Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on October 17, 2020, 05:11:14 AM
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
আমরা ফোরামের সকল রুলস মেনে কাজ করব এবং কারো সাহায্য সহযোগিতা লাগলে আমরা অবশ্যই করবো
-
ভালো ও মানসম্মত ফোরাম রিলেটেড এবং ফোরামের রুলস মেনে কেউ যদি পোস্ট করে তাহলে তাকে অবশ্যই কারমা দেব। তবে ভালো মানে কিছু শিক্ষনীয় পোষ্ট দিন যা থেকে আমরা কিছু শিখতে পারি ধরনের পোস্ট দিন কারমা অবশ্যই পাবে।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
ঠিকই বলেছেন। আমাদের বাংলা বোর্ডের পোস্টগুলো অনেক নিম্নমানের। এখানে রুলস কেউ ফলো করেনা আর একজন আরেকজনের পিছে লেগে থাকে। এজন্য অনেকে বাংলাবোর্ড ছেড়ে চলে গেছে। বাংলা বোর্ডে ভালো পোস্ট হলেও অনেকে কারমা দেয়না। অথচ ইংলিশ বোর্ডে ভালো পোস্ট হলেই কারমা পাওয়া যায় তাই যারা ফুল মেম্বার হয়েছেন অন্তত, তারা ভালো পোস্টে কারমা দিবেন। কারমা নিজে হোল্ড করে কোন লাভ নেই। সবাই ভালোভাবে বাংলাবোর্ডকে এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। +1 কারমা রইলো।
-
আমাদের বাংলা পোষ্টের মান খুব একটা ভাল হচ্ছে না। আমাদের উচিত এই পোষ্টের মান ভাল করা। প্রতিটি পোষ্ট দেওয়ার আগে আমাদের ভাবতে হবে যে পোষ্টগুলোর ভাষা ঠিক আছে কি না। পোষ্টগুলো সব ইনফরমেটিভ হচ্ছে কি না। আপনার পোষ্ট যত ভালো হবে ততবেশি আপনি কারমা পাবেন।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
আমাদের সকলেরই উচিৎ ফোরামে ভালো মানের পোস্ট করা। আমরা যারা নতুন আছি, আমাদের সকলেরই উচিৎ যারা সিনিয়র ভাই আছে তাদেরকে ফলো করা, তাদের দেওয়া রুলস গুলো মেনে চলা। ফোরামের নিজস্ব কিছু রুলস থাকে,যেইটা নতুন হিসেবে আমাদের জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ নিয়ম কানুন মেনে যদি ভালো মানের পোস্ট করা হয় তাহলে বড় ভাইরা পজিটিভ কারমা দিয়ে থাকে।
আবার আমাদের উচিৎ একি পোস্ট বার বার না কর, এতে ফোরামের সকলেরই মন খারাপ হতে পার, তাই আমাদের এই বিষয়টা এরিয়ে চলতে হবে।
আবার অযথা কারো পিছনে লাগা টা উচিৎ না। তবে হ্যা, যদি কেউ ভুল করে থাকে সেক্ষেত্রে আমরা তার ভুল টা ধরিয়ে দিতে পারি।
-
আমাদের বাংলা পোষ্টের মান খুব একটা ভাল হচ্ছে না। আমাদের উচিত এই পোষ্টের মান ভাল করা। প্রতিটি পোষ্ট দেওয়ার আগে আমাদের ভাবতে হবে যে পোষ্টগুলোর ভাষা ঠিক আছে কি না। পোষ্টগুলো সব ইনফরমেটিভ হচ্ছে কি না। আপনার পোষ্ট যত ভালো হবে ততবেশি আপনি কারমা পাবেন।
কারমা পাওয়া যায় কই? আপনি আমার ইংরেজি বন্ধুদের দিকে তাকান। তাদের পোস্ট ১৫০০ হয়েছে তাদের নামের পাশে অন্তত ১০০ কারমা শো করে আর আমাদের বাংলা বোর্ডে দেখেন ভালো পোস্ট দুএকজন করলেও তাদের কারমা দেওয়া হয়না। আর কারমা না পেলে দেখবেন একসময় সিনিয়ররা বাংলাবোর্ড ছেড়ে চলে যাবে। ইতিমধ্যে অনেককে যেতে দেখেছি। তাই কারমা ভালো পোস্ট হলেই দেওয়া উচিত আর আমি নিয়মিত কারমা দেই যদি ভালো পোস্ট পাই বিশেষ করে বাংলাবোর্ডে।
-
সবাই কে নিজের একাউন্টের বিষয় অবশ্যই সচেতন হতে হবে। কেন না যদি না হন তাহলে যে কোন সময় একাউন্ট নিয়ে প্রবলেমে পড়তে পারেন। তবে নিজের সুবিধার্থে একাউন্টের প্রতি যত্ন নিতে হবে। পোস্টের মান ভাল করতে হবে। আর সর্বদা একাউন্টে যে কোন ধরনের নিয়ম বর্হিভূত কোন কাজ না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। তবেই আপনার একাউন্ট নিরাপদ থাকবে সেই সাথে আপনিও ভাল থাকবেন।
-
ধন্যবাদ। আশা করছি আপনার নির্দেশনা অনেকেরই কাজে আসবে। আসলে কেউ কাউকে সচেতন না করে উল্টা কারও পিছনে লাগা একটা খৃবই খারাপ বিষয়। আমরা নিজেরা একাউন্ট এর প্রতি যত্নশীল হলেই ভালো কিছু করা সম্ভব । সব চাইতে বড় যে বিষয় আমরা সবাই ফ্রিলান্সার বা হান্টার কেউ কাউকে ক্ষতি করার চেষ্টা না করি।
-
আসুন আমরা সবাই বাংলা ফোরামে যত্নশীল হয় এবং আমরা ফোরামকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাই। আমরা ফোরামে যদি ভালো মানের পোস্ট করতে পারি তাহলে কারমা নিতে পারব। সকলের কাছে আমার বিনীত আবেদন আমরা কারো ক্ষতি করব না। ভালোমানের পোস্ট হলে আমরা সবাই কে কারমা দিব। আমরা ফোরামে কারো ক্ষতি করব না।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
ধন্যবাদ মডারেটর ভাই । আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করে যান ফোরাম অবশ্যই একদিন উন্নতি হবেই হবে। সবাই নিজেদের ভুলগুলো শুধরে নেবো।
-
আমাদের এই বাংলা ফোরামে যিনি মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি আমাদেরকে অনেক ভাবে বুঝাতে চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন যে সবাইকে সতর্ক হতে। এখানে আমরা নানা ধরনের ভুল-ভ্রান্তি করে থাকে সেগুলো কে শুধরাতে হবে।মডারেটর আমাদেরকে বারবার বিভিন্ন বিষয়ে সতর্ক করে থাকেন তিনি জানেন যে কে কি করছে এটা তার দায়িত্বের মধ্যে তাই তিনি আমাদেরকে বিভিন্ন বিষয়ে আগাম সতর্ক করে দেন। এখন নিজের একাউন্টে দায়িত্ব নিজের নিতে হবে আমার একাউন্টের কোন প্রবলেম হলে আমি নিজেই দায়ী। তাই সবাইকে বলব সবাই একাউন্টের প্রতি দায়িত্বশীল হন কোন ধরনের মিস ইউজ করবেন না সবাই সবাইকে হেল্প করবেন।
-
যারা এই ফোরামে একাউন্ট করেছেন তারা নিজের একাউন্ট যত্ন করে ভালো মানসম্মত ফোরাম রিলেটেড পোস্ট করুন তাহলে আপনি কখনো ধরা পড়বেন না। যারা কপি পেস্ট করে তারা স্পামিং হিসাবে ধরা পরে এবং আইডি শেষ তাই যাদের একাউন্ট আছে তাদের একাউন্টের ভালো ও মানসম্মত রুলস মেনে পোস্ট করুন।
-
অবশ্যই এই ফোরামের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। সবাইকে নিজে থেকে কিছু করে দেখাতে হবে অন্যের লেখা কখনোই কপি করা যাবে না। কেউ যদি কোন প্রশ্ন না বোঝেন তাহলে অবশ্যই সিনিয়রভাইদের ফলো করবে।
-
সবাই এখানে পরিশ্রম করছেন নিজের ভালোর জন্য কিন্তু সেটা যেন বিফলে না যায়। কারন আপনার একাউন্ট যদি ঠিক না থাকে আপনি কিভাবে কাজ করবেন। সব কিছুই বৃথা হয়ে যাবে। তাই ফোরামের সকল রুলস ভালেভাবে বুঝে কাজ করুন।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
আপনার পরামর্শগুলো খুব মূল্যবান। আমরা বাংলা বোর্ডের বেশীরভাগ সদস্যই ফোরামের রুলস গুলো জানার ও মানার চেষ্টা করিনা, কেউ ভালো পোস্ট করলে তাকে করমা দিয়ে উৎসাহিত করতেও কার্পনতা করি। এছাড়াও একজনের পিছে আরেক জন লেগে ক্ষতি করার চেষ্টা করে, সেটা মোটেই কাম্য নয়। আশাকরি সবাই আপনার মূল্যবান পরামর্শগুলো অনুধাবন করবেন। ধন্যবাদ +1 কারমা রইলো।
-
সবাই যখন নিজের একাউন্টের প্রতি যত্নশীল হবেন তখন আপনার কাজ ও ভাল হবে। সবকিছুতে স্বচ্ছতা থাকবে। তাই আমি মনে করি সর্বপ্রথম আমাদের নিজে ্একাউন্টের প্রতি যত্নশীল হতে হবে।
-
একটি কথা সব সময় মনে রাখার চেষ্টা করবেন সেটি হল কেউ যদি কারো পেছনে লাগে সে কিন্তু সারা জীবন পেছনেই থাকে। তাই কারো পেছনে লাগবেন না। নিজের কাজে ব্যস্ত থাকুন। আর ফোরামের রুলস মেনে কাজ করুন।
-
আপনি অনেক পরিশ্রম করে একটি একাউন্ট তৈরী করলেন তা যদি পরে রিসট্রিক্ট হয়। তাহলে এই কষ্ট আপনি কাউকে বোঝাতে পারবেন না। কাজেই ঐ রকম কিছু ঘটার আাগে আমাদের সবাই কে সচেতেন হতে হবে। রুলস মানতে হবে সবাই কে।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
আপনার উপদেশগুলো সবসময় মেনে চলার চেষ্টা করব। আপনার একটা কথা আমার অনেক ভালো লেগেছে যে এখানে দেখা যায় একজনের পিছে লেগে আছে। কেউ কারো ভালো চায় না বিশেষ করে আমাদের কিছু বাঙ্গালীদের ইউজারদের এই স্বভাব।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
আপনার উপদেশগুলো সবসময় মেনে চলার চেষ্টা করব। আপনার একটা কথা আমার অনেক ভালো লেগেছে যে এখানে দেখা যায় একজনের পিছে লেগে আছে। কেউ কারো ভালো চায় না বিশেষ করে আমাদের কিছু বাঙ্গালীদের ইউজারদের এই স্বভাব।
কারো পিছে লাগার দরকার নেই। অন্যের চিন্তা না করে নিজের একাউন্টের প্রতি সবাই যত্নবান হলে সমস্যা হবেনা। সবাই ভালোভাবে কাজ করবেন, শিখবেন, আয় করবেন আর জুনিয়রদের স্নেহ ও সিনিয়রদের সম্মান দিয়ে কমেন্ট করবেন তাহলে কোন সমস্যা হবেনা। ফোরাম চলবে স্বাভাবিক নিয়মেই।
-
সবাই এখানে পরিশ্রম করছেন নিজের ভালোর জন্য কিন্তু সেটা যেন বিফলে না যায়। কারন আপনার একাউন্ট যদি ঠিক না থাকে আপনি কিভাবে কাজ করবেন। সব কিছুই বৃথা হয়ে যাবে। তাই ফোরামের সকল রুলস ভালেভাবে বুঝে কাজ করুন।
আসুন আমরা সবাই সবাইকে হেল্প করি সব ধরনের হিংসা বিদ্বেষ থেকে নিজেদেরকে বিরত রাখি আর রুলস গুলো মেনে চলি। আমার বিশ্বাস একাউন্ট নিরাপদ থাকবে।
-
ভালো ও মানসম্মত ফোরাম রিলেটেড এবং ফোরামের রুলস মেনে কেউ যদি পোস্ট করে তাহলে তাকে অবশ্যই কারমা দেব। তবে ভালো মানে কিছু শিক্ষনীয় পোষ্ট দিন যা থেকে আমরা কিছু শিখতে পারি ধরনের পোস্ট দিন কারমা অবশ্যই পাবে।
আপনি ঠিক বলেছি মানসম্মত পোস্ট হলে অবশ্য কারমা দেওয়া উচিত। নতুন ইউজার রা কারমা পেলে তাদের কাজ করার উৎসাহটা জাগে।
-
ভালো ও মানসম্মত ফোরাম রিলেটেড এবং ফোরামের রুলস মেনে কেউ যদি পোস্ট করে তাহলে তাকে অবশ্যই কারমা দেব। তবে ভালো মানে কিছু শিক্ষনীয় পোষ্ট দিন যা থেকে আমরা কিছু শিখতে পারি ধরনের পোস্ট দিন কারমা অবশ্যই পাবে।
হ্যাঁ ঠিক বলেছেন আপনি পোস্ট ছোট হোক কিন্তু কমেন্ট করার জায়গা থাকলে অবশ্যই কারমা পাবে। আশা করি যারা সিনিয়র মেম্বার তারা ছোটদের সাথে নিয়ে উন্নতির সাগর পাড়ি দিব।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
ঠিকই বলেছেন। আপনার পরামর্শগুলো খুব মূল্যবান অবশ্যই এই ফোরামের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। সবাইকে নিজে থেকে কিছু করে দেখাতে হবে অন্যের লেখা কখনোই কপি করা যাবে না। কেউ যদি কোন প্রশ্ন না বোঝেন তাহলে অবশ্যই সিনিয়রভাইদের ফলো করবে।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
মডারেটর ভাই খুব ভালো উপদেশ দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। কারমা দেবার পিছনে আমাদের বাংলা বোর্ড এ অনেকের কার্পন্য দেখা যায় যেটা সঠিক না বলে মনে করি তবে আরেকটা বিষয় আছে সেটা হলো অনেকে কারমা বিক্রি করে যার করনে রেড খায় তাই ভয়ে যারা সত্যিকারের কর্মা পাবার যোগ্য তারাও করমা পায়না। আপনার 4নং এবং 5নং বেশী ভালো লাগলো কারন আমরা যেন আমাদের শত্র হয়ে না দাড়াই তাহলে আমাদের ই ক্ষতি।
ধন্যবাদ
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
মডারেটর ভাই খুব ভালো উপদেশ দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। কারমা দেবার পিছনে আমাদের বাংলা বোর্ড এ অনেকের কার্পন্য দেখা যায় যেটা সঠিক না বলে মনে করি তবে আরেকটা বিষয় আছে সেটা হলো অনেকে কারমা বিক্রি করে যার করনে রেড খায় তাই ভয়ে যারা সত্যিকারের কর্মা পাবার যোগ্য তারাও করমা পায়না। আপনার 4নং এবং 5নং বেশী ভালো লাগলো কারন আমরা যেন আমাদের শত্র হয়ে না দাড়াই তাহলে আমাদের ই ক্ষতি।
ধন্যবাদ
বাংলা সেকশনে নিয়মিত একটিভ থাকুন। বাংলা কে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশা করি। পোষ্টের সংখ্যা বৃদ্ধি করতে হবে ও নতুন টপিকে সংখ্যা বৃদ্ধি করতে হবে। সবার একত্রে কাজ করলে সম্ভব হবে। তাই আমি মনে করি নতুন সব ইউজারদের এখানে নিয়মিত পোস্ট করা উচিত।
-
ভালো ও মানসম্মত ফোরাম রিলেটেড এবং ফোরামের রুলস মেনে কেউ যদি পোস্ট করে তাহলে তাকে অবশ্যই কারমা দেব। তবে ভালো মানে কিছু শিক্ষনীয় পোষ্ট দিন যা থেকে আমরা কিছু শিখতে পারি ধরনের পোস্ট দিন কারমা অবশ্যই পাবে।
জি সবার উচিত ভাল ভাল পোস্ট দেওয়া। তাহলে কারমার অভাব থাকবে না।
-
অবশ্যই এই ফোরামের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। সবাইকে নিজে থেকে কিছু করে দেখাতে হবে অন্যের লেখা কখনোই কপি করা যাবে না। কেউ যদি কোন প্রশ্ন না বোঝেন তাহলে অবশ্যই সিনিয়রভাইদের ফলো করবে।
-
একটি কথা সব সময় মনে রাখার চেষ্টা করবেন সেটি হল কেউ যদি কারো পেছনে লাগে সে কিন্তু সারা জীবন পেছনেই থাকে। তাই কারো পেছনে লাগবেন না। নিজের কাজে ব্যস্ত থাকুন। আর ফোরামের রুলস মেনে কাজ করুন।
আমাদের বাংলাদেশ অনেক ইউজার আছে যারা এমনি একে অপরের পিছনে লেগে থাকে।আসলে যদি কোন ভুল হয় তাহলে সেটা ধরিয়ে দেওয়া উচিত তাহলে সে সতর্ক হতে পারবে পরবর্তীতে আর কোনো ভুল হবেনা।
-
ভালো ও মানসম্মত ফোরাম রিলেটেড এবং ফোরামের রুলস মেনে কেউ যদি পোস্ট করে তাহলে তাকে অবশ্যই কারমা দেব। তবে ভালো মানে কিছু শিক্ষনীয় পোষ্ট দিন যা থেকে আমরা কিছু শিখতে পারি ধরনের পোস্ট দিন কারমা অবশ্যই পাবে।
আমারও ঠিক একই কথা ভাল হলে অবশ্যই কারমা নেওয়ার উপযোগি হবে। তাই ভাল পোস্ট দেওয়ার চেস্টা করুন কারমা পাবেন।
-
একটি একাউন্ট যখন কোন একটি র্যঙ্ক এচিব করে তখন খুবই ভাল লাগে মনে হয় কষ্ট সার্থক হয়েছে। কিস্তু ঐ একাউন্ট যদি বন্ধ করা হয় তখন কতটা খারাপ লাগবে তা ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ যার হবে একমাত্র সেই বুঝবে এর জ্বালা। তাই সময় থাকতে একাউন্টের প্রতি যত্নশীল হওয়া উচিত।
-
আপনারা সবাই আপনাদের অ্যাকাউন্ট এর প্রতি যত্নশীল হোন আপনার ভালো মানের পোস্ট দিন পোস্টে এমন কিছু বলুন অন্য কেউ আপনার পোস্ট দেখে অনুপ্রাণিত হয় প্রশ্নের মান বজায় রেখে পোস্ট করুন নিয়মিত পোস্ট করুন নিয়মিত একটিভ থাকুন ধন্যবাদ সবাইকে।
-
ধন্যবাদ। আশা করছি আপনার নির্দেশনা অনেকেরই কাজে আসবে। আসলে কেউ কাউকে সচেতন না করে উল্টা কারও পিছনে লাগা একটা খৃবই খারাপ বিষয়। আমরা নিজেরা একাউন্ট এর প্রতি যত্নশীল হলেই ভালো কিছু করা সম্ভব । সব চাইতে বড় যে বিষয় আমরা সবাই ফ্রিলান্সার বা হান্টার কেউ কাউকে ক্ষতি করার চেষ্টা না করি।
আমাদের জাতির তখন উন্নতি হবে যখন আমরা এই হিংসার বেড়াজাল থেকে মুক্ত হতে পারব। আশা করি সামনে সুদিন আসবেই।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
আমার মনে হয় কেউ কারো পিছনে না লেগে সবাই সবাইকে সাহায্য করা উচিত যদি ভালো মানের পোস্ট হয় তাহলে অবশ্যই তাকে একটি পজেটিভ কারমা দিন। পজিটিভ কারমা দেওয়ার ফলে একজন পোস্টদাতার উৎসাহ অনেক বেড়ে যায় যার ফলে সে পরবর্তীতে অনেক ভালো ভালো পোস্ট করার চেষ্টা করবে।
-
হ্যাঁ ভাই ঠিকই বলছেন ভালো মানের পোস্ট করতে হবে আমাদের না হলে আমরা কারমা পাবোনা। ভালোমানের পোস্ট করলে আমরা অবশ্যই কারমা পাবো। সকল নিয়ম মেনে চলব এবং সিনিয়র ভাইদের দেওয়া পোস্ট গুলো ভালোভাবে পরবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো।যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাদের কাছে সাহায্য চাইবো।
-
হ্যাঁ ভাই ঠিকই বলছেন ভালো মানের পোস্ট করতে হবে আমাদের না হলে আমরা কারমা পাবোনা। ভালোমানের পোস্ট করলে আমরা অবশ্যই কারমা পাবো। সকল নিয়ম মেনে চলব এবং সিনিয়র ভাইদের দেওয়া পোস্ট গুলো ভালোভাবে পরবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো।যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাদের কাছে সাহায্য চাইবো।
এখানে কারমা না আপনার একাউন্টি কে কিভাবে ভাল রাখবেন সে বিষয় জানতে চাওয়া হয়েছে। অথবা এই বিষয় বলার জন্য অনুরোধ করা হয়েছে। দয়া করে প্রাসঙ্গিক আলোচনা করার চেস্টা করুন।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
জি ফোরামের রুলস আমরা সবাই মেনে চলব। এবং যারা সিনিয়র তাদের দিকনির্দেশাগুলোও মেনে চলব।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
এই রুলস মোতাবেক যদি সবগুলা মেম্বার চলাচল করে তাহলে আমি মনে করি কোনোরকম অসুবিধা হবেনা ফোরাম অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে। আপনার পোস্টটি অনেক মেম্বার মেনে চলে না তার জন্য আজ আমাদের এই অবস্থা। ভালো মানের পোস্ট হলেও নেগেটিভ কারমা দেওয়া হয়।আর আমাদের বাঙালি তো একজন আরেকজনের পিছনে সব সময় লেগে থাকে। কারো ভুল হলে কেউ ধরিয়ে দেয় না সেখানে নেগেটিভ কারমা দিয়ে চলে আসে।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
কেউ রুলস বর্হিভূত কোন কাজ করবেন না। স্ক্যামাররা রুলস বর্হিভূত কাজ করে ফলে তাদের কে স্ক্যামার হিসেবে গন্য করা হয়।
-
সবাই নিজের একাউন্টে প্রতি যত্নশীল হয়। তা না হলে যখন তখন আমাদের অ্যাকাউন্ট থেকে বের করে দিতে পারে। আর একাউন্ট সচল রাখার জন্য আমাদের যে কাজগুলো করণীয় তাহলে।
রুলস গুলো মেনে চলুন।
আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
কেউ কারো পিছনে লাগবেন না।
কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য অপ্রয়োজনীয়' পোস্ট না করা।
-
নিজের একাউন্ট এর প্রতি যত্নশীল হওয়া উচিত কারণ নিজের একাউন্ট যেন কোন কারনে ব্যান্ড না খায় এবং ব্যান্ড না খাওয়ার কারণে অনেক সতর্ক সাথে পোস্ট করতে হবে এবং কারো পোস্ট কপি করা যাবনা আর ম্যাটাডোর এর রুলস ফলো করতে হবে
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
জি ফোরামের রুলস আমরা সবাই মেনে চলব। এবং যারা সিনিয়র তাদের দিকনির্দেশাগুলোও মেনে চলব।
নিজের একাউন্ট সচল রাখার জন্য আমাদের অ্যাকাউন্ট এর প্রতি যত্নশীল হওয়া দরকার। একাউন্ট সচল রাখার জন্য কিছু নির্দিষ্ট নিয়মমাফিক মেনে আমাদের চলতে হয়। এই সকল নিয়ম মেনে না চললে আমাদের অ্যাকাউন্টে বড় ধরনের সমস্যা হতে পারে।
-
অবশ্যই এই ফোরামের সকল রুলস গুলো মেনে চলার চেষ্টা করব যদি কখনো কোনো ভুল হয় দয়া করে সেই ভুলটা ধরিয়ে দিবে।মানুষ যেহেতু কিছুটা ভুল হতেই পারে তো সেই ভুল যদি কেউ ধরিয়ে দেয় তাহলে আমি অনেক খুশি হব। কারণ সেই বিষয়টা আমার জানা হয়ে যাবে।ভালো মানুষ পোস্ট হলে অবশ্যই কারমা দেওয়ার চেষ্টা করতে হবে সবাইকেই।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
হ্যা আমি আপনার শর্তগুলো মেনে কাজ করার চেষ্টা করি, বিশেষ করে পোষ্ট করার আগে অনেক ভেবে চিনতে পোষ্ট করি যাতে ভুল কম হয় তারপর ও যদি ভুল হয় ধরিয়ে দেওয়ার জন্য অনুরুধ করা হলো। আশা করি সবায় আপনার দেওয়া কথা গুলো মেনে কাজ করবে। সবাইকে ধন্যবাদ
-
আমরা যেহেতু এই ফোরামে কাজ করছি ভাই আমাদের সবার নিজ নিজ একাউন্টে প্রতি যত্নশীল হতে হবে।তা না হলে দেখা যাবে এত কষ্ট করে আইডি করলাম কিন্তু আইডি নষ্ট হয়ে গেল তাহলে তো কষ্টের কোন মূল্যই থাকলো না।অতএব সবাইকেই আমাদের নিজ নিজ একাউন্টে প্রতি দায়িত্বশীল হয়ে উঠতে হবে।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
হ্যাঁ ভাই আমাদের সবসময় উচিত হবে আমাদের ফোরামের সকল নিয়ম কানুন মেনে চলা এবং কখনো কারো পিছনে না লাগা কারো ভুল হলে সেটা শুধরে দেওয়া তবে আমরা কিছু কিছু ইউজার দেখছি যারা অন্যের পিছনে লাগতে খুবই পছন্দ করে আমরা যারা এই ফোরামে কাজ করি আমার মনে হয় আমরা সবাই ভাই ভাই এখানে কেউ কারও শত্রু না এখানে যারা আছে তারা সবাই এখান থেকে কিছু শেখার জন্য এবং কিছু উপার্জন করার জন্য আসছি তো আমাদের এখানে কাজ হবে যে আমরা যেটা জানি সেটা অন্য কেউ না জানতে পারে সেক্ষেত্রে সেটা তাকে জানানো উচিত হবে আমাদের এভাবে একে অন্যকে সাহায্য করা উচিত তাহলে আমরা আমাদের এই বাংলা বোর্ড টাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো বা নিয়ে যাওয়া সম্ভব হবে
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
অবশ্যই ভাই আমরা সঠিক কথাটি বলেছেন আসলে আমরা কারো পেছনে না লেগে অন্যের ভুলটা ধরিয়ে দিই তাহলে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো এবং আমরা ভালো মানের পোস্ট করব রুলস গুলো মেনে চলবো সিনিয়রদের আদেশ-নির্দেশ সবগুলো ম্যানেজ করব অবশ্যই আমরা সতর্ক সাথে এই ফোরামে কাজ করবো এবং আমরা উন্নতমানের পোস্ট করে কারমা নেব এবং ভালো মানের পোষ্ট না হলে আমরা কাউকে কারো দেবোনা।
-
আমাদের যার যার একাউন্টের প্রতি তার তার যত্ন নিতে হবে। আমাদের উচিতসব সময় ভালো মানের পোস্ট করা এবং সেই পোস্ট থেকে যেন আমরা পজিটিভ ফিডব্যাক পেতে পারি সেদিকে ফলো করে আমাদের পোস্ট করতে হবে।অনেক সময় দেখা যায় কিছু কিছু ইউজার রয়েছে যারা আজেবাজে পোস্ট করে যাচ্ছে তারা আবার ইতিমধ্যে অনেকেই নেগেটিভ ফিডব্যাক পেয়েছে।তাই সবার নিজ নিজ একাউন্টে প্রতি যত্নশীল হবেন এবং ভালোভাবে পোস্ট করলে অবশ্যই সবার একাউন্টে ভালো থাকবে।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
কেউ রুলস বর্হিভূত কোন কাজ করবেন না। স্ক্যামাররা রুলস বর্হিভূত কাজ করে ফলে তাদের কে স্ক্যামার হিসেবে গন্য করা হয়।
হ্যাঁ সিনিয়র ভাইরা সবসময়ই চেষ্টা করে কিভাবে নতুনদেরকে পোষ্টের মান উন্নতি করানো যায়। এই রুলস গুলো সবসময় মেনে চলতে হবে আবার অনেক ইউজার রয়েছে যারা একে অপরের পিছনে লেগে থাকে।একে অপরের পিছনে না লিখে যদি ফোরামের প্রতি মনোযোগী দেয়া হয় তাহলে ফোরামের উন্নতি হবে। তাই সব সময় আমরা সবাই সিনিয়র ভাইদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করব।
-
ধন্যবাদ যে কথাগুলো বললেন আশা করি সামনে এই রুলস গুলা মেনে চলার চেষ্টা করব। এখানে আরো অনেক সিনিয়ার ভাই আছেন তারা আমাদেরকে সাহায্য করবেন আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি।
-
ধন্যবাদ যে কথাগুলো বললেন আশা করি সামনে এই রুলস গুলা মেনে চলার চেষ্টা করব। এখানে আরো অনেক সিনিয়ার ভাই আছেন তারা আমাদেরকে সাহায্য করবেন আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি।
আমি মনে করি কে কোন সময় আমাকে সাহায্য করবে তার জন্য বসে থাকার চেয়ে সময় থাকলে এবং ইনকাম করতে চাইলে প্রত্যেকের উচিত নিজে থেকে ঘাটাঘাটি করে সমাধান বের করা সাথে সিনিয়র ভাইয়েরোতো আছেই। তাতে আপনাদের তথ্য যেমন সমৃদ্ধ হবে তেমনি কাউকে আপনিও সঠিক পথ দেখাতে পারবেন।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর ভাবে উপস্থাপনা করার জন্য। একজন সাধারন ইউজারের যা যা করতে হবে সেসব বিষয় নিয়ে খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন। এটি আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই কারো বিরুদ্ধে না লাগি। কেউ কোন ভুল করলে তাকে সতর্ক করে দেয় অথবা ভুল ধরিয়ে দেই।ভালো মানের পোস্ট হলে তাকে উৎসাহিত করার জন্য কারমা প্রদান করি।
-
আপনি ঠিক বলেছেন ভাই সবার প্রতি যত্ন নেওয়া উচিত কারণ একজন নতুন সদস্যদের যা করা দরকার সেটা আপনি উপস্থাপন করেছেন আশা করি এরকম টপিক হলে আমরা যারা নতুন সদস্য হয়েছি তারা অনেক টাই এগিয়ে যেতে পারবে। কেউ কারো ভুল ধরা থেকে আমরা সবাই বিরত থাকব।
-
আমি সবসময় চেষ্টা করি ফোরামের রুলস মেনে কাজ করার জন্য। কারন একটা আইডির পিছনে আমাদের অনেক পরিশ্রম হয়। তাই কেউ হয়তো চাইবে না এত কষ্ট করে আইডি তৈরি করে আইডি নষ্ট করতে।তাই অবশ্যই সকলের এ বিষয়ে মনোযোগ দেওয়া উচিত।
-
আপনা পোস্টে আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরেছেন যা আমাদের আইডি-কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে খুবই প্রয়োজন। এখানে আমাদের অনেক ভাইদের অনেক ভালো ভালো পোস্ট চোখে পরে, তবে তাদের আইডি তে আশানুরূপ পজিটিভ কারমা নেই। এর মানে বোঝা যাইতেছে যে এখানে কেউ তেমন একটা কারমা দেয় না।
অন্যদিকে আমাদের মধ্যে কেউ যদি কোন ভুল করে থাকে তবে তাকে তার ভুল টা ধরিয়ে দিলে অনেক ভালো হবে। তাই সবার কাছে আমার অনুরোধ আপনারা সবাই এই ভাইয়ের পোস্টে উল্লেখিত বিষয় গুলো মাথায় রেখে চলবেন।
-
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার পোস্ট পড়ে আরো সতর্ক হলাম। আমরা যারা কাজ করে তারা সবাই ফোরামের রুলস গুলো মেনে কাজ করার চেষ্টা করব। আমাদেরকে আইডির পেছনে অনেক পরিশ্রম করতে হয়। আমরা জেনে শুনে কাউকে নেগেটিভ কারমা দেবো না। যদি তার পোস্ট পড়ে ভাল লাগে বা তার পোস্ট যদি তথ্যবহুল হয় তাকে নেগেটিভ কারমা না দিয়ে পজেটিভ কারমা দেওয়ার চেষ্টা করব। আমরা সবাই একসাথে কাজ করে ফোরাম কে এগিয়ে নিয়ে যেতে চাই।
-
হ্যা আমরা সবাই ফোরামের নিয়মকানুন অবশ্য অবশ্যই মেনে চলবো এতে আমাদের ফোরামে উন্নতি হবে।
সব ধরনের মানুষ কিন্তু আমরা অবশ্য অবশ্যই মনে রাখব এবং তথা অনুযায়ী এখানে কাজ করব এবং কোন ধরনের স্পামিং থেকে বিরত থাকব। আমরা সবাই ফোরামে উপদেশ দিয়ে যাচ্ছি ভালো ভালো কিন্তু একটু খোঁজ নিলেই দেখা যাবে যে যে উপদেশ দিচ্ছে এখানে সেই কিন্তু আবার ফোরামের নিয়ম কানুন ভঙ্গ করে পোস্ট করে রাতারাতি তাদের অ্যাক্টিভিটি কিন্তু বাড়িয়ে নিচ্ছে এদিকে লক্ষ্য রাখতে হবে এডমিন স্যার কে যারা এই সমস্ত কাজগুলো করে এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং ফোরামকে উন্নতি করার জন্য আরো আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে আমি মনে করছি কারন আপনি দেখবেন যে যারা এখানে নিয়মকানুন সম্পর্কে বেশি বেশি পোস্ট করে তারাই কিন্তু তাদের অন্য আইডি থেকে এখানে কিন্তু আজেবাজে পোস্ট করে তাদের অ্যাক্টিভিটি বাড়ি এনে এদিকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে আইপি এড্রেস চেক করতে হবে বলে আমি মনে করছি ।
-
একাউন্ট যার যার যত্ন নেওয়ার দায়িত্বও কিন্তু তার তার।আমাদের নিজেদের একাউন্টের প্রতি সবাই কে সচেতন হতে হবে। কোন রকম গাফিলতি করলে এর মাসুল কিন্তু আমাকেই দিতে হবে। তাই আমাদের সবার উচিত যথেষ্ট সাবধানতা অবলম্বন করা।
-
আমরা সবাই এই ফোরামে কাজ করতে চাই এবং কি ফোরামের রুলস গুলো মেনে কাজ করব। আমরা তথ্যবহুল বা গঠনমূলক পোস্ট করার চেষ্টা করব।আমাদের পোষ্ট পড়ে যদি কারো ভালো লাগে তাহলে যেন আমরা পজেটিভ কারমা পাই। পজেটিভ কারমা পাওয়ার মত পোস্ট করব। আজেবাজে পোস্ট করা থেকে বিরত থাকব।আমাদের নিজেরই নিজেদের আইডির প্রতি যত্নশীল হতে হবে। তাহলে ভবিষ্যৎ টা সুন্দর হবে ফোরামে আমাদের জন্য। আমাদের সবাইকে সতর্ক হয়ে কাজ করতে হবে।
-
১. ভালো মানের পোস্ট হলে কারমা দিন।
২. রুলস গুলো মেনে চলুন।
৩. আপনি যদি এখানে থাকতে চান তাহলে সর্তক হউন।
৪. কেউ কারো পিছনে লাগবেন না।
৫. কারো ভুল হলে ভুল ধরিয়ে দিন।
নিজের একাউন্টের প্রতি আমাদের অব্যশই সতর্ক হওয়া উচিত। আমরা যারা এই ফোরামে নতুন আছি অব্যশই ফোরাম সম্পর্কে জেনে বুঝে তারপর পোষ্ট করবো। সিনিয়র ভাইদের পোষ্টগুলো আমাদের অব্যশই ফলো করা উচিত যাতে তাদের মতো আমাদের পোষ্টগুলো কোয়ালিটি সম্পন্ন হয়। আবার নতুনদের মধ্যে অনেকে খুবই ভালো পোষ্ট করছে কিন্তু মাঝে মাঝে বানানগুলো ভূল হয়ে যাচ্ছে তাই পোষ্ট করার আগে আমাদের একবার চেক করে নেওয়া উচিত।
-
ফোরামের সবাই ফোরামের রুলস মেনে কাজ করবেন কারণ আপনি যদি নিয়মের বাহিরে কাজ করেন তাহলে আপনি নেগেটিভ কারমা খাবেন। জীবন জ্যোতি ফোরামের রুলস মেনে কাজ করেন তাহলে আপনি পজিটিভ কারমা পাবেন। তাই সবাই ফোরামের রুলস মেনে কাজ করার চেষ্টা করুন।
-
আপনি ঠিক কথা বলেছেন কারণ নিজেই যদি নিজে একাউন্টের প্রতি যত্নশীল না হই দ্বিগুণ এটি সম্পুর্ন পোস্ট না করি তাহলে কেমন হবে আপনার যে পোস্টটি করবেন সেগুলো খুবই সুন্দর ভাবে এবং কোয়ালিটি সম্পুর্ন পোস্ট করবেন এবং পোস্ট করার আগে পুনরায় আপনার পোস্ট করা এসেছেন কথাগুলো আবার চেক করে নিবেন যে কোথাও কোন বানান ভুল হল কিনা সেদিকে লক্ষ্য রাখবেন বানান ভুল হলে কিন্তু অন্যদিকে চলে যায় পোস্টগুলো সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং পড়ানোর নিয়ম কারণ মেনে চলবেন আপনার একাউন্ট সেভ থাকবে বলে মনে করছে
-
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর একটি পোস্ট করার জন্য। আমরা অবশ্যই নিজ নিজ একাউন্টে প্রতি যত্নশীল হব। কারন একটা অ্যাকাউন্ট তৈরি করতে যে কতটা কষ্ট যে তৈরি করেছে সে ছাড়া কেউ বুঝবে না। তাই আমরা চাইব না অযথা আমাদের অ্যাকাউন্ট গুলো নষ্ট হয়ে যায়। অবশ্যই আমরা একাউন্টের প্রতি যত্নশীল হবে।