Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Coin63@ on October 19, 2020, 03:03:44 PM
-
একটি মিডিয়াম পোস্ট পড়ে জানতে পারলাম নভেম্বরের মাঝামাঝি সময়ে ইথেরিয়াম টু পয়েন্ট জিরো লাঞ্চ করবে। এই ভার্শন লাঞ্চ করলে ইথিরিয়াম এর অবাঞ্চিত কিছু গ্যাস ফী কমে যাবে। টোকেন ট্রানস্ফার এর গতি বৃদ্ধি পাবে।
আপনি কিছু জানলে লিখতে ভুলবেন না
-
যে সমস্ত লোক ক্রিপ্টোকারেন্সি এবং ব্লকচেইনে আগ্রহী তারা খুব দীর্ঘকাল ধরে ইথেরিয়াম ব্লকচেইন আপডেটের জন্য অপেক্ষা করছিল এবং আমি মনে করি যে এই ক্রিপ্টোকারেন্সি খুব বেশি জনপ্রিয় হয়ে উঠবে এথেরিয়াম ২.০ এর পরে লোকেরা নিষ্ক্রিয়ভাবে কেবল ইথেরিয়াম মুদ্রা ধরে রাখতে পারত... আমার থেকে সিনিয়ার ভাইয়েরা আরো ভাল জানেন বুঝেন দয়া করে আর কিছু জানা থাকলে জানাবেন ধন্যবাদ সিনিয়র ভাইদের
-
আমার ধারণা ইথিরিয়াম 2.0 চালু হওয়ার পরে অবশ্যই গ্যাস ফ্রি কমে যাবে। এবং কি এটি চালু হওয়ার পরে আমার বিশ্বাস অবশ্যই এটির দাম অনেক পাম করবে।
-
একটি মিডিয়াম পোস্ট পড়ে জানতে পারলাম নভেম্বরের মাঝামাঝি সময়ে ইথেরিয়াম টু পয়েন্ট জিরো লাঞ্চ করবে। এই ভার্শন লাঞ্চ করলে ইথিরিয়াম এর অবাঞ্চিত কিছু গ্যাস ফী কমে যাবে। টোকেন ট্রানস্ফার এর গতি বৃদ্ধি পাবে।
আপনি কিছু জানলে লিখতে ভুলবেন না
হ্যাঁ ভাই আপনি ঠিক কথা বলেছেন যদি ইথারিয়াম এর গ্যাস ফ্রি যায় তাহলে দেখা যাবে এটি থেকে সকল মানুষ ঝুঁকে পড়বে। সেই সাথে সাথে এর জনপ্রিয়তা আরো ব্যাপক হারে বৃদ্ধি পাবে।
-
একটি মিডিয়াম পোস্ট পড়ে জানতে পারলাম নভেম্বরের মাঝামাঝি সময়ে ইথেরিয়াম টু পয়েন্ট জিরো লাঞ্চ করবে। এই ভার্শন লাঞ্চ করলে ইথিরিয়াম এর অবাঞ্চিত কিছু গ্যাস ফী কমে যাবে। টোকেন ট্রানস্ফার এর গতি বৃদ্ধি পাবে।
আপনি কিছু জানলে লিখতে ভুলবেন না
আমিও তাই মনে করি এটি দ্রুত হওয়া দরকার। কারন ইথিরিয়ামের গ্যাস প্রাইস অনেক বেশি। এই গ্যাস প্রাইস কমাতে হলে অবশ্যই ইথার 2.0 চালু হওয়া প্রয়োজন।
-
ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর একটা টপিক তৈরি করার জন্য আপনার এই টপিক থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম ও জানতে পারলাম আসলে ইথেরিয়াম ট্রান্সফার ফি অনেক বেশি ইথেরিয়াম 2.0 লাঞ্চ করলে যদি ইতরামির ট্রান্সফার ফি কমে এবং ট্রানস্ফার দ্রুত হয় তাহলে তো আমাদের জন্য খুবই খুশির খবর আবারো ধন্যবাদ ভাই এত সুন্দর একটা পোস্ট করার জন্য
-
একটি মিডিয়াম পোস্ট পড়ে জানতে পারলাম নভেম্বরের মাঝামাঝি সময়ে ইথেরিয়াম টু পয়েন্ট জিরো লাঞ্চ করবে। এই ভার্শন লাঞ্চ করলে ইথিরিয়াম এর অবাঞ্চিত কিছু গ্যাস ফী কমে যাবে। টোকেন ট্রানস্ফার এর গতি বৃদ্ধি পাবে।
আপনি কিছু জানলে লিখতে ভুলবেন না
ইথেরিয়াম ২.০ লাঞ্চ করছে কিন্তু এটার গ্যাস ফী তো কমে নাই। কিন্তু এতে ট্রেডার দের অনেক লাভ হয়েছে যারা হোল্ড করেছিলো তারা অনেক বেশি প্রফিট পেয়েছে। ধারণা করা যায় এটা ২০২১ সালের দিকে রেকর্ড ভাংব।
-
ইথেরিয়াম টু পয়েন্ট জিরো তে লঞ্চ করেছে।আমি ভেবেছিলাম যে ইথিরিয়াম টু পয়েন্ট জিরো তে লাঞ্চ করার পর এর দামও বৃদ্ধি পাবে এবং সেই সাথে সাথে এর গ্যাস ফ্রি অনেক কমে যাবে। কিন্তু তার কোনটাই হয়নি বিশেষ করে গ্যাস ফ্রি আরো বেড়েছে। এরকমভাবে যদি গ্যাস ফ্রি বাড়তে থাকে তাহলে কিন্তু ইতিরে আমের জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাবে।
-
ইথারিয়াম ২.০ আসার পরে দাম অনেক কমে গেছে আর এটার জন্যে একটা ট্রেন্ড কাজ করছে, আগামিতে ইথারিয়াম অনেক বারবে এখন থেকে হোল্ড করতে থাকলে ইথারিয়াম অনেক ভালো হবে । আর ভালো দেখে কিছু টোকেন পারলে সংরক্ষন করা দরকার।
-
ইথারিয়াম ২.০ আসার পরে দাম অনেক কমে গেছে আর এটার জন্যে একটা ট্রেন্ড কাজ করছে, আগামিতে ইথারিয়াম অনেক বারবে এখন থেকে হোল্ড করতে থাকলে ইথারিয়াম অনেক ভালো হবে । আর ভালো দেখে কিছু টোকেন পারলে সংরক্ষন করা দরকার।
হ্যাঁ ভাই আপনার কথা ঠিক আছে।পৃথিবী আমের দাম হঠাৎ করে বর্তমানে কিছুটা কমে গিয়েছিল আবার দেখা যায় যে বর্তমানে আবারো ইথেরিয়াম এর প্রাইস বাড়তে শুরু করেছে। তাই মনে করি অল্প কিছুদিনের মধ্যেই অনেক বেড়ে যাবে ইথেরিয়াম নামের প্রাইস।
-
ইথেরিয়াম 2.0 তে লাঞ্চ হয়েছে। তার জন্য আমি ভেবেছিলাম এ প্রাইস অনেক বৃদ্ধি পাবে। সেই সাথে সাথে ভেবেছিলাম হয়তো এর গ্যাস ফ্রি অনেক কমে যাবে। কিন্তু তার কোনটাই ঠিক হয় নাই। গ্যাস ফ্রি আমি দেখলাম একটা টোকেন ছেলেও সময় যদি এই টোকেনটি সেল দিতাম তাহলে তা বিক্রি করে কিছুই পেতাম না।
-
আপনার পোস্টটা অনেক ভালো লাগলো। আসল কথা হচ্ছে যে ইথার এর গ্যাস যদি ফ্রী হয় তাহলে ইথার এর প্রতি মানুষ বেশি আসবে। বর্তমানে ইথার এর দাম কিছুটা কমে গেছে এ নিয়ে কেউ হতাশাগ্রস্থ হবেন না সামনে ইথার এর দাম বাড়বে। যদি কারো কাছে ইথার থেকে থাকে থেকে থাকে তাহলে হোল্ড করতে পারেন। কারণ হচ্ছে যে 2021 সালের শুরুতেই ইথার এর দাম বাড়া শুরু করবে। তবে হ্যাঁ এরকমভাবে যদি গ্যাস ফ্রি বাড়তে থাকে তাহলে কিন্তু ইথার এর জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাবে। এরকম হক আমরা আশা করি না আশাকরি ইথারের গ্যাস ফ্রি হবে।
-
আপনি ঠিকিই শুনেছিলেন যে ইথিরিয়াম 2.0 প্লাটফরম চালু হবে। আর অলরেডি তা চালু হয়ে গেছে তবে আমি এখনো কোন নিউজ পাইনি যে এটি সম্পূর্ণভাবে চালূ হয়েছে কি না। তবে এর ফলে আমাদের বেশ কিছু সুবিধা আমরা পাব। আমাদের ট্রাসজেকশন স্পীড, গ্যাস ফি সহ নানা ধরনের সুবিধা আমরা এখানে পেতে পারি।
-
আপনি ঠিকিই শুনেছিলেন যে ইথিরিয়াম 2.0 প্লাটফরম চালু হবে। আর অলরেডি তা চালু হয়ে গেছে তবে আমি এখনো কোন নিউজ পাইনি যে এটি সম্পূর্ণভাবে চালূ হয়েছে কি না। তবে এর ফলে আমাদের বেশ কিছু সুবিধা আমরা পাব। আমাদের ট্রাসজেকশন স্পীড, গ্যাস ফি সহ নানা ধরনের সুবিধা আমরা এখানে পেতে পারি।
ভাই বর্তমানে ইথেরিয়াম 2.0 চালু হয়েছে কিন্তু তা সত্ত্বেও গ্যাস ফ্রি কমছে না। যদিও কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু গ্যাস ফ্রি কমছে না। গ্যাস ফ্রি কমে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে??
-
একটি মিডিয়াম পোস্ট পড়ে জানতে পারলাম নভেম্বরের মাঝামাঝি সময়ে ইথেরিয়াম টু পয়েন্ট জিরো লাঞ্চ করবে। এই ভার্শন লাঞ্চ করলে ইথিরিয়াম এর অবাঞ্চিত কিছু গ্যাস ফী কমে যাবে। টোকেন ট্রানস্ফার এর গতি বৃদ্ধি পাবে।
আপনি কিছু জানলে লিখতে ভুলবেন না
হুম ভাই, আপনি ঠিকই শুনেছিলেন। আমারও মনে হয় যদি ইথেরিয়াম ২.০ লাঞ্চ হওয়ার পরে ইথেরিয়ামের অবাঞ্চিত গ্যাস ফী অবশ্যই কমে যাবে। আর যদি ইথেরিয়ামের গ্যাস ফী কমে যায় তাহলে এর টোকেন ট্রান্সফার এর গতি অনেকাংশে বৃদ্ধি পাবে। এতে করে এর জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
-
ইথেরিয়াম 2.0 সম্পর্কে আমি আগে জানতাম না কিন্তু আপনার পোষ্ট থেকে আমি ইথেরিয়াম 2.0 সম্পর্কে বুঝতে পেরেছি এ ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আরো আপডেট কোন তথ্য থাকলে প্লিজ আমাদের পোস্ট দিয়ে জানাবেন।
-
ইতিমধ্যে ইথেরিয়াম 2.0 লাঞ্চ করা হয়েছে। কিন্তু এখনো ইথেরিয়াম গ্যাস ফি কমানো হয় নি। যদি সামনে এটি কমানো না হয় তাহলে আমি মনে করি বড় রকমের ক্ষতির সম্মুখীন পড়তে হবে ইথেরিয়াম কে। সবাই আশা করেছিল ইথেরিয়াম 2.0 লঞ্চ সাথে সাথে এর দাম বৃদ্ধি পাবে এবং গ্যাস ফি অনেক কমিয়ে আনা হবে। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাস ফি অনেক বেশি। যার কারণে এখন সবাই কোন ওয়ালেট থেকে ডলার নিতে পারছে না। টোকন এক্সচেঞ্জ করার সময় অনেক গ্যাস ফি দিয়ে একচেঞ্জ করতে হয় এখন।
-
ইথেরিয়াম 2.0 তে চালু হওয়ায় ইথার এর প্রাইজ মনে এতটা হয়েছে। এবং সামনে 2021 সাল আসেএই নতুন বছরে খুব তাড়াতাড়ি ইথারিয়াম এর প্রাইস 1000 ডলার হবে।
-
ইতিমধ্যে ইথেরিয়াম 2.0 লাঞ্চ করা হয়েছে। কিন্তু এখনো ইথেরিয়াম গ্যাস ফি কমানো হয় নি। যদি সামনে এটি কমানো না হয় তাহলে আমি মনে করি বড় রকমের ক্ষতির সম্মুখীন পড়তে হবে ইথেরিয়াম কে। সবাই আশা করেছিল ইথেরিয়াম 2.0 লঞ্চ সাথে সাথে এর দাম বৃদ্ধি পাবে এবং গ্যাস ফি অনেক কমিয়ে আনা হবে। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাস ফি অনেক বেশি। যার কারণে এখন সবাই কোন ওয়ালেট থেকে ডলার নিতে পারছে না। টোকন এক্সচেঞ্জ করার সময় অনেক গ্যাস ফি দিয়ে একচেঞ্জ করতে হয় এখন।
বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আসলেই টোকেন এক্সচেঞ্জ করার সময় অনেক গ্যাস ফ্রি লাগে। অনেক সময় দেখা যায় কিছু টোকেন পেলাম সেগুলো যদি সেল দেয় তাহলে দেখা যায় গ্যাস ফ্রি এর দাম ওঠে না। গ্যাস ফ্রি তোমার কি কোনো সম্ভাবনা আছে??
-
ইথেরিয়াম ও ইথেরিয়াম 2.0 একই প্লাটফর্মে অবস্থিত। ইথেরিয়াম এর আপডেট ভার্সন হল ইথেরিয়াম 2.0 ইতিমধ্যে ইথেরিয়াম 2.0 লাঞ্চ করা হয়েছে। সবাই ধারণা করছে ইথেরিয়াম2.0 গ্যাস ফ্রী কমাতে সমর্থন হবে। ইথেরিয়াম 2.0 যদি গ্যাস ফ্রি কমাতে পারে তাহলে ইথেরিয়াম2.0 এর জনপ্রিয়তা খুব বৃদ্ধি পাবে।
-
ইথেরিয়াম ২.০ ইতোমধ্যেই চালু হয়েছে। তবে বর্তমানে প্ল্যাটফর্মের মেইনটেনেন্স এর কাজ চলছে। তাই ইথেরিয়াম ২.০ অনেক বেশি উন্নতি লাভ করবে।