Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Nostoman on November 03, 2020, 05:57:35 PM
-
বাউন্টি প্রচারণা কোন লিংক এখানে শেয়ার করা হবে। এতে করে এখানে যারা নতুন ইউজার রয়েছে। তারা উপকৃত হবে। আরব বাউন্টি প্রজেক্ট গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। সব ইউজারদের জন্য আলোচনা উন্মুক্ত। আশা করি আমাদের সেকশনের সদস্যরা প্রচারণা গুলোতে অংশগ্রহণ করবে।
-
নতুন একটি সিগনেচার ক্যাম্পেইন চলছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন। দুই সপ্তাহ শেষ হয়েছে। তবে যারা জয়েন করতে ইচ্ছুক তারা জয়েন করুন।
(https://i.imgur.com/ei59PDk.jpg)
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=176274.0
-
অনেক ধন্যবাদ। আমি অনেক আগেই ভাবছিলাম আমাদের ফোরামে এরকম একটি টপিক দরকার যেখানে বাউন্টি প্রচারণা গুলোর লিঙ্ক পাওয়া যাবে। এতে করে আমাদের জুনিয়র নম্বর থেকে লেজেন্ডারি মেম্বারদের উপকার হবে। যেসব বাউন্টি গুলো ভালো সেইসব বাউন্টি যেন এখানে লিংক দেওয়া হয়।জুনিয়রদের জন্য অনেক প্রয়োজনীয় একটি টপিক খুলেছেন। আপনার জন্য + 1 কারমা রইল।
-
আরেকটি সিগনেচার ক্যাম্পেইন চলছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন।
(https://i.imgur.com/0WcQnSi.jpg)
সিগনেচার ক্যাম্পেইন লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=177207.0
-
নতুন একটি সিগনেচার ক্যাম্পেইন চলছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন। দুই সপ্তাহ শেষ হয়েছে। তবে যারা জয়েন করতে ইচ্ছুক তারা জয়েন করুন।
(https://i.imgur.com/ei59PDk.jpg)
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=176274.0
আমি এই প্রজেক্টটি জয়েন করেছিলাম কিন্তু আমাকে রিজেক্ট করে দেয়া হয়েছে। টুইটার ফেসবুক টেলিগ্রাম থেকে এপ্লাই করেছিলাম। দুই সপ্তাহ করছি কিন্তু কোন টোকেন বসা নাই। সবার টা বসিয়ে ফেলেছি। এডমিনের সাথে কথা বললাম সে অনেক কিছু বলল আমাকে। অনেক নিয়ম তাই আমার ভালো লাগে নি তার জন্য আমি চলে আসছি এই প্রজেক্ট ছেড়ে। আমার নামের পাশে লিখে দিছে লিভ দা বাউন্টি। বাউন্টিতে অনেক ভালো আছে সবাই জয়েন করবেন। সাকসেস হওয়ার সম্ভাবনা আছে।
-
বাউন্টি প্রচারণা কোন লিংক এখানে শেয়ার করা হবে। এতে করে এখানে যারা নতুন ইউজার রয়েছে। তারা উপকৃত হবে। আরব বাউন্টি প্রজেক্ট গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। সব ইউজারদের জন্য আলোচনা উন্মুক্ত। আশা করি আমাদের সেকশনের সদস্যরা প্রচারণা গুলোতে অংশগ্রহণ করবে।
ধন্যবাদ ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ নিয়েছেন। সত্যিই আমাদের নতুনদের জন্য এটা খুব প্রয়োজন ছিল, ভালো বাউন্টি আসলে আমরা বুঝতে পারি না।কারন বাউন্টি সম্পর্কে তেমন ধারনা নেই। তাই ভালো কোন বাউন্টি আসলে আমাদের সিনিয়র ভাইয়েরা যদি সেই লিংক গুলা এখানে শেয়ার করেন, তাহলে আমাদের জুনিয়রদের জন্য অনেক উপকার হবে। এবং সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো তাদের সাথে সাথে আমরা যারা নতুন আছি তারাও জয়েন করতে পারব।
-
নতুন একটি সিগনেচার ক্যাম্পেইন চলছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন। দুই সপ্তাহ শেষ হয়েছে। তবে যারা জয়েন করতে ইচ্ছুক তারা জয়েন করুন।
(https://i.imgur.com/ei59PDk.jpg)
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=176274.0
আপনি যেহেতু লিঙ্কটা দিয়েছেন এটা আমি সিগনেচার করব আপনি যদি বলেছেন ভাল হবে অবশ্যই সেটা ভালো হবে পোস্ট দিয়ে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।
-
নতুন একটি সিগনেচার ক্যাম্পেইন চলছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন। দুই সপ্তাহ শেষ হয়েছে। তবে যারা জয়েন করতে ইচ্ছুক তারা জয়েন করুন।
(https://i.imgur.com/ei59PDk.jpg)
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=176274.0
এর ক্যাম্পেইন এ বলতেছে যে রিয়ার্ড গেম ওয়ালেটে দেওযা হবে। আমি তো গেম খেলব না তাহলে কিভাবে এই টোকেন ট্রানজেকশন করব। এ ব্যাপরে কিছু জানলে অবশ্যই জানাবেন।
-
আপনি একদম ঠিক বলেছেন ব্রো। তার কারণ হচ্ছে এই ফোরামে কোন সময় কোন সিগনেচার আসে সেটা সবাই জানে না।অতএব যে নতুন নতুন সিগনেচার ক্যাম্পেইন আসে সেই লিঙ্কগুলি যদি দিয়ে দেয়া হয় তাহলে সবার জন্য অনেক উপকার হবে।
-
বাউন্টি প্রচারণা কোন লিংক এখানে শেয়ার করা হবে। এতে করে এখানে যারা নতুন ইউজার রয়েছে। তারা উপকৃত হবে। আরব বাউন্টি প্রজেক্ট গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। সব ইউজারদের জন্য আলোচনা উন্মুক্ত। আশা করি আমাদের সেকশনের সদস্যরা প্রচারণা গুলোতে অংশগ্রহণ করবে।
এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভাই। আসলে অনেক ইউজার রয়েছে এই ফোরামে যারা প্রথমত জানতে পারেনা বাউন্টি কবে আসে। কিন্তু আপনারা যদি কিছু কিছু ভালো প্রজেক্ট গুলির লিংক দিয়ে থাকেন তাহলে অবশ্যই অনেক উপকার হবে। সবারই কাজ করার মন-মানসিকতা আরো বেড়ে যাবে।
-
বাউন্টি প্রচারণার জন্য আমরা সকলে এখানে আলাপ আলোচনা করব। ভালো বাউন্টি আসলে আমরা সকলে এখানে বলে দেব এবং লিংক দিয়ে দিব।আমি দেখেছি অনেকে আছে যারা ভালো বাউন্টি খুঁজে বের করতে পারে না তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে।
-
নতুন একটি সিগনেচার ক্যাম্পেইন চলছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন। দুই সপ্তাহ শেষ হয়েছে। তবে যারা জয়েন করতে ইচ্ছুক তারা জয়েন করুন।
(https://i.imgur.com/ei59PDk.jpg)
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=176274.0
হ্যাঁ আমি এই বাউন্টি ক্যাম্পেইনটি দেখেছি এটা কেমন আমি সঠিকভাবে জানিনা। তবে যেটুকু জানি এবং দেখেছি তাতে মনে হয় অনেক ভালো হবে।
-
বাউন্টি প্রচারণা কোন লিংক এখানে শেয়ার করা হবে। এতে করে এখানে যারা নতুন ইউজার রয়েছে। তারা উপকৃত হবে। আরব বাউন্টি প্রজেক্ট গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। সব ইউজারদের জন্য আলোচনা উন্মুক্ত। আশা করি আমাদের সেকশনের সদস্যরা প্রচারণা গুলোতে অংশগ্রহণ করবে।
অনেক ধন্যবাদ এত সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের মত নতুন যারা যারা আছে তারা হয়তো জানেনা কোথায় বাউন্টি করতে হয় কোথায় লিঙ্ক পেতে হয়। আপনার এই পোষ্টটিতে কে নতুন ইউজার রা উপকৃত হবে।বাউন্টি নিয়ে কোন সেকশন খোলা ছিল না আপনি খুললেন আপনাকে অনেক ধন্যবাদ।
-
বাউন্টি প্রচারণা কোন লিংক এখানে শেয়ার করা হবে। এতে করে এখানে যারা নতুন ইউজার রয়েছে। তারা উপকৃত হবে। আরব বাউন্টি প্রজেক্ট গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। সব ইউজারদের জন্য আলোচনা উন্মুক্ত। আশা করি আমাদের সেকশনের সদস্যরা প্রচারণা গুলোতে অংশগ্রহণ করবে।
এভাবে শুধু একটা পোস্ট এ ক্যাম্পেইন লিংক নিয়ে আলোচনা করলে সবাই কতটুকু উপকৃত হবে? নতুন পোস্ট গুলো কমেন্ট এর কারণে ওপরে চলে যাবে। আমার কাছে মনে হয় ভালো ক্যাম্পেইন শুরু হলে সেটার আলাদা একটা পোস্ট করলে বেশি ভালো হবে। এতে সবাই সেই পোস্ট গুলো দেখতে এবং join হতে পারবে।
-
নতুন একটি সিগনেচার ক্যাম্পেইন চলছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন। দুই সপ্তাহ শেষ হয়েছে। তবে যারা জয়েন করতে ইচ্ছুক তারা জয়েন করুন।
(https://i.imgur.com/ei59PDk.jpg)
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=176274.0
ভাই ভালো ভালো বাউন্টি লিংকগুলো দিলে আমাদের জন্য অনেক ভাল হবে কারন আমরা তো নতুন আমরা তো আপনাদের কাছ থেকেই শিখতে পারবো না দিলে তো আমরা ভালো করে বুঝতে পারব না তাই আমাদের কথা মাথায় রেখে লিংকগুলো অবশ্য এখানে দেওয়ার চেষ্টা করবেন। তাতে আমাদের ছোট ছোট লিজেন্ড রা উপকৃত হবে।
-
আরেকটি সিগনেচার ক্যাম্পেইন চলছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন।
(https://i.imgur.com/0WcQnSi.jpg)
সিগনেচার ক্যাম্পেইন লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=177207.0
আমিও আপনাদের মত ভাবছিলাম যে এখানে অবশ্যই এমন একটা সিস্টেম চালু হবে সেখানে আমরা বাউন্টি লিংক গুলো খুবই সহজে পাওয়া যাবে আমাদের ছোট ছোট লিজেন্ডরা এড হতে পারবে এবং তারা সিনিয়রদের কাছ থেকে সহযোগিতা পাবেন তারা।
-
আপনার উদ্যোগটি প্রশংসা পাওয়ার যোগ্য ।আমাদের মত নতুন ইউজার অনেক সময় বুঝতে পারিনা কখন নতুন কোন বাউন্টি ক্যাম্পেইন আসছে আপনার লিঙ্ক কলার মাধ্যমে কখন কোন সিগনেচার ক্যাম্পেইন ফোরামের চলছে তা আমরা জানতে পারব।
-
অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন ভাই। আসলে নতুনরা বাউন্টি আসলে খুজে পায় না। অথবা বলতে পারে না যে নতুন কিছু আসছে। তারা আপনার এই টপিক টা নজরে রাখলেই চলবে।
-
বাউন্টি প্রচারণা কোন লিংক এখানে শেয়ার করা হবে। এতে করে এখানে যারা নতুন ইউজার রয়েছে। তারা উপকৃত হবে। আরব বাউন্টি প্রজেক্ট গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। সব ইউজারদের জন্য আলোচনা উন্মুক্ত। আশা করি আমাদের সেকশনের সদস্যরা প্রচারণা গুলোতে অংশগ্রহণ করবে।
ভাই আপনি যে ধরনের উদ্যোগ নিয়েছেন এতে করে আমাদের মত জুনিয়ার সদস্যরা অবশ্যই খুশি হবে। ভাইয়া ফোরামে তো আমি নতুন এসেছি তো কোন বাউন্টি গুলো ভালো হবে সেই লিঙ্ক গুলো দিলে আমরা সে অনুযায়ী কাজ করতে পারতাম।
-
অনেক ভালো এবং রিয়াল প্রজেক্ট এর বাউন্টি গুলা আমরা কিভাবে খুজে পাব নতুন হিসেবে যদি অভিজ্ঞ ভাইয়েরা আমাকে সহযোগিতা করতেন তাহলে আমি খুব উপকৃত হব
-
অনেক ধন্যবাদ। আমি অনেক আগেই ভাবছিলাম আমাদের ফোরামে এরকম একটি টপিক দরকার যেখানে বাউন্টি প্রচারণা গুলোর লিঙ্ক পাওয়া যাবে। এতে করে আমাদের জুনিয়র নম্বর থেকে লেজেন্ডারি মেম্বারদের উপকার হবে। যেসব বাউন্টি গুলো ভালো সেইসব বাউন্টি যেন এখানে লিংক দেওয়া হয়।জুনিয়রদের জন্য অনেক প্রয়োজনীয় একটি টপিক খুলেছেন। আপনার জন্য + 1 কারমা রইল।
আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার এই মূল্যবান পোষ্ট থেকে আমি অনেক কিছু জানতে পারলাম। আমি এই ফোরামে একদম নতুন একটা ইউজার তাই এ সম্পর্কে আমার কোন ধারণা ছিল না। আপনার এই মূল্যবান পোষ্ট থেকে আমি অনেক কিছু জানতে পারলাম।
-
বর্তমানে ফোরামে বাউন্টি ডিটেকটিভের নতুন একটি বাউন্টি প্রজেক্টরান করছে আপনারা সবাই এখানে কাজ করতে পারেন ।
https://www.altcoinstalks.com/index.php?topic=179756.0
-
বাউন্টি খোঁজার জন্য আপনি হোমপেজ থেকে বাউন্টি ফোরাম গুলোতে গিয়ে দেখুন সেখানে অনেকগুলো বাউন্টি আছে এবং সেগুলো তে যোগ হল।
-
আরেকটি সিগনেচার ক্যাম্পেইন চলছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন।
(https://i.imgur.com/0WcQnSi.jpg)
সিগনেচার ক্যাম্পেইন লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=177207.0
আমিও আপনাদের মত ভাবছিলাম যে এখানে অবশ্যই এমন একটা সিস্টেম চালু হবে সেখানে আমরা বাউন্টি লিংক গুলো খুবই সহজে পাওয়া যাবে আমাদের ছোট ছোট লিজেন্ডরা এড হতে পারবে এবং তারা সিনিয়রদের কাছ থেকে সহযোগিতা পাবেন তারা।
আমিপে এই বাউন্টির পেমেন্ট বা একচেঞ্জ সম্পর্কে কেউ কি জানেন?
-
অনেক ভালো এবং রিয়াল প্রজেক্ট এর বাউন্টি গুলা আমরা কিভাবে খুজে পাব নতুন হিসেবে যদি অভিজ্ঞ ভাইয়েরা আমাকে সহযোগিতা করতেন তাহলে আমি খুব উপকৃত হব
আসলে যারা এই ফোরামে নতুন এ আমি তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই আপনারা সব বাউন্টিতে অ্যাড হবেন। আসলে কোন সময় কোন বাউন্টি ভালো হবে সেটা বলা কিন্তু মুশকিল। অতএব আপনি যেহেতু এই ফোরামে নতুন এ আপনি প্রথমত সব বাউন্টি সেকশনে অ্যাড হবেন। আশাকরি ভাল প্রফিট পাবেন।
-
এই ফোরামে যারা নতুন আছেন তারা আসলে অনেকে বাউন্টি খুঁজে পায় না যে আসলে কোনগুলি ভালো হবে। আমি তাদের সম্পর্কে বলছি যে আপনারা বাউন্টি ডিএক্টিভ বাউন্টিতে অ্যাড হোন অবশ্যই কিছু না কিছু পাবেন।
-
বাউন্টি প্রচারণা কোন লিংক এখানে শেয়ার করা হবে। এতে করে এখানে যারা নতুন ইউজার রয়েছে। তারা উপকৃত হবে। আরব বাউন্টি প্রজেক্ট গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। সব ইউজারদের জন্য আলোচনা উন্মুক্ত। আশা করি আমাদের সেকশনের সদস্যরা প্রচারণা গুলোতে অংশগ্রহণ করবে।
ধন্যবাদ মডারেটর সাহেব কারণ আপনি সুন্দর একটি ফর্মুলা নিয়েছে। ধন্যবাদ জানাই আপনাকে ইনশাল্লাহ এখন যারা নতুন আছে তারা সবাই উপকারিতা পাবে ধন্যবাদ
-
বাউন্টি প্রচারণা কোন লিংক এখানে শেয়ার করা হবে। এতে করে এখানে যারা নতুন ইউজার রয়েছে। তারা উপকৃত হবে। আরব বাউন্টি প্রজেক্ট গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। সব ইউজারদের জন্য আলোচনা উন্মুক্ত। আশা করি আমাদের সেকশনের সদস্যরা প্রচারণা গুলোতে অংশগ্রহণ করবে।
ভাই এটা খুবি ভালো উদ্যোগ বলে আমি মনেকরি। এখানে লিংক গুলো শেয়ার করলে অনেকে বিশেষ করে নতুনরা অনেক উপকৃত হবে। কারন নতুন যারা আসছে এখানে তারা অনেকেই জানে না কোথায় কোন সেকশন এ গেলে বাউন্ট লিংক গুলো পাওয়া যাবে। তাই এটা খুবি গুরুত্বপূর্ণ এবং ভালো উদ্যোগ বলে আমি মনেকরি।
-
দারুণ উদ্যেগ বলা চলে তবে এটা পিন করে রাখলে আমার মনে হয় ভালো হয়। কারণ অনেকেই এই পোষ্টটি নজরে না ও আসতে পারে। আবার অনেক সময় কমেন্ট না করলে পোষ্টটি ১ম পেইজ থেকে চলে যেতে পারে তাতে করে অনেকেই খুজে পাবেনা। তাই সম্মানিত মডারেটরের কাছে বিষয়টি উপস্থাপণ করলাম। ধন্যবাদ
-
আসলে প্রত্যেকটা নতুন বাউন্টি এবং সিগনেচার ক্যাম্পেইনের লিংক দেওয়া উচিত আমাদের।এই ফোরামে যারা নতুন ইউজার আছে নতুন বাউন্টি আসলে কিন্তু তারা জানতে পারে না তারা সেই বাউন্টি ক্যাম্পেইনে এড হতে পারে না। এবং বাউন্টি লিংকগুলো দিলে অবশ্যই তারা কাজ করতে পারবে এবং কাজের প্রতি আগ্রহ বাড়বে।
-
আরেকটি সিগনেচার ক্যাম্পেইন চলছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন।
(https://i.imgur.com/0WcQnSi.jpg)
সিগনেচার ক্যাম্পেইন লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=177207.0
এটি বর্তমানে শেষ হয়ে গিয়েছে। এটির টোকেন ডিস্ট্রিবিউট করেছে। এই প্রজেক্টে অংশগ্রহণ করেছি আশা করছি এই প্রজেক্টটি অনেক ভালো হবে।
-
ভাই আমি এখানে জয়েন হয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হল এখান থেকে আমি বাদ পড়েছি। হয়তো এই বাউন্টি টি অনেক ভাল ছিল কিন্তু আমার ভুলের জন্য বাদ পড়লাম আশা করি সামনে আরও ভাল বাউন্টি আসলে এখানে সিনিয়র ভাইরা জুনিয়রদের সাহায্য করবেন। ধন্যবাদ মডারেটর ভাইকে আমাদের সাহায্য করার জন্য। আশা করি আমাদের পুরোপুরি ভাবে সাহায্য সহযোগিতা করবেন।
-
বাউন্টি হলো একটি দীর্ঘসময়ের প্রজেক্ট। বাউন্টি প্রজেক্ট সম্পন্ন হওয়ার পর পেমেন্ট পাওয়া যায়। বাউন্টি বেশি স্পাম করে না। এই ফোরামের সিনিয়র ভাইরা বান্টি লিংক প্রচার করার জন্য আমাকে সাহায্য করবেন। বর্তমানে আমার কাছে কোন বাউন্টির লিংক নেই।
-
বাউন্টি প্রচারণা কোন লিংক এখানে শেয়ার করা হবে। এতে করে এখানে যারা নতুন ইউজার রয়েছে। তারা উপকৃত হবে। আরব বাউন্টি প্রজেক্ট গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। সব ইউজারদের জন্য আলোচনা উন্মুক্ত। আশা করি আমাদের সেকশনের সদস্যরা প্রচারণা গুলোতে অংশগ্রহণ করবে।
ভাই এটা খুবি ভালো উদ্যোগ বলে আমি মনেকরি। এখানে লিংক গুলো শেয়ার করলে অনেকে বিশেষ করে নতুনরা অনেক উপকৃত হবে। কারন নতুন যারা আসছে এখানে তারা অনেকেই জানে না কোথায় কোন সেকশন এ গেলে বাউন্ট লিংক গুলো পাওয়া যাবে। তাই এটা খুবি গুরুত্বপূর্ণ এবং ভালো উদ্যোগ বলে আমি মনেকরি।
ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট করার জন্য বাউন্টি সম্পর্কে। আমরা সবাই মিলে বাউন্টি প্রচার করব। বাউন্টি লিংকগুলো প্রচার করার জন্য আমরা একে অপরকে সাহায্য করবো আশা করি আমরা বাউন্টি প্রচার করতে সার্থক হবে।
-
আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করেছেনভাই কেননা এই ফোরামে অনেক জুনিয়র মেম্বাররা আছে তারা হয়তো জানতে পারে না যে কোন বাউন্টি প্রজেক্টগুলো ভালো এবং সময়মত তারা বিভিন্ন ভালো ভালো প্রজেক্ট গুলো তে জয়েন হতে পারে না তাই এখানে যদি বাউন্টি সম্পর্কে খোলামেলা আলোচনা করা যায় তাহলে আমার মনে হয় ফোরামের জুনিয়র মেম্বাররা অনেক উপকৃত হবে।
-
বর্তমানে ফোরামে বাউন্টি ডিটেকটিভের my identity প্রজেক্ট চলছে। এটি অনেক ভালো একটি প্রজেক্ট মনে হচ্ছে। এখানে আপনি সিগনেচার ও বাউন্টিতে কাজ করতে পারবেন।
My identity প্রজেক্টে কাজ করতে চাইলে নিচের লিংকে প্রবেশ করুন।
https://www.altcoinstalks.com/index.php?topic=184074.0
-
বর্তমানে ফোরামে অনেক ভালো একটি ক্যাম্পেইন চলছে। আপনি চাইলে XSL project এড হতে পারেন। এটি বাউন্টি ডিটেকটিভ এর লং টাইমসের প্রজেক্ট।
https://www.altcoinstalks.com/index.php?topic=180102.0
-
বাউন্টি প্রচারণা কোন লিংক এখানে শেয়ার করা হবে। এতে করে এখানে যারা নতুন ইউজার রয়েছে। তারা উপকৃত হবে। আরব বাউন্টি প্রজেক্ট গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। সব ইউজারদের জন্য আলোচনা উন্মুক্ত। আশা করি আমাদের সেকশনের সদস্যরা প্রচারণা গুলোতে অংশগ্রহণ করবে।
ভাই আপনার উদ্যোগটা নিঃসন্দেহে অনেক ভালো একটি উদ্যোগ। এই টপিকটি তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।এই উদ্যোগের মাধ্যমে এই ফোরামে যারা নতুন ইউজার আছে তাদের জন্য অনেক উপকার হবে। তারা এখানে থেকে অনেক নতুন নতুন বাউন্টি সম্পর্কে জানতে পারবে ।
-
নতুন একটি সিগনেচার ক্যাম্পেইন চলছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন। দুই সপ্তাহ শেষ হয়েছে। তবে যারা জয়েন করতে ইচ্ছুক তারা জয়েন করুন।
(https://i.imgur.com/ei59PDk.jpg)
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=176274.0
স্যার আপনি যে লিঙ্কটা দিয়েছেন এ প্রজেক্টে অনেক বড় বড় লোকেরা কাজ করতেছে অবশ্যই তাহলে এই প্রজেক্টটা ভালো হবে।
-
নতুন একটি সিগনেচার ক্যাম্পেইন চলছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন। দুই সপ্তাহ শেষ হয়েছে। তবে যারা জয়েন করতে ইচ্ছুক তারা জয়েন করুন।
(https://i.imgur.com/ei59PDk.jpg)
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=176274.0
স্যার আপনি যে লিঙ্কটা দিয়েছেন এ প্রজেক্টে অনেক বড় বড় লোকেরা কাজ করতেছে অবশ্যই তাহলে এই প্রজেক্টটা ভালো হবে।
আসলে এই প্রজেক্ট গেমিং সাইট। অনেকেই এর মধ্যে অ্যাড হয়ে কাজ করেছে তারা এটি থেকে অনেক অনেক প্রফিট পাবে। বর্তমানে এটি স্টিকিং করেছে যারা এ টোকেন পেয়েছে তারা প্রত্যেকদিন কিছু কিছু ডলার পাবে আমি যতদূর সম্ভব শুনেছি 3 থেকে চার বছর একটানা পাবে।
-
বাউন্টি প্রচারণা কোন লিংক এখানে শেয়ার করা হবে। এতে করে এখানে যারা নতুন ইউজার রয়েছে। তারা উপকৃত হবে। আরব বাউন্টি প্রজেক্ট গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। সব ইউজারদের জন্য আলোচনা উন্মুক্ত। আশা করি আমাদের সেকশনের সদস্যরা প্রচারণা গুলোতে অংশগ্রহণ করবে।
এই টপিকটা আমাদের সকলের জন্য খুবই প্রয়োজনীয়। কারণ আমাদের ফোরামের সকলেরই বাউন্টি সম্পর্কে আপডেট জানার জন্য আপনার এই পোস্টটি অপরিহার্য ভুমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। এতে করে জুনিয়র ও সিনিয়র সকলেই অনেক উপকৃত হবে।
-
বাউন্টি প্রচারণার লিংক গুলো জানার জন্য এই টপিক টা সদস্যদের অনেক সহায়তা করছে। নতুন ইউজারদের জন্য অনেক ভালো তারা খুব সহজেই এখান থেকে বাউন্টি প্রচারণার লিংক গুলো জানতে পারবে।
-
আমি ফোরামের নতুন সদস্য। নতুন সদস্য হওয়ার কারণে আমার অনেক সমস্যা মোকাবেলা করতে হয়। এই ফোরামে পোস্ট করার সময় অনেক সময় ভুল মন্তব্য হয় সঠিক জ্ঞান না থাকার কারণে যদি কোন ভুল মন্তব্য করি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বর্তমান সময়ে প্রজেক্টের মধ্যে সবচেয়ে ভালো প্রজেক্ট হলো বাউন্টি। বাউন্টি কথা আসলেই দীর্ঘসময়ের প্রজেক্ট কে বুঝি। আমাদের সবার উচিত বাউন্টি প্রজেক্টগুলোর লিংকগুলো প্রচার করা।
-
প্রতিটি বাউন্টির লিংক এই জায়গায় দিলে হয়তো অনেকেই এখান থেকে লিংক নিয়ে কাজ করতে পারত। তবে নিয়মিত প্রদান করলে ভাল হয়। ইনএকটিভ হলে এখান থেকে কেউ লিংক নিতে চাইবে না। প্রত্যেকেই নিরুসাহিত হবে।
-
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য। খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন আপনি। আমাদের ফোরামে অনেক নতুন মেম্বার আছে যারা বাউন্টি খুঁজে পায় না এবং ভালো বাউন্টি কোনগুলো সেগুলো বুঝতে পারেনা। আশা করি এখানে সবাই নতুন কোন বাউন্টি আসলে শেয়ার করবেন। তাহলে নতুন ইউজার যারা আছে তারা খুব সহজেই বুঝতে পারবে।নতুন নতুন বাউন্টি লিংকগুলো এখানে দিয়ে সবসময় আপডেট রাখবেন।
-
বাউন্টি প্রচারণা কোন লিংক এখানে শেয়ার করা হবে। এতে করে এখানে যারা নতুন ইউজার রয়েছে। তারা উপকৃত হবে। আরব বাউন্টি প্রজেক্ট গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। সব ইউজারদের জন্য আলোচনা উন্মুক্ত। আশা করি আমাদের সেকশনের সদস্যরা প্রচারণা গুলোতে অংশগ্রহণ করবে।
মডারেটর আপনারউদ্যোগটি আমার অনেক ভালো লেগেছে ।এর মাধ্যমে আমরা ফোরামে কখন কোন প্রজেক্ট চলছে তা সম্পর্কে জানতে পারবো ।এবং প্রজেক্টগুলো ভালো কি মন্দ সে বিষয়ে জানা যাবে এর ফলে ফোরামে কাজ করতে আমাদের সুবিধা হবে।
-
এটি নতুনদের জন্য খুবই প্রয়োজনীয় একটি টপিক। বর্তমানে যারা নতুন ইউজার রয়েছে তাদের জন্য আমি মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন ইউজার রা অনেক সময় বাউন্টি গুলো খুঁজে পায়না তারা এখান থেকে খুব সহজেই খুঁজে নিতে পারবে।
-
সিনিয়র ভাই আপনি অনেক সুন্দর একটি কাজ করেছেন। আমরা ফোরামে যারা নতুন সদস্য রয়েছে তাদের জন্য অনেকটাই উপকৃত হয়েছে। বাউন্টি প্রচারণা গুলোর লিংক দিয়ে আমাদের অনেকটাই সহজ করে দিয়েছে। আমরা যারা নতুন সদস্য রয়েছে তাদের জন্য অনেকটাই ভালো হবে এই লিংক দেওয়ার কারনে।
-
বাউন্টি প্রচারণা কোন লিংক এখানে শেয়ার করা হবে। এতে করে এখানে যারা নতুন ইউজার রয়েছে। তারা উপকৃত হবে। আরব বাউন্টি প্রজেক্ট গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। সব ইউজারদের জন্য আলোচনা উন্মুক্ত। আশা করি আমাদের সেকশনের সদস্যরা প্রচারণা গুলোতে অংশগ্রহণ করবে।
আসলেই ভাই আপনি যে পোস্ট টা তুলে ধরেছেন তা অনেক মূল্যবান। এটা আমরা নতুন যারা আছে তাদের অনেক উপকার হবে। তবে আমি একেবারেই নতুন কিছুদিন গেলে কাজগুলো করতে পারবো।তবে এরক ভালো ভালো কাজের লিঙ্ক দেবেন যাতে করে সকলের উপকার হয় ধন্যবাদ আপনাকে।
-
নতুন একটি সিগনেচার ক্যাম্পেইন চলছে। আপনারা চাইলে জয়েন করতে পারেন। দুই সপ্তাহ শেষ হয়েছে। তবে যারা জয়েন করতে ইচ্ছুক তারা জয়েন করুন।
(https://i.imgur.com/ei59PDk.jpg)
বাউন্টি লিংক: https://www.altcoinstalks.com/index.php?topic=176274.0
অনেকেই বলাবলি করছে এই প্রজেক্টটি নাকি অনেক ভালো একটি প্রজেক্ট ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই প্রজেক্টটি তে জয়েন হতে পারিনি।তবে ভবিষ্যতে যদি এরকম এরকম ভালো ক্যাম্পেইন আসে তাহলে অবশ্যই আমি এড হওয়ার চেষ্টা করব।