Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on October 18, 2020, 06:16:07 PM
-
আমি দু'একদিনের মধ্যে এখান থেকে কিছু ইউজার কে রিমুভ করার সিদ্ধান্ত নিব। কেননা তারা প্রতিনিয়ত কপি-পেস্ট করে যাচ্ছেন। আমাদের এই সেকশনে লোকেরা সবচেয়ে বেশি কপি-পেস্ট করে। গ্লোবাল সেকশনে গিয়ে তারা কপি-পেস্ট গুলো পোস্ট করে। তাই আমি মনে করি তাদের এখানে থাকার কোন অধিকার নেই। তবে তাদেরকে আমি অবশ্যই সুযোগ দেব এবং তাদেরকে আমি দু'একদিনের মধ্যে নামগুলো ফাইন্ড আউট করে তাদেরকে ওয়ারনিং দেব। এটাই হবে তাদের লাস্ট ওয়ারনিং। তাই আমি তাদেরকে এই পোস্ট এর মধ্যে সুযোগ দিচ্ছি যে, যারা এর মধ্যে ভালো না হয়। তাহলে তাদের নাম ধরে আমি ওয়ারনিং দেওয়ার পর তারপরও যদি তারা এই কপি পেস্ট করা বন্ধ না করে, তাহলে তাদের কে আমি অবশ্যই কঠোর শাস্তি দিব।
-
মডারেটর কে অনেক ধন্যবাধ এই ধরনের ডিসিশন নেওয়ার জন্য আসলে যারা এই ধরনের কপি পেস্ট করে তাদের দ্রুত ধরিয়ে দিলে ফোরামের মান বজায় থাকবে বলে মনে হয়। কিছু দুস্ককৃতিকারির জন্য সবার অমঙ্গল হোক তা আমরা কেউই চাই না। তাই যত দ্রুত সম্ভব ধরিয়ে দিন যদি ওয়ার্নিং দিতে চান ভাল তবে আমার কথা হল একশন নিতে হবে। দেখুন আইনের যদি যথার্ত প্রয়োগ না হয় তাহলে কিন্তু সেই আইনের কোন দাম থাকে না।
-
আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যদি গ্লোবাল সেকশনে যে আমাদের বাঙালিরা কপি পেস্ট করে তাহলে আমাদের বাঙ্গালীদের নামে তারা কটুক্তি করবে। যেটা আমরা সহ্য করতে পারব না অতএব আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। অতএব যারা কপি পেস্ট করেন তারা অবশ্যই এখন থেকে বাদ দিয়ে দিবেন। নিজে থেকে পোস্ট দেওয়ার চেষ্টা করুন আশা করি আপনার মঙ্গল বয়ে আনবে।
-
মডারেটরকে বলব যে আর সুযোগ দিবেন না এখন আপনি অ্যাকশনে জান বর্তমানে বাবা আমাদের ফোরাম এর অবস্থা এমন বাজে হয়েছে যে বেশির ভাগ ক্ষেত্রে কপি পেস্ট করে দিচ্ছে কিছু দুষ্কৃতিকারী তাদেরকে ধরিয়ে দিন।
-
আমি দু'একদিনের মধ্যে এখান থেকে কিছু ইউজার কে রিমুভ করার সিদ্ধান্ত নিব। কেননা তারা প্রতিনিয়ত কপি-পেস্ট করে যাচ্ছেন। আমাদের এই সেকশনে লোকেরা সবচেয়ে বেশি কপি-পেস্ট করে। গ্লোবাল সেকশনে গিয়ে তারা কপি-পেস্ট গুলো পোস্ট করে। তাই আমি মনে করি তাদের এখানে থাকার কোন অধিকার নেই। তবে তাদেরকে আমি অবশ্যই সুযোগ দেব এবং তাদেরকে আমি দু'একদিনের মধ্যে নামগুলো ফাইন্ড আউট করে তাদেরকে ওয়ারনিং দেব। এটাই হবে তাদের লাস্ট ওয়ারনিং। তাই আমি তাদেরকে এই পোস্ট এর মধ্যে সুযোগ দিচ্ছি যে, যারা এর মধ্যে ভালো না হয়। তাহলে তাদের নাম ধরে আমি ওয়ারনিং দেওয়ার পর তারপরও যদি তারা এই কপি পেস্ট করা বন্ধ না করে, তাহলে তাদের কে আমি অবশ্যই কঠোর শাস্তি দিব।
গুড ডিসিশন ব্রাদার। আসলে আপনি একজন সৎ মডারেটর। আপনার সততা এবং ধৈর্যের কোন তুলনা হয়। আসলে আমাদের বাংলা ফোরামের কিছু ছেলেপ্লে আছে তারা এই ফোরাম টাকে উত্ত্যক্ত করে ফেলেছে। তাদের জন্য আজ বাংলা সেকশন ফোরাম টা এগিয়ে দিয়ে যেতে কষ্ট হচ্ছে। আসলে এই সমস্ত কাজ যদি আমরা করি তাহলে একজন বলে কোন সমাধান করা যাবে না। তাই আমাদের সচেতন হতে হবে এবং ফোরামে ভালো মানের পোস্ট করতে হবে। আর এ দায়িত্ব তো আমাদের। তাই আমাদের অধিকার আমরা রক্ষা করব। আজ থেকে কপি পোস্ট করা ছেড়ে দিতে হবে সহজ করতে হবে আর কোনদিনও কপি পেস্ট করে কোনো পোস্ট করব না।
-
আমি ভাইয়ের কথার সাথে পুরোপুরি একমত জানাচ্ছি কপি-পেস্ট করে কোন লাভ নেই ভাই আর যারা কপি পেস্ট করবেন তারা কখনো কোন কিছু শিখতে পারবেন না আপনার জ্ঞানকে কাজে লাগান মাথাকে কাজে লাগিয়ে কোনো কিছু করার চেষ্টা করুন চেষ্টা করলে মানুষ সব পারে আপনিও পারবেন তাই কপি-পেস্ট বাদ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন।
-
আমি দু'একদিনের মধ্যে এখান থেকে কিছু ইউজার কে রিমুভ করার সিদ্ধান্ত নিব। কেননা তারা প্রতিনিয়ত কপি-পেস্ট করে যাচ্ছেন। আমাদের এই সেকশনে লোকেরা সবচেয়ে বেশি কপি-পেস্ট করে। গ্লোবাল সেকশনে গিয়ে তারা কপি-পেস্ট গুলো পোস্ট করে। তাই আমি মনে করি তাদের এখানে থাকার কোন অধিকার নেই। তবে তাদেরকে আমি অবশ্যই সুযোগ দেব এবং তাদেরকে আমি দু'একদিনের মধ্যে নামগুলো ফাইন্ড আউট করে তাদেরকে ওয়ারনিং দেব। এটাই হবে তাদের লাস্ট ওয়ারনিং। তাই আমি তাদেরকে এই পোস্ট এর মধ্যে সুযোগ দিচ্ছি যে, যারা এর মধ্যে ভালো না হয়। তাহলে তাদের নাম ধরে আমি ওয়ারনিং দেওয়ার পর তারপরও যদি তারা এই কপি পেস্ট করা বন্ধ না করে, তাহলে তাদের কে আমি অবশ্যই কঠোর শাস্তি দিব।
মডারেটর ভাই আপনি অনেক সুন্দরভাবে দায়িত্ব পালন করছেন। আপনার দায়িত্ব ছিল প্রথমে ওয়ানিং দেওয়া কিন্তু তারপরেও যদি তারা সাবধান না হয় তাহলে অবশ্যই তাদের আইডি গুলো বাদ দেওয়া উচিত। গ্লোবাল সেকশনে গিয়ে যদি এরকম কপি-পেস্ট করে তাহলে আমাদের বাঙ্গালীদের নামে তারা নানা ধরনের নেগেটিভ মন্তব্য করবে। আশা করি আপনারা অবশ্যই মোডারেটর ভাইয়ের কথাগুলো পুরোপুরি মেনে চলবেন।
-
আমি দু'একদিনের মধ্যে এখান থেকে কিছু ইউজার কে রিমুভ করার সিদ্ধান্ত নিব। কেননা তারা প্রতিনিয়ত কপি-পেস্ট করে যাচ্ছেন। আমাদের এই সেকশনে লোকেরা সবচেয়ে বেশি কপি-পেস্ট করে। গ্লোবাল সেকশনে গিয়ে তারা কপি-পেস্ট গুলো পোস্ট করে। তাই আমি মনে করি তাদের এখানে থাকার কোন অধিকার নেই। তবে তাদেরকে আমি অবশ্যই সুযোগ দেব এবং তাদেরকে আমি দু'একদিনের মধ্যে নামগুলো ফাইন্ড আউট করে তাদেরকে ওয়ারনিং দেব। এটাই হবে তাদের লাস্ট ওয়ারনিং। তাই আমি তাদেরকে এই পোস্ট এর মধ্যে সুযোগ দিচ্ছি যে, যারা এর মধ্যে ভালো না হয়। তাহলে তাদের নাম ধরে আমি ওয়ারনিং দেওয়ার পর তারপরও যদি তারা এই কপি পেস্ট করা বন্ধ না করে, তাহলে তাদের কে আমি অবশ্যই কঠোর শাস্তি দিব।
প্রিয় মডারেটর ভাই,
আমিও আপনার সাথে একমত পোষণ করছি। আসলে এই কপি পেষ্ট এর জন্য আমাদের এই বাংলা ফোরামের অনেক ক্ষতি হচ্ছে। আমাদের ফোরামটা কে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সকলেরই উচিৎ এই কপি পেষ্ট বর্জন করা।
প্রিয় মডারেটর ভাই,
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অবশেষে এই রকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আসলে এই সিদ্ধান্ত টা আরো আগে হলে ভাল হইতো। তাহলে আর এই ফোরামে কেউ কপি পেস্ট করার সাহস দেখাইতো না।
যারা কপি পেস্ট করে ফোরামটা কে নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে আপনি খুব সুন্দর করে বুঝিয়ে বলে সুধরে দেওয়ার চেষ্টা করছেন। তাদেরকে আপনি ভুল সুধরে নেওয়ার সুযোগও দিতেছেন। তবুও যদি তারা সুধরে না যায় তাহলে তাদেরকে কঠোর শাস্তি দেওয়াই উচিৎ বলে আমি মনে করি।
-
ফোরামে যারা কপি পেস্ট করেন এবং স্পামিং করেন তাদের এই ফোরামে দরকার নাই লিংক দেন নেগেটিভ দিয়ে রাখবো। কারণ কপি পেস্ট এবং স্পামিং যারা করে তারা ফোরাম টাকে ধ্বংস করতে চায় এদের মত ইউজার থাকলে আপনি কিক আউট দিয়ে ফোরাম থেকে বের করে দেবেন।
-
কপি পোস্ট বেশিরভাগ নতুন মেম্বাররা করে থাকে। কেও করে না বুঝে কেও করে রুলস না জেনে, কেও করে দ্রুত পজিশন আপ করতে । এদের বিরুদ্ধে কঠর না হলে এগুলা বন্ধ করবে না। আপনার ডিসিশন আমি ন্যয্য বলে মনে করি
-
কপি পোস্ট বেশিরভাগ নতুন মেম্বাররা করে থাকে। কেও করে না বুঝে কেও করে রুলস না জেনে, কেও করে দ্রুত পজিশন আপ করতে । এদের বিরুদ্ধে কঠর না হলে এগুলা বন্ধ করবে না। আপনার ডিসিশন আমি ন্যয্য বলে মনে করি
কোন মেম্বার বা অন্য কোন সেকশন থেকে কপি পেস্ট করা মোটেই উচিত না। গুগোল মিডিয়াম বা অন্য কোন ব্লগ থেকে নেয়া পোস্ট করা যেতে পারে তবে নিচে সোর্স লিনক দিয়ে দিলে ক্ষতি কি। এই কথাগুলো মোডারেটর সহ অনেকেই একাধিকবার বলেছেন কিন্তু কেউ কানে নিচ্ছে না তাই একসময় ফোরামের মান মর্যাদা রক্ষার জন্য কঠোর হতে হবে।
-
ফোরামে যারা কপি পেস্ট করেন এবং স্পামিং করেন তাদের এই ফোরামে দরকার নাই লিংক দেন নেগেটিভ দিয়ে রাখবো। কারণ কপি পেস্ট এবং স্পামিং যারা করে তারা ফোরাম টাকে ধ্বংস করতে চায় এদের মত ইউজার থাকলে আপনি কিক আউট দিয়ে ফোরাম থেকে বের করে দেবেন।
আপনি ঠিকই বলেছেন এরপর আমাকে ঠিক রাখতে হলে অবশ্যই কঠোর হতে হবে। অন্যথায় ফোরাম নষ্ট হয়ে যাবে।
-
কপি পোস্ট বেশিরভাগ নতুন মেম্বাররা করে থাকে। কেও করে না বুঝে কেও করে রুলস না জেনে, কেও করে দ্রুত পজিশন আপ করতে । এদের বিরুদ্ধে কঠর না হলে এগুলা বন্ধ করবে না। আপনার ডিসিশন আমি ন্যয্য বলে মনে করি
যত করা হওয়া যাবে তত ফোরামে শৃঙ্খলা বিরাজ করবে। তাই এডমিন কে অনেক শক্ত অবস্থানে থাকতে হবে।
-
ধন্যবাদ এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। ফোরাম যেহেতু আমাদের তাই আমাদেরকেই এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা একটা সুন্দর সেকশন গড়তে পারবো। আর এই রকম ব্যবস্থা নিলে গ্লোবলেও আমাদের ভাবমূর্তি রক্ষা পাবে।
-
ভাই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যদি আমাদের বাংলা ফোরামে কপি পেস্ট করে তাহলে আমাদের এই ফোরাম কোনদিনও এগিয়ে যাবে না। তারপরেও যদি তারা গ্লোবাল সেকশনে গিয়ে কপি পেস্ট করে তাহলে আমাদের বাঙ্গালীদের নামে নানান ধরনের কথা কথা বলবে। বিশেষ করে মডারেটর ভাইয়ের ওপর চাপ আসবে। অতএব মডারেটর ভাই আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যদি তারা তারপরও কপি পেস্ট করা বাদ না দেয় তাহলে অবশ্যই তাদের এই ফোরাম থেকে বের করে দেবেন।
-
প্রিয় মডারেটর
আপনি সুন্দর একটি ব্যবস্থা করেছেন তাই আপনাকে ধন্যবাদ কি রকম ব্যবস্থা আগেই নেওয়া উত্তম ছিল অনেক দেরি হয়েছে।
-
আমি দু'একদিনের মধ্যে এখান থেকে কিছু ইউজার কে রিমুভ করার সিদ্ধান্ত নিব। কেননা তারা প্রতিনিয়ত কপি-পেস্ট করে যাচ্ছেন। আমাদের এই সেকশনে লোকেরা সবচেয়ে বেশি কপি-পেস্ট করে। গ্লোবাল সেকশনে গিয়ে তারা কপি-পেস্ট গুলো পোস্ট করে। তাই আমি মনে করি তাদের এখানে থাকার কোন অধিকার নেই। তবে তাদেরকে আমি অবশ্যই সুযোগ দেব এবং তাদেরকে আমি দু'একদিনের মধ্যে নামগুলো ফাইন্ড আউট করে তাদেরকে ওয়ারনিং দেব। এটাই হবে তাদের লাস্ট ওয়ারনিং। তাই আমি তাদেরকে এই পোস্ট এর মধ্যে সুযোগ দিচ্ছি যে, যারা এর মধ্যে ভালো না হয়। তাহলে তাদের নাম ধরে আমি ওয়ারনিং দেওয়ার পর তারপরও যদি তারা এই কপি পেস্ট করা বন্ধ না করে, তাহলে তাদের কে আমি অবশ্যই কঠোর শাস্তি দিব।
মডারেটর ভাইকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ নেওয়ার জন্য। কারণ আমাদের ফোরামের স্বার্থে কপি পোস্ট বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা সবসময় আপনার এরকম ভালো উদ্যোগ কে সাপোর্ট করব।
-
আমি দু'একদিনের মধ্যে এখান থেকে কিছু ইউজার কে রিমুভ করার সিদ্ধান্ত নিব। কেননা তারা প্রতিনিয়ত কপি-পেস্ট করে যাচ্ছেন। আমাদের এই সেকশনে লোকেরা সবচেয়ে বেশি কপি-পেস্ট করে। গ্লোবাল সেকশনে গিয়ে তারা কপি-পেস্ট গুলো পোস্ট করে। তাই আমি মনে করি তাদের এখানে থাকার কোন অধিকার নেই। তবে তাদেরকে আমি অবশ্যই সুযোগ দেব এবং তাদেরকে আমি দু'একদিনের মধ্যে নামগুলো ফাইন্ড আউট করে তাদেরকে ওয়ারনিং দেব। এটাই হবে তাদের লাস্ট ওয়ারনিং। তাই আমি তাদেরকে এই পোস্ট এর মধ্যে সুযোগ দিচ্ছি যে, যারা এর মধ্যে ভালো না হয়। তাহলে তাদের নাম ধরে আমি ওয়ারনিং দেওয়ার পর তারপরও যদি তারা এই কপি পেস্ট করা বন্ধ না করে, তাহলে তাদের কে আমি অবশ্যই কঠোর শাস্তি দিব।
এটা অত্যন্ত সময় উপযোগি সিদ্ধান্ত। কারন যারা এখনো কপি পেষ্ট বা স্পার্ম করছে তাদেরকে বারেং বার সতর্ক করার পর ও এখনো পর্যন্ত সুধরালো না। তাদের বিরুদ্ধে এখুনি ব্যবস্থা নেওয়ার সময়। তা না হলে তারা আমদের এই ফোরামকে অসম্মান জনক পর্যায়ে নিয়ে যাবে। আমি মনেকরি দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। যে কয়জন জেনুইন মেম্বার থাকবে তাদের নিয়ে এগিয়ে যেতে হবে। অন্যথায় সবাই ক্ষতিগ্রস্থ হবে।
-
কপি পেস্ট বা অন্যের পোস্ট চুরি করে নিজের পোস্ট করো। এটা খুবই জঘন্য আর স্ট্যাম্প করার । এক্ষেত্রে আপনি অনেক জায়গা থেকে কোন কিছু শেয়ার করতে পারেন তবে এক্ষেত্রে অবশ্যই আপনি এর সোর্স লিংক শেয়ার করবেন তাহলে আপনার আইডিটি। মডারেটর ভাইয়েরা ব্লগ আর রিপোর্ট করবে অবশ্যই পোস্ট করার ক্ষেত্রে এটুকু সাবধানতা অবলম্বন করবেন ধন্যবাদ।
-
আমি এখন প্রায় খুজে দেখি কপি পোস্ট পাওয়া যায় কিনা। কেও করছে কিনা। আসলে এটা চুরি। আমার কথা হচ্ছে আমি যা জানি তা শিখাবো। যা জানি না তা শিখবো এখানে চুরি করে পোস্ট কমেন্ট করলে শিক্ষার হার কখনো বাড়বে না। কপি পোস্ট করে র্যাংক বাড়িয়ে কি হবে যদি না কিছু শিখতেই না পারলাম? সাম্প না করে। সবাই শিখার ও শিখানোর চেস্টা করি।
-
আপনাকে অনেক ধন্যবাদ জানাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য।আসলে যারা কপি পেস্ট করে আমি মনে করি তাদেরকে অবশ্যই এই ফোরাম থেকে বের করে দেওয়া উচিত। কেননা কেউ যদি গ্লোবাল সেকশনে গিয়ে কপি-পেস্ট করে তাহলে কিন্তু বাঙ্গালীদের মান-সম্মান এর উপর দাগ লেগে যাবে। বিশেষ করে দেখা যায় বাঙালিরা বেশি কপি পেস্ট করে।আমি মনে করি আপনার এ ধরনের সিদ্ধান্ত নেওয়া তারা সকলেই সাবধান হয়ে যাবে।
-
কপি পোস্ট বেশিরভাগ নতুন মেম্বাররা করে থাকে। কেও করে না বুঝে কেও করে রুলস না জেনে, কেও করে দ্রুত পজিশন আপ করতে । এদের বিরুদ্ধে কঠর না হলে এগুলা বন্ধ করবে না। আপনার ডিসিশন আমি ন্যয্য বলে মনে করি
কোন মেম্বার বা অন্য কোন সেকশন থেকে কপি পেস্ট করা মোটেই উচিত না। গুগোল মিডিয়াম বা অন্য কোন ব্লগ থেকে নেয়া পোস্ট করা যেতে পারে তবে নিচে সোর্স লিনক দিয়ে দিলে ক্ষতি কি। এই কথাগুলো মোডারেটর সহ অনেকেই একাধিকবার বলেছেন কিন্তু কেউ কানে নিচ্ছে না তাই একসময় ফোরামের মান মর্যাদা রক্ষার জন্য কঠোর হতে হবে।
আপনি ঠিক বলেছেন এ সেকশনে কপি পেস্ট করলে আমাদের অবশ্যই সোর্স লিনক দেওয়া উচিত সোর্স লিনক দিলে কোন ক্ষতি হবে না আর যদি এভাবে চলতে থাকে তাহলে ফ্রম টির মর্যাদা রক্ষা করা কঠিন হয়ে যাবে আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান পোষ্টটি করার জন্য।
-
আমি আমাদের কিছু বাঙালি ইউজারদের দেখেছি যারা কয় বেস্ট করছে।আরো কিছু দেখেছি যে সিনিয়র ভাইরা তাদেরকে কিছু উপদেশ দিয়েছে এ ধরনের কাজ যেন আর না করে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়া হবে।আমি তাদেরকে অনুরোধ করবো আমাদের বাঙালি হয়ে কখনোই কবি বেস্ট করবেন না তাহলে আমাদের বাঙ্গালীদের নামে বিভিন্ন কোরআন থেকে বিভিন্ন ধরনের কথা বলবে।
-
আমি মনে করি কপি পেস্ট না করাই ভাল তবে যদি কেউ করেন সেক্ষেত্রে আপনার সোর্স লিঙ্ক দেওয়া টা খুবই গুরুত্বপুর্ণ বিষয়। আপনি যদি সেটা না করেন তাহলে আপনি ডুপলিকেট হসেবে বিবেচিত হতে পারেন। কাজেই সাবধান হন।
-
আমি দু'একদিনের মধ্যে এখান থেকে কিছু ইউজার কে রিমুভ করার সিদ্ধান্ত নিব। কেননা তারা প্রতিনিয়ত কপি-পেস্ট করে যাচ্ছেন। আমাদের এই সেকশনে লোকেরা সবচেয়ে বেশি কপি-পেস্ট করে। গ্লোবাল সেকশনে গিয়ে তারা কপি-পেস্ট গুলো পোস্ট করে। তাই আমি মনে করি তাদের এখানে থাকার কোন অধিকার নেই। তবে তাদেরকে আমি অবশ্যই সুযোগ দেব এবং তাদেরকে আমি দু'একদিনের মধ্যে নামগুলো ফাইন্ড আউট করে তাদেরকে ওয়ারনিং দেব। এটাই হবে তাদের লাস্ট ওয়ারনিং। তাই আমি তাদেরকে এই পোস্ট এর মধ্যে সুযোগ দিচ্ছি যে, যারা এর মধ্যে ভালো না হয়। তাহলে তাদের নাম ধরে আমি ওয়ারনিং দেওয়ার পর তারপরও যদি তারা এই কপি পেস্ট করা বন্ধ না করে, তাহলে তাদের কে আমি অবশ্যই কঠোর শাস্তি দিব।
আমাদের এই ফোরামের অনেক সদস্য আছে যারা বিভিন্ন সেকশন থেকে পোস্ট কপি করে কিন্তু সেই পোষ্টের সোলিং দেয় না যার ফলে পরবর্তীতে তাদের আইডি বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তাই আমাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত।
-
কপি পেস্ট করলে অবশ্যই সোর্স লিনক দিতে হবে। তা না হলে আপনি যদি অনবরত কপি পেস্ট করতে থাকেন তাহলে আপনার আইডিতে প্লাগরিজম দেওয়া হবে। যার ফলে আপনার আইডি তে পরবর্তীতে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই যারা কপি পেস্ট করবেন তারা অবশ্যই সেই পোষ্টের নিচে সোর্স লিংকটা যুক্ত করে দিবেন।
-
আমি দু'একদিনের মধ্যে এখান থেকে কিছু ইউজার কে রিমুভ করার সিদ্ধান্ত নিব। কেননা তারা প্রতিনিয়ত কপি-পেস্ট করে যাচ্ছেন। আমাদের এই সেকশনে লোকেরা সবচেয়ে বেশি কপি-পেস্ট করে। গ্লোবাল সেকশনে গিয়ে তারা কপি-পেস্ট গুলো পোস্ট করে। তাই আমি মনে করি তাদের এখানে থাকার কোন অধিকার নেই। তবে তাদেরকে আমি অবশ্যই সুযোগ দেব এবং তাদেরকে আমি দু'একদিনের মধ্যে নামগুলো ফাইন্ড আউট করে তাদেরকে ওয়ারনিং দেব। এটাই হবে তাদের লাস্ট ওয়ারনিং। তাই আমি তাদেরকে এই পোস্ট এর মধ্যে সুযোগ দিচ্ছি যে, যারা এর মধ্যে ভালো না হয়। তাহলে তাদের নাম ধরে আমি ওয়ারনিং দেওয়ার পর তারপরও যদি তারা এই কপি পেস্ট করা বন্ধ না করে, তাহলে তাদের কে আমি অবশ্যই কঠোর শাস্তি দিব।
আমাদের ফ্রম তাকে সন্দেহ করে রাখতে হলে অবশ্যই আমাদের কপি পেস্ট বন্ধ করতে হবে কপি-পেস্ট একটি স্প্যামিংয়ের মধ্যে পড়ে এগুলো করলে আমাদের বাংলা ফোরামের অনেক প্রবলেম হয় তাই সিনিয়র-জুনিয়র সকল ভাইদের কাছে রিকোয়েস্ট থাকবে এগুলো করা বন্ধ করুন। সমস্যা আমাদের সকলের উচিত বাংলা ফোরাম থেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিচালনা করার।
-
এখানে কপি পেস্ট করা এক ধরনের অপরাধ। কপি পেস্ট থেকে সবার বিরত থাকা উচিৎ। কপি পেস্ট না করে নিজের মতো করে, নিজের জ্ঞান টা সবার সামনে তুলে ধরাটাই আমাদের জন্য শ্রেয়।
-
আমি দু'একদিনের মধ্যে এখান থেকে কিছু ইউজার কে রিমুভ করার সিদ্ধান্ত নিব। কেননা তারা প্রতিনিয়ত কপি-পেস্ট করে যাচ্ছেন। আমাদের এই সেকশনে লোকেরা সবচেয়ে বেশি কপি-পেস্ট করে। গ্লোবাল সেকশনে গিয়ে তারা কপি-পেস্ট গুলো পোস্ট করে। তাই আমি মনে করি তাদের এখানে থাকার কোন অধিকার নেই। তবে তাদেরকে আমি অবশ্যই সুযোগ দেব এবং তাদেরকে আমি দু'একদিনের মধ্যে নামগুলো ফাইন্ড আউট করে তাদেরকে ওয়ারনিং দেব। এটাই হবে তাদের লাস্ট ওয়ারনিং। তাই আমি তাদেরকে এই পোস্ট এর মধ্যে সুযোগ দিচ্ছি যে, যারা এর মধ্যে ভালো না হয়। তাহলে তাদের নাম ধরে আমি ওয়ারনিং দেওয়ার পর তারপরও যদি তারা এই কপি পেস্ট করা বন্ধ না করে, তাহলে তাদের কে আমি অবশ্যই কঠোর শাস্তি দিব।
অন্যের কথা নকল করে, কপি করে নিজের হিসেবে চালিয়ে দেওয়া টা খুবই লজ্জাজনক একটা বিষয়, এটা এক ধরনের অপরাধও বটে। কপি করা মানেই তো অন্যের তথ্য চুরি করা। তাই আমরা অন্যের তথ্য চুরি করা থেকে বিরত থাকবো।
-
ফোরামে কপি পেস্ট করা টা ঠিক নয়। কপি করে নিয়ে অন্য জায়গায় পেস্ট করলে তাতে কখনো নিজের মেধা বিকাশ হয় না, নিজের কোন জ্ঞান অর্জন হয় না। এটা এক ধরনের অপরাধ, যা অন্যের তথ্য চুরির সামিল। তাই আমাদের কপি পেস্ট থেকে বিরত থাকতে হবে।
-
সরাসরি যদি কেউ কোনো তথ্য কপি করে পোস্ট করেন তাহলে তা স্পামিং এর শামিল। হ্যাঁ যদি করতেই হয় তাহলে সেখানে সোর্স লিংক দিন। অন্যথায় স্ট্রাইক খেতে পারেন যা আপনার আইডিকে ধ্বংস করে দেবে।
-
আমি দু'একদিনের মধ্যে এখান থেকে কিছু ইউজার কে রিমুভ করার সিদ্ধান্ত নিব। কেননা তারা প্রতিনিয়ত কপি-পেস্ট করে যাচ্ছেন। আমাদের এই সেকশনে লোকেরা সবচেয়ে বেশি কপি-পেস্ট করে। গ্লোবাল সেকশনে গিয়ে তারা কপি-পেস্ট গুলো পোস্ট করে। তাই আমি মনে করি তাদের এখানে থাকার কোন অধিকার নেই। তবে তাদেরকে আমি অবশ্যই সুযোগ দেব এবং তাদেরকে আমি দু'একদিনের মধ্যে নামগুলো ফাইন্ড আউট করে তাদেরকে ওয়ারনিং দেব। এটাই হবে তাদের লাস্ট ওয়ারনিং। তাই আমি তাদেরকে এই পোস্ট এর মধ্যে সুযোগ দিচ্ছি যে, যারা এর মধ্যে ভালো না হয়। তাহলে তাদের নাম ধরে আমি ওয়ারনিং দেওয়ার পর তারপরও যদি তারা এই কপি পেস্ট করা বন্ধ না করে, তাহলে তাদের কে আমি অবশ্যই কঠোর শাস্তি দিব।
কপি পেস্ট করলে অবশ্যই সোর্স লিংক দেওয়া উচিত। তা না হলে নিজের আইডির সমস্যা হতে পারে। আমরা অনেক দেখেছি যে যারা কপি পেস্ট করে সোর্স লিংক দেয় না তাদের আইডিতে প্লাগারিজম লেখা থাকে। এটাই হয়তো শাস্তিস্বরূপ তাদেরকে দেওয়া হয়।
-
আমার মতে কপি পেস্ট করার মধ্যে নিজের প্রতিভা প্রকাশ পায় নাা। সবার উচিত নিজের জ্ঞানকে কাজে লাগানো। অনেকে আছে অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য অন্যের টা কপি করে পেস্ট করে । যদি কেউ কপি পেস্ট করে তাহলে তার সোর্স দেওয়া উচিত। না না দিলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত।
-
আমি দু'একদিনের মধ্যে এখান থেকে কিছু ইউজার কে রিমুভ করার সিদ্ধান্ত নিব। কেননা তারা প্রতিনিয়ত কপি-পেস্ট করে যাচ্ছেন। আমাদের এই সেকশনে লোকেরা সবচেয়ে বেশি কপি-পেস্ট করে। গ্লোবাল সেকশনে গিয়ে তারা কপি-পেস্ট গুলো পোস্ট করে। তাই আমি মনে করি তাদের এখানে থাকার কোন অধিকার নেই। তবে তাদেরকে আমি অবশ্যই সুযোগ দেব এবং তাদেরকে আমি দু'একদিনের মধ্যে নামগুলো ফাইন্ড আউট করে তাদেরকে ওয়ারনিং দেব। এটাই হবে তাদের লাস্ট ওয়ারনিং। তাই আমি তাদেরকে এই পোস্ট এর মধ্যে সুযোগ দিচ্ছি যে, যারা এর মধ্যে ভালো না হয়। তাহলে তাদের নাম ধরে আমি ওয়ারনিং দেওয়ার পর তারপরও যদি তারা এই কপি পেস্ট করা বন্ধ না করে, তাহলে তাদের কে আমি অবশ্যই কঠোর শাস্তি দিব।
আপনার পোষ্টটি পড়ে অনেক ভালো লাগলো। কেউ যাতে কপি পোস্ট না করে এ বিষয়ে অনেক সতর্ক করেছেন। কপি পোস্ট করলে মেধা বিকশিত হবে না। মেধা বিকাশে তো করতে আপনার এই সতর্কবাণী অনেকটা কাজে লাগবে।
-
আপনার মূল্যবান পোস্ট টি পড়ে অনেক উপকৃত হলাম।কেননা আপনারা যে এই বিষয়ে এতটাই কঠোর অবস্থানে যাচ্ছেন সেটা আগে থেকে জানতে পারলাম।তাই আমি ফোরামের সকল ভাইদের কাছে অনুরোধ করবো যে আপনারা যেনো এই বিষয়ে সচেতন হতে পারেন।কেননা গ্লোবাল সেকশন এ গিয়ে কপি পেস্ট করাটা খুব অপরাধ। তাই আমি বলবো আপনি কঠোর অবস্থানে যাওয়ায় আগে সচেতন হতে এই পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।