Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on October 31, 2020, 07:57:08 PM

Title: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Nostoman on October 31, 2020, 07:57:08 PM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Blue_sea on November 01, 2020, 02:52:20 AM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?
আপনি ঠিক বলেছেন। এই একচেঞ্জ গুলোই সেরা একচেঞ্জ। এই গুলোতে সব চেয়ে বেশি লেনদেন হযে থাকে। এগুলো সবার বিশ্বস্ত একচেঞ্জ। যখন আরমা দেখি কোন প্রজেক্ট আই সি ও চালায় তখন ইনভেষ্টার রা এই একচেঞ্জ গুলোর কথায় বেশি বলে।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Psycho on November 01, 2020, 07:49:52 AM
আমি মনে করি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জার সাইট হল বিনান্স। কারণ বিটকয়েনের যেমন জনপ্রিয়তা রয়েছে সবাই চিনে তেমনি বিনান্স এর জনপ্রিয়তা অনেক বেশি। সারা বিশ্বের বেশিরভাগ মানুষই বিনান্স ব্যবহার করে থাকে। বিনান্স এর সিকিউরিটি অনেক হার্ড ও মানসম্মত হ্যাক হওয়ার কোন সম্ভাবনা নেই। বিনান্সে এক্সচেঞ্জ করে অনেক সুবিধা। এক্সচেঞ্জ করার টাইমে গ্যাস ফি টা অনেক কম কাটে। আমি বিনান্স ছাড়া অন্য কোন এক্সচেঞ্জার সাইট বেশি ইউজ করিনা। তবে অনেকের কাছে অনেক এক্সচেঞ্জার পছন্দের আছে।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Psycho on November 01, 2020, 07:55:43 AM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?
অনেক ধন্যবাদ এত সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য। বিনান্স, কু কয়েন, হটবিট, এমএক্স সি, ওকেস সবগুলা এক্সচেঞ্জার ভালো দিক এবং খারাপ দিক গুলো‌ তুলে ধরেছেন। অনেকেই অনেক এক্সচেঞ্জার সম্পর্কে কিছু জানেনা। আপনার পোস্টটি পড়ে আমার মনে হয় তাদের সম্পূর্ণ ধারণা পাওয়া হয়ে যাবে। আপনার জন্য+1 রইল।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Crypto_Somrat on November 01, 2020, 08:00:09 AM
আমি মনে করি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জার সাইট হল বিনান্স। কারণ বিটকয়েনের যেমন জনপ্রিয়তা রয়েছে সবাই চিনে তেমনি বিনান্স এর জনপ্রিয়তা অনেক বেশি। সারা বিশ্বের বেশিরভাগ মানুষই বিনান্স ব্যবহার করে থাকে। বিনান্স এর সিকিউরিটি অনেক হার্ড ও মানসম্মত হ্যাক হওয়ার কোন সম্ভাবনা নেই। বিনান্সে এক্সচেঞ্জ করে অনেক সুবিধা। এক্সচেঞ্জ করার টাইমে গ্যাস ফি টা অনেক কম কাটে। আমি বিনান্স ছাড়া অন্য কোন এক্সচেঞ্জার সাইট বেশি ইউজ করিনা। তবে অনেকের কাছে অনেক এক্সচেঞ্জার পছন্দের আছে।
জি ভাইয়া আমি আপনার সাথে একমত পোষণ করছি, বর্তমানে বিনান্স এক্সচেঞ্জ সাইটটা অনেক জনপ্রিয়। বিনান্স এক্সচেঞ্জ সাইটটার অনেক সুবিধা রয়েছে, এর গ্যাস ফি টাও অন্য এক্সচেঞ্জার এর তুলনায় কম। এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে। অনেকে অনেক  এক্সচেঞ্জ  সাইট  ব্যবহার করে, কিন্তু পার্সোনালি বলতে গেলে বিনান্স সাইটটাই আমার বেশি ভালো লাগে।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Apower$ on November 01, 2020, 01:45:34 PM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?

আপনি ঠিক বলেছেন ব্রো। এই এক্সচেঞ্জ গুলোই সেরা এক্সচেঞ্জ। এগুলো সবার বিশ্বস্ত এক্সচেঞ্জ। এই এক্সচেঞ্জে সবথেকে বেশি লেনদেন হয়ে থাকে। এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে। অনেকে অনেক এক্সচেঞ্জ সাইট ব্যবহার করে। কিন্তু পার্সোনালি বলতে গেলে বিনান্স সাইটটাই আমার অনেক বেশি ভালো লাগে।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Zero0 on November 01, 2020, 03:59:24 PM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?
ভাই আমি তো এই জগতে নতুন আপনার পোষ্ট থেকে আমি অনেক উপকৃত হলাম। আসলে এই জগতে থাকতে হলে এখান থেকে ইনকাম করতে হলে অবশ্যই এক্সচেঞ্জার এর প্রয়োজন। এক্সেঞ্জার সম্পর্কে ধারণা না থাকলে কোথাও থেকে টোকেন পেলেও একচেঞ্জ করতে পারবো না। ধন্যবাদ ভাইয়া এক্সচেঞ্জার সাইট গুলো সম্পর্কে ভালো ধারনা দেয়ার জন্য।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Malam90 on November 01, 2020, 05:18:08 PM
বায়নান্স সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় একচেঞ্জ এমনকি বাংলাদেশীদের কাছেও। এরপরেই আছে কুকয়েন জনপ্রিয়তায় কারণ অনেক বাংলাদেশী কুকয়েনে ট্রেড করেন। সম্প্রতি কুকয়েন বাংলাদেশী টাকায় ডলার লেনদেন করার সুযোগ চালু করায় এটার জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে আগের চেয়ে। প্রবিটও আমার পছন্দের তালিকায় আছে। Okex বাংলাদেশীদের একাউন্ট করার অনুমোদন নেই বলে আমারও একাউন্ট করা হয়নি।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: sky20 on November 01, 2020, 05:53:37 PM
Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit এই গুলোই সবচেয়ে ভাল একচেঞ্জ। যারা ট্রেড করতে চান আমি মনে করি এই একচেঞ্জ গুলোর ভিতরে আপনার যেটি ভাল লাগবে সেটি তে ট্রেড চালিয়ে যান।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Psycho on November 01, 2020, 06:09:12 PM
Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit এই গুলোই সবচেয়ে ভাল একচেঞ্জ। যারা ট্রেড করতে চান আমি মনে করি এই একচেঞ্জ গুলোর ভিতরে আপনার যেটি ভাল লাগবে সেটি তে ট্রেড চালিয়ে যান।
যদি ট্রেড সম্পর্কে ভালো জ্ঞান থাকে তাহলে আমি মনে করি তারা এইসব এক্সচেঞ্জার সাইট থেকে ট্রেড করে ভালো রকমের প্রফিট নিতে পারবে। ট্রেড করার জন্য এই সব সাইট ই যথেষ্ট।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Hasan986 on November 04, 2020, 09:12:05 AM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?
বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হওয়ার এটি একটি বড় পাওয়া আমাদের জন্য। বাংলাদেশে বর্তমানে আমার মনে হয় বিন্যান্স জনপ্রিয়। তবে আমি আশাবাদী কুকয়েন তার জায়গা দখল করবে।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Altcoin1998$ on November 04, 2020, 09:33:03 AM
ভাই আপনি শুধু সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের কথা উল্লেখ করেছেন কিন্তু ভাই ফ্রক ডেল্টা ও ইথার ডেল্টা এক্স চেঞ্জ এর কথা উল্লেখ করেননি। যারা যারা ক্রিপ্টোকারেন্সি তে প্রথম ট্রেড করেছে তারা কমবেশি এই দুই এক্সচেঞ্জের কথা জানে।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Mrkadir85 on November 04, 2020, 02:08:48 PM
আপনি যে সকল এক্সচেঞ্জের নাম উল্লেখ করেছেন এর সবগুলোই এক্সচেঞ্জের জনপ্রিয়তা সারা পৃথিবী জুড়ে রয়েছে।এর মধ্যে কিছু এক্সচেঞ্জ রয়েছে যেগুলো বাংলাদেশীদের জন্য অনুমোদিত নয়। বাইনান্স বাংলাদেশে সবচেয়ে বেশি জনপ্রিয় এক্সচেঞ্জ। KUCOIN এক্সচেঞ্জে ডলারের বিপরীতে বাংলাদেশী টাকা লেনদেনের অনুমোদন দেয়া হয়েছে এরপর থেকে বাংলাদেশীদের কাছে KUCOIN এক্সচেঞ্জের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: ttcsalam on November 04, 2020, 02:19:28 PM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?
আমার মনে হয় বাংলাদেশে বাইনান্স ই বেশি জনপ্রিয় হতে পারত । যারা প্রকৃত ট্রেডার তারা Kucoin এবং probit এ বেশি ট্রেড করে কারন বেশির ভাগ বাউন্টি পেমেন্ট গুলো তারা এই দুই এক্সচেন্জ এ লেনদেন হয়। বাইনান্স এ লেনদেনের সংখ্যাও কম নয় কিন্তু বাউন্টি পেমেন্ট গুলো সেখানে সেল করা যায় না এটা একটা ফ্যাক্ট।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: ttcsalam on November 04, 2020, 02:21:37 PM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?
খুবই সুন্দর তথ্য জানতে পারলাম । ফোরামে আমাদের বেশি বেশি রেফার করে জনপ্রিয় করে তোলা দরকার আশা করছি সবাই একটিভ হলে এটা সম্ভব।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: babu10 on November 04, 2020, 03:47:18 PM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?

এখানে দ্বিমত হবার কোন সুযোগ নেই যে বিন্যান্স ই বাংলাদেশের জন্য সবচেয়ে জনপ্রিয় হবে কারন বাংলাদেশ হতে এটাতে লেনদেন করতে কোন সমস্যা হয়েনি আমার কখনো তাছাড়া নিরাপত্তার দিক থেকেও এটা সেরা । তাই বিন্যান্স ই আমার প্রথম চয়েস।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Rafiq on November 04, 2020, 07:05:47 PM
আপনি যে একচেঞ্জ গুলোর নাম উল্লেখ করেছেন আমি মনেকরি তার সব গুলোই যে বাংলাদেশীদের কাছে বেশী জনপ্রিয় এতে কোন সন্দেহ নেই। আমি ব্যক্তিগতভাবে এর বাহিরেও বেশকিছু একচেঞ্জ এ লেনদেন করেছি; তবে আমি বিন্যান্স এর মতো ইউজার ফ্রেন্ডলি আর কোন একচেঞ্জ পাইনি। তবে এটাও ঠিক Kucoin একচেঞ্জ অনেক এগিয়ে গিয়েছিল কিন্তু হ্যাক হবার পর এদের অবস্থান নিম্নমুখী হয়েছে।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Rimon365 on November 04, 2020, 08:02:39 PM
আপনার সাথে আমি একমত । এই এক্সচেঞ্জ গুলো পুরো বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে । তবে আমি মনে বাংলাদেশে বিনান্স , কুকয়েন, আইডেক্স ভালোই জনপ্রিয় হয়ে উঠেছে ।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Btceth01 on November 05, 2020, 02:58:55 AM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?
আপনি যে সমস্ত এক্সচেঞ্জ গুলার কথা বলেছেন সেগুলো খুবই ভালো। কিন্তু এর মধ্যে একটি এক্সচেঞ্জ রয়েছে যেটা আদৌও ভালো নয়।সেই এক্সচেঞ্জ টা হচ্ছে (ProBit) প্রবিট এক্সচেঞ্জ। প্রজেক্ট ধ্বংস করার মধ্যে এই এক্সচেঞ্জ টা সবচেয়ে বেস্ট। আজ পর্যন্ত যে প্রজেক্টগুলো এই (ProBit) এক্সচেঞ্জে টোকেন সেল শুরু করেছে সেই প্রজেক্ট গুলা সাকসেস হয়নি আর হলেও সেটা বেশি প্রফিট দেয়নি। এছাড়া বাকি সব এক্সচেঞ্জ গুলা অনেক ভালো।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Btceth01 on November 05, 2020, 03:03:05 AM
আমার কাছে সবচেয়ে জনপ্রীয় এক্সচেঞ্জ হচ্ছে বিনান্স। বিনান্স এক্সচেঞ্জে আমি অনেকদিন ধরে ট্রেডিং করি। আমি কিছু কিছু সিগনাল নিয়ে ট্রেডিং করি দেখা যায় সেখানে আমি অনেক লাভবান হতে পারি। এবং আমার কিছু বিনান্স কয়েন রয়েছে যেগুলো থেকে আমি অনন্য কয়েন প্রফেট পায়। এবং কিছু কিছু সময় বিনান্স কিছু কিভাবে সিস্টেম করে সেগুলো আমি পেয়ে থাকি।তাই আমার কাছে সবচেয়ে জনপ্রীয় এক্সচেঞ্জ হচ্ছে বিনান্স। কোন ডলার উইথড্র করতে গেলে ফিশ অনেক কম। এবং খুব দ্রুত সম্পন্ন একটি এক্সচেঞ্জ। এবং অনেক সিকিউরিটি সম্পূর্ণ।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Power420 on November 05, 2020, 03:03:36 AM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?

আমার সবচেয়ে প্রিয় এক্সচেঞ্জ হল বিনান্স, হট বিট, ওকেএক্স, কু কয়েন ইত্যাদি হল আমার সবচেয়ে প্রিয় এক্সচেঞ্জ। এসব এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করলে টোকেন এর দাম ও অনন্য এক্সচেঞ্জ এর চেয়ে বেশি পাওয়া যায় এবং সিকিউরিটি বেশি ও নিরাপদ। এবং উইথড্রো দেওয়ার সময় বেশি দেরি করা লাগে না এবং ফি কম খরচে হয়।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: JISAN on November 05, 2020, 09:16:14 AM
জনপ্রিয়তার দিক দিয়ে Binance প্রথম কিন্তু ছোট এক্সচেঞ্জের মধ্যে সবাই Hotbit কে নিয়ে ইদানীং বেশি মাতামাতি করতেছেন। Hotbit এর কথা শুনলে সেখানে ইনভেস্ট ও বেশি হচ্ছে
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Nusrat on November 05, 2020, 09:50:58 AM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?
আমি আপনার সাথে একমত আছি। আপনার পোস্ট থেকে আমি অনেক উপকৃত কেননা এক্সচেঞ্জ সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Jaya60 on November 14, 2020, 12:55:54 AM
আমি মনে করি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জার সাইট হল বিনান্স। কারণ বিটকয়েনের যেমন জনপ্রিয়তা রয়েছে সবাই চিনে তেমনি বিনান্স এর জনপ্রিয়তা অনেক বেশি। সারা বিশ্বের বেশিরভাগ মানুষই বিনান্স ব্যবহার করে থাকে। বিনান্স এর সিকিউরিটি অনেক হার্ড ও মানসম্মত হ্যাক হওয়ার কোন সম্ভাবনা নেই। বিনান্সে এক্সচেঞ্জ করে অনেক সুবিধা। এক্সচেঞ্জ করার টাইমে গ্যাস ফি টা অনেক কম কাটে। আমি বিনান্স ছাড়া অন্য কোন এক্সচেঞ্জার সাইট বেশি ইউজ করিনা। তবে অনেকের কাছে অনেক এক্সচেঞ্জার পছন্দের আছে।

আপনি ঠিক বলেছেন তার কারণ হচ্ছে যে বাইনান্স এক্স এইচডি অনেক সিকিউরিটি সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। অন্য সকল এক্সচেঞ্জ গুলি থেকে এটি অধিক সিকিউরিটি সম্পূর্ণ।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Jaya60 on November 14, 2020, 12:58:19 AM
আপনি যে যে এক্সচেঞ্জ গুলির কথা উল্লেখ করেছেন সেগুলো অনেক ভালো এক্সচেঞ্জ।কিন্তু তার মধ্যে সবথেকে প্রিয় এক্সচেঞ্জ হচ্ছে বাইনান্স। বাইনান্স এক্সচেঞ্জ টি সবথেকে জনপ্রিয় এক্সচেঞ্জ।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: sky20 on November 14, 2020, 04:51:58 AM
আপনি যে একচেঞ্জ গুলোর নাম উল্লেখ করেছেন আমি মনেকরি তার সব গুলোই যে বাংলাদেশীদের কাছে বেশী জনপ্রিয় এতে কোন সন্দেহ নেই। আমি ব্যক্তিগতভাবে এর বাহিরেও বেশকিছু একচেঞ্জ এ লেনদেন করেছি; তবে আমি বিন্যান্স এর মতো ইউজার ফ্রেন্ডলি আর কোন একচেঞ্জ পাইনি। তবে এটাও ঠিক Kucoin একচেঞ্জ অনেক এগিয়ে গিয়েছিল কিন্তু হ্যাক হবার পর এদের অবস্থান নিম্নমুখী হয়েছে।
বর্তমানে আমার দেখা তিনটি একচেঞ্জ সেরা মনে হয়েছে। তাদের মধ্যে হল বিন্যান্স একচেঞ্জ, কু-কয়েন, বিটফরেক্স এই তিনটি আমার কাছে খুবই ভাল লেগেছে।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Kangaro45 on November 15, 2020, 11:06:25 AM
দু-একটা এক্সচেঞ্জের বিষয়ে আমার জানা ছিল তবে আপনার মাধ্যমে বেশ কিছু ভালো ভালো আছেন যার নাম জানতে পারলাম। এক্সচেঞ্জ সম্পর্কে এ পোষ্টের জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Lutera94 on November 15, 2020, 11:53:12 AM
আপনি যে এক্সচেঞ্জেগুলির নাম দিয়েছেন সবগুলি ই মান সম্মত। তবে বর্তমানে বাইন্যান্স এ সবাই ট্রাড করতে পছন্দ করে। এ ক্ষেত্রে বাংলাদেশের ইউজাররাও এর ব্যাতিক্রম নয়। আমি মনি করি বাংলাদেশে জনপ্রিয় এক্সচেঞ্জ হলো বাইন্যান্স
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Pitter on November 15, 2020, 12:23:30 PM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?
আপনি ঠিক বলেছেন। এই একচেঞ্জ গুলোই সেরা একচেঞ্জ। এই গুলোতে সব চেয়ে বেশি লেনদেন হযে থাকে। এগুলো সবার বিশ্বস্ত একচেঞ্জ। যখন আরমা দেখি কোন প্রজেক্ট আই সি ও চালায় তখন ইনভেষ্টার রা এই একচেঞ্জ গুলোর কথায় বেশি বলে।
আপনার মতামত এবং অন্যান্য তথ্য গুলো একশত ভাগ সত্য ।এই এক্সচেঞ্জ গুলোই সবচেয়ে বেশি ব্যবহৃত এবং পরিক্ষিত
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Pitter on November 16, 2020, 02:59:55 AM
প্রত্যেকের ই কোন না কোন জনিপ্রিয় একচেঞ্জ আছে সেগুলোার মধ্যে বিন্যান্স একটি অন্যতম একচেঞ্জ। যারা ক্রিপ্টো ট্রেডিং করেন তারা অবশ্যই বিন্যান্স কে ভালাবাসেন। তবে সার্বিকভাবে কিছু কয়েন আছে যেগুলো সবার কাছেই প্রিয়। সেগুলোর মধ্যে। বিন্যান্স,কুকয়েন, বিটফরেক্স,হটবিট,ইউনিসোয়াপ ইত্যাদি।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Markuri33 on November 17, 2020, 11:54:29 AM
আপনি ঠিক বলেছেন ব্রো এই এক্সচেঞ্জ গুলি সবথেকে ভালো এবং কি সবার কাছে অনেক প্রিয় এক্সচেঞ্জ। আমি দেখেছি এক্সচেঞ্জ করার সময় সব থেকে বেশি ইউজ করে বাইনান্স। এই এক্সচেঞ্জ টি আমার কাছে সব থেকে প্রিয় এক্সচেঞ্জ।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Primo1760 on November 17, 2020, 04:22:50 PM
যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে তারা সকলেই কমবেশি বিভিন্ন এক্সচেঞ্জার এর সাথে পরিচিত। একেক এক্সেঞ্জার একেক দিয়ে ভালো, সবারই আলাদা আলাদা পছন্দের এক্সচেঞ্জ রয়েছে আমার পছন্দের এক্সচেঞ্জ হচ্ছে বিনান্স। Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Ak600 on November 17, 2020, 04:27:42 PM
আমি মনে করি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জার সাইট হল বিনান্স। কারণ বিটকয়েনের যেমন জনপ্রিয়তা রয়েছে সবাই চিনে তেমনি বিনান্স এর জনপ্রিয়তা অনেক বেশি। সারা বিশ্বের বেশিরভাগ মানুষই বিনান্স ব্যবহার করে থাকে। বিনান্স এর সিকিউরিটি অনেক হার্ড ও মানসম্মত হ্যাক হওয়ার কোন সম্ভাবনা নেই। বিনান্সে এক্সচেঞ্জ করে অনেক সুবিধা। এক্সচেঞ্জ করার টাইমে গ্যাস ফি টা অনেক কম কাটে। আমি বিনান্স ছাড়া অন্য কোন এক্সচেঞ্জার সাইট বেশি ইউজ করিনা। তবে অনেকের কাছে অনেক এক্সচেঞ্জার পছন্দের আছে।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর ভাবে গুছিয়ে লেখার জন্য আগে বুঝতামই না যে বিনান্স এবং বিটকয়েন এর মধ্যে পার্থক্য
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Triedboy on November 18, 2020, 01:36:10 AM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?

ভাই আপনি যে কাজগুলো কথা বলেছেন আমার কাছে এগুলো সব থেকে প্রিয় এক্সচেঞ্জ। এবং আমি লক্ষ করেছি এই এক্সচেঞ্জ গুলির জনপ্রিয়তা অনেক। এইগুলো এক্সচেঞ্জ এর মধ্যে আমার কাছে সব থেকে প্রিয় এক্সচেঞ্জ টি হল বাইনান্স।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Kangaro45 on November 18, 2020, 06:10:33 AM
আপনি যেসব এক্সচেঞ্জ এর কথা উল্লেখ করেছেন এর সবগুলোই জনপ্রিয় এক্সচেঞ্জ এসব এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হয়ে থাকে আমার সবচেয়ে প্রিয় এক্সচেঞ্জ বিনান্সকেননা এ এক্সচেঞ্জে লেনদেন সহজ সিকিউরিটি ব্যবস্থা অনেক টা ভালো।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Jackson on November 18, 2020, 10:18:49 AM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?

ধন্যবাদ আপনাকে গুরুপূর্ন বিষয় তুলে ধরার জন্যে আমি এই ফোরামে নতুন। এক্সচেঞ্জ বিষয়টি কি আমি জানতাম না । আপনার পোষ্ট থেকে এক্সচেঞ্জ  বিষয়ে কিছু  জানতে পারলাম।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Magepai on November 20, 2020, 01:36:41 AM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?

হ্যাঁ ভাই এক্স এক্স গুলো সত্যি অনেক জনপ্রিয় এক্সচেঞ্জ। সারা পৃথিবীর মধ্যে সবথেকে প্রিয় এক্স্যন্সসে বাইনান্স এটির মাধ্যমে সবথেকে বেশি মানুষ কাজ করে থাকে।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Rain075 on November 20, 2020, 06:03:58 PM
আমার কাছে সবচেয়ে জনপ্রীয় এক্সচেঞ্জ হলো
Binance
Okex
Kucoin
Bitforex
ইত্যাদি এসব  এক্সচেঞ্জ আমার কাছে  অনেক জনপ্রিয়।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Hasan986 on November 20, 2020, 07:39:51 PM
যা দেখলাম Binance ও BDT ফিয়াট লেনদেন শুরু করছে। আমান মনে হয় Binance ই এই দেশের জন্য জনপ্রিয় এক্সেঞ্জার হবে।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Apower$ on November 21, 2020, 04:39:36 AM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?

হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলেছেন আপনার সাথে আমি সহমত পোষণ করছি। এই এক্সচেঞ্জ গুলো সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ। এগুলো মানুষের বিশ্বস্ত এক্সচেঞ্জ বলে আমি মনে করি।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Chita76 on November 21, 2020, 03:38:36 PM
আপনি ঠিকই বলেছেন আপনার পোস্টকে আমি সমর্থন করি আপনার পোস্ট ভাল লেগেছে। কিন্তু আমার প্রিয় এক্সচেঞ্জ হল বিনান্স ও ওকেএক্স।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: kulkhan on November 21, 2020, 04:20:45 PM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?
আমি আপনার সাথে পুরো পুরি একমত। আপনি যে এক্সচেঞ্জার গুলোর নাম বলেছেন সেগুলো খুবি জনপ্রিয় এবং বিশ্বস্ত। এদের মধ্যে বিনান্স হল সব থেকে বেশি জনপ্রিয়। আমি বিনান্সে ট্রেড করছি গত দুই বছর যাবৎ কখনো কোন সমস্যায় পড়িনি। মাঝে হ্যাকিং এর কারনে আমার বিনান্সের বিটকয়েন অলেট থেকে কিছু পরিমাণ বিটকয়েন খোয়া গেছিল কিন্তু বিনান্স কতৃপক্ষ যাচাই-বাছাই করে আমার অলেটে সেটা রিফান্ড করছিল।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Ronald on November 22, 2020, 05:04:07 AM
অনেক ভালো ভালো এক্সচেঞ্জ রয়েছে। তবে অনেক এক্সচেঞ্জের আমরা নাম জানিনা। তবে মানুষের মুখে মুখে এক্সচেঞ্জ গুলোর নাম প্রথমেই উঠে আসে, সেগুলো হলো, Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়। কিন্তু Okex বাংলাদেশ ইউজারদের জন্য অনুমোদন নেই। মুখে মুখে বলা অনেক বেশি জনপ্রিয়। তবে binance, MXC এই দুটি এক্সচেঞ্জ ভালো অবস্থানে রয়েছে। Probit এক্সচেঞ্জ এ প্রতিদিন অনেক টোকেন লিস্ট হয় এবং IEO চালানো হয়। কিন্তু সেখানে লিস্ট হাওয়া টোকেন গুলোতে প্রথম অবস্থায় অনেক বেশি বাণিজ্য হয়। পরবর্তীতে ডাম্প করে। তাই আমাদের বাংলাদেশ probit একটা জনপ্রিয় না। Kucoin হ্যাক হওয়ার পর অনেকটাই নিম্নমুখী হয়েছে। তবে বাংলাদেশের লোকাল টাকার সাথে লেনদেন হবে। এ বিষয়ে অনেক সাড়া পাওয়া যাচ্ছে। আপনি কি মনে করেন বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় এক্সচেঞ্জ কোনটি হতে পারে?
আপনা কথা পুরোপুরি ঠিক আছে। এই একচেঞ্জ গুলো এখন সবচেয়ে বেশি জনপ্রিয়।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Maxtel on November 22, 2020, 05:14:38 AM
আপনার মাধ্যমে এক্সচেঞ্জ সম্পর্কে অনেক সুন্দর তথ্য জানতে পারলাম । ভবিষ্যতে তথ্য গুলো আমার অনেক উপকারে আসবে।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Tamsialu$$ on November 22, 2020, 09:10:35 AM
কোনগুলো জনপ্রিয় এক্সচেঞ্জ এবং কোনগুলো এক্সচেঞ্জ সবথেকে মানুষ সবথেকে বেশি পছন্দ করে সে সম্পর্কে আমি বুঝতে পেরেছি।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Hasan986 on November 24, 2020, 08:00:53 PM
আপনি ঠিকই বলেছেন আপনার পোস্টকে আমি সমর্থন করি আপনার পোস্ট ভাল লেগেছে। কিন্তু আমার প্রিয় এক্সচেঞ্জ হল বিনান্স ও ওকেএক্স।
আমার ফেবারিট হলো বাইনেন্স এবং বিটরেক্স। ভাইয়ের পোস্ট টি অনেক কিছু জানতে পারলাম Exchanger নিয়ে। বাংলাদেশে আমার জানা মতে বাইনেন্স বেশি ব্যাবহার হয়। সহজ ব্যাবহার করতে ওইজন্য। সকল ধরণের ফিচার রয়েছে। যা বলতে অল ইন ওয়ান।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Cz Rock on December 18, 2020, 04:29:42 PM
বর্তমানে অনেক ভালো ভালো এক্সচেঞ্জ আছে যেগুলো জনপ্রিয়তা খুব বেশি। যদি কোন এক্সচেঞ্জের কথা বলা হয় তাহলে যেসব এক্সচেঞ্জ এর নাম আগে উঠে আসবে সেই গুলো হলো Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit.
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Casual on December 18, 2020, 04:34:17 PM
বর্তমানে অনেক জনপ্রিয় এক্সচেঞ্জ রয়েছে তার মধ্যে আমার সব থেকে বেশি প্রিয় এক্সচেঞ্জ হচ্ছে:
Kucoin
Binance
Probit
Oke
Bitforex
MXC
বর্তমানে এই সকল এক্সচেঞ্জ গুলো সব থেকে বেশি জনপ্রিয়।
Title: Re: জনপ্রিয় কিছু এক্সচেঞ্জ
Post by: Casual on December 18, 2020, 04:36:24 PM
যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে তারা সকলেই কমবেশি বিভিন্ন এক্সচেঞ্জার এর সাথে পরিচিত। একেক এক্সেঞ্জার একেক দিয়ে ভালো, সবারই আলাদা আলাদা পছন্দের এক্সচেঞ্জ রয়েছে আমার পছন্দের এক্সচেঞ্জ হচ্ছে বিনান্স। Binance, Kucoin, hotbit, MXC, Okex, houbi, probit. এই এক্সচেঞ্জ গুলো আমাদের বাংলাদেশ খুব জনপ্রিয়।

হ্যাঁ এই সমস্ত এক্সচেঞ্জ গুলি সবথেকে ভালো এবং এগুলোর মাধ্যমে সবাই এক্সেঞ্জ করে থাকে। কিন্তু বর্তমানে আমার কাছে সব থেকে প্রিয় এক্সচেঞ্জ যার হচ্ছে বাইনান্স এক্সচেঞ্জ।