Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Coin63@ on October 19, 2020, 02:15:46 PM
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
-
ভাই আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। আমরা বাঙ্গালী ,তাই এই পরামর্শ কারো কারো কাছে মূল্যহীন মনে হবে । তবে আমি বুঝতে পারছি এই ফোরামে দীর্ঘদিন কাজ করার পর যদি কারমার কারণে আমরা বাদ পরি । তাহলে ফোরামে থাকার চেয়ে না থাকা ভালো। তবে দীর্ঘদিন পর বাংলা সেকশনে আপনার উপস্থিতি আমাদের মনবল আরো একটু শক্ত করে দিল ধন্যবাদ ভাই আজীবন জিও।
-
আমি আপনার পোস্টটা পড়ে মনের মধ্যে অনেক কষ্ট পেয়েছি। আসলে আমরা বাঙালীরা এতোটাই বোকা যে নিজের ভালোটাও বুঝতে পারিনা। এই কারমার জন্য আমরা খুব ভালো প্রজেক্ট থেকে ছিটকে পড়ে গেলাম। আমাদের মধ্যে যদি সহানুভূতিটা থাকতো তাহলে আমরা সকলেই কাজ করতে পারতাম।আমরা হয়তো অনেকেই আছি কারো ক্ষতি করার জন্য বা কারো ভালো করা। আমরা সবসময় ক্ষতিটাই বেশি করে থাকি। কেননা যদি ক্ষতি না করতাম তাহলে আজকে আমরা কারমার জন্য এত সুন্দর প্রজেক্ট থেকে ছিটকে পড়ে যেতাম না। আসুন আমরা সবাই বাংলা ফোরামে কাজ করে উন্নতির দিকে নিয়ে যায়। সবাই একসাথে সহানুভূতিতার সাথে সকলের তরে কাজ করে যাই। এর পরবর্তীতে আমরা কারমার জন্য যেন কোনো প্রজেক্ট থেকে ছিটকে না পড়ি।
-
ভাই আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। আমরা বাঙ্গালী তাই এই পরামর্শ কারো কারো কাছে মূল্যহীন মনে হবে তবে আমি বুঝতে পারছি এই ফোরামে দীর্ঘদিন কাজ করার পর যদি কার মার কারণে আমরা বাদ পরি তাহলে ফোরামে থাকার চেয়ে না থাকা ভালো।তবে দীর্ঘদিন পর আপনার উপস্থিতি এই ফোরামে আমাদের মনবল কে আরো একটু শক্ত করে দিল ধন্যবাদ ভাই আজীবন জিও।
ধন্যবাদ মডারেটর ভাই। আমি প্রতিনিয়ত আপনার পোষ্টগুলো পরি আপনার দায়িত্বশীল কর্মকাণ্ড আমার খুব ভালো লেগেছে। আপনি আপনার বাংলা সেকশন থেকে যদি সপ্তাহে দুটি করে কার্মা পেতেন তাহলে আপনি আজ বাদ পরতেন না ।
-
ভাই আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। আমরা বাঙ্গালী তাই এই পরামর্শ কারো কারো কাছে মূল্যহীন মনে হবে তবে আমি বুঝতে পারছি এই ফোরামে দীর্ঘদিন কাজ করার পর যদি কার মার কারণে আমরা বাদ পরি তাহলে ফোরামে থাকার চেয়ে না থাকা ভালো।তবে দীর্ঘদিন পর আপনার উপস্থিতি এই ফোরামে আমাদের মনবল কে আরো একটু শক্ত করে দিল ধন্যবাদ ভাই আজীবন জিও।
ধন্যবাদ মডারেটর ভাই। আমি প্রতিনিয়ত আপনার পোষ্টগুলো পরি আপনার দায়িত্বশীল কর্মকাণ্ড আমার খুব ভালো লেগেছে। আপনি আপনার বাংলা সেকশন থেকে যদি সপ্তাহে দুটি করে কার্মা পেতেন তাহলে আপনি আজ বাদ পরতেন না ।
আসলে কি বলবো ভাই আমাদের বাংলা ফোরাম এর লোকজন এতটা বুদ্ধিমান নই। আমরা যদি বুদ্ধিমান হইতাম তাহলে আজ এই কারমার জন্য এই প্রজেক্ট থেকে ছিটকে পড়তাম না।
-
আমি আপনার পোস্টটা পড়ে মনের মধ্যে অনেক কষ্ট পেয়েছি। আসলে আমরা বাঙালীরা এতোটাই বোকা যে নিজের ভালোটাও বুঝতে পারিনা। এই কারমার জন্য আমরা খুব ভালো প্রজেক্ট থেকে ছিটকে পড়ে গেলাম। আমাদের মধ্যে যদি সহানুভূতিটা থাকতো তাহলে আমরা সকলেই কাজ করতে পারতাম।আমরা হয়তো অনেকেই আছি কারো ক্ষতি করার জন্য বা কারো ভালো করা। আমরা সবসময় ক্ষতিটাই বেশি করে থাকি। কেননা যদি ক্ষতি না করতাম তাহলে আজকে আমরা কারমার জন্য এত সুন্দর প্রজেক্ট থেকে ছিটকে পড়ে যেতাম না। আসুন আমরা সবাই বাংলা ফোরামে কাজ করে উন্নতির দিকে নিয়ে যায়। সবাই একসাথে সহানুভূতিতার সাথে সকলের তরে কাজ করে যাই। এর পরবর্তীতে আমরা কারমার জন্য যেন কোনো প্রজেক্ট থেকে ছিটকে না পড়ি।
সর্বদা মনে সহানুভূতি রাখতে হবে যে আমরা বাঙালিরা জাত একটাই ধর্ম থাক ভিন্ন তাতে কি ,আমরা নিজেদের বাংলা ভাষার জন্য একটু সহানুভূতি থাকা অবশ্যক ।
-
ভাই আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। আমরা বাঙ্গালী তাই এই পরামর্শ কারো কারো কাছে মূল্যহীন মনে হবে তবে আমি বুঝতে পারছি এই ফোরামে দীর্ঘদিন কাজ করার পর যদি কার মার কারণে আমরা বাদ পরি তাহলে ফোরামে থাকার চেয়ে না থাকা ভালো।তবে দীর্ঘদিন পর আপনার উপস্থিতি এই ফোরামে আমাদের মনবল কে আরো একটু শক্ত করে দিল ধন্যবাদ ভাই আজীবন জিও।
ধন্যবাদ মডারেটর ভাই। আমি প্রতিনিয়ত আপনার পোষ্টগুলো পরি আপনার দায়িত্বশীল কর্মকাণ্ড আমার খুব ভালো লেগেছে। আপনি আপনার বাংলা সেকশন থেকে যদি সপ্তাহে দুটি করে কার্মা পেতেন তাহলে আপনি আজ বাদ পরতেন না ।
এখানে বিটকয়েন ফোরামের কিছু ইউজার রয়েছে। যারা বিটকয়েন ফোরামে প্রতিনিয়ত বাউন্টি করে । কিন্তু এই ফোরামে খুব একটা বেশি একটিভ থাকে না। তবে তারা এই ফোরামে যতক্ষণ একটিভ থাকে ,ততক্ষণ তারা কোন ব্যক্তিকে কারমা দেয় না । তাই আমি তাদের বিষয়ে চিন্তিত । তারা ভবিষ্যতে এই ফোরামে মাতব্বরি করতে চাইবে । তবে এখানে কোন ইউজারকে হয়রানি করা হলে আমি তাকে ছাড় দিব না। এখানে সবাই সবার প্রতি সহানুভূতিশীল আচরণ করবেন । এই ফোরামে কেউ যদি কারো ক্ষতি করার চেষ্টা করে , তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে । বর্তমান সময়ে যদি আপনি global সেকশনগুলোতে লক্ষ করেন , তাহলে দেখতে পারবেন যে আমাদের দেশের কিছু ইউজার আমার বিশেষ করে আমার দেশের লোকদের মাথা নিচু করছে। কারণ তারা কোন প্রকার সোর্স ছাড়াই কপি পেস্ট করছে। তাদেরকে আমি অনেক বুঝিয়েছি কিন্তু তারা মানতে চায়নি । আমার কাছে 1 ইউজার অনুরোধ করছে যে , এই ইউজার গুলাকে ক্ষমা করে দেওয়ার জন্য ।কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না । তাই আমি মনে করি এরা আবার নতুন অ্যাকাউন্ট নিয়ে আসবে । কিন্তু এদের এরপরেও অবস্থা উন্নত হবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে । এদেরকে শুধরানোর জন্য আমি অনেক চেষ্টা চালাচ্ছি। আমাদের বাংলা সেকশনের দিকে তাকালে দেখা যায় যে অন্যান্য দেশের তুলনায় বাংলা সেকশন অনেক পিছনে পড়ে আছে । তাই বাংলা সেকশন কে উন্নত বা উন্নয়ন করতে আমাদের দেশের সকল ইউজারকে পরিশ্রম করতে হবে । কেননা আমরা যেন কোনো দেশের ইউজারকে হুংকার দিলে তারা ভয় পায় , আমি এই বিষয়টি বাংলাদেশী ভাইদের কাছ থেকে আশা করছি । আমরা বাঙালি জাতি । তাই আমরা বীরের মত বাঁচতে চাই । আমরা মাথানত করতে চাই না । তাই মাথানত করার মত ধর্ম আমাদের নয় । তাই এই কপি পেস্ট ইউজারদের জন্য বর্তমান আমরা অনেক পিছিয়ে আছি । তাই আমি এদের বারবার সতর্ক করছি । আমি আবারো বলতে চাই বাঙালি জাতি কারো কাছে মাথা নোয়াবে না । তাই বাঙ্গালীদের ভালো, উন্নত, প্রাসঙ্গিক, যুক্তিসঙ্গত এবং ক্রিপ্টোকারেন্সি রিলেটেড পোস্ট করা উচিত।
-
ভাই আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। আমরা বাঙ্গালী তাই এই পরামর্শ কারো কারো কাছে মূল্যহীন মনে হবে তবে আমি বুঝতে পারছি এই ফোরামে দীর্ঘদিন কাজ করার পর যদি কার মার কারণে আমরা বাদ পরি তাহলে ফোরামে থাকার চেয়ে না থাকা ভালো।তবে দীর্ঘদিন পর আপনার উপস্থিতি এই ফোরামে আমাদের মনবল কে আরো একটু শক্ত করে দিল ধন্যবাদ ভাই আজীবন জিও।
ধন্যবাদ মডারেটর ভাই। আমি প্রতিনিয়ত আপনার পোষ্টগুলো পরি আপনার দায়িত্বশীল কর্মকাণ্ড আমার খুব ভালো লেগেছে। আপনি আপনার বাংলা সেকশন থেকে যদি সপ্তাহে দুটি করে কার্মা পেতেন তাহলে আপনি আজ বাদ পরতেন না ।
আসলে কি বলবো ভাই আমাদের বাংলা ফোরাম এর লোকজন এতটা বুদ্ধিমান নই। আমরা যদি বুদ্ধিমান হইতাম তাহলে আজ এই কারমার জন্য এই প্রজেক্ট থেকে ছিটকে পড়তাম না।
ভাই বাঙালিরা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জাতি। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা উন্নতি দেখতে পারিনা।
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
বড় ভাইদের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, ভাই আমরা যারা নতুন আছি তাদের ভুল ভ্রান্তি হতে পারে, আমাদের ছোট ভাই হিসেবে সব কিছু ভালো ভাবে বুঝিয়ে দেবেন।
এখানে অনেক কিছু শেখার আছে,জানার আছে,বোঝার আছে যেগুলো আমরা নতুনরা জানি না। আমাদের এসব জানার এক মাত্র মাধ্যম হলেন আপনারা।
ভাই আমাদের যদি কোন ভুল হয় তাহলে দয়া করে নেগেটিভ কারমা না দিয়ে,ভুল টা সুধরে দিন। ভাই আমি আমার সর্বচ্চ চেষ্টা করবো সব সময় ফোরাম রিলেটেড পোস্ট করার। তবু্ও নতুন হিসেবে আমার ভুল হতে পার, সেক্ষেত্রে আমি আপনাদের সাহায্য প্রার্থী।
ধন্যবাদ।
-
ভাই লেখাটা পড়ে মনে বড়ই কষ্ট পেলাম। আপনি এবং Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ সহ আরো অনেকের আইডি অনেক পুরনো এবং অ্যাক্টিভিটিও অনেক বেশি কিন্তু সে তুলনায় পজিটিভ কারমা অনেক কম। কারণ আমরা বাঙালিরা পরের তো দূরের কথা নিজেদের ভালোটাও খুব একটা বুঝি না।আমরা বেশিরভাগ সময় নেগেটিভ মন মানসিকতা নিয়ে চলাফেরা করি। আমাদের মনে পজিটিভ চিন্তাভাবনা খুব একটা আসে না তাই কারো পোস্ট ভাল হলেও আমরা সেখানে নেগেটিভ কমেন্ট করে বসি।তাই সবার কাছে অনুরোধ আসুন আমরা সবাই একে অপরকে সহযোগিতা করি সবাই যেন এ ফোরামে এগিয়ে যেতে পারি।কারো পোস্ট ভালো হলে অবশ্যই তাকে আমরা সবাই পজিটিভ কারমা দেবো ।যদি কেউ অজান্তে ভুল করে বসে তবে তাকে সংশোধন হবার পরামর্শ দেবো। কিন্তু কেউ নিচু মনমানসিকতার নিয়ে ফোরামে কারো ক্ষতি না করাই উত্তম।coin63 ভাই অনেকদিন পর লোকাল ফোরামে পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করি এখানে আপনার সুচিন্তিত মতামত গুলো আমরা জানতে পারবো।
-
আসলে আমাদের বাঙ্গালীদের অনেকেরই চিন্তা চেতনা হীন টাইপের। অন্যের সাফল্য দেখলে হিংসা করে। ইতোমধ্যে আমি অনেক গুলা মেম্বারের সাথে কথা বলে জানতে পেরেছি তাদেরকে কোনো কারণ ছাড়াই হিংসাবসত নেগেটিভ কারমা দিচ্ছে। আমাদেরকে এসব চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।
-
আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, যে ভাই পোস্টটি করেছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন যেগুলো আমাদের মধ্যে প্রায়ই ঘটছে আমরা বাঙালিরা আসলে কেউ কাউকে উপরে দেখতে চাই না অন্যের ক্ষতি করে নিজের সুখ মনে করি।কিন্তু অন্য জাতির দিকে তাকালে আমরা দেখতে পাই তাদের ভিতর আন্তরিকতার কোন ঘাটতি নেই ফলে আজকে এই যে একটি প্রজেক্টে আমার বাঙালি ভাই এরা কেউই এড হতে পারিনি কি জন্য একটাই প্রবলেম তাদের কারমা কম ছিল আর কারমা কম থাকার কারণ একটি সেটা হচ্ছে আমরা কেউ কাউকে কখনো কারমা দেই না পারলে নেগেটিভ কারমা দেই। অথচ যদি আমরা এই হিংসা না করে সবাই সবাইকে কারমা দিতাম তাহলে কেউ-না-কেউ সেই প্রজেক্টে এড হতে পারত। তাতে আমার তো কোন ক্ষতি নেই। আসুন আমরা সবাই সবাইকে ভাল পোষ্টের জন্য কারমা দিয়ে দেই কখনো কাউকে নেগেটিভ কারমা দিব না। ধন্যবাদ সবাইকে।
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
বড় ভাইদের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, ভাই আমরা যারা নতুন আছি তাদের ভুল ভ্রান্তি হতে পারে, আমাদের ছোট ভাই হিসেবে সব কিছু ভালো ভাবে বুঝিয়ে দেবেন।
এখানে অনেক কিছু শেখার আছে,জানার আছে,বোঝার আছে যেগুলো আমরা নতুনরা জানি না। আমাদের এসব জানার এক মাত্র মাধ্যম হলেন আপনারা।
ভাই আমাদের যদি কোন ভুল হয় তাহলে দয়া করে নেগেটিভ কারমা না দিয়ে,ভুল টা সুধরে দিন। ভাই আমি আমার সর্বচ্চ চেষ্টা করবো সব সময় ফোরাম রিলেটেড পোস্ট করার। তবু্ও নতুন হিসেবে আমার ভুল হতে পার, সেক্ষেত্রে আমি আপনাদের সাহায্য প্রার্থী।
ধন্যবাদ।
এই ফোরামে যারা সিনিয়র ও বড় বড় রেংকে আছেন তারা কখনো ছোট ছোট মেম্বারদের নেগেটিভ কারমা দেন না। তবে নিত্যান্ত ফোরাম বিরোধী পোস্ট হলে নেগেটিভ কারমা পেতে পারে।
-
ভাই লেখাটা পড়ে মনে বড়ই কষ্ট পেলাম। আপনি এবং Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ সহ আরো অনেকের আইডি অনেক পুরনো এবং অ্যাক্টিভিটিও অনেক বেশি কিন্তু সে তুলনায় পজিটিভ কারমা অনেক কম। কারণ আমরা বাঙালিরা পরের তো দূরের কথা নিজেদের ভালোটাও খুব একটা বুঝি না।আমরা বেশিরভাগ সময় নেগেটিভ মন মানসিকতা নিয়ে চলাফেরা করি। আমাদের মনে পজিটিভ চিন্তাভাবনা খুব একটা আসে না তাই কারো পোস্ট ভাল হলেও আমরা সেখানে নেগেটিভ কমেন্ট করে বসি।তাই সবার কাছে অনুরোধ আসুন আমরা সবাই একে অপরকে সহযোগিতা করি সবাই যেন এ ফোরামে এগিয়ে যেতে পারি।কারো পোস্ট ভালো হলে অবশ্যই তাকে আমরা সবাই পজিটিভ কারমা দেবো ।যদি কেউ অজান্তে ভুল করে বসে তবে তাকে সংশোধন হবার পরামর্শ দেবো। কিন্তু কেউ নিচু মনমানসিকতার নিয়ে ফোরামে কারো ক্ষতি না করাই উত্তম।coin63 ভাই অনেকদিন পর লোকাল ফোরামে পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করি এখানে আপনার সুচিন্তিত মতামত গুলো আমরা জানতে পারবো।
ধন্যবাদ ভাই ফোরামে অনেক আগে থেকেই একটিভ থাকি কিন্তু বাংলা ফোরামে আসি না খুব একটা। কালকে ফোরাম বিরোধী কিছু ইউজার আছে যারা শুধু নেটিভ লোকদের প্রাধান্য দেয়। টন ক্যাস্ট্রল বাউন্টি প্রজেক্টে সম্পূর্ণ স্বজনপ্রীতি মনোভাব দেখানো হয়েছে। তাই ভাবলাম আমরা বাঙালিরা এই ধারণা পরিবর্তন করে আমাদের ও কিছু করে রাখতে হবে ।
-
বাংলা সেকশনে আমি অনেকদিন ধরে আসি না । আমি এখানে অনেকদিন ধরে ইনএকটিভ। কিন্তু ইদানিং আমাকে এখানকার মডারেটর পিএম দিয়ে ছিল । সে আমাকে জানিয়েছে আমার অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন। তাই আমি এখানে পোস্ট করছি । তবে এখানে অনেক লোক বর্তমানে এসেছে। তাদেরকে অবশ্যই ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। তাদেরকে সতর্ক হতে হবে। তবে সেসব ইউজার এই সম্পর্কে ভালো জানে না। তাদেরকে আমি মনে করি মোডারেটর অবশ্যই এখান থেকে বিতাড়িত করবে। মডারেটর খুবই ভালো। এই সেকশনের কিছু মেম্বাররা তোলপাড় সৃষ্টি করেছে। গ্লোবাল সেকশনগুলোতে যাওয়া যায় না। এখানে দেখা যায় যে কপি-পেস্ট করে তারা জ্বালিয়ে দিচ্ছে। তাই তাদের সতর্ক হওয়া উচিত। তারা যদি ঠিক না হয়, মোডারেটর আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন । আমার কামনা
-
বাংলা সেকশনে আমি অনেকদিন ধরে আসি না । আমি এখানে অনেকদিন ধরে ইনএকটিভ। কিন্তু ইদানিং আমাকে এখানকার মডারেটর পিএম দিয়ে ছিল । সে আমাকে জানিয়েছে আমার অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন। তাই আমি এখানে পোস্ট করছি । তবে এখানে অনেক লোক বর্তমানে এসেছে। তাদেরকে অবশ্যই ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে। তাদেরকে সতর্ক হতে হবে। তবে সেসব ইউজার এই সম্পর্কে ভালো জানে না। তাদেরকে আমি মনে করি মোডারেটর অবশ্যই এখান থেকে বিতাড়িত করবে। মডারেটর খুবই ভালো। এই সেকশনের কিছু মেম্বাররা তোলপাড় সৃষ্টি করেছে। গ্লোবাল সেকশনগুলোতে যাওয়া যায় না। এখানে দেখা যায় যে কপি-পেস্ট করে তারা জ্বালিয়ে দিচ্ছে। তাই তাদের সতর্ক হওয়া উচিত। তারা যদি ঠিক না হয়, মোডারেটর আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন । আমার কামনা
মোডারেটর সাহেব অত্যন্ত ভালো দায়িত্ব পালন করছে। তবুও মডারেটর সাহেব আপনি সতর্কতার সাথে দায়িত্ব পালন করুন । আপনার বাংলা সেকশনে যারা কাজ করবে তাদের বুঝিয়ে দেবেন তারা যেন গ্লোবাল সেকশনে সরাসরি কপিপেস্ট না করে। দেখলাম কিছু ইউজার গ্লোবাল সেকশনে কপি পেস্ট করে ওয়ার্নিং পেয়েছেন তাদেরকে সতর্ক করে দিন।
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
ভাই আপনি একদম ঠিক বলেছেন। আমাদের প্রত্যেক বাঙালির উচিত একে অপরের আপন ভাবা এবং কি সবার প্রতি পজেটিভ মনোভাব থাকার। এবং কি আমি বলতে চাই মোডারেটর ভাই কে অনেক নতুন ইউজার আছে যারা নেগেটিভ কারমা দিয়ে আসছে তাদের ভালোভাবে বুঝিয়ে দিন তারা যেন এরকম মনোভাব টা বাদ দিয়ে দেয়। আমি ইতিমধ্যে দেখেছি অনেকেই অর্নিং দিয়েছেন তারা অনেকেই শুনিনি। আশা করি সবাই মোডারেটর ভাইয়ের নির্দেশনা মেনে চলবেন। এবং কি সিনিয়র ভাইরা যে সকল উপদেশ দিবেন সেগুলো অবশ্যই আমরা সবাই শুনব।
-
হ্যা ভাই আমরা হিংসে না করে সবাই সবাইকে কারমা দেবো যদি আমরা কারমা দেই নিজের যে কারমা আছে সেগুলো থেকে দমদম মাইনাস হয়না তাহলে আমরা কেন কারমা দিব না।
কারমা শব্দের অর্থ হল কাউকে উৎসাহ দেওয়া, ধন্যবাদ দেওয়া, লাইক করা, পোস্ট ভালো হয়েছে এগুলো বুঝানো।
তাহলে আমরা যারা আছি সবাই সবাইকে কারমা দেবো।
-
হ্যা ভাই আমরা হিংসে না করে সবাই সবাইকে কারমা দেবো যদি আমরা কারমা দেই নিজের যে কারমা আছে সেগুলো থেকে দমদম মাইনাস হয়না তাহলে আমরা কেন কারমা দিব না।
কারমা শব্দের অর্থ হল কাউকে উৎসাহ দেওয়া, ধন্যবাদ দেওয়া, লাইক করা, পোস্ট ভালো হয়েছে এগুলো বুঝানো।
তাহলে আমরা যারা আছি সবাই সবাইকে কারমা দেবো।
আপনার মনোভাব অনেক ভালো । চিন্তাভাবনা মনোভাব ও কাজ করার সতস্ফুর্ত উৎসাহ আপনাকে ফোরামে অনেক কিছুই দিতে পারে। ভালো পোস্ট হলে অবশ্যই ভালো ফিডব্যাক পাবেন।আপনার পোস্ট যাতে ফোরাম বিরোধী না হয় সেদিকে খেয়াল রাখবেন। +১
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
আপনি একদম ঠিক বলেছেন ভাই। আমাদের অনেক বাঙালি রয়েছে যারা একে অপরের ভালো দেখতে পারে না। যতই ভালো পোস্ট হোক না কেন তারা পজিটিভ কারমা না দিয়ে নেগেটিভ কারমা দিয়ে থাকে। কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই যে এই কাজগুলো কখনোই ঠিক না। আমি বিশেষ করে দেখেছি এই কাজগুলো আমাদের বাঙ্গালীদের মধ্যে সবথেকে বেশি হয়ে থাকে। তাই আমি বলতে চাই যে এরকম মন-মানসিকতা বাদ দিয়ে সবাই পজিটিভ মন মানসিকতা তৈরি করতে হবে প্রথমত। জুনিয়র ভাই কোন প্রশ্নের উত্তর দিলে যদি কিছুটা ভাল হয় তাহলে তাকে পজিটিভ কর্ম দেওয়া উচিত কারণ যদি সে পজিটিভ কারমা পায় তাহলে তার মন-মানসিকতা টা অনেক ভালো হয় এবং ফোরামে কাজ করার উৎসাহটা জাগে। আসুন আমরা সবাই একসাথে কাজ করে আমাদের বাংলা ফোরাম টিকে উন্নতির দিকে ধাবিত করি।
-
লেখাটি পড়ে অনেক কষ্ট পেয়েছি। আমরা বাঙালী জাতি কিভাবে উন্নত হব। যেখানে নিজেরা নিজেদের সাথে হিংসা করে নিজেদের ক্ষতি ডেকে নিয়াসি। আপনার পোস্ট যদি সবাই পরে আমি মনে করি আমার আর কিছু বলার নেই সবাই বুঝতে পারবেন। আমাদের এখন কি করতে হবে।
-
লেখাটি পড়ে অনেক কষ্ট পেয়েছি। আমরা বাঙালী জাতি কিভাবে উন্নত হব। যেখানে নিজেরা নিজেদের সাথে হিংসা করে নিজেদের ক্ষতি ডেকে নিয়াসি। আপনার পোস্ট যদি সবাই পরে আমি মনে করি আমার আর কিছু বলার নেই সবাই বুঝতে পারবেন। আমাদের এখন কি করতে হবে।
ভাই আপনি আমি যদি ইচ্ছা করি তাহলে আমরা অতি সহজেই আমাদের নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারব।।
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন। আমাদের বাংলাদেশের ভাইয়েরা যদি এক না থাকে তাহলে উন্নতি করতে পারবে না। আজকে যেমন আপনি কারমার জন্য Free TON এ জয়েন করতে পারছেন না এটা হল আমাদের নিজেদের ভুল কারণ যতগুলো সিনিয়র ভাই আছে সবাই যদি কাউকে নেগেটিভ কারমা না দিয়ে পজেটিভ কারমা দিত তাহলে হয়তো আপনি এই বাউন্টিতে এ জয়েন করতে পারতেন। পোস্ট খারাপ হলে নেগেটিভ কারমা দেওয়ার দরকার নেই বলে আমি মনে করি। তাকে একটু বুঝিয়ে বললেই চলে। এই কার মার কারণে অনেক সমস্যা ফেস করতে হয়। যেমনটা আজকে আপনি করছেন। মেম্বার থেকে শুরু করে উপুর লেভেল পর্যন্ত যতগুলো ভাই-বোন আছে তারা যদি সবাইকে সবাই হেল্প করত তাহলে হয়তো সবার ইনশাল্লাহ 100+ কারমা থাকতো। আমি মনে করি আপনারা কোন সময় কোন পোস্টে নেগেটিভ কারমা দিলে তার ক্ষতি হয়। আমি চাই সিনিয়র ভাইরা জুনিয়র ভাইদের একটু পাশে থাকবেন আর সবাইকে কমবেশি কারমা দিয়ে দিবেন। কারমা দিলে তো ভাই কোন অসুবিধা নাই। আর কারমা দিলে তো আপনার শেষ হবে না কারমা। আপনি যদি কারো পাশে থাকেন ইনশাল্লাহ আমি মনে করি সেও আপনার পাশে থাকবে। যদি কোন ভুল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন। আমাদের বাংলাদেশের ভাইয়েরা যদি এক না থাকে তাহলে উন্নতি করতে পারবে না। আজকে যেমন আপনি কারমার জন্য Free TON এ জয়েন করতে পারছেন না এটা হল আমাদের নিজেদের ভুল কারণ যতগুলো সিনিয়র ভাই আছে সবাই যদি কাউকে নেগেটিভ কারমা না দিয়ে পজেটিভ কারমা দিত তাহলে হয়তো আপনি এই বাউন্টিতে এ জয়েন করতে পারতেন। পোস্ট খারাপ হলে নেগেটিভ কারমা দেওয়ার দরকার নেই বলে আমি মনে করি। তাকে একটু বুঝিয়ে বললেই চলে। এই কার মার কারণে অনেক সমস্যা ফেস করতে হয়। যেমনটা আজকে আপনি করছেন। মেম্বার থেকে শুরু করে উপুর লেভেল পর্যন্ত যতগুলো ভাই-বোন আছে তারা যদি সবাইকে সবাই হেল্প করত তাহলে হয়তো সবার ইনশাল্লাহ 100+ কারমা থাকতো। আমি মনে করি আপনারা কোন সময় কোন পোস্টে নেগেটিভ কারমা দিলে তার ক্ষতি হয়। আমি চাই সিনিয়র ভাইরা জুনিয়র ভাইদের একটু পাশে থাকবেন আর সবাইকে কমবেশি কারমা দিয়ে দিবেন। কারমা দিলে তো ভাই কোন অসুবিধা নাই। আর কারমা দিলে তো আপনার শেষ হবে না কারমা। আপনি যদি কারো পাশে থাকেন ইনশাল্লাহ আমি মনে করি সেও আপনার পাশে থাকবে। যদি কোন ভুল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
কালকে সকালে একজন রাশিয়ান ভাই আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছেন যে তার একটা কারমা দরকার। তাকে আমি একটি কারমা দিয়েছি দেওয়ার সাথে সাথে তার কারমা 100 হয়েছে পরে দেখলাম উনি টোন কাস্ট্রল বাউন্টিতে সেকেন্ড টাইম লিস্ট হয়েছেন। তাহলে আমার একটি কারমা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল ভেবে দেখুন।
-
কারমার কারনে আমি বাদ পরলাম।যা হোক এক সপ্তাহ তো পেমেন্ট পেলাম।
-
ভাই আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। আমরা বাঙ্গালী তাই এই পরামর্শ কারো কারো কাছে মূল্যহীন মনে হবে তবে আমি বুঝতে পারছি এই ফোরামে দীর্ঘদিন কাজ করার পর যদি কার মার কারণে আমরা বাদ পরি তাহলে ফোরামে থাকার চেয়ে না থাকা ভালো।তবে দীর্ঘদিন পর আপনার উপস্থিতি এই ফোরামে আমাদের মনবল কে আরো একটু শক্ত করে দিল ধন্যবাদ ভাই আজীবন জিও।
ধন্যবাদ মডারেটর ভাই। আমি প্রতিনিয়ত আপনার পোষ্টগুলো পরি আপনার দায়িত্বশীল কর্মকাণ্ড আমার খুব ভালো লেগেছে। আপনি আপনার বাংলা সেকশন থেকে যদি সপ্তাহে দুটি করে কার্মা পেতেন তাহলে আপনি আজ বাদ পরতেন না ।
এখানে বিটকয়েন ফোরামের কিছু ইউজার রয়েছে। যারা বিটকয়েন ফোরামে প্রতিনিয়ত বাউন্টি করে । কিন্তু এই ফোরামে খুব একটা বেশি একটিভ থাকে না। তবে তারা এই ফোরামে যতক্ষণ একটিভ থাকে ,ততক্ষণ তারা কোন ব্যক্তিকে কারমা দেয় না । তাই আমি তাদের বিষয়ে চিন্তিত । তারা ভবিষ্যতে এই ফোরামে মাতব্বরি করতে চাইবে । তবে এখানে কোন ইউজারকে হয়রানি করা হলে আমি তাকে ছাড় দিব না। এখানে সবাই সবার প্রতি সহানুভূতিশীল আচরণ করবেন । এই ফোরামে কেউ যদি কারো ক্ষতি করার চেষ্টা করে , তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে । বর্তমান সময়ে যদি আপনি global সেকশনগুলোতে লক্ষ করেন , তাহলে দেখতে পারবেন যে আমাদের দেশের কিছু ইউজার আমার বিশেষ করে আমার দেশের লোকদের মাথা নিচু করছে। কারণ তারা কোন প্রকার সোর্স ছাড়াই কপি পেস্ট করছে। তাদেরকে আমি অনেক বুঝিয়েছি কিন্তু তারা মানতে চায়নি । আমার কাছে 1 ইউজার অনুরোধ করছে যে , এই ইউজার গুলাকে ক্ষমা করে দেওয়ার জন্য ।কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না । তাই আমি মনে করি এরা আবার নতুন অ্যাকাউন্ট নিয়ে আসবে । কিন্তু এদের এরপরেও অবস্থা উন্নত হবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে । এদেরকে শুধরানোর জন্য আমি অনেক চেষ্টা চালাচ্ছি। আমাদের বাংলা সেকশনের দিকে তাকালে দেখা যায় যে অন্যান্য দেশের তুলনায় বাংলা সেকশন অনেক পিছনে পড়ে আছে । তাই বাংলা সেকশন কে উন্নত বা উন্নয়ন করতে আমাদের দেশের সকল ইউজারকে পরিশ্রম করতে হবে । কেননা আমরা যেন কোনো দেশের ইউজারকে হুংকার দিলে তারা ভয় পায় , আমি এই বিষয়টি বাংলাদেশী ভাইদের কাছ থেকে আশা করছি । আমরা বাঙালি জাতি । তাই আমরা বীরের মত বাঁচতে চাই । আমরা মাথানত করতে চাই না । তাই মাথানত করার মত ধর্ম আমাদের নয় । তাই এই কপি পেস্ট ইউজারদের জন্য বর্তমান আমরা অনেক পিছিয়ে আছি । তাই আমি এদের বারবার সতর্ক করছি । আমি আবারো বলতে চাই বাঙালি জাতি কারো কাছে মাথা নোয়াবে না । তাই বাঙ্গালীদের ভালো, উন্নত, প্রাসঙ্গিক, যুক্তিসঙ্গত এবং ক্রিপ্টোকারেন্সি রিলেটেড পোস্ট করা উচিত।
এই বিষয়ে কোন আপোষ হবে না। আপনার ব্যাখা যৌক্তিক আমি মনে করি।
-
আসলে আমাদের বাঙ্গালীদের অনেকেরই চিন্তা চেতনা হীন টাইপের। অন্যের সাফল্য দেখলে হিংসা করে। ইতোমধ্যে আমি অনেক গুলা মেম্বারের সাথে কথা বলে জানতে পেরেছি তাদেরকে কোনো কারণ ছাড়াই হিংসাবসত নেগেটিভ কারমা দিচ্ছে। আমাদেরকে এসব চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।
ভাই একদম ঠিককথা বলেছেন, আমরা বাঙ্গালী তাই আমরা কারো সাফল্য দেখতে পারি না। আমাদের মনে হিংসা বেশি। বাঙালির এই মনোভাব কোনদিন চেঞ্জ হবে কিনা জানিনা তবে আমি আশাবাদী বাঙালি মন থেকে হিংসা দূর করুক তাহলেই লক্ষে পৌঁছানো সম্ভব।
-
আসলে আমাদের বাঙ্গালীদের অনেকেরই চিন্তা চেতনা হীন টাইপের। অন্যের সাফল্য দেখলে হিংসা করে। ইতোমধ্যে আমি অনেক গুলা মেম্বারের সাথে কথা বলে জানতে পেরেছি তাদেরকে কোনো কারণ ছাড়াই হিংসাবসত নেগেটিভ কারমা দিচ্ছে। আমাদেরকে এসব চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।
ভাই একদম ঠিককথা বলেছেন, আমরা বাঙ্গালী তাই আমরা কারো সাফল্য দেখতে পারি না। আমাদের মনে হিংসা বেশি। বাঙালির এই মনোভাব কোনদিন চেঞ্জ হবে কিনা জানিনা তবে আমি আশাবাদী বাঙালি মন থেকে হিংসা দূর করুক তাহলেই লক্ষে পৌঁছানো সম্ভব।
চুরি করা বন্ধ করুন। আপনার পড়াবে মাল্টিপল অ্যাকাউন্ট আছে। আমাদের থেকে ওরা চুরি করবেন না। একটা ব্যবহার করুন। আপনাদেরকে ফ্রেন্ড সার্কেলের অনেক ইউজার ডুকছে। সবাই জ্ঞানহীন। কপি পেস্ট করে + মাল্টিপল একাউন্ট ব্যবহার করে। একাউন্টগুলো কিন্তু মেরে দেওয়া হবে। তাই সতর্ক হয়ে যান। একটি করে একাউন্ট এবার করুন।
-
এই টপিকের সবার মতামত দেখলাম এবং বুঝলাম । তবে সবার সাথে একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলা উচিত ।এই ফোরামে কেউ কারো শত্রু নয় সবাই একে অপরকে সাহায্য সহযোগিতা করব
-
আমরা সত্যিকার অর্থে অনেক ভুল করেছি। এই ভুল আর করতে চাই না। আমরা যারা এখানে কাজ করছি সবাই এই বিষয়ে জানলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই ধরনের কোন ভুল যে না হয়। কেউ যেন আর এই ধরনের সমস্যায় না পড়ে। সবাই সবাই কে ভাল পোস্ট করলে কারমা দিব। কেউ কাউকে হিংসা বেড়াজালে আটকে রাখব না।
-
আমরা কারো সফলতা দেখতে পারি না। আমরা কারো সফলতা দেখলে হিংসা করতে শুরু করি সেটা একদমই ঠিক না। আমাদের উচিত কেউ যদি সামনের দিকে যেতে চায় তাকে পেছন থেকে টেনে
না ধরে সামনের দিকে এগিয়ে দেওয়া উচিত। আমরা সবাই সবার বিপদে পাশে থাকবো ইনশাআল্লাহ।
-
আমি আপনার পোস্টটা পড়ে একটু কষ্ট বোধ করলাম। কারণ আমার বাঙালিরা যে এত বোকা এক জন উপরে উঠতে চাইলে তাকে কি ভাবে নামাতে হবে সেটা জানে কিন্তু নিজে উঠবে না
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
পোস্ট এখনও অনেকেই পড়েন নি তাই পড়ার অনুরোধ রইল। এটি একটি বাস্তব অভিজ্ঞতা সম্ম্ন্ন পোস্ট আমি মনে অনেকেই এতে থেকে শিক্ষা নিতে পারবে।
-
অবশ্যই ভাই আপনার দুঃখের যথাযথ কারণ আছে। কারণ আমাদের বাংলা ফোরামকে গ্লোবাল পর্যায় এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে সাহায্য করা উচিত। কারমার জন্য কোন প্রজেক্ট থেকে বাদ পড়া অনেক দুঃখের ব্যাপার। তাই আমার মনে হয় মনের ভেতর থেকে হিংসা নামের ভাইরাস কে ছুঁড়ে ফেলা উচিত। এবং সবাই সবাইকে সাহায্য করা উচিত।
-
আমরা যারা বাংলা ফোরামে আছি আমাদের প্রত্যেক ইউজারদের ই বন্ধু সৌরভ ভাবতে হবে। পোস্ট ভালো হলেই পজেটিভ কারমা দেওয়া উচিত। আমি অনেক সময় দেখেছি অন্যান্য দেশের মানুষগুলো তাদের দেখেছি গ্লোবাল সেকশনে ওরকম কোন ভূমিকা নেই। তারা শুধু নিজ নিজ ফোরামে কাজ করে এতগুলো কারমা কিভাবে পেয়েছে এই নিয়ে আমি চিন্তিত। তাই আমি বলতে চাই আমাদের ফোরামের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং কারমা দিতে হবে।এরপরে যদি কোনো ক্যাম্পিয়ান আসে তাহলে কারমার কারণে যেন কাউকে ছাঁটাই করতে না পারে।
-
বাঙালি মানেই হিংসা কারণ বাঙালিরা কেউ কারো ভালো চায় না যার কারণে কেউ কাউকে কারমা দিতেছে না। আমরা হিংসা-বিদ্বেষ না করে সবাই সবাইকে ভালো ও মানসম্মত পোস্ট হলে কারমা দেব।
-
আমরা যারা বাংলা ফোরামে আছি আমাদের প্রত্যেক ইউজারদের ই বন্ধু সৌরভ ভাবতে হবে। পোস্ট ভালো হলেই পজেটিভ কারমা দেওয়া উচিত। আমি অনেক সময় দেখেছি অন্যান্য দেশের মানুষগুলো তাদের দেখেছি গ্লোবাল সেকশনে ওরকম কোন ভূমিকা নেই। তারা শুধু নিজ নিজ ফোরামে কাজ করে এতগুলো কারমা কিভাবে পেয়েছে এই নিয়ে আমি চিন্তিত। তাই আমি বলতে চাই আমাদের ফোরামের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং কারমা দিতে হবে।এরপরে যদি কোনো ক্যাম্পিয়ান আসে তাহলে কারমার কারণে যেন কাউকে ছাঁটাই করতে না পারে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পোষ্টটি দেওয়ার জন্য।আপনি আসলেই সঠিক কথাটি বলেছেন আমাদের বাঙ্গালীদের অবশ্যই একসাথে কাজ করতে হবে সবাইকে মিলেমিশে। এবং পোষ্টের মান ভালো হলে অবশ্যই কারমা দিতে হবে।
-
ভাই আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। আমরা বাঙ্গালী তাই এই পরামর্শ কারো কারো কাছে মূল্যহীন মনে হবে তবে আমি বুঝতে পারছি এই ফোরামে দীর্ঘদিন কাজ করার পর যদি কার মার কারণে আমরা বাদ পরি তাহলে ফোরামে থাকার চেয়ে না থাকা ভালো।তবে দীর্ঘদিন পর আপনার উপস্থিতি এই ফোরামে আমাদের মনবল কে আরো একটু শক্ত করে দিল ধন্যবাদ ভাই আজীবন জিও।
ধন্যবাদ মডারেটর ভাই। আমি প্রতিনিয়ত আপনার পোষ্টগুলো পরি আপনার দায়িত্বশীল কর্মকাণ্ড আমার খুব ভালো লেগেছে। আপনি আপনার বাংলা সেকশন থেকে যদি সপ্তাহে দুটি করে কার্মা পেতেন তাহলে আপনি আজ বাদ পরতেন না ।
জি ভাইয়া আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা খুবই দুঃখজনক যে, এই ফোরামে মডারেটর ভাই সহ আমাদের যারা সিনিয়র ভাইরা আছেন তাদের কারমা এখনো 100 এর নিচে। বাঙালিরা শুধু হিংসা করতেই জানে সবাই শুধু থাকে কাকে কখন নেগেটিভ কারমা দেয়া যায় কার পিছনে কখন বাঁশ দেয়া যায়। আশা করি এরপর থেকে সবাই সবাইকে হেল্প করবেন সিনিয়র ভাইদের কথা অনুযায়ী চলার চেষ্টা করবেন।
আমার পক্ষ থেকে আপনার জন্য রইল + কারমা।
-
আসলে আমাদের বাঙ্গালীদের অনেকেরই চিন্তা চেতনা হীন টাইপের। অন্যের সাফল্য দেখলে হিংসা করে। ইতোমধ্যে আমি অনেক গুলা মেম্বারের সাথে কথা বলে জানতে পেরেছি তাদেরকে কোনো কারণ ছাড়াই হিংসাবসত নেগেটিভ কারমা দিচ্ছে। আমাদেরকে এসব চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।
জি ভাইয়া আপনি একদম ঠিক কথা বলেছেন, কোন কারন ছাড়াই হিংসাবশত এই ফোরামে নেগেটিভ কারমা দেওয়া হচ্ছে। বাঙালিরা কেন এমন হয় তাদের মনে কেন এত হিংসা তারা কেন অন্যের সাফল্য দেখতে পারেনা। এটা কি করলে ঠিক হবে। খুব চিন্তার বিষয়। আশা করি আমাদের সিনিয়র ভাইরা এর জন্য পদক্ষেপ নেবেন।
-
আসলে আমাদের বাঙ্গালীদের অনেকেরই চিন্তা চেতনা হীন টাইপের। অন্যের সাফল্য দেখলে হিংসা করে। ইতোমধ্যে আমি অনেক গুলা মেম্বারের সাথে কথা বলে জানতে পেরেছি তাদেরকে কোনো কারণ ছাড়াই হিংসাবসত নেগেটিভ কারমা দিচ্ছে। আমাদেরকে এসব চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।
জি ভাইয়া আপনি একদম ঠিক কথা বলেছেন, কোন কারন ছাড়াই হিংসাবশত এই ফোরামে নেগেটিভ কারমা দেওয়া হচ্ছে। বাঙালিরা কেন এমন হয় তাদের মনে কেন এত হিংসা তারা কেন অন্যের সাফল্য দেখতে পারেনা। এটা কি করলে ঠিক হবে। খুব চিন্তার বিষয়। আশা করি আমাদের সিনিয়র ভাইরা এর জন্য পদক্ষেপ নেবেন।
আমাদের এই ফোরামে যারা আসলে এরকম ব্যবহার করে তারা আসলেই মানুষের কাতারে পরেনা। যেখানে দেখা যাচ্ছে পজিটিভ কার মার কারণে অনেক প্রজেক্ট থেকে বাদ দেওয়া হচ্ছে। এজন্য আমাদের উচিত কোন পোষ্টের মান ভালো হলে কারমা দেওয়া। তা না করে অনেকেই একে অপরকে নেগেটিভ কারমা দিয়ে যাচ্ছে। তাই ভাই যারা এরকম কাজ করেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এরকম কাজ আর করবে না।
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
ভাই বাঙালির ধর্মই হলো একজনের পিছনে লেগে থাকা। বাঙালি কখনো কারো ভালো চায়না। এক টা কারমা দিতে এক সেকেন্ড সময় লাগবে না। তার আইডির কোন ক্ষতি হবে না তার কোন টাকা খরচ হবে না। তারপরও তারা কারমা দিতে দ্বিধাবোধ করে। আমি জানি ভাই আপনি অনেক কষ্টে পোস্টটা দিয়েছেন। আমি সেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই ফোরামের কোনো সিনিয়র ভাই ওই বাউন্টিতে জয়েন করতে পারে নাই। শুধুমাত্র কারমার জন্য। আমরা যারা ফুল মেম্বার থেকে লেজেন্ডারি মেম্বার পর্যন্ত আছি সবাই সবাইকে উপকার করুন। কাউকে উপকার করলে তার প্রতিদান পাওয়া যায়। আবার কারো ক্ষতি করার চেষ্টা করলে তার নিজের ক্ষতি হয়। আমরা সবাই যদি সবাইকে উপকার করি তাহলে আমাদের আর কোন সমস্যা থাকবো না। সবাই ভালো মতো কাজ করতে পারব।
-
আসলে আমাদের কিছু কিছু বাঙ্গালীদের সেই পুরাতন স্বভাবটা এখনো রয়ে গেছে। অতএব আসুন সবাই আমরা একসাথে মিলেমিশে এই ফোরামে কাজ করি। আমিও কিন্তু একটি প্রজেক্টে কামার কারণে বাদ পড়েছিলাম। অতএব আমরা যারা বাঙালি আছি তারা এখন থেকে একে অপরকে অবশ্যই পজেটিভ কারমা দেওয়ার চেষ্টা করব পোষ্ট এর মান ভালো হলে। তাহলে দেখা যাবে আর কোন প্রজেক্ট থেকে কারমার কারণে বাদ পড়তে হবে না।
-
হ্যাঁ আপনার কথা ঠিক আছে।আমি একটি প্রজেক্টে লক্ষ গিয়েছিলাম যে আমাদের বাংলাদেশীদের অনেকেই বাদ দিয়ে দিয়েছিল এই পজেটিভ কার মার কারণে। তাছাড়া আমাদের সবার উচিত একে অপরকে কারমা দেওয়া।জুনিয়র মেম্বারদের যদি পোস্ট এর মান কিছুটা ভাল হয় তাহলে অবশ্যই আমরা যারা সিনিয়র মেম্বার আছে সবাই কারমা দেব। কারমা দিলে দেখা যায় যে তাদের মনের কাজ করার মন-মানসিকতা এটা আরো ভালো হয়। তার ফলে আমি মনে করি তার আরও সুন্দর সুন্দর পোস্ট করবে।অবশ্যই আসুন আমরা কেউ নেগেটিভ কারমা না দিয়ে সবাই পজিটিভ কারমা দেওয়ার চেষ্টা করে।
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
আপনি একদম ঠিক বলেছেন ভাই। আমাদের অনেক বাঙালি রয়েছে যারা একে অপরের ভালো দেখতে পারে না। যতই ভালো পোস্ট হোক না কেন তারা পজিটিভ কারমা না দিয়ে নেগেটিভ কারমা দিয়ে থাকে। কিন্তু আমি দুঃখের সাথে বলতে চাই যে এই কাজগুলো কখনোই ঠিক না। আমি বিশেষ করে দেখেছি এই কাজগুলো আমাদের বাঙ্গালীদের মধ্যে সবথেকে বেশি হয়ে থাকে। তাই আমি বলতে চাই যে এরকম মন-মানসিকতা বাদ দিয়ে সবাই পজিটিভ মন মানসিকতা তৈরি করতে হবে প্রথমত। জুনিয়র ভাই কোন প্রশ্নের উত্তর দিলে যদি কিছুটা ভাল হয় তাহলে তাকে পজিটিভ কর্ম দেওয়া উচিত কারণ যদি সে পজিটিভ কারমা পায় তাহলে তার মন-মানসিকতা টা অনেক ভালো হয় এবং ফোরামে কাজ করার উৎসাহটা জাগে। আসুন আমরা সবাই একসাথে কাজ করে আমাদের বাংলা ফোরাম টিকে উন্নতির দিকে ধাবিত করি।
হ্যাঁ ভাই আপনি যেভাবে বলেছেন আমি আপনার সাথে পুরোপুরি একমত পোষণ করছি। আমরা যদি ফোরাম তাকে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে অবশ্যই সবাইকে ভালো মানের পোস্ট করতে হবে। জুনিয়র মেম্বারদের যদি পোস্ট কিছুটা ভালো হয় তাহলে আমরা কারমা দেব।আমি অনেক ইউজার দের লক্ষ করেছি তারা ভাল পোস্ট দেওয়া সত্ত্বেও পজিটিভ কারমা না পেয়ে নেগেটিভ কারমা পাচ্ছে। আসলে আমাদের কিছু কিছু বাঙ্গালীদের জন্য সব বাঙ্গালীদের নামে দোসা সে।
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আমরা বাঙালিরা কেউ কাউকে ভালো চোখে দেখতে পারিনা আমরা অন্যের কারমা দেখে হিংসা করি বলি যে ওর এতগুলো কারমা ওকে যদি আর একটা কারমা দেই তাহলে তো আমার থেকে একটু উপরে উঠে যাবে এই হিংসার বশবর্তী হয়ে আমরা কেউ কাউকে কারমা না দিয়ে উল্টো আরো নেগেটিভ পোষ্ট করে থাকি আমাদের উচিত হবে কেউ যদি কেমন ভালো পোস্ট না করতে পারে তাহলে তাকে নেগেটিভ কারমা না দিয়ে তাকে একটু বুঝিয়ে বলি এবং একটু ভালো পোস্ট করলেই তাকে পজেটিভ কারমা দিব আমরা যদি এভাবে কাজ করে তাহলে একসময় আমরা আর এমন ভালো বাউন্টি থেকে আর বাদ পড়বো না কারমার অভাবে
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ফোরামে নিয়মিত সময় দিয়ে যাওয়ার পরেও যখন কারমার জন্য কোন বাউন্টি থেকে বাদ পরতে হয় তখন মন খারাপ হবেই। আর এটাও মনে হবে যে, ফোরামে থাকার চেয়ে না থাকাও ভাল। আমরা বাঙালীরা বেশির ভাগ সময় অন্য কারো ভালো দেখতে পারি না, এটা আমাদের জাতিগত দোষও হতে পারে। তাই সকলের কাছে আমার অনুরোধ, একে অপরের প্রতি সহানুভূতি প্রদর্শন করে নেগেটিভ কারমা না দিয়ে, পারলে পজিটিভ কারমা দিন। আর যদি কেউ ভুল করে থাকে তাহলে তার ভুল ধরিয়ে দিয়ে, ভুল শুধরানোর সুযোগ দিন।
-
ভাই আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। আমরা বাঙ্গালী তাই এই পরামর্শ কারো কারো কাছে মূল্যহীন মনে হবে তবে আমি বুঝতে পারছি এই ফোরামে দীর্ঘদিন কাজ করার পর যদি কার মার কারণে আমরা বাদ পরি তাহলে ফোরামে থাকার চেয়ে না থাকা ভালো।তবে দীর্ঘদিন পর আপনার উপস্থিতি এই ফোরামে আমাদের মনবল কে আরো একটু শক্ত করে দিল ধন্যবাদ ভাই আজীবন জিও।
ধন্যবাদ মডারেটর ভাই। আমি প্রতিনিয়ত আপনার পোষ্টগুলো পরি আপনার দায়িত্বশীল কর্মকাণ্ড আমার খুব ভালো লেগেছে। আপনি আপনার বাংলা সেকশন থেকে যদি সপ্তাহে দুটি করে কার্মা পেতেন তাহলে আপনি আজ বাদ পরতেন না ।
আসলে কি বলবো ভাই আমাদের বাংলা ফোরাম এর লোকজন এতটা বুদ্ধিমান নই। আমরা যদি বুদ্ধিমান হইতাম তাহলে আজ এই কারমার জন্য এই প্রজেক্ট থেকে ছিটকে পড়তাম না।
ভাই বাঙালিরা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জাতি। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা উন্নতি দেখতে পারিনা।
আপনি ঠিক বলেছেন বাঙালিরা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জাতি। কিন্তু তারা অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের পায়ে কুড়াল মারতেও দ্বিধাবোধ করে না।
-
আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, যে ভাই পোস্টটি করেছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন যেগুলো আমাদের মধ্যে প্রায়ই ঘটছে আমরা বাঙালিরা আসলে কেউ কাউকে উপরে দেখতে চাই না অন্যের ক্ষতি করে নিজের সুখ মনে করি।কিন্তু অন্য জাতির দিকে তাকালে আমরা দেখতে পাই তাদের ভিতর আন্তরিকতার কোন ঘাটতি নেই ফলে আজকে এই যে একটি প্রজেক্টে আমার বাঙালি ভাই এরা কেউই এড হতে পারিনি কি জন্য একটাই প্রবলেম তাদের কারমা কম ছিল আর কারমা কম থাকার কারণ একটি সেটা হচ্ছে আমরা কেউ কাউকে কখনো কারমা দেই না পারলে নেগেটিভ কারমা দেই। অথচ যদি আমরা এই হিংসা না করে সবাই সবাইকে কারমা দিতাম তাহলে কেউ-না-কেউ সেই প্রজেক্টে এড হতে পারত। তাতে আমার তো কোন ক্ষতি নেই। আসুন আমরা সবাই সবাইকে ভাল পোষ্টের জন্য কারমা দিয়ে দেই কখনো কাউকে নেগেটিভ কারমা দিব না। ধন্যবাদ সবাইকে।
আপনি কি ঠিক কথা বলেছেন ভাই আমরা বাঙালিরা এমন কখনো কারো ভালো দেখতে পারিনা কিন্তু সবসময় অন্যকে বাঁশ দেওয়ার চেষ্টা করি আমরা চাইলে একে অন্যের ভালো করতে পারি কিন্তু বাঙালিরা এটা মোটেও বোঝার চেষ্টা করে না আপনাকে অনেক ধন্যবাদ ভাই এই পোস্টটি করার জন্য।
-
আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন তা অপ্রিয় হলেও সত্যি। আর আমরা এসব কারণেই অন্যান্য দেশ থেকে অনেক পিছিয়ে আছি। আমরা সবাই হিংসা বিদ্বেষ নিয়ে আছি। অন্যদিকে অন্য দেশের লোকেরা ফোরামে নিজেদের মধ্যে সাহায্য সহযোগিতা করে এগিয়ে যাচ্ছে। এখনো সময় আছে আমাদের ভালো সম্পর্ক গড়ে তোলার তা না হলে আমাদের ধ্বংস অনিবার্য।
-
আপনার এই পোস্টটি পড়ে আমার নিজে নিজে অনেক কষ্ট লাগলো। কেননা অন্যান্য ফোরামের মডারেটর অথবা সিনিয়র ভাইদের আইডি ইনস্পেক্ট করলে দেখা যায় তাদের পোস্ট অনুযায়ী কারমা অনেক বেশি। কিন্তু আমাদের এই বাংলা ফোরামে অধিক পরিমাণ পোস্ট করে ও কারমা সংখ্যা অনেক কম। তাই আমার মনে হয় কেউ কারো পেছনে লেগে ফোরামের উন্নতি সাধনে সবাইকে একত্রে মিলেমিশে কাজ করতে হবে।
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
ধন্যবাদ ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানিয়েছেন। বিষয়টা ভাবতে সত্যিই খুব কষ্টকর। আশা করি আপনার পোষ্ট থেকে সবাই অনুপ্রেরণা পাবে এবং সবার মন মানসিকতা ভালো হবে। সবাই সবাইকে সাপোর্ট করবে এবং পজিটিভ কারমা দেবে। আসলে এটাই করা উচিত আমাদের তাহলেই আমরা আমাদের বাংলা বোর্ড কে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সাথে আমরাও এগিয়ে যেতে পারবো।
-
আসলে যদি বাঙ্গালীদের সাথে মনটা করা হয় তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। অনেক দেশের নিজ নিজ ফোরামে দেখেছি তাদের গ্লোবাল সেকশনে কোনো ভূমিকা নেই কিন্তু তাদের নিজ নিজ দেশে পোস্ট করে তাদের কারমা সংখ্যা অনেক। তাহলে কেন আমাদের দেশে এরকমটা হয়। অতএব আমি মনে করি আমাদের উচিত একে অপরকে কারমা দেওয়া। তাহলে হয়তো বা এধরনের কাজ বাঙ্গালীদের সাথে হবে না।
-
আসলে যদি বাঙ্গালীদের সাথে মনটা করা হয় তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। অনেক দেশের নিজ নিজ ফোরামে দেখেছি তাদের গ্লোবাল সেকশনে কোনো ভূমিকা নেই কিন্তু তাদের নিজ নিজ দেশে পোস্ট করে তাদের কারমা সংখ্যা অনেক। তাহলে কেন আমাদের দেশে এরকমটা হয়। অতএব আমি মনে করি আমাদের উচিত একে অপরকে কারমা দেওয়া। তাহলে হয়তো বা এধরনের কাজ বাঙ্গালীদের সাথে হবে না।
আপনি ঠিক কথা বলেছেন কিন্তু আসলে আমাদের অনেক বাঙ্গালীদের মনে হিংসা বিদ্বেষ দিয়ে ভরা। অনেক ইউজার রয়েছে যারা কেউ কারো ভালো দেখতে পারে না। বিশেষ করে এই স্বভাবটা বাঙ্গালীদের মধ্যে বেশি রয়েছে। তাই এ ধরনের মনমানসিকতা সবাইকে বাদ দিতে হবে এবং সবাইকে ভালো মন মানসিকতা নিয়ে ফোরামে কাজ করতে হবে। এবং আমরা একে অপরকে সবাই কারমা দিব।কিন্তু কারমা যে দিবো সেই পোস্ট গুলি অবশ্যই ভালো হতে হবে। আমরা অযথা কাউকে কারমা দেবো না। অবশ্যই চেষ্টা করব আমরা একে অপরকে সাহায্য করার।
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
আপনার পোস্ট পড়ে আজকে আমার মনে হচ্ছে যে আমরা বাঙালিরা কারো ভালো চায় না। আসলে নিজেরা যদি নিজেদের মধ্যে মিল না রাখতে পারি তাহলে অন্যের ধারা এটি কেমনে সম্ভব হবে।তাই আমাদের প্রথমত বাঙালিরা বাঙালিদেরকে সাহায্য সহযোগিতা করবে এটাই স্বাভাবিক। কিন্তু আপনার পোষ্টটি পড়ে সেটা মনে হচ্ছে না।
-
আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনার মনে অনেক কষ্ট। আমাদের এই বাংলা ফোরামে অনেক ভাইরাই আছেন যে তারা কারমা দিতে চায়না এই কারমার কারণেই বাঙালিরা এখান থেকে ছিটকে পড়ছে। আমাদের প্রথমত উচিত বাঙালি বাঙ্গালীদের সাহায্য করা। প্রতিটা বাঙালি একজন আরেকজনকে কারমা দেবে। আমরা যদি সবাই মিলেমিশে কাজ করি তাহলে এই ফোরামের ও অনেক উন্নতি হবে পাশাপাশি আমাদের জন্য অনেক ভালো হবে।
-
বাংলা বোর্ডের উন্নতির জন্য মডারেটর ও সিনিয়র ভাইদের অনেক পরিশ্রম হয়েছে। একসময় অনেক লোক এখানে অ্যাক্টিভ ছিল। কিন্তু দীর্ঘ অনেক সময় পর বাংলা সেকশন আবার নতুনদের আগমনে প্রাণ ফিরে পেয়েছে।
-
আসলে ভাই বিষয়টি আমি আগে জানতাম না আপনারা হলেন ফোরামের বৃত্তি। ফোরাম কে এগিয়ে নিয়ে যাওয়ার মূল চাবিকাঠি হলেন আপনারা এই পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ বিষয়গুলো আমরা আগে কখনো জানতাম না আপনার পোস্ট থেকে আমরা বুঝতে পেরেছি।
-
আপনি ঠিকই বলেছেন আপনার কথাগুলো সত্য কারণ আমরা বাঙালি আমরা সবই পারি। দুঃখের বিষয় আমরা বাঙালি হয়ে বাঙালির দেখতে পারিনা যে কার উপর দিকে উঠতে পারে। আপনার টপিক এর প্রত্যেকটি কথাগুলো সত্যি।
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
[/quote
আপনার পোস্টটি একটি কষ্ট জনক পোস্ট। আসলে আমরা বাঙালীরা একে অন্যের উপকার না করে শুধু ক্ষতি করার চেষ্টা করি। আসলে এটা কেমন বিষয় আমরা আমাদের সাথে যদি মিলে কাজ করতে না পারি তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব।
-
এই বিটকয়েন কাজটা অনেক ভালো এবং অনেক আয় করা যায়, কিন্তু বাংলাদেশের অনেক মানুষ আছে যারা অন্যর ক্ষতি করে, এই সাইট থেকে কিছু আয় করলে তারা ভালো চায় না।
-
এটা দেখে আমি অনেকটা আফসোস প্রকাশ করেছি। কিছুদিন আগে এই কাজটি হয়েছে।আমার সবচেয়ে দুঃখ হলো আমাদের বাংলাসেক্সসন অথবা বাংলাদেশের কোনো সিনিয়র ভাই এই প্রোজেক্টের জয়েন করতে পারেনি। শুধুমাত্র কার মার জন্য।তবে ইদানিং আমাদের সিনিয়র ভাই গুলোর কারণে সংখ্যা বেড়ে গিয়েছে যার কারণে পরবর্তীতে এরকম প্রবলেম ফেস করতে হবে না। আমরা সবাই একে অন্যের বিরুদ্ধে না যাই। সবাই সবাইকে হেল্প করে। একজনকে হেল্প করলে সেটার ফল ভালো হবে মনে রাখা ভাল। আজকে যদি আমি কাউকে উপকার না করে তাহলে কেউ আমাকে পরার উপকার করবে না এটা মনে রাখবেন। কারো ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। আমরা সবাই ফোরামে বন্ধুত্ব পরায়ন হয়ে চলি।
-
আপনি ঠিকই বলেছেন আপনার কথাগুলো সত্য কারণ আমরা বাঙালি আমরা সবই পারি। দুঃখের বিষয় আমরা বাঙালি হয়ে বাঙালির দেখতে পারিনা যে কার উপর দিকে উঠতে পারে। আপনার টপিক এর প্রত্যেকটি কথাগুলো সত্যি।
আপনি ঠিক বলেছেন কথাগুলো সত্যিই অনেক কষ্টের। সবচেয়ে বেশি খারাপ লাগে তখন যখন বাঙালি হয়ে অন্য বাঙালি কে সাপোর্ট না করে বাঁশ দেওয়ার জন্য অপেক্ষা করে। আমাদের সবার উচিত সবাই সবাই কে সাপোর্ট করা। বাঙ্গালীদের আরেকটা প্রবলেম রয়েছে এরা কেউ কারো সফলতা দেখতে পারেনা। আমাদেরকে এরকম মন মানসিকতা থেকে অবশ্যই বেরিয়ে আসা উচিত।
-
আপনার পুরা বিষয়টা পড়ে আমি অনেক দুঃখ পেলাম ভাই। এবং যে সমস্ত ভাই আছে যারা কারমা দিতে পারে এখন থেকে সবাই আমরা কার মার দিতে শিখি। অবশ্যই সামনে অনেক ভালো একটা ক্যাম্পেন আসবে যে কারণে আমরা একে অপরকে সবাই কারমা দেবো।হয়তো সেখানে কার মার কথা উল্লেখ করা হবে এবং কারমা কম থাকলে কিন্তু দেখা যাবে যে সেই প্রজেক্টে আমরা এ প্রজেক্ট এর মত হতে পারব না।
-
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন অবশ্যই আমাদের কারমা দিতে হবে কারমা দিলে কাজের আরও উৎসাহ বৃদ্ধি পায়। কারমা দিলে যেহেতু আমাদের ক্ষতি হয় না তাহলে আমরা অবশ্যই কারমা দেবো।কিন্তু অনেক ইউজার রয়েছে যারা দেখা যাচ্ছে এমন পোস্ট করে যেগুলো পড়ে মাথা গরম হয়ে যায় আসলে তাদের কিন্তু কারমা দেওয়া যায় না। তাই মনে করি সবাই ভাল ভাবে পোস্ট করুন এবং সকলে সবাই কারমা দেবে ইনশাল্লাহ।
-
বর্তমানে কারমা বিষয় নিয়ে আমাদের ফোরামে এত কথা হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে এখনো কিছু ইউজার রয়েছে যারা ভাল পোষ্ট দেখা সত্বেও নেগেটিভ কারমা দিয়ে যাচ্ছে।আসলে কিছু বাঙালি ইউজার আছে যারা কখনো একে অপরের ভালো দেখে না যে কারণে এই কাজগুলো করে থাকে। এই কাজগুলো করলে যে নিজেদেরই ক্ষতি তারা তারা কখনোই ভাবে না।অতএব আমি তাদের কাছে হাতজোড় করে অনুরোধ করবো যদি পোস্ট এর মান অনেক খারাপ হয় তাহলে আপনারা নেগেটিভ কারমা দিয়েন আর যদি পোস্ট পড়ে আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পজেটিভ কারমা দিবেন।
-
খুব দুঃখজনক ব্যাপার ভাইয়া আসলে আপনাকে যদি দিন দুইটা করে গাঁড় মারতে হত তাহলে আজকে আপনার ভাত পড়তে হতো না।
-
ভাই আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। আমরা বাঙ্গালী তাই এই পরামর্শ কারো কারো কাছে মূল্যহীন মনে হবে তবে আমি বুঝতে পারছি এই ফোরামে দীর্ঘদিন কাজ করার পর যদি কার মার কারণে আমরা বাদ পরি তাহলে ফোরামে থাকার চেয়ে না থাকা ভালো।তবে দীর্ঘদিন পর আপনার উপস্থিতি এই ফোরামে আমাদের মনবল কে আরো একটু শক্ত করে দিল ধন্যবাদ ভাই আজীবন জিও।
ধন্যবাদ মডারেটর ভাই। আমি প্রতিনিয়ত আপনার পোষ্টগুলো পরি আপনার দায়িত্বশীল কর্মকাণ্ড আমার খুব ভালো লেগেছে। আপনি আপনার বাংলা সেকশন থেকে যদি সপ্তাহে দুটি করে কার্মা পেতেন তাহলে আপনি আজ বাদ পরতেন না ।
আমরা বাঙালিরা এমন যে নিজেদের ভালো বুঝতে পারিনা। এই ফোরামে কারমা নিয়ে অনেক বার আলোচনা হয়েছে।অনেক ইউজার আছে যারা ভাল পোষ্ট দেখলে ও হিংসার বশবর্তী হয়ে নেগেটিভ কারমা দেয়। এ কাজগুলো করলে যে নিজেদেরই ক্ষতি হয় সেটা কেউ বুঝতে চায় না। পোস্ট করে যদি আপনার ভাল লাগে তাহলে আপনি পজেটিভ কারমা দিবেন। তবে এই ফোরামে আমরা যেহেতু বাঙালি তাই আমরা সবাইকে পজেটিভ কারমা দেওয়ার চেষ্টা করব।
-
ভাই আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। আমরা বাঙ্গালী তাই এই পরামর্শ কারো কারো কাছে মূল্যহীন মনে হবে তবে আমি বুঝতে পারছি এই ফোরামে দীর্ঘদিন কাজ করার পর যদি কার মার কারণে আমরা বাদ পরি তাহলে ফোরামে থাকার চেয়ে না থাকা ভালো।তবে দীর্ঘদিন পর আপনার উপস্থিতি এই ফোরামে আমাদের মনবল কে আরো একটু শক্ত করে দিল ধন্যবাদ ভাই আজীবন জিও।
ধন্যবাদ মডারেটর ভাই। আমি প্রতিনিয়ত আপনার পোষ্টগুলো পরি আপনার দায়িত্বশীল কর্মকাণ্ড আমার খুব ভালো লেগেছে। আপনি আপনার বাংলা সেকশন থেকে যদি সপ্তাহে দুটি করে কার্মা পেতেন তাহলে আপনি আজ বাদ পরতেন না ।
আসলে কি বলবো ভাই আমাদের বাংলা ফোরাম এর লোকজন এতটা বুদ্ধিমান নই। আমরা যদি বুদ্ধিমান হইতাম তাহলে আজ এই কারমার জন্য এই প্রজেক্ট থেকে ছিটকে পড়তাম না।
ভাই বাঙালিরা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জাতি। কিন্তু দুঃখের বিষয় এই যে আমরা উন্নতি দেখতে পারিনা।
আমি আপনার কথার সাথে একমত কারণ বাঙালির মাথায় অনেক বুদ্ধি আছে। কিন্তু কারো ভালো কেউ চায় না।
-
অনেকদিন পর আমি দুঃখের সাথে একটা পোস্ট লিখলাম সবাই বিষয়টি মনোযোগ সহকারে পরবেন। আমি বিগত দুবছর ধরে ফোরামে কলুর বলদ এর মত কাজ করে যাচ্ছি। আমি ফোরামে অনেকগুলো বাউন্টি প্রজেক্টে কাজ করেছিলাম কিন্তু পেমেন্ট কিছুই পাইনি অনেকদিন পর ফোরামে Ton crystal নামের একটি বাউন্টি প্রজেক্ট এসেছিল কিন্তু আমরা বাঙালিরা কারমার কারনে বাদ পড়েছি। কিছু রাশিয়ান ভায়েরা আছে যারা গ্লোবাল সেকশনে একটা পোস্ট কোনদিন চোখে পরলোনা কিন্তু কার মার কারণে তারা ওই বাউন্টি প্রজেক্টে সেকেন্ড টাইম লিস্ট হয়েছে তাই আমি আমার নেটিভ ভাইদের কাছে অনুরোধ করলাম আপনারা আমাদের বাংলা সেকশন টাকে একটু উন্নতির দিকে নিয়ে যান। এই ফোরামে যখন 10 থেকে 12 জন লোক অ্যাক্টিভ থাকতো তখন Malam90 ,Nostoman , Paglamon, Altcoin1998$ এই চার ভাই ফোরামে একটিভ থাকতো কিন্তু আজ দেখলাম তারা অনেক বড় রেঙ্ক থাকা সত্ত্বেও কারমা 100 এর নিচে।আমাদের বাংলা ফোরামে যে মোডারেটর দায়িত্ব পালন করছে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা ভালো পোষ্ট গুলোতে কারমা দিব কারো ক্ষতি করব না।আমার মনে হয় আগামী তে যে সকল ভালো ভালো ম্যানেজার বাউন্টি নিয়ে আসবে তারা কার মার ভিত্তিতে লোক নিয়োগ করবে তবে কার মার ভিত্তিতে লোক নিলে বাঙালিরা অবশ্যই বাদ পড়বে কেননা আমরা বাঙালি জাতি রক্তে হিংসে নামক করোনা ভাইরাস মিশে আছে তাই আমরা পোস্টগুলো পড়ে কার মার পরিবর্তে নেগেটিভ কিছু বলে থাকি। আমরা আসুন নিজেরা নিজেরা ভুলগুলো শুধরে আপন ভাইদের মত যারা জুনিয়র মেম্বার আছেন তাদের নেগেটিভ কারমা না দিয়ে পজিটিভ মতামত দেই। আমরা যারা বাঙালি তারা অবশ্যই গ্লোবাল সেকশনে পোস্ট করে থাকেন কিন্তু দেখুন রাশিয়ান নেটিভ ভাইয়েরা গ্লোবাল সেকশনে তাদের একটা পোস্ট নেই । অথচ আজ দেখলাম তাদের প্রোফাইলে 100 + কারমা। আসুন আমরা আমাদের নেটিভ ফোরামে অ্যাক্টিভ থেকে আমাদের কারমা বৃদ্ধি করে নেই যাতে করে ভবিষ্যতে কোনো ক্যাম্পেইন আসলে আমার বাঙালি ভাইয়েরা যাতে বাদ না পড়ে যায়। সবশেষে মডারেটর ও আমার নেটিভ বাঙালি ভাইদের প্রতি অনুরোধ করে যাই আমার ফোরাম আপনার ফোরাম, এই ফোরাম টিকে থাকলে অবশ্যই আগামীতে ভালো কিছু পেতে পারি তাই ফোরামের উন্নতি আমাদের সকলের দায়িত্ব।
বাঙালি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।
বিষয়টা আপনার জন্যই খুবই দুঃখের। কারণ আপনি যেহেতু অনেকদিন যাবত এই ফোরামের পিছনে সময় ব্যয় করেছেন তাই আপনার দুঃখ হওয়াটা স্বাভাবিক। আমি মনে করি কার মার জন্য কোন প্রজেক্ট থেকে বাদ পড়ায় বিষয়টা আরো বেশি কষ্ট। অন্যান্য ফোরামের দিকে তাকালে দেখা যায় তাদের অ্যাক্টিভিটির তুলনায় তার মা অনেক বেশি ক্ষেত্রে একেবারে বিপরীত।তাই বাঙালি ভাইদের কাছে আমাদের সবার অনুরোধ হিংসা-বিদ্বেষ পরিহার করে পরস্পর পরস্পরকে সহযোগিতা করাটাই উত্তম কাজ বলে মনে করি।
-
ভাই আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি। আমরা বাঙ্গালী ,তাই এই পরামর্শ কারো কারো কাছে মূল্যহীন মনে হবে । তবে আমি বুঝতে পারছি এই ফোরামে দীর্ঘদিন কাজ করার পর যদি কারমার কারণে আমরা বাদ পরি । তাহলে ফোরামে থাকার চেয়ে না থাকা ভালো। তবে দীর্ঘদিন পর বাংলা সেকশনে আপনার উপস্থিতি আমাদের মনবল আরো একটু শক্ত করে দিল ধন্যবাদ ভাই আজীবন জিও।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই আসলেই আমরা বাঙালিরা এমন ঐ। এটি একটি মূল্যবান পোষ্ট কিছুদিন আগে আমাদের ফোরামে একটি সিগনেচার ক্যাম্পেইন এসেছিল। কার মার কারণে সেই কবে থেকে বাংলা বোর্ডের অনেক ইউজার সেখান থেকে বাদ পড়েছে। তাই এখন থেকে আমরা সকলেই মিলেমিশে একে অন্যের সাহায্য সহযোগিতা করব। তাহলে আর ভবিষ্যতে কোনো ক্যাম্পেইনে এলে আমাদের এরকম পরিস্থিতি হবে না।
-
আপনার এই পোস্ট পড়ে আমার খুব কষ্ট লাগে। কার মার কারণে কোনো প্রজেক্ট থেকে বাদ পড়া সত্যিই অনেক কষ্টের। তবে আশা করছি এখন আর এই সমস্যা হবে না। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে।