Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: kulkhan on November 08, 2020, 04:02:49 PM

Title: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: kulkhan on November 08, 2020, 04:02:49 PM
আমেরিকার রাজনৈতিক প্রভাব বিশ্ব অর্থনিতীর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এটা কেউ শিকার করেন আর নাই করেন। আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত তারা বিষয়টি আরো ভালো ভাবে জানি। যখন আমেরিকার কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট ব্যাপক ওঠা নামা লক্ষ্য করা যায়। আমি মনেকরি ক্রিপ্টোমার্কেটেও একই প্রভাব বিদ্যমান। আর জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টো সম্পর্কে পজেটিভ তাই আমি মনেকরি জো বাইডেনের বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো অবস্থানে যাবে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Hasansat on November 08, 2020, 04:27:15 PM
আমেরিকার রাজনৈতিক প্রভাব বিশ্ব অর্থনিতীর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এটা কেউ শিকার করেন আর নাই করেন। আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত তারা বিষয়টি আরো ভালো ভাবে জানি। যখন আমেরিকার কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট ব্যাপক ওঠা নামা লক্ষ্য করা যায়। আমি মনেকরি ক্রিপ্টোমার্কেটেও একই প্রভাব বিদ্যমান। আর জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টো সম্পর্কে পজেটিভ তাই আমি মনেকরি জো বাইডেনের বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো অবস্থানে যাবে।

আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক এবং প্রভাবশালী দেশ। তাদের অর্থনৈতিক কর্মকান্ডও বিশ্বের অন্যান্য সেক্টরেও প্রভাব ফেলে। ক্রিপ্টোকারেন্সিও তার ব্যতিক্রম হবে বলে মনে হয়না। জো বাইডেন এর জয় হতে পারে ক্রিপ্টোর জন্য ভালো আবার তিনি যদি ডোনাল্ড ট্রাম্পের মত পথ অনুসরণ করেন তাহলে সেটা খারাপও হতে পারে। সামনে বলা যাবে তাদের অর্থনৈতিক পলিসি কি হবে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Btceth01 on November 08, 2020, 05:01:43 PM
হ্যাঁ আমারও একই প্রশ্ন। জো বাইডেন আমেরিকা নির্বাচনে নির্বাচিত হওয়ার ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই ভালো হবে। কেননা জো বাইডেন ছিল একজন ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টর।আমার মনে হয় বিটকয়েন এমন একটি পর্যায়ে পৌঁছাবে যা অতীতের সব রেকর্ড ভেঙ্গে দিবে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Papusha20 on November 09, 2020, 03:17:29 AM
জো বাইডেন নির্বাচনে জয়লাভ করার কারণে বিটকয়েনের দাম বৃদ্ধি পাচ্ছে এর সাথে আমি একমত। কারন অনেকদিন বিটকয়েনের দাম থেমেছিল। যখন বাইলেন ক্ষমতায় আসে তখন বিটকয়েনের দাম রাতারাতি ভাবে বৃদ্ধি পায়।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Zero0 on November 09, 2020, 07:50:12 AM
আমেরিকার রাজনৈতিক প্রভাব বিশ্ব অর্থনিতীর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এটা কেউ শিকার করেন আর নাই করেন। আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত তারা বিষয়টি আরো ভালো ভাবে জানি। যখন আমেরিকার কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট ব্যাপক ওঠা নামা লক্ষ্য করা যায়। আমি মনেকরি ক্রিপ্টোমার্কেটেও একই প্রভাব বিদ্যমান। আর জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টো সম্পর্কে পজেটিভ তাই আমি মনেকরি জো বাইডেনের বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো অবস্থানে যাবে।
ভাই অনেকের ধারণা জো বাইডেন ক্রিপ্টোকারেন্সি কে প্রাধান্য দেন। আদো দেন কিনা জানা নেই। কিন্তু অনেকের এটাও ধারণা যে জো বাইডেন একজন বিনিয়োগকারী। জো বাইডেন বর্তমান ইউএসএ এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তাই সবার ধারনা মতে উনি যদি বিনিয়োগকারী হন তাহলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অবশ্যই ভালো হবে বলে আশা করা যায়।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: saidul2105 on November 09, 2020, 02:46:23 PM
আমেরিকার রাজনৈতিক প্রভাব বিশ্ব অর্থনিতীর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এটা কেউ শিকার করেন আর নাই করেন। আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত তারা বিষয়টি আরো ভালো ভাবে জানি। যখন আমেরিকার কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট ব্যাপক ওঠা নামা লক্ষ্য করা যায়। আমি মনেকরি ক্রিপ্টোমার্কেটেও একই প্রভাব বিদ্যমান। আর জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টো সম্পর্কে পজেটিভ তাই আমি মনেকরি জো বাইডেনের বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো অবস্থানে যাবে।
আমেরিকার নির্বাচনে  ট্রাম্প কে হারিয়ে  জো বাইডেন  নির্বাচনে জয়ী হয়েছেন যা আমাদের সকলের জন্যই খুবই খুশির একটা সংবাদ।  কারণ প্রেসিডেন্ট জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টোকারেন্সির সাপোর্টার এবং সে  ক্রিপ্টোকারেন্সির মার্কেটে   বড় ধরনের একজন বিনিয়োগকারি।                     
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Crypto_Somrat on November 09, 2020, 03:21:46 PM
আমেরিকার রাজনৈতিক প্রভাব বিশ্ব অর্থনিতীর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এটা কেউ শিকার করেন আর নাই করেন। আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত তারা বিষয়টি আরো ভালো ভাবে জানি। যখন আমেরিকার কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট ব্যাপক ওঠা নামা লক্ষ্য করা যায়। আমি মনেকরি ক্রিপ্টোমার্কেটেও একই প্রভাব বিদ্যমান। আর জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টো সম্পর্কে পজেটিভ তাই আমি মনেকরি জো বাইডেনের বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো অবস্থানে যাবে।
জি ভাইয়া আমি আপনার সাথে একমত পোষণ করছি। আমেরিকান নির্বাচনে ড্রনাল ট্রাম্পকে হারিয়ে জো বাইডেন নির্বাচনে জয়লাভ করেছে। অনেকের ধারণা জো বাইডেন ক্রিপ্টোকারেন্সি কে সাপোর্ট করেন। এবং জো বাইডেন একজন ভালো বিনিয়োগকারী। আমাদের ধারণা যদি সত্যি হয়, তাহলে আমিও মনে করছি নির্বাচনে জো বাইডেন এর বিজয় ক্রিপ্টোকারেন্সি মার্কেট অবশ্যই আরও উন্নতির দিকে যাওয়ার কথা।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Crypto_Somrat on November 09, 2020, 03:45:30 PM
আমেরিকার রাজনৈতিক প্রভাব বিশ্ব অর্থনিতীর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এটা কেউ শিকার করেন আর নাই করেন। আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত তারা বিষয়টি আরো ভালো ভাবে জানি। যখন আমেরিকার কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট ব্যাপক ওঠা নামা লক্ষ্য করা যায়। আমি মনেকরি ক্রিপ্টোমার্কেটেও একই প্রভাব বিদ্যমান। আর জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টো সম্পর্কে পজেটিভ তাই আমি মনেকরি জো বাইডেনের বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো অবস্থানে যাবে।

আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক এবং প্রভাবশালী দেশ। তাদের অর্থনৈতিক কর্মকান্ডও বিশ্বের অন্যান্য সেক্টরেও প্রভাব ফেলে। ক্রিপ্টোকারেন্সিও তার ব্যতিক্রম হবে বলে মনে হয়না। জো বাইডেন এর জয় হতে পারে ক্রিপ্টোর জন্য ভালো আবার তিনি যদি ডোনাল্ড ট্রাম্পের মত পথ অনুসরণ করেন তাহলে সেটা খারাপও হতে পারে। সামনে বলা যাবে তাদের অর্থনৈতিক পলিসি কি হবে।
জি ভাই আমি আপনার সাথে একমত। জো বাইডেন নির্বাচনে জয়লাভ করার জন্য যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো হবে তা গ্রান্টি দিয়ে বলা যাচ্ছে না। জো বাইডেন ও যদি ডোনাল্ড ট্রাম্প এর পথ অনুসরণ করেন তাহলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট খারাপও হতে পারে। তবে অনেকের ধারণা জো বাইডেন ক্রিপ্টোকারেন্সি কে সাপোর্ট করেন এবং তিনি একজন বিনিয়োগকারী। এটা কতটা সত্যি আমার জানা নেই।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: babu10 on November 09, 2020, 04:13:50 PM
আমেরিকার রাজনৈতিক প্রভাব বিশ্ব অর্থনিতীর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এটা কেউ শিকার করেন আর নাই করেন। আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত তারা বিষয়টি আরো ভালো ভাবে জানি। যখন আমেরিকার কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট ব্যাপক ওঠা নামা লক্ষ্য করা যায়। আমি মনেকরি ক্রিপ্টোমার্কেটেও একই প্রভাব বিদ্যমান। আর জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টো সম্পর্কে পজেটিভ তাই আমি মনেকরি জো বাইডেনের বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো অবস্থানে যাবে।

জোবাইডেন ক্রিপ্টোমার্কেটের সাথে পজেটিভ এই কথার সাথে আমি একমত হতে পারলামনা ভাই কারন আমি কোন পেপার বা জার্নালে কোনদিনও দেখিনী ক্রিপ্টো সম্পর্কে কোন কমেন্ট করতে এমনকি জনপ্রিয় মাধ্যম টুইটারেও। আপনার কাছে কোন তথ্য থাকলে শেয়ার করবেন দয়া করে। আর অর্থণৈতিক সিদ্ধান্তগুলো বাইডেন একা নিতেও পারবেনা তাদের পলিসিও আমাদের মত না তাই এটা নিয়ে এতো খুশির কিছু নাই বলে মনে করি।

ধন্যবাদ।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: sky20 on November 12, 2020, 09:09:02 PM
এখন আমি জানি না যে উনার ক্রিপ্টোকারেন্সি সর্ম্পকে কি মতামত? তবে আশা রাখি উনি এর পক্ষে মতামত দিবে। উনার একটি পজিজিভ নিউজের উপর অনেক কিছু নির্ভর করবে বিশেষ করে  প্রাইস আপ ডাউনের ব্যাপারে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Magepai on November 13, 2020, 02:21:32 AM
এখন আমি জানি না যে উনার ক্রিপ্টোকারেন্সি সর্ম্পকে কি মতামত? তবে আশা রাখি উনি এর পক্ষে মতামত দিবে। উনার একটি পজিজিভ নিউজের উপর অনেক কিছু নির্ভর করবে বিশেষ করে  প্রাইস আপ ডাউনের ব্যাপারে।

হ্যাঁ ভাই আমারও তাই মনে হয় যে তিনিক্রিপ্টোকারেন্সি সম্পর্কে পজিটিভ কথা বলবেন।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Jaya60 on November 13, 2020, 03:41:46 AM
আমি সিনার ভাইয়ের পোস্টে পড়েছি যে জো বাইডেন একজন ক্রিপ্টো ইনভেস্টর। যে কারণে আমি মনে করি বিটকয়েনের অবস্থা অবশ্যই অনেক ভালো হবে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Blue_sea on November 13, 2020, 04:45:17 AM
আমেরিকার রাজনৈতিক প্রভাব বিশ্ব অর্থনিতীর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এটা কেউ শিকার করেন আর নাই করেন। আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত তারা বিষয়টি আরো ভালো ভাবে জানি। যখন আমেরিকার কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট ব্যাপক ওঠা নামা লক্ষ্য করা যায়। আমি মনেকরি ক্রিপ্টোমার্কেটেও একই প্রভাব বিদ্যমান। আর জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টো সম্পর্কে পজেটিভ তাই আমি মনেকরি জো বাইডেনের বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো অবস্থানে যাবে।
আমিও তাই মনে করি। জো বাইডেন আসার পর ক্রিপ্টোকারেন্সিতে এক অন্যরকম অবস্থার সৃস্টি হয়েছে। যা আমাদের ক্রিপ্টোজগতের জন্য অবশ্যই ভাল ফল বয়ে নিয়ে আসবে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Markuri33 on November 17, 2020, 06:12:38 PM
আসলে জো বাইডেন নির্বাচিত হওয়ার পর বিটকয়েনের প্রাইস আরও ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। যেভাবে বৃদ্ধি পাচ্ছে বিটকয়েনের প্রাইস তো এটা খুব তাড়াতাড়ি 20000 ডলার ছাড়িয়ে যাবে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Triedboy on November 18, 2020, 01:08:52 AM
আমি মনে করি আপনার কথা যুক্তিসঙ্গত। তা না হলে বিটকয়েনের দাম রাতারাতি এতটা বেড়ে যাবে সেটা কেউ কল্পনাও করতে পারছিনা। 2021 সাল শুরু হওয়ার আগেই বিটকয়েনের দাম 25 হাজার ডলার হবে ইনশাল্লাহ।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Apower$ on November 18, 2020, 05:36:16 AM
জো বাইডেন ক্রিপ্টোকারেন্সি কে অনেক সাপোর্ট করে। তাই আমার মনে হয় জো বাইডেনের বিজয়ে করেক্রিপ্টোকারেন্সি আরো ভালো হবে ইনশাআল্লাহ।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: salukhe on November 18, 2020, 06:02:38 AM
আমেরিকার রাজনৈতিক প্রভাব বিশ্ব অর্থনিতীর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এটা কেউ শিকার করেন আর নাই করেন। আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত তারা বিষয়টি আরো ভালো ভাবে জানি। যখন আমেরিকার কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট ব্যাপক ওঠা নামা লক্ষ্য করা যায়। আমি মনেকরি ক্রিপ্টোমার্কেটেও একই প্রভাব বিদ্যমান। আর জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টো সম্পর্কে পজেটিভ তাই আমি মনেকরি জো বাইডেনের বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো অবস্থানে যাবে।

হ্যাঁ ভাই ঠিক বলেছেন। জো বাইডেন নির্বাচিত হওয়ার পর থেকে বিটকয়েনের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয় 2020 সালে বিটকয়েন 21 হাজার ডলারে পৌঁছাবে। যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে ভবিষ্যৎ  বাণী  করা অসম্ভব। কখন দাম বৃদ্ধি পায় আবার কখন দাম কমে যায় তা আমরা কেউ কনফার্ম হয়ে  বলতে পারব না।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Heron on November 18, 2020, 06:10:00 AM
আমেরিকার রাজনৈতিক প্রভাব বিশ্ব অর্থনিতীর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এটা কেউ শিকার করেন আর নাই করেন। আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত তারা বিষয়টি আরো ভালো ভাবে জানি। যখন আমেরিকার কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট ব্যাপক ওঠা নামা লক্ষ্য করা যায়। আমি মনেকরি ক্রিপ্টোমার্কেটেও একই প্রভাব বিদ্যমান। আর জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টো সম্পর্কে পজেটিভ তাই আমি মনেকরি জো বাইডেনের বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো অবস্থানে যাবে।
আপনি ঠিক পয়েন্ট ধরেছেন। ইউএসএ এর নির্বাচন হয়ে গেছে নির্বাচনে জো বাইডেন জয়লাভ করেছে। ইতিমধ্যে বিটকয়েনের দাম ব্যাপকহারে পাম্প করতে শুরু করেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক উন্নতির দিকে। তাই আমার মনে হয় বিটকয়েনের দাম ও ক্রিপ্টোকারেন্সি মার্কেট উন্নতি হওয়ার পেছনে ইউএসএ নির্বাচনের এবং জো বাইডেনের হাত আছে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Crypto_Somrat on November 18, 2020, 07:22:34 AM
আমেরিকার রাজনৈতিক প্রভাব বিশ্ব অর্থনিতীর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এটা কেউ শিকার করেন আর নাই করেন। আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত তারা বিষয়টি আরো ভালো ভাবে জানি। যখন আমেরিকার কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট ব্যাপক ওঠা নামা লক্ষ্য করা যায়। আমি মনেকরি ক্রিপ্টোমার্কেটেও একই প্রভাব বিদ্যমান। আর জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টো সম্পর্কে পজেটিভ তাই আমি মনেকরি জো বাইডেনের বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো অবস্থানে যাবে।
মোটামুটি সবার ধারণা ইউএসএ এর নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন একজন বিনিয়োগকারী। তিনি ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ করতে পছন্দ করেন যদি তাই হয় তাহলে নিঃসন্দেহে বলা যায়  নির্বাচনে জো বাইডেনের জয়লাভ ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরো ভালোর দিকে নিয়ে যাবে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Triedboy on November 25, 2020, 04:02:03 AM
এই ফোরামের অনেক সিনিয়র ভাইরা বলেছিল যে জো বাইডেন নির্বাচিত হওয়ার পরপরই ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ভালো হবে। অতএব তারা যে কথাটি অনুমান করেছিল আসলে পুরোপুরি সঠিক হয়েছে। বাইরে নির্বাচিত হওয়ার পরপরই বিটকয়েনের প্রাইস এতটা বৃদ্ধি পেয়েছে বলে আমার মনে হয়।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Crypto_Somrat on November 25, 2020, 04:37:53 AM
এই ফোরামের অনেক সিনিয়র ভাইরা বলেছিল যে জো বাইডেন নির্বাচিত হওয়ার পরপরই ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক ভালো হবে। অতএব তারা যে কথাটি অনুমান করেছিল আসলে পুরোপুরি সঠিক হয়েছে। বাইরে নির্বাচিত হওয়ার পরপরই বিটকয়েনের প্রাইস এতটা বৃদ্ধি পেয়েছে বলে আমার মনে হয়।
আপনি ঠিক বলেছেন এই ফোরামের অনেক সিনিয়র ভাইরা অনুমান করে বলেছিলেন ইউএসএ এর নির্বাচনে জো বাইডেন প্রেসিডেন্ট হলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট ভালো হবে। এখন সেটাই সত্যি হতে চলেছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট তখন থেকেই উন্নতির দিকে। আমার মনে হয় নির্বাচন হওয়ার পর থেকেই বিটকয়েনের দাম ব্যাপকহারে পাম্প করতে শুরু করেছে। আর আজ বিটকয়েন তার নিজের রেকর্ড নিজেই ভাঙতে চলেছে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Bony11 on November 25, 2020, 05:04:37 AM
আমেরিকার রাজনৈতিক প্রভাব বিশ্ব অর্থনিতীর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এটা কেউ শিকার করেন আর নাই করেন। আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত তারা বিষয়টি আরো ভালো ভাবে জানি। যখন আমেরিকার কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট ব্যাপক ওঠা নামা লক্ষ্য করা যায়। আমি মনেকরি ক্রিপ্টোমার্কেটেও একই প্রভাব বিদ্যমান। আর জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টো সম্পর্কে পজেটিভ তাই আমি মনেকরি জো বাইডেনের বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো অবস্থানে যাবে।
ভাই অনেকের ধারণা জো বাইডেন ক্রিপ্টোকারেন্সি কে প্রাধান্য দেন। আদো দেন কিনা জানা নেই। কিন্তু অনেকের এটাও ধারণা যে জো বাইডেন একজন বিনিয়োগকারী। জো বাইডেন বর্তমান ইউএসএ এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তাই সবার ধারনা মতে উনি যদি বিনিয়োগকারী হন তাহলে ক্রিপ্টোকারেন্সি মার্কেট অবশ্যই ভালো হবে বলে আশা করা যায়।
হ্যাঁ ভাই আমিও আপনার কথার সাথে সম্পন্ন একমত। কারণ জো বাইডেন ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টর। এবং সে এখন আমেরিকা নির্বাচিত প্রেসিডেন্ট। আর আমেরিকার অর্থনীতির উপর ক্রিপ্টোমার্কেট অনেকটা নির্ভরশীল।তাই জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ক্রিপ্টোমার্কেটে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Rds3b on November 25, 2020, 05:17:38 AM
আপনার কথা ঠিক আছে আমি আপনার সাথে একমত পোষণ করছি।জোবাইডেন যখন নির্বাচনে নির্বাচিত হয়েছেন তার কিছু দিন পর থেকেই বিটকয়েনের দাম ভারতে শুরু করেছে এতে আমরা আপনার সাথে একমত।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: mahid on November 25, 2020, 06:06:08 AM
আমি খুবই আত্নবিশ্বাসি এই ব্যাপারে। আমি মনে কির আর কিছুদিন পরে হইতো বাইডেন এর আনুষ্ঠানিক ঘোষনা দিয়ে দিবেন।আর এ ঘোষনা হওয়ার পর্র ক্রিপ্টোমার্কেট হবে আকাশ চুম্বি। পৃথিবীর সমস্থ মার্কেট এর থেকে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে ক্রিপ্টোমার্কেট। যা হবে একটি যুগান্তকারি পদক্ষেপ।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Cristiano on November 25, 2020, 10:26:48 AM
আমেরিকার রাজনৈতিক প্রভাব বিশ্ব অর্থনিতীর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এটা কেউ শিকার করেন আর নাই করেন। আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত তারা বিষয়টি আরো ভালো ভাবে জানি। যখন আমেরিকার কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট ব্যাপক ওঠা নামা লক্ষ্য করা যায়। আমি মনেকরি ক্রিপ্টোমার্কেটেও একই প্রভাব বিদ্যমান। আর জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টো সম্পর্কে পজেটিভ তাই আমি মনেকরি জো বাইডেনের বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো অবস্থানে যাবে।
আপনি একদম ঠিক বলেছেন জো বাইডেন এর বিজয় ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। কারণ জো বাইডেন হচ্ছে নিজেও একজন বিনিয়োগকারী। জো বাইডেন বিটকয়েন বিনিয়োগ করে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Linda78 on November 25, 2020, 10:30:28 AM
আমেরিকার নির্বাচন এর ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বিটকয়েনের দাম অনেকটাই ভালো অবস্থান। অনেকেরই ধারণা হচ্ছে যে জো বাইডেন নির্বাচিত হওয়ায় বিটকয়েনের দাম নাকি বাড়ছে। ভবিষ্যতে আমরা আরো আশা করতে পারি যে ক্রিপ্টোকারেন্সি কে যদি আমেরিকা বৈধতা দেয় তাহলে এর অবস্থানটা আরো শক্তিশালী স্থানে পৌঁছাবে। বর্তমানে বিটকয়েন পাগলা ঘোড়ার মতো সামনের দিকে ছুটছে পিছনে তাকানোর সময় নেই।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Primo1760 on November 25, 2020, 02:16:07 PM
জো বাইডেনের বিজয় উপর ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কেমন প্রভাব পড়বে সেটা জানি না । তবে আমেরিকার মতো দেশগুলোতে নির্বাচনের কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিছুটা প্রভাব পড়বে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: XM8 on December 07, 2020, 01:56:29 PM
আমার মনে হয় এ বিষয়টা সম্পূর্ণ নির্ভর করবে আমেরিকান নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এর উপর। কেননা ডোনালট্রাম যে পথ অনুসরণ করেছেন জো বাইডেন যদি তার বিকল্প পথ অনুসরণ না করে তাহলে আমার মনে হয় না যে ক্রিপ্টো মার্কেট ভালো হবে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Linda78 on December 07, 2020, 02:11:01 PM
জো বাইডেন আমেরিকা নির্বাচিত হওয়ার পর থেকেই বিটকয়েনের দাম অনেকটা বেড়ে গেছে। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের স্থান প্রথমে। অনেক গবেষকরাই চিন্তাভাবনা করছেন যে জো বাইডেন ক্রিপ্টোকারেন্সি কে আমেরিকাতে বৈধতা দেবে এজন্য হয়তোবা দাম টা অনেক ভালো। জো বাইডেন নিজে একজন বিনিয়োগকারী তাই এর প্রতি অনেক গুরুত্ব দেবে। তাই সবার ধারণা করছে জে  তিনি যদি ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ করে তাহলে এর অবস্থান আরো ভালো হবে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Monster5 on December 07, 2020, 02:58:07 PM
আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন আমার মনে হয় জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে এতে বিটকয়েনের দাম দিন দিন অনেকটা বৃদ্ধি পাচ্ছে। কারণ জো বাইডেন আমেরিকায় ক্রিপ্টোকারেন্সি কে বৈধতা করে দিয়েছি এর জন্য আমরা প্রতিনিয়তই দেখতে পারছি যে বিটকয়েন ইথারিয়াম ও অন্যান্য কয়েন সহ সব কিছুরই দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে আশা করা যায় ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ করে ভবিষ্যতে আরো ভালো অবস্থানে এটি পা রাখবে এবং ক্রিপ্টো মার্কেটগুলো ও ভালো হবে আপনাকে অনেক ধন্যবাদ ভাই এই মূল্যবান পোষ্টটি করার জন্য আশা করি আরও ভাল ভাল পোস্ট করবেন।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Ricky on December 07, 2020, 06:51:32 PM
আমেরিকার রাজনৈতিক প্রভাব বিশ্ব অর্থনিতীর সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত এটা কেউ শিকার করেন আর নাই করেন। আমরা যারা ফরেক্স মার্কেটের সাথে জড়িত তারা বিষয়টি আরো ভালো ভাবে জানি। যখন আমেরিকার কোন নিউজ থাকে তখন ফরেক্স মার্কেট ব্যাপক ওঠা নামা লক্ষ্য করা যায়। আমি মনেকরি ক্রিপ্টোমার্কেটেও একই প্রভাব বিদ্যমান। আর জো বাইডেন আগে থেকেই ক্রিপ্টো সম্পর্কে পজেটিভ তাই আমি মনেকরি জো বাইডেনের বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো অবস্থানে যাবে।
আমার মনে হয় আপনার ধারনা ঠিক ছিল। কারণ ইউএসএ এর নির্বাচনের পর থেকেই লক্ষ্য করা যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেট দিন দিন ভালো হচ্ছে। নির্বাচনের ডোনাল ট্রাম্প এর হার এবং জো বাইডেন এর প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপর দারুন একটা প্রভাব বিস্তার করেছে। বিটকয়েন নতুন রেকর্ড গড়েছে। নিঃসন্দেহে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এগিয়ে যাচ্ছে অগ্রগতির পথে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Pitter on December 07, 2020, 08:24:46 PM
আশা করছি আমেরিকার নুতন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এক দুষ্টন্তমুলক ভুমিকা পালন করবে। আমেরিকার রাজনীতিতে নুতন পরিবর্তন আসবে। সেই সাথে আমি মনে করি ক্রিপ্টোকারেন্সিরও ব্যাপক পরিচিতি লাভ করবে। আমার বিশ্বাস অবশ্যই ডো বাইডেন এর পক্ষে অবস্থান করবে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: kulkhan on December 07, 2020, 08:37:11 PM
আপনি অনেক সুন্দর একটি পোস্ট করেছেন আমার মনে হয় জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে এতে বিটকয়েনের দাম দিন দিন অনেকটা বৃদ্ধি পাচ্ছে। কারণ জো বাইডেন আমেরিকায় ক্রিপ্টোকারেন্সি কে বৈধতা করে দিয়েছি এর জন্য আমরা প্রতিনিয়তই দেখতে পারছি যে বিটকয়েন ইথারিয়াম ও অন্যান্য কয়েন সহ সব কিছুরই দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে আশা করা যায় ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ করে ভবিষ্যতে আরো ভালো অবস্থানে এটি পা রাখবে এবং ক্রিপ্টো মার্কেটগুলো ও ভালো হবে আপনাকে অনেক ধন্যবাদ ভাই এই মূল্যবান পোষ্টটি করার জন্য আশা করি আরও ভাল ভাল পোস্ট করবেন।
এটা আমিও বিশ্বাস করতে চাই যে আপনার কখা সত্য। জো বাইডেন ক্রিপ্টো কারেন্সি বৈধতা দেক জো বাইডেন এটা আমরা সবাই চাই। তা দিলে বিটকয়েন সহ সকল ক্রিপ্টো কারেন্সির মূল্য বৃদ্ধি পাবে যেটা আমাদের সকলের জন্য খুব ভাল হবে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Magepai on December 14, 2020, 01:18:32 AM
জো বাইডেন নির্বাচিত হওয়ার পরপরই আমরা দেখেছি ক্রিপ্টোকারেন্সি মার্কেট উন্নতি হচ্ছে। সামনে যে কিপ্টা কারেন্সির মার্কেট আরো ভালো হবে সেটা অনুমান করা যাচ্ছে। জো বাইডেন তিনি একজন ক্রিপ্টোইনভেস্টর যে কারণে তিনি ক্রিপ্টোকারেন্সি প্রতি বেশি গুরুত্ব দেবেন‌। সেই সাথে সাথে দেখা যাবে ক্রিপ্টোকারেন্সি মার্কেট বিশাল উন্নতি হচ্ছে।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Tamsialu$$ on December 15, 2020, 12:30:02 AM
আসলে জো বাইডেন নির্বাচিত হওয়ার পর পর কি প্রকারের মার্কেট এতটা পাম্প হয়েছে হঠাৎ করে। এবং আমেরিকাতে দেখা গিয়েছে সবকিছুর বৈধতার পেয়ে গিয়েছে বিটকয়েনের। এবং ক্রিপ্টোকারেন্সি বাজার যে সারা পৃথিবীতেই ভালো হবে সেটা বোঝা যাচ্ছে ‌
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Trumpet on December 15, 2020, 10:30:26 AM
জো বাইডেন যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন সেহেতু তার হাত ধরে ক্রিপ্তমারকেট আরো ভালো হলেও হতে পারে।এক্ষেত্রে যে বিষয়টা হলো জো বাইডেন যদি ডোনাল্ড ট্রাম্পের মত একই পথ অনুসরণ করেন তাহলে আমার মনে হয় না যে ক্রিপ্টো মার্কেট ভালো হবে ।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Tubelight on March 24, 2021, 11:35:36 AM
ভাই আপনি আমাকে আগে একটা কথা বলেন জো বাইডেন অথবা ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ন্ত্রণ করতে পারে। ক্রিপ্টো কারেন্সি মার্কেট কেউ নিয়ন্ত্রণ করতে পারে না।তাই ক্ষমতায় যেই যাক সেটা কোন বিষয় না আপনাকে দেখতে হবে যে প্ল্যাটফর্মটিতে ইনভেস্টমেন্ট কেমন হচ্ছে কারণ ইনভেস্টমেন্ট এর উপর নির্ভর করে বিট কয়েনের মূল্য।
Title: Re: জো বাইডেন এর বিজয়ে ক্রিপ্টোমার্কেট আরো ভালো হবে। আপনাদের মতামত কী?
Post by: Milon626 on March 24, 2021, 12:02:54 PM
যদিও কোন ব্যাক্তিকে কেন্দ্র করে ক্রিপ্টোকারেন্সি চলে না, তবুও জো বাইডেনের নির্বাচনে জয়ী হওয়ার পরে থেকে বিটকয়েনসহ ক্রিপ্টোকারেন্সির সকল কয়েনেরই দাম অনেক বেড়েছে।  তাই কিছু মানুষ ভেবে নিয়েছে যে আমেরিকার নির্বাচনকে কেন্দ্র করে ক্রিপ্টোকারেন্সির কয়েনের দাম বাড়তে শুরু করেছে।  আমার মনে হয় এটা একটা ভুল ধারণা।  ক্রিপ্টোকারেন্সি তে বিনিয়োগ বাড়লে আপনায়াপনিই দাম বেড়ে যায় সকল কয়েনের।