Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Coin63@ on October 20, 2020, 12:06:22 PM
-
এই বাংলা সেকশনে অনেক টপিক দেখলাম লক করা প্লিজ আপনি লক করা টপিক গুলো খুলে দেন। এতে অনেকেই পোস্ট করে তাদের মতামত জানাতে পারবে।
-
Coin63 ভাই আপনি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আপনার সাথে আমিও একমত পোষণ করে মডারেটরকে অনুরোধ করছি লক করা টপিক গুলোর লক খুলে দিন এতে ফোরামে আমাদের বেশি বেশি পোস্ট দিতে সুবিধা হবে। মডারেটর প্লিজ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন।
-
এই বাংলা সেকশনে অনেক টপিক দেখলাম লক করা প্লিজ আপনি লক করা টপিক গুলো খুলে দেন। এতে অনেকেই পোস্ট করে তাদের মতামত জানাতে পারবে।
হ্যা ভাই আপনি ঠিক কথাটাই বলছেন এই বাংলা সেকশনে অনেক টপিকই লক করা আছে। এই টপিকের লক গুলো যদি খুলে দেওয়া হয় তাহলে অনেক ইউজার তাদের মনের মতো করে পোস্ট করতে পারবে। এবং আমদের সবারই অনেক সুবিধা হবে পোস্ট করতে।
-
এই বাংলা সেকশনে অনেক টপিক দেখলাম লক করা প্লিজ আপনি লক করা টপিক গুলো খুলে দেন। এতে অনেকেই পোস্ট করে তাদের মতামত জানাতে পারবে।
আমি যে টপিক গুলা বর্তমানে অথবা কিছুদিন আগে লক করেছি, সেই টপিক গুলোতে আলোচনা করা অপ্রাসঙ্গিক বলে ধন্য হয়েছে । যে টপিক গুলো লক করেছি সেগুলোতে নতুন ইউজার রা অপ্রাসঙ্গিক ও যুক্তিহীন আলোচনা করে । তাই আমি সেই সব টপিক ইতোমধ্যেই লক করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। তবে আপনি নতুন টপিক তৈরি করুন। আমি আপনার কাছ থেকে এই কথাগুলো আশা করিনি। সিনিয়র ভাই যারা রয়েছেন তারা নতুন টপিক তৈরি করে দিন।