Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on November 01, 2020, 02:23:47 PM

Title: Decentralization বনাম centralisation
Post by: Nostoman on November 01, 2020, 02:23:47 PM
Decentralization ও centralisation এর মধ্যে পার্থক্য কি? আপনারা আলোচনা করুন। এ বিষয়ে যাদের জ্ঞান রয়েছে তারা আলোচনা করতে পারেন। যারা জানেন না তারা আলোচনা করবেন না।
Title: Re: Decentralization বনাম centralisation
Post by: Malam90 on November 15, 2020, 04:31:44 PM
Decentralization ও centralisation এর মধ্যে পার্থক্য কি? আপনারা আলোচনা করুন। এ বিষয়ে যাদের জ্ঞান রয়েছে তারা আলোচনা করতে পারেন। যারা জানেন না তারা আলোচনা করবেন না।

Decentralization হচ্ছে যখন কোন কিছুর ক্ষমতা বা নিয়ন্ত্রন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে না থেকে একাধিক ব্যক্তি বা প্রতিষ্টানের মাঝে বন্ঠিত হয় তখন তাকে Decentralization বলে।
Centralization হচ্ছে যখন কোন কিছুর ক্ষমতা বা নিয়ন্ত্রন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সীমাবদ্ধ থাকে তখন তাকে Centralization বলে।

ক্রিপ্টোতে Decentralization ও Centralization দুটি বহুল প্রচলিত শব্দ।

ক্রিপ্টোকারেন্সি মূলত Decentralization এর অর্ন্তর্ভুক্ত। তবে যেসব একচেঞ্জে ট্রেড, উইথড্র ইত্যাদি কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই নিজে করা যায় সেগুলো  Decentralized Exchange বা DEX বলে । যেমন IDEX, Binance Dex, Stex, Etherdelta, Fork Delta, UniSwap, SushiSwap ইত্যাদি।

অন্যদিকে যেসব একচেঞ্জে ট্রেড, ডিপোজিট, উইথড্র তৃতীয়পক্ষের হস্তক্ষেপ লাগে বা তৃতীয় পক্ষ চাইলে যে কোন কিছু করতে পারে সেসব একচেঞ্জ Centralized Exchange বা CEX বলে। এই একচেঞ্জগুলো খুবই জনপ্রিয় এবং বলা যায় প্রায় ৯০% লেনদেন হয় এই একচেঞ্জগুলোতে।
বায়নান্স, কুকয়েন, প্রবিট, হটবিট এগুলো।
Title: Re: Decentralization বনাম centralisation
Post by: Power420 on November 16, 2020, 01:49:59 AM
@Malam স্যার যেটা বলেছে তার সাথে আমি একমত কারণ একই প্রতিষ্ঠান কাছে যখন থাকবে থাকবে না তখন তাকে ডিসেন্ত্রালিজেশন বলে।
এবংযখন কোন কিছু টান্সফার করতে একাধিক ব্যক্তির প্রয়োজন হয় তখন তাকে স্যান্ট্রোলাইজেসন বলে। আমি যেটুকু জানি সেটুকু বলেছি দেখি বড় ভাইরা কি ধরনের পোস্ট করে সেখান থেকে আরো অনেক কিছু শিখতে পারবে।
Title: Re: Decentralization বনাম centralisation
Post by: Power420 on November 16, 2020, 01:53:11 AM
Decentralization ও centralisation এর মধ্যে পার্থক্য কি? আপনারা আলোচনা করুন। এ বিষয়ে যাদের জ্ঞান রয়েছে তারা আলোচনা করতে পারেন। যারা জানেন না তারা আলোচনা করবেন না।

Decentralization হচ্ছে যখন কোন কিছুর ক্ষমতা বা নিয়ন্ত্রন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে না থেকে একাধিক ব্যক্তি বা প্রতিষ্টানের মাঝে বন্ঠিত হয় তখন তাকে Decentralization বলে।
Centralization হচ্ছে যখন কোন কিছুর ক্ষমতা বা নিয়ন্ত্রন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সীমাবদ্ধ থাকে তখন তাকে Centralization বলে।

ক্রিপ্টোতে Decentralization ও Centralization দুটি বহুল প্রচলিত শব্দ।

ক্রিপ্টোকারেন্সি মূলত Decentralization এর অর্ন্তর্ভুক্ত। তবে যেসব একচেঞ্জে ট্রেড, উইথড্র ইত্যাদি কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই নিজে করা যায় সেগুলো  Decentralized Exchange বলে। যেমন IDEX, Binance Dex, Stex, Etherdelta, Fork Delta, UniSwap, SushiSwap ইত্যাদি।

অন্যদিকে যেসব একচেঞ্জে ট্রেড, ডিপোজিট, উইথড্র তৃতীয়পক্ষের হস্তক্ষেপ লাগে বা তৃতীয় পক্ষ চাইলে যে কোন কিছু করতে পারে সেসব একচেঞ্জ Centralized Exchange বা CEX বলে। এই একচেঞ্জগুলো খুবই জনপ্রিয় এবং বলা যায় প্রায় ৯০% লেনদেন হয় এই একচেঞ্জগুলোতে।
বায়নান্স, কুকয়েন, প্রবিট, হটবিট এগুলো।

স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমি যেভাবে জানি তার চেয়ে আপনি অনেক ভালো করে এবং সুন্দরভাবে বুঝিয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ।
Title: Re: Decentralization বনাম centralisation
Post by: Pitter on November 16, 2020, 02:19:36 AM
Decentralization ও centralisation এর মধ্যে পার্থক্য কি? আপনারা আলোচনা করুন। এ বিষয়ে যাদের জ্ঞান রয়েছে তারা আলোচনা করতে পারেন। যারা জানেন না তারা আলোচনা করবেন না।
আমি খুব সহজ ভাবে বলতে চাই সেটি হল যে Decentralization অনিয়ন্ত্রন অর্থাৎ যখন কেউ কোন কিছু নিয়ন্ত্রন করতে পারে না অথবা নিয়ন্তেরে আওতাধীন থাকে না। অন্যদিকে centralisation ঠিক Decentralization এর বিপরীত যখন কোন কিছুর নিয়ন্ত্রন কোন ব্যেক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রের মধ্যে থাকে।
Title: Re: Decentralization বনাম centralisation
Post by: Cz Rock on December 22, 2020, 12:16:09 AM
Decentralization বনাম centralisation এর মধ্যে পার্থক্য কি নিচে বর্ণনা করা হলো
Decentralization : যখন কোনো প্রতিষ্ঠান কোন কিছু করি তাদের হাত থেকে নিয়ন্ত্রণ বাইরে চলে যায় তখন তাকে Decentralization  বলা হয়।centralisation: যখন কোন প্রতিষ্ঠান কোন কিছু করে এবং তাদের নিয়ন্ত্রণে থাকে তখন তাকে centralisation বলা হয়।
Title: Re: Decentralization বনাম centralisation
Post by: Cz Rock on December 22, 2020, 12:20:07 AM
Decentralization ও centralisation এর মধ্যে পার্থক্য কি? আপনারা আলোচনা করুন। এ বিষয়ে যাদের জ্ঞান রয়েছে তারা আলোচনা করতে পারেন। যারা জানেন না তারা আলোচনা করবেন না।

Decentralization হচ্ছে যখন কোন কিছুর ক্ষমতা বা নিয়ন্ত্রন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে না থেকে একাধিক ব্যক্তি বা প্রতিষ্টানের মাঝে বন্ঠিত হয় তখন তাকে Decentralization বলে।
Centralization হচ্ছে যখন কোন কিছুর ক্ষমতা বা নিয়ন্ত্রন একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সীমাবদ্ধ থাকে তখন তাকে Centralization বলে।

ক্রিপ্টোতে Decentralization ও Centralization দুটি বহুল প্রচলিত শব্দ।

ক্রিপ্টোকারেন্সি মূলত Decentralization এর অর্ন্তর্ভুক্ত। তবে যেসব একচেঞ্জে ট্রেড, উইথড্র ইত্যাদি কোন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই নিজে করা যায় সেগুলো  Decentralized Exchange বলে। যেমন IDEX, Binance Dex, Stex, Etherdelta, Fork Delta, UniSwap, SushiSwap ইত্যাদি।

অন্যদিকে যেসব একচেঞ্জে ট্রেড, ডিপোজিট, উইথড্র তৃতীয়পক্ষের হস্তক্ষেপ লাগে বা তৃতীয় পক্ষ চাইলে যে কোন কিছু করতে পারে সেসব একচেঞ্জ Centralized Exchange বা CEX বলে। এই একচেঞ্জগুলো খুবই জনপ্রিয় এবং বলা যায় প্রায় ৯০% লেনদেন হয় এই একচেঞ্জগুলোতে।
বায়নান্স, কুকয়েন, প্রবিট, হটবিট এগুলো।

স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমি যেভাবে জানি তার চেয়ে আপনি অনেক ভালো করে এবং সুন্দরভাবে বুঝিয়েছেন এ জন্য আপনাকে ধন্যবাদ।
ভাইয়া আপনি একদম ঠিক বলেছেনআপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি মূল্যবান পোষ্ট করার জন্য।Decentralization বনাম centralisation স্বপক্ষে সম্পন্ন ভাবে বোঝানোর জন্য। এক কথায় বলতে গেলে Decentralization অর্থ হলো অনিয়ন্ত্রিত। centralisation অর্থ হলো নিয়ন্ত্রণ।