Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on November 02, 2020, 01:40:54 PM

Title: মাল্টিপল একাউন্ট সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে
Post by: Nostoman on November 02, 2020, 01:40:54 PM
এখানে যতগুলা ইউজার রয়েছে বেশিরভাগই পুরাতন ইউজার। পুরাতন ইউজার রা মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করে না। কিন্তু বর্তমানে কিছু নতুন ইউজার মাল্টিপল একাউন্ট ব্যবহার করতে শুরু করেছে। তাদের PM দিয়ে বুঝানোর চেষ্টা করছি। তারপরেও তারা বাদ দিচ্ছে না। তাই যারা এধরনের ইউজার আছে তাদের দুটি একাউণ্ট বা একাধিক একাউন্ট কিন্তু বাতিল করা হবে। একাধিক একাউন্ট থাকলে একটি একাউন্ট ইউজ করুন। সো সাবধান হোন।
Title: Re: মাল্টিপল একাউন্ট সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে
Post by: Malam90 on November 02, 2020, 01:47:05 PM
বিষয়টা আমিও খেয়াল করছি। একটা আইডিই ব্যবহার করে সেটাকে বিল্ডআপ করা কঠিন সেখানে অবৈধভাবে মাল্টিপল একাউন্ট কেন করবে তারা, এতে তাদের কি যে ফায়দা হচ্ছে শুধু তারাই জানেন। মাল্টিপল আইডি যারা ব্যবহার করছে তাদের ৩ দিন সময় দেন। এর মধ্যে একটা আইডি রেখে অন্যগুলো ডিলিট করে দিতে এবং সেটাতে আর লগইন না করতে। যদি করে তাহলে তার উভয় আইডি রিপোর্ট করেন যাতে নষ্ট হয়ে যায়। এছাড়া আর উপায় দেখছিনা।
Title: Re: মাল্টিপল একাউন্ট সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে
Post by: Nostoman on November 02, 2020, 02:08:02 PM
বিষয়টা আমিও খেয়াল করছি। একটা আইডিই ব্যবহার করে সেটাকে বিল্ডআপ করা কঠিন সেখানে অবৈধভাবে মাল্টিপল একাউন্ট কেন করবে তারা, এতে তাদের কি যে ফায়দা হচ্ছে শুধু তারাই জানেন। মাল্টিপল আইডি যারা ব্যবহার করছে তাদের ৩ দিন সময় দেন। এর মধ্যে একটা আইডি রেখে অন্যগুলো ডিলিট করে দিতে এবং সেটাতে আর লগইন না করতে। যদি করে তাহলে তার উভয় আইডি রিপোর্ট করেন যাতে নষ্ট হয়ে যায়। এছাড়া আর উপায় দেখছিনা।
হ্যাঁ তাই করব। কয়েকবার সতর্ক করব। তারপরেও তারা যদি মাল্টিপল একাউন্ট ব্যবহার করে। তাহলে উভয় একাউন্ট নষ্ট করা হবে।
Title: Re: মাল্টিপল একাউন্ট সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে
Post by: Nostoman on November 03, 2020, 08:19:29 PM
আমাদের বাংলাদেশীরা সবচেয়ে বেশি মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করে। আজকেও একটি একাউন্ট স্টাইক করা হয়েছে। এরা ঠিক হবে কবে? আমি বুঝিনা, বারবার সতর্ক করার পরেও এ ধরনের ভুল তারা কেন করছে। চুরি করে অন্যজন পাহারা আমাকে দিতে হয়। বাঙালি ভাইয়েরা, সবাই আমার দেশ'র ভাই। আপনারা সবাই একটু সতর্ক হোন।