Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Coin63@ on October 19, 2020, 03:08:22 PM

Title: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Coin63@ on October 19, 2020, 03:08:22 PM
ইথেরিয়াম ২.০ হলো ইথেরিয়াম এর আপডেট ভার্সন। ইথেরিয়াম এর মূল প্ল্যাটফর্ম এর কিছু উল্লেখযোগ্য চেঞ্জ করে ইথেরিয়াম ভার্শন লাঞ্চ করবে যাতে করে কিছু প্রবলেম সলভ করা যায়। অতিরিক্ত নেটওয়ার্ক ট্রানস্ফার ফ্রী ও গতি বৃদ্ধি বিষয়ক চিন্তা ভাবনা মাথায় রেখে ইথিরিয়াম ২.০ ভার্শন লাঞ্চ করা হবে।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Fawpac2 on October 19, 2020, 03:41:52 PM
লিথিয়াম এর আপডেট ভার্সন হচ্ছে ইথেরিয়াম 2.0। ইথেরিয়াম 2.0 প্ল্যাটফর্ম চালু হওয়াতে ইথেরিয়াম এর দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল। ইথেরিয়াম এর দাম অনেকটা বাড়লেও কিন্তু ট্রানজেকশন ফি দ্বিগুণ বৃদ্ধি হয়ে গেছে। আমার মনে হয় ট্রানজেকশন ফি যদি কমানো হয় তাহলে ইথিরিয়াম প্লাটফর্ম আরো শক্তিশালী হবে।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Casual on October 19, 2020, 03:53:13 PM
লিথিয়াম এর আপডেট ভার্সন হচ্ছে ইথেরিয়াম 2.0। ইথেরিয়াম 2.0 প্ল্যাটফর্ম চালু হওয়াতে ইথেরিয়াম এর দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল। ইথেরিয়াম এর দাম অনেকটা বাড়লেও কিন্তু ট্রানজেকশন ফি দ্বিগুণ বৃদ্ধি হয়ে গেছে। আমার মনে হয় ট্রানজেকশন ফি যদি কমানো হয় তাহলে ইথিরিয়াম প্লাটফর্ম আরো শক্তিশালী হবে।

আপনি ঠিক বলেছেন কারণ পূর্বে লক্ষ করলে দেখা যায় বর্তমানে আগের থেকে এখন ট্রানজেকশন ফ্রি বেশি। আমার ধারণা এটির মূল কারণ হলো ইথেরিয়াম 2.0 তে আপডেট হওয়া । যদিও আপডেট হওয়ার কারণে ইথিরিয়াম এর দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু ট্রানজেকশন ফ্রী একটু বেড়ে গেছে। ভাই আমার ধারনা যে ট্রানজেকশন ফ্রী কমে গেলে অবশ্যই এটি অনেক শক্তিশালী হবে।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Coin63@ on October 19, 2020, 03:57:23 PM
লিথিয়াম এর আপডেট ভার্সন হচ্ছে ইথেরিয়াম 2.0। ইথেরিয়াম 2.0 প্ল্যাটফর্ম চালু হওয়াতে ইথেরিয়াম এর দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল। ইথেরিয়াম এর দাম অনেকটা বাড়লেও কিন্তু ট্রানজেকশন ফি দ্বিগুণ বৃদ্ধি হয়ে গেছে। আমার মনে হয় ট্রানজেকশন ফি যদি কমানো হয় তাহলে ইথিরিয়াম প্লাটফর্ম আরো শক্তিশালী হবে।
সম্ভবত আপনার ধারণাটি ঠিক হতে পারে আমরা ইথেরিয়াম 2.0 লাঞ্চ হবার কথা প্রকাশ হওয়ার পরপরই ইথিরিয়াম পাম্প করতে শুরু করেছিল।বিশেষজ্ঞরা ধারণা করেছেন ইথেরিয়াম টু পয়েন্ট জিরো লাঞ্চ করলে ইথিরিয়াম এর দাম কমে যাবে।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Ak600 on October 19, 2020, 03:59:02 PM
আপনি সঠিক বলেছেন কারণ পূর্বে লক্ষ করলে দেখা যায় বর্তমানে আগের থেকে এখন ট্রানজেকশন ফ্রি বেশি।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Coin63@ on October 19, 2020, 06:59:57 PM
আপনি সঠিক বলেছেন কারণ পূর্বে লক্ষ করলে দেখা যায় বর্তমানে আগের থেকে এখন ট্রানজেকশন ফ্রি বেশি।
হ্যাঁ ভাই আগের তুলনায় এখন ইথেরিয়াম ট্রানসেকশন ফী বেশি । তবে আজকাল ট্রানস্যাকশন ফি বেশি হওয়ার কারণে ইনভেস্টর কমে গেছে যা ইথেরিয়াম কমে যাওয়া অন্যতম প্রধান কারণ।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Triedboy on October 20, 2020, 08:24:55 AM
এরকম যদি ট্রানজেকশন ফ্রি কাটে তাহলে এখানে কেউ লেনদেন করবে না। অতএব যত তাড়াতাড়ি সম্ভব ট্রানজেকশন ফ্রি কমিয়ে আনতে হবে।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: sky20 on October 20, 2020, 08:31:32 AM
জরুরী ভিত্তিতে এই কাজটি করা দরকার বর্তমানে ইথারের প্রাইস খুব একটা বাড়ছে না। তাই আমার মনে হয় এটি করলে খুব দ্রুত এর প্রাইস রিকভারি করতে পারবে।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Coin63@ on October 20, 2020, 11:18:03 AM
এরকম যদি ট্রানজেকশন ফ্রি কাটে তাহলে এখানে কেউ লেনদেন করবে না। অতএব যত তাড়াতাড়ি সম্ভব ট্রানজেকশন ফ্রি কমিয়ে আনতে হবে।
এখন সম্ভবত ট্রান্সফার ফি একটু কম আছে। আমি কিছুদিন আগে দিয়া ট্রানস্ফার করলাম আমার বিশ সেন্টের  এর মত ট্রানস্ফের ফি কেটেছে।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Chita76 on October 20, 2020, 05:11:02 PM
আসলেই সত্য এটাই যে কিছুদিন আগে অনেক বেশি গ্যাস ফ্রি কেটেছে কিন্তু বর্তমান সময় অনেক অনেক কমে গেছে আগের মতোই গ্যাস কে আপনি কাটতেছে ।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Coin63@ on October 20, 2020, 06:57:39 PM
আসলেই সত্য এটাই যে কিছুদিন আগে অনেক বেশি গ্যাস ফ্রি কেটেছে কিন্তু বর্তমান সময় অনেক অনেক কমে গেছে আগের মতোই গ্যাস কে আপনি কাটতেছে ।
অতি দুঃখের সাথে বলছি যে আজও ট্রানসেকশন ফ্রী অনেক বেশি। বুঝতে পারছি না ইথেরিয়াম এমন তালবাহানা শুরু করল কেন। কবে ট্রানসেকশন ফ্রী কম হবে কে জানে?
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: sky20 on October 20, 2020, 07:33:06 PM
ইথেরিয়াম ২.০ হলো ইথেরিয়াম এর আপডেট ভার্সন। ইথেরিয়াম এর মূল প্ল্যাটফর্ম এর কিছু উল্লেখযোগ্য চেঞ্জ করে ইথেরিয়াম ভার্শন লাঞ্চ করবে যাতে করে কিছু প্রবলেম সলভ করা যায়। অতিরিক্ত নেটওয়ার্ক ট্রানস্ফার ফ্রী ও গতি বৃদ্ধি বিষয়ক চিন্তা ভাবনা মাথায় রেখে ইথিরিয়াম ২.০ ভার্শন লাঞ্চ করা হবে।
ইথারিয়াম প্ল্যাটফর্ম এর জন্য এই ভার্সনটি খুবই প্রয়োজন ছিল বর্তমানে বিনিয়োগকারীরা ব্যাপকভাবে উৎসাহিত হবে এর ফলে ইথার এর দাম খুব শীঘ্রই বেড়ে যাবে।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Rubel007 on October 23, 2020, 01:42:03 AM
এরকম যদি ট্রানজেকশন ফ্রি কাটে তাহলে এখানে কেউ লেনদেন করবে না। অতএব যত তাড়াতাড়ি সম্ভব ট্রানজেকশন ফ্রি কমিয়ে আনতে হবে।
অবশ্যই যত দূত সম্ভব ট্রানজিকশন ফি কমিয়ে আনতে হবে। তা না হলে মার্কেটে নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে বলে আমি মনে করি।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Jaya60 on October 23, 2020, 03:26:02 AM
ইথেরিয়াম ২.০ হলো ইথেরিয়াম এর আপডেট ভার্সন। ইথেরিয়াম এর মূল প্ল্যাটফর্ম এর কিছু উল্লেখযোগ্য চেঞ্জ করে ইথেরিয়াম ভার্শন লাঞ্চ করবে যাতে করে কিছু প্রবলেম সলভ করা যায়। অতিরিক্ত নেটওয়ার্ক ট্রানস্ফার ফ্রী ও গতি বৃদ্ধি বিষয়ক চিন্তা ভাবনা মাথায় রেখে ইথিরিয়াম ২.০ ভার্শন লাঞ্চ করা হবে।

ধন্যবাদ ব্রো। আপনার পোস্টগুলি যতই পড়ি নতুন নতুন কিছু শিখতে পারি।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Malam90 on October 23, 2020, 04:02:21 AM
আসলেই সত্য এটাই যে কিছুদিন আগে অনেক বেশি গ্যাস ফ্রি কেটেছে কিন্তু বর্তমান সময় অনেক অনেক কমে গেছে আগের মতোই গ্যাস কে আপনি কাটতেছে ।
অতি দুঃখের সাথে বলছি যে আজও ট্রানসেকশন ফ্রী অনেক বেশি। বুঝতে পারছি না ইথেরিয়াম এমন তালবাহানা শুরু করল কেন। কবে ট্রানসেকশন ফ্রী কম হবে কে জানে?

মাঝে তো ট্রানজেকশন জিউই ৫০০ টাস করেছিলো এবং প্রায় ০.০৪০ ইথারিয়াম ফি যা ২০ ডলার সমপরিমান ছিলো। সেখান থেকে কমতে কমতে গতকালকে ৪০ জিউইতে ট্রানজেকশন করেছি। ফি কেটেছে ১ডলার এর মত। এখনও বলবো এটার ফি কমানো উচিৎ। কিন্তু ফিতো ভিটালিক সিইও নিজে কমাতে পারবেনা ম্যানুয়ালি। তবে আস্তে আস্তে কমে আসবে বলে আমি মনে করি।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Nostoman on October 23, 2020, 04:04:05 AM
আসলেই সত্য এটাই যে কিছুদিন আগে অনেক বেশি গ্যাস ফ্রি কেটেছে কিন্তু বর্তমান সময় অনেক অনেক কমে গেছে আগের মতোই গ্যাস কে আপনি কাটতেছে ।
অতি দুঃখের সাথে বলছি যে আজও ট্রানসেকশন ফ্রী অনেক বেশি। বুঝতে পারছি না ইথেরিয়াম এমন তালবাহানা শুরু করল কেন। কবে ট্রানসেকশন ফ্রী কম হবে কে জানে?

মাঝে তো ট্রানজেকশন জিউই ৫০০ টাস করেছিলো এবং প্রায় ০.০৪০ ইথারিয়াম ফি যা ২০ ডলার সমপরিমান ছিলো। সেখান থেকে কমতে কমতে গতকালকে ৪০ জিউইতে ট্রানজেকশন করেছি। ফি কেটেছে ১ডলার এর মত। এখনও বলবো এটার ফি কমানো উচিৎ। কিন্তু ফিতো ভিটালিক সিইও নিজে কমাতে পারবেনা ম্যানুয়ালি। তবে আস্তে আস্তে কমে আসবে বলে আমি মনে করি।
+১
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: ranaprime on October 23, 2020, 04:40:48 AM
এটা করা অত্যাবশ্যক বর্তমান বর্তমান সময়ে ইথারিয়াম এর ট্রানজেকশন করার জন্য যে গ্যাস ফি প্রয়োজন তা অনেক বেশি যার ফলে অনেকেই ট্রানজেকশন করতে পারছেন না।  আমি মনে করি ইথারিয়াম টু পয়েন্ট জিরো চালু হলে এই ফি কিছুটা কমে আসবে।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Triedboy on November 25, 2020, 06:14:25 PM
বর্তমানে কিন্তু ইথিরিয়াম 2.0 তে লাঞ্চ করেছে। অতএব এখন দেখা যাক আসল ইথেরিয়াম এর প্রাইস কতটা বৃদ্ধি পায়। এবং কি সবাই ধারণা করেছিল যে এটি হলে আসলে বিশেষ করে গ্যাস ফ্রি কমে যাবে। আসলে এখন কোন দিকে যাবে সেটা বলা যাচ্ছে না।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Crypto_Somrat on November 25, 2020, 06:36:49 PM
বর্তমানে কিন্তু ইথিরিয়াম 2.0 তে লাঞ্চ করেছে। অতএব এখন দেখা যাক আসল ইথেরিয়াম এর প্রাইস কতটা বৃদ্ধি পায়। এবং কি সবাই ধারণা করেছিল যে এটি হলে আসলে বিশেষ করে গ্যাস ফ্রি কমে যাবে। আসলে এখন কোন দিকে যাবে সেটা বলা যাচ্ছে না।
আমাদের সবার ধারণা ছিল ইথিরিয়াম 2.0 লঞ্চ হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই লিথিয়ামের দাম বৃদ্ধি পাবে। হ্যাঁ ইথিরিয়াম এর দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু খুব ধীরগতির দেখা যাক আরো বাড়ে কিনা।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Pitter on November 25, 2020, 07:44:14 PM
ইথেরিয়াম ২.০ হলো ইথেরিয়াম এর আপডেট ভার্সন। ইথেরিয়াম এর মূল প্ল্যাটফর্ম এর কিছু উল্লেখযোগ্য চেঞ্জ করে ইথেরিয়াম ভার্শন লাঞ্চ করবে যাতে করে কিছু প্রবলেম সলভ করা যায়। অতিরিক্ত নেটওয়ার্ক ট্রানস্ফার ফ্রী ও গতি বৃদ্ধি বিষয়ক চিন্তা ভাবনা মাথায় রেখে ইথিরিয়াম ২.০ ভার্শন লাঞ্চ করা হবে।
হ্যা এতে করে আমাদের যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ হবে বলে আমি মনে করি। শুনেছি আগামি 1 তারিখে ইথার 2.0 চালু হবে। অর এটা সফল ভাবে যদি চালু হয় ইথার প্রাইসও যেমন লাফিয়ে লাফিয়ে বাড়বে তেমনি আমাদেরও অনেক সুবিধা হবে।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Magepai on December 07, 2020, 01:35:26 AM
ইথেরিয়াম 2.0 কিন্তু বর্তমানে চালু হয়েছে। আমি ভেবেছিলাম যে এই ভার্শন চালু হওয়ার পর ইথারিয়াম এর দাম রাতারাতি অনেক পাম্প করবে। তার পরেও কিছুটা বেড়েছে বর্তমানে এর প্রায় 600 ডলারের মত। আমি মনে করি সামনের দিনগুলিতে এর প্রাইস আরো বৃদ্ধি পাবে।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Herry on December 07, 2020, 02:41:35 AM
ইথেরিয়াম ২.০ হলো ইথেরিয়াম এর আপডেট ভার্সন। ইথেরিয়াম এর মূল প্ল্যাটফর্ম এর কিছু উল্লেখযোগ্য চেঞ্জ করে ইথেরিয়াম ভার্শন লাঞ্চ করবে যাতে করে কিছু প্রবলেম সলভ করা যায়। অতিরিক্ত নেটওয়ার্ক ট্রানস্ফার ফ্রী ও গতি বৃদ্ধি বিষয়ক চিন্তা ভাবনা মাথায় রেখে ইথিরিয়াম ২.০ ভার্শন লাঞ্চ করা হবে।
হ্যাঁ ভাই আমরা জানতাম যে ইথেরিয়াম 2.0লঞ্চ করলে নতুন নতুন অনেক সুবিধা পাব কিন্তু আমরা তো জানি যে ইথেরিয়াম 2.0 লঞ্চ করেছে তবে সে ক্ষেত্রে আমরা তেমন সুবিধা পাচ্ছিনা আপনার এ বিষয়ে যদি আরও ভাল কিছু নতুন তথ্য জানা থাকে সেগুলো অবশ্যই আমাদের জানাবেন আপনার একটু সাহায্য তে আমরা অনেক উপকৃত হয়ে থাকি ধন্যবাদ ভাই
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Monster5 on December 07, 2020, 04:31:11 AM
লিথিয়াম এর আপডেট ভার্সন হচ্ছে ইথেরিয়াম 2.0। ইথেরিয়াম 2.0 প্ল্যাটফর্ম চালু হওয়াতে ইথেরিয়াম এর দাম কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল। ইথেরিয়াম এর দাম অনেকটা বাড়লেও কিন্তু ট্রানজেকশন ফি দ্বিগুণ বৃদ্ধি হয়ে গেছে। আমার মনে হয় ট্রানজেকশন ফি যদি কমানো হয় তাহলে ইথিরিয়াম প্লাটফর্ম আরো শক্তিশালী হবে।

আপনি ঠিক বলেছেন কারণ পূর্বে লক্ষ করলে দেখা যায় বর্তমানে আগের থেকে এখন ট্রানজেকশন ফ্রি বেশি। আমার ধারণা এটির মূল কারণ হলো ইথেরিয়াম 2.0 তে আপডেট হওয়া । যদিও আপডেট হওয়ার কারণে ইথিরিয়াম এর দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু ট্রানজেকশন ফ্রী একটু বেড়ে গেছে। ভাই আমার ধারনা যে ট্রানজেকশন ফ্রী কমে গেলে অবশ্যই এটি অনেক শক্তিশালী হবে।
আপনার ধারনাটি একদম ঠিক ভাই কারণ ইথেরিয়াম 2.0 তে যদি আপডেট হয় তাহলে ট্রানজেকশন ফ্রি একটু বেড়ে যাবে আর যদি ট্রানজেকশন ফ্রী কমে যায় তাহলে অবশ্যই শক্তিশালী হবে আপনাকে ধন্যবাদ এই পোস্টটি করার জন্য আশা করি আরও ভাল ভাল পোস্ট করবেন।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Markuri33 on December 10, 2020, 02:27:57 AM
ইথেরিয়াম 2.0 তে আপডেট হয় আমি এর কোনো ভালো ভূমিকা দেখতে পাচ্ছি না। আমি তখন ভেবেছিলাম হয়তো ইথিরিয়াম এটি চালু হওয়ার পর ইথেরিয়াম এর প্রাইস দ্বিগুণ বেড়ে যাবে। সামনের দিনগুলিতে ইথিদিয়াম এর পজিশন কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Malam90 on December 10, 2020, 10:43:03 AM
ইথেরিয়াম 2.0 তে আপডেট হয় আমি এর কোনো ভালো ভূমিকা দেখতে পাচ্ছি না। আমি তখন ভেবেছিলাম হয়তো ইথিরিয়াম এটি চালু হওয়ার পর ইথেরিয়াম এর প্রাইস দ্বিগুণ বেড়ে যাবে। সামনের দিনগুলিতে ইথিদিয়াম এর পজিশন কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়।


ইথারিয়াম ২.০ একটি লংটার্ম প্রসেস। এটা মাত্র শুরু হযেছে ডিসেম্বর মাসের প্রথম দিনে। এটা তিনটি স্তরে বাস্তবায়িত হবে। এটা একদিনের কাজ না। এটা বাস্তবায়িত হতে ২০২২ পর্যন্ত লাগতে পারে। তবে প্রথম ও দ্বিতীয় স্তর বাস্তবায়িত হলে তখন অধিকাংশ ফলাফল আশানুরুপ হবে।
প্রথম স্তর (বিকন চেইন) যেটা ইতিমধ্যেই শুরু হয়েছে। এটা ভার্চুয়াল মাইনার (ভেলিডেটর)দের রেজিস্ট্রি এবং PoS সিস্টেমের উপর গুরুত্বআরোপ করবে।এটা কয়েকমাস লাগতে পারে।
দ্বিতীয় স্তরে স্কেলেবিলিটি বা ট্রানজেকশন ধারণক্ষমতা, স্পিড সহ আরো কয়েকটি ইমপ্রুভমেন্টের দিকে গুরুত্ব দিবে। যেটাকে বলা হচ্ছে আগের চেয়ে প্রায় ৬৪ গুণ ইমপ্রভমেন্ট হবে আগের ইথারিয়াম ১.০ এর চেয়ে।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: ranaprime on December 10, 2020, 12:51:11 PM
আমি যতদুর জানি ইথারিয়াম 2.0 চালু হয়েছে। এখন আমার কাছে ট্রানজেকশ গ্যাস ফিটাও কম মনে হচ্ছে তবে আরও কিছু ট্রানজেকশন করে দেখলে বিষয়টা বুঝা যাবে। সেই সাথে ট্রাসজেকশন স্পিডও বাড়ার কথা আছে। তবে সর্বপরী আরও কয়েকদিন লাগবে তাহলে সবার দৃষ্টিতে চলে আসবে এর এডভ্যানটেজ গুলো।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: saidul2105 on December 10, 2020, 01:49:35 PM
ইথেরিয়াম ২.০ হলো ইথেরিয়াম এর আপডেট ভার্সন। ইথেরিয়াম এর মূল প্ল্যাটফর্ম এর কিছু উল্লেখযোগ্য চেঞ্জ করে ইথেরিয়াম ভার্শন লাঞ্চ করবে যাতে করে কিছু প্রবলেম সলভ করা যায়। অতিরিক্ত নেটওয়ার্ক ট্রানস্ফার ফ্রী ও গতি বৃদ্ধি বিষয়ক চিন্তা ভাবনা মাথায় রেখে ইথিরিয়াম ২.০ ভার্শন লাঞ্চ করা হবে।
ভাই ইথেরিয়াম ২.০  ঘোষণা হওয়ার পরপরই ইথেরিয়ামের দাম পাম্প করা শুরু হয়েছিল।  যদিও ইথেরিয়ামের দাম অনেকটা পাম্প করে বিনিয়োগকারিদের জন্য ভালো হয়েছে  , কিন্তু আবার অন্য দিক থেকে    একটু সমস্যাও হয়েছে।  কারণ ২.০ এর ঘোষণা হওয়ার পরে ট্রানজেকশন ফি অনেক টা বেড়ে গেছে।  আমার মনে হয়, এই ফি বাড়ার জন্যে অনেক বিনিয়োগকারি এখানে বিনিয়োগ করার আগ্রহটা হারিয়ে ফেলবে।  তাই যতটা সম্ভব ট্রানজেকশন ফি কমানো উচিৎ।                                         
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Salauddin on December 10, 2020, 02:09:55 PM
ইথেরিয়াম 2.0 তে আপডেট হয় আমি এর কোনো ভালো ভূমিকা দেখতে পাচ্ছি না। আমি তখন ভেবেছিলাম হয়তো ইথিরিয়াম এটি চালু হওয়ার পর ইথেরিয়াম এর প্রাইস দ্বিগুণ বেড়ে যাবে। সামনের দিনগুলিতে ইথিদিয়াম এর পজিশন কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়।


ইথারিয়াম ২.০ একটি লংটার্ম প্রসেস। এটা মাত্র শুরু হযেছে ডিসেম্বর মাসের প্রথম দিনে। এটা তিনটি স্তরে বাস্তবায়িত হবে। এটা একদিনের কাজ না। এটা বাস্তবায়িত হতে ২০২২ পর্যন্ত লাগতে পারে। তবে প্রথম ও দ্বিতীয় স্তর বাস্তবায়িত হলে তখন অধিকাংশ ফলাফল আশানুরুপ হবে।
প্রথম স্তর (বিকন চেইন) যেটা ইতিমধ্যেই শুরু হয়েছে। এটা ভার্চুয়াল মাইনার (ভেলিডেটর)দের রেজিস্ট্রি এবং PoS সিস্টেমের উপর গুরুত্বআরোপ করবে।এটা কয়েকমাস লাগতে পারে।
দ্বিতীয় স্তরে স্কেলেবিলিটি বা ট্রানজেকশন ধারণক্ষমতা, স্পিড সহ আরো কয়েকটি ইমপ্রুভমেন্টের দিকে গুরুত্ব দিবে। যেটাকে বলা হচ্ছে আগের চেয়ে প্রায় ৬৪ গুণ ইমপ্রভমেন্ট হবে আগের ইথারিয়াম ১.০ এর চেয়ে।

আপনি ঠিক বলেছেন এগুলা আসলেও  এক দিনের কাজ না, জদিও আমরা অনেক সময় আবেগে অনেক কিছু বলে থাকি তার পরেও আমাদেরকে বোঝার  চেস্টা কয়া উচত যে আমরা  আসলেউ অনেক অজ্ঞ বিশেষ  করে ক্রিপ্টো কারেন্সি এর ব্যাপারে।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Jaya60 on December 16, 2020, 01:29:52 AM
ইথেরিয়াম 2.0 তে আপডেট হয় আমি এর কোনো ভালো ভূমিকা দেখতে পাচ্ছি না। আমি তখন ভেবেছিলাম হয়তো ইথিরিয়াম এটি চালু হওয়ার পর ইথেরিয়াম এর প্রাইস দ্বিগুণ বেড়ে যাবে। সামনের দিনগুলিতে ইথিদিয়াম এর পজিশন কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়।


ইথারিয়াম ২.০ একটি লংটার্ম প্রসেস। এটা মাত্র শুরু হযেছে ডিসেম্বর মাসের প্রথম দিনে। এটা তিনটি স্তরে বাস্তবায়িত হবে। এটা একদিনের কাজ না। এটা বাস্তবায়িত হতে ২০২২ পর্যন্ত লাগতে পারে। তবে প্রথম ও দ্বিতীয় স্তর বাস্তবায়িত হলে তখন অধিকাংশ ফলাফল আশানুরুপ হবে।
প্রথম স্তর (বিকন চেইন) যেটা ইতিমধ্যেই শুরু হয়েছে। এটা ভার্চুয়াল মাইনার (ভেলিডেটর)দের রেজিস্ট্রি এবং PoS সিস্টেমের উপর গুরুত্বআরোপ করবে।এটা কয়েকমাস লাগতে পারে।
দ্বিতীয় স্তরে স্কেলেবিলিটি বা ট্রানজেকশন ধারণক্ষমতা, স্পিড সহ আরো কয়েকটি ইমপ্রুভমেন্টের দিকে গুরুত্ব দিবে। যেটাকে বলা হচ্ছে আগের চেয়ে প্রায় ৬৪ গুণ ইমপ্রভমেন্ট হবে আগের ইথারিয়াম ১.০ এর চেয়ে।

আসলে কোন কাজ সাকসেস হতে হলে সেটার ধৈর্য ধারণ করতে হবে। হয়তো এখন হচ্ছে না পরবর্তীতে অবশ্যই হবে।ক্রিপ্টোকারেন্সি সবকিছুই ভালো হবে কিন্তু সেই সাথে আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে যেকোনো কাজ বললেই হবে তা কিন্তু নয়। নিয়মকানুন গুলো চালু করতে অনেক সময় লাগে যে কারণে একটু দেরি হচ্ছে। অবশ্যই সবকিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Sasa on December 16, 2020, 03:15:42 AM
ইথেরিয়াম ২.০ হলো ইথেরিয়াম এর আপডেট ভার্সন। ইথেরিয়াম এর মূল প্ল্যাটফর্ম এর কিছু উল্লেখযোগ্য চেঞ্জ করে ইথেরিয়াম ভার্শন লাঞ্চ করবে যাতে করে কিছু প্রবলেম সলভ করা যায়। অতিরিক্ত নেটওয়ার্ক ট্রানস্ফার ফ্রী ও গতি বৃদ্ধি বিষয়ক চিন্তা ভাবনা মাথায় রেখে ইথিরিয়াম ২.০ ভার্শন লাঞ্চ করা হবে।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বর্তমান সময়ে ইথেরিয়াম এর ট্রান্সফার ফি অনেক বেশি এবং গতি বিষয়ক একটা ব্যাপার রয়েছে আমিও মনে করি যে ইথেরিয়াম ২.০ লাঞ্চ করা হয়েছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Rony on December 16, 2020, 03:23:35 AM
ইথেরিয়াম 2.0 ও ইথেরিয়াম একই প্লাটফর্মে অবস্থিত। ইথেরিয়াম এর আপডেট ভার্সনের নাম ইথিরিয়াম 2.0 । ইথেরিয়াম 2.0 তৈরি করা হয়েছে অতিরিক্ত নেটওয়ার্ক ট্রানস্ফার ফি গতি বৃদ্ধি বিষয়ে চিন্তা ভাবনা করে। ইথেরিয়াম এর চাইতে অনেক ভালো হবে ইথেরিয়াম টু পয়েন্ট জিরো আশা করি।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Cristiano on December 16, 2020, 05:30:19 AM
সবাই অপেক্ষায় ছিল যে ইথেরিয়াম 2.0 লাঞ্চ হওয়ার পর গ্যাস ফি অনেক কমিয়ে আনা হবে। কিন্তু এখনো এটি করা হয়নি।আমার মনে হয় এর জন্য ইথেরিয়াম 2.0 কে বড় রকমের একটি ক্ষতির সম্মুখীন বা মুখোমুখি হতে হবে। ইথেরিয়াম 2. 0 একই প্লাটফর্মে অবস্থিত। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাস ফি অতিরিক্ত করা। এটির কারণে অনেকেই এখন ডলার রূপান্তর করতে পারছেনা এক্সচেঞ্জ করে ডলারে নিতে পারছে না এগুলো করলেও অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। আমরা চাই খুবই তাড়াতাড়ি এই সমস্যাটি সমাধান করে নিয়ে আসুক।এই সমস্যাটির সমাধান করে নিয়ে আসলে ইথেরিয়াম অনেকটাই ভালো একটি পর্যায়ে চলে যাবে।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Tamsialu$$ on December 17, 2020, 12:57:09 AM
ইথারিয়াম এর প্রাইস যে হারে বৃদ্ধি পাচ্ছে অবশ্যই 2.0 এর অবদান আছে।কিতারে আমের প্রাইস খুব তাড়াতাড়ি এক হাজার ডলারে যাবে বর্তমানে যে হারে হারে বৃদ্ধি পাচ্ছে। এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পাবে যদি গ্যাস ফ্রি হালকা কিছু কমে যায়।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Tamsialu$$ on December 17, 2020, 12:59:02 AM
সবাই অপেক্ষায় ছিল যে ইথেরিয়াম 2.0 লাঞ্চ হওয়ার পর গ্যাস ফি অনেক কমিয়ে আনা হবে। কিন্তু এখনো এটি করা হয়নি।আমার মনে হয় এর জন্য ইথেরিয়াম 2.0 কে বড় রকমের একটি ক্ষতির সম্মুখীন বা মুখোমুখি হতে হবে। ইথেরিয়াম 2. 0 একই প্লাটফর্মে অবস্থিত। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাস ফি অতিরিক্ত করা। এটির কারণে অনেকেই এখন ডলার রূপান্তর করতে পারছেনা এক্সচেঞ্জ করে ডলারে নিতে পারছে না এগুলো করলেও অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। আমরা চাই খুবই তাড়াতাড়ি এই সমস্যাটি সমাধান করে নিয়ে আসুক।এই সমস্যাটির সমাধান করে নিয়ে আসলে ইথেরিয়াম অনেকটাই ভালো একটি পর্যায়ে চলে যাবে।

আপনি ঠিক বলেছেন আসলে গ্যাস ফ্রি বেশি হওয়ায় অনেকেই এক্সচেঞ্জ করে ডলারে আনতে পারছে না। দেখা যাচ্ছে যে কয় ডলার ওয়ালেট এস করছে সেগুলো এক্সচেঞ্জ করে যদি ডলারে নিয়ে আসা যায় তাহলে দেখা যায় গ্যাস ফ্রি ওঠে না। এখন গ্যাস ফ্রি তোমার কি কোনো সম্ভাবনা আছে??
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Expert on December 17, 2020, 01:16:14 AM
ইথেরিয়াম ২.০ চালু হওয়ার পরে ইথেরিয়াম এর দাম অনেকটাই বৃদ্ধি পাবে। অর্থাৎ ইতোমধ্যে চালু হয়েছে। বেশিরভাগ ষ্টেকিং প্রক্রিয়ায় রয়েছে। আমি মনে করি বর্তমান বিনিয়োগ সফল, যদি ডমিনেন্স দেখে বিনিয়োগ করা হয়।
Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Cz Rock on December 17, 2020, 02:56:22 AM
ইথেরিয়াম এর আপডেট ভার্সন এর নাম হল ইথেরিয়াম 2.0 । ইথেরিয়াম ও ইথেরিয়াম 2.0 একই প্লাটফর্মে অবস্থিত। সবাই মনে করে ইথেরিয়াম 2.0 লাঞ্চ হওয়ার পর গ্যাস ফ্রি কিছুটা কমেয়ে আনতে পারবে। ইথেরিয়াম2.0 গ্যাস ফ্রী কমিয়ে আনতে পারে যদি তাহলে ইথেরিয়াম 2.0 এর অবস্থান খুব ভালো হবে।


Title: Re: ইথেরিয়াম 2.0 বনাম ইথেরিয়াম
Post by: Damrai5$ on December 17, 2020, 07:22:44 AM
ইথেরিয়াম এর আপডেট ভার্সন এর নাম হল ইথেরিয়াম 2.0 । ইথেরিয়াম ও ইথেরিয়াম 2.0 একই প্লাটফর্মে অবস্থিত। সবাই মনে করে ইথেরিয়াম 2.0 লাঞ্চ হওয়ার পর গ্যাস ফ্রি কিছুটা কমেয়ে আনতে পারবে। ইথেরিয়াম2.0 গ্যাস ফ্রী কমিয়ে আনতে পারে যদি তাহলে ইথেরিয়াম 2.0 এর অবস্থান খুব ভালো হবে।

এমনিতেও আমরা দেখতে পারছি যে ইথেরিয়াম এর অবস্থা অনেক ভালো। হ্যাঁ ঠিক বলেছেন তার পরেও যদি এর গ্যাস মিটার কমানো যেত তাহলে এর জনপ্রিয়তা আরো ব্যাপক হারে বেড়ে যেত।