Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Coin63@ on October 20, 2020, 06:52:08 PM
-
দিয়া অলরেডি সেকেন্ড রাউন্ড দিস্ট্রিবিউশন করেছে। ধন্যবাদ ডিয়ার টিম। ধন্যবাদ বুববালেক্স । যারা সেকেন্ড টাইম পাবেন না তারা অতি দ্রুত টিমের সাথে যোগাযোগ করুন।
-
যারা ডায়া কয়েন এ কাজ করেছেন তারা আজকে খুবই খুশি কারণ তারা আজকে দ্বিতীয় পেমেন্ট পেয়েছেন আমি মনে করি আগামীতে তৃতীয় পেমেন্টও পাবেন।
-
হ্যাঁ আমি আমার ওয়ালেটে দেখতে পারছি যে দিয়া অলরেডি এসে গেছে। তাই সবাই আপনারা ভালোভাবে চেক করুন দিয়া টোকেন অলরেডি চলে এসেছে।
-
DIA টিম অনেক শক্তিশালী এবং খুবি সৎ একটি টিম। তারা জাস্ট টাইমে রোডম্যাপ অনুযায়ী কাজ করে যাচ্ছে।তারা সবাইকে ঠিক টাইমে টোকেন ডিসট্রিবিউশন করে দিয়েছে। হয়তো কয়েকজন লোক তারা টোকেন এখনো পায়নি। তবে তারা আশা ছাড়বেন না হয়তো টোটাল টোকেন টাই পেয়ে যেতে পারেন।
-
DIA আমিও সেকেন্ড রাউন্ডের পেমেন্ট পেয়েছি। তবে দাম কমে গেছে দেখছি আগের চেয়ে অনেকটা। হোল্ড করে রেখেছি, আশা করছি সামনে দাম বাড়বে কারণ এটার টিশ খুবই স্ট্রং এবং একটিভ। এছাড়া তাদের সার্কুলেটিং সাপ্লাই মাত্র কোটির কিছু বেশি। সুতারং সামনে দাম আবারো বাড়ার সম্ভাবনা আছে। এছাড়া আগামী ডিসেম্বর মাসের ১২ তারিখ পর্যন্ত ওয়ালেটে হোল্ড রাখলেই ভালো মানের হোল্ডিং বোনাস পাওয়া যাবে। যেটা পেমেন্ট দিবে ১২ জানুয়ারী অর্থাৎঠিক একমাস পরে।
-
DIA আমিও সেকেন্ড রাউন্ডের পেমেন্ট পেয়েছি। তবে দাম কমে গেছে দেখছি আগের চেয়ে অনেকটা। হোল্ড করে রেখেছি, আশা করছি সামনে দাম বাড়বে কারণ এটার টিশ খুবই স্ট্রং এবং একটিভ। এছাড়া তাদের সার্কুলেটিং সাপ্লাই মাত্র কোটির কিছু বেশি। সুতারং সামনে দাম আবারো বাড়ার সম্ভাবনা আছে। এছাড়া আগামী ডিসেম্বর মাসের ১২ তারিখ পর্যন্ত ওয়ালেটে হোল্ড রাখলেই ভালো মানের হোল্ডিং বোনাস পাওয়া যাবে। যেটা পেমেন্ট দিবে ১২ জানুয়ারী অর্থাৎঠিক একমাস পরে।
দেখলাম আপনি আমার মত দিয়া সিগনেচার ক্যাম্পেইন থেকে কিছুই পাননি। ডিয়া চলার সময় আমি টোজেক্স সিগনেচারে ছিলাম। ওই সিগনেচার ক্যাম্পেইনটি কতটা ভালো হবে সেটা জানি না তবে দিয়া মিস করেছি এটা আমাদের বড় একটা বোকামি ছিল।
-
DIA টিম অনেক শক্তিশালী এবং খুবি সৎ একটি টিম। তারা জাস্ট টাইমে রোডম্যাপ অনুযায়ী কাজ করে যাচ্ছে।তারা সবাইকে ঠিক টাইমে টোকেন ডিসট্রিবিউশন করে দিয়েছে। হয়তো কয়েকজন লোক তারা টোকেন এখনো পায়নি। তবে তারা আশা ছাড়বেন না হয়তো টোটাল টোকেন টাই পেয়ে যেতে পারেন।
DIA টোকেন নিয়ে চিন্তার কিছু নেই।নিদির্ষ্ট টাইমে এটি ওয়ালেটে পৌছে যাবে। বেশির ভাগ টোকেন পাওয়া ব্যেক্তিরদের ওয়ালেটে অলরেডি ঢুকে গেছে।
-
DIA আমিও সেকেন্ড রাউন্ডের পেমেন্ট পেয়েছি। তবে দাম কমে গেছে দেখছি আগের চেয়ে অনেকটা। হোল্ড করে রেখেছি, আশা করছি সামনে দাম বাড়বে কারণ এটার টিশ খুবই স্ট্রং এবং একটিভ। এছাড়া তাদের সার্কুলেটিং সাপ্লাই মাত্র কোটির কিছু বেশি। সুতারং সামনে দাম আবারো বাড়ার সম্ভাবনা আছে। এছাড়া আগামী ডিসেম্বর মাসের ১২ তারিখ পর্যন্ত ওয়ালেটে হোল্ড রাখলেই ভালো মানের হোল্ডিং বোনাস পাওয়া যাবে। যেটা পেমেন্ট দিবে ১২ জানুয়ারী অর্থাৎঠিক একমাস পরে।
দেখলাম আপনি আমার মত দিয়া সিগনেচার ক্যাম্পেইন থেকে কিছুই পাননি। ডিয়া চলার সময় আমি টোজেক্স সিগনেচারে ছিলাম। ওই সিগনেচার ক্যাম্পেইনটি কতটা ভালো হবে সেটা জানি না তবে দিয়া মিস করেছি এটা আমাদের বড় একটা বোকামি ছিল।
ভাই বোকামি তো করেছি DIA সিগনেচারে একসেপ্টেড হয়েও নিজে লিভ নিয়ে হোমট সিগনেচারে ফিরে যাওয়া। তখন হোমট টোকেন এর দাম ছিলো ০.৪০ সেন্ট। ভেবেছিলাম DIA সর্বচ্চ ১০০০ টোকেন পাব যার দাম হবে ৫০ ডলার সমান। তাই মার্কেটে কতই বা আর বেশি হবে। আর বাকিটা আজ ইতিহাস হয়ে রইলো।
-
DIA একটি ভার প্রজেক্ট ছিল। এর সুনাম বর্তমানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বর্তমানে এর দাম 1 ডলারের কিছু বেশি আছে। যারা বাউন্টিতে কাজ করেছে তাদের সবাই কে দ্বিতীয় বার ড্রিস্টিবিউশন করে দিয়েছে।
-
DIA একটি ভার প্রজেক্ট ছিল। এর সুনাম বর্তমানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বর্তমানে এর দাম 1 ডলারের কিছু বেশি আছে। যারা বাউন্টিতে কাজ করেছে তাদের সবাই কে দ্বিতীয় বার ড্রিস্টিবিউশন করে দিয়েছে।
দিয়া আসলেই খুব ভালো প্রজেক্ট ছিল। সিগনেচার মিস করা হয় বড় ধরনের একটি পেমেন্ট মিস করলাম।
-
DIA একটি ভার প্রজেক্ট ছিল। এর সুনাম বর্তমানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। বর্তমানে এর দাম 1 ডলারের কিছু বেশি আছে। যারা বাউন্টিতে কাজ করেছে তাদের সবাই কে দ্বিতীয় বার ড্রিস্টিবিউশন করে দিয়েছে।
DIA টুইটার বাউন্টি করেছিলেন? যারা টুইটার করেছে তারা ৫০-১১৭ টা পর্যন্ত টোকেন পাবে। আমিই টুইটারে সর্বচ্চ ১১৭ টা টোকেন পাব। ইতিমধ্যে ৭৮ টা পেয়েছি। ৩য় রাউন্ডের টা আগামী মাসের ২০ তারিখে দিবে। হোল্ড করতে পারলে লাভবান হওয়া যাবে তবে টাকার ক্রাইসিস পড়লে আবার -’নেসেসিটি নোস নো ল’ হতেও পারে।
-
নতুন বিতরণ কার্যক্রম শেষ হয়েছে । সেহেতু এ বিষয় নিয়ে নতুন টপিক তৈরি করার কোন কারণ নেই বলে আমি মনে করি । তাই ভালো বিষয় নিয়ে টপিক তৈরি করা উচিত।
-
হ্যাঁ আমি আমার ওয়ালেটে দেখতে পারছি যে দিয়া অলরেডি এসে গেছে। তাই সবাই আপনারা ভালোভাবে চেক করুন দিয়া টোকেন অলরেডি চলে এসেছে।
দিয়া দ্বিতীয় রাউন্ড শেষ করে এবার তৃতীয় রাউন্ডের পেমেন্ট দিবে।
-
দিয়া অলরেডি সেকেন্ড রাউন্ড দিস্ট্রিবিউশন করেছে। ধন্যবাদ ডিয়ার টিম। ধন্যবাদ বুববালেক্স । যারা সেকেন্ড টাইম পাবেন না তারা অতি দ্রুত টিমের সাথে যোগাযোগ করুন।
অনেক ধন্যবাদ নিউজ টা দেওয়ার জন্য। নিউজ টা না দিলে টোকন গুলা মাইর খাইতাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ টোকেন গোলা পাইয়ে দেওয়ার জন্য। তৃতীয় রাউন্ডের পেমেন্ট কবে দেবে একটু জানায়েন।
-
DIA যারা করেছিল অবশ্যই তাদের জন্য একটা খুশির সংবাদ। আমি চাই এরকম আরো ভালো ভালো প্রজেক্ট আসুক সবাই তার প্রেমেন্ট পাক। আর খুশির সাথে সবাই ফোরামে কাজ করুক।
-
দিয়া প্রজেক্ট অনেক ভালো এবং সবাই কমবেশি পেমেন্ট পেয়েছে যারা কাজ করেছে সবাই পেমেন্ট পেয়েছে। ভাগ্য খারাপ থাকায় আমি দিয়া প্রজেক্টে কাজ করতে পারিনি।
-
দিয়া টিম ম্যানেজমেন্ট খুবি চমৎকার। তার তাদের ওয়াদা পুরোপুরি ভাবে পালন করেছে। তারা সময় মত দ্বিতীয় ডিস্ট্রিবিউশন ও সম্পন্ন করেছে। এবং তারা বিনান্স এর মত এক্সনজারে ও তাদের টোকেন তালিকাভুক্ত করেছে। সব মিলায় আমার মনে হয় দিয়া অনেক ভালো করবে।
-
অবশ্যই DIA একটি ভালো প্রজেক্ট ছিল। যারা এ প্রজেক্টর পার্টিসিপেট করেছিল তাদেরকে ভাগ্যবান বলা যায়। এ প্রজেক্ট এর মাধ্যমে Bubblex আবারো সততার পরিচয় দিয়েছে। আমিও অলরেডি প্রথম ও দ্বিতীয় রাউন্ডের পেমেন্ট পেয়ে গেছি।আশা করি Bubblex এরকম ভালো প্রজেক্ট ফোরামে বেশি বেশি নিয়ে আসবে।
-
যারা ডায়া কয়েন এ কাজ করেছেন তারা আজকে খুবই খুশি কারণ তারা আজকে দ্বিতীয় পেমেন্ট পেয়েছেন আমি মনে করি আগামীতে তৃতীয় পেমেন্টও পাবেন।
ভাইয়া এই ডায়া কয়েন এ জয়েন করার কি এখনো সুযোগ আছে থাকলে একটু জানাবেন প্লিজ।
-
দিয়া টোকেন অনেক ভালো একটা কয়েন যদি কেউ পেয়ে থাকেন তাহলে হোল্ড করে রাখেন বিক্রি করবেন না ভবিষ্যতে দিয়া টোকেন এর দাম অবশ্যই অবশ্যই বাড়তে পারে।
-
যারা ডায়া কয়েন এ কাজ করেছেন তারা আজকে খুবই খুশি কারণ তারা আজকে দ্বিতীয় পেমেন্ট পেয়েছেন আমি মনে করি আগামীতে তৃতীয় পেমেন্টও পাবেন।
ভাইয়া এই ডায়া কয়েন এ জয়েন করার কি এখনো সুযোগ আছে থাকলে একটু জানাবেন প্লিজ।
এটাতো অনেক আগের প্রজেক্ট এটাতে কি করে জয়েন করা যাবে। এটা শেষ হয়েছে অনেক আগে এখন তার প্রেমেন্ট দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।
-
আসলে এই প্রজেক্টটি যারা করেছিল তারা ভালো ধরনের একটি পেমেন্ট পেয়েছে। আমাদের ফোরামে আস্তে আস্তে অনেক ভালো ভালো বাউন্টি ম্যানেজাররা আসতেছে যার ফলে আমার বিশ্বাস এই অনেক উন্নত হবে।
-
DIA প্রজেক্ট যেরকম হয়েছিল আমার মনে হয় এরকম ভালো বাউন্টি আর কোনদিন কখনোই আসবেনা। এই প্রজেক্ট থেকে অনেকেই অনেক বড় বড় প্রেমেন্ট নিয়েছেন। এখানে আবার সিগনেচার ক্যাম্পেইন এসেছিল যেখান থেকে অনেকেই 800 থেকে পনেরশো ডলার পর্যন্ত প্রেমেন্ট নিয়েছে।
-
DIA টোকেন এর শেষ রাউন্ড দিস্ট্রিবিউশন অলরেডি হয়ে গেছে। এ বিষয়ে আর কোনো আলোচনা না করাই উত্তম।
-
DIA টোকেন এর শেষ রাউন্ড দিস্ট্রিবিউশন অলরেডি হয়ে গেছে। এ বিষয়ে আর কোনো আলোচনা না করাই উত্তম।
ঠিক বলেছেন। আপনার সাথে সহমত পোষন করলাম।এ বিষয়ে আলোচনা না করাই উত্তম এই বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে এ বিষয়টি আবার সবার সামনে চলে আসবে। আমরা সবাই অফটপিকে আলোচনা বন্ধ করি। নতুন নতুন টপিক গুলোতে রিপ্লে করি। নতুন নতুন টপিক গুলো তো রিপ্লে করে আমরা অনেক কিছু জানতে পারবো। কিন্তু পুরনো টপিকগুলো রিপ্লে করলে আমরা অনেক কিছু জানা থেকে বহিষ্কার হব।
-
দিয়া অলরেডি সেকেন্ড রাউন্ড দিস্ট্রিবিউশন করেছে। ধন্যবাদ ডিয়ার টিম। ধন্যবাদ বুববালেক্স । যারা সেকেন্ড টাইম পাবেন না তারা অতি দ্রুত টিমের সাথে যোগাযোগ করুন।
এই টোকেন টা অনেক অনেক ভাল ক্যাম্পেইন ছীলো যারা এই ক্যাম্পেইন টা করেনি তারা অনেক লস করেছেন এবং এই ক্যাম্পেইন্তা আরো অনেক ভালো হবে মার্কেতে এসে কিছুদিন থাকলেই আর অনেক দাম বেরে যাবে।
-
আমিতো ফাস্ট টাইম পাইনি তাহলে আমি কি সেকেন্ড টাইম পাব। a20 একটু দয়া করে জানাবেন তাহলে অনেক উপকৃত হব।
-
দিয়া টা আসলে কি। বড় ভাই আপনি এখানে লিখেছেন যে দিয়া সেকেন্ড টাইম দিস্ট্রিবিউশন করছে। এ সম্পর্কে আমি কিছু জানি না যদি একটু দয়া করে বিস্তারিত বলতেন তাহলে দিয়া সম্পর্কে কিছু জানতে পারতাম।
-
DIA সেকেন্ড টাইম দিস্ট্রিবিউশন সম্পর্কে আমার কোন ধারণা নেই। কারণ এই ফোরামের আমি নতুন এই সম্পর্কে আমার আগে ধারনা নেই। আশা করি এই বিষয়ে জানার জন্য সিনিয়র ভাইরা আমাকে সাহায্য করবে।
-
দিয়া অলরেডি সেকেন্ড রাউন্ড দিস্ট্রিবিউশন করেছে। ধন্যবাদ ডিয়ার টিম। ধন্যবাদ বুববালেক্স । যারা সেকেন্ড টাইম পাবেন না তারা অতি দ্রুত টিমের সাথে যোগাযোগ করুন।
এই টোকেন টা অনেক অনেক ভাল ক্যাম্পেইন ছীলো যারা এই ক্যাম্পেইন টা করেনি তারা অনেক লস করেছেন এবং এই ক্যাম্পেইন্তা আরো অনেক ভালো হবে মার্কেতে এসে কিছুদিন থাকলেই আর অনেক দাম বেরে যাবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই পোষ্ট করার জন্য আমার অনেক উপকারে আসবে বলে আমি ধারণা করি। কারণ এই বিষয়ে আমার কোনো আগাম ধারণা ছিল না আপনার পোস্টটি পড়ে কিছুটা বুঝতে পারছি।