Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on October 27, 2020, 10:54:31 AM
-
২০১২ সালে অনেক কষ্টে টাকা জমিয়ে একটা পিসি কিনি। তখন থেকে চেষ্টা করতাম কিভাবে অনলাইনে আয় করা যায়। নিজে নিজে চেষ্টা করতে লাগলাম। গুগলে সার্চ করা শুরু করলাম How to make/earn money form online. এভাবে সার্চ করতে করতে পেয়ে গেলাম কিছু ডাটা এন্ট্রি সাইটের নাম। 2 Captcha, Metatypers, Protypers, Kolotibalo এবং এরকম আরো কয়েকটি সাইটের লিংক। সেখানে একাউন্ট করলাম, এর মধ্যে টুক্যাপচা ছাড়া বাকিগুলো একাউন্ট ব্যন করে দেয়। 2 Captcha সাইটে টাইপ করে আমি তখন মাসে ৫০ ডলারের মত আয় করতাম। সকালের দিকে রেট বেশি থাকতো। কয়েকমাস কাজ করে টাকা পেইজার মাধ্যমে ব্যাংকে উইথড্র করলাম। জীবনে প্রথম নিজের চেষ্টায়, নিজে পথ বের করে প্রথম অনলাইন থেকে টাকা আয় করা এবং সেটা ব্যাংকে পাওয়ার পর যে আনন্দ পেয়েছিলাম সেটা ছিলো অনলাইনে কাজ করার অনুপ্রেরণা। এই সাইটে আমার অনেক রেফারেল আছে। কয়েকমাস পরে ঢুকে দেখি কত ডলার আয় হয়। তখন তা উইথড্র দেই। অন্য অনেক স্কাম সাইটেও কাজ করেছি কিন্তু তারা পেমেন্ট দেয়নি। আপনারা অনলাইনে কেউ কি ডাটা এন্ট্রির কাজ করেছেন? আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন।
-
ডাটা এন্ট্রি কাজও করেছি কত দিন তবে এখান থেকে কিছু পেয়েছিলাম। কিন্তু সেটা খুব বেশি না। দীর্ঘক্ষন কাজ করতাম। আমি এই কাজ করেছি ওডেস্কে এ যে টা এখন আপ ওয়ার্ক নামে পরিচিত।
-
ডাটা এন্ট্রি কাজও করেছি কত দিন তবে এখান থেকে কিছু পেয়েছিলাম। কিন্তু সেটা খুব বেশি না। দীর্ঘক্ষন কাজ করতাম। আমি এই কাজ করেছি ওডেস্কে এ যে টা এখন আপ ওয়ার্ক নামে পরিচিত।
যাক তাহলে ফোরামে আসার আগে আপনার অনলাইন আর্নিং সম্পর্কে ধারনা হয়ে গেছে। ওডেস্ক এখন আপওয়ার্ক নামে এখন পরিচিত। আমিও ওখানে কিছুদিন কাজ করেছি। পরে জব করে রাত জেগে কাজ করা আমার জন্য সম্ভব হচ্ছেনা বলে বাদ দিয়েছি। এখন শুধু জব আর ক্রিপ্টো নিয়ে চলতেছি। এভাবেই চলবে আগামী দিনগুলো ইনশাআল্লাহ।
-
আমি প্রথমদিকে সফট্ওয়ারে সাতোশি ও কয়েন earn করতাম। ধরনের কাজ করেছি। অভিজ্ঞতা আছে। এক টাকা দুই টাকা উপার্জন করেছি ।
-
আমি প্রথমদিকে সফট্ওয়ারে সাতোশি ও কয়েন earn করতাম। ধরনের কাজ করেছি। অভিজ্ঞতা আছে। এক টাকা দুই টাকা উপার্জন করেছি ।
প্রথম দিকে তখন এরকম অল্প টাকা আয় করেছি। কিন্তু তখন দুটাকা হলেও অনেক আনন্দ পেতাম যে কম্পিউটারের ভিতর থেকে দুটাকা বের করেছি। এখন বড় পেমেন্ট পেলেও এমন আনন্দ পাইনা সত্যিই। কারণ শুরুর ওই দুই টাকাই আমাদের অনেকের প্রেরণা বিশেষ করে পুরাতন কিছু আমার মতন যারা আছেন।
-
আমি বেশ কিছু দিন করেছি তবে দুঃখের সাথে বলতে হচ্ছে কখনও কোন পেমেন্ট আমি পাই নাই। এখন সত্যিবলতে যত টুকু যা পেয়েছি সব এই ফোরাম থেকে।
-
আমি বেশিদিন দরে এই সাইটে কাজ করিনা লাইনে নতুন এসেছি যার কারণে আপনাদের পোস্ট অফিস তে পারলাম না। দয়া করে যদি ডাটা এন্ট্রি লিঙ্কটা দিতেন তাহলে ভালো হতো।
-
ডাটা এন্ট্রি কাজও করেছি কত দিন তবে এখান থেকে কিছু পেয়েছিলাম। কিন্তু সেটা খুব বেশি না। দীর্ঘক্ষন কাজ করতাম। আমি এই কাজ করেছি ওডেস্কে এ যে টা এখন আপ ওয়ার্ক নামে পরিচিত।
যাক তাহলে ফোরামে আসার আগে আপনার অনলাইন আর্নিং সম্পর্কে ধারনা হয়ে গেছে। ওডেস্ক এখন আপওয়ার্ক নামে এখন পরিচিত। আমিও ওখানে কিছুদিন কাজ করেছি। পরে জব করে রাত জেগে কাজ করা আমার জন্য সম্ভব হচ্ছেনা বলে বাদ দিয়েছি। এখন শুধু জব আর ক্রিপ্টো নিয়ে চলতেছি। এভাবেই চলবে আগামী দিনগুলো ইনশাআল্লাহ।
ক্রিপ্টো তে আসার আগে আমি আবার এস ই ও শেখা শুরু করেছিলাম। কিছু দিন শেখার পর আবার কোন কারনে কিছুদিন বন্ধ করেছিলাম কিন্তু পড়ে আর শেখা হয়ে ওঠেনি।
-
আসলে ভাই আমি সাইডে কখনো কাজ করিনি তো এর অভিজ্ঞতা আমার একদমই নেই। আপনার পোস্টটি পড়ার পর কিছুটা বুঝতে পেরেছি ডাটা এন্ট্রি সাইটের সম্পর্কে।
-
আমি বেশ কিছু দিন করেছি তবে দুঃখের সাথে বলতে হচ্ছে কখনও কোন পেমেন্ট আমি পাই নাই। এখন সত্যিবলতে যত টুকু যা পেয়েছি সব এই ফোরাম থেকে।
ভাইয়া আপনার সাথে আমার কিছুটা মিল রয়েছে। আমিও ডাটা এন্ট্রি সাইডে কাজ করেছিলাম কিন্তু সেখান থেকে কিছু পাইনি। মোটকথা এই ফোরাম ছাড়া অন্য কোথাও থেকে কিছুই পাইনি যা পেয়েছি এই ফোরাম থেকেই।
-
ডাটা এন্ট্রি কাজও করেছি কত দিন তবে এখান থেকে কিছু পেয়েছিলাম। কিন্তু সেটা খুব বেশি না। দীর্ঘক্ষন কাজ করতাম। আমি এই কাজ করেছি ওডেস্কে এ যে টা এখন আপ ওয়ার্ক নামে পরিচিত।
ভাই ওডেক্স এর নাম মনে করিয়ে দিয়ে মনটা খারাপ করে দিলেন। আমি ২০১৩ সালে ওডেক্স একাউন্ট করে কাজ শুরু করেছিলাম ডাটা এনট্রির কিন্তু অলসতার কারনে এবং নতুন চাকুরীর সুবাধে বেশী দিন কাজ করতে পারিনী। আজকে যদি ঐ একাউন্ট থাকত এবং কাজ করে যেতাম তাইলে বেস্ট ফ্রিল্যান্সার থাকতাম এবং প্রতি ঘন্টায় অন্তত ১০ডলার করে ইনকাম হতো।
-
Gogetsome এ আমি প্রথম ডাটা এনট্রির কাজ করি সেখানে রাতে ১২ টার পরে কাজ করতে হত তখন রাত জেগে কাজ করলে অনেক বেশি কাজ করা জেতো প্রতি ১০০০ টা ক্যাপচার করলে ২ডলার পাওয়া যেতো এটাই ছিলো আমার প্রথম অভিজ্ঞতা।
-
২০১২ সালে অনেক কষ্টে টাকা জমিয়ে একটা পিসি কিনি। তখন থেকে চেষ্টা করতাম কিভাবে অনলাইনে আয় করা যায়। নিজে নিজে চেষ্টা করতে লাগলাম। গুগলে সার্চ করা শুরু করলাম How to make/earn money form online. এভাবে সার্চ করতে করতে পেয়ে গেলাম কিছু ডাটা এন্ট্রি সাইটের নাম। 2 Captcha, Metatypers, Protypers, Kolotibalo এবং এরকম আরো কয়েকটি সাইটের লিংক। সেখানে একাউন্ট করলাম, এর মধ্যে টুক্যাপচা ছাড়া বাকিগুলো একাউন্ট ব্যন করে দেয়। 2 Captcha সাইটে টাইপ করে আমি তখন মাসে ৫০ ডলারের মত আয় করতাম। সকালের দিকে রেট বেশি থাকতো। কয়েকমাস কাজ করে টাকা পেইজার মাধ্যমে ব্যাংকে উইথড্র করলাম। জীবনে প্রথম নিজের চেষ্টায়, নিজে পথ বের করে প্রথম অনলাইন থেকে টাকা আয় করা এবং সেটা ব্যাংকে পাওয়ার পর যে আনন্দ পেয়েছিলাম সেটা ছিলো অনলাইনে কাজ করার অনুপ্রেরণা। এই সাইটে আমার অনেক রেফারেল আছে। কয়েকমাস পরে ঢুকে দেখি কত ডলার আয় হয়। তখন তা উইথড্র দেই। অন্য অনেক স্কাম সাইটেও কাজ করেছি কিন্তু তারা পেমেন্ট দেয়নি। আপনারা অনলাইনে কেউ কি ডাটা এন্ট্রির কাজ করেছেন? আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন।
আসলে ধৈর্য আর ইচ্ছে শক্তি মানুষকে তার শীর্ষ স্থানে নিয়ে যায়। যদি ধৈর্য ধরে কাজ করা যায় তা হলে সব কিছুতেই সাফল্য নিশ্চিত। আমার ধৈর্য না থাকার কারনে আমি বেশি দূর এগিয়ে যেতে পারিনি কিন্তু আপনাদের অনুপেরোণা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমিও কিছু কিছু করতাম কিন্তু পেমেন্ট খুব কম পাইতাম তাই বাদ দিছিলাম
-
না ভাইয়া আমি এই ক্রিপ্টো জগতে নতুন একজন ইউজার আমি কখনো ডাটা এন্ট্রির কাজ করিনি তবে আপনার অভিজ্ঞতা ডাক শুনে অনেক ভালো লাগলো আপনি অনেক সুন্দর একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের মাঝে হ্যাঁ ভাই আপনার অভিজ্ঞতা থেকে অনেকেই অনেক কিছু শিখতে পারবে এবং বুঝতে পারবে যে কিভাবে কষ্ট করলে এক সময় অনেক বড় হওয়া যাবে আপনার এই অভিজ্ঞতা থেকে অনেকেই অনুপ্রাণিত হয়ে ক্রিপ্টো জগতের দিকে আসবে
-
আসলে এখানে আমি কাজ করি নি। আমি এই ফোরামে এসেছি কিছুদিন হয়েছে। আপনার পোস্ট পড়ে ডাটা এন্ট্রি সম্পর্কে জানতে পারলাম।
-
২০১২ সালে অনেক কষ্টে টাকা জমিয়ে একটা পিসি কিনি। তখন থেকে চেষ্টা করতাম কিভাবে অনলাইনে আয় করা যায়। নিজে নিজে চেষ্টা করতে লাগলাম। গুগলে সার্চ করা শুরু করলাম How to make/earn money form online. এভাবে সার্চ করতে করতে পেয়ে গেলাম কিছু ডাটা এন্ট্রি সাইটের নাম। 2 Captcha, Metatypers, Protypers, Kolotibalo এবং এরকম আরো কয়েকটি সাইটের লিংক। সেখানে একাউন্ট করলাম, এর মধ্যে টুক্যাপচা ছাড়া বাকিগুলো একাউন্ট ব্যন করে দেয়। 2 Captcha সাইটে টাইপ করে আমি তখন মাসে ৫০ ডলারের মত আয় করতাম। সকালের দিকে রেট বেশি থাকতো। কয়েকমাস কাজ করে টাকা পেইজার মাধ্যমে ব্যাংকে উইথড্র করলাম। জীবনে প্রথম নিজের চেষ্টায়, নিজে পথ বের করে প্রথম অনলাইন থেকে টাকা আয় করা এবং সেটা ব্যাংকে পাওয়ার পর যে আনন্দ পেয়েছিলাম সেটা ছিলো অনলাইনে কাজ করার অনুপ্রেরণা। এই সাইটে আমার অনেক রেফারেল আছে। কয়েকমাস পরে ঢুকে দেখি কত ডলার আয় হয়। তখন তা উইথড্র দেই। অন্য অনেক স্কাম সাইটেও কাজ করেছি কিন্তু তারা পেমেন্ট দেয়নি। আপনারা অনলাইনে কেউ কি ডাটা এন্ট্রির কাজ করেছেন? আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন।
এই বিষয়ে আমি এর আগে অবগত ছিলাম না। এই বিষয়টা আমার কাছে একদম নতুন মনে হচ্ছে। ডাটা এন্ট্রি সাইটে মূলত কি একটু লিংক দিতেন অথবা একটি পোস্ট করতেন তাহলে এ বিষয়ে জানতে পারতাম
-
ডাটা এন্ট্রির কাজ আমি কখনোই করিনি। আমি প্রথমত এই বিটকয়েন ফোরামে বাউন্টি করেছি এবং সেই সাথে সাথে কিছু এয়ার্ড্রপ করেছি। এবং তার পরপরই আমি এই এলাট কয়েন ফোরামে এসেছি। আমার আশা আমি এখানে সারা জীবন কাজ করব। কিন্তু প্রথমত একটি সাইটে কাজ করেছিলাম ভিডিও দেখলে সেখান থেকে ডলার শো করতো। আমি সেখানে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম আমি সেখান থেকে কিছুই পাইনি। প্রায় 10 হাজার টাকার মতো লস খেয়েছি। তারপরপরই আসি এই ফোরামে।
-
আমার অনলাইনে কাজ করা ছোটবেলা থেকেই ভাবনা ছিল। আমি একটি সাইডে কাজ করতাম সেটিতে হচ্ছে ভিডিও একেকটা শহরে একই ধরনের ভিডিও আপলোড করতে হয় সেটি হচ্ছে পরান সাইট। এই সাইডে কিছুদিন কাজ করেছি। আমি নিজেই মনে করেছি যে আসলে এই সাইটের টাকাগুলি হালাল হবে না। তাই আমি সেখান থেকে ফিরে এসেছি ওখানে মোটামুটি ভালো ইনকাম করা যেত। কিন্তু সেটা আমার মনে ধরেনিতারপরপরই আমি এই অ্যালার্ট কয়েন ফোরামে আমি আসি।