Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Crypto_Somrat on November 01, 2020, 04:58:44 PM

Title: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Crypto_Somrat on November 01, 2020, 04:58:44 PM
 আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Psycho on November 01, 2020, 05:05:10 PM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
ভাইয়া আপনি কোনটি বুঝাতে চাইছেন।সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ নাকি এই ফোরামে যারা কাজ করে তাদের ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ? যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে প্রশ্নটার উত্তর দিতে পারতাম।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Malam90 on November 01, 2020, 05:13:33 PM
আমি ফোরামের সাথে জড়িত আছি গত প্রায় ৪ বছর। এই চার বছরে অন্তত দিনের হিসেব করলে ৯-১০ মাস ফোরামে ব্যায় করেছি। শিখতেছি, অভিজ্ঞতা অর্জন করতেছি। শেখার কোন শেষ নেই। এই শেখার মধ্যে সামান্য কিছু আয়ও করেছি এবং করতেছি। ক্রিপ্টো নিয়ে আমি খুবই আশাবাদি সেই শুরু থেকেই। আর সম্প্রতি তো পেপাল ৪ টা কয়েন সাপোর্ট করায় এর ফিউটার এখন খুবই উজ্জ্বল। যদিও পেপাল বাংলাদেশে এলাউনা বলে আমরা সুবিধা নিতে পারছিনা আপাতত তবে সামনের দিনে পারবো হয়ত। এছাড়া অন্য মেথডগুলোও এগিয়ে আসবে। আমার কথাগুলো তখন হয়তো সত্য হবে ইনশাআল্লাহ।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Crypto_Somrat on November 01, 2020, 05:17:03 PM
আমি ফোরামের সাথে জড়িত আছি গত প্রায় ৪ বছর। এই চার বছরে অন্তত দিনের হিসেব করলে ৯-১০ মাস ফোরামে ব্যায় করেছি। শিখতেছি, অভিজ্ঞতা অর্জন করতেছি। শেখার কোন শেষ নেই। এই শেখার মধ্যে সামান্য কিছু আয়ও করেছি এবং করতেছি। ক্রিপ্টো নিয়ে আমি খুবই আশাবাদি সেই শুরু থেকেই। আর সম্প্রতি তো পেপাল ৪ টা কয়েন সাপোর্ট করায় এর ফিউটার এখন খুবই উজ্জ্বল। যদিও পেপাল বাংলাদেশে এলাউনা বলে আমরা সুবিধা নিতে পারছিনা আপাতত তবে সামনের দিনে পারবো হয়ত। এছাড়া অন্য মেথডগুলোও এগিয়ে আসবে। আমার কথাগুলো তখন হয়তো সত্য হবে ইনশাআল্লাহ।
থ্যাঙ্কস ব্রাদার অনেক ধন্যবাদ আপনাকে, অনেক খুশি হলাম মতামত জেনে। এরকম একটাই মতামত আশা করেছিলাম যে, আমাদের ফিউচার টা অনেক ভালো হবে। ইনশাআল্লাহ আপনার কথা যেন সত্যি হয় আমরা যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Crypto_Somrat on November 01, 2020, 05:19:18 PM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
ভাইয়া আপনি কোনটি বুঝাতে চাইছেন।সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ নাকি এই ফোরামে যারা কাজ করে তাদের ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ? যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে প্রশ্নটার উত্তর দিতে পারতাম।
আরে ভাই আমরা যারা এই ফোরামে ধৈর্য ধরে সময় দিচ্ছি তাদের সবার ভবিষ্যতের কথা বলছি। ভবিষ্যতে এখান থেকে আমরা কী পাব সে কথা বলছি। আশা করি এবার বুঝতে পেরেছেন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: sky20 on November 01, 2020, 05:51:08 PM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
আপনি অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি পোস্ট করেছেন। এটি আসলে আমাদের ভাববার বিষয়। আমরা এখানে সময় দিচ্ছি বিনিময়ে আমরা কি পাচ্ছি। সেই পাওয়া কি আমার জন্য যথেস্ট বা আমরা ফিউচারে এখান থেকে কি পেতে পারি। এই বিষয় টি আমি না আমাদের এখানে যারা বিজ্ঞ আছেন আমি তাদের উপর ছেড়ে দিতে চাই। তাদের পরামর্শ খুবই প্রয়োজন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: saidul2105 on November 01, 2020, 05:54:20 PM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
ধৈর্য্য, মেধা, শ্রম এই তিন টা কে পুজি করে আমরা সবাই  ফোরামে সময় দিয়ে যাচ্ছি, সময় দিয়ে যাবো শুধু মাত্র সফলতা অর্জনের উদ্দেশ্যই।  মানুষ তো মনে কোন না কোন   আশা নিয়েই সকল কাজ করে থাকে।     তেমনি আমরা যারা  ক্রিপ্টো রিলেটেড আছি, তারাও তো মনের কোণে সফলতার আশা কে লালন করেই এগিয়ে যাচ্ছি।  এখন সফলতার স্বাদ আমরা পাবো কিনা সেটা নির্ভর করে আমাদের কাজের উপর।
যদি আমরা সবাই ধৈর্য্য ধরে, ফোরামে কাজ করতে থাকি,শ্রম দিতে থাকি তাহলে  অবশ্যই আমরা একদিন সফলতা অর্জন করতে পারবো বলে আমি আশাবাদী।
 ধন্যবাদ।                                                         
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: sky20 on November 02, 2020, 04:07:41 AM
আমি ফোরামের সাথে জড়িত আছি গত প্রায় ৪ বছর। এই চার বছরে অন্তত দিনের হিসেব করলে ৯-১০ মাস ফোরামে ব্যায় করেছি। শিখতেছি, অভিজ্ঞতা অর্জন করতেছি। শেখার কোন শেষ নেই। এই শেখার মধ্যে সামান্য কিছু আয়ও করেছি এবং করতেছি। ক্রিপ্টো নিয়ে আমি খুবই আশাবাদি সেই শুরু থেকেই। আর সম্প্রতি তো পেপাল ৪ টা কয়েন সাপোর্ট করায় এর ফিউটার এখন খুবই উজ্জ্বল। যদিও পেপাল বাংলাদেশে এলাউনা বলে আমরা সুবিধা নিতে পারছিনা আপাতত তবে সামনের দিনে পারবো হয়ত। এছাড়া অন্য মেথডগুলোও এগিয়ে আসবে। আমার কথাগুলো তখন হয়তো সত্য হবে ইনশাআল্লাহ।
জি ভাই আপনার কথায় সমর্থন দিতেই হবে। দিন যাচ্ছে ডিজিটাল কারেন্সির উপর মানুষের আস্থা বেড়ে যাচ্ছে। কাজেই যারা লেগে থাকবে তারা কিছু এখান থেকেই পাবেই ইনশাআল্লাহ।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Jaya60 on November 14, 2020, 01:06:17 AM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
ভাইয়া আপনি কোনটি বুঝাতে চাইছেন।সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ নাকি এই ফোরামে যারা কাজ করে তাদের ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ? যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে প্রশ্নটার উত্তর দিতে পারতাম।

হ্যাঁ আমিও বুঝতে পারছি না আপনি কোন ভবিষ্যতের কথা বলছেন।একটু বুঝিয়ে বলেন ফোরামের ভবিষ্যৎ নাকি আপনার ভবিষ্যৎ তাহলে আনসার দিতে অনেক সুবিধা হয়।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Jaya60 on November 14, 2020, 01:08:40 AM
শ্রম দিলে তার ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। এখন হয়তো দেখা যাচ্ছে কোন সিগনেচার ক্যাম্পিয়ান আসলে হয়তো বেশি প্রেমেন্ট পাচ্ছেন না।কিন্তু এমন এক সময় আসতে পারে যে একটা সিগনেচার ক্যাম্পেইন থেকে 400 থেকে 500 ডলার ইনকাম করতে পারছেন। আপনি ফোরামে লেগে থাকেন আমার বিশ্বাস অবশ্যই একদিন ভালো ফল পাবেন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Malam90 on November 14, 2020, 01:58:21 AM
শ্রম দিলে তার ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। এখন হয়তো দেখা যাচ্ছে কোন সিগনেচার ক্যাম্পিয়ান আসলে হয়তো বেশি প্রেমেন্ট পাচ্ছেন না।কিন্তু এমন এক সময় আসতে পারে যে একটা সিগনেচার ক্যাম্পেইন থেকে 400 থেকে 500 ডলার ইনকাম করতে পারছেন। আপনি ফোরামে লেগে থাকেন আমার বিশ্বাস অবশ্যই একদিন ভালো ফল পাবেন।

ক্রিপ্টোতে লেগে থাকলে আয় আসবে ফিউচারেও। তবে এখানে শেখার বিকল্প কিছুনেই। বাউন্টি করতে বা সিগনেচার করতেও ক্রিপ্টো সম্পর্কে জানতে হবে বিশেষ করে সিগনেচার করতে হলে তো না জানলে চলবে না। যার র‌্যাংক যত বড় সিগনেচার থেকে তার আয়ও তত বেশি হবে তবে র‌্যাংক বেশি হলে জানতে হবেও বেশি নতুনা আপনার প্রতি নেগেটিভ ধারনা আসবে সবার।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Power420 on November 14, 2020, 02:55:32 AM
আসলে ভাই ফোরামে জড়িত থাকলে কোন কিছু এক্সট্রা পাবেন না কারণ এটা তো সরকারি চাকরি নয় যে আপনি জড়িত থাকলেন জীবন শেষে কিছু পাবেন এ ধরনের কোনো কিছু আশা নেই।
কারণ আপনি ফোরামের জড়িত থাকবেন কিছু শিখতে পারবেন কাউকে বোঝাতে পারবেন এবং অল্প অল্প পরিমাণে ইনকাম করতে পারবেন সেটা আপনার কাজের উপর নির্ভর করবে এ ছাড়া আর কিছুই নয়।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Kangaro45 on November 14, 2020, 03:58:02 AM
কোন কিছুর পিছনের ধৈর্য ধরে থাকলে সফলতা আসবেই। ফোরামে  সময় মেধা ব্যয় করেন এবং ধৈর্য ধরে এখানে থাকেন অবশ্যই লাভবান হবেন। এখান যারা দীর্ঘদিন সময় ব্যয় করছেন তারা অনেক কিছু শিখতে জানতে পেরেছেন। তাই বলছি অধৈর্য না হয়ে ধৈর্য ধরে থাকেন একদিন অবশ্যই লাভবান হবেন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: sky20 on November 14, 2020, 04:22:58 AM
ক্রিপ্টোকরেন্সি যেহেতু কোন দেশের সরকার নিয়স্ত্রন করতে পারবে না। সেক্ষেত্রে এটকে বন্ধ করারও ক্ষমতা নেই। যুগে যুগে  এগুলোর চাহিদা বাড়ছে। কাজেই যারা এখানে শ্রম ্এবং মেধা দিয়ে কাজ করবে তারা আজ হোক আর কাল হোক সফল হবেই ইনশাআল্লাহ।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Nostoman on November 14, 2020, 04:54:00 AM
বাংলাদেশে cryptocurrency এর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। যারা ফোরামে অথবা অন্যান্য সাইট গুলোতে কাজ করে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তবে ক্রিপ্টোকারেন্সি ফোরামে শুধু বাউন্টি করার জন্য যারা জয়েন করে তারা শুধু বাউন্টি পেমেন্ট পাবে। যারা জ্ঞান লাভ করার জন্য জয়েন করে তারা অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। অর্থাৎ এখান থেকে যেকোন কয়েন সম্পর্কে ধারনা, যেকোনো প্রজেক্ট সম্পর্কে ভালো জানতে সাহায্য করবে। বর্তমানে বিনিয়োগ করে বেশি লাভবান হওয়া যায়। যত সারা পৃথিবীব্যাপী ও বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ ভালো। তাই বিনিয়োগ সফলতা এনে দিতে পারে বলে আমি মনে করি ‌। তাই সব বিষয়ে পারদর্শিতা অর্জন করা উচিত।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Apower$ on November 14, 2020, 05:29:20 AM
শ্রম দিলে তার ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। এখন হয়তো দেখা যাচ্ছে কোন সিগনেচার ক্যাম্পিয়ান আসলে হয়তো বেশি প্রেমেন্ট পাচ্ছেন না।কিন্তু এমন এক সময় আসতে পারে যে একটা সিগনেচার ক্যাম্পেইন থেকে 400 থেকে 500 ডলার ইনকাম করতে পারছেন। আপনি ফোরামে লেগে থাকেন আমার বিশ্বাস অবশ্যই একদিন ভালো ফল পাবেন।

আপনি একদম ঠিক বলেছেন ব্রো আপনার সাথে আমি একমত। আমরা যদি এই ফোরামে ধৈর্য ধরেন কাজ করতে পারি তাহলে ভবিষ্যতে কোন না কোন ভাল ফলাফল পাব ইনশাআল্লাহ।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: sky20 on November 14, 2020, 08:40:53 PM
ক্রিপ্টোকারেন্সিতে ভবিষ্যত বলতে আমি বুঝি যে আপনার জ্ঞান অর্জন করা আর কিছু না। আমি এও বিশ্বাস করি যে যার জ্ঞান থাকবে তার ভবিষ্যত উজ্ঝল হবে। পরিপুর্ণ জ্ঞান থাকলে এখান থেকেই প্রচুর অর্থ ইনকাম করা সহজ। সর্বপরী বলতে হয় যে এখানে সবাই যে সাকসেস পাবে তা না। তবে যারা পরিশ্রম আর মেধা খাটাবে তারাই শুধু সাকসেস পাবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Lutera94 on November 15, 2020, 02:55:28 AM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
ভাইয়া আপনি কোনটি বুঝাতে চাইছেন।সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ নাকি এই ফোরামে যারা কাজ করে তাদের ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ? যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে প্রশ্নটার উত্তর দিতে পারতাম।
আরে ভাই আমরা যারা এই ফোরামে ধৈর্য ধরে সময় দিচ্ছি তাদের সবার ভবিষ্যতের কথা বলছি। ভবিষ্যতে এখান থেকে আমরা কী পাব সে কথা বলছি। আশা করি এবার বুঝতে পেরেছেন।
ক্রিপ্টোর ভবিষ্যৎ ভালো হলে এই ফোরামের ও ভালো হবে। আমরা অনেক প্রজেক্ট করতেছি এর মধ্যে যদি এক/দুটি ভালো প্রজেক্ট পেয়ে যায় যা আমাদের বড় এমাউন্ট দিবে তাহলেই হয়। তবে এটাকে পার্ট টাইম জব হিসেবে কাজ করতে হবে তা না হলে রিস্ক হয়ে যায়। কাজটা এঞ্জয় করতে হবে,চাপ নেওয়া যাবেনা যে এখান থেকে টাকা উপার্জন করবো।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Pitter on November 16, 2020, 03:45:41 AM
বাংলাদেশে cryptocurrency এর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। যারা ফোরামে অথবা অন্যান্য সাইট গুলোতে কাজ করে ক্রিপ্টোকারেন্সি উপার্জন করে তাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। তবে ক্রিপ্টোকারেন্সি ফোরামে শুধু বাউন্টি করার জন্য যারা জয়েন করে তারা শুধু বাউন্টি পেমেন্ট পাবে। যারা জ্ঞান লাভ করার জন্য জয়েন করে তারা অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। অর্থাৎ এখান থেকে যেকোন কয়েন সম্পর্কে ধারনা, যেকোনো প্রজেক্ট সম্পর্কে ভালো জানতে সাহায্য করবে। বর্তমানে বিনিয়োগ করে বেশি লাভবান হওয়া যায়। যত সারা পৃথিবীব্যাপী ও বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ ভালো। তাই বিনিয়োগ সফলতা এনে দিতে পারে বলে আমি মনে করি ‌। তাই সব বিষয়ে পারদর্শিতা অর্জন করা উচিত।
আপনি ভাল বলেছেন। ফোরামে জ্ঞনার্জন আমি মনে করি  এটিও একধরনের ইনকাম। জ্ঞান না থাকলে আপনি যে কোন কিছুই করতে পারবেন না। তাই জ্ঞন টা কে আমি বেশি প্রায়ওরিটি দিয়ে থাকি।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: babu10 on November 16, 2020, 04:13:45 AM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।

এখানে ভবিষ্যৎ খোঁজাটা বোকামি ছাড়া আর কিছু নয় বলে মনে করি কারন এটাকে আপনি চাকুরী বা পারমানেন্ট ইনকামের রাস্তা ধরলে ভূল করবেন বরংচ আপনি অন্য চাকুরী বা ব্যবসার পাশাপাশি এটাকে পার্টটাইম ইনকামের পথ হিসাবে ধরে নিতে পারেন তাহলে আপনার পরিশ্রম সার্থক হবে।

ধন্যবাদ।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: sky20 on November 16, 2020, 05:21:43 AM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
আমি মনে করি যারা ক্রিপ্টোরিলেটেড তাদের ভবিষ্যত অনেকটাই উজ্জল। কারন বর্তামানে  ক্রিপ্টোকরেন্সি যতটা এগিয়ে গিয়েছে আগামিতে এর চেয়েও অনেক বেশি যাবে। কাজেই এখানে যারা ধৈর্য্য থারন করে লেগে থাকবে আগামিতে তারা ভাল ফলাফল অবশ্যই পারে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Halkpro on November 16, 2020, 03:49:24 PM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
ভাই আমি ছোট মেম্বার তাও একটা কথা বলি আসলে এই ক্রিপ্টকারেন্সির জগতে কেউ শিখে নিজেকে আগামীর জন্য প্রস্তুত করছে আবার কেউ শুধু বাউন্টি করে আবার কেউ আছে নিজেকে আগামীর জন্য প্রস্তুতও করছে আবার নিজের চলার জন্য কাজও করছে। আর এই ক্রিপ্টকারেন্সির ভবিষ্যতে থাকবে কি না সেটাও ঠিক নেই সো আমি বলি সবাই এখন নিজেকে গড়ার চেষ্টা করেন যাতে আপনি কোনো  কাজে না ঠেকেন
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: mahid on November 16, 2020, 05:08:12 PM
কথায় আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি। আপনি যদি পরিশ্রম করেন তাহলে যেকোন জায়গায় আপনি সাকেসেস পাবেন এটাই স্বাভাবিক। আপনার পরিশ্রম আপনাকে সেই জায়গায় নিযে যাবে। এই ক্রিপ্টো প্লাটফরমে যদি আপনি থাকেন তাহলে এখান থেকে ভাল ফলাফল পাবেন। এই চিরন্তন সত্যের মত একটি কথা। সেক্ষেত্রে আপনা কে ধৈর্য ধারন করতে হবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Pitter on November 17, 2020, 03:49:27 AM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যারা আছি তাদের ভবিষ্যত কি সেটা বলা কঠিন তবে। দিন দিন যে ক্রিপ্টোকারেন্সি এগিয়ে যাবে এ নিয়ে কোন ডাউট নেই।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Primo1760 on November 17, 2020, 04:35:31 PM
আমি নতুন এ ফোরামে আমি কাজ করে বুঝতে পেরেছি যে কাজগুলো ধৈর্য সহকারে করলে অবশ্যই ভবিষ্যতের স্বপ্ন পূরণ হবে। কিন্তু কাজগুলো ধৈর্যের শহীদ এবং কঠোর পরিশ্রম করে করলেই একমাত্র উন্নতি করতে পারব।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Crypto_Somrat on November 17, 2020, 04:41:42 PM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
ভাইয়া আপনি কোনটি বুঝাতে চাইছেন।সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ নাকি এই ফোরামে যারা কাজ করে তাদের ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ? যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে প্রশ্নটার উত্তর দিতে পারতাম।
ভাই আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আমি তাদের ভবিষ্যতের কথা বলতে চেয়েছি। আমরা কতদিন এই বাড়িতে কাজ করতে পারব। আশা করি এবার বুঝতে পেরেছেন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Crypto_Somrat on November 17, 2020, 04:43:39 PM
আমি ফোরামের সাথে জড়িত আছি গত প্রায় ৪ বছর। এই চার বছরে অন্তত দিনের হিসেব করলে ৯-১০ মাস ফোরামে ব্যায় করেছি। শিখতেছি, অভিজ্ঞতা অর্জন করতেছি। শেখার কোন শেষ নেই। এই শেখার মধ্যে সামান্য কিছু আয়ও করেছি এবং করতেছি। ক্রিপ্টো নিয়ে আমি খুবই আশাবাদি সেই শুরু থেকেই। আর সম্প্রতি তো পেপাল ৪ টা কয়েন সাপোর্ট করায় এর ফিউটার এখন খুবই উজ্জ্বল। যদিও পেপাল বাংলাদেশে এলাউনা বলে আমরা সুবিধা নিতে পারছিনা আপাতত তবে সামনের দিনে পারবো হয়ত। এছাড়া অন্য মেথডগুলোও এগিয়ে আসবে। আমার কথাগুলো তখন হয়তো সত্য হবে ইনশাআল্লাহ।
জি ভাই আপনার কথায় সমর্থন দিতেই হবে। দিন যাচ্ছে ডিজিটাল কারেন্সির উপর মানুষের আস্থা বেড়ে যাচ্ছে। কাজেই যারা লেগে থাকবে তারা কিছু এখান থেকেই পাবেই ইনশাআল্লাহ।
আপনি ঠিক বলেছেন দিন দিন ক্রিপ্টোকারেন্সির উপর মানুষের আস্থা বেড়ে চলেছে। তাই এখানে ধৈর্য ধরে যারা সময় দিতে পারবে তারা ভবিষ্যতে অবশ্যই সফলতা পাবে বলে আশা করা যায়। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Crypto_Somrat on November 17, 2020, 04:45:19 PM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
ভাইয়া আপনি কোনটি বুঝাতে চাইছেন।সারা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ নাকি এই ফোরামে যারা কাজ করে তাদের ক্রিপ্টোকারেন্সি ভবিষ্যৎ? যদি একটু ক্লিয়ার করে বলতেন তাহলে প্রশ্নটার উত্তর দিতে পারতাম।

হ্যাঁ আমিও বুঝতে পারছি না আপনি কোন ভবিষ্যতের কথা বলছেন।একটু বুঝিয়ে বলেন ফোরামের ভবিষ্যৎ নাকি আপনার ভবিষ্যৎ তাহলে আনসার দিতে অনেক সুবিধা হয়।
ভাই আমি আমাদের নিজেদের ভবিষ্যতের কথা বলেছি। আমরা এত শ্রম আর এত সময় এই ফোরামে ব্যয় করছি কিন্তু বিনিময়ে এই ফোরাম থেকে আমরা কি পেতে পারি ভবিষ্যতে সেটা বলতে চেয়েছি। আশা করি এবার বুঝতে পেরেছেন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Markuri33 on November 17, 2020, 04:45:48 PM
এই বিষয়ে আমি সঠিক করে কিছু বলতে পারব না।এই ফোরামে যারা সিনিয়র ভাইরা আছে তারা অবশ্যই বুঝতে পারবে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি অবস্থা দেখে ভবিষ্যতে কি হবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Crypto_Somrat on November 17, 2020, 04:47:27 PM
ক্রিপ্টোকরেন্সি যেহেতু কোন দেশের সরকার নিয়স্ত্রন করতে পারবে না। সেক্ষেত্রে এটকে বন্ধ করারও ক্ষমতা নেই। যুগে যুগে  এগুলোর চাহিদা বাড়ছে। কাজেই যারা এখানে শ্রম ্এবং মেধা দিয়ে কাজ করবে তারা আজ হোক আর কাল হোক সফল হবেই ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য। আপনার কথা যেন সত্যি হয়। আমরা এখানে দিনের পর দিন শ্রম আর সময় দিয়ে যাচ্ছি ভবিষ্যতে ভালো কিছু পাবো সে অপেক্ষায়।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Crypto_Somrat on November 17, 2020, 04:49:10 PM
শ্রম দিলে তার ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। এখন হয়তো দেখা যাচ্ছে কোন সিগনেচার ক্যাম্পিয়ান আসলে হয়তো বেশি প্রেমেন্ট পাচ্ছেন না।কিন্তু এমন এক সময় আসতে পারে যে একটা সিগনেচার ক্যাম্পেইন থেকে 400 থেকে 500 ডলার ইনকাম করতে পারছেন। আপনি ফোরামে লেগে থাকেন আমার বিশ্বাস অবশ্যই একদিন ভালো ফল পাবেন।
অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত জানানোর জন্য। আপনি ঠিক বলেছেন সঠিক শ্রম দিতে পারলে সফলতা অবশ্যই আসবে। এটা আমার বিশ্বাস ধৈর্য ধরে এখানে কাজ করে যেতে পারলে অবশ্যই ভবিষ্যতে ভাল প্রফিট আশা করা যাবে ইনশাআল্লাহ।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Markuri33 on November 17, 2020, 04:51:15 PM
আমি ফোরামের সাথে জড়িত আছি গত প্রায় ৪ বছর। এই চার বছরে অন্তত দিনের হিসেব করলে ৯-১০ মাস ফোরামে ব্যায় করেছি। শিখতেছি, অভিজ্ঞতা অর্জন করতেছি। শেখার কোন শেষ নেই। এই শেখার মধ্যে সামান্য কিছু আয়ও করেছি এবং করতেছি। ক্রিপ্টো নিয়ে আমি খুবই আশাবাদি সেই শুরু থেকেই। আর সম্প্রতি তো পেপাল ৪ টা কয়েন সাপোর্ট করায় এর ফিউটার এখন খুবই উজ্জ্বল। যদিও পেপাল বাংলাদেশে এলাউনা বলে আমরা সুবিধা নিতে পারছিনা আপাতত তবে সামনের দিনে পারবো হয়ত। এছাড়া অন্য মেথডগুলোও এগিয়ে আসবে। আমার কথাগুলো তখন হয়তো সত্য হবে ইনশাআল্লাহ।

আপনি অনেকদিন ধরেই ফোরামে আছেন তো আপনি মোটামুটি ভালই পেয়েছেন। মাঝখানে কিছুদিন ফোরামের অবস্থা খুবই খারাপ ছিল সেই সময়েও আপনি ছিলেন। এখন যেহেতু মার্কেটের অবস্থা দিনে দিনে অনেক উন্নত হচ্ছে তো আমার বিশ্বাস এই ফোরাম থেকে অবশ্যই আপনি ভাল ফল পাবেন। জীবন কি এই ফোরামে যারা কাজ করতেছে তারা সবাই একদিন ভালো কিছু পাবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Triedboy on November 18, 2020, 01:30:47 AM
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতেছি বর্তমান পজিশন দেখে আমার পুরো বিশ্বাস যে যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে। আমরা বর্তমান সময়ে যদি লক্ষ করি বিটকয়েনের প্রাইস এর দিকে তাহলে মনটা অনেক ভরে যায়। বিটকয়েনের প্রাইস অল্প কিছুদিনের মধ্যেই 20,000 ডলার পেরিয়ে যাবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Heron on November 18, 2020, 05:03:34 AM
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতেছি বর্তমান পজিশন দেখে আমার পুরো বিশ্বাস যে যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে। আমরা বর্তমান সময়ে যদি লক্ষ করি বিটকয়েনের প্রাইস এর দিকে তাহলে মনটা অনেক ভরে যায়। বিটকয়েনের প্রাইস অল্প কিছুদিনের মধ্যেই 20,000 ডলার পেরিয়ে যাবে।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন আমারও মনে হয় আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তারা অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু পাব। কিন্তু আমাদের এখানে ধৈর্য ধরে পরে থাকতে হবে। ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। তাহলে অবশ্যই একদিন সফল হতে পারব ইনশাআল্লাহ।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: salukhe on November 18, 2020, 10:36:55 AM
ক্রিপ্টোকারেন্সি তে যারা আছে তাদের  মূলত ধৈর্যের ব্যাপার। ধৈর্য ধরে থাকলে আর মনোযোগ দিয়ে ফোরামে কাজ করলে একদিন না একদিন ঠিকই লাভবান হওয়া যাবে আমার বিশ্বাস। তাই আমরা যারা ফোরামের নতুন তাদের উদ্দেশ্যে সিনিয়র ভাইরা বলেছেন তোমরা ধৈর্য্য ধরে কাজ করতে থাকো।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Crypto_Somrat on November 18, 2020, 01:04:13 PM
ক্রিপ্টোকারেন্সি তে যারা আছে তাদের  মূলত ধৈর্যের ব্যাপার। ধৈর্য ধরে থাকলে আর মনোযোগ দিয়ে ফোরামে কাজ করলে একদিন না একদিন ঠিকই লাভবান হওয়া যাবে আমার বিশ্বাস। তাই আমরা যারা ফোরামের নতুন তাদের উদ্দেশ্যে সিনিয়র ভাইরা বলেছেন তোমরা ধৈর্য্য ধরে কাজ করতে থাকো।
জ্বি ভাই আপনি ঠিক বলেছেন ক্রিপ্টোকারেন্সি দে কাজ করতে হলে অবশ্যই তার ধৈর্য থাকতে হবে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আজ হয়নি কাল হবে তাই বলে হতাশ হওয়া যাবে না। ধৈর্য ধরে কাজ করে যেতে পারলে সফলতা একদিন ঠিক ওই আসবে বলে আমার বিশ্বাস।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Chita76 on November 18, 2020, 01:13:27 PM
যারা এই কোরআনে সময় দিচ্ছে তাদের ভবিষ্যৎ তাদের জ্ঞান।এগুলোতো সরকারি চাকরির মত নয় যে আপনি অনেকদিন ধরে লাইনে আছেন আপনাকে বছর শেষে কিছু মূলধন দেবে। আপনি ফোরামে যত কাজ করবেন তত ইনকাম করতে পারবে সম্পূর্ণ ইনকাম নির্ভর করবে আপনার উপর। কিন্তু ভবিষ্যতে কাজ ব্যতীত অন্য কিছু পাওয়ার আশা নেই।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Mrkadir85 on November 18, 2020, 01:17:49 PM
ক্রিপ্টোকারেন্সি সাথে যারা জড়িত তাদের প্রায় সবারই ভবিষ্যৎ উজ্জ্বল। যারা ধৈর্য্য মেধা দিয়ে এখানে কাজ করে তারা জ্ঞান ও পেমেন্ট দুটোই পেয়ে থাকে। কেউ কেউ তো সাইটে কাজ করে অনেক লাভবান হয়েছে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Ak600 on November 18, 2020, 06:10:47 PM
শ্রম দিলে তার ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। এখন হয়তো দেখা যাচ্ছে কোন সিগনেচার ক্যাম্পিয়ান আসলে হয়তো বেশি প্রেমেন্ট পাচ্ছেন না।কিন্তু এমন এক সময় আসতে পারে যে একটা সিগনেচার ক্যাম্পেইন থেকে 400 থেকে 500 ডলার ইনকাম করতে পারছেন। আপনি ফোরামে লেগে থাকেন আমার বিশ্বাস অবশ্যই একদিন ভালো ফল পাবেন।
জি ভাই আপনার কথাগুলো সত্য কারণ শ্রম দিলে তারপর ফল পাওয়া যায় এটা 100% সত্যি এই ফোরামে এখন সময় দিচ্ছে ইনশাল্লাহ তার ফল পাব একদিন
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Jackson on November 18, 2020, 07:09:43 PM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
ধৈর্য্য, মেধা, শ্রম এই তিন টা কে পুজি করে আমরা সবাই  ফোরামে সময় দিয়ে যাচ্ছি, সময় দিয়ে যাবো শুধু মাত্র সফলতা অর্জনের উদ্দেশ্যই।  মানুষ তো মনে কোন না কোন   আশা নিয়েই সকল কাজ করে থাকে।     তেমনি আমরা যারা  ক্রিপ্টো রিলেটেড আছি, তারাও তো মনের কোণে সফলতার আশা কে লালন করেই এগিয়ে যাচ্ছি।  এখন সফলতার স্বাদ আমরা পাবো কিনা সেটা নির্ভর করে আমাদের কাজের উপর।
যদি আমরা সবাই ধৈর্য্য ধরে, ফোরামে কাজ করতে থাকি,শ্রম দিতে থাকি তাহলে  অবশ্যই আমরা একদিন সফলতা অর্জন করতে পারবো বলে আমি আশাবাদী।
 ধন্যবাদ।                                                       

ক্রিপ্টোকারেন্সি তে যারা কাজ করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে একদিন না একদিন|তবে তাদেরকে ধৈর্য ও সততার সাথে কাজ করতে হবে|সততার সাথে যে কোন কাজ করলে তার ফলাফল অবশ্যই ভালো পাওয়া যায়|সুতরাং বলা যায় ধৈর্য ও সততার সাথে যারা এই ফোরামে সময় দিচ্ছে তারা একদিন না একদিন ভালো ভালো ফল পাবে|
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Magepai on November 19, 2020, 02:18:46 AM
বর্তমানে যেহেতু দেখা যায় ক্রিপ্টোকারেন্সি এর অবস্থা অনেক ভালো।এই সময়ে আমি মনে করি আসলেই ক্রিপ্টোকারেন্সি তে যারা কাজ করে তাদের জন্য অনেক ভালো।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Magepai on November 19, 2020, 02:21:26 AM
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতেছি বর্তমান পজিশন দেখে আমার পুরো বিশ্বাস যে যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে। আমরা বর্তমান সময়ে যদি লক্ষ করি বিটকয়েনের প্রাইস এর দিকে তাহলে মনটা অনেক ভরে যায়। বিটকয়েনের প্রাইস অল্প কিছুদিনের মধ্যেই 20,000 ডলার পেরিয়ে যাবে।

ভাই আমি একটা জিনিস সব থেকে বেশি লক্ষ্য করছি যে বিটকয়েনের প্রাইস। বিটকয়েনের প্রাইস কেন এতটা পাম্প করেছে সেটা এ পর্যন্ত কারো পৌষ থেকে আমি জানতে পারিনি। কেন এতটা পাম্প হয়েছে সেই বিষয়ে যদি কেউ একটু বিস্তারিত আলোচনা করতেন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Apower$ on November 21, 2020, 04:58:03 AM
ক্রিপ্টোকারেন্সিতে ভবিষ্যত বলতে আমি বুঝি যে আপনার জ্ঞান অর্জন করা আর কিছু না। আমি এও বিশ্বাস করি যে যার জ্ঞান থাকবে তার ভবিষ্যত উজ্ঝল হবে। পরিপুর্ণ জ্ঞান থাকলে এখান থেকেই প্রচুর অর্থ ইনকাম করা সহজ। সর্বপরী বলতে হয় যে এখানে সবাই যে সাকসেস পাবে তা না। তবে যারা পরিশ্রম আর মেধা খাটাবে তারাই শুধু সাকসেস পাবে।

আপনি একদম ঠিক বলেছেন ভাই আমি আপনার সাথে সহমত পোষণ করছি। ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে হলে প্রথমে তার জ্ঞান দরকার। এখানে যারা কাজ করে তাদের জ্ঞান থাকলে ভবিষ্যৎ উজ্জ্বল করা অনেক সহজ। তবে এখানে পরিশ্রম আর মেধা খাটিয়ে যারা কাজ করে তারাই শুধু সাকসেস হয়।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Rain075 on November 21, 2020, 06:30:47 AM
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে দিনের পর দিন সময় ব্যয় করতেছি এতে আমাদের লাভ হচ্ছে আমরা যে প্রফিট নিতেছি সেটাই। আমরা কিন্তু বিনা পরিশ্রমে করতেছি না। কাজ করলে আমরা কিন্তু অবশ্যই প্রফিট পাচ্ছি। ভবিষ্যৎ হিসেবে আপনি এখান থেকে যে প্রকৃত মান সেটা রেখে দিন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Sasa on November 24, 2020, 03:12:10 PM
ভাইয়া কথায় আছে না সবুরে মেওয়া ফলে আমার মনে হয় একসময় আমরা এই ফ্রম থেকে ভালো রকম কিছু একটা পাব আমাদের শ্রদ্ধা বৃথা যাবেনা আমরা যেভাবে এই ফোরাম এর পিছনে সময় দিয়ে যাচ্ছি একসময় আমরা কিছু না কিছু পাব ইনশাআল্লাহ আমরা আমাদের এই ফোরাম কে অনেকদূর নিয়ে যাব তবে একার পক্ষে সম্ভব না সবার সাহায্য ও সহযোগিতা প্রয়োজন এই ফোরাম কে অনেকদূর নিয়ে যাওয়ার জন্য
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Akhi600 on November 24, 2020, 03:47:57 PM
শ্রম দিলে তার ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। এখন হয়তো দেখা যাচ্ছে কোন সিগনেচার ক্যাম্পিয়ান আসলে হয়তো বেশি প্রেমেন্ট পাচ্ছেন না।কিন্তু এমন এক সময় আসতে পারে যে একটা সিগনেচার ক্যাম্পেইন থেকে 400 থেকে 500 ডলার ইনকাম করতে পারছেন। আপনি ফোরামে লেগে থাকেন আমার বিশ্বাস অবশ্যই একদিন ভালো ফল পাবেন।
হ্যাঁ ভাই আপনি সুন্দর ভাবে কমেন্ট করেছেন আপনার কাছ থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করলাম ইনশাল্লাহ ভাই শ্রম দিলে ফল পাওয়া যায় এটাই সত্য
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Pitter on November 24, 2020, 05:56:08 PM
আমি মনে করি ভবিষ্যত কেমন হবে তা ডিপেন্ড করে নিজের উপর। আমি যদি কাজ বেশি করি তাহলে ভবিষ্যত ভাল হবে। আর না করলে তা খারাপ। এটাই স্বাভাবিক। তাই মেধা ও বিবেক বুদ্ধি খাটিযে সেই সাথে পরিশ্রম করে নিজের ভবিষ্যত কে উজ্জল করার দায়িত্ব আমার নিজের। আশা করি যা বলতে চেয়েছি সবাই বুঝতে পেরেছেন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Cz Rock on December 18, 2020, 04:35:29 PM
 নিজের ভবিষ্যৎ কেমন হবে তার নির্ভর করে নিজের উপরে। আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ নির্ভর করবে তাদের কাজের উপর ভিত্তি করে। যে সততার ও বেশি কাজ করবে তার ভবিষ্যৎ খুব ভালো হবে। আমরা যে কাজ করব মেধা ও বিবেক খাটিয়ে পরিশ্রম দিয়ে কাজ করলে সেখান থেকে ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Casual on December 18, 2020, 04:38:52 PM
বর্তমানে যেহেতু মার্কেটের পজিশন ভালো সেজন্য যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে আমি মনে করি তাদের ভবিষ্যৎ অনেক ভালো।তার কারণ হলো বর্তমানে যে প্রজেক্টে আসুক না কেন সেই প্রজেক্টে যদি সে জয়েন্ট হতে পারে অবশ্যই ভালো প্রেমেন্ট পাবে। মার্কেট ভালো হলে দেখা যায় যেকোনো প্রোজেক্টের সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Casual on December 18, 2020, 04:40:33 PM
নিজের ভবিষ্যৎ কেমন হবে তার নির্ভর করে নিজের উপরে। আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ নির্ভর করবে তাদের কাজের উপর ভিত্তি করে। যে সততার ও বেশি কাজ করবে তার ভবিষ্যৎ খুব ভালো হবে। আমরা যে কাজ করব মেধা ও বিবেক খাটিয়ে পরিশ্রম দিয়ে কাজ করলে সেখান থেকে ভবিষ্যৎ উজ্জ্বল হবে।

হ্যাঁ আপনি ঠিক বলেছেন আসলে নিজের মেধা খাটিয়ে এখানে কাজ করা হয়। যে যত মেধা খাটিয়ে কষ্ট করতে পারবে সে তত ইনকাম করতে পারবে এখান থেকে। পরিশ্রম ছাড়া আসলে কোন কিছুই সম্ভব নয় পরিশ্রম করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। আপনি যেকাজেই করেন না কেন আপনি যদি তার প্রতি অনেক শ্রম দেন তাহলে দেখবেন অবশ্যই সেখান থেকে ভালো ফল পাচ্ছেন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Tamsialu$$ on December 19, 2020, 07:37:32 AM
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি আসলে কেউ ভালো ইনকাম করে আবার কেউ করতে পারে না।আপনি কতটুক ইনকাম করবেন সেটা আপনার পরিশ্রমই বলে দেবে আপনি যত বেশি পরিশ্রম করবেন এই ফোরামে ততো বেশি সফল হতে পারবেন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Mahindra on December 19, 2020, 09:01:41 AM
আপনি অসাধারণ একটি পোস্ট করেছেন আসলে সিনার ভাইয়ের কাছে আমরা এটা জানতে চাই যে আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করতেছি দিনের পর দিন আসলে আমরা এ থেকে কি পেতে পারি ভবিষ্যতে আমরাতো ধৈর্য ধরে পরিশ্রম করে যাচ্ছি ভবিষ্যতে কি আমাদের ভালো কিছু সফলতা অর্জন করতে পারব কিনা এটা সিনিয়র ভাইদের কাছে থেকে আমরা মতামত জানতে চাই।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Princeraju on December 19, 2020, 09:14:30 AM
বাংলাদেশের কারেন্সি গুলোর অবস্থা অনেক ভালো। ভবিষ্যতে বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি গুলোর সম্ভাবনা অনেক বেশি। তাই ক্রিপ্টোকারেন্সি পৃথিবীব্যাপী জনপ্রিয়। বাংলাদেশের অর্থনীতির ভারসাম্য রক্ষা করতে ক্রিপ্টোকারেন্সি ভূমিকা পালন করবে। তাই ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Cristiano on December 19, 2020, 10:58:38 AM
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে জড়িয়ে আছে বা সংযুক্ত আছি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলে আমি আশা করি। কারণ ইতিমধ্যে আমাদের বাংলাদেশ ফ্রিল্যান্সিং সরকারিভাবে বৈধতা দিয়ে দিয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে আমাদের বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি সাপোর্ট করবে। ক্রিপ্টোকারেন্সি কে বৈধতা ঘোষণা করবে। ভবিষ্যতের বাংলাদেশ ক্রিপ্টোকারেন্সি গুলোর সম্ভাবনা অনেক বেশি।আমাদের বাংলাদেশের অনেক মানুষ ক্রিপ্টোকারেন্সি সাথে সংযুক্ত কিন্তু হঠাৎ করে মনে পড়ে আমাদের ভবিষ্যতে কি হবে। আমি মনে করি  ক্রিপ্টোকারেন্সি যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল ও ভালো হবে। আগামীতে বাংলাদেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে ক্রিপ্টোকারেন্সি বড় ধরনের ভূমিকা পালন করবে। সবাই কিপ টু কারেন্সি সাথে সংযুক্ত থাকুন ভবিষ্যতে এখান থেকে ভালো রকমের পজিশনে যেতে পারবো।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Perfect540 on December 19, 2020, 11:51:51 AM
বাংলাদেশের ক্রিপ্টোকারেন্সি ইউজারদের ভবিষ্যৎ উজ্জ্বল। কারণ সারা বিশ্ব যখন ক্রিপ্টোকারেন্সি অনুমোদিত হবে। তখন ক্রিপ্টোকারেন্সি গুলোর দাম বৃদ্ধি পাবে। তাই ইউজাররা আর্থিকভাবে স্বাবলম্বী হবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Sonjoy on December 19, 2020, 12:12:27 PM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি জগতে আছি তাদের ভবিষ্যৎ নিশ্চিন্তে অনেক সুন্দর হতে যাচ্ছে কারণ এমন একটি পর্যায়ে  বিটকয়েন যাবে তা আমাদের কল্পনার বাইরে তাই যত কষ্টই হোক কাজ করে যাওয়ার উত্তম হবে ।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: bmr on December 19, 2020, 01:22:26 PM
আমি মনে করি যদি এখানে কেউ মনোযোগ দেয় তাহলে ভাল ফল পাবে। এখানেও ভবিষ্যত উজ্জল তবে ডিপেন্ড করে আপনার নিজের উপর। তাই যথাযথ ভাবে কাজ করুন আপনার ভবিষ্যত আপনি গরুন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Bony11 on December 19, 2020, 01:29:02 PM
আমি ফোরামের সাথে জড়িত আছি গত প্রায় ৪ বছর। এই চার বছরে অন্তত দিনের হিসেব করলে ৯-১০ মাস ফোরামে ব্যায় করেছি। শিখতেছি, অভিজ্ঞতা অর্জন করতেছি। শেখার কোন শেষ নেই। এই শেখার মধ্যে সামান্য কিছু আয়ও করেছি এবং করতেছি। ক্রিপ্টো নিয়ে আমি খুবই আশাবাদি সেই শুরু থেকেই। আর সম্প্রতি তো পেপাল ৪ টা কয়েন সাপোর্ট করায় এর ফিউটার এখন খুবই উজ্জ্বল। যদিও পেপাল বাংলাদেশে এলাউনা বলে আমরা সুবিধা নিতে পারছিনা আপাতত তবে সামনের দিনে পারবো হয়ত। এছাড়া অন্য মেথডগুলোও এগিয়ে আসবে। আমার কথাগুলো তখন হয়তো সত্য হবে ইনশাআল্লাহ।
ভাই আপনার কথাগুলো যেন সত্যি হয়।আপনার পোস্টটি পড়ে এবং আপনার অভিজ্ঞতা গুলো জানতে পেরে আমি খুব উৎসাহিত হই । আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি তাদের ভবিষ্যতে যেন আরো ভালো কিছু করতে পারি । সিনিয়ররা আমাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখে  থাকি। আশা করি ভবিষ্যতেও তাদের দেখানো পথে চলে আমরা অনেক কিছু শিখতে পারবো।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Irfan12@ on December 19, 2020, 01:32:42 PM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আমরা যারা এই ফোরামে দিনের-পর-দিন শ্রম দিয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা আসলেই ভাবার বিষয় তবে আমি মনে করি যারা শ্রম দিয়ে যাচ্ছেন তাদের ভবিষ্যৎ অনেকটা সফলতা বয়ে নিয়ে আসবে আমি আসছি মূলত অর্জনের জন্য এবং জ্ঞান অর্জনের জন্য আমরা বর্তমান সময়ে এই ফোরাম থেকে অর্থ উপার্জন করতে না পারলেও অনেকটা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছি আমি বলব এই জ্ঞান  ভবিষ্যতে অনেক কাজে দিবে
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Mrkadir85 on December 19, 2020, 04:33:19 PM
আমরা যদি ফোরামে ধৈর্য সহকারে মেধা ও শ্রম দিয়ে থাকি তাহলে অবশ্যই একদিন না একদিন সফলতা পাব। ফোরামে যারা আছে তাদের সবারই উচিত ধৈর্য্যসহকারে কাজ করে যাওয়া তাহলে সফলতা আসবেই আমাদের এবং আমাদের ভবিষ্যত অবশ্যই এখান থেকে উজ্জ্বল হবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Jaya60 on December 26, 2020, 12:21:28 AM
আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বিটকয়েনের বাজার সর্বোচ্চ হয়েছে। সেই সাথে সাথে দেখা যাচ্ছে অনেক কয়েন গুলোর প্রাইস উঠতে শুরু করেছে। তাই আমরা যারা কি প্রকার এনসিতে কাজ করি তারা অবশ্যই এখানে সময় দিব এবং ধৈর্য সহকারে কাজ করে যাব। তাহলে দেখা যাবে আমাদের সফলতা অবশ্যই আসবে। যখনই দেখা যাবে বিটকয়েনের প্রায় 30 হাজার ডলার ছাড়িয়ে গেছে তখনই সকল ক্যাম্পিয়ান ভালো হবে কোন  ক্যাম্পিয়ান স্কাম হওয়ার সম্ভাবনা থাকবে না। যে সমস্ত ভাই ক্রিপ্টোকারেন্সি তেকাজ করে যাচ্ছে ধৈর্যসহকারে অবশ্যই সামনে তার ভালো ফল পাবে ইনশাল্লাহ।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Mayajal on December 26, 2020, 02:53:39 AM
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি সাথে সম্পর্ক তাদের ভবিষ্যৎ মনে হয় অন্ধকার কারণ ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে ইনকাম করা বর্তমানে অসম্ভব হয়ে যাচ্ছে। যে কোন প্রজেক্টে কাজ করলে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা থাকেই না বললেই চলে আর যাও পেমেন্ট পাওয়া যায় তার দিয়ে এমবি খরচ হয় না।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Mahindra on December 26, 2020, 07:38:02 AM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
সত্যিই আপনি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন এখানকার সিনিয়র ভাইরা আমাদেরকে এইটুকু সাহায্য করবে যে আমরা ক্রিপ্টোকারেন্সি তে আছি তাহলে আমাদের ভবিষ্যতে কি হতে পারে আমরা তো এখানে ধৈর্য অনুসারে ঘন্টার পর ঘন্টা দিনের-পর-দিন কাজ করে যাচ্ছি তাই এই ফোরামের সিনিয়র ভাইদের কাছ থেকে আমরা জানতে চাই যে আমাদের ভবিষ্যৎ কি ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে আমাদের ভবিষ্যত কি ভালো হবে নাকি খারাপ হবে এটা সিনিয়র ভাইরা একটু আমাদের সাহায্য করবেন ধন্যবাদ।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Lovepro Max on December 27, 2020, 06:31:17 AM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
ভাই আমরা যারা এই ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িত তাদের ভবিষ্যত কতটা উজ্জ্বল বা কতটা ভালো হবে সেটা এখনও বলা যাচ্ছে না কেননা বর্তমানে বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সি কে সাপোর্ট করে না তো যখন বাংলাদেশ সরকার এই ক্রিপ্টোকারেন্সিকে সাপোর্ট করবে তখন মনে হয় আমরা যারা ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িত আছে তাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Riktakhanom on December 27, 2020, 08:41:27 AM
ক্রিপ্টো মুদ্রা গুলোর দাম বৃদ্ধি পাওয়ার কারণে ক্রিপ্টো এর চাহিদা অনেকটা বাড়ছে কিন্তু যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী হবে এটা বলা সম্ভব না।  মার্কেট কখন কোন দিকে ঘুরে যাবে কেউ বলতে পারে না. প্রকল্প গুলো স্ক্যাম হলেও ক্রিপ্টো ট্রেডিং ভবিষ্যৎ অনেক উজ্জল করতে পারে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Alt20 on December 27, 2020, 10:42:23 AM
আপনার পরিশ্রম যদি ঠিক জায়গায় হয়। তহলে অবশ্যই আপনি তার প্রারিশ্রমিক পাবেন। আল্লাহ কাউকে নিরাশ করে না। ক্রিপ্টোতে কাজ করতে পারলে অবশ্যই ভবিষ্যত ভাল হবে। অনেকেই আছে যারা এখান থেকে তাদের ক্যারিয়ার তৈরী করে ফেলেছেন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Goldlife on December 27, 2020, 10:59:44 AM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে তারা নিঃসন্দেহে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত কারণ তারাতারা যদি ধীরে আস্তে বুঝে শুনে এবং নিরাপত্তার সাথে কাজ করে যায় তাহলে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Kangaro45 on December 27, 2020, 11:23:02 AM
আমরা যারা ফোরামে কাজ করছি তারা সবাই এখানে ধৈর্য মেদা সময়ব্যয় করছি শুধু অর্থনৈতিক সফলতার জন্য নয় এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি জানতে পারছি এবং দেশের অর্থনীতিতে আমরা অবদান রাখছি। যদিও আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন বৈধ নয়।আমি মনে করি আমাদের দেশে যদি ক্রিপ্টোকারেন্সি কে বদলে দেওয়া হয় তাহলে আমরা যারা তৃপ্ত রিলেটেড আছি আমাদের ভবিষ্যৎ আরো সফলতায় ভড়ে উঠবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: XM8 on December 27, 2020, 12:03:56 PM
আমার মনে হয় না যে ক্রিপ্টোকারেন্সি এর জন্য আপনার ভবিষ্যৎ খারাপ হবে।আপনি একটা জিনিস লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন যে ক্রিপ্টোকারেন্সি এই জগতে সবসময় নতুন নতুন জিনিস শেখা যাচ্ছে এবং নতুন নতুন বিষয় জানা যাচ্ছে। যা আমি মনে করি আমাদের ভবিষ্যতের জন্য ভালো। তবে এ ক্ষেত্রে নিজের সব কাজ বাদ দিয়ে অথবা লেখাপড়া বাদ দিয়ে যদি আমরা এই ক্রিপ্টোকারেন্সি পিছনের সময় বেশি দায়ী করি তাহলে আমার মনে হয় ভবিষ্যৎ খারাপ হলেও হতে পারে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Herry on December 27, 2020, 03:34:46 PM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি সাথে জড়িত আমি মনে করি তাদের ভবিষ্যৎ খুবই ভালো তবে এটা সম্ভব হবে যখন বাংলাদেশ সরকার ক্রিপ্টোকারেন্সি কে সাপোর্ট করবে কেননা বর্তমানে বাংলাদেশে  ক্রিপ্টোকারেন্সি অবৈধ যখন বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি কে বৈধতা দেয়া হবে তখন আমরা যারা ক্রিপ্টোকারেন্সি এর সাথে জড়িত তাদের ভবিষ্যৎ টা অনেক উজ্জ্বল হবে
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: ttcsalam on December 28, 2020, 12:14:39 PM
আমি ফোরামের সাথে জড়িত আছি গত প্রায় ৪ বছর। এই চার বছরে অন্তত দিনের হিসেব করলে ৯-১০ মাস ফোরামে ব্যায় করেছি। শিখতেছি, অভিজ্ঞতা অর্জন করতেছি। শেখার কোন শেষ নেই। এই শেখার মধ্যে সামান্য কিছু আয়ও করেছি এবং করতেছি। ক্রিপ্টো নিয়ে আমি খুবই আশাবাদি সেই শুরু থেকেই। আর সম্প্রতি তো পেপাল ৪ টা কয়েন সাপোর্ট করায় এর ফিউটার এখন খুবই উজ্জ্বল। যদিও পেপাল বাংলাদেশে এলাউনা বলে আমরা সুবিধা নিতে পারছিনা আপাতত তবে সামনের দিনে পারবো হয়ত। এছাড়া অন্য মেথডগুলোও এগিয়ে আসবে। আমার কথাগুলো তখন হয়তো সত্য হবে ইনশাআল্লাহ।
আমি আপনার পোষ্ট গুলো খুবই গুরুত্বসহকারে পড়ি এবং আপনার মেধা শক্তি থেকে অনেকেই উপকৃত হয় এবং আমি নিজেও উপকৃত হয়েছি। আমি শুধু বলতে চাই এই ফোরামে কাজ করে সমান্য কিছু পেমেন্ট পাওয়া যায় এটাই ছাড়া আমি অন্য কোন ভবিষ্যত খেয়াল করি না। তবে ভালো ভালো কয়েন গুলো হোল্ড করতে হবে এবং স্টাকিং করতে হবে তাহলে অদুর ভবিষ্যত এ আমরা লাভবান হতে পারবো বলে আশা বাদী।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: XM8 on December 28, 2020, 03:57:18 PM
আমি ফোরামের সাথে জড়িত আছি গত প্রায় ৪ বছর। এই চার বছরে অন্তত দিনের হিসেব করলে ৯-১০ মাস ফোরামে ব্যায় করেছি। শিখতেছি, অভিজ্ঞতা অর্জন করতেছি। শেখার কোন শেষ নেই। এই শেখার মধ্যে সামান্য কিছু আয়ও করেছি এবং করতেছি। ক্রিপ্টো নিয়ে আমি খুবই আশাবাদি সেই শুরু থেকেই। আর সম্প্রতি তো পেপাল ৪ টা কয়েন সাপোর্ট করায় এর ফিউটার এখন খুবই উজ্জ্বল। যদিও পেপাল বাংলাদেশে এলাউনা বলে আমরা সুবিধা নিতে পারছিনা আপাতত তবে সামনের দিনে পারবো হয়ত। এছাড়া অন্য মেথডগুলোও এগিয়ে আসবে। আমার কথাগুলো তখন হয়তো সত্য হবে ইনশাআল্লাহ।
আপনি অনেক সত্যি কথা বলেছেন ভাই।কারণ আমার মনে হয় না যে ক্রিপ্টোকারেন্সি এই জগতে এসে কারো ভবিষ্যৎ খারাপ দিকে প্রবাহিত হচ্ছে। বরং ক্রিপ্টোকারেন্সি এই জগতে এসে আমরা নিয়মিত নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারছি। যা হয়তো ক্রিপ্টোকারেন্সি এই জগতে না আসলে কোন দিনও জানতে পারতাম না। তবে কোনো কিছুই যেমন মাত্রারিক্ত ভালো নয়। তাই আমাদের নির্দিষ্ট সময় গুলো ফোরামে ব্যয় করা উচিত।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Maynul96 on December 28, 2020, 04:42:17 PM
এই ফোরামের সঙ্গে আমরা যারা যারা যুক্ত আছি, আমাদের সকলেরই কিছু না কিছু উদ্দেশ্য অবশ্যই আছে। শুধু শুধু কেউ নিজের সময় নষ্ট করেতো আর এখানে আসবে না। কেউ আছে আর্নিং করার জন্য, কেউ আছে কিছু শেখার জন্য, শেখানোর জন্য। 
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Mahindra on December 29, 2020, 03:02:24 AM
এই ফোরামে আমরা যেভাবে পরিশ্রম করে যাচ্ছে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এই ফোরামে কাজ করে যাচ্ছি শুধুমাত্র আমাদের এই বাংলা ফোরামকে এগিয়ে নেওয়ার জন্য ভবিষ্যতে আমাদের অবশ্যই ভাল কিছু আশা করতে পারবো শুধু তাই নয় এই ফোরামে কাজ করে আমরা নিজেদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারব অবশ্যই আমরা ভবিষ্যতে থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবো এই আশা নিয়েই আমরা সকলে এই ফোরামে কাজ করে থাকি।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Markuri33 on January 08, 2021, 11:42:18 PM
ক্রিপ্টোকারেন্সি মার্কেট যেহেতু ভালো হচ্ছে অবশ্যই যারা কি প্রকারের সাথে কাজ করে তাদের কিছুটা হলেও ভালো লাগছে। অনেকেই দেখা গিয়েছিল তারা বিটকয়েন ও ইথিরিয়াম হোল্ড করে রেখেছে কিন্তু প্রাইস ততটা বৃদ্ধি পাচ্ছিল না হঠাৎ করে এতটা বৃদ্ধি পাওয়ার কারণে সবার কপাল খুলে গেছে।বর্তমানে কোন প্রজেক্ট আসলে যদি সেটা সাকসেস হয় সেখান থেকে ভালো পরিমাণ প্রফিট পাওয়া যায়। তাই মনে করে ক্রিপ্টোকারেন্সি ভাইদের ভবিষ্যৎ সত্যিই অনেক ভালো হতে চলছে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Riddi on January 09, 2021, 03:19:30 AM
আমি ফোরামের সাথে জড়িত আছি গত প্রায় ৪ বছর। এই চার বছরে অন্তত দিনের হিসেব করলে ৯-১০ মাস ফোরামে ব্যায় করেছি। শিখতেছি, অভিজ্ঞতা অর্জন করতেছি। শেখার কোন শেষ নেই। এই শেখার মধ্যে সামান্য কিছু আয়ও করেছি এবং করতেছি। ক্রিপ্টো নিয়ে আমি খুবই আশাবাদি সেই শুরু থেকেই। আর সম্প্রতি তো পেপাল ৪ টা কয়েন সাপোর্ট করায় এর ফিউটার এখন খুবই উজ্জ্বল। যদিও পেপাল বাংলাদেশে এলাউনা বলে আমরা সুবিধা নিতে পারছিনা আপাতত তবে সামনের দিনে পারবো হয়ত। এছাড়া অন্য মেথডগুলোও এগিয়ে আসবে। আমার কথাগুলো তখন হয়তো সত্য হবে ইনশাআল্লাহ।
ভাই আপনার পোস্টটি পড়ে। আপনার অভিজ্ঞতার কথা জানতে পেরে সত্যিই আমি অনেক উৎসাহিত। আমি এই ফোরামে একজন নতুন ইউজার। এখন পর্যন্ত আমি এখান থেকে ভালো কিছু পাই নেই। তবে আশা করি কঠোর পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যাব ভালো কিছু করার।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Tunir Baap on January 09, 2021, 04:19:54 AM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
আমি মনে আমরা যারা ক্রিপ্টো রিলেটেড আছি তাদের ভবিষ্যৎ খারাপ দিকে যাওয়ার কোন প্রশ্নই আসে না।বরং আমরা নিয়মিত নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারছি না হয়তো ক্রিপ্টোকারেন্সি না আসলে জানতে পারতাম না।ফোরামের বিভিন্ন ভাইয়েরা নিয়মিত বিভিন্ন শিক্ষামূলক পোস্ট করে থাকেন যা থেকে আমরা প্রতিনিয়ত নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারছি। যা আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: LeziT on January 09, 2021, 05:50:29 AM
ক্রিপ্টোকারেন্সি তে কাজ করলে আমি মনে করি না তাদের ভবিষ্যৎ অনেকটাই খারাপ হবে।কারণ আগামী প্রজন্মের ক্রিপ্টোকারেন্সি জন্যই পুরো পৃথিবী পরিবর্তন হয়ে যাবে।বর্তমানে যারা ক্রিপ্টোকারেন্সি সাথে সম্পৃক্ত আছে তাদের ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল। ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি তে ভালো রকমের একটি জায়গা ধরে রাখতে পারবে। ধৈর্য সহকারে সময় দিতে থাকুন অবশ্যই ভালো কিছু দেখা মিলবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Tamsialu$$ on January 15, 2021, 12:05:55 AM
ক্রিপ্টোকারেন্সি তে কাজ করলে আমি মনে করি না তাদের ভবিষ্যৎ অনেকটাই খারাপ হবে।কারণ আগামী প্রজন্মের ক্রিপ্টোকারেন্সি জন্যই পুরো পৃথিবী পরিবর্তন হয়ে যাবে।বর্তমানে যারা ক্রিপ্টোকারেন্সি সাথে সম্পৃক্ত আছে তাদের ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল। ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি তে ভালো রকমের একটি জায়গা ধরে রাখতে পারবে। ধৈর্য সহকারে সময় দিতে থাকুন অবশ্যই ভালো কিছু দেখা মিলবে।
হ্যাঁ ঠিক বলেছেন আসলে যারা ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে আমি মনে করি তাদের ভবিষ্যৎ সামনে ভালো হবে।বর্তমানে দেখা যাচ্ছে আস্তে আস্তে সারা পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সি বৈধতা হচ্ছে এবং সেই সাথে সাথে ক্রিপ্টোকারেন্সি মাধ্যমে লেনদেন করা হচ্ছে। সামনে আরো নতুন প্রজন্ম আসবে তারা দেখা যাবে ক্রিপ্টোকারেন্সি প্রতি আরো বেশি জানা সোনা থাকবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Micky on January 15, 2021, 08:28:41 AM
আমাদের সবারই উচিত আমাদের ভবিষ্যত নিয়ে চিন্তা করা। আমরা যারা ক্রিপ্টোকারেন্সি সাথে সংযুক্ত আছে তাদের ভবিষ্যৎ কি হবে। এটি নিয়ে কি কখনো চিন্তা করেছি।আমার মতে যারা কিপ টু কারেন্সি সাথে সংযুক্ত আছে তাদের ভবিষ্যৎ অনেকটাই উজ্জ্বল।কারণ কিপ টু কারেন্সি থেকে প্রচুর পরিমাণ ইনকাম করা সম্ভব। তবে একটু কষ্ট করতে হবে। ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Trumpet on January 15, 2021, 09:58:20 AM
আমি মনে করি আপনি যদি ক্রিপ্টোকারেন্সি কে পেশা হিসেবে নিতে চান তাহলে অবশ্যই এটা কি আপনার অনেক গুরুত্ব সহকারে নিতে হবে কারণ এটা কি আপনি পেশা হিসেবে নিয়েছেন।কিন্তু যখন আপনি ক্রিপ্টোকারেন্সি কে শুধুমাত্র টাইমপাস বা হাত খরচ চালানোর জন্য ভেবে নিবেন তখন আমি মনে করি এটার উপর যত বেশি মনোযোগ দেওয়ার বা নিজের কাজকর্ম বা লেখাপড়া বাদ দিয়ে এ কাজ করার তেমন কোন দরকার নেই। তবে আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি তে এসে কারক ভবিষ্যৎ খারাপ দিকে প্রবাহিত হবে না। কারণ আমরা এখান থেকে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে ও শিখতে পারছি।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Angel jara on January 16, 2021, 09:34:28 AM
আমি মনে করি আপনি যদি ক্রিপ্টোকারেন্সি কে পেশা হিসেবে নিতে চান তাহলে অবশ্যই এটা কি আপনার অনেক গুরুত্ব সহকারে নিতে হবে কারণ এটা কি আপনি পেশা হিসেবে নিয়েছেন।কিন্তু যখন আপনি ক্রিপ্টোকারেন্সি কে শুধুমাত্র টাইমপাস বা হাত খরচ চালানোর জন্য ভেবে নিবেন তখন আমি মনে করি এটার উপর যত বেশি মনোযোগ দেওয়ার বা নিজের কাজকর্ম বা লেখাপড়া বাদ দিয়ে এ কাজ করার তেমন কোন দরকার নেই। তবে আমি মনে করি ক্রিপ্টোকারেন্সি তে এসে কারক ভবিষ্যৎ খারাপ দিকে প্রবাহিত হবে না। কারণ আমরা এখান থেকে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে ও শিখতে পারছি।
হ্যাঁ ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন আমরা সবাই চাই ক্রিপ্টোকারেন্সি মার্কেটপ্লেসে আমাদের কর্মসংস্থান গড়ে তুলতে। আরে কিপ্টে কারেন্সি আমাদের পেশা হিসাবে কাজ করব। বর্তমান সময়ে লেখাপড়ার পাশাপাশি এই কিপটা কারেন্সি মার্কেটে কাজ করতে এসেছি যাতে নিজের পড়াশোনা খরচ একটু কারেন্সি মার্কেট থেকে কাজ করে করতে পারি।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: babu10 on January 16, 2021, 03:31:22 PM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।

এখানে সফলতা বলতে কিছু নাই আবার বিফলতা বলতেও কিছু নাই যেমন আপনি যদি বাউন্টি করে থাকেন তাহলে আপনার টোকেনগুলো সঠিক সময়ে সেল করতে হবে না হলে পস্তাতে হবে আজীবন আবার ট্রেডিং করলেও সঠিক কয়েন নির্বাচন এবং সঠিক সময়ে সেল করতে হবে। তাতে আপনার প্রফিট আসবে। তাছাড়া এই মার্কেট থেকে নিদ্দিষ্ট পরিমান কোন ইনকাম নাই। তাই যা পাবেন পারলে কিছু টাকা জমানোর চেষ্টা করবেন বা কোন এসেট কিনার চেষ্টা করবেন তাহলে হয়েতো আপনি কিছু করতে পারবেন ভবিষ্যতে। অন্যথায় এখান থেকে ভবিষ্যতে আপনার জীবন চলবে এটা বলা মুশকিল।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Mental on January 18, 2021, 06:58:05 PM
ক্রিপ্টোকারেন্সি এটা সম্পর্কে আমার কোন ধারণা নেই। এটা সম্পর্কে আমি কিছু জানিনা তবে এখানে অনেক সিনিয়ার ভাই আছেন তাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কেকরে এখানে নিয়ে পোস্ট করে জানাবেন ধন্যবাদ।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Mahindra on January 19, 2021, 11:22:53 PM
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে জড়িত আছি। আমি মনে করি তারা ভবিষ্যতে তাদের জীবনকে পরিবর্তন করতে পারবে। কেননা আগের তুলনায় ক্রিপ্টোকারেন্সি এখন অনেকটা উন্নত হয়েছে।বর্তমানে আমাদের ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে অনেক ভালো বেনিফিট পাওয়া সম্ভব হচ্ছে। তাই ভবিষ্যতের দিনগুলোতে আরও ভালো হবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Ronald on January 20, 2021, 07:45:42 PM
ক্রিপ্টোকারেন্সি কে আসলে পেশা হিসেবে ভাবাটা অনেক কঠিন ব্যাপার। এখানে আপনি কোন মাসিক ভাবে কোন টাকা পাবেনা। যে কোন সময় আপনি অনেক বেশি পেতে পারেন আবার অনেক কমও পেতে পারেন। সম্পূর্ন অস্থায়ী একটি প্লাটফরম। আমা্র সাজেশন হল যে এখানে আপনি সামান্য কিছু আর্ন করবেন এই রকম মনোভাব নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আপনার অন্য যদি কোন কাজ থাকে তার পাশাপাশি এখানে কাজ করতে পারেন। এখানে যদি কিছু করতে চান তাহলে অনেক পরিশ্রম করতে হবে। আশা করি বিষয়টি বুঝেছেন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Pitter on January 20, 2021, 09:19:25 PM
এটি নির্ভর করে মুলত আপনার আমার নিজের উপর। যে আমরা কতটুকু কি করতে পারব। আমাদের কাজের পারফরমেন্স যদি ভাল থাকে। তাহলে অবশ্যই আমরা এখান থেকে ভাল কিছু করতে পারব। এ বিষয়ে কোন সন্দেহ নেই। পরিশ্রম করেন মহান আল্লাহ আপনাকে নিরাশ করবেন না।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Mj joy on January 21, 2021, 06:08:26 AM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
ক্রিপ্টোকারেন্সি রিলেটেড সকল ভাইদেরকে আমি একটা কথা বলবো শ্রম,মেধা এবং ধৈর্য এ তিনটে খুব মূল্যবান সম্পদ। শ্রম,মেধা এবং ধৈর্য ছাড়া কোন কাজ সম্পাদন হয় না। সুষ্ঠ মেধা, কঠিন শ্রম এবং ধৈর্য্যসহকারে কাজ করলে তবে সে কাজে সফলতা আসে। অর্থাৎ কাজের মতো কাজ করলে সে কাজে সফলতা আসে। তাই আমি বলবো কাজের মতো কাজ করতে পারলে অবশ্যই ফল পাওয়া যাবে। সেটা কম হোক আর বেশি হোক ডিপেন্ড করবে আপনার কাজের উপর। ধন্যবাদ আপনাকে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Damrai5$ on January 21, 2021, 07:55:04 AM
আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে মার্কেটের পজিশন অনেক ভালো। কিন্তু প্রজেক্ট যেগুলো আছে সেগুলো খুব একটা সাক্সেস হয়েছে না তাই বর্তমানে আমার কাছে খুবই চিন্তা লাগছে যেরকম ভাবে যদি প্রজেক্ট স্কাম হয় তাহলেতো বাউন্টি আর কেউ করবে না। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা যদি কোনো ছোটখাটো একটা চাকরির পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি তে কাজ করি তাহলে অনেক ভালো হবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Milon626 on January 21, 2021, 02:28:18 PM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
ক্রিপ্টোকারেন্সি বর্তমানে সম্ভাবনাময় একটা কর্মক্ষেত্র যেখানে হাজারো বেকার যুবক যুবতীরা কাজ করে থাকে।  ক্রিপ্টোকারেন্সি কে  কোন   চাকরির পাশাপাশি হাফ টাইম হিসেবে নিয়ে কাজ করা যেতে পারে।  আবার যারা খুব অভিজ্ঞ তারা ফুলটাইম হিসেবেও নিতে পারে।  আমি ক্রিপ্টোকারেন্সিকে আমার পার্টটাইম হিসেবে নিয়ে কাজ করার চেষ্টা করতেছি।                               
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Alt20 on January 21, 2021, 02:55:43 PM
এটা বলা মুশকিল যে এখানে যারা কাজ করছি ভবিষ্যতে কি এখান থেকে কোন কিছু করা যাবে কি না্। তবে ফোরামের বর্তমান অবস্থা কিন্তু ভাল এভাবে যদি কাজ চলে আর পেমেন্ট ঠিকমত দেয় তাহলে ভাল না দিলে তো বুঝতেই পারছেন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Criminal on January 21, 2021, 09:58:10 PM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
ধৈর্য্য, মেধা, শ্রম এই তিন টা কে পুজি করে আমরা সবাই  ফোরামে সময় দিয়ে যাচ্ছি, সময় দিয়ে যাবো শুধু মাত্র সফলতা অর্জনের উদ্দেশ্যই।  মানুষ তো মনে কোন না কোন   আশা নিয়েই সকল কাজ করে থাকে।     তেমনি আমরা যারা  ক্রিপ্টো রিলেটেড আছি, তারাও তো মনের কোণে সফলতার আশা কে লালন করেই এগিয়ে যাচ্ছি।  এখন সফলতার স্বাদ আমরা পাবো কিনা সেটা নির্ভর করে আমাদের কাজের উপর।
যদি আমরা সবাই ধৈর্য্য ধরে, ফোরামে কাজ করতে থাকি,শ্রম দিতে থাকি তাহলে  অবশ্যই আমরা একদিন সফলতা অর্জন করতে পারবো বলে আমি আশাবাদী।
 ধন্যবাদ।                                                       
জি ভাই আপনি একদম সঠিক কথা বলেছেন। এবং আপনার কথাগুলো আমার অনেক ভালো লেগেছে। আপনি যে কাজে করেন না কেন অবশ্যই সেখানে আপনাকে আপনার মেধা এবং শ্রম দিতে হবে। দুইটার যেকোনো একটা ঘাটতি হলে আপনি কোথাও সাকসেসফুল হতে পারবেন না। ক্রিপ্টোকারেন্সি তার বিপরীত না।আপনি যদি ক্রিপ্টোকারেন্সি কে আপনার প্রফেশন মনে করেন তাহলে বেশিরভাগ সময় আপনাকে ক্রিপ্টোকারেন্সি দিতে হবে।আর যদি আপনি মনে করেন যে ক্রিপ্টোকারেন্সি আমার পেশা না তাহলে সে ক্ষেত্রে আপনি পার্ট টাইম হিসেবে এটা ব্যবহার করতে পারেন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Mahindra on January 22, 2021, 02:16:40 AM
আমি মনে করি আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড এ কাজ করি তাদের ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে। কিন্তু এর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক ধৈর্য্য ধারণ করতে হবে। আমরা যদি এই ফোরামে পরিশ্রম করে এই ফোরামের সময় দেই তাহলে ভবিষ্যতে আমরা ভালো রকম কিছু অর্থ উপার্জন করতে পারব। তাই আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তারা সকলেই পরিশ্রম করব তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: NANCY on January 22, 2021, 06:04:56 PM
ধন্যবাদ ভাইয়া আপনার এই মূল্যবান পোষ্টটি করার জন্য। আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমি অনেকটাই ধারণা পেয়েছি এবং যতগুলো নতুন সদস্য রয়েছে তারা অনেকটা ধারণা পাবে বলে আশা করা যাচ্ছে। যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ টা কি,, সিনিয়র ভাইদের পোস্টটি পড়ে মনে হল ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ টা ভালো হবে বলে আশা করা যায়।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Azharul on February 15, 2021, 04:01:23 AM
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কাজ করি তাদের ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হাওয়ার সম্ভাবনা আছে।তবে এর জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হবে এবং অনেক ধৈর্য্য ধারণ করতে হবে।কেননা সফলতা নির্ভর করে কাজের উপর। এখান থেকে অনেক মানুষ সফল হয়েছে।তাই আমি মনে করি এটি আমাদের জন্য একটি ভালো ভবিষ্যৎ হতে পারে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Mist Joya on February 15, 2021, 05:28:37 AM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
  ভাই আপনি খেয়াল করে দেখুন এই কিপটো কারেন্সি থেকে অনেকে অনেক বড় মাপের  জায়গায়  পৌঁছে গেছে  আপনি নিজেও ধৈর্য ধরে কঠিন  শ্রম  মেধা খাটিয়ে কাজ করতে থাকুন আপনি ভবিষ্যতে ভালো কিছু পাবেন  শুধু ক্রিপ্টোকারেন্সি নয় যেকোনো কাজে কঠিন শ্রম এবং সঠিক মেধা  খাটাতে পারলে অবশ্যই সেখান থেকে ফল পাওয়া যায় এবং ভালো ফল  হয় সেটা।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: iRan Chy on February 15, 2021, 06:28:26 AM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
কৃপ্টোকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে কৃপ্টোই হবে আপনার জীবিকার মূল উৎস। আমার গুরু, যিনি আমাকে কৃপ্টোতে সবসময় সাহায্য করেছেন। তিনি কৃপ্টোতে কাজ করার জন্য তার ২৫ হাজার টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়েছেন। আমার গুরুর এই কাজটি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। এবং সেই থেকে আমি লেগে আছি কৃপ্টোর সাথে। এবার এটা থেকে বুঝে নেন। কৃপ্টোকারেন্সি রিলেটেড ব্যাক্তিদের ভবিষ্যত কেমন।

কৃপ্টোতে সফলতা অর্জন করতে পারলে আমি তার ভবিষ্যৎ উজ্জ্বল মনে করি।   
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: ExtraPoint on February 15, 2021, 09:58:22 AM
যতই দিন যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি সারাবিশ্বে জনপ্রিয়তা অর্জন করেছে।আপনি যদি ফোরামে ধৈর্য ধরে কাজ করে যান তাহলে হয়তো একদিন সফলতার মুখ দেখবেন। কিন্তু এর জন্য আপনাকে সময় দিতে হবে। ক্রিপ্টোকারেন্সি তে কাজ করে অনেক বেকার যুবক-যুবতী এখন নিজেদের অর্থসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে। তাই আমার মনে হয় আমরা যারা ক্রিপ্টো রিলেটেড পারসন আছি তাদের হয়তো ভবিষ্যত ভালো হবে।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: JISAN on February 15, 2021, 10:00:17 AM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
ক্রিপ্টোকারেন্সি এমন একটা জিনিস যেটা যে কাউকে মুহুর্তেই কোটিপতি বানিয়ে ফেলতে পারে আবার কোটিপতি থেকে রাস্তায়ও নামাতে পারেন।  আর এখন যেহেতু আমাদের দেশে লিগালিটি নেই তাই এখন ক্রিপ্টো কারেন্সিকে কেরিয়ার ভাবা যায় না। বাউন্টি করে হয়তবা হাত খরচ চালানো যাবে। বা বর্তমানে মাঝে মাঝে বড় বড় প্যামেন্টও পাওয়া যাচ্ছে। কিন্তু ভবিষ্যতে এরকম ইনকাম হবে কি তা তার গেরান্টি নেই। তাই এটিকে আমাদের কেরিয়ার না ভেবে আমাদের পার্টটাইম ভাবতে হবে। অন্যদিকে প্রফেশনাল কিছু করে বা লেখা পড়া করে জব অবশ্যই করতে হবে। কিন্তু সবার পার্টটাইম হিসেবে রাখতে হবে ক্রিপ্টোকারেন্সিকে
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Raayan on February 15, 2021, 02:26:52 PM
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত কারণ আমরা এই ক্রিপ্টোকারেন্সি জগতে মাসের-পর-মাস ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়ে যাচ্ছি আমাদের ভবিষ্যৎ কী।।।এ বিস্ময় বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Pitter on February 15, 2021, 03:13:36 PM
ক্রিপ্টোতেও ভবিষ্যত আছে তবে সেখানে পৌছাতে হবে। আমরা অনেকেই জানি যে কিছুদিন আগে অনেকেই দেখেছে যে ডগি কয়েনের দাম কত ছিল আবার দেখেছি যে টি ডব্লিও টি এর দাম কত ছিল আর বর্তমানে এই কয়েনক গুলোর দাম কেমন হয়েছে। ঐ সময় যদি আমরা কেউ 1000 ডলার ইনভেস্ট করতাম তাহলে কি হত। আবার যারা ফ্রিতে হাজার হাজার পেয়েছিলাম তারাই যদি রেখে দিতাম তাহলেও কিন্তু ভবিষ্যত হয়ে যেত। কাজেই সঠিক জায়গায় পৌছানোটাই ব্যাপার।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Lovepro Max on February 16, 2021, 04:26:34 AM
এখনও বলা যাচ্ছে না যে আমরা যারা এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে তাদের ভবিষ্যৎ কেমন । কেননা আমাদের এই বাংলাদেশে এখনও ক্রিপ্টোকারেন্সি লেনদেন স্বীকৃতি পায়নি ।যখন আমাদের এই বাংলাদেশ ক্রিপ্টো কারেন্সি ব্যবহার বৈধতা পাবে তখন মনে হয় আমাদের ভবিষ্যৎ অনেকটাই ভালো হবে ।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Md nazrul islam on February 16, 2021, 04:46:07 AM
আমি আমার সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি...
ভাইয়া আমরা যারা ক্রিপ্টো রিলেটেড তাদের ভবিষ্যৎ কী? আমরাতো দিনের পর দিন,  ঘন্টার পর ঘন্টা, এখানে সময় দিয়ে যাচ্ছি। ধৈর্য ধরে অনেক শ্রম আর সময় ব্যয় করে এই ফোরাম থেকে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অভিজ্ঞতাকে মূলধন বানাচ্ছি। কিন্তু এই মূলধন এই ফোরাম থেকে ভবিষ্যতে কতটা সফলতা এনে দিতে পারবে সেটা চিন্তার বিষয়। সিনিয়র ভাইদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি।
  ভাই আমি এই জগতে একদম নতুন  আমার কথায় যদি কোন ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন  আমি মনে করি ধৈর্য সহকারে কোন কাজ করলে সেখান থেকে অবশ্যই ভালো একটা ফল পাওয়া যায় । ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান পোষ্ট করার জন্য ।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: bmw1 on February 17, 2021, 05:52:06 PM
ক্রিপ্টোতেও ভবিষ্যত আছে তবে সেখানে পৌছাতে হবে। আমরা অনেকেই জানি যে কিছুদিন আগে অনেকেই দেখেছে যে ডগি কয়েনের দাম কত ছিল আবার দেখেছি যে টি ডব্লিও টি এর দাম কত ছিল আর বর্তমানে এই কয়েনক গুলোর দাম কেমন হয়েছে। ঐ সময় যদি আমরা কেউ 1000 ডলার ইনভেস্ট করতাম তাহলে কি হত। আবার যারা ফ্রিতে হাজার হাজার পেয়েছিলাম তারাই যদি রেখে দিতাম তাহলেও কিন্তু ভবিষ্যত হয়ে যেত। কাজেই সঠিক জায়গায় পৌছানোটাই ব্যাপার।
হ্যাঁ আপনার কথা ঠিক কিন্তু তখন তো ঠিক বুঝতে পারিনি এখন এর দাম কত হতে পারে যদি বুঝতে পারতাম তাহলে আমার সব ডগি কয়েন আমি রেখে দিতাম।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: AlviNess on February 21, 2021, 04:43:03 PM
ক্রিপ্টোকারেন্সি কে যদি প্রফেশন হিসেবে নেওয়া যায় তাহলে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি এর পিছনে বেশি সময় ব্যায় করা উচিত কারণ এটাই আমার প্রফেশন।কিন্তু আমি যদি একজন স্টুডেন্ট হই আর যদি আমার লেখাপড়া বাদ দিয়ে এই ক্রিপ্টোকারেন্সি এর পিছনে বেশি সময় ব্যায় করি তাহলে এটা আমার জন্য হবে অনেক মারাত্মক ক্ষতিকর একটি বিষয়। কারণ ক্রিপ্টোকারেন্সি আমার প্রমোশন নয় লেখাপড়া করে ভাল একটি জব প্লে ওইটাই হবে আমার প্রফেশন।
Title: Re: আমরা যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড তাদের ভবিষ্যৎ কী?
Post by: Tubelight on March 22, 2021, 05:48:49 AM
আমরা যারা ক্রিপ্টোকারেন্সি সাথে সংযুক্ত আছি তারা হয়তো অবশ্যই এই ক্রিপ্টোকারেন্সি পার্ট টাইম একটা ইনকাম সাইট হিসেবে নিয়েছি। আমরা কিন্তু দিনের অধিকাংশ সময় এখানে ব্যয় করি না। তাই ভবিষ্যৎ খারাপ দিকে যাওয়ার কোন সম্ভাবনা নেই।