Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on November 03, 2020, 04:41:49 PM
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
-
ভাই দুঃখের কথা কি আর বলব আপনার সাথে আমার পুরোপুরি মিল আছে। আমি Trust wallet এর থেকে 6000 টকিং পেয়েছিলাম এবং সেই টকিং গলি 33 ডলার বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু কিছুদিন পরে দেখতে পেলাম যে টোকেন গুলি আমি 33 ডলার বিক্রি করে দিয়েছিলাম সেই 33 ডলার এখন দেখি 700 ডলার হয়েছে। আমার জীবনের সবথেকে বড় লস খেয়েছি এটি থেকে।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
লাভ আর লস এর কথা কি আর বলব যা জীবনে ইনকাম করেছি তার চেয়ে ক্ষতিই বেশি গেছে। যেকোনো একটা টোকেন কিনে রাখে সেটা দাম বাড়ে আরও বেশি আশা করতে করতে সেটা একজন নিঃশেষ হয়ে যায় কিছু কিছু টোকেন আমি বিক্রি করতে পারিনি। যেমন MB8।
-
টোকেন নিয়ে এবং ইনভেস্ট করে অনেক জীবনের লস খেয়েছি।Hex টোকন অনেক পেয়েছিলাম তখন দাম অনেক কম ছিলো এবং কিছু কিনে ছিলাম। প্রথমে এক্সচেঞ্জ এসেছিল সেটা থেকে বিক্রি করে দিয়েছি সব থেকে তার কিছুদিন বাদেই অনেক অনেক দাম বেড়েছে যে দামে বিক্রি করেছিলাম তার চেয়ে 10 গুণ বেশি দামে বিক্রি করতে পারতাম।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
লাভ আর লস এর কথা কি আর বলব যা জীবনে ইনকাম করেছি তার চেয়ে ক্ষতিই বেশি গেছে। যেকোনো একটা টোকেন কিনে রাখে সেটা দাম বাড়ে আরও বেশি আশা করতে করতে সেটা একজন নিঃশেষ হয়ে যায় কিছু কিছু টোকেন আমি বিক্রি করতে পারিনি। যেমন MB8।
সবাই যার যার বেদনাদায়ক কথা গুলো শেয়ার করছে প্রত্যেকেরই এধরনের কোন না কোন বেদনা দায়ক কথা আছ যা অনেক শোনা হয়নি। আমিও এম বি এইট নামের কয়েন থেকে বড় একটি লস খেয়েছি যা ভোলার নয়। যে খানে আমার সাত লক্ষ টাকা প্রফিট আসত সেখানে আমি এই কয়েন এখন বিক্রি করতে পারছি না।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
ভাই আপনার সাথে আমার একদম মিল আছে। আমি এই twt টোকেনটি থেকে অনেক বড় লস খেয়েছি। আমি একটি গিভ ওয়ে অংশগ্রহণ করেছিলাম। সেখান থেকে আমি 5000 twt টোকেন পেয়েছিলাম। তখন মূল্য ছিল ০.০৩৮$ আমি সাথে সাথে বিক্রি করে দিয়েছিলাম। আমাকে অনেক জন্য বলেছিল হোল্ড করে রাখার জন্য আমি আর তখন হোল্ড করে রাখি নাই। ভাবছিলাম যা বিক্রি করমু তাই লাভ। কিন্তু বিক্রি করার ২৭ দিন পর একটি twt টোকেনের প্রাইস হয়েছিল ০.১১$ । এখান থেকে আমি বিপুল পরিমাণে লস খেয়েছিলাম। কখনো ভাবি নাই এটির দাম এত তাড়াতাড়ি বেড়ে যাবে। এটি আমার জীবনে একদম স্মরণীয় হয়ে থাকবে। কখনো ভুলব না এই দিনটা। তবে আমি মনে করি কোন টোকেন পেলে তা হোল্ড করা ভালো।
-
আমি বাউন্টি করে কিছু কার্তেসি টোকন পেয়েছিলাম। সেই টোকেন গুলো এক সময় 200 ডলার শো করেছিল কিন্তু বেশি লাভের আশায় রেখে দিয়েছিলাম। কিন্তু সেই টোকেন গুলো বর্তমানে কমতে কমতে 30 ডলার শো করছে। আমার ক্রিপ্টোকারেন্সি ঢুকেছে এই বয়সে এটাই সব থেকে লাশের বড় হিস্ট্রি।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
ক্রিপ্টোকারেন্সি তে উত্থানপতন থাকবেই। তবে যে কয়েন গুলো টোকেন গুলোর ভবিষ্যৎ ভালো, সেগুলো কিন্তু আগে থেকে বোঝা যায়। আমি মূলত এয়ার্ড্রপ করিনা। তাই আমার কাছে এই টোকেন নেই। তবে কিনে রাখতে পারতাম। ভালো কোন এক্সচেঞ্জ লিস্ট ছিলো না। তাই মূলত কেনা হয়নি। তবেই এরকম লস যদি হিসেব করি তাহলে অনেক লস খেয়েছি। আপনি তো কোন টাকা বিনিয়োগ করে লস খেয়েছেন। আমি অনেক বেশি বিনিয়োগ করে লস খেয়েছি। MB8 কিনেছিলাম, বর্তমানে কোন মূল্য নেই। যে ইউজারের কাছে থেকে কিনেছিলাম সে লাখপতি হইছে। মধ্যে থেকে আমি লস খেয়েছি।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
লাভ আর লস এর কথা কি আর বলব যা জীবনে ইনকাম করেছি তার চেয়ে ক্ষতিই বেশি গেছে। যেকোনো একটা টোকেন কিনে রাখে সেটা দাম বাড়ে আরও বেশি আশা করতে করতে সেটা একজন নিঃশেষ হয়ে যায় কিছু কিছু টোকেন আমি বিক্রি করতে পারিনি। যেমন MB8।
MB8coin আমি ২৮ হাজার পাইছিলাম এক্সচেঞ্জে আসার আগেই ২ সেন্ড করে বিক্রি করে দিছিলাম এক্সচেঞ্জ এ আসার পর এটি ৮ সেন্ড এ উঠছিলো। এটাতেও আমার লস হইছে।
-
আমি ক্রিপ্টোকারেন্সি তে এসেছি অল্প কয়েক দিন হয়েছে এ পর্যন্ত কোনো তোকে পাইনি। তাই আমার কোন লস বা ক্ষতি হয়। এখন ভবিষ্যতে দেখা যাক কি হয়।
-
আমার জীবনের সবচেয়ে স্মরনীয় হিস্ট্রি হচ্ছে আমি 536000 হাজার HEX পেয়েছিলাম। আমি অনলি 200 ডলার সেল করে দিয়েছিলাম। আজ সেই HEX এর দাম 0.01125$করে হয়ে গেছে। আমি তখন যদি সেল না করতাম আজ আমি অনেক প্রফিট এখান থেকে পেয়ে যেতাম। আমার জীবনের সবচেয়ে হিস্ট্রি হচ্ছে এটা।
-
আমি নতুন ইউজার কেবলমাত্র কাজ শুরু করেছি। এখনো কোন লাভ হয়নি কেননা আমি কাজ শুরু মধ্যে আছি। আশা করি কখনো যাতে আমার আইডির কোন ক্ষতি না হয়। আমি যেন কোন লস এর মধ্যে না পড়ি। আমার পোস্টে কোন ভুল হলে তাহলে আমাকে ভুল সংশোধন করার সুযোগ দেবেন। এবং কোথায় কোথায় ভুল হচ্ছে সেটা জানাবেন এবং সহযোগিতা করবেন যাতে আমি সঠিকভাবে কাজ করে যেতে পারি।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
আমার বড় হিস্ট্রি হলো প্লেকি টোকেন যা বাউন্টি করে পেয়েছিলাম। যখন পেয়েছিলাম তার কিছুদিন পর যদি বিক্রি করতাম ৪ লক্ষ টাকায় বিক্রি করতে পারতাম পরে তা 40 ডলার এ সেল করেছি এই দুঃখ আমার জীবনে সবসময় থাকবে।
ধন্যবাদ
-
আমার জীবনে অনেকগুলা লসের হিস্ট্রি রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় হিস্ট্রি হচ্ছে trust wallet token. আমি অনেকগুলো টোকেন পেয়েছিলাম। কিন্তু খুব কম রেটে সেল করে দিয়েছি। এতে আমি অনেক লস খেয়েছি।
-
Altcointalk ফোরামে আমি নতুন ইউজার ট্রেড সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই। Bitcointalk ফোরামে কিছু ক্যাম্পেইনে কাজ করার সুবাদে যতটুকু ধারনা পেয়েছি তাতে আমার মনে হয় কোন কয়েনের দাম হ্রাস বৃদ্দি যে কোন সময় হতে পারে। একটি কয়েনের দাম আজকে 5 ডলার হঠাৎ করে সেটি 0.0001 ডলারে নেমে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কোন কয়েনের দাম আজকে 0.002 ডলার কিছুদিন পর সেটার দাম বেড়ে 10 থেকে 15 ডলার হতে পারে। তাই হতাশ হওয়ার কিছুই নেই আবার ট্রেড বা হোল্ড করেন ভবিষ্যতে লাভবান হতে পারবেন।
-
আমার জীবনের সবচেয়ে বড় লজ্জার কথা বললে দিনও নাই রাত নাই সব আঁধার মনে হয়। জীবনে যা কামাইছি তার চেয়ে বেশি লস খাইছি যখনই আমি টোকেন বিক্রি করি তারপর থেকেই দাম ভারে। pmz ক্যাশ আমার অনেক টি আছে কি এখন তার দামই নেই। এটা হল আমার জীবনে সাধারণ একটি লস।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
আমার সবচেয়ে বড় লছের হিস্টরি হল আমার কিছু twt টোকেন ছিল। প্রায় 2500 এর মত twt টোকন ছিল। সেগুলো আমি অনেক কম দামে সেল দিয়েছিলাম কিন্তু তারপরই মার্কেট অনেক পাম্প করে অনেক দাম বৃদ্ধি পেয়েছিল। সেটার কথা মনে করলে এখন অনেক আফসোস করি।
-
আমি সাধারণত টোকেন হোল্ড করি করি না বা করে রাখি না আপনার মত আমিও Twt টোকন কিনে রাখছিলাম অনেকদিন পর্যন্ত হোল্ড করে রাখার পরও যখন দেখলাম Twt টোকেনের প্রাইজের কোন পরিবর্তন হচ্ছে না তখন আমি আমারTwt টোকোন গুলা 0.02$ বিক্রি করে দেই আমার Twt টোকেন ছিলো ১০০০০ হাজার যদি এখন টোকেন গুলো এখনো হোল্ড করে রাখতে পারতাম তাহলে হয়তো অনেক টাকা প্রফিট পাইতাম,,, আমার সবচেয়ে লস হয় এবং স্মরণীয় হয়ে আছে
-
হ্যাঁ ভাই একথা বললে রাতদিন সব এক হয়ে যায় কারণ জীবনে যা ইনকাম করেছে তার চেয়ে বেশি লস খেয়েছি। Hex. টোকেন পেয়েছিলাম 1 লাখের মতো 45 ডলার বিক্রি করেছিলাম আর এখন তার দাম কত আপনারাই হিসেব করেন।
-
আপনার মত সিনিয়ার ট্রেডার এর জন্য এই ভুল মেনে নেওয়া যায় না কোন ভাবেই।তার উপর বলতে পারি আমরা বাঙালী মানুষ রা অনেক বেশি আবেগ প্রবন।আমি নিজে একটা অভিজ্ঞতা বলতে পারি এক সময় কার টোকেন কিনছিলাম কিছু .40 করে কিনে .70 দামে সেল করলাম। কিন্তু তার এক সপ্তাহ পর সেই কার 4.5 ডলার গেছিল। অথচ কার গুলো থাকলে আমি একটা ভালো এমাউন্ট লাভ করতে পারতাম।এ আমার জন্য সত্যি বেদনাদায়ক ছিল।
-
আমার স্বরনীয় কোন লসের ঘটনা নেই। তবে সামান্য একটু লস খেয়েছি কিছুদিন আগে। আমি কিছু ডেক্সা কয়েন পেয়েছিলাম যার দাম উঠেছিল 180 ডলার কিন্তু আমি ভেবেছিলাম যে এই কয়েনটি আরও বাড়বে তারপর কিছুদিন যাওয়ার পর দেখলাম এত কমল যে যার দাম এখন 50 ডলার। এটি আপনাদের তুলনায় অনেক ছোট একটি লস।
-
আমি বেশ কিছুদিন আগে কিছু কার্তেসি টোকেন পেয়েছিলাম। সুইট ওপেন গুলো এক সময় 50 ডলারের মতো শুরু করেছিল। এখন সেটা কমে 15 ডলার শো করছে এটা আমার বর্তমান সময়ের লস এর হিস্ট্রি।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
আমি যত বার আপনার এই পোস্ট টি পড়ি ততবার আফেসোস করি। কারন বিশাল একটি সুযোগ ছির কিছু করে নেওয়ার। তবে এও বলি যে শুধু আপনি না অনেকেই এই রকম পরিস্থিতির শিকার হয়েছেন। এটি ভুলে যান সব ঠিক হয়ে যাবে। সামনে আরও অনেক সময় আছে সেগুলো তে যেন এরকম অবস্থা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
আমি কিছু coinsbit token কিনে রেখে ছিলাম। কিন্তু যে কয় ডলার দিয়ে কিনে ছিলাম এখন বিক্রি করলে তার দশভাগের একভাগও পাব না।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
আমার সবচেয়ে বড় লস হলো DRG টোকেনে। একটা সময় দাম ছিলো ৫ ডলারের মত তখন ভাবতাম ১০/২০ ডলার যাবে কিন্তু পরবর্তীতে দেখি ১০ সেন্ট এ এসে পড়েছে যা বিশাল বড় ধাক্কা খেলাম। আপনি হোল্ড না করে লস খাইছেন আর আমি হোল্ড করে লস খাইছি।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
আমার আর আপনার কাহিনী সেম আমিও ২০০০০ twt কিনে ৩ মাস হোল্ড করার পর যদিন টোকেন এর দাম বারবে তার ৩ দিন আগে সেল দিয়ে দেই মাত্র কিছু টাকা লাভে আমার জীবনের সব থেকে বড় লস ছিলো এটা
-
আমি এই ফোরামের নতুন সদস্য আমার তেমন কাহিনী নেই। আপনাদের স্মরণীয় কাহিনী গুলো শুনি বা পড়ে আমার খুব খারাপ লাগছে। আবার অনেকের কাহিনী শুনে খুব ভালো লাগলো। যারা বড় ধরনের লস খেয়েছে তাদের কাছ থেকে এটাই শিখতে পারলাম সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয়ায় উত্তম।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
সত্যিই ভাই খুবই দুঃখজনক বিষয় টা যদি আপনার টপিক গুলি হোল্ড করে রাখতে পারতেন তাহলে এখন ভালো রকম প্রফিট পেতেন আর সত্যি বলতে কি ভাই আমি এই ক্রিপ্টোকারেন্সি এর মতন একজন ইউজার হওয়ায় আমার তেমন কোনো লস এর হিস্ট্রি নেই কেননা আমি এখানকার নতুন ইউজার তবে জানি না এখান থেকে আমি কতটা সফলতা অর্জন করতে পারব আপনাদের মত সিনিয়র ভাইরা যদি আমাদের পাশে থাকে তাহলে অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারব
-
আমার স্মরণীয় সবচেয়ে বড় লসের histry আমার নেই কারণ আমি কোন বড় ধরনের লজ খাইনি
-
আমি যেদিন থেকে এই ফোরামে কাজ করছি তো আমি এখন পর্যন্ত ভালো কোন পেমেন্ট পাইনি। যে কারণে আমার কোন লস বাল লাভ নেই।যে কারণে তার সম্পর্কে কোন কিছু তুলে ধরতে পারলাম না।আমার আশা অবশ্যই সামনের দিনগুলিতে ভালো কিছু ফোরামের জন্য করব এবং সেই সাথে সাথে অনেক এগিয়ে যাব এটা আমার বিশ্বাস।
-
আমি সব থেকে বেশি বিশ্বাস করি ক্রিপ্টোকারেন্সি তে আমরা যারা কাজ করছি তারা সবাই কিছু না কিছু লস খেয়েছি। আমি একটা বিষয় সবথেকে বেশি লস খেয়েছি আমি প্রথমে ক্রিপ্টোকারেন্সি দেশে বেশ কিছু ডলার হোল্ড করে রেখেছিলাম বিটকয়েনের।কিন্তু সেগুলো কিছুটা লাভ হয়েছিল যখন তখনই বিক্রি করে দিয়েছিলাম কিন্তু বিটকয়েন এর ডলারগুলো যদি আমি বর্তমানে বিক্রি করতাম তাহলে কিন্তু সেখান থেকে প্রচুর লাভবান হতে পারতাম। আর বর্তমানে তাছাড়া আমি এরকম কোন কয়েন পাইনি যেটা থেকে আমি বিশাল লস খেয়েছি।
-
ভাই আমারও এরকম একটি লস হয়েছে ঠিক আপনি যে টোকেনের কথা বলেছেন TwT টোকেন। আমার 7000 টোকেন ছিল কিন্তু আমি এটি অনেক অল্প দামে বিক্রি করে দেই। পরবর্তীতে এর দাম বৃদ্ধি পেয়ে অনেক হয়েছিল তখন আমি অনেক দুঃখ প্রকাশ করেছিলাম। বর্তমানে এই টোকেন এর দাম 0.13 ডলার হয়েছে এর দাম আরো বৃদ্ধি পেয়েছিল তখন ছিল 0.20 ডলার এটা আমাদের জন্য সত্যিই একটা দুঃখের বিষয় আমারও জীবনে এইরকম সবচেয়ে বড় একটি লস খেয়েছি।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
আমার সবচেয়ে বড় লসের হিস্ট্রি হলো পিকেটি টোকেন যেটা আমি বাউন্টি করে পেয়েছিলাম। আমি যখন পেয়েছিলাম তার কিছুদিন পরেও সেল করলে ৪লক্ষ টাকা বেচতে পারতাম কিন্তু আমি বেশী খাইতে গিয়ে শেষে ৪৮ডলারে সেল করেছিলাম। যখনি এই টোকেনের কথা মনে আসে আমার কান্না চলে আসে।
-
ভাই দুঃখের কথা কি আর বলব আপনার সাথে আমার পুরোপুরি মিল আছে। আমি Trust wallet এর থেকে 6000 টকিং পেয়েছিলাম এবং সেই টকিং গলি 33 ডলার বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু কিছুদিন পরে দেখতে পেলাম যে টোকেন গুলি আমি 33 ডলার বিক্রি করে দিয়েছিলাম সেই 33 ডলার এখন দেখি 700 ডলার হয়েছে। আমার জীবনের সবথেকে বড় লস খেয়েছি এটি থেকে।
ক্রিপ্টোকারেন্সিতেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয় তা না হলে পরে অনেক পস্তাতে হয়। কিন্তু কোন কয়েনের দাম কখন কেমন হবে তা অনেক সময় আগে থেকেই বোঝা যায় না। ক্রিপ্টোকারেননতে লাভবান হতে হলে সর্বপ্রথম দরকার ধৈর্য । একটি কয়েনে লস হয়েছে এতে হতাশ না হয়ে ধৈর্য ধরে থাকুন দেখবেন এক সময় লস পুসিয়ে গেছে।
-
লচ বলতে কোন কথা নেই তার কারণ আপনি কয়েন হোল্ড করে রাখেন যখন কয়েনের মূল্য বৃদ্ধি পাবে তখন কয়েন বিক্রি করবেন তাহলে লস বলতে কিছু থাকবে না।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
আপনার মত আমার একই অবস্থা। আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে এটি। আমি 5000 পরিমাণ twt টোকন পেয়েছিলাম। কিন্তু তখন তার দাম ছিল না। দাম ছিল মাত্র 0.01 সেন্ট। তখনই আমি বিক্রি করে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে তার কিছুদিন পর দাম বৃদ্ধি পেয়ে এটি দাঁড়িয়েছে 0.17 ডলার এ। এখান থেকে আমি প্রচুর পরিমাণ লস খেয়েছিলাম। এটি আমি সব সময় মনে রাখব।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
আপনার সাথে আমার টোকেন এর দিক বিবেচনা করলে অনেকটাই মিল আছে। আমি ও ট্রাস্ট ওয়ালেট টোকেন থেকে আপনার মত লস এর মুখে পড়েছে। আমি হয়তো আপনার মত অতটা ক্রয় করে নি। তবে আমি যে টোকেন গুলো পেয়েছিলাম অর্থাৎ 600 টির মত তোকে পেয়েছিলাম যা তখনকার মার্কেট অনুযায়ী 50 ডলার সেল করে দিয়েছিলাম। যা আমি মনে করি আমার জীবনের জন্য সবচেয়ে স্মরণীয় একটি লস হিস্ট্রি।
-
ভাই আমি কি ক্রিপ্টো জগতে নতুন জয়েন করেছি তাই এ পর্যন্ত আমি কোন পেমেন্ট পাইনি।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
লস তখনই হয় যখন কোন কিছু বেশি দাম দিয়ে কিনে অল্প দামে বিক্রি করে। কিন্তু এমনটা আমার ক্ষেত্রে হয়নি। তবে আমার দুই হাজারের মতো ট্রাস্ট ওয়ালেট টোকন ছিল যা আমি খুব অল্প দামে বিক্রয় করে দিয়েছিলাম। কিন্তু যার বর্তমান মূল্য অনেক বেশি। তবে এটাকে আমি লস মনে করছি না।
-
ভাই আপনার লসের জন্য আপনার প্রতি আমার সমবেদনা রইলো। আপনি যদি আপনার কয়েন গুলো হোল্ডে রাখতেন তাহলে আপনি এতো বড় লসের সম্মুখীন হতেন না।
আমি এখনো পর্যন্ত কোন লসের সম্মুখীন হইনি, কারণ আমি এখনো তেমন ভাবে ক্রিপ্টোর সাথে যুক্ত হতে পারিনি।
তবে ভবিষ্যতে কি হবে সেটা বলতে পারছি না।
-
আমি ক্রিপ্টোকারেন্সি তে এসেছি বেশ কিছুদিন হল। তেমন একটা কাজ করতে পারিনি। তারপরও আমার সব থেকে লস এর হিস্ট্রি হচ্ছে। আমি প্রথম বাউন্টি ক্যাম্পেইন করে প্রায় 6000 AME টোকন পেয়েছিলাম। টোকেন গুলো তখন মূল্যহীন ছিল। ভেবেছিলাম কোনোদিন এই টোকেন বিক্রি করতে পারব না। কিন্তু হঠাৎ করে প্রোপেন গুলো বিক্রি করার সুযোগ আসে এবং আমি তখন 6000 টোকেন মাত্র 32 ডলার বিক্রি করেই খুশি ছিলাম। এখন ভাবছি এই 6000 AME টোকেন থাকলে এখন মিনিমাম 900 ডলার বিক্রি করতে পারতাম।
-
আমি কিছু দিন আগে ইউক্যাস নামের একটি টোকেন খুব কম দামে সেল করে দিয়েছিলাম কিন্তু বর্তমানে এর দাম তার 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তাই আমি মনে করি যে এটি আমার বড় লস হয়েছে।
-
আমি ফোরামে নতুন থাকার কারনে এখনো পর্যন্ত কোন লসের সম্মুখীন হইনি। আমি এখনো পর্যন্ত তেমন কোনো পেমেন্টও পাইনি। তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো কিছু করার, যাতে করে আমাকে কোন লসের সম্মুখীন হতে না হয়।
-
এখন পর্যন্ত আমি বড় ধরনের কোন ক্ষতির সম্মুখীন হয়নি। কারণ এখন পর্যন্ত আমি কোন টোকেন বা কয়েন কিনে হোল্ড করে রাখিনি।
-
আমি ফোরামে নতুন কাজ করছি তাই আমার লস খাওয়ার্ কোনো সম্ভাবনাই নেই।আমার মনে হয় লস হলো সেইসব যারা বিভিন্ন কয়েন গুলি কিনে দীর্ঘদিন হোল্ড করে না রেখে এবং সময় না বুঝে সেল করে কম মুনাফা অর্জন করে।তাই আমার মনে হয় ক্রিপ্টো মার্কেট যেহেতু ওঠা নামার উপর নির্ভর করে।তাই এখানে বুঝে শুনে কাজ করতে পারলে লসের সম্ভাবনা থাকবেনা।সেজন্য বলতে পারি যেহেতু আমি এখনও কোনো বিনিয়োগ করিনি,তাই আমার লসের সম্ভাবনাই নেই।
-
আমি সবচেয়ে বড় লস খাইছি Trust Wallet Token (TWT) তে। twt আমি ৮০,০০০ কিনছিলাম মাত্র ৮,০০০ টাকা দিয়া। এবং সিদ্ধান্ত নিয়েছিলাম এটা বিক্রি করবো না যে পর্যন্ত বিনান্সে লিস্ট না হয়। কিন্তু বুঝলাম না ১ মাস পর আমার কি হলো সব TwT মাত্র ১২,০০০ টাকায় বিক্রি করে দেই। আজ সেই টোকেনগুলো থাকলে সর্বনিম্ন হলেও ১৪ লক্ষ টাকা পাইতাম৷ এটি স্মরণীয় হয়ে থাকবো আমার 😒। আপনার সবচেয়ে বড় লস কোনটি...?
আমি ক্রিপ্টোকারেন্সি তে যত দিন যাবত কাজ করছি এখনো পর্যন্ত কোন ইনকাম করতে পারিনি। তাই আমার জীবনে কোন লাভ লসের হিস্ট্রি নেই ক্রিপ্টোকারেন্সি তে। যদি কেউ কয়েন কিনে হোল্ড করে রাখে এবং সেই কয়েন যদি যথাসময়ে বিক্রি করে দেয় তাহলে হয়তো ক্ষতির মধ্যে পড়বে না। হোল্ড করতে হলে সবারই কয়েন সম্পর্কে অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তা না হলে লাভের থেকে লসের পরিমাণ বেশি হবে।
-
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমি একজন নতুন ইউজার। ট্রেড সম্পর্কে যদিও আমার তেমন ভাল জ্ঞান নেই। তবে আমি যতদূর জানি ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে আপনি যদি কোন কয়েন ট্রেড করেন তাহলে অবশ্যই আপনি সেখান থেকে ভালো কিছু ফলাফল পাবেন বলে আমি মনে করি। তবে আপনাকে সেটার জন্য ধৈর্য ধারণ করতে হবে। যদিও আমার জীবনে তেমন কোন লসের হিস্টরি নেই। কারণ আমি মার্কেটে নতুন এখনও কোন কয়েনের ট্রেড করতে পারিনি। তাই আমি এখনো কোন লসের সম্মুখীন হয়নি।
-
আমার জীবনের সবচেয়ে বড় লস বিটকয়েন চার হাজার ডলারে কিনে সেটা আবার 4200 টাকা দরে বিক্রি করে দেওয়া.আর আজকে সেই বিটকয়েন এখন 60 হাজার ডলারের :( :(
-
এরকম আমার স্মরণীয় কোন বড় ধরনের লোকের হিস্ট্রি নয় কেননা আমি এখন পর্যন্ত ট্রেড করি নাই এবং এ সম্পর্কে আমার বেশি ধারণা নেই। আমি স্টেট সম্পর্কে অনেক বেশি বেশি স্টাডি করতেছি এবং আমার চিন্তা ভাবনা আমি সম্পূর্ণরূপে ট্রেড করতে সেদিন শিখতে পারব তারপরে স্টেট করা শুরু করবো তারপরে দেখি কি হয় ইনশাল্লাহ।
-
আমি মনে করি এটি স্মরণীয় ঘটনা নয়। এটি একটি দুঃখজনক ঘটনা। আপনার কাছে যদি TWT থাকতো তাহলে আপনি এগুলো থেকে অনেক বেশি লাভবান হতে পারতেন।
-
এখন ট্রাস্ট ওয়ালেট টোকেন এর দাম দেখুন। ০.৭১$ এর উপরে অবস্থান করে। তাই আপনি বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনি যদি হোল্ড করতেন তাহলে অনেক বেশি লাভবান হতে পারতেন।
-
ভাই আপনার সাথে আমার একদম মিল আছে। আমি এই twt টোকেনটি থেকে অনেক বড় লস খেয়েছি
আমার জীবনে অনেকগুলা লসের হিস্ট্রি রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় হিস্ট্রি হচ্ছে trust wallet token