। যেকোনো সময় কিকের দাম বেড়ে যেতে পারে। বর্তমানে কিকের দাম একদম কম। আমার মতে কিক কেনার শ্রেষ্ঠ সময় এখন।
-
কিক কেনার এটাই সবচেয়ে ভালো সময়। এখন কি কিনে রাখলে পরবর্তীতে কিছু টাকা প্রফিট পাওয়া যাবে। তাই আমরা যারা পারি কিছু কিনে ইনভেস্ট করে রাখি একটু বাড়লে আমার সাথে সাথে সেল করে দেবো সেখান থেকে আমাদের কিছু প্রফিট রয়ে যাবে
হে ভাই আমি আপনার সাথে একমত পোষণ করছি। কারণ এটাই কেনার সময় এখন কারণএখন তিনি রেখে দিলে ভবিষ্যতে সফলতার আসবে ধন্যবাদ
-
বাই হ্যাঁ ভাই আমি মনে করি এটাই শ্রেষ্ঠ সময় কিক টোকেন কেনার কেননা এ টেন এর দাম এখন সর্বনিম্ন তো আপনি যদি এখন এই টোকেনটি কিনে রাখতে পারেন তাহলে পরবর্তী সময়ে ভালো রকম প্রফেট পাবেন এই টোকেন থেকে যারা দীর্ঘ সময়ের জন্য টোকেন হোল্ড করে রাখতে চান তারা অবশ্যই এখন কিক টোকেন কিনে রাখতে পারেন কিক টোকন এখনো শ্রেষ্ঠ সময়
-
হা ভাই আপনি সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে কিক কয়েন এর দাম কমলে সেটা আমরা কিনে রাখতে পারি ভবিষ্যতে এটি বৃদ্ধি পেতে পারেও আমরা অনেক লাভবান হতে পারব আপনার পোস্টটি পড়ে উপকৃত হলাম ভাই
-
কিছুদিন আগে দেখা গিয়েছিলো কিকের প্রাইস অনেক ভাল ছিল।কিন্তু আস্তে আস্তে কিক এর প্রাইস কমতে শুরু করেছে এবং অনেকটাই কমে গিয়েছে। তাই সবাই কিক কিনে অন্য সকল কয়েনগুলি কিনলে আমার মনে হয় ভাল হবে। কিক এর বর্তমান পজিশন বেশি ভালো না তাই আমি মনে করি কিক না কেনা টাই ভালো।
-
আপনি যখন এই পোস্ট টি করেছিলেন তখন একটা লাভজনক অবস্থানে ছিলো আর আপনি আপনার প্রশ্নের উওর পেয়ে গেছেন এই থ্রেড টা এখন লক করে দেওয়া উত্তম তাছাড়া মানুষ তাদের মণগড়া বলতেই থাকবে।
-
Lock this topic. সবাই স্পামিং থেকে বিরত থাকুন।