Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Btceth01 on November 02, 2020, 07:36:55 AM

Title: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Btceth01 on November 02, 2020, 07:36:55 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Malam90 on November 02, 2020, 07:48:45 AM
একথাটা একজন বাচ্চাকেও বললে সে বলবে বিটকয়েন। আমরা তো দূরের কথা। বিটকয়েনের ধারে কাছে কোন কয়েন নেই তাই জনপ্রিয়তায় হোক, মার্কেটক্যাপিটালে হোক। তবে ওয়ালেট ব্যাবহারে বিটকয়েনের চেয়ে ইথারিয়াম ওয়ালেট বা ইআরসি২০ ওয়ালেট বেশি ব্যবহৃত হয়, তবে জনপ্রিয়তার দিক থেকে বলবোনা।

ভাই পোস্টগুলো মানসম্মত করুন। আপনি সিনিয়র মেম্বার অথচ পোস্ট দেখলে নিউবি মনে হচ্ছে যা আমাদের সিনিয়রদেও কাছে খারাপ লাগছে। ৪০০ একটিভিটি হয়ে গেছে এখনও এরকম পোস্ট হচ্ছে কেন আপনার দ্বারা।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Nostoman on November 02, 2020, 07:50:45 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
সিনিয়র সদস্য হয়ে আপনি লো কোয়ালিটি পোস্ট করতে শুরু করেছেন। এটা খুবই দুঃখের ও হতাশাব্যঞ্জক। আপনি ভাবুন আপনি যদি এ ধরনের noob এর মত পোস্ট করেন। তাহলে ফোরামে জুনিয়র সদস্যরা কি করবে? ভাই পোস্ট করার আগে একটু ভেবে চিন্তে পোস্ট করুন ‌।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Jaya60 on November 02, 2020, 07:53:53 AM
সবাই জানি বিটকয়েন হচ্ছে সকল গানের রাজা। তবে তারপরের যে স্থানটি রয়েছে সেটিকে আমরা ইথারিয়াম কে জানি।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Psycho on November 02, 2020, 08:03:36 AM
সারাবিশ্বে বিটকয়েনের প্রচলন দেশে এটা সবাই জানে। অন্যান্য কয়েনের চেয়ে বিটকয়েনের জনপ্রিয়তা সারা বিশ্বে সবচেয়ে বেশি। কয়েনের জগতের রাজা বলা হয় বিটকয়েন কে। বিশ্বে বিটকয়েনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

ভালো মানসম্মত টপিক খুলুন যাতে করে জুনিয়র মেম্বার থেকে শুরু করে লেজেন্ডারি মেম্বার পর্যন্ত কিছু শিক্ষা পায়। জ্ঞান অর্জন করতে পারে। তা বাদ দিয়ে আপনি একদম লো-কোয়ালিটির টপিক খুলতেছেন। আপনার দ্বারা এগুলো মানায়না। আপনি একজন এস আর মেম্বার। আপনি একদম জুনিয়র মেম্বারদের মত পোস্ট করতাছেন।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Crypto_Somrat on November 02, 2020, 09:44:26 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
আরে ভাই আপনি একজন এস আর মেম্বার। এই ফোরামের টপিকঃ গুলা আপনি মনে হয় পড়েননি, বেশিরভাগ টপিক এবং পোস্ট বিটকয়েন কে নিয়ে। বিটকয়েন সকল কয়েনের রাজা এটা আমরা সবাই জানি। এটা নিয়ে আর নতুন  করে বলার কিছুই নেই। ক্রিপ্টোকারেন্সি তে বিটকয়েন রাজ করতে এসেছে আর এই বিটকয়েন ই রাজ করবে এই জগতে। আপনি যদি একজন এসার মেম্বার হয়ে এরকম লো কোয়ালিটি পোস্ট করেন তাহলে জুনিয়ররা আপনার কাছ থেকে কি শিখবে বলেন? আপনি যদি একি পোস্ট অনেকগুলো থাকা সত্ত্বেও আবার করেন।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Zero0 on November 02, 2020, 01:32:45 PM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
ভাই আমি তো এই জগতে নতুন আমি যতটুকু জানি আমি বলব ক্রিপ্টোকারেন্সি জগতে সবথেকে জনপ্রিয় করা হচ্ছে বিটকয়েন। বিটকয়েন কে ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা বলা হয়।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: babu10 on November 02, 2020, 05:11:23 PM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।

ভাই এসব কি পোষ্ট করেন? জানিনা আপনার বিটকয়েন ফোরামে কি র‌্যাঙ্ক আছে বা আপনি কতদিন ধরে এই লাইনে আছেন? এটা সবাই জানে যে 2009 সাল থেকে বিটকয়েনটক ফোরাম চালু আছে এবং ওই ফোরামে যেসব কোয়ালিটি পোষ্ট হয়ে থাকে তা অন্য ফোরামে হতে আরো অনেক সময় লাগবে। তবে অল্টাকয়েনটক ও ইদানিং ভালো ভালো পোষ্ট হচ্ছে। আসুন আমরাও এই ফোরামে এবং বাংলা বোর্ড এ ভালো ভালো পোষ্ট করে বাংলাদেশকে সমুন্নত করি।

ধন্যবাদ।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Jaya60 on November 02, 2020, 05:41:50 PM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।

ভাই এসব কি পোষ্ট করেন? জানিনা আপনার বিটকয়েন ফোরামে কি র‌্যাঙ্ক আছে বা আপনি কতদিন ধরে এই লাইনে আছেন? এটা সবাই জানে যে 2009 সাল থেকে বিটকয়েনটক ফোরাম চালু আছে এবং ওই ফোরামে যেসব কোয়ালিটি পোষ্ট হয়ে থাকে তা অন্য ফোরামে হতে আরো অনেক সময় লাগবে। তবে অল্টাকয়েনটক ও ইদানিং ভালো ভালো পোষ্ট হচ্ছে। আসুন আমরাও এই ফোরামে এবং বাংলা বোর্ড এ ভালো ভালো পোষ্ট করে বাংলাদেশকে সমুন্নত করি।

ধন্যবাদ।

ঠিক বলেছেন আমাদের সবারই উচিত ভালো ভালো পোস্ট করা। তাহলে জুনিয়ররা অবশ্যই কিছু শিখতে পারবে এবং তাদের পোস্ট করতে কোন সমস্যা হবে না।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Hasan986 on November 02, 2020, 06:06:34 PM
এমন একটা কোশ্চেন করলেন। যা ক্রিপ্ট সম্পর্কে যার একটু ধারণা আছে সে ও জানে। ক্রিপ্ট মানেই বিটিচি। বিটিচি হলো সকল কয়েনের মাবাবা :P
তবে ইথার এর জনপ্রিয়তা ও অনেক। বিএনবি যে ক্রন সময় ভালো ভাবে মাথা নাড়া ছাড়া দিয়ে উঠবে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Rafiq on November 02, 2020, 07:04:55 PM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
ক্রিপ্টোকারেন্সি বলতেই সবর আগে বিটকয়েনের নাম চলে আসে; এটিকে ক্রিপ্টোজগতের রাজাও বলা হয়। সমস্ত ক্রিপ্টোবিশ্ব বিটকয়েন দ্বারা প্রভাবিত হয়; এর দামের হ্রাস-বৃদ্ধির সাথে অন্যান্য কয়েনের দামের হ্রাস-বৃদ্ধি হয়। এখন পর্যন্ত বিটকয়েনের জনপ্রিয়তা ও মার্কেটক্যাটিটালের ধারকাছেও কোন ক্রিপ্টো মুদ্রা নাই।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Psycho on November 02, 2020, 07:08:46 PM
সবাই জানি বিটকয়েন হচ্ছে সকল গানের রাজা। তবে তারপরের যে স্থানটি রয়েছে সেটিকে আমরা ইথারিয়াম কে জানি।
ঠিক বলছেন। বিটকয়েন হল সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি কয়েন। তারপরেই অবস্থান করেছে ইথেরিয়াম। বিটকয়েন ইথেরিয়াম দুটো একসাথে ভালো রকমের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Nusrat on November 02, 2020, 07:17:04 PM
আমরা যারা জুনিয়র মেম্বার আছি তারা যদি সিনিয়র মেম্বার দের কাছ থেকে কিছু শিখতে না পারি তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। সিনিয়ররা যত ভালো ভালো পোস্ট করবে জুনিয়র মেম্বাররা তা দেখে সেটাই শিখবে। তাই সিনিয়র মেম্বারদের অনুরোধ করে বলছি আপনারা ভালো ভালো পোস্ট করুন। যাতে আমরা কিছু শিখতে পারি।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Mrkadir85 on November 02, 2020, 07:31:48 PM
ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যাদের একটি শব্দ ধারণা আছে তারাও বলবে বিটকয়েন হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। আমার মনে হয় আপনি সিনিয়র মেম্বার হওয়া সত্ত্বেও ফোরামের রুলস এবং অন্যের পোস্ট গুলো খুব একটা পড়েন না। এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনার খুব একটা ধারনা নেই। অন্যের পোস্ট গুলো বেশি বেশি পড়ার চেষ্টা করবেন অনেক কিছু জানতে পারবেন। আশা করি ভবিষ্যতে এরকম লো কোয়ালিটির পোস্ট করবেন না।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: kulkhan on November 02, 2020, 07:57:13 PM
নিশ্চয়ই বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিটকয়েনকে মাদার অফ অল ক্রিপ্টোকারেন্সি বলা হয় এজন্য আর হয়ত বলে বুঝানো লাগবে না যে মায়ের সাথে সন্তানের তুলনা চলে না। বিটকয়েন সেরা এর জনপ্রিয়তা আকাশচুম্বি এবং এর সাথে প্রতিযোগিতা করার মত কোন ক্রিপ্টোকারেন্সি এখনো পযন্ত কেউ গড়ে ওড়েনি একথা চোখ বন্ধ করে বলতে পারি।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Sumaiya2 on November 03, 2020, 01:54:10 AM
ক্রিপ্টোকারেন্সি জগতে সবচেয়ে বেশি জনপ্রিয় কয়েন হল বিটকয়েন। এ কয়েন পৃথিবীর সব দেশের প্রচলিত রয়েছে। এ কয়েন এর ব্যবহারবিধি অনেক বেশি যার কারণে বিটকয়েন কি সব কয়েনের রাজা বলা হয়।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: sky20 on November 03, 2020, 03:33:06 AM
নিশ্চয়ই বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিটকয়েনকে মাদার অফ অল ক্রিপ্টোকারেন্সি বলা হয় এজন্য আর হয়ত বলে বুঝানো লাগবে না যে মায়ের সাথে সন্তানের তুলনা চলে না। বিটকয়েন সেরা এর জনপ্রিয়তা আকাশচুম্বি এবং এর সাথে প্রতিযোগিতা করার মত কোন ক্রিপ্টোকারেন্সি এখনো পযন্ত কেউ গড়ে ওড়েনি একথা চোখ বন্ধ করে বলতে পারি।
হ্যা আপনি ঠিক বলেছেন বেশির ভাগ সাধারন মানুষ বিটকয়েন কেউ বেশি ভালবাসে। এর পরেও অনেক কয়েন আছে যা অনেকেই বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। বিশেষ করে যারা ট্রেডার আছেন তারা এই বিষয়ে ভাল বোঝেন। বিটকয়েন এর কিন্তু প্রাইস মুভমেন্ট বেশি হয় না। যেটা অন্য কয়েন গুলোতে হয়ে থাকে। তাই বিটকয়েন বাদেও বেশ কিছু কয়েন আছে যা অথ্যাধিক জনপ্রিয়।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Markuri33 on November 03, 2020, 03:38:53 AM
এই ফোরামে আমি নতুন এসেছি। তাই খুব একটা ধারনা নেই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে।যদি কোন ভুল হয় তাহলে সিনিয়র ভাইরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি অবশ্যই আশা করি এই ফোরামের সিনিয়র ভাইরা আমাকে সাহায্য করবেন।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Markuri33 on November 03, 2020, 03:40:40 AM
নিশ্চয়ই বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিটকয়েনকে মাদার অফ অল ক্রিপ্টোকারেন্সি বলা হয় এজন্য আর হয়ত বলে বুঝানো লাগবে না যে মায়ের সাথে সন্তানের তুলনা চলে না। বিটকয়েন সেরা এর জনপ্রিয়তা আকাশচুম্বি এবং এর সাথে প্রতিযোগিতা করার মত কোন ক্রিপ্টোকারেন্সি এখনো পযন্ত কেউ গড়ে ওড়েনি একথা চোখ বন্ধ করে বলতে পারি।
হ্যা আপনি ঠিক বলেছেন বেশির ভাগ সাধারন মানুষ বিটকয়েন কেউ বেশি ভালবাসে। এর পরেও অনেক কয়েন আছে যা অনেকেই বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। বিশেষ করে যারা ট্রেডার আছেন তারা এই বিষয়ে ভাল বোঝেন। বিটকয়েন এর কিন্তু প্রাইস মুভমেন্ট বেশি হয় না। যেটা অন্য কয়েন গুলোতে হয়ে থাকে। তাই বিটকয়েন বাদেও বেশ কিছু কয়েন আছে যা অথ্যাধিক জনপ্রিয়।

আপনার পোস্ট থেকে আমি মোটামুটি বুঝতে পেরেছি এই সম্পর্কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Markuri33 on November 03, 2020, 03:46:47 AM
নিশ্চয়ই বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিটকয়েনকে মাদার অফ অল ক্রিপ্টোকারেন্সি বলা হয় এজন্য আর হয়ত বলে বুঝানো লাগবে না যে মায়ের সাথে সন্তানের তুলনা চলে না। বিটকয়েন সেরা এর জনপ্রিয়তা আকাশচুম্বি এবং এর সাথে প্রতিযোগিতা করার মত কোন ক্রিপ্টোকারেন্সি এখনো পযন্ত কেউ গড়ে ওড়েনি একথা চোখ বন্ধ করে বলতে পারি।

আপনার এই পোস্ট পড়ে বুঝতে পারলাম বিটকয়েন হচ্ছে সকল কয়েন এর মূল। তাহলে আমি আবার দেখেছি একটা কয়েন যেটা বিটকয়েন এর থেকেও দাম বেশি। এই নিয়ে আমার মাথা ঘুরপাক খাচ্ছে। তাহলে কেন বিটকয়েনের থেকে(YFI) এই কয়েনটি দাম বেশি দয়া করে একটু বুঝিয়ে বলবেন।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Triedboy on November 18, 2020, 07:43:28 PM
আসলে আমরা ক্রিপ্টোকারেন্সি তে যারা কাজ করি এটা সবাই জানি যে বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সবথেকে জনপ্রিয়। এবং জনপ্রিয়তা ব্যাপক। এবং কি আমি মনে করি যে বর্তমানে বিটকয়েনের প্রাইস যে হারে বৃদ্ধি পাচ্ছে আসলে এর প্রাইস কতো টা হবে সেটা সময়ই বলে দেবে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Triedboy on November 18, 2020, 07:45:18 PM
নিশ্চয়ই বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিটকয়েনকে মাদার অফ অল ক্রিপ্টোকারেন্সি বলা হয় এজন্য আর হয়ত বলে বুঝানো লাগবে না যে মায়ের সাথে সন্তানের তুলনা চলে না। বিটকয়েন সেরা এর জনপ্রিয়তা আকাশচুম্বি এবং এর সাথে প্রতিযোগিতা করার মত কোন ক্রিপ্টোকারেন্সি এখনো পযন্ত কেউ গড়ে ওড়েনি একথা চোখ বন্ধ করে বলতে পারি।
হ্যা আপনি ঠিক বলেছেন বেশির ভাগ সাধারন মানুষ বিটকয়েন কেউ বেশি ভালবাসে। এর পরেও অনেক কয়েন আছে যা অনেকেই বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। বিশেষ করে যারা ট্রেডার আছেন তারা এই বিষয়ে ভাল বোঝেন। বিটকয়েন এর কিন্তু প্রাইস মুভমেন্ট বেশি হয় না। যেটা অন্য কয়েন গুলোতে হয়ে থাকে। তাই বিটকয়েন বাদেও বেশ কিছু কয়েন আছে যা অথ্যাধিক জনপ্রিয়।

ভাই আপনাকে একটা প্রশ্ন করার আছে।এটি হচ্ছে বিটকয়েন বাদে আর কোন কয়েনগুলি বিটকয়েন থেকে বেশি জনপ্রিয় এ সম্পর্কে আমি খুব একটা জানিনা। তোর সেই কয়েন গুলির লিস্ট যদি একটু দিয়ে দেন তাহলে অনেক খুশি হতাম।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Jackson on November 18, 2020, 08:20:43 PM
এটি নিঃসন্দেহে বলা যায় বিটকয়েন|ক্রিপ্টোকারেন্সি জগতে বিটকয়েনের জনপ্রিয়তায় সবচেয়ে বেশি|বিটকয়েনের প্রচলন বিশ্বের অনেক দেশেই রয়েছে|ক্রিপ্টোকারেন্সি জগতে বিটকয়েন কে সকল কয়েনের রাজা বলা হয়|এখন পর্যন্ত মার্কেটে বিট কয়েনের মূল্য সবচেয়ে বেশি|এ জন্যই এটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে|
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Magepai on November 19, 2020, 01:22:55 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।

বর্তমানে সবথেকে জনপ্রিয় কয়েকটি হচ্ছে বিটকয়েন। বিটকয়েন পরে যে কয়টি রয়েছে সেটি হচ্ছে ইথারিয়াম।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Rain075 on November 19, 2020, 01:24:40 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি জগতে কয়েন সবচেয়ে জনপ্রিয়। সারা বিশ্বে এই বিটকয়েন সকলের কাছে খুবই জনপ্রিয়। এবং এই বিটকয়েনের ইনভেস্টর সবচেয়ে বেশি।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Magepai on November 19, 2020, 01:25:38 AM
আসলে আমরা ক্রিপ্টোকারেন্সি তে যারা কাজ করি এটা সবাই জানি যে বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সবথেকে জনপ্রিয়। এবং জনপ্রিয়তা ব্যাপক। এবং কি আমি মনে করি যে বর্তমানে বিটকয়েনের প্রাইস যে হারে বৃদ্ধি পাচ্ছে আসলে এর প্রাইস কতো টা হবে সেটা সময়ই বলে দেবে।

আপনার সাথে আমি পুরোপুরি একমত ব্রো। বিটকয়েনের প্রাইস অল্পদিনেই এতটা বৃদ্ধি পাবে সেটা কখনোই ধারণা করতে পারিনি।কিন্তু আমরা সবাই জানি বিটকয়েন হচ্ছে সবথেকে জনপ্রিয় একটি কয়েন।এবং এর পরের স্থান দখল করে রয়েছে যে কয়টি সেটি সম্পর্কে আমরা জানি সে কয়টি হচ্ছে ইথেরিয়াম। আসলেই দুটি কয়েন কি আমরা তীব্র দুনিয়ায় সেরা হিসেবে বিবেচনা করে থাকি।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Chita76 on November 19, 2020, 02:31:34 AM
আমরা সাধারণত দুইটা কয়েন বেশি জনপ্রিয় দেখি তার মধ্যে একটা হলো বিটকয়েন এবং অন্যটা ইথিরিয়াম কয়েন। দুইটা কয়েন এর মধ্যে সবচেয়ে বেশি হল বিটকয়েন জনপ্রিয়তা পৃথিবীর প্রায় সকল দেশেই এ কয়েন এর ব্যবহার বা জনপ্রিয়তা রয়েছে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Chita76 on November 19, 2020, 02:34:18 AM
নিশ্চয়ই বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিটকয়েনকে মাদার অফ অল ক্রিপ্টোকারেন্সি বলা হয় এজন্য আর হয়ত বলে বুঝানো লাগবে না যে মায়ের সাথে সন্তানের তুলনা চলে না। বিটকয়েন সেরা এর জনপ্রিয়তা আকাশচুম্বি এবং এর সাথে প্রতিযোগিতা করার মত কোন ক্রিপ্টোকারেন্সি এখনো পযন্ত কেউ গড়ে ওড়েনি একথা চোখ বন্ধ করে বলতে পারি।
হ্যা আপনি ঠিক বলেছেন বেশির ভাগ সাধারন মানুষ বিটকয়েন কেউ বেশি ভালবাসে। এর পরেও অনেক কয়েন আছে যা অনেকেই বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। বিশেষ করে যারা ট্রেডার আছেন তারা এই বিষয়ে ভাল বোঝেন। বিটকয়েন এর কিন্তু প্রাইস মুভমেন্ট বেশি হয় না। যেটা অন্য কয়েন গুলোতে হয়ে থাকে। তাই বিটকয়েন বাদেও বেশ কিছু কয়েন আছে যা অথ্যাধিক জনপ্রিয়।

আপনি ঠিকই বলেছেন বিটকয়েন যারা ভালবাসে তাদের সাপোর্টার বেশি এবং ইথিরিয়াম এরকম আমরা সাধারণত এই দুটি প্রাণী বেশি জনপ্রিয় দেখি। তবে ভবিষ্যতে এ ধরনের বিরত থাকবে বেশি বলে আমি মনে করি।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Apower$ on November 19, 2020, 02:40:30 AM
একথাটা একজন বাচ্চাকেও বললে সে বলবে বিটকয়েন। আমরা তো দূরের কথা। বিটকয়েনের ধারে কাছে কোন কয়েন নেই তাই জনপ্রিয়তায় হোক, মার্কেটক্যাপিটালে হোক। তবে ওয়ালেট ব্যাবহারে বিটকয়েনের চেয়ে ইথারিয়াম ওয়ালেট বা ইআরসি২০ ওয়ালেট বেশি ব্যবহৃত হয়, তবে জনপ্রিয়তার দিক থেকে বলবোনা।

ভাই পোস্টগুলো মানসম্মত করুন। আপনি সিনিয়র মেম্বার অথচ পোস্ট দেখলে নিউবি মনে হচ্ছে যা আমাদের সিনিয়রদেও কাছে খারাপ লাগছে। ৪০০ একটিভিটি হয়ে গেছে এখনও এরকম পোস্ট হচ্ছে কেন আপনার দ্বারা।

আপনি একদম ঠিক বলেছেন ভাই আমি আপনার সাথে সহমত পোষণ করছি। আমাদের এখানে যদি সিনিয়র ভাইরা যদি এরকম পোস্ট করেন তাহলে আমাদের মত সাধারণ জুনিয়র মেম্বাররা কি করবে।আমরা আশা করব ভবিষ্যতে আরও উন্নতমানের পোস্ট করবেন ইনশাল্লাহ।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Crypto_Somrat on November 19, 2020, 03:04:23 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন এটা মোটামুটি সবারই জানা। জনপ্রিয়তার দিক থেকে প্রথম স্থান অর্জন করে আছে বিটকয়েন এবং বিটকয়েনের পরেই ইথেরিয়াম এর অবস্থান।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Kangaro45 on November 19, 2020, 05:53:31 PM
সবাই চোখ বন্ধ করে বলে দেবে বিটকয়েন হচ্ছে সবচেয়ে জনপ্রিয়।তবে ওয়ালেটের দিক থেকে বেশি ব্যবহৃত হয় ইথেরিয়াম কিন্তু জনপ্রিয়তার দিক থেকে নয়।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Sasa on November 25, 2020, 06:49:53 AM
সকল ক্রিপ্টোকারেন্সি সবথেকে জনপ্রিয় যে মুদ্রাটি সেটা হল বিটকয়েন আমরা মূলত দুটি মুদ্রাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে সেটি হলো প্রথম বিটকয়েন দ্বিতীয় ইথেরিয়াম বিটকয়েন কে বলা হয় সকল মুদ্রার রাজা এবং ইথেরিয়াম কে বলা হয় সকল মুদ্রার রানী মুদ্রা তাই আমি বলব যে বিটকয়েন এই হল ক্রিপ্টোকারেন্সি এর সব থেকে দামি মুদ্রা বা জনপ্রিয় মুদ্রা
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Cristiano on November 25, 2020, 10:12:15 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় জন্মগ্রহণ কয়েন হচ্ছে বিটকয়েন। বিটকয়েনের চাহিদা দিন দিন বেড়েই চলছে। বিটকয়েন কে কিপ্ত কারেন্সির রাজা বলা হয়।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Linda78 on November 25, 2020, 10:47:50 AM
বর্তমানে বিটকয়েনের মূল্য সবচেয়ে বেশি এই কথাটা যে কোন বাচ্চাকে জিজ্ঞেস করলে সে বাচ্চাটা উত্তর দিতে পারবে। বর্তমানে বিটকয়েন হচ্ছে মুদ্রার রাজা। এর জনপ্রিয়তা সবথেকে বেশি ।তাই বিটকয়েন এক নম্বর স্থানে অবস্থান করছে। ক্রিপ্টোকারেন্সি সবথেকে দামি মুদ্রা হচ্ছে বিটকয়েন। বিটকয়েনের ইনভেস্টর সবথেকে বেশি।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Bony11 on November 25, 2020, 12:03:31 PM
ক্রিপ্টোকারেন্সি জগতে বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় কয়েনটি হলো বিটকয়েন। বিটকয়েনকে মাদার অফ অল ক্রিপ্টোকারেন্সি বলা হয়। । বিটকয়েন সেরা এর জনপ্রিয়তা আকাশচুম্বি এবং এর সাথে প্রতিযোগিতা করার মত কোন ক্রিপ্টোকারেন্সি এখনো পযন্ত কেউ গড়ে ওড়েনি একথা চোখ বন্ধ করে বলতে পারি। তাই বিটকয়েন সাথে অন্য কোন কোয়েনের সাথে তুলনা করা যায় না।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Primo1760 on November 25, 2020, 02:13:59 PM
আমরা যারা জুনিয়র মেম্বার আছি তারা যদি সিনিয়র মেম্বার দের কাছ থেকে কিছু শিখতে না পারি তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। সিনিয়ররা যত ভালো ভালো পোস্ট করবে জুনিয়র মেম্বাররা তা দেখে সেটাই শিখবে। তাই সিনিয়র মেম্বারদের অনুরোধ করে বলছি আপনারা ভালো ভালো পোস্ট করুন। যাতে আমরা কিছু শিখতে পারি।
সারাক্ষণই সবার কমেন্ট পড়লাম। সবার কমেন্ট গুলো পড়ে দেখতে পারলাম যে সবাই বলছে যে কেমন পোস্ট করেছে।পোষ্টের গুণগত মান ভালো হয়নি পোস্ট থেকে কিছু শিখতে পারছি না আরো অনেক কিছু।কিন্তু কেউ চিন্তা করিনা একটা মানুষের সব থেকেই সব কিছু শেখা যায় না।কিছু কিছু ব্যাপার গুলো আমরা নরমালি নেয়ার চেষ্টা করি না।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Halkpro on November 25, 2020, 04:42:51 PM
এ কথা সহজ ভাবেই বলা যায় কারন এখন বিট কয়েন এর উপর আর কোনো কয়েন নেই আর হবেও না।  আমার যতটুকু মনে হয়।টোকেন হতে পারে বিটকয়েন এর দাম এর থেকে বেশি কিন্তু সেটা বেশি দিন টিকে না। কিন্তু আমার মতে বিটকয়েন এর উপর কোনো কয়েন নাই। 
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Crypto_Somrat on November 25, 2020, 08:21:30 PM
সবাই চোখ বন্ধ করে বলে দেবে বিটকয়েন হচ্ছে সবচেয়ে জনপ্রিয়।তবে ওয়ালেটের দিক থেকে বেশি ব্যবহৃত হয় ইথেরিয়াম কিন্তু জনপ্রিয়তার দিক থেকে নয়।
জনপ্রিয়তার দিক থেকে বিটকয়েন সবার শীর্ষে রয়েছে এটা আমাদের সবার জানা। এবং বিটকয়েনের পরেই রয়েছে ইথেরিয়াম এর জনপ্রিয়তা। আপনি ঠিক বলেছেন ওয়ালেট ব্যবহার এর দিক থেকে চিন্তা করলে মাই ইথার ওয়ালেট এর ব্যবহার বেশি এবং জনপ্রিয়তা বেশি।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: kulkhan on November 25, 2020, 08:33:50 PM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
নিসন্দেহে বিটকয়েনের জনপ্রিয়তা অনেক বেশি। বিটকয়েনের সাথে পাল্লা দেওয়ার মত কোন ক্রিপ্টোকারেন্সির এখনো পর্যন্ত নাই। বিটকয়েনের মার্কেটক্যপ, এর ভলিউম অন্য প্রতিদ্বন্দ্বী কয়েনের থেকে কয়েক গুন বেশি। তবে বিটকয়েনের ওয়ালেট থেকে ইথারের ওয়ালেট ব্যবহার আবার বেশি তবে সব দিক বিবেচনা করে বলতে পারি বিটকয়েন হল সবচেয়ে বেশি জনপ্রিয়।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Lutera94 on November 25, 2020, 11:39:57 PM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
আসলে বিটকয়েন সব ক্রিপ্টোকারেন্সির রাজা তা বলার অপেক্ষা রাখেনা। এখনো পর্যন্ত কোন কারেন্সি বিটকয়েন  কে পরাজিত করতে পারেনি। বিটকয়েনের অবস্থান  প্রথম থেকেই ১ নম্বর আছে। পৃথীবিতে যত কয়েন আছে সব গুলো আবর্তিত হয়ে বিটকয়েন কে কেন্দ্র করে তাই বলাই যাই বিটকয়েন ইজ দ্যা বেষ্ট।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Crypto_Somrat on November 26, 2020, 05:10:46 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
ভাইয়া আপনি যদি প্রশ্ন করেন কোন ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা বেশি। তাহলে নির্দ্বিধায় সবাই বলবে বিটকয়েন কারণ বিটকয়েন হচ্ছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় একটি কয়েন। বিশ্বের প্রায় সকল মানুষ এই বিটকয়েন সম্পর্কে অবগত। এবং বিটকয়েনের পড়ে রয়েছে ইথেরিয়াম এর স্থান।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Crypto_Somrat on November 26, 2020, 07:13:23 AM
আমরা যারা জুনিয়র মেম্বার আছি তারা যদি সিনিয়র মেম্বার দের কাছ থেকে কিছু শিখতে না পারি তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। সিনিয়ররা যত ভালো ভালো পোস্ট করবে জুনিয়র মেম্বাররা তা দেখে সেটাই শিখবে। তাই সিনিয়র মেম্বারদের অনুরোধ করে বলছি আপনারা ভালো ভালো পোস্ট করুন। যাতে আমরা কিছু শিখতে পারি।
আপনি ধৈর্য ধরে ফোরামের সময় দিন। এই ফোরামে প্রতিনিয়ত আমাদের সিনিয়র ভাইরা আমাদের জুনিয়র দের জন্য শিক্ষামূলক পোস্ট করেই যাচ্ছেন। আমি বলব আপনারা দয়া করে ফোরামে সময় দিন এবং ফোরামের পোস্টগুলো ভাল করে পড়ুন তাহলে আপনি মোটামুটি অনেক কিছুই বুঝে ফেলবেন।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Tamsialu$$ on November 26, 2020, 12:50:41 PM
আমি সঠিক বলতে পারলাম না কোন ক্রিপ্টোকারেন্সি সবথেকে বেশি জনপ্রিয়। অতএব সিনিয়র ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আসলে  সবথেকে বেশি জনপ্রিয়। সুন্দর ভাবে বুঝিয়ে দিবেন এই সম্পর্কে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Crypto_Somrat on November 26, 2020, 01:03:51 PM
আমি সঠিক বলতে পারলাম না কোন ক্রিপ্টোকারেন্সি সবথেকে বেশি জনপ্রিয়। অতএব সিনিয়র ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আসলে  সবথেকে বেশি জনপ্রিয়। সুন্দর ভাবে বুঝিয়ে দিবেন এই সম্পর্কে।
ভাই বিশ্বের সবথেকে জনপ্রিয় কয়েন হচ্ছে বিটকয়েন। সারা বিশ্বের প্রায় সকল মানুষ এই বিটকয়েন সম্পর্কে অবগত। বিটকয়েন ক্রিপ্টো কারেন্সি তে রাজ করতে এসেছি। আমার ধারণা বিটকয়েন সভার উপরে থাকবে। বিটকয়েন কে টপকে কোন কয়েন কে মার্কেটে টিকে থাকা আমার মনে হয় খুব টাফ ব্যাপার কিন্তু ক্রিপ্টোকারেন্সি তো সবই সম্ভব।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: XM8 on November 29, 2020, 06:34:16 PM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
নিঃসন্দেহে বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম সাধারণত সারা বিশ্বের মানুষ বিটকয়েন সম্পর্কে ভালোভাবেই জানেন। আমার মনে হয় বিটকয়েন তার জনপ্রিয়তা কোনদিনই হারাবেনা। তুমি বল এটার ক্ষেত্রে ইথেরিয়াম ওয়ালেট বেশি ব্যবহৃত হয়।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Ak600 on November 29, 2020, 07:29:29 PM
নিশ্চয়ই বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিটকয়েনকে মাদার অফ অল ক্রিপ্টোকারেন্সি বলা হয় এজন্য আর হয়ত বলে বুঝানো লাগবে না যে মায়ের সাথে সন্তানের তুলনা চলে না। বিটকয়েন সেরা এর জনপ্রিয়তা আকাশচুম্বি এবং এর সাথে প্রতিযোগিতা করার মত কোন ক্রিপ্টোকারেন্সি এখনো পযন্ত কেউ গড়ে ওড়েনি একথা চোখ বন্ধ করে বলতে পারি।
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য এবং আপনি সুন্দর একটি কথা বলেছে বিটকয়েন সেরা এর জনপ্রিয়তা আকাশচুম্বী এবং প্রতিযোগিতা করার মত কোন ক্রিপ্টোকারেন্সি নেই ভাই আপনি ঠিক বলেছেন ধন্যবাদ
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Monster5 on December 02, 2020, 05:38:55 PM
এটা আমরা সবাই জানি যে বিটকয়েন সবোচ্ছ জনপ্রিয়। আমরা জানি বিটকয়েনকে মার্দার অফ অল ক্রিপ্টোকারেন্সি বলা হয়।  তাই আমরা জানি বিটকয়েনের সাথে অন্য কোনো কয়েনের কোন ভাবেই তুলনা করা যায় না।       
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Fawpac2 on December 02, 2020, 05:43:57 PM
ক্রিপ্টোকারেন্সি জগতের সবচেয়ে বেশি জনপ্রিয় কয়েনটি হচ্ছে বিটকয়েন এবং ইথিরিয়াম।আমরা দেখেছি মার্কেট বৃদ্ধির সাথে সাথে কিন্তু বিটকয়েন এবং ইথিরিয়াম । আমরা দেখেছি এই সমস্ত কয়েন গুলো খুবই জনপ্রিয়। তাই ক্রিপ্টোকারেন্সি  জগতের সবচেয়ে জনপ্রিয় কয়েন হলো বিটকয়েন।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Pitter on December 02, 2020, 05:54:09 PM
আমরা সবাই জানি যে বিটকয়েন সবার সেরা তাই সেরাটিা বাদ দিয়ে তারপর থেকে আলোচনা করি কারন বিটকয়েন সম্পর্কে সবাই জানে। নতুন কিছু নিয়ে আলোচনা করলে বেশি ভাল হয়। এবার এখানে আমি ‍দুটি কয়েন এড করতে চাই একটি হল ইথেরিয়াম এবং অন্যটি হল লাইটকয়েন যা আমার কাছে বর্তমান সময়ে সেরা মনে হয়েছে। আপনার কোন টি?
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Rakin343 on December 02, 2020, 11:50:58 PM
আসলে ক্রিপ্টোকারেন্সি তো অনেকগুলা কয়েন রয়েছে। এরমধ্যে দু একটা কয়েন রয়েছে যেগুলো ক্রিপ্টো মার্কেটে সবচেয়ে নামিদামি এবং জনপ্রিয়। যেমন বিটকয়েন ইথেরিয়াম লাইট কয়েন রিপল ইত্যাদি কয়েন সবচেয়ে বেশি নামিদামি এবং জনপ্রিয়। যেমন বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এক নম্বর পজিশনে রয়েছে তাই বিটকয়েনের সবচেয়ে সেরা এবং জনপ্রিয়।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Salauddin on December 03, 2020, 03:47:17 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।

ক্রিপ্টোকারেন্সি মুলত একটা সিস্টেমের নাম যেটার মাধ্যমে অনেক তোকেন বা কয়েন পরিচালিত হয়ে থাকে । এক কথাই বলতে গেলে ক্রিপ্টোকারেন্সি সিস্তেমের মাধ্যমে বিটকয়েন সহ যতো কয়েন বা টোকেন আছে সবকিছুই পরিচালিত হতে থাকে ।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Maxtel on December 03, 2020, 06:49:27 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
। 


ক্রিপ্টোকারেন্সি সিস্টেমের মধ্যে অনেকগুলো ভালো ভালো কয়েন রয়েছে। বিটকয়েন ইথেরিয়াম লাইট কয়েন ইত্যাদি অন্যতম। এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কয়েন হচ্ছে বিটকয়েন যেটা সর্বজনস্বীকৃত ।বিটকয়েন কে ক্রিপ্টোকারেন্সি রাজা বলা হয়। এরপরে অবস্থান ইথারিয়াম এর।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Salauddin on December 03, 2020, 07:02:58 AM
ক্রিপ্টোকারেন্সি তে সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে বিটকইয়েন আর বিটকয়েন হলো যে ক্রিপ্টো কারেন্সির সবথেকে বড় এক্টা বা প্রধান কয়েন আর আমার জানামতে বিটক্যেন ই হলো সবথেকে পপুলার কয়েম্ন বা টোকেন।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Churphans on December 03, 2020, 07:05:47 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
অবশ্যই বিটকয়েন সকল কয়েনের রাজা।বিটকয়েন কে ভবিষ্যতের গ্লোবাল কয়েন হিসেবে আমরা সকলেই দেখতে চাই।সারা বিশ্বের সকল দেশ একসাথে যখন বিটকয়েন কে গ্রহণ করবে তখন এটি নাম্বার ওয়ান গ্লোবাল কয়েন হিসেবে স্বীকৃতি পাবে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Churphans on December 03, 2020, 07:07:29 AM
একথাটা একজন বাচ্চাকেও বললে সে বলবে বিটকয়েন। আমরা তো দূরের কথা। বিটকয়েনের ধারে কাছে কোন কয়েন নেই তাই জনপ্রিয়তায় হোক, মার্কেটক্যাপিটালে হোক। তবে ওয়ালেট ব্যাবহারে বিটকয়েনের চেয়ে ইথারিয়াম ওয়ালেট বা ইআরসি২০ ওয়ালেট বেশি ব্যবহৃত হয়, তবে জনপ্রিয়তার দিক থেকে বলবোনা।

ভাই পোস্টগুলো মানসম্মত করুন। আপনি সিনিয়র মেম্বার অথচ পোস্ট দেখলে নিউবি মনে হচ্ছে যা আমাদের সিনিয়রদেও কাছে খারাপ লাগছে। ৪০০ একটিভিটি হয়ে গেছে এখনও এরকম পোস্ট হচ্ছে কেন আপনার দ্বারা।
ভাই এখানে প্রতিদিন অনেক নতুন নতুন নিউবী জুনিয়র মেম্বার আসে তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আপনি লিজেন্ডারি তাতে কি যারা নতুন তাদের জন্য তো উপযোগী। তাই পোস্টে এরকম কমেন্ট আপনার মত লিজেন্ডারি কাছ থেকে কেউ আশা করে না।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Salauddin on December 03, 2020, 07:32:44 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
অবশ্যই বিটকয়েন সকল কয়েনের রাজা।বিটকয়েন কে ভবিষ্যতের গ্লোবাল কয়েন হিসেবে আমরা সকলেই দেখতে চাই।সারা বিশ্বের সকল দেশ একসাথে যখন বিটকয়েন কে গ্রহণ করবে তখন এটি নাম্বার ওয়ান গ্লোবাল কয়েন হিসেবে স্বীকৃতি পাবে।

বর্ত্মানে বিতকয়েন আসলে সকল কয়েনের রাজা এখন এক প্রকার গ্লোবাল কয়েন বললেই চলে কারন বিটকয়েন দিয়ে অনেক কিছুতেই পেমেন্ট করা যায় এবং অনেক কিছুই কেনাকাটা করা যায়।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Herry on December 04, 2020, 09:41:12 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
ভাই আমরা আপনার কাছ থেকে এই রকম নিম্নমানের টপিক আশা করিনি আপনি এই ফোরামের একজন সিনিয়র ভাই হিসাবে এরকম Noob মত টপিক তৈরি করবেন এটাকেও ভাবতেও পারেনি একজন বাচ্চা কেউ যদি বলা হয় যে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি কোনটি সেও বলতে পারবে কেননা ছোট-বড় সবাই জানে যে বিটকয়েন হলো সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো মুদ্রা
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Bony11 on December 04, 2020, 10:06:17 AM
জুনিয়ররা সবসময় সিনিয়রদের কাছ থেকে শিখবে এটাই নিয়ম। কিন্তু সেই সিনিয়র ভাই হয়ে আপনারা যদি এরকম লো কলেটির পোস্ট দেন তাহলে আমরা কাদের থেকে শিখব। আশা করি পরবর্তীতে এর থেকে ভালো মানের পোস্ট করবেন যা থেকে আমরা জুনিয়ররা অনেক কিছু শিখতে পারি।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Ricky on December 04, 2020, 11:14:38 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
ভাই আমার জানা মতে সবচেয়ে বেশি জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন। এবং তার পরে রয়েছে ইথেরিয়াম। জনপ্রিয়তার দিক থেকে চিন্তা করলে বিটকয়েন কেই প্রথম রাখা হয়। তারপর আপনি জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি গুলো দেখতে চাইলে কয়েন মার্কেট ডটকম ভিজিট করতে পারেন।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Cristiano on December 04, 2020, 11:24:04 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়। এটা যদি একটা 8 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করা হয় তাহলে সে নিজেই বলবে যে বিটকয়েন। বিটকয়েন কে কিপটে কারেন্সি রাজা বলা হয়।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Salauddin on December 04, 2020, 12:10:35 PM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়। এটা যদি একটা 8 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করা হয় তাহলে সে নিজেই বলবে যে বিটকয়েন। বিটকয়েন কে কিপটে কারেন্সি রাজা বলা হয়।

 আসলে ভাই গুগলে সার্স দেবার মতো ধৈর্য এনাএর নাই, তাছারা এই ধরনের পোস্ট এনারা করতোনা ।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: XM8 on December 04, 2020, 01:19:56 PM
ভাইয়া আপনি এখানে যে টপিক নিয়ে আলোচনা করেছেন যে কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়। আমার মনে হয় ক্রিপ্টো রিলেটেড যত মেম্বার আছে তাদের যে কাউকে জিজ্ঞেস করা হলে তারা বলবে যে বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি। কারন বিশ্বব্যাপি বিটকয়েন এর জনপ্রিয়তা অনেক। দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Bony11 on December 04, 2020, 04:05:13 PM
একথাটা একজন বাচ্চাকেও বললে সে বলবে বিটকয়েন। আমরা তো দূরের কথা। বিটকয়েনের ধারে কাছে কোন কয়েন নেই তাই জনপ্রিয়তায় হোক, মার্কেটক্যাপিটালে হোক। তবে ওয়ালেট ব্যাবহারে বিটকয়েনের চেয়ে ইথারিয়াম ওয়ালেট বা ইআরসি২০ ওয়ালেট বেশি ব্যবহৃত হয়, তবে জনপ্রিয়তার দিক থেকে বলবোনা।

ভাই পোস্টগুলো মানসম্মত করুন। আপনি সিনিয়র মেম্বার অথচ পোস্ট দেখলে নিউবি মনে হচ্ছে যা আমাদের সিনিয়রদেও কাছে খারাপ লাগছে। ৪০০ একটিভিটি হয়ে গেছে এখনও এরকম পোস্ট হচ্ছে কেন আপনার দ্বারা।
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন। আমি আপনার সাথে একমত। ক্রিপ্টোকারেন্সির জগতে বিটকয়েন সেরা। বিটকয়েনের জনপ্রিয়তা অনেক এবং এর জনপ্রিয়তা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি জগতে এক নম্বর স্থানে আছে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Trumpet on December 04, 2020, 04:07:29 PM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
আমি এই ফোরামের অনেক জুনিয়র মেম্বারতারপর এই ফোরামের সিনিয়র ভাইদের পোস্ট পড়ে যতদূর জানতে পেরেছি সেই জ্ঞান থেকে আমার মনে হয় বিটকয়েন এবং ইথিরিয়াম কয়েন ক্রিপ্টোকারেন্সি এর সবচেয়ে জনপ্রিয়।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: ranaprime on December 04, 2020, 05:24:15 PM
আমার মনে হয় আজ কাল যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছে বা এর সাথে কোন ভাবে সম্পৃক্ত তারা প্রত্যেকেই জানে যে কোন ক্রিপ্টোকারেন্সি বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। বিটকয়েন যেমন ‍ক্রিপ্টো জগতে সবচেযে পুরাতন কয়েন হিসেবে নিজেকে স্থান দিয়েছে তেমনি এর জনপ্রিয়তার দিক থেকেও এটি এক নম্বরেই আছে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Blue_sea on December 04, 2020, 06:13:42 PM
প্রশ্নটি খুব একটা ভাল হয়নি কাজেই একটু চেস্টা করবেন কিভাবে এটিকে ভাল করা যায়। আপনার উত্তর সবার কাছেই জানা। তাই দয়া করে নুতন কিছু করার চেস্টা করুন।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Monster5 on December 05, 2020, 02:07:53 AM
ভাইয়া আপনি এখানে যে টপিক নিয়ে আলোচনা করেছেন যে কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়। আমার মনে হয় ক্রিপ্টো রিলেটেড যত মেম্বার আছে তাদের যে কাউকে জিজ্ঞেস করা হলে তারা বলবে যে বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি। কারন বিশ্বব্যাপি বিটকয়েন এর জনপ্রিয়তা অনেক। দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই এই ধরনের পোস্ট সবাই যাকে জিজ্ঞেস করা হবে সে বলতে পারবে সেহেতু আমরা এত নিম্নমানের পোস্ট করব না। আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Magepai on December 12, 2020, 02:08:58 AM
আমার মনে হয় আজ কাল যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছে বা এর সাথে কোন ভাবে সম্পৃক্ত তারা প্রত্যেকেই জানে যে কোন ক্রিপ্টোকারেন্সি বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। বিটকয়েন যেমন ‍ক্রিপ্টো জগতে সবচেযে পুরাতন কয়েন হিসেবে নিজেকে স্থান দিয়েছে তেমনি এর জনপ্রিয়তার দিক থেকেও এটি এক নম্বরেই আছে।

হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়তা সবথেকে উপরে রয়েছে বর্তমান সময়ে। আরে ভাই যে প্রশ্নটা করতে চেয়েছিল আমি মনে করেছি হয়তো লিখতে চেয়েছিল ক্রিপ্টোকারেন্সি যত কয়েন টার মূল্য সব থেকে বেশি এবং জনপ্রিয়। এরপর থেকে আপনি যে টপিকগুলো তৈরি করবেন দয়া করে আরেকটু ভালো মানের পোস্ট দিবেন।এবং আমি বলব যে বিটকয়েন হচ্ছে সবথেকে জনপ্রিয় একটি কয়েন এবং এর প্রাইস এর দিক দিয়েও এটি সবথেকে বেশি।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Salauddin on December 12, 2020, 05:05:19 AM
আমি মনে করি যে ক্রিপ্টো কারেন্সিতে সবথেকে বেশী পপুলার হচ্ছে বিটকয়েন এর পরেই অবস্থান করে ইথারিয়াম আর এর আগে বা পরে অন্য কোনো বেশ কিছু কয়েন বা টোকেন আছে জেগুলা অনেক সময় চেস্টা করে কিন্তু ইথারিয়াম এর সাথে উঠে পারেনা।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Magepai on December 15, 2020, 03:12:34 PM
আমি মনে করি যে ক্রিপ্টো কারেন্সিতে সবথেকে বেশী পপুলার হচ্ছে বিটকয়েন এর পরেই অবস্থান করে ইথারিয়াম আর এর আগে বা পরে অন্য কোনো বেশ কিছু কয়েন বা টোকেন আছে জেগুলা অনেক সময় চেস্টা করে কিন্তু ইথারিয়াম এর সাথে উঠে পারেনা।

ক্রিপ্টোকারেন্সি রে আমরা যারা কাজ করছি সবাই কিন্তু জানি বিটকয়েনের অবস্থান হচ্ছে সবার উপরে এবং তার পরের স্থান হচ্ছে ইথারিয়াম এর। বিটকয়েনের সাথে পাল্লা দিয়ে আসলে কোন কয়েন টিকে থাকতে পারবে না। এজন্য আমরা বিটকয়েন কে সকল কয়েনের রাজা হিসেবে উল্লেখ করে থাকে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Mrkadir85 on December 15, 2020, 03:31:13 PM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
.   



আমরা সকলে জানি বিটকয়েন হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় বিটকয়েনের প্রতিদ্বন্দ্বী কোন কয়েন এখনও তৈরি হয়নি। বিটকয়েনের দাম অন্য যেকোনো কয়েন এর চেয়ে অনেক বেশি দিন দিন এর জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Angel jara on December 15, 2020, 04:04:29 PM
বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি সবচাইতে বেশি জনপ্রিয়। বিটকয়েন সারা পৃথিবীতে সাড়া ফেলে দিয়েছে। বাচ্চারাও বিটকয়েন সম্পর্কেও অনেক কিছু জ্ঞান লাভ করেছেন আর আমাদের কথা বাতি রইল। ক্রিপ্টোকারেন্সি লিস্ট করতে গেলে বিটকয়েন কে প্রথম স্থান দিয়েই লিস্ট করতে হবে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: mahid on December 15, 2020, 05:17:18 PM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
ক্রিপ্টোকাারেন্সি বর্তমানে বহুল আলোচিত বিষয়। বিশ্বে বর্তমানে 5000 এর মত ক্রিপ্টোকারেন্সি আছে এবং প্রতিদিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে যত কয়েন ই থাকুক বা আসুক না কেন কিছু কয়েন সারা জীবনই ভাল জায়গা ধরে রাখবে। সেই সব কয়েনের মধ্যে অন্যতম হল বিটকয়েন এবং ইথারিয়াম, লাইটকয়েন এবং এক্স আর পি।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Ricky on December 15, 2020, 07:59:58 PM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
ভাই জনপ্রিয়তার দিক থেকে প্রথম রয়েছে বিটকয়েন। বিটকয়েন কে ক্রিপ্টোকারেন্সি জগতের রাজা বলা হয়। সারা বিশ্বে প্রায় পাঁচ হাজারের উপরে ক্রিপ্টোকারেন্সি রয়েছে তারমধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এই বিটকয়েন। সারা বিশ্বের প্রায় সকল মানুষ এই বিটকয়েন সম্পর্কে কমবেশি অবগত।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Pitter on December 15, 2020, 08:39:02 PM
বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয় এই গ্রহে। তার পরের অর্থাৎ দ্বিতীয় অবস্থানে আছে ইথারিয়াম । বিটকয়েন এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে চলেছে যা আকাশ চুম্বী হয়ে যাবে ।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Damrai5$ on December 15, 2020, 11:11:26 PM
এটা কি রকম প্রশ্ন হল কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়।আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে আছি এবং কাজ করছি সবাই তো জানি বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মধ্যে সবথেকে জনপ্রিয়। এবং ইথারিয়াম হচ্ছে পরবর্তী জনপ্রিয় প্ল্যাটফর্ম।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Damrai5$ on December 15, 2020, 11:14:10 PM
বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয় এই গ্রহে। তার পরের অর্থাৎ দ্বিতীয় অবস্থানে আছে ইথারিয়াম । বিটকয়েন এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে চলেছে যা আকাশ চুম্বী হয়ে যাবে ।

ক্রিপ্টোকারেন্সি জগতে বিটকয়েন সবথেকে জনপ্রিয়।এবং পরবর্তী জনপ্রিয় প্লাটফরমটি হচ্ছে ইথারিয়াম বিটকয়েন এর জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি সবথেকে বৃদ্ধি পাচ্ছে। এগুলোর প্রাইজ সামনের দিনগুলোতে আরো বৃদ্ধি পাবে সেটা লক্ষ্য করা যাচ্ছে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Rony on December 16, 2020, 04:56:32 PM
বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে বেশি জনপ্রিয়। ক্রিপ্টোকারেন্সি জগতে দ্বিতীয় নাম্বারে আছে ইথেরিয়াম। বিটকয়েনের দাম যে পরিমাণ বাড়ছে তেমনি বিটকয়েন ব্যবহারকারীর সংখ্যাও বাড়ছে। বিটকয়েনের নাম সবাই শুনছে। বাচ্চারাও বিটকয়েন সম্পর্কে অনেক জ্ঞান ধারণ করেছে। বিটকয়েন সর্বশ্রেষ্ঠ কয়েন।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Cz Rock on December 17, 2020, 08:01:33 AM
 বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়। এখনকার ছোট বাচ্চারা ও এই বিটকয়েন সম্পর্কে জ্ঞান ধারণ করেছে। এই কারণেই বিটকয়েন কে কয়েনের রাজা বলা হয়। বিটকয়েনের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে । বিটকয়েনের পড়ে অবস্থান করছে ইথেরিয়াম।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Bitrab on December 17, 2020, 08:49:02 AM
বাজারে টপ দশের মধ্যে যে কয়েন গুলো রয়েছে, বেশিরভাগ কয়েন জনপ্রিয়। যেমন বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন, ডগি কয়েন, রিপিল কয়েন ইত্যাদি অনেক বেশি জনপ্রিয়। তবে পলকা ডট বাজারে অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Azharul on February 19, 2021, 12:32:03 PM
বিটকয়েনের জনপ্রিয়তা সারা বিশ্বে সবচেয়ে বেশি। কয়েনের জগতের রাজা বলা হয় বিটকয়েন কে। বিশ্বে বিটকয়েনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।বিটকয়েনের দাম যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হয় কোনো এক সময় এটি সোনার স্থান দখল করতে পারে। তাই আমরা বলতে পারি ক্রিপ্টো জগতে বিটকয়েন সর্বশ্রেষ্ঠ কয়েন।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: bmw1 on February 19, 2021, 12:55:41 PM
ক্রিপ্টোকারেন্সি তে সবচেয়ে জনপ্রিয় টোকেন হচ্ছে বিটকয়েন। বিটকয়েন হল ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে মূল্যবান এবং দামি একটি টোকেন। বিটকয়েন সবচাইতে বেশি ব্যবহৃত হয় এজন্য বিটকয়েন এর জনপ্রিয়তা অনেক বেশি। যদি কেউ বিটকয়েন হোল্ড করে বা বিনিয়োগ করে তাহলে সবচাইতে বেশি প্রফিট পাবে কারণ বিটকয়েন  এর দাম সবচেয়ে বেশি এবং এর দাম ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। শুধু তাই নয় বিশ্বের ধনী ধনী ব্যক্তিরা বিটকয়েন কে পছন্দ করে বিশেষ করে এর জন্যই বিটকয়েনের জনপ্রিয়তা অনেক বেশি।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Newron on February 20, 2021, 02:50:21 PM
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় মার্কেটপ্লেস ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে সমগ্র দেশের সাথে সংযুক্ত আছে। অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি যেমন বৈধতা আছে তেমনি আমার অবৈধ দেশগুলো ক্রিপ্টোকারেন্সি মার্কেট এর সাথে সংযুক্ত আছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কারেন্সিগুলো লেনদেন করার সময় কোন পরিচয় লেখা লাগেনা এর জন্য পরিচয় গোপন রেখে লেনদেন করা যায়।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Sonjoy on February 21, 2021, 07:31:45 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
সন্দেহে বিটকয়েনের দেখে অন্য কোন পয়েন্ট জনপ্রিয়তা বেশি হতে পারে না কারণ বিটকয়েন 10 12 বছর ধরে বিটকয়েন শীর্ষস্থান দখল করে আছে এবং থাকবে চিরকাল
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Dark Knight on February 21, 2021, 09:26:55 AM
বর্তমানে মার্কেটে সবচেয়ে জনপ্রিয় কয়েন তথা সবথেকে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হলো বিটকয়েন। এ কথা সবারই জানা আছে। বিটকয়েন হলো সবথেকে জনপ্রিয় ও দামি একটি কয়েন। এটি ইতোমধ্যে সারাবিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক দেশে বিটকয়েন কে বৈধ ঘোষণা করা হয়েছে। তাই বলা যায় সময়ের সবচেয়ে জনপ্রিয় কয়েন হলো বিটকয়েন।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: sky20 on February 21, 2021, 12:47:33 PM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয় তা বলা খুবই সহজ। কারন ক্রিপ্টো মার্কেটে অনেক ক্রিপ্টো আছে যেগুলো প্রায় ভাল অবস্থানে আছে। তবে বেশি ট্রেড এবং দাম এবং মানুষের চাহিদা দিক থেকে বলা যেতে পারে বিটকয়েনের জনপ্রিয়তা বেশি।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: AlviNess on February 21, 2021, 03:34:01 PM
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে বিটকয়েন।এমন কোনো মানুষ নেই যে বিটকয়েন সম্পর্কে কিছু জানে না। সকলেই বিটকয়েন সম্পর্কে জানে কম আর বেশি। কেউ ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানুক বা না জানুক বিটকয়েন সম্পর্কে সে অবশ্যই জানেন। তাই হয়তো এজন্যই বর্তমানে ক্রিপ্টোকারেন্সি জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Milon626 on March 06, 2021, 03:35:43 AM
ক্রিপ্টোকারেন্সিতে যুক্ত আছে এমন যে কোন ইউজারকে এই প্রশ্নটি করলে সবাই একই উত্তর দেবে, বিটকয়েন।  জনপ্রিয়তা বলেন আর প্রাইস-ই বলেন, সব দিক থেকেই বিটকয়েন ক্রিপ্টোকারেন্সিতে সেরা।  এর কোন প্রতিদ্বন্দ্বী কয়েন এখনো বাজারে আসেনি, আর কখনো আসবে বলে মনেও হয় না।                   
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: raisajahan on March 06, 2021, 04:08:26 AM
চলুন কিছু সময়ের জন্য আমরা বাচ্চা সেযে বলি ক্রিপ্টোকারেন্সি মার্কেট এ বিটকয়েন সবচেয়ে বেশি জনপ্রিয়।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Rothi roy on March 06, 2021, 04:13:00 AM
বর্তমানে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হল বিটকয়েন। বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি প্রথম অবস্থানে আছে এবং এই বিটকয়েনকে ক্রিপ্টোকারেন্সির রাজা বলা হয়। রাজা বলতে আসলে আমরা যেমন কোন রাজ্যের প্রধান কে বুঝি ঠিক তেমনি ক্রিপ্টোকারেন্সির রাজা বলতে আমরা বিটকয়েনকে বুঝি। বিটকয়েনের বর্তমান বাজার মূল্য প্রায় 4800$ । বিটকয়েনে বিনিয়োগকারী সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: saidul2105 on March 06, 2021, 04:59:36 PM
ক্রিপ্টোকারেন্সির জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যতো গুলো কয়েন ক্রিপ্টোতে যোগ হয়েছে তার মধ্যে বিটকয়েন সেরা এবং সর্বাধিক জনপ্রিয় একটি কয়েন।  বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সির জগতে সকল কয়েনের রাজা, এর আশেপাশেও কোন কয়েনের অবস্থান নেই।  আমার মনে হয় যতো দিন ক্রিপ্টোকারেন্সির অস্তিত্ব টিকে থাকবে ততো দিনই বিটকয়েনের রাজত্ব চলবে।                                                 
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Goldlife on March 06, 2021, 05:25:49 PM
এমন একটা কোশ্চেন করলেন। যা ক্রিপ্ট সম্পর্কে যার একটু ধারণা আছে সে ও জানে। ক্রিপ্ট মানেই বিটিচি। বিটিচি হলো সকল কয়েনের মাবাবা :P
তবে ইথার এর জনপ্রিয়তা ও অনেক। বিএনবি যে ক্রন সময় ভালো ভাবে মাথা নাড়া ছাড়া দিয়ে উঠবে।

ভাই আমার কথা আপনি কিছু মনে করবে না কারণ আপনি আপনার পক্ষের প্রতি যত্নশীল হচ্ছেন না কিন্তু আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন আপনার পোস্টে অনেকগুলো বানান ভুল আছে সো আপনি সংশোধন করে নিন দয়া করে অন্য ভাবে নেবেন না ধন্যবাদ।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Clearman on March 06, 2021, 05:26:42 PM
বর্তমানে বিশ্ব এখন দিন যাচ্ছে এগিয়ে যাচ্ছে মানুষ আস্তে আস্তে আধুনিক যুগে দিকে অগ্রসর হচ্ছে। তাই মানুষ আস্তে আস্তে ক্রিপ্টোকারেন্সি নির্ভর হচ্ছে যেদিন যাবে আরো মানুষ ক্রিপ্টোকারেন্সি দিকে এগিয়ে যেতে। এক সময় বাংলাদেশের সব মানুষ ক্রিপ্টো নির্ভর হয়ে পড়বে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: LazY on March 06, 2021, 05:44:13 PM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বাজারে বেশ কিছু পরিমাণ কয়েন রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কয়েন হলো বিটকয়েন।কারণ পুরো ক্রিপ্টোকারেন্সি জগতে এক নম্বর স্থান দখল করে রেখেছে বিটকয়েন। বিটকয়েন এর জনপ্রিয়তা সারা বিশ্বে রয়েছে। সারা বিশ্বের মানুষ বিটকয়েন সম্পর্কে হালকা কিছু হলেও জানে। যা অন্য কোন সম্পর্কে কিছুই জানেনা। ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে বেশি জনপ্রিয় কোন হলো বিটকয়েন।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Tubelight on March 20, 2021, 05:11:04 PM
ভাই আপনি কি বোঝাতে চেয়েছেন তা আমি কিছুই বুঝতে পারলাম না।তবে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি হয়তো জানতে চেয়েছেন ক্রিপ্টোকারেন্সি কোন কয়েন সবচেয়ে বেশি জনপ্রিয়। কোনো কিছু না ভেবেই যে কেউ বলবে ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে জনপ্রিয় কয়েন হচ্ছে বিটকয়েন।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Acifix on March 21, 2021, 12:42:25 AM
আপনি বোঝাতে চেয়েছেন যে কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়। আমি এই ফর্মে কিছুদিন ধরে আসছি। যার কারণে আমি বলতে পারলাম না কোন ক্রিপ্টোকারেন্সি অনেক জনপ্রিয়। আর যদি কোনো সিনিয়র মেম্বার থাকেন ।তাহলে অবশ্যই ভলবেন কোন ক্রিপ্টোকারেন্সি অনেক জনপ্রিয়।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: HeartBit143 on March 21, 2021, 06:06:59 AM
আপনার এই প্রশ্নের জবাবে নিঃসন্দেহে সবাই বিটকয়েনের নামই বলবে। কারণ ক্রিপ্টোতে বিটকয়েনই সকল কয়েনের সেরা। বিটকয়েন দাম ও জনপ্রিয়তার দিক থেকে সকল কয়েনের উপরে।  এর আশেপাশেও কোন কয়েনের অবস্থান নেই।                         
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Fighter on March 21, 2021, 07:21:30 AM
কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়? আসুন এই নিয়ে আমরা সকলে এখানে আলাপ-আলোচনা করি।
ভাই আমার কাছে মনে হয় বিটকয়েন নামক ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়। বিটকয়েন যে জনপ্রিয় সেটা কিন্তু সবাই জানে। ক্রিপ্টোকারেন্সির জন্মলগ্ন থেকে বিটকয়েন কিন্তু ক্রিপ্টোকারেন্সি তে সব থেকে জনপ্রিয়।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Password on March 21, 2021, 07:58:35 AM
আমার জানামতে ক্রিপ্টোকারেন্সি জগতে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে বিটকয়েন। কারণ বিটকয়েন সারা বিশ্বের মানুষ ব্যবহার করে আসছে। বিটকয়েন ব্যবহার করে মানুষ তার নিজের খরচ সহ পরিবারের সদস্যদের দায়িত্ব পালন করছে। এছাড়া যারা শিক্ষার্থী আছে তাদের পড়ালেখার পাশাপাশি নিজের খরচ চালিয়ে যেতে পারছে।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: David0 on March 21, 2021, 08:26:23 AM
বর্তমানে সারাবিশ্বে বিটকয়েনের প্রচলন দেশে এটা সবাই জানে। অন্যান্য কয়েনের চেয়ে বিটকয়েনের জনপ্রিয়তা সারা বিশ্বে সবচেয়ে বেশি। কয়েনের জগতের রাজা বলা হয় বিটকয়েন কে। বিশ্বে বিটকয়েনের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

ভালো মানসম্মত টপিক খুলুন যাতে করে জুনিয়র মেম্বার থেকে শুরু করে লেজেন্ডারি মেম্বার পর্যন্ত কিছু শিক্ষা পায়। জ্ঞান অর্জন করতে পারে। তা বাদ দিয়ে আপনি একদম লো-কোয়ালিটির টপিক খুলতেছেন। আপনার দ্বারা এগুলো মানায়না। আপনি একজন এস আর মেম্বার। আপনি একদম জুনিয়র মেম্বারদের মত পোস্ট করতাছেন। তাই নতুনরা পোস্ট পড়ে ভালো কিছু বুঝতে পারবে না।
Title: Re: কোন ক্রিপ্টোকারেন্সি বেশি জনপ্রিয়?
Post by: Acifix on March 22, 2021, 02:57:36 AM
ভাই আমার কাছে বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি অনেক বেশি জনপ্রিয়। কারণ বিটকয়েন এখন আমাদের কাছে অনেক জনপ্রিয়তা হয়ে উঠেছে। আরে বিটকয়েন তার নিজের দায়িত্ব পালন করছে। সেজন্যই আমার কাছে বিটকয়েন অনেক বেশি জনপ্রিয়।