Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on October 20, 2020, 04:12:47 PM

Title: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Nostoman on October 20, 2020, 04:12:47 PM
পুরাতন ইউজার রা একসময় এখান থেকে রাগ করে গ্লোবাল সেকশনগুলোতে পোস্ট করতো । কিন্তু বর্তমান আমার অনুরোধে তারা আবার বাংলা সেকশনকে প্রাণ ফিরিয়ে দিয়েছে । তাই তাদেরকে অনেক ধন্যবাদ । তবে এখনো কিছু ইউজার এখানে ফিরে আসেনি।
 Altcoin1998 আপনি এখানে ফিরে আসুন। আপনাকে আমি কয়েকবার অনুরোধ করেছি ‌‌। বাঙ্গালীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Coin63@ on October 20, 2020, 04:19:14 PM
দেখুন তো পুরাতন ইউজাররা ফিরে আসতে শুরু করেছে। আপনি আহ্বান করলে অবশ্যই কিছু ইন্যাক্টিভ ইউজাররা ফোরামে আসতে শুরু করবে। দেখবেন একদিন আমাদের বাংলা সেকশন অনেক দূর এগিয়ে যাবে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Chita76 on October 20, 2020, 04:21:33 PM
পুরাতন যেগুলা ইউজার যারা আছেন তারা সবাই ভালো ভালো মানসম্মত পোস্ট করেন ও কারমা দেন। তবে অনেক ইউজারদের ইন্যাক্টিভ দেখা যাচ্ছে তারা সবাই এক্টিভ হয়ে ফোরাম টাকে এগিয়ে নিয়ে যান।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: sky20 on October 20, 2020, 04:41:01 PM
পুরাতন ইউজার রা একসময় এখান থেকে রাগ করে গ্লোবাল সেকশনগুলোতে পোস্ট করতো । কিন্তু বর্তমান আমার অনুরোধে তারা আবার বাংলা সেকশনকে প্রাণ ফিরিয়ে দিয়েছে । তাই তাদেরকে অনেক ধন্যবাদ । তবে এখনো কিছু ইউজার এখানে ফিরে আসেনি।
 Altcoin1998 আপনি এখানে ফিরে আসুন। আপনাকে আমি কয়েকবার অনুরোধ করেছি ‌‌। বাঙ্গালীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।
আমি মডারেটরকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যিনি  যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমাদের এই ফোরাম সুন্দর একটি অবস্থানে আছে। আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: JISAN on October 20, 2020, 04:44:21 PM
পুরাতন মেম্বাররা ফিরতেছে + অনেক নতুন মেম্বার হচ্ছে। এখন বাংলা বোর্ডটা ভরা ভরা লাগে। এগুলা দেখে যারা নিয়মিত পোস্ট করতো না তারাও এখন পোস্ট করতে আগ্রহী হচ্ছে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট       
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Coin63@ on October 20, 2020, 04:54:55 PM
পুরাতন মেম্বাররা ফিরতেছে + অনেক নতুন মেম্বার হচ্ছে। এখন বাংলা বোর্ডটা ভরা ভরা লাগে। এগুলা দেখে যারা নিয়মিত পোস্ট করতো না তারাও এখন পোস্ট করতে আগ্রহী হচ্ছে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট     
এলেক্স ফরিদ ভাই আপনি আগে নিয়মিত ফোরামে এক্টিভ থাকবেন এখন আপনাকে নিয়মিত পাইনা। আপনার উপস্থিতি ফোরামে 1 প্রাণবন্ত পরিস্থিতি সৃষ্টি করেছে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: sky20 on October 20, 2020, 08:04:35 PM
আজ হোক কাল হোক সবাই এই ফোরামে কাজ করবে ইনশাআল্লাহ বিশেষ করে যারা বাংলাদেশী বাংলা ভাষাভাষী আছি। সবাই যদি একত্রে কাজ করে তাহলে এই থ্রেডের ব্যাপকভাবে ডেভলপমেন্ট হবে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Chita76 on October 21, 2020, 02:28:05 AM
আজ হোক কাল হোক সবাই এই ফোরামে কাজ করবে ইনশাআল্লাহ বিশেষ করে যারা বাংলাদেশী বাংলা ভাষাভাষী আছি। সবাই যদি একত্রে কাজ করে তাহলে এই থ্রেডের ব্যাপকভাবে ডেভলপমেন্ট হবে।

হা ভাই আপনার সাথে আমি একমত কারণ এই ফোরাম টাকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। যদি আমরা উন্নতির দিকে নিতে চাই তাহলে আমাদের সবাইকে একটিভ থেকে ফোরাম তাকে এগিয়ে নিয়ে যেতে হবে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Fawpac2 on October 21, 2020, 03:05:02 AM
পুরাতন ইউজার রা একসময় এখান থেকে রাগ করে গ্লোবাল সেকশনগুলোতে পোস্ট করতো । কিন্তু বর্তমান আমার অনুরোধে তারা আবার বাংলা সেকশনকে প্রাণ ফিরিয়ে দিয়েছে । তাই তাদেরকে অনেক ধন্যবাদ । তবে এখনো কিছু ইউজার এখানে ফিরে আসেনি।
 Altcoin1998 আপনি এখানে ফিরে আসুন। আপনাকে আমি কয়েকবার অনুরোধ করেছি ‌‌। বাঙ্গালীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।
আমাদের বাংলা ফোরাম কে উন্নত করার জন্য কিছু লোকদের অবশ্যই আমাদের বাংলা সেকশনে আসতে হবে। তারা অনেক সিনিয়র পারসন তারা আমরা দেখতে পাচ্ছি অনেকদিন ধরে বাংলা ফোরামে আসেনা। তা যদি বাংলা সেকশনে ফিরে আসি তাহলে অবশ্যই বাংলা ফোরাম আরো উন্নতি লাভ করবে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: sky20 on October 21, 2020, 08:01:10 AM
দেখুন তো পুরাতন ইউজাররা ফিরে আসতে শুরু করেছে। আপনি আহ্বান করলে অবশ্যই কিছু ইন্যাক্টিভ ইউজাররা ফোরামে আসতে শুরু করবে। দেখবেন একদিন আমাদের বাংলা সেকশন অনেক দূর এগিয়ে যাবে।
জি ভাই এখন ফোরামে কাজ করতে খুব ভাল লাগছে। সিনিয়রদের সাথে কাজ করার মজাই আলাদা। এতদিন সিনিয়ররা দুরে দুরে থকেছে যার কারনে ফোরাম শুন্য হয়ে গিয়েছিল। কিন্তু এখন তা আবার ঠিক হয়ে গেছে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Em00n01 on October 21, 2020, 08:54:53 AM
হা, এমনিতেও নতুন যারা আছে তারা না বুঝেই ফোরামের পরিবেশ কিছুটা নষ্ট করে দিয়েছিলো। কিন্তু কতক মেম্বার আর মডারেটরদের সহযোগিতায় আমরা আবার একটা সুন্দর লোকাল ফোরাম ফিরে পেয়েছি। উপরের র্যাংকে যারা আছে তারা নিয়মিত পোস্ট করলে অচিরেই আমাদের কোয়ালিটি পোস্ট বেড়ে যাবে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: saidul2105 on October 21, 2020, 09:46:54 AM
পুরাতন ইউজার রা একসময় এখান থেকে রাগ করে গ্লোবাল সেকশনগুলোতে পোস্ট করতো । কিন্তু বর্তমান আমার অনুরোধে তারা আবার বাংলা সেকশনকে প্রাণ ফিরিয়ে দিয়েছে । তাই তাদেরকে অনেক ধন্যবাদ । তবে এখনো কিছু ইউজার এখানে ফিরে আসেনি।
 Altcoin1998 আপনি এখানে ফিরে আসুন। আপনাকে আমি কয়েকবার অনুরোধ করেছি ‌‌। বাঙ্গালীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।
ভাই কথায় আছে,"ওল্ড ইজ গোল্ড"।
আমি প্রিয় মডারেটর ভাইয়ের সাথে একমত হয়ে বলতে চাই যে,যারা আমাদের ফোরামের পুরাতন মেম্বার আছেন তারা প্লিজ সকল মান-অভিমান ভুলে আবার আমাদের ফোরামে ফিরে আসুন। আপনাদের ছাড়া ফোরামের ঠিকঠাক পথ চলা হবে না,হচ্ছে না। আমরা যারা নতুন আছি তাদের জন্য হলেও আপনাদের খুব ই প্রয়োজন।
আমরা যারা নতুন আছি আমাদের সকলেরই আপনাদের হেল্প খুবই প্রয়োজন।
প্রতিটি সন্তানই যেমন তাদের বাবা মা কে তাদের গুরুজন হিসেবে মানে,ঠিক তেমনি ফোরামে আপনারা যারা সিনিয়র ভাইয়েরা আছেন তারাও আমাদের গুরুজন।  আপনাদের কাছে থেকেই তো আমরা শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো।

তাই আমিও প্রিয় মডারেটর ভাইয়ের সাথে সহমত পোষণ করে সিনিয়র ভাইদের ফোরামে ফিরে আসার অনুরোধ জানাচ্ছি এবং আমাদেরকে নানা রকম মুল্যবান উপদেশ দিয়ে গ্রুপটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় ভুমিকা রাখতে  বাধিত করবেন।                                                                                 
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: mahid on October 21, 2020, 10:27:11 AM
আমি এই নিউজ টি পেয়ে খুবই খুশি। আগে কোন প্রশ্ন করলে উত্তর পাওয়া কঠিন হয়ে যেত। এখন তা সাথে সাথেই ফিডব্যাক পাওয়া যাচ্ছে। সবাই কে স্বাগতম যারা আবার নতুন করে এই থ্রেডে কাজ শুরু করেছেন।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Jaya60 on October 21, 2020, 11:38:46 AM
আমার মনে হয় এই ফোরামের সিনিয়র ভাইরা যদি বাংলা ফোরামে ফিরে আসে তাহলে অবশ্যই এই ফোরামের মঙ্গল বয়ে আনবে। এবং কি তাদের কাছ থেকে অজানা তথ্যগুলো জানতে পারবো।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Altcoin1998$ on October 21, 2020, 03:28:06 PM
পুরাতন ইউজার রা একসময় এখান থেকে রাগ করে গ্লোবাল সেকশনগুলোতে পোস্ট করতো । কিন্তু বর্তমান আমার অনুরোধে তারা আবার বাংলা সেকশনকে প্রাণ ফিরিয়ে দিয়েছে । তাই তাদেরকে অনেক ধন্যবাদ । তবে এখনো কিছু ইউজার এখানে ফিরে আসেনি।
 Altcoin1998 আপনি এখানে ফিরে আসুন। আপনাকে আমি কয়েকবার অনুরোধ করেছি ‌‌। বাঙ্গালীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।
ভাই অনেকদিন পর বাংলা সেকশনে আসলাম । নষ্ট ম্যান স্যারের পার্সোনাল মেসেজ এর মাধ্যমে । যাহোক বাংলা ফোরামের অনেক উন্নতি হয়েছে। একজন অ্যাক্টিভ দক্ষ মডারেটর পেয়েছি। ধন্যবাদ মোডারেটর সাহেব ।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: mahid on October 22, 2020, 06:07:03 AM
ইতিমধ্যে আমরা বেশ কিছু পুরাতন ইউজার দেখতে পাচ্ছি যারা এই থ্রেডে আগে কাজ করত কিন্তু অনেক দিন তারা এখানে কাজ বাজ দিয়েছিল। তারা আবার এখানে ফিরে আসায় আমরা সবাই আনন্দিত। সবাইকে সু-স্বাগতম।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Rubel007 on October 22, 2020, 12:15:48 PM
এখন আর আগের মত অবস্থানে ফোরাম নেই। বর্তমানে ইউজার সংখ্যা অনেক। এখানে আগের মত আবার কাজের ধুম লেগেছে। মনে হচ্ছে 2017 সাল আবার ফিরে পাব।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Goblin on October 22, 2020, 12:27:11 PM
পুরাতন ইউজার রা একসময় এখান থেকে রাগ করে গ্লোবাল সেকশনগুলোতে পোস্ট করতো । কিন্তু বর্তমান আমার অনুরোধে তারা আবার বাংলা সেকশনকে প্রাণ ফিরিয়ে দিয়েছে । তাই তাদেরকে অনেক ধন্যবাদ । তবে এখনো কিছু ইউজার এখানে ফিরে আসেনি।
 Altcoin1998 আপনি এখানে ফিরে আসুন। আপনাকে আমি কয়েকবার অনুরোধ করেছি ‌‌। বাঙ্গালীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।
যে সকল পুরাতন ইউজার ভাইয়েরা ফিরে এসেছেন তাদের কে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও অভিনন্দন। আমরা চাই আপনারা আবার আগের মত সবাই একসাথে পোস্ট করুন সবার উপকার করুন।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Monster5 on October 22, 2020, 01:05:25 PM
পুরাতন ইউজার রা একসময় এখান থেকে রাগ করে গ্লোবাল সেকশনগুলোতে পোস্ট করতো । কিন্তু বর্তমান আমার অনুরোধে তারা আবার বাংলা সেকশনকে প্রাণ ফিরিয়ে দিয়েছে । তাই তাদেরকে অনেক ধন্যবাদ । তবে এখনো কিছু ইউজার এখানে ফিরে আসেনি।
 Altcoin1998 আপনি এখানে ফিরে আসুন। আপনাকে আমি কয়েকবার অনুরোধ করেছি ‌‌। বাঙ্গালীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।
পুরাতন ইউজাররা সবাই বাংলা সেকশনে ফিরে আসার জন্য সবাইকে অনেক ধন্যবাধ।  আমরা বাংলা সেকশনে ভালো ভালো পোস্ট করে  আমরা বাঙ্গালীরা অনেক এগিয়ে যাবো ইনশাল্লা।   
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: ranaprime on October 28, 2020, 06:36:04 AM
আমার মনে হয় যারা এখানে কাজকরার মনমানুষিকতা নিয়ে আছে তাদের প্রত্যেকেই চলে এসেছে। তাই আমি তাদের স্বাগত জানাচ্ছি।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Triedboy on November 19, 2020, 04:00:17 AM
পুরাতন ইউজার রা একসময় এখান থেকে রাগ করে গ্লোবাল সেকশনগুলোতে পোস্ট করতো । কিন্তু বর্তমান আমার অনুরোধে তারা আবার বাংলা সেকশনকে প্রাণ ফিরিয়ে দিয়েছে । তাই তাদেরকে অনেক ধন্যবাদ । তবে এখনো কিছু ইউজার এখানে ফিরে আসেনি।
 Altcoin1998 আপনি এখানে ফিরে আসুন। আপনাকে আমি কয়েকবার অনুরোধ করেছি ‌‌। বাঙ্গালীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।

আপনি একদম ঠিক বলেছেন ব্রো।কারণ এই ফোরামে যদি পুরাতন ইউজারগন ফিরে আসে তাহলে দেখা যাবে এই ফোরামেপোস্ট করতে তাদের এই সমস্যাটা আর থাকবে না।তারা নতুন নতুন আপডেট খবর দিবে যেটা পড়ে আমাদের মত সবাই সকল বিষয় সম্পর্কে জানতে পারবে। অতএব আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি এই ফোরামে আবার ফিরে আসুন।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Ak600 on November 27, 2020, 02:58:49 PM
হা, এমনিতেও নতুন যারা আছে তারা না বুঝেই ফোরামের পরিবেশ কিছুটা নষ্ট করে দিয়েছিলো। কিন্তু কতক মেম্বার আর মডারেটরদের সহযোগিতায় আমরা আবার একটা সুন্দর লোকাল ফোরাম ফিরে পেয়েছি। উপরের র্যাংকে যারা আছে তারা নিয়মিত পোস্ট করলে অচিরেই আমাদের কোয়ালিটি পোস্ট বেড়ে যাবে।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন যে উপরের রেঙ্ক এ আছে তারা নিয়মিত পোস্ট করলে অচিরেই আমাদের বাংলা ফোরাম কোয়ালিটি পোস্ট বেড়ে যাবে এবং বাংলা সেকশন অনেক এগিয়ে যাবে
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: sky20 on November 27, 2020, 05:12:23 PM
আমরা চাই সবাই  এখানে পোস্ট করুন। আমাদের ফোরামের র‌্যাংক বাড়াতে অবশ্যই এটির দরকার আছে। এই ফোরামে পোাস্ট বেশি হলে এর কদর ও বেশি হবে এটিই স্বাভাবিক। যারা এখনো আসেনি তারা যততাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন।   
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: mahid on November 27, 2020, 06:21:21 PM
আশা করি কেউ আর দুরে থাকবেনা। এখন সময  এসেছে বাংলা ফোরামের সময় এসেছে অল্টকয়েনের। বর্তমানে আমাদের এই ফোরাম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আশা করি অদুর ভবিষ্যতেও অনেক এগিয়ে যাবে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Rain075 on November 28, 2020, 02:29:53 AM
আমরা দেখছি আমাদের এই বাংলা ফোরামে অনেক পুরাতন ইউজার রা ফিরে এসেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের জন্য বাংলা অনেক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Cristiano on November 28, 2020, 03:10:26 PM
পুরাতন ইউজার রা একসময় এখান থেকে রাগ করে গ্লোবাল সেকশনগুলোতে পোস্ট করতো । কিন্তু বর্তমান আমার অনুরোধে তারা আবার বাংলা সেকশনকে প্রাণ ফিরিয়ে দিয়েছে । তাই তাদেরকে অনেক ধন্যবাদ । তবে এখনো কিছু ইউজার এখানে ফিরে আসেনি।
 Altcoin1998 আপনি এখানে ফিরে আসুন। আপনাকে আমি কয়েকবার অনুরোধ করেছি ‌‌। বাঙ্গালীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।
পুরাতন ইউজার গুলো যদি ফিরে আসে তাহলে আমাদের অনেক উপকার হবে। কারণ তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো জানতে পারবো।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: babu10 on November 28, 2020, 03:15:04 PM
পুরাতন ইউজার রা একসময় এখান থেকে রাগ করে গ্লোবাল সেকশনগুলোতে পোস্ট করতো । কিন্তু বর্তমান আমার অনুরোধে তারা আবার বাংলা সেকশনকে প্রাণ ফিরিয়ে দিয়েছে । তাই তাদেরকে অনেক ধন্যবাদ । তবে এখনো কিছু ইউজার এখানে ফিরে আসেনি।
 Altcoin1998 আপনি এখানে ফিরে আসুন। আপনাকে আমি কয়েকবার অনুরোধ করেছি ‌‌। বাঙ্গালীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।

আপনার সরলতা আমাকে মুদ্ধ করছে ভাই। আপনার এই আন্তরিকতার জবাব তারা অবশ্যই দিবে একসময়। আপনি যেভাবে বাংলা বোর্ডকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে আছেন আমি মনে করি সামনে এই বোর্ড আপনার হাত ধরে আরো অনেকদূর এগিয়ে যাবে। লেগে থাকুন এবং কামিয়াপ হোন।


ধন্যবাদ।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Bony11 on November 28, 2020, 03:51:50 PM
পুরাতন ইউজার রা একসময় এখান থেকে রাগ করে গ্লোবাল সেকশনগুলোতে পোস্ট করতো । কিন্তু বর্তমান আমার অনুরোধে তারা আবার বাংলা সেকশনকে প্রাণ ফিরিয়ে দিয়েছে । তাই তাদেরকে অনেক ধন্যবাদ । তবে এখনো কিছু ইউজার এখানে ফিরে আসেনি।
 Altcoin1998 আপনি এখানে ফিরে আসুন। আপনাকে আমি কয়েকবার অনুরোধ করেছি ‌‌। বাঙ্গালীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।
মডারেটর ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য বাংলা সেকশন আবার  নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। আপনার অক্লান্ত পরিশ্রমে আজ আমরাই বাংলা সেকশনে টিকে আছি। আশা করি ভবিষ্যতেও এই বাংলা সেকচন আর  বহুদূর এগিয়ে যাবে। আপনার মতো এত দক্ষ ও পরিশ্রমী মডারেটর পেয়ে সত্যি আমরা অনেক আনন্দিত।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Malam90 on November 28, 2020, 04:03:04 PM
পুরাতন ইউজার রা একসময় এখান থেকে রাগ করে গ্লোবাল সেকশনগুলোতে পোস্ট করতো । কিন্তু বর্তমান আমার অনুরোধে তারা আবার বাংলা সেকশনকে প্রাণ ফিরিয়ে দিয়েছে । তাই তাদেরকে অনেক ধন্যবাদ । তবে এখনো কিছু ইউজার এখানে ফিরে আসেনি।
 Altcoin1998 আপনি এখানে ফিরে আসুন। আপনাকে আমি কয়েকবার অনুরোধ করেছি ‌‌। বাঙ্গালীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।

আপনার সরলতা আমাকে মুদ্ধ করছে ভাই। আপনার এই আন্তরিকতার জবাব তারা অবশ্যই দিবে একসময়। আপনি যেভাবে বাংলা বোর্ডকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে আছেন আমি মনে করি সামনে এই বোর্ড আপনার হাত ধরে আরো অনেকদূর এগিয়ে যাবে। লেগে থাকুন এবং কামিয়াপ হোন।


ধন্যবাদ।

আমরা বাংলাদেশী। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারো ভুল হলে তাকে শুধরানোর জন্য তাকে পিএম দিয়ে করনীয় বলে দিতে হবে। আর আমাদের মধ্যে কারো প্রতি কেউ রাগ, ক্ষোভ বা অভিমান করে চলে যাওয়া উচিত নয়। মনে রাখতে হবে আমরা কিন্তু একটা কমিউনিটি। সব ভেদাভেদ ভুলে একই ছাতার নিচে থেকে কাজ করতে হবে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: kulkhan on November 28, 2020, 05:40:32 PM
পুরাতন মেম্বাররা এখানে ফিরে আসছে নিশ্চয়ই এটা আমাদের সবার জন্য একটা ভালো সংবাদ। এটা থেকে আমারা বুঝতে পারি যে আমাদের ফোরামের অবস্থা ভালো। অবস্থা বদলাচ্ছে যার জন্য তারা এখানে আবার ফিরে আসছে। যে কারণেই তারা আসুক না কেনো আমরা তাদেরকে স্বাগত জানাই।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: warhero on November 29, 2020, 01:49:41 AM
আমরা যারা নতুন আছে তারাও চাই বাংলা ফোরামে পুরনো ইউজাররা ফিরে আসুক কেননা তারা যেভাবে আমাদের দেখবে অন্যরা সেভাবে আমাদের দেখবে না। তারা আমাদের ছোট ছোট ভুল গুলো বুঝিয়ে দিবে আমরা তাদের চালানো পথে চলবো। কিভাবে বাংলা ফোরাম সামনের দিকে এগিয়ে যাবে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Magepai on December 08, 2020, 12:59:37 AM
পুরাতন ইউজারগন যারা এই ফোরামে ফিরে এসেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং বুক ভরা শুভেচ্ছা। আমার বিশ্বাস পুরাতন ইউজারগন এখানে ফিরে আসলে অবশ্যই এই ফর্মটা আবারো ভালো হবে। এবং তারা নতুন নতুন আপডেট নিউজ এখানে দেবে যেটা দেখে নতুন ইউজারদের অনেক উপকারে আসবে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Magepai on December 08, 2020, 01:01:36 AM
আজ হোক কাল হোক সবাই এই ফোরামে কাজ করবে ইনশাআল্লাহ বিশেষ করে যারা বাংলাদেশী বাংলা ভাষাভাষী আছি। সবাই যদি একত্রে কাজ করে তাহলে এই থ্রেডের ব্যাপকভাবে ডেভলপমেন্ট হবে।

জ্বি ভাই আপনি ঠিক বলেছেন।আমার বিশ্বাস আমাদের বাংলা ফোরামে সবাই মিলে যদি আমরা একত্রে কাজ করি তাহলে অবশ্যই আমাদের এই ফোরাম আরো উন্নত হবে। অতএব সবাই আমাদের একসাথে কাজ করতে হবে।এই ফোরামে যারা পুরাতন মেম্বার আছে এবং নতুন মেম্বারগন আছে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Markuri33 on December 10, 2020, 04:22:43 AM
এই ফোরামের সিনিয়র ভাইরা আপনারা আমাদের এই বাংলাদেশে ফিরে আসুন।আপনারা নতুন ইউজারদের সাহায্য করুন তাহলে আমার বিশ্বাস নতুন ইউজার রা আপনাদের পরামর্শ অনুযায়ী চললে তারা নেগেটিভ কারমা খাবে না। এবং আপনাদের সাহায্য কামনা করছিআপনারা আমাদের বাংলা সেকশনে আবার ফিরে আসুন।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: AGM on December 10, 2020, 06:09:07 AM
বর্তমানে অল্টকয়েনের ব্যাপক পরিচিতি হয়েছে। এখন এ ফোরামে কাজের শেষ নেই। অনেক কাজ আসছে। সেই সাথে আমরা দেখছি যে পুরাতন ইউজাররা আবার এখানে আসছে। ফোরামের উন্নতির জন্যে আমাদের সবাইকে প্রয়োজন। তাই আমি তাদের সবাই কে স্বাগত জানাই।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: bmr on December 10, 2020, 06:53:01 AM
এখানে রাগের কোন বিষয় না তবে আমি মনে করি যে যেখানে পোস্ট করে তাকে সেখানেই করতে দিন কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে যে বাঙালি হিসেবে আপনারও একটু হলেও এই ফোরামে সময দেওয়া উচিত। কারন আপনার কাছে থেকে অনেক কিছু শেখার আছে। জ্ঞান দিলে কখন জ্ঞান শেষ হয় না। কাজেই জ্ঞান বিতরন করুন।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Token@ on December 10, 2020, 07:39:39 AM
অনেক পুরাতন ইউজার ইতিমধ্যে আমাদের বাংলা সেকশনে ফিরে এসেছে। তাদেরকে আমরা অভিনন্দন জানাই।তাদেরকে অনেক ধন্যবাদ বাংলাদেশ শুনে আবার ফিরে আসার জন্য। পুরাতন মেম্বার যেত যেগুলো আছে সবাই নতুন নতুন টপিকঃ তৈরি করুন যাতে করে আমরা কিছু শিখতে পারি।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Casual on December 11, 2020, 01:48:37 AM
আমাদের এই ফোরামে যারা পুরাতন ইউজার রয়েছে তারা দেখেছি মোটামুটি ভালো পজিশনে আছে সবাই। তাই বলব আমাদের বাংলা সেকশনে এসে নতুন ইউজারদের সাহায্য করুন। আপনারা যদি এই ফোরামে ফিরে আসেন তাহলে দেখা যাবে সবাই অনেক আনন্দিত হবে। এবং আপনাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Nusrat on December 11, 2020, 11:29:25 AM
বড় ভাইদের কাছে একটাই অনুরোধ যারা এই বাংলা  থেকে গ্লোবাল সেকশনে আছেন তাদেরকে মডারেটর ভাই অনেক রিকোয়েস্ট করেছে বাংলা সেকশনে ফিরে আসার জন্য। আপনারা দয়া করে বাংলা  ফারামে ফিরে আসেন। আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য।আপনাদের মাঝে থেকে আমরা যদি সাহায্য না পাই তাহলে আমরা কি করে এগিয়ে যাব আপনাদের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। প্লিজ আপনারা যারা পুরাতন ইউজার আছেন ।তারা আমাদের মত ছোটখাট ইউজারদের সাহায্য করার জন্য আবার এই বাংলা ফোরামে ফিরে আসেন।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Princeraju on December 11, 2020, 12:46:47 PM
হ্যাঁ, পুরাতন ইউজার দের ফোরামে অনেক অবদান আছে। পুরাতন ইউজার রা অনেক সময় ধরে অ্যাক্টিভ থেকে ফোরামের উন্নতিতে সাহায্য করেছে। তাই আমি মনে করি পুরাতন ইউজারদের বড় ভূমিকা আছে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Magepai on December 15, 2020, 03:42:09 PM
হ্যাঁ, পুরাতন ইউজার দের ফোরামে অনেক অবদান আছে। পুরাতন ইউজার রা অনেক সময় ধরে অ্যাক্টিভ থেকে ফোরামের উন্নতিতে সাহায্য করেছে। তাই আমি মনে করি পুরাতন ইউজারদের বড় ভূমিকা আছে।

হ্যাঁ আপনি ঠিক বলেছেন পুরাতন ইউজারদের অনেক অবদান রয়েছে এই ফোরামটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারা আসলে সবসময় আপডেট নিউজ দিয়েছে যেগুলো দেখে জুনিয়র মেম্বার যারা আছে সব বিষয়ে ধারণা পেয়েছে। আর যে সকল পুরাতন ইউজার লোকাল বোর্ডে অনেকদিন ধরে আসতেছেন না তারা দয়া করে আমাদের এই বোর্ডে মাঝে মাঝে আসবেন এবং কিছু কিছু নতুন টপিক দিবেন। যে টপিক দিবেন সে টপিকটি পড়ে যেন তারা নতুন বিষয়ে ধারণা পেতে পারে। এবং কাজের প্রতি যেন তাদের মন-মানসিকতা বৃদ্ধি পায়।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Damrai5$ on December 16, 2020, 12:28:37 AM
এই ফোরামে অনেক সিনিয়র ভাই রয়েছে তারা যদি এই ফোরামে আবারও ফিরে আসে এবংকিছু জ্ঞানমূলক যদি পোস্ট করে তাহলে অবশ্য আমরা এখান থেকে ভালো কিছু শিখতে পারবো। অতএব আপনারা আমাদের এই লোকাল বোর্ডে ফিরে আসুন এবং নতুনদেরকে সাহায্য করেন আপনাদের কাছে আমার অনুরোধ।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Cz Rock on December 22, 2020, 04:12:41 AM
এই ফোরামে অনেক চিনিনা তাই রয়েছে যারা সব সময় মূল্যবান পোষ্ট করে থাকে। আমি সর্বদাই সিনিয়র ভাইদের পোস্ট পড়ে সেখান থেকে ধারণা নিয়ে আমি পোস্ট করি। এর জন্যই আমি পুরাতন ইউজার ও সিনিয়র ভাইদের ধন্যবাদ জানাইতেছি আমাকে সাহায্য করার জন্য।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Cz Rock on December 22, 2020, 04:16:02 AM
বর্তমানে অল্টকয়েনের ব্যাপক পরিচিতি হয়েছে। এখন এ ফোরামে কাজের শেষ নেই। অনেক কাজ আসছে। সেই সাথে আমরা দেখছি যে পুরাতন ইউজাররা আবার এখানে আসছে। ফোরামের উন্নতির জন্যে আমাদের সবাইকে প্রয়োজন। তাই আমি তাদের সবাই কে স্বাগত জানাই।
ভাই আপনি দম ঠিক বলেছে অল্ট কয়েনে কাজের কোন শেষ নেই। অল্ট কয়েনে এর জনপ্রিয়তা খুব বেশি। এই ফোরাম এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি কাজ করার জন্য। আমরা সবাই মিলে কাজ করলে এই ফোরামটি অনেক ভালো জায়গায় যেতে পারবে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Tamsialu$$ on January 14, 2021, 12:56:17 AM
আমাদের ফোরামের অনেক সিনিয়র ভাই রয়েছে যারা বিভিন্ন সেকশনের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।আবার অনেকেই সিনিয়র হয়ে আমাদের বাংলা বোর্ডে আর আসতেছেন না তারা দয়া করে আমাদের ফোরামে ফিরে আসুন। বর্তমানে অনেক স্পামিং হচ্ছে তাই আপনারা যদি সঠিক ধারণা দেন কিভাবে পোস্ট করলে ভাল হবে তাহলে আমাদের এই ফোরাম অনেক উন্নতি হওয়া সম্ভব।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: babu10 on January 14, 2021, 08:37:39 AM
পুরাতন ইউজার রা একসময় এখান থেকে রাগ করে গ্লোবাল সেকশনগুলোতে পোস্ট করতো । কিন্তু বর্তমান আমার অনুরোধে তারা আবার বাংলা সেকশনকে প্রাণ ফিরিয়ে দিয়েছে । তাই তাদেরকে অনেক ধন্যবাদ । তবে এখনো কিছু ইউজার এখানে ফিরে আসেনি।
 Altcoin1998 আপনি এখানে ফিরে আসুন। আপনাকে আমি কয়েকবার অনুরোধ করেছি ‌‌। বাঙ্গালীদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।

পুরাতন ইউজারেরা সেই কোন ফোরামের প্রাণ। তাই আমি মনে করি যারা নতুন তাদের অবশ্যই সিনিয়রদের সম্মান করে কথা বলা উচিত তাতে কারো সম্মান কখনো কমেনা। আমি এখনো আমার র‌্যাংক এর ছোট হলেও সে যদি দেখি আমার চেয়ে বেশী জানে তাকে আমি সম্মান দিয়ে কথা বলি এবং সবার সথেও ভালো আচরণ করার চেষ্টা করি। আমিও মনে করি সবাই আবার আমরা একসাথে কাজ করব, সামনে এগিয়ে যাব।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Mental on January 14, 2021, 03:31:44 PM
আমার মনে হয় এখানে অনেক পুরাতন সিনিয়র ভাইরা এসেছেন। কয়েকজন বাত আছে কিনা আমার জানা নেই। তবে যদি কেউ বাদ থাকেন তাহলে আমরা রিকোয়েস্ট করতেছি যে দয়া করে আবারো ফিরে আসেন।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: Micky on January 14, 2021, 03:35:06 PM
অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরাতন ইউজার দের যারা ইতিমধ্যে ফিরে এসেছে। তাদের জন্য শুভকামনা রইল। তারা যেন ভবিষ্যতে আরো ভালোভাবে এই ফোরাম এগিয়ে নিয়ে যেতে পারে। এলট কয়েন১৯৯৮$তাকে আমরা সবাই অনুরোধ করছি সে যেন অতি তাড়াতাড়ি এই বাংলা ফোরামে ফিরে আসে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: XM8 on January 14, 2021, 04:33:36 PM
দেখুন তো পুরাতন ইউজাররা ফিরে আসতে শুরু করেছে। আপনি আহ্বান করলে অবশ্যই কিছু ইন্যাক্টিভ ইউজাররা ফোরামে আসতে শুরু করবে। দেখবেন একদিন আমাদের বাংলা সেকশন অনেক দূর এগিয়ে যাবে।
আপনাদের মত পুরাতন ইউজার এবং লিজেন্ডের জন্যই আজ বাংলা ফোরাম এত এগিয়ে। অন্যান্য লোকাল বোর্ডের তুলনায় বর্তমানে বাংলা ফোরাম অনেকটাই এগিয়ে আছে। যা সম্পূর্ণ ক্রেডিট পাওয়ার যোগ্য ফোরামের পুরাতন ইউজার রা। কারন তারাই ফোরামে বেশি সময় দিয়ে ফোরামের চাকাকে সচল রেখেছে। আশা করি তারা এভাবেই bangla বোর্ড কে এগিয়ে নিয়ে যাবে।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: NANCY on January 23, 2021, 07:34:11 PM
অনেক শিক্ষনীয় পোস্ট করেছেন। ফোরামে যারা পুরাতন সদস্য রয়েছে তারা আজ এই বাংলা ফোরামকে এগিয়ে নিয়ে যেতে পারবে। বাংলা ফোরাম অনেক সিনিয়র ভাই আছে যারা ফোরামের নতুন তাদেরকে অনেকটাই হেল্প করে। আর আজ তাদের জন্য আমরা নতুন যারা সদস্য রয়েছি তারা এগিয়ে যেতে পারছি।
Title: Re: পুরাতন ইউজার দের এখানে স্বাগতম
Post by: AlviNess on February 24, 2021, 11:14:21 AM
পুরাতন ইউজার রা নতুন ইউজারদের অনুপ্রেরণার কারণ।কারণ পুরাতন টা যখন কোন সেকশনে পোস্ট করে তখন নতুনদের মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যায় এবং তারা পুরাতন দেখে দেখে সব সময় নতুন কিছু শেখার চেষ্টা করে। আমি আমার তরফ থেকে পুরাতন ইউজার দের স্বাগতম জানাচ্ছি।