Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Crypto_Somrat on October 18, 2020, 08:04:30 PM
-
বিটকয়েন
-
বিটকয়েনের জন্ম এবং সূত্রপাত সম্পর্কে সবাই ভাল জানে। কিন্তু আমি মনে করি আপনি এ বিষয়ে নতুন করে আর একটি পোস্ট করেছেন, সেটা অবশ্যই ভালো। কিন্তু এই পোস্টটি কোথায় থেকে আপনি কপি করে এনেছেন সেটা হল চিন্তার বিষয়। আপনি যেকোন পোষ্ট করে এর সোর্স কোথা থেকে পান সেগুলো দিন না। তাই আপনাকে কপি পেস্টার হিসাবে গণ্য করা হয়েছে। তবে আমি বিষয় গুলো খতিয়ে দেখছি না। আপনি এ ধরনের কাজ পরবর্তী সময়ে করবেন না। আপনি অবশ্যই নিজের চিন্তা করুন। নিজের ধারণার উপর ভিত্তি করে পোস্ট করুন এবং সেটা ক্রিপ্টোকারেন্সি এর বাইরে হবে না। তাই আপনি আপনার একাউন্ট এর প্রতি যত্নশীল হউন।
-
বিটকয়েন হল অনলাইন ভার্চুয়াল কারেন্সি। বিটকয়েন এর আবিষ্কারক কে এই নিয়ে কিছুটা মতবিরোধ আছে। অনেকে ধারণা করেন সাতোশি নাকামোতো নামক একজন লোক অথবা একদল যুবক এই মুদ্রাটি আবিষ্কার করেছেন। অনেকে সাতোশি নাকামোতো কে বিটকয়েন এর আবিষ্কারক হিসাবে স্বীকার করেন না। যা হোক এই নিয়ে আমাদের মাথা ব্যথার কারণ নেই।
-
বিটকয়েন হলো একটি বিকেন্দ্রিত ক্রিপ্টোকারেন্সি মুদ্রা। আমরা বিটকয়েনের জন্মদাতা হিসেবে সাতোশি নাকামোতো কে চিনে থাকি। কিন্তু অনেকেই এটি বিশ্বাস করেন না।
-
বিটকয়েন হলো একটি বিকেন্দ্রিত ক্রিপ্টোকারেন্সি মুদ্রা। আমরা বিটকয়েনের জন্মদাতা হিসেবে সাতোশি নাকামোতো কে চিনে থাকি। কিন্তু অনেকেই এটি বিশ্বাস করেন না।
ঠিক বলেছেন ভাই অনেকেই সাতোশি নাকামোতো কে বিটকয়েন এর আবিষ্কারক হিসেবে স্বীকার করেন না। আবার অনেকেই ভুয়া সাতোশি নাকামোতো হিসাবে পরিচয় দেয়।
-
"বিটকয়েন"
বলা চলে, ২০০৮ সাল নাগাদ বিটকয়েন নেটদুনিয়ার কেনাবেচার মাধ্যম হয়ে ওঠে।সাতোশি নাকামাতো নামে কোনও এক ব্যক্তি বা সংস্থা বিটকয়েনের স্রষ্টা বলে মনে করা হলেও বাস্তবে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। সাতোশি নাকামোতো ছদ্মনামে ২০০৮ সালের অক্টোবার মাসে ৯ পৃষ্ঠার “Bitcoin: A Peer-to-Peer Electronic Cash System” শীর্ষক একটি গবেষণা প্রস্তাবনা অনলাইনে প্রকাশ করা হয়, যেখানে প্রথম বিটকয়েন সম্পর্কে ধারণা দেওয়া হয়। যার সারসংক্ষেপে বলা হয়, এটি একটি পিয়ার-টু-পিয়ার ইলেক্ট্রনিক মুদ্রা পরিশোধের ব্যবস্থা, যেটির মাধ্যমে একজন অন্যজনের সঙ্গে কোনও তৃতীয় পক্ষ বা প্রতিষ্ঠানের কাছে না গিয়েই লেনদেন সম্পন্ন করতে পারবে। সেই সঙ্গে ‘ডাবল স্পেন্ডিং’ থেকে বিরত থাকতে পারবে। এই ব্যবস্থায় সব ধরনের লেনদেন সম্পন্ন হবে আস্থার ভিত্তিতে নয়, ‘কাজের (লেনদেন) প্রমাণের’ ভিত্তিতে এবং সব ধরনের লেনদেন একটি নিদিষ্ট নেটওয়ার্কে লিপিবদ্ধ হবে।
প্রস্তাবনা প্রকাশের পর থেকে সাতোশি বিটকয়েন ‘মাইনিং’ এর জন্য প্রথম সফটওয়্যার তৈরি করে। ‘মাইনিং’ হচ্ছে বিটকয়েন তৈরি করার পদ্ধতি। ২০০৯ সালের জানুয়ারিতে সাতোশি প্রথম বিটকয়েন মুদ্রা রিলিজ করে। এই সাতোশি নাকামোতোর আসল পরিচয় এখনও অজানা।
ফোরামে বারবার বলতেছি আপনারা কেউ গুগল বা কোন যায়গা থেকে কোন পোস্ট কপি করবেন না। কিন্তু আপনি শুনলেন না। নিজের ক্রেডিট নিতে গিয়ে আপনি এই ওয়েব সাইট থেকে ( https://thebengalstory.com/what-is-bitcoin/) কপি করে পোস্ট করেছেন। যার স্ক্রিনশর্ট নিচে দিলাম। আর কতবার বললে আপনারা শুধরাবেন? আপনার বিরুদ্ধে ব্যাবস্থা নিবেন ফোরাম মডারেটর। দ্রুত পারলে এডিট করে নেন। আর এরকম কোন পোস্ট কপি করে থাকলে সেটাও দ্রুত এডিট করে ঠিক করে নেন নতুবা এই ফোরাম আপনার জন্য শেষ। নেগেটিভ কারমা পাওয়ার জন্য রেডি থাকেন। আমি না হয় কিছু করলাম না।
(https://i.imgur.com/mEsGdjh.jpg)
-
মালাম ভাই । আমি এদের কারও বিরুদ্ধে কাজ করছি না। আমি এদেরকে অনেক বার সতর্ক করেছি । এদেরকে বারবার বোঝাতে চেষ্টা করছি। তবে আমি কিন্তু বিরুদ্ধে কাজ করছি না । আমি আছি বলেই এরা এখনও টিকে আছে। এদের জন্য আমি উপর মহলে অনেক কথা শুনেছি এবং এদের কারণে উপরমহল থেকে আমাকে চাপ দেয়। তাই আমি এদের নিয়ে অনেক ভালো কথা বলেছি । যার ফলে এরা ফোরামের টিকে আছে । তবে এরা যদি ভালো হয়ে যায় তাহলে এদের একাউন্ট টিকবে।
https://www.altcoinstalks.com/index.php?topic=174615.msg951572#msg951572
-
মালাম ভাই । আমি এদের কারও বিরুদ্ধে কাজ করছি না। আমি এদেরকে অনেক বার সতর্ক করেছি । এদেরকে বারবার বোঝাতে চেষ্টা করছি। তবে আমি কিন্তু বিরুদ্ধে কাজ করছি না । আমি আছি বলেই এরা এখনও টিকে আছে। এদের জন্য আমি উপর মহলে অনেক কথা শুনেছি এবং এদের কারণে উপরমহল থেকে আমাকে চাপ দেয়। তাই আমি এদের নিয়ে অনেক ভালো কথা বলেছি । যার ফলে এরা ফোরামের টিকে আছে । তবে এরা যদি ভালো হয়ে যায় তাহলে এদের একাউন্ট টিকবে।
তাকে সুযোগ দেওয়া হলো যাতে দ্রুত এডিট করে ঠিক করে নেয়। নতুবা আমি আপনি কিছু না করলেও ফোরামে আরো মডারেটর ও সিনিয়র মেম্বাররা তার বিরুদ্ধে ঠিকই ব্যবস্থা নিবেন।
-
আমার জানামতে বিটকয়েন সম্পর্কে সবার এই জ্ঞান আছে। সবাই জানে বিটকয়েন সম্পর্কে।কোন টপিক তৈরি করার আগে একটু ভেবেচিন্তে তবে তৈরি করবেন। দেখবেন যে ওই বিষয়ে আর কোনো কথা হয়েছে নাকি। মোটামুটি আমাদের ফোরামের সিনিয়র ভাই গুলা এ বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেছে।
-
আমরা মূলত সবাই জানি বিজ্ঞানের আবিষ্কারক সাতোশি নাকামাতো। কিন্তু ভাই এই ধরনের পোস্ট এই ফোরামে অনেকগুলি রয়েছে তাই আমি মনে করি এ ধরণের পোস্ট না দেওয়াটাই ভালো।
-
মালাম ভাই । আমি এদের কারও বিরুদ্ধে কাজ করছি না। আমি এদেরকে অনেক বার সতর্ক করেছি । এদেরকে বারবার বোঝাতে চেষ্টা করছি। তবে আমি কিন্তু বিরুদ্ধে কাজ করছি না । আমি আছি বলেই এরা এখনও টিকে আছে। এদের জন্য আমি উপর মহলে অনেক কথা শুনেছি এবং এদের কারণে উপরমহল থেকে আমাকে চাপ দেয়। তাই আমি এদের নিয়ে অনেক ভালো কথা বলেছি । যার ফলে এরা ফোরামের টিকে আছে । তবে এরা যদি ভালো হয়ে যায় তাহলে এদের একাউন্ট টিকবে।
তাকে সুযোগ দেওয়া হলো যাতে দ্রুত এডিট করে ঠিক করে নেয়। নতুবা আমি আপনি কিছু না করলেও ফোরামে আরো মডারেটর ও সিনিয়র মেম্বাররা তার বিরুদ্ধে ঠিকই ব্যবস্থা নিবেন।
দেখেন এই ফোরামের সিনিয়র ভাইরা তারা কত ভালো। ভুল হওয়া সত্যি আপনাকে সতর্ক করেছে নিজের ভুলটাকে শোধরানোর জন্য। কিন্তু বিটকয়েন ফোরামে এরকম কোনো সুযোগ নেই তারা জুনিয়রদের সাথে ভালো ব্যবহার করে না। আশা করি আপনি সবই বুঝেছেন।
-
পোস্টটি দেখামাত্রই আপনি এডিট করেছেন। তবে কিছু মন্তব্য করতে পারতেন। আপনি কপি পেস্ট করবেন না। নিজে যা বোঝেন, তা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন। ধন্যবাদ