Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Hasan986 on November 05, 2020, 06:58:21 PM
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
-
আমি মনে করি আমেরিকার নির্বাচনের প্রভাবে বিটকয়েনের দাম আরো বাড়তে পারে। আমি অত্যন্ত আনন্দিত বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে। আমি ধারণা করছি এই টানেই বিটকয়েনের মূল্য তার সর্বচ্চো বৃদ্ধির রেকর্ড কেও অতিক্রম করতে পারে।
-
আমি মনে করি আমেরিকার নির্বাচনের প্রভাবে বিটকয়েনের দাম আরো বাড়তে পারে। আমি অত্যন্ত আনন্দিত বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে। আমি ধারণা করছি এই টানেই বিটকয়েনের মূল্য তার সর্বচ্চো বৃদ্ধির রেকর্ড কেও অতিক্রম করতে পারে।
আপনার কি মনে হচ্ছে না.? যে ফেইক আউট হতে পারে আবার ১২০০০-১৩০০০ এ আসতে পারে বলে মনে হচ্ছে না.? আার মনে হচ্ছে ২-১ হাজার ফেইক আউট হয়েছে। যা শিঘ্রই নেমে যাবে।
-
বিট কয়েনের মূল্য যেহেতু বেড়েছে সেতু আমার মনে হয় এটা অনেক খুশির একটা খবর। আমি চাই বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাক তাহলে আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে আছি সবার জন্যই মঙ্গলময়।
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
বিটকয়েন বিশ্বের সর্ববৃহৎ একটি কয়েন। জনপ্রিয়তার দিক থেকে এটি প্রথম স্থান দখল করে আছে। আপনি একদম ঠিক বলেছেন 2017 সালে বিটকয়েনের দাম রেকর্ড পর্যায়ে ছিল। তারপর থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমানে এটা ধীরে ধীরে পাম্প করতে শুরু করেছে। ধারণা করা যাচ্ছে যে, বিটকয়েন আবার তার আগের অবস্থানে পৌঁছাতে চলেছে। আশা করি যারা বিটিসি তে বিনিয়োগ করেছেন তারা অতি দ্রুতই ভালোই প্রফিট পাবেন।
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
বিটকয়েন বিশ্বের সর্ববৃহৎ একটি কয়েন। জনপ্রিয়তার দিক থেকে এটি প্রথম স্থান দখল করে আছে। আপনি একদম ঠিক বলেছেন 2017 সালে বিটকয়েনের দাম রেকর্ড পর্যায়ে ছিল। তারপর থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমানে এটা ধীরে ধীরে পাম্প করতে শুরু করেছে। ধারণা করা যাচ্ছে যে, বিটকয়েন আবার তার আগের অবস্থানে পৌঁছাতে চলেছে। আশা করি যারা বিটিসি তে বিনিয়োগ করেছেন তারা অতি দ্রুতই ভালোই প্রফিট পাবেন।
হ্যাঁ আপনি ঠিক বলেছেন যেহেতু দেখা যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই বিটকয়েনের দাম রাতারাতি বৃদ্ধি পেয়েছে। পায়ের মধ্যে বিনিয়োগ করেছে অবশ্যই তারা ভালো একটি প্রফিট পাবে।
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
নির্বাচনের রেজাল্ড এখনো আসেনি তবে ধারণা করা হচ্ছে যদি ডোনাল্ট ট্রাম্প জয়ী হয় তাহলে বিটিসি অনেক দুর যাবে অন্যথায় দাম আবার নামতে পারে। তবে এক্সপার্টদের প্রেডিকশন ও অনেক সময় ভুল হয়ে থাকে, ক্রিপ্টো বলে কথা। তবে হ্যা, আমেরিকার নির্বাচনের একটি প্রভাব ত আছেই।
-
আমার মনে হয় বিটকয়েনের দাম 16000 ক্লোজ করা হয় কোন ইলেকশনের প্রভাব ফেলছে। ডোনালট্রাম ইলেকশনে হেরে যাওয়ায় বিটকয়েনের দাম রাতারাতি বৃদ্ধি পাচ্ছে। এই প্রভাবটাই বিটকয়েন এর উপর সবচেয়ে বেশি পড়েছে যার কারণে বিটকয়েনের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে।
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
ভাইয়া আপনার ধারনা ঠিক, বিটিসি এখন খুব দ্রুতই পাম্প হচ্ছে। তবে এ ক্ষেত্রে ইউ এস এ এর নির্বাচনের কোন প্রভাব থাকলেও থাকতে পারে। বিটিসি এখন যে হারে পাম্প করতে শুরু করেছে তাতে আশা করা যাচ্ছে যে 2021 সালের মধ্যে বিটিসি 20000 ডলার পার হয়ে যাবে।
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
ভাই বিটকয়েনের দাম যেভাবে পাম্প করতে শুরু করেছে। তাতে আপনার ধারনাই ঠিক এটা বললেও ভুল হবে না যে বিটকয়েন আবার তার পূর্বের অবস্থানে ফিরে যাবে। বিটকয়েন এখন খুব দ্রুতই পাম্প হচ্ছে এক্ষেত্রে নির্বাচনের কোন প্রভাব আছে কিনা বলা যাচ্ছে না থাকলেও থাকতে পারে।
-
আমি মনে করি আমেরিকার নির্বাচনের প্রভাবে বিটকয়েনের দাম আরো বাড়তে পারে। আমি অত্যন্ত আনন্দিত বিটকয়েনের মূল্য বৃদ্ধিতে। আমি ধারণা করছি এই টানেই বিটকয়েনের মূল্য তার সর্বচ্চো বৃদ্ধির রেকর্ড কেও অতিক্রম করতে পারে।
বিটকয়েন পুরাতন রেকর্ড ভেঙ্গে যাতে নতুন রেকর্ড তৈরি করে এটাই সকলের আশা। সব কয়েনের চেয়ে বিটকয়েন কে সকলের পছন্দ করে বেশি। আপনার কথা যেন অবশ্যই অবশ্যই কার্যকারী হয়। আমারও আপনার মত তাই মনে হচ্ছে বিটকয়েন রেকর্ড ভেঙ্গে রেকর্ড তৈরি করবে।
-
কিছুদিন আগে বিটকয়েন অনেক ডাম্পে ছিল। কিন্তু হঠাৎ করে বিটকয়েনের দাম এত বৃদ্ধি পাওয়ার কারণ কি। বর্তমানে বিটকয়েনের অবস্থা অনেকটাই অতুলনীয় ভাবার বাইরে একদিনের ব্যবধানে অনেকদূর এগিয়ে গেছে।
-
হ্যাঁ ভাই আমি মনে করি বিটকয়েন 2017 সাল কে অতিক্রম করেছে বিটকয়েনের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে বিটকয়েনের ওপর ইউএস ইলেকশনের প্রভাবটা আমরা বুজতে পারছি আমি মনে করি এই সময়ে বিটকয়েন তার সর্বোচ্চ রেকর্ড টা তৈরি করবে ববিতার একটু দেখতো আজকে বিটকয়েনের দাম 15,470$ এইবারে বিটকয়েন তার সর্বোচ্চ রেকর্ড গড়তে যাচ্ছে
-
বিটকয়েনের দাম চমৎকার ভাবে বেড়ে গেছে আমার মনে হয় নির্বাচনের ডোনালট্রাম ফেল করা বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।বিটকয়েনের দাম ভবিষ্যতে আরও বাড়বে 2020 সালের বিটকয়েনের দাম 20 থেকে 25000 ডলার হবে বলে আশা করা যায়।
-
বিটকয়েনের দাম বর্তমান মোটামুটি ভালোই বাড়ছে কিন্তু আমার মনে হয় 2021 সালে আরো বাড়বে আমার মনে হয় সর্বোচ্চ দাম হবে এবার আমার মনে হয় এবার সর্বোচ্চ রেকর্ড করবে বিটকয়েন
-
বিটকয়েনের দাম কিছুদিন ধরে একটু একটু করে পাম্প করছিল কিন্তু হঠাৎ করে অস্বাভাবিক দাম বেড়েছে। ক্রিপ্টো মার্কেট এমনই যার সম্পর্কে নির্দিষ্ট করে কোন কিছুই বলা যায় না। যেকোনো সময় যেকোনো কয়েনের দাম অস্বাভাবিক বাড়তে বা কমতেও পারে। বিটকয়েন হলো ক্রিপ্টো মার্কেটের কয়েনের রাজা। বর্তমানে বিটকয়েনের দাম 15800 ডলার । আশা করা যায় অতীতের সব রেকর্ড ভেঙ্গে যাবে। ধারণা করা হয় আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের কারণে বিটকয়েনের দাম বাড়ছে এবং আরো বাড়ার সম্ভাবনা আছে।
-
বিটকয়েন অলরেডি 16 হাজার ডলার টাচ করতে চলেছে। বিটকয়েনের এমন দাম বাড়ানো আমরা সবাই অনেক আনন্দিত। আমরা আশা করছি বিটকয়েনের দাম জানুন 2020 সালের মধ্যেই 20 হাজার ডলারের মধ্যে অবস্থান করে।
-
বিটকয়েনের প্রাইস বর্তমান 15 হাজার ডলার বললে ভুল হবে বর্তমানে দেখা যায় বিটকয়েন প্রাইস 16 হাজার ডলার পেরিয়ে গেছে।
-
বিটকয়েন এর দাম হুট করে এত বেড়ে যাবে আমরা তা কল্পনাও করতে পারিনি।
তবে বিটকয়েনের দাম 2020 সালে 18 হাজার ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
আমিও চাই বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাক। কেননা বিটকয়েনের দাম যত বৃদ্ধি পাবে। তোতই ক্রিপ্টোকারেন্সি দের জন্য মঙ্গলময়।
-
বিটকয়েনের দাম প্রায় 16 হাজারের কাছাকাছি হয়েছিল 2020 সালে সর্বোচ্চ দাম বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। যদিও বিটকয়েনের দাম 16 হাজারের নিচে কিন্তু ভবিষ্যতে এর দাম 20 থেকে 25 হাজার ডলার হবে।
-
আমি মনে করি এটা একদম বাজে কথা যে আমেরিকার ইলেকশানের কারনে দাম বাড়তেছে কারন দাম বাড়লেতো ইলেকশানের আগে বাড়ার কথা কারন ইলেকশানের আগে কালো টাকার লেনদেন হয় বেশী আর যেহেতু বিটিসি ব্যবহার করে সহজেই টাকা ট্রান্সফার করা যায় সেহেতু দাম আগেই বাড়ার দরকার ছিল। আসলে সামনে বড়দিন আসতেছে তাছাড়া কোন খারাপ সংবাদ মার্কেটে নাই তাই বাড়তেছে।
ধন্যবাদ.
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন সর্ববৃহৎ একটি কয়েন। জনপ্রিয়তার দিক থেকেও এই বিটকয়েন প্রথম স্থান অধিকার করে রয়েছে। 2017 সালে বিটকয়েনের দাম রেকর্ড পর্যায়ে ছিল। তারপর থেকে কমতে শুরু করেছিল। এখন আবার বিটকয়েন খুব দ্রুতই পাম্প করতে শুরু করেছে। এভাবে যদি পাম্প করতে থাকে তাহলে আশা করা যাচ্ছে বিটকয়েনের প্রাইস আবার 2017 সালের রেকর্ড অতিক্রম করলেও করতে পারে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কয়েন গুলার দাম ওঠানামা করবে এটাই স্বাভাবিক। তবে আপনি যেটা বলেছেন বিটকয়েনের দাম বৃদ্ধির সাথে ইউএসএ এর নির্বাচনের কোনো হাত আছে কিনা সেটা আমার জানা নেই। তবে আপনি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরেছেন। এক্ষেত্রে নির্বাচনের হাত থাকলেও থাকতে পারে।
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
অনেক চরাই উৎরাই এর পর বিটকয়েন দাম ১৫০০০ ডলার অতিক্রম করেছে। বাজার পরিস্থিতির বিশ্লেষণে আমার কাছে মনেহচ্ছে ২০২১ সালের শুরুতেই বিটকয়েন তার ২০১৭ সালের দামের রেকর্ডটি ভেঙ্গে ফেলবে। আমার কাছে মনেহয় না ইউএস নির্বাচন বিটকয়েনের দামের উপর প্রভাব ফেলবে।
-
আমি মনে করি এটা একদম বাজে কথা যে আমেরিকার ইলেকশানের কারনে দাম বাড়তেছে কারন দাম বাড়লেতো ইলেকশানের আগে বাড়ার কথা কারন ইলেকশানের আগে কালো টাকার লেনদেন হয় বেশী আর যেহেতু বিটিসি ব্যবহার করে সহজেই টাকা ট্রান্সফার করা যায় সেহেতু দাম আগেই বাড়ার দরকার ছিল। আসলে সামনে বড়দিন আসতেছে তাছাড়া কোন খারাপ সংবাদ মার্কেটে নাই তাই বাড়তেছে।
ধন্যবাদ.
ভাই আমেরিকার জনগন বাংলাদেশীদের মতন কালো টাকার মালিক হতে পারেন না; তাদের দেশে আইনের শাসন আছে, বাংলাদেশের মতো নির্বাচনের আগে কালো লেনদেন হয়না। তাছাড়া আমি মনেকরি আমেরিকার নির্বাচন বিটকয়েনের দামের উপর কোন প্রভাব ফেলবে না।
-
আমি মনে করি এটা একদম বাজে কথা যে আমেরিকার ইলেকশানের কারনে দাম বাড়তেছে কারন দাম বাড়লেতো ইলেকশানের আগে বাড়ার কথা কারন ইলেকশানের আগে কালো টাকার লেনদেন হয় বেশী আর যেহেতু বিটিসি ব্যবহার করে সহজেই টাকা ট্রান্সফার করা যায় সেহেতু দাম আগেই বাড়ার দরকার ছিল। আসলে সামনে বড়দিন আসতেছে তাছাড়া কোন খারাপ সংবাদ মার্কেটে নাই তাই বাড়তেছে।
ধন্যবাদ.
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর মন্তব্যের জন্য। আপনার এই টপিকটি পড়ে বুঝতে পেরেছি কিভাবে বিটকয়েনের দাম বাড়ছে।
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
আমি 2017 সালের বিটিসি কে নয় আগামি বিটিসি দেখার আশায় আছি। সেই দিন আর খুব দুরে নয় যে প্রতি সাতোশি 1 ডলার হবে। সেক্ষেত্রে বুজতেই পারছেন আমার চাওয়া টা অনেক দুরে আছে।
-
সেই দিন আর দুরে নেই। আমরা সেই 2017 সালের খুব কাছে এসেছি। আর একটি এগুলে এটি সম্ভব। আশা রাখছি খুব দ্রুত এটি তা হবে।
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
বিটকয়েন হলো সব কয়েনের শীর্ষে। সব সময়ই বিটকয়েনের স্থান সকল কয়েনের শীর্ষেই থাকে। কিছু দিন আগেও বিটকয়েনের দাম কিছুটা কম ছিল কিন্তু কিছু দিন যাবৎ বিটকয়েনের দাম পাম্প করতেছে। এবং ধারনা করা হচ্ছে যে বিটকয়েন আবারও ২০১৭ সালের প্রাইস কে স্পর্শ করবে। তবে বিটকয়েনের এই দাম বৃদ্ধিতে মূল কারণ কি সেইটা বলা মুশকিল। হয়তোবা আমেরিকার নির্বাচন এর জন্য ও বিটকয়েনের দাম পাম্প হতে পারে,আবার নাও হতে পারে, শিউর দিয়ে কিছু বলা যাচ্ছে না।
-
বিটকয়েন এর দাম আরও বাড়বে। আমি মনে করি বিটকয়েন ইথেরিয়াম ২০২১ সালের প্রথম দিকে ২০১৭ সালের রেকর্ড ভাংবে। কারন ২০২০ সালের প্রথম দিকে ৩৫০০$ ছিলো সেটা এখন ১৫০০০$+ করেছে। তাই আশা করা যায় ২০২১ সালের প্রথম দিকে বিটকয়েন ইথেরিয়াম লাইটকয়েন বিএনবি এই সব গুলা কয়েন হিট করবে। তাই যারা এখন $ কিনে রাখছেন তারা হোল্ড করতে পারেন বেশি প্রফিট এর জন্য
-
বিটকয়েনের দাম চমৎকার ভাবে বেড়ে গেছে আমার মনে হয় নির্বাচনের ডোনালট্রাম ফেল করা বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।বিটকয়েনের দাম ভবিষ্যতে আরও বাড়বে 2020 সালের বিটকয়েনের দাম 20 থেকে 25000 ডলার হবে বলে আশা করা যায়।
আসলে ঠিক বিটকয়েনের দাম কি জন্য এভাবে হঠাৎ করে পাম্প করতে শুরু করেছে সেটা এখনও আমরা কেউ শিওর না। অনেকের ধারণা ইউএসএ এর নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়া এবং বাইডেন নির্বাচিত হওয়ার কারণে বিটকয়েনের দাম বাড়তে শুরু করেছে। অনেকের এটাও ধারণা বাইডেন একজন বিনিয়োগকারী। যাইহোক যে কারণে বৃদ্ধি পাক না কেন। আমরা চাই বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাক।
-
বিটকয়েন 15000 ডলার নয় আজ কে 16000 ডলার ক্রস করেছিল। আশা রাখি খুব স্বল্প সময়ে এটি অনেক দুরে চলে যাবে। এই বিটকয়েন দির্ঘ প্রায় একবছর স্ট্য্যবল পর্যায়ে থাকার পর আবার নতুন করে মুভমেন্ট শুরু করেছে। আমি এটি কে সর্বোচ্চ পর্যায়ে দেখতে চাই।
-
বিটকয়েনের প্রাইস হঠাৎ করে 15 হাজার ডলার হয়েছিল।আমি ভেবেছিলাম যে ভাবে বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে আবার সেভাবে কমে যাবে কিন্তু তা না করে দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইস আরবের 16 হাজার ডলার হয়েছে।বর্তমান পজিশন দেখে বলা যায় বিটকয়েনের প্রাইস আরো অনেক বৃদ্ধি পাবে।
-
বিটকয়েন 15000 ডলার নয় আজ কে 16000 ডলার ক্রস করেছিল। আশা রাখি খুব স্বল্প সময়ে এটি অনেক দুরে চলে যাবে। এই বিটকয়েন দির্ঘ প্রায় একবছর স্ট্য্যবল পর্যায়ে থাকার পর আবার নতুন করে মুভমেন্ট শুরু করেছে। আমি এটি কে সর্বোচ্চ পর্যায়ে দেখতে চাই।
হ্যাঁ ভাই আমিও দেখতে চাই বিটকয়েনের প্রায় সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাতে। এখন দেখা যাক বিটকয়েনের প্রাইস কতটা বৃদ্ধি পায়। তবে আমার ধারনা যে 2025 সালের মধ্যে বিটকয়েনের প্রাইস 30 হাজার ডলার পেরিয়ে যাবে।
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
বিটকয়েনের দাম হঠাৎ করেই দ্বিগুণ হারে বাড়তে চলেছে আমার মনে হয় 2017যাবে এতে আমাদের সবার মঙ্গল হবে ইনশাল্লাহ।
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
বিটকয়েন বিশ্বের সর্ববৃহৎ একটি কয়েন। জনপ্রিয়তার দিক থেকে এটি প্রথম স্থান দখল করে আছে। আপনি একদম ঠিক বলেছেন 2017 সালে বিটকয়েনের দাম রেকর্ড পর্যায়ে ছিল। তারপর থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমানে এটা ধীরে ধীরে পাম্প করতে শুরু করেছে। ধারণা করা যাচ্ছে যে, বিটকয়েন আবার তার আগের অবস্থানে পৌঁছাতে চলেছে। আশা করি যারা বিটিসি তে বিনিয়োগ করেছেন তারা অতি দ্রুতই ভালোই প্রফিট পাবেন।
আপনি একদম ঠিক বলেছেন ভাই আমি আপনার সাথে একমত। বিটকয়েনের দাম রাতারাতি অনেক বৃদ্ধি পেয়েছে আমি আশা করি ভবিষ্যতে বিটকয়েনের দাম আরো দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে।
-
আমি এই ফোরামে একদম নতুন তাই বিটকয়েন সম্পর্কে আমার কোন ধারণা নেই। তুমি তবু আমি বলতে চাই যে বিটকয়েন পৃথিবীর সর্ববৃহৎ একটি কয়েন। জনপ্রিয়তার দিক থেকে এটি প্রথম স্থান দখল করে আছে। আমার মনে হয় বিটকয়েন তার আগের অবস্থানে পৌঁছে যাবে ইনশাল্লাহ।
-
বিটকয়েনের দাম চমৎকার ভাবে বেড়ে গেছে আমার মনে হয় নির্বাচনের ডোনালট্রাম ফেল করা বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে।বিটকয়েনের দাম ভবিষ্যতে আরও বাড়বে 2020 সালের বিটকয়েনের দাম 20 থেকে 25000 ডলার হবে বলে আশা করা যায়।
আপনি একদম ঠিক বলেছেন ব্রো বিটকয়েন আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমি আশা করব ভবিষ্যতে আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে ইনশাল্লাহ।
-
কিছুদিন ধরে বিটকয়েনের দাম ধীরে ধীরে পাম্প করছে।এখন বিটকয়েনের দাম প্রায় 16 হাজার 500 ডলার ।মনে হয় বিশ সালের মধ্যে 20000 ডলার ছাড়িয়ে যাবে।
-
বিটকয়েনের দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আজকে বিটকয়েনের বর্তমান দাম প্রায় 15 হাজার 992 ডলার। 2021 সালে বিটকয়েনের দাম 21000 হাজার ডলার হবে আশা করছি।
-
বিটকয়েনের দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আজকে বিটকয়েনের বর্তমান দাম প্রায় 15 হাজার 992 ডলার। 2021 সালে বিটকয়েনের দাম 21000 হাজার ডলার হবে আশা করছি।
বিটকয়েনের দাম ধীরে ধীরে না হঠাৎ করেই এতটা পাম্প করেছে যেটা কেউ ধারণা করেছিল না। তো বিটকয়েনের পজিশন দিন দিন অনেক উন্নতি হচ্ছে। তাই আমি মনে করি যে 2021 সালে বিটকয়েনের প্রাইস 25 হাজার ডলার পেরিয়ে যাবে।
-
বিটকয়েনের দাম বেশ কিছুদিন ধরে অনেকটা পাম্প করেছে। মনে হচ্ছে আরো বাড়বে। এভাবে বাড়তে থাকলে আশা করা যায় 2017 সাল কে ছাড়িয়ে যেতে পারে। তবে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আগাম মন্তব্য করা কঠিন।
-
গত ২ সপ্তাহ ধরে বিটকয়ে এর দাম ১৫০০০ হাজার ডলার এর কিছু বেশী আছে । এই বিষয়টি ব্লকচেইন প্রযুক্তির সাথে সম্পৃক্ত সকল সদস্যদের মধ্যে আন্দোলন তৈরি করবে
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
বিটিসি অলরেডি 16000 ডলার ক্রস করেছে। তাই আশা রাখি ভবিষ্যতেও এটি অনেক বাড়বে।
-
আমাদের সকলের জন্যই খুশীর খবর এই যে। কিছুদিন আগেও যে বিটকয়েনের দাম 15 হাজার ডলার ছিল সেটা বৃদ্ধি পেয়ে 17 হাজার ডলারে পৌঁছে গেছে। এটা আমাদের জন্য খুবই একটা খুশির সংবাদ কেননা এতে পুরো ক্রিপ্টোকারেন্সি এর, টোকেন গুলোর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
-
ইতিমধ্যে যদি আমরা মার্কেটে খেয়াল করি তাহলে বিটকয়েনের প্রাইস প্রায় 19 হাজার ডলার হয়েছে। এবং কি খুব তাড়াতাড়ি 2017 সাল কে ছাড়িয়ে যাবে এটা আমি আশাবাদী।
-
বিটকয়েনের প্রাইস হঠাৎ করে 15 হাজার ডলার হয়েছিল।আমি ভেবেছিলাম যে ভাবে বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে আবার সেভাবে কমে যাবে কিন্তু তা না করে দেখতে পাচ্ছি বিটকয়েনের প্রাইস আরবের 16 হাজার ডলার হয়েছে।বর্তমান পজিশন দেখে বলা যায় বিটকয়েনের প্রাইস আরো অনেক বৃদ্ধি পাবে।
চুল আপনার কথাটা ঠিক আছে। বর্তমানে আবারো কিন্তু বিটকয়েন অনেকটাই পাম করেছে যেটা কেউ কল্পনাও করতে পারছিল না। এতটা বৃদ্ধি পেয়েছে যে সবাইকে অবাক করে দিয়েছে।
-
বিটকয়েন বর্তমানে 18 হাজার ডলার ক্রস করছে।বিটকয়েনের এমন অস্বাভাবিক বাড়ার পেছনে সব চেয়ে বড় কারন তা হয়তো আমরা এখনো ভালো করে জানি না। তবে আমার মনে হয় আমেরিকা নির্বাচনে জো বাইডেন পাশ করার কারণে বিটকয়েন দাম বাড়ার কারণ।
-
বিটকয়েন বর্তমানে 18 হাজার ডলার ক্রস করছে।বিটকয়েনের এমন অস্বাভাবিক বাড়ার পেছনে সব চেয়ে বড় কারন তা হয়তো আমরা এখনো ভালো করে জানি না। তবে আমার মনে হয় আমেরিকা নির্বাচনে জো বাইডেন পাশ করার কারণে বিটকয়েন দাম বাড়ার কারণ।
আমি চিন্তা করছিলাম বাইডেন জিতলে বিটিচি ক্রাশ করবে। তবে তার উল্টো টা হলে।
-
আমাদের সকলের জন্যই খুশীর খবর এই যে। কিছুদিন আগেও যে বিটকয়েনের দাম 15 হাজার ডলার ছিল সেটা বৃদ্ধি পেয়ে 17 হাজার ডলারে পৌঁছে গেছে। এটা আমাদের জন্য খুবই একটা খুশির সংবাদ কেননা এতে পুরো ক্রিপ্টোকারেন্সি এর, টোকেন গুলোর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
জি বৃদ্ধি পেয়েছে অথবা পাবে অন্য কয়েন গুলো। তবে একটা জিনিস ভেবে দেখছেন যদি ক্রাস করে ৮-৯ হাজারে আসে বিটিচি। শিট কয়েনের কি অবস্থা হবে.? :|
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
বিটিসি অলরেডি 16000 ডলার ক্রস করেছে। তাই আশা রাখি ভবিষ্যতেও এটি অনেক বাড়বে।
বাড়বে ঠিক ভাই। তবে ভয়ে আছি কবে ক্রাস করে। আসলে স্টেবাল থাকলে ভালো লাগে। বেশি বাড়লে মনে হয়ে কবে যে ক্রাশ করবে ২০১৭ এর মতো।
-
কিছুদিন ধরে বিটকয়েনের দাম ধীরে ধীরে পাম্প করছে।এখন বিটকয়েনের দাম প্রায় 16 হাজার 500 ডলার ।মনে হয় বিশ সালের মধ্যে 20000 ডলার ছাড়িয়ে যাবে।
আপনার ধারনা ঠিক, ২০ হাজারের পথে হাটতেছে বিটিচি। ১ মাসের ও বেশি সময় আছে ২০২০ শেষ হতে।
-
কিছুদিন ধরে বিটকয়েনের দাম ধীরে ধীরে পাম্প করছে।এখন বিটকয়েনের দাম প্রায় 16 হাজার 500 ডলার ।মনে হয় বিশ সালের মধ্যে 20000 ডলার ছাড়িয়ে যাবে।
আপনার ধারনা ঠিক, ২০ হাজারের পথে হাটতেছে বিটিচি। ১ মাসের ও বেশি সময় আছে ২০২০ শেষ হতে।
-
বিটকয়েনের দাম আসলে অনেক বাড়তেছে। আর এভাবে চলতে থাকলে আমি মনে করি বিটকয়েনের দাম অল্পদিনের মধ্যেই অনেক হবে।
-
বিটকয়েন ইতোমধ্যে ১৮৭৫০$ এ স্পর্শ করেছে। এর মূল্য যে কোথায় গিয়ে ঠেকতে পারে ত বলা যাচ্ছে না। আমি মনেকরি বিটকয়েনের মূল্য ২০২০ সালের মধ্যে ২৫০০০$ এ পৌঁছাতে পারে। কারন বিটকয়েনের মূল্য ধীরে ধীরে বাড়ছে এবং এটার ধারাবাহিকতা আছে।
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
বিটকয়েনের দাম এখন অনেক ঊর্ধ্বমুখী। ইতিমধ্যে বিটকয়েন 18500 ডলারের উপরে অবস্থান করছে। নিঃসন্দেহে বিটকয়েন এখন অনেক ভালো অবস্থানে আছে। বিটকয়েন এর দাম যেভাবে বাড়তে শুরু করেছে তাতে আশা করা যাচ্ছে বিটকয়েন আবার তার রেকর্ড পর্যায়ে পৌঁছাবে। বিটকয়েন কে আবার 2017 সালের মতো আমরা দেখতে চলেছি খুব দ্রুতই।
-
বিটকয়েন এখন সামনে 20000 ডলার ক্রস করবে বলে আমি মনে করি।
-
ভাই আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেলেছেন তবে আমি আপনার সবগুলো প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব বিটকয়েন এখন বর্তমান 17 হাজার ডলার আছে তবে তবে বিটকয়েনের দাম বৃদ্ধির মূল কারণ কি সেটা আমি বলতে পারবো না তবে ইউএস এর নির্বাচন বিটকয়েনের দামের ওপর প্রভাব ফেলতে পারে বলে আমারও মনে হয় আর বিটকয়েন 2017 সালের করা রেকর্ডটাও ভেঙে ফেলবে আমার মনে হচ্ছে
-
ভাই আপনি ঠিক বলছেন ।১৮৫৪৫$বর্তমানে এত আছে আমরা ধারণা করতেই পারি 2020 সালের ভিতর 20000$ পার করবে। 2017 সালের যা উঠছিল তার থেকে অনেকটাই ওভার করবে এবং আমরা আরো আশা করতে পারি 2021 সালের ভিতর 25000 বিটিসি হবে।
-
বিটকয়েনের দাম শুধু 15 হাজার ডলার নয় প্রায় 20 হাজার ডলারের কাছে পেতে প্রবেশ করছে।আমি বলতে পারি এভাবে যদি বিটকয়েনের প্রাইস বৃদ্ধি পায় তাহলে খুব তাড়াতাড়ি 2017 সালের কে ছাড়িয়ে যাবে বিটকয়েন প্রাইস।
-
আমরিকার নির্বাচনের পর বিটিসির দাম ব্যাপক হারে বাড়ছে। আমি মনে করি ভবিষ্যতেও এটি আরও বাড়তে থাকবে। এখন বিটকয়েন 20000 ডলার ক্রস করল বলে।
-
বিটকয়েন ইতোমধ্যে ১৮৭৫০$ এ স্পর্শ করেছে। এর মূল্য যে কোথায় গিয়ে ঠেকতে পারে ত বলা যাচ্ছে না। আমি মনেকরি বিটকয়েনের মূল্য ২০২০ সালের মধ্যে ২৫০০০$ এ পৌঁছাতে পারে। কারন বিটকয়েনের মূল্য ধীরে ধীরে বাড়ছে এবং এটার ধারাবাহিকতা আছে।
২৫০০০ না হলেও আমি ২০-২২ হাজার আশা করতেছি এই বছরের মধ্যে। ম্যাজর ক্রাস না হলেই হবে শুধু। ২০১৭ আর ২০২০ সেইম মনে হচ্ছে না। তাই ২০১৭ এর মতো ক্রাস করবে না আশা করি।
-
বিটকয়েন ইতোমধ্যে ১৮৭৫০$ এ স্পর্শ করেছে। এর মূল্য যে কোথায় গিয়ে ঠেকতে পারে ত বলা যাচ্ছে না। আমি মনেকরি বিটকয়েনের মূল্য ২০২০ সালের মধ্যে ২৫০০০$ এ পৌঁছাতে পারে। কারন বিটকয়েনের মূল্য ধীরে ধীরে বাড়ছে এবং এটার ধারাবাহিকতা আছে।
২৫০০০ না হলেও আমি ২০-২২ হাজার আশা করতেছি এই বছরের মধ্যে। ম্যাজর ক্রাস না হলেই হবে শুধু। ২০১৭ আর ২০২০ সেইম মনে হচ্ছে না। তাই ২০১৭ এর মতো ক্রাস করবে না আশা করি।
আমি ও তাই মনে করি, আজ দেখলাম ১৯ হাজার ডলার উটেছিলো বিটকয়েনের দাম, সেক্ষেত্রে ২২ হাজার ডলার আমার মনে হয় যেতে পারে। তবে সামনে ক্রিষ্টমাস আছে, ঐ সময় আবার মার্কেট নিচে নামতে পারে। দেখা যাক সময় ই সব বলে দিবে।
-
বর্তমানে বিটকয়েনের দাম 19000 পার করলো। সামনের ভবিষ্যৎ অনেক ভালো 2020 সালে হয়তোবা 20000 পার করবে। সামনে হয়ত বা কিছুটা কমে যেতে পারে তবে তা দেখে হতাশ হওয়া যাবে না।
-
বর্তমানে বিটকয়েনের দাম 19000 পার করলো। সামনের ভবিষ্যৎ অনেক ভালো 2020 সালে হয়তোবা 20000 পার করবে। সামনে হয়ত বা কিছুটা কমে যেতে পারে তবে তা দেখে হতাশ হওয়া যাবে না।
কমলেও ১৮ হাজারের নিচে যাবে না আর এর পরবর্তী পাম্প এ ২০ হাজার ছারাবে। সর্বকালীন রেকর্ড ভাংবে। হা হা
-
আমার মনে হয় বিটকয়েনের দাম আরো পাম্প হতে পারে কেননা সামনে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন। আমরা যেন সবসময় দেখে থাকি আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিটকয়েনের দাম বেড়ে থাকে। আমার মনে হয় এবারও তার কোন ব্যতিক্রম হবে না।
-
বিট কয়েনের মূল্য যেহেতু বেড়েছে সেতু আমার মনে হয় এটা অনেক খুশির একটা খবর। আমি চাই বিটকয়েনের দাম আরো বৃদ্ধি পাক তাহলে আমরা যারা ক্রিপ্টোকারেন্সি তে আছি সবার জন্যই মঙ্গলময়।
ভাই এত খুশির কোন কারণ নেই কেননা বিটকয়েনের দাম বৃদ্ধির সাথে সাথে আগে সবকিছু মুদ্রার দাম বৃদ্ধি পেত কিন্তু বর্তমানে বিটকয়েনের দাম বৃদ্ধির সাথে সাথে অন্য কোনো ক্রিপ্টো মুদ্রার দাম বৃদ্ধি পাচ্ছে না সেহেতু আমাদের খুশির কোন কারণ নেই আমি মনে করি
-
আমার মতে বর্তমানে এই পোস্ট টি লক করে রাখা উচিত কারন এটি বেশ কিছুদিন আগের পোস্ট যা বর্তমান সময়ে কিছুটা হলেও বেমানান। তবে আমি বলছি না যে পোস্ট খারাপ তা না। তবে সময়ের সাথে পোস্টটি যাচ্ছে না। কারন আমরা জানি যে বিটকয়েন 19000 ডলার ক্রস করেছে বেশ কিছুদিন আগে। তাই এই বিষয় আলোচনা না করাই ভাল আমার মনে হয়।
-
আমার মনে হয় বিটকয়েনের দাম আরো পাম্প হতে পারে কেননা সামনে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন। আমরা যেন সবসময় দেখে থাকি আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিটকয়েনের দাম বেড়ে থাকে। আমার মনে হয় এবারও তার কোন ব্যতিক্রম হবে না।
ভাই আপনি হয়তো জানেন না আমেরিকার নির্বাচন হয়ে গিয়েছে। নির্বাচনের ডোনাল্ড ট্রাম্প হেরে গেছেন এবং জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে আপনার ধারনা ঠিক নির্বাচনের পর থেকেই ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো ভালো হতে চলেছে। বিটকয়েন অনেক বেশি পাম্প করতে শুরু করেছে। বিটকয়েন তার পূর্বের করার রেকর্ড ভেঙে ফেলেছে। মোটকথা নির্বাচনের পর আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ভালো অগ্রগতি দেখে যাচ্ছি।
-
বিটকয়েন মার্কেট আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে 20,000 ডলার মধ্যে অবস্থান করেছিল।আমরা দেখতে পেলাম এই কয়েন মার্কেট সকল রেকর্ড ভেঙ্গে এই 2020 সালের নতুন রেকর্ড তৈরি করেছে। বিটকয়েন এই 2020 সালের মধ্যে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।এখন সকলেই ধারণা করছেন 2020 সালের মধ্যে বিটকয়েন 30 হাজার ডলার অবস্থান করতে পারে।
-
দেখতেই পারি এবং শুধু তাই নয়। আমরা এখন 2017 সাল কে নয় নতুন একটি বিটকয়েন রেকর্ড দেখতে যাচ্ছি। যা এর আগে কখনই দেখা হয়নি। বর্তমানে বিটিসির অবস্থা আমরা জানি যে 20000 ডলার গড়িয়েছে এবং বিভিন্ন এনালিস্টদের তথ্যানুসারে এর দাম আগামিতে বর্তমানের চেয়ে দ্বিগুন বেশি দেখার সম্ভাবনা আছে।
-
বিটকয়েনের প্রাইস বর্তমানে 19000 ডলার ক্রস করেছে। এবং কিছুদিনের মধ্যেই বিটকয়েনের প্রায় 20,000 ডলার হয়ে যাবে।2025 সালের মধ্যে বিটকয়েন প্রাইস 27000 ডলার হবে। এবং কি তার থেকে কিছুটা বেশি হতে পারে বিটকয়েনের প্রাইস। সেই সাথে সাথে কিপ্ত কারেন্সির মার্কেট অনেক উন্নত হবে আশা করা যায়।
-
বিটকয়েনের প্রাইস দেখা গিয়েছে প্রায় 24 হাজার ডলার ক্রস করেছে।বিটকয়েনের প্রাইস যদি এই হারে বাড়তে থাকে তাহলে 2021 সালের মাঝামাঝি সময়ে দেখা যাবে 30 হাজার ডলার ক্রস করেছে। বিটকয়েন ও ইথারিয়াম এই দুটি কয়েনের প্রাইস বর্তমানে সবথেকে বেশি পেয়েছে। অন্য সকল কয়েন গুলোর দাম বেড়েছে কিন্তু এই দুটো কয়েনের মতো এতটা নয়।
-
ভাই বিটকয়েন 2017 সালের রেকর্ডটি একবার ভেঙে ফেলেছে এবং বিটকয়েন তার নতুন রেকর্ড ভেঙে আবারো রেকর্ড করতে চলেছে আমরা 2017 সালের বিটকয়েন দাম এর থেকে আরো বেশি মূল্যে দেখতে পারবো বিটকয়েনের ভাই আমি আজকে দেখতে পারলাম বিটকয়েনের দাম 23 হাজার 880 ডলার আমি মনে করি 2021 সালের শুরুতে বিটকয়েন 25 থেকে 30 হাজার ডলার হয়ে যাবে
-
ভাই এই মাত্র আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে গিয়ে বিটকয়েনের প্রাইস দেখলাম প্রায় 24 হাজার ডলার ক্রস করতে যাচ্ছে বিটকয়েন ভবিষ্যতে আরো ভালো কিছু হবে এটা আশা করা যায়
-
ভাই এই মাত্র আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে গিয়ে বিটকয়েনের প্রাইস দেখলাম প্রায় 24 হাজার ডলার ক্রস করতে যাচ্ছে বিটকয়েন ভবিষ্যতে আরো ভালো কিছু হবে এটা আশা করা যায়
-
হ্যাঁ ভাই বর্তমানে বিটকয়েনের বাজারের অবস্থা অনেক ভালো। আশা করি এটা অতীতের সব রেকর্ড কে অতিক্রম করবে ।তবে বিটকয়েনের বাজারে এই অবস্থার জন্য ইউএসএর ইলেকশন কোনো প্রভাব ফেলবে নাকি সে সম্পর্কে আমি জানিনা।
-
আমরা কি আবার ২০১৭ এর বিটিচি কে দেখতে চলেছি? বিটিচি পাম্পের কারণ কি হতে পারে.? ইউএস ইলেকশান কি কোন প্রভাব ফেলতেছে?
(https://i.imgur.com/FGFEVnZ.jpg)
বিটকয়েন বিশ্বের সর্ববৃহৎ একটি কয়েন। জনপ্রিয়তার দিক থেকে এটি প্রথম স্থান দখল করে আছে। আপনি একদম ঠিক বলেছেন 2017 সালে বিটকয়েনের দাম রেকর্ড পর্যায়ে ছিল। তারপর থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছে। বর্তমানে এটা ধীরে ধীরে পাম্প করতে শুরু করেছে। ধারণা করা যাচ্ছে যে, বিটকয়েন আবার তার আগের অবস্থানে পৌঁছাতে চলেছে। আশা করি যারা বিটিসি তে বিনিয়োগ করেছেন তারা অতি দ্রুতই ভালোই প্রফিট পাবেন।
হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত। বর্তমান বাজারে বিটকয়েনের দাম অনেকটা ভালো অবস্থানে আছে। আশা করি বিটকয়েনের যারা বিনিয়োগ করছে তারা এটি থেকে ভাল প্রফিট পাবে ।সকল বিনিয়োগকারীরা বিনিয়োগ করে লাভবান হতে পারবে।
-
বর্তমান সময়ে বিটকয়েনের দাম 23 হাজার ডলার। এই সময় বিটকয়েনের দাম 15 হাজার ডলার ক্রস করেছে। আশা করি বিটকয়েনের দাম 2021 ছেলে বিটকয়েনের দাম তিরিশ থেকে 35000 ডলার হবে। বর্তমান সময়ে বিটকয়েন এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
-
বিট কয়েনের মূল্য যখন যেটা থাকে তখন আমরা সেই মূল্য নিয়েই সন্তুষ্ট থাকি।আপনি যখন এই টপিক তৈরি করেছেন হয়তো তখন বিট কয়েনের মূল্য সর্বোচ্চ 15 হাজার ছিল। কিন্তু বর্তমানে বিট কয়েনের মূল্য কিন্তু 60 হাজার ডলার অতিক্রম করেছে। কিন্তু আমরা এখনো সন্তুষ্ট নয় আমরা চাই আরো বিট কয়েনের মূল্য বৃদ্ধি পাক।