Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on November 09, 2020, 01:24:04 PM

Title: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Malam90 on November 09, 2020, 01:24:04 PM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: kulkhan on November 09, 2020, 01:37:20 PM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
আপনি ঠিকই বলেছেন আমরা বাংলা লিখতে গিয়ে অনেক ভুল করে থাকি। বাংলা লেখা তুলনামূলক ভাবে ইংরেজির থেকে বেশি কঠিন। এ জন্য আমরা বাংলা লেখার জন্য বিভিন্ন কিবোর্ড ব্যবহার করতে পারি যেমন অভ্র কিবোর্ড, রিদমিক কিবোর্ড ইত্যাদি এগুলো ব্যবহার করলে বাংলা লিখতে অনেক সহজ হয়। আর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: saidul2105 on November 09, 2020, 02:19:36 PM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
আপনার কথা গুলো শতভাগ সত্য।  আমরা যারা আমাদের লোকাল বোর্ডে বাংলায় পোস্ট করে থাকি তাদের অনেকেই আমরা বানান ভুল করে থাকি যা বাঙ্গালী হিসেবে আমাদের জন্য খুবই  লজ্জাজনক একটা বিষয়  । 
আমাদের সকলেরই উচিৎ এই বিষয়ে বেশি বেশি নজরদারি বাড়ানো যেন আমাদের বানান ভুল না হয়।
তা ছাড়া আমরা অনেকেই অফ টপিক নিয়ে আলোচনা করে থাকি যেইটা সবার জন্যই বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়ায়।  এক্ষেত্রে আমরা অফ টপিক এ আলোচনা না করে, নতুন করে টপিক তৈরী করতে পারি এবং এভাবে বিভিন্ন বিষয় নিয়ে টপিক তৈরী করে ফোরামের উন্নয়ন করতে পারি।                                                               
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Malam90 on November 09, 2020, 02:32:02 PM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
আপনার কথা গুলো শতভাগ সত্য।  আমরা যারা আমাদের লোকাল বোর্ডে বাংলায় পোস্ট করে থাকি তাদের অনেকেই আমরা বানান ভুল করে থাকি যা বাঙ্গালী হিসেবে আমাদের জন্য খুবই  লজ্জাজনক একটা বিষয়  । 
আমাদের সকলেরই উচিৎ এই বিষয়ে বেশি বেশি নজরদারি বাড়ানো যেন আমাদের বানান ভুল না হয়।
তা ছাড়া আমরা অনেকেই অফ টপিক নিয়ে আলোচনা করে থাকি যেইটা সবার জন্যই বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়ায়।  এক্ষেত্রে আমরা অফ টপিক এ আলোচনা না করে, নতুন করে টপিক তৈরী করতে পারি এবং এভাবে বিভিন্ন বিষয় নিয়ে টপিক তৈরী করে ফোরামের উন্নয়ন করতে পারি।                                                               

আপনি যেভাবে বিষয়টা উপলব্ধি করেছেন আশা করছি আমার অন্য ভাইয়েরাও সেটা বুঝবেন। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। আর নিজের কমেন্টের উন্নতির জন্য নিজেরই নজরদারি করতে হবে। অন্য কেউ কারো উন্নতি ঘটিয়ে দিতে পারেনা।
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
আপনি ঠিকই বলেছেন আমরা বাংলা লিখতে গিয়ে অনেক ভুল করে থাকি। বাংলা লেখা তুলনামূলক ভাবে ইংরেজির থেকে বেশি কঠিন। এ জন্য আমরা বাংলা লেখার জন্য বিভিন্ন কিবোর্ড ব্যবহার করতে পারি যেমন অভ্র কিবোর্ড, রিদমিক কিবোর্ড ইত্যাদি এগুলো ব্যবহার করলে বাংলা লিখতে অনেক সহজ হয়। আর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

বাংলা ভাষা যেহেতু আমাদের মাতৃভাষা সেহেতু বানানের দিকে বিশেষ উন্নতি করা দরকার আমাদের। যারা পিসি বা ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য বিজয় বায়ান্ন মনে হয় সবচেয়ে বেস্ট সমাধান।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Crypto_Somrat on November 09, 2020, 03:26:18 PM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
জ্বী ভাই আমি আপনার সাথে একমত, অনেক জুনিয়র ইউজার আছেন যারা একেবারে বানান ভুল করে থাকেন। কয়েকটা টপিকঃ এ দেখলাম আমাদের মডারেটর ভাই তাদেরকে বারবার বলছেন, বারবার সতর্ক করছেন কিন্তু তারা কোন গুরুত্ব দিচ্ছে না। বানান ভুল করাটা তাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আমি বুঝতে পারলাম না তারা কি ইচ্ছে করেই বানান ভুল করছে নাকি তারা লিখতেই জানে না।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: babu10 on November 09, 2020, 04:17:41 PM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
জ্বী ভাই আমি আপনার সাথে একমত, অনেক জুনিয়র ইউজার আছেন যারা একেবারে বানান ভুল করে থাকেন। কয়েকটা টপিকঃ এ দেখলাম আমাদের মডারেটর ভাই তাদেরকে বারবার বলছেন, বারবার সতর্ক করছেন কিন্তু তারা কোন গুরুত্ব দিচ্ছে না। বানান ভুল করাটা তাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আমি বুঝতে পারলাম না তারা কি ইচ্ছে করেই বানান ভুল করছে নাকি তারা লিখতেই জানে না।

আসলে এটা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা যে শুদ্ধভাবে ভাষাকে চর্চাকরা। আমার মনে হয় একটু দৃষ্টি দিলেই সবাই এটাকে ঠিক করতে পারে কারন বাংলা ভাষাকে ভুলভাবে উপস্থাপন করা দেখলে খারাপ লাগে রক্তের বিনিময়ে অর্জিত ভাষাতো তাই। আশাকরি সবাই এব্যাপারে একটু সুনজর দিবেন।

ধন্যবাদ।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Btceth01 on November 09, 2020, 05:06:43 PM
কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু আইডি থেকে এমন ভাবে পোস্ট করা হয় যে প্রশ্নের মান খুবই নিম্নমানের এবং বানান এগুলাএকদম ভুল।আমরা সকলেই একটা জিনিস খেয়াল করব যখন অফটপিক তৈরি করব তখন যেন বানানগুলো শুদ্ধ থাকে এবং টপিক গুলো যেন মানসম্মত হয়।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Btceth01 on November 09, 2020, 05:08:42 PM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
হ্যাঁ ভাই আপনি মূল সমস্যাটা আমাদের মাঝে স্থাপন করেছে। বেশ কিছু লোক আপনার এই আলোচনার মতই কাজ করে যাচ্ছে। তা কখনই ভাল পোস্ট করতে পারে না। তারা এই ফোরামকে অনেক সময় খুবই নিম্নমানের করে তোলে।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Papusha20 on November 09, 2020, 05:27:13 PM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।

আপনার সাথে আমি একমত কারণ সবাই অফটপিকে আলোচনা করে এবং অনেক বানান ভুল তারা শুদ্ধ করে লিখতে পারে না যার কারণে আমাদের করতে এবং যারা জিয়ার মেম্বার এবং ভেবে স্টেপ রয়েছে তাদের করতে অনেক সমস্যা হয়।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Ak600 on November 09, 2020, 06:38:42 PM
জি ভাই আমি আপনার কথার সাথে সহমত পোষণ করছি। বানান ভুল হওয়ার মূল কারণ হলো সবাই স্পিকিং দিয়ে লেখালেখি করে তাই সামান্য ভুল হয় তবে অধিক পরিমাণ ভুল হয় কোন প্রশ্ন আসেনা তাই সবাই একটু খেয়াল করে লেখালেখি কড়াই ভালো
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Rafiq on November 10, 2020, 05:00:43 PM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
আপনি ঠিকই বলেছেন। বাংলাবোর্ডের কমেন্টে আমরা অনেকেই বানান বেশী ভূল করছি। আমার মনেহয় কীবোর্ডে বাংলা টাইপ করা ইংরেজীর তুলনায় আনেক কঠিন; তাই অনিচ্ছাকৃতভাবে অনেকেরই ভূল হচ্ছে। তবে এটা হওয়া উচিত নয়, এ বিষয়ে আমাদের আরো সচেতন থাকতে হবে, যাতে বানান ভূল না হয়। আর যে কোন টপিক এ বিষয় বস্তুর বাহিরে কোন আলোচনা না করাই উত্তম। আশাকরি এখন থেকে সবাই আপনার পরামর্শ মনে রাখবেন। ধন্যবাদ
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Markuri33 on November 11, 2020, 01:24:14 AM
কিছু কিছু সময় দেখা যায় কিছু কিছু আইডি থেকে এমন ভাবে পোস্ট করা হয় যে প্রশ্নের মান খুবই নিম্নমানের এবং বানান এগুলাএকদম ভুল।আমরা সকলেই একটা জিনিস খেয়াল করব যখন অফটপিক তৈরি করব তখন যেন বানানগুলো শুদ্ধ থাকে এবং টপিক গুলো যেন মানসম্মত হয়।

জি ভাই আপনি একদম ঠিক বলেছেন। অনেক সময় দেখেছি অনেক ইউজারদের বানানগুলো অনেক ভুল হয়। অবশ্যই উচিত বানান গুলো সঠিকভাবে লেখা যেহেতু আমরা বাঙালি।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Crypto_Somrat on November 11, 2020, 05:39:49 AM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
জ্বী ভাই আমি আপনার সাথে একমত, অনেক জুনিয়র ইউজার আছেন যারা একেবারে বানান ভুল করে থাকেন। কয়েকটা টপিকঃ এ দেখলাম আমাদের মডারেটর ভাই তাদেরকে বারবার বলছেন, বারবার সতর্ক করছেন কিন্তু তারা কোন গুরুত্ব দিচ্ছে না। বানান ভুল করাটা তাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আমি বুঝতে পারলাম না তারা কি ইচ্ছে করেই বানান ভুল করছে নাকি তারা লিখতেই জানে না।

আসলে এটা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা যে শুদ্ধভাবে ভাষাকে চর্চাকরা। আমার মনে হয় একটু দৃষ্টি দিলেই সবাই এটাকে ঠিক করতে পারে কারন বাংলা ভাষাকে ভুলভাবে উপস্থাপন করা দেখলে খারাপ লাগে রক্তের বিনিময়ে অর্জিত ভাষাতো তাই। আশাকরি সবাই এব্যাপারে একটু সুনজর দিবেন।

ধন্যবাদ।
ঠিক বলেছেন, বাংলা আমাদের মাতৃভাষা। অনেক কষ্টের বিনিময় এই ভাষাকে আমরা অর্জন করেছি। তাই মাতৃভাষা বাংলাকে ভুলভাবে উপস্থাপন করতে দেখলে বিষয়টা সত্যিই খারাপ লাগে। বানান ভুল দুই-একটা হতেই পারে। কিন্তু কিছু কিছু পোস্টে দেখা যায়, একটা পোস্ট লিখতে একই পোস্টে 7 থেকে 8 টা শব্দে বানান ভুল। তাদেরকে অনুরোধ করে বলবো, বাংলা ভাষাকে সম্মান করে বাংলা ভাষার প্রতি একটু নজর দিয়ে সঠিকভাবে উপস্থাপন করার জন্য।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: ttcsalam on November 11, 2020, 12:09:22 PM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
সহমত পোষন করছি অনেক বাংলাদেশী ভাই রা নতুন ভাবে এ্যাড হচ্ছেন কারও না কারও মাধ্যমে সে জন্য আমি মনে করি তাদের কে স্বাগতম জানানো দরকার এবং একই সাথে উৎসাহ প্রদান করা দরকার । যাতে করে তারা বেশি বেশি ফোরামে সময় দিতে আগ্রহী হয়।এবং একই সাথে যারা নতুন নতুন পোষ্ট করছি 2/3 বার চেক করে পোষ্ট সাবমিট করুন।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Em00n01 on November 11, 2020, 03:32:46 PM
আপনি ঠিক বলেছেন। জিনিসটা অনেকটা বিরক্তিকর হয়ে দাঁড়ায়। আমাদের সবার উচিত একটু খেয়াল করে কমেন্ট বা পোস্ট করা। কারণ ফোরামে কাজ করা বিদেশী অনেকেই মোটামুটি বাংলা বুঝে । তারা যদি বানানের আর আজেবাজে টপিকের এই বেহাল দশা দেখে তাহলে বহির্বিশ্বে আমাদের লোকাল বোর্ডের সম্মানহানিও হওয়ার সম্ভাবনা আছে।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Pitter on November 11, 2020, 07:25:40 PM
লেখার মাঝে বানান ভূল হতে পারে । তবে সবসময় চেস্টা করবেন ক্লিয়ারভাবে উপস্থাপন করার। আর যে সব বিষয় গুলো নিয়ে কোন দরকার নেই বা আমরা যাকে অপটপিক বলে থাকি। সেই সব বিষয়ে আমাদের পোস্ট করা বা আলোচনা করা ঠিক হবে না।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Blue_sea on November 13, 2020, 05:29:18 AM
বর্তমানে আমরা বেশির ভাগ সময় দেখছি যে অপটপিকে আলোচনা হচ্ছে তাই আমাদের এগুলো এভেয়েড করা উচিত। সামনে ফোরামের রুল চেঞ্চ হচ্ছে তখন অনেক পরিবর্তন আসতে পারে।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: JISAN on November 13, 2020, 05:47:57 AM
এরকম হওয়ার কিছু কারন রয়েছে। আমরা বাংলার চেয়ে ইংলিশে বেশি টাইপিং করে থাকি আর বাংলা বললেও এখন আমরা ইংরেজি ওয়ার্ড দিয়ে বাংলা লিখে থাকে জেটাকে বলা যায় বাংলিশ। তাই বাংলা টাইপিং এর অভ্যাসটা সবারই কম। আমি নিজেরো বাংলা টাইপ করতে অনেক জামেলা হয়। অক্ষর খুজে পাই না ঠিক মতো। তবে কষ্ট হলেও সবারই বানান খেয়াল রেখে পোস্ট করতে হবে। কারন নানান ঠিক না হলে পোস্ট বুঝতে ঝামেলা হয়।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: SALMA000 on November 13, 2020, 06:26:48 AM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
আসলেই কথা সত্য বাংলা আমাদের মাতৃভাষা তবু ও আমরা বাংলা লিখতে বানান ভুল করি।  আর আমাদের খিয়াল রাখা দরকার জে একটি টপিক নিয়ে কথা বলতে গিয়ে অন্য টপিক তার সাথে লাগিয়ে দেওয়া ঠিক না।     
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Malam90 on November 13, 2020, 06:28:07 AM
এরকম হওয়ার কিছু কারন রয়েছে। আমরা বাংলার চেয়ে ইংলিশে বেশি টাইপিং করে থাকি আর বাংলা বললেও এখন আমরা ইংরেজি ওয়ার্ড দিয়ে বাংলা লিখে থাকে জেটাকে বলা যায় বাংলিশ। তাই বাংলা টাইপিং এর অভ্যাসটা সবারই কম। আমি নিজেরো বাংলা টাইপ করতে অনেক জামেলা হয়। অক্ষর খুজে পাই না ঠিক মতো। তবে কষ্ট হলেও সবারই বানান খেয়াল রেখে পোস্ট করতে হবে। কারন নানান ঠিক না হলে পোস্ট বুঝতে ঝামেলা হয়।

হা, বানান ভুলের কারণে পড়তে ও দেখতেও খারাপ লাগে। তাই লেখার সময় একটু সতর্ক হলেই কেবল এই সমস্যার সমাধান হবে। লেখায় দুএকটা ইংরেজি থাকতেই পারে তবে আমি বলছি বানান ভুলের কথা।  অনেক বিদেশীরা বাংলা বোঝে এখন। মাতৃভাষার প্রতি অবহেলা দেখে তাদের ও বিরুপ ধারণা হতে পারে।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Jaya60 on November 13, 2020, 07:11:52 AM
অনেক সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রো। আমাদের এই ফোরামে যারা একদমই নতুন আসে তাদের বানান কিছুটা ভুল হয় কিন্তু আস্তে আস্তে সেটা আবার ঠিক হয়ে যায়। আমরা ভুলের উর্ধ্বে কেউ নেই। আমাদের উচিত আমরা যে পোস্টটি করবো সেই পোষ্টটি পুনরায় ভালো করে পড়ে তারপরে পোস্ট দেওয়া উচিত তাহলে আমার মনে হয় আর ভুল হবেনা।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Lutera94 on November 13, 2020, 07:31:54 AM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
আসে অনেকে তাড়াহুড়া করে লিখতে গিয়ে এমন করে আবার অনেকের টাইপিং এ সমস্যা থাকতে পারে তাই সবার উচিৎ একটা পোষ্ট লিখে তা পোষ্ট করার আগে রিভিউ করা তাতে করে ভুলটা ধরা পরবে। হ্যা আরেকটি গুরুত্তপুর্ণ কথা বলেছেন যে অফটপিকে কথা বলা, সেটার দিকে ও সবার নজর দেওয়া উচিৎ। কারণ মানসম্মত পোষ্ট না হলে স্প্যাম হতে পারে।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Triedboy on November 27, 2020, 02:15:50 AM
আসলে আমি দেখেছি অনেক নতুন ইউজার রা আসলে কিছু কিছু বানান ভুল করে যায়। আমি মনে করি তারা আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে এবং টপিক গুলো ভালো দেওয়ার চেষ্টা করবে। জুনিয়ার মেম্বারদের আমি বলছি আপনারা যদি কোন বিষয় না বুঝেন তাহলে এখানে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া আছে সেখানে কি আপনি সময় দেন আশা করি সবাই বুঝতে পারবেন।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Mayajal on November 27, 2020, 02:36:52 AM
বানান ভুল এবং অফটপিকে আলোচনা কারণ যে অনেকেই গুগল ট্রান্সলেশন করে।যে কারণে বানান ভুল আছে কিন্তু তারা ঠিক না করেই পোস্ট করে থাকে যার কারণে এই সমস্যাটা দেখা দেয়। ভুল মানুষের মধ্যে আছি কিন্তু বেশি ভুল করা যাবেনা এটা মাথায় রাখতে হবে।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Cristiano on November 27, 2020, 08:02:44 AM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
ঠিক বলেছেন আপনি আমি আপনার সাথে একমত পোষন করলাম। আমাদের সবারই উচিত বানান ঠিক করে লেখা। কারন একটি বানানে ভুল হলে শব্দটি অন্যরকম হয়ে যায় শুনতে অন্যরকম লাগে। তাই আমাদের সবার উচিত বানান ঠিক করে লেখা। আর অফটপিকে আলোচনা সবাই বন্ধ করুন।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Jaya60 on November 27, 2020, 01:25:20 PM
হ্যাঁ ভাই আমি এই ফোরামের লক্ষ্য করেছি কিছু কিছু ইউজার রয়েছে যারা অনেক বানান ভুল করে। তাদের অনেক বার সতর্ক করা সত্ত্বেও তারপরে ও ভুল করেই যাচ্ছে।অবশ্যই পোস্ট করতে বানানগুলো দেখে পোস্ট করুন।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Crypto_Somrat on November 27, 2020, 02:43:13 PM
হ্যাঁ ভাই আমি এই ফোরামের লক্ষ্য করেছি কিছু কিছু ইউজার রয়েছে যারা অনেক বানান ভুল করে। তাদের অনেক বার সতর্ক করা সত্ত্বেও তারপরে ও ভুল করেই যাচ্ছে।অবশ্যই পোস্ট করতে বানানগুলো দেখে পোস্ট করুন।
ঠিক বলেছেন বানান ভুল করলে সেটা দেখতেও খারাপ লাগে। আমাদের মাতৃভাষা বাংলা। আমরা সব সময় বাংলা ভাষায় কথা বলে থাকি। বাংলা ভাষা লিখতে আমাদের ভুল হবে কেন। আমি সবাইকে অনুরোধ করে বলব আপনারা পোস্ট করার সময় বানান ভুলের উপর একটু নজর দিন তাতে পোস্ট দেখতেও ভাল লাগবে।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: kulkhan on November 27, 2020, 02:52:04 PM
হ্যাঁ ভাই আমি এই ফোরামের লক্ষ্য করেছি কিছু কিছু ইউজার রয়েছে যারা অনেক বানান ভুল করে। তাদের অনেক বার সতর্ক করা সত্ত্বেও তারপরে ও ভুল করেই যাচ্ছে।অবশ্যই পোস্ট করতে বানানগুলো দেখে পোস্ট করুন।
ঠিক বলেছেন বানান ভুল করলে সেটা দেখতেও খারাপ লাগে। আমাদের মাতৃভাষা বাংলা। আমরা সব সময় বাংলা ভাষায় কথা বলে থাকি। বাংলা ভাষা লিখতে আমাদের ভুল হবে কেন। আমি সবাইকে অনুরোধ করে বলব আপনারা পোস্ট করার সময় বানান ভুলের উপর একটু নজর দিন তাতে পোস্ট দেখতেও ভাল লাগবে।
ভাই আপনি ঠিকই বলেছেন। আমি আপনার সাথে একমত কারন বাংলা লিখতে গিয়ে বানান ভুল করলে খুবি দৃষ্টিকটু লাগে। আমরা সবাই পোস্ট করার সময় বানানের বিষয় টা খুব ভাল ভাবে নজর রাখব।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Sasa on November 27, 2020, 02:58:06 PM
হ্যা ভাই ঠিকি বলছেন আমরা অফ টপিকে আলোচনা না করে নিজেদের ভালো ক্রিপ্টো রিলেটেড টপিক তৈরি করা। যে টপিক থেকে অন্যরা কিছু শিখতে পারবে এবং ফোরাম সম্পর্কে জানতে পারবে। আমাদের এই বাংলা বোর্ডে টপিকের পরিমান খুবই কম তাই আমাদের অনেক অনেক টপিক তৈরি করা এক মাত্র কাজ।   
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: sky20 on November 27, 2020, 04:52:06 PM
প্রতিটি পোস্টের আগে আমাদের বাংলা বানান গুলো যথা সম্ভব চেস্টা করতে হবে যেন ভুল না হয়। যদি অজান্তে হয়ে যায় সেটা ভিন্ন কথা তবে সর্বদা চেস্টা করতে হবে যেন ভুল না হয়। এছাড়া অপটিকে আলোচনাও বর্জন করতে হবে।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Bony11 on November 27, 2020, 05:09:59 PM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
ভাই আপনি ঠিক বলেছেন।আমরা অনেকেই আছি যাদের বাংলা বোর্ডে পোষ্ট করলে অনেক বানান ভুল হয়। বাংলা হলো আমাদের মাতৃভাষা। তাই আমরা সবাই বেশি বেশি কটে চেষ্টা করবো যেন বানান ভুল না হয়। সব সময় সঠিক শুদ্ধ বানান লেখার চেষ্টা করবো।Malam90 ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভুল গুলো বুজিয়ে দেওয়ার জন্য।যাতে আমরা পরবর্তিতে শুদ্ধ বানান লিখতে পাড়ি।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: mahid on November 27, 2020, 06:26:27 PM
অপটিকে আলোচনা করে শুধু কথা বাড়িয়ে লাভ নেই। কেন না সেই কথার কোন ভেলু থাকে না। তাই আমরা সবসময় চেস্টা করব অপট্রপিক পরিহার করার। সেই সাথে আমাদের পোস্ট করার বিষয়েও সচেতন থাকতে হবে। সর্বদা ভূলভ্রান্তি এড়িয়ে চলতে হবে।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Hasan986 on November 27, 2020, 06:45:32 PM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
জি ভাই, বাঙলা বানানের প্রতি আরো মনোযোগ হওয়া উচিত। টপিকের ব্যাপারে ঠিক বলছেন। এক টপিকে কথা হলে অন্য টপিক নিয়ে আসা আসলে দৃষ্টিকটু। আমাদের সকলে আরো আন্তরিক হতে হবে।সকলকে আরো প্রাধান্য দিয়ে মনোযোগ সহকারে কাজ করতে হবে।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Hasan986 on November 27, 2020, 06:48:19 PM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
ভাই আপনি ঠিক বলেছেন।আমরা অনেকেই আছি যাদের বাংলা বোর্ডে পোষ্ট করলে অনেক বানান ভুল হয়। বাংলা হলো আমাদের মাতৃভাষা। তাই আমরা সবাই বেশি বেশি কটে চেষ্টা করবো যেন বানান ভুল না হয়। সব সময় সঠিক শুদ্ধ বানান লেখার চেষ্টা করবো।Malam90 ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভুল গুলো বুজিয়ে দেওয়ার জন্য।যাতে আমরা পরবর্তিতে শুদ্ধ বানান লিখতে পাড়ি।
আমি অনেককে দেখালাম বাঙলিশ লিখে আসলে এই লেখা বাংলা ফোরামে  কতটুকু যৌক্তিক আমার জানা নেই। তবে যাইহোক আমি চাইবো লিখা বাঙলাতেই হোক শুদ্ধ ভাবে হোক।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Crypto_Somrat on November 27, 2020, 07:46:45 PM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
ভাই আপনি ঠিক বলেছেন।আমরা অনেকেই আছি যাদের বাংলা বোর্ডে পোষ্ট করলে অনেক বানান ভুল হয়। বাংলা হলো আমাদের মাতৃভাষা। তাই আমরা সবাই বেশি বেশি কটে চেষ্টা করবো যেন বানান ভুল না হয়। সব সময় সঠিক শুদ্ধ বানান লেখার চেষ্টা করবো।Malam90 ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ভুল গুলো বুজিয়ে দেওয়ার জন্য।যাতে আমরা পরবর্তিতে শুদ্ধ বানান লিখতে পাড়ি।
আমি অনেককে দেখালাম বাঙলিশ লিখে আসলে এই লেখা বাংলা ফোরামে  কতটুকু যৌক্তিক আমার জানা নেই। তবে যাইহোক আমি চাইবো লিখা বাঙলাতেই হোক শুদ্ধ ভাবে হোক।
আপনি যে কথাটা বলেছেন বাংলিশ মানে হচ্ছে বাংলা ভাষাকে ইংরেজি বর্ণমালা দিয়ে লেখা। এটা একদমই ঠিক না কারণ এটা আমাদের বাংলা ফোরাম। এই ফোরামের ভাষা আমাদের মাতৃভাষা বাংলাই হবে এটা আমাদের কাম্য। আশা করি আমাদের বাংলা বোর্ডে এমন কোন ধরনের পোষ্ট আর আমাদের দেখতে হবে না।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Rain075 on November 28, 2020, 02:04:17 AM
হ্যাঁ এটা সত্য কথা বলেছেন আমাদের বাঙালি যারা আছে তারা পোস্ট লেখার সময় কি লিখেছে সে  দিকে খেয়াল করেনা। তারা শুধু লিখেই যায় একটু রিভাইস না করে সরাসরি পোস্ট করে দেয়। আমি দেখেছি অনেকে অনেক বানান ভুল করে এবং পোস্ট অনেক লো কোয়ালিটি করে রাখে। আসুন আমরা সকলেই এ সম্পর্কে সচেতন হই।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Danishpower on November 28, 2020, 06:43:32 AM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।

আপনি একদম ঠিক বলেছেন ভাই আমি আপনার সাথে একমত পোষণ করছি। বাংলা আমাদের মাতৃভাষা অথচ আমরা অনেকেই আছি যাদের বাংলা বোর্ডে পোস্ট করলে অনেক বানান ভুল হয়। তাই আমরা যখন বাংলা বোর্ডে কাজ করব তখন আমাদের নিখুঁত ভাবে দেখতে হবে বানানগুলো ঠিক আছে কিনা।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: XM8 on November 28, 2020, 10:11:37 AM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
ভাই আপনার অধিকাংশ পোস্টগুলো অনেক শিক্ষনীয় পোস্ট হয়ে থাকে। আমি সবসময় আপনার পোস্টগুলো মনোযোগ দিয়ে পড়ি এবং নতুন কিছু শেখার চেষ্টা করি। আপনি এখানে যে টপিক নিয়ে পোস্ট করেছেন সেই ভুলটা সাধারণত আমাদের সবার হয়ে থাকে। তাই আমরা অবশ্য এ বিষয়ে দিয়ে খেয়াল রাখব। ধন্যবাদ ভাই আপনাকে
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Mrkadir85 on November 28, 2020, 10:32:38 AM
এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয় আমরা বাঙালি হয়ে বাংলা ভাষা ভালোভাবে লিখতে পারিনা। বেশিরভাগ সময় অনেক সহজ বানান ও ভুল করে থাকি। অথচ পোস্ট করার সময় একটু খেয়াল করলেই এখান থেকে পরিত্রান পেতে পারি। আশা করি এরপর থেকে আমরা সবাই পোস্ট করার সময় বানান ভালোভাবে খেয়াল করব।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: bmr on November 28, 2020, 01:05:35 PM
বানান ভূল করা যাবে না ভূল যাতে না হয় সেই দিকে দৃষ্টি দিতে হবে। কিন্তু  অফটপিক বলতে কি বুঝায় তা আমি জানি না। দয়া করে বলবেন কি অপটপিক কি?
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Magepai on December 09, 2020, 02:19:18 PM
আমি সবথেকে বেশি খেয়াল করেছি যারা এই ফোরামে নতুন এ পোস্ট করছে তাদের বানানটা সবথেকে বেশি ভুল হচ্ছে।অবশ্যই আপনারা সবাই লক্ষ্য করবেন পোস্ট করার আগে বানান যদি ভুল হয়ে থাকে তাহলে পরে সেগুলো দেখে সঠিক করে তারপরে পোস্ট করবেন। এবং আরও দেখা যাচ্ছে যে পোস্টগুলো তিন থেকে চার মাস আগেকার সেগুলোতেও অনেক পোস্ট করছে। অবশ্যই সেই পোস্টগুলো থেকে আপনারা বিরত থাকুন। নতুন টপিক আলোচনা করুন ‌
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Linda78 on December 09, 2020, 02:59:26 PM
ভাই আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আমাদের উচিত প্রত্যেকটা পোস্ট করার আগে ভেবে চিন্তে পোস্ট করতে হবে পোস্টগুলোর ভিতরে মাধুর্যতা থাকতে হবে। আমরা যাতে অযথা পোস্ট না করি। আমরা একটু মনোযোগী হলেই হয়। পোস্ট করার সময় বানানের প্রতি খেয়াল রাখতে হবে যাতে বানান ভুল না হয়। আমরা আশা করছি যে পোস্ট- সেন্ড করার আগে অবশ্যই বানানের দিকে নজর রাখতে হবে।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Rakin343 on December 09, 2020, 03:40:17 PM
হ্যাঁ আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ইউজাররা তারা পোস্ট এবং অফটপিক তৈরি করার সময় এমনভাবে তৈরি করে যে তাদের বানান গুলা অনেক সময় অনেক ভুল হয়ে যায়। এটা তারা পরিশোধন না করে সরাসরি পোস্ট করে দেয়। আমরা সকলেই সজাগ হয়ে যেন পরবর্তীতে এ ধরনের ভুল না হয়।বানান গুলোর দিকে খেয়াল রাখব যেন ভুল না হয়।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Casual on December 11, 2020, 01:18:24 AM
আমরা ফোরামের দিকে লক্ষ্য করলে দেখি যে আমাদের ফোরামে কিছু নতুন ইউজার রয়েছে যাদের বানান অনেক ভুল হয়। আমরা কিন্তু বাঙালি আমাদের মাতৃভাষায় হচ্ছে বাংলা। আমরা যদি বাংলা বানানে ভুল করি তাহলে কিন্তু ভাষার প্রতি অবমাননা করা হয়।মানুষ যেহেতু কিছুটা ভুল হতেই পারে কিন্তু প্রত্যেকটা পোস্টে ভুল হবে এটার কোন কারণ নেই। দয়া করে সবাই বানান ঠিক করে লিখবেন।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Irfan12@ on December 11, 2020, 06:39:49 AM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন অনেকে মাতৃভাষার প্রতি একটু ও শ্রদ্ধা জ্ঞাপন করে না অনেকে অনেক রকম ভুল ভাষা ব্যবহার করে ফেলে আমাদের প্রত্যেকেরই উচিত হবে কোন একটা রিপ্লাই দেওয়ার আগে সেই রিপ্লাই টা ভালোভাবে পড়ে নেওয়া একটু ভালোভাবে খেয়াল করা যেকোনো বানান ভুল আছে কিনা আমরা এখন থেকে সবাই চেষ্টা করব যে আমাদের রিপ্লাই গুলোতে যেন কোন রকম বানান ভুল না থাকে এবং আমরা আমাদের এই বাংলা বোর্ডে কখনো ইংরেজি শব্দ ব্যবহার করব না
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Goblin on December 11, 2020, 10:34:15 AM
বাংলা সেকশন এখন সবচেয়ে বেশি বানান ভুল এবং অফটপিকে আলোচনা বেশি হয়। অনেক পুরনো টপিকে এখন সবচেয়ে বেশি আলোচনা করা হয়। পুরনো টপিকে আলোচনার কারণে অনেক নতুন টপিক হারিয়ে যাচ্ছে। যাতে করে আমাদের অনেক কিছু জানতে অসুবিধা হচ্ছে। আমি ফোরামের মডারেটর ভাই কে দৃষ্টি আকর্ষণ করছি শে জানুয়ারি বিরুদ্ধে অ্যাকশন নেয়।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Nusrat on December 11, 2020, 12:27:25 PM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মূল্যবান পোষ্ট করার জন্য। আসলে আপনি ঠিক কথাই বলেছেন কাজ করার সময় সব দিকে লক্ষ রাখতে হবে যদি কোন ভুল হয় সেটাকে সম্পূর্ণভাবে সঠিক করে দিতে হবে। পোস্ট লেখার সময় আমাদেরকে দেখে শুনে পোস্ট করতে হবে আমাদের অনেকেরই লেখার সময় ভুল হয়ে যায়। এই ভুল জাতে আর না হয় আমরা লক্ষ করে পোস্ট করব। আমাদের ভুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে যদি আপনারা আমাদের এই ছোটখাটো ভুল গুলো না ধরেন তাহলে একদিন আমাদের এই ছোটখাটো ভুল থেকে বড় ধরনের ভুল হতে পারে। তাই আমরা সব সময় লক্ষ রেখে কাজ করার চেষ্টা করব যাতে পোস্টে বানানে কোন ভুল না হয়। ধন্যবাদ ভাই আপনাকে
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Princeraju on December 11, 2020, 12:59:19 PM
আমাদের দেশে বেশিরভাগ ইউজাররা অফটপিকে আলোচনা করে থাকে। তবে আমি মনে করি অফটপিকে আলোচনা বন্ধ করা উচিত। আমাদেরকে নতুন টপিক তৈরি করতে হবে।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Niloy on December 11, 2020, 01:41:13 PM
আমরা সবাই বাঙ্গালী। বাংলা আমাদের মাতৃভাষা। সেই বাংলা ভাষা আমরা পোস্ট করতে যদি বানান ভুল করি তাহলে সত্যিই এটা দেখতে দৃষ্টিকটু । তাই আমাদের প্রত্যেকের উচিত পোস্ট দেয়ার সময় যেন বানান ভুল না হয় সেদিকে সচেতন হওয়া।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Token@ on December 11, 2020, 01:48:12 PM
বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভুল হয় বানানে। আমরা যদি বানানটা সঠিক ভাবে শুদ্ধভাবে লিখতে পারি তাহলে মনে হয় আমাদের কোন অসুবিধা হবে না পড়তে।অযথা যদি আপনারা বানানে ভুল করে লিখি তাহলে আমাদের অনেক অসুবিধা হয়। কিছুদিন যাবত অফটপিকে আলোচনা বেশি হচ্ছে। যার কারণে আমরা নতুন কোন কিছু জানতে পারছি না।সব পুরনো টপিকের জন্য নতুন টপিক গুলো হারিয়ে যাচ্ছে খুঁজে বের করা অনেক কষ্টকর হয়ে পড়ছে।
Title: Re: বানান ভুল এবং অফটপিক আলোচনা বন্ধ করুন।
Post by: Tubelight on March 25, 2021, 11:15:21 AM
আমাদের বাংলাবোর্ডের কমেন্ট দেখে মনে হয় বাংলা আমাদের মাতৃভাষা নয়। এতই বানান ভুল যে দেখলে বা পড়তে গেলে খুবই দৃষ্টিকটু লাগে। বাংলা কমেন্ট করার সময় সবাই একটু বানানের দিকে নজর দিবেন। যুক্তফন্ট অনেক সময় সমস্যা হয় সেটা ভিন্ন কথা তবে সর্বচ্চ সতর্কতার সাথে বানান লেখার চেষ্টা করবেন। আরেকটা বিষয় দেখা যাচ্ছে টপিকের অধীনে অফটপিক আলোচনাও করছেন অনেকে যা আসলে ঠিক নয়। যে টপিট সেই টপিকের উপরে আলোচনা করুন। প্রয়োজনে নতুন টপিক তৈরি করুন অন্য টপিকের লেজে জুড়ে না দিয়ে। সবার আরো আন্তরিকতা আশা করছি।
ভাই আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন।অনেক সময় আমরা পোস্ট করি কিন্তু পোস্ট এর বানান লক্ষ করি না। যার ফলে আমরা ভুল বানান দিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করে থাকি। এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা সেহেতু খুব শুদ্ধ ভাবে বাংলায় পোস্ট করতে হবে।