Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on October 26, 2020, 05:28:13 AM

Title: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: JISAN on October 26, 2020, 05:28:13 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Malam90 on October 26, 2020, 05:58:15 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

পেপাল তো তাদের পলিসি চেঞ্জ করেছে ইতিমধ্যে। গত ২২ তারিখ থেকে পেপাল বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম বিটকয়েনক্যাশ সাপোর্ট শুরু করেছে। এটা নিঃসন্দেহে যুগান্তকরী পদক্ষেপ। পেপালের দেখাদেখি অন্য গেটওয়েগুলোও তাদের পলিসি বদলাবে এবং ক্রিপ্টো সাপোর্ট করবে। কুয়েনে টাকা ডিপোজিট করে ডলার বাই সেল করা শুরু হয়েছে। এটাও একটা খুশির খবর। তবে আরো খুশি হতাম যদি বাংলাদেশে পেপাল চালু হতো।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: kulkhan on October 26, 2020, 06:58:30 AM
ভাই আপনি সঠিক বলেছেন। আমিও আপনার সাথে পুরোপুরি একমত। খুব শিগগিরই ক্রিপ্টো জগতে বড়সড় পরিবর্তন আসবে। সারা বিশ্বের অর্থ ব্যবস্থার উপর ক্রিপ্টো তার প্রভাব বিস্তার করতে পুরোপুরি সক্ষম হয়েছে। এখন বাংলাদেশ কিংবা অন্য কোন দেশ যদি এর গুরুত্ব অনুধাবন করতেনা পারে যদি ক্রিপ্টো থেকে এখনো নিজেদেরকে দূরে রাখে তাহলে তারা বড় ধরনের ভূল করবে। কারন সরকার বসে থাকলেও জনগণ কিন্তু বসে থাকছেনা,  তারা বিভিন্ন ভাবে এটার সথে সম্পৃক্ত হচ্ছে। ইতোমধ্যে বিকাশ ক্রিপ্টোকারেন্সির সাথেযুক্ত হয়েছে। পেপাল নিজেদেরকে সম্পৃক্ত করতে চাচ্ছে। আমি আশাকরি আমাদের দেশের সরকার এটার উপোযোগিতা বুঝে খুব তাড়াতাড়ি ক্রিপ্টোকাটেন্সির ব্যপারে পজেটিভ সিদ্ধান্ত নেবে।                                                           
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Triedboy on October 26, 2020, 08:00:36 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

আমি খবরটি শোনার পর অনেক আনন্দিত হয়েছি।আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি তারা সবাই নির্ভয় টাকা উত্তোলন করতে পারব যখন তখন। আমার মনে হয় খুব শিগগিরই বাংলাদেশ বিটকয়েনের বৈধতা দিয়ে দেবে আমাদের বাংলাদেশ সরকার।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: JISAN on October 26, 2020, 08:31:39 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

আমি খবরটি শোনার পর অনেক আনন্দিত হয়েছি।আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি তারা সবাই নির্ভয় টাকা উত্তোলন করতে পারব যখন তখন। আমার মনে হয় খুব শিগগিরই বাংলাদেশ বিটকয়েনের বৈধতা দিয়ে দেবে আমাদের বাংলাদেশ সরকার।
যে হারে ক্রিপ্টো সবকিছুকে তার দখলে নিয়ে নিচ্ছে। বাংলাদেশ সরকার এটাকে বৈধতা দিতে বাধ্য হবে ২/৩ বছরের মধ্যে। ইতিমধ্যে বিকাশ ক্রিপ্টোতে ডুব দিয়েছে   
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Nostoman on October 26, 2020, 09:15:28 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
বাংলাদেশ সরকার অনুমোদন দিতে বাধ্য থাকবে। বর্তমানে বিদেশ থেকে যত এল সি এর মালামাল বাংলাদেশে আসে। সেগুলো বলেছেন এর মাধ্যমে লেনদেন হয়। বিষয়টা সরকারের অজানা, বা জানলেও গুরুত্ব নেই। তাই প্রভাব বিস্তার করতে খুব একটা বেশি সময় লাগবে না। যখন সরকারের নিয়ন্ত্রণের বাইরে যাবে, এখন অবশ্যই অনুমোদন দেবে।তবে প্রত্যেকটা খাতে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি কম বেশি ব্যবহার করা হয়। এটা কারো অজানা নয়। ভবিষ্যতে বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি আরো শক্তিশালী হবে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Malam90 on October 26, 2020, 09:42:59 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

আমি খবরটি শোনার পর অনেক আনন্দিত হয়েছি।আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি তারা সবাই নির্ভয় টাকা উত্তোলন করতে পারব যখন তখন। আমার মনে হয় খুব শিগগিরই বাংলাদেশ বিটকয়েনের বৈধতা দিয়ে দেবে আমাদের বাংলাদেশ সরকার।
যে হারে ক্রিপ্টো সবকিছুকে তার দখলে নিয়ে নিচ্ছে। বাংলাদেশ সরকার এটাকে বৈধতা দিতে বাধ্য হবে ২/৩ বছরের মধ্যে। ইতিমধ্যে বিকাশ ক্রিপ্টোতে ডুব দিয়েছে   
হা একমত। সবচেয়ে বড় কথা হচ্ছে পেপালের মত বিশ্বের সবচেয়ে বড় পেমেন্ট মেথড যখন কিপ্টোর সাথে একাত্নতা ঘোষণা করেছে তখন আমাদের সরকারের আর দূরে থাকার কি দরকার। তারাও অনতিবিলম্বে ক্রিপ্টোর সাথে এডজাস্ট হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সেক্ষেত্রে তারা পেপালের সাথে চুক্তি করে দেশে পেপাল চালুর মাধ্যমে সহজেই করতে পারবে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Halkpro on October 26, 2020, 11:41:32 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
ভাই আপনার কথার সাথে আমি একমত কিন্তু বাংলাদেশ ব্যাংক বিটকয়েন মেনে নিতে চায়নি কারন বিটকয়েন কোনো কেদ্রিয় ব্যাংক নাই যদি কোনো দিন এটা গায়েব হয়ে যায়। আর বিটকয়েন এর আসল মালিকও নাই যার জন্য এটা মেনে নিতেছে না। কিন্তু আমার মনে হয় ২০২৫/ ২০৩০ সালের মধ্যে বিটকয়েন বাংলাদেশে সিক্রিতি দেবে। 
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Rubel007 on October 26, 2020, 12:40:32 PM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

পেপাল তো তাদের পলিসি চেঞ্জ করেছে ইতিমধ্যে। গত ২২ তারিখ থেকে পেপাল বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম বিটকয়েনক্যাশ সাপোর্ট শুরু করেছে। এটা নিঃসন্দেহে যুগান্তকরী পদক্ষেপ। পেপালের দেখাদেখি অন্য গেটওয়েগুলোও তাদের পলিসি বদলাবে এবং ক্রিপ্টো সাপোর্ট করবে। কুয়েনে টাকা ডিপোজিট করে ডলার বাই সেল করা শুরু হয়েছে। এটাও একটা খুশির খবর। তবে আরো খুশি হতাম যদি বাংলাদেশে পেপাল চালু হতো।
নিউজটা দেখে অত্যন্ত আনন্দিত হলাম । শুধু বাংলাদেশ না পৃথিবীর কোনো সরকারই ক্রিপ্টকারেন্সি বন্ধ করতে পারবে না । আমার মতে সবচেয়ে ভালো হতো যদি বিকাশ এ দিক থেকে এগিয়ে আসতো তাহলে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে যেত
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Em00n01 on October 26, 2020, 02:12:19 PM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

আসলে এখানে বিকাশের কোনো ক্রেডিট আছে বলে মনে হয়না। বিকাশ শুধু পেমেন্ট মেথড হিসেবে ব্যবহার করছে। সাথে আপনি চাইলে নগদ আর রকেট ও ব্যবহার করতে পারবেন। তবে অফিসিয়াল ভাবে এমন কিছু দেখে সত্যিই অবাক হয়েছি। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। সাথে সামনে বাংলাদেশে পেপ্যাল পাবো বলেও আশাবাদী।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: ranaprime on October 27, 2020, 05:42:22 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

এক্ষেত্রে আমার একটি প্রশ্ন আছে সেটা হল বাংলাদেশ সরকার কি এর অনুমতি দিয়েছে। যদি না দেয় তাহলে তারা কিভাবে এটার সাথে লিংক করল। আমার বোধদয় হচ্ছে না। কেউ বিষয়টি জানলে জানাবেন।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: ranaprime on October 28, 2020, 04:10:21 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

আসলে এখানে বিকাশের কোনো ক্রেডিট আছে বলে মনে হয়না। বিকাশ শুধু পেমেন্ট মেথড হিসেবে ব্যবহার করছে। সাথে আপনি চাইলে নগদ আর রকেট ও ব্যবহার করতে পারবেন। তবে অফিসিয়াল ভাবে এমন কিছু দেখে সত্যিই অবাক হয়েছি। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। সাথে সামনে বাংলাদেশে পেপ্যাল পাবো বলেও আশাবাদী।
বিকাশ বাংলাদেশের একটি অথেনটিক প্রতিষ্ঠান। বিকাশ যদি পেমেন্ট মাধ্যম হিসেবে কাজ করে তার মানে তাকে এই অনুমতি দেওয়া হয়েছে। তাহলতো আমি বলতেই পারি যে বাংলাদেশ সরকার এটির অনুমতি দিয়েছে। আপনি কি মনে করেন?
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Casual on October 28, 2020, 04:33:54 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

আমি খবরটি শোনার পর অনেক আনন্দিত হয়েছি।আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি তারা সবাই নির্ভয় টাকা উত্তোলন করতে পারব যখন তখন। আমার মনে হয় খুব শিগগিরই বাংলাদেশ বিটকয়েনের বৈধতা দিয়ে দেবে আমাদের বাংলাদেশ সরকার।

ইয়েস ব্রো আপনার সাথে আমার একমত। বাংলাদেশের যদি বিটকয়েনের বৈধতা দেওয়া হয় তাহলে অনেক ভালো হয়। আমার মনে হয় বাংলাদেশ সরকার বিটকয়েন এর বৈধতা কোনদিন দেবে না।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: ranaprime on October 29, 2020, 03:49:20 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
আমার মনে হয় আগামি 2-4 বছরের মধ্যে সরকার অনুমতি দিতে বাধ্য থাকবে। কারণ বর্তমানে সারা বিশ্ব যে ভাবে  এগিয়ে গেছে তা না দিলে বাংলাদেশ পিছিয়ে পড়বে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Jaya60 on October 30, 2020, 10:18:22 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
আমার মনে হয় আগামি 2-4 বছরের মধ্যে সরকার অনুমতি দিতে বাধ্য থাকবে। কারণ বর্তমানে সারা বিশ্ব যে ভাবে  এগিয়ে গেছে তা না দিলে বাংলাদেশ পিছিয়ে পড়বে।

আপনি একদম ঠিক বলেছেন ব্রো।ঠিক আমারও তাই মনে হয় বিটকয়েন এর বৈধতা আমাদের বাংলাদেশে খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। তাহলে দেখা যাবে অন্যান্য উন্নত দেশগুলোর মতো আমাদের দেশ অনেক এগিয়ে যাবে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Psycho on October 30, 2020, 07:11:35 PM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
আপনার সাথে আমি একমত পোষন করলাম। আপনি ঠিক বলছেন বাংলাদেশ সরকার চাইলেও এটাকের ফেলে রাখতে পারবে না। কিছু বছরের মধ্যেই দেখা যাবে বিকাশের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি প্রেমেন্ট কাজ করবে। কিছুদিন আগে ইন্ডিয়াতে ক্রিপ্টোকারেন্সি বৈধ করে দেওয়া হয়েছে। আবার তারপরে পেপালে বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন সাপোর্ট শুরু করছে। কয়েক বছরে ক্রিপ্টোকারেন্সি অনেক পরিবর্তন দেখা যাবে।বাংলাদেশের যদি বৈধতা দেয়া হয় তাহলে বাংলাদেশ অনেক উন্নতির দিকে এগিয়ে যাবে। আমরা চাই বাংলাদেশ এটি বৈধ দেওয়া হোক।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: mahid on October 30, 2020, 07:31:06 PM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
দিন বদলের এই প্রকিয়ায় যারা নিজেদের কে খাপ খাইয়ে চলতে পারবে না ভবিষ্যতে তাদের অবস্থান কে তারা ধরে রাখতে পারবে না। তাই এই চলমান প্রক্রিয়ার সাথে যারা তাল মিলাতে পারবে। তারাই টিকে থাকতে পারবে। আগামি 3-4 বছর পর আমাদের এই পৃথিবী অনেকদুর এগিয়ে যাবে বিশেষ করে টেকনোলজির দিক থেকে। সেই সাথে আমাদের দেশও বসে থাকবে না অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই সবকিছু এডোপ করতে হবে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Blue_sea on November 01, 2020, 03:50:34 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
আগামি 2-4 বছরের বাংলাদেশ এক নতুন দুনিয়ায় পা রাখবে আমি মনে করি। কারন পৃথিবী এখন অনেক এগিয়ে যাচ্ছে এতে তাল মিলাতে হলেও বাংলাদেশ কে ডিজিটাল দুনিয়ার থাকতে হবে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: sky20 on November 02, 2020, 09:16:05 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

আমি খবরটি শোনার পর অনেক আনন্দিত হয়েছি।আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি তারা সবাই নির্ভয় টাকা উত্তোলন করতে পারব যখন তখন। আমার মনে হয় খুব শিগগিরই বাংলাদেশ বিটকয়েনের বৈধতা দিয়ে দেবে আমাদের বাংলাদেশ সরকার।
এখন কোন এর বৈধতা না থাকয় এটি উন্ম্ক্ত ভাবে সব কিছু করা যাচ্ছে না বিশেষ করে। টাকা উত্তেলন বা কনভার্ট কিছুই করা যাচ্ছে না। বাংলাদেশ সরকার যদি এটি অবাদে ব্যাবহার করার সুযোগ দিত তাহলে আমরা যারা ক্রিপ্টোরিলেটেড আছি সবাই উপকৃত হতাম।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Triedboy on November 26, 2020, 01:20:26 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

আমি খবরটি শোনার পর অনেক আনন্দিত হয়েছি।আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি তারা সবাই নির্ভয় টাকা উত্তোলন করতে পারব যখন তখন। আমার মনে হয় খুব শিগগিরই বাংলাদেশ বিটকয়েনের বৈধতা দিয়ে দেবে আমাদের বাংলাদেশ সরকার।
এখন কোন এর বৈধতা না থাকয় এটি উন্ম্ক্ত ভাবে সব কিছু করা যাচ্ছে না বিশেষ করে। টাকা উত্তেলন বা কনভার্ট কিছুই করা যাচ্ছে না। বাংলাদেশ সরকার যদি এটি অবাদে ব্যাবহার করার সুযোগ দিত তাহলে আমরা যারা ক্রিপ্টোরিলেটেড আছি সবাই উপকৃত হতাম।

হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত।আমাদের বাংলাদেশের যদি এটি চালু করা হয় তাহলে অবশ্যই আমরা যারা কি প্রকার ইন্সিদে কাজ করি তাদের জন্য এটি অনেক খুশির সংবাদ।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Halkpro on November 26, 2020, 09:57:40 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
হ্যাঁ এটা ঠিক যে বাংলাদেশের যদি অন্যান্য খাত গুলা বিটকয়েন কে সমর্থন করে তা হলে ৪/৫ বছর পর বাংলাদেশের বিভিন্ন ব্যাংক গুলা বিটকয়েনকে অনুমোদন দেবে কারন এখন পুরো বিশ্ব এখন এটা কে গিরে তাদের কাজ চালায়। তাই আমার মনে হয় এটা বাংলাদেশে একদিন বৈধতা পাবে।           
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Tamsialu$$ on November 26, 2020, 10:04:29 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

আসলে আপনি যে পোস্টটি করেছেন আমি এটি সম্পর্কে কিছুই জানতাম না। আপনার এই পোস্টটি থেকে আমি এ সম্পর্কে বুঝতে পারলাম। ধন্যবাদ আপনাকে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Salauddin on November 26, 2020, 10:11:19 AM
বর্ত্মানে যারা বাবস্থাপনাতে আছে তারা থাকলে পেপাল ও ক্রিপ্টো কারেন্সি বাংলাদেশে আসবে বলে মনে হয়না কারন বাংলাদেশ সরকার একটা ভুল ধারনার মধ্যে আছে ক্রিপ্টোকারেন্সি ও পেপাল কে বৈধতা দিলে দেশ থেকে টাকা পাচার হয়ে যাবে বলে ধারনা করে সরকার এই কারনেই এগুলাকে বৈধতা দিতে চায়না সরকার। দক্ষ প্রতিনিধি দিলে কোনো এক সময় বৈধ হতেও পারে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: XM8 on November 30, 2020, 09:40:02 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
আপনি একদম ঠিক বলেছেন ভাই। আপনার সাথে আমি একমত দুই থেকে তিন বছরের মধ্যে আমার মনে হয় ক্রিপ্টো জগতে বড়োসড়ো পরিবর্তন আসবে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Cristiano on November 30, 2020, 10:36:54 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
এটা আমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ।কারণ বিকাশ ইতোমধ্যে কু কয়েন এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে।আপনি ঠিক বলেছেন আগামীতে আমাদের বাংলাদেশ সরকার চাইলেও ফিরিয়ে রাখতে পারবেনা বিটকয়েনের অবৈধতা। খুবই তাড়াতাড়ি আমাদের বাংলাদেশে বিটকয়েনের বৈধতা ঘোষণা করা হবে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: warhero on November 30, 2020, 10:40:22 AM
বাংলাদেশি ক্রিপ্টোকারেন্সি প্রেমীদের জন্য এটা খুবই খুশির সংবাদ।যদি এটা বাংলাদেশ প্রচলন হয় তাহলে আমাদেরকে টাকা দিতে হবে না।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Magepai on December 06, 2020, 02:01:25 AM
হ্যাঁ আমিও দেখেছি এরকম ব্যবস্থা আসলে চালু করা হবে।ব্যবস্থা চালু করলে অবশ্যই যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে তাদের আর কোন ভয় থাকবে না। আসলে দেখা যায় যে টাকা ছাড়া কিন্তু আমরা অন্য বিষয় গুলি বিশ্বাস করি না তাই যদি বিকাশের মাধ্যম চালু করা হয় তাহলে অবশ্যই বেটার হবে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Magepai on December 06, 2020, 02:02:49 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

পেপাল তো তাদের পলিসি চেঞ্জ করেছে ইতিমধ্যে। গত ২২ তারিখ থেকে পেপাল বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম বিটকয়েনক্যাশ সাপোর্ট শুরু করেছে। এটা নিঃসন্দেহে যুগান্তকরী পদক্ষেপ। পেপালের দেখাদেখি অন্য গেটওয়েগুলোও তাদের পলিসি বদলাবে এবং ক্রিপ্টো সাপোর্ট করবে। কুয়েনে টাকা ডিপোজিট করে ডলার বাই সেল করা শুরু হয়েছে। এটাও একটা খুশির খবর। তবে আরো খুশি হতাম যদি বাংলাদেশে পেপাল চালু হতো।

আপনার সাথে ব্রো আমি একমত।আমাদের বাংলাদেশের যদি এরকম নিয়ম চালু হয় যে বিটকয়েনের মাধ্যমে যখন-তখন ক্রিপ্টোকারেন্সি থেকে টাকা উত্তোলন করা যাবে। তাহলে এর থেকে বড় খুশির সংবাদ আর দু-একটা হতে পারে না।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Herry on December 06, 2020, 03:31:59 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

পেপাল তো তাদের পলিসি চেঞ্জ করেছে ইতিমধ্যে। গত ২২ তারিখ থেকে পেপাল বিটকয়েন, লাইটকয়েন, ইথারিয়াম বিটকয়েনক্যাশ সাপোর্ট শুরু করেছে। এটা নিঃসন্দেহে যুগান্তকরী পদক্ষেপ। পেপালের দেখাদেখি অন্য গেটওয়েগুলোও তাদের পলিসি বদলাবে এবং ক্রিপ্টো সাপোর্ট করবে। কুয়েনে টাকা ডিপোজিট করে ডলার বাই সেল করা শুরু হয়েছে। এটাও একটা খুশির খবর। তবে আরো খুশি হতাম যদি বাংলাদেশে পেপাল চালু হতো।
হ্যাঁ ভাই ব্যাপারটা খুবই ভালো কিন্তু আপনি একটা কথা বলেছেন সেই কথাটা আরো ভাল লেগেছে সেটা হলো যে বাংলাদেশ যদি পেপাল চালু হতো তাহলে খুব ভালো হতো কেননা পেপাল না দেখায় বাঙালিরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছে এবং বাংলাদেশের যদি পেপাল চালু হয় তাহলে মনে হয় আমাদের অনেক কিছু সুবিধা হবে
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: saidul2105 on December 06, 2020, 06:15:14 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
ভাই আপনি ঠিক-ই বলেছেন,খুব শীঘ্রই  ক্রিপ্টো জগতে একটা বড় ধরনের বিপ্লব হওয়ার সম্ভাবনা রয়েছে।  তবে সেই বিপ্লব টা বাংলাদেশে ঠিক কতোটা পরিবর্তন আনতে পারবে সেইটা বলা মুশকিল।  কারণ বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সিকে সাপোর্ট করে না এবং ভবিষ্যতে সাপোর্ট করবে কিনা সেটাও বলা মুশকিল।                               
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Salauddin on December 06, 2020, 08:56:29 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?

বাংলাদেশ সরকারের এখন পর্জন্ত যে নিতি তাতে আর যায় হোক একটা জিনিস স্পস্ট যে বাংলাদেশ এখন পর্যন্ত কোনো প্রকার গেম বা ট্রেডিং  করতে এখনো কোনো অনুমতি প্রদান করেনি তাতে স্পস্ট বঝা জাচ্ছে বাংলাদেশ এখনো ক্রিপ্টো  কারেন্সিতে অনুমোদন দিবেনা দেরি আছে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Monster5 on December 06, 2020, 09:21:17 AM
আমি আশা করি খুব তাড়াতাড়ি এটি বৈধতা করা  হবে তাহলে ক্রিপ্টোকারেন্সি জগতে একটা বিপ্লব দেখা যাবে বাংলাদেশ সরকার একটি তখন আর ফেলে রাখতে পারবে না। তাই আশা করা যায় খুব শীঘ্রই একটি পেপাল চেঞ্জ করতে বাধ্য হবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এই মূল্যবান পোষ্টটি করার জন্য
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Markuri33 on December 10, 2020, 06:12:50 AM
যখনই বাংলাদেশে পেপাল' চালু হবে আমি মনে করি বাংলাদেশি ভাইদের জন্য অনেক ভালো একটি সংবাদ। মানুষ আগে শুনেছিলাম যে বাংলাদেশে পেপাল' চালু হয়েছে এ কথাটা কতটা সত্যি। চীনের ভাইরাস সম্পর্কে যদি বিস্তারিত বলতেন তাহলে অনেক ভালো হতো।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: bmr on December 10, 2020, 06:46:31 AM
আমি মনে বিকাশ কোন বিষয় নয়। কারন বাংলাদেশ সরকার যদি অনুমতি না দেয় তাহলে বিকাশ কিছুই করত পারবেনা। তবে আমার বিশ্ব যেভাবে আগাবে সেই ভাবে আমাদেরও আগানো উচিত। সেক্ষেত্রে আমি সরকারে থাকা উর্ধ্বতন যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষন করছি।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Magepai on December 14, 2020, 01:43:17 AM
আমি মনে বিকাশ কোন বিষয় নয়। কারন বাংলাদেশ সরকার যদি অনুমতি না দেয় তাহলে বিকাশ কিছুই করত পারবেনা। তবে আমার বিশ্ব যেভাবে আগাবে সেই ভাবে আমাদেরও আগানো উচিত। সেক্ষেত্রে আমি সরকারে থাকা উর্ধ্বতন যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষন করছি।

আপনি ভালো করে ভেবে দেখুন যদি বিকাশের মাধ্যমে সব টাকা নিয়ে আসা যায়। কোন এক্সচেঞ্জ ছাড়া তাহলে কিন্তু কোন আর কোন সমস্যা হবে না।সবাই ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে বিকাশের মাধ্যমে যদি প্রেমেন্ট নিয়ে আসতে পারে তাহলে সরকার বৈধতা না দিলেও কোনো প্রবলেম হবেনা।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Clearman on December 14, 2020, 01:11:32 PM
আপনি খুব সুন্দর একটা পোষ্ট দিয়েছেন এ পোষ্ট সম্পর্কে আমাদের কোন ধারণা ছিল না আপনার পোস্ট থেকে আমরা পেপাল সম্পর্কে ধারণা পেয়েছি। ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Token@ on December 14, 2020, 01:23:01 PM
আমি আপনার সাথে সম্পূর্ণ একমত না। কারণ এখনও বলা যায়না বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করবে কিনা। বাংলাদেশ সরকার ইতোমধ্যে কোন পদক্ষেপ নেয়নি।যার কারণে বলা খুবই মুশকিল আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করবে কিনা।আগামী কয়েক বছরের মধ্যে যদি ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করে বাংলাদেশে অনেকটাই উন্নতির দিকে পা বাড়িয়ে দেবে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Maxtel on December 14, 2020, 03:44:08 PM
আমিও মনে করি খুব শীঘ্রই ক্রিপ্টোকারেন্সি বড় ধরনের একটা ধাক্কা দেবে।এবং পৃথিবীতে অর্থনীতির ওপর ক্রিপ্টোকারেন্সি অনেক বড় প্রভাব বিস্তার করবে । তবে বাংলাদেশে বিপ্লব কতটা প্রভাব ফেলবে তা বলা মুশকিল। বাংলাদেশ 2থেকে 4 বছরের মধ্যে ক্রিপ্টো কারেন্সি  অনুমোদন না দেয়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সি কে বৈধতা না দিলেও এদেশে মানুষ কিন্তু বসে নেই তারা গোপনে যেভাবে পারছে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি তে কাজ করছে এবং তারা টাকা ইনকাম করছে।সরকারের উচিত ক্রিপ্টোকারেন্সি এর গুরুত্ব অনুধাবন করে এটাকে বাংলাদেশ খুব দ্রুত বদলে দেওয়া।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: bmw1 on December 14, 2020, 06:56:39 PM
অতি তারাতারি cryptocurrency বড় একটা বিস্তার লাভ করবে, কিন্ত বাংলাদেশে এটা বিস্তার লাভ করবে কিনা আমি বলতে পারবো না।         
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Laxmi Sharma on December 14, 2020, 07:00:41 PM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
আপনি ঠিক বলেছেন বিশ্বের উন্নত দেশগুলো যেখানে ক্রিপ্টোকারেন্সি কে বৈধ করে নিয়েছেন সেখানে আমাদের বাংলাদেশও ক্রিপ্টোকারেন্সি কে ফেলে রাখার কথা নয়। আশা করা যায় আমাদের বাংলাদেশেও খুব দ্রুতই বৈধ হয়ে যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। অবৈধ থাকার পরেও আমরা অনেক সুবিধা ভোগ করতে পারতাম যদি পেপাল বাংলাদেশে সাপোর্টেড হতো।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Jaya60 on December 19, 2020, 11:56:08 PM
বাংলাদেশ সরকারি পর্যন্ত এখনো কোনো পদক্ষেপ নেয়নি ক্রিপ্টোকারেন্সি প্রতি। এ কারণে আমার বিশ্বাস হয়না বাংলাদেশ পুরোপুরিভাবে পেপাল কার্ডের চালু হবে।যদিও বাংলাদেশে এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি এর বৈধতা নেই তারপরেও কিন্তু আসলে আমরা অনেকেই কাজ করে যাচ্ছি। আমরা এখানে আসলে চুপিসারে কাজ করছি কিন্তু একটুবলতে পারবো যে আমরা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Irfan12@ on December 21, 2020, 06:33:09 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন যেহেতু বিকাশ ক্রিপ্টো তে এড হয়েছে সেহেতু অন্য সকল যারা আছে তারাও খুব শীঘ্রই গ্রুপে এড হওয়ার চেষ্টা করবে যদি তাই হয় তাহলে পেপ্যাল তাদের পলিসি অবশ্যই চেঞ্জ করবে ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর একটা টপিক আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার টপিক থেকে নতুন কিছু জানলাম এবং বুঝতে পারলাম ধন্যবাদ ভাই
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Bad leyar on December 21, 2020, 10:03:16 AM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
এই সুন্দর সংবাদটি শোনার পর অনেকটাই আনন্দিত হয়েছি যে বাংলাদেশে এরকম একটি সুন্দর ক্রিপ্টোকারেন্সি জগতে পা রেখেছে এটা যদি হয় তাহলে আমরা অনেক ভালো রকম কিছু আশা করতে পারি এবং আমরা এখান থেকে ভালো টাকা উপার্জন করতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই আপনি এত সুন্দর পোস্টটি সবার মাঝে তুলে ধরার জন্য।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: bmw1 on December 21, 2020, 10:31:38 AM
হ্যাঁ এটা সত্যি যে বিকাশ kucoin এ crypto জগতে পারে গেছে এজন্য বাংলাদেশ সরকার চাইলে আগামী 24 বছরের মধ্যে পেপাল জগতে তা দেবে তাও যদি বাংলাদেশ সরকার ক্রিপ্টো পেপাল ইত্যাদির মধ্যে যদি না যায় তাহলে কেমন হবে এবং আশা করি যেন বাংলাদেশ সরকার ক্রিপ্টো পেপাল জগতে বিপ্লব ঘটায়।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Lutera94 on December 21, 2020, 12:46:16 PM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা কারন বিকাশ ইতিমধ্যে  Kucoin এর মাধ্যমে ক্রিপ্টো জগতে পা রেখেছে। বিকাশ ক্রিপ্টোতে এড হওয়া মানে অন্য যারা আছে তারাও খুব শীঘ্রই এড হবে এবং পেপালও তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হবে যদি ব্যবসা করতে চায়। আপনাদের মত কি..?
হ্যা আপনি ভালো বলেছেন, আগামীতে ক্রিপ্টোতে সুদিন আসতেছে ও এরই মধ্যে আমরা দেখতে পেলাম যে বিটকয়েন এই মাসে তার সর্বোচ্চ দাম স্পর্শ করেছে। তাই ইহা সামনে আরো অনেক দুর যাবে বলাই যাই। তবে বাংলাদেশে তার ব্যাবহার কবে শুরু হবে তা নিয়ে সংশয় আছে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Cz Rock on December 21, 2020, 11:33:57 PM
আগামী 2/4 বছরের মধ্যে ক্রিপ্টো জগতে একটা বিপ্লব দেখা যাবে তবে বাংলাদেশ সরকার চাইলেও এটাকে আর ফেলে রাখতে পারবেনা এর মুল কারন হলো বর্তমান সময়ে অনেক কয়েন বাংলাদেশে যুক্ত হচ্ছে। সম্প্রতি একটি নিউজ থেকে জানতে পেরেছি kucoin ইতিমধ্যে বিকাশের সাথে যুক্ত হয়েছে।এথেকে এটা বলাই যেতে পারে২/৪ বছরে এিপ্টো যুক্ত হবে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Najmul on April 25, 2021, 05:31:03 AM
আমার জানামতে 2/4 বছরের মধ্যে বাংলাদেশ ক্রিপ্টোজগত বৈধ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যেভাবে বাংলাদেশে এই ক্রিপ্টোকারেন্সি ছড়িয়ে পড়ছে তাতে একসময় বাংলাদেশ সরকারও এটাকে বৈধ হিসেবে মানবে। এখন প্রায়ই দেখা যাচ্ছে ক্রিপ্টো জগতের সাথে বিকাশের লেনদেন করা শুরু হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এই ক্রিপ্টো লেনদেনের ক্ষেত্রে একসময় পেপাল অনুমোদিত করা হবে।
Title: Re: আগামী ২/৪ বছরে ক্রিপ্টো, পেপাল ও বাংলাদেশ
Post by: Angel julian on April 25, 2021, 07:23:08 AM
আসসালামু আলাইকুম আমারও জানা মতে বা আমি মনে করি দুই থেকে চার বছরের মধ্যে বাংলাদেশ এই ক্রিপ্টোকারেন্সি কে বৈধ ঘোষণা করবেন। একই প্রকার এন সি বাংলাদেশ অনেক ছড়িয়ে পড়েছে এবং অনেক যুবক-যুবতী এটার উপর কাজ করেছে। এটা আমাদের বাংলাদেশী অবৈধ হিসেবে থাকা সত্ত্বেও আমাদের বাংলাদেশ অনেক যুবক-যুবতী এ কাজ করেছে ফলে বিভিন্ন চ্যানেলে এ বিষয় নিয়ে কথা হয়েছে। মনে করি যে আমাদের বাংলাদেশ সরকার এটি বৈধতায় ঘোষণা করবেন।