Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Crypto_Somrat on October 31, 2020, 02:07:49 PM

Title: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Crypto_Somrat on October 31, 2020, 02:07:49 PM
ফ্রিল্যান্সিং এর সাথে ক্রিপ্টোকারেন্সি এর কি কোন সম্পর্ক আছে.? দুটো জিনিস যদি আলাদা হয় তাহলে বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর ভবিষ্যত কতটা উজ্জ্বল? এবং আমরা যারা ক্রিপ্টোকারেন্সি এর সাথে আছি তাদের ভবিষ্যত কতটা উজ্জ্বল..?
প্লিজ সিনিয়র ভাইয়াদের কাছ থেকে কিছু শেখার জন্য তাদের মতামত আশা করছি...
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Malam90 on October 31, 2020, 02:25:17 PM
ক্রিপ্টোকারেন্সিতে কাজও এক প্রকার ফ্রিল্যাঞ্চিং বা মুক্তপেশা। এটাও আপনার স্বাধীনতার উপর নির্ভর করে কাজ করা যায় বরং এটা ফিল্যাঞ্চিং সাইটগুলোর চেয়েও এখানে নির্ভার থেকে কাজ করতে পারবেন। পার্থক্য হচ্ছে তাদের পেমেন্ট দেওয়া হয়ে থাকে আমেরিকান ডলার, বা অন্য ডলারে আর আমাদের পেমেন্ট দেওয়া হয় ক্রিপ্টোকারেন্সিতে। তারা সমাজে বুক ফুলিয়ে বলতে পারে আমি ফ্রিল্যাঞ্চিং করি অমুক সাইটে আর আমরা বলতেই পারিনা কারণ ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা আমাদের দেশে অবৈধ। আমরা যদি আমাদের পেমেন্ট কনভার্ট করে ডলারে দেশে আনতে পারতাম তাহলে আমরাও বুক ফুলিয়ে বলতে পারতাম ফ্যিল্যাঞ্চিং করি। তবে সম্প্রতি পেপাল বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ সেল বাই হোল্ড কিংবা ডলারে কনভার্ট অনুমোদন করায় এখন থেকে এ সমস্যার কিছুটা সমাধান হতো যদি পেপাল বাংলাদেশে সাপোর্ট করতো। তবে অদূর ভবিষ্যতে পেপাল বাংলাদেশে চালু হলে কিংবা অন্য পেমেন্ট মেথডগুলো ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করলে আমরাও ডলারে কনভার্ট করে টাকা বৈধভাবে বাংলাদেশে আনতে পারবো। সেদিন বুঝি আর বেশি দূরে নয় যেদিন বাংলার আকাশে ক্রিপ্টোময় তারকারাজির জ্বলজ্বলে একটি সুন্দর দৃশ্য দেখতে পারবো।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Crypto_Somrat on October 31, 2020, 02:42:47 PM
ক্রিপ্টোকারেন্সিতে কাজও এক প্রকার ফ্রিল্যাঞ্চিং বা মুক্তপেশা। এটাও আপনার স্বাধীনতার উপর নির্ভর করে কাজ করা যায় বরং এটা ফিল্যাঞ্চিং সাইটগুলোর চেয়েও এখানে নির্ভার থেকে কাজ করতে পারবেন। পার্থক্য হচ্ছে তাদের পেমেন্ট দেওয়া হয়ে থাকে আমেরিকান ডলার, বা অন্য ডলারে আর আমাদের পেমেন্ট দেওয়া হয় ক্রিপ্টোকারেন্সিতে। তারা সমাজে বুক ফুলিয়ে বলতে পারে আমি ফ্রিল্যাঞ্চিং করি অমুক সাইটে আর আমরা বলতেই পারিনা কারণ ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা আমাদের দেশে অবৈধ। আমরা যদি আমাদের পেমেন্ট কনভার্ট করে ডলারে দেশে আনতে পারতাম তাহলে আমরাও বুক ফুলিয়ে বলতে পারতাম ফ্যিল্যাঞ্চিং করি। তবে সম্প্রতি পেপাল বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ সেল বাই হোল্ড কিংবা ডলারে কনভার্ট অনুমোদন করায় এখন থেকে এ সমস্যার কিছুটা সমাধান হতো যদি পেপাল বাংলাদেশে সাপোর্ট করতো। তবে অদূর ভবিষ্যতে পেপাল বাংলাদেশে চালু হলে কিংবা অন্য পেমেন্ট মেথডগুলো ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করলে আমরাও ডলারে কনভার্ট করে টাকা বৈধভাবে বাংলাদেশে আনতে পারবো। সেদিন বুঝি আর বেশি দূরে নয় যেদিন বাংলার আকাশে ক্রিপ্টোময় তারকারাজির জ্বলজ্বলে একটি সুন্দর দৃশ্য দেখতে পারবো।
অনেক ধন্যবাদ বিগ ব্রাদার, আমার মনে যে প্রশ্ন ছিল তার পরিপূর্ণ উত্তর পেয়েছি এবং স্পষ্ট ধারণাও পেয়েছি। এখন শুধু এটাই আশা করব যেনো, বাংলাদেশ পেপাল অথবা অন্য পেমেন্ট মেথড যেখানে ক্রিপ্টোকারেন্সি গুলা সাপোর্ট করবে সেটা বাংলাদেশ চালু হোক।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Psycho on October 31, 2020, 03:24:28 PM
ফ্রিল্যান্সিং ও ক্রিপ্টোকারেন্সি দুটো একই জিনিস কিন্তু কাজ দুটো ভিন্ন।যারা ফ্রিল্যান্সিং করে তারা স্বাধীনভাবে চলাফেরা করে বলতে পারে যে আমি ফ্রিল্যান্সিং করছি। আর যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে তারা বলতে পারেনা যে আমি ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি। ফ্রিল্যান্সিংয়ের প্রেমেন্ট দেয়া হয় আমেরিকান ডলার এ। আর আমাদের প্রেমেন্ট দেয়া হয় বিটকয়েন ইথেরিয়াম যতগুলা কয়েন আছে সেগুলোতে। বাংলাদেশ যদি বৈধতা দেয়া হতো ক্রিপ্টোকারেন্সি। তাহলে যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে তারাও বলতে পারতো আমরা কি ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি। বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ উজ্জ্বল কারণ এটি বাংলাদেশে বৈধ। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অবৈধ।বাংলাদেশের যদি ক্রিপ্টোকারেন্সি বৈধতা করে দেয়া হয় তাহলে বাংলাদেশ অনেক উন্নত দিকে এগিয়ে যাবে। আমরা চাই বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেয়া হোক।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Crypto_Somrat on October 31, 2020, 03:41:28 PM
ফ্রিল্যান্সিং ও ক্রিপ্টোকারেন্সি দুটো একই জিনিস কিন্তু কাজ দুটো ভিন্ন।যারা ফ্রিল্যান্সিং করে তারা স্বাধীনভাবে চলাফেরা করে বলতে পারে যে আমি ফ্রিল্যান্সিং করছি। আর যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে তারা বলতে পারেনা যে আমি ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি। ফ্রিল্যান্সিংয়ের প্রেমেন্ট দেয়া হয় আমেরিকান ডলার এ। আর আমাদের প্রেমেন্ট দেয়া হয় বিটকয়েন ইথেরিয়াম যতগুলা কয়েন আছে সেগুলোতে। বাংলাদেশ যদি বৈধতা দেয়া হতো ক্রিপ্টোকারেন্সি। তাহলে যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে তারাও বলতে পারতো আমরা কি ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি। বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ উজ্জ্বল কারণ এটি বাংলাদেশে বৈধ। ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশে অবৈধ।বাংলাদেশের যদি ক্রিপ্টোকারেন্সি বৈধতা করে দেয়া হয় তাহলে বাংলাদেশ অনেক উন্নত দিকে এগিয়ে যাবে। আমরা চাই বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেয়া হোক।
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন, আমাদের সবার কামনা বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি বৈধ করে দেওয়া হোক। তাহলে আমরা মাথা উঁচু করে বলতে পারব যে আমরাও একজন ফ্রিল্যান্সার।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Rafiq on October 31, 2020, 06:42:36 PM
ফ্রিল্যান্সিং মানে মুক্তপেশা। ফ্রিল্যান্সিং করার অনেক সাইট আছে, তারমধ্যে ক্রিপ্টোকারেন্সিতে কাজ করাও এক প্রকার ফ্রিল্যাঞ্চিং। তবে আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সির বৈধতা না থাকায়, অন্যান্য সাইটের ফ্রিল্যান্সারদের মতো আমরা প্রকাশ্যে বলতে পারিনা যে আমরা  ফ্রিল্যাঞ্চিং করি। আমাদের উপার্জিত অর্থ এখনও বৈধভাবে দেশে আনতে পারিনা। আশাকরি অদূর ভবিষ্যতে সরকার ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দিবে এবং তখন আমরা ব্যাংকিং চ্যানেলে টাকা আনতে পারবো, যা দেশের উন্নয়নে সঠিক ভূমিকা রাখতে পারবে। এতে দেশের যেমন উন্নয়ন হবে তেমনি আমাদের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Nostoman on October 31, 2020, 07:40:11 PM
ক্রিপ্টোকারেন্সিতে কাজও এক প্রকার ফ্রিল্যাঞ্চিং বা মুক্তপেশা। এটাও আপনার স্বাধীনতার উপর নির্ভর করে কাজ করা যায় বরং এটা ফিল্যাঞ্চিং সাইটগুলোর চেয়েও এখানে নির্ভার থেকে কাজ করতে পারবেন। পার্থক্য হচ্ছে তাদের পেমেন্ট দেওয়া হয়ে থাকে আমেরিকান ডলার, বা অন্য ডলারে আর আমাদের পেমেন্ট দেওয়া হয় ক্রিপ্টোকারেন্সিতে। তারা সমাজে বুক ফুলিয়ে বলতে পারে আমি ফ্রিল্যাঞ্চিং করি অমুক সাইটে আর আমরা বলতেই পারিনা কারণ ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা আমাদের দেশে অবৈধ। আমরা যদি আমাদের পেমেন্ট কনভার্ট করে ডলারে দেশে আনতে পারতাম তাহলে আমরাও বুক ফুলিয়ে বলতে পারতাম ফ্যিল্যাঞ্চিং করি। তবে সম্প্রতি পেপাল বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ সেল বাই হোল্ড কিংবা ডলারে কনভার্ট অনুমোদন করায় এখন থেকে এ সমস্যার কিছুটা সমাধান হতো যদি পেপাল বাংলাদেশে সাপোর্ট করতো। তবে অদূর ভবিষ্যতে পেপাল বাংলাদেশে চালু হলে কিংবা অন্য পেমেন্ট মেথডগুলো ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করলে আমরাও ডলারে কনভার্ট করে টাকা বৈধভাবে বাংলাদেশে আনতে পারবো। সেদিন বুঝি আর বেশি দূরে নয় যেদিন বাংলার আকাশে ক্রিপ্টোময় তারকারাজির জ্বলজ্বলে একটি সুন্দর দৃশ্য দেখতে পারবো।
ঠিক কথা। আপনার সাথে আমি সহমত। আপনার জন্য + কামনা রইল।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Nostoman on October 31, 2020, 07:46:01 PM
ফ্রিল্যান্সিং মানে মুক্তপেশা। ফ্রিল্যান্সিং করার অনেক সাইট আছে, তারমধ্যে ক্রিপ্টোকারেন্সিতে কাজ করাও এক প্রকার ফ্রিল্যাঞ্চিং। তবে আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সির বৈধতা না থাকায়, অন্যান্য সাইটের ফ্রিল্যান্সারদের মতো আমরা প্রকাশ্যে বলতে পারিনা যে আমরা  ফ্রিল্যাঞ্চিং করি। আমাদের উপার্জিত অর্থ এখনও বৈধভাবে দেশে আনতে পারিনা। আশাকরি অদূর ভবিষ্যতে সরকার ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দিবে এবং তখন আমরা ব্যাংকিং চ্যানেলে টাকা আনতে পারবো, যা দেশের উন্নয়নে সঠিক ভূমিকা রাখতে পারবে। এতে দেশের যেমন উন্নয়ন হবে তেমনি আমাদের সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে।
বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন দেয়নি। সেজন্য অনেক বুদ্ধিজীবীরা বা বিশেষজ্ঞরা ক্রিপ্টোকারেন্সি উপার্জন কে ফ্রিল্যান্সিং হিসাবে গণ্য করে না। তবে বাংলাদেশের এই পেশাকে আমরা মুক্ত পেশা হিসেবে বিবেচনা করি। তবে এখানে প্রচুর লাভের অংশ ও পথ রয়েছে। তবে বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সি এর জনপ্রিয়তা বেশি হওয়া বাংলাদেশ এটাকে অনুমোদন দিতে বাধ্য থাকবে। তখন অবশ্যই বাংলাদেশ সরকার এই পেশাকে ফ্রিল্যান্সিং হিসেবে গণ্য করবে। তবে যারা traders রয়েছে, বিশেষজ্ঞরা তাদের অনেক সময় জোয়ারু বলে আখ্যায়িত করেন। কারণ তারা চলতি ও সমসাময়িক বিষয় নিয়ে পর্যালোচনা করেন। তারা বিশেষজ্ঞ না তারা বিশেষজ্ঞ নামে কলঙ্ক। পজেটিভ কারমা রইল।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Blue_sea on November 01, 2020, 02:58:37 AM
ফ্রিল্যান্সিং এর সাথে ক্রিপ্টোকারেন্সি এর কি কোন সম্পর্ক আছে.? দুটো জিনিস যদি আলাদা হয় তাহলে বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর ভবিষ্যত কতটা উজ্জ্বল? এবং আমরা যারা ক্রিপ্টোকারেন্সি এর সাথে আছি তাদের ভবিষ্যত কতটা উজ্জ্বল..?
প্লিজ সিনিয়র ভাইয়াদের কাছ থেকে কিছু শেখার জন্য তাদের মতামত আশা করছি...
আমি বলব না যে দুটির একটিও খারাপ তবে ক্যালকুলেশন করা যেতে পারে। ফ্রিল্যান্সিং ও অনেক বেটার একটি প্লাটফরম যেখানে হিউজ এমাউনন্ট পাওয়া যায়। আবার ক্রিপ্টো একটি প্লাটফরম যেখানে এর কোন লিমিটেশন ধরতে গেলে থাকে না। ফ্রিল্যান্সিং এ পুচুর ধোর্য রাখতে হবে। যেটা কিনা অনেক বেশি। অন্যদিকে ক্রিপ্টোতেও পেসেন্স লাগে। তবে তুলনামূলক কম। ফ্রিল্যান্সিং এ প্রতিষ্টিত হতে অনেক কস্ট করতে হয়। সাকেসেস হতেও পারে নাও হতে পারে কিন্তু ক্রিপ্টোতে অধিকরত কম। এখানেও অনেক ধুকি থাকে। আমি প্রিফার করি ক্রিপ্টোকারেন্সি। যারা একবার ক্রিপ্টোর মজা পেয়েছেন তারা কোন দিন এটি ছাড়া থাকতে পারবেন না।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Jaya60 on November 01, 2020, 04:21:02 AM
ক্রিপ্টোকারেন্সিতে কাজও এক প্রকার ফ্রিল্যাঞ্চিং বা মুক্তপেশা। এটাও আপনার স্বাধীনতার উপর নির্ভর করে কাজ করা যায় বরং এটা ফিল্যাঞ্চিং সাইটগুলোর চেয়েও এখানে নির্ভার থেকে কাজ করতে পারবেন। পার্থক্য হচ্ছে তাদের পেমেন্ট দেওয়া হয়ে থাকে আমেরিকান ডলার, বা অন্য ডলারে আর আমাদের পেমেন্ট দেওয়া হয় ক্রিপ্টোকারেন্সিতে। তারা সমাজে বুক ফুলিয়ে বলতে পারে আমি ফ্রিল্যাঞ্চিং করি অমুক সাইটে আর আমরা বলতেই পারিনা কারণ ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা আমাদের দেশে অবৈধ। আমরা যদি আমাদের পেমেন্ট কনভার্ট করে ডলারে দেশে আনতে পারতাম তাহলে আমরাও বুক ফুলিয়ে বলতে পারতাম ফ্যিল্যাঞ্চিং করি। তবে সম্প্রতি পেপাল বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ সেল বাই হোল্ড কিংবা ডলারে কনভার্ট অনুমোদন করায় এখন থেকে এ সমস্যার কিছুটা সমাধান হতো যদি পেপাল বাংলাদেশে সাপোর্ট করতো। তবে অদূর ভবিষ্যতে পেপাল বাংলাদেশে চালু হলে কিংবা অন্য পেমেন্ট মেথডগুলো ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করলে আমরাও ডলারে কনভার্ট করে টাকা বৈধভাবে বাংলাদেশে আনতে পারবো। সেদিন বুঝি আর বেশি দূরে নয় যেদিন বাংলার আকাশে ক্রিপ্টোময় তারকারাজির জ্বলজ্বলে একটি সুন্দর দৃশ্য দেখতে পারবো।

ফ্রিল্যান্সিং বা ক্রিপ্টোকারেন্সি দুটো 2 রকম সেটা আপনার পোস্ট পড়ে পুরোপুরি জানতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: hair on November 01, 2020, 11:05:17 PM
ফ্রিল্যান্সিং এবং ক্রিপ্টোকারেন্সি দুটি আলাদা জিনিস। ফ্রিল্যান্সাররা সময়ের সাথে আবদ্ধ না হয়ে যেমন অনেক কিছু করতে পারে যেমন ব্যবসা, ব্লগিং ইত্যাদি trading যদিও ক্রিপ্টোকারেন্সি হ'ল ফ্রিল্যান্সারদের কাছ থেকে অর্থ পাওয়ার এক উপায়।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: saidul2105 on November 02, 2020, 02:20:35 AM
ফ্রিল্যান্সিং এর সাথে ক্রিপ্টোকারেন্সি এর কি কোন সম্পর্ক আছে.? দুটো জিনিস যদি আলাদা হয় তাহলে বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর ভবিষ্যত কতটা উজ্জ্বল? এবং আমরা যারা ক্রিপ্টোকারেন্সি এর সাথে আছি তাদের ভবিষ্যত কতটা উজ্জ্বল..?
প্লিজ সিনিয়র ভাইয়াদের কাছ থেকে কিছু শেখার জন্য তাদের মতামত আশা করছি...
ফ্রিল্যান্সিং    শব্দের অর্থ হলো মুক্তপেশা।
শাব্দিক অর্থেে মুক্তপেশা  হলেও প্রকৃত অর্থে সকল ফ্রিল্যান্সিং-ই নিয়মের বেড়াজালে আবদ্ধ ।  নিয়ম বহির্ভূত কোন ফ্রিল্যান্সিং নেই।

আপনি যে কথা বললেন, ফ্রিল্যান্সিং ও ক্রিপ্টোকারেন্সির মধ্যে কোন সম্পর্ক আছে  কি না।  এক্ষেত্রে আমার ধারণা মোতাবেক ফ্রিল্যান্সিং ও ক্রিপ্টোকারেন্সির মধ্যে সম্পর্ক আছে।
  ক্রিপ্টোকারেন্সির  সকল কিছুই  ফ্রিল্যান্সিং এর অন্তর্ভুক্ত কিন্তু ফ্রিল্যান্সিং এর কোন কিছুই    ক্রিপ্টোকারেন্সির অন্তর্ভুক্ত নয়।

তবে আমাদের বাংলাদেশে ফ্রিল্যান্সিং-কে বৈধতা  দেওয়া  হয়েছে, তাই আমাদের দেশের ফ্রিল্যান্সাররা সকলের সামনে বুক ফুলিয়ে  বলতে পারে যে তারা ফ্রিল্যান্সার।  আর আমাদের ক্রিপ্টোকারেন্সি কে বৈধতা না দেওয়ার জন্য  আমরা কারো সামনে বুক ফুলিয়ে  বলতে পারিনা   যে আমরাও ফ্রিল্যান্সার।
কারণ যখনই আমাদের কাজের সাইটের কথা কেউ জানবে তখনই আমাদের সকলেরই সমস্যায় পরতে হতে পারে।

তবে আমি খুবই আশাবাদী যে,  আমাদের বাংলাদেশের সরকার খুব শীগ্রই আমাদের ক্রিপ্টোকারেন্সি-কে বৈধতা দেবে।                                           
                                                   
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: sky20 on November 02, 2020, 03:43:38 AM
ফ্রিল্যান্সিং এর সাথে ক্রিপ্টোকারেন্সি এর কি কোন সম্পর্ক আছে.? দুটো জিনিস যদি আলাদা হয় তাহলে বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর ভবিষ্যত কতটা উজ্জ্বল? এবং আমরা যারা ক্রিপ্টোকারেন্সি এর সাথে আছি তাদের ভবিষ্যত কতটা উজ্জ্বল..?
প্লিজ সিনিয়র ভাইয়াদের কাছ থেকে কিছু শেখার জন্য তাদের মতামত আশা করছি...
ফ্রিল্যনসিং এবং ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিছু টা মিল থাকলেও বেশ পার্থক্যও আছে। যদি মিলের জায়গা বলি তাহলে বলতে হবে যে বাউন্টি সেকশনের কথা। ফ্রিল্যানসিং মানে মুক্তপেশাদারী এই ধরনের কিছু আর সে ক্ষেত্রে বাউন্টি কিছুটা আমি ধরতে পারে এই কাজের জন্য সামঞ্জস্য আর অমিলের জায়গা হল। যে এখানে মুলত ট্রেড করে ইনকাম করা হয়। এটি কোন ফিক্সড ইনকাম না। অন্যথায় ফ্রিল্যানসিং এ আপনি নির্দিষ্ট না হলেও কিছু অর্থ পাবেন। যেটা ক্রিপ্টো তে পাওয়া যায় না।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Triedboy on November 26, 2020, 12:54:29 AM
ফ্রিল্যান্সিং এর সাথে ক্রিপ্টোকারেন্সি এর কি কোন সম্পর্ক আছে.? দুটো জিনিস যদি আলাদা হয় তাহলে বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর ভবিষ্যত কতটা উজ্জ্বল? এবং আমরা যারা ক্রিপ্টোকারেন্সি এর সাথে আছি তাদের ভবিষ্যত কতটা উজ্জ্বল..?
প্লিজ সিনিয়র ভাইয়াদের কাছ থেকে কিছু শেখার জন্য তাদের মতামত আশা করছি...
ফ্রিল্যনসিং এবং ক্রিপ্টোকারেন্সির মধ্যে কিছু টা মিল থাকলেও বেশ পার্থক্যও আছে। যদি মিলের জায়গা বলি তাহলে বলতে হবে যে বাউন্টি সেকশনের কথা। ফ্রিল্যানসিং মানে মুক্তপেশাদারী এই ধরনের কিছু আর সে ক্ষেত্রে বাউন্টি কিছুটা আমি ধরতে পারে এই কাজের জন্য সামঞ্জস্য আর অমিলের জায়গা হল। যে এখানে মুলত ট্রেড করে ইনকাম করা হয়। এটি কোন ফিক্সড ইনকাম না। অন্যথায় ফ্রিল্যানসিং এ আপনি নির্দিষ্ট না হলেও কিছু অর্থ পাবেন। যেটা ক্রিপ্টো তে পাওয়া যায় না।

ফ্রিল্যান্সিং ও ক্রিপ্টোকারেন্সি এর মধ্যে পার্থক্যটা আপনি অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধরনের পোস্ট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: XM8 on December 05, 2020, 05:46:33 PM
আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি এবং ফিনান্সিং দুটি আলাদা বিষয়। আমরা হয়তো ভবিষ্যৎ সময়ে বাংলাদেশ ফিনান্সিং কে বৈধতা ঘোষণা করতে দেখতে পারি।কিন্তু বাংলাদেশের যদি ক্রিপ্টোকারেন্সি বৈধতা ঘোষণা করে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার খারাপ প্রভাব পড়বে। কেননা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা অতটা ভালো নয়।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Magepai on December 06, 2020, 12:55:03 AM
ফ্রিল্যান্সার এই কাজটা করা সম্পূর্ণ বোধহয় আলাদা। এতে পর্যন্ত আমি কোন ফ্রিল্যান্সার এ কাজ করিনি। কিভাবে করতে হয় সেটাও জানি না। তো আমার আশা আছে যে আমি অবশ্যই ফ্রিল্যান্সার শিখব এবং সেখানে কাজ করব।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Magepai on December 06, 2020, 12:56:40 AM
ক্রিপ্টোকারেন্সিতে কাজও এক প্রকার ফ্রিল্যাঞ্চিং বা মুক্তপেশা। এটাও আপনার স্বাধীনতার উপর নির্ভর করে কাজ করা যায় বরং এটা ফিল্যাঞ্চিং সাইটগুলোর চেয়েও এখানে নির্ভার থেকে কাজ করতে পারবেন। পার্থক্য হচ্ছে তাদের পেমেন্ট দেওয়া হয়ে থাকে আমেরিকান ডলার, বা অন্য ডলারে আর আমাদের পেমেন্ট দেওয়া হয় ক্রিপ্টোকারেন্সিতে। তারা সমাজে বুক ফুলিয়ে বলতে পারে আমি ফ্রিল্যাঞ্চিং করি অমুক সাইটে আর আমরা বলতেই পারিনা কারণ ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা আমাদের দেশে অবৈধ। আমরা যদি আমাদের পেমেন্ট কনভার্ট করে ডলারে দেশে আনতে পারতাম তাহলে আমরাও বুক ফুলিয়ে বলতে পারতাম ফ্যিল্যাঞ্চিং করি। তবে সম্প্রতি পেপাল বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ সেল বাই হোল্ড কিংবা ডলারে কনভার্ট অনুমোদন করায় এখন থেকে এ সমস্যার কিছুটা সমাধান হতো যদি পেপাল বাংলাদেশে সাপোর্ট করতো। তবে অদূর ভবিষ্যতে পেপাল বাংলাদেশে চালু হলে কিংবা অন্য পেমেন্ট মেথডগুলো ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করলে আমরাও ডলারে কনভার্ট করে টাকা বৈধভাবে বাংলাদেশে আনতে পারবো। সেদিন বুঝি আর বেশি দূরে নয় যেদিন বাংলার আকাশে ক্রিপ্টোময় তারকারাজির জ্বলজ্বলে একটি সুন্দর দৃশ্য দেখতে পারবো।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সম্পর্কে সুন্দরভাবে মতামত প্রকাশ করার জন্য। আসলে আমরা দেখতে পাচ্ছি ক্রিপ্টোকারেন্সি হয়তো বৈধতা হবে আমাদের বাংলাদেশ।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Ricky on December 06, 2020, 04:49:38 PM
আমার মনে হয় ক্রিপ্টোকারেন্সি এবং ফিনান্সিং দুটি আলাদা বিষয়। আমরা হয়তো ভবিষ্যৎ সময়ে বাংলাদেশ ফিনান্সিং কে বৈধতা ঘোষণা করতে দেখতে পারি।কিন্তু বাংলাদেশের যদি ক্রিপ্টোকারেন্সি বৈধতা ঘোষণা করে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার খারাপ প্রভাব পড়বে। কেননা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা অতটা ভালো নয়।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আমরা অলরেডি বাংলাদেশি ফ্রিল্যান্সারদের বৈধতা ঘোষণা করতে দেখেছি। আপনি বলেছেন ক্রিপ্টোকারেন্সি কে যদি বাংলাদেশে বৈধ করে দেয়া হয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার ওপর খারাপ প্রভাব পড়বে। এটা বুঝতে পারলাম না ভাই। আমার তো মনে হয় ক্রিপ্টোকারেন্সি কে বৈধ করে দিলে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে অনেক এগিয়ে যাবে। কারণ তখন বাংলাদেশি বিটকয়েন মাইনিং সেন্টার হতে থাকবে। বাংলাদেশেও তখন বিটকয়েন মাইনিং হবে। আর অধিকাংশ বেকার যুবক-যুবতী তখন ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে বাহির থেকে বিপুল পরিমাণ অর্থ আমাদের বাংলাদেশে আনবে।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: sky20 on December 06, 2020, 05:03:10 PM
ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি দুটো আমার মতে একই বলতে পারি। আমরা ফ্রিল্যান্সি বলতে বুঝি মুক্তপেশা বা আরা যারা এটি করে মু্ক্তপেশাজীবি বলতে পারি। এক্ষেত্রে আমরা যারা ক্রিপ্টোকারেন্সিতে আছি তারাও মুক্তপেশাজিবী বলতে আমার কোন সংকোচ নেই। তারা রেমিটেন্স নিয়ে আসছে। বাহিরের টাকা দেশে নিয়ে আসছে। সরকার ট্রেডিং কে বেধতা দেয়নি ঠিক কিন্তু বিদেশী টাকা যদি আমার দেশের মানুষেরা নিয়ে আসে তাতে কোন সমস্যা আমি দেখছি না। তবে শিগরই এর একটি ব্যবস্থা হয়ে যাবে আমার মনে হয়।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: JISAN on December 06, 2020, 05:44:34 PM
ক্রিপ্টোকারেন্সি ও ফ্রিলান্সিং দুইদা ভিন্ন। তবে দুটির সংগা একই রকম। যেমন। ঘরে বসে যদি আপনি বাহিরের কারো কাজ করে দেন তাহলে তাকে বলে আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। ঠিক ক্রিপ্টোকারেন্সি আর্ন এর জন্যও কিন্তু আপনি কোনো অফিস ভিত্তিক কাজ করছেন না এটিও ঘরে বসে করছে। কিন্তু তার পরেও ক্রিপ্টোকারেন্সি ও ফ্রিলান্সিং কে এক বলা যায় না কেনো আমার মাথায়ও ডুকে না।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Review Master on December 06, 2020, 07:29:51 PM
সহজ কথায় ফ্রিল্যান্সিং হলো নিজের মন মতো জায়গায় থেকে অনলাইনে কিংবা অফলাইনের মাধ্যমে ( অফলাইন বলতে লোকাল কোনো কোম্পানির পার্টটাইম কাজ করে দেয়া) কোম্পানির জন্য কাজ করে দেয়া এবং ওই কোম্পানির অধীনস্থ না থাকা।  আর এটি যেকোনো সেক্টরের কাজ হতে পারে এবং ক্রিপ্টোকারেন্সিও একটি সেক্টর। আর ফ্রিল্যান্সিং এর কাজ করতে হলে, যেকোনো একটি বিষয়ে দক্ষ হতে হবে এবং ইংরেজিতে ভালো ধরনের দক্ষতা রাখতে হবে। তাই ক্রিপ্টোকারেন্সি সেক্টরে অনেক ফ্রিল্যান্সার আছে এবং আমিও কিছু কোম্পানির জন্য কাজও করেছি। কেউ যদি স্মার্টকন্ট্রাক ডেভেলপার হতে পারেন, তাহলে জীবনে আপনাদের সফল হয়ে যাবে। কারণ স্মার্টকন্ট্রাক ডেভেলপারদের অনেক কদর এবং ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক কাজ পাওয়া যায়।  ;)
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Herry on December 07, 2020, 04:09:08 AM
ক্রিপ্টোকারেন্সিতে কাজও এক প্রকার ফ্রিল্যাঞ্চিং বা মুক্তপেশা। এটাও আপনার স্বাধীনতার উপর নির্ভর করে কাজ করা যায় বরং এটা ফিল্যাঞ্চিং সাইটগুলোর চেয়েও এখানে নির্ভার থেকে কাজ করতে পারবেন। পার্থক্য হচ্ছে তাদের পেমেন্ট দেওয়া হয়ে থাকে আমেরিকান ডলার, বা অন্য ডলারে আর আমাদের পেমেন্ট দেওয়া হয় ক্রিপ্টোকারেন্সিতে। তারা সমাজে বুক ফুলিয়ে বলতে পারে আমি ফ্রিল্যাঞ্চিং করি অমুক সাইটে আর আমরা বলতেই পারিনা কারণ ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা আমাদের দেশে অবৈধ। আমরা যদি আমাদের পেমেন্ট কনভার্ট করে ডলারে দেশে আনতে পারতাম তাহলে আমরাও বুক ফুলিয়ে বলতে পারতাম ফ্যিল্যাঞ্চিং করি। তবে সম্প্রতি পেপাল বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ সেল বাই হোল্ড কিংবা ডলারে কনভার্ট অনুমোদন করায় এখন থেকে এ সমস্যার কিছুটা সমাধান হতো যদি পেপাল বাংলাদেশে সাপোর্ট করতো। তবে অদূর ভবিষ্যতে পেপাল বাংলাদেশে চালু হলে কিংবা অন্য পেমেন্ট মেথডগুলো ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করলে আমরাও ডলারে কনভার্ট করে টাকা বৈধভাবে বাংলাদেশে আনতে পারবো। সেদিন বুঝি আর বেশি দূরে নয় যেদিন বাংলার আকাশে ক্রিপ্টোময় তারকারাজির জ্বলজ্বলে একটি সুন্দর দৃশ্য দেখতে পারবো।
হ্যাঁ ভাই আমরাও একদিন বুক ফুলিয়ে বলতে পারবো যে আমরা ফ্রিল্যান্সিং করে তবে সেটা হতে মনে হয় কিছুটা সময় লাগতে পারে কেননা বাংলাদেশ সরকার বুঝে কিন্তু অনেকটা পড়ে । যদি বাংলাদেশে পেপাল' চালু হয় তাহলে আমরাও ডলার বাংলাদেশি টাকায় কনভার্ট করে নিতে পারব বৈধভাবে তাই বলব ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ ও খুবই ভালো
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Markuri33 on December 10, 2020, 02:21:14 AM
আমরা যে কিপটে কারেন্সি তে কাজ করি সেটাই হচ্ছে ফ্রিল্যান্সিং।মুক্তপেশা এটা অনলাইনের মাধ্যমে কাজ করা হয়ে থাকে। আমরা ঘরে বসে থেকেই বিভিন্ন ধরনের কাজ করতে পারছি। এবং বিভিন্ন দেশের অফিসিয়াল সাইটে কাজ করে আমরা টাকা ইনকাম করছি। আসলে এইটাই হচ্ছে মুক্ত পেশা।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Casual on December 11, 2020, 02:06:08 AM
ক্রিপ্টোকারেন্সিতে কাজও এক প্রকার ফ্রিল্যাঞ্চিং বা মুক্তপেশা। এটাও আপনার স্বাধীনতার উপর নির্ভর করে কাজ করা যায় বরং এটা ফিল্যাঞ্চিং সাইটগুলোর চেয়েও এখানে নির্ভার থেকে কাজ করতে পারবেন। পার্থক্য হচ্ছে তাদের পেমেন্ট দেওয়া হয়ে থাকে আমেরিকান ডলার, বা অন্য ডলারে আর আমাদের পেমেন্ট দেওয়া হয় ক্রিপ্টোকারেন্সিতে। তারা সমাজে বুক ফুলিয়ে বলতে পারে আমি ফ্রিল্যাঞ্চিং করি অমুক সাইটে আর আমরা বলতেই পারিনা কারণ ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা আমাদের দেশে অবৈধ। আমরা যদি আমাদের পেমেন্ট কনভার্ট করে ডলারে দেশে আনতে পারতাম তাহলে আমরাও বুক ফুলিয়ে বলতে পারতাম ফ্যিল্যাঞ্চিং করি। তবে সম্প্রতি পেপাল বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ সেল বাই হোল্ড কিংবা ডলারে কনভার্ট অনুমোদন করায় এখন থেকে এ সমস্যার কিছুটা সমাধান হতো যদি পেপাল বাংলাদেশে সাপোর্ট করতো। তবে অদূর ভবিষ্যতে পেপাল বাংলাদেশে চালু হলে কিংবা অন্য পেমেন্ট মেথডগুলো ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করলে আমরাও ডলারে কনভার্ট করে টাকা বৈধভাবে বাংলাদেশে আনতে পারবো। সেদিন বুঝি আর বেশি দূরে নয় যেদিন বাংলার আকাশে ক্রিপ্টোময় তারকারাজির জ্বলজ্বলে একটি সুন্দর দৃশ্য দেখতে পারবো।

আপনার পোষ্টটি পড়ে ভাই অনেক ভালো।তার কারণ হলো আমাদের বাংলাদেশে যদি ক্রিপ্টোকারেন্সি বৈধতা দেয়া হয় তাহলে বাঙালি দের জন্য অনেক খুশির একটি খবর। আমরা সবাইকে বলতে পারব আমরা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি বা ফ্রিল্যান্সিং করি।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Irfan12@ on December 11, 2020, 04:48:08 AM
ফ্রিল্যান্সিং এর সাথে ক্রিপ্টোকারেন্সি এর কি কোন সম্পর্ক আছে.? দুটো জিনিস যদি আলাদা হয় তাহলে বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর ভবিষ্যত কতটা উজ্জ্বল? এবং আমরা যারা ক্রিপ্টোকারেন্সি এর সাথে আছি তাদের ভবিষ্যত কতটা উজ্জ্বল..?
প্লিজ সিনিয়র ভাইয়াদের কাছ থেকে কিছু শেখার জন্য তাদের মতামত আশা করছি...
ভাই আমি যতটুকু জানি এবং শুনেছি যে বর্তমানে ফ্রিল্যান্সারদের বাংলাদেশ সরকার একটি করে স্মার্ট কার্ড দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ফ্রিল্যান্সারদের ভবিষ্যৎ উজ্জ্বল তবে আমাদের এই ক্রিপ্টো জগতের সাথে যারা জড়িত আছে তাদের ভবিষ্যত কতটা উজ্জ্বল সেটা আমি ভালোভাবে বলতে পারবো না কেননা বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ সেইজন্য তা আমাদের ভবিষ্যত কতটা উজ্জ্বল হবে সেটা এখনও বলা সম্ভব নয়
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Riddi on December 11, 2020, 06:01:38 AM
ক্রিপ্টোকারেন্সিতে কাজও এক প্রকার ফ্রিল্যাঞ্চিং বা মুক্তপেশা। এটাও আপনার স্বাধীনতার উপর নির্ভর করে কাজ করা যায় বরং এটা ফিল্যাঞ্চিং সাইটগুলোর চেয়েও এখানে নির্ভার থেকে কাজ করতে পারবেন। পার্থক্য হচ্ছে তাদের পেমেন্ট দেওয়া হয়ে থাকে আমেরিকান ডলার, বা অন্য ডলারে আর আমাদের পেমেন্ট দেওয়া হয় ক্রিপ্টোকারেন্সিতে। তারা সমাজে বুক ফুলিয়ে বলতে পারে আমি ফ্রিল্যাঞ্চিং করি অমুক সাইটে আর আমরা বলতেই পারিনা কারণ ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা আমাদের দেশে অবৈধ। আমরা যদি আমাদের পেমেন্ট কনভার্ট করে ডলারে দেশে আনতে পারতাম তাহলে আমরাও বুক ফুলিয়ে বলতে পারতাম ফ্যিল্যাঞ্চিং করি। তবে সম্প্রতি পেপাল বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ সেল বাই হোল্ড কিংবা ডলারে কনভার্ট অনুমোদন করায় এখন থেকে এ সমস্যার কিছুটা সমাধান হতো যদি পেপাল বাংলাদেশে সাপোর্ট করতো। তবে অদূর ভবিষ্যতে পেপাল বাংলাদেশে চালু হলে কিংবা অন্য পেমেন্ট মেথডগুলো ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করলে আমরাও ডলারে কনভার্ট করে টাকা বৈধভাবে বাংলাদেশে আনতে পারবো। সেদিন বুঝি আর বেশি দূরে নয় যেদিন বাংলার আকাশে ক্রিপ্টোময় তারকারাজির জ্বলজ্বলে একটি সুন্দর দৃশ্য দেখতে পারবো।
অনেক সুন্দর একটি টপিক তৈরি করেছে এবং তার সাথে এর উত্তরটা পেয়ে অনেক ভালো লাগলো ।পোস্টটি পড়ে আমি ফিনান্সিং ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Bony11 on December 11, 2020, 06:38:05 AM
ক্রিপ্টোকারেন্সিতে কাজও এক প্রকার ফ্রিল্যাঞ্চিং বা মুক্তপেশা। এটাও আপনার স্বাধীনতার উপর নির্ভর করে কাজ করা যায় বরং এটা ফিল্যাঞ্চিং সাইটগুলোর চেয়েও এখানে নির্ভার থেকে কাজ করতে পারবেন। পার্থক্য হচ্ছে তাদের পেমেন্ট দেওয়া হয়ে থাকে আমেরিকান ডলার, বা অন্য ডলারে আর আমাদের পেমেন্ট দেওয়া হয় ক্রিপ্টোকারেন্সিতে। তারা সমাজে বুক ফুলিয়ে বলতে পারে আমি ফ্রিল্যাঞ্চিং করি অমুক সাইটে আর আমরা বলতেই পারিনা কারণ ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা আমাদের দেশে অবৈধ। আমরা যদি আমাদের পেমেন্ট কনভার্ট করে ডলারে দেশে আনতে পারতাম তাহলে আমরাও বুক ফুলিয়ে বলতে পারতাম ফ্যিল্যাঞ্চিং করি। তবে সম্প্রতি পেপাল বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ সেল বাই হোল্ড কিংবা ডলারে কনভার্ট অনুমোদন করায় এখন থেকে এ সমস্যার কিছুটা সমাধান হতো যদি পেপাল বাংলাদেশে সাপোর্ট করতো। তবে অদূর ভবিষ্যতে পেপাল বাংলাদেশে চালু হলে কিংবা অন্য পেমেন্ট মেথডগুলো ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করলে আমরাও ডলারে কনভার্ট করে টাকা বৈধভাবে বাংলাদেশে আনতে পারবো। সেদিন বুঝি আর বেশি দূরে নয় যেদিন বাংলার আকাশে ক্রিপ্টোময় তারকারাজির জ্বলজ্বলে একটি সুন্দর দৃশ্য দেখতে পারবো।
হ্যাঁ ভাই আপনার কথাগুলো যেন সত্যি হয়। ভবিষ্যতে আমরাও ফ্রিল্যান্সারদের মতো বুক ফুলিয়ে বলতে পারি আমারা ফ্রিল্যান্সার করি।বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সারদের মত যদি ক্রিপ্টোকারেন্সি দের বৈধতা ঘোষণা করে তাহলে আমাদের এই স্বপ্নটা পূরণ হবে। ফ্রিল্যান্সারদের মত আমাদের ক্রিপ্টোকারেন্সি দের স্বপ্নগুলো বাংলার আকাশে জ্বলজ্বলে বলে উঠবে।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Goblin on December 11, 2020, 10:36:59 AM
ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার কোন ধারণা নেই তবে কারেন্সি সম্পর্কে মোটামুটি ধারণা আছে।ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি কোনো সিনিয়র ভাইয়ের ধারনা থাকে তাহলে আমাকে একটু জানাবেন।ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আলোচনা করবেন। তাহলে অনেক উপকৃত হব।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Princeraju on December 11, 2020, 10:49:17 AM
ক্রিপ্টোকারেন্সি উপার্জন ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে। কিন্তু আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি এর অনুমোদন নেই। তবে freelancer.com এর যারা কাজ করে তারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানে ও ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে।বাংলাদেশের অনেক টেকনোলজিস্ট ও মার্কেটিং ম্যানেজার রয়েছে। যারা ক্রিপ্টোকারেন্সি প্রজেক্টে কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। তারা নিজেকে ফ্রিল্যান্সার বলে দাবি করেন।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Niloy on December 11, 2020, 10:53:26 AM
ফ্রিল্যান্সিং এর সাথে ক্রিপ্টোকারেন্সি এর কি কোন সম্পর্ক আছে.? দুটো জিনিস যদি আলাদা হয় তাহলে বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর ভবিষ্যত কতটা উজ্জ্বল? এবং আমরা যারা ক্রিপ্টোকারেন্সি এর সাথে আছি তাদের ভবিষ্যত কতটা উজ্জ্বল..?
প্লিজ সিনিয়র ভাইয়াদের কাছ থেকে কিছু শেখার জন্য তাদের মতামত আশা করছি...
ভাই আমি যতোটুকু জানি ফ্রিল্যান্সিং ও ক্রিপ্টোকারেন্সি দুটি সম্পূর্ণ আলাদা জিনিস।বাংলাদেশ সরকার ফ্রিল্যান্সারদের বৈধতা ঘোষণা করেছে ।কিন্তু ক্রিপ্টোকারেন্সি দের এখনো অবৈধতা ।তবে এ সম্পর্কে আমার জ্ঞানের পরিধি খুবই কম ।তাই আমি এই ফোরামের সিনিয়র ভাইদের কাছে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে চাই।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Niloy on December 11, 2020, 10:56:00 AM
ক্রিপ্টোকারেন্সিতে কাজও এক প্রকার ফ্রিল্যাঞ্চিং বা মুক্তপেশা। এটাও আপনার স্বাধীনতার উপর নির্ভর করে কাজ করা যায় বরং এটা ফিল্যাঞ্চিং সাইটগুলোর চেয়েও এখানে নির্ভার থেকে কাজ করতে পারবেন। পার্থক্য হচ্ছে তাদের পেমেন্ট দেওয়া হয়ে থাকে আমেরিকান ডলার, বা অন্য ডলারে আর আমাদের পেমেন্ট দেওয়া হয় ক্রিপ্টোকারেন্সিতে। তারা সমাজে বুক ফুলিয়ে বলতে পারে আমি ফ্রিল্যাঞ্চিং করি অমুক সাইটে আর আমরা বলতেই পারিনা কারণ ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা আমাদের দেশে অবৈধ। আমরা যদি আমাদের পেমেন্ট কনভার্ট করে ডলারে দেশে আনতে পারতাম তাহলে আমরাও বুক ফুলিয়ে বলতে পারতাম ফ্যিল্যাঞ্চিং করি। তবে সম্প্রতি পেপাল বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ সেল বাই হোল্ড কিংবা ডলারে কনভার্ট অনুমোদন করায় এখন থেকে এ সমস্যার কিছুটা সমাধান হতো যদি পেপাল বাংলাদেশে সাপোর্ট করতো। তবে অদূর ভবিষ্যতে পেপাল বাংলাদেশে চালু হলে কিংবা অন্য পেমেন্ট মেথডগুলো ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করলে আমরাও ডলারে কনভার্ট করে টাকা বৈধভাবে বাংলাদেশে আনতে পারবো। সেদিন বুঝি আর বেশি দূরে নয় যেদিন বাংলার আকাশে ক্রিপ্টোময় তারকারাজির জ্বলজ্বলে একটি সুন্দর দৃশ্য দেখতে পারবো।
ভাই আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আপনার পোস্টটি থেকে আমি ফ্রিল্যান্সিং ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেলাম যা আমি ইতিপূর্বে জানতাম না ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে পোষ্টি  উপস্থাপনা করার জন্য।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Cz Rock on December 18, 2020, 10:57:56 AM
ফ্রিল্যান্সিং হলো একটি মুক্ত পেশা। ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা। ফ্রিল্যান্সিং এর বৈধতা সকল দেশেই আছে। অনেক দেশতো ফ্রিল্যান্সিং এর জন্য সরকারিভাবে সাহায্য করে থাকে। ক্রিপ্টোকারেন্সি অনেক দেশেই এখন পর্যন্ত বৈধতা পায় নি এরমধ্যে বাংলাদেশের রয়েছে। ফ্রিল্যান্সিং ও ক্রিপ্টোকারেন্সি এই দুটি বৈধতা করা হলে ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়তা বেশি দেখা যাবে।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Tamsialu$$ on December 19, 2020, 08:03:44 AM
ফ্রিল্যান্সিং এবং ক্রিপ্টোকারেন্সি দুটো দু ধরনের। এর মধ্যে কিছু ভিন্নতা দেখা যায় যারা ফ্রিল্যান্সিং করে তারা লেনদেন যে কোথাও থেকে করে থাকে তাদের কোন সমস্যা হয় না। কিন্তু যারা কি প্রকার ইন্সিদে কাজ করে তারা লেনদেন একটু দেখেশুনেই করে কারণ বাংলাদেশে এটা সরাসরি অবৈধ।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Mahindra on December 19, 2020, 08:50:02 AM
ক্রিপ্টোকারেন্সিতে কাজও এক প্রকার ফ্রিল্যাঞ্চিং বা মুক্তপেশা। এটাও আপনার স্বাধীনতার উপর নির্ভর করে কাজ করা যায় বরং এটা ফিল্যাঞ্চিং সাইটগুলোর চেয়েও এখানে নির্ভার থেকে কাজ করতে পারবেন। পার্থক্য হচ্ছে তাদের পেমেন্ট দেওয়া হয়ে থাকে আমেরিকান ডলার, বা অন্য ডলারে আর আমাদের পেমেন্ট দেওয়া হয় ক্রিপ্টোকারেন্সিতে। তারা সমাজে বুক ফুলিয়ে বলতে পারে আমি ফ্রিল্যাঞ্চিং করি অমুক সাইটে আর আমরা বলতেই পারিনা কারণ ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা আমাদের দেশে অবৈধ। আমরা যদি আমাদের পেমেন্ট কনভার্ট করে ডলারে দেশে আনতে পারতাম তাহলে আমরাও বুক ফুলিয়ে বলতে পারতাম ফ্যিল্যাঞ্চিং করি। তবে সম্প্রতি পেপাল বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ সেল বাই হোল্ড কিংবা ডলারে কনভার্ট অনুমোদন করায় এখন থেকে এ সমস্যার কিছুটা সমাধান হতো যদি পেপাল বাংলাদেশে সাপোর্ট করতো। তবে অদূর ভবিষ্যতে পেপাল বাংলাদেশে চালু হলে কিংবা অন্য পেমেন্ট মেথডগুলো ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করলে আমরাও ডলারে কনভার্ট করে টাকা বৈধভাবে বাংলাদেশে আনতে পারবো। সেদিন বুঝি আর বেশি দূরে নয় যেদিন বাংলার আকাশে ক্রিপ্টোময় তারকারাজির জ্বলজ্বলে একটি সুন্দর দৃশ্য দেখতে পারবো।
অনেক ভালো লেগেছে ভাই আপনার এই পোস্টটি পড়ে আমি আগে এতো সুন্দর করে ফ্রিল্যান্সিং ওক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কেমন ভালো বুঝতাম না কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে অনেক কিছুই জানতে পারলাম ফ্রিল্যান্সার ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট করার জন্য
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Irfan12@ on December 19, 2020, 01:53:58 PM
ক্রিপ্টোকারেন্সিতে কাজও এক প্রকার ফ্রিল্যাঞ্চিং বা মুক্তপেশা। এটাও আপনার স্বাধীনতার উপর নির্ভর করে কাজ করা যায় বরং এটা ফিল্যাঞ্চিং সাইটগুলোর চেয়েও এখানে নির্ভার থেকে কাজ করতে পারবেন। পার্থক্য হচ্ছে তাদের পেমেন্ট দেওয়া হয়ে থাকে আমেরিকান ডলার, বা অন্য ডলারে আর আমাদের পেমেন্ট দেওয়া হয় ক্রিপ্টোকারেন্সিতে। তারা সমাজে বুক ফুলিয়ে বলতে পারে আমি ফ্রিল্যাঞ্চিং করি অমুক সাইটে আর আমরা বলতেই পারিনা কারণ ক্রিপ্টোকারেন্সি লেনদেন করা আমাদের দেশে অবৈধ। আমরা যদি আমাদের পেমেন্ট কনভার্ট করে ডলারে দেশে আনতে পারতাম তাহলে আমরাও বুক ফুলিয়ে বলতে পারতাম ফ্যিল্যাঞ্চিং করি। তবে সম্প্রতি পেপাল বিটকয়েন, ইথারিয়াম, লাইটকয়েন এবং বিটকয়েনক্যাশ সেল বাই হোল্ড কিংবা ডলারে কনভার্ট অনুমোদন করায় এখন থেকে এ সমস্যার কিছুটা সমাধান হতো যদি পেপাল বাংলাদেশে সাপোর্ট করতো। তবে অদূর ভবিষ্যতে পেপাল বাংলাদেশে চালু হলে কিংবা অন্য পেমেন্ট মেথডগুলো ক্রিপ্টোকারেন্সি সেবা চালু করলে আমরাও ডলারে কনভার্ট করে টাকা বৈধভাবে বাংলাদেশে আনতে পারবো। সেদিন বুঝি আর বেশি দূরে নয় যেদিন বাংলার আকাশে ক্রিপ্টোময় তারকারাজির জ্বলজ্বলে একটি সুন্দর দৃশ্য দেখতে পারবো।
অনেক ভালো লেগেছে ভাই আপনার এই পোস্টটি পড়ে আমি আগে এতো সুন্দর করে ফ্রিল্যান্সিং ওক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কেমন ভালো বুঝতাম না কিন্তু আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে অনেক কিছুই জানতে পারলাম ফ্রিল্যান্সার ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট করার জন্য
ভাই আপনি কি জানতে  পেরেছেন এবং বুঝতে পেরেছেন সে সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত বলতেন তাহলে একটু ভালো হতো আমার মনে হয় এ রকম রিপ্লাই থেকে বিরত থাকুন তা না হলে পরবর্তী সময়ে পস্তাতে হবে আমি মনে করি সবসময় আমাদের এই ফোরামের ক্রিপ্টো রিলেটেড টপিক নিয়ে আলোচনা করা উচিত কিন্তু অনেক ইউজার আছে যারা শুধু হ্যাঁ বুঝতে পেরেছি জানতে পেরেছি এইটুকু লিখে চলে যায় নতুন কোন তথ্য দিতে পারে না তো আমার মনে হয় আমাদের উচিত হবে জেএফরামে অনেক সময় দোয়া এবং ফোরামের সিনিয়র ভাইদের দেওয়া রিপ্লাইগুলো মনযোগ দিয়ে পড়া এবং সেখান থেকে জ্ঞান অর্জন করা তাহলে আমরা নতুন নতুন জিনিস শিখতে পারব এবং জানতে পারবো আমরা মূলত এই ফোরামে আসছি কিছু জানার জন্য এবং কিছু শেখার জন্য তো আমি বলব পরবর্তী সময় ভাই আপনি সিনিয়রভাইদের রিপ্লাই গুলো মন দিয়ে পড়বেন সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Jaya60 on December 21, 2020, 01:37:43 AM
ফ্রিল্যান্সিং এবং ক্রিপ্টোকারেন্সি দুটো দু ধরনের। এর মধ্যে কিছু ভিন্নতা দেখা যায় যারা ফ্রিল্যান্সিং করে তারা লেনদেন যে কোথাও থেকে করে থাকে তাদের কোন সমস্যা হয় না। কিন্তু যারা কি প্রকার ইন্সিদে কাজ করে তারা লেনদেন একটু দেখেশুনেই করে কারণ বাংলাদেশে এটা সরাসরি অবৈধ।
আসলে আমরা জানি যে যারা ফ্রিল্যান্সিং করে তারা সবাইকে বুক ফুলিয়ে বলতে পারে যে আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করি। এবং এর মধ্যে কেউ কিছু করতে পারবে না। এবং যারাএই ফোরাম বা বিটকয়েন ফোরাম বা ক্রিপ্টোকারেন্সি যেটাই বলি না কেন এখানে যদি আমরা লেনদেন করতে চাই তাহলে আমাদের সবাইকে একটু সতর্কতার সাথে লেনদেন করতে হয়। আসলে দুইটার মধ্যে এ ধরনের কিছু পার্থক্য আছে।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Cz Rock on December 21, 2020, 01:49:43 AM
ফিন্যান্সিং ও ক্রিপ্টোকারেন্সি এই দুটি বিষয় এক কথায় নয়। ফ্রিল্যান্সিং বলতে আমরা বুঝি মুক্ত পেশা। ক্রিপ্টোকারেন্সি হলো একটি মার্কেটপ্লেস। তাহলে কি মুক্ত পেশার সাথে মার্কেটপ্লেসের কোন মিল আছে। বাংলাদেশি ফ্রীলান্সিং এর বৈধতা আছে এর জন্য সরকার তাদের পরিচয় পত্র প্রদান করেছে। কিন্তু ক্রিপ্টোকারেন্সি এখন পর্যন্ত বাংলাদেশে অবৈধ হিসেবে ধরা হচ্ছে।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Alvida on January 18, 2021, 03:57:27 PM
আমি ফরমে নতুন একজন ইউজার এ সম্পর্কে আমার কোন ধারণা নাই । তবে আপনার এই টপিকটি দেওয়াতে আমি সিনিয়র ভাইদের পোস্টগুলো পড়ে কিছু ধারণা পেয়েছি।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Dark Knight on January 18, 2021, 04:54:33 PM
ফ্রিল্যান্সিং এর সাথে ক্রিপ্টোকারেন্সি এর কি কোন সম্পর্ক আছে.? দুটো জিনিস যদি আলাদা হয় তাহলে বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর ভবিষ্যত কতটা উজ্জ্বল? এবং আমরা যারা ক্রিপ্টোকারেন্সি এর সাথে আছি তাদের ভবিষ্যত কতটা উজ্জ্বল..?
প্লিজ সিনিয়র ভাইয়াদের কাছ থেকে কিছু শেখার জন্য তাদের মতামত আশা করছি...
ফ্রিল্যান্সিং এবং ক্রিপ্টোকারেন্সি দুটি এক কথা নয়। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হলো মুক্ত পেশা। অন্যদিকে ক্রিপ্টোকারেন্সি হলো একটি মার্কেটপ্লেস।বাংলাদেশের ফ্রিল্যান্সিং বৈধ কিন্তু ক্রিপ্টোকারেন্সি বৈধ নয়। ফ্রিল্যান্সিং করলে স্বাধীনভাবে সবার কাছেই বলা যায় যে আমি ফ্রিল্যান্সিং করছি।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Milon626 on March 12, 2021, 03:23:30 AM
ফ্রিল্যান্সিং এর সাথে ক্রিপ্টোকারেন্সির সম্পর্ক আছে কিন্তু ক্রিপ্টোকারেন্সির সাথে ফ্রিল্যান্সিং এর   সম্পর্ক নেই।  ক্রিপ্টোকারেন্সি  ফ্রিল্যান্সিং এর ই একটা অংশ।  বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি কে বৈধতা দেওয়া হয় নাই কিন্তু ফ্রিল্যান্সিং কে বৈধতা দেওয়া হয়েছে।  আর এর জন্য আমাদের সকলেরই অনেক সাবধানে ও গোপনে ক্রিপ্টোতে কাজ করতে হয়, কিন্তু ফ্রিল্যান্সিং এর বৈধতা রয়েছে বিধায় ওখানে সবাই ওপেনেই কাজ করতে পারে।                                           
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Newron on March 15, 2021, 06:29:55 PM
ফ্রিল্যান্সিং ও ক্রিপ্টোকারেন্সি দুটি বিদেশি মুদ্রা উপার্জন করা যায়। ফ্রিল্যান্সিং হচ্ছে বাংলাদেশের জন্য বৈধ। কিন্তু ক্রিপ্টোকারেন্সি অবৈধ। পার্থক্য শুধু এখানেই।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: AGM on March 15, 2021, 08:02:11 PM
দুটিই ভিন্ন জিনিস। আমরা সাধারনত মনে করে থাকি যে যদি কেউ বিদেশি কোন কাজ করে ডলার ইনকাম করলেই ফ্রিল্যাংসিং হয়ে গেল। কিন্তু এখানে একটি বিষয় আছে তা হল যে বাংলাদেশে যদি এর পারমিশন থাকত তাহলে এর আর কোন সমস্যা ছিল না। এটি কে আমরা ফ্রিল্যাংসিং হিসেবে নিতে পারতাম কিন্তু বৈধতা না থাকায় এটা কে ফ্রিল্যাংসিং বলা যাচ্ছে না।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Rothi roy on March 16, 2021, 03:26:15 AM
ধন্যবাদ ভাই ফ্রিল্যান্সিং ও ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনি অনেক সুন্দর একটি মতামত দিয়েছেন।
আপনার মতামতে পরে জানতে পারলাম ফ্রিল্যান্সিং ও ক্রিপ্টোকারেন্সি মধ্যে তফাৎ শুধু পেমেন্টের মধ্যে। আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দিলে আমরাও বুক ফুলিয়ে বলতে পারবো। বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলো যেহেতু ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দিচ্ছে। তাই আমার মনে হয় একদিন আমাদের দেশও ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দেবে।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: bmr on March 16, 2021, 04:55:12 AM
আমি এটিকেও ফ্রি ল্যানসিং মনে করি। কারন এখান থেকে বৈদেশিক ম্রুদ্রা অর্জন করা যায়। এখানে সিনিয়রা ভালভাবে এটির সংঙ্গা দিতে পারবে। আমি তাদের কাছে থেকে জানতে চাই।
Title: Re: ফ্রিল্যান্সিং আর ক্রিপ্টোকারেন্সি।
Post by: Tubelight on March 19, 2021, 05:15:58 PM
আমার জানা মতে ফ্রিল্যান্সিং এবং ক্রিপ্টোকারেন্সি দুটি আলাদা সাইট।বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর অনুমোদন থাকলেও ক্রিপ্টোকারেন্সি এর কোনো অনুমোদন নেই। ফ্রিল্যান্সিং এবং ক্রিপ্টোকারেন্সি রাস্তা আলাদা আলাদা।