Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Coin63@ on November 05, 2020, 07:09:20 AM

Title: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Coin63@ on November 05, 2020, 07:09:20 AM
ফোরামে দেখা যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন আইডি আসছে কিন্তু হার্ড রুলের কারণে কিছুদিন থাকার পর আইডিগুলো আর এক্টিভ দেখা যাচ্ছে না, কিছু নেগেটিভ কারমা খেয়ে চলে যাচ্ছে, কিছু প্লাগারিজম খেয়ে চলে যাচ্ছে, ফোরামে কিছু বন্ধুত্বপূর্ণ আচরণ এর অভাবে ফোরামের জনপ্রিয়তা কমে যাচ্ছে। আপনার মতামত আশা করছি।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Coin63@ on November 05, 2020, 07:15:09 AM
ফোরামে স্বজনপ্রীতি কারমা দেওয়া নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন। মোডারেটর আপনি নিজেও সতর্ক হোন। কিভাবে আপনার কারমা মাত্র 15 দিনে ১০০+ হলো। আপনি মোডারেটর হয়েছেন তাতে কি ?আপনারও এ নিয়ে সতর্ক হওয়া উচিত হওয়া উচিত। ফোরামে আপনার চেয়ে আমার জন্ম আগে। তাই আপনার ও ভুল আছে। বেশি হার্ড রুল করবেন না ।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Coin63@ on November 05, 2020, 07:20:04 AM
ফোরামে অনেকে মনে করে পোস্ট বেশি হলেই তার পাওয়ার অনেক বেশি কিন্তু সেটা মোটেই ঠিক নয়। অনেকে আছে নিয়মিত একটিভ থেকে দুই একটা পোস্ট করে ফোরামে নিম্ন মর্যাদা ধরে রেখেছে তাতে কি? আপনার সহযোগিতা ফোরামে কাম্য। পদমর্যাদা নয়।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: JISAN on November 05, 2020, 07:22:42 AM
ফোরামে স্বজনপ্রীতি কারমা দেওয়া নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন। মোডারেটর আপনি নিজেও সতর্ক হোন। কিভাবে আপনার কারমা মাত্র 15 দিনে ১০০+ হলো। আপনি মোডারেটর হয়েছেন তাতে কি ?আপনারও এ নিয়ে সতর্ক হওয়া উচিত হওয়া উচিত। ফোরামে আপনার চেয়ে আমার জন্ম আগে। তাই আপনার ও ভুল আছে। বেশি হার্ড রুল করবেন না ।
আপনার কথাকে আমি ফেলে দেবো না। মানুষ মাত্রই ভূল ভূল আমরা করি, নতুনরা করা মোডারেটররাও করতে পারে। তবে আমি বর্তমানে মোডারেটরের কোনো ভূল দেখতে পাচ্ছি না। সে একজন মোডারেটর তার কারমা দ্রুত বাড়তেই পারে। কেনোনা সে সারাদিন ফোরামে এক্টিভ থাকে এবং আপনার পরে তার জন্ম হলেও আপনার পোস্ট ১২০০ কিন্তু তার পোস্ট ২৫০০ ছাড়িয়েছে। আপনার ১২০০ পোস্টে ৬৯ টা কারমা হলেও তার ২৫০০ পোস্টে ১০০ কারমা হওয়া সাভাবিক। তার পরেও সে মোডারেটর হওয়াতে অনেকে আছেন তাকে সন্মান করার জন্য কারমা দিয়ে থাকেন। তো আপনার এভাবে বলাটা আমি ঠিক বলে মনে করছি না।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: JISAN on November 05, 2020, 07:26:48 AM
ফোরামে স্বজনপ্রীতি কারমা দেওয়া নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন। মোডারেটর আপনি নিজেও সতর্ক হোন। কিভাবে আপনার কারমা মাত্র 15 দিনে ১০০+ হলো। আপনি মোডারেটর হয়েছেন তাতে কি ?আপনারও এ নিয়ে সতর্ক হওয়া উচিত হওয়া উচিত। ফোরামে আপনার চেয়ে আমার জন্ম আগে। তাই আপনার ও ভুল আছে। বেশি হার্ড রুল করবেন না ।
হুম এটা ঠিক এটাই দেখেন আপনার চেয়ে আমার একাউন্ট এর বয়স মাত্র ৫ দিন এর ডিফারেন্স অথর্চ আপনি লেজেন্ডার আর আমি সিনিয়র । কারন আপনি কঠর পরিশ্রম করছেন আপনি পোস্ট করছেন কিন্তু আমি তা করিনি। আমি ঠিকই ফোরামে এক্টিভ ছিলাম সবার পোস্ট দেখেছি কিন্তু আমি যেখানে রিপ্লে দেওয়া উচিৎ শুধু সেখানেই দিছি অযথা পোস্ট বাড়ানোর জন্য কোনো পোস্ট করিনি
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 07:31:18 AM
ফোরামে স্বজনপ্রীতি কারমা দেওয়া নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন। মোডারেটর আপনি নিজেও সতর্ক হোন। কিভাবে আপনার কারমা মাত্র 15 দিনে ১০০+ হলো। আপনি মোডারেটর হয়েছেন তাতে কি ?আপনারও এ নিয়ে সতর্ক হওয়া উচিত হওয়া উচিত। ফোরামে আপনার চেয়ে আমার জন্ম আগে। তাই আপনার ও ভুল আছে। বেশি হার্ড রুল করবেন না ।
ভাই ফোরামে কোন স্বজনপ্রীতি হচ্ছে না। আমি মডারেটর বলে আমার আলাদা সুবিধা নেই। ১০০+ কারমা হতেই পারে। আমার পোষ্ট কিন্তু ২৫০০+ হয়েছে। যা আপনার পোষ্টের সাথে তুলনা করলে কার মারসংখ্যা আমার বেশি থাকতেই পারে। আপনার ৬৯ টি কারমা রয়েছে। আপনার পোস্ট ১২০০+, তাই আপনি নিজে ভেবে দেখুন আপনি কি বলছেন? এখানে সুবিধা সবার জন্য সমান। আমি কোন হার্ড রুলস তৈরি করছি না। আমি সব ইউজারদের পক্ষে কাজ করি। তবে ইদানিং আমাদের দেশের পোলাপাইন এর কিছু একাউন্ট নষ্ট হয়েছে। সেটার দায়ভার আমি কেন নিব। তাদের ভুলের কারণে হয়েছে। তবে আমি কোন একাউন্টে নষ্ট করার জন্য হাত দেই নি। সুতরাং সবাইকে ভালো থাকতে দিন।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Coin63@ on November 05, 2020, 07:34:57 AM
ফোরামে স্বজনপ্রীতি কারমা দেওয়া নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন। মোডারেটর আপনি নিজেও সতর্ক হোন। কিভাবে আপনার কারমা মাত্র 15 দিনে ১০০+ হলো। আপনি মোডারেটর হয়েছেন তাতে কি ?আপনারও এ নিয়ে সতর্ক হওয়া উচিত হওয়া উচিত। ফোরামে আপনার চেয়ে আমার জন্ম আগে। তাই আপনার ও ভুল আছে। বেশি হার্ড রুল করবেন না ।
ভাই ফোরামে কোন স্বজনপ্রীতি হচ্ছে না। আমি মডারেটর বলে আমার আলাদা সুবিধা নেই। ১০০+ কারমা হতেই পারে। আমার পোষ্ট কিন্তু ২৫০০+ হয়েছে। যা আপনার পোষ্টের সাথে তুলনা করলে কার মারসংখ্যা আমার বেশি থাকতেই পারে। আপনার ৬৯ টি কারমা রয়েছে। আপনার পোস্ট ১২০০+, তাই আপনি নিজে ভেবে দেখুন আপনি কি বলছেন? এখানে সুবিধা সবার জন্য সমান। আমি কোন হার্ড রুলস তৈরি করছি না। আমি সব ইউজারদের পক্ষে কাজ করি। তবে ইদানিং আমাদের দেশের পোলাপাইন এর কিছু একাউন্ট নষ্ট হয়েছে। সেটার দায়ভার আমি কেন নিব। তাদের ভুলের কারণে হয়েছে। তবে আমি কোন একাউন্টে নষ্ট করার জন্য হাত দেই নি। সুতরাং সবাইকে ভালো থাকতে দিন।
মডারেটর যখন কারমার জন্ম হয়েছে তখন আপনার আইডির জন্ম হয়নি। আপনার আহমরি পোস্ট হয়নি যাতে হান্ডেট প্লাস ওভার কারমা হয়।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Rakin343 on November 05, 2020, 07:37:01 AM
আমি বেশ কিছু দিন ধরে দেখছি এই ফোরামের সজন প্রিয়তা শুরু হয়ে গেছে।কিছু কিছু পোস্টে দেখতে পাই যে আপনাকে পজেটিভ কারমা দেওয়া হল বা আপনার জন্য পজেটিভ কারমা বরাদ্দ রইল। আমি এ সমস্ত পোস্ট মডারেটর এবং কিছু মেম্বার দের কাছে আশা করিনি।আমি অনেক আগেই বলতে চেয়েছি কিন্তু বলিনি। এখনো শোধরানোর টাইম আছে আপনারা ঠিক হয়ে যান।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: JISAN on November 05, 2020, 07:40:02 AM
ফোরামে স্বজনপ্রীতি কারমা দেওয়া নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন। মোডারেটর আপনি নিজেও সতর্ক হোন। কিভাবে আপনার কারমা মাত্র 15 দিনে ১০০+ হলো। আপনি মোডারেটর হয়েছেন তাতে কি ?আপনারও এ নিয়ে সতর্ক হওয়া উচিত হওয়া উচিত। ফোরামে আপনার চেয়ে আমার জন্ম আগে। তাই আপনার ও ভুল আছে। বেশি হার্ড রুল করবেন না ।
ভাই ফোরামে কোন স্বজনপ্রীতি হচ্ছে না। আমি মডারেটর বলে আমার আলাদা সুবিধা নেই। ১০০+ কারমা হতেই পারে। আমার পোষ্ট কিন্তু ২৫০০+ হয়েছে। যা আপনার পোষ্টের সাথে তুলনা করলে কার মারসংখ্যা আমার বেশি থাকতেই পারে। আপনার ৬৯ টি কারমা রয়েছে। আপনার পোস্ট ১২০০+, তাই আপনি নিজে ভেবে দেখুন আপনি কি বলছেন? এখানে সুবিধা সবার জন্য সমান। আমি কোন হার্ড রুলস তৈরি করছি না। আমি সব ইউজারদের পক্ষে কাজ করি। তবে ইদানিং আমাদের দেশের পোলাপাইন এর কিছু একাউন্ট নষ্ট হয়েছে। সেটার দায়ভার আমি কেন নিব। তাদের ভুলের কারণে হয়েছে। তবে আমি কোন একাউন্টে নষ্ট করার জন্য হাত দেই নি। সুতরাং সবাইকে ভালো থাকতে দিন।
এখানে যে স্বজনপ্রীতি হচ্ছে না এটাও ভুল এখানে স্বজনপ্রীতিও হচ্ছে। তাই আমাদের এখানে কারো বিরোদিতা করে আমাদের নিজেদের রেপুটেশন নষ্ট না করে সবাই সবার ভুল গুলো সংসধন করুন। সবাই সতর্ক হোন। মোডারেটর কে বলছি আপনি নিজেও সতর্ক হন। Coin63@ আপনি নিজেও সতর্ক হন। আর এখানে বিতর্ক না করে সবাই মিলে মিসে থাকেন কারন আমরা সিনিয়র হয়ে যদি এরকম করি তাহলে নতুনরা কি শিখবে আমাদের দেখে।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 07:42:06 AM
ফোরামে দেখা যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন আইডি আসছে কিন্তু হার্ড রুলের কারণে কিছুদিন থাকার পর আইডিগুলো আর এক্টিভ দেখা যাচ্ছে না, কিছু নেগেটিভ কারমা খেয়ে চলে যাচ্ছে, কিছু প্লাগারিজম খেয়ে চলে যাচ্ছে, ফোরামে কিছু বন্ধুত্বপূর্ণ আচরণ এর অভাবে ফোরামের জনপ্রিয়তা কমে যাচ্ছে। আপনার মতামত আশা করছি।
ফোরাম এর জনপ্রিয়তা কমছে না। ফোরামের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি ইতোমধ্যেই দেখে থাকেন, তাহলে ফোরাম ইউজার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই ফোরামের সবার সাথে বন্ধুসুলভ আচরণ করুন।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Coin63@ on November 05, 2020, 07:43:52 AM
ফোরামকে মনে প্রানে ভালবাসি বলেই ফোরামের কিছু হলে মনে খুব কষ্ট লাগে। আমরা নিজেরা যদি এই ফোরামের জনপ্রিয়তা ধরে রাখতে পারি তবে এটা আমাদের ব্যর্থতা।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 07:44:36 AM
ফোরামে অনেকে মনে করে পোস্ট বেশি হলেই তার পাওয়ার অনেক বেশি কিন্তু সেটা মোটেই ঠিক নয়। অনেকে আছে নিয়মিত একটিভ থেকে দুই একটা পোস্ট করে ফোরামে নিম্ন মর্যাদা ধরে রেখেছে তাতে কি? আপনার সহযোগিতা ফোরামে কাম্য। পদমর্যাদা নয়।
অবশ্যই পরস্পরের সহযোগিতা কাম্য। আমি কোন ইউজার কে ছোট করে দেখিনা। আমার পদমর্যাদা বৃদ্ধি পেয়েছে এটা কোন বড় ঘটনা না। সব ইউজারদের সমান চোখে দেখি। এবং আমি মনে করি এই ফোরামে যারা সিনিয়র ইউজার রয়েছে তারা সবাইকে একই চোখে দেখে।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Rakin343 on November 05, 2020, 07:45:07 AM
আমাদের সমস্যা হচ্ছে আমরা বাঙ্গালী আমাদের মধ্যে হিংসা দিয়ে বোঝাই। আমরা হিংসা নিয়ে বসবাস করি। আমরা বাঙালিরা কখনোই এগিয়ে যেতে পারবোনা যতদিন আমাদের মধ্যে হিংসা বিরাজ করবে। তাই আমরা হিংসা হিংসি বাদ দিয়ে আসুন ভালোভাবে কাজ করি। কারণ ফোরাম আমারও নয় আপনার নয় এই ফোরামের সবারই অধিকার সমান। তাই আজ থেকে আসুন আমরা সবাই মিলেমিশে কাজ করি।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Malam90 on November 05, 2020, 07:45:36 AM
ফোরামে স্বজনপ্রীতি কারমা দেওয়া নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন। মোডারেটর আপনি নিজেও সতর্ক হোন। কিভাবে আপনার কারমা মাত্র 15 দিনে ১০০+ হলো। আপনি মোডারেটর হয়েছেন তাতে কি ?আপনারও এ নিয়ে সতর্ক হওয়া উচিত হওয়া উচিত। ফোরামে আপনার চেয়ে আমার জন্ম আগে। তাই আপনার ও ভুল আছে। বেশি হার্ড রুল করবেন না ।

ভাই, আসলে আমরা সবাই নিজের ভাইয়ের চেযে কম কিছুনা। সকালে বিকালে রাতে সব সময় আমাদের কথপকথন হয় ফোরামে। কারো সাথে কারো সমস্যা থাকলে সেটা ইনবক্সে বলাইশ্রেয় নয় কি? কারমা নিয়ে স্বজনপ্রীতি যদি হতো তাহলে এতদিন আমার কারমা ২০০+ হওয়ার কথা ছিলো। কেউ আমারে কারমা দিলে দিবে, না দিলে নাই। চাইবনা, এটা নিয়ে আমার মাথা ব্যাথাও নেই। মডারেটর বরঞ্চ উল্টো আমি সবারে উৎসাহ দেওয়ার জন্য নতুনদের কারমা দিতাম-উনি বললেন এখন থেকে আরো ভালো কোয়ালিটি না হলে দিয়েন না। তারে সম্মান করে সেটাই করতেছি। আমি কারমা দেওয়ার সময় স্বজন প্রীতি করার কোন চিন্তাই আমার নেই। মডারেটরের কোন চিন্তা আছে বলে আমার মনে হয়না। বাংলাবোর্ডে যারা আমাদের সদস্য আছে তাদের নিয়ে কাজ করতে চাই সেই জয়েন করার দিন থেকে। এজন্য কেউ ভুল করলে তাকে আমি সতর্ক করে দেই-তাই সেটা টেলিগ্রামে হোক বা ফোরামে পিএম দিয়ে হোক।
মোদ্দাকথা হচ্ছে- আমরা সবাই ভাই ভাই। জুনিয়ররাও আমাদের ভাই। তাদের ভূল ধরে দিতে হবে তবে কেউ যদি মাল্টিপল একাউন্ট করে এবং সতর্ক করার পরেও একটা রেখে বাকিগুলো ডিলিট না করে বা বাদ না দেয় তখন সেটা ভিন্ন কথা। এছাড়া আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভেদাভেদভুলে যেতে হবে।  এ পর্যন্ত মাত্র ৩ জন লিজেন্ডারী পেয়েছি আমরা। আগামী কয়েকমাসে অন্তত আরো ৫-৭ জন কে দেখতে চাই। এজন্য আামাদের ভেদাভেদ ভুলে যেতে হবে। কারো ভুল থাকলে তাকে পিএমদিয়ে জানিয়ে দিন।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 07:46:41 AM
ফোরামে স্বজনপ্রীতি কারমা দেওয়া নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন। মোডারেটর আপনি নিজেও সতর্ক হোন। কিভাবে আপনার কারমা মাত্র 15 দিনে ১০০+ হলো। আপনি মোডারেটর হয়েছেন তাতে কি ?আপনারও এ নিয়ে সতর্ক হওয়া উচিত হওয়া উচিত। ফোরামে আপনার চেয়ে আমার জন্ম আগে। তাই আপনার ও ভুল আছে। বেশি হার্ড রুল করবেন না ।
আপনার কথাকে আমি ফেলে দেবো না। মানুষ মাত্রই ভূল ভূল আমরা করি, নতুনরা করা মোডারেটররাও করতে পারে। তবে আমি বর্তমানে মোডারেটরের কোনো ভূল দেখতে পাচ্ছি না। সে একজন মোডারেটর তার কারমা দ্রুত বাড়তেই পারে। কেনোনা সে সারাদিন ফোরামে এক্টিভ থাকে এবং আপনার পরে তার জন্ম হলেও আপনার পোস্ট ১২০০ কিন্তু তার পোস্ট ২৫০০ ছাড়িয়েছে। আপনার ১২০০ পোস্টে ৬৯ টা কারমা হলেও তার ২৫০০ পোস্টে ১০০ কারমা হওয়া সাভাবিক। তার পরেও সে মোডারেটর হওয়াতে অনেকে আছেন তাকে সন্মান করার জন্য কারমা দিয়ে থাকেন। তো আপনার এভাবে বলাটা আমি ঠিক বলে মনে করছি না।
ধন্যবাদ। আপনি মূল পয়েন্ট ধরেছেন। Coin63@ আপনারও এ বিষয়ে চিন্তা করা উচিত। আপনার পোষ্টের তুলনায় কারমা সংখ্যা অনেক বেশি। তাই আপনি নিজে চিন্তা করুন আপনি কি বলছেন।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Coin63@ on November 05, 2020, 07:47:00 AM
ফোরামে দেখা যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন আইডি আসছে কিন্তু হার্ড রুলের কারণে কিছুদিন থাকার পর আইডিগুলো আর এক্টিভ দেখা যাচ্ছে না, কিছু নেগেটিভ কারমা খেয়ে চলে যাচ্ছে, কিছু প্লাগারিজম খেয়ে চলে যাচ্ছে, ফোরামে কিছু বন্ধুত্বপূর্ণ আচরণ এর অভাবে ফোরামের জনপ্রিয়তা কমে যাচ্ছে। আপনার মতামত আশা করছি।
ফোরাম এর জনপ্রিয়তা কমছে না। ফোরামের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি ইতোমধ্যেই দেখে থাকেন, তাহলে ফোরাম ইউজার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই ফোরামের সবার সাথে বন্ধুসুলভ আচরণ করুন।
বাংলা ফোরাম এর জনপ্রিয়তা মোটেই বাড়েনি। হার্ড নিয়মের কারণে এখানে নতুন ইউজার রা আসতে ভয় পাচ্ছে। সবগুলো গ্লোবাল ফোরামে গিয়ে পোস্ট করে। হাতেগোনা কতিপয় ইউজার ছাড়া এখানে নতুন কেউ আসে না।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Rakin343 on November 05, 2020, 07:48:39 AM
এই ফোরামে যারা নতুন এ আসে তাদের সবাইকে সুযোগ করে দেন তাদের বুঝিয়ে বলেন। ছোটদের বুঝিয়ে বললে তারা অবশ্যই বুঝে যাবে। এইতো আমরাও এক সময় বুঝতাম না।আর কেউ কোনদিন একবারে শিখে আসে না সকলেই আস্তে আস্তে শিখে যায়। সবাইকে সুযোগ দিবেন।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Blue_sea on November 05, 2020, 07:49:43 AM
ফোরামে দেখা যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন আইডি আসছে কিন্তু হার্ড রুলের কারণে কিছুদিন থাকার পর আইডিগুলো আর এক্টিভ দেখা যাচ্ছে না, কিছু নেগেটিভ কারমা খেয়ে চলে যাচ্ছে, কিছু প্লাগারিজম খেয়ে চলে যাচ্ছে, ফোরামে কিছু বন্ধুত্বপূর্ণ আচরণ এর অভাবে ফোরামের জনপ্রিয়তা কমে যাচ্ছে। আপনার মতামত আশা করছি।
যেহেতু এটি একটি বাংলা থ্রেড তাই বাংলায় একটি কথা না বললেই নয়। যে “পাপ কিন্তু বাপ কে ছাড়েনা” সে যেই হোক। তাই ভবিষ্যতে সাবাই কে সর্তক অবলম্বন করেতে হবে। সবাই কে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 07:52:06 AM
ফোরামে স্বজনপ্রীতি কারমা দেওয়া নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন। মোডারেটর আপনি নিজেও সতর্ক হোন। কিভাবে আপনার কারমা মাত্র 15 দিনে ১০০+ হলো। আপনি মোডারেটর হয়েছেন তাতে কি ?আপনারও এ নিয়ে সতর্ক হওয়া উচিত হওয়া উচিত। ফোরামে আপনার চেয়ে আমার জন্ম আগে। তাই আপনার ও ভুল আছে। বেশি হার্ড রুল করবেন না ।
হুম এটা ঠিক এটাই দেখেন আপনার চেয়ে আমার একাউন্ট এর বয়স মাত্র ৫ দিন এর ডিফারেন্স অথর্চ আপনি লেজেন্ডার আর আমি সিনিয়র । কারন আপনি কঠর পরিশ্রম করছেন আপনি পোস্ট করছেন কিন্তু আমি তা করিনি। আমি ঠিকই ফোরামে এক্টিভ ছিলাম সবার পোস্ট দেখেছি কিন্তু আমি যেখানে রিপ্লে দেওয়া উচিৎ শুধু সেখানেই দিছি অযথা পোস্ট বাড়ানোর জন্য কোনো পোস্ট করিনি
হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন। ফোরামে যারা পরিশ্রম করে তারা এগিয়ে যেতে পারে। তবে ফোরামে এতদিন কাজ করার পরে। এখন আমার মনে হচ্ছে আমার বিরুদ্ধে কেউ আঙুল তুলছে। কেন হচ্ছে আমি জানিনা। কি কারনে হচ্ছে তাও জানিনা। তবে যারা আমাকে এ ধরনের প্রশ্নের সম্মুখীন করেছেন, তারা আমাকে অবশ্যই উত্তরটি দিবেন, আমি তাদের উত্তরের অপেক্ষায় রয়েছি, কেন তারা এরকম করছে। বিষয়টা নিয়ে আর তাদের সাথে আলোচনা করতে করতে আগ্রহী। ঠিক কি কারণে এরকম পোস্ট করার কারণ। আমি চাই সবাই ভালো থাকুক। বিশেষ করে আমার দেশীয় ভাইরা ভালো থাকুক।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: JISAN on November 05, 2020, 07:54:37 AM
ফোরামে স্বজনপ্রীতি কারমা দেওয়া নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন। মোডারেটর আপনি নিজেও সতর্ক হোন। কিভাবে আপনার কারমা মাত্র 15 দিনে ১০০+ হলো। আপনি মোডারেটর হয়েছেন তাতে কি ?আপনারও এ নিয়ে সতর্ক হওয়া উচিত হওয়া উচিত। ফোরামে আপনার চেয়ে আমার জন্ম আগে। তাই আপনার ও ভুল আছে। বেশি হার্ড রুল করবেন না ।
আপনার কথাকে আমি ফেলে দেবো না। মানুষ মাত্রই ভূল ভূল আমরা করি, নতুনরা করা মোডারেটররাও করতে পারে। তবে আমি বর্তমানে মোডারেটরের কোনো ভূল দেখতে পাচ্ছি না। সে একজন মোডারেটর তার কারমা দ্রুত বাড়তেই পারে। কেনোনা সে সারাদিন ফোরামে এক্টিভ থাকে এবং আপনার পরে তার জন্ম হলেও আপনার পোস্ট ১২০০ কিন্তু তার পোস্ট ২৫০০ ছাড়িয়েছে। আপনার ১২০০ পোস্টে ৬৯ টা কারমা হলেও তার ২৫০০ পোস্টে ১০০ কারমা হওয়া সাভাবিক। তার পরেও সে মোডারেটর হওয়াতে অনেকে আছেন তাকে সন্মান করার জন্য কারমা দিয়ে থাকেন। তো আপনার এভাবে বলাটা আমি ঠিক বলে মনে করছি না।
ধন্যবাদ। আপনি মূল পয়েন্ট ধরেছেন। Coin63@ আপনারও এ বিষয়ে চিন্তা করা উচিত। আপনার পোষ্টের তুলনায় কারমা সংখ্যা অনেক বেশি। তাই আপনি নিজে চিন্তা করুন আপনি কি বলছেন।
Nostoman ও Coin63@ দুজনকেই বলছি এটি নিয়ে আর কথা না বড়ানোই ভালো Coin63@ আপনি ফোরামের একজন মেম্বার এবং আপনি সিনিয়র আপনার মত প্রকাশ করার অধিকার আছে। আপনাকেও ধন্যবাদ আপনার মত প্রকাশের জন্য। আজকে আপনার মত প্রকাশের জন্য অনেকেই সতর্ক হয়ে যাবে। আশা করি পরবর্তীতে  কেও স্বজনপ্রীতি করবে না। নিজে বড় হন অন্যকে বড় হতে দিন কিন্তু সেইটা ন্যায্য ও বৈধ ভাবে। ধন্যবাদ
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 07:56:59 AM
ফোরামে স্বজনপ্রীতি কারমা দেওয়া নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন। মোডারেটর আপনি নিজেও সতর্ক হোন। কিভাবে আপনার কারমা মাত্র 15 দিনে ১০০+ হলো। আপনি মোডারেটর হয়েছেন তাতে কি ?আপনারও এ নিয়ে সতর্ক হওয়া উচিত হওয়া উচিত। ফোরামে আপনার চেয়ে আমার জন্ম আগে। তাই আপনার ও ভুল আছে। বেশি হার্ড রুল করবেন না ।
ভাই ফোরামে কোন স্বজনপ্রীতি হচ্ছে না। আমি মডারেটর বলে আমার আলাদা সুবিধা নেই। ১০০+ কারমা হতেই পারে। আমার পোষ্ট কিন্তু ২৫০০+ হয়েছে। যা আপনার পোষ্টের সাথে তুলনা করলে কার মারসংখ্যা আমার বেশি থাকতেই পারে। আপনার ৬৯ টি কারমা রয়েছে। আপনার পোস্ট ১২০০+, তাই আপনি নিজে ভেবে দেখুন আপনি কি বলছেন? এখানে সুবিধা সবার জন্য সমান। আমি কোন হার্ড রুলস তৈরি করছি না। আমি সব ইউজারদের পক্ষে কাজ করি। তবে ইদানিং আমাদের দেশের পোলাপাইন এর কিছু একাউন্ট নষ্ট হয়েছে। সেটার দায়ভার আমি কেন নিব। তাদের ভুলের কারণে হয়েছে। তবে আমি কোন একাউন্টে নষ্ট করার জন্য হাত দেই নি। সুতরাং সবাইকে ভালো থাকতে দিন।
মডারেটর যখন কারমার জন্ম হয়েছে তখন আপনার আইডির জন্ম হয়নি। আপনার আহমরি পোস্ট হয়নি যাতে হান্ডেট প্লাস ওভার কারমা হয়।
আপনার কারমা 70 টি। তাহলে আপনার অত আহমরি পোস্ট হয়নি। আপনি কেমনে পেলেন? তবে আপনি ভালো মানের পোস্ট করতে পারেন । তবে আপনার 70 টি কারমা হতেই পারে। আমি সাপোর্ট করি।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 08:01:19 AM
আমি বেশ কিছু দিন ধরে দেখছি এই ফোরামের সজন প্রিয়তা শুরু হয়ে গেছে।কিছু কিছু পোস্টে দেখতে পাই যে আপনাকে পজেটিভ কারমা দেওয়া হল বা আপনার জন্য পজেটিভ কারমা বরাদ্দ রইল। আমি এ সমস্ত পোস্ট মডারেটর এবং কিছু মেম্বার দের কাছে আশা করিনি।আমি অনেক আগেই বলতে চেয়েছি কিন্তু বলিনি। এখনো শোধরানোর টাইম আছে আপনারা ঠিক হয়ে যান।
ফোরামে ইউজাররা তাদের নিজ নিজ অবস্থান থেকে অনেক পরিশ্রম করছে। আরো তাদের অবস্থান থেকে তারা ঠিক। আমার অবস্থান থেকে আমি ঠিক। তবে আমি ফোরামে কারো ক্ষতি করি না। আমি মডারেটরের দায়িত্ব পেয়েছি তাই বলে আমি ফোরামে কোন ইউজারের ক্ষতি করবো সেটা আমার কখনো কাম্য হবে না। আমার ক্ষতি করার কোনো মন মানসিকতা নেই। এটা আপনার বোঝা উচিত যে ফোরামের বাংলা বোর্ডের কারো নেগেটিভ কারমা বা কোন ক্ষতি হলে সেটা আমারও ক্ষতি। এইটা ইউজারগন কেন বুঝতে পারছেন না?
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: ttcsalam on November 05, 2020, 08:05:33 AM
এই ফোরামে তো আগে কেউ পোষ্ট ই করতে চাইতো না। আমি নিজেও কারও না কারও কাছ থেকে অনুপ্রানিত হয়ে ফোরামে যোগ দিয়ে কাজ করছি। আমার কাছে কখনও মনে হয়নি যে ফোরামের জনপ্রিয়তা কোন ভাবে কমছে বরং বলা যায় দিনের পর দিন বাড়ছে।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 08:06:10 AM
ফোরামে স্বজনপ্রীতি কারমা দেওয়া নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন। মোডারেটর আপনি নিজেও সতর্ক হোন। কিভাবে আপনার কারমা মাত্র 15 দিনে ১০০+ হলো। আপনি মোডারেটর হয়েছেন তাতে কি ?আপনারও এ নিয়ে সতর্ক হওয়া উচিত হওয়া উচিত। ফোরামে আপনার চেয়ে আমার জন্ম আগে। তাই আপনার ও ভুল আছে। বেশি হার্ড রুল করবেন না ।

ভাই, আসলে আমরা সবাই নিজের ভাইয়ের চেযে কম কিছুনা। সকালে বিকালে রাতে সব সময় আমাদের কথপকথন হয় ফোরামে। কারো সাথে কারো সমস্যা থাকলে সেটা ইনবক্সে বলাইশ্রেয় নয় কি? কারমা নিয়ে স্বজনপ্রীতি যদি হতো তাহলে এতদিন আমার কারমা ২০০+ হওয়ার কথা ছিলো। কেউ আমারে কারমা দিলে দিবে, না দিলে নাই। চাইবনা, এটা নিয়ে আমার মাথা ব্যাথাও নেই। মডারেটর বরঞ্চ উল্টো আমি সবারে উৎসাহ দেওয়ার জন্য নতুনদের কারমা দিতাম-উনি বললেন এখন থেকে আরো ভালো কোয়ালিটি না হলে দিয়েন না। তারে সম্মান করে সেটাই করতেছি। আমি কারমা দেওয়ার সময় স্বজন প্রীতি করার কোন চিন্তাই আমার নেই। মডারেটরের কোন চিন্তা আছে বলে আমার মনে হয়না। বাংলাবোর্ডে যারা আমাদের সদস্য আছে তাদের নিয়ে কাজ করতে চাই সেই জয়েন করার দিন থেকে। এজন্য কেউ ভুল করলে তাকে আমি সতর্ক করে দেই-তাই সেটা টেলিগ্রামে হোক বা ফোরামে পিএম দিয়ে হোক।
মোদ্দাকথা হচ্ছে- আমরা সবাই ভাই ভাই। জুনিয়ররাও আমাদের ভাই। তাদের ভূল ধরে দিতে হবে তবে কেউ যদি মাল্টিপল একাউন্ট করে এবং সতর্ক করার পরেও একটা রেখে বাকিগুলো ডিলিট না করে বা বাদ না দেয় তখন সেটা ভিন্ন কথা। এছাড়া আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভেদাভেদভুলে যেতে হবে।  এ পর্যন্ত মাত্র ৩ জন লিজেন্ডারী পেয়েছি আমরা। আগামী কয়েকমাসে অন্তত আরো ৫-৭ জন কে দেখতে চাই। এজন্য আামাদের ভেদাভেদ ভুলে যেতে হবে। কারো ভুল থাকলে তাকে পিএমদিয়ে জানিয়ে দিন।
কথাগুলো ভালো লেগেছে ভাই।ফোরামে যদি ভেদাভেদ ভুলে আমরা কাজ করি তাহলে অবশ্যই আমরা বাঙালি জাতি উন্নতি লাভ করতে পারব। তবে এখানে কেন এরকম হচ্ছে এ বিষয়ে আমি এখনো জানিনা।তবে আপনারা যারা এ বিষয়ে আলোচনা করছেন অবশ্যই বিষয়গুলো আমাকে বিস্তারিত জানাবেন। আমি জানতে অনেক আগ্রহী। আজকে আমাকে একজন পিএম দিয়ে নানা ধরনের কথা বলছে। তার আইডি নষ্ট করা হয়েছে। সে আমার বিরুদ্ধে আঙুল তুলছে। কিন্তু আমি তার আইডি নষ্ট করিনি। আমি চাই ফোরামে সবাই ভালো। সবাই কাজ করে সফলতা পাক। আমার পক্ষ থেকে সব সময় সবার জন্য শুভকামনা।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: JISAN on November 05, 2020, 08:11:21 AM
আমি বেশ কিছু দিন ধরে দেখছি এই ফোরামের সজন প্রিয়তা শুরু হয়ে গেছে।কিছু কিছু পোস্টে দেখতে পাই যে আপনাকে পজেটিভ কারমা দেওয়া হল বা আপনার জন্য পজেটিভ কারমা বরাদ্দ রইল। আমি এ সমস্ত পোস্ট মডারেটর এবং কিছু মেম্বার দের কাছে আশা করিনি।আমি অনেক আগেই বলতে চেয়েছি কিন্তু বলিনি। এখনো শোধরানোর টাইম আছে আপনারা ঠিক হয়ে যান।
ফোরামে ইউজাররা তাদের নিজ নিজ অবস্থান থেকে অনেক পরিশ্রম করছে। আরো তাদের অবস্থান থেকে তারা ঠিক। আমার অবস্থান থেকে আমি ঠিক। তবে আমি ফোরামে কারো ক্ষতি করি না। আমি মডারেটরের দায়িত্ব পেয়েছি তাই বলে আমি ফোরামে কোন ইউজারের ক্ষতি করবো সেটা আমার কখনো কাম্য হবে না। আমার ক্ষতি করার কোনো মন মানসিকতা নেই। এটা আপনার বোঝা উচিত যে ফোরামের বাংলা বোর্ডের কারো নেগেটিভ কারমা বা কোন ক্ষতি হলে সেটা আমারও ক্ষতি। এইটা ইউজারগন কেন বুঝতে পারছেন না?
ফোরামে কারো ক্ষতি হবে সেইটা আমাদের বাংলা বোর্ড এর ক্ষতি আইডি জার জার নিজের হতে পারে কিন্তু বোর্ড আমাদের সবার। মোডারেটরকে বলছি কারমা কাকে - দিলো আর কাকে + দিলো এটা দেখার কোনো ওয়ে নেই। তাই এখানে ভেতরে ভেতর অনেক কিছু হচ্ছে। কেও ভালো পোস্ট করলেও তাকে -কারমা দেওয়া হচ্ছে শত্রুতা করে। এটি আমার সাথে ঘটছে। আর কেও উলটা পালটা পোস্ট করেও অজালে কারমা পাচ্ছে। সাধারন মেম্বাররা যেখানে কারমা দেওয়া দেখতে পারে না। সেখানে আমি মনে করি মোডারেটরা ঠিকই দেখতে পারে। তাই আপনি সেগুলো দেখে। কে  স্বজনপ্রীতি করতেছে আর কে শত্রুতা করে -কারমা দিচ্ছে। তাদের খুজে বের করুন এবং সতর্ক করুন৷ না হলে আমাদের বাংলা বোর্ড ভালো হবে না। কিছুদিন পর ধ্বংস হয়ে যাবে
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 08:12:07 AM
ফোরামে দেখা যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন আইডি আসছে কিন্তু হার্ড রুলের কারণে কিছুদিন থাকার পর আইডিগুলো আর এক্টিভ দেখা যাচ্ছে না, কিছু নেগেটিভ কারমা খেয়ে চলে যাচ্ছে, কিছু প্লাগারিজম খেয়ে চলে যাচ্ছে, ফোরামে কিছু বন্ধুত্বপূর্ণ আচরণ এর অভাবে ফোরামের জনপ্রিয়তা কমে যাচ্ছে। আপনার মতামত আশা করছি।
ফোরাম এর জনপ্রিয়তা কমছে না। ফোরামের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি ইতোমধ্যেই দেখে থাকেন, তাহলে ফোরাম ইউজার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই ফোরামের সবার সাথে বন্ধুসুলভ আচরণ করুন।
বাংলা ফোরাম এর জনপ্রিয়তা মোটেই বাড়েনি। হার্ড নিয়মের কারণে এখানে নতুন ইউজার রা আসতে ভয় পাচ্ছে। সবগুলো গ্লোবাল ফোরামে গিয়ে পোস্ট করে। হাতেগোনা কতিপয় ইউজার ছাড়া এখানে নতুন কেউ আসে না।
আপনি গত কয়েকদিনে ফোরামের ইউজারদের একটিভ থাকা দেখলেই বুঝতে পারবেন। ফোরাম এর জনপ্রিয়তা বিশেষ করে বাংলা বোর্ডে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আপনি অবশ্যই ইতোমধ্যে সেটা দেখতে পাচ্ছেন। আপনি সিনিয়র ইউজার। তাই সম্মানের জায়গা টা আপনি রাখুন। উত্তেজিত হবেন না। অনুরোধ রইল, গ্রামের সব ইউজারদের পক্ষে কাজ করুন।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 08:15:26 AM
এই ফোরামে যারা নতুন এ আসে তাদের সবাইকে সুযোগ করে দেন তাদের বুঝিয়ে বলেন। ছোটদের বুঝিয়ে বললে তারা অবশ্যই বুঝে যাবে। এইতো আমরাও এক সময় বুঝতাম না।আর কেউ কোনদিন একবারে শিখে আসে না সকলেই আস্তে আস্তে শিখে যায়। সবাইকে সুযোগ দিবেন।
আপনার হয়তো অনেক বিষয়গুলো অজানা। আমি কোন ইউজারকে তার অ্যাকাউন্টে warning পর্যন্ত দেই না। আমি শুধু পোস্টে সতর্ক করে দিন। এর বেশি কিছু না। কারণ আমি চাই সবাই ফোরামে থাকুক। সবাই ভালো থাকুক।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Coin63@ on November 05, 2020, 08:15:33 AM
এই ফোরামে সবার মত প্রকাশ করার অধিকার আছে, মোডারেটর অনেক ভালো সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু তারও বিরুদ্ধে কথা বলার অধিকার দিতে হবে। মডারেটরের ভুল হলে অবশ্য সিনিয়র যারা আছেন তারা সংশোধন করার চেষ্টা করবে। মডারেটর আছে বলেই বাংলা ফোরাম একটা উপযুক্ত নেতা পেয়েছে এটা আমাদের গর্ব। সবার জবাবদিহিতার উপস্থিতি একটি সর্বোশ্রেষ্ঠ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: JISAN on November 05, 2020, 08:19:30 AM
এই ফোরামে সবার মত প্রকাশ করার অধিকার আছে, মোডারেটর অনেক ভালো সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু তারও বিরুদ্ধে কথা বলার অধিকার দিতে হবে। মডারেটরের ভুল হলে অবশ্য সিনিয়র যারা আছেন তারা সংশোধন করার চেষ্টা করবে। মডারেটর আছে বলেই বাংলা ফোরাম একটা উপযুক্ত নেতা পেয়েছে এটা আমাদের গর্ব। সবার জবাবদিহিতার উপস্থিতি একটি সর্বোশ্রেষ্ঠ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে।
অবশ্যই সবার কথা বলার অধিকার আছে। ভূল ভূলই। ভূল করলে কেও ছাড় পাবে না। ভূল করলে আমিও ছাড় পাবো না ভূল করলে আপনিও ছাড় পাবেন না। ভূল করলে মোডারেটরও ছাড় পাবে না। ভূল করলে অন্যরাও ছাড় পাবে না। তাই সতর্কতা সবারই অবলম্বন করতে হবে।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 08:19:45 AM
ফোরামে স্বজনপ্রীতি কারমা দেওয়া নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন। মোডারেটর আপনি নিজেও সতর্ক হোন। কিভাবে আপনার কারমা মাত্র 15 দিনে ১০০+ হলো। আপনি মোডারেটর হয়েছেন তাতে কি ?আপনারও এ নিয়ে সতর্ক হওয়া উচিত হওয়া উচিত। ফোরামে আপনার চেয়ে আমার জন্ম আগে। তাই আপনার ও ভুল আছে। বেশি হার্ড রুল করবেন না ।
আপনার কথাকে আমি ফেলে দেবো না। মানুষ মাত্রই ভূল ভূল আমরা করি, নতুনরা করা মোডারেটররাও করতে পারে। তবে আমি বর্তমানে মোডারেটরের কোনো ভূল দেখতে পাচ্ছি না। সে একজন মোডারেটর তার কারমা দ্রুত বাড়তেই পারে। কেনোনা সে সারাদিন ফোরামে এক্টিভ থাকে এবং আপনার পরে তার জন্ম হলেও আপনার পোস্ট ১২০০ কিন্তু তার পোস্ট ২৫০০ ছাড়িয়েছে। আপনার ১২০০ পোস্টে ৬৯ টা কারমা হলেও তার ২৫০০ পোস্টে ১০০ কারমা হওয়া সাভাবিক। তার পরেও সে মোডারেটর হওয়াতে অনেকে আছেন তাকে সন্মান করার জন্য কারমা দিয়ে থাকেন। তো আপনার এভাবে বলাটা আমি ঠিক বলে মনে করছি না।
ধন্যবাদ। আপনি মূল পয়েন্ট ধরেছেন। Coin63@ আপনারও এ বিষয়ে চিন্তা করা উচিত। আপনার পোষ্টের তুলনায় কারমা সংখ্যা অনেক বেশি। তাই আপনি নিজে চিন্তা করুন আপনি কি বলছেন।
Nostoman ও Coin63@ দুজনকেই বলছি এটি নিয়ে আর কথা না বড়ানোই ভালো Coin63@ আপনি ফোরামের একজন মেম্বার এবং আপনি সিনিয়র আপনার মত প্রকাশ করার অধিকার আছে। আপনাকেও ধন্যবাদ আপনার মত প্রকাশের জন্য। আজকে আপনার মত প্রকাশের জন্য অনেকেই সতর্ক হয়ে যাবে। আশা করি পরবর্তীতে  কেও স্বজনপ্রীতি করবে না। নিজে বড় হন অন্যকে বড় হতে দিন কিন্তু সেইটা ন্যায্য ও বৈধ ভাবে। ধন্যবাদ
এখানে আমার বন্ধুবান্ধব আছে। কিন্তু বেশিরভাগই বাংলা বোর্ডে আসেনা। তাই আমি মনে করি বিষয়টা নিয়ে অবশ্যই সিনিয়রদের চিন্তা করা উচিত। আমি কারো বিরুদ্ধে যাচ্ছি না। আমি সবাইকে ভালো চোখে দেখছি। তবে আমি এই ফোরামে কারো হাত ধরে আসিনি। সুতরাং আমি জানি কিভাবে ইউজারদের সাথে আলাপ চারিতা ও ভালো ব্যবহার করতে হয়। কেউ আমার দ্বারা কষ্ট পাক, আমি সেটা কখনোই চাইনা।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Rubel007 on November 05, 2020, 08:19:58 AM
ফোরামে দেখা যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন আইডি আসছে কিন্তু হার্ড রুলের কারণে কিছুদিন থাকার পর আইডিগুলো আর এক্টিভ দেখা যাচ্ছে না, কিছু নেগেটিভ কারমা খেয়ে চলে যাচ্ছে, কিছু প্লাগারিজম খেয়ে চলে যাচ্ছে, ফোরামে কিছু বন্ধুত্বপূর্ণ আচরণ এর অভাবে ফোরামের জনপ্রিয়তা কমে যাচ্ছে। আপনার মতামত আশা করছি।
ফোরাম এর জনপ্রিয়তা কমছে না। ফোরামের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি ইতোমধ্যেই দেখে থাকেন, তাহলে ফোরাম ইউজার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই ফোরামের সবার সাথে বন্ধুসুলভ আচরণ করুন।
ইউজার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তবে এই থ্রেডের চেয়ে অন্য থ্রেডে বেশি। আমাদের বাংলা ফোরামে কত বাড়েছে অন্য ফোরামে কত তা পর্যালোচনা করুন। আর আমাদের বাংলা ধ্রেডে কতগুলো আইডি বাদ হয়েছে এবং অন্য ফোরামে কতগুলো হয়েছে এর একটি তালিকা তৈরী করুন দেখবেন সব পরিস্কার হয়ে যাবে। তবে আমি আশা রাখি যে ভবিষ্যতে এই ধরনের রিপিটেশন যেন না হয়। আমরা বাংলা থেড্রের ইজারা অনেক পিছিয়ে আছি। আমি মনে করি আমাদের সকল প্রকার প্রবলেম সলভ করার দায়িত্ব আপনার। রবার্ট ফ্রষ্ট এর একটি কথা দিয়ে শেষ করতে চাই  "Miles to go before I sleep".
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 08:23:38 AM
ফোরামে দেখা যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন আইডি আসছে কিন্তু হার্ড রুলের কারণে কিছুদিন থাকার পর আইডিগুলো আর এক্টিভ দেখা যাচ্ছে না, কিছু নেগেটিভ কারমা খেয়ে চলে যাচ্ছে, কিছু প্লাগারিজম খেয়ে চলে যাচ্ছে, ফোরামে কিছু বন্ধুত্বপূর্ণ আচরণ এর অভাবে ফোরামের জনপ্রিয়তা কমে যাচ্ছে। আপনার মতামত আশা করছি।
যেহেতু এটি একটি বাংলা থ্রেড তাই বাংলায় একটি কথা না বললেই নয়। যে “পাপ কিন্তু বাপ কে ছাড়েনা” সে যেই হোক। তাই ভবিষ্যতে সাবাই কে সর্তক অবলম্বন করেতে হবে। সবাই কে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
অবশ্যই আমি সত্যতাকে বেশি প্রাধান্য দেন। তবে সৎব্যক্তিদের সবচেয়ে বেশি ক্ষতি হয়। ইতোমধ্যেই আমি অনেক প্রমান দেখেছি। এ কারণে আমি বিটকয়েন ফোরাম ছেড়ে চলে এসেছি। সে কারণগুলো এখানে ঘটতে যাচ্ছে। তবে আমি চাই সব ইউজারগন যেন সতর্ক হয়। আর হেল্প ফুল হওয়ার চেষ্টা করে। এটাই আমার কামনা।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Malam90 on November 05, 2020, 08:23:54 AM
Coin63@, Nostoman দুজনেই আমার খুব কাছের এবং এই ফোরামে বন্ধু। তাদের দুজনের সামান্য উঞ্চ কথায় আমি হতবিহ্বল হয়ে পড়েছি। দুই বন্ধুকে বলছি- আপনারা দুজনেই আমার ডান হাত ও বাম হাত। আমি যখন লিজেন্ডারী হয়েছিলাম তখন আর কেউ হিরো মেম্বারও ছিলোনা। আমার মনের মধ্যে একটা কষ্ট ছিলো যে আরো দুজনকে যদি দ্রুত পেতাম তাহলে আমার খুব্ ভালো লাগতো। আপনারা দুজনে আমার সেই কষ্ট ভূলিয়ে দিয়েছেন। আরো মাস খানেকের মধ্যে কয়েকজন লিজেন্ডারী পাব। তাই আপনারা সিনিয়র দুজন যত রাগ আছে নিজেদের মধ্যে না ঝেড়ে আমার উপরে ঝাড়ুন আমার টেলিগ্রামে গিযে @munalam0 । আর সবাই আগের মতই থাকি। জুনিয়ররা আমাদের এমন কথাবার্তা দেখলে তারাও মনে মনে কিছুটা সংকোচ বোধ করবে। সবাই ধৈর্য্য অবলম্বন করি। সবার সুস্থ্যতা কামনা করি।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 08:27:08 AM
এই ফোরামে সবার মত প্রকাশ করার অধিকার আছে, মোডারেটর অনেক ভালো সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু তারও বিরুদ্ধে কথা বলার অধিকার দিতে হবে। মডারেটরের ভুল হলে অবশ্য সিনিয়র যারা আছেন তারা সংশোধন করার চেষ্টা করবে। মডারেটর আছে বলেই বাংলা ফোরাম একটা উপযুক্ত নেতা পেয়েছে এটা আমাদের গর্ব। সবার জবাবদিহিতার উপস্থিতি একটি সর্বোশ্রেষ্ঠ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে।
আপনার মত প্রকাশের অধিকার আছে।কিন্তু আপনি আমাকে এভাবে সেকশনের সব ইউজারদের সামনে আঙ্গুল তুলে কথা বলতে পারেন না। সে অধিকার আপনার নেই। আপনি আমাকে পিএম দিয়ে বলতে পারতেন। আমি অবশ্যই আপনাকে সম্মান করি। কারণ আপনি ফোরামে আমার আগে জয়েন করেছেন। সো আপনি সম্মানের জায়গাটা রাখবেন। আপনাকে আপনাকে আমি অনেকদিন আগে বাংলা বোর্ডে আসার জন্য অনুরোধ করেছি। আপনি এসেছেন কিন্তু আসার পর ওই এখন আপনি যে পোস্ট গুলো করছেন। সেগুলোর জন্য আমি খুব হতাশাগ্রস্থ। আমি যে কোনো সিনিয়র সিনিয়র ইউজার থেকে এরকম পোস্ট আশা করি নাই।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 08:37:41 AM
এই ফোরামে তো আগে কেউ পোষ্ট ই করতে চাইতো না। আমি নিজেও কারও না কারও কাছ থেকে অনুপ্রানিত হয়ে ফোরামে রোগ দিয়ে কাজ করছি। আমার কাছে কখনও মনে হয়নি যে ফোরামের জনপ্রিয়তা কোন ভাবে কমছে বরং বলা যায় দিনের পর দিন বাড়ছে।
হ্যাঁ ভাই আপনি নিয়মিত একটিভ থাকেন। আশা করি ভাল ফলাফল পাবেন। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি বিষয়গুলো বুঝতে পেরেছেন।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 08:39:46 AM
আমি বেশ কিছু দিন ধরে দেখছি এই ফোরামের সজন প্রিয়তা শুরু হয়ে গেছে।কিছু কিছু পোস্টে দেখতে পাই যে আপনাকে পজেটিভ কারমা দেওয়া হল বা আপনার জন্য পজেটিভ কারমা বরাদ্দ রইল। আমি এ সমস্ত পোস্ট মডারেটর এবং কিছু মেম্বার দের কাছে আশা করিনি।আমি অনেক আগেই বলতে চেয়েছি কিন্তু বলিনি। এখনো শোধরানোর টাইম আছে আপনারা ঠিক হয়ে যান।
ফোরামে ইউজাররা তাদের নিজ নিজ অবস্থান থেকে অনেক পরিশ্রম করছে। আরো তাদের অবস্থান থেকে তারা ঠিক। আমার অবস্থান থেকে আমি ঠিক। তবে আমি ফোরামে কারো ক্ষতি করি না। আমি মডারেটরের দায়িত্ব পেয়েছি তাই বলে আমি ফোরামে কোন ইউজারের ক্ষতি করবো সেটা আমার কখনো কাম্য হবে না। আমার ক্ষতি করার কোনো মন মানসিকতা নেই। এটা আপনার বোঝা উচিত যে ফোরামের বাংলা বোর্ডের কারো নেগেটিভ কারমা বা কোন ক্ষতি হলে সেটা আমারও ক্ষতি। এইটা ইউজারগন কেন বুঝতে পারছেন না?
ফোরামে কারো ক্ষতি হবে সেইটা আমাদের বাংলা বোর্ড এর ক্ষতি আইডি জার জার নিজের হতে পারে কিন্তু বোর্ড আমাদের সবার। মোডারেটরকে বলছি কারমা কাকে - দিলো আর কাকে + দিলো এটা দেখার কোনো ওয়ে নেই। তাই এখানে ভেতরে ভেতর অনেক কিছু হচ্ছে। কেও ভালো পোস্ট করলেও তাকে -কারমা দেওয়া হচ্ছে শত্রুতা করে। এটি আমার সাথে ঘটছে। আর কেও উলটা পালটা পোস্ট করেও অজালে কারমা পাচ্ছে। সাধারন মেম্বাররা যেখানে কারমা দেওয়া দেখতে পারে না। সেখানে আমি মনে করি মোডারেটরা ঠিকই দেখতে পারে। তাই আপনি সেগুলো দেখে। কে  স্বজনপ্রীতি করতেছে আর কে শত্রুতা করে -কারমা দিচ্ছে। তাদের খুজে বের করুন এবং সতর্ক করুন৷ না হলে আমাদের বাংলা বোর্ড ভালো হবে না। কিছুদিন পর ধ্বংস হয়ে যাবে
ভাই আপনি তো জানেন। আমি কিন্তু আমার ক্ষমতা কোন ভাবে প্রকাশ করি না। কারণ আমি স্যারদের ক্ষতি করি নাই। আমি কাউরে কোন বিষয়গুলো বলি না সে যেই হোক। আমি একমাত্র কলো গ্লোবাল মডারেটরদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য। তাছাড়া আমি কারও ইনফর্মেশন কারো সাথে শেয়ার করি না। আমি চাই সবাই উন্নতিলাভ করুক।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 08:41:57 AM
Coin63@, Nostoman দুজনেই আমার খুব কাছের এবং এই ফোরামে বন্ধু। তাদের দুজনের সামান্য উঞ্চ কথায় আমি হতবিহ্বল হয়ে পড়েছি। দুই বন্ধুকে বলছি- আপনারা দুজনেই আমার ডান হাত ও বাম হাত। আমি যখন লিজেন্ডারী হয়েছিলাম তখন আর কেউ হিরো মেম্বারও ছিলোনা। আমার মনের মধ্যে একটা কষ্ট ছিলো যে আরো দুজনকে যদি দ্রুত পেতাম তাহলে আমার খুব্ ভালো লাগতো। আপনারা দুজনে আমার সেই কষ্ট ভূলিয়ে দিয়েছেন। আরো মাস খানেকের মধ্যে কয়েকজন লিজেন্ডারী পাব। তাই আপনারা সিনিয়র দুজন যত রাগ আছে নিজেদের মধ্যে না ঝেড়ে আমার উপরে ঝাড়ুন আমার টেলিগ্রামে গিযে। আর সবাই আগের মতই থাকি। জুনিয়ররা আমাদের এমন কথাবার্তা দেখলে তারাও মনে মনে কিছুটা সংকোচ বোধ করবে। সবাই ধৈর্য্য অবলম্বন করি। সবার সুস্থ্যতা কামনা করি।
coin63@ এর সাথে এক সময় টেলিগ্রামে কথা হতো। কিন্তু বর্তমান কথা হয়না। সে বিষয়গুলো আমাকে অবশ্যই বিস্তারিত টেলিগ্রামে প্রকাশ করবে। আমি তার থেকে কারণগুলো আশা করছি। সে আমাকে অবশ্যই বিস্তারিত বলতে আগ্রহী হবেন। তাই আমি তার মেসেজের অপেক্ষায় থাকবো।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 08:44:59 AM
এই ফোরামে সবার মত প্রকাশ করার অধিকার আছে, মোডারেটর অনেক ভালো সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু তারও বিরুদ্ধে কথা বলার অধিকার দিতে হবে। মডারেটরের ভুল হলে অবশ্য সিনিয়র যারা আছেন তারা সংশোধন করার চেষ্টা করবে। মডারেটর আছে বলেই বাংলা ফোরাম একটা উপযুক্ত নেতা পেয়েছে এটা আমাদের গর্ব। সবার জবাবদিহিতার উপস্থিতি একটি সর্বোশ্রেষ্ঠ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে।
অবশ্যই সবার কথা বলার অধিকার আছে। ভূল ভূলই। ভূল করলে কেও ছাড় পাবে না। ভূল করলে আমিও ছাড় পাবো না ভূল করলে আপনিও ছাড় পাবেন না। ভূল করলে মোডারেটরও ছাড় পাবে না। ভূল করলে অন্যরাও ছাড় পাবে না। তাই সতর্কতা সবারই অবলম্বন করতে হবে।
আমি কিন্তু বিটকয়েন ফোরাম এমনি এমনি ছেড়ে আসেনি। কিছু বাঙ্গালীদের জন্য আমি রাগ করে সেখান থেকে চলে এসেছি। তাতে ক্ষতি হয়েছে আমার। তবে এমন কোনো কথা বলবেন না তাতে সম্মানহানি হয়। আমি কিন্তু সম্মান ও সততা কে বেশি প্রাধান্য দিন। আমি সব ইউজারদের সম্মান করি। আপনাকেও সম্মান করি। আমার ভুল হলে, সেটা আপনি আমাকে পার্সোনাল ভাবে বলতে পারেন। কিন্তু সেটা ইউজারদের সামনে তুলে ধরা বুদ্ধিমানের কাজ হবে না বলে আমি মনে করি। কেননা আমি সর্বদা ইউজারদের পক্ষে কাজ করে আসছি। এখানে কোন ইউজারদের ক্ষতি হলে সেটা আমারও ক্ষতি হয়। সেটা হয়তো অনেকের অজানা।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: JISAN on November 05, 2020, 08:46:09 AM
ভাই আপনি তো জানেন। আমি কিন্তু আমার ক্ষমতা কোন ভাবে প্রকাশ করি না। কারণ আমি স্যারদের ক্ষতি করি নাই। আমি কাউরে কোন বিষয়গুলো বলি না সে যেই হোক। আমি একমাত্র কলো গ্লোবাল মডারেটরদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য। তাছাড়া আমি কারও ইনফর্মেশন কারো সাথে শেয়ার করি না। আমি চাই সবাই উন্নতিলাভ করুক।
আমি এখানকার সব সিনিয়রদেরকেই চিনি এবংকি আপনাকেও। অনেকের অনেক ইনফরমেশন আমি জানি কিন্তু কারো কাছে বলে কারো ক্ষতি আমি করি না। আমরা আমাদের সার্থে আমাদের বাংগালী জাতির সার্থে কিছু না বললেও গ্লোবাল মোড রা কিন্তু চুপ থাকবে না। তারা ঠিকই বলবে। আমাদের মধ্যে কোনো হিংসা বিরদ না থাকতে পারে কিন্তু সকল সেকসনের সাথে সকল সেকসন প্রতিজোগিতা করে চলে। সবাই চায় তার সেকসন টপে থাক। তাই আদেও উচিত সবাই এক হয়ে আমাদের সেকসন সবার টপে রাখা
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 08:48:13 AM
ফোরামে দেখা যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন আইডি আসছে কিন্তু হার্ড রুলের কারণে কিছুদিন থাকার পর আইডিগুলো আর এক্টিভ দেখা যাচ্ছে না, কিছু নেগেটিভ কারমা খেয়ে চলে যাচ্ছে, কিছু প্লাগারিজম খেয়ে চলে যাচ্ছে, ফোরামে কিছু বন্ধুত্বপূর্ণ আচরণ এর অভাবে ফোরামের জনপ্রিয়তা কমে যাচ্ছে। আপনার মতামত আশা করছি।
ফোরাম এর জনপ্রিয়তা কমছে না। ফোরামের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি ইতোমধ্যেই দেখে থাকেন, তাহলে ফোরাম ইউজার সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই ফোরামের সবার সাথে বন্ধুসুলভ আচরণ করুন।
ইউজার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তবে এই থ্রেডের চেয়ে অন্য থ্রেডে বেশি। আমাদের বাংলা ফোরামে কত বাড়েছে অন্য ফোরামে কত তা পর্যালোচনা করুন। আর আমাদের বাংলা ধ্রেডে কতগুলো আইডি বাদ হয়েছে এবং অন্য ফোরামে কতগুলো হয়েছে এর একটি তালিকা তৈরী করুন দেখবেন সব পরিস্কার হয়ে যাবে। তবে আমি আশা রাখি যে ভবিষ্যতে এই ধরনের রিপিটেশন যেন না হয়। আমরা বাংলা থেড্রের ইজারা অনেক পিছিয়ে আছি। আমি মনে করি আমাদের সকল প্রকার প্রবলেম সলভ করার দায়িত্ব আপনার। রবার্ট ফ্রষ্ট এর একটি কথা দিয়ে শেষ করতে চাই  "Miles to go before I sleep".
আপনি যথার্থই ঠিক বলেছেন। অন্যান্য দেশের তুলনায় আমরা কিন্তু পিছে আছি। কারণ আমরা একে অপরের পিছনে লেগে থাকি। এটা আমাদের একটি বড় ভুল। তাই সবাইকে সতর্ক হওয়া উচিত। আমি সবাইকে অনুরোধ করবো সবাই একে অপরের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসুন। কাউকে এখানে ক্ষতি করবেন না।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 08:51:02 AM
ভাই আপনি তো জানেন। আমি কিন্তু আমার ক্ষমতা কোন ভাবে প্রকাশ করি না। কারণ আমি স্যারদের ক্ষতি করি নাই। আমি কাউরে কোন বিষয়গুলো বলি না সে যেই হোক। আমি একমাত্র কলো গ্লোবাল মডারেটরদের প্রশ্নের উত্তর দিতে বাধ্য। তাছাড়া আমি কারও ইনফর্মেশন কারো সাথে শেয়ার করি না। আমি চাই সবাই উন্নতিলাভ করুক।
আমি এখানকার সব সিনিয়রদেরকেই চিনি এবংকি আপনাকেও। অনেকের অনেক ইনফরমেশন আমি জানি কিন্তু কারো কাছে বলে কারো ক্ষতি আমি করি না। আমরা আমাদের সার্থে আমাদের বাংগালী জাতির সার্থে কিছু না বললেও গ্লোবাল মোড রা কিন্তু চুপ থাকবে না। তারা ঠিকই বলবে। আমাদের মধ্যে কোনো হিংসা বিরদ না থাকতে পারে কিন্তু সকল সেকসনের সাথে সকল সেকসন প্রতিজোগিতা করে চলে। সবাই চায় তার সেকসন টপে থাক। তাই আদেও উচিত সবাই এক হয়ে আমাদের সেকসন সবার টপে রাখা
ঠিক বলেছেন।আমাদের সেকশন কে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে সকল ইউজারদের পক্ষে কাজ করতে হবে। সবাই একে অপরকে সাহায্য করতে হবে। তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব। তবে আমি কেন চাইবো যে আমার সেকশনের একজন ইউজার বাদ পড়ে যাক। কোন যার বাদ পড়লে আমাদের দেশের ক্ষতি এবং কি আমারও ক্ষতি। একথা বলার কারণ আমাকে আজকে একজন পিএম দিয়ে নানা ধরনের কথা বলছে। তার অ্যাকাউন্ট নাকি আমি নষ্ট করেছি। কিন্তু আমি জানিনা তার অ্যাকাউন্ট নষ্ট হয়েছে। ‌হয়তো কোনো মডারেটর তার ভুল খুঁজে পেয়েছে। সেজন্যই এ রকমটি হয়েছে।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: JISAN on November 05, 2020, 08:54:08 AM
এই ফোরামে সবার মত প্রকাশ করার অধিকার আছে, মোডারেটর অনেক ভালো সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু তারও বিরুদ্ধে কথা বলার অধিকার দিতে হবে। মডারেটরের ভুল হলে অবশ্য সিনিয়র যারা আছেন তারা সংশোধন করার চেষ্টা করবে। মডারেটর আছে বলেই বাংলা ফোরাম একটা উপযুক্ত নেতা পেয়েছে এটা আমাদের গর্ব। সবার জবাবদিহিতার উপস্থিতি একটি সর্বোশ্রেষ্ঠ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে।
অবশ্যই সবার কথা বলার অধিকার আছে। ভূল ভূলই। ভূল করলে কেও ছাড় পাবে না। ভূল করলে আমিও ছাড় পাবো না ভূল করলে আপনিও ছাড় পাবেন না। ভূল করলে মোডারেটরও ছাড় পাবে না। ভূল করলে অন্যরাও ছাড় পাবে না। তাই সতর্কতা সবারই অবলম্বন করতে হবে।
আমি কিন্তু বিটকয়েন ফোরাম এমনি এমনি ছেড়ে আসেনি। কিছু বাঙ্গালীদের জন্য আমি রাগ করে সেখান থেকে চলে এসেছি। তাতে ক্ষতি হয়েছে আমার। তবে এমন কোনো কথা বলবেন না তাতে সম্মানহানি হয়। আমি কিন্তু সম্মান ও সততা কে বেশি প্রাধান্য দিন। আমি সব ইউজারদের সম্মান করি। আপনাকেও সম্মান করি। আমার ভুল হলে, সেটা আপনি আমাকে পার্সোনাল ভাবে বলতে পারেন। কিন্তু সেটা ইউজারদের সামনে তুলে ধরা বুদ্ধিমানের কাজ হবে না বলে আমি মনে করি। কেননা আমি সর্বদা ইউজারদের পক্ষে কাজ করে আসছি। এখানে কোন ইউজারদের ক্ষতি হলে সেটা আমারও ক্ষতি হয়। সেটা হয়তো অনেকের অজানা।
@Nostoman আপনার ভূল হলে সেটা অবশ্যই উজারদের সামনে বলা যাবে। কিন্তু সেটা এমন ভাবে বলতে হবে জাতে শুধু আপনি  আপনার ভূল বুঝতে পারেন অপমান না হন। এটুকু বজায় রেখে বলতে হবে। আপনি মোডারেটর দেখে শুধু আপনার জন্যই না। সবার জন্যই এটি বজায় রাখতে হবে। উদ্দেশ্য থাকতে হবে কারো ভূল সংসদন করার। কাওকে ছোট বা অপমান করার নয়।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 08:57:41 AM
এই ফোরামে সবার মত প্রকাশ করার অধিকার আছে, মোডারেটর অনেক ভালো সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু তারও বিরুদ্ধে কথা বলার অধিকার দিতে হবে। মডারেটরের ভুল হলে অবশ্য সিনিয়র যারা আছেন তারা সংশোধন করার চেষ্টা করবে। মডারেটর আছে বলেই বাংলা ফোরাম একটা উপযুক্ত নেতা পেয়েছে এটা আমাদের গর্ব। সবার জবাবদিহিতার উপস্থিতি একটি সর্বোশ্রেষ্ঠ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে।
অবশ্যই সবার কথা বলার অধিকার আছে। ভূল ভূলই। ভূল করলে কেও ছাড় পাবে না। ভূল করলে আমিও ছাড় পাবো না ভূল করলে আপনিও ছাড় পাবেন না। ভূল করলে মোডারেটরও ছাড় পাবে না। ভূল করলে অন্যরাও ছাড় পাবে না। তাই সতর্কতা সবারই অবলম্বন করতে হবে।
আমি কিন্তু বিটকয়েন ফোরাম এমনি এমনি ছেড়ে আসেনি। কিছু বাঙ্গালীদের জন্য আমি রাগ করে সেখান থেকে চলে এসেছি। তাতে ক্ষতি হয়েছে আমার। তবে এমন কোনো কথা বলবেন না তাতে সম্মানহানি হয়। আমি কিন্তু সম্মান ও সততা কে বেশি প্রাধান্য দিন। আমি সব ইউজারদের সম্মান করি। আপনাকেও সম্মান করি। আমার ভুল হলে, সেটা আপনি আমাকে পার্সোনাল ভাবে বলতে পারেন। কিন্তু সেটা ইউজারদের সামনে তুলে ধরা বুদ্ধিমানের কাজ হবে না বলে আমি মনে করি। কেননা আমি সর্বদা ইউজারদের পক্ষে কাজ করে আসছি। এখানে কোন ইউজারদের ক্ষতি হলে সেটা আমারও ক্ষতি হয়। সেটা হয়তো অনেকের অজানা।
@Nostoman আপনার ভূল হলে সেটা অবশ্যই উজারদের সামনে বলা যাবে। কিন্তু সেটা এমন ভাবে বলতে হবে জাতে শুধু আপনি  আপনার ভূল বুঝতে পারেন অপমান না হন। এটুকু বজায় রেখে বলতে হবে। আপনি মোডারেটর দেখে শুধু আপনার জন্যই না। সবার জন্যই এটি বজায় রাখতে হবে। উদ্দেশ্য থাকতে হবে কারো ভূল সংসদন করার। কাওকে ছোট বা অপমান করার নয়।
ফোরামে আমার বিষয় নিয়ে টপিক তৈরি হওয়ার মানে আপনি বুঝেন? আপনি দেখুন একটি টপিক তৈরি হয়েছে। আমি সেখানে অবশ্যই যেকোনো প্রশ্নের উত্তর দিব। সেখানে যেকোন প্রশ্ন করতে পারেন। তবে গোপনীয় কোন বিষয় নিয়ে আমি সব ইউজারদের সামনে আলোচনা করতে বাধ্য নই। কারণ উপর মহল থেকে নিষেধ আছে।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: JISAN on November 05, 2020, 09:06:06 AM
ফোরামে আমার বিষয় নিয়ে টপিক তৈরি হওয়ার মানে আপনি বুঝেন? আপনি দেখুন একটি টপিক তৈরি হয়েছে। আমি সেখানে অবশ্যই যেকোনো প্রশ্নের উত্তর দিব। সেখানে যেকোন প্রশ্ন করতে পারেন। তবে গোপনীয় কোন বিষয় নিয়ে আমি সব ইউজারদের সামনে আলোচনা করতে বাধ্য নই। কারণ উপর মহল থেকে নিষেধ আছে।
নতুন টপিক খুলে আংগুল তুলে কথা বলা ঠিক হয়নি। এটা উচিৎ ছিলো সবার জন্য সতর্কতা মূলক পোস্ট করা এবং তার ভেতরে আপনার কোনো ভূল থাকলে সেইটা সংসধনের উদ্ধেশ্যে কিছু বলা উচিৎ ছিলো। কিন্তু কাওকে পার্সোনালিটি আঘাত  করে নতুন টপিক করা কোনো ভাবেই ঠিক না।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 09:08:35 AM
ফোরামে আমার বিষয় নিয়ে টপিক তৈরি হওয়ার মানে আপনি বুঝেন? আপনি দেখুন একটি টপিক তৈরি হয়েছে। আমি সেখানে অবশ্যই যেকোনো প্রশ্নের উত্তর দিব। সেখানে যেকোন প্রশ্ন করতে পারেন। তবে গোপনীয় কোন বিষয় নিয়ে আমি সব ইউজারদের সামনে আলোচনা করতে বাধ্য নই। কারণ উপর মহল থেকে নিষেধ আছে।
নতুন টপিক খুলে আংগুল তুলে কথা বলা ঠিক হয়নি। এটা উচিৎ ছিলো সবার জন্য সতর্কতা মূলক পোস্ট করা এবং তার ভেতরে আপনার কোনো ভূল থাকলে সেইটা সংসধনের উদ্ধেশ্যে কিছু বলা উচিৎ ছিলো। কিন্তু কাওকে পার্সোনালিটি আঘাত  করে নতুন টপিক করা কোনো ভাবেই ঠিক না।
সে আমাকে এখনো বলেনি। কি কারনে সে ধরনের পোস্ট করেছে। তাই আমি তার থেকে আশা করি সে অবশ্যই খুব তাড়াতাড়ি আমাকে বিষয়গুলো বিস্তারিত বলবে। আপনার সাথে যদি তার কথা হয়ে থাকে, তাহলে আপনি তাকে বলুন আমাকে বিস্তারিত বলতে ‌।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Crypto_Somrat on November 05, 2020, 09:43:18 AM
আমি বেশ কিছু দিন ধরে দেখছি এই ফোরামের সজন প্রিয়তা শুরু হয়ে গেছে।কিছু কিছু পোস্টে দেখতে পাই যে আপনাকে পজেটিভ কারমা দেওয়া হল বা আপনার জন্য পজেটিভ কারমা বরাদ্দ রইল। আমি এ সমস্ত পোস্ট মডারেটর এবং কিছু মেম্বার দের কাছে আশা করিনি।আমি অনেক আগেই বলতে চেয়েছি কিন্তু বলিনি। এখনো শোধরানোর টাইম আছে আপনারা ঠিক হয়ে যান।
জি ভাই আমি আপনার সাথে একমত পোষণ করছি। আসলে কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই ফোরামে স্বজনপ্রীতি শুরু হয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করে বলব আমরা সবাই একে অন্যের ভাই ভাই। আমরা সবাই এই ফোরামে মিলে থাকবো কেউ কারো বিরোধিতা করবো না। বিশেষ করে কিছু জুনিয়ার ইউজার আছে যারা না বুঝেই অন্যকে নেগেটিভ কারমা দেয়। আমাদের সিনিয়র ভাইরা বারবার এটা নিয়ে সতর্ক করছেন। আমার মতে তাদের শুধরানো উচিত। তাহলে বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 05, 2020, 01:12:52 PM
আমি বেশ কিছু দিন ধরে দেখছি এই ফোরামের সজন প্রিয়তা শুরু হয়ে গেছে।কিছু কিছু পোস্টে দেখতে পাই যে আপনাকে পজেটিভ কারমা দেওয়া হল বা আপনার জন্য পজেটিভ কারমা বরাদ্দ রইল। আমি এ সমস্ত পোস্ট মডারেটর এবং কিছু মেম্বার দের কাছে আশা করিনি।আমি অনেক আগেই বলতে চেয়েছি কিন্তু বলিনি। এখনো শোধরানোর টাইম আছে আপনারা ঠিক হয়ে যান।
জি ভাই আমি আপনার সাথে একমত পোষণ করছি। আসলে কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই ফোরামে স্বজনপ্রীতি শুরু হয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করে বলব আমরা সবাই একে অন্যের ভাই ভাই। আমরা সবাই এই ফোরামে মিলে থাকবো কেউ কারো বিরোধিতা করবো না। বিশেষ করে কিছু জুনিয়ার ইউজার আছে যারা না বুঝেই অন্যকে নেগেটিভ কারমা দেয়। আমাদের সিনিয়র ভাইরা বারবার এটা নিয়ে সতর্ক করছেন। আমার মতে তাদের শুধরানো উচিত। তাহলে বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
আপনিতো ফোরামে এসেছেন কিছুদিন হলো। এর মধ্যে আপনি স্বজনপ্রীতি দেখলেন কোথায়? আপনি আমাকে স্বজনপ্রীতি সম্পর্কে বলুন। আমি সবাইকে বারবার সতর্ক করার চেষ্টা করছি। নতুন ইউজার যারা আসে তারা কিন্তু সতর্ক নয়। নতুন ইউজারদের ভুলের কারণে সম্ভবত ভুল বুঝাবুঝির কারণ হয়েছে। সবকিছু বুঝতে পেরেছি। দুই থেকে তিন দিন আগে একজন ইউজার স্ট্রাইক পেয়েছে। তার কারণেই মূলত এই পোস্টটি করা হয়েছে। আমাকে পিএম দিয়ে নানা ধরনের কথা বলছে। সে যা বলছে কোনোটিই প্রাসঙ্গিক নয়। আমি তার অ্যাকাউন্ট নষ্ট করি নাই। একটা বার বার বলছি। কারণ আমি কাজটা করি নাই।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Zero0 on November 05, 2020, 01:45:37 PM
ফোরামে দেখা যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন আইডি আসছে কিন্তু হার্ড রুলের কারণে কিছুদিন থাকার পর আইডিগুলো আর এক্টিভ দেখা যাচ্ছে না, কিছু নেগেটিভ কারমা খেয়ে চলে যাচ্ছে, কিছু প্লাগারিজম খেয়ে চলে যাচ্ছে, ফোরামে কিছু বন্ধুত্বপূর্ণ আচরণ এর অভাবে ফোরামের জনপ্রিয়তা কমে যাচ্ছে। আপনার মতামত আশা করছি।
জি ভাই আপনি ঠিক বলেছেন রুল অনেক হার্ড হওয়ার কারণে নতুন ইউজার রা পোস্ট করতে ভয় পাচ্ছে। তার মধ্যেও কোন কোন নতুন ইউজার আছে যারা না বুঝে পোস্ট করে নেগেটিভ কারমা পেয়ে পোস্ট করা থেকে বিরত থাকছে।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: JISAN on November 05, 2020, 02:24:59 PM
আমি বেশ কিছু দিন ধরে দেখছি এই ফোরামের সজন প্রিয়তা শুরু হয়ে গেছে।কিছু কিছু পোস্টে দেখতে পাই যে আপনাকে পজেটিভ কারমা দেওয়া হল বা আপনার জন্য পজেটিভ কারমা বরাদ্দ রইল। আমি এ সমস্ত পোস্ট মডারেটর এবং কিছু মেম্বার দের কাছে আশা করিনি।আমি অনেক আগেই বলতে চেয়েছি কিন্তু বলিনি। এখনো শোধরানোর টাইম আছে আপনারা ঠিক হয়ে যান।
জি ভাই আমি আপনার সাথে একমত পোষণ করছি। আসলে কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই ফোরামে স্বজনপ্রীতি শুরু হয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করে বলব আমরা সবাই একে অন্যের ভাই ভাই। আমরা সবাই এই ফোরামে মিলে থাকবো কেউ কারো বিরোধিতা করবো না। বিশেষ করে কিছু জুনিয়ার ইউজার আছে যারা না বুঝেই অন্যকে নেগেটিভ কারমা দেয়। আমাদের সিনিয়র ভাইরা বারবার এটা নিয়ে সতর্ক করছেন। আমার মতে তাদের শুধরানো উচিত। তাহলে বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
আপনিতো ফোরামে এসেছেন কিছুদিন হলো। এর মধ্যে আপনি স্বজনপ্রীতি দেখলেন কোথায়? আপনি আমাকে স্বজনপ্রীতি সম্পর্কে বলুন। আমি সবাইকে বারবার সতর্ক করার চেষ্টা করছি। নতুন ইউজার যারা আসে তারা কিন্তু সতর্ক নয়। নতুন ইউজারদের ভুলের কারণে সম্ভবত ভুল বুঝাবুঝির কারণ হয়েছে। সবকিছু বুঝতে পেরেছি। দুই থেকে তিন দিন আগে একজন ইউজার স্ট্রাইক পেয়েছে। তার কারণেই মূলত এই পোস্টটি করা হয়েছে। আমাকে পিএম দিয়ে নানা ধরনের কথা বলছে। সে যা বলছে কোনোটিই প্রাসঙ্গিক নয়। আমি তার অ্যাকাউন্ট নষ্ট করি নাই। একটা বার বার বলছি। কারণ আমি কাজটা করি নাই।
হা হা হা। কিছু লোক দেখা যায় যারা টপিক অপেন কিরে সেই প্রথম পোস্টকে কোড করে তেল মারে। শুধু হ্যা ভাই ঠিক করছেন, আমি একমত, উপক্রিত হলাম। এইসব পোস্ট বেশি পাওয়া যায়। পোস্ট এ কি বুঝাছে কি বলছে তা বোঝার কোনো প্রয়োজন মনে করে না। একটা পোস্ট কিরে দিলেই বাছে
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: JISAN on November 05, 2020, 02:29:01 PM
ফোরামে দেখা যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন আইডি আসছে কিন্তু হার্ড রুলের কারণে কিছুদিন থাকার পর আইডিগুলো আর এক্টিভ দেখা যাচ্ছে না, কিছু নেগেটিভ কারমা খেয়ে চলে যাচ্ছে, কিছু প্লাগারিজম খেয়ে চলে যাচ্ছে, ফোরামে কিছু বন্ধুত্বপূর্ণ আচরণ এর অভাবে ফোরামের জনপ্রিয়তা কমে যাচ্ছে। আপনার মতামত আশা করছি।
জি ভাই আপনি ঠিক বলেছেন রুল অনেক হার্ড হওয়ার কারণে নতুন ইউজার রা পোস্ট করতে ভয় পাচ্ছে। তার মধ্যেও কোন কোন নতুন ইউজার আছে যারা না বুঝে পোস্ট করে নেগেটিভ কারমা পেয়ে পোস্ট করা থেকে বিরত থাকছে।
এখানে কোন কোন রুলস টা হার্ড বলেন তো। আপনি Baby Step এ আছেন তার পরেও ২ টা কারমা পেয়ে গেছেন।  একাউন্ট করছেন ১০ দিন হইছে আপনার তো ফোরামটাই ঘুরে দেখা হয়নাই। অহেতুক কোনো কথা বলে কারো মনে আঘাত দেবেন না দয়া করে
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Rafiq on November 05, 2020, 04:23:43 PM
আমি বেশ কিছু দিন ধরে দেখছি এই ফোরামের সজন প্রিয়তা শুরু হয়ে গেছে।কিছু কিছু পোস্টে দেখতে পাই যে আপনাকে পজেটিভ কারমা দেওয়া হল বা আপনার জন্য পজেটিভ কারমা বরাদ্দ রইল। আমি এ সমস্ত পোস্ট মডারেটর এবং কিছু মেম্বার দের কাছে আশা করিনি।আমি অনেক আগেই বলতে চেয়েছি কিন্তু বলিনি। এখনো শোধরানোর টাইম আছে আপনারা ঠিক হয়ে যান।
জি ভাই আমি আপনার সাথে একমত পোষণ করছি। আসলে কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই ফোরামে স্বজনপ্রীতি শুরু হয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করে বলব আমরা সবাই একে অন্যের ভাই ভাই। আমরা সবাই এই ফোরামে মিলে থাকবো কেউ কারো বিরোধিতা করবো না। বিশেষ করে কিছু জুনিয়ার ইউজার আছে যারা না বুঝেই অন্যকে নেগেটিভ কারমা দেয়। আমাদের সিনিয়র ভাইরা বারবার এটা নিয়ে সতর্ক করছেন। আমার মতে তাদের শুধরানো উচিত। তাহলে বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
আপনিতো ফোরামে এসেছেন কিছুদিন হলো। এর মধ্যে আপনি স্বজনপ্রীতি দেখলেন কোথায়? আপনি আমাকে স্বজনপ্রীতি সম্পর্কে বলুন। আমি সবাইকে বারবার সতর্ক করার চেষ্টা করছি। নতুন ইউজার যারা আসে তারা কিন্তু সতর্ক নয়। নতুন ইউজারদের ভুলের কারণে সম্ভবত ভুল বুঝাবুঝির কারণ হয়েছে। সবকিছু বুঝতে পেরেছি। দুই থেকে তিন দিন আগে একজন ইউজার স্ট্রাইক পেয়েছে। তার কারণেই মূলত এই পোস্টটি করা হয়েছে। আমাকে পিএম দিয়ে নানা ধরনের কথা বলছে। সে যা বলছে কোনোটিই প্রাসঙ্গিক নয়। আমি তার অ্যাকাউন্ট নষ্ট করি নাই। একটা বার বার বলছি। কারণ আমি কাজটা করি নাই।
হা হা হা। কিছু লোক দেখা যায় যারা টপিক অপেন কিরে সেই প্রথম পোস্টকে কোড করে তেল মারে। শুধু হ্যা ভাই ঠিক করছেন, আমি একমত, উপক্রিত হলাম। এইসব পোস্ট বেশি পাওয়া যায়। পোস্ট এ কি বুঝাছে কি বলছে তা বোঝার কোনো প্রয়োজন মনে করে না। একটা পোস্ট কিরে দিলেই বাছে
আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন। আমিও মনে করি ফোরামে কেউ কেউ  শুধু র‌্যাংক বাড়ানোর জন্য এই ধরণের তেলমারা, অর্থহীন পোস্ট করে থাকেন। তারা টপিক এর বিষয় বস্তু বুঝার চেষ্টাই করেন না বা বুঝেন না। আশাকরি যারা এ ধরণের পোস্ট করেন তারা  এখন থেকে সতর্ক হয়ে পোস্ট করবেন।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Rafiq on November 05, 2020, 05:53:53 PM
আমার মনেহয় আমাদের বাংলাবোর্ডে অনেক কাদা ছুড়াছুড়ি হচ্ছে। ভূলভ্রান্তি যে কারো হতে পরে, তবে সিনিয়র ভাইদের ভূলভ্রান্তি নিয়ে আমরা যারা নীচের র‌্যাংকে আছি তারা যেন শালীনতা বজায় রেখে কথা বলি। আমি চাই কোন বিষয়ে ভূল হলে, সে বিষয়ে সিনিয়র ভাইয়েরা কাউকে ব্যাক্তিগতভাবে আক্রমন না করে শালীনতা বজায় রেখে গঠনমূলক আলোচনা করবেন; যাতে সেখান থেকে আমরা শিখতে পারি ও আমাদের নিজেদের ভূল গুলো শুধরাতে পারি।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: kulkhan on November 05, 2020, 08:07:38 PM
বাংলা ফোরাম আপনাদের আমাদের সকলের প্রচেষ্টায় আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে। এখানে আমরা একজন আরেকজনের ভুল না ধরে সবাই কিভাবে ভালো করতে পারব সেটাই আমাদের চেষ্টা হওয়া উচিত। কারন অনেক দেশকে ফোরামে অনেক এগিয়ে যেতে দেখছি আর এর কারন হিসেবে তাদের একত্রিত চেষ্টা অনেক বড় অবদান রাখছে বলে আমি মনেকরি। আসুন আমরা ভুলবোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাই আমরা আমাদের বাংলা বোর্ডকে এগিয়ে নেই তাহলে ফোরামে আমাদের প্রভাব আরো বাড়বে। আর যেকোন যায়গায় একটু কড়াকড়ি থাকা উচিৎ এতে সেই যায়গার শৃঙ্খলা বজায় থাকে।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Crypto_Somrat on November 06, 2020, 02:24:23 AM
 :(
ফোরামকে মনে প্রানে ভালবাসি বলেই ফোরামের কিছু হলে মনে খুব কষ্ট লাগে। আমরা নিজেরা যদি এই ফোরামের জনপ্রিয়তা ধরে রাখতে পারি তবে এটা আমাদের ব্যর্থতা।
জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন, এই ফোরাম আমাদের। ফোরামের জনপ্রিয়তা ধরে রাখার দায়িত্ব আমাদের। এই ফোরামের জনপ্রিয়তা যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে সেটা অবশ্যই আমাদের ব্যর্থতা। আমি ছোট হলেও সবাইকে অনুরোধ করে বলবো, কেউ স্বজনপ্রীতি করবেন না এবং কারমা ফার্মিং করবেন না। সবাই সবার সাথে বন্ধুসুলভ আচরণ করবেন। আরেকটা বিষয় ভুল সবারই হতে পারে ভুল হলে অবশ্যই তাকে বুঝিয়ে বলবেন অযথা নেগেটিভ কারমা দিবেন না প্লিজ।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 06, 2020, 08:03:31 AM
ফোরামে দেখা যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন আইডি আসছে কিন্তু হার্ড রুলের কারণে কিছুদিন থাকার পর আইডিগুলো আর এক্টিভ দেখা যাচ্ছে না, কিছু নেগেটিভ কারমা খেয়ে চলে যাচ্ছে, কিছু প্লাগারিজম খেয়ে চলে যাচ্ছে, ফোরামে কিছু বন্ধুত্বপূর্ণ আচরণ এর অভাবে ফোরামের জনপ্রিয়তা কমে যাচ্ছে। আপনার মতামত আশা করছি।
জি ভাই আপনি ঠিক বলেছেন রুল অনেক হার্ড হওয়ার কারণে নতুন ইউজার রা পোস্ট করতে ভয় পাচ্ছে। তার মধ্যেও কোন কোন নতুন ইউজার আছে যারা না বুঝে পোস্ট করে নেগেটিভ কারমা পেয়ে পোস্ট করা থেকে বিরত থাকছে।
সবেমাত্র আপনি জুনিয়র সদস্য। মধ্যে আপনার অ্যাকাউন্টে কারমা দেখা যাচ্ছে। আপনি হার্ড রুলস কোথায় পেলেন? হার্ড রুলস হলে কি আপনি টিকতে পারবেন? ফোরামে কোন হার্ড রুলস নেই। মনগড়া কথা বলবেন না। আমি আজ পর্যন্ত কাউকে একাউন্টে ওয়ার্নিং দেইনি। আমি যা পোস্টগুলোতে বলে দেই কি ভুল হয়েছে। তবে আপনি তো ঠিকমত ফোরামটা ঘুরে দেখেন নাই। আপনি শুধু বাংলা বোর্ড পোস্ট করে যাচ্ছেন। ভালো করে আগের পোস্টগুলো এবং সিনিয়রদের পোস্ট গুলো পড়ুন। আরও দেখুন সিনিয়ররা কত ছাড় দিয়েছে। সিনিয়ররা আছে বলেই আপনারা আছেন। অযথা মন্তব্য করে পোস্ট বৃদ্ধি করার চেষ্টা করবেন না। অনেকেই স্প্যামিং করে কিন্তু আমি সেগুলা কাউন্ট করিনা। আশা করি বুঝতে পেরেছেন।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 06, 2020, 08:09:07 AM
আমার মনেহয় আমাদের বাংলাবোর্ডে অনেক কাদা ছুড়াছুড়ি হচ্ছে। ভূলভ্রান্তি যে কারো হতে পরে, তবে সিনিয়র ভাইদের ভূলভ্রান্তি নিয়ে আমরা যারা নীচের র‌্যাংকে আছি তারা যেন শালীনতা বজায় রেখে কথা বলি। আমি চাই কোন বিষয়ে ভূল হলে, সে বিষয়ে সিনিয়র ভাইয়েরা কাউকে ব্যাক্তিগতভাবে আক্রমন না করে শালীনতা বজায় রেখে গঠনমূলক আলোচনা করবেন; যাতে সেখান থেকে আমরা শিখতে পারি ও আমাদের নিজেদের ভূল গুলো শুধরাতে পারি।
হ্যাঁ সুন্দর কথা বলেছেন। তবে আমার মনে হচ্ছে কিছুদিন আগে একটি অ্যাকাউন্ট স্টাইক মেরেছে। তবে সেটা আমি মারিনি। অন্য মোডারেটর মেরেছে। তারা অবশ্যই যে কোন ভুল আছে। আমাকে পিএম দিয়ে নানা ধরনের কথা বলছে। তারপর থেকেই এই পোস্টটি বা টপিকটি খোলা হয়েছে। মনে করি এদের একটা বড় কম্মুনিটি ফ্রেন্ড সার্কেল আছে। তাই এরা হুমকিস্বরূপ আমাকে কথা বলছে। তবে আমি কোন হার্ড রুলস করিনি। আমি যদি কঠোর হই তাহলে কিন্তু অনেক অ্যাকাউন্ট বাদ পড়ে যাবে। এরা যারা ইউজার রয়েছে তারা অবশ্যই জানে। কিন্তু আমি চাই সব বাঙালিরা কাজ করুক।আরে ভাই বাঙালিরা তো শুধু বাউন্টি করার জন্য ফোরামে আসে। ফোরামে আরও কত ধরনের কাজ আছে এটা তো তারা জানেনা। আর তারা বেশি ঘাটাঘাটি করে অন্যের দোষ নিয়ে। তবে আমাকে নিয়ে কোনো কটাক্ষ কথা বললে, যদি প্রমাণ না থাকে, যদি সে ইউজারের ভুল হয় তাহলে আমি অ্যাকশনে যেতে বাধ্য হবো। আমি অবশ্যই তাকে ছাড় দিব না।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Lutera94 on November 06, 2020, 09:31:57 AM
অনেকদিন পর ফোরামে ঢুকে যা দেখলাম তা অত্যান্ত কষ্টের,আমাদের বাংলা বোর্ডে সবাই এক সাথে মিলেমিশে থাকলেই সবার জন্য ভালো হয়। কেউ যদি উপরে উঠে যায় সবার উচিৎ তার থেকে দিকনির্দেশনা নেওয়া, তার পিছনে লেগে থাকার মানে হয়না। ধন্যবাদ
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Herry on November 06, 2020, 01:09:12 PM
ফোরামে দেখা যাচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন আইডি আসছে কিন্তু হার্ড রুলের কারণে কিছুদিন থাকার পর আইডিগুলো আর এক্টিভ দেখা যাচ্ছে না, কিছু নেগেটিভ কারমা খেয়ে চলে যাচ্ছে, কিছু প্লাগারিজম খেয়ে চলে যাচ্ছে, ফোরামে কিছু বন্ধুত্বপূর্ণ আচরণ এর অভাবে ফোরামের জনপ্রিয়তা কমে যাচ্ছে। আপনার মতামত আশা করছি।

হ্যাঁ ভাই আমি আপনার কথার সাথে একমত আমাদের এই ফোরামের সিনিয়র ভাইদের কাছ থেকে যতটা সাহায্য পাওয়ার কথা জুনিয়র ভাইয়ারা ততটা সাহায্য পাচ্ছেন না আমাদের এই বাংলা বোর্ডের কিছু  সিনিয়ার ভাই আছেন যারা জুনিয়রদের পোস্ট দেখে যদি একটু খারাপ হয় -১ কারমা দেন আমার মনে হয় ছোটদের পোস্ট দেখে মাথা গরম না করে তাদের পোস্ট যদি ও খারাপ হয় তাহলে -১ কারমা না দিয়ে তাদের একটুও বোঝানো উচিত তাদের এই মাথা গরম করার কারণে এবং -১ কারমা দেওয়ার কারণে যারা জুনিয়র আছে তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয় আর এভাবেই আমাদের বাংলা বোর্ড ফরম এর জনপ্রিয়তা হারিয়ে যাচ্ছে
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Power420 on November 06, 2020, 01:41:08 PM
যারা এই ফোরামে টিকে থাকবে তারা থাকবে চিরদিন। যারা স্পামার করার জন্য অল্প দিনের জন্য ফোরামে আসে তারা তাড়াতাড়ি চলে যাও এ নিয়ে মন্তব্য করার কিছু নেই।ফোরামে আইডি হলে অবশ্যই সেটা রিয়েল হতে হবে এবং ফোরাম রিলেটেড ও মানসম্মত পোস্ট হতে হবে। ফোরামে দিনদিন জনপ্রিয়তা আরো বেশি বেশি বৃদ্ধি পাবে।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Kangaro45 on November 06, 2020, 05:20:49 PM
নতুন ইউজার হয়েও আমার যতদূর মনে হয় বাংলা লোকাল থ্রেডেএকে অপরকে সহযোগিতা এর পরিবর্তে কাদা ছোড়াছুড়ি বেশি হয় একজন আরেকজনের পিছনে সব সময় লেগে থাকে এ কারণে আমরা বাংলাদেশীরা ফোরামে অনেক পিছিয়ে। আশা করছি আগামীতে সকলে একে অপরের সাথে মিলেমিশে ফোরামে কাজ করবেন তাতে আমাদের নিজেদেরই লাভ হবে।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nusrat on November 06, 2020, 05:54:02 PM
ফোরামে স্বজনপ্রীতি কারমা দেওয়া নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন। মোডারেটর আপনি নিজেও সতর্ক হোন। কিভাবে আপনার কারমা মাত্র 15 দিনে ১০০+ হলো। আপনি মোডারেটর হয়েছেন তাতে কি ?আপনারও এ নিয়ে সতর্ক হওয়া উচিত হওয়া উচিত। ফোরামে আপনার চেয়ে আমার জন্ম আগে। তাই আপনার ও ভুল আছে। বেশি হার্ড রুল করবেন না ।
আপনার কথাকে আমি ফেলে দেবো না। মানুষ মাত্রই ভূল ভূল আমরা করি, নতুনরা করা মোডারেটররাও করতে পারে। তবে আমি বর্তমানে মোডারেটরের কোনো ভূল দেখতে পাচ্ছি না। সে একজন মোডারেটর তার কারমা দ্রুত বাড়তেই পারে। কেনোনা সে সারাদিন ফোরামে এক্টিভ থাকে এবং আপনার পরে তার জন্ম হলেও আপনার পোস্ট ১২০০ কিন্তু তার পোস্ট ২৫০০ ছাড়িয়েছে। আপনার ১২০০ পোস্টে ৬৯ টা কারমা হলেও তার ২৫০০ পোস্টে ১০০ কারমা হওয়া সাভাবিক। তার পরেও সে মোডারেটর হওয়াতে অনেকে আছেন তাকে সন্মান করার জন্য কারমা দিয়ে থাকেন। তো আপনার এভাবে বলাটা আমি ঠিক বলে মনে করছি না।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আপনার সাথে আমি একমত। আসলে কিছু কিছু মডারেটর আছে তারা একটু একটু ভুলের জন্য আমাদের মত জুনিয়র মেম্বাররা অনেক পিছিয়ে আছে। আমরা সকলে সচেতন হই। একে অন্যের ক্ষুদ্র ক্ষুদ্র ভুলটা কে না ধরে সেই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করব।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Malam90 on November 07, 2020, 01:31:54 AM
ফোরামে স্বজনপ্রীতি কারমা দেওয়া নেওয়া হচ্ছে এগুলো বন্ধ করুন। মোডারেটর আপনি নিজেও সতর্ক হোন। কিভাবে আপনার কারমা মাত্র 15 দিনে ১০০+ হলো। আপনি মোডারেটর হয়েছেন তাতে কি ?আপনারও এ নিয়ে সতর্ক হওয়া উচিত হওয়া উচিত। ফোরামে আপনার চেয়ে আমার জন্ম আগে। তাই আপনার ও ভুল আছে। বেশি হার্ড রুল করবেন না ।
আপনার কথাকে আমি ফেলে দেবো না। মানুষ মাত্রই ভূল ভূল আমরা করি, নতুনরা করা মোডারেটররাও করতে পারে। তবে আমি বর্তমানে মোডারেটরের কোনো ভূল দেখতে পাচ্ছি না। সে একজন মোডারেটর তার কারমা দ্রুত বাড়তেই পারে। কেনোনা সে সারাদিন ফোরামে এক্টিভ থাকে এবং আপনার পরে তার জন্ম হলেও আপনার পোস্ট ১২০০ কিন্তু তার পোস্ট ২৫০০ ছাড়িয়েছে। আপনার ১২০০ পোস্টে ৬৯ টা কারমা হলেও তার ২৫০০ পোস্টে ১০০ কারমা হওয়া সাভাবিক। তার পরেও সে মোডারেটর হওয়াতে অনেকে আছেন তাকে সন্মান করার জন্য কারমা দিয়ে থাকেন। তো আপনার এভাবে বলাটা আমি ঠিক বলে মনে করছি না।
হ্যাঁ ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন আপনার সাথে আমি একমত। আসলে কিছু কিছু মডারেটর আছে তারা একটু একটু ভুলের জন্য আমাদের মত জুনিয়র মেম্বাররা অনেক পিছিয়ে আছে। আমরা সকলে সচেতন হই। একে অন্যের ক্ষুদ্র ক্ষুদ্র ভুলটা কে না ধরে সেই ভুলটাকে সংশোধন করার চেষ্টা করব।

এ বিষয়গুলো নিয়ে আপনাদের কথা না বলাই আমি যুক্তিযুক্ত বলে মনে করি। কারণ এতে করে সিনিয়রদের সাথে আপনাদের পার্থক্য তৈরি হবে। সিনিয়ররা আপনাদের জন্য অনেক চেষ্টা করেন, ভুল থাকলে ধরিয়ে দিয়েছেন কিন্তু কিছু কিছু নতুন ভাইয়েরা একাউন্ট করেই যত্রতত্র কপি পেস্ট করে যাচ্ছেন, স্পামিং করে যাচ্ছেন। আপনাদেরকে আমি এবং মডারেটর সহ সিনিযররা অনেকবার সতর্ক করেছি যে কেউ কপি পেস্ট করবেন না, স্পামিং করবেন না, মাল্টিপল আইডি করবেন না। যারা শুনেননি করেছেন সেগুলো-তাদের ব্যবস্থা ফোরাম এডমিন এবং অন্য সেকশনের মডারেটররা নিয়েছেন এবং নিবে এতে আমাদের কান হাত নেই। যার কর্মফল সেই ভোগ করবেন।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Paglamon on November 07, 2020, 02:42:25 AM
আমার মতে এই পোস্টটি মোডারেটর দেখামাত্রই লক করে দেবেন। কারণ এখানে জুনিয়ার ইউজাররা সিনিয়রদের নিয়ে নানা জল্পনা-কল্পনা করবে। বিষয় গুলো মোটেও ভালো না। আমি মনে করি এই টপিকটি লক করে দেওয়া উচিত।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Crypto_Somrat on November 07, 2020, 03:58:15 AM
আমি বেশ কিছু দিন ধরে দেখছি এই ফোরামের সজন প্রিয়তা শুরু হয়ে গেছে।কিছু কিছু পোস্টে দেখতে পাই যে আপনাকে পজেটিভ কারমা দেওয়া হল বা আপনার জন্য পজেটিভ কারমা বরাদ্দ রইল। আমি এ সমস্ত পোস্ট মডারেটর এবং কিছু মেম্বার দের কাছে আশা করিনি।আমি অনেক আগেই বলতে চেয়েছি কিন্তু বলিনি। এখনো শোধরানোর টাইম আছে আপনারা ঠিক হয়ে যান।
জি ভাই আমি আপনার সাথে একমত পোষণ করছি। আসলে কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই ফোরামে স্বজনপ্রীতি শুরু হয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করে বলব আমরা সবাই একে অন্যের ভাই ভাই। আমরা সবাই এই ফোরামে মিলে থাকবো কেউ কারো বিরোধিতা করবো না। বিশেষ করে কিছু জুনিয়ার ইউজার আছে যারা না বুঝেই অন্যকে নেগেটিভ কারমা দেয়। আমাদের সিনিয়র ভাইরা বারবার এটা নিয়ে সতর্ক করছেন। আমার মতে তাদের শুধরানো উচিত। তাহলে বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
আপনিতো ফোরামে এসেছেন কিছুদিন হলো। এর মধ্যে আপনি স্বজনপ্রীতি দেখলেন কোথায়? আপনি আমাকে স্বজনপ্রীতি সম্পর্কে বলুন। আমি সবাইকে বারবার সতর্ক করার চেষ্টা করছি। নতুন ইউজার যারা আসে তারা কিন্তু সতর্ক নয়। নতুন ইউজারদের ভুলের কারণে সম্ভবত ভুল বুঝাবুঝির কারণ হয়েছে। সবকিছু বুঝতে পেরেছি। দুই থেকে তিন দিন আগে একজন ইউজার স্ট্রাইক পেয়েছে। তার কারণেই মূলত এই পোস্টটি করা হয়েছে। আমাকে পিএম দিয়ে নানা ধরনের কথা বলছে। সে যা বলছে কোনোটিই প্রাসঙ্গিক নয়। আমি তার অ্যাকাউন্ট নষ্ট করি নাই। একটা বার বার বলছি। কারণ আমি কাজটা করি নাই।
মডারেটর ভাই আমি প্রথমেই বলবো সরি। আপনি কথাটা যেভাবে নিয়েছেন আমি আসলে সেভাবে বলিনি। আমি স্বজনপ্রীতি এর কথা এজন্যই বলেছি যে, এই ফোরামে কিছু কিছু  আইডি এমন ও আছে যারা যে আর মেম্বার ও হয়নি কিন্তু তাদের কারমা সংখ্যা টেন প্লাস। তাদের পোস্ট কোয়ালিটিও তেমন ভালো না। কিন্তু তারা যে আর মেম্বার হওয়ার আগেই টেন প্লাস কারমা কিভাবে পেলো। এজন্যই আমি স্বজনপ্রীতির কথা বলেছি। কোন মেম্বার ফ্রম থেকে স্ট্রাইক পেল সেটা আমার জানা ছিল না। আর এটা নিয়ে সিনিয়রদের মাঝে কি হয়েছে সেটাও জানা ছিল না। জানলে হয়তো কথাগুলো বলতাম না। ভুল সবারই হয়। আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Crypto_Somrat on November 07, 2020, 04:09:11 AM
আমি বেশ কিছু দিন ধরে দেখছি এই ফোরামের সজন প্রিয়তা শুরু হয়ে গেছে।কিছু কিছু পোস্টে দেখতে পাই যে আপনাকে পজেটিভ কারমা দেওয়া হল বা আপনার জন্য পজেটিভ কারমা বরাদ্দ রইল। আমি এ সমস্ত পোস্ট মডারেটর এবং কিছু মেম্বার দের কাছে আশা করিনি।আমি অনেক আগেই বলতে চেয়েছি কিন্তু বলিনি। এখনো শোধরানোর টাইম আছে আপনারা ঠিক হয়ে যান।
জি ভাই আমি আপনার সাথে একমত পোষণ করছি। আসলে কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই ফোরামে স্বজনপ্রীতি শুরু হয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করে বলব আমরা সবাই একে অন্যের ভাই ভাই। আমরা সবাই এই ফোরামে মিলে থাকবো কেউ কারো বিরোধিতা করবো না। বিশেষ করে কিছু জুনিয়ার ইউজার আছে যারা না বুঝেই অন্যকে নেগেটিভ কারমা দেয়। আমাদের সিনিয়র ভাইরা বারবার এটা নিয়ে সতর্ক করছেন। আমার মতে তাদের শুধরানো উচিত। তাহলে বাংলা বোর্ডকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
আপনিতো ফোরামে এসেছেন কিছুদিন হলো। এর মধ্যে আপনি স্বজনপ্রীতি দেখলেন কোথায়? আপনি আমাকে স্বজনপ্রীতি সম্পর্কে বলুন। আমি সবাইকে বারবার সতর্ক করার চেষ্টা করছি। নতুন ইউজার যারা আসে তারা কিন্তু সতর্ক নয়। নতুন ইউজারদের ভুলের কারণে সম্ভবত ভুল বুঝাবুঝির কারণ হয়েছে। সবকিছু বুঝতে পেরেছি। দুই থেকে তিন দিন আগে একজন ইউজার স্ট্রাইক পেয়েছে। তার কারণেই মূলত এই পোস্টটি করা হয়েছে। আমাকে পিএম দিয়ে নানা ধরনের কথা বলছে। সে যা বলছে কোনোটিই প্রাসঙ্গিক নয়। আমি তার অ্যাকাউন্ট নষ্ট করি নাই। একটা বার বার বলছি। কারণ আমি কাজটা করি নাই।
হা হা হা। কিছু লোক দেখা যায় যারা টপিক অপেন কিরে সেই প্রথম পোস্টকে কোড করে তেল মারে। শুধু হ্যা ভাই ঠিক করছেন, আমি একমত, উপক্রিত হলাম। এইসব পোস্ট বেশি পাওয়া যায়। পোস্ট এ কি বুঝাছে কি বলছে তা বোঝার কোনো প্রয়োজন মনে করে না। একটা পোস্ট কিরে দিলেই বাছে
ভাই আপনি অনেক সিনিয়র পারসন। আপনাকে অনেক সম্মান করি। আপনি একটা পোষ্টে বলেছেন ভুল সবারই হতে পারে সেটা হোক জুনিয়র সেটা হোক সিনিয়ার। আমরা জুনিয়ররা না বুঝে ভুল করবো এটাই স্বাভাবিক। আমাদের ভুলগুলো আপনি শুধরে দেওয়ার চেষ্টা করবেন। সেটা না করে হেসে উপহাস করা আপনার মত সিনিয়র পারসন এর মানায়নি। আমি মডারেটর ভাইকে সরি বলেছি। কারণ আমি স্বজনপ্রীতি এর কথা এর জন্যই বলেছি যে, কিছু কিছু জুনিয়র মেম্বারদের যারা এখনো যে আর মেম্বার হয়নি কিন্তু তাদের কারমার সংখ্যা টেন প্লাস। তাদের পোস্ট কোয়ালিটি তেমন ভালো না। তাহলে তারা 35 40 টা পোস্ট করে কিভাবে এতগুলা কারমা পেল। ফোরামে কে স্ট্রাইক পেয়েছে। তার জন্য সিনিয়র ভাইদের মাঝে কি হয়েছে আমি সেটা জানতাম না। জানলে হয়তো এমন পোস্ট করতাম না যাতে মডারেটর ভাই কষ্ট পায়। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি।
Title: Re: বাংলা ফোরামের জনপ্রিয়তার নির্বাচন
Post by: Nostoman on November 07, 2020, 07:27:26 AM
এই পোস্টটি বা টপিকটি লক করার কথা অনেকেই বলেছে। সার্বিক দিক বিবেচনা করে, আমি টপিকটি লক করে দিলাম। কারণ যারা টপিকটি লক করার কথা বলেছে, তারা সবাই সিনিয়ার ইউজার। সুতরাং আশা করি সবাই বুঝতে পেরেছেন।