Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Fawpac2 on October 21, 2020, 10:43:50 AM

Title: কয়েন বার্ন কি?
Post by: Fawpac2 on October 21, 2020, 10:43:50 AM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Rubel007 on October 22, 2020, 04:36:20 PM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
আপনি যা বলেছেন এটিই ঠিক এর মাঝে আর কিছু বলার নেই।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Altcoin1998$ on October 22, 2020, 05:04:11 PM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
আই সি ও তে টোকেন সেল করার পর অবশিষ্ট টোকেন ফুরিয়ে(কমিয়ে) আনার প্রক্রিয়া কে টোকেন বার্ন বলে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Malam90 on October 22, 2020, 05:09:50 PM
টোকেন বার্ন করার সুবিধাও আছে। যেমন টোকেন বার্ন করলে সার্কুলেটিং সাপ্লাই, টোটাল সাপ্লাই কমে আসে। এতে করে টোকেন এর সাপ্লাই কমলে ডিমান্ড সেম থাকলে বা বেড়ে গেল দামও বাড়ার সম্ভাবনা থাকে। টোকেন এর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। এসব কারণে যে টোকেন বার্ন করে সেসকল প্রজেক্টের একটা পজিটিভ প্রভাব পড়ে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: mahid on October 22, 2020, 06:03:11 PM
টোকেন বার্ন করার সুবিধাও আছে। যেমন টোকেন বার্ন করলে সার্কুলেটিং সাপ্লাই, টোটাল সাপ্লাই কমে আসে। এতে করে টোকেন এর সাপ্লাই কমলে ডিমান্ড সেম থাকলে বা বেড়ে গেল দামও বাড়ার সম্ভাবনা থাকে। টোকেন এর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। এসব কারণে যে টোকেন বার্ন করে সেসকল প্রজেক্টের একটা পজিটিভ প্রভাব পড়ে।
অসাধারণ খুবই ইনফরমেটিভ। আমরা যারা নতুন আছি তাদের জানার জন্য যথেষ্ট আমার মনে হয়।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: mahid on October 23, 2020, 02:46:31 AM
কয়েন বার্ন করা আমি মনে করি একটি পজেটিভ বিষয়। কারন অতিরিক্ত কায়েন যদি থাকে তা সেই কয়েনের মূল্য বৃদ্ধিতে এক বড় বাধা বলে আমি মনে করি। অর্থাৎ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যে কায়েন আাছে সেুগলো আজীবেনের জন্য নস্ট করাকে কয়েন বার্ন বলা হয়।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Jaya60 on October 23, 2020, 02:49:56 AM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
আই সি ও তে টোকেন সেল করার পর অবশিষ্ট টোকেন ফুরিয়ে(কমিয়ে) আনার প্রক্রিয়া কে টোকেন বার্ন বলে।

এই ফোরামে আমি এসেছি কিছুদিন হয়েছে। কয়েন বার্ন সম্পর্কে আমার একটু জানা ছিল না। আপনার এই পোস্টটি দেখার পর এটি সম্পর্কে আমার ধারণা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Zero0 on October 25, 2020, 06:34:07 PM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
ভাই একচুয়ালি এই কয়েন বার্ন সম্পর্কে আমার কোন ধারণা নেই আপনার কাছ থেকে কিছুটা জানতে পারলাম থ্যাংকস ব্রাদার।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Blue_sea on October 25, 2020, 06:45:42 PM
ভাই আমি নতুন কয়েন বার্ন সম্পর্কে আমাকে কিছু আইডিয়া দেন ভাই আমার কোন আইডিয়া নাই।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Nostoman on October 25, 2020, 06:58:56 PM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
যেকোনো প্রোজেক্টের কয়েন যদি নিম্নমুখী হয়। সেইপ প্রজেক্ট এর কয়েন এর দাম বাড়ানোর জন্য কয়েন বার্ন দেওয়া হয়। ফলে কয়েনের জনপ্রিয়তা ও চাহিদা বৃদ্ধি পায়। মূল কারণ এটাই।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Casual on October 25, 2020, 07:03:21 PM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
যেকোনো প্রোজেক্টের কয়েন যদি নিম্নমুখী হয়। সেইপ প্রজেক্ট এর কয়েন এর দাম বাড়ানোর জন্য কয়েন বার্ন দেওয়া হয়। ফলে কয়েনের জনপ্রিয়তা ও চাহিদা বৃদ্ধি পায়। মূল কারণ এটাই।

কয়েন বার্ন সম্পর্কে আমার মোটামুটি ধারণা ছিল। কিন্তু আপনার এই পোস্টটি পড়ে একদম পুরোপুরি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Blue_sea on October 25, 2020, 07:19:14 PM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
যেকোনো প্রোজেক্টের কয়েন যদি নিম্নমুখী হয়। সেইপ প্রজেক্ট এর কয়েন এর দাম বাড়ানোর জন্য কয়েন বার্ন দেওয়া হয়। ফলে কয়েনের জনপ্রিয়তা ও চাহিদা বৃদ্ধি পায়। মূল কারণ এটাই।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই। কয়েন বার্ন সম্পর্কে আমি কিছুই জানতাম না আপনার কাছে থেকে অনেক কিছুই জানতে পারলাম।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Em00n01 on October 26, 2020, 02:51:38 PM
আই সি ও তে টোকেন সেল করার পর অবশিষ্ট টোকেন ফুরিয়ে(কমিয়ে) আনার প্রক্রিয়া কে টোকেন বার্ন বলে।

শুধু আই সি ও না, এমনিতেও কোনো প্রজেক্ট চাইলে টোকেন বার্ন করতে পারে। এতে কয়েনের সার্কুলেশন সাপ্লাই কমে আর মার্কেটে কয়েনের চাহিদা বাড়ে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: babu10 on October 26, 2020, 02:56:40 PM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
যেকোনো প্রোজেক্টের কয়েন যদি নিম্নমুখী হয়। সেইপ প্রজেক্ট এর কয়েন এর দাম বাড়ানোর জন্য কয়েন বার্ন দেওয়া হয়। ফলে কয়েনের জনপ্রিয়তা ও চাহিদা বৃদ্ধি পায়। মূল কারণ এটাই।

জি এটা আসলে ভালো টিম এর তাদের টোকেন মার্কেট দাম ধরে রাখার একটা কৌশল যেমন বর্তমানে কিক টোকেন করতেছে।মূলত কথা একটাই সাপ্লাইযের সাথে ডিমান্ড হাই করার জন্যই এটা করা হয় এবং মার্কেটে তার একটা প্রভাব অটোমেটিক পড়ে।

ধন্যবাদ।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Triedboy on October 28, 2020, 03:08:45 AM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
যেকোনো প্রোজেক্টের কয়েন যদি নিম্নমুখী হয়। সেইপ প্রজেক্ট এর কয়েন এর দাম বাড়ানোর জন্য কয়েন বার্ন দেওয়া হয়। ফলে কয়েনের জনপ্রিয়তা ও চাহিদা বৃদ্ধি পায়। মূল কারণ এটাই।

হ্যাঁ ব্রো আপনার কথাটি একদমই সঠিক। দেখা যায় কোন কয়েন যদি অনেক নিম্ন মুখে হয় তাহলে সেই কয়েনের দাম বাড়ানোর জন্য এটি করা হয়।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: ranaprime on October 28, 2020, 04:39:48 AM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
যেকোনো প্রোজেক্টের কয়েন যদি নিম্নমুখী হয়। সেইপ প্রজেক্ট এর কয়েন এর দাম বাড়ানোর জন্য কয়েন বার্ন দেওয়া হয়। ফলে কয়েনের জনপ্রিয়তা ও চাহিদা বৃদ্ধি পায়। মূল কারণ এটাই।
কয়েনের সংখ্যা যত হ্রাস পাবে তত কয়েনের দাম বৃদ্ধি পাবে। আমি মনে করি কয়েন বার্ন বিনিয়োগকারীদের জন্য ভাল।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: XM8 on October 28, 2020, 05:30:06 PM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
ধন্যবাদ ভাই আপনাকে কয়েন বান সম্পর্কে আমাদের ধারণা দেয়ার জন্য। আমি ফোরামে নতুন তাই এই কয়েন বান সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না। তবে আপনার পোস্টটা আরেকটু বড় হলে আমাদের মত নতুন যারা আছে তারা ভালোভাবে বুঝতে পারত বলে আমার মনে হয়।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: ranaprime on October 29, 2020, 02:51:26 AM
ভাই আমি নতুন কয়েন বার্ন সম্পর্কে আমাকে কিছু আইডিয়া দেন ভাই আমার কোন আইডিয়া নাই।
টোটাল কয়েন থেকে কিছু কয়েন নস্ট বা রিমুভ করা কে কয়েন বার্ন বলা হয়। আশা করি বুঝতে পেরেছেন।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Blue_sea on November 01, 2020, 07:34:06 AM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
জি আপনি ভাল বলেছেন। নতুন বিষয় সম্পর্কে জানলাম।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Crypto_Somrat on November 01, 2020, 07:41:05 AM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, কয়েন বার্ন প্রসেসটা সম্পর্কে আমার তেমন কোন ধারণা ছিল না। আপনার পোষ্ট থেকে অনেক কিছুই শিখতে পারলাম। আপনার জন্য রইল আমার পক্ষ থেকে শুভকামনা এবং প্লাস কারমা।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Crypto_Somrat on November 01, 2020, 07:44:45 AM
ভাই আমি নতুন কয়েন বার্ন সম্পর্কে আমাকে কিছু আইডিয়া দেন ভাই আমার কোন আইডিয়া নাই।
আরে ভাই কয়েন বার্ন সম্পর্কে অনেক ভালো ভালো পোস্ট আমাদের সিনিয়র ভাইরা করেছেন। আপনি আগে সেই পোস্টগুলা মনোযোগ দিয়ে পড়েন, আশা করি বুঝতে পারবেন। আসলে মূলত কোন প্রজেক্ট এর কয়েন যদি নিম্নমুখী হয় তাহলে সেই কয়েন এর জনপ্রিয়তা ও দাম বৃদ্ধির জন্য মূলত এই কয়েন বার্ন করা হয়।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Apower$ on November 01, 2020, 01:31:19 PM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।

আপনাকে অনেক ধন্যবাদ ব্রো।আপনি যদি এত ভালোভাবে না বুঝিয়ে দিতেন তাহলে আমি বুঝতেই পারতাম না যে টোকেন বার্ন জিনিসটা আসলে কি।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: sky20 on November 01, 2020, 06:39:02 PM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
আই সি ও তে টোকেন সেল করার পর অবশিষ্ট টোকেন ফুরিয়ে(কমিয়ে) আনার প্রক্রিয়া কে টোকেন বার্ন বলে।
এটা যে কোন সময় ই করতে পারে। টোকেন বার্ন করা এটা যারা প্রজেক্ট ওনার আছে তাদের বিষয়। কয়েকদিন আগে দেখা গেছে যারা টোকোয়িন টোকেন হোল্ডার ছিলেন তাদের টোকেন সোয়াপ করা হয়েছে। এবং সেই সাথে পুরাতন টোকেন গুলো বার্ন করা হয়েছে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Hasan986 on November 04, 2020, 08:32:24 AM
বার্ন বলতে আমরা বুঝি পুড়ানো। ক্রিপ্টোতে কয়েন বার্ন হচ্ছে সাপ্লাই কমানো। ধরেন আমার কাছে Erc20 X টোকেন আছে ১০ মিলিয়ন। আমি ৩ মিলিয়ন বার্ন করবো। আমি মাইইথারওয়ালেট এ ওয়ালেট খুলে ৩ মিলিয়ন সেখানে পাঠাবো। ওই ওয়ালেটের সিড, কি, ব্যাকআফ ফাইল আমি আমার থেকে সব ফেলে দিবো। যেখানে যা আছে মুছে দিবো। আমার কাছে যদি এর কি না থাকে তাহলর আমি কখনো ওই এড্রেসে ডুকতে পারবো না। এবং ওই ৩ মিলিয়ন টোকেন ব্যাক আনতে পারবো না। যা সারাজীবনের জন্য আর আনাও সম্ভব না।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Nusrat on November 04, 2020, 08:37:04 AM
টোকেন বার্ন করার সুবিধা-অসুবিধা বিষয়টা বড় ভাইদের কাছে জানতে চাচ্ছি। টোকন বার্ন এ কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে সেটা জানাবেন।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: JISAN on November 05, 2020, 03:34:17 PM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
সব প্রজেক্টি একটা হিসাব করে টোকেন বানায় কিন্তু যদি তাদের টোকেন বিক্রি করার যে টার্গেট সেইটা পূরন করতে না পারে তাহলে। যে টোকেন গুলো বিক্রি না হয় সেগুলো বার্ন করে মানে পুরিয়ে ফেলে টোটাল সাপ্লাই থেকে সেগুলো বাদ দেয়।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Hasan986 on November 05, 2020, 05:09:49 PM
টোকেন বার্ন করার সুবিধা-অসুবিধা বিষয়টা বড় ভাইদের কাছে জানতে চাচ্ছি। টোকন বার্ন এ কি কি সুবিধা আছে এবং কি কি অসুবিধা আছে সেটা জানাবেন।
অসুবিধার চেয়ে সুবিধা টাই বেশি। আমরা জানি যে জিনিসের সাপ্লাই যত বেশি ডিমান্ড তত কম। সাপ্লাই যত কম ডিমান্ড তত বেশি। যদি তা ভালো হয়।  বার্নের ফলে সাপ্লাই টা কমে আসে। যা একটি প্রজেক্টের ইনবেস্টর এর জন্য অনেক ভালো সংবাদ।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Rimon365 on November 05, 2020, 09:21:58 PM
আপনার সাথে একমত। কয়েন বার্ন এর প্রভাব মার্কেটে ও পড়ে। বার্ন এর ফলে কয়েন ভালোই পাম্প পাম্প।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Markuri33 on November 06, 2020, 02:49:28 AM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।

কয়েন বার্ন কি এইটার সম্পর্কে আমি কিছুই জানতাম না। তো আপনার কথা শুনে আমি কয়েন বার্ন এর সম্পর্কে বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Markuri33 on November 06, 2020, 02:51:41 AM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
সব প্রজেক্টি একটা হিসাব করে টোকেন বানায় কিন্তু যদি তাদের টোকেন বিক্রি করার যে টার্গেট সেইটা পূরন করতে না পারে তাহলে। যে টোকেন গুলো বিক্রি না হয় সেগুলো বার্ন করে মানে পুরিয়ে ফেলে টোটাল সাপ্লাই থেকে সেগুলো বাদ দেয়।

আমি আপনার পোস্টটি থেকে আরও সঠিকভাবে জানতে পারলাম কয়েন বার্ন সম্পর্কে। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে পোষ্টটি দেওয়ার জন্য।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Pitter on November 12, 2020, 06:55:59 AM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
এই বিষয় টা আগে শুনেছি কিন্তু পরিস্কার ধারনা ছিল না। আপনার পোস্টে এখন ক্লিয়ার হয়েছি। আপনা কে ধন্যবাদ।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Btceth01 on November 12, 2020, 03:38:55 PM
আমি কয়েন বার্নিং সম্পর্কে যেটুকু জানি সেটুকু হলো। যদি কয়েনের অনেক সাপ্লাই থাকে তাহলে সেখান থেকে কয়েন বার্নিং করা হয়। কারণ বার্নিং করলে ওই কয়েনের মান মর্যাদা এবং এর দাম বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ
BNB এর টোটাল সাপ্লাই ছিলো 200,000,000 BNB। বর্তমানে এর টোটাল সাপ্লাই হচ্ছে 176,406,561 BNB এবং সারকুলেটিং সাপ্লাই 144,406,560 BNB। অর্থাৎ এখন পর্যন্ত মোট ১২ বার বার্নিংয়ের দ্বারা 23,593,439 BNB বার্ন করা হয়েছে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Btceth01 on November 12, 2020, 03:45:48 PM
এই বার্নিং প্রসেস প্রতি ৩ মাস পর পর করা হয় যা পূর্বেই তাদের হোয়াইট পেপারে উল্লেক্ষ করা হয়েছিলো। আর বাইন্যান্স তাদের এই বার্নিং প্রসেস ততদিন পর্যন্ত চালিয়ে যাবে যতক্ষন তাদের টোটাল সাপ্লাই 100,000,000 BNB না পৌছাই। অর্থাৎ তাদের মোট সাপ্লাইয়ের ৫০% কয়েন বার্ন করা হবে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Halkpro on November 12, 2020, 04:01:47 PM
আমি অনেক দিন আগে শুনে ছিলাম কয়েন বার্ন সম্পর্কে কিন্তু সম্পুর্ন ক্লিয়ার ছিলাম না।  আজ আপনার পোস্টটি পরে আরও অনেকের পোস্ট পড়ে আমি কয়েন বার্ন সম্পর্কে জানতে পারলাম ধন্যবাদ ভাই     
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Rafiq on November 12, 2020, 04:33:37 PM
কোন প্রজেক্টের আই.সি.ও বা আই.ই.ও টোকেন বিক্রির পর অবশিষ্ট টোকেন পুড়িয়ে ফেলা বা ধ্বংস করাকে টোকেন বার্ন বলে। এছাড়াও অনেক পুরাতন প্রজেক্টও তাদের কয়েনের টোটাল সাপ্লাই কমানোর জন্য মার্কেট থেকে টোকেন সংগ্রহ করে বার্ন করে। এর ফলে টোকেন এর ভ্যালু বেড়ে যায়।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: sky20 on November 12, 2020, 06:42:25 PM
টোকেন বার্ন করার সুবিধাও আছে। যেমন টোকেন বার্ন করলে সার্কুলেটিং সাপ্লাই, টোটাল সাপ্লাই কমে আসে। এতে করে টোকেন এর সাপ্লাই কমলে ডিমান্ড সেম থাকলে বা বেড়ে গেল দামও বাড়ার সম্ভাবনা থাকে। টোকেন এর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। এসব কারণে যে টোকেন বার্ন করে সেসকল প্রজেক্টের একটা পজিটিভ প্রভাব পড়ে।
আমি আপনার সাথে একমত। কয়েন বার্ন আমি মনে করি এটি একটি পজিটিভ সাইট। এতে করে কয়েনের দাম বৃদ্ধি সহ টোটাল সাপলাই কমে যাবে ফলে এটি একটি ভাল অবস্থান সৃস্টি করবে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Blue_sea on November 12, 2020, 07:30:58 PM
যতদুর জানি কয়েন বার্ন হল কয়েন পড়িয়ে ফেলা। অর্থাৎ অতিরিক্ত যদি কোন কয়েন থাকে কর্তৃপক্ষ যদি মনে করে যে আনসোল্ড কয়েন রাখবে না। তাহলে তা নস্ট করে ফেলাকেই বলে কয়েন বার্ন।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Triedboy on November 26, 2020, 01:52:57 AM
টোকেন বার্ন করার সুবিধাও আছে। যেমন টোকেন বার্ন করলে সার্কুলেটিং সাপ্লাই, টোটাল সাপ্লাই কমে আসে। এতে করে টোকেন এর সাপ্লাই কমলে ডিমান্ড সেম থাকলে বা বেড়ে গেল দামও বাড়ার সম্ভাবনা থাকে। টোকেন এর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। এসব কারণে যে টোকেন বার্ন করে সেসকল প্রজেক্টের একটা পজিটিভ প্রভাব পড়ে।
আমি আপনার সাথে একমত। কয়েন বার্ন আমি মনে করি এটি একটি পজিটিভ সাইট। এতে করে কয়েনের দাম বৃদ্ধি সহ টোটাল সাপলাই কমে যাবে ফলে এটি একটি ভাল অবস্থান সৃস্টি করবে।

আমিও আপনার সাথে সহমত। আমি মনে করি এরকমটা করা অবশ্যই কয়েনের দাম বৃদ্ধি করে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Ak600 on November 28, 2020, 04:27:28 PM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
ধন্যবাদ ভাই আপনাকে আপনি সুন্দর একটি টপিক উপস্থাপন করেছেন। এবং আগে জানতাম না কয়েন বান কি আপনার পোস্ট থেকে জানতে পারলাম কয়েন বান সম্পর্কে
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Ak600 on November 28, 2020, 04:31:37 PM
বার্ন বলতে আমরা বুঝি পুড়ানো। ক্রিপ্টোতে কয়েন বার্ন হচ্ছে সাপ্লাই কমানো। ধরেন আমার কাছে Erc20 X টোকেন আছে ১০ মিলিয়ন। আমি ৩ মিলিয়ন বার্ন করবো। আমি মাইইথারওয়ালেট এ ওয়ালেট খুলে ৩ মিলিয়ন সেখানে পাঠাবো। ওই ওয়ালেটের সিড, কি, ব্যাকআফ ফাইল আমি আমার থেকে সব ফেলে দিবো। যেখানে যা আছে মুছে দিবো। আমার কাছে যদি এর কি না থাকে তাহলর আমি কখনো ওই এড্রেসে ডুকতে পারবো না। এবং ওই ৩ মিলিয়ন টোকেন ব্যাক আনতে পারবো না। যা সারাজীবনের জন্য আর আনাও সম্ভব না।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দরভাবে কয়েন বান সম্পর্কে আলোচনা করার জন্যে। এবং আপনার কাছ থেকে আরো কিছু শিখতে পারলাম
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Tamsialu$$ on November 28, 2020, 05:34:36 PM
আসলে কয়েন বার্ন সম্পর্কে আমি ভালোভাবে জানতাম না।পোস্টটি থেকে কয়েন বার্ন সম্পর্কে জানতে পেরেছি।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: kulkhan on November 28, 2020, 06:13:09 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসলে আমার কয়েন বার্ন সম্পর্কে কোন ধারনাই ছিল না। আপনার এই পোস্টের মাধ্যমে কয়েন বার্ন সম্পর্কে মোটামুটি বুঝতে পারলাম। আসলে এটা খুবি গুরুত্বপূর্ণ।  কারন এটা সম্পর্কে অবগত থাকলে টোটাল কতগুলো কয়েন বা টোকেন অবশিষ্ট থাকলো সেটা সম্পর্কে জানা যায়।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: warhero on November 29, 2020, 01:35:24 AM
টোকন ভার্ন এমন একটি মাধ্যম যার মাধ্যমে পুরনো টোকেন কে বা অবশিষ্ট টোকেন কে নষ্ট করে ফেলা হয়। যাতে টোকেনের গুণগতমান ও দাম ঠিক থাকে। এর ফলে তাদের দোকানগুলোর চাহিদা বৃদ্ধি পায়। টোকন ভার্ন বলা যায় এটা টোকেনের ভালো একটা দিক ।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Cristiano on November 29, 2020, 07:51:00 AM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
কয়েন বার্ন সম্পর্কে আমার কোন জ্ঞান ছিল না। আপনার পোষ্টটি পড়ে মোটামুটি একটু হলেও ধারণা পেয়েছি অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আশা করছি আরেকটু ভালো করে সম্পূর্ণ ব্যাখ্যা নিয়ে উপস্থিত হবেন আপনি। যাতে করে অন্য কারো এর বিষয় সম্পর্কে ফুল ধারণা থাকে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Magepai on December 08, 2020, 12:55:21 AM
আপনি কয়েন বার্ন সম্পর্কে অনেক সুন্দর একটি পোস্ট দিয়েছেন। আমি অনেক ইউজার দের লক্ষ করেছি যারা কয়েন বার্ন সম্পর্কে জানেনা। আমি বিশ্বাস করি আপনার পোস্টটি পড়ার পর অবশ্যই সুন্দরভাবে বুঝতে পারবে কয়েন বার্ন সম্পর্কে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Magepai on December 08, 2020, 12:57:11 AM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
যেকোনো প্রোজেক্টের কয়েন যদি নিম্নমুখী হয়। সেইপ প্রজেক্ট এর কয়েন এর দাম বাড়ানোর জন্য কয়েন বার্ন দেওয়া হয়। ফলে কয়েনের জনপ্রিয়তা ও চাহিদা বৃদ্ধি পায়। মূল কারণ এটাই।

কয়েন বার্ন সম্পর্কে আমার ধারণা ছিল।তো আপনার এই পোস্টটি পড়ার পর আরো ভালোভাবে বুঝতে পারলাম কয়েন বার্ন সম্পর্কে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Cz Rock on December 18, 2020, 11:16:13 AM
আমি ফোরামের নতুন সদস্য তাই কয়েন বান কি এই সম্পর্কে আমার কোন জ্ঞান নেই। তাই আমি আপনার কয়েন বান সম্পর্কে কোন ধারণা দিতে পারছিনা এই ফোরামের সিনিয়র ভাই আপনাকে সাহায্য করতে পারবে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Perfect540 on December 18, 2020, 12:14:26 PM
কয়েন এর চাহিদা বাড়ানোর জন্য অনেক কয়েন কে পুড়ে ফেলা কে কয়েন বান বলে।অর্থাৎ যেকোন কয়েন বা টোকেন হারিয়ে ফেললে কয়েন এর চাহিদা ও জনপ্রিয়তা অনেক বেশি বৃদ্ধি পায়।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Mahindra on December 18, 2020, 02:41:56 PM
আমি এই ফোরামে নতুন একজন ইউজার তাই আমি কয়েকবার সম্পর্কে আগে কখনো জানতাম বা শুনিনি কিন্তু আপনার এই গুরুত্বপূর্ণ পোস্ট টি পড়ে জানতে পারলাম যে আসলে কয়েন বার্ন কি তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর পোস্টটি করে আমাদেরকে জানানোর জন্য।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Alvida on January 31, 2021, 09:57:03 AM
কয়েন বার্ন সম্পর্কে আলোচনা করার জন্য ধন্যবাদ। কারণ আমি কয়েন বারানো কি এই বিষয়টি সম্পর্কে কিছু জানতাম না। এখন মোটামুটি বুঝতে পারতেছি যে কয়েনটা আসলে কি।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Herry on January 31, 2021, 10:10:52 AM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
ভাই আমি আপনার রিপ্লাই ভালোভাবে বুঝতে পারিনি আপনার কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে বার্ন মানে কি? সেজন্য আমি আপনার টপিকের কিছুই বুঝতে পারিনি। তাই আমি বলবো আপনি এ নিয়ে বিস্তারিত আলোচনা করুন।আপনি যদি এ বিষয়ে বিস্তারিত বলেন তাহলে আমি মনে করি আমার মত অনেক ইউজার রয়েছে ।যারা কিছুই বুঝতে পারে নাই। অবশ্যই তারা আপনার এই টপিক থেকে অনেক উপকৃত হবেন যদি বিস্তারিত আলোচনা করেন।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: JISAN on January 31, 2021, 11:57:02 AM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
হ্যা তবে বার্ন করার জন্য টোকেন বানানোর সময়ী বার্ন এর ফাংশন জোগ করতে হয় তা না হলে পরে বার্ন করা সম্ভব হবে না। তবে সব প্রজেক্টের টোকেনে বার্ন ফাংশন রাখা উচিৎ পরিস্থিতি বেধে টোকেন বার্ন করে টোকেনের ভেলূ টিকিয়ে রাখতে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Malam90 on January 31, 2021, 02:03:50 PM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
হ্যা তবে বার্ন করার জন্য টোকেন বানানোর সময়ী বার্ন এর ফাংশন জোগ করতে হয় তা না হলে পরে বার্ন করা সম্ভব হবে না। তবে সব প্রজেক্টের টোকেনে বার্ন ফাংশন রাখা উচিৎ পরিস্থিতি বেধে টোকেন বার্ন করে টোকেনের ভেলূ টিকিয়ে রাখতে।

টোকেন বার্ন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। শুধু টোকেন তৈরি করলে বার্ন করা যাবেনা। তৈরি করার সময় বার্ন করার অপশন রাখতে হবে। টোকেন বার্ন করলে টোকেনের সার্কুলেশন কমবে এবং বাজারে প্রাইসের উপর প্রভাব পড়বে। ভালো টোকেন বা কয়েনগুলো বার্ন করার অপশন রাখে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: bmr on January 31, 2021, 03:20:05 PM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
আপনি ঠিক বলেছেন। কয়েন বার্ণ মূলত তাদের টোটাল সাপ্লাই কমিয়ে আনার জন্যই করে থাকে। অনেক সময় তাদের কয়েনের দাম বা চাহিদা বৃদ্ধির কারনে এই কাজ গুলো করে থাকে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: AlviNess on February 22, 2021, 07:14:34 AM
ধন্যবাদ ভাই আপনাকে কয়েন বার্ন সম্পর্কে এত সুন্দর ভাবে আলোচনা করার জন্য।আপনার পোস্ট করার আগে কয়েক বান সম্পর্কে আমার তেমন কোন ধারণা ছিল না।কিন্তু আপনার পোস্ট পড়ে আমি বুঝতে পারলাম যে আসলে কয়েন বান কি। ধন্যবাদ ভাই আপনাকে।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Angel jara on February 22, 2021, 09:16:27 AM
কয়েন বান সম্পর্কে আমার কোন ধারণা নেই কারণ এই সম্পর্কে আজও জানতে পারলাম। কয়েকবার আসলে কি এটি কি কাজে লাগে কিছুই জানিনা। এই বিষয়ে জানার জন্য এই ফোরামের সিনিয়র ভাইদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Newron on February 22, 2021, 09:34:45 AM
এই ফোরামের নতুন সদস্য হওয়ার কারণে কয়েকবার নিয়ে এমন মন্তব্য করতে পারছিনা। কারণ এই বিষয়ে আমার তেমন জ্ঞান নেই। সঠিক জ্ঞান না থাকার কারণে মন্তব্য করতে পারছিনা। কয়েন বান সম্পর্কে জানার জন্য এই ফোরামের সিনিয়রদের আমাকে সাহায্য করবে বলে আশা করি।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Dark Knight on February 22, 2021, 11:11:04 AM
ফোরামে নতুন ইউজার হয় এই সম্পর্কে আমি অবগত নই। আমাদের ফোরামে অনেক বড় ভাই আছেন তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন এই বিষয়ে ‌ ধন্যবাদ।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Ronald on February 22, 2021, 01:17:53 PM
সার্কুলেটিং সাপ্লাই কমিয়ে আনার জন্য সাধারনত কিছু টোকেন কমিয়ে আনা হয়। যে টোকেন গুলো নস্ট করা হয় তাদের কে কয়েন বার্ন করা বলা হয়। মূলত এটি করার কয়েকটি কারন থাকতে পারে এর মধ্যে হল যে কয়েনের দাম বৃদ্ধিই প্রধান কারন।
Title: Re: কয়েন বার্ন কি?
Post by: Tubelight on March 21, 2021, 05:25:48 PM
কয়েন বার্ন প্রসেসটা হচ্ছে এমন একটি প্রসেস যা সরকুলেটিং সাপ্লাই থেকে বার্ন কৃত টোকেন সম্পূর্ন রূপে রিমুভ করা হয়। সেই সাথে টোটাল সাপ্লাইও কমিয়ে আনা হয়। সকল প্রযেক্টের বার্নিংয়ের একই উদ্দেশ্য থাকে। আর তা হচ্ছে টোটাল টোকেনের পরিমান কমিয়ে আনা।
ধন্যবাদ ভাই আপনাকে কয়েন বান সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। আশা করছি আপনার এই পোস্ট করে সকলেই এ বিষয়ে সম্পর্কে মোটামুটি ভাবে ধারণা লাভ করতে পারবে।