Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Chita76 on October 20, 2020, 04:57:22 PM
-
ফোরাম রিলেটেড ও রুলস মেনে মানসম্মত পোস্ট যারা করবে তাদেরকে সবাই কারমা দিবেন।
-
ফোরাম রিলেটেড ও রুলস মেনে মানসম্মত পোস্ট যারা করবে তাদেরকে সবাই কারমা দিবেন।
শুধুমাত্র মানসম্মত পোস্ট হলেই কারমা দিবেন এটা ঠিক নয়। এক সময় কারমা ফার্মিং এর কারণে আমাদের বাংলা সেকশনে প্রবলেম হতে পারে। তাই কারমা দেয়ার ব্যাপারে সতর্ক হবেন।
-
ফোরাম রিলেটেড ও রুলস মেনে মানসম্মত পোস্ট যারা করবে তাদেরকে সবাই কারমা দিবেন।
শুধুমাত্র মানসম্মত পোস্ট হলেই কারমা দিবেন এটা ঠিক নয়। এক সময় কারমা ফার্মিং এর কারণে আমাদের বাংলা সেকশনে প্রবলেম হতে পারে। তাই কারমা দেয়ার ব্যাপারে সতর্ক হবেন।
হ্যাঁ সঠিক কথা বলেছেন এ কথাটা আমার মাথায় ছিলনা আপনি কথাটা মনে করে দিয়ে অনেক ভালো করেছেন। কারমা ফার্মিং হলে অবশ্যই আইডি ডুবলিকেট হতে পারে। তাই এ ধরনের তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
-
ফোরাম রিলেটেড ও রুলস মেনে মানসম্মত পোস্ট যারা করবে তাদেরকে সবাই কারমা দিবেন।
আপনি একদমই ঠিক বলছেন ভাই। ফরাম রিলেটেড কথা অথবা ক্রিপ্ত রিলেটেড কথা নিয়ে আলোচনা করতে হবে। এইসব কথা বলা হলে আমরা বাঙালি যারা আছি সবাই সবার পোস্টে কারমা দেওয়ার চেষ্টা করবেন। যদি কোন ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
-
ফোরাম রিলেটেড ও রুলস মেনে মানসম্মত পোস্ট যারা করবে তাদেরকে সবাই কারমা দিবেন।
আপনি একদমই ঠিক বলছেন ভাই। ফরাম রিলেটেড কথা অথবা ক্রিপ্ত রিলেটেড কথা নিয়ে আলোচনা করতে হবে। এইসব কথা বলা হলে আমরা বাঙালি যারা আছি সবাই সবার পোস্টে কারমা দেওয়ার চেষ্টা করবেন। যদি কোন ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ ফোরামে নতুন আইডি নিয়ে ভালোভাবে পোষ্ট করার জন্য। অনেকে আছে নতুন আইডি নিয়ে সরাসরি অন্যেরটা কপি পেস্ট করে পোস্ট করতে। আপনি ভালোভাবে কাজ করে যান অবশ্যই কারমা ও রেঙ্ক দুটাই পাবেন।
-
ফোরাম রিলেটেড ও রুলস মেনে মানসম্মত পোস্ট যারা করবে তাদেরকে সবাই কারমা দিবেন।
যারা জানেন না এখন জেনে নিন যে নতুন বাউন্টি গুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই কারমা প্রয়োজন হবে কারমা যাদের কম তারা নতুন বাউন্টিতে অংশগ্রহণ করতে পারবেন না। তাই সবাই সবাই কে কারমা দিয়ে দিন।
-
ফোরাম রিলেটেড ও রুলস মেনে মানসম্মত পোস্ট যারা করবে তাদেরকে সবাই কারমা দিবেন।
যারা জানেন না এখন জেনে নিন যে নতুন বাউন্টি গুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই কারমা প্রয়োজন হবে কারমা যাদের কম তারা নতুন বাউন্টিতে অংশগ্রহণ করতে পারবেন না। তাই সবাই সবাই কে কারমা দিয়ে দিন।
আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত জানাচ্ছি তাই সবাই সবাইকে কারমা দিয়ে দিন কারমা দিলে ক্ষতি নাই বরন লাভ আছে আপনি যদি কাউকে কার্মাদেন পরিবর্তে সে আপনাকে কারমা দিবে।
-
ফোরাম রিলেটেড ও রুলস মেনে মানসম্মত পোস্ট যারা করবে তাদেরকে সবাই কারমা দিবেন।
যারা জানেন না এখন জেনে নিন যে নতুন বাউন্টি গুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই কারমা প্রয়োজন হবে কারমা যাদের কম তারা নতুন বাউন্টিতে অংশগ্রহণ করতে পারবেন না। তাই সবাই সবাই কে কারমা দিয়ে দিন।
হ্যাঁ ভাই সত্যি এই কার মার কারণে আমরা এক সিগনেচার বাউন্টিতে কাজ করতে পারিনি যার কারণে বাদ পড়ে গেছি। তাই হিংসে না করে সবার উচিত সবাই সবাইকে কারমা দেওয়া।
-
ফোরাম রিলেটেড ও রুলস মেনে মানসম্মত পোস্ট যারা করবে তাদেরকে সবাই কারমা দিবেন।
যারা জানেন না এখন জেনে নিন যে নতুন বাউন্টি গুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই কারমা প্রয়োজন হবে কারমা যাদের কম তারা নতুন বাউন্টিতে অংশগ্রহণ করতে পারবেন না। তাই সবাই সবাই কে কারমা দিয়ে দিন।
আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত জানাচ্ছি তাই সবাই সবাইকে কারমা দিয়ে দিন কারমা দিলে ক্ষতি নাই বরন লাভ আছে আপনি যদি কাউকে কার্মাদেন পরিবর্তে সে আপনাকে কারমা দিবে।
হ্যাঁ ভাই এটাই সত্যি যে কারমা দেওয়াতে কোন ক্ষতি নেই কারণ কারমা শব্দের অর্থ হলো কাউকে উৎসাহ দেওয়া, ধন্যবাদ দেওয়া, অভিনন্দন জানানো, পোস্ট ভালো হয়েছে, লাইক করা, এ ধরনের কিছু। তাই আমাদের সবার উচিত সবাইকে কারমা দেওয়া।
-
ফোরামে যারা ভালো মানের পোস্ট করবে। এবং যাদের দ্বারা ফোরাম এগিয়ে যাবে আমরা তাদেরকে কারমা দিব। তবে প্রশ্নের মান বুঝে কারমা দিতে হবে। যাকে তাকে কারমা দেওয়া যাবে না কিন্তু। তাহলে ফোরাম আবার অন্য দিকে চলে যাবে।
-
ফোরাম রিলেটেড ও রুলস মেনে মানসম্মত পোস্ট যারা করবে তাদেরকে সবাই কারমা দিবেন।
না এমনটি করা যাবে না শুধু কারমা ভালো পোস্ট হলেই দেবেন নচেত কারমা দেবেন না। কারমা এভাবে ফার্মিং হলে আমাদের বাংলা সেকশনের অনেক ক্ষতি হবে।যারা জুনিয়র মেম্বার আছেন তারা শুধুমাত্র ভালো পোস্ট করলে কারমা পেতে পারে নচেৎ আবোল তাবোল পোস্টে কারমা দিবেন না । কপি পেস্ট করা পোস্টে কারমা না দিয়ে একটু বুঝিয়ে দেবেন । কারমা ফার্মি না করার জন্য অনুরোধ রইল।
-
ফোরামে যারা ভালো মানের পোস্ট করবে। এবং যাদের দ্বারা ফোরাম এগিয়ে যাবে আমরা তাদেরকে কারমা দিব। তবে প্রশ্নের মান বুঝে কারমা দিতে হবে। যাকে তাকে কারমা দেওয়া যাবে না কিন্তু। তাহলে ফোরাম আবার অন্য দিকে চলে যাবে।
অবশ্যই যাকে তাকে যে কোন বিষয়ের উপর কারমা দিলে ফোরাম ভিন্নদিকে ধাবিত হবে।
-
অবশ্যই ভালো মানের পোস্টরে কারমা দেওয়া উচিত। বর্তমানে একটা প্রজেক্ট এসেছে কারমার কারণে অনেক বাদ পড়েছে। অতএব আমার মনে হয় যদি ভালো মানের পোস্ট করা হয় তাহলে তাকে কারমা দেওয়া দরকার। তাহলে দেখা যাবে কারমা এর কারণে আর কখনোই কোন প্রজেক্ট থেকে বাদ পড়বে না।
-
এখন বোঝা যাবে বাংলাদেশিদের মধ্যে কতটা একাত্নবোধ আছে। কতটা তারা একে অন্যের প্রতি আন্তরিক। কাউকে কিছু দিলে কোন দিন কমে না। কারমা দিলে তো আপনার কোন লস নেই। আজকে টন সিগনেচার এর কথা যদি বলি। সেখানে আমাদের দেশের বেশির ভাগ পারটিশিপান্টরা ফিরে এসেছে কারন তাদের কারমা নেই। এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর ঘটনা। তাই যে যত পারেন কারমা দিয়ে দেন।
-
আমার মনে হয় সামনের দিনগুলোতে বাউন্টিতে জয়েন করতে হলে কারমা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। যাদের কারমা বেশি থাকবে তারাই বাউন্টিতে জয়েন হতে পারবে নচেৎ নয় এরকম রুলস হতে পারে। বর্তমানে ফোরামে Free Tron বাউন্টি ক্যাম্পেইন চলছে ।এ ক্যাম্পেইনে কারমার কারণে বেশিরভাগ বাংলাদেশি পার্টিসিপেট করতে পারেনি ।এটা ফোরামের সবার জন্য খুবই লজ্জাজনক। তাই আমরা সবাই একে অপরকে সহযোগিতা করবো ।ফোরাম সম্পর্কে ভালো ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে মানসম্মত ও জ্ঞানগর্ভ পোস্ট করলে তাকে আমরা কারমা দিতে দ্বিধা করবো না।
-
ফোরাম রিলেটেড ও রুলস মেনে মানসম্মত পোস্ট যারা করবে তাদেরকে সবাই কারমা দিবেন।
আমি মনে করি তারাই কারমা পাওয়ার যোগ্য।
-
ফোরাম রিলেটেড ও রুলস মেনে মানসম্মত পোস্ট যারা করবে তাদেরকে সবাই কারমা দিবেন।
বাংলা সেকশনে এগুলা কি ধরনের নতুন টপিক তৈরি করেন? পরবর্তী সময়ে এ ধরনের টপিক তৈরি করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। পোস্টটি লক করা হলো।