Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on October 28, 2020, 09:08:12 AM
-
ইদানিং দেখা যাচ্ছে যে বাংলা ফোরামে কিছু কিছু জুনিয়র মেম্বার, মেম্বার, ফুলমেম্বার পোস্ট এর তুলনায় কারমা সংখ্যা অনেক বেশি।দেখে মনে হয় ফোরামে খুব ভালো মানের পোস্ট করেছিলো কিন্তু তাদের সবগুলো পোস্ট দেখে একটি পোস্ট মানসম্মত পেলাম না তাহলে কিভাবে তাদের কারমা সংখ্যা এত বেশি হল। দয়া করে আপনাদের বলছি কারমা ফার্মিং করবেন না। এতে করে ফোরাম ও আইডির ক্ষতি হতে পারে।
-
ইদানিং দেখা যাচ্ছে যে বাংলা ফোরামে কিছু কিছু জুনিয়র মেম্বার, মেম্বার, ফুলমেম্বার পোস্ট এর তুলনায় কারমা সংখ্যা অনেক বেশি।দেখে মনে হয় ফোরামে খুব ভালো মানের পোস্ট করেছিলো কিন্তু তাদের সবগুলো পোস্ট দেখে একটি পোস্ট মানসম্মত পেলাম না তাহলে কিভাবে তাদের কারমা সংখ্যা এত বেশি হল। দয়া করে আপনাদের বলছি কারমা ফার্মিং করবেন না। এতে করে ফোরাম ও আইডির ক্ষতি হতে পারে।
আমি মনে করি এটি একটি বড় ধরনের অপরাধ। আমি মডারেটর কে অনুরোধ করব যে এই ধরনের যদি কোন আচরণ হয়ে থাকে তাহলে তাকে আপনি ফাইন্ড আউট করে যথোপযুক্ত শাস্তির বিধান নিশ্চিত করুন। এতে আমাদের সবার জন্য ভাল হবে বলে আমি মনে করি।
-
ইদানিং দেখা যাচ্ছে যে বাংলা ফোরামে কিছু কিছু জুনিয়র মেম্বার, মেম্বার, ফুলমেম্বার পোস্ট এর তুলনায় কারমা সংখ্যা অনেক বেশি।দেখে মনে হয় ফোরামে খুব ভালো মানের পোস্ট করেছিলো কিন্তু তাদের সবগুলো পোস্ট দেখে একটি পোস্ট মানসম্মত পেলাম না তাহলে কিভাবে তাদের কারমা সংখ্যা এত বেশি হল। দয়া করে আপনাদের বলছি কারমা ফার্মিং করবেন না। এতে করে ফোরাম ও আইডির ক্ষতি হতে পারে।
আমি মনে করি এটি একটি বড় ধরনের অপরাধ। আমি মডারেটর কে অনুরোধ করব যে এই ধরনের যদি কোন আচরণ হয়ে থাকে তাহলে তাকে আপনি ফাইন্ড আউট করে যথোপযুক্ত শাস্তির বিধান নিশ্চিত করুন। এতে আমাদের সবার জন্য ভাল হবে বলে আমি মনে করি।
অবশ্যই। প্রতিনিয়ত মনিটরিং হচ্ছে। এ বিষয় নিয়ে সিনিয়রদের চিন্তা করা উচিত। সিনিয়রদের কারনে হচ্ছে। সিনিয়র ভাইরা একটু সতর্ক হোন।
-
ইদানিং দেখা যাচ্ছে যে বাংলা ফোরামে কিছু কিছু জুনিয়র মেম্বার, মেম্বার, ফুলমেম্বার পোস্ট এর তুলনায় কারমা সংখ্যা অনেক বেশি।দেখে মনে হয় ফোরামে খুব ভালো মানের পোস্ট করেছিলো কিন্তু তাদের সবগুলো পোস্ট দেখে একটি পোস্ট মানসম্মত পেলাম না তাহলে কিভাবে তাদের কারমা সংখ্যা এত বেশি হল। দয়া করে আপনাদের বলছি কারমা ফার্মিং করবেন না। এতে করে ফোরাম ও আইডির ক্ষতি হতে পারে।
আমি মনে করি করমা নিয়ে ফামিং করা এটা স্ক্যামিং এর মত অপরাধ। তাই সবাই সতর্ক হোন সেই সাথে অন্যকে সতর্ক করুন।
-
ইদানিং দেখা যাচ্ছে যে বাংলা ফোরামে কিছু কিছু জুনিয়র মেম্বার, মেম্বার, ফুলমেম্বার পোস্ট এর তুলনায় কারমা সংখ্যা অনেক বেশি।দেখে মনে হয় ফোরামে খুব ভালো মানের পোস্ট করেছিলো কিন্তু তাদের সবগুলো পোস্ট দেখে একটি পোস্ট মানসম্মত পেলাম না তাহলে কিভাবে তাদের কারমা সংখ্যা এত বেশি হল। দয়া করে আপনাদের বলছি কারমা ফার্মিং করবেন না। এতে করে ফোরাম ও আইডির ক্ষতি হতে পারে।
ভাই এটাই হলো বাঙালি কারণ আপনাদের মত সিনিয়র ভাইরা যারা আছেন তাদের কারমা সংখ্যা দেখতে গেলে অনেক কম কিন্তু আপনাদের এই ফোরামের প্রতি কাজের আগ্রহ তা অসীম। সবাইকে সবকিছু শেখাচ্ছেন কিন্তু আপনাকে কেউ কারমা দিতাছে না যে শিখতাছি তাকেই সবাই কারমা দিচ্ছি। কিছু কিছু যুনিয়র মেম্বের আইডি তে পোস্ট এর তুলনা কারমা সংখ্যায় বেশি দেখা যায়। তারা এত কারমা কিভাবে পায়। কারমা ফার্মিং বন্ধ করুন। আর আপনারা যদি কারো কাছ থেকে কোন কিছু বুঝতে পারেন অথবা জ্ঞান অর্জন করতে পারেন পড়ে তাহলে তাকে কারমা দিন। অযথা কারমা দিবেন না। কারমা ফার্মিং হলে ফোরাম টা নষ্ট হয়ে যাবে।
-
হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন।আসলেই ফোরামে আমি কিছু কিছু ইউজার দেখেছি আসলে তাদের প্রশ্নের মান খুব একটা ভালো হয় না কিন্তু কারমা এতটা বেশি কি করে পায়। হ্যাঁ কারমা দেওয়াটা ভালো কিন্তু পোস্ট এর মান যদি ভাল হয় এবং সেই পোস্ট যদি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড হয় তাহলে অবশ্যই তাকে কারমা দেওয়া উচিত।
-
ইদানিং দেখা যাচ্ছে যে বাংলা ফোরামে কিছু কিছু জুনিয়র মেম্বার, মেম্বার, ফুলমেম্বার পোস্ট এর তুলনায় কারমা সংখ্যা অনেক বেশি।দেখে মনে হয় ফোরামে খুব ভালো মানের পোস্ট করেছিলো কিন্তু তাদের সবগুলো পোস্ট দেখে একটি পোস্ট মানসম্মত পেলাম না তাহলে কিভাবে তাদের কারমা সংখ্যা এত বেশি হল। দয়া করে আপনাদের বলছি কারমা ফার্মিং করবেন না। এতে করে ফোরাম ও আইডির ক্ষতি হতে পারে।
আমি মনে করি করমা নিয়ে ফামিং করা এটা স্ক্যামিং এর মত অপরাধ। তাই সবাই সতর্ক হোন সেই সাথে অন্যকে সতর্ক করুন।
হ্যাঁ আপনি আপনার সাথে সহমত ভাই। অতএব আমি মনে করি এখনও সতর্ক হয়ে যান তাহলে ভালো হবে।
-
কারমা নিয়ে ফার্মিং করাটাই এটা বড় একটা অপরাধ। পোষ্টের গুণগত মান ভালো হলে কারমা পাবে এটা স্বাভাবিক একটা জিনিস। কিন্তু ভালোমানের পোস্ট না হওয়ার সত্তেও কারমা পাচ্ছে এটা খুবই খারাপ। এটি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে এইরকম কার্যত না করি তাহলে ভাল মন্দ যাচাই বাছাই করতে কষ্ট হয়ে যাবে। কেন নায়িকার মার উপরে আমরা অনেক সময় মূল্যায়ন করব তার পোস্ট গুলো কেমন হয়েছিল।
-
আমিও দেখেছি যে অনেক ইউজার রয়েছে যারা পোস্ট এর তুলনায় কারমা সংখ্যায় প্রায় সমান।আমি তাদের কিছু পোস্ট গেটে দেখেছি যে তাদের পোষ্টের মান কিন্তু সেরকম ভাল হচ্ছেনা। অতএবআমাদের উচিত সবাইকেই কারমা দেওয়া কিন্তু কারমা দিতে হলে অবশ্যই সেই পোস্টগুলা মান ভালো থাকতে হবে। তাছাড়া আমরা কেউ কারমা ফার্মিং করবো না।
-
কারমা নিয়ে ফার্মিং করাটাই এটা বড় একটা অপরাধ। পোষ্টের গুণগত মান ভালো হলে কারমা পাবে এটা স্বাভাবিক একটা জিনিস। কিন্তু ভালোমানের পোস্ট না হওয়ার সত্তেও কারমা পাচ্ছে এটা খুবই খারাপ। এটি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে এইরকম কার্যত না করি তাহলে ভাল মন্দ যাচাই বাছাই করতে কষ্ট হয়ে যাবে। কেন নায়িকার মার উপরে আমরা অনেক সময় মূল্যায়ন করব তার পোস্ট গুলো কেমন হয়েছিল।
আপনি ঠিক বলেছেন আমাদের সবার উচিত সে পোস্টগুলোর যাচাই করতে হবে আসলে পোস্টটি কেমন হয়েছে এবং সেই পোষ্টটি থেকে কোন নতুন বিষয় শেখা যায় কিনা।যে পোস্ট থাকবে সে পোস্টগুলো ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কিনা। তা না করে আমরা কেউ কারো দেবোনা।
-
কারমা নিয়ে ফার্মিং করাটাই এটা বড় একটা অপরাধ। পোষ্টের গুণগত মান ভালো হলে কারমা পাবে এটা স্বাভাবিক একটা জিনিস। কিন্তু ভালোমানের পোস্ট না হওয়ার সত্তেও কারমা পাচ্ছে এটা খুবই খারাপ। এটি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে এইরকম কার্যত না করি তাহলে ভাল মন্দ যাচাই বাছাই করতে কষ্ট হয়ে যাবে। কেন নায়িকার মার উপরে আমরা অনেক সময় মূল্যায়ন করব তার পোস্ট গুলো কেমন হয়েছিল।
আপনি ঠিক বলেছেন এটা একটা অপরাধের মধ্যে পড়ে যায়। পোষ্টের গুণগত মান ভালো না হওয়া সত্ত্বেও এতগুলো কারমা কিভাবে হয় সেটা কিন্তু ভাববার বিষয়। অনেকে ভাল মানের পোস্ট করে ও কারমা পাচ্ছে না। আবার অনেকে তেমন কোনো ভালো মানের পোস্ট না করে ও তার আইডিতে দেখা যাচ্ছে অনেকগুলো কারমা এগুলো কিভাবে হয় আমি বুঝতে পারিনা।
-
আমি অনেকের পোস্টে লক্ষ করেছি তাদের ফুল মেম্বার হওয়ার আগেই তাদের দেখি 15 থেকে 20 টাকা না পেয়ে যাচ্ছে। এটা আসলে কীভাবে সম্ভব আমি আসলে দেখেছি তাদের প্রশ্নের মান কিন্তু বেশি ভালো হচ্ছে না। অতএব এ ধরনের কাজ থেকে সবাই বিরত থাকুন।
-
কারমা নিয়ে ফার্মিং করাটাই এটা বড় একটা অপরাধ। পোষ্টের গুণগত মান ভালো হলে কারমা পাবে এটা স্বাভাবিক একটা জিনিস। কিন্তু ভালোমানের পোস্ট না হওয়ার সত্তেও কারমা পাচ্ছে এটা খুবই খারাপ। এটি সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে এইরকম কার্যত না করি তাহলে ভাল মন্দ যাচাই বাছাই করতে কষ্ট হয়ে যাবে। কেন নায়িকার মার উপরে আমরা অনেক সময় মূল্যায়ন করব তার পোস্ট গুলো কেমন হয়েছিল।
আপনি একদম ঠিক বলেছেন ভাই আমি আপনার সাথে সহমত পোষণ করছি। ইদানিং দেখা যাচ্ছে যে পোস্ট এর মান গুনগত সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও অনেক কারমা পাচ্ছে কিন্তু ভালো মানের পোস্ট করেও কেউ কারমা পাচ্ছে না। তাই আমাদের সবার উচিত পোস্টটি ভালভাবে যাচাই বাছাই করে দেখা। পোস্টটি কেমন হয়েছে পোস্টটি থেকে আমরা কী শিখতে পেরেছি এগুলো দেখতে হবে। তারপর পোস্টটির গুন বিবেচনা করে আমাদের কারমা দিতে হবে।
-
কারমা আপনার অভিজ্ঞতার একটি সনদ। তাই যদি এটিকে কেউ মিস ইউজ করে সেক্ষেত্রে একধরনের ভূয়া সনদের অধিকারী হবেন। হয়তো কেউ আপনাকে ধরিয়ে দিতে না পারলেও আপনি কিন্তু নিজে নিজে উপলব্দি করতে পারবেন।
-
দয়া করে কেউ কারমার এবইউজ করবেন না। এটা করা ভারি অন্যায়। তাই এটা করলে আপনি যে কোন সময কর্তপক্ষের নজরে আসতে পারেন। সো সবাই সর্তক হউন।
-
ঠিক বলেছেন ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু যুনিয়র মেম্বের আইডি তে পোস্ট এর চেয়ে কারমা সংখ্যা বেশি। তারা এতগুলো কারমা কিভাবে পায় তাদের পোস্টগুলো কোন ইনফরমেটিভ তথ্যবহুল মানসম্মত হয় না।
-
আমি যতটুকু জানি যারা এই ফোরামে নিয়মিত একটিভ থাকে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোষ্ট দিয়ে থাকে এবং সেই পোষ্টটি থেকে যদি কেউ কিছু শিখতে পারে ও সঠিক তথ্য হয়ে থাকে তাহলে শুধুমাত্র তাদেরকে কারমা দেওয়া হয়। কিন্তু যারা অযথা ছোট নিম্নমানের পোস্ট দিয়ে থাকে সেই পোস্টগুলোতে যদি কারমা দেওয়া হয় তাহলে সে কারমা ফার্মিং করে থাকে । আমার কাছে একধরনের বড় অপরাধ ।তাই যারা এই ধরনের অপরাধ করে থাকে। তাদের জন্য মডারেটর ভাইয়ের কাছে অনুরোধ জানাবো যে তাদের জন্য শাস্তির জন্য ব্যবস্থা করে হক।
-
নিম্ন মানের অনেক পোস্ট বা স্প্যাম পোস্ট এ অনেক কার্মা দিতে দেখছি মনে হয় সাধারণত সেগুলা অল্টার বা একই ব্যাক্তির এ্যাকাউন্ট এরকম অনেক পোস্ট বাংলাতে দেখছি জারা বেশিরভাগ পোস্ট স্প্যাম করতেছে তাও তারা কার্মা পাচ্ছে আমার মনে হয় কার্মা সিস্টেম টা প্রিভিউ করা দরকার জেনো কেউ আর কারমা ফারমিং করতে না পারে।
-
আসলে বর্তমানে কিছুটা এ রকম নিয়ম দেখা যাচ্ছে। কত কত ইউজারদের দেখি তাদের পোস্ট এর তুলনায় কারমা সংখ্যায় প্রায় বেশি। তাই আমি মনে করি যদি এসার মেম্বার হয়ে কারমা দেওয়ার নিয়ম করা হয় তাহলে ফোরাম এর জন্যই অনেক ভালো। তাই মনে হয় কেউ কার মারার অপব্যবহার করতে পারবে না।
-
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আমি কিছু ইউজারদের আইডিতে লক্ষ করেছি।ফুল মেম্বার হতে পারেনি এর আগেই দেখি 20 থেকে 25 টাকা করে কারমা পেয়েছে।এগুলো আমার আসলে মাথায় ধরে না কেমন করে আসলে এগুলো পেল।অতএব দয়াকরে সবাই কার মার ফার্মিং থেকে বিরত রাখুন এবং আমাদের ফোরামের যেন ক্ষতি না হয় সে বিষয়ে লক্ষ্য রেখ অবশ্যই আমাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে।
-
অনেকে কারনা ফার্মিং করে। মডারেটর ভাই সব জানেন, উনি কোন তথ্য মনে হয় বর্তমান শেয়ার করে না। তবে ভবিষ্যতে তার কারমা দেখা যাবে। তাই আমি মনে করি বিশেষ করে আমাদের বাংলাদেশের ভাইয়েরা একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন।
-
আমাদের সেকশনে সবচেয়ে বেশি নেগেটিভ কর্ম দেওয়া হয়। আমি সিনিয়র ভাইদের অনুরোধ করবো। কেউ কাউকে নেগেটিভ কারমা দেবেন না। সবাই সবাইকে সাহায্য করুন।
-
এখানে সবাই অনেক বেশি একে অপরের প্রতি দায়িত্ববোধ থেকে কাজ করে।বর্তমানে এই ফোরামে বাঙ্গালীদের সবচেয়ে ভালো আচরণ দেখা যায়। তবে বিটকয়েন্টক এ বাঙালিরা ছোট ছোট rank এর একাউন্টে নিয়ে কুত্তার মত গর্জন করে। এই ফোরামের পরিবেশ পরিস্থিতি অনেক ভালো আছে। আমি মনে করি ভবিষ্যতেও থাকবে।
-
সম্প্রতি কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে বাংলা ফোরামে কিছু কিছু জুনিয়র মেম্বার, মেম্বার, ফুলমেম্বার পোস্ট এর তুলনায় কারমা সংখ্যা অনেক বেশি। আমরা সবাই কারমা ফার্মিং থেকে বিরত থাকি। নিজের বিরত থাকি এবং অন্যকে বিরত রাখে।
-
আমি যতটুকু জানি যারা এই ফোরামে নিয়মিত একটিভ থাকে এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোষ্ট দিয়ে থাকে এবং সেই পোষ্টটি থেকে যদি কেউ কিছু শিখতে পারে ও সঠিক তথ্য হয়ে থাকে তাহলে শুধুমাত্র তাদেরকে কারমা দেওয়া হয়। কিন্তু যারা অযথা ছোট নিম্নমানের পোস্ট দিয়ে থাকে সেই পোস্টগুলোতে যদি কারমা দেওয়া হয় তাহলে সে কারমা ফার্মিং করে থাকে । আমার কাছে একধরনের বড় অপরাধ ।তাই যারা এই ধরনের অপরাধ করে থাকে। তাদের জন্য মডারেটর ভাইয়ের কাছে অনুরোধ জানাবো যে তাদের জন্য শাস্তির জন্য ব্যবস্থা করে হক।
আমরা সবাই কারমা ফার্মিং করবো না। আমরা নিজেও করবো না এবং অন্য কেউ করতে দেবেনা। দেখা যাচ্ছে যে বাংলা ফোরামে কিছু কিছু জুনিয়র মেম্বার, মেম্বার, ফুলমেম্বার পোস্ট এর তুলনায় কারমা সংখ্যা অনেক বেশি। কারমা ফার্মিং থেকে সবাইকে বিরত রাখার জন্য একে অন্যকে সতর্ক করতে হবে।
-
আপনারা সবাই ঠিক বলেছেন যে আমরা কেউ কারমা ফার্মিং করবো না কারণ ভালো উন্নতমানের এবং হেল্প ফুল পোস্ট হলে এমনি কারমা অর্জন করতে পারবেন। আমাদের সকলের কারমা ফার্মিং থেকে বিরত থাকতে হবে.
-
মডারেটর আপনি বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমিও দেখেছি অনেক ইউজারের পোষ্ট সংখ্যাঃ 20 থেকে 30 টা হবে কিনা সন্দেহ আছে কিন্তু তাদের কারমা সংখ্যা প্রায় পোস্ট এর কাছাকাছি বা অধিক হয়েছে । এটা অবশ্যই স্পামিং। এখনই উচিত এদেরকে সতর্ক করে দেওয়া বা তাদের থামিয়ে দেওয়া। তা না হলে বাংলা লোকাল বোর্ডকে তারা নষ্ট করে ফেলবে।
-
ইদানিং দেখা যাচ্ছে যে বাংলা ফোরামে কিছু কিছু জুনিয়র মেম্বার, মেম্বার, ফুলমেম্বার পোস্ট এর তুলনায় কারমা সংখ্যা অনেক বেশি।দেখে মনে হয় ফোরামে খুব ভালো মানের পোস্ট করেছিলো কিন্তু তাদের সবগুলো পোস্ট দেখে একটি পোস্ট মানসম্মত পেলাম না তাহলে কিভাবে তাদের কারমা সংখ্যা এত বেশি হল। দয়া করে আপনাদের বলছি কারমা ফার্মিং করবেন না। এতে করে ফোরাম ও আইডির ক্ষতি হতে পারে।
ভাই আপনি ঠিকই বলেছেন, কিছু কিছু ছোট আইডি তে যে পরিমান পজিটিভ কারমা দেখা যায় তাতে করে মনে হয় যেন তারা সবাই খুবই ভালো মানের পোস্ট করে থাকে যার জন্য তারা এতো পজিটিভ কারমা পেয়ে থাকে। কিন্তু তাদের পোস্ট গুলো পড়ে মনে হবে না যে তাদের পোস্ট গুলো পজিটিভ কারমা পাওয়ার মতো। তবুও তারা পজিটিভ কারমা পেয়েই চলেছে। এভাবে স্পামিং চলতে থাকলে আমাদের ফোরামটা স্পামারে ভরে যাবে, ফলে তারা তো তাদের আইডি হারাবেই সাথে সাথে আমাদের ফোরামেরও ক্ষতি হতে পারে।
তাই যারা এই ধরনের কাজের সাথে যুক্ত আছেন তারা দয়া করে এসব বাদ দিন,সৎ ভাবে এগিয়ে যান, সফলতা একদিন অবশ্যই পাবেন।
-
আমরা কিন্তু একটা বিষয় লক্ষ করেছি বর্তমানে কিছু কিছু কারমা ফার্মিং হচ্ছে। আবার অনেকের আইডিতে দেখলাম কারমা অ্যাবিজার ধরেছে। হয়তো কার মার অতিরিক্ত ব্যবহারের ফলে তাদের আইডিতে এরকম লিখে দিয়েছে। এর জন্য আমরা সবসময় কার মার সঠিক ব্যবহার করব যে পোস্ট অনেক ভালো হবে এবং সেখান থেকে নতুন কিছু শেখা যাবে তাকে কারমা দিলে কোন প্রবলেম হবেনা। এজন্য আমরা সবাই সব সময় কার মার সঠিক ব্যবহার করব এতে করে আইডির কোন ক্ষতি হবে না।
-
টপিকটি লক করা হলো। কারমা ফার্মিং করলে সে ইউজার অবশ্যই শাস্তি পাবে। তাই সবসময় কারমা ফার্মিং থেকে বিরত থাকুন।