Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Crypto_Somrat on October 30, 2020, 03:11:17 PM
-
এটা খুবই দুঃখজনক যে, আমাদের সিনিয়র ভাইয়েরা এবং আমাদের মডারেটর ভাই যারা এই ফোরামের ভিত্তি, যারা এই ফোরামের শুরু থেকে আছেন, তাদের কারমা সংখ্যা 100 এর নিচে। অথচ অন্যান্য ফোরামের সিনিয়রদের কারমা সংখ্যা অনেক। আমি এই ফোরামের সবাইকে বলব কারমা দিতে তো কোন টাকা-পয়সা খরচ হয় না প্লিজ সবাই হিংসা বিদ্বেষ মন থেকে মুছে সবাই সবাইকে কারমা দিন, তাতে সবাই অনুপ্রাণিত হবে, আমাদের ফোরাম টাও এগিয়ে যাবে।
-
এটা খুবই দুঃখজনক যে, আমাদের সিনিয়র ভাইয়েরা এবং আমাদের মডারেটর ভাই যারা এই ফোরামের ভিত্তি, যারা এই ফোরামের শুরু থেকে আছেন, তাদের কারমা সংখ্যা 100 এর নিচে। অথচ অন্যান্য ফোরামের সিনিয়রদের কারমা সংখ্যা অনেক। আমি এই ফোরামের সবাইকে বলব কারমা দিতে তো কোন টাকা-পয়সা খরচ হয় না প্লিজ সবাই হিংসা বিদ্বেষ মন থেকে মুছে সবাই সবাইকে কারমা দিন, তাতে সবাই অনুপ্রাণিত হবে, আমাদের ফোরাম টাও এগিয়ে যাবে।
আপনি একদম ঠিক বলছেন ভাই।আমাদের বাংলাদেশের মানুষ একজন আরেকজনের পিছনে সব সময় লেগেই থাকে যার কারণে আমরা এগিয়ে যেতে পারি না। আমাদের কিছু শেখা উচিত। যেমন কিছুদিন আগে একটা বাউন্টি ছিল সেখানে আমাদের বাংলাদেশের কোন মানুষই মনে হয় জয়েন করতে পারে নাই শুধু কারমা এর জন্য। আমরা যদি একজন আরেকজনকে উপকার করি তাহলে মনে হয় আমাদের আর কোন সমস্যা থাকবে না। ফুল মেম্বার থেকে শুরু করে লেজেন্ডারি মেম্বার পর্যন্ত যতগুলো মেমবার আছে সবাই সবাইকে কারমা দিবেন। ভালো মানসম্মত, শিক্ষনীয় পোষ্ট দিয়ে সবাই কারমা নিবেন। আমি মোটামুটি যতগুলা সিনিয়র-জুনিয়র মেম্বার আছে সবাইকে আমি কারমা দেই।
-
হ্যা ভাই আমরা অন্যান্য ফোরাম থেকে অনেক টা পিছিয়ে আছি
তাদের ফোরামের সিনিয়র ভাইদের কারমার সংখ্যা ১০০ এর থেকে অনেক বেশি। কিন্তু আমাদের ফোরামের সিনিয়র ভাইদের কারমার অভাব ১০০+ তো দুরের কথা কারো তো ৫০+ কারমা ও নাই,, সব আমাদের দোষের কারনে আমরা কেউ কারো ভালো সহ্য জরতে পারি না যে আমরা কাউকে +১ কারমা দিতে কষ্ট লাগে,, আমরা পারলে আরো -১ কারমা দেই। এই জন্যই আজকে আমাদের এই দষা। কিছু দিন আগে একটা সিগনেচার বাউন্টি আসছিলো আমরা বাঙ্গালীরা সবাই মনে হয় কারমার জন্য বাদ পরেছি, শুধু আমাদের দোষ আজকে যদি আমরা সবাই সবাইকে +১ কারমা দিতাম কেউ কারো পিছনে না লাগতাম হয়তো আমরাও ওই রকম সব বাউন্টিতে কাজ করতে পারতাম। তো আমার একটাই কাম্য সবাই সবাইকে +১ কারমা দিবেন কেউ কারো পিছনে লাগতে যাবেন না। আমরা চাইলে পারবো এই বাংলা ফোরাম টাকে অনেক বড় করে তুলতে।
-
সবকিছুরই ভালো-খারাপ দিক রয়েছে, আর আপনার সাথে কিছুটা সহমত। হয়তো ফোরামের এডমিন এবং মডারেটররা এই বিষয়ে ভালো কোনো সিদ্ধান্ত নিবেন। তবে কারমা যদি সকলের মধ্যে সার্কুলেট হয়, এতে ভালো হবে এবং ভালো লেখকদের সহজে বুঝতে পারবো।
-
আমরা সবাই চেষ্টা করব এমন কিছু পোস্ট করতে যাতে সেই পোস্ট সবাই দেখে কিছু শিখতে পারে। যদি কেউ ভালো পোস্ট করে তাহলে সেখান থেকে কিছু শেখা যায় এবং অজানা তথ্য জানা যায়। এমন ধরনের পোস্ট করলে তাহলে তাকে পজেটিভ কারমা দেওয়া হবে।আমরা এ ধরনের পোস্ট করব যাতে সকল এ সব বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে।
-
এটা খুবই দুঃখজনক যে, আমাদের সিনিয়র ভাইয়েরা এবং আমাদের মডারেটর ভাই যারা এই ফোরামের ভিত্তি, যারা এই ফোরামের শুরু থেকে আছেন, তাদের কারমা সংখ্যা 100 এর নিচে। অথচ অন্যান্য ফোরামের সিনিয়রদের কারমা সংখ্যা অনেক। আমি এই ফোরামের সবাইকে বলব কারমা দিতে তো কোন টাকা-পয়সা খরচ হয় না প্লিজ সবাই হিংসা বিদ্বেষ মন থেকে মুছে সবাই সবাইকে কারমা দিন, তাতে সবাই অনুপ্রাণিত হবে, আমাদের ফোরাম টাও এগিয়ে যাবে।
কারমা নিয়ে এ যাবৎ এই কয়েকদিনে প্রচুর আলোচনা হয়েছে। আমার মনে হয় যারা এখানে কাজ করেন প্রত্যেকেই এই বিষয় সম্পর্কে অবগত আছেন। তাই পজিটিভ কারমা সম্পর্কে ধারনা দিতে চাই না। যদি এর মধ্যে কেউ না জেনে থাকেন তাহলে বলব যে একটু প্রভিয়াস পোস্ট গুলো পড়ার চেস্টা করুন দেখবেন পেয়ে গেছেন।
-
হ্যা ভাই আমরা অন্যান্য ফোরাম থেকে অনেক টা পিছিয়ে আছি
তাদের ফোরামের সিনিয়র ভাইদের কারমার সংখ্যা ১০০ এর থেকে অনেক বেশি। কিন্তু আমাদের ফোরামের সিনিয়র ভাইদের কারমার অভাব ১০০+ তো দুরের কথা কারো তো ৫০+ কারমা ও নাই,, সব আমাদের দোষের কারনে আমরা কেউ কারো ভালো সহ্য জরতে পারি না যে আমরা কাউকে +১ কারমা দিতে কষ্ট লাগে,, আমরা পারলে আরো -১ কারমা দেই। এই জন্যই আজকে আমাদের এই দষা। কিছু দিন আগে একটা সিগনেচার বাউন্টি আসছিলো আমরা বাঙ্গালীরা সবাই মনে হয় কারমার জন্য বাদ পরেছি, শুধু আমাদের দোষ আজকে যদি আমরা সবাই সবাইকে +১ কারমা দিতাম কেউ কারো পিছনে না লাগতাম হয়তো আমরাও ওই রকম সব বাউন্টিতে কাজ করতে পারতাম। তো আমার একটাই কাম্য সবাই সবাইকে +১ কারমা দিবেন কেউ কারো পিছনে লাগতে যাবেন না। আমরা চাইলে পারবো এই বাংলা ফোরাম টাকে অনেক বড় করে তুলতে।
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন কেউ ভালো পোস্ট করলেও তাকে প্লাস কারমা দিতে আমাদের কষ্ট লাগে। কারো ভাল আমরা সইতে পারিনা, এই মনোভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে। প্লিজ সবাই ফোরাম টাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন।সিনিয়র ভাইদের উপদেশ মেনে চলুন, আমি আজ আমাদের সিনিয়র ভাই দের প্রায় সবাইকেই প্লাস কারমা দিয়েছি, কারন তাদের উপদেশ আমার ভালো লাগে তাদের পোস্ট থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আপনারাও সবাই সবাইকে কারমা দিবেন প্লিজ, ভুল তো মানুষেরই হয় না বুঝে অনেকেই ভুল করে ফেলে তাই বলে - কারমা না দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করুন।
-
কারমা নিয়ে এত টপিক তৈরি করেন কেন? Positive ও negative কারমা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এ বিষয়ে কিছু টপিক রয়েছে। তাই আমি মনে করি নতুন টপিক তৈরি করে বিশদভাবে আলোচনা করার কোন দরকার নেই। এসব টপিক তৈরি করার আগে সতর্ক থাকবেন। টপিক আছে পুনরায় সেসব টপিকস তৈরি করার দরকার নেই বলে মনে করি। তবে আপনি নেগেটিভ কারমা ও পজেটিভ কারমা নিয়ে দুটি টপিক তৈরি করেছেন। আপনি একটি টপিক তৈরি করতে পারতেন। অযথা দুটো টপিক তৈরি করার প্রয়োজন ছিল না।
-
আমারও সেটাই মনে হয় কারণ আমাদের এই ফোরামকে গ্লোবাল পর্যায়ে নিয়ে যেতে হলে সবাই সবাইকে সাহায্য করা উচিত। কোন ভাইয়ের পোষ্টের মাধ্যমে যদি কারো উপকার হয় অথবা কেউ কোনো কিছু শিখতে পারে তাহলে তাকে কারমা দেওয়া উচিত। আমাদের এই ফোরামের অনেক সিনিয়র ভাইরা আছে যাদের কারমা 100 প্লাস হওয়া উচিত কিন্তু দেখা যায় তাদের কারমা অনেক কম তাই হিংসা বিদ্বেষ না করে সবাই সবাইকে সাহায্য করা উচিত।
-
আসলে আমাদের বাঙ্গালীদের সবার উচিত একে অপরের পাশে দাঁড়ানো। বিশেষ করে কারমা দিতে অনেকেই কিপটামি করে আসলে এগুলো দিতে কোন কিছু খরচ হয় না। অতএব সবার উচিত কোনো পোস্ট যদি ভাল হয় তাহলে অবশ্যই উচিত তাকে পজিটিভ কারমা দেওয়া।
-
এটা খুবই দুঃখজনক যে, আমাদের সিনিয়র ভাইয়েরা এবং আমাদের মডারেটর ভাই যারা এই ফোরামের ভিত্তি, যারা এই ফোরামের শুরু থেকে আছেন, তাদের কারমা সংখ্যা 100 এর নিচে। অথচ অন্যান্য ফোরামের সিনিয়রদের কারমা সংখ্যা অনেক। আমি এই ফোরামের সবাইকে বলব কারমা দিতে তো কোন টাকা-পয়সা খরচ হয় না প্লিজ সবাই হিংসা বিদ্বেষ মন থেকে মুছে সবাই সবাইকে কারমা দিন, তাতে সবাই অনুপ্রাণিত হবে, আমাদের ফোরাম টাও এগিয়ে যাবে।
বিষয়টা আসলেই খুব দুঃখজনক ও লজ্জাসকর। এখন পর্যন্ত বাঙ্গালী কোন সিনিয়র মেম্বার অর্থাৎ হিরো, লিজেন্ডারী মেম্বার এর কারমা ১০০ উপরে আমি দেখিনি কিন্তু অন্য থ্রেড গুলোতে দেখেছি অনেক বিদেশীর ১০০ উপরে কারমা আছে। বেশীর ভাগ ক্ষেত্রেই আমরা বাঙ্গালীরা কারো ভালো কাজের প্রশংসা করতে চাইনা, কাউকে উৎসাহ দিতে চাইনা। বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে আসুন এখন থেকে সবাই সবাইকে সাহায্য করি, ভালো মানের পোস্টগুলোতে সবাই সবাইকে কারমা দেই; তবে এক্ষেত্রে অবশ্যই সবার আগে সিনিয়র ভাইদের বিবেচনা করবেন। ধন্যবাদ
-
আসলে আমাদের বাঙ্গালীদের সবার উচিত একে অপরের পাশে দাঁড়ানো। বিশেষ করে কারমা দিতে অনেকেই কিপটামি করে আসলে এগুলো দিতে কোন কিছু খরচ হয় না। অতএব সবার উচিত কোনো পোস্ট যদি ভাল হয় তাহলে অবশ্যই উচিত তাকে পজিটিভ কারমা দেওয়া।
আপনি ঠিক বলেছেন, অনেক ইউজার আছে তারা কাউকে কারমা দেয় না। কারমা দিতে কিপটামি করে, কিছুদিন আগে একটা বাউন্টি চলছিল সেখানে আমাদের বাংলাদেশের কেউ মনে হয় জয়েন করতে পারেনি শুধু কারমা এর অভাবে। প্লীজ ভাইয়া রা আপনারা সবাই সবাইকে কারমা দিন ফোরামকে এগিয়ে নিতে সাহায্য করুন।
-
এটা খুবই দুঃখজনক যে, আমাদের সিনিয়র ভাইয়েরা এবং আমাদের মডারেটর ভাই যারা এই ফোরামের ভিত্তি, যারা এই ফোরামের শুরু থেকে আছেন, তাদের কারমা সংখ্যা 100 এর নিচে। অথচ অন্যান্য ফোরামের সিনিয়রদের কারমা সংখ্যা অনেক। আমি এই ফোরামের সবাইকে বলব কারমা দিতে তো কোন টাকা-পয়সা খরচ হয় না প্লিজ সবাই হিংসা বিদ্বেষ মন থেকে মুছে সবাই সবাইকে কারমা দিন, তাতে সবাই অনুপ্রাণিত হবে, আমাদের ফোরাম টাও এগিয়ে যাবে।
বিষয়টা আসলেই খুব দুঃখজনক ও লজ্জাসকর। এখন পর্যন্ত বাঙ্গালী কোন সিনিয়র মেম্বার অর্থাৎ হিরো, লিজেন্ডারী মেম্বার এর কারমা ১০০ উপরে আমি দেখিনি কিন্তু অন্য থ্রেড গুলোতে দেখেছি অনেক বিদেশীর ১০০ উপরে কারমা আছে। বেশীর ভাগ ক্ষেত্রেই আমরা বাঙ্গালীরা কারো ভালো কাজের প্রশংসা করতে চাইনা, কাউকে উৎসাহ দিতে চাইনা। বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে আসুন এখন থেকে সবাই সবাইকে সাহায্য করি, ভালো মানের পোস্টগুলোতে সবাই সবাইকে কারমা দেই; তবে এক্ষেত্রে অবশ্যই সবার আগে সিনিয়র ভাইদের বিবেচনা করবেন। ধন্যবাদ
ভাইয়া বাঙালি হিংসার দাস। তারা কেউ কারো সফলতা দেখতে পারে না। ভাবতে খুব খারাপ লাগে বাঙালি সিনিয়র কোন ভাইদের কারমা সংখ্যা এখনো 100 প্লাস হয়নি। অথচ তারা এই ফোরাম কে টিকিয়ে রাখার জন্য অনেক কিছুই করেছেন। অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক পরিশ্রম ও করেছেন, আমাদের জন্য আমাদের এই ফোরামের জন্য। তাই আমি সবাইকে অনুরোধ করে বলব, আসুন হিংসা ভুলে সবাই সবাইকে কারমা দেই। আমরাও এগিয়ে যাই আমাদের ফোরাম কেউ এগিয়ে নিয়ে যাই।
আর যেন কোনো বাউন্টি থেকে শুধু কারমা এর অভাবে আমরা বাঙালিরা বাদ না পরি।
-
ভাই আমি আপনার কথার সাথে সহমত করছি। কিন্তু আমি একজন নতুন ইউজার হয়ে বলছি কারমা পাওয়া কি এতই সহজ। আমি বলবো হ্যাঁ সহজ কিন্তু কারমা পেতে হলে কিছু নিয়ম দিকনির্দেশনা মানতে হবে তাহলে কারমা পাওয়া যাবে যেমন মানসম্মত পোস্ট সে পোস্ট দেখে যেন সবাই কিছু শিখতে পারে ধন্যবাদ ভাই
-
এটা খুবই দুঃখজনক যে, আমাদের সিনিয়র ভাইয়েরা এবং আমাদের মডারেটর ভাই যারা এই ফোরামের ভিত্তি, যারা এই ফোরামের শুরু থেকে আছেন, তাদের কারমা সংখ্যা 100 এর নিচে। অথচ অন্যান্য ফোরামের সিনিয়রদের কারমা সংখ্যা অনেক। আমি এই ফোরামের সবাইকে বলব কারমা দিতে তো কোন টাকা-পয়সা খরচ হয় না প্লিজ সবাই হিংসা বিদ্বেষ মন থেকে মুছে সবাই সবাইকে কারমা দিন, তাতে সবাই অনুপ্রাণিত হবে, আমাদের ফোরাম টাও এগিয়ে যাবে।
পজিটিভ কারমা মানে একধরনের পজিটিভ রেসপন্স। আপনি ভাল পোস্ট করেন আপনি পজিটিভ রেসপন্স পাবেন। যা কিনা আপনার ভাল মন্দ আইডেন্টিফিকেশনের একটি মাত্রা হিসেবে নির্নয় করা হয়।
-
এটা খুবই দুঃখজনক যে, আমাদের সিনিয়র ভাইয়েরা এবং আমাদের মডারেটর ভাই যারা এই ফোরামের ভিত্তি, যারা এই ফোরামের শুরু থেকে আছেন, তাদের কারমা সংখ্যা 100 এর নিচে। অথচ অন্যান্য ফোরামের সিনিয়রদের কারমা সংখ্যা অনেক। আমি এই ফোরামের সবাইকে বলব কারমা দিতে তো কোন টাকা-পয়সা খরচ হয় না প্লিজ সবাই হিংসা বিদ্বেষ মন থেকে মুছে সবাই সবাইকে কারমা দিন, তাতে সবাই অনুপ্রাণিত হবে, আমাদের ফোরাম টাও এগিয়ে যাবে।
বিষয়টা আসলেই খুব দুঃখজনক ও লজ্জাসকর। এখন পর্যন্ত বাঙ্গালী কোন সিনিয়র মেম্বার অর্থাৎ হিরো, লিজেন্ডারী মেম্বার এর কারমা ১০০ উপরে আমি দেখিনি কিন্তু অন্য থ্রেড গুলোতে দেখেছি অনেক বিদেশীর ১০০ উপরে কারমা আছে। বেশীর ভাগ ক্ষেত্রেই আমরা বাঙ্গালীরা কারো ভালো কাজের প্রশংসা করতে চাইনা, কাউকে উৎসাহ দিতে চাইনা। বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে আসুন এখন থেকে সবাই সবাইকে সাহায্য করি, ভালো মানের পোস্টগুলোতে সবাই সবাইকে কারমা দেই; তবে এক্ষেত্রে অবশ্যই সবার আগে সিনিয়র ভাইদের বিবেচনা করবেন। ধন্যবাদ
অনেক ধন্যবাদ আমাদের ফোরামের সবাইকে। আজ এটা দেখে খুব ভালো লাগলো এবং লাগছে। যিনি এই ফোরামের অভিভাবক, যিনি ফোরামকে নিয়ন্ত্রণ করেন, আমাদের মডারেটর ভাই তার কারমা আজকে 100 প্লাস। সত্যিই খুব ভালো লাগছে আমাদের কারমা নিয়ে আলোচনাটা সফল হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আশা করব আমাদের মডারেটর ভাই এর পাশাপাশি আমাদের অন্য সকল যেসব সিনিয়র ভাইয়েরা আছেন তাদেরও কারমা খুব দ্রুতই 100 + হবে। শুধু কারমার কারণে আমরা বাঙালিরা বাউন্টিতে জয়েন করতে পারবোনা। এরকম ঘটনা আর ঘটবে না ইনশাআল্লাহ।
-
সত্যি কথা ভাই কারমা ছাড়া আমরা একটা ক্যাম্পেন মিস করেছি।
-
অবশ্যই ভাল পোস্ট করলে পজিটিভ কারমা দেবে। কিন্তু বেশ কিছু ইউজার আছে যারা কোনো কিছু লক্ষ্য না করেই নেগেটিভ কারমা দিয়ে থাকে। আমি তাদের সম্পর্কে বলবো যে এই ফোরামে আসলে সব লোক ছাড়া কোন বাপ নেই। অতএব আসুন আমরা এই বাংলা ফোরাম তাকে অনেক এগিয়ে নিয়ে যাই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।
-
এটা খুবই দুঃখজনক যে, আমাদের সিনিয়র ভাইয়েরা এবং আমাদের মডারেটর ভাই যারা এই ফোরামের ভিত্তি, যারা এই ফোরামের শুরু থেকে আছেন, তাদের কারমা সংখ্যা 100 এর নিচে। অথচ অন্যান্য ফোরামের সিনিয়রদের কারমা সংখ্যা অনেক। আমি এই ফোরামের সবাইকে বলব কারমা দিতে তো কোন টাকা-পয়সা খরচ হয় না প্লিজ সবাই হিংসা বিদ্বেষ মন থেকে মুছে সবাই সবাইকে কারমা দিন, তাতে সবাই অনুপ্রাণিত হবে, আমাদের ফোরাম টাও এগিয়ে যাবে।
পজিটিভ কারমা মানে একধরনের পজিটিভ রেসপন্স। আপনি ভাল পোস্ট করেন আপনি পজিটিভ রেসপন্স পাবেন। যা কিনা আপনার ভাল মন্দ আইডেন্টিফিকেশনের একটি মাত্রা হিসেবে নির্নয় করা হয়।
ধন্যবাদ আপনাকে পজিটিভ কারো সম্পর্কে পুরোপুরি বলার জন্য|আপনার কিন্তু সুন্দর ভাবে বুঝিয়ে বলেছেন পজেটিভ কর্ম মানে পজিটিভ রেফারেন্স|এ থেকে বুঝতে পারলাম যে যার পোস্টগুলো ভাল ও তথ্যবহুল হয় তাকে পজিটিভ কারমা দেয়া হয় |
-
আপনার কথাটা ঠিক আছে। অনেকেই মনে করেন পজেটিভ কারমা দিলে তাদের অ্যাকাউন্ট থেকে কিছু কেটে নিয়ে যাবে। আসলে ফুল মেম্বার হওয়ার পরে কারমা দেওয়া উচিত। যদি কোনো মেম্বারকে কারমা দেয়া হয় তাহলে তার অনেক অনুপ্রেরণা জাগে।এবং সিনিয়র ভাইদের যদি পজিটিভ কারমা দেয়া হয় তাহলে তারা আরও সুন্দর সুন্দর পোস্ট করে নতুনদের জন্য ভালো কিছু উপহার দেবে। এবং সেই পোস্ট থেকে নতুন নতুন কিছু বিষয় সম্পর্কে জানা যাবে।
-
অবশ্যই ভাল পোস্ট করলে পজিটিভ কারমা দেবে। কিন্তু বেশ কিছু ইউজার আছে যারা কোনো কিছু লক্ষ্য না করেই নেগেটিভ কারমা দিয়ে থাকে। আমি তাদের সম্পর্কে বলবো যে এই ফোরামে আসলে সব লোক ছাড়া কোন বাপ নেই। অতএব আসুন আমরা এই বাংলা ফোরাম তাকে অনেক এগিয়ে নিয়ে যাই কিন্তু এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।
ভাই আপনার সাথে আমি পুরোপুরি একমত পোষণ করছি। আমাদের এই ফোরাম তাকে আসলেই উন্নতি করতে হলে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। তা না হলে অনেক সময় দেখা যায় অনেক ইউজাররা নেগেটিভ কারমা দিয়ে থাকে অযথা যে কারনে মন ভেঙে যায় আর পোস্ট দিতে ইচ্ছে করে না।অতএব আসুন আমরা সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করে ফোরাম টাকে আরও উন্নত করি।
-
এটা খুবই দুঃখজনক যে, আমাদের সিনিয়র ভাইয়েরা এবং আমাদের মডারেটর ভাই যারা এই ফোরামের ভিত্তি, যারা এই ফোরামের শুরু থেকে আছেন, তাদের কারমা সংখ্যা 100 এর নিচে। অথচ অন্যান্য ফোরামের সিনিয়রদের কারমা সংখ্যা অনেক। আমি এই ফোরামের সবাইকে বলব কারমা দিতে তো কোন টাকা-পয়সা খরচ হয় না প্লিজ সবাই হিংসা বিদ্বেষ মন থেকে মুছে সবাই সবাইকে কারমা দিন, তাতে সবাই অনুপ্রাণিত হবে, আমাদের ফোরাম টাও এগিয়ে যাবে।
হ্যাঁ আমরা সকলেই যদি সকলের সাথে ভালো ব্যবহার করে আমাদের গ্রামকে এগিয়ে নিয়ে যাই তাহলে আমাদের কিন্তু ভালো হবে। আসুন আমরা সকলেই এ বাংলা ফোরাম কে এগিয়ে নিয়ে যাই।
-
এটাই সবচেয়ে বড় সমস্যা বাংলা ফোরামে এবং অ্যালটমেন্ট ফোরামে কিছু সিনিয়র ভাইরা টিকে রেখেছেন। কিন্তু বিনিময়ে তারা কিছুই পাননি অনেক ভালো ভালো পোস্ট দেন কিন্তু পোস্ট ভালো হয়েছে কিনা সেটা রিপ্লাই এর জন্য কারমা দেওয়া হয় সেটাও কেউ দেয় না। আমাদের উচিত ভালো মানসম্মত পোস্ট হলে সবাইকে পজেটিভ কারমা দেওয়া।
-
কারমা নিয়ে কথা বলতে আর ভালো লাগেনা। মডারেট ভাই সহ আমরা জানি যত ভালো পোস্টই করিনা কেন-মাত্র কয়েকজন ছাড়া পজিটিভ কারমা কেউ দেয়না। সবাই শুধু তেল মারে-ভাই পোস্টটি খুব ভালো হয়েছে, উপকৃত হয়েছি, অনেক শিখেছি, অনেক তথ্যবহুল পোস্ট অথচ একটা কারমাও পড়েনা সেই পোস্টে। অথচ একটা তথ্যবহুল পোস্ট করতে অনেক কষ্ট করতে হয়, অনেক তথ্য উপাত্ত সংগ্রহ করতে হয়। এরকম পোস্ট করে যখন দিনের পর দিন কেউ কারমা না পান তখন নিরুৎসাহিত হয়ে যান এবং তখন তার মধ্যে ভালো কিছু করার আগ্রহ থাকেনা। গত দুমাস ধরে আমি এবং মডারেটর ভাই নতুনদের ভালো পোস্ট দেখলে কারমা দিতাম উৎসাহ দেওয়ার জন্য। অথচ তারা যখন ফুল মেম্বার হলো মানে কারমা দেওয়ার যোগ্যতা অর্জন করলো তখন তারা ভুলেই গেলো যে কারমা দিতে হয় বা কারমা দেওয়া যায়। অনেকে সিনিয়র মেম্বার বা হিরো মেম্বার হয়ে তারা এখন ইনএকটিভ হয়ে গেছেন অথচ তাদের অতীত এখন সুদূরে পরাহত।
-
এটা খুবই দুঃখজনক যে, আমাদের সিনিয়র ভাইয়েরা এবং আমাদের মডারেটর ভাই যারা এই ফোরামের ভিত্তি, যারা এই ফোরামের শুরু থেকে আছেন, তাদের কারমা সংখ্যা 100 এর নিচে। অথচ অন্যান্য ফোরামের সিনিয়রদের কারমা সংখ্যা অনেক। আমি এই ফোরামের সবাইকে বলব কারমা দিতে তো কোন টাকা-পয়সা খরচ হয় না প্লিজ সবাই হিংসা বিদ্বেষ মন থেকে মুছে সবাই সবাইকে কারমা দিন, তাতে সবাই অনুপ্রাণিত হবে, আমাদের ফোরাম টাও এগিয়ে যাবে।
আপনি একদম ঠিক বলেছেন ভাই আমি আপনার সাথে সহমত পোষণ করছি। আমাদের এই বাংলাদেশে যারা আছে তারা সব সময় একে অন্যের পিছে লাগে। সবাই হিংসা করে কারমা দেয় না। এজন্য আমাদের ফোরাম এগোতে পারছে না। আমি আশা করব সবাই হিংসা-বিদ্বেষ বাদ দিয়ে একে অন্যকে সাহায্য করবেন ইনশাআল্লাহ।
-
এটা খুবই দুঃখজনক যে, আমাদের সিনিয়র ভাইয়েরা এবং আমাদের মডারেটর ভাই যারা এই ফোরামের ভিত্তি, যারা এই ফোরামের শুরু থেকে আছেন, তাদের কারমা সংখ্যা 100 এর নিচে। অথচ অন্যান্য ফোরামের সিনিয়রদের কারমা সংখ্যা অনেক। আমি এই ফোরামের সবাইকে বলব কারমা দিতে তো কোন টাকা-পয়সা খরচ হয় না প্লিজ সবাই হিংসা বিদ্বেষ মন থেকে মুছে সবাই সবাইকে কারমা দিন, তাতে সবাই অনুপ্রাণিত হবে, আমাদের ফোরাম টাও এগিয়ে যাবে।
আপনি একদম ঠিক বলেছেন ভাই আমি আপনার সাথে সহমত পোষণ করছি। আমাদের এই বাংলাদেশে যারা আছে তারা সব সময় একে অন্যের পিছে লাগে। সবাই হিংসা করে কারমা দেয় না। এজন্য আমাদের ফোরাম এগোতে পারছে না। আমি আশা করব সবাই হিংসা-বিদ্বেষ বাদ দিয়ে একে অন্যকে সাহায্য করবেন ইনশাআল্লাহ।
আপনার গুরুত্বপূর্ণ মতামত পোষণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বাংলা ফোরামে এখন যারা আছেন তারা প্রত্যেকেই ভালো মনের মানুষ। এখন সবাই সবাইকে কারমা দিচ্ছে। এভাবে চলতে থাকলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো।
-
এটা খুবই দুঃখের বিষয় যে আমরা কারো ভালো দেখতে বা সহ্য করতে পারি না। অন্যান্য লোকাল ফোরামে দেখা যায় তারা নিজেদের মাঝে ভালো আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখে তারা একে অপরকে সহযোগিতা করে এবং বিশেষ করে পজিটিভ কারমা দিয়ে থাকে। তাই অন্যান্য লোকাল ফোরাম থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত।
-
দুঃখজনকভাবে পোস্টটি ভিত্তিহীন। টপিকটিতে বেশিরভাগ অবান্তর আলোচনা চলে। তেল বাজি করা হয়। ভাই আমি টপিকটি লক করে দিলাম। এ ধরনের আলোচনায় আর কমেন্ট করবেন না।