Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on October 27, 2020, 11:10:21 AM
-
ফোরামে আসার আগে ২০১৫-১৬ সালে পিটিসি সাইট থেকে বিদায় নিয়ে শুরু করেছিলাম রেভিনিউ শেয়ার সাইটে কাজ। প্রথম প্রথম কিছু কিছু সাইটে অল্প অল্প পেমেন্ট পেয়েছিলাম। অধিকাংশই চিটার ছিলো। যেসব সাইটে পেমেন্ট নিয়মিত দিত সেখানে বড় বিনিয়োগ করলাম। প্রথম কিছু দিন ভালো ভালো পেমেন্ট পেয়েছিলাম। পরে সাইটগুলোর অবস্থা খারাপ হওয়ায় তারা সাইট বন্ধ করে দিলো। নিজের সব পুঁজি হারিয়ে ফেললাম। অনলাইনে কাজ করার আগ্রহটাই হারিয়ে ফেলতে বসলাম। এর পর কিছু বিটকয়েন মাইনিং সাইটেও ইনভেস্ট করে প্রথম প্রথম আয় পেলেও পরে আয় তারা আয় এবং ক্যাপিটাল দুটোই অফ করে দিলো। কিছু কিছু সাইট ছিলো মাত্র ১০০ ঘন্টা ডাবল পেমেন্ট দিতো। মূলত তারা প্রথমে ছোট ছোট পেমেন্ট দিয়ে ইনভেস্টরদের আগ্রহ বাড়িয়ে নিত। পরে যখন বড় বড় বিনিয়োগ করতো তখন সেটা দিতো না। এভাবে তাদের প্রতারণায় নিজের জমানো প্রায় হাফ বিটিসি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছিলাম। আপনাদের রেভিনিউ শেয়ার সাইটে কাজ করার অভিজ্ঞতা থাকলে শেয়ার করুন।
-
এসব সাইটে আমিও কিছুদিন কাজ করেছিলাম। তারা প্রথম কয়েকদিন পেমেন্ট করে তারপর তাদের ওয়েব সাইট ডাউন করে পালিয়ে যাই। এখানে অনেক বিনিয়োগকারী আছেন যারা পেমেন্ট করে কিছুই পাননি। সেই খেত্রে আমি মনে করি। ক্রিপ্টোকারেন্সি একক অনন্য প্লাটফরম যেখানে সঠিক জায়গায় বিনিয়োগ করলে তাকে আর পেছনে ফিরেতাকাতে হবে না।
-
এসব সাইটে আমিও কিছুদিন কাজ করেছিলাম। তারা প্রথম কয়েকদিন পেমেন্ট করে তারপর তাদের ওয়েব সাইট ডাউন করে পালিয়ে যাই। এখানে অনেক বিনিয়োগকারী আছেন যারা পেমেন্ট করে কিছুই পাননি। সেই খেত্রে আমি মনে করি। ক্রিপ্টোকারেন্সি একক অনন্য প্লাটফরম যেখানে সঠিক জায়গায় বিনিয়োগ করলে তাকে আর পেছনে ফিরেতাকাতে হবে না।
আসলে যারা রেভিনিউ শেয়ার সাইটে প্রথম দিকে বিনিয়োগ করেছিলো তারা লাভ করে ছিলো। আমরা পরে বিনিয়োগ করে সামান্য কিছু উঠানোর আগেই রেভিনিউ শেয়ার সাইটগুলো ডাউন হওয়া শুরু হয়। হা, ক্রিপ্টোতে এসে সেটা বুঝেছি। আমি ক্রিপ্টো থেকে সামান্য কিছু হলেও পেয়েছি। এখানে বিনিয়োগ করলে করলে প্রতারণার সম্ভাবনা কম বিশেষ করে একচেঞ্জারগুলোতে ট্রেড করলে। তবে নতুন প্রজেক্টে বিশেষ করে আইসিওতে বিনিয়োগ করলে প্রতারনার সম্ভাবনাও আছে।
-
মালাম ভাই। এগুলোতে সময় নষ্ট কইরেন না। বিটকয়েন ফোরামে বাউন্টি সময় দিন। কিছু হলেও পাবেন। এগুলোর বর্তমান আমি কোন ভ্যালু দেখছি না।
-
এসব সাইটে আমিও কিছুদিন কাজ করেছিলাম। তারা প্রথম কয়েকদিন পেমেন্ট করে তারপর তাদের ওয়েব সাইট ডাউন করে পালিয়ে যাই। এখানে অনেক বিনিয়োগকারী আছেন যারা পেমেন্ট করে কিছুই পাননি। সেই খেত্রে আমি মনে করি। ক্রিপ্টোকারেন্সি একক অনন্য প্লাটফরম যেখানে সঠিক জায়গায় বিনিয়োগ করলে তাকে আর পেছনে ফিরেতাকাতে হবে না।
বাংলাদেশি এরকম অনেক সাইট রয়েছে। সেগুলোর ওয়েবসাইট গুলো ডাউন করে চলে গিয়েছে। কিছুদিন আগে সিরাজগঞ্জে একটা ঘটনা ঘটেছিল। এক পোলা কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। তাই এগুলোতে পি নিয়োগ না করাই ভালো। বাংলাদেশের চিটার বাটপার দিয়ে ভরা।
-
এসব সাইটে আমিও কিছুদিন কাজ করেছিলাম। তারা প্রথম কয়েকদিন পেমেন্ট করে তারপর তাদের ওয়েব সাইট ডাউন করে পালিয়ে যাই। এখানে অনেক বিনিয়োগকারী আছেন যারা পেমেন্ট করে কিছুই পাননি। সেই খেত্রে আমি মনে করি। ক্রিপ্টোকারেন্সি একক অনন্য প্লাটফরম যেখানে সঠিক জায়গায় বিনিয়োগ করলে তাকে আর পেছনে ফিরেতাকাতে হবে না।
বাংলাদেশি এরকম অনেক সাইট রয়েছে। সেগুলোর ওয়েবসাইট গুলো ডাউন করে চলে গিয়েছে। কিছুদিন আগে সিরাজগঞ্জে একটা ঘটনা ঘটেছিল। এক পোলা কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। তাই এগুলোতে পি নিয়োগ না করাই ভালো। বাংলাদেশের চিটার বাটপার দিয়ে ভরা।
হ্যাঁ ভাইয়া রা এরকম ঘটনা আমরাও শুনেছি ইউটিউবে ভিডিও দেখলে ডলার দিত। সাইটটা কিছুদিন চলার পরে তারা পালিয়ে যায় যার কারণে পরের যারা একাউন্ট করেছিল তারা শুধু মাথায় নষ্ট। এরকম ঘটনা আমি আরো দুই এক জায়গায় শুনেছি।
-
এসব সাইটে আমিও কিছুদিন কাজ করেছিলাম। তারা প্রথম কয়েকদিন পেমেন্ট করে তারপর তাদের ওয়েব সাইট ডাউন করে পালিয়ে যাই। এখানে অনেক বিনিয়োগকারী আছেন যারা পেমেন্ট করে কিছুই পাননি। সেই খেত্রে আমি মনে করি। ক্রিপ্টোকারেন্সি একক অনন্য প্লাটফরম যেখানে সঠিক জায়গায় বিনিয়োগ করলে তাকে আর পেছনে ফিরেতাকাতে হবে না।
আসলে যারা রেভিনিউ শেয়ার সাইটে প্রথম দিকে বিনিয়োগ করেছিলো তারা লাভ করে ছিলো। আমরা পরে বিনিয়োগ করে সামান্য কিছু উঠানোর আগেই রেভিনিউ শেয়ার সাইটগুলো ডাউন হওয়া শুরু হয়। হা, ক্রিপ্টোতে এসে সেটা বুঝেছি। আমি ক্রিপ্টো থেকে সামান্য কিছু হলেও পেয়েছি। এখানে বিনিয়োগ করলে করলে প্রতারণার সম্ভাবনা কম বিশেষ করে একচেঞ্জারগুলোতে ট্রেড করলে। তবে নতুন প্রজেক্টে বিশেষ করে আইসিওতে বিনিয়োগ করলে প্রতারনার সম্ভাবনাও আছে।
এর মধ্যে দেখে দেখে কাজ করলে এবং ভাল প্রজেক্টে ইনভেস্ট করতে পারলে ভাল কিছু আশা করা যায়। পত্যেকটি জায়গায় ভাল মন্দ মিলিয়েই থাকে তাই সর্তকতা অবলম্বন করতে হবে।