Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Najir2017 on November 10, 2020, 02:49:50 AM
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
-
Hype এ আমি কাজ করছি আমার প্রথম ইনভেস্ট হলো hype এ ৩$ perfect money দিয়ে শুরু করছিলাম। এগুলা বেশিরভাগি স্কাম করে প্রতি ঘন্টায় প্যমেন্ট করে৷ কয়েক বার প্যমেন্ট করেই ভেগে যায়
-
নেড়া দুইবার বেলতলায় যায়না। যাক আপনি আগেই সেই অভিজ্ঞতা পেয়েছেন। যারা আগে এসব করতো তাদের মধ্যে দুএকজন ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্থ হয়েছে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা যারাই করেছিলো তাই বুঝে হোক না বুঝে হোক সবাই ধরা খেয়েছে। তাই নতুনদেরও বলবো এসব সাইটগুলোকে কখনও বিনিয়োগ করবেন না।
-
নেড়া দুইবার বেলতলায় যায়না। যাক আপনি আগেই সেই অভিজ্ঞতা পেয়েছেন। যারা আগে এসব করতো তাদের মধ্যে দুএকজন ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্থ হয়েছে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা যারাই করেছিলো তাই বুঝে হোক না বুঝে হোক সবাই ধরা খেয়েছে। তাই নতুনদেরও বলবো এসব সাইটগুলোকে কখনও বিনিয়োগ করবেন না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এই তথ্যটা দেওয়ার জন্য। না জেনে অনেক সময় দেখা যায় আমাদের মত নতুনরা এসব সাইটগুলোতে বিনিয়োগ করে যার ফলে অনেক লস খেতে হয়।
-
নেড়া দুইবার বেলতলায় যায়না। যাক আপনি আগেই সেই অভিজ্ঞতা পেয়েছেন। যারা আগে এসব করতো তাদের মধ্যে দুএকজন ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্থ হয়েছে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা যারাই করেছিলো তাই বুঝে হোক না বুঝে হোক সবাই ধরা খেয়েছে। তাই নতুনদেরও বলবো এসব সাইটগুলোকে কখনও বিনিয়োগ করবেন না।
প্রথম লাইনটা হাস্যকর, আসলে নেয়া দুইবার বেলতলা যায়না। ফিশিং সাইট গুলোতে কাজ না করাই ভালো। যারা বেশিরভাগ প্রতিশ্রুতি দেখা তারা কিন্তু জালিয়াতি করার জন্য প্লান করে। সুতরাং সবাইকে সতর্ক হওয়া উচিত। বাংলাদেশের ঢাকার একটি টিম ধরা পড়ছিল। অর্থাৎ সেই টিমের লিডারের উদ্দেশ্য ছিলো টাকা হাতিয়ে নেওয়া, অর্থাৎ প্রজেক্ট হবে কিন্তু প্রজেক্ট এর ফিউচার প্লান কি সে বিষয়ে তারা ব্যাখ্যা দিতে পারে নাই।
-
নেড়া দুইবার বেলতলায় যায়না। যাক আপনি আগেই সেই অভিজ্ঞতা পেয়েছেন। যারা আগে এসব করতো তাদের মধ্যে দুএকজন ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্থ হয়েছে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা যারাই করেছিলো তাই বুঝে হোক না বুঝে হোক সবাই ধরা খেয়েছে। তাই নতুনদেরও বলবো এসব সাইটগুলোকে কখনও বিনিয়োগ করবেন না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এই তথ্যটা দেওয়ার জন্য। না জেনে অনেক সময় দেখা যায় আমাদের মত নতুনরা এসব সাইটগুলোতে বিনিয়োগ করে যার ফলে অনেক লস খেতে হয়।
আসলে ভুল তো করে নতুনরাই। আমরা একসময় ক্রিপ্টোতে আসার আগে অনলাইনে নতুন ছিলাম। তখন কিছু টাকা ইনকামের আশায় সরল বিশ্বাসে এসব সাইটে বিনিয়োগ করে ধরা খেয়েছি। তখন এরকম ফোরামের সন্ধান পেলে, বাংলায় কথা বলার যায়গা থাকলে হয়তো তখন উপকৃত হতাম কারো না কারো সতর্কতামূলক লেখা পড়ে।
-
নেড়া দুইবার বেলতলায় যায়না। যাক আপনি আগেই সেই অভিজ্ঞতা পেয়েছেন। যারা আগে এসব করতো তাদের মধ্যে দুএকজন ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্থ হয়েছে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা যারাই করেছিলো তাই বুঝে হোক না বুঝে হোক সবাই ধরা খেয়েছে। তাই নতুনদেরও বলবো এসব সাইটগুলোকে কখনও বিনিয়োগ করবেন না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এই তথ্যটা দেওয়ার জন্য। না জেনে অনেক সময় দেখা যায় আমাদের মত নতুনরা এসব সাইটগুলোতে বিনিয়োগ করে যার ফলে অনেক লস খেতে হয়।
আসলে ভুল তো করে নতুনরাই। আমরা একসময় ক্রিপ্টোতে আসার আগে অনলাইনে নতুন ছিলাম। তখন কিছু টাকা ইনকামের আশায় সরল বিশ্বাসে এসব সাইটে বিনিয়োগ করে ধরা খেয়েছি। তখন এরকম ফোরামের সন্ধান পেলে, বাংলায় কথা বলার যায়গা থাকলে হয়তো তখন উপকৃত হতাম কারো না কারো সতর্কতামূলক লেখা পড়ে।
আমিও একদিন নুভ ছিলাম আর আমিও অনেক ডলার মাইর খাইছি। তখন তো ইনকাম করতে পারতাম না। বাপের কাছ থেকে চাইয়া চাইয়া নিয়া এই আকাম গুলা করতাম আর লস করতাম। 😂😂
-
Hype এ আমি কাজ করছি আমার প্রথম ইনভেস্ট হলো hype এ ৩$ perfect money দিয়ে শুরু করছিলাম। এগুলা বেশিরভাগি স্কাম করে প্রতি ঘন্টায় প্যমেন্ট করে৷ কয়েক বার প্যমেন্ট করেই ভেগে যায়
জি ভাই আপনার কথাগুলো একদম সত্যি তারা প্রতি ঘন্টা পেমেন্ট করে কয়েকবার করে তারপর তারা ভেগে যায়
-
আমি এই সাইটে কোন ইনভেস্ট করিনি। কিন্তু আপনি অনেক সুন্দর একটা তথ্য দিয়েছেন অনেক সময় দেখা যায় অনেক নতুন ইউজার আছে যারা না জেনে অনেক সময় ইনভেস্ট করে থাকে যার ফলে অনেক প্লজ খেতে হয় তাকে। আপনার এই পোস্টটি পড়ার পর অবশ্যই সবাই বুঝতে পারবে যে কোন কোন সাইডে আসলে ইনভেস্ট করা যাবে না।
-
নেড়া দুইবার বেলতলায় যায়না। যাক আপনি আগেই সেই অভিজ্ঞতা পেয়েছেন। যারা আগে এসব করতো তাদের মধ্যে দুএকজন ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্থ হয়েছে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা যারাই করেছিলো তাই বুঝে হোক না বুঝে হোক সবাই ধরা খেয়েছে। তাই নতুনদেরও বলবো এসব সাইটগুলোকে কখনও বিনিয়োগ করবেন না।
ভাইয়া এ বিষয়ে সম্পর্কে আমার তেমন কোন ধারণা নেই। রাতারাতি বড়লোক হতে সবাই চায়। যদিও কখনো এই সাইটগুলোর ফাঁদে পড়িনি আশা করব যেন আর না পরি। আপনাকে অনেক ধন্যবাদ সতর্ক করে দেওয়ার জন্য।
-
আমি একটা বিষয় বলতে চাই সেটা হল যে সাইটটিই বেশি প্রফিট দেবে বরে প্রতিশ্রুতি দেয় সেই সাইটা কয়দিন পর উধাও ওয়ে যায়। তাই অতিরিক্ত বা বেশি পাবার আশায় কোন ট্রাস্টটেড সাইট ছাড়া ইনভেস্ট করা সমিচিন নয়। এর রাকম ক্ষতি শুধু আপনি না আমরা অনেকেই এর সম্মুখিন হয়েছি এবং সেখান থেকে শিক্ষা নিয়েছি।
-
Hype এ আমি কাজ করছি আমার প্রথম ইনভেস্ট হলো hype এ ৩$ perfect money দিয়ে শুরু করছিলাম। এগুলা বেশিরভাগি স্কাম করে প্রতি ঘন্টায় প্যমেন্ট করে৷ কয়েক বার প্যমেন্ট করেই ভেগে যায়
জি ভাই আপনার কথাগুলো একদম সত্যি তারা প্রতি ঘন্টা পেমেন্ট করে কয়েকবার করে তারপর তারা ভেগে যায়
জি ভাই আপনি একদমই সত্যি কথাটি বলেছেন। তারা প্রথমত লোভ দেখিয়ে নিয়ে তারপর আর কোন প্রেমেন্ট না দিয়েই ভেঙ্গে চলে যায়।
-
আমি নিজে বেশ কয়েকটি হাইপ সাইটের ঠিকানা পেয়েছিলাম আমার একটা বন্ধুর মাধ্যমে । আমি নিজে কখনও বিনিয়োগ করার সাহস পাই নাই তবে আমার একটা বন্ধু বিনিয়োগ করে বেশ কিছু টাকা ধরা খেয়েছিল। এ গুলো বেশির ভাই প্রতারনা করে ।
-
নেড়া দুইবার বেলতলায় যায়না। যাক আপনি আগেই সেই অভিজ্ঞতা পেয়েছেন। যারা আগে এসব করতো তাদের মধ্যে দুএকজন ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্থ হয়েছে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা যারাই করেছিলো তাই বুঝে হোক না বুঝে হোক সবাই ধরা খেয়েছে। তাই নতুনদেরও বলবো এসব সাইটগুলোকে কখনও বিনিয়োগ করবেন না।
আপনাকে অনেক ধন্যবাদ ব্রো আপনার এই মূল্যবান পোষ্ট এর জন্য। আপনি একদম ঠিক বলেছেন আমাদের এখানে যারা নতুনে কাজ করে তারা রাতারাতি বড়লোক হওয়ার জন্য এসব কাজ করে এতে অনেকের লস হয়।
-
ধন্যবাদ ব্রাদার আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ।আপনার অভিজ্ঞতা থেকে অনেকেই আর এ সাইটে পা বাড়াবে না ।আমিও আপনার পোষ্ট থেকে শিক্ষা নিয়ে এ সাইটে কাজ থেকে বিরত থাকব।
-
আমি প্রথমত এরকম একটা সাইটে প্রায় 300 ডলারের মতো ইনভেস্ট করেছিলাম আমাকে এরকম সুযোগ-সুবিধা দেখায় যে আমি প্রত্যেকদিন 20 ডলার করে পাবো। তো কিছুদিন পরেই আমি সেগুলো মায়ের খেয়ে গেলাম। তারপর আস্তে আস্তে আমি এই ক্রিপ্টোকারেন্সি তে চলে আসি।
-
নেড়া দুইবার বেলতলায় যায়না। যাক আপনি আগেই সেই অভিজ্ঞতা পেয়েছেন। যারা আগে এসব করতো তাদের মধ্যে দুএকজন ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্থ হয়েছে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা যারাই করেছিলো তাই বুঝে হোক না বুঝে হোক সবাই ধরা খেয়েছে। তাই নতুনদেরও বলবো এসব সাইটগুলোকে কখনও বিনিয়োগ করবেন না।
প্রথম লাইনটা হাস্যকর, আসলে নেয়া দুইবার বেলতলা যায়না। ফিশিং সাইট গুলোতে কাজ না করাই ভালো। যারা বেশিরভাগ প্রতিশ্রুতি দেখা তারা কিন্তু জালিয়াতি করার জন্য প্লান করে। সুতরাং সবাইকে সতর্ক হওয়া উচিত। বাংলাদেশের ঢাকার একটি টিম ধরা পড়ছিল। অর্থাৎ সেই টিমের লিডারের উদ্দেশ্য ছিলো টাকা হাতিয়ে নেওয়া, অর্থাৎ প্রজেক্ট হবে কিন্তু প্রজেক্ট এর ফিউচার প্লান কি সে বিষয়ে তারা ব্যাখ্যা দিতে পারে নাই।
আমাদের লেখা লেখিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শব্দ চয়ন। লেখার ভিতরে শব্দ ব্যাহারে যে যত পারদর্শী সে তত উন্নত। আমাদের মডারেটর কিন্তু সুন্দর একটি শব্দ ব্যবহার করেছেন যেটি আমার কাছে অনেক ভাল লেগেছে। উনি এখানে হাইপ সাইটের বিপরীতে ব্যবহার করেছেন ফিশিং সাইট্য। যেই শব্দটি ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহার করা হয়। উনি যে একজন জ্ঞানী ব্যেক্তি তা তার ভাষায়ই প্রকাশ পায়।
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
অনেক ভালো একটা বিষয় শেয়ার করেছেন ভাই। আমিও এসব সাইটে কাজ করে ধরা খেয়েছি। আপনাদের এখানে নতুন তাই পোস্টটা দেখে বা পড়ে ভালো লাগলো। না বুঝে অনেকেই এসব সাইডে কাজ করে ধরা খেয়েছে। আপনার কাছ থেকে জানতে পারলাম যে এই সাইট গুলো সত্যিই ভালো না।
-
আমি প্রথমত এরকম একটা সাইটে প্রায় 300 ডলারের মতো ইনভেস্ট করেছিলাম আমাকে এরকম সুযোগ-সুবিধা দেখায় যে আমি প্রত্যেকদিন 20 ডলার করে পাবো। তো কিছুদিন পরেই আমি সেগুলো মায়ের খেয়ে গেলাম। তারপর আস্তে আস্তে আমি এই ক্রিপ্টোকারেন্সি তে চলে আসি।
ক্রিপ্টোকারেন্সিতে যারা অন্তত কয়েকবছর আছেন তাদের অভিজ্ঞতাও প্রায় সবার একই রকমের। হাইপ, পিটিসি, রেভিনিউ শেয়ার কিংবা মাইনিং সাইটে ইনভেস্ট করে আমারও অনেক ডলার খোয়া গেছে। ক্রিপ্টোতে না আসলে আমার সেসব মূল্যবান টাকা জীবনে রিকভার করতে পারতাম না অনলাইন থেকে ।
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
হাইফসাইটে কাজ করার অভিজ্ঞতা একটি একটি ছিল কিন্তু পুরাপুরি দক্ষতা অর্জন করতে পারেনি কিন্তু আপনার পোস্ট পড়ে আমার মোটামুটি কাজ করার অভিজ্ঞতা টা একটু বেশি হয়েছে এই পোস্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
-
ধন্যবাদ ব্রাদার আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ।আপনার অভিজ্ঞতা থেকে অনেকেই আর এ সাইটে পা বাড়াবে না ।আমিও আপনার পোষ্ট থেকে শিক্ষা নিয়ে এ সাইটে কাজ থেকে বিরত থাকব।
বর্তমানে মানুষের অনেক ধারনা হয়েছে এই সাইট গুলোর প্রতি। মানুষ এখন মোটামুটি অনেক সচেতন হয়েছে। তাই আমি মনে করি। এই সাইটগুলো থেকে এখন আর কেউ সহজে কাউকে বোকা বানাতে পারবে না।
-
হাইপ সাইটে আমার কাজ করার অভিজ্ঞতা নেই। তবে আমার কিছু বন্ধু বান্ধব এই সাইট গুলোতে ঢুকে প্রচুর লস খেয়েছে। আমি সেখান থেকেই এই সাইটের অভিজ্ঞতা অর্জন করেছি এবং সাথে সাবধানতা অবলম্ভন করেছি।
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
আমি hypie সাইটে তেমন কাজ করিনি তবে মায়পেয়িং এডস তখনকার সময় অনেক বড় প্লাটফর্ম ছিলো তবে ওটা সম্ভবত হাইপ সাইট ছিলো না, রেভিনিউ প্লাটফর্ম ছিলো। যাই হোক আমি ও আগে অনেক উল্টা পাল্ট সাইটে কাজ করেছি, তারমধ্যে অন্যতম হলো চ্যাম্পক্যাশ। অবশ্য চ্যাম্পক্যাশ থেকেই আমি ক্রিপ্টোকে চিনি, তারা একটি কয়েনে ও মার্কেটে আনে যা এখনো আছে যার নাম হলো TCC।
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
আমি কখনও ডলার মাইর খাই নাই কারন আমি কখনো ইনভেস্ট করিনি কারনটা টা ছিলো আমার এক ভাতিজা অনেক টাকা লাভও করেছে আবার লসও খাইছে তাই আমি কখনো ইনভেস্ট করি নাই কিন্তু এখন কিছু কিছু করে বিন্যান্সে ইনভেস্ট করি।।।
-
আমি অনেক গুলো হাইপ সাইডে কাজ করেছি। এবং অনেক লচ করেছি। আমি মনেকরি এখানে কাজ না করাই ভালো। আমরা যখন ১/২ টা পেমেন্ট উঠাতে পেরেছি তখন মনেকরছি এটা মনেহয় খুব ভাল তখন আমরা আরে বেশি বিনিয়োগ করেছি এবং সর্বশ্বো হারিয়েছি। তাই আমি মনেকরি এখানে বিনিয়োগ না করাই ভালো।
-
সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম
তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে!
প্রথমত আপনি যদি MyPayingAds এর কথা বলে থাকেন, তাহলে সেটি কোনো ধরনের Hype সাইট ছিল না, সেটি একটি Revenue Sharing সাইট ছিল এবং এসবের মধ্যে দিয়ে আমি গিয়েছি, তবে তেমন ইনভেস্ট করি নাই। যদিও ইনভেস্ট করতাম, তাহলে মাত্র $১ এর এবং দেখার জন্য যে , সাইটগুলো পেমেন্ট দেয় কি না। আর Hype সাইটগুলো হলো পুরোই Ponzi/Pyramid scheme এবং পেমেন্ট দিলেও আসল ইনভেস্টমেন্ট তোলার আগেই হয় সাইটটা পেমেন্ট দেয়া বন্ধ করবে, এককথায় স্ক্যাম করবে। না হয় একাউন্ট সাসপেন্ড করবে। তাই সকলকে বলবো যে PTC, Hype, Revenue sharing কিংবা যেকোনো ইনভেস্টমেন্ট সাইট হলো স্ক্যাম এবং এসব থেকে দূরে থাকবেন। আবার কিছু লোকাল সাইট আছে, যেগুলোতে ইনভেস্ট করে ভিডিও দেখতে হয় অথবা রেফারাল করতে হয়। এসবও স্ক্যাম সাইট এবং এসব থেকে দূরে থাকবেন। আর দক্ষতাভিত্তিক কাজ করুন , দরকার হলে ইউটিউব থেকে টিউটরিয়াল দেখে দক্ষতা বৃদ্ধি করুন। সবার জন্য আবারও শুভকামনা রইলো।
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
এই বিষয়ে আমার পূর্ব অভিজ্ঞতা নেই।
-
আমি ফোরামে নতুন Hype সম্পর্কে আমার কোন কিছু জানা নাই।
আপনাদের পোস্ট পড়ে তাও কিছুটা দারোনা পাইছি।
সবাই কে ধন্যবাদ
-
আমি প্রথমত এরকম একটা সাইটে প্রায় 300 ডলারের মতো ইনভেস্ট করেছিলাম আমাকে এরকম সুযোগ-সুবিধা দেখায় যে আমি প্রত্যেকদিন 20 ডলার করে পাবো। তো কিছুদিন পরেই আমি সেগুলো মায়ের খেয়ে গেলাম। তারপর আস্তে আস্তে আমি এই ক্রিপ্টোকারেন্সি তে চলে আসি।
আপনার কোন বিষয় সম্পর্কে ভাল ভাবে না জেনে 300 ডলারের মত বড় ইনভেস্ট করা ঠিক হয়নি। আপনি ভালোভাবে না জেনেই ইনভেস্ট করে ফেলেছেন তাই আপনাকে লঞ্চের মুখে পড়তে হয়েছে। ক্রিপ্টোকারেন্সি জগতে চলে এসেছেন ধৈর্য ধরে পড়ে থাকেন আশা করি ভাল কিছু পাবেন।
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
Hype সাইডে আমি কখনোই কাজ করিনি তো আপনার পোস্টটি পড়ার পর হাইপ সম্পর্কে ধারণা পেলাম। অসংখ্য ধন্যবাদ
-
নেড়া দুইবার বেলতলায় যায়না। যাক আপনি আগেই সেই অভিজ্ঞতা পেয়েছেন। যারা আগে এসব করতো তাদের মধ্যে দুএকজন ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্থ হয়েছে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা যারাই করেছিলো তাই বুঝে হোক না বুঝে হোক সবাই ধরা খেয়েছে। তাই নতুনদেরও বলবো এসব সাইটগুলোকে কখনও বিনিয়োগ করবেন না।
।
এই সাইডে আমি কাজ করতে চেয়েছিলাম কিন্তু আপনারা যেহেতু এই সাইট থেকে অনেক লস খেয়েছেন তাহলে আমি এই সাইটে যাব না।
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
আমি এই Hype সাইডের কথা আজকে শুনলাম। এ সম্পর্কে আমার কোন ধারণা নেই।
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
মোটামুটি কিছু Hype সাইটের নাম বলবেন? যেগুলো বর্তমানে রানিং। আমি এসব সাইট থেকে কিভাবে কি করা হয় তা নিয়ে ঘেটে দেখতে চাচ্ছিলাম।
-
Hype এ আমি কাজ করছি আমার প্রথম ইনভেস্ট হলো hype এ ৩$ perfect money দিয়ে শুরু করছিলাম। এগুলা বেশিরভাগি স্কাম করে প্রতি ঘন্টায় প্যমেন্ট করে৷ কয়েক বার প্যমেন্ট করেই ভেগে যায়
হ্যাঁ আপনি ঠিক বলেছেন এগুলো প্রথমত মানুষকে লোভ দেখায় তারপর তাদের স্বার্থ মত চলে যায়। এজন্য আমি বলব এই সাইটে কাজ না করাটাই বেটার
-
আমি কিছুদিন সাইট সাইডে কাজ করেছি তেমন কোনো অভিজ্ঞতা আমার অর্জন হয়নি আপনার পোস্ট পড়ে আমি কিছুটা বুঝতে পেরেছি এবং আগের কিছু অভিজ্ঞতা এবং পোস্ট করে যে অভিজ্ঞতা অর্জন হয়েছে তা অনেকটাই এগিয়ে গিয়েছি।পেমেন্ট না পাওয়ার কারণে হাইপ সাইট থেকে আমি কাজ বাদ দিয়েছি তবে ধন্যবাদ আপনাকে এর পোস্ট দেয়ার জন্য।
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
ভাই হাইপি সাইডে কাজ করার এক তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমার। ক্রিপ্টোকারেন্সি জগতে আসার আগে হাইপি সাইডে কাজ করেছি। এবং কয়েকবার ধরা খেয়েছি। আর এখন বাদ দিয়ে দিয়েছি। আপনাদের পোষ্ট থেকে আরও সতর্ক হলাম। ধন্যবাদ আপনাকে।
-
নেড়া দুইবার বেলতলায় যায়না। যাক আপনি আগেই সেই অভিজ্ঞতা পেয়েছেন। যারা আগে এসব করতো তাদের মধ্যে দুএকজন ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্থ হয়েছে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা যারাই করেছিলো তাই বুঝে হোক না বুঝে হোক সবাই ধরা খেয়েছে। তাই নতুনদেরও বলবো এসব সাইটগুলোকে কখনও বিনিয়োগ করবেন না।
ঠিক বলেছেন ভাই ন্যাড়া বেলতলায় দুইবার যায় না. কিন্তু দুইবার গিয়েছি আমি হাইফি সাইডে দুইবার ধরা খেয়েছি. তারপর বাদ দিয়েছি. আপনাকে অনেক ধন্যবাদ এই বিষয়ে সতর্ক করে দেয়ার জন্য.
-
এই সাইটে আমার কাজ করার অভিজ্ঞতা নেই।
-
Hype সাইডে আমিও একবার দেখি যে 1 ডলার ইনভেস্ট করলে 24 ঘন্টায় তারা ডাবল মানে 2 ডলার পেমেন্ট দিবে প্রথম প্রথম তো খুব খুশি হইছিলাম বাহ সাইট গুলা তো ভালোই মাত্র ২৪ ঘন্টা পরই ডাবল আমি তো খুশিতে মাতোহারা। পরে করলাম ইনভেস্ট ২০$। ভাবতাছি ২৪ ঘন্টা পরেই প্রেমেনৃট পাবো ৪০$ আমি তো সেই খুশি পরে খেলাম বাশ,,,
-
আমি সাধারণত এই জিনিসটা সবাইকেই বলব যে হাইপ কাজ করে অনেকেই লস খেয়েছে। এই সাইটে আমাদের সবার উচিত কাজ না করা। অতএব অনেকেই বুঝে না যে এই সাইটে কেমন এখানে লাভের পরিমাণটা বেশি দেখানো হয় লোভ দেখিয়ে দেখিয়ে এই সাইটে কাজ করানো হয়। লাভ হওয়ার সাথে সাথে তারা চলে যায়। আমি সবাইকে বলব এই সাইটে যেন কেউ কাজ না করি।
-
Hype সাইটে কাজ করার অভিজ্ঞতার সম্পর্কে আমার কোন ধারণা নেই। কারণ আমি এই ফোরামের নতুন সদস্য তাই এই বিষয়ে আমার কোন ধারণা নেই। আশা করি এই ফোরামের সিনিয়র ভাইদের কাছ থেকেই বিস্তারিত তথ্য জানতে পারবো।
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
ভাই Hype সাইট সম্পর্কে এই প্রথম আমি আপনার পোস্টটি থেকে জানতে পারলাম । Hype সাইট সম্পর্কে আমার কোন ধারণা নেই ।আপনার পোষ্টটি পড়ে এই সাইট সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
-
হাইপ সাইটে আমি অল্প কিছুদিন কাজ করেছিলাম কিন্তু কোন পেমেন্ট পাইনি যার কারণে কাজ বাদ দিয়ে দিছি। বড় সিনিয়র ভাই পেমেন্ট পাইছেন কিনা আমি জানিনা তারা অবশ্যই হয়তো প্রেমের পেয়েছেন যার কারণে তারা হাইপ সাইটে কাজ করেন।
-
ভাই এইসব আজেবাজে সাইটগুলোতে জীবনে অনেক কাজ করেছে দুঃখের বিষয় এটাই সব জায়গায় ধরা খেয়েছে। কোথাও থেকে কোন কিছু পাইনি। একেবারে যে পায়নি তা নয় এয়ারড্রপ থেকে কিছুটা পেয়েছি তবুও সেটা বড় কোন পেমেন্ট নয়। এখন এই ফোরামে এসেছি ইনশাআল্লাহ বাউন্টি করে যাবো। আমার মনে হয় বাউন্টি তেমন একটা ফাঁকি দেয় না কিছু না কিছু অবশ্যই পাওয়া যায়।
-
আপনি অনেক সতর্কতামূলক পোস্ট করেছেন ধন্যবাদ ভাই আপনাকে এজানানোর জন্য আশা করি আপনার এই পোস্ট যারা যারা পড়বে তারা এই সাইটে ইনভেস্ট করা থেকে বিরত থাকবে। আপনার অভিজ্ঞতা যেহেতু আমাদের সাথে শেয়ার করেছেন আশা করি এ বিষয়ে আমাদের ও কিছুটা অভিজ্ঞতা হয়েছে
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
।
Hope সাইডে কাজের যে অভিজ্ঞতা আপনার হয়েছে তা সকলের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার অভিজ্ঞতা অনেকের কাজে লাগবে। যারা এখনো এই সাইটে কাজ করতে ইচ্ছুক তারা হয়তো আর আগ্রহ দেখাবে না। কেননা এ সাইটের কাজগুলো বেশির ভাগ স্কাম হয়ে থাকে।
-
আপনার মত অনেকেরই hype সাইট সম্পর্কে নেগেটিভ অভিজ্ঞতা হয়েছে। সবারই প্রথম প্রথম এ সাইটকে ভাল মনে করলেও বেশ কিছুদিন যাওয়ার পর সবার ধারনা পাল্টে গেছে ।এখান থেকে কোন পেমেন্ট পায়নি বরং তার সময় গুলো নষ্ট হয়েছে। সকলে এখন বাউন্টি ক্যাম্পেইনে কাজ করছে।
-
ভাই Hype সাইটে কাজ করার আমার কোন অভিজ্ঞতা নেই । Hype সাইটি সম্পর্কে আমার কোন জ্ঞান নাই ।এই প্রথম আপনার পোষ্টটি পড়ে আমি Hype সাইটি সম্পর্কে জানতে পারলাম । ইতিপূর্বে এটি সম্পর্কে আমার কোন ধারণা ছিল না ।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এই সাইটে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য যার মাধ্যমে অনেক তথ্য জানতে পারলাম।
-
Hype এ আমি কাজ করছি আমার প্রথম ইনভেস্ট হলো hype এ ৩$ perfect money দিয়ে শুরু করছিলাম। এগুলা বেশিরভাগি স্কাম করে প্রতি ঘন্টায় প্যমেন্ট করে৷ কয়েক বার প্যমেন্ট করেই ভেগে যায়
ভাই আমি আজকে নতুন শুনলাম এই hype সম্পর্কে আগে কখনো জানতাম না কিন্তু আপনার এই খানে থেকে জানতে পারলাম অবশ্যই আমি চেষ্টা করে দেখব আমিও আপনাদের মত পেমেন্ট পাই কিনা এটা অবশ্যই যদি পাই তাহলে অনেক ভালো লাগবে ধন্যবাদ ভাই আপনাকে এই পোস্টটি করার জন্য আসলে আপনার পোস্টটি পড়ে আমিও মনে একটু সাহস এনেছি আমিও এখানে একটু ঘাটাঘাটি করে দেখব আমি আপনাদের মত সফল হতে পারি কিনা।
-
আমি এই প্রথম হাইপ সাইটের নাম শুনলাম এর আগে এই সাইটের নাম শুনিনি তবে আপনি এই সাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন তাতে আপনাকে ধন্যবাদ না দিলেই নয় কেননা আপনি এখানে অনেক সুন্দর ভাবে এর সর্তকতা নিয়ে আলোচনা করেছেন এবং কিআপনার নিজেরও এই অভিজ্ঞতা হয়েছে তাই ধন্যবাদ আপনাকে ফোরামের যারা এ বিষয়ে জানেন না তাদের সতর্ক করার জন্য।
-
আমি এই সাইটে কোন ইনভেস্ট করিনি। কিন্তু আপনি অনেক সুন্দর একটা তথ্য দিয়েছেন অনেক সময় দেখা যায় অনেক নতুন ইউজার আছে যারা না জেনে অনেক সময় ইনভেস্ট করে থাকে যার ফলে অনেক প্লজ খেতে হয় তাকে। আপনার এই পোস্টটি পড়ার পর অবশ্যই সবাই বুঝতে পারবে যে কোন কোন সাইডে আসলে ইনভেস্ট করা যাবে না।
সত্যিই ভাই আপনার মতে আমি একমত আমিও এই সাইটে কোনদিন ইনভেস্ট করিনি তাই আমরা মনে করি এটা সত্যিই অনেক ভাল একটি পোস্ট এ পোস্টটি পড়ে আমরা সবাই hype সম্পর্কে কিছু জানতে পারলাম কিভাবে এখানে ইনভেস্ট করা যায় ধন্যবাদ ভাই আপনাকে।
-
আমি হাই সাইডে বেশ কয়েক মাস কাজ করেছি কিন্তু কোন পেমেন্ট পাইনি যার কারণে কাজ বর্তমান করিনা। অন্য সিনিয়র ভাইরা জানিনা তারা পেমেন্ট পেয়েছে কিনা কিন্তু আমি কয়েক মাস অগাধ পরিশ্রম করেছি কিন্তু বিনিময়ে কোন পেমেন্ট পাইনি যার কারণে বর্তমান কাজ করি না।
-
আমরা যে সাইট এ কাজ করিনা কেনও অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা না থাকলে Hype সাইটে ইনভেস্ট করায় অনেক ঝুঁকি থাকে। সাইট ভালো করে এনালাইসিস করে বাছাই করতে হবে.
-
এই সাইডে কাজ করা আমি বলব একদমই বোকামি।প্রথমত দেখা যায় কিছু ডলার সেখানে ইনভেস্ট করতে হয় এবং দেখা যায় কয়েক সপ্তাহ কাজ করার পরে সেগুলো স্কাম হয়ে যায়।আমি বলব এই সাইডে কেউ কাজ করবেন না দেখা গেল আমি কষ্ট করলাম কিন্তু তার কোন ফল পেলাম না তাহলে সে কাজ করে তো কোনো লাভ হবে না।
-
নেড়া দুইবার বেলতলায় যায়না। যাক আপনি আগেই সেই অভিজ্ঞতা পেয়েছেন। যারা আগে এসব করতো তাদের মধ্যে দুএকজন ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্থ হয়েছে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা যারাই করেছিলো তাই বুঝে হোক না বুঝে হোক সবাই ধরা খেয়েছে। তাই নতুনদেরও বলবো এসব সাইটগুলোকে কখনও বিনিয়োগ করবেন না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এই তথ্যটা দেওয়ার জন্য। না জেনে অনেক সময় দেখা যায় আমাদের মত নতুনরা এসব সাইটগুলোতে বিনিয়োগ করে যার ফলে অনেক লস খেতে হয়।
আসলে ভুল তো করে নতুনরাই। আমরা একসময় ক্রিপ্টোতে আসার আগে অনলাইনে নতুন ছিলাম। তখন কিছু টাকা ইনকামের আশায় সরল বিশ্বাসে এসব সাইটে বিনিয়োগ করে ধরা খেয়েছি। তখন এরকম ফোরামের সন্ধান পেলে, বাংলায় কথা বলার যায়গা থাকলে হয়তো তখন উপকৃত হতাম কারো না কারো সতর্কতামূলক লেখা পড়ে।
আমিও একদিন নুভ ছিলাম আর আমিও অনেক ডলার মাইর খাইছি। তখন তো ইনকাম করতে পারতাম না। বাপের কাছ থেকে চাইয়া চাইয়া নিয়া এই আকাম গুলা করতাম আর লস করতাম। 😂😂
আমি at fast যখন অনলাইনে কাজ করার চিন্তা ভাবনা করি তার পরপরই আমি একটা সাইডে মোটামুটি ভালই ডলার ইনভেস্ট করেছিলাম। কিন্তু কিছুদিন চলার পর সেগুলো মাইর খেয়েছি তারা ডলার মেরে নিয়ে ভেগে গেছে।
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
সর্বশেষে বলে আপনি পুরোটা বুঝতে পেরেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন শুধু এখানে ভালোভাবে কাজ করেন এবং লেগে থাকেন
-
আমিও একসময় এ সাইটে প্রচুর কাজ করেছি কিন্তু বারবার হতাশ হতে হয়েছে কারণ এখানে কাজ করে কোন পেমেন্ট পাওয়া যায় না শুধু ফ্রিতে কাজ করে দিতে হয়এ সাইটের প্রজেক্টগুলো বেশিরভাগই স্কাম করে থাকে তাই এখন এখানকার প্রজেক্টগুলোতে বর্তমানে কাজ করা বন্ধ করে দিয়েছি এখন আমি কিছু কিছু বাউন্টি প্রজেক্টে কাজ করছি যা থাকে মাঝে মাঝে পেমেন্ট পাওয়া যায়।
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
আমি এই প্রজেক্টে নতুন জয়েন করেছি। তাই Hype সাইট এর সম্পর্কে আমার সেরকম ধারণা ছিল না।তবে আপনার এই মূল্যবান পোষ্টটি পড়ে আমার অনেক ধারণা হয়েছে সম্পর্কে। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
আসলে ভাই আপনার পোস্টটি পড়ে উপকৃত হলাম। আমাদের মত নতুন যারা আছে তারাই ধরা খায়। বাংলায় একটা কথা আছে অতি লোভে তাঁতি নষ্ট।
-
আপনার সাথে আমার প্রায় মিলে যায়। আমারও ২০১৫ সালে এসব সাইটের সাথে পরিচয় হয়। ফেসবুক সাইটের মাধ্যমে জানতে পারছিলাম hype সাইটগুলোর কথা। maypaingads এ আমার ১০০০ টাকা মেরে দিয়েছিলো। সবাইকে প্যামেন্ট করছে দেখে জয়েন হয়েছিলাম। আমি যেদিন প্যামেন্ট পাবো সেদিন স্ক্যাম করে ফেলে। ভাগ্যটাই খারাপ। এর পরে মাইনিং এবং ডাবলার (Doubler) সাইটে কাজ করেছি অনেক দিন। সেখানে ও অনেক লস খেয়েছি। এভাবে লস করে করে কৃপ্টোর সাথে পরিচয় হলো।
সেইদিন থেকে ঐসব সাইটে আর যাইনাই। যাক এসব নিয়ে আমার কোন দুঃখ নেই। আমি মনে করি তখন লস না করে যদি আমি গুটিয়ে যেতাম। আজকের এই পর্যন্ত আসা হতোনা।
-
এই সাইট গুলো কিছু দিনের জন্যে খুবই ভাল সার্ভিস দিবে তারপর এর আর কোন খবর পাওয়া যায় না। এই সাইট গুলো ততক্ষন থাকে যতক্ষন না পর্যন্ত তাদের নির্ধারিত লক্ষ্য বাস্তবায়ন না হয়। তারা তখনই চলে যায় যখন দেখে যে তাদের ভাল পরিমান অর্থ পাবলিকের কাথে থেকে নেওয়া হয়ে গেছে। তাই তাদের থেকে সবসময় বিরত থাকার চেস্টা করুন।
-
এই সাইট গুলো কিছু দিনের জন্যে খুবই ভাল সার্ভিস দিবে তারপর এর আর কোন খবর পাওয়া যায় না। এই সাইট গুলো ততক্ষন থাকে যতক্ষন না পর্যন্ত তাদের নির্ধারিত লক্ষ্য বাস্তবায়ন না হয়। তারা তখনই চলে যায় যখন দেখে যে তাদের ভাল পরিমান অর্থ পাবলিকের কাথে থেকে নেওয়া হয়ে গেছে। তাই তাদের থেকে সবসময় বিরত থাকার চেস্টা করুন।
আমি এইসব সাইডে কখনো কাজ করি নাই। আমি সবসময় চেষ্টা করেছি এরকম ধোঁকাবাজি এর সাইট থেকে বিরত থাকার। এবং আমার পরিচিত যারা আছে তাদেরও সাবধান করে দিয়েছে যে এরকম সাইডে সময় দিয়ে কোন লাভ নাই। এখান থেকে পেমেন্ট পাওয়া অসম্ভব।
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
বাংলায় একটা প্রবাদ আছে ভাই অতি লোভে তাঁতি নষ্ট আমাদের মত নতুন রাই এসমস্ত সাইট থেকে বেশি লোভ করতে গিয়ে ধরা খেয়ে যায়। তবে আমি মনে করি যেকোনো সাইটে ইনভেস্ট করার আগে সে বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানা প্রয়োজন এবং বিনিয়োগ করার আগে সেটা খুব ভালভাবে যাচাই বাছাই করা উচিত তাহলে আর ধরা খাওয়ার সম্ভাবনা থাকেনা
-
Hype সাইটে কাজ করার আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। তবে এ সাইট সম্পর্কে আমি যতটুকু জানি যে সাইটে অধিকাংশই স্কাম হয়ে থাকে। অর্থাৎ এখানে লাভের পরিমাণ বেশি দেখা যায় যার ফলে মানুষ এখানে হুংরি পড়ে ইনভেস্টমেন্ট করে যার ফলে তারা ভবিষ্যতে বিশাল ক্ষতির সম্মুখীন হয়।
-
Hype সাইডে কাজ করার আমার কোন অভিজ্ঞতা নেই। তার জন্য এই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই।জ্ঞান না থাকার কারণেই এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারছিনা।আশাকরি সময় যাওয়ার সাথে সাথে সবকিছু শিখে নিতে পারব পরবর্তী সময়ে কোন সমস্যা হবে না।
-
আসসালামু আলাইকুম। Hype সাইট নাম শুনেছেন কখনোও!? যদি না শুনে থাকেন তাহলে পড়ুন এই খান থেকে, Hype সাইট হলো অনলাইন থেকে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার মাধ্যমে, আমি এই সাইট গুলোর সাথে ২০১৫ সালে পরিচিত ছিলাম, সর্ব প্রথম যখন maypaingads এ কাজ করেছিলাম সেখানে আমার Student লাইফের সকল টাকা গুলো দিয়ে আসলাম। তার পরে আমি যখন SSC পরিক্ষা দিয়ে বাড়িতে আসলাম, তখন শুরু হলো আমার এক রাত্রেই ৮০ ডলার parfect money ইনভেস্ট করা কারন টা কি যানেন, তারা আমাকে ৭ দিন পরে প্রায় ১২০০% লাভ দিবে! 😱😱 মানে হলো আমি মাত্র ৭ দিনে ৯০-১ লাখ টাকা পাবো, এই সব দেখে ইনভেস্ট করেছিলাম, খেলাম সেটাও মাইর, তার পরে এক বড় ভাই থেকে শুনি বিটকয়েন এ বিনিয়োগ এর কথা, তখন আসতে আসতে এসে পড়লাম আপনাদের মাঝে। আর যেখানে hype সাইট গুলো দেখি তখন মিটি মিটি হাসি দেয়। এটা কি সেই আমি। এটাই হলাম আমি। আপনাদের অভিজ্ঞতা সেয়ার করুন।
আপনার পোস্টটি পড়ে অনেক আনন্দিত হলাম, আপনার জীবন কাহিনী মোটামুটি ভাবে অনেকটা ভালো কিন্তু আমি সর্ব প্রথম বিটকয়েন এ যোগদান করি।
-
Hype সাইটে কাজ করার আমার কোন অভিজ্ঞতা নেই। তবে শুনেছি যে এই প্রজেক্টটা সবচেয়ে বেশি স্কাম হয়। এমনকি নতুনদের জন্য অনেক বিপদজনক। যারা অতি লোভে এই সাইডে বিনিয়োগ করেছিল তারা লাভবান না হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি এই সাইটে কাজ করতে চাইনা।
-
আমি শুনেছি এই সাইটটি খুবই বাজে একটি সাইট। কারণ এই সাইটে যে একবার ইনভেস্টমেন্ট করে সে দ্বিতীয়বার এই সাইটে ইনভেস্টমেন্ট করে না। কারণ এই সাইটে ইনভেস্টমেন্ট করলে নাকি আর অর্থ ব্যাগ পাওয়া যায় না।
-
Hype সাইটের অভিজ্ঞতা আমার অনেক আগের পাইনি একটাকাও কিন্তু সপ্ন দেখছি আকাশ ছোয়া। আগে এসব বেপারে কিছু বুঝতাম না কিন্তু এখন বুঝি hype কই জিনিস
-
হাইপ সাইটগুলোতে কাজ করার আমার তেমন একটা অভিজ্ঞতা নেই।তবে সকলের পোস্ট পড়ে হাইপ সাইট সম্পর্কে যতটুকু জানতে পারলাম যে সত্যিই বাজেট সাইট এই হাইপ সাইট।