Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Coin63@ on October 20, 2020, 11:28:27 AM
-
ইথেরিয়াম ২.০ পরীক্ষার নেটওয়ার্কটি আবারও ধসে পড়ে তবে 2 মাসের মধ্যে নেটওয়ার্কটি চালু করা যেতে পারে
শীর্ষস্থানীয় বিকাশকারী বেন এডিংটন এর প্রকাশনার দ্বারা এর প্রমাণ পাওয়া যায়। তাঁর মতে, আমানত চুক্তি কাজ করার জন্য প্রস্তুত, এবং বেকন চেইনের বংশোদ্ভূত 6-8 সপ্তাহের মধ্যে উপস্থিত হবে।
মেডেল্লা পরীক্ষামূলক নেটওয়ার্কে বৈধদের অংশগ্রহণের মাত্রা হ্রাস পেয়ে 1.5% এ দাঁড়িয়েছে এবং সাধারণ পারফরম্যান্সের জন্য এটি 66% বা তার বেশি হতে হবে। ট্রাস্টনোডস অনুসারে, মেডেল্লার একটি কাঁটাচামচও থাকতে পারে।
এটি প্রাথমিক অনুমান, এখনও আনুষ্ঠানিক কোনও প্রবর্তন তারিখ নেই।
Collection from bubbalex telegram community pinned message
-
ইথেরিয়াম 2.0 ধস হওয়াতে ইথিরিয়াম এর দাম কি কমতে পারে। বিভিন্ন বিশেষজ্ঞরা যদি একটু বলেন তাহলে আমি অনেক সাহায্য পেতাম। কেননা আমার কাছে অনেক ইথিরিয়াম আছে বর্তমানে।
-
ইথেরিয়াম 2.0 ধস হওয়াতে ইথিরিয়াম এর দাম কি কমতে পারে। বিভিন্ন বিশেষজ্ঞরা যদি একটু বলেন তাহলে আমি অনেক সাহায্য পেতাম। কেননা আমার কাছে অনেক ইথিরিয়াম আছে বর্তমানে।
আমি আপনার সাথে একমত এই প্রবলেম আমারও আছে কেউ যদি অভিজ্ঞ থাকেন তাহলে এ বিষয়ে একটু শেয়ার করবেন।
-
ইথেরিয়াম 2.0 ধস হওয়াতে ইথিরিয়াম এর দাম কি কমতে পারে। বিভিন্ন বিশেষজ্ঞরা যদি একটু বলেন তাহলে আমি অনেক সাহায্য পেতাম। কেননা আমার কাছে অনেক ইথিরিয়াম আছে বর্তমানে।
ইথেরিয়াম 2.0 ধস হবে এটা হানডেট পারসেন শিওর না। তবে হলেও ইথেরিয়াম এর কিছুটা অবনতি হলেও হতে পারে। ইথেরিয়াম 2.0 লাঞ্চ হবার কথা প্রকাশিত হওয়ার সাথে সাথে ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পেয়েছিল যদি লাঞ্চ না করে তবে কিছুটা বাজার কমে যেতে পারে।
-
টু পয়েন্ট জিরো সম্পর্কে আমি আগে জানতাম না আপনার পোস্ট পড়ে টু পয়েন্ট জিরো সম্পর্কে আমি মোটামুটি জেনে গেছি। এ ধরনের পোস্ট দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
-
আমি ও এই বিষয় টি অবগত হয়েছি। কিন্তু এই বিষয়ে বিচলিত হয় নি। কারণ আমি জানি এটি এখন টেস্ট স্বরুপ চালানো বা পরীক্ষাধীন আছে। আশা করি খুব শিগরই ঠিক হয়ে যাবে।
-
ইথেরিয়াম 2.0 ধস হওয়াতে ইথিরিয়াম এর দাম কি কমতে পারে। বিভিন্ন বিশেষজ্ঞরা যদি একটু বলেন তাহলে আমি অনেক সাহায্য পেতাম। কেননা আমার কাছে অনেক ইথিরিয়াম আছে বর্তমানে।
আপনার সাথে আমিও একমত।যদি কোনো সিনিয়র ভাই এ বিষয়ে অভিজ্ঞ থাকেন তাহলে আমাদের একটু জানাবেন। আমি অনেক প্রবলেম এর মধ্যে আছি এ বিষয়টি নিয়ে।
-
ইথেরিয়াম 2.0 পরীক্ষার টেস্ট করা কে আসলে ধস বলা ঠিক হবে না। তাতে নেগেটিভিটি ছড়ায় আমার মনে হয় এটি মাত্র টেস্টিং প্রক্রিয়ায় মধ্যে আাছে। আমার মনে হয় স্বল্প সময়ের মধ্যে এটি সফল ভাবে আবার শুরু করতে পারবে।
-
ইথেরিয়াম 2.0 পরীক্ষার টেস্ট করা কে আসলে ধস বলা ঠিক হবে না। তাতে নেগেটিভিটি ছড়ায় আমার মনে হয় এটি মাত্র টেস্টিং প্রক্রিয়ায় মধ্যে আাছে। আমার মনে হয় স্বল্প সময়ের মধ্যে এটি সফল ভাবে আবার শুরু করতে পারবে।
ইথেরিয়াম 2.0 টেস্ট সফলভাবে সম্পূর্ন না হলেও ইথিরিয়াম 2.0 লাঞ্চ করবে। তবে আমার মনে হয় ইথেরিয়াম এর দাম পূর্বের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনারা ইথেরিয়াম হল্ড করতে পারেন
-
ইথিরিয়াম 2.0 পরীক্ষার নেটওয়ার্ক যদি ফেল করে তাহলে ইথার প্রাইস বাড়ার প্রবনা কমে যাবে এটির দাম আবার নিম্নমুখি হবে।
-
ইথেরিয়াম 2.0 টেস্ট সফলভাবে সম্পন্ন হলে ইথেরিয়াম 2.0 লাঞ্চ করবে। আমি মনে করি ইথেরিয়াম 2.0 সফলভাবে সম্পন্ন হলে এর প্রাইস অনেক বেড়ে যাবে। বর্তমানে বিটকয়েনের পর এই ইথেরিয়াম কে জনপ্রিয় কয়েন বলা হয়।
-
2.0 এই সম্পর্কে কোন ধারণা ছিল না আমার। কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে 2.0 সম্পর্কে ধারণা পেয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্রো।
-
ইথেরিয়াম 2.0 ধস হওয়াতে ইথিরিয়াম এর দাম কি কমতে পারে। বিভিন্ন বিশেষজ্ঞরা যদি একটু বলেন তাহলে আমি অনেক সাহায্য পেতাম। কেননা আমার কাছে অনেক ইথিরিয়াম আছে বর্তমানে।
না 2.0 ধস হলে ইথারের দাম কিছুটা কমলেও তেমন ভাবে দামে প্রভাব পরবে না। আর এমনিতেও ইথার ৯০$ পর্যন্ত যাওয়ার রেকর্ড আছে তো ইথার কমাটা ভয়ের কিছু না। রিকবার হতে টাইম লাগবো না
-
ইথিরিয়াম 2.0 পরীক্ষার নেটওয়ার্ক যদি ফেল করে তাহলে ইথার প্রাইস বাড়ার প্রবনা কমে যাবে এটির দাম আবার নিম্নমুখি হবে।
ইথারিয়াম 2.0 পরীক্ষার নেটওয়ার্ক ফেল করলে ইথারের দামে খুব একটা প্রভাব পড়বে বলে আমি মনেকরি না্। কারণ ক্রিপ্টোকারেন্সির দাম বিশষত ইথারের দাম সব সময়ই বিটকয়েনের দামের সাথে সর্ম্পর্কিত, বিটকয়েনর দাম বাড়লে ইথারের দাম বাড়ে, বিটকয়েনের দাম কমলে ইথারের দাম কমে। বর্তমানে যেহেতু বিটকয়েনের দাম উধ্বর্মূখী তাই আমার বিশ্বাস ইথারিয়াম 2.0 পরীক্ষার নেটওয়ার্ক ফেল করলেও ইথারের দাম উর্ধ্বমূখী থাকবে।
-
ইথেরিয়াম ২.০ পরীক্ষার নেটওয়ার্কটি আবারও ধসে পড়ে তবে 2 মাসের মধ্যে নেটওয়ার্কটি চালু করা যেতে পারে
শীর্ষস্থানীয় বিকাশকারী বেন এডিংটন এর প্রকাশনার দ্বারা এর প্রমাণ পাওয়া যায়। তাঁর মতে, আমানত চুক্তি কাজ করার জন্য প্রস্তুত, এবং বেকন চেইনের বংশোদ্ভূত 6-8 সপ্তাহের মধ্যে উপস্থিত হবে।
মেডেল্লা পরীক্ষামূলক নেটওয়ার্কে বৈধদের অংশগ্রহণের মাত্রা হ্রাস পেয়ে 1.5% এ দাঁড়িয়েছে এবং সাধারণ পারফরম্যান্সের জন্য এটি 66% বা তার বেশি হতে হবে। ট্রাস্টনোডস অনুসারে, মেডেল্লার একটি কাঁটাচামচও থাকতে পারে।
এটি প্রাথমিক অনুমান, এখনও আনুষ্ঠানিক কোনও প্রবর্তন তারিখ নেই।
Collection from bubbalex telegram community pinned message
ইথেরিয়াম টু পয়েন্ট জিরো নেটওয়ার্ক টি ধসে পড়েছে, এটা হান্ডেট পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। যদি সত্যিই এমনটা হয় তবে ইথেরিয়াম এর দাম কমে যেতে পারে।
-
আশা করি খুব শিগরই ইথিরিয়াম 2.0 আবার নতুন ভাবে শুরু করবে।
-
ইথেরিয়াম ২.০ পরীক্ষার নেটওয়ার্কটি আবারও ধসে পড়ে তবে 2 মাসের মধ্যে নেটওয়ার্কটি চালু করা যেতে পারে
শীর্ষস্থানীয় বিকাশকারী বেন এডিংটন এর প্রকাশনার দ্বারা এর প্রমাণ পাওয়া যায়। তাঁর মতে, আমানত চুক্তি কাজ করার জন্য প্রস্তুত, এবং বেকন চেইনের বংশোদ্ভূত 6-8 সপ্তাহের মধ্যে উপস্থিত হবে।
মেডেল্লা পরীক্ষামূলক নেটওয়ার্কে বৈধদের অংশগ্রহণের মাত্রা হ্রাস পেয়ে 1.5% এ দাঁড়িয়েছে এবং সাধারণ পারফরম্যান্সের জন্য এটি 66% বা তার বেশি হতে হবে। ট্রাস্টনোডস অনুসারে, মেডেল্লার একটি কাঁটাচামচও থাকতে পারে।
এটি প্রাথমিক অনুমান, এখনও আনুষ্ঠানিক কোনও প্রবর্তন তারিখ নেই।
Collection from bubbalex telegram community pinned message
প্রথম বার পরীক্ষা মুলক 2.0 চালনায় ধস হয়েছে। আমি মনে করি দ্বিতীয় বার সাকসেস হবে।
-
আমি শুনেছিলাম এটি করা হবে আসলে 2021 সালের মধ্যে। এখন এই কথাটুকু কতটুকু সত্যি সেটা আসলে আমি জানিনা। যেহেতু এখনও চালু করা হয়নি তো আমার ভিসা যে 2021 সালের মধ্যে ইথেরিয়াম 2.0 নেটওয়ার্ক টি 2021 সালের মধ্যে অবশ্যই চালু করা হবে।
-
ইথেরিয়াম ২.০ পরীক্ষার নেটওয়ার্কটি আবারও ধসে পড়ে তবে 2 মাসের মধ্যে নেটওয়ার্কটি চালু করা যেতে পারে
শীর্ষস্থানীয় বিকাশকারী বেন এডিংটন এর প্রকাশনার দ্বারা এর প্রমাণ পাওয়া যায়। তাঁর মতে, আমানত চুক্তি কাজ করার জন্য প্রস্তুত, এবং বেকন চেইনের বংশোদ্ভূত 6-8 সপ্তাহের মধ্যে উপস্থিত হবে।
মেডেল্লা পরীক্ষামূলক নেটওয়ার্কে বৈধদের অংশগ্রহণের মাত্রা হ্রাস পেয়ে 1.5% এ দাঁড়িয়েছে এবং সাধারণ পারফরম্যান্সের জন্য এটি 66% বা তার বেশি হতে হবে। ট্রাস্টনোডস অনুসারে, মেডেল্লার একটি কাঁটাচামচও থাকতে পারে।
এটি প্রাথমিক অনুমান, এখনও আনুষ্ঠানিক কোনও প্রবর্তন তারিখ নেই।
Collection from bubbalex telegram community pinned message
আসলে আমি ভেবেছিলাম হয়তো কিছুদিনের মধ্যেই ইথেরিয়াম 2.0 তে লাঞ্চ করবে। আবার যেহেতু তারা এখনো লাঞ্চ করতে পারিনি আমার মনে হয় হয়তো 2021 সালের করার সম্ভাবনা রয়েছে।
-
ইথেরিয়াম ২.০ পরীক্ষার নেটওয়ার্কটি আবারও ধসে পড়ে তবে 2 মাসের মধ্যে নেটওয়ার্কটি চালু করা যেতে পারে
শীর্ষস্থানীয় বিকাশকারী বেন এডিংটন এর প্রকাশনার দ্বারা এর প্রমাণ পাওয়া যায়। তাঁর মতে, আমানত চুক্তি কাজ করার জন্য প্রস্তুত, এবং বেকন চেইনের বংশোদ্ভূত 6-8 সপ্তাহের মধ্যে উপস্থিত হবে।
মেডেল্লা পরীক্ষামূলক নেটওয়ার্কে বৈধদের অংশগ্রহণের মাত্রা হ্রাস পেয়ে 1.5% এ দাঁড়িয়েছে এবং সাধারণ পারফরম্যান্সের জন্য এটি 66% বা তার বেশি হতে হবে। ট্রাস্টনোডস অনুসারে, মেডেল্লার একটি কাঁটাচামচও থাকতে পারে।
এটি প্রাথমিক অনুমান, এখনও আনুষ্ঠানিক কোনও প্রবর্তন তারিখ নেই।
Collection from bubbalex telegram community pinned message
আসলে আমি ভেবেছিলাম হয়তো কিছুদিনের মধ্যেই ইথেরিয়াম 2.0 তে লাঞ্চ করবে। আবার যেহেতু তারা এখনো লাঞ্চ করতে পারিনি আমার মনে হয় হয়তো 2021 সালের করার সম্ভাবনা রয়েছে।
সবাই ধারণা করেছিল 2020 সালের শেষ দিকে ইথেরিয়াম 2.0 লাঞ্চ করবে। কিন্তু কোন একটা সমস্যার কারণে লঞ্চ করতে পারেনি। 2021 সালের ইথেরিয়াম টু পয়েন্ট জিরো লঞ্চ করবে। সবাই ধারণা করছে যে ইথেরিয়াম 2.0 গ্যাস ফ্রি কমাতে সফল হবে।
-
সত্যি বলতে কি ভাই এ বিষয়ে আমার কোন ধারণা নাই সেজন্য আমি কোনরকম এ বিষয়ে মতামত প্রদান করতে পারছি না তবে সিনিয়রভাইদের টপিক গুলো ভালোভাবে পড়লাম তারা অনেক মূল্যবান কথা বলেছেন এ বিষয়ে আমি তাদের টপিকগুলো পড়ে অনেকটা জ্ঞান অর্জন করতে পারলাম আশা করি এই ফোরামের সিনিয়র ভাইরা আমাদের মত যারা জুনিয়র আছে তাদের এভাবে সবসময় সাহায্য করে আসবেন এবং এরকম মূল্যবান টপিক তৈরি করে অনেক কিছু জানার ব্যবস্থা করে দিবেন ধন্যবাদ সকল সিনিয়র ভাইয়াদের
-
আসলে ইথেরিয়াম ২.০ জিরো পরীক্ষার নেটওয়ার্কে আবারো ধস এ সম্বন্ধে আমার কোনো সঠিক ধারণা নাই আর কেউ জানবে না এটা বলেন।
-
ইথেরিয়াম ২.০ পরীক্ষার নেটওয়ার্কটি আবারও ধসে পড়ে তবে 2 মাসের মধ্যে নেটওয়ার্কটি চালু করা যেতে পারে
শীর্ষস্থানীয় বিকাশকারী বেন এডিংটন এর প্রকাশনার দ্বারা এর প্রমাণ পাওয়া যায়। তাঁর মতে, আমানত চুক্তি কাজ করার জন্য প্রস্তুত, এবং বেকন চেইনের বংশোদ্ভূত 6-8 সপ্তাহের মধ্যে উপস্থিত হবে।
মেডেল্লা পরীক্ষামূলক নেটওয়ার্কে বৈধদের অংশগ্রহণের মাত্রা হ্রাস পেয়ে 1.5% এ দাঁড়িয়েছে এবং সাধারণ পারফরম্যান্সের জন্য এটি 66% বা তার বেশি হতে হবে। ট্রাস্টনোডস অনুসারে, মেডেল্লার একটি কাঁটাচামচও থাকতে পারে।
এটি প্রাথমিক অনুমান, এখনও আনুষ্ঠানিক কোনও প্রবর্তন তারিখ নেই।
Collection from bubbalex telegram community pinned message
আসলে আমি ভেবেছিলাম হয়তো কিছুদিনের মধ্যেই ইথেরিয়াম 2.0 তে লাঞ্চ করবে। আবার যেহেতু তারা এখনো লাঞ্চ করতে পারিনি আমার মনে হয় হয়তো 2021 সালের করার সম্ভাবনা রয়েছে।
আমার ইথেরিয়াম 2.0 পরীক্ষার নেটওয়ার্ক সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না। আপনি একটি মূল্যবান পোষ্ট পড়ে আমি বুঝতে পারলাম ইথেরিয়াম 2.0 নেটওয়ার্ক আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনার এই অমূল্য পোস্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
-
ইথেরিয়াম ২.০ পরীক্ষার নেটওয়ার্কটি আবারও ধসে পড়ে তবে 2 মাসের মধ্যে নেটওয়ার্কটি চালু করা যেতে পারে
শীর্ষস্থানীয় বিকাশকারী বেন এডিংটন এর প্রকাশনার দ্বারা এর প্রমাণ পাওয়া যায়। তাঁর মতে, আমানত চুক্তি কাজ করার জন্য প্রস্তুত, এবং বেকন চেইনের বংশোদ্ভূত 6-8 সপ্তাহের মধ্যে উপস্থিত হবে।
মেডেল্লা পরীক্ষামূলক নেটওয়ার্কে বৈধদের অংশগ্রহণের মাত্রা হ্রাস পেয়ে 1.5% এ দাঁড়িয়েছে এবং সাধারণ পারফরম্যান্সের জন্য এটি 66% বা তার বেশি হতে হবে। ট্রাস্টনোডস অনুসারে, মেডেল্লার একটি কাঁটাচামচও থাকতে পারে।
এটি প্রাথমিক অনুমান, এখনও আনুষ্ঠানিক কোনও প্রবর্তন তারিখ নেই।
Collection from bubbalex telegram community pinned message
ইথেরিয়াম ২.০ এর ঘোষণা হওয়ার পরে ইথেরিয়ামের দাম কিছুটা পাম্প করেছিলো। তবে যদি ইথেরিয়াম ২.০ ধসে পরে তাহলে তো মনে হচ্ছে ইথেরিয়ামের দাম কিছুটা কমবে। আশা করি ইথেরিয়াম ২.০ যেনো ধসে না পরে এবং ইথেরিয়ামের দামও যেনো না কমে। কারণ ইথেরিয়ামের দাম কমলে অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে পরবে।
-
ইথেরিয়াম টু পয়েন্ট জিরো সম্পর্কে আমি আর কি বলব আপনি তো সবকিছু বলে দিয়েছেন আমার আর কিছু বলার নেই। তবে যদি একটা আন্দাজ করা যায় যে ইথেরিয়াম এর দাম যদি কমে তাহলে অনেক ইনভেস্তর রা এখানে ক্ষতিগ্রস্ত হবে।
-
আমার মনে হয় এই জন্যেই তাহলে ইথারের দাম বাড়ছেনা। আমি বেশ কিছুদিন আগেও অনুমান করেছিলাম যদি ইথার 2.0 চালু হয় তাহলে আমরা ইথারের ভাল একটি দাম পাব। তবে নির্ধারিত দিন শেষ হয়ে যাওয়ার পরও কোন ধরনের খবর জানতে পারিনি। আজ কে এই নিউজ টি পেয়ে ভাল হল। আপাতত ইথারের দাম বাড়ছেনা বললেই চলে।
-
বহুল আলোচিত বিষয়টি ছিল ইথার 2.0। কিন্তু এবারও এর সফল ভাবে চলতে পারেনি। এবারও ধস হয়েছে। এই মুহূর্তে সকল ইথার হোল্ডারদের মনে হতাশার ছাপ ভেষে উঠবে তবে আমি মনে করি যে এটা তেমন কিছু না। একবার না হলে আবার চেস্টা করতে হবে। সাকসেস হবেই।
-
মার্কেটের সব বিষয় নিয়ে যেতে দেখেছি আমি দেখতে পেয়েছি বিটকয়েনের দাম অধিক পাম্প করেছে।সেই সাথে সাথে অন্য সকল কয়েন গুলো যে রয়েছে তাদের দাম কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করেছে। বিটকয়েন এর পরে যে কয়েনের দাম বেশি বৃদ্ধি পেয়েছে সেটি হচ্ছে ইথারিয়াম। ইথেরিয়াম,2.0 চালু হওয়ার পর থেকে কিতারে আমের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। এখন কিছুটা গ্যাস ফ্রি যদি কমে তাহলেই হয়ে যাবে।
-
আমার মনে হয় এই জন্যেই তাহলে ইথারের দাম বাড়ছেনা। আমি বেশ কিছুদিন আগেও অনুমান করেছিলাম যদি ইথার 2.0 চালু হয় তাহলে আমরা ইথারের ভাল একটি দাম পাব। তবে নির্ধারিত দিন শেষ হয়ে যাওয়ার পরও কোন ধরনের খবর জানতে পারিনি। আজ কে এই নিউজ টি পেয়ে ভাল হল। আপাতত ইথারের দাম বাড়ছেনা বললেই চলে।
আসলে এটি একটি নির্ধারিত সময় রয়েছে তারপর থেকে হয়তো এর প্রাইস অনেক পাম্প করবে। এজন্য অনেকের পোস্টে আমি লক্ষ্য করেছি যে তারা বলেছে ইথেরিয়াম 2.0 তে চালু হওয়ায় সত্বেও কেন প্রাইস বাড়ছে না বা গ্যাস ফ্রি কমছে না। আসলে এটি চালু হলেও এর নির্দিষ্ট একটা সীমা রয়েছে তার পরে অবশ্যই বাড়বে।
-
আমার মনে হয় এই জন্যেই তাহলে ইথারের দাম বাড়ছেনা। আমি বেশ কিছুদিন আগেও অনুমান করেছিলাম যদি ইথার 2.0 চালু হয় তাহলে আমরা ইথারের ভাল একটি দাম পাব। তবে নির্ধারিত দিন শেষ হয়ে যাওয়ার পরও কোন ধরনের খবর জানতে পারিনি। আজ কে এই নিউজ টি পেয়ে ভাল হল। আপাতত ইথারের দাম বাড়ছেনা বললেই চলে।
আসলে এটি একটি নির্ধারিত সময় রয়েছে তারপর থেকে হয়তো এর প্রাইস অনেক পাম্প করবে। এজন্য অনেকের পোস্টে আমি লক্ষ্য করেছি যে তারা বলেছে ইথেরিয়াম 2.0 তে চালু হওয়ায় সত্বেও কেন প্রাইস বাড়ছে না বা গ্যাস ফ্রি কমছে না। আসলে এটি চালু হলেও এর নির্দিষ্ট একটা সীমা রয়েছে তার পরে অবশ্যই বাড়বে।
কথাটা সত্য। ইথারিয়াম ২.০ চালু হয়েছে মাত্র ১লা ডিসেম্বর। মাত্রই বিকন চেইন যাকে আমরা ০ ফেইজ বলছি। এই ধাপে মূলত প্রুফ অফ ওয়ার্ক থেকে প্রুফ অফ স্টেক চালুর কার্যক্রম শুরু হয়েছে এবং ভার্চুয়াল মাইনারদের ডাটা আপডেট ও সংরক্ষণের কাজ চলবে। ফেজ ১ এ চালু হবে আরো কিছুদিন পর যেটাকে আমরা শার্ড চেইন বলচি। এই ধাপ চালু হয়ে কার্যক্রম সম্পাদন হতে অন্তত আগামী ২০২১ সালের শেষ নাগাদ লাগতে পারে। এই ধাপে মূলত ইথারিয়াম নেটওয়ার্কের ধারণ ক্ষমতা বাড়াবে লোড বাড়লেও , ট্রানজেকশন লিমিট বাড়বে প্রতি সেকেন্ডে, নেটওয়ার্ক সিকিউরিটি বাড়বে- এগুলো বাস্তবায়িত হয়ে গেলে তখন যেমন দ্রুত ট্রানজেকশন সম্পাদন করা যাবে, তেমনি নেটওয়ার্ক ফিও কমে আসবে। এজন্য সময় লাগবে। বর্তমানে ইথারিয়াম ২.০ টালু হলেও পাশাপাশি ইথারিয়াম ১.০ ও চলবে যতদিন না ২.০ সফলভাবে সম্পাদন হয়।
-
ইথেরিয়াম 2.0 পরীক্ষার জন্য 2020 সালের শেষদিকে বাজারে লঞ্চ করতে চেয়েছিল কিন্তু বর্তমানে তাও পারছি না। ইথেরিয়াম টু পয়েন্ট জিরো নেটওয়ার্ক পরীক্ষার পড়ার জন্য 2021 সালের দিকে তাকিয়ে থাকতে হবে। সবাই আশা করি ছিল ইথেরিয়াম 2.0 লঞ্চ হওয়ার পর গ্যাস ফ্রি কমাতে সফল হবে।
-
ইথেরিয়াম 2.0 টেস্ট সফলভাবে সম্পন্ন হলে ইথেরিয়াম 2.0 লাঞ্চ করবে। আমি মনে করি ইথেরিয়াম 2.0 সফলভাবে সম্পন্ন হলে এর প্রাইস অনেক বেড়ে যাবে। বর্তমানে বিটকয়েনের পর এই ইথেরিয়াম কে জনপ্রিয় কয়েন বলা হয়।
ভাই বর্তমানে ইতি রাম 2.0 টেস্ট সফলতা সম্পন্ন করে ইথেরিয়াম 2.0 লাঞ্চ করা হয়েছে আমি মনে করি ইথেরিয়াম 2.0 আগের তুলনায় বর্তমানে এটি ইথেরিয়াম এর প্রাইস আগের তুলনায় আরও ভালো করবে তাই আমরা এখন দেখতে পারছি ইথারিয়াম 2.0 লাঞ্চ হওয়ার পর বর্তমানে কিন্তু ইথেরিয়াম এর দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে।
-
ইথেরিয়াম ২.০ পরীক্ষার নেটওয়ার্কটি আবারও ধস করলেও ইথারিয়াম পুনরায় ওপরের দিকে উঠবে। বিটকয়েন এর দাম বৃদ্ধি যে হরে বাড়ছে ইথারিয়াম এর মূল্য কম হলেও ধীরে ধীরে এথারিয়াম অনেক ভালো অবস্থানে পৌঁছাবে।
-
ইথেরিয়াম টু পয়েন্ট জিরো নেটওয়ার্ক ধস নামতে দেখা গিয়েছে।আমরা সবাই মনে করেছিলাম ইথেরিয়াম টু পয়েন্ট জিরো নেটওয়ার বাজারে লঞ্চ করার পর গ্যাস ফ্রি কমাতে সমর্থক হবে কিন্তু সেটা করতে পারেনি এই কারণেই বলা যায় ইথেরিয়াম টু পয়েন্ট জিরো ধস নামতে দেখা গিয়েছে।
-
ইথেরিয়াম 2.0 সম্পর্কে আমার বেশি ধারণা ছিল না কিন্তু আপনার পোস্ট পড়ে আমি সম্পূর্ণ জ্ঞান অর্জন করেছি ইথেরিয়াম 2.0 সম্পর্কে। এ ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
-
ইথেরিয়াম এর আপডেট ভার্সন হলো ইথেরিয়াম টু পয়েন্ট জিরো। আমরা সবাই বিশ্বাস করেছিলাম ইথেরিয়াম 2.0 মার্কেটের লঞ্চ করার পর গ্যাস ফ্রি সার্থক হবে কিন্তু বর্তমান সময় পর্যন্ত এই ইথেরিয়াম টু পয়েন্ট জিরো বাজারে লঞ্চ করেনি।
ইথেরিয়াম কিন্তু অনেক আগেই 2.0 তে লাঞ্চ করেছে। আর আপনি এখনো বলছেন ইথিরিয়াম টু পয়েন্ট জিরো তে লাঞ্চ করে নাই। আমি বুঝতে পারছি না ভাই আপনি একটা বিষয় লক্ষ না করেই সেটা বলছেন।
-
আমি কিছু বুঝে উঠতে পারছিনা।
ইথেরিয়াম 2.0 ধস হওয়াতে ইথিরিয়াম এর দাম কি কমতে পারে। বিভিন্ন বিশেষজ্ঞরা যদি একটু বলেন তাহলে আমি অনেক সাহায্য পেতাম। কেননা আমার কাছে অনেক ইথিরিয়াম আছে বর্তমানে।
-
আমি ফোরামের নতুন সদস্য। নতুন সদস্য হওয়ার কারণে আমার অনেক সমস্যা মোকাবেলা করতে হয়। এই ফোরামে পোস্ট করার সময় অনেক সময় ভুল মন্তব্য হয় সঠিক জ্ঞান না থাকার কারণে যদি কোন ভুল মন্তব্য করি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যতদুর জনি ইথেরিয়াম টু পয়েন্ট জিরো পরীক্ষা নেটওয়ার্ক ব্যর্থ হয়েছে। আমরা সবাই ধারণা করেছিলাম ইথেরিয়াম টু পয়েন্ট জিরো বাজারে লঞ্চ করার পর গ্যাস ফ্রি কমাতে সফল হবে কিন্তু তা হচ্ছে না।
-
কিছু দিন আগে শুনেছিলাম যে ইথার 2.0 চালু হয়েছে পরে আর এ বিষয়ে কিছু শুনিনি। তবে ভেবেছিলাম যে যেহেুতু ইথাররের গ্যাস ফি অনেকটাই কম সেহেতু ইথার 2.0 সম্ভবত চালু হয়েছে।