Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on October 27, 2020, 11:17:14 AM
-
আমি প্রথমে ২০১২ সালে ডাটা এন্ট্রি করি এরপর পিটিসি সাইটে কাজ করি। তারপর রেভিনিউ সাইটে বিনিয়োগ করে সেখানের স্কাম সাইটের খপ্পরে পড়ে অনেক ডলার হারিয়ে
যখন আমি পথে বসার উপক্রম তখন আমার ফোরাম বস আমাকে বিটকয়েনটকের লিংকটা দিয়ে বললেন, একাউন্ট করেন, প্রতিদিন অন্তত ১৫ টা পোস্ট পড়েন, রুলস বোঝেন, রোজ ২ টা কমেন্ট করেন। আপনার কষ্টের দিন শেষ হবে দ্রুত ইনশাআল্লাহ। তারপর দুই মাস পরে যখন ফোরাম ও ক্রিপ্টো সম্পর্কে কিছু ধারনা সংগ্রহ করি তখন বাউন্টি শুরু করি। আবার আমার বসের আগে আমি সর্ব প্রথম পেমেন্ট পাই সিগনেচার করে জেআর মেম্বার হয়ে। সেটা নিজের চেষ্টায় ইথারিয়াম ওয়ালেট থেকে একচেঞ্জে নিয়ে সেল করে ক্যাশ করে বসকে জানাই উপহার পাঠানোর মাধ্যমে। তিনি নিজেও বিম্মিত, আমি একেবারে নতুন হয়ে কিভাবে এতগুলো ধাপ পারকরে ক্যাশ করলাম। আসলে প্রথমে নিজে এগুলো করতে গিয়ে অনেক মাথা ঘামাতে হয়েছিলো। মূলত কোন কিছু শিখতে হলে তার পিছে শ্রম দিতে হয়, লেগে থাকেতে হয়। সেই শুরু আর এখনও চলছে বিনা পুঁজির বাউন্টি কাজ। আপনাদের ও ফোরামে আসার অভিজ্ঞতা শেয়ার করুন।
-
যে কোন কাজের পেছনে অনেক শ্রম দিতে হয়। তাছাড়া ভাল ফল আসা করা যায় না। আপনি অনেক সাধনা এবং অনেক পথ পাড়ি দিয়ে এখানে এসেছেন। আমি মনে করি এখান থেকে আপনার সাকসেস হবেই হবে। আমি যতদুর জানি আপনি অনেক ধৈয্যশিল একজন মানুষ। আপনার সফলতা আসবেই।
-
যে কোন কাজের পেছনে অনেক শ্রম দিতে হয়। তাছাড়া ভাল ফল আসা করা যায় না। আপনি অনেক সাধনা এবং অনেক পথ পাড়ি দিয়ে এখানে এসেছেন। আমি মনে করি এখান থেকে আপনার সাকসেস হবেই হবে। আমি যতদুর জানি আপনি অনেক ধৈয্যশিল একজন মানুষ। আপনার সফলতা আসবেই।
জি ভাই, ধৈর্য্য এবং অধ্যবসায় ছাড়া কিছুই সহজে অর্জিত হয়না। অনেকেই দেখবেন ফোরামে জয়েন করেই বাউন্টি করতে চায়। রুলস পড়েনা, জানেনা, জানার চেষ্টাও করেনা। পরে ধরা খায়। আর আমরা একসাথে কয়েকজন জয়েন করেছিলাম। প্রতিদিন ফোরামে ঘন্টারপর ঘন্টা সময় দিয়ে বিভিন্ন পোস্ট পড়তাম, রুলস পড়তাম। ক্রিপ্টো সম্পর্কে জানার চেষ্টা করতাম। কয়েনমার্কেটক্যাপ, একচেঞ্জ, কয়েনর্যাংক, ক্যাপিটাল, ডমিনেন্স, ক্রিপ্টোনিউজ এগুলো নিয়ে নিজের চেষ্টা নিজে নিজেই করতাম। কোন কিছু জানার ইচ্ছা হলে গুগলে সার্চ করতাম, ইউটিউবে ভিডিও দেখতাম। সাথে প্রতিদিন মাত্র ২ টি করে কমেন্ট করতাম। এভাবে প্রায় ২ মাস যাওয়ার পর বাউন্টি নিয়ে গবেষণা করে করে কাজ শুরু করি। এরকম হেল্প পাওয়ার কোন লোকই ছিলোনা তখন। যে কয়জন বাঙালি ছিলো এসআর হিরো, তাদের অনেকেরই কাছে নক দিতাম, তারা ভাবের জালায় কথা বলতোনা। হাল ছাড়িনি। দোয়া করবেন ভাই যেন আপনাদের পাশে থাকতে পারি।
-
আপনি ভাই পুরনো লোক। 2012 সালে আমি শিশু ছিলাম। তাহলে বুঝতে পারছেন, কিশোরে পা রেখেছি। তবে বয়স কম পোলাপাইন পাকনামি করে। আমি পাকনামি করি না। অনেক কাজই করছি। কিন্তু বাউন্টি করি নাই। তবে সব কাজের অভিজ্ঞতা আছে। একসময় ম্যানেজার ছিলাম, ম্যানেজমেন্টে ছিলাম, সিগনেচার করতাম, কমিউনিটি এম্বাসেডর ছিলাম, একটি প্রজেক্ট এর অ্যাডভাইজার ছিলাম। তবে অভিজ্ঞতাগুলো চলার জন্য যথেষ্ট না। বর্তমান আমি ফোরামে আছি। অনেক উত্থান পতন হয়েছে আমার। তারপরেও ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর সাথে আছি। বর্তমান কিছু ট্রেড করি। এভাবেই জীবন চলছে। এভাবে চলে যাবে।
-
আমি মূলত ফোরামে কারো হাত ধরে আসি নাই। আমি সবকিছুই একলা একলা শিখেছি। বাউন্টি করার জন্য আমাকে কেউ হেল্প করে নাই। আমার একজন গুরু আছে, সে আমার শিক্ষাগুরু। কিন্তু তার মাইন্ড পরিষ্কার ছিল না। তাই সে আমাকে এই ফোরামে ঢুকাই নাই। আমি নিজের ইচ্ছায় ফোরামে এসেছি। তবে বর্তমানে গুরুর সাথে আমার ভালো সম্পর্ক। গুরু কে আমি অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি। তবে গুরু আমাকে eth wallet খুলে দিয়েছিল। তারপর থেকেই মূলত বাউন্টি শিখেছিলাম। অনেক উত্থান পতন হয়েছে। ফোরামে যে একবার আসে, সে ফিরে যেতে পারে না। যেমন আমি। একসময় কোন কাজ করতে পারি নাই ও মনে হয়েছিল ফোরাম ছেড়ে দেবে। কিন্তু জেদের বশে এখনও ফোরামে আছি। কারন আমি সব সময় কাজ করতে ভালবাসি। তবে বাংলাদেশ আমার গুরুর স্থান ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উন্নত অবস্থানে রয়েছে। সে পরিশ্রমী।
-
আমি মূলত ফোরামে কারো হাত ধরে আসি নাই। আমি সবকিছুই একলা একলা শিখেছি। বাউন্টি করার জন্য আমাকে কেউ হেল্প করে নাই। আমার একজন গুরু আছে, সে আমার শিক্ষাগুরু। কিন্তু তার মাইন্ড পরিষ্কার ছিল না। তাই সে আমাকে এই ফোরামে ঢুকাই নাই। আমি নিজের ইচ্ছায় ফোরামে এসেছি। তবে বর্তমানে গুরুর সাথে আমার ভালো সম্পর্ক। গুরু কে আমি অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি। তবে গুরু আমাকে eth wallet খুলে দিয়েছিল। তারপর থেকেই মূলত বাউন্টি শিখেছিলাম। অনেক উত্থান পতন হয়েছে। ফোরামে যে একবার আসে, সে ফিরে যেতে পারে না। যেমন আমি। একসময় কোন কাজ করতে পারি নাই ও মনে হয়েছিল ফোরাম ছেড়ে দেবে। কিন্তু জেদের বশে এখনও ফোরামে আছি। কারন আমি সব সময় কাজ করতে ভালবাসি। তবে বাংলাদেশ আমার গুরুর স্থান ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উন্নত অবস্থানে রয়েছে। সে পরিশ্রমী।
সবই আগে হয়েছে কিন্তু ফোরামের সন্ধান পাওয়াটা অনেক দেরিতে হয়েছে। অনেক বড় ভাই ছিলো তারা দেখতাম বিটিসি সেল করতো, জিগাইতাম বলতো ফ্রিল্যাঞ্চিং করি। কোন সাইটে জানতে চাইলে বলতোনা। সাইটের নামটা অন্তত বললে আরো বছর দুয়েক আগে জয়েন হতে পারতাম। তারপরও যা পাইছি তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আর এই ফোরামে আপনার মত একজন বন্ধু, সহচর, সহযোদ্ধা পেয়েছি বলেই এখন একটিভ থাকি বেশি। আগে একটিভ থাকলেও সেটা ছিলো স্বল্প সময়ের জন্য।
-
আমি মূলত ফোরামে কারো হাত ধরে আসি নাই। আমি সবকিছুই একলা একলা শিখেছি। বাউন্টি করার জন্য আমাকে কেউ হেল্প করে নাই। আমার একজন গুরু আছে, সে আমার শিক্ষাগুরু। কিন্তু তার মাইন্ড পরিষ্কার ছিল না। তাই সে আমাকে এই ফোরামে ঢুকাই নাই। আমি নিজের ইচ্ছায় ফোরামে এসেছি। তবে বর্তমানে গুরুর সাথে আমার ভালো সম্পর্ক। গুরু কে আমি অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি। তবে গুরু আমাকে eth wallet খুলে দিয়েছিল। তারপর থেকেই মূলত বাউন্টি শিখেছিলাম। অনেক উত্থান পতন হয়েছে। ফোরামে যে একবার আসে, সে ফিরে যেতে পারে না। যেমন আমি। একসময় কোন কাজ করতে পারি নাই ও মনে হয়েছিল ফোরাম ছেড়ে দেবে। কিন্তু জেদের বশে এখনও ফোরামে আছি। কারন আমি সব সময় কাজ করতে ভালবাসি। তবে বাংলাদেশ আমার গুরুর স্থান ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উন্নত অবস্থানে রয়েছে। সে পরিশ্রমী।
সবই আগে হয়েছে কিন্তু ফোরামের সন্ধান পাওয়াটা অনেক দেরিতে হয়েছে। অনেক বড় ভাই ছিলো তারা দেখতাম বিটিসি সেল করতো, জিগাইতাম বলতো ফ্রিল্যাঞ্চিং করি। কোন সাইটে জানতে চাইলে বলতোনা। সাইটের নামটা অন্তত বললে আরো বছর দুয়েক আগে জয়েন হতে পারতাম। তারপরও যা পাইছি তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আর এই ফোরামে আপনার মত একজন বন্ধু, সহচর, সহযোদ্ধা পেয়েছি বলেই এখন একটিভ থাকি বেশি। আগে একটিভ থাকলেও সেটা ছিলো স্বল্প সময়ের জন্য।
প্রথম দিকে যারা ফোরামে জয়েন করেছিল। তারা মূলত কাউকে কাজ শিখাতে চাই নাই। বেশিরভাগ পোলাপাইন নিজের আগ্রহে কাজ শিখেছে।তবে আপনি যদি পুরাতন কোন ইউজারদের কাছে এখনো মান, তারা এখনো কাউকে কাজ শিখায় না। কাজের ব্যাপারে কেউ কাউকে হেল্প করতে চায়না। বাঙ্গালীদের ধর্ম।
-
আমি মূলত ফোরামে কারো হাত ধরে আসি নাই। আমি সবকিছুই একলা একলা শিখেছি। বাউন্টি করার জন্য আমাকে কেউ হেল্প করে নাই। আমার একজন গুরু আছে, সে আমার শিক্ষাগুরু। কিন্তু তার মাইন্ড পরিষ্কার ছিল না। তাই সে আমাকে এই ফোরামে ঢুকাই নাই। আমি নিজের ইচ্ছায় ফোরামে এসেছি। তবে বর্তমানে গুরুর সাথে আমার ভালো সম্পর্ক। গুরু কে আমি অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি। তবে গুরু আমাকে eth wallet খুলে দিয়েছিল। তারপর থেকেই মূলত বাউন্টি শিখেছিলাম। অনেক উত্থান পতন হয়েছে। ফোরামে যে একবার আসে, সে ফিরে যেতে পারে না। যেমন আমি। একসময় কোন কাজ করতে পারি নাই ও মনে হয়েছিল ফোরাম ছেড়ে দেবে। কিন্তু জেদের বশে এখনও ফোরামে আছি। কারন আমি সব সময় কাজ করতে ভালবাসি। তবে বাংলাদেশ আমার গুরুর স্থান ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উন্নত অবস্থানে রয়েছে। সে পরিশ্রমী।
সবই আগে হয়েছে কিন্তু ফোরামের সন্ধান পাওয়াটা অনেক দেরিতে হয়েছে। অনেক বড় ভাই ছিলো তারা দেখতাম বিটিসি সেল করতো, জিগাইতাম বলতো ফ্রিল্যাঞ্চিং করি। কোন সাইটে জানতে চাইলে বলতোনা। সাইটের নামটা অন্তত বললে আরো বছর দুয়েক আগে জয়েন হতে পারতাম। তারপরও যা পাইছি তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আর এই ফোরামে আপনার মত একজন বন্ধু, সহচর, সহযোদ্ধা পেয়েছি বলেই এখন একটিভ থাকি বেশি। আগে একটিভ থাকলেও সেটা ছিলো স্বল্প সময়ের জন্য।
প্রথম দিকে যারা ফোরামে জয়েন করেছিল। তারা মূলত কাউকে কাজ শিখাতে চাই নাই। বেশিরভাগ পোলাপাইন নিজের আগ্রহে কাজ শিখেছে।তবে আপনি যদি পুরাতন কোন ইউজারদের কাছে এখনো মান, তারা এখনো কাউকে কাজ শিখায় না। কাজের ব্যাপারে কেউ কাউকে হেল্প করতে চায়না। বাঙ্গালীদের ধর্ম।
পুরাতন ইউজার কিন্তু এখন হাতে গোনা দুএকজন ছাড়া নেই। কারণ রেডট্রাস্ট খেয়ে অধিকাংশই নতুন আইডি খুলেছে। তাই এখন চেনার উপায় নেই যে কে পুরান আর কেন নতুন যদিনা আগে থেকে তাদের চেনা থাকে। তবে যাই হোক, আমার বস নিজেও কাজ না শিখালে তেমন অন্তত ৫০ জনকে ফোরামের সন্ধান দিছে। তাদেরকে আমি কাজ শিখিয়েছি এবং আমি নিজেও অনেককে ফোরামের সন্ধান দিয়ে কাজ শিখিয়েছি কোন স্বার্থ ছাড়াই। আমি তখন আনন্দ পাই যখন দেখি কোন ছেলে ইনকাম করে তার পরিবারের জন্য অবদান রাখছে।
-
যে কাজই হোক না কেন সেটা শিখতে চাইলে আসলে শ্রম ছাড়া হয়না। আমি যখন এই ফোরামে প্রথম আসি তখন এই ফোরাম সম্পর্কে আমার কোনো ধারনাই ছিল না। তারপর আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি এখন মোটামুটি এই ফোরাম সম্পর্কে ভালোই ধারণা অর্জন করেছি।
-
আমি প্রথমে এয়ার্ড্রপ করি তারপর এলট কয়েন সাইডে একাউন্ট খুলি। বর্ধমান এ অ্যালট কয়েন ফোরামে কাজ করতেছি কিন্তু এখন পর্যন্ত কোন পেমেন্ট পাইনি।
-
আমি প্রথমে এয়ার্ড্রপ করি তারপর এলট কয়েন সাইডে একাউন্ট খুলি। বর্ধমান এ অ্যালট কয়েন ফোরামে কাজ করতেছি কিন্তু এখন পর্যন্ত কোন পেমেন্ট পাইনি।
আপনি নতুন ইউজার। এখানে আসা মাত্রই পেমেন্ট পাবেন এরকম কোথাও লেখা কি আছে? আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করতে হবে। ধৈর্য ধারণ করুন অবশ্যই ভাল কিছু পাবেন। সৎ ভাবে কাজ চালিয়ে যান।
-
যে কাজই হোক না কেন সেটা শিখতে চাইলে আসলে শ্রম ছাড়া হয়না। আমি যখন এই ফোরামে প্রথম আসি তখন এই ফোরাম সম্পর্কে আমার কোনো ধারনাই ছিল না। তারপর আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি এখন মোটামুটি এই ফোরাম সম্পর্কে ভালোই ধারণা অর্জন করেছি।
অনলাইনে যে কোন কাজ করার জন্য শ্রম দিতে হয় না। এখানে বুদ্ধিমত্তা ও মেধাকে কাজে লাগাতে হয়। আপনি ফোরামের সাথে থাকুন। ফোরামের সিনিয়র দের পোস্টগুলা করুন। তাহলে আপনি উন্নতি লাভ করতে পারবেন।
-
আমি প্রথমে ২০১২ সালে ডাটা এন্ট্রি করি এরপর পিটিসি সাইটে কাজ করি। তারপর রেভিনিউ সাইটে বিনিয়োগ করে সেখানের স্কাম সাইটের খপ্পরে পড়ে অনেক ডলার হারিয়ে
যখন আমি পথে বসার উপক্রম তখন আমার ফোরাম বস আমাকে বিটকয়েনটকের লিংকটা দিয়ে বললেন, একাউন্ট করেন, প্রতিদিন অন্তত ১৫ টা পোস্ট পড়েন, রুলস বোঝেন, রোজ ২ টা কমেন্ট করেন। আপনার কষ্টের দিন শেষ হবে দ্রুত ইনশাআল্লাহ। তারপর দুই মাস পরে যখন ফোরাম ও ক্রিপ্টো সম্পর্কে কিছু ধারনা সংগ্রহ করি তখন বাউন্টি শুরু করি। আবার আমার বসের আগে আমি সর্ব প্রথম পেমেন্ট পাই সিগনেচার করে জেআর মেম্বার হয়ে। সেটা নিজের চেষ্টায় ইথারিয়াম ওয়ালেট থেকে একচেঞ্জে নিয়ে সেল করে ক্যাশ করে বসকে জানাই উপহার পাঠানোর মাধ্যমে। তিনি নিজেও বিম্মিত, আমি একেবারে নতুন হয়ে কিভাবে এতগুলো ধাপ পারকরে ক্যাশ করলাম। আসলে প্রথমে নিজে এগুলো করতে গিয়ে অনেক মাথা ঘামাতে হয়েছিলো। মূলত কোন কিছু শিখতে হলে তার পিছে শ্রম দিতে হয়, লেগে থাকেতে হয়। সেই শুরু আর এখনও চলছে বিনা পুঁজির বাউন্টি কাজ। আপনাদের ও ফোরামে আসার অভিজ্ঞতা শেয়ার করুন।
জি ভাইয়া ঠিক বলেছেন ভালো কিছু পেতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করে কাজ করতে হবে। আপনি অনেক সময় দিয়েছেন অনেক শ্রম দিয়েছেন বিনিময় আজকে এই ফল পেয়েছেন। আমাকে মূলত এই ফোরামে কেউ ইনভাইট করেনি। শুনতাম যে এলাকার সিনিয়র কয়েকটা ভাইয়েরা মোবাইল থেকে টাকা ইনকাম করছে, কিন্তু সেটা কিভাবে করছে সেটা জানতাম না তাদের কাছে জানতে চাইলেও তারা জানাত না। তাদের কাছে জিজ্ঞেস করলে কিছু জানতে চাইলে তারা বলতো এগুলো পারবে না, এগুলো কঠিন কাজ এগুলো বুঝবে না, এখন আর নতুন অ্যাকাউন্ট নেয় না, এইসব বলে বুঝিয়ে রাখত। তারপর হঠাৎ করে একদিন জানতে পারি আমার কলেজের এক ছোট ভাই এর সাথে জড়িত। পরে তার সাথে এ বিষয়ে কথা বলার পর সে আমাকে অ্যালার্ট কয়েন টক এর লিংক পাঠায়। আর বলে ধৈর্য ধরে কাজ করতে সময় নিয়ে এই ক্রিপ্টো জগৎ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে। তারপর থেকে আজ পর্যন্ত ধৈর্য ধরে বসে আছি এই ফোরামে, অনেক সময় ব্যয় করছি। জানিনা ভবিষ্যতে ভালো কিছু পাব কিনা?
-
যে কাজই হোক না কেন সেটা শিখতে চাইলে আসলে শ্রম ছাড়া হয়না। আমি যখন এই ফোরামে প্রথম আসি তখন এই ফোরাম সম্পর্কে আমার কোনো ধারনাই ছিল না। তারপর আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি এখন মোটামুটি এই ফোরাম সম্পর্কে ভালোই ধারণা অর্জন করেছি।
অনলাইনে যে কোন কাজ করার জন্য শ্রম দিতে হয় না। এখানে বুদ্ধিমত্তা ও মেধাকে কাজে লাগাতে হয়। আপনি ফোরামের সাথে থাকুন। ফোরামের সিনিয়র দের পোস্টগুলা করুন। তাহলে আপনি উন্নতি লাভ করতে পারবেন।
এরকম উপদেশ মূলক কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অবশ্যই চেষ্টা করি সিনিয়র ভাইদের কথা মত চলার। এবং কি তারা যে পরামর্শ দেয় পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করি। আসলে এই ফোরামে মেধাকে কাজে লাগাতে হয়। যার যত মেধা আছে সে ততো এই ফোরাম থেকে এগিয়ে যাবে।
-
ছোটবেলা থেকে দেখতাম সকলে অনলাইনে ইনকাম করে আমারও একদিন ইচ্ছে হল যে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় আর আমার এই অনলাইন থেকে ইনকাম করার ইচ্ছায় আজ আমাকে এই জায়গায় নিয়ে এসেছে।
-
আমি যখন ক্লাস টেন এ পড়ি তখন আমার এলাকার সিনার ভাইয়েরা দেখতাম ফোন থেকে অনেক টাকা ইনকাম করছে। তখন আমার করার ইচ্ছা ছিল কিন্তু লেখাপড়া চাপের কারণে করতে পারেনি।তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি যখন এসেছি পাশ করব তখন অবশ্যই এই কাজগুলি শিখব এবং এখান থেকে সিনিয়র ভাইদের মতো টাকা ইনকাম করব।
-
আমি যখন কলেজে লেখাপড়া করতাম তখনই আমার এখানে অনেকেই ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতো।আমি তাদের সাথে একটা কাজে নিয়োজিত দেই কিন্তু সেখানে প্রত্যেকটা একাউন্টের জন্য 5 হাজার করে টাকা ইনভেস্ট করতে হতো। এবং তারা আমাকে বিভিন্নভাবে বুঝিয়ে বলে যে এখান থেকে তুমি অনেক লাভবান হতে পারবে। কিন্তু আমি সেখানে অনেক লস খেয়ে যাই। তারপরে আমি এই ফোরামের সন্ধান পেয়ে এখানে ফিরে আসি এবং এখানে কাজ করে যাচ্ছি।
-
যে কোন কাজের পেছনে অনেক শ্রম দিতে হয়। তাছাড়া ভাল ফল আসা করা যায় না। আপনি অনেক সাধনা এবং অনেক পথ পাড়ি দিয়ে এখানে এসেছেন। আমি মনে করি এখান থেকে আপনার সাকসেস হবেই হবে। আমি যতদুর জানি আপনি অনেক ধৈয্যশিল একজন মানুষ। আপনার সফলতা আসবেই।
আপনি একদম ঠিক বলেছেন ভাই কোন কাজ করতে হলে অনেক শ্রম দিতে হয় তাহলে এই সেই কাজটা সফল হয়। আর এই ফোরামে ধৈর্য নিয়ে কাজ করলে অনেক ভালো ফল পাওয়া যায়। তাই আমরা ধৈর্যশীল হবো ইনশাআল্লাহ।
-
পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা সম্ভব না. ক্রিপ্টো সম্পর্কে আমার কোনো ধারণা ছিলোনা। কিন্তু পরে আমার এক ফ্রেন্ড এর পরামর্শে আমি ক্রিপ্টো তে আসি এবং ক্রিপ্টো সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি। তার সহায়তায় আজকে আমি ক্রিপ্টো তে কাজ করতে সক্ষম হয়েছি।
-
পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা সম্ভব না. ক্রিপ্টো সম্পর্কে আমার কোনো ধারণা ছিলোনা। কিন্তু পরে আমার এক ফ্রেন্ড এর পরামর্শে আমি ক্রিপ্টো তে আসি এবং ক্রিপ্টো সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি। তার সহায়তায় আজকে আমি ক্রিপ্টো তে কাজ করতে সক্ষম হয়েছি।
ঠিক বলেছেন আসলে কেউ সাহাজ্য না করলে কখনো ভালো কিছু করা সম্ভাব হয়না তার কারন হচ্ছে আমরা অনেক ভালো কিছু করার জন্যে আমাদের একটা গাইড লাইন এর দরকার হয় সেখানে কেউ যদি সাহাজ্য করে তাহলে অনেক ভালো হয়।
-
ভাই আমি ওই ফর্মে কারো হাত ধরে আসে নাই আমি এই ফোরামের কথা অনেক জনের কাছে শুনেছি এবং আমার খুবই ভালো লাগছে এবং এই ফোরামের অনেক সিনিয়ার ভাই আছেন যারা খুবই ভালো এবং সর্বদা জুনিয়র মেম্বারদের সাহায্য-সহযোগিতা করে আসেন মূলত এই ফোরামের ভালো ভালো দিকগুলো শুনে আমি এই ফোরামে আসছি আশা করি এই ফোরামের সিনিয়র ভাইদের কাছ থেকে সর্বদা সাহায্য পাব
-
আমার তেমন কোন গল্প নেই। এক বন্ধুর মাধ্যমে এখানে আসছি এবং এখানে কিছু করার চিন্তা করছি দেখা যাক কি করতে পারি। চেষ্টা চালিয়ে যাচ্ছি।
-
আমার বাড়ির পাশে কিছু বড় ভাই যারা মূলত ক্রিপ্টোকারেন্সি দেয়ে কাজ করে। আমি তাদের সাথে মাঝে মাঝে ঘোরাফেরা করতাম। তাদের ক্রিপ্টোকারেন্সি তে কাজ করার দেখে আমি মনে মনে ভাবতাম আমাকে যদি বড় ভাইয়ের কাজ শেখা তো তাহলে আমি শিখতাম।অতএব বড় ভাইদের আমিএকদিন বলি ভাই আমি কাজ করতে চাই তারপর আস্তে আস্তে আমাকে তারা শিখিয়ে দেয়।
-
আমার আশেপাশে অনেকেই দেখতাম তারা অনলাইনে ইনকাম করত। কিন্তু আমি এই অনলাইনে ইনকাম সম্পর্কে তেমন কিছুই জানতাম না। তাদের দেখে মনে মনে ভাবতাম আমিও যদি অনলাইনে ইনকাম করতে পারতাম ।তবে এখন সেই স্বপ্নটা সত্যি হওয়ার পথে আমার এখানে আসার পিছনে আমার এক বস আমাকে অনেক সাহায্য করেছে তার হাত ধরে আমার এখানে আসা। তার মনটা অনেক সুন্দর যার কারণে আমাকে এখানে আসতে অনেক সাহায্য করেছে। আমি এই ফোরামের একজন নতুন ইউজার ।এখনো কোন পেমেন্ট পাইনি। আমি এখন বান্টির পাশাপাশি সিগনেচার ক্যাম্পেইনে এড হয়েছি তবে আশাকরি বসের কথা মত কাজ করলে ভবিষ্যতে ভালো কিছু শিখতে পারবো।
-
আমি মূলত ফোরামে কারো হাত ধরে আসি নাই। আমি সবকিছুই একলা একলা শিখেছি। বাউন্টি করার জন্য আমাকে কেউ হেল্প করে নাই। আমার একজন গুরু আছে, সে আমার শিক্ষাগুরু। কিন্তু তার মাইন্ড পরিষ্কার ছিল না। তাই সে আমাকে এই ফোরামে ঢুকাই নাই। আমি নিজের ইচ্ছায় ফোরামে এসেছি। তবে বর্তমানে গুরুর সাথে আমার ভালো সম্পর্ক। গুরু কে আমি অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি। তবে গুরু আমাকে eth wallet খুলে দিয়েছিল। তারপর থেকেই মূলত বাউন্টি শিখেছিলাম। অনেক উত্থান পতন হয়েছে। ফোরামে যে একবার আসে, সে ফিরে যেতে পারে না। যেমন আমি। একসময় কোন কাজ করতে পারি নাই ও মনে হয়েছিল ফোরাম ছেড়ে দেবে। কিন্তু জেদের বশে এখনও ফোরামে আছি। কারন আমি সব সময় কাজ করতে ভালবাসি। তবে বাংলাদেশ আমার গুরুর স্থান ক্রিপ্টোকারেন্সি মার্কেটে উন্নত অবস্থানে রয়েছে। সে পরিশ্রমী।
ভাই সত্যিই আপনাদের অনেক ধৈর্য্য । সেই ধৈর্য আর কঠোর পরিশ্রমের বিনিময়ে আজ আপনারা এই ফোরামে এই অবস্থানে এসেছেন। সত্যিই আপনারা একেকজন একেকটার যোদ্ধা। দোয়া করি ভবিষ্যতে আরো অনেক এগিয়ে যান আর আপনাদের পাশাপাশি আমরা যারা নতুনরা আছি আপনাদের কথা মত কাজ করে আমরাও যেন ভবিষ্যতে আরও অনেক কিছু শিখতে পারি।
-
আমি প্রথমে ২০১২ সালে ডাটা এন্ট্রি করি এরপর পিটিসি সাইটে কাজ করি। তারপর রেভিনিউ সাইটে বিনিয়োগ করে সেখানের স্কাম সাইটের খপ্পরে পড়ে অনেক ডলার হারিয়ে
যখন আমি পথে বসার উপক্রম তখন আমার ফোরাম বস আমাকে বিটকয়েনটকের লিংকটা দিয়ে বললেন, একাউন্ট করেন, প্রতিদিন অন্তত ১৫ টা পোস্ট পড়েন, রুলস বোঝেন, রোজ ২ টা কমেন্ট করেন। আপনার কষ্টের দিন শেষ হবে দ্রুত ইনশাআল্লাহ। তারপর দুই মাস পরে যখন ফোরাম ও ক্রিপ্টো সম্পর্কে কিছু ধারনা সংগ্রহ করি তখন বাউন্টি শুরু করি। আবার আমার বসের আগে আমি সর্ব প্রথম পেমেন্ট পাই সিগনেচার করে জেআর মেম্বার হয়ে। সেটা নিজের চেষ্টায় ইথারিয়াম ওয়ালেট থেকে একচেঞ্জে নিয়ে সেল করে ক্যাশ করে বসকে জানাই উপহার পাঠানোর মাধ্যমে। তিনি নিজেও বিম্মিত, আমি একেবারে নতুন হয়ে কিভাবে এতগুলো ধাপ পারকরে ক্যাশ করলাম। আসলে প্রথমে নিজে এগুলো করতে গিয়ে অনেক মাথা ঘামাতে হয়েছিলো। মূলত কোন কিছু শিখতে হলে তার পিছে শ্রম দিতে হয়, লেগে থাকেতে হয়। সেই শুরু আর এখনও চলছে বিনা পুঁজির বাউন্টি কাজ। আপনাদের ও ফোরামে আসার অভিজ্ঞতা শেয়ার করুন।
সত্যি ভাই ভালো কিছু করতে হলে অনেক ধৈর্যের ব্যাপার। কঠোর পরিশ্রম ও চর্চার মাধ্যমে জীবনের সফলতা অর্জন করা যায়। দোয়া করি ভবিষ্যতে আরও বহুদূর এগিয়ে যান।
-
ভাই আমি এই ফোরামে একদম নতুন একজন ইউজার।আমি এই ফোরাম সম্পর্কে কিছু জানি না। তবে আশা করি নিয়মিত একটিভ থেকে সিনিয়র ভাইদের দেখানো পথে চলে ভবিষ্যতে ভালো কিছু করতে চাই।
-
আসলে আমার ফোরামে আসার পিছনে কোন গল্প কাহিনী নেই। আমার এক কাজিন এখানে কাজ করতো তো আমি তাকে বললাম ভাই আমাকে আপনি যে কাজ করেন শেখ শিখাতে হবে। সে আমাকে প্রথমে এয়ার্ড্রপ শেখায় তারপর আস্তে আস্তে আমাকে বাউন্টি শেখায় এবং তারপর আমাকে এলার্ট কয়েন ফোরামে কাজ শেখা।
-
ভাই আমি এই ফোরামে একদম নতুন একজন ইউজার।আমি এই ফোরাম সম্পর্কে কিছু জানি না। তবে আশা করি নিয়মিত একটিভ থেকে সিনিয়র ভাইদের দেখানো পথে চলে ভবিষ্যতে ভালো কিছু করতে চাই।
আপনাকে আমাদের এই ফোরামে নতুন হিসেবে স্বাগতম জানাই। আপনার কোন বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে তাহলে সেই বিষয় নিয়ে আপনি পোস্ট করে সিনিয়র ভাইদের হেল্প চাইতে পারেন। আমাদের এই বাংলা ফোরামের প্রত্যেক সিনিয়র ভাইরা অত্যন্ত ভালো। আশা করি সবাই আপনাকে সাহায্য করবে।
-
লেখাপড়া শেষ করে কোন চাকরি না পাওয়ায় অবশেষে আমি এই ফোরামে এসেছে।আশা করছি সকলেই আমাকে বিভিন্ন বিষয়ে অজানা তথ্য দিয়ে সাহায্য করবেন।
-
অনলাইনে ইনকামের বিভিন্ন সাইট খুজতে খুজতে হঠাৎ করেই ক্রিপ্টোকারেন্সির কিছু ভিডিও আমার সামনে এসে যায়। ভিডিও গুলো দেখে ক্রিপ্টোকারেন্সিতে যুক্ত হওয়ার ইচ্ছা জাগে। পরবর্তীতে আমার এর বড় ভাইয়ের সহযোগিতায় ফোরামে প্রবেশ করেছি। আর এখন কিছু শেখার চেষ্টা করছি।
-
আমি ২০১৮ সালে আমার এক প্রিয় বন্ধুর হাত ধরে ফোরামে আসি। সে আমার খুব ভালো একজন শিক্ষক এবং একজন ভালো বন্ধু। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং প্রতিনিয়ত শিখে যাচ্ছি। আমি আল্লাহর দরবারে তার দীর্ঘায়ু কামনা করি।
-
আমার ফোরামে আসার গল্প ছোট হলেও স্মৃতিবিজড়িত, কলেজ লাইফে বিভিন্ন রকম অনলাইন ক্লিকের কাজ করতাম, কিন্তু সব কিছুতেই ধরা খেলাম অবশেষে উন্নয়ন কর্মী হিসেবে কাজ শুরু করলাম স্থানীয় ভাবে। দীর্ঘ ৯/১০ বছর পর প্রজেক্ট শেষে হাত শুন্য, কি করি অবশেষে কাছের এক বন্ধু পরামর্শ দিল যেহেতু কম্পিউটারে বা অনলাইনে ভাল ধারনা আছে এটি করতে পার। সেই থেকে পদচারণা শুরু।
-
প্রথমে আমি আমার চেনা পরিচিত এক সিরিয়ার ভাইয়ের কাছ থেকে এ ফোরাম সম্পর্কে জানতে পারি। তারপর থেকে কাজ করছি। এখন থেকে নিয়মিত কাজ করছি এবং কাজ করতে চাই। এই ফোরামে কাজ করেন এখন মোটামুটি অনেক কিছু শিখতে পেরেছি।
-
আমি প্রথমে ২০১২ সালে ডাটা এন্ট্রি করি এরপর পিটিসি সাইটে কাজ করি। তারপর রেভিনিউ সাইটে বিনিয়োগ করে সেখানের স্কাম সাইটের খপ্পরে পড়ে অনেক ডলার হারিয়ে
যখন আমি পথে বসার উপক্রম তখন আমার ফোরাম বস আমাকে বিটকয়েনটকের লিংকটা দিয়ে বললেন, একাউন্ট করেন, প্রতিদিন অন্তত ১৫ টা পোস্ট পড়েন, রুলস বোঝেন, রোজ ২ টা কমেন্ট করেন। আপনার কষ্টের দিন শেষ হবে দ্রুত ইনশাআল্লাহ। তারপর দুই মাস পরে যখন ফোরাম ও ক্রিপ্টো সম্পর্কে কিছু ধারনা সংগ্রহ করি তখন বাউন্টি শুরু করি। আবার আমার বসের আগে আমি সর্ব প্রথম পেমেন্ট পাই সিগনেচার করে জেআর মেম্বার হয়ে। সেটা নিজের চেষ্টায় ইথারিয়াম ওয়ালেট থেকে একচেঞ্জে নিয়ে সেল করে ক্যাশ করে বসকে জানাই উপহার পাঠানোর মাধ্যমে। তিনি নিজেও বিম্মিত, আমি একেবারে নতুন হয়ে কিভাবে এতগুলো ধাপ পারকরে ক্যাশ করলাম। আসলে প্রথমে নিজে এগুলো করতে গিয়ে অনেক মাথা ঘামাতে হয়েছিলো। মূলত কোন কিছু শিখতে হলে তার পিছে শ্রম দিতে হয়, লেগে থাকেতে হয়। সেই শুরু আর এখনও চলছে বিনা পুঁজির বাউন্টি কাজ। আপনাদের ও ফোরামে আসার অভিজ্ঞতা শেয়ার করুন।
আমার অনলাইনে কাজ করার তেমন আগ্রহ ছিল না। হঠাৎ বন্ধুদের এই ফোরামে কাজ করতে দেখলাম এবং কাজটা দেখে অনেক আগ্রহ জাগলো কাজটা করার জন্য। তারপর থেকে এই ফোরামে কাজ করতে শুরু করলাম। এই ফোরামের প্রতি আমার অনেক বিশ্বাস আছে যে নিয়মিত একটিভ থেকে কাজ করলে অবশ্যই ভালো কিছু পাবো।
-
আমি একজন ফ্রিল্যান্সার। সেই ২০১১ সাল থেকে আমি পুরো দ।মে কাজ করে আসছি কিন্তু লাষ্ট দেড় বছর Upwork এর অবস্থা খুবই খারাপ যাচ্ছে হঠাৎ করে কাছের একজন মানুষ ফোরামের কথা বলল।ফোরামে টুকিটাকি কমেন্ট করি অনেকের লেখা গুলো পড়ি। আমার ফোরামে আসার গল্প।
-
আসসালামুয়ালাইকুম আমরা এই ফর্মে নতুন কাজ করতেছি আমার অনেক কিছু শেখার আছে আমি কাজ করে সিগনেচার করা শিখতে চাই। আমি বর্তমানে সময়ে ক্রিপ্টোকারেন্সি তে বাউন্টি করতেছি কিছুদিন পরে আমি সিগনেচার করতে চাই।
-
ফোরামে আমি আমার এক ভাইয়ের মাধ্যমে এসেছি। সে নাকি অনেক দিন যাবৎ এই ফোরামে কাজ করে আসছে, পরবর্তীতে সে আমাকে ফোরামে আসার অনুপ্রেরণা জাগায়। কিছু দিন তার কাজ করা দেখেছি কাছে বসে থেকে, তার পেমেন্ট থেকে ট্রিটও নিয়েছি। পরবর্তীতে আমার নিজেরও ইচ্ছা জাগে ফোরামে যুক্ত হওয়ার, তাই আমিও এসে পরলাম ফোরামে। এখন এখান থেকে কিছু শেখার চেষ্টা করছি। আশা করি ভবিষ্যতে ভালো কিছু পেতেও পারি।
-
আমার ফর্মে আসার গল্প হচ্ছে আমি অনেক শুনেছি যখন লাইনে নাকি অনেক ধরনের কাজ আছে অনেকেই অনেক ধরনের কাজ করেছে। কিন্তু আমি আমার এরপরও সিনিয়র ভাইয়ের কাছ থেকে শুনতে পেরেছি যে এভাবে কাজ করলে নাকি ভালো পেমেন্ট পাওয়া যাবে তাই আমার সিনিয়র ভাইয়ের কথা শুনে আমি এ ফার্মের যোগ দিয়েছি আমি কিছুদিন যাবত বাড়তে শুরু করেছিলাম এখন আমি সিগনেচার করতে চাই তার জন্য পোস্ট করতাছি।
-
আমি ক্রিপ্টোকারেন্সি কি এটা কখনো বুঝতাম না। যে এখান থেকে টাকা ইনকাম করা যায়। আমাদের এক বড় ভাই এই কাজগুলো করতো তখন শুধু দেখতাম কিন্তু কিছু বুঝতে পারতাম না। এবং কি বিশ্বাস করতাম না যে অনলাইনের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি থেকে টাকা ইনকাম করা যায়। তখন সেই ভাই আমাকে এটার প্রতি কিছু ধারনা দিলেন এবং কি আমাকে একটু একটু শিখিয়ে দিলেন। তারপর থেকে কাজ শুরু করতে থাকলাম। পরবর্তীতে বিশ্বাস করলাম এবং কি কাজের প্রতি আগ্রহী হলাম সেখান থেকে আস্তে আস্তে কাজ করতে লাগলাম।
-
অনলাইনে ইনকামের বিভিন্ন সাইট ঘুরে ঘুরে দেখার অভ্যাস আমার অনেক দিনের। অনেক দিন যাবৎ অনলাইনে ইনকামের সাইট গুলো খুজতে খুজতে হঠাৎই এই ফোরামের একটি ভিডিও আমার সামনে এসে পরে। পরবর্তীতে আমার এক বন্ধুর থেকে সাহায্য নিয়ে ফোরামে প্রবেশ করি। এবং নানা রকম তথ্য জানতে থাকি।
কিন্তু আমি এই ফোরামে প্রবেশের আগে দুটি সাইটে ইনভেস্ট করে লসের সম্মুখীন হই। তাই আমার চিন্তা ছিলো যে নেক্সট টাইম কোন ইনভেস্ট এর সাইটে জয়েন হবো না। আর তাই এখানে এসেছি। এখানে ইনভেস্ট ছাড়া ইনকাম করার অনেক গুলো অপশন থাকায় আমার জন্য অনেক ভালো হয়েছে।
-
আমার ছোট ভাই একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আর আমি পড়াশোনা শেষ করে ঢাকায় বিসিএস এর জন্য কোচিং করছিলাম। হঠাৎ একদিন সে আমাকে ফোন করে বললো একটা ল্যাপটপ কিনবে। আমিতো শুনে অবাক। আমাদের দুই ভাইয়ের পড়াশোনার খরচ যোগানোই যেখানে কষ্টকর ছিল সেখানে ল্যাপটপ কেনার কথা ভাবাই যায় না। এরপর তার হাত ধরেই আমি প্রথমে বিটকয়েন ফোরামে জয়েন হই। এরপর একদিন টেলিপোর্টেট হয়ে আল্টকয়েন ফোরামে জয়েন হই। আমার ছোট ভাই আল্টকয়েন ফোরামের প্রথম ৪০ জন মেম্বারের মধ্যে একজন।
-
আসলে আমি ফোরামে আসি আমার এক বড় ভাইয়ের হাত ধরে যিনি ছিলেন আমার হল এর বড় ভাই।আসলে তিনি সব সময় দেখতাম ফোন দিয়ে কিছু একটা করতে তারপর আমি আগে থেকেই শুনেছিলাম যে তিনি আউটসোর্সিং করে। আগে থেকে আমার কিছু শেখ হাসিনা তারপর তার কাছ থেকে আমি শিখে নেই। মূলত এই ভাবেই আসা হয় আমার ফোরামে। আগে বিটকয়েন ফোরামে কাজ করতাম কিন্তু এই ফোরামের কাজ সেই ভাইয়ের কাছ থেকেই শিখে নেই।
-
আমার অনেক বড় ভাইয়েরা দেখি তারা অনলাইনে আয়ের উৎস হিসাবে ইন্টারনেট এর কাজ এর সঙ্গে জড়িত রয়েছে।তারপর আমি মনে করেছিলাম যে কোনো এক সময়ে তাদের কাছে ইন্টারনেট জগতে কাজ করার কথা বলবো।তাই আমি আশা করছি যে তাদের পাশে বসবো এবং কাজ সম্পর্কে জানতে চাইলে তারা আমাকে কাজের ব্যাপারে সাহায্য করে। মূলতঃ সেখান থেকে আমি কাজ এর প্রতি দায়িত্বশীল হয়ে এই ফোরামে কাজ করছি।তাই আমি আমার সেই সকল ভাইদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা উৎসর্গ করলাম।যারা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে।
-
আমার ফর্মে আসার উদ্দেশ্য হইল আমি অনেক কাজ করতে চাই এই অনলাইন জগতে শুনেছি নাকি বিভিন্ন ধরনের কাজ আছে যা অনেক যুবক-যুবতী অনলাইন এ কাজ করে তারা অনেক লাভবান হয়েছে। আমি এই ফর্মে নতুন কাজ করতেছি আমার এক সিনিয়র বড় ভাইয়ের পরামর্শে নিয়ে এবং তিনি আমাকে ক্রমে আসার রাস্তা দেখিয়েছেন কিভাবে কাজ করতে হবে কিভাবে কাজ করলে আমি লাভবান হতে পারব আমি এই ফোরামে কাজ করে আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই।
-
আমি অনেক আগে থেকে শুনেছি যে অনলাইনে ইনকাম করা যায় কিন্তু আমি জানতাম না এটা কিভাবে হয় পরে পরে এক্সিনা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানলাম তারপর তার সাহায্যে এই ফোরামের জয়েন করি এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করছি। আমি মনে করি যে এর মাধ্যমে আশানুরূপ ফল পাব।
-
আসসালামু আলাইকুম অনেক আগে থেকে আমি শুনতাম যে অনলাইনে নাকি কাজ করে টাকা পাওয়া যায়। অবশ্য তখন এগুলো বিষয়ে তেমন খুব একটা বুঝতে পারতাম না। আস্তে আস্তে শুনতে শুনতে এখন বড় ভাইয়ের কাছ থেকে শুনে একটু হলেও ধারণা লাভ করেছি যে কিভাবে কাজ করতে হয় ক্যামনে কি পেমেন্ট পাওয়া যায়। কিছুদিন হলো আমি বাউন্টি শুরু করেছি বাউন্টি থেকে আমি মোটামুটি অনেক ভালো পেমেন্ট পেয়েছি। বাউন্টি পারি মোটামুটি এখন এই ফর্মে আসার মূল উদ্দেশ্য হলো এ ভালোভাবে কাজ করতে চাই তো কেমন করে কাজ করব কিভাবে কাজ করলে ভালো হবে সে বিষয়ে জানার জন্য এই ফর্মে যোগদান করেছি।
-
আমি এই ফর্মে খুব কষ্ট করে এসেছি কারণ আমাদের এলাকায় যখন সবাই এই ফর্মে কাজ করতো তারা কিছুতেই আমাকে বলতো না অনেক ঘুরে ঘুরে একটু একটু সন্ধান পেয়ে আমি এই অ্যাকাউন্টটি খুলেছে। তারা কোনো সাহায্য করেনি । তারা অনেক আগে থেকেই ফর্মে কাজ করতো। তারা যখন পেমেন্ট পেয়েছে তখনও কিছু বলেন। বর্তমান আমি এখন বাউন্টি করি পেমেন্ট পেতে পারি আপনারা সবাই দোয়া করবেন।
-
হুমম ভাই আমি ও অনেক কষ্ট করে ফোরামে আইছি। কোন কিছু পারতাম না। কাউরে কিছু জিগাইলে বলতো না। অনেক সময় অনেক ভূল করে ফেলতাম। এখন মোটামুটি কিছু পারি। যা পারি তা অনেক সাধনার ফল। আসলে কোন কিছু করতে চাইলে কোন কিছু পেতে চাইলে অনেক কষ্ট করতে হয়। কষ্ট করে করলে তার ফল অনেক ভাল হয়।
-
আমি এই ফোরামে আসার পিছনে অনেকের অবদান আছে একথা বলার কারণ আমি আজ থেকে 2 বছর আগে বিটকয়েনের কথা শুনছিলাম কিন্তু বিটকয়েন এর কাজ কিভাবে করে এবং কিভাবে একাউন্ট খুলতে হয় সেটা আমাকে কেউ বলে দেওয়া হয় নাই এবং কোন লিংক দেওয়া হয়নি। তারপরও এক বছর কেটে গেল, এক বছর পর আমার এক ফ্রেন্ড আমাকে বিটকয়েন এর অ্যাকাউন্ট এর লিঙ্ক এবং সে নিজেই আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দেয় তারপর থেকে আমি বিটকয়েনে ধীরে ধীরে কাজ করতে শুরু করে। নতুন ছিলাম তাই বেশি কিছু জানতাম না। বিটকয়েন সাত-আট মাস কাজ করার পর altcoin এর সন্ধান পাইলাম । তারপর থেকে এই ফোরামে কাজ করা শুরু করি। এবং ধীরে ধীরে পোস্ট করতে থাকে এখন বর্তমান আমি সিনিয়র মেম্বার হয়েছি।
-
আমি এই ফোরামে আসার পিছনে আমার অনেকগুলো অবদান রয়েছে। আমি আজ থেকে তিন বছর আগে বিটকয়েনের নাম শুনেছিলাম। এর কাজ কিভাবে পড়তে হয় সেটা শিখতে হয়েছে আরো নানা ধরনের অনেক কাজ শিখতে হয়েছে। আমার পরানে আসার অনেকগুলো গল্প রয়েছে।
-
আপনাদের সকলের অভিজ্ঞতা থেকে অনেক কিছু জানতে পারলাম। আমি বিটকয়েন ফোরামের নতুন নিয়মিত কাজ করে যাচ্ছি। আশা রাখছি সফলতা পাব
-
২০১৬ সালে আমার অনলাইনে আসা এবং ২০১৮ তে আমি ক্রিপ্টোতে আসি এবং ফোরাম এর সাথে পরিচিত হই। তার পর থেকে অন্য দিকে মন না দিয়ে ফোরামেই আছি আল্লাহর রহমতে নিজের খরচ ভালোবাবেই চালাতে সক্ষম হচ্ছি।
-
2020 সালে আমার অনলাইনে আসা 2021 সাল থেকে আমিক ক্রিপ্টাতে আসি এবং ফোরাম সাথে পরিচিত হয়। তারপর থেকে অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে এই ফোরামেই কাজ করে যাচ্ছি। আশা করছি সফলতা পাব।
-
আমার ফর্মে আসার মূল উদ্দেশ্য হলো আমি এ ফ্রম এ কাজ করতে চাই।অনেক আগে শুনেছি। যে অনলাইনে নাকি কাজ করা যায় ।সে বিষয়ে আমার তেমন কোন ধারণা ছিল না।তবে তার পরে এক সিনিয়র বড় ভাইয়ের সাথে কথা বল এবং তার পরামর্শ মোতাবেক কাজ শুরু করেছে। সিনিয়র বড় ভাই আমাকে একটি বিটকয়েন লিংকটি দিয়ে বলেন একাউন্ট করেন। এই অ্যাকাউন্ট খুলে আমি কিছুদিন বাউন্টিতে কাজ শুরু করেছিলাম।আমাকে এই ফর্মে সে প্রত্যেকদিন পনেরো টা পোস্ট করতে বলেছেন রোজ দুইটা কমেন্ট করবেন এ বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন।তারপরে আমি ওই ফর্মে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণা লাভ করে। এবং আরো অন্যান্য কাজ আছে সেগুলো শিখি। আমাকে কোন কিছু শিখতে অবশ্যই শ্রম দিতে হবে এর সাথে লেগে থাকতে হবে। ফর্মে যতগুলো আছে সব রুলস মেনে আমরা যদি সবাই কাজ করি তাহলে অবশ্যই আমরা একদিন সফলতা অর্জন করতে পারব ইনশাআল্লাহ।
-
কিপ্টোকারেন্সি নিয়ে কাজ কারার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। কিন্তু আসা হচ্ছিল না কিছুটা পড়াশোনার চাপেই। এখন উচ্চমাধ্যমিক পাশ করলাম। আর করোনাভাইরাস এর জন্য পড়াশোনা থেকে মুক্ত তাই সময় নষ্ট না করে ডুকে পড়লাম ফোরামে।
-
অনলাইনে যে টাকা ইনকাম করা যায় এটা আমি আগেই শুনেছিলাম। কিন্তু আমার অনলাইনে টাকা ইনকাম করার খুব একটা ইচ্ছা ছিল না। আমার বেশ কিছু বন্ধু রয়েছে যারা এই ফোরামে কাজ করে টাকা ইনকাম করেছে। তারাই আমাকে বোঝাত যে এই ফোরামে কাজ করে তুই ভাল প্রফিট অর্জন করতে পারবি। তবুও আমি এই ফোরামে কাজ করতে চাইনি। কিন্তু হঠাৎ একদিন এক বন্ধুর বাসায় গিয়ে দেখি বাইক কিনেছে। তখন আমার মনে ইচ্ছা জাগলো যে আমি এখানে কাজ করে আমার মনের ইচ্ছা পূরন করব। আর তখন থেকেই ওদের পরামর্শ অনুযায়ী এই ফোরামে কাজ করা শুরু করেছি। তবে খুব একটা এগোতে পারিনি। কারণ আমি এই ফোরামের একজন নতুন ইউজার। আর মনে আশা আছে এই ফোরামে কাজ করে একদিন আমি আনেক বড় হতে পারবো।
-
অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় সেটা আমি অনেক আগে শুনেছি। আমার কিছু বন্ধুরা রয়েছে। তারা অনলাইন থেকে টাকা ইনকাম করেছে। হঠাৎ করে আমার বন্ধুর সাথে একদিন দেখা হলো। সে একটা বাইক কিনেছে। তারপর আমি তাকে বললাম। সে আমাকে কি সব ঘটনা খুলে বললো। আমি এভাবেই এই ফোরামে এসেছি।
-
অল্প কিছুদিন হল আমি এই ফোরামে জয়েন করেছি। আমি একা একা এই ফোরামে আসতে পারি নাই। আমি এক বন্ধুর মাধ্যমে এই ফোরামে এসেছি। প্রথমে আমি এই ফোরামে আসতে পারি নাই তাদের পিছনে ঘুরে ঘুরে এই ফোরামে সম্পর্কে কাজ শিখতেছি। প্রথমে কোন কিছু করতে হলে তার পিছনে বেশি বেশি শ্রম ও সময় দিতে হবে। তা না হলে কোন কাজে সাফল্য অর্জন করা যায় না। যেমন অনেক সিনিয়র ভাইরা তারা নিজে নিজে অনেক পরিশ্রম করে কারো সাহায্য ছাড়াই তারা ফোরামে কাজ শিখেছে। তারা অনেক কষ্ট করে এসব ফোরামে কাজ করে সাফল্য অর্জন করেছে। এখন আমি শুধু দুই একটা করে পোস্ট করি এখনো পর্যন্ত কোন বাউন্টি কাজ করিনা। তবে ফোরামের সকল সিনিয়র ভাইয়াদের পোষ্টগুলো দেখে দেখে ভালোভাবে জ্ঞান অর্জন করে তারপর আমি কাজ করব।।
-
প্রত্যেকটা ইউজারেরই ফোরামে আসার পেছনে একটা গল্প রয়েছে, তেমনি ফোরামে আসার পেছনে আমারও একটা গল্প তো অবশ্যই আছে। আমি এই এলোটকয়েনটক ফোরামে আমার বড় ভাইয়ের হাত ধরে এসেছি। আমার বড়দের দেখতাম সাড়া দিন ফোন নিয়ে বসে থাকতে। পরে তাদের দেখাদেখি আমিও এই ফোরামে কাজ করতে আগ্রহ প্রকাশ করি।
-
আমি প্রথমে ফোরামে আসি অনেক কষ্ট করে কারণ কেউ নতুনভাবে আনতে চায় না। যার কারণে অনেকগুলো সমস্যায় পড়তে হয় যার কারণে প্রথমে বিটকয়েনের একটি একাউন্ট খুলে দেওয়া হয়। তারপর আস্তে আস্তে নিজের দক্ষতা এ পর্যন্ত এসেছি। এবং আরো পরিশ্রম যদি করতে পারি তাহলে আরও এগিয়ে যেতে পারবো।
-
ক্রিপ্টোকারেন্সি তে আপনার দেয়া সকল শ্রম এখন আপনার সফলতা। সেই সময় ধৈর্য সহকারে শ্রম না দিলে এখনকার সফলতা সম্ভব হত না। আপনি অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন তাই আপনি সফলতা অর্জন করতে পেরেছেন। এই ফোরামে আমার মত নতুন যারা আছে তাদের সকলের কর্তব্য আপনাকে অনুসরণ করা তাহলে সে অবশ্যই কিছুটা হলেও সফলতা অর্জন করতে পারবে। আমাদের অনুপ্রেরণা জাগিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
-
আমি দীর্ঘদিন ধরে Upwork কাজ করে আসছিলাম কিন্তু হঠাৎ করে আমি কাজের বিষণ্ণ তাই ভুগি। একদিন আমার এক রিলেটিভের কাছে বিটকয়েন বিষয় আলোচনা করতে শুনি এবং ফোরামে আসি।