Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Coin63@ on October 19, 2020, 02:59:57 PM
-
কিছুদিন ধরে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ডিসেন্ত্রালাইজড ফাইন্যান্স এর কিন্তু মনে রাখুন বিটকয়েন কখনো কোন হাইপ করা প্রজেক্ট কে উঠতে দেবে না। ব্লকচেইন ছিল, আছে ,থাকবে।
-
বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা। এই বিটকয়েন কে পিছনে ফেলে কোন কয়েন আজ পর্যন্ত উঠতে পারেনি। এবং কোনদিন উঠতে পারবে না। কেননা বিটকয়েন সকল কয়েনের রাজা।
-
বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা। এই বিটকয়েন কে পিছনে ফেলে কোন কয়েন আজ পর্যন্ত উঠতে পারেনি। এবং কোনদিন উঠতে পারবে না। কেননা বিটকয়েন সকল কয়েনের রাজা।
বর্তমানে ডিসেন্ত্রালাইজড ফাইন্যান্স প্রজেক্ট ওয়াই এফ আই কয়েনের মূল্য থেকে কিছুটা বিটকয়েন এর চেয়ে বেশি আছে তাই অনেকে এটিকে বিটকয়েনের প্রতিদ্বন্দ্বী হিসেবে গ্রহণ করেছে। কিন্তু এটি ক্ষণস্থায়ী মাত্র।
-
যে কোন নতুন ট্রেন্ড আসলেই সেটা নিয়ে প্রথমে অনেক নাড়াচাড়া হবেই। তবে যাই হোক ডেফির নাড়াচাড়া আরো হয়তো কিছুদিন চলবে। YFI গত কিছুদিন যাবৎ নাড়াচাড়া দিয়েছে এবং এখন থেমে গেছে কিন্তু বিটকয়েন ছিলো, আছে এবং থাকবে। বিটকয়েনের সমকক্ষ কোন কয়েন আজো তৈরি হয়নি এবং ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। +১ কারমা।
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সব কয়েন এর দাম উঠানামা করে এটা ঠিক। কিন্তু বিটকয়েনকে ছাড়িয়ে যাবার মত কোন কয়েন এখনো মার্কেটে আসেনি। যদিও দু-একটা কয়েন হঠাৎ করে ধূমকেতুর মতো আলোচনায় এসেছে আবার হারিয়ে গেছে ।এর জ্বলন্ত উদাহরণ YFI কয়েন।YFI কয়েনকে অনেকেই বিটকয়েনের প্রতিদ্বন্দ্বী মনে করেছিল। কিন্তু তা হয়নি তেমনি Defi নিয়েও দু'একদিন আলোচনা সমালোচনার ঝড় শেষে আবার থেমে যাবে। কিন্তু বিটকয়েন কয়েন মার্কেটের রাজা হিসেবে থেকে যাবে।
-
যে কোন নতুন ট্রেন্ড আসলেই সেটা নিয়ে প্রথমে অনেক নাড়াচাড়া হবেই। তবে যাই হোক ডেফির নাড়াচাড়া আরো হয়তো কিছুদিন চলবে। YFI গত কিছুদিন যাবৎ নাড়াচাড়া দিয়েছে এবং এখন থেমে গেছে কিন্তু বিটকয়েন ছিলো, আছে এবং থাকবে। বিটকয়েনের সমকক্ষ কোন কয়েন আজো তৈরি হয়নি এবং ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। +১ কারমা।
ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমরা সহজে ভবিষ্যৎ বাণী করতে পারিনা। তবে বিটকয়েন নিঃসন্দেহে সেরা কয়েন এটি কে পিছনে ফেলে ওয়াই এফ আই কিছুদিন হয়তো টিকে থাকবে কিন্তু চিরস্থায়ীভাবে বিট করতে পারবেনা। ১(কারমা)
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সব কয়েন এর দাম উঠানামা করে এটা ঠিক। কিন্তু বিটকয়েনকে ছাড়িয়ে যাবার মত কোন কয়েন এখনো মার্কেটে আসেনি। যদিও দু-একটা কয়েন হঠাৎ করে ধূমকেতুর মতো আলোচনায় এসেছে আবার হারিয়ে গেছে ।এর জ্বলন্ত উদাহরণ YFI কয়েন।YFI কয়েনকে অনেকেই বিটকয়েনের প্রতিদ্বন্দ্বী মনে করেছিল। কিন্তু তা হয়নি তেমনি Defi নিয়েও দু'একদিন আলোচনা সমালোচনার ঝড় শেষে আবার থেমে যাবে। কিন্তু বিটকয়েন কয়েন মার্কেটের রাজা হিসেবে থেকে যাবে।
ভাই আপনার পোস্টটি পড়ে আমার খুব ভালো লাগলো। ডিসেন্ত্রালাইজড ফাইন্যান্স প্রজেক্ট গুলো শুরুতে চার ছক্কা মারমার অবস্থায় আগমন করে কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পর প্রজেক্ট গুলো অবস্থা খুব শোচনীয় হয়ে পরে। চিন্তার কোন কারন নেই বিটকয়েন অল টাইম বেস্ট।
-
ব্লকচেইন কে বিট করার মত কোন প্রযুক্তি এখনো তৌরী হয় নি। থাকতে পারে কিছু বিষয়ে সাময়িক আগ্রহ তাতে সমস্যা নেই। আর এর মানে এই না যে ব্লকচেইন কে পেছনে রাখবে। ব্লকচেইন আাছে থাকবে এবং অদুর ভবিষ্যতে এটি আরও শক্তিশালী হয়ে উঠবে।
-
ব্লকচেইন থাকবেই ব্লকচেইন কখনোই ধ্বংস হয়ে যাবে না। বেশ কিছুদিন আগে DeFi প্লাটফরমটি নতুনের আগমন করেছে প্রথম অবস্থায় অনেকটাই উন্নতি লাভ করলে এখন কিন্তু ধীরে ধীরে অনেকটাই শেষ হয়ে যাচ্ছে। তাই এখান থেকে আমার বুঝতে পারিনি ব্লকচেইন কখনোই ধ্বংস হয়ে যাবে না। শেয়ার অনেক ডেভলপমেন্ট হবে।
-
বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা। এই বিটকয়েন কে পিছনে ফেলে কোন কয়েন আজ পর্যন্ত উঠতে পারেনি। এবং কোনদিন উঠতে পারবে না। কেননা বিটকয়েন সকল কয়েনের রাজা।
ক্রিপ্টাকারেন্সীতে ব্লকচেইন সবচাইতে বড় একটা অংশ। এটি কে টপকিয়ে কোনো টোকেন আজ পর্যন্ত টিকে থাকতে পারে না ই। টিকলেও বেশি সময় পজিশন ধরে রাখতে পারে নাই।
-
বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা। এই বিটকয়েন কে পিছনে ফেলে কোন কয়েন আজ পর্যন্ত উঠতে পারেনি। এবং কোনদিন উঠতে পারবে না। কেননা বিটকয়েন সকল কয়েনের রাজা।
বিটকয়েন সর্বপ্রথম কয়েন তখন থেকেই এই কয়েন টি রাজার স্থান ধরে রেখেছে এবং ভবিষ্যতেও থাকবে।
-
কিছুদিন ধরে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ডিসেন্ত্রালাইজড ফাইন্যান্স এর কিন্তু মনে রাখুন বিটকয়েন কখনো কোন হাইপ করা প্রজেক্ট কে উঠতে দেবে না। ব্লকচেইন ছিল, আছে ,থাকবে।
ব্লকচেইন কে সরিয়ে দেওয়ার মত প্রযুক্তি এখনো নাই এবং অদুর ভবিষ্যতেও হবে না। হইতো নতুন প্রযুক্তি আসতে পারে।
-
বিশ্বে যতগুলা কয়েন আছে তার মধ্যে রেংকিং ১ এ আছে বিটকয়েন। সেই বিটকয়েন কে পিছনে ফেলা অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। বিশ্বের প্রায় সব মানুষই বিটকয়েন এর সাথে পরিচিত। বিটকয়েন কে পিছনে ফিরতে পারলেও বেশি দিন টিকে থাকতে পারবে না। কারণ এই বিটকয়েন সর্ব প্রথম থেকেই রেংকিং এর জায়গা দখল করে রেখেছে। ব্লকচেইন আছে ব্লকচেইন থাকবে এটি কখনো শেষ হয়ে যাবে না। বিটকয়েন কে চিরস্থায়ীভাবে পেছনে ফেলে অনেক টাফ ব্যাপার।।
-
বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা। এই বিটকয়েন কে পিছনে ফেলে কোন কয়েন আজ পর্যন্ত উঠতে পারেনি। এবং কোনদিন উঠতে পারবে না। কেননা বিটকয়েন সকল কয়েনের রাজা।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন আপনার সাথে আমি একমত। বিটকয়েন এর উপর দিয়ে দেখা গেছে আজ পর্যন্ত কোন কয়েন উপর দিয়ে গিয়ে বেশিদিন থাকতে পারিনি। আমার মনে হয় কোনদিন কোন কয়েন পারবেনা বিটকয়েনের উপরে উঠতে।
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ব্লকচেইন এর ব্যবহার অনেকদিন ধরে। এবং ডেফিপ্রজেক্ট অল্প কিছুদিন ধরে মার্কেটে এসেছে যার কারণে এর জনপ্রিয়তা অনেকটাই কম কিন্তু ব্লকচেইন এর জনপ্রিয়তা অনেকটাই বেশি এ কারণে ব্লকচেইন সাপোর্ট বেশি
-
ব্লকচেইন কে বিট করার মত কোন প্রযুক্তি এখনো তৌরী হয় নি। থাকতে পারে কিছু বিষয়ে সাময়িক আগ্রহ তাতে সমস্যা নেই। আর এর মানে এই না যে ব্লকচেইন কে পেছনে রাখবে। ব্লকচেইন আাছে থাকবে এবং অদুর ভবিষ্যতে এটি আরও শক্তিশালী হয়ে উঠবে।
জি ভাই আপনি একদম ঠিক বলেছেন বিটকয়েন সকল কয়েনের রাজা। এই বিটকয়েন কে বিট করার মত কোন কয়েন এখনো মার্কেটে আসে নি। বিটকয়েন সারাবিশ্বে সকল কয়েনের রাজা হিসেবে পরিচিত এই বিটকয়েন রেংকিং ১ এই থাকবে।
-
ব্লকচেইন হল বিংশ শতাব্দীর বিস্ময়কর আবিষ্কার। ব্লকচেইন প্রযুক্তি সম্পুর্ন নিরাপদ এবং সহজে এর ব্যবহার করা যায়। এটা কোন ধরনের একাউন্ট ছাড়া শুধু মাত্র ইন্টারনেটের উপর ভিত্তি করে পরিচালিত হয়। এটার কারণে আমরা স্বল্প সময়ের মধ্যে বড় ধরনের লেনদেন খুব কম খরচে করতে পারছি । এটার প্রযুক্তি অত্যন্ত নিখুঁত হওয়াতে এর ধ্বংস হবেনা। তাই নিশন্ধেয়ে বলতে পারি ব্লকচেইন আছে এবং থাকবে।
-
আমার মনে হয়ে বিট কয়েন কে বিট করার মত কোন প্রযুক্তি আর আবৃস্কার হবে না এই ক্রিপ্টেজগৎ এ। আমার মতে ব্লকচেইন ই শ্রেষ্ঠ। এর চেয়ে ভাল আর কোন প্রযুক্তি আসবে না। আর তা যদি আসেও আগামি 100 বছরের মধ্যে আসবে না।
-
বিশ্বে যতগুলা কয়েন আছে তার মধ্যে রেংকিং ১ এ আছে বিটকয়েন। সেই বিটকয়েন কে পিছনে ফেলা অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। বিশ্বের প্রায় সব মানুষই বিটকয়েন এর সাথে পরিচিত। বিটকয়েন কে পিছনে ফিরতে পারলেও বেশি দিন টিকে থাকতে পারবে না। কারণ এই বিটকয়েন সর্ব প্রথম থেকেই রেংকিং এর জায়গা দখল করে রেখেছে। ব্লকচেইন আছে ব্লকচেইন থাকবে এটি কখনো শেষ হয়ে যাবে না। বিটকয়েন কে চিরস্থায়ীভাবে পেছনে ফেলে অনেক টাফ ব্যাপার।।
ভাই আপনার কথা ঠিক আছে। কিন্তু বর্তমানে আমি একটি কয়েন দেখেছি যে একটি কয়েন সমান 3 বিটিসি। আসলে কি এই কয়েনটি টিকে থাকতে পারবে।
-
কিছুদিন ধরে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ডিসেন্ত্রালাইজড ফাইন্যান্স এর কিন্তু মনে রাখুন বিটকয়েন কখনো কোন হাইপ করা প্রজেক্ট কে উঠতে দেবে না। ব্লকচেইন ছিল, আছে ,থাকবে।
মার্কেটে যতই প্রযুক্তি এর আগত হবে। ব্লকচেইন প্রযুক্তি এর মূল্য বা মর্যাদা তথ্যই বৃদ্ধি পাবে। কারণ সবগুলো ব্লকচেইন প্ল্যাটফর্ম। তাই ব্লকচেইন প্রযুক্তি প্রযুক্তি হিসেবে রয়ে যাবে। নতুন প্রযুক্তি ব্লকচেইন কে স্থানান্তরিত করতে পারবে না।
-
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন পৃথিবী যে পর্যন্ত আছে সে পর্যন্ত ব্লকচেইন এর ব্যবহার থাকবে।
-
আমরা সকল ইউজারগন এবং সকল লে জারা বিটকয়েন টক এ কাজ করি আমরা সবাই জানি বিটকয়েন হচ্ছে সকল কয়েনের রাজা। এই কয়েন এর উপরে গিয়ে আজ পর্যন্ত কোন কয়েন বেশিদিন থাকতে পারিনি।
-
আমার মনে হয়ে বিট কয়েন কে বিট করার মত কোন প্রযুক্তি আর আবৃস্কার হবে না এই ক্রিপ্টেজগৎ এ। আমার মতে ব্লকচেইন ই শ্রেষ্ঠ। এর চেয়ে ভাল আর কোন প্রযুক্তি আসবে না। আর তা যদি আসেও আগামি 100 বছরের মধ্যে আসবে না।
আপনি একদম সঠিক কথা বলেছেন ভাই। আমিও বিশ্বাস করি যে বিটকয়েন এর উপরে কোন কয়েন গিয়ে বেশিদিন থাকতে পারে। আমি বিশ্বাস করি যে ব্লকচেইন থাকবেই যে পর্যন্ত পৃথিবীর অস্তিত্ব টিকে থাকবে।
-
বিটকয়েন হলো সকল কয়েন এর রাজা। ব্লকচেইন হল তার আত্মা এই ব্লকচেইন অনেকদিন যাবত চলছে অন্য কোন সাইট এসে ব্লকচেইন কে সরিয়ে দেবে তা তো হয় না।নতুনে যেকোন সাইট আসলে অবশ্যই সেটা অনেক ধুমসে কিছুদিন চললে আবার তারপর থেমে যায় কিন্তু ব্লকচেইন থেমে থাকার সাইট নয়।
-
বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা। এই বিটকয়েন কে পিছনে ফেলে কোন কয়েন আজ পর্যন্ত উঠতে পারেনি। এবং কোনদিন উঠতে পারবে না। কেননা বিটকয়েন সকল কয়েনের রাজা।
ক্রিপ্টাকারেন্সীতে ব্লকচেইন সবচাইতে বড় একটা অংশ। এটি কে টপকিয়ে কোনো টোকেন আজ পর্যন্ত টিকে থাকতে পারে না ই। টিকলেও বেশি সময় পজিশন ধরে রাখতে পারে নাই।
ব্লকচেইন আর ডিসেন্ট্রালাইজড ফাইনান্স বা ডেফি কোনটাই কিন্তু আলাদা নয়। ডেফি হচ্ছে ব্লকচেইনের একটা অংশ। ব্লকচেইন ছাড়া কোন কয়েন বা টোকেন ক্রিপ্টোকারেন্সিতে আছে বলে আমার মনে হয়না। আর ব্লকচেইন না থাকলে ক্রিপ্টোকারেন্সিও থাকবেনা। আর যেহেতু ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার ও বৃদ্ধি পাচ্ছে তাই ব্লকচেইন ছিলো, ব্লকচেইন আছে এবং ব্লকচেইন থাকবেই।
-
বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা। এই বিটকয়েন কে পিছনে ফেলে কোন কয়েন আজ পর্যন্ত উঠতে পারেনি। এবং কোনদিন উঠতে পারবে না। কেননা বিটকয়েন সকল কয়েনের রাজা।
জি ভাইয়া আপনি ঠিক বলেছেন আমি আপনার সাথে একমত পোষণ করছি। ক্রিপ্টোকারেন্সি জগতে রাজ করতে এসেছে এই বিটকয়েন। বিটকয়েন কে টপকে কোন কয়েন কি মার্কেটে টিকে থাকা অনেক টাফ ব্যাপার।
-
কখনো কোনো কয়েনের দাম বিটকয়েন এর চেয়ে বেশি হলে সেটাকে আমরা বিটকয়েনের প্রতিদ্বন্দ্বী মনে করে থাকি কিন্তু যেমন ওয়াই এফ আই এর দাম বিটকয়েন এর চেয়ে বেশি উঠেছিল কিন্তু স্থায়ী হয়নি পরক্ষণেই তার দাম কমে গেছে। বিটকয়েন হচ্ছে কোয়েন মার্কেটের রাজা তাকে পেছনে ফেলার মত কোন কয়েন বর্তমানে নেই।
-
যে কোন নতুন ট্রেন্ড আসলেই সেটা নিয়ে প্রথমে অনেক নাড়াচাড়া হবেই। তবে যাই হোক ডেফির নাড়াচাড়া আরো হয়তো কিছুদিন চলবে। YFI গত কিছুদিন যাবৎ নাড়াচাড়া দিয়েছে এবং এখন থেমে গেছে কিন্তু বিটকয়েন ছিলো, আছে এবং থাকবে। বিটকয়েনের সমকক্ষ কোন কয়েন আজো তৈরি হয়নি এবং ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে। +১ কারমা।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন আমি আপনার সাথে সহমত পোষণ করছি। বিটকয়েনের সমকক্ষ কোন কয়েন আজও তৈরি হয়নি এবং ভবিষ্যতে কখনো হবে না। তাই আমি নিশ্চিন্তে বলতে পারি যে ব্লকচেইন থাকবেই।
-
কখনো কোনো কয়েনের দাম বিটকয়েন এর চেয়ে বেশি হলে সেটাকে আমরা বিটকয়েনের প্রতিদ্বন্দ্বী মনে করে থাকি কিন্তু যেমন ওয়াই এফ আই এর দাম বিটকয়েন এর চেয়ে বেশি উঠেছিল কিন্তু স্থায়ী হয়নি পরক্ষণেই তার দাম কমে গেছে। বিটকয়েন হচ্ছে কোয়েন মার্কেটের রাজা তাকে পেছনে ফেলার মত কোন কয়েন বর্তমানে নেই।
আমরা সকলেই সাধারণত মূল্যের দিক থেকে বিটকয়েনের প্রতিদন্দ্বী খুজে বেড়াই। তাহলে এটি আমাদের ভুল ধারণার একটি, কারণ শুধুমাত্র মূল্যের দিক থেকে নয় বরং সকল বিষয় দেখতে হবে। YFI একটি ডিফাই প্রজক্ট , তাই বিটকয়েনের সাথে তার তুলনা কোনোভাবেই করা যায় না।
-
বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা। এই বিটকয়েন কে পিছনে ফেলে কোন কয়েন আজ পর্যন্ত উঠতে পারেনি। এবং কোনদিন উঠতে পারবে না। কেননা বিটকয়েন সকল কয়েনের রাজা।
ব্লকচেইন তো থাকবেই কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্লকচাইন। ব্লকচেইন অবস্থা খুবই ভালো। ব্লকচেইন ছাড়া কোন কিছু চিন্তাই করা যায় না।
-
বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা। এই বিটকয়েন কে পিছনে ফেলে কোন কয়েন আজ পর্যন্ত উঠতে পারেনি। এবং কোনদিন উঠতে পারবে না। কেননা বিটকয়েন সকল কয়েনের রাজা।
ক্রিপ্টাকারেন্সীতে ব্লকচেইন সবচাইতে বড় একটা অংশ। এটি কে টপকিয়ে কোনো টোকেন আজ পর্যন্ত টিকে থাকতে পারে না ই। টিকলেও বেশি সময় পজিশন ধরে রাখতে পারে নাই।
ব্লকচেইন আর ডিসেন্ট্রালাইজড ফাইনান্স বা ডেফি কোনটাই কিন্তু আলাদা নয়। ডেফি হচ্ছে ব্লকচেইনের একটা অংশ। ব্লকচেইন ছাড়া কোন কয়েন বা টোকেন ক্রিপ্টোকারেন্সিতে আছে বলে আমার মনে হয়না। আর ব্লকচেইন না থাকলে ক্রিপ্টোকারেন্সিও থাকবেনা। আর যেহেতু ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সাথে সাথে ব্লকচেইন প্রযুক্তির ব্যবহার ও বৃদ্ধি পাচ্ছে তাই ব্লকচেইন ছিলো, ব্লকচেইন আছে এবং ব্লকচেইন থাকবেই।
হ্যাঁ ভাই আপনার সাথে আমি পুরোপুরি একমত।কারণ বর্তমান সময়ে ক্রিপ্টোকারেন্সি আরো জনপ্রিয়তা হয়ে উঠছে যে কারনে আমিও বলতে পারি অবশ্যই ব্লকচেইন চিরকাল থাকবেই।
-
বিটকয়েনকে কোন কয়েন পেছনে ফেলতে পারবে না কারণ বিটকোইন হলো সব কয়েনের রাজা। এবং বিটকয়েন সবার জনপ্রিয় একটি কয়েন তাই এটি আছে এবং থাকবে
-
কিছুদিন ধরে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ডিসেন্ত্রালাইজড ফাইন্যান্স এর কিন্তু মনে রাখুন বিটকয়েন কখনো কোন হাইপ করা প্রজেক্ট কে উঠতে দেবে না। ব্লকচেইন ছিল, আছে ,থাকবে।
ভাইয়া আপনি এখানে যে ব্লক চেইন সম্পর্কে আলোচনা করেছে এই ব্লক চেইন টা আসলে কি যদি একটু এ বিষয়ে বিস্তারিত একটি পোস্ট করতেন তাহলে এ বিষয়ে আমি জানতে পারতাম।
-
কিছুদিন ধরে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ডিসেন্ত্রালাইজড ফাইন্যান্স এর কিন্তু মনে রাখুন বিটকয়েন কখনো কোন হাইপ করা প্রজেক্ট কে উঠতে দেবে না। ব্লকচেইন ছিল, আছে ,থাকবে।
আমি আপনার সাথে একমত পোষন করলাম।কারণ বিটকয়েন কখনো কোনো হাইপ করা প্রজেক্টকে উঠতে দেবে না। ব্লকচেইন আছে ছিল থাকবে এটাই আশা করছি।