Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Malam90 on November 11, 2020, 07:15:18 AM

Title: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Malam90 on November 11, 2020, 07:15:18 AM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/altcoinstalksbd


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: JISAN on November 11, 2020, 07:22:53 AM
অনেক সুন্দর একটি উদ্যোগ। ভালো লাগছে। এটা করলে জারা নুভ আছে তারা কিছু ইনকাম করতে শিখবে। পাশা পাশি ক্রিপ্টো সম্পর্কেও অবগত হবে।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: oasis on November 11, 2020, 07:28:11 AM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/cryptodiscuss00


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।

এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ ভাই। এই মুহূর্তে অনেক বাংলাদেশি আছেন তবে crypto সম্পর্কে তাদের জ্ঞান খুব দুর্বল। সুতরাং এটি উচ্চতর rank সদস্যের কাছ থেকে সরাসরি শিখতে তাদের পক্ষে সহায়ক হবে।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Malam90 on November 11, 2020, 07:33:23 AM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/cryptodiscuss00


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।

এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ ভাই। এই মুহূর্তে অনেক বাংলাদেশি আছেন তবে crypto সম্পর্কে তাদের জ্ঞান খুব দুর্বল। সুতরাং এটি উচ্চতর rank সদস্যের কাছ থেকে সরাসরি শিখতে তাদের পক্ষে সহায়ক হবে।

শুধুমাত্র অলটকয়েনটকে যারা কাজ করেন তাদের জন্য খুলেছি এটি। বিটকযেনটকের জন্য না। গ্রুপটা প্রাইভেট করে দিছি এখন যাতে শুধুমাত্র লিংকে গিয়ে যারা জয়েন করবেন তারা আলোচনা  করতে পারবেন। অলটকয়েনটক ছাড়া কাউকে গ্রুপে কেউ আনবেন না। বাহিরের কোন লোক আনবেন না। তাহলে গ্রুপের পরিবেশ নষ্ট হয়ে যাবে। বিষয়টা সবাই মাথায় রাখবেন তাহলে কাজ করতে, আলোচনা করতে সুবিধা হবে। আপনাদের পাশে সব সময় ছিলাম এই ফোরামে এবং থাকবো ইনশাআল্লাহ। তবে গ্রুপে কেউ পরিবেশ নষ্ট করবেন না, সিনিয়রদের কেউ হেয করে কথা বলবেন না। সবাই আন্তরিক হবেন তাহলে পরিবেশটা সুন্দর হবে।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: kulkhan on November 11, 2020, 07:43:30 AM
খুবি ভালো উদ্যোগ, ভাই আপনার জন্য শুভকামনা। আপনার মত একজন সিনিয়র ফোরামে পেয়ে অনেক কিছু শিখতে পারছি প্রতিনিয়ত। আমি ছাত্র অবস্থায় অনেক নামকরা শিক্ষক পেয়েছি যারা অনেক জানে এক কথায় জ্ঞানের সাগর। কিন্তু আমাদের দূরভাগ্য হল তাদের দ্বারা আমরা তেমন উপকার পাইনি  কারন তারা মনেকরে সব শিক্ষাথী অল্পতেই সব বুঝতে পারে, তারা ছাত্র /ছাত্রীদের ভিতরে ঢুকতে পারে না। যার কারনে যাদের দ্রুত বোঝার ক্ষমতা আছে তারা বুঝতে পারে আর যারা আমার মত দ্রুত বোঝার ক্ষমতা কম তারা আর বুঝতেই পারে না। কিন্তু আমি অনেক দিন ধরে লক্ষ্য করেছি আপনি দুটোই বোঝেন। যার জন্য আমরা ওঅনেক কিছু বুঝতে সক্ষম হই। আপনার নতুন এই টেলিগ্রাম গ্রুপের উদ্যোগ টা ও আমাদের জন্য অনেক উপকারে আসবে যা আমি অন্তত এখন অনুভব করতে পারছি। আপনাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। আপনার জন্য সৃষ্টকরতার নিকট প্রার্থনা করি তিনি যেন আপনাকে সুস্থ রাখেন। এবং এরকম বটগাছের মত আমাদের ছায়া দিয়ে যেতে পারন।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: smart_oa on November 11, 2020, 07:44:10 AM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/cryptodiscuss00


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।

এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ ভাই। এই মুহূর্তে অনেক বাংলাদেশি আছেন তবে crypto সম্পর্কে তাদের জ্ঞান খুব দুর্বল। সুতরাং এটি উচ্চতর rank সদস্যের কাছ থেকে সরাসরি শিখতে তাদের পক্ষে সহায়ক হবে।

শুধুমাত্র অলটকয়েনটকে যারা কাজ করেন তাদের জন্য খুলেছি এটি। বিটকযেনটকের জন্য না। গ্রুপটা প্রাইভেট করে দিছি এখন যাতে শুধুমাত্র লিংকে গিয়ে যারা জয়েন করবেন তারা আলোচনা  করতে পারবেন। অলটকয়েনটক ছাড়া কাউকে গ্রুপে কেউ আনবেন না। বাহিরের কোন লোক আনবেন না। তাহলে গ্রুপের পরিবেশ নষ্ট হয়ে যাবে। বিষয়টা সবাই মাথায় রাখবেন তাহলে কাজ করতে, আলোচনা করতে সুবিধা হবে। আপনাদের পাশে সব সময় ছিলাম এই ফোরামে এবং থাকবো ইনশাআল্লাহ। তবে গ্রুপে কেউ পরিবেশ নষ্ট করবেন না, সিনিয়রদের কেউ হেয করে কথা বলবেন না। সবাই আন্তরিক হবেন তাহলে পরিবেশটা সুন্দর হবে।
অন্যান্য ফোরামেও আপনার কোন গ্রুপ আছে? সেখানে থাকলে আমি তাদের সাথে যোগ দিতে চাই। আমি মনে করি আমরা যতটা একে অপরের সাথে সংযোগ স্থাপন করব ততই আমরা একে অপরের কাছ থেকে শিখব।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: oasis on November 11, 2020, 07:48:32 AM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/joinchat/NKjz7hsMQSMf-1xmH8HZUQ


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।
Group র জন্য ধন্যবাদ। এটি নতুন ব্যক্তিদের জন্য সহায়ক হবে। আমি কেবল জানতে চাই যে সেখানে কী ধরণের কার্যকলাপ করা হবে? ক্রিপ্টো সম্পর্কে একটি সাপ্তাহিক পোস্ট এবং সাম্প্রতিক আপডেট এবং ক্রিপ্টো সম্পর্কে সংবাদ?
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Herry on November 11, 2020, 08:01:34 AM
ভাই আমি আপনার সবগুলো পোস্ট খুব ভালোভাবে পড়ি এবং বোঝার চেষ্টা করি আপনার সবগুলো পোস্টটি অনেক সুন্দর হয় এবং সবার উপকারে আসে আপনার এই পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো আপনি এমন সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন যে উদ্যোগে যারা জুনিয়র আছে তারা আপনার এই গ্রুপে এড হওয়ার কারণে অনেক কিছু শিখতে ও বুঝতে পারবে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Malam90 on November 11, 2020, 08:15:25 AM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/joinchat/NKjz7hsMQSMf-1xmH8HZUQ


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।
Group র জন্য ধন্যবাদ। এটি নতুন ব্যক্তিদের জন্য সহায়ক হবে। আমি কেবল জানতে চাই যে সেখানে কী ধরণের কার্যকলাপ করা হবে? ক্রিপ্টো সম্পর্কে একটি সাপ্তাহিক পোস্ট এবং সাম্প্রতিক আপডেট এবং ক্রিপ্টো সম্পর্কে সংবাদ?

ক্রিপ্টোকারেন্সি রিলেডেট যে কোন বিষয় নিয়ে মন খুলে আলোচনা করতে পারবেন। সমসাময়িক বিষয় যেটা কিপ্টোর সাথে রিলেটেড সেটা নিয়েও আলোচনা করতে পারবেন।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Nostoman on November 11, 2020, 08:19:22 AM
ভালো সিদ্ধান্ত। আমি সাপোর্ট করি।।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Malam90 on November 11, 2020, 08:27:49 AM
ভালো সিদ্ধান্ত। আমি সাপোর্ট করি।।

ধন্যবাদ আপনার সাপোর্ট এর জন্য বন্ধু। সবার আন্তরিকতাই আমাদের পাথেয়।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Homos on November 11, 2020, 10:06:06 AM
ওই গ্রুপ এ কি বাউন্টি লিঙ্ক শেয়ার করা হবে? নতুন যারা আছে তারা অনেকেই জানে না যে বাউন্টি লিঙ্ক গুলা কোথাই পাওয়া যাবে?

Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Malam90 on November 11, 2020, 11:07:13 AM
ওই গ্রুপ এ কি বাউন্টি লিঙ্ক শেয়ার করা হবে? নতুন যারা আছে তারা অনেকেই জানে না যে বাউন্টি লিঙ্ক গুলা কোথাই পাওয়া যাবে?

সবই পারবেন শেয়ার করতে। সব যাতে পারেন সেজন্য গ্রুপ খোলা হয়েছে। সবাই সেখানে ডিসকাস করতে পারবেন।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: saidul2105 on November 11, 2020, 11:45:42 AM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/joinchat/NKjz7hsMQSMf-1xmH8HZUQ


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রেখে সকলের সুবিধার্থে গ্রুপ খোলার জন্য।  গ্রুপটি খোলাতে আমাদের সকলেরই অনেক উপকার হবে।  বিশেষ করে যারা আমার মতো নতুন আছে তাদের সকলেরই অনেক সমস্যার  সমাধান পেয়ে যাবে খুব সহজেই।     
                         
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: babu10 on November 11, 2020, 04:45:10 PM
এগিয়ে যান ভাই আমি জয়েন করলাম আশাকরি সবাই এই গ্রুপে জয়েন করে গ্রুপটাকে আরো সমৃদ্ধ করবে এবং নতুন নতুন আপডেপ পাবে সবাই।

ধন্যবাদ
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Pitter on November 11, 2020, 07:15:11 PM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/joinchat/NKjz7hsMQSMf-1xmH8HZUQ


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।
ভাল একটি আইডিয়া। আশা করি সবাই উপকৃত হবে।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Malam90 on November 12, 2020, 06:04:29 AM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/joinchat/NKjz7hsMQSMf-1xmH8HZUQ


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।
ভাল একটি আইডিয়া। আশা করি সবাই উপকৃত হবে।

গ্রুপে জয়েন না করলে করে লিংকে গিয়ে। গুপে মডারেটভর ভাই সহ আমরা সবাই আছি। সকল সহযোগীতা পাবেন এবং ফোরামটাও স্পাম ও প্লাগরিজম মুক্ত হবে সামনে।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Btceth01 on November 12, 2020, 03:49:30 PM
আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এই টেলিগ্রাম গ্রুপ এ আমি দেখতে পাচ্ছি অলরেডি জয়েন রয়েছি। এটা খুবই সুন্দর হয়েছে। এখন থেকে যে কোন সমস্যা সব এই টেলিগ্রাম গ্রুপ এ করতে পারব।আশাকরি সকলেই এই টেলিগ্রাম গ্রুপ এ অ্যাড হয়ে সকলের সমস্যা সমাধান করে নিবেন।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: sky20 on November 12, 2020, 04:25:17 PM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/joinchat/NKjz7hsMQSMf-1xmH8HZUQ


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।
বাংলা থ্রেডে আপনার নাম অনেক সুনাম শুনেছি। আমি দেখেছি যে যখনই  আমাদের ফোরামের ইউজাররা কোন কিছুর অভাব ফিল করে তখন ই অপানি তার ভাল একটি সমাধান দিয়ে যান। এই পোস্ট টি তারই একটি উদাহরন হবে।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Blue_sea on November 12, 2020, 07:59:27 PM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/joinchat/NKjz7hsMQSMf-1xmH8HZUQ


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।
এটি নতুন পুরাতনদের কাজে আসবে। আমরা অনেক কিছুই জানি না। কখন কি হয় । এটি হলে অনেক ভাল হবে। সবাই অনেক আপ টু ডেট হতে পারবেন। যে কোন খবর আসলে সবাই একসাথে জানতে পারবেন। এটি খুবই ইফেটিভ হবে।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Malam90 on November 13, 2020, 09:22:15 AM
টেলিগ্রাম গ্রুপটা পাবলিক করে দিলাম। এখন থেকে এটা অলটকয়েন্সটকের বাংলাদেশী গ্রুপ। এখানে যারা এখনও জয়েন করেন নি লিংকে গিয়ে জয়েন করেন।
 https://t.me/altcoinstalksbd
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Papusha20 on November 13, 2020, 10:53:01 AM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/altcoinstalksbd


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।

আপনি এই পোষ্টে অনেক ভালো ভালো তথ্য রয়েছে। এবং যে টেলিগ্রাম লিংক দিয়েছেন সেখানে অনেক ভালো ভালো তথ্য সম্পর্কে আপডেট জানা যায়। আমি লিংকে গিয়ে অ্যাড হয়েছি। এ ধরনের কষ্ট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Malam90 on November 13, 2020, 12:10:39 PM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/joinchat/NKjz7hsMQSMf-1xmH8HZUQ


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।
এটি নতুন পুরাতনদের কাজে আসবে। আমরা অনেক কিছুই জানি না। কখন কি হয় । এটি হলে অনেক ভাল হবে। সবাই অনেক আপ টু ডেট হতে পারবেন। যে কোন খবর আসলে সবাই একসাথে জানতে পারবেন। এটি খুবই ইফেটিভ হবে।

আপনি জয়েন করেছেন? না করলে জয়েন করে গ্রুপে আলোচনা করুন। প্রশ্ন থাকলে সেখানে করুন। আর আপনার ফোরাম ইউজারনেম সেখানে উল্লেখ করবেন চ্যাট করার সময় তাহলে কে কথা বলতেছেন তা বুঝতে সুবিধা হবে।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Power420 on November 13, 2020, 12:20:49 PM
আপনি যে টেলিগ্রাম লিংক দিয়েছেন সেখানে জয়েন হয়ে আমি অনেক আপডেট আপডেট তথ্য জানতে পেরেছি। এবং অজানা কিছু বিষয় সম্পর্কেও জানা গেছে যা আমি নিজে আগে কখনো জানতাম না। টেলিগ্রাম গ্রুপ এ আমি জয়েন হয়ে খুব উপকৃত ধন্যবাদ।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: ttcsalam on November 13, 2020, 04:34:14 PM
আপনার টেলিগ্রাম লিংটাতে জয়েন হয়েছি । আপনি যদিও অনেক অনেক বেশি হেল্পফুল আশা করি এই নতুন গুরুপ এর মাধ্যমে আরও বেশি হেল্প পাবে বলে আশাবাদী।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Triedboy on November 13, 2020, 06:40:10 PM
এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেলিগ্রাম গ্রুপ করলে দেখা যাবে অনেক সময় অনেকেই সব বিষয়ের উপর খেয়াল রাখতে পারে না তোর কোন নতুন প্রজেক্ট আসলে সেগুলো যদি গ্রুপে শেয়ার করা যায় তাহলে অবশ্যই আমার মতে অনেক ভালো হয়।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Halkpro on November 13, 2020, 11:10:31 PM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/altcoinstalksbd


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।
যাই হোক এক কথায় আপ্নি ভালো উদ্যোগ নিয়েছেন এ থেকে অনেক মেম্বার আছে যারা অনেক বিপদে পরে কিন্তু ফোরামে সব বলা সম্বব হয় না।  যার জন্য সেটা অজানাই থেকে জায় কিন্তু আমার মনে হয় না এখন কেউ প্রব্লেম ফেস করলে সেটা নিয়ে দিধাদন্ধে থাকবে। তাই বলবো সবাই এই গ্রুপ আ জয়েন করে আপনার কিছু জানার থাকলে জেনে নিন 
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Jaya60 on November 14, 2020, 12:29:15 AM
আপনি যে কাজটি করবেন সেটি হলে আমাদের মত নতুন ইউজারদের অনেক উপকৃত হবে।এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Jaya60 on November 14, 2020, 12:31:24 AM
এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেলিগ্রাম গ্রুপ করলে দেখা যাবে অনেক সময় অনেকেই সব বিষয়ের উপর খেয়াল রাখতে পারে না তোর কোন নতুন প্রজেক্ট আসলে সেগুলো যদি গ্রুপে শেয়ার করা যায় তাহলে অবশ্যই আমার মতে অনেক ভালো হয়।

আপনার সাথে আমি একমত পোষণ করছি ভাই। তার কারণ হচ্ছে আমাদের মত অনেক নতুন ইউজার আছে যারা প্রথম প্রথম বাউন্টি বা সিগনেচার ক্যাম্পিয়ান আসলে সেটা জানি। তো আপনারা সবাই যদি সেখানে বলে দেন তাহলে অনেক উপকৃত হব।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Malam90 on November 14, 2020, 01:44:44 AM
আপনার টেলিগ্রাম লিংটাতে জয়েন হয়েছি । আপনি যদিও অনেক অনেক বেশি হেল্পফুল আশা করি এই নতুন গুরুপ এর মাধ্যমে আরও বেশি হেল্প পাবে বলে আশাবাদী।

আপনি যে কাজটি করবেন সেটি হলে আমাদের মত নতুন ইউজারদের অনেক উপকৃত হবে।এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।

এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টেলিগ্রাম গ্রুপ করলে দেখা যাবে অনেক সময় অনেকেই সব বিষয়ের উপর খেয়াল রাখতে পারে না তোর কোন নতুন প্রজেক্ট আসলে সেগুলো যদি গ্রুপে শেয়ার করা যায় তাহলে অবশ্যই আমার মতে অনেক ভালো হয়।


লিংকে জয়েন করেন এবং টেলিগ্রাম গ্রুপে সমস্যা, প্রশ্ন সহ সমসাময়িক নানান বিষয় নিয়ে সেখানে আলোচনা করেন। গ্রুপে যারা আলোচনা করবেন না, এখানে অযাচিত কমেন্ট করবেন তাদের অগঠনমূলক প্রশ্নের উত্তর ফোরামে দেওয়া হবেনা। ফোরামে স্পষ্ট ও সুন্দর গঠনমূলক আলোচনা হবে।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: sky20 on November 14, 2020, 04:39:52 AM
ওই গ্রুপ এ কি বাউন্টি লিঙ্ক শেয়ার করা হবে? নতুন যারা আছে তারা অনেকেই জানে না যে বাউন্টি লিঙ্ক গুলা কোথাই পাওয়া যাবে?
শেয়ার করলে যদি সবার উপকার হয়। তাহলে কোন সমস্যা নেই। অবশ্য যিনি এডমিনের দায়িত্ব নিয়েছেন তিনিই ভাল বলতে পারবেন যে কি করবেন।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Apower$ on November 14, 2020, 05:45:07 AM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/altcoinstalksbd


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।

আপনাকে অনেক ধন্যবাদ ব্রো আপনার এই গুরুত্বপূর্ণ পোষ্ট এর জন্য। আপনার এই গুরুত্বপূর্ণ পোষ্ট থেকে আমি বাউন্টি এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেক ভালো ধারনা পেয়েছি। আশাকরি ভবিষ্যতে আমাদের আরো অনেক ভাল ধারণা দিবেন ইনশাআল্লাহ।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Malam90 on November 15, 2020, 01:58:18 AM
ওই গ্রুপ এ কি বাউন্টি লিঙ্ক শেয়ার করা হবে? নতুন যারা আছে তারা অনেকেই জানে না যে বাউন্টি লিঙ্ক গুলা কোথাই পাওয়া যাবে?
শেয়ার করলে যদি সবার উপকার হয়। তাহলে কোন সমস্যা নেই। অবশ্য যিনি এডমিনের দায়িত্ব নিয়েছেন তিনিই ভাল বলতে পারবেন যে কি করবেন।

টেলিগ্রাম গ্রুপে বাউন্টি, সিগনেচার সহ ক্রিপ্টোকারেন্সি রিলেটেড সবই আলোচনা ও শেয়ার করা যাবে। এ ছাড়া সমসাময়িক বিষয়গুলোও আলোচনা করা যাবে যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রিপ্টোকারেন্সি বা অলটকয়েনটক রিলেটেড। এসব কথা এখানে আলোচনা না করে টেলিগ্রাম গ্রুপে গিয়ে আলোচনা করুন তাহলে স্পামিং কম হবে।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Lutera94 on November 15, 2020, 02:45:52 AM
আপনার অসাধারণ উদ্যেগের জন্য সালাম। এর ফলে যাদের মনে বিভিন্ন প্রশ্ন বা সমস্যা ঘুরপাক খাচ্ছে তারা সিনিয়রদের কাছ থেকে জানতে পারবে। সর্বোপরি বাংলা বোর্ডের জন্য ভালো হয়েছে।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Kangaro45 on November 15, 2020, 04:02:27 AM
মালাম ভাই ফোরামের জন্য আপনার উদ্যোগগুলো খুবই প্রশংসনীয় অসাধারণ। এর মাধ্যমে আমরা সবাই অনেক গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান পেতে পারবো ।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Malam90 on November 15, 2020, 07:21:58 AM
আপনার অসাধারণ উদ্যেগের জন্য সালাম। এর ফলে যাদের মনে বিভিন্ন প্রশ্ন বা সমস্যা ঘুরপাক খাচ্ছে তারা সিনিয়রদের কাছ থেকে জানতে পারবে। সর্বোপরি বাংলা বোর্ডের জন্য ভালো হয়েছে।

মালাম ভাই ফোরামের জন্য আপনার উদ্যোগগুলো খুবই প্রশংসনীয় অসাধারণ। এর মাধ্যমে আমরা সবাই অনেক গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান পেতে পারবো ।

আপনাদেরকেও ধন্যবাদ। তবে টেলিগ্রামে যারা জয়েন করেছেন ইতিমধ্যে তারাও গ্রুপে কোন আলোচনা করছেন না, ইনএকটিভ আছেন। তাদেরকে বললো আপনারা গ্রুপে আলোচনা করুন। নিজে জানতে পারবেন এবং অন্যরাও জানতে পারবে। আর যারা এখনও জয়েন করেননি তারা জয়েন করুন। সেখানে মডারেটর ভাই, আমি সহ প্রায় সব সিনিয়র ভাইযেরা আছেন। গ্রুপের লিংক https://t.me/altcoinstalksbd
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Pitter on November 16, 2020, 03:09:42 AM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/altcoinstalksbd


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।
ভাল সিধান্ত আমি সার্পোর্ট করি। এটির ফলে অনেকেই উপকৃত হব।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Primo1760 on November 17, 2020, 05:44:36 PM
ওই গ্রুপ এ কি বাউন্টি লিঙ্ক শেয়ার করা হবে? নতুন যারা আছে তারা অনেকেই জানে না যে বাউন্টি লিঙ্ক গুলা কোথাই পাওয়া যাবে?
বান্টি করতে গেলে আপনি বাউন্টি ফোরামে এগিয়ে বাউন্টিতে এড হতে পারবেন।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Jackson on November 17, 2020, 07:23:45 PM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/cryptodiscuss00


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।

এই প্রচেষ্টার জন্য ধন্যবাদ ভাই। এই মুহূর্তে অনেক বাংলাদেশি আছেন তবে crypto সম্পর্কে তাদের জ্ঞান খুব দুর্বল। সুতরাং এটি উচ্চতর rank সদস্যের কাছ থেকে সরাসরি শিখতে তাদের পক্ষে সহায়ক হবে।

শুধুমাত্র অলটকয়েনটকে যারা কাজ করেন তাদের জন্য খুলেছি এটি। বিটকযেনটকের জন্য না। গ্রুপটা প্রাইভেট করে দিছি এখন যাতে শুধুমাত্র লিংকে গিয়ে যারা জয়েন করবেন তারা আলোচনা  করতে পারবেন। অলটকয়েনটক ছাড়া কাউকে গ্রুপে কেউ আনবেন না। বাহিরের কোন লোক আনবেন না। তাহলে গ্রুপের পরিবেশ নষ্ট হয়ে যাবে। বিষয়টা সবাই মাথায় রাখবেন তাহলে কাজ করতে, আলোচনা করতে সুবিধা হবে। আপনাদের পাশে সব সময় ছিলাম এই ফোরামে এবং থাকবো ইনশাআল্লাহ। তবে গ্রুপে কেউ পরিবেশ নষ্ট করবেন না, সিনিয়রদের কেউ হেয করে কথা বলবেন না। সবাই আন্তরিক হবেন তাহলে পরিবেশটা সুন্দর হবে।


ভাই আমি আপনার উদ্যেগের প্রতি আন্তরিকতা প্রকাশ করছি | আপনার প্রতিটি প্রোষ্ট ফোরামের নতুনরা পড়ে অনেক উপকৃত হয় | আশা করি সব সময় গুরুপ্তপূর্ণ বিষয় গুলো নিয়ে আলোচনা করবেন যাতে করে আমরা নতুনরা অনেক কিছু শিখতে পারি
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: salukhe on November 17, 2020, 07:31:17 PM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/altcoinstalksbd


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।

ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমরা যারা নতুন আছি তারা এখন আমাদের কাজের কোন সমস্যা হলে আপনাদের কাছ থেকে তা সমাধান পাব ইনশাআল্লাহ।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Magepai on November 20, 2020, 05:30:36 AM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/altcoinstalksbd


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।

অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আপনি। এজন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এ ধরনের উদ্যোগ নেওয়ার বিশেষ করে সবার জন্য অনেক উপকারে আসবে।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Rain075 on November 20, 2020, 02:30:46 PM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/altcoinstalksbd


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।
হ্যাঁ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার টেলিগ্রাম গ্রুপ করেছেন। আসলে সব সমস্যার কথা কিন্তু ফোরামে বলা যায় না কিন্তু টেলিগ্রামে বলা যায়। আমি অলরেডি জয়েন হয়েছি। সকলের জয়েন হয়ে তাদের সমস্যার কথা টেলিগ্রামে আলোচনা করলে আরো ভালো হবে।
Title: Re: বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন ও পুরাতনদের জন্য টেলিগ্রাম গ্রুপ।
Post by: Chita76 on November 20, 2020, 03:19:26 PM
আমাদের বাংলাদেশী অনেক ভাইয়েরা ক্রিপ্টোতে জয়েন করেন অথচ বেসিক অনেক কিছুই জানেন না। বিশেষ করে ফোরামের বেসিক রুলস না জানার কারণে প্লাগরিজম স্ট্রাইক খান, আইডি ব্যন হয়ে যায়, কিভাবে বাউন্টি করতে হবে তা জানেন না, সিগনেচার কিভাবে করে সেটা জানেন না, বাউন্টিতে জয়েন করতে কোন ওয়ালেট দিতে হয় তা জানেন না। এসব সমস্যা সমাধানের জন্য আমি নতুনদের জন্য টেলিগ্রাম গ্রুপ খুলেছি। গ্রুপে নতুন পুরাতন, জুনিয়র সিনিয়র সবাই জয়েন করেন এবং এখানে ডিসকাস করতে পারেন সমস্যা, তার সমাধান সহ ক্রিপ্টো ও সমসাময়িক নানান বিষয় নিয়ে।

এতে নতুনরা অনেক উপকৃত হবে। পাশাপাশি পারস্পারিক হৃদ্যতা তৈরি হবে সবার প্রতি। জুনিয়র সিনিয়র সম্পর্ক আরো কাছাকাছি আসার কারণে সুন্দর হবে।
 
টেলিগ্রাম গ্রুপ লিংক: https://t.me/altcoinstalksbd


বিঃ দ্রঃ এটি শুধুমাত্র অলটকয়েনটক ফোরামের মেম্বারদের জন্য গ্রুপ।

আমি আর কি বলব বাউন্টি এবং ক্রিপ্টো নিয়ে নতুন করে আর কি বলব সবকিছু তো আপনিই বলে দিয়েছেন আপনার পোস্ট কে আমি সমর্থন করছি অনেক ভাল একটি পোস্ট দিয়েছেন এ জন্য আপনাকে অনেক ধন্যবাদ।